বিশ্বভ্রমণে অক্ষম এক অতৃপ্ত আত্মার জবানবন্দী

ভ্রমণ ছিল কঠিন নেশা জীবদ্দশায়।

বিশ্বজুড়ে ঘুরবো এবার, উল্টেপাল্টে দেখবো এবার জগতটাকে – ‘কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্নিপাকে’। এলেবেলে পথের বাঁকে অনেকটা পথ হাঁটা হলেও, দীর্ঘ জীবন ৬০টি বছর বেঁচে থেকেও, বিশ্বজুড়ে হয়নি আমার দাপিয়ে বেড়ানো। সাধ-সাধ্যের দেখাদেখি হয়েছে কখনো, দীর্ঘ মোলাকাতের সুযোগ হয়নি একটি বারও।

যখন আমি সদ্য তরুণ…… তখন আমর অঢেল সময়, অফুরন্ত প্রাণপ্রাচুর্য। সমস্যাটা টাকা-কড়ির, নিজের পায়ে দাঁড়ানোটা বহুদুরের স্বপ্ন তখন, দেশ ভ্রমণে যাই কি করে। আরো একটু বড় হও, অপেক্ষাতে রইলাম আমি।

যখন আমি মধ্যযুবা…… শক্তি তখন অফুরন্ত, অর্থেরও নেই সমস্যা। কিন্তু আমি ভীষণ ব্যস্ত প্রচুর প্রাচুর্যে। সময় কোথায় বিশ্ব ঘোরার? ওইবেলাতেও হয়নি যাওয়া।

সময় যখন প্রৌঢ়ত্বে …… তখন আমার প্রচুর সময়, ছিল অঢেল অর্থও। কিন্তু আমি ততদিনে বিত্ত দৌড়ে রিক্ত মানুষ, রোগ-ব্যাধিতে বিধ্বস্ত। দেশ-বিদেশে ভ্রমণ হলো হাসপাতাল টু হাসপাতালে। বিশ্ব দেখা দুরেই থাক, এমনকি সেই হাসপাতালের বারান্দাতে, খেয়াল করে হয়নি দেখা, ম্যাগনোলিয়ার কুঁড়িটিও। বিশ্ব আমার শেষবেলাতেও থেকেই যে যায় অদেখাতেই।

এই পারেতে আসার পরে শখটা যেন পুরন হলো। আত্মা আমার হন্যে হয়ে ঘুরে বেড়ায় সারা পৃথিবীতে। নাই টিকেটে- নাই ভিসাতে- নাই পাসপোর্টে। বিশ্বজুড়ে অবারিত সীমান্ত তার, অবাধ যাতায়াত । তবু যেন আত্মা আমার অতৃপ্ত যে বড়ো। অসময়ে ভ্রমণ করার বিড়ম্বনা যার, মানব জনম কেটে গেছে দ্বিধায় দ্বিধায় দ্বিধায়…..।

[কপচিত দর্শন – প্রত্যেক মানুষের শখ-সাধ-আহ্লাদ তিনটি বিষয়ের উপর নির্ভরশীল — সময়, অর্থ, শক্তি। মানুষের জীবনে এই তিনটি জিনিস একই সময়ে এক সাথে থাকা ঘটনা অতি বিরল। দৈবাৎ যাদের একসাথে তিনটাই থাকে তারা অতি অসাধারণ অদ্ভুত ভাগ্যবান মানুষ]

নীড় সন্ধানী

অদেখা স্বপ্নের ব্যাপ্তিটা প্রতিদিন বিস্তৃত হতে থাকে.........

৪ comments

  1. sadamon - ১৬ অক্টোবর ২০০৯ (৮:২৩ অপরাহ্ণ)

    নীড়দা, আপনার কথাই মনে হয় ঠিক। আমার তো মনে হয় , সাধ আর সাধ্য কখনই এক পথে মিশে না।

  2. রায়হান রশিদ - ২০ অক্টোবর ২০০৯ (৫:৩৪ অপরাহ্ণ)

    নিজের বয়স থেকে উপলদ্ধিতে এগিয়ে থাকা টিপিক্যাল নীড় সন্ধানী পোস্ট। একবার একটু ধন্দে পড়ে গিয়ে চট করে প্রোফাইলে চোখ বুলিয়ে নিলাম। নাহ, এ আমাদের নীড় সন্ধানীই। তাৎক্ষণিক কোন ভাবনা থেকে লেখা হয়েছে, অনুমান। আরেকটু পড়ার ইচ্ছে ছিল, হঠাৎ করেই যেন লাইন বিচ্ছিন্ন হয়ে গেল।

  3. নীড় সন্ধানী - ২১ অক্টোবর ২০০৯ (২:৩৮ অপরাহ্ণ)

    একেবারে ঠিক। মাথায় হঠাৎ করে ভাব এসেছিল, কিন্তু ভাবের পূর্ণতা আসার আগেই লোডশেডিং!

  4. pranab bar - ১৭ নভেম্বর ২০০৯ (১১:২০ অপরাহ্ণ)

    শ্রেষ্ঠ কাজের জন্য শ্রেষ্ঠ সময়টা খুব জরুরি !
    আপনার শ্রেষ্ঠ সময়টা চিনতে ভুল করেছেন দাদা !
    শ্রেষ্ঠ কাজটাও কি সময় মত চিনেছিলেন ?

Have your say

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.