মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিন্ক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।
আজকের লিন্ক
এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।
২৫ comments
মাসুদ করিম - ১ জুলাই ২০১৩ (২:২৬ অপরাহ্ণ)
আফগান তালেবান কাতারের দোহায় তাদের কার্যালয় খুলেছে, এই কার্যালয় থেকেই মূলত তালেবান আমেরিকা ও পশ্চিমা শক্তির সাথে আফগানিস্তানের কারজাই পরবর্তী ক্ষমতার ভাগ নিয়ে দরকষাকষি চালাবে। আফগান তালেবানদের এই কার্যালয় থেকে যারা দরকষাকষিতে নেতৃত্ব দেবেন তাদের নামধামকর্মপরিধি জানুন।
মাসুদ করিম - ১ জুলাই ২০১৩ (৬:১৫ অপরাহ্ণ)
আমেরিকার ‘ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি’র ইউরোপিয়ান ইউনিয়নের উপর নজরদারির ঘটনা আটলান্টিকের দুপাড়ের সম্পর্কে শীতল যুগ ফিরিয়ে আনতে পারে — এডওয়ার্ড স্নোডেনের এবিষয়ক ‘লিক’ এখন এমনই বিপদজনক হয়ে উঠতে পারে যে বহপ্রতীক্ষিত ইউএস-ইইউ ব্যবসা ও বিনিয়োগ চুক্তি ( Trans-Atlantic Trade and Investment Partnership,TTIP) এখনই ঝুলে যেতে পারে। ইউরোপের কাছে বারাক ওবামার যে গ্রহণযোগ্যতা এধরনের চুক্তির দিকে এগিয়ে যাওয়ার মূল চালিকাশক্তি ছিল, সেটাই চরমভাবে আঘাতপ্রাপ্ত হল, ইউরোপ এখন স্পষ্টতই জানাতে চায়, ওবামাকে ওরা বিশ্বাস করে না।
বিস্তারিত পড়ুন : Diplomatic Fallout: Experts Warn of Trans-Atlantic Ice Age।
মাসুদ করিম - ৩ জুলাই ২০১৩ (৬:১০ অপরাহ্ণ)
কী চমৎকার দেখা গেল! এডওয়ার্ড স্নোডেনকে লুকিয়ে নিয়ে চলে যাচ্ছেন এই সন্দেহে ইভো মোরালেসের বিমান ভিয়েনায় তল্লাশি করা হল।
মাসুদ করিম - ৪ জুলাই ২০১৩ (১০:৪১ পূর্বাহ্ণ)
এটা একদিক থেকে আয়রনি, সিরিয়ার বাশার আল-আসাদ মিশরের মোহাম্মদ মুরসিকে উৎখাতের ঘটনায় সেদেশের মুরসিবিরোধী গণবিক্ষোভ ও সামরিক বাহিনির প্রশংসা করেছেন, কিন্তু বর্তমান আরব রাজনীতিতে এবং বিশ্বে ‘রাজনৈতিক ইসলাম’এর প্রেক্ষিতে আবার আল-আসাদের এই প্রশংসা বাস্তবরাজনীতির (আরব বিশ্বে তুরস্ক, সৌদিআরব ও কাতারের সাথে মিশরের মুরসি যেভাবে আল-আসাদের বিরোধিতায় নেমে পড়েছিল এবং সিরিয়ায় মুসলিম ব্রদারহুডের যে তৎপরতা তাতে মুরসির পতন আসাদকে কিছুটা হলে আনন্দ দেবেই। কিন্তু আসাদ যেখানে দাঁড়িয়ে আছেন সুন্নি অধ্যুষিত দেশে শিয়া শাসক হিসেবে তাকে কতদিন তিনি ধরে রাখতে পারবেন? আরব বিশ্ব আজ মোটাদাগে দুই ভাগ সালাফিস্ট কট্টরপন্থা যার প্রতিভূ সৌদিআরব, কাতার, মিশর, তুরস্ক আর ইরানি-হিজবুল্লাহ শিয়া কট্টরপন্থা যার প্রতিভূ ইরান, লেবানন, ইরাক — এর থেকে বের হতে আরবের শিয়া-সুন্নি নির্বিশেষে সাধারণ জনগণের ‘রাজনৈতিক ইসলাম’ বিরোধী সচেতনতাই হতে পারে একমাত্র সামনে চলা।) দিক থেকে খুবই কাঙ্ক্ষিত উচ্চারণ। আরব রাজনীতিতে মুরসির উৎখাত ‘রাজনৈতিক ইসলাম’এরও উৎখাত আল-আসাদের এই ভাষ্য চূড়ান্ত অতিশয়োক্তি, এটাকে একজন রাজনৈতিক ইসলামবাদী মুরসির উৎখাতের চেয়ে সামান্যতমও বাড়িয়ে দেখার পক্ষপাতী আমি নই — এবং সেদিক থেকে গণবিক্ষোভের মাধ্যমে একজন রাজনৈতিক ইসলামবাদীর উৎখাতকে কেন্দ্র করে মিশরের সামাজিক রাজনৈতিক প্রবণতার প্রশংসা করা যেতে পারে।
Egypt’s army appoints Constitutional Court head as interim president, Morsi overthrown
মাসুদ করিম - ৯ জুলাই ২০১৩ (১:২৬ পূর্বাহ্ণ)
মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মুরসির পতনের মাধ্যমে কি ইসলামবাদেরও পতন হবে? এই প্রশ্ন এখন মিশর তথা আরব জুড়ে বারবার উঠছে। একটা জিনিস পরিস্কার মোহাম্মদ মুরসি দেশ চালাতে ব্যর্থ হয়েছেন, মিশরের সবার রাষ্ট্রপতি হতে ব্যর্থ হয়েছেন, সিএনএন-এর ক্রিশ্চিয়ান আমানপুরেরা তখন গভীর মনোযোগের সাথে মুরসির ‘সবার প্রেসিডেন্ট’ হওয়ার অঙ্গীকারকে অনেক বড় অনেক পবিত্র কাভারেজ দিয়েছিলেন, কিন্তু সবার প্রেসিডেন্ট না হয়ে তিনি কোরানকে আইন বানাতে গিয়ে সব লেজেগোবরে করেছেন। এখন মুরসির এই ইসলামবাদী পথে দেশ পরিচালনার ব্যর্থতা কি ইসলামবাদের বিদায় ঘণ্টা বাজাতে সক্ষম হবে?
মাসুদ করিম - ৪ জুলাই ২০১৩ (২:৪১ অপরাহ্ণ)
শুভ জন্মদিন হিগস বোসন কণা! আজ তোমার এক বছর পূর্ণ হল। ৫০ বছরের অনুসন্ধানের পর গত বছর এই দিনে তোমার নিশ্চিত দেখা মিলেছিল, আমাদের জ্ঞানের জগতে সবে তোমার পদচারণা শুরু হয়েছে, তোমাকে নিয়ে জানার আছে অনেক কিছু। আপাতত তোমার দ্বিতীয় জন্মদিনে তোমার ছয়টি অবিস্মরণীয় রহস্য নিয়ে জানি।
মাসুদ করিম - ৬ জুলাই ২০১৩ (১২:২৯ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৭ জুলাই ২০১৩ (৬:৪২ অপরাহ্ণ)
বিহারের বুদ্ধগয়ার মহাবোধি মন্দিরে বোমা বিস্ফোরণের খবর সবাই শুনেছেন। এবং এটা দুঃখজনক, প্রতিবারের মতো এবারও গোয়েন্দা দুর্বলতার কথাই সবার আগে উঠে আসছে। সেসাথে প্রাথমিকভাবে যে যোগসূত্রের কথা বলা হচ্ছে সেটাও একই রকম ন্যাক্কারজনক, সন্ত্রাসবাদীদের মনে হয়েছে ভারত সরকারের মদদে বার্মা সরকার বার্মায় রাখাইন মুসলিমদের উপর সংখ্যগুরু বৌদ্ধ চরমপন্থীদের নির্মম আক্রমণে কোনোই বাধা দিচ্ছে না — কাজেই ভারতে বৌদ্ধ পবিত্র স্থানগুলোতে সন্ত্রাসী হামলা চালাতে হবে। কিন্তু এই গোয়েন্দা ব্যর্থতা এবং চোখ বন্ধ করে যোগসূত্রের সবকিছু বলে দিতে পারা থেকে কখন বের হতে পারবে ভারত অথবা আরো বড় পরিসরে এই উপমহাদেশ?
বিস্তারিত পড়ুন : Behind Bodh Gaya bombing, same old apathy, incompetence।
মাসুদ করিম - ৮ জুলাই ২০১৩ (১২:৩৩ পূর্বাহ্ণ)
আজ, ০৮ জুলাই ২০১৩, থেকে শুরু হচ্ছে জ্যোতি বসুর জন্মশতবর্ষ উদযাপন। অশোক দাশগুপ্ত লিখেছেন, প্রাসঙ্গিকতা মুছে যাবে না।
মাসুদ করিম - ৯ জুলাই ২০১৩ (৬:৪৫ অপরাহ্ণ)
বদরুদ্দীন উমর স্মরণ করছেন তার বন্ধু সৈয়দ ইশতিয়াক আহমদকে। কোনো মন্তব্য নয়, একটু বিশদে পড়ে নিতে চাই।
মাসুদ করিম - ১০ জুলাই ২০১৩ (১০:৩৫ পূর্বাহ্ণ)
পরিণত পরিতৃপ্ত স্বমর্যাদায় আসীন থেকে ৮০ বছর বয়সে গত শনিবার গভীর রাতে মারা গেছেন বার্মার ড্রাগলর্ড ‘হেরোইনের গডফাদার’ খ্যাত ‘গোল্ডেন ট্রায়াঙ্গাল’এর অঘোষিত সম্রাট লো হ্সিং হান ( Lo Hsing Han)।
মাসুদ করিম - ১৪ জুলাই ২০১৩ (৯:১৫ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ১৪ জুলাই ২০১৩ (৯:৩৭ পূর্বাহ্ণ)
বার্মার প্রশাসন সংস্কারের দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত : নাসাকা বাহিনী অবলুপ্ত এবং শান প্রদেশের বিচ্ছিন্নতাবাদী ইউনাইটেড ওয়া স্টেট আর্মি ও বার্মার সেনাবাহিনী মধ্যে নিয়মিত আলোচনার জন্য চুক্তি স্বাক্ষর।
মাসুদ করিম - ১৭ জুলাই ২০১৩ (২:০২ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১৮ জুলাই ২০১৩ (১২:৫৯ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২১ জুলাই ২০১৩ (৭:২৪ অপরাহ্ণ)
কৃত্রিম আলোক সংশ্লেষণ হবে জ্বালানির নতুন প্রযুক্তি, গাছেদের শক্তি উৎপাদনের কোটি কোটি বছরের প্রক্রিয়াকে জ্বালানি উৎপাদনের কাজে ব্যবহার করবে মানুষ অদূর ভবিষ্যতে, এবং হয়ত কয়েক দশকের মধ্যেই।
বিস্তারিত পড়ুন : How Artificial Photosynthesis Works।
মাসুদ করিম - ২২ জুলাই ২০১৩ (১০:০৩ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ২৩ জুলাই ২০১৩ (১১:২৬ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৫ জুলাই ২০১৩ (১২:০৯ অপরাহ্ণ)
স্নোডেনকাণ্ডে অগ্রগতি হয়েছে। বিমানবন্দরের ট্রানজিট এলাকা পার হতে প্রয়োজনীয় কাগজপত্র পেতে যাচ্ছেন তিনি রুশ সরকার থেকে।
মাসুদ করিম - ২৯ জুলাই ২০১৩ (৩:৪২ অপরাহ্ণ)
অবিশ্রুত - ২৮ জুলাই ২০১৩ (২:৪৭ অপরাহ্ণ)
বুশের শাসনামলে মার্কিন যুক্তরাষ্ট্রের অপহরণ ও নির্যাতনের ব্যাপারে প্রথমবারের মতো মুখ খুলেছেন একজন সাবেক সিআইএ কর্মকর্তা। জানিয়েছেন, মিলানের পথ থেকে আবু ওমরকে তুলে আনা হয়েছিল ইতালিয় ও ওয়াশিংটনের কর্মকর্তাদের সমঝোতার ভিত্তিতে। আর বুশ সরকারের প্রধান সারির ব্যক্তিরাও জড়িত সেই চক্রান্তের সঙ্গে।
বিস্তারিত পড়ার জন্যে যেতে হবে কমন ড্রিমসএর ওয়েবসাইটে।
মাসুদ করিম - ৩০ জুলাই ২০১৩ (৯:৪৯ পূর্বাহ্ণ)
জীবনাবসান হল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা বেলাল মোহাম্মদের, আজ ভোর পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ৭৭ বছর বয়সে প্রয়াত হলেন আমাদের মুক্তিযুদ্ধের প্রচারপ্রক্রিয়ার এই গুরুত্বপূর্ণ সংগঠক।
মাসুদ করিম - ৩১ জুলাই ২০১৩ (৯:৫৪ পূর্বাহ্ণ)
রাষ্ট্রের পক্ষে গুরুত্বপূর্ণ আমেরিকার সামরিক তথ্যাদি ‘ইউকিলিকস’এর হাতে শত্রুকে সহযোগিতা করার উদ্দেশ্যে তুলে দেননি ব্রাডলি ম্যানিং — রায়ে এই অভিযোগ থেকে মুক্ত হয়েছেন তিনি কিন্তু তথ্যফাঁসসহ আরো বেশ কয়েকটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন, তার রায়ের শুনানি আজ আবার শুরু হবে।
মাসুদ করিম - ৩১ জুলাই ২০১৩ (১২:১৩ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৩১ জুলাই ২০১৩ (১২:৫৭ অপরাহ্ণ)
দাউদ ইব্রাহিমকে নিয়ে একটা লেখা পড়ছিলাম, ভারত কখনো অপারেশন চালিয়ে দাউদ ইব্রাহিমকে পাকিস্তানের ‘জামাই আদর’ থেকে বগলদাবা করে নিয়ে আসতে পারবে কিনা সেনিয়ে। পড়তে গিয়ে আমার মাথায় চিন্তা এল, বাংলাদেশে বিএনপি ক্ষমতায় এলে দাউদ ইব্রাহিমকে পাকিস্তানের ‘জামাই আদর’ থেকে বগলদাবা করে নিয়ে এসে বাংলাদেশেও ‘জামাই আদর +’ এর ব্যবস্থা করা হবে কিনা।