তিনটি ভবিষ্যতবাণী এবং একটি শকুনাধিকার আশংকা

অনেকের মতো আমিও আগামী তিন মাস নিয়ে প্রতিদিন অনিশ্চয়তায়। [...]

অনেকের মতো আমিও আগামী তিন মাস নিয়ে প্রতিদিন অনিশ্চয়তায়। প্রধান ভবিষ্যতবাণী সমূহঃ

১- আওয়ামী লীগ ক্রমাগত ভুল ও গোয়ার্তুমি করতে থাকবে, সেই ভুলের খেসারত দেবে সমগ্র জাতি।

২- বিএনপি নিজের সাংগঠনিক মেরুদণ্ডহীনতায় জামাতের ঘাড়ে চেপে আন্দোলনের সহিংসতার চুড়ান্ত রূপ দেবার চেষ্টা করবে এবং নিয়ন্ত্রণের লাগাম হারিয়ে জামাতের কোলেই পরিপূর্নভাবে আশ্রয় নেবে।

৩- রাস্তার সহিংসতায় নড়ে চড়ে বসবে জলপাই বাগানে চরে বেড়ানো সুযোগ সন্ধানী ছাগলগুলো এবং অচিরেই নেকড়ে হয়ে উঠবে লাইনচ্যুত ট্রেনকে প্ল্যাটফর্মে আনার অজুহাতে।

ঠিক তখনই, মানবাধিকারের আন্তর্জাতিক দারোয়ানের দল একাত্তরের শকুনদের প্রাণ বাঁচানোর আকুল আবেদন জানাবে।

নীড় সন্ধানী

অদেখা স্বপ্নের ব্যাপ্তিটা প্রতিদিন বিস্তৃত হতে থাকে.........

২ comments

  1. মাসুদ করিম - ৯ অক্টোবর ২০১৩ (২:২৬ অপরাহ্ণ)

    ভবিষ্যদ্বাণী তো ভবিষ্যতের নয়, আমাদের, তাই ভবিষ্যদ্বাণীতে আতঙ্ক আনন্দ আশঙ্কা আমাদের জন্য সত্য, ভবিষ্যতের জন্য নয়। কিন্তু ভবিষ্যত অবধারিত এবং এজন্যই আমরা চাই বা না চাই তাকে নিতেই হবে।

  2. মাসুদ করিম - ১০ অক্টোবর ২০১৩ (২:৫০ পূর্বাহ্ণ)

Have your say

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.