মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিন্ক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।
আজকের লিন্ক
এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।
৭ comments
মাসুদ করিম - ১ জুন ২০১৪ (৯:২৮ অপরাহ্ণ)
জাতপাত আর লৈঙ্গিক অসমতা ভারতকে সবসময় পেছনে টেনেছে আজো টানছে।
মাসুদ করিম - ২ জুন ২০১৪ (৫:৪৬ অপরাহ্ণ)
হালাল ‘লালবাতি অঞ্চল’ নিয়ে হল্লা
মাসুদ করিম - ৪ জুন ২০১৪ (৪:৪৯ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৭ জুন ২০১৪ (১০:৫৭ পূর্বাহ্ণ)
জন্ম কোথায় ফুটবলের? সেপ ব্লাটার তো সায় দিচ্ছেন, ফুটবলের জন্ম চীনে!
মাসুদ করিম - ৮ জুন ২০১৪ (৮:৩৯ অপরাহ্ণ)
তিন দিনের উপবাসে রক্তে উৎপন্ন হবে নতুন শ্বেত কণিকা তাতে সঞ্জীবিত হবে শরীরের সম্পূর্ণ রোগ প্রতিরোধ প্রক্রিয়া। কেমো নেয়া শরীরের জন্য বয়ে আনতে পারে সুসংবাদ।
মাসুদ করিম - ৩০ জুন ২০১৪ (১২:১২ অপরাহ্ণ)
Pavel - ১ জুলাই ২০১৪ (১২:০৭ পূর্বাহ্ণ)
ভাল ভাল কবি লেখক চলে যাচ্ছে কিন্তু তাদের মত আর তৈরি হচ্ছে না