মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিন্ক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।
আজকের লিন্ক
এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।
৩০ comments
মাসুদ করিম - ১ আগস্ট ২০১৩ (১২:৫৮ অপরাহ্ণ)
পাক-মার্কিন আলোচনার বিষয় – ড্রোন হামলা, আফগান যুদ্ধ, জঙ্গি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ, জ্বালানি, শিক্ষা – সারা পৃথিবী এই আলোচনার বিষয়গুলো নিয়ে জানে। কিন্তু কার্যক্ষেত্রে এসব নিয়ে আলোচনা হয় না এটাও সবাই এখন জানে। দেখা যাক পররাষ্ট্র সচিব জন কেরির পাকিস্তান সফর শেষে আমরা কী জানতে পারি?
মাসুদ করিম - ১ আগস্ট ২০১৩ (৪:২৩ অপরাহ্ণ)
লেবাননে ‘জ্যোতির্বিদ্যার তথ্য’ বিবেচনা করে ০৮ অগাস্ট রোজার ইদ ঘোষণা করে দেয়া হয়েছে আজ। আমরাও কিন্তু একই ভাবে ঘোষণা করতে পারতাম আমাদের দেশে রোজার ইদ ০৯ অগাস্ট।
মাসুদ করিম - ১ আগস্ট ২০১৩ (৭:০১ অপরাহ্ণ)
রুশ প্রশাসন থেকে এক বছর রাশিয়ায় অবস্থানের জন্য একটি অস্থায়ী কাগজ পেয়েছেন এডওয়ার্ড স্নোডেন, এখন বিমানবন্দরের ট্রানজিট এলাকা থেকে রাশিয়ার এক অজ্ঞাত স্থানে রাজনৈতিক আশ্রয়ে চলে গেছেন তিনি, আশা করা হচ্ছে আগামীকাল কোনো এক সময়ে তিনি সাংবাদিকদের সামনে বক্তব্য রাখবেন।
মাসুদ করিম - ৭ আগস্ট ২০১৩ (৭:১০ অপরাহ্ণ)
স্নোডেনকাণ্ড অসন্তুষ্ট ওবামা পুতিনের সাথে মস্কোতে তাদের নির্ধারিত শীর্ষবৈঠকে যোগ দিচ্ছেন না।
খবর এখানে : Obama cancels Moscow meeting with Putin over Snowden।
মাসুদ করিম - ৩ আগস্ট ২০১৩ (২:১৪ অপরাহ্ণ)
দাউদ নবি বা দাউদ রাজার সমাধি জেরুজালেমে অবস্থিত। ইহুদি খ্রিস্টান মুসলমান তিন ধর্মেরই তীর্থস্থান – অটোমান রাজাদের দখলে থাকার সময় এটা ছিল মসজিদ, এটাকে সিনাগগে রূপান্তরের সিদ্ধান্ত নিয়ে ইসরায়েলের প্রত্ন কতৃপক্ষ গত ছয় বছর ধরে পুনর্ণির্মাণের কাজ করছে কিন্তু অত্যুৎসাহী কিছু কট্টর ইহুদি গোষ্ঠী প্রত্নতাত্ত্বিকভাবে মূল্যবান অটোমান আমলের সুদৃশ্য টাইলস ধারাবাহিকভাবে ভেঙ্গে সিনাগগ নির্মাণের কাজেই যেন অদৃশ্য শক্তির কাজ করল, কারণ এসব সুদৃশ্য টাইলস প্রতিস্থাপনের কোনো চেষ্টাই প্রত্ন কতৃপক্ষ করেনি এবং বর্তমানে প্রত্ন কতৃপক্ষ প্রকল্প বাস্তবায়নের ‘ফাইনাল টাচ’ দিচ্ছে। আর এভাবেই দাউদ নবি বা দাউদ রাজার সমাধির সম্পূর্ণ ইহুদিকরণ সম্পন্ন হল।
মাসুদ করিম - ৩ আগস্ট ২০১৩ (৩:০৬ অপরাহ্ণ)
ফেলানির হত্যায় হিলাল ফয়েজী ও আমার তাৎক্ষণিক প্রতিক্রয়া।
মাসুদ করিম - ১৪ আগস্ট ২০১৩ (১১:৪৬ অপরাহ্ণ)
ফেলানির বিচার শুরু করার সময়টিতে পিটিয়ে মানুষ হত্যা করেছে বিএসএফ।
গতকালই এক বন্ধুকে বলছিলাম, বিএসএফ বিশেষ অর্থে ‘বর্ডারলাইন পার্সনালিটি ডিসঅর্ডার’ এ ভোগে বলেই সীমান্তে মানুষ হত্যা বন্ধ হচ্ছে না — তারা তাই বারবার প্রমাণ করছে।
মাসুদ করিম - ১৯ আগস্ট ২০১৩ (১১:১৫ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ৪ আগস্ট ২০১৩ (১০:২৮ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ৭ আগস্ট ২০১৩ (২:১৪ পূর্বাহ্ণ)
উত্তর রাজস্তানে এক টুকরো সিন্ধু বা হরপ্পা সভ্যতার নিদর্শন খুঁড়ে বের করেছেন ভারতীয় প্রত্নবিভাগ। কিছুদিন পরেই এই কাজ চূড়ান্তভাবে শেষ হবে।
মাসুদ করিম - ৭ আগস্ট ২০১৩ (১০:৩৫ পূর্বাহ্ণ)
আমেরিকা যুক্তরাষ্ট্রের কেন্দ্র ওয়াশিংটনের রাজনীতিবিদ প্রশাসক ও বুদ্ধিজীবিদের অবশ্যপাঠ্য দৈনিক দি ওয়াশিংটন পোস্ট কিনে নিলেন স্টিভ জবসের পর আমেরিকার সবচেয়ে সৃষ্টিশীল ব্যবসায়ী জেফ বেজোস। দৈনিক পত্রিকার ভবিষ্যৎ বাজার/বিতরণ ব্যবস্থাপনা কী হবে সেটাই এখন দেখার জেফ বেজোসের কাছ থেকে, কী উদ্ভাবন তিনি ঘটাতে পারেন তার উপর নির্ভর করছে অনেক কিছু — আমেরিকার কেন্দ্রে প্রভাব বিস্তারের খেলো ‘ক্রয়চাল’ নিশ্চয় আমাজন কিন্ডল স্রষ্টার উদ্দেশ্য নয়?
মাসুদ করিম - ১৫ আগস্ট ২০১৩ (২:১২ পূর্বাহ্ণ)
১৪ আগস্ট সকাল থেকে আমি টুইটারে কায়রোর মুরসির সমর্থকদের সিট-ইন ক্লিনআপ নিয়েই ছিলাম। কায়রো এখন যুদ্ধক্ষেত্র, এর চেয়ে বেশি কিছু বলার সামর্থ্য আমার নেই, ইচ্ছেও না।
মাসুদ করিম - ১৯ আগস্ট ২০১৩ (১১:০৬ পূর্বাহ্ণ)
দাউদ ইব্রাহিমের প্রধান জঙ্গি সহযোগী, ভারতে জঙ্গি হামলার ‘চলতাফিরতা এনসাইক্লোপিডিয়া’ আবদুল করিম টুন্ডার ভারতে আটক হওয়ার পর দিল্লি পুলিশের কাছে পুরো উপমহাদেশ জুড়ে টুন্ডার বিচরণের যে বিবরণ এই ‘ডক্টর বোম্ব’ দিয়েছেন তা আরো একবার প্রমাণ করল পাকিস্তান আর্মি ও আইএসআই পুরো উপমহাদেশ জুড়ে সন্ত্রাসের হেড কোয়ার্টার হয়ে উঠেছে। এবং লাদেনের পর এখন তাদের সবচেয়ে সম্মানিত ‘সন্ত্রাসের অতিথি’ দাউদ ইব্রাহিম যে তাদের হেফাজতে আছে ও থাকবে টুন্ডার ভাষ্য থেকে তা আবার জানা গেল।
মাসুদ করিম - ১৯ আগস্ট ২০১৩ (২:৫৩ অপরাহ্ণ)
অবহেলায় অনাদরে চিকিৎসার অভাবে চলে গেলেন বরেণ্য লোকসঙ্গীতশিল্পী আবদুর রহমান বয়াতী। জন্মেছিলেন ১৯৩৯ সালে ঢাকার সূত্রাপুর থানার দয়াগঞ্জে, তার বয়স হয়েছিল ৭৪ বছর।
খবরের লিন্ক এখানে।
মাসুদ করিম - ২১ আগস্ট ২০১৩ (১১:০৯ পূর্বাহ্ণ)
কিন্তু চীনকে বেশি চিন্তায় ফেলেছে ভারতের নিজের বানানো যুদ্ধবিমানবাহী রণতরী আইএনএস ভিক্রান্ত।
ইমতিয়ার - ২২ আগস্ট ২০১৩ (৩:৫২ অপরাহ্ণ)
কী বলেছেন ব্রাডলি ম্যানিং তার রায় ঘোষণার পরে? এ ব্যাপারে প্রেস কনফারেন্স করেছেন তার লিগ্যাল টিম, যাতে তুলে ধরা হয়েছে ম্যানিং-এর বক্তব্য। এখানে পাওয়া যাচ্ছে পুরো বিবরণ : ‘If you deny my request for a pardon, I will serve my time knowing that sometimes you have to pay a heavy price to live in a free society.’
মাসুদ করিম - ২৫ আগস্ট ২০১৩ (২:৪৩ অপরাহ্ণ)
নওয়াজ শরিফ কী করছেন কোনো খবরই রাখিছ না, কেন? কারণ নেওয়াজের খোঁজ খবর নিয়ে কোনো লাভ নেই — সন্ত্রাস, আঞ্চলিক সম্পর্ক, তালেবান এসব নিয়ে নওয়াজ শরিফের উত্তর কী হবে মুখস্থ, পরে দেখা যাবে, এটাই তিনি সবসময় ক্ষমতায় থাকাকালীন বলে এসেছেন, এখনো তাই বলবেন, তবে তৃতীয়বারে একটু স্মার্ট হয়েছেন শোনা যাচ্ছে বলছেন, দায়িত্ব ভাগ করে দিয়েছি তারা দেখবে।
মাসুদ করিম - ২৫ আগস্ট ২০১৩ (৩:২৪ অপরাহ্ণ)
জরিপ বলছে আমেরিকার ৬০ শতাংশ মানুষ চায়, সিরিয়ায় রাসায়নিক অস্ত্র প্রয়োগের প্রমাণ মিললেও তারা চান না আমেরিকান প্রশাসন সেখানে সামরিক অভিযান চালাক, এবং শুধু ৯ শতাংশ মানুষ মনে করে সিরিয়া নিয়ে ওবামার কোনো পদক্ষেপ নেয়া উচিত। কিন্তু ওবামা তো ২য় বার আসার পর থেকেই হতাশায় দিন কাটাচ্ছেন, তিনি কী করবেন? এরমধ্যেই তিনি চিরাচরিত প্রথা অনুযায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সাথে আলোচনা সাঙ্গ করে রেখেছেন। এখন শুধু ইরানকে তিনি কত ভয় পান তার উপরই সব নির্ভর করবে মনে হচ্ছে, দেশের জরিপের ফলের উপর কেউ যুদ্ধভাবনা ঠিক করে না — আমেরিকান প্রশাসন তো আরো করে না।
বিস্তারিত পড়ুন : Barack Obama studies options after Syria gas attack, consults UK’s Cameron।
মাসুদ করিম - ২৫ আগস্ট ২০১৩ (৬:১৩ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৫ আগস্ট ২০১৩ (৭:০৩ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৬ আগস্ট ২০১৩ (১০:২৯ অপরাহ্ণ)
ওবামা যুদ্ধার্থী,সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের পক্ষ-বিপক্ষ নির্ধারণ চলছে এখন, গ্রীষ্মকালীন অবকাশযাপন ছেঁটে ডেভিড ক্যামেরনও প্রস্তুত,রাশিয়া বারবার মনে করিয়ে দিচ্ছে পশ্চিমা শক্তিরা এখনো সাবধান হোক জাতিসংঘকে পাশ কাটিয়ে সামরিক হস্তক্ষেপ হবে নগ্নভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন।
মাসুদ করিম - ২৭ আগস্ট ২০১৩ (৩:২৫ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৮ আগস্ট ২০১৩ (১২:০৪ অপরাহ্ণ)
রাশিয়ার সংবাদসংস্থা ইজভেস্তিয়ার (Izvestia) সাথে সাক্ষাৎকারে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তিনি সিরিয়ায় আমেরিকান সামরিক হস্তক্ষেপ আশা করেন না। তার ভাষ্য অনুযায়ী সিরিয়ায় তার সেনাবাহিনীর রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রশ্নই ওঠে না — তিনি এর জন্য সিরিয়ায় তার সরকার বিরোধী বিদ্রোহী ও বহিরাগত সন্ত্রাসবাদী সামরিক শক্তিকে দায়ী করেছেন, যাদের মদত দিচ্ছে আমেরিকা, কাতার, তুরস্ক ও সৌদিআরব।
মাসুদ করিম - ৩০ আগস্ট ২০১৩ (৬:০৫ অপরাহ্ণ)
হয়তো ব্যাপারগুলো সত্যিই এতটাই সহজ, ব্রিটেন নেই তাই ফ্রান্স আছে আমেরিকার সাথে সিরিয়াকে শাস্তি দিতে সিরিয়ার উপর সামরিক হস্তক্ষেপে। এবং এটাও হয়তো খুবই স্বাভাবিক বুশের সঙ্গী টনি ব্লেয়ার যেমন ছিলেন সমাজতান্ত্রিক তেমনি এবার ওবামার সঙ্গী ফ্রঁসোয়া ওলন্দও সমাজতান্ত্রিক।
মাসুদ করিম - ২৭ আগস্ট ২০১৩ (১২:৪৩ পূর্বাহ্ণ)
এডওয়ার্ড স্নোডেন যখন আমেরিকান প্রশাসনের ন্যাক্কারজনক নজরদারির আভাস দিচ্ছিলেন তখন ওবামা, নজরদারির কথা স্বীকার করে এগুলো সব সন্ত্রাসবাদ ঠেকাতে করা বলে তার গ্রীষ্মাবকাশে চলে গেলেন, আস্তে আস্তে সবাই জানতে পারল সন্ত্রাসবাদ ঠেকানোর নামে ইউরোপ দক্ষিণআমেরিকা এশিয়া অস্ট্রেলিয়া সর্বত্র আমেরিকার ‘ন্যাশনাল সার্ভেইয়েন্স এজেন্সি’ কিভাবে নজরদারি চালিয়েছে — আর সর্বশেষ চাঞ্চল্যকর তথ্য এসেছে আমেরিকার এই নজরদারি প্রতিষ্ঠান ‘জাতিসংঘ’এর দপ্তরেও, বিশেষত এর ‘টেলিকনফারেন্সিং সিস্টেম’এর উপর ব্যাপক নজরদারি চালিয়েছে।
বিস্তারিত পড়ুন : Codename ‘Apalachee’: How America Spies on Europe and the UN।
মাসুদ করিম - ২৭ আগস্ট ২০১৩ (১:৩৪ অপরাহ্ণ)
তিন দশকে আফ্রিকা মধ্যপ্রাচ্য ও এশিয়ায় জ্বালানি তেলের ব্যবহার বেড়েছে তিনগুণ (৩০০%)। এই তিন দশকে পৃথিবীতে জ্বালানি তেলের ব্যবহার বেড়েছে ৪০%।
বিস্তারিত পড়ুনঃ These maps show how Asia is taking over the oil markets।
মাসুদ করিম - ২৭ আগস্ট ২০১৩ (২:৩৯ অপরাহ্ণ)
গতকাল সকালে ঘুম থেকে উঠে নিজের মোবাইলে প্রথমেই ঢুকলাম নিউইয়র্ক টাইমসে, একেবারে নতুন একজন মানুষের সাথে পরিচয় হল তার মৃত্যুর সংবাদের মধ্য দিয়ে — মুরিয়েল সিবার্ট, প্রথম মহিলা যিনি ১৯৬৭ সালে সম্পূর্ণ পুরুষশাসিত নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে শেয়ার ব্যবসা করার জন্য একটি আসন কিনেছিলেন, তিনি ‘মিকি’ নামেই সমধিক পরিচিত ছিলেন এবং সেসময়ের প্রচলিত ইহুদিবিদ্বেষের শিকার হয়েও ওয়াল স্ট্রিটের সবচেয়ে সফল ব্যবসায়ীদের একজন হয়ে উঠেছিলেন।
মাসুদ করিম - ২৯ আগস্ট ২০১৩ (৯:৫২ পূর্বাহ্ণ)
গতকাল অপরাহ্নে ‘সালমান খুরশিদ’ প্রথমে টুইট করলেন, ৪৮ ঘণ্টার মধ্যে সিরিয়ায় আক্রমণ শুরু করবে আমেরিকা, তারপরেই টুইট করলেন, রাতেই সিরিয়ায় আক্রমণ শুরু করবে আমেরিকা, এটাই তার শেষ টুইট — এরপরই @IndiaMEA যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের নামে নকল হ্যান্ডেল বানিয়ে (সালমান খুরশিদ টুইটারে নেই) সিরিয়া যুদ্ধের আতঙ্ক ছড়ানোর কাজ করছে তা নজরে আসল ভারতীয় পররাষ্ট্র দপ্তরের, জানানো হল টুইটার সদর দপ্তরে এবং ডানা ঝাপটানো বন্ধ হল নকল ‘সালমান খুরশিদ’-এর।
বিস্তারিত পড়ুন : Fake Salman Khurshid account tweets on Syria cause flutter।
মাসুদ করিম - ২৯ আগস্ট ২০১৩ (৩:৪৯ অপরাহ্ণ)
ভারতের বতর্মান ‘টাকাযুদ্ধ’ শুধু ভারতের নয় সব ‘এমার্জিং মার্কেট’-এর কিন্তু সেটা শুধু তাদের একার থাকবে না, আমাদেরও হয়ে উঠবে কারণ বাংলাদেশ এখন ‘এমার্জিং মার্কেট’-এর ঠিক নিচের অবস্থানেই অবস্থান করছে। দুজন অর্থনীতিবিদের দুটি লেখা এখানে তুলে রাখছি খুব দ্রুতই এসব প্রসঙ্গ নিয়ে আমাদেরও ভাবতে হবে।
মাসুদ করিম - ৩০ আগস্ট ২০১৩ (৫:২৭ অপরাহ্ণ)
সিমাস হিনিকে (Seamus Heaney, 1939-2013)বলা হত ইংরেজি ভাষার বেঁচে থাকা কবিদের মধ্যে মহত্তম, সেই কবি আর বেঁচে নেই, আজ ৭৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন, কিছু দিন খেকেই তিনি অসুস্থ বোধ করছিলেন এবং ডাবলিন থেকে দূরে কোথাও যাচ্ছিলেন না।