আমার মনে হয় না বিএনপির আর কোনো আশা আছে। বিএনপির মহাসচিব থেকে শুরু করে বিএনপির সব শীর্ষ নেতা যতই বলে বেড়ান না কেন তারা নিজেরাও জানেন তারা ফাঁকা আওয়াজ তোলা ছাড়া আর সব রাজনীতি ভুলে গেছেন তাই যত দিন ফাঁকা আওয়াজ তুলে মিঠিয়া পাড়া, আমবেচাধর পাড়া ও সুশীলং পাড়ায় শোরগোল জারি রাখা যায় তত দিন তারা এসব বলে যাবেন আর তলে তলে তাদের লন্ডনি ওস্তাদের সন্ত্রাসের তরিকা নিয়ে মাঠে নামার জন্য প্রস্তুতি চলতে থাকবে। পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির অনুপস্থিত থাকাটাই আমার কাছে এখনো পর্যন্ত নিশ্চিত মনে হচ্ছে এবং আমাদের জাতীয় জীবনে আবারো দুইহাজারতেরোচৌদ্দপনেরো ধরনের বিএনপি পরিকল্পিত ও নিয়ন্ত্রিত গণসন্ত্রাসের আশঙ্কা করাটাই আমার কাছে খুব সম্ভব মনে হচ্ছে।
এখন বর্তমান সরকারের প্রস্তুতি এই পথেই রাখতে হবে সবচেয়ে বেশি তাকে সব দিক থেকে যতটুকু সম্ভব এই গণসন্ত্রাস ঠেকানোর আগাম সতর্ক অবস্থান নিয়ে প্রতিরোধ কৌশল ভেবে রাখতে হবে পাশাপাশি বিএনপি নির্বাচনে আসলে তাকে নির্বাচনে হারানোর প্রস্তুতিও সম্পূর্ণভাবে নিয়ে রাখতে হবে।
দুইহাজারআঠারো সালের নির্বাচনী রাজনীতিতে আওয়ামি লিগকে যেটা আমি মনে করিয়ে দিতে চাই তা হল খালেদা জিয়া কিন্তু এবার আর নিজের জন্য যুদ্ধাপরাধীদের জন্য নির্বাচন মিশনে থাকবেন না এবার যদি বিএনপি নির্বাচনে আসে তিনি নির্বাচন মিশনে প্রক্সি দিতে নামবেন তার ছেলে তারেক জিয়ার হাতে বাংলাদেশ তুলে দেয়ার জন্য কারণ তারেক জিয়ার হাতে বাংলাদেশ তুলে দিতে পারলেই সেবাংলাদেশ আবার খুব সহজেই তার ও যুদ্ধাপরাধীগোষ্ঠীর হয়ে যাবে।
কাজেই সবাই সাবধান বিএনপির ফখরুলরা আশি আশি করবেই কিন্তু তারা যেন আর তলে তলে পরিকল্পনা করে গণসন্ত্রাস করতে না পারে তারা যেন নির্বাচনে এসে আর বাংলাদেশের ক্ষমতায় এসে না পড়ে সেদিকে সংশিষ্ট সবারই সতর্ক দৃষ্টি রাখতে হবে।
মাসুদ করিম
লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।
Have your say
You must be logged in to post a comment.
১১ comments
Pingback: দুইহাজারআঠারো সালের নির্বাচনী রাজনীতিতে আওয়ামি লিগকে যেটা আমি মনে করিয়ে দিতে চাই | প্রাত্যহিক প
মাসুদ করিম - ৩১ জানুয়ারি ২০১৮ (৩:৫৬ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৯ ফেব্রুয়ারি ২০১৮ (১১:১৬ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৩০ মার্চ ২০১৮ (৫:৫০ অপরাহ্ণ)
খালেদা জিয়া কারাগারে অসুস্থ, আজ এনিয়ে বিএনপি-র সংবাদ সম্মেলন ছিল, তাতে বিডিনিউজ২৪.কম-এ শেখ হাসিনাকে নিয়ে ঠাট্টার যেছবি দেখলাম বিএনপি নেতাদের, তাতে কে বলবে তারা খালেদা জিয়ার অবস্থা নিয়ে চিন্তিত।
মাসুদ করিম - ২৫ ডিসেম্বর ২০১৮ (২:২৬ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৫ ডিসেম্বর ২০১৮ (২:২৮ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৫ ডিসেম্বর ২০১৮ (৯:৫৮ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৩১ ডিসেম্বর ২০১৮ (১১:৪৪ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ৩১ ডিসেম্বর ২০১৮ (১১:৫৩ পূর্বাহ্ণ)
লাইভ: ভোট দিচ্ছে বাংলাদেশ
মাসুদ করিম - ৩১ ডিসেম্বর ২০১৮ (৪:৪০ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৫ জানুয়ারি ২০১৯ (৬:৩৮ অপরাহ্ণ)