মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিন্ক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।
আজকের লিন্ক
এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।
৪ comments
মাসুদ করিম - ১১ ফেব্রুয়ারি ২০১৪ (৬:৩৭ অপরাহ্ণ)
জাপান সাম্রাজ্যের সেনাবাদের ভূত যেমন তাড়া করছে আজকের জাপান রাষ্ট্রকে, তেমনি চীনের ভেতর দিনে দিনে আত্মপ্রকাশ করছে নব্যসেনাবাদ — তাই আজ প্রশান্ত মহাসাগর হয়ে উঠছে জটিল হিসাব নিকাশের কেন্দ্রবিন্দু। তবে এটা খুব ঠিক, যা বলছে চীনের কমিউনিস্ট পার্টির দৈনিক ‘পিপলস ডেইলি’র সম্পাদকীয় — তা আমাদের বুঝতে হবেই, জাপানের যুদ্ধাপরাধ, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপানি সেনাদের ওই অঞ্চলের বিপুল সংখ্যক নারীকে ‘বিলাসরমণী’তে পরিণত করার জঘন্যতম অপরাধ, কোনো কিছুর বিচার না হওয়াতে ওই অঞ্চলে জাপানের ভাবমূর্তি কখনোই স্বাভাবিক হয়ে উঠতে পারেনি, কাজেই এদিক থেকে জাপানের দিক থেকে ঐতিহাসিক উত্তেজনা প্রশমনে অনেক কিছু করার আছে।
মাসুদ করিম - ১৩ ফেব্রুয়ারি ২০১৪ (৯:০৪ পূর্বাহ্ণ)
অরুণ সোমের ঢাকাইয়া হাসির নীচে লুকিয়ে থাকে অজস্র ‘প্রগতি’তথ্য।
মাসুদ করিম - ১৩ ফেব্রুয়ারি ২০১৪ (৩:০০ অপরাহ্ণ)
শীতকালীন অলিম্পিক আর কত দিন শুধু সাদাদের থাকবে? কালোরা কোথায়, পীতেরা কোথায়? সবুজ বাদামি তামাটেরা কোনোদিন সেখানে যাবে?
মাসুদ করিম - ২৫ ফেব্রুয়ারি ২০১৪ (১২:৪২ অপরাহ্ণ)
গতকাল রাত ৮টায় নৈরাজ্যের প্রকাশে অসম শক্তিমান শিল্পী প্রকাশ কর্মকারেরর মৃত্যু হল, বয়স হয়েছিল ৮১ বছর।