মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিন্ক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।
আজকের লিন্ক
এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।
Have your say
You must be logged in to post a comment.
১২ comments
মাসুদ করিম - ৩ জানুয়ারি ২০১৪ (১:৩৫ পূর্বাহ্ণ)
ঠিক সাল বছরের হিসাবে কোন সংঘাত পৃথিবীতে সবচেয়ে বেশি আধিপত্য বিস্তার করবে তা বলা যায় না। কিন্তু প্রতিটি বছরই সংঘাতের নতুন পরিস্থিতি ও পরিমণ্ডলের সাথে আমাদের জানাশোনা হয় আমরা দেখি শক্তিমত্ত দেশগুলো কিভাবে এর থেকে তাদের আরাধ্যকে পেতে চায়। ঠিক এই উন্মত্ততা নিরসনের তো কোনো কিছু আমরা আদৌ খুঁজে পাচ্ছি না।
মাসুদ করিম - ৮ জানুয়ারি ২০১৪ (২:২১ অপরাহ্ণ)
ভারত সরকার তার দেশে আমেরিকান দূতাবাসের ‘বাণিজ্যিক কার্যক্রম’ বন্ধের আদেশ দিয়েছে, কথা হচ্ছে আমেরিকান দূতাবাসে ‘বাণিজ্যিক কার্যক্রম’ চলত কেন? আমাদের দেশেও নিশ্চয়ই তারা ‘বাণিজ্যিক কার্যক্রম’ চালায় — খবর নিয়ে তা বন্ধ করা জরুরি, বিশেষত এখন যখন আমাদের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের কানাঘুষা চলছে।
মাসুদ করিম - ১১ জানুয়ারি ২০১৪ (২:৩৪ অপরাহ্ণ)
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবারো বললেন, দাউদ ইব্রাহিম পাকিস্তানে নেই। ভারত তারেক জিয়াকে একবার জিজ্ঞেস করে দেখবে কিনা? — যেখানে দেখিবে ছাই কুড়াইয়া দেখ তাই!
মাসুদ করিম - ১১ জানুয়ারি ২০১৪ (৪:৫৬ অপরাহ্ণ)
পৃথিবীতে অ্যান্টার্কটিকার রস সাগরই [ Ross Sea] একমাত্র সমুদ্র যার পানি এখনো মানুষের দ্বারা কলুষিত হয়নি।
মাসুদ করিম - ১২ জানুয়ারি ২০১৪ (১০:০১ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ১৩ জানুয়ারি ২০১৪ (১০:৪৩ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ১২ জানুয়ারি ২০১৪ (১০:৫৪ পূর্বাহ্ণ)
আট বছর কোমায় থাকার পর গতকাল শনিবার ৮৫ বছর বয়সে কারো কাছে নায়ক কারো কাছে শান্তিকামী কারো কাছে কসাই ইসরাইলের প্রাক্তন প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন মারা গেছেন।
মাসুদ করিম - ১২ জানুয়ারি ২০১৪ (১১:০৬ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ১২ জানুয়ারি ২০১৪ (১১:১১ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ১৬ জানুয়ারি ২০১৪ (১০:০৭ পূর্বাহ্ণ)
থাইল্যান্ডের বর্তমান রাজনৈতিক সংকট বুঝতে ব্যাংকক পোস্টের মতামত বিভাগের এলেখাটি কাজে দেবে।
বিস্তারিত পড়ুন : We need ‘reform’ but the question is how to achieve it।
মাসুদ করিম - ১৮ জানুয়ারি ২০১৪ (৪:০১ অপরাহ্ণ)
Pingback: অপ্রশান্ত মহাসাগর | প্রাত্যহিক পাঠ