আইসিএসএফ : পাক্ষিক অনলাইন কর্মশালা সিরিজ (২য় পর্ব)!!
[স্কাইপ : ৩ নভেম্বর ২০১২, বাংলাদেশ সময় রাত ১০টা থেকে]
এই পর্বের নির্ধারিত আলোচ্যসূচী:
ট্রাইবুনালের সাক্ষী সংক্রান্ত বিষয়গুলো, যেমন:
— সাক্ষীদের নিরাপত্তা বিধান
— সাক্ষীদের মান
— সাক্ষীদের ভয়ভীতি, লোভ এবং হয়রানীর ঘটনাসমূহ
— অত্যধিক সংখ্যক সাক্ষী পেশ সংক্রান্ত বিষয়গুলো
— বিদেশী বিশেষজ্ঞ সাক্ষী: আইনে তার সুযোগ আসলে ঠিক কতটুকু? (গোলাম আযম মামলার দু’জন বিদেশী বিশেষজ্ঞ সাক্ষী প্রসঙ্গে বিভ্রান্তিসমূহ)
— সাঈদী মামলার সেই ১৫ জনের সাক্ষ্য
— বিভিন্ন মামলাগুলোর বর্তমান অবস্থা এবং বিচারের গতি
— সাম্প্রতিকতম বিভ্রান্তি এবং অপ-প্রচারমূলক তৎপরতাসমূহ
— অংশগ্রহণকারীদের প্রশ্ন এবং মতামতের মাধ্যমে অন্যান্য আরও যে কোনো বিষয় যুক্ত হতে পারে
কিভাবে ওয়ার্কশপে নিবন্ধন করবেন?
সদস্য এবং অ-সদস্য নির্বিশেষে উভয়ের জন্যই অনলাইন ও ডাউনলোডযোগ্য (গুগল ডক কোনো কারণে কাজ না করলে) নিবন্ধন ফর্মগুলোর লিংক দেয়া হলো:
১) মেম্বারদের জন্য অনলাইন ফর্মের লিংক:
https://docs.google.com/spreadsheet/viewform?formkey=dHBvVW56d3pyMWFOYm9RUTNEWi1YUnc6MQ
২) নন-মেম্বারদের জন্য অনলাইন ফর্মের লিংক:
https://docs.google.com/spreadsheet/viewform?formkey=dHhWV2hiRkRLUUVPM2Y1TGFpQktDQlE6MQ
৩) মেম্বারদের জন্য ডাউনলোডেবল ফর্মের লিংক:
http://www.mediafire.com/?axcz8hg78n6f86l
৪) নন-মেম্বারদের জন্য ডাউনলোডেবল ফর্মের লিংক:
http://www.mediafire.com/?3552uf39945afab
[যারা অনলাইনে ফরম পূরণের পরিবর্তে ডাউনলোডকৃত ফর্ম পূরণ করছেন, তাদের প্রতি অনুরোধ থাকলো – পূরণকৃত ফর্ম <icsf-recruitment@googlegr
ফর্মটি পুরণ করে ওয়ার্কশপে স্থান নিশ্চিত করার শেষ সময় আগামী ৪৮ ঘন্টা। অর্থাৎ, আগামী ২৯ অক্টোবরের মধ্যেই পূরণ করা ফর্মটি পাঠাতে হবে। সুতরাং নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহীদের প্রতি লিঙ্ক থেকে ফর্মটি পূরণ করে সাবমিট করবার অনুরোধ জানানো হচ্ছে।
ওয়ার্কশপগুলোর রূপরেখা:
প্রতি দু’সপ্তাহ একবার। ওয়ার্কশপগুলো হবে স্কাইপে, যেখানে অংশগ্রহণ করতে হলে নিচের অনলাইন ফর্ম পূরণের মাধ্যমে নিবন্ধন করে নিজ নিজ স্থান আগে থেকে নিশ্চিত করতে হবে। কি বিষয়ে আলোচনা হওয়া দরকার বা হতে পারে, তা ফর্ম পূরণের সময় অংশগ্রহণে আগ্রহীরাও সুপারিশ করতে পারবেন। উল্লেখ্য যে, ICSF তার সদস্যবৃন্দের বাইরেও এই কর্মশালাগুলোতে অংশগ্রহণের জন্য অ-সদস্যগণকেও আহ্বান জানাচ্ছে। প্রতিটি ওয়ার্কশপে অংশগ্রহণের সুযোগ মূলত সর্বনিম্ন ৫ জন থেকে অনূর্ধ ২০ জনের মধ্যে সীমিত রাখা হচ্ছে। তবে, পূরণকৃত ফর্মগুলোর তথ্যাদি বিশ্লেষণের ভিত্তিতেই কেবল প্রতি ওয়ার্কশপের ডেলিগেট লিস্ট প্রস্তুত করা হবে এবং প্রয়োজনীয় পূর্ব-প্রস্তুতিমূলক কাগজপত্র সরবরাহ করা হবে। ফর্মপূরণ ব্যতীত কেউ কোনোভাবেই ওয়ার্কশপে অংশ নিতে পারবেন না। আইসিএসএফ এর সদস্যরা যরা বিভিন্ন টিম এবং প্রকল্পগুলোতে ভূমিকা রাখছেন তাদের জন্য এই ওয়ার্কশপ সিরিজটি বাধ্যতামূলক।
কেন এই ওয়ার্কশপগুলোতে অংশগ্রহণ প্রয়োজনীয়?
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল’এ চলমান বিচার সম্পর্কে নিজেদেরকে সর্বাবস্থায় ওয়াকিবহাল রাখতে চাইলে এই ওয়ার্কশপগুলোর কোন বিকল্প নেই। সে লক্ষ্যে ICSF-এর আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে নিয়মিত এই কর্মশালা সিরিজটি। এটা আমরা সবাই জানি, বিচারের বিভিন্ন দিকগুলোতে নিজ নিজ অবস্থান থেকে সাহায্য করতে গেলেও বিষয়গুলো ভালভাবে জানা থাকা দরকার। নাহলে চাইলেও তেমন কার্যকরভাবে সাহায্য করা যায় না। তাই, বিচারের চলমান আপডেট, প্রচারিত সংবাদ, উত্থাপিত কৌতূহল, সন্দেহ, বিভ্রান্তি, এবং এ সংক্রান্ত আমাদের অ্যাকটিভিজমের নানা কৌশলগত দিকগুলো নিজেদের মধ্যে খোলাখুলিভাবে আলোচনার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওয়ার্কশপগুলো নিয়মিতভাবে আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম (ICSF)
১৯৭১ এ সংঘটিত আন্তর্জাতিক অপরাধসমূহের বিচারের মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতির নিরসন এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত স্বাধীন বিশেষজ্ঞ, কর্মী এবং সংগঠনসমূহের আন্তর্জাতিক নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম (ICSF)। বাংলাদেশে বর্তমানে চলমান বিচার প্রক্রিয়াকে পর্যবেক্ষণ, অনুশীলন এবং প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তা প্রদানের লক্ষ্যেই এই নেটওয়ার্কের প্রতিষ্ঠা। এই সব উদ্দেশ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল এবং এর বিভিন্ন অঙ্গসমূহকে দালিলিক, আর্কাইভ এবং গবেষণা সহায়তা প্রদান করা ছাড়াও ট্রাইবুনালের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান এবং দফতরসমূহের সাথে নিয়মিত যোগাযোগ, মতামত এবং পরামর্শ বিনিময়, এবং ক্ষেত্রবিশেষে সরাসরি পদক্ষেপ গ্রহণ এই নেটওয়ার্কের উল্লেখযোগ্য কার্যক্রমের অংশ। আইসিএসএফ এর কার্যক্রম, এর প্রকল্পসমূহ, এর সাংগঠনিক ইউনিটসমূহ এবং সাংগঠনিক নীতিমালাসমূহ সম্বন্ধে আরও বিস্তারিত জানতে ঘুরে আসুন: http://icsforum.org
You must be logged in to post a comment.