নারী যেন এক সমস্যা, যার জন্য, হিজাব; হিন্দু, বৌদ্ধদেরও আছে নানা পথ, নারীর মুখ ঢেকে দেয়ার, তাকে বিমুখ করবার, একেবারে আধুনিক প্রগতিবাদীদের বা সুশীল মধ্যবিত্ত জীবনের ঘেরাটোপে নির্দিষ্ট সংষ্কৃতিবান, জীবিকাবাদীদের বা মননশীল বোদ্ধা, নারীপ্রগতি কর্মীদের বা শিল্পী খেলোয়াড় রকস্টার ওমেনাইজার হার্টথ্রব মুক্তযৌনতারচারণ বহুবল্লভ স্তাবকদের, তাদের নিজ নিজ ধরনের উপযোগী হিজাবভাবনা আছে, নারী পুরুষ নির্বিশেষে হিজাববন্দনায় মেতে উঠেছে, শরীর বিভিন্নভাবেই দেখা যায়, কোনো সমাজেই শরীর দেখা বন্ধ থাকে না, কিন্তু প্রতিটি সমাজ মুখ ঢেকে দিতে চায়, নারীর বিমুখতা তার আরাধ্য, শরীর কখনো সমস্যা নয়, শরীর কখনো মুখ্য নয়, নারী একটি সমস্যাই, তাই কর্তা ও রসুল দুজনের এমন ব্যতিব্যস্ত তৎপরতা, নারীর মুখ ঢেকে দিতে পারা, তাকে বিমুখ করতে পারা, অর্ধেক জনসাধারণকে প্রতিযোগিতা থেকে সরিয়ে দিতে পারা, ক্ষমতাবানদের খালি কাউকে বঞ্চিত করতে ভালো লাগে, কাউকে দলিত করতে ভালো লাগে, হিজাব একটি দিক, শ্রম আত্মসাৎ আরেকটি দিক, নারী ও দলিত মিলে সমস্যার পাহাড়টা বিশাল, উপমহাদেশ তাই তীব্র সংকটে জর্জরিত, জঙ্গিহানা ভুলিয়ে রেখেছে আমাদের, যেমন এইডস ভুলিয়ে রেখেছে ম্যালেরিয়াকে, ক্ষমতাবানদের এ হলো আরেকটি দিক, হিজাব, বিমুখতা, নিজের কাছ থেকে নিজেকে বিমুখ করে রাখা।
মাসুদ করিম
লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।
Have your say
You must be logged in to post a comment.
১১ comments
মাসুদ করিম - ২৮ ফেব্রুয়ারি ২০১১ (১২:২৪ পূর্বাহ্ণ)
চট্টগ্রামে দামপাড়ার চট্টেশ্বরী রোডে এ.আই.জি মাদ্রাসার উল্টোদিকে এক বিল্ডিংয়ের ছাদে একটা বিলবোর্ড আছে ‘কনডেন্সড মিল্ক’এর বিজ্ঞাপনে এক নারী মডেল শোভা পাচ্ছিল, কয়েকদিন আগেই হঠাৎ লক্ষ্য করলাম মডেলের মুখটা কালো রঙ দিয়ে পুরোপুরি লেপ্টে দেয়া হয়েছে — প্রথমে কিছুই বুঝতে পারিনি এই উদ্ভট খেয়ালের, কিন্তু একটু পরেই বুঝতে পারলাম — ওই মডেলের মুখ মাদ্রাসা থেকে দেখা যায়, তাই এই ব্যবস্থা। মজার ব্যাপার হচ্ছে রঙীন সালোয়ার কামিজ পরা পুরো দেহকাণ্ড অক্ষত আছে, সেখানে কালি লেপ্টানো হয়নি। মনে পড়ল একবার লিখেছিলাম হিজাব চায় মুখ ঢেকে দিতে, সারাদিনই কত ছাইভস্ম লিখি, কিন্তু এই কথাটি বলা যায় খুব সত্য লিখেছি।
রায়হান রশিদ - ৪ মার্চ ২০১১ (২:৫৪ পূর্বাহ্ণ)
ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং!
সরব দর্শক - ৫ মার্চ ২০১১ (১:৪২ অপরাহ্ণ)
চট্টেশ্বরী রোড! এই না-পসন্দ্ নামের বদলে একে এ.আই.জি. মাদ্রসা রোড নামে পরিচিত করতে চান অনেকে। কোনো কোনো দোকানের সাইনবোর্ডেও সেরকম লেখা দেখেছি বলে মনে পড়ছে। কিন্তু ওই মাদ্রাসাটার অবস্থান যে ঠিক কোথায়, বলতে পারব না — অন্তত এই মুহূর্তে মনে করতে পারছি না। তবে এই লেখা আর লেখকের মন্তব্য পড়তে গিয়ে মনে পড়ছে আমেরিকা-প্রবাসী ইরানি শিল্পী শিরিন নিশাত-এর বিখ্যাত সিরিজ-ছবি ‘Women of Allah’-এর কথা, ওই সিরিজের অন্যতম ছবি ‘I Am Its Secret’-এর কথা।
মাসুদ করিম - ৬ এপ্রিল ২০১১ (১২:২৫ অপরাহ্ণ)
টুইটারে আমার নারী বিষয়ক তিনটি টুইট।
মাসুদ করিম - ১৪ ডিসেম্বর ২০১১ (১১:৪৮ পূর্বাহ্ণ)
রাস্তাঘাটে চোখ কান খোলা রাখলে অনেক সংলাপ শোনা যায়, কিন্তু কখনো কখনো কিছু সংলাপ নাট্যসাহিত্যকেও হার মানায় — হয়ে ওঠে অনন্যসাধারণ। তেমনি একটা শুনলাম গতকাল গোলপাহাড়ের মোড়ে এক স্কুল ইউনিফর্ম পরা মেয়ের কাছ থেকে। মেয়েটি যার হাত ধরে হাঁটছে তিনি বোরখা পরা, উল্টোদিক থেকে আসা এক মহিলার সাথে দুজনের আলাপ পরিচয় হচ্ছে, যার হাত ধরে আছে মেয়েটি তিনি অন্য মহিলাকে বলছেন, আমি ওর খালা। মেয়েটি বলছে, ও আমার খালা না — আলখাল্লা!
মাসুদ করিম - ২৯ ফেব্রুয়ারি ২০১২ (২:৫৯ অপরাহ্ণ)
হিজাব ও উন্মুক্ততা পাশাপাশি দেখে
পড়ুন Birute Regineএর সাম্প্রতিক ব্লগপোস্ট : Sex Appeal and Strutting our Stuff: Sexual Power or Real Power?
মাসুদ করিম - ২৯ মার্চ ২০১২ (১২:১০ অপরাহ্ণ)
হ্যাঁ, চোখ কান খোলা রাখলে রিকশালিখন, ট্যাক্সিলিখন, টেম্পোলিখন, রাইডারলিখন, চাঁদেরগাড়িলিখন, বাসলিখন, ট্রাকলিখনেও নারীর বিরুদ্ধে অনেক জঘন্যকথন পাওয়া যায়। আর বাংলাদেশে এই পরিবহনলিখনের ব্যাপ্তি অনেক বড়। তেমনি একটি ট্রাকলিখন আজ চোখে পড়ল।
কী বিভৎস মানসিকতার বেলেল্লা প্রচারণা!
মাসুদ করিম - ৩ সেপ্টেম্বর ২০১৩ (৭:২১ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১৬ ডিসেম্বর ২০১৪ (১:২৬ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৭ জুন ২০১৫ (১০:৫৫ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ১৩ সেপ্টেম্বর ২০১৬ (১২:০২ অপরাহ্ণ)