মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিন্ক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।
আজকের লিন্ক
এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।
২০ comments
মাসুদ করিম - ৩ নভেম্বর ২০১৩ (৮:৪২ পূর্বাহ্ণ)
আল্লামা শফী, তেঁতুল বলুন ফুল বলুন আর রাণী — শেষ পর্যন্তও তো ওই ‘লালা’ই আসছে। আপনি ‘লালা’তেই যেহেতু আবদ্ধ এখন আপনি তেঁতুল বললেন না ফুল বললেন না রাণী তাতে কিছুই আর আসে যায় না।
মাসুদ করিম - ৫ নভেম্বর ২০১৩ (৫:০২ অপরাহ্ণ)
ভারতের ‘মঙ্গলযান’ আজ সফল উৎক্ষেপণের মাধ্যমে মঙ্গল গ্রহের পথে চলতে শুরু করেছে, ৩০০ দিনের ভ্রমণ শেষে মঙ্গলের কক্ষপথে পৌঁছবে। ভারতের মঙ্গলযাত্রার সময় ও স্থান : দুপুর ০২-৩৮, ৫ নভেম্বর ২০১৩,শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশ।
মাসুদ করিম - ৬ নভেম্বর ২০১৩ (১১:৩২ পূর্বাহ্ণ)
মনে হচ্ছে সীমিত পরিসরে চীনে ইসলামি জঙ্গি হামলা শুরু হয়ে গেছে, আজ উত্তর চীনে শাংচি ( Shanxi ) প্রদেশ কমিউনিস্ট পার্টির প্রধান কার্যালয়ের সামনে এক বিস্ফোরণে এক জন নিহত ও আট জন আহত হয়েছে, এখনো যদিও চীনের সংবাদসংস্থা একে শুধু বিস্ফোরণ বলছে — যেমনটি তারা গত সপ্তাহে তিয়ানমার স্কয়ারে সংঘটিত জঙ্গি হামলাকেও প্রথমে শুধু বিস্ফোরণ বলেছিল — কিন্তু বিস্ফোরণে ধরনে এটিও ওই একই রকমের জঙ্গি হামলা হওয়ার আশঙ্কাই বেশি। চীনের ‘সবঋতুর বন্ধু’ পাকিস্তান নিয়ে ভারত বাংলাদেশের মতো এখন চীনের প্রশাসনেরও শঙ্কিত হওয়ার আলামত ফুটে উঠছে বলেই ধারণা করছি।
মাসুদ করিম - ৯ নভেম্বর ২০১৩ (৯:৫৪ পূর্বাহ্ণ)
যদিও বলা হচ্ছে আভ্যন্তরীন বোমা দিয়ে নাশকতা সৃষ্টি করা হয়েছিল, এবং শহরের একজন দাগী অপরাধীকে এজন্য ধরাও হয়েছে এবং অভিযুক্ত স্বীকারও করেছে ‘সমাজের বিরুদ্ধে প্রতিশোধ’ নিতেই সে এই সন্ত্রাস সৃষ্টি করেছে, কিন্তু অনেকেরই মনে হচ্ছে প্রশাসন সন্ত্রাসের মোটিফ ঢেকে দিয়ে আপাত বিশ্বাসযোগ্য এক অপরাধীকে শাস্তি দিয়ে এই সিরিজ বোমা হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবেই প্রমাণ করতে চাইছে।
মাসুদ করিম - ৬ নভেম্বর ২০১৩ (৭:০৭ অপরাহ্ণ)
রাশিয়ান কূটনীতি ফিরে এসেছে।
মাসুদ করিম - ৯ নভেম্বর ২০১৩ (১০:০৪ পূর্বাহ্ণ)
বার্মার রাজত্ব হারানো শেষ রাজার জীবিত বংশধরেরাও আজ বিস্মৃত।
মাসুদ করিম - ৯ নভেম্বর ২০১৩ (১:১৭ অপরাহ্ণ)
তেহরিক-ই-তালেবান পাকিস্তান (TTP) – এর নতুন প্রধান মোল্লা ফজলুল্লাহ কে? সেটা জানার জন্য পড়ুন ফরেন পলিসি-র দাউদ খট্টকের লেখাটি।
অনেক তথ্যই এখানে পাওয়া যাবে কিন্তু আমার সবচেয়ে ভাল লেগেছে নতুন প্রধানের প্রচলিত নামটি ‘ মোল্লা এফএম রেডিও’।
মাসুদ করিম - ১০ নভেম্বর ২০১৩ (১১:১০ পূর্বাহ্ণ)
রাশিয়ার বনে কালো ক্যাঙ্গারু।
মাসুদ করিম - ১১ নভেম্বর ২০১৩ (১১:৩২ পূর্বাহ্ণ)
রিয়ানভস্তির বিশেষত্ব এর ইনফোগ্রাফিক্সে নিঃসন্দেহে। সুপারিশকৃত লিন্কের পাঠকদের জন্য আরেকটি চমৎকার রিয়ানভস্তি ইনফোগ্রাফিক্স শেয়ার করছি। এবারেরটি গুলাগ নিয়ে। গুলাগের ত্রিশ বছরের নিবর্তনের ইতিহাস ও এর বাধ্যতামূলক শ্রমের সামাজিক অর্থনৈতিক প্রেক্ষিত উঠে এসেছে এই তথ্যচিত্রে। জোসেফ স্তালিন ১৯২৯ সালে গুলাগ প্রবর্তনের ঘোষণা দেন এবং ১৯৩০ সাল থেকে এর কার্যক্রম শুরু হয়ে যায়, ১৯৬০ সালে গুলাগ অবলুপ্ত হয়। ১৯৫১ সালে গুলাগের ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ অন্তরীন হয়। আর গুলাগে মৃত্যুর হার সর্বোচ্চ ২২.৪% হয় ১৯৪৪ সালে। ১৯৫৩ সালে স্তালিনের মৃত্যুর পরে একসাথে ৫০% বন্দিকে সাধারণ ক্ষমার আওতায় গুলাগ থেকে মুক্তি দেয়া হয়।
গুলাগের ত্রিশ বছরের ইতিহাসে মোট দেড় কোটি মানুষকে অবরুদ্ধ করা হয় এর মধ্যে পনেরো লাখ মারা যায়।
গুলাগে অন্তরীনদের বাধ্যতামূলক শ্রম দিয়ে সোভিয়েত ইউনিয়ন ছোটবড় ১৭টি অবকাঠামো উন্নয়নের কাজ সম্পন্ন করে, বলতে গেলে সোভিয়েত ইউনিয়নের দ্রুত নগরায়নের ও বিদ্যুৎশক্তি উৎপাদনের মূল হাতিয়ার ছিল এই বাধ্যতামূলক শ্রম।
মাসুদ করিম - ১২ নভেম্বর ২০১৩ (২:১৪ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ১৩ নভেম্বর ২০১৩ (৯:৫৪ পূর্বাহ্ণ)
১৯৫ খেতে ২৩৫ মাইল/ঘণ্টা বেগের ক্যাটাগরি৫ ঘূর্ণিঝড় ‘হাইয়ান’ ফিলিপাইন দ্বীপপুঞ্জে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার মোকাবেলায় ত্রাণকর্মীরা সর্বাত্মক চেষ্টা করলেও খাদ্য ও ত্রাণের অপ্রতুলতা বেঁচে থাকা উপদ্রুত মানুষেরা সামান্য খাদ্য ও ত্রাণের জন্য মরিয়া হয়ে উঠেছে।
মাসুদ করিম - ১৩ নভেম্বর ২০১৩ (১০:২৮ পূর্বাহ্ণ)
শিল্পকর্ম নিলামে রেকর্ড দামে (১৪২ মিলিয়ন ডলার) নিউইয়র্কে ক্রিস্টিজ অকসন হাউজে হস্তান্তরিত হয়েছে ফ্রান্সিস বেকনের ট্রিপটিক ‘ থ্রি স্টাডিজ অফ লুসিয়ান ফ্রয়েড’। ক্রিস্টিজ অকসন হাউজ অবশ্য ক্রেতার পরিচয় জানায়নি।
Pingback: গুলাগ দিয়ে অবকাঠামো | প্রাত্যহিক পাঠ
মাসুদ করিম - ১৯ নভেম্বর ২০১৩ (৯:৫৯ পূর্বাহ্ণ)
আজ নেপালে সংবিধান সংসদের ভোট চলছে। এটি নেপালের দ্বিতীয় সংবিধান সংসদ ভোট, প্রথম সংবিধান সংসদ দুবছরের মধ্যে সংবিধান প্রণয়নের কথা থাকলেও এবং আশি শতাংশ কাজ সম্পন্ন করলেও প্রধান দলগুলোর অনৈক্যের ফলে চার বছরেও বাকি কাজ শেষ করে সংবিধান প্রণয়ন করতে ব্যর্থ হয়। এবার বলা হচ্ছে নির্বাচিত ৬০১ সদস্যের সংবিধান সংসদ এক বছরের মধ্যেই সংবিধান প্রণয়নের কাজ শেষ করবে। দেখা যাক, এবার তারা কথা রাখতে পারে কিনা।
মাসুদ করিম - ১৯ নভেম্বর ২০১৩ (১২:২৬ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২১ নভেম্বর ২০১৩ (৮:৫০ পূর্বাহ্ণ)
বাংলাদেশের রাজনৈতিক সংকট নিয়ে The International New York Times-এর সম্পাদকীয় পড়ে মনে হচ্ছে এটি আন্তর্জাতিক নয়া মগবাজারের সময়-এর সম্পাদকীয়।
মাসুদ করিম - ২২ নভেম্বর ২০১৩ (১২:২২ অপরাহ্ণ)
paid news এর মতো এটা paid editorial — আমার কথা হচ্ছে পত্রিকাগুলো paid news ও paid editorial ছাপাক কিন্তু এই নামে নতুন বিভাগ খুলুক — কাজেই শুধু editorial শিরোনামে এটা ছাপানো উচিত হয়নি পত্রিকাটির, উচিত ছিল paid editorial শিরোনামে ছাপানো।
মাসুদ করিম - ২৪ নভেম্বর ২০১৩ (৮:৩৫ পূর্বাহ্ণ)
ইরানের সাথে ছয় জাতির (পশ৫+১) জেনেভা বৈঠক নিউক্লিয়ার চুক্তির সম্মতিতে পৌঁছেছে।
মাসুদ করিম - ২৮ নভেম্বর ২০১৩ (৩:১০ অপরাহ্ণ)
পাকিস্তানের নতুন সেনাপ্রধানকে বলা হচ্ছে ভদ্রলোক এবং সেনাপরিবারের সন্তান — তাতে কী, তাকে তো পাকিস্তানের সেনাবাহিনিই চালাতে হবে, দেখা যাক।
মাসুদ করিম - ২৯ নভেম্বর ২০১৩ (২:৪৩ অপরাহ্ণ)
এটার কোনো মানে নেই। ব্রিটিশ প্রশাসন, জার্মান প্রশাসন তথা পশ্চিমা প্রশাসনের এই ধরনের অবরোধমূলক আচরণগুলো মূলত মানুষকে অবদমিত করে তার স্বাভাবিক অর্থনৈতিক অধিকারকে খর্ব করে।