সুপারিশকৃত লিন্ক: জুলাই ২০১৩

মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিন্ক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।

আজকের লিন্ক

এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।

২৫ comments

  1. মাসুদ করিম - ১ জুলাই ২০১৩ (২:২৬ অপরাহ্ণ)

    আফগান তালেবান কাতারের দোহায় তাদের কার্যালয় খুলেছে, এই কার্যালয় থেকেই মূলত তালেবান আমেরিকা ও পশ্চিমা শক্তির সাথে আফগানিস্তানের কারজাই পরবর্তী ক্ষমতার ভাগ নিয়ে দরকষাকষি চালাবে। আফগান তালেবানদের এই কার্যালয় থেকে যারা দরকষাকষিতে নেতৃত্ব দেবেন তাদের নামধামকর্মপরিধি জানুন।

    Who is who in Taliban’s Qatar negotiators?

    The biographies of some of the Taliban negotiators at their political bureau in Doha, the Qatari capital, have been revealed.

    The inaugural ceremony for the Taliban office on June 18 allowed the world to see, for the first time in many years, the public face of the insurgent group.
    The ceremony was attended by a number of Taliban representatives and Qatari officials. A website “Zhman” has published brief biotherapies of some of the Taliban negotiators in Qatar.

    The list of Taliban members in Qatar office:

    Syed Mohammad Tayeb Agha
    Agha is head of the Taliban office in Doha. He was born in Jalahor area of Arghandab district in southern Kandahar province nearly 40 years ago. Son of a renowned religious leader, Maulvi Sahib Sadozai, Tayeb received his primary education in Quetta, the capital of Pakistan’s southwestern Balochistan province, before joining a seminary. Having good communication and diplomatic skills, he can speak English, Arabic, Urdu and Balochi.
    His father Maulvi Sadozai Sahib was also a jihadi leader during the Russian invasion of Afghanistan. During Taliban rule, Agha first served at a foreign relations office in Kandahar. The office worked as foreign ministry for the Taliban before they captured Kabul.
    Agha was then sent to Islamabad as a diplomat. From Pakistan, he returned to Afghanistan as head of Mullah Mohammad Omar’s office. After the Taliban’s regime was toppled in 2001, Agha continued as Omar’s secretary.
    In March 2010, he acted as a key negotiator in the first phase of Taliban-German-US talks. Tayeb did not attend the June 18 opening ceremony.

    Maulvi Shahabuddin
    Shahabuddin is member of the Taliban office. Son of Maulvi Syed Akbar, a monarchy-era MP from Logar, Dilawar served as Taliban representative at the Peshawar consulate, ambassador to Pakistan, chargé d’affaires in Saudi Arabia, Deputy Chief Justice of the Kandahar Appeal Court and head of the religious board of the Supreme Court, which dealt with international backlash over the Taliban’s destruction of colossal Buddha statues in Bamyan in 2001. He also attended the Chantilly conference in December 2012.

    Maulvi Jan Muhammad Madani
    Madani was among Taliban negotiators who cut the ribbon at the opening ceremony for the Qatar Office. Having studied in Medina, he belongs to Kandahar province. He is a member of the Alizai tribe from Panjwai district. During Taliban regime, he headed the Ministry of Foreign Affairs in Kandahar and later served as chargé d’affaires in the Taliban Embassy in the UAE.
    After 2001, he is believed to have moved to Quetta and subsequently lived in Dubai and Doha.
    His background reportedly enabled him to better introduce the Taliban to Qatari diplomats.

    Sher Mohammad Abbas Stanikzai
    Stanikzai is a Pashtun from the Baraki Barak district of central Logar province. He joined the anti-Soviet jihad, first with Nabi Mohammadi’s Harakat-e-Inqilab-i-Islami, then with Abdul Rasul Sayaf’s Ittehad-i-Islami, as commander on the southwestern front.During the Taliban government, Stanikzai served as deputy minister of foreign affairs and later deputy minister of public health. Before joining jihad, he received military training in India.

    Qari Din Mohammad Hanif
    From northern the Yaftal district of Badakhshan province, Hanif was the Taliban’s minister of planning and higher education. Seen as a relatively progressive man, Hanif represented the Taliban at talks with former northern alliance in Tajikistan.He was also a member of the Joint Consultative Committee (a forum where UN, NGOs, donors and Taliban representatives met in Islamabad to discuss aid). He surfaced in Kyoto on June 27, 2012, talking on behalf of the Taliban at an academic conference.

    Maulvi Naik Mohammad
    Mohammad, belonging to the Nawa district of southern Helmand province, briefly served as deputy minister in Kabul. He left the job to lead the education department in Kandahar where he remained until Taliban’s collapse.
    He resurfaced in September 2011 when he was reported as having participated in the ‘Islamic Awakening’ conference in Tehran.
    As part of a three-member Taliban delegation, Mohammad read out a statement of the movement to participants of the Tehran conference, which was attended by religious scholars from across the Muslim world.

    Haji Mohammad Zahid Ahmadzai
    Born in 1971, Zahid hails from central Logar. He worked as Taliban’s third secretary in Islamabad. Having been in Dubai for a long time as a businessman, he fought against the Soviets as member of the Maulvi Mohammad Nabi’s Harkat-i-Islami.

    Mohammad Suhail Shaheen
    A Totakhel from southeastern Paktia province, Shaheen studied at the International Islamic University in Islamabad. A fluent English speaker and prolific writer, he edited the English-language, state-owned Kabul Times during the Taliban government. He was later appointed as deputy ambassador to Pakistan.
    After 2001, he lived in the Shamshatu refugee camp in Peshawar, where he wrote for newspapers and later worked for the United Nations in Pakistan.

    Dr. Mohammad Naeem Wardak
    In his late 30s, Wardak is from the Chak district of central Maidan Wardak province. Son of Agha Jan, he went to school in Wardak before completing his BA in Islamic Studies (Arabic) in Peshawar. He was enrolled at the International Islamic University in Islamabad for a master’s and PhD, graduating in 2010. He studied Hadith briefly in the famous Darul Ulum Haqqania in Akora Khattak.
    He was reportedly detained by the Afghan government for six months in Kabul while visiting relatives in 2011. He is fluent in Arabic and can also speak English. He was first sighted at a conference in Chantilly, France, on in December 2012. The event was organised by a French think tank. He accompanied Maulvi Shahabuddin Dilawar to the conference that brought together many Afghans, including representatives of the government and the High Peace Council.

    Hafiz Azizur Rahman
    Formerly secretary to the Taliban Embassy in the UAE, Rahman was born in the Daman district of southern Kandahar province. His father owns a religious school named Hijrat. A Hotak from Shega area, he is a businessman based in Qatar.

    Political analyst Mohammad Hassan Haqyar said he knew all members of the Taliban office in Qatar, acknowledging they had vast experience in diplomatic and political affairs. He added their biographies would put to rest rumours that the Taliban’s negotiators in Qatar were Pakistanis.

  2. মাসুদ করিম - ১ জুলাই ২০১৩ (৬:১৫ অপরাহ্ণ)

    আমেরিকার ‘ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি’র ইউরোপিয়ান ইউনিয়নের উপর নজরদারির ঘটনা আটলান্টিকের দুপাড়ের সম্পর্কে শীতল যুগ ফিরিয়ে আনতে পারে — এডওয়ার্ড স্নোডেনের এবিষয়ক ‘লিক’ এখন এমনই বিপদজনক হয়ে উঠতে পারে যে বহপ্রতীক্ষিত ইউএস-ইইউ ব্যবসা ও বিনিয়োগ চুক্তি ( Trans-Atlantic Trade and Investment Partnership,TTIP) এখনই ঝুলে যেতে পারে। ইউরোপের কাছে বারাক ওবামার যে গ্রহণযোগ্যতা এধরনের চুক্তির দিকে এগিয়ে যাওয়ার মূল চালিকাশক্তি ছিল, সেটাই চরমভাবে আঘাতপ্রাপ্ত হল, ইউরোপ এখন স্পষ্টতই জানাতে চায়, ওবামাকে ওরা বিশ্বাস করে না।

    image-515222-galleryV9-qvfh

    Leading trans-Atlantic analysts have reacted with shock and horror to the weekend revelations by SPIEGEL regarding the extent to which the American National Security Agency (NSA) spied on Germany and on European Union facilities.

    “This is a very serious problem for the trans-Atlantic relationship,” said Heather Conley, director of the Europe program for the Center for Strategic and International Studies in Washington. “It will make Washington’s work with Europe more difficult on a full range of issues, such as (the trans-Atlantic free trade agreement). Add this to a pre-election environment (in Germany) and the challenge becomes greater.”

    The revelations are “very awkward,” agrees Charles Kupchan of Georgetown University. In the administration of President Bill Clinton, Kupchan was in charge of European issues on the National Security Council. Jack Janes, from the influential American Institute for Contemporary German Studies, says: “US Secretary of State John Kerry and possibly the president will have to address this publicly soon. They can’t stall any longer.”

    A statement from German Chancellor Angela Merkel on Monday further indicated the volatility of the situation. “The monitoring of friends — this is unacceptable, it can’t be tolerated. We’re no longer in the Cold War,” the chancellor said through a spokesman. Merkel confirmed that she had already voiced her displeasure to the White House over the weekend and has demanded a full explanation.

    Trans-Atlantic observers see the planned US-EU free-trade agreement as being a potential victim of the spying revelations published this weekend by SPIEGEL and on Monday by the Guardian. Known as the Trans-Atlantic Trade and Investment Partnership (TTIP), economists on both sides of the ocean hope the deal will provide a significant boost to European and American economies.

    But the fury in Europe over NSA’s overreach — and ensuing suspicion — could ultimately endanger the project. Already, European Justice Commissioner Viviane Reding has called the deal into doubt and concerns have been voiced that the US has also engaged in industrial espionage. Furthermore, the accelerating spat has clearly shown that Europeans have a radically different attitude to digital privacy and data protection than do Americans. Europeans, for example, have long been demanding stricter regulations for Facebook and Google.

    Green Party politician Malte Spitz attracted attention over the weekend with a guest editorial in the New York Times in which he reminded readers of the demonstrations in Germany against data retention for six months in accordance with a European Union directive. “Given our history, we Germans are not willing to trade in our liberty for potentially better security. Germans have experienced firsthand what happens when the government knows too much about someone.”

    বিস্তারিত পড়ুন : Diplomatic Fallout: Experts Warn of Trans-Atlantic Ice Age

    • মাসুদ করিম - ৩ জুলাই ২০১৩ (৬:১০ অপরাহ্ণ)

      কী চমৎকার দেখা গেল! এডওয়ার্ড স্নোডেনকে লুকিয়ে নিয়ে চলে যাচ্ছেন এই সন্দেহে ইভো মোরালেসের বিমান ভিয়েনায় তল্লাশি করা হল।

      ‘Act of aggression’: Bolivia to file UN complaint over airspace blockade

      ‘An act of aggression and violation of international law’ is how Bolivia’s UN envoy described Austria’s decision to search the Bolivian presidential jet for NSA leaker Edward Snowden. The envoy has pledged to make an official complaint to the UN.

      Envoy Sacha Llorentty Soliz told press in New York that he had no doubt the decision to search the plane originated from the US.

      Austrian authorities grounded Bolivian President Evo Morales’ plane in Vienna early on Wednesday morning due to suspicions that NSA whistleblower Edward Snowden was on board. Morales refuted speculation that Snowden had stowed away on the plane and allowed authorities to conduct a search.

      “Our colleagues from the airport had a look and can give assurances that no one is on board who is not a Bolivian citizen,” Austrian Deputy Chancellor Michael Spindelegger told press, saying rumors that Snowden might be on board were untrue.

      The move to detain the presidential plane triggered a wave of furious rhetoric from Latin American leaders who alleged it had been “kidnapped by imperialism.”

      Morales called on the countries who had cancelled air permits for the presidential flight to explain their decision.

      “The governments of France, Spain and Portugal must explain to the world the reasons behind this delay,” said Morales, adding that these actions were indicative of the “repressive policies” of some EU countries.

      “This is an excuse to try and frighten, intimidate and punish me. An excuse to try and gag us in the fight against the dominant economic powers,” said Morales.

      Morales finally flew out of Vienna on Wednesday morning after being detained for over 12 hours in the airport. He will stop of in the Canary Islands to refuel before flying on to La Paz, the capital of Bolivia.

  3. মাসুদ করিম - ৪ জুলাই ২০১৩ (১০:৪১ পূর্বাহ্ণ)

    এটা একদিক থেকে আয়রনি, সিরিয়ার বাশার আল-আসাদ মিশরের মোহাম্মদ মুরসিকে উৎখাতের ঘটনায় সেদেশের মুরসিবিরোধী গণবিক্ষোভ ও সামরিক বাহিনির প্রশংসা করেছেন, কিন্তু বর্তমান আরব রাজনীতিতে এবং বিশ্বে ‘রাজনৈতিক ইসলাম’এর প্রেক্ষিতে আবার আল-আসাদের এই প্রশংসা বাস্তবরাজনীতির (আরব বিশ্বে তুরস্ক, সৌদিআরব ও কাতারের সাথে মিশরের মুরসি যেভাবে আল-আসাদের বিরোধিতায় নেমে পড়েছিল এবং সিরিয়ায় মুসলিম ব্রদারহুডের যে তৎপরতা তাতে মুরসির পতন আসাদকে কিছুটা হলে আনন্দ দেবেই। কিন্তু আসাদ যেখানে দাঁড়িয়ে আছেন সুন্নি অধ্যুষিত দেশে শিয়া শাসক হিসেবে তাকে কতদিন তিনি ধরে রাখতে পারবেন? আরব বিশ্ব আজ মোটাদাগে দুই ভাগ সালাফিস্ট কট্টরপন্থা যার প্রতিভূ সৌদিআরব, কাতার, মিশর, তুরস্ক আর ইরানি-হিজবুল্লাহ শিয়া কট্টরপন্থা যার প্রতিভূ ইরান, লেবানন, ইরাক — এর থেকে বের হতে আরবের শিয়া-সুন্নি নির্বিশেষে সাধারণ জনগণের ‘রাজনৈতিক ইসলাম’ বিরোধী সচেতনতাই হতে পারে একমাত্র সামনে চলা।) দিক থেকে খুবই কাঙ্ক্ষিত উচ্চারণ। আরব রাজনীতিতে মুরসির উৎখাত ‘রাজনৈতিক ইসলাম’এরও উৎখাত আল-আসাদের এই ভাষ্য চূড়ান্ত অতিশয়োক্তি, এটাকে একজন রাজনৈতিক ইসলামবাদী মুরসির উৎখাতের চেয়ে সামান্যতমও বাড়িয়ে দেখার পক্ষপাতী আমি নই — এবং সেদিক থেকে গণবিক্ষোভের মাধ্যমে একজন রাজনৈতিক ইসলামবাদীর উৎখাতকে কেন্দ্র করে মিশরের সামাজিক রাজনৈতিক প্রবণতার প্রশংসা করা যেতে পারে।

    Al-Assad praises Egyptian military’s overthrow of Mohamed Morsi

    Syria’s embattled president Bashar al-Assad July 3 praised Egypt’s protests against their leader and said his overthrow by the military means the end of “political Islam.”

    Al-Assad who is seeking to crush a revolt against his own rule, said Egyptians have discovered the “lies” of the Muslim Brotherhood.

    He spoke in an interview with the state-run Al-Thawra newspaper to be printed in full July 4. Excerpts were published July 3 on the Syrian presidency’s Facebook page, coinciding with the Egyptian military’s announcement of Mohamed Morsi’s ouster.

    “What is happening in Egypt is the fall of so-called political Islam,” al-Assad said. “This is the fate of anyone in the world who tries to use religion for political or factional interests.”

    Al-Assad is facing an insurgency at home and has refused to step down, calling the revolt an international conspiracy carried out by Islamic extremists and fundamentalist groups such as the Syrian Muslim Brotherhood, a branch of the Egyptian group with the same name to which Morsi belongs.

    Earlier, Syrian Information Minister Omran al-Zoubi urged Egyptian President Mohamed Morsi to step down in line with his people’s wishes.

    Al-Zoubi told reporters in Damascus that Morsi’s Muslim Brotherhood is a “terrorist” organization and a “U.S. tool.”

    Last month Morsi enraged Syrian officials by announcing he was severing ties with Damascus and closing its embassy in the Syrian capital.

    Al-Assad’s father, the late President Hafez Assad, cracked down on a Muslim Brotherhood-led rebellion in the northern city of Hama in 1982. The Syrian forces, led by the president’s brother and special forces from their minority Alawite sect, razed much of the city in a three-week air and ground attack, killing between 10,000 and 20,000 people.

    “The ruling experience of the Muslim Brotherhood failed before it even started because it goes against the nature of people,” al-Assad said in the interview, charging that the Brotherhood aimed to spread strife in the Arab world.

    20130704001p
    Egypt’s army appoints Constitutional Court head as interim president, Morsi overthrown

    • মাসুদ করিম - ৯ জুলাই ২০১৩ (১:২৬ পূর্বাহ্ণ)

      মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মুরসির পতনের মাধ্যমে কি ইসলামবাদেরও পতন হবে? এই প্রশ্ন এখন মিশর তথা আরব জুড়ে বারবার উঠছে। একটা জিনিস পরিস্কার মোহাম্মদ মুরসি দেশ চালাতে ব্যর্থ হয়েছেন, মিশরের সবার রাষ্ট্রপতি হতে ব্যর্থ হয়েছেন, সিএনএন-এর ক্রিশ্চিয়ান আমানপুরেরা তখন গভীর মনোযোগের সাথে মুরসির ‘সবার প্রেসিডেন্ট’ হওয়ার অঙ্গীকারকে অনেক বড় অনেক পবিত্র কাভারেজ দিয়েছিলেন, কিন্তু সবার প্রেসিডেন্ট না হয়ে তিনি কোরানকে আইন বানাতে গিয়ে সব লেজেগোবরে করেছেন। এখন মুরসির এই ইসলামবাদী পথে দেশ পরিচালনার ব্যর্থতা কি ইসলামবাদের বিদায় ঘণ্টা বাজাতে সক্ষম হবে?

      Does Morsi’s Fall Mark
      Failure of Islamism?

      Eighty-five years after its establishment and only one year after one of its followers was elected the president of Egypt, the Muslim Brotherhood is experiencing an unprecedented nakba (catastrophe), whose effects are being felt throughout the region.

      The Muslim Brotherhood was founded as a Sunni Islamist religious, political and social movement in Ismailia, Egypt, by Hassan al-Banna in March 1928. It has survived government crackdowns and imprisonment, and it succeeded in gaining power in Egypt in large due to the splintering of the votes between various secular leaders vying for the post-January 25 revolution presidency.

      মিশরের প্রথম পর্বের রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল প্রকাশ করছে জনগণের বহুধাবিভক্ত ভোট প্রয়োগ। ইসলামবাদী মুসলিম ব্রাদারহুড প্রার্থী মোহাম্মদ মুরসি পেয়েছে ২৪.৭৭%, মুবারকপন্থী আহমেদ শফিক পেয়েছে ২৩.৬৬%, বামপন্থী হামেদিন সাব্বাহি পেয়েছে ২০.৭১%, মধ্যপন্থী ইসলামবাদী আবদুল মোনাইম আবুল ফুতুহ পেয়েছে ১৭.৪৭% এবং আরব লীগ প্রধান আমর মুসা পেয়েছে ১১.১২%

      The Brotherhood’s credo was and is, “Allah is our objective; the Quran is our law, the Prophet is our leader; Jihad is our way; and death for the sake of Allah is the highest of our aspirations.” Before gaining power in Egypt, its most prominent success was in Palestine with the electoral victory of the pro-Muslim Brotherhood Hamas movement in 2006. Although the Brotherhood’s history does not reflect using military and violent means to reach power, its Hamas affiliate did. And even though religious Muslims usually consider suicide to be haram (forbidden), the Brotherhood’s leading religious advocate Yusuf al-Qaradawi did sanction Palestinian suicide acts against Israelis. Qaradawi based his support on the premise that Israelis were not civilians but rather combatants in a war of occupation waged against the Palestinians.

      In addition to Hamas in Palestine, the Brotherhood’s ideology and way of work has spread in many Arab countries including Jordan, Syria, Libya, Tunisia, Algeria and Morocco. Many also consider Turkish Prime Minister Recep Tayyip Erdogan influenced by the Brotherhood’s ideology, even though he has clearly produced his own version of an Islamist party in a secular Turkey.

      For years, the Brotherhood had lacked an opportunity to practice what it preaches. The victory of Hamas gave Brotherhood supporters confidence, but the issue was confused because of the presence of a foreign military occupation. What the Brotherhood needed was a governance role model. The popular revolt against former President Hosni Mubarak’s dictatorship gave the well-organized Brotherhood its chance to put to practice its decadeslong ideology. But this was clearly a huge challenge for a country that had a largely secular revolt, and for which the latecomer Brotherhood had hijacked, taking it exclusively for itself.

      When Mohammed Morsi found himself as one of two finalists in last year’s presidential elections he vowed — if elected — to be the president of all Egyptians and not just the president of the Brotherhood. Sure enough, and after winning, he resigned from all organizations connected to the Brotherhood.

      But this did not last long, and he quickly seemed to have lost his independence and started to act as the representative of the Muslim Brotherhood rather than that of all Egyptians. This quickly led to the chants by Egyptians of “Yaskat, yaskut hukm al murshed” (Down, down with the rule of the guide). The supreme guide is the highest position in the Muslim Brotherhood elected from the Shura Council — he must be at least 40 years old and have been an active member of the Brotherhood for 15 years.

      The presence of both the worldwide Shura Council and its supreme guide in Egypt, where the organization was founded, and the election of Morsi as president was both a blessing and eventually a curse for the movement. Once the Egyptian people in the tens of millions signed a petition calling for the removal of the president and early elections followed by the June 30 unprecedented popular protests — which was reportedly estimated to have brought out as many as 33 million Egyptians — the presidency and the Brotherhood were doomed.

      Is this the end of the Muslim Brotherhood’s political era? Unlikely, but it is surely the end of attempts to see if the decades-old ideologies first introduced by Banna in 1928, and developed by various supreme guides since then, has the chance to be applied in a modern country. The Morsi and Muslim Brotherhood catastrophe is being felt throughout the Arab and Islamic worlds.

      Big questions are being asked about the movement. Is the problem with the age of the movement — most of its leaders are much older than its members — or is it in its exclusive nature? Or is the idea of an Islamic state dead and gone for the near future? For a while, Islamists were claiming that they were the ideological saviors of the region, after what they considered as the failures of communism and capitalism. Are we now seeing the failure of Islamism?

  4. মাসুদ করিম - ৪ জুলাই ২০১৩ (২:৪১ অপরাহ্ণ)

    শুভ জন্মদিন হিগস বোসন কণা! আজ তোমার এক বছর পূর্ণ হল। ৫০ বছরের অনুসন্ধানের পর গত বছর এই দিনে তোমার নিশ্চিত দেখা মিলেছিল, আমাদের জ্ঞানের জগতে সবে তোমার পদচারণা শুরু হয়েছে, তোমাকে নিয়ে জানার আছে অনেক কিছু। আপাতত তোমার দ্বিতীয় জন্মদিনে তোমার ছয়টি অবিস্মরণীয় রহস্য নিয়ে জানি।

    dn23810-1_300

    Happy birthday boson! Six outstanding Higgs mysteries

    Happy birthday, Higgs boson! A year ago today, the discovery of the particle credited with giving others mass was announced to a packed and jubilant auditorium at CERN near Geneva, Switzerland. The moment marked the end of a 50-year hunt. But although the boson has been found, there is still plenty we do not know about the celebrated particle. Here are the most interesting unknowns that surround the Higgs boson.

    What kind of Higgs boson is it?

    When the particle’s discovery was announced, researchers working with the Large Hadron Collider (LHC) at CERN resisted calling their quarry the Higgs boson outright, preferring the vaguer “Higgs-like boson”, or “particle resembling the Higgs”. They knew the particle they had glimpsed was a brand new boson, one of two types of elementary particle. But it was not clear if its properties corresponded exactly to those laid out for the Higgs in the standard model of particle physics, which describes all known particles and the forces acting on them.

    In fact, many physicists were hoping the boson would prove to be something more exotic, because this would suggest ways to extend the standard model, which currently cannot explain dark matter or gravity, for example.

    A year on, key properties known as spin and parity, as well as the exact particles the boson decays into, are gradually being pinned down, and the boson seems to be behaving as expected, leading to the award of official Higgs status in March. “We have made enough property measurements to start to convince ourselves that what we are looking at is a Higgs boson,” says Oliver Buchmueller of Imperial College London, a member of the LHC’s CMS collaboration, one of the two teams that announced evidence for the Higgs.

    But even though it fulfils the minimum requirements of a Higgs boson, that doesn’t mean it is vanilla, says Buchmueller. “The precision with which we are measuring these properties today is not sufficient to say whether this is the minimal realisation of the Higgs mechanism – or something more.” One mystery that remains is why the Higgs boson decays into more photons than expected. This excess was initially reported last July. In the latest analyses, ATLAS still sees the Higgs decaying into too many photons, while in data collected by CMS there is no excess.

    Why is the Higgs so light?

    When the particle was found, its mass was also pinned down and, coming in at about 125 gigaelectronvolts (GeV), the Higgs is surprisingly light. If this mass is plugged into the standard model along with the masses of all the other known particles, it leads to a prediction that the universe is unstable. And that points to new physics, says Buchmueller. Obviously the universe is here now, so a light Higgs raises the prospect of further particles to stabilise things. “If the Higgs boson had a mass of 135 to 140 GeV, the universe would have been stable. Then we really would have problems for what to do next,” says Buchmueller.

    How much more can the LHC tell us about the Higgs?

    Whatever physicists do next, they’ll be doing it without a major particle collider for a few years. The LHC is currently in sleep mode, undergoing two years’ worth of upgrades that will push its colliding proton beams to 7 teraelectronvolts (TeV) each, its maximum design energy. The supercharged LHC might throw up evidence for dark matter or extra dimensions, which could influence our understanding of the Higgs.

    The upgrade will also boost the rate of Higgs production to twice as fast as before, giving us plenty of statistics for studying its properties further. Buchmueller is particularly excited about this, because the Higgs and its associated field are the first such entities known to have a spin of 0, which means that – unlike gravity, for instance – they lack directionality. Further Higgs production may teach us about “spin-zero fields” in general, which might offer clues to the nature of dark energy, the mysterious force causing the universe’s expansion to accelerate, and which may be a spin-zero field.

    How many Higgses are out there?

    A more powerful LHC could also reveal whether the Higgs has siblings. “No one will be surprised if there is a second type of Higgs particle in nature,” wrote Matt Strassler, a physicist at Rutgers University in Piscataway, New Jersey, in a blog entry on 2 July exploring the question of multiple Higgses. The entry was sparked by recent rumours of evidence for a second Higgs-like particle, which have since been dismissed by Strassler and other physicists contacted by New Scientist.

    But as Strassler says, there is nothing ruling out the existence of further Higgses. For example, one popular way to extend the standard model is a theory called supersymmetry, or SUSY, which specifies a minimum of five types of Higgs boson. Though evidence of SUSY has so far failed to show up at the LHC, physicists will be watching for it keenly when the collider switches on again in 2015.

    How will we make Higgs bosons post-LHC?

    As soon as the Higgs was found, physicists started talking about what the next big particle factory would look like. The LHC collides two beams of high-speed protons so that the particles shatter. This produces Higgs bosons, but it also generates a confusing array of debris, making it difficult to pin down the Higgs boson’s properties in detail. Collisions between electrons with their antiparticles, positrons, would be much cleaner, and a proposal for a vast machine that would do just that – the International Linear Collider (ILC) – has been on the table for a while.

    However, the ILC will cost billions. Nobel prize-winner Carlo Rubbia points out that, now that we know the Higgs’s mass is 125 GeV, it might be possible to create a Higgs factory by colliding elementary muons and antimuons instead. This would achieve the same collision energies but for a much lower price.

    Meanwhile, several laboratories are already focused on building cheaper, smaller accelerators, which use plasma to achieve high-energy collisions in a much smaller space. The LHC has a circumference of 27 kilometres, but a plasma accelerator might make Higgs bosons using colliders just 500 metres long.

    Whose boson is it anyway?

    Even a year on from its discovery, some physicists are still squabbling over what to name their new-found boson. There is the Higgs boson, of course, named after Peter Higgs of the University of Edinburgh, UK, who was the first to predict the particle in October 1964. That name has a lot of momentum behind it already. But other theorists also have some claim to boson fame.

    In August 1964 Robert Brout and François Englert at the Free University in Brussels, Belgium, described a mechanism for giving particles mass, but did not explicitly mention the boson. Some researchers now favour calling it the BEH boson, so all three get their due. But three more researchers – Dick Hagen, Gerald Guralnik and Tom Kibble – also detailed a mass-giving mechanism in November 1964. Their paper was received by the journal Physical Review Letters before Peter Higgs’s was published. Problem is, that would bump the name up to the BEHHGK boson.

    And from the sublime to the ridiculous, last month Roland Allen of the Texas A&M University in College Station published a paper that scoops up even more particle players to create the London-Anderson-Englert-Brout-Higgs-Guralnik-Hagen-Kibble-Weinberg mechanism – though for the boson itself, he had the good sense to stick with plain ol’ Higgs. Just which name becomes formally attached to the biggest particle-physics find of the decade could have an impact on who eventually wins a Nobel prize, as tradition dictates it can only be split between three people at most.

    Maybe all of this means that the particle should not bear anyone’s name – some have offered the scalar boson as an anonymous alternative. Just don’t call it the God particle.

    Additional reporting by Jacob Aron and Valerie Jamieson

  5. মাসুদ করিম - ৬ জুলাই ২০১৩ (১২:২৯ অপরাহ্ণ)

    চলে গেলেন বিপুল ভট্টাচার্য্য

    স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মুক্তিযোদ্ধা বিপুল ভট্টাচার্য শুক্রবার সকাল সাড়ে নয়টায় রাজধানীর ধানমন্ডির আহমেদ মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর।

    সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটে হাসপাতালে তিনি মারা যান।”

    গোলাম কুদ্দুস আরও বলেন, “তার মরদেহ বারডেম হাসপাতালে রাখা হবে। এর আগে ছায়ানটের এই শিক্ষককে তার কর্মক্ষেত্রে নেওয়া হবে। এরপরে মরদেহ নেওয়া হবে তার মোহাম্মদপুরের বাসায়। সেখানে কিছুক্ষণ রাখার পরে বারডেমের হিমঘরে নেওয়া হবে।”

    “সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বিপুল ভট্টচার্য্যরে মরদেহ ৬ জুন সকাল ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে সেখানে সাড়ে বারোটা পর্যন্ত লাশ রাখা হবে। এরপরে পোস্তগোলা শ্মশানঘাটে তার মরদেহ দাহ করা হবে।” বলেন গোলাম কুদ্দুস।

    ১৯৫৫ সালে কিশোরগঞ্জে জন্ম গ্রহণ করেন তিনি। ১৯৭১ সালে মাত্র ১৬ বছর বয়সে তিনি গানের মাধ্যমে যুদ্ধ করেছিলেন। তারেক মাসুদ পরিচালিত ‘মুক্তির গান’ নামক চলচ্চিত্রে তার কাজ তুলে ধরা হয়েছে। মুক্তির গানে ১১টি গান আছে, যার অধিকাংশই লোকসুরভিত্তিক। এই গানগুলোর মধ্যে একটি ছাড়া বাকি সব গানই গেয়েছেন বিপুল ভট্টাচার্য।

    ১৯৭১ সালে গান নিয়ে তিনি ঘুরে বেড়িয়েছিলেন মাইলের পর মাইল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত বিপুল ভট্টাচার্যের গাওয়া গান মুক্তিযুদ্ধের সময় প্রেরণা জুগিয়েছে।

    বিপুল ভট্টাচার্য শরণার্থী শিবিরের হাজার হাজার মানুষের মনে সাহস সঞ্চার করেছিলেন গানের মাধ্যমে। তিনি ছিলেন মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থার সদস্য।

    মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থায় আরও ছিলেন লুবনা মরিয়ম, তারেক আলী, মাহমুদুর রহমান বেণু, নায়লা খান ,স্বপন চৌধুরী, শাহিন সামাদ, দেবব্রত চৌধুরী, দুলালচন্দ্র শীল,মোশাদ আলী।

    সদস্যরা শরণার্থী শিবিরে, মুক্তি ফৌজের ক্যাম্পে এবং মুক্তাঞ্চলে গান গেয়ে বেড়াতেন।

    ১৯৯৩ সালে এই গানগুলো আবার ধারণ করা হয় সিনেমায় ব্যবহারের জন্য।

  6. মাসুদ করিম - ৭ জুলাই ২০১৩ (৬:৪২ অপরাহ্ণ)

    বিহারের বুদ্ধগয়ার মহাবোধি মন্দিরে বোমা বিস্ফোরণের খবর সবাই শুনেছেন। এবং এটা দুঃখজনক, প্রতিবারের মতো এবারও গোয়েন্দা দুর্বলতার কথাই সবার আগে উঠে আসছে। সেসাথে প্রাথমিকভাবে যে যোগসূত্রের কথা বলা হচ্ছে সেটাও একই রকম ন্যাক্কারজনক, সন্ত্রাসবাদীদের মনে হয়েছে ভারত সরকারের মদদে বার্মা সরকার বার্মায় রাখাইন মুসলিমদের উপর সংখ্যগুরু বৌদ্ধ চরমপন্থীদের নির্মম আক্রমণে কোনোই বাধা দিচ্ছে না — কাজেই ভারতে বৌদ্ধ পবিত্র স্থানগুলোতে সন্ত্রাসী হামলা চালাতে হবে। কিন্তু এই গোয়েন্দা ব্যর্থতা এবং চোখ বন্ধ করে যোগসূত্রের সবকিছু বলে দিতে পারা থেকে কখন বের হতে পারবে ভারত অথবা আরো বড় পরিসরে এই উপমহাদেশ?

    INDIA-BUDDHISM/

    This we already know: behind the Bodh Gaya bombings lies the same old, depressing story of incompetence and apathy.

    India’s police and intelligence services knew there were plots to attack the temple. Indeed, jihadists quite publicly announced they intended to attack Buddhist targets. The police repeatedly warned that security at the temple wasn’t good enough.

    From January, government sources have told Firstpost, the Intelligence Bureau had issued several warnings pointing to heightened risks to Buddhist religious targets in India, as a consequence of anti-Muslim violence in Myanmar.

    In January, the Delhi Police said at a press conference that arrested Indian Mujahideen operatives confessed that they had conducted reconnaissance at Bodh in preparation for an attack. The information that led to those arrests came from the Intelligence Bureau, which had penetrated a cell that was planning attacks in multiple locations, including Hyderabad, where a similar bombing took place earlier this year.

    Neither this, nor subsequent intelligence warnings on the threat to Bodh Gaya, named specific cells or individuals. They did, however, call for security to be stepped-up.

    Less than a week ago, though, deputy inspector-general of police Nayyar Hasnain Khan told the Bodh Gaya temple management that there were serious flaws in its security management. He pointed out that the staff hired by management had hired didn’t know how to use door-frame metal detectors, no-one was monitoring closed-circuit television cameras in real time, and footage wasn’t retained.

    It’s too early to come to conclusions on who the perpetrators might have been—unlike Internet conspiracy theorists, who’ll be blaming everyone from Islamists to the intelligence services themselves in coming hours. Criminal investigators need evidence, not guesses about motives. There are some pieces of evidence already available, though.

    বিস্তারিত পড়ুন : Behind Bodh Gaya bombing, same old apathy, incompetence

  7. মাসুদ করিম - ৮ জুলাই ২০১৩ (১২:৩৩ পূর্বাহ্ণ)

    আজ, ০৮ জুলাই ২০১৩, থেকে শুরু হচ্ছে জ্যোতি বসুর জন্মশতবর্ষ উদযাপন। অশোক দাশগুপ্ত লিখেছেন, প্রাসঙ্গিকতা মুছে যাবে না।

    jyoti_basu3_2010

  8. মাসুদ করিম - ৯ জুলাই ২০১৩ (৬:৪৫ অপরাহ্ণ)

    বদরুদ্দীন উমর স্মরণ করছেন তার বন্ধু সৈয়দ ইশতিয়াক আহমদকে। কোনো মন্তব্য নয়, একটু বিশদে পড়ে নিতে চাই।

    আমার বন্ধু সৈয়দ ইশতিয়াক আহমদ

    আমি ও আমার পরিবার পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে ঢাকা এসেছিলাম ১৯৫০ সালের এপ্রিল মাসে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে ভর্তি হয়েছিলাম ওই বছরই। ঢাকা আমার কাছে সে সময় ছিল একেবারেই অপরিচিত জায়গা। ঢাকার সমাজের সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না, যদিও ১৯৪৪ সালের ডিসেম্বরে আমি এদিকে একবার বেড়াতে এসেছিলাম। সেই অবস্থায় এখানকার সমাজে আমার পরিচয় গড়ে তোলার ক্ষেত্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রথম দিনে এ ক্ষেত্রে অবস্থান ও বিচরণ করেই আমি গড়ে তুলেছিলাম আমার নিজের সমাজ।
    দর্শনের অনার্স ক্লাসে আমরা ছিলাম চারজন। আমি ছাড়া মীর ফখরুজ্জামান, আনিসুজ্জামান ও সুরাইয়া পরে যার বিয়ে হয়েছিল হাকিম নামে এক পুলিশ অফিসারের সঙ্গে। আমার সাবসিডিয়ারি ছিল ইতিহাস ও অর্থনীতি। ইশতিয়াকের অনার্স ছিল অর্থনীতিতে। ইতিহাস ছিল তার অন্যতম সাবসিডিয়ারি বিষয়। ইতিহাসের এই সাবসিডিয়ারি ক্লাসেই ইশতিয়াকের সঙ্গে আমার পরিচয়। সে সময় যাদের সঙ্গে আমার বিশেষ বন্ধুত্ব গড়ে উঠেছিল তাদের মধ্যে ছিল, দর্শন বিভাগের ফখরুজ্জামান, আনিসুজ্জামান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তরিকুল আলম, মোস্তফা কামাল, ইংরেজি বিভাগের ওবায়দুল্লাহ খান এবং হাসান হাফিজুর রহমান ও শামসুর রাহমান। ইশতিয়াকের সঙ্গে ঘনিষ্ঠতা হয়েছিল আরও পরে।
    আমি নিজে ছাত্রজীবনে কোনো রাজনীতি করিনি। তবে ঢাকায় এসে আমি তমদ্দুন মজলিসের সদস্য হয়েছিলাম। তমদ্দুন মজলিস ছিল রাজনৈতিক ভাবধারাসম্পন্ন একটি ইসলামী সাংস্কৃতিক সংগঠন। ১৯৪৮ সালের ভাষা আন্দোলনে তাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে কোনো ধর্মীয় গোঁড়ামি ছিল না। ইসলামী সমাজতন্ত্র ইত্যাদির কথা বললেও এক ধরনের উদারনৈতিক আবহাওয়া সে সংগঠনের মধ্যে ছিল। তমদ্দুন মজলিসের অফিস তখন ছিল ১৯ নম্বর আজিমপুরে। সেখানেই আমার সঙ্গে পরিচয় হয়েছিল তরিকুল আলমের।
    ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন রাজনৈতিক দলের ভিত্তিতে ছাত্রদের মধ্যে কোনো বিভক্তি ছিল না। রাজনৈতিক দল বলতে তখন ছিল সরকারি মুসলিম লীগ এবং কমিউনিস্ট পার্টি ও সদ্য প্রতিষ্ঠিত আওয়ামী মুসলিম লীগ। তাদের প্রভাব ছাত্রদের বিভিন্ন অংশের ওপর ছিল। কিন্তু অঙ্গ সংগঠন বলতে যা বোঝায় সেটা তাদের ছিল না। তখন ছাত্র ফেডারেশন ছিল খুব শক্তিশালী সংগঠন। কিন্তু পাকিস্তান হওয়ার পর তা দুর্বল হয়েছিল এবং রণদিভের থিসিস অনুযায়ী বিপ্লবী অ্যাডভেঞ্চার করতে গিয়ে ১৯৫০ সালের দিকে তার অস্তিত্ব কার্যত বিলুপ্ত হয়েছিল।
    কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন বিশ্ববিদ্যালয়ে না থাকলেও আদর্শগতভাবে তখনকার ছাত্ররা ইসলাম ও মুসলিম লীগপন্থি এক ধর্মীয় রাজনৈতিক চিন্তা ও সাম্প্রদায়িকতাবিরোধী, এই দুই প্রধান অংশে বিভক্ত ছিল। বিশ্ববিদ্যালয়ে যখন ইউনিয়নগুলোর নির্বাচন হতো তখন এর ভিত্তিতেই গঠিত হতো নির্বাচনী জোট। আমি, তরিকুল আলম এবং অন্য কিছু বন্ধু তমদ্দুন মজলিসের সদস্য ছিলাম। এ ছাড়া ১৯৫৬ সালে চট্টগ্রাম থেকে এসেছিল তমদ্দুন মজলিসের সদস্য ফরমান উল্লাহ খান, মাহফুজুল হক, ফরিদ আহমদ, শাহাবুদ্দীন খালেদ। তাদের প্রত্যেকের সঙ্গেই আমার বন্ধুত্ব ছিল। ইশতিয়াক তমদ্দুন মজলিসের সদস্য ছিল না। মনে হয়, ১৯৫১ সালের দিকেই ইব্রাহিম তাহার নেতৃত্বে ইশতিয়াক, মোস্তফা কামাল এবং অন্য কয়েকজন গঠন করেছিল ইসলামিক ব্রাদারহুড নামে একটি রাজনৈতিক গ্রুপ
    আগেকার দিনে ছাত্রদের চিন্তা-ভাবনার মধ্যে এসব পার্থক্য থাকলেও সেটা নিয়ে তাদের মধ্যে কোনো তিক্ততা সৃষ্টি হতো না। উপরন্তু এই পার্থক্যের বাইরে দাঁড়িয়ে তাদের মধ্যে বন্ধুত্ব থাকত। ওবায়দুল্লাহ খান, আজিজুল জলিল কোনো ধরনের ধর্মীয় চিন্তার ধারেকাছেও ছিল না। কিন্তু তাদের সঙ্গে ইশতিয়াকের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। তারা আমারও বন্ধু ছিল। আমাদের দর্শন বিভাগের আনিসুজ্জামানেরও কোনো ধর্মীয় চিন্তা ছিল না। কিন্তু সে ছিল আমার ঘনিষ্ঠ বন্ধুদের অন্যতম।
    এ প্রসঙ্গে বলা দরকার যে, ছাত্রজীবনের সেই সময়ে ইশতিয়াকের মধ্যে ধর্মীয় চিন্তা থাকলেও পরবর্তী জীবনে তার কিছু আর থাকেনি। আমি দেখেছি, মহররমের সময় ইশতিয়াককে মহররমের মিছিলে, অন্যদের সঙ্গে রাস্তায়। কিন্তু এটা সত্ত্বেও ইশতিয়াক তার মধ্যে আটকে থাকেনি। পরিবার, ঐতিহ্য ইত্যাদি থেকে মানুষ অনেক কিছু পায়। অনেকে এভাবে প্রাপ্ত ধ্যান-ধারণার মধ্যে সারা জীবনই আটকে থাকে। আবার কেউ কেউ তা উত্তীর্ণ হয়ে নিজের চিন্তা পুনর্গঠিত করে। ইশতিয়াক ছিল সে রকমই। তার ছিল নতুন চিন্তা গ্রহণের ক্ষমতা। নিজের মতো করে চিন্তার ক্ষমতা। এ কারণেই পরবর্তী জীবনে তার পক্ষে সম্ভব হয়েছিল এক উদারনৈতিক জগতে প্রবেশ করার। ইশতিয়াক কোনো বিপ্লবী ছিল না। কিন্তু তার ছিল চিন্তার ঔদার্য। প্রাপ্ত ধ্যান-ধারণা যুক্তি-বিচার করে গ্রহণ-বর্জনের ক্ষমতা। দেশের বাইরে পশ্চিমে গিয়ে পড়াশোনা করলেও অনেকে আরও রক্ষণশীল হয়ে দেশে ফেরে। ঢাকা বিশ্ববিদ্যালয় জীবনের পর লিন্ডসে গিয়ে পড়াশোনার সময় ইশতিয়াক ধীরে ধীরে তার পূর্ববর্তী রক্ষণশীল চিন্তাভাবনা থেকে নিজেকে মুক্ত করেছিল। এ ক্ষেত্রে হামজা আলভীর মতো ব্যক্তির সংস্পর্শ ও তার সঙ্গে বন্ধুত্ব ইশতিয়াকের জন্য সহায়ক হয়েছিল। কিন্তু এই সংস্পর্শ ও বন্ধুত্বও সম্ভব হতো না যদি তার নিজের মধ্যে চিন্তাগত পরিবর্তনের একটা সূচনা না হতো।
    ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় ইশতিয়াকের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল। তাদের বাসায়ও আমি কখনও-সখনও যেতাম। বিশেষ করে তার বিয়ের সময় আমি একাধিকবার গেছি তাদের বাসায়। কিন্তু তার সঙ্গে আমার বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ হয় আমরা বাইরের পড়াশোনা শেষ করে দেশে ফেরার পর। তার বাসায় মাঝে মধ্যে আমাদের আড্ডা হতো। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তার স্ত্রী সুফিয়ার সঙ্গে পরিচয় থাকলেও দেখা-সাক্ষাৎ বিশেষ ছিল না। তাদের বিয়ের পর এবং বিশেষত তারা পড়াশোনা শেষ করে দেশে ফেরার পর তার সঙ্গেও বন্ধুত্ব হয়। ইশতিয়াক ও সুফিয়া দু’জনেই ছিল খুব বন্ধুবৎসল এবং অতিথিপরায়ণ। তাদের দু’জনেরই বন্ধু মহল ছিল খুব বিস্তৃত।
    ইশতিয়াক কোনো রাজনৈতিক দল না করলেও রাজনৈতিক চেতনাবিহীন ছিল না। মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ক্ষুণ্ন হলে অথবা তার ওপর কোনো আঘাত এলে সে তার বিরুদ্ধে দাঁড়াত। সরকার অন্যায়ভাবে কারও ওপর নির্যাতন করলে ও মামলা চাপিয়ে দিলে সে সময় তাকে সাহায্য করতে তার কোনো কার্পণ্য বা ভয় ছিল না। এ রকম রাজনৈতিক মামলা সে অনেক করেছে।
    আইনের শাসন ও আইন ব্যবস্থা নির্বিঘ্নে পরিচালনার জন্য ইশতিয়াক সবসময় দাঁড়াত। এরশাদের সামরিক শাসনের সময় তিনি যখন হাইকোর্টের গণতন্ত্রীকরণের নামে তাকে ভেঙেচুরে বিভাগীয় হেডকোয়ার্টারে পাঠিয়েছিলেন, তখন ইশতিয়াক তার বিরুদ্ধে আন্দোলন করেছিল। কোনো রাজনৈতিক দল সক্রিয় রাজনীতি না করলেও সে সময় ইশতিয়াক যেভাবে এরশাদের স্বৈরতান্ত্রিক সিদ্ধান্তের বিরোধিতা করেছিল, সেভাবে ঢাকা হাইকোর্টের অন্য কোনো আইনজীবী করেননি। এ কারণে তাকে একাধিকবার গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছিল। এই প্রতিরোধ ইশতিয়াক কোনো রাজনৈতিক বা অন্য ধরনের ফায়দা হাসিলের জন্য করেনি। সৎ চিন্তা ও গণতান্ত্রিক মূল্যবোধের তাগিদেই ইশতিয়াক এ কাজে এগিয়েছিল।
    আইনের জগৎ তার পেশার জগৎ হলেও ইশতিয়াকের জগৎ ছিল অন্যদিকে প্রসারিত। এ কারণে আইনের পড়াশোনা ছাড়াও দর্শন, ইতিহাস, অর্থনীতি, সাহিত্য বিষয়েও তার পড়াশোনা ছিল উল্লেখযোগ্য। এসবের মাধ্যমে ইশতিয়াক নিজের চিত্তের বিকাশ এমনভাবে ঘটিয়েছিল, যা এ দেশের শিক্ষিত লোকদের মধ্যে সামান্যই দেখা যায়।
    ইশতিয়াকের মৃত্যু হয়েছিল ২০০৩ সালের ১২ জুলাই। আগামী ১২ জুলাই তার মৃত্যুর ১০ বছর পূর্ণ হবে।

  9. মাসুদ করিম - ১০ জুলাই ২০১৩ (১০:৩৫ পূর্বাহ্ণ)

    পরিণত পরিতৃপ্ত স্বমর্যাদায় আসীন থেকে ৮০ বছর বয়সে গত শনিবার গভীর রাতে মারা গেছেন বার্মার ড্রাগলর্ড ‘হেরোইনের গডফাদার’ খ্যাত ‘গোল্ডেন ট্রায়াঙ্গাল’এর অঘোষিত সম্রাট লো হ্সিং হান ( Lo Hsing Han)।

    85737222

    Lo Hsing Han, Myanmar’s ‘Godfather of Heroin,’ dies aged 80

    Lo Hsing Han, an Asian drug kingpin dubbed the “Godfather of Heroin” by the US government and accused of helping to prop up Myanmar’s brutal former junta with his business dealings, died over the weekend.

    He was 80, the Associated Press reported, adding that a long line of senior government officials and business leaders were among those paying their final respects at his family home in Yangon (Rangoon).

    Myanmar’s agriculture minister, Myint Hlaing, wrote in a message of condolence printed in state-run newspapers:

    “Our sorrow is as great as that of the bereaved family and we wish him peace.”

    Lo Hsing Han was a major heroin trafficker in the 1970s, when the so-called “Golden Triangle” of Myanmar (then Burma) and its neighbors became the epicenter of world heroin production.

    He avoided a death sentence in his early career, having been arrested by police in northern Thailand in 1973 and handed over to Myanmar for punishment.

    However, his death sentence for treason was commuted to life imprisonment, and then in 1980 he was released as part of a general amnesty.

    He quickly reinvented himself as a tycoon at the head of one of Myanmar’s largest firms.

    According to the Daily Mail — which cites Bertil Lintner, author of “The Golden Triangle Opium Trade” — Lo Hsing Han “was given permission to engage in the trafficking of opium and heroin in exchange for heading a local militia set up by then-dictator Ne Win in the 1960s to help fight local communists in the region of Kokang.”

    Owing to the protection of one of the country’s best-armed militias, he quickly became one of the region’s most powerful drug kingpins.

    He and business partner and son, Steven Law, were targeted by the US Treasury with sanctions from 2008, labeled “two key financial operatives of the Burmese regime” for their close business ties to the military junta.

    In an obituary in state media, the family said Lo Hsing Han died late on Saturday night and his funeral would take place in Yangon on July 17.

  10. মাসুদ করিম - ১৪ জুলাই ২০১৩ (৯:১৫ পূর্বাহ্ণ)

    প্রয়াত শব্দবিজ্ঞানের জাদুকর অমর বোস

    ইলেট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট করার পর আনন্দে একখানা ডিলাক্স স্টিরিওই কিনে ফেলেছিলেন৷ সে সময়ের হিসেবে (১৯৫৬) দামটা অবশ্য একটু বেশি পড়েছিল৷ সদ্য পিএইচডি ছাত্রটি দাম নিয়ে ভাবেননি৷ কিন্ত্ত স্টিরিও হাতে মহানন্দে বাড়িতে ফিরেই মেজাজ গেল বিগড়ে৷ চড়া দামে কেনা ডিলাক্স স্টিরিওর শব্দ এমন ভজঘট হবে কেন!

    সামান্য ক্ষোভ৷ আর তাতেই আমূল বদলে গেল সাউন্ড সিস্টেমের সংজ্ঞা৷ তথাকথিত ‘হাই-এন্ড অডিও প্রডাক্ট’-এ যুগান্তকারী পরিবর্তন আনা ‘বোস কর্প’ তৈরি হয়েছিল অমর বোস নামক ইলেট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সেই জনৈক পিএইচডি ছাত্রর ক্ষোভ থেকেই৷ ১৯৬৪৷ বস্টন লাগোয়া ফ্র্যামিংহ্যামে এক বঙ্গসন্তানের তত্ত্বাবধানে বদলাতে শুরু করল ধ্বনিবিজ্ঞানের ইতিবৃত্ত৷ প্রতিষ্ঠিত হল ‘বোস কর্প’৷ অতঃপর পাঁচ দশক ধরে বিবর্তনের অবিরাম ধারা৷ প্রতিষ্ঠাতার যাত্রা থামল শনিবার, মার্কিন সময়ে শুক্র৷ ৮৩ বছর বয়সে প্রয়াত হলেন অমর বোস৷ আমৃত্যু আমেরিকার বাসিন্দা, কিন্ত্ত বিশ্ব-বাণিজ্যে বাঙালির সবচেয়ে বড় গ্লোবাল মুখ ছিলেন তিনিই৷

    বোস কর্প-এর প্রেসিডেন্ট বব মারেসকা এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির (এমআইটি) তরফে আনুষ্ঠানিক ভাবে অমর বোসের মৃত্যুর কথা স্বীকার করা হয়েছে৷ একটি বিবৃতিতে মারেসকা জানিয়েছেন, ‘গবেষণা এবং উদ্ভাবনের ভিত্তিপ্রস্তরে স্থাপিত হয়েছিল এই সংস্থা৷ অমর বোসের দেখানো পথেই আমরা এগিয়ে যাব৷’

    ১৯৬৪-‘৬৫৷ সাউন্ড সিস্টেম নিয়ে বিশেষ খুশি ছিলেন না ‘নাসা’র বিজ্ঞানীরা৷ বোস কর্প-এর আবির্ভাবে যেন তাঁরা পেলেন সমাধান সূত্র৷ ডাক পড়ল অমর বোসের৷ সংস্থার প্রথম বরাতটি এল মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র থেকেই৷ রাতারাতি বদলে গিয়েছিল ‘নাসা’র সাউন্ড সিস্টেম৷ সেই শুরু৷ এর পর বাণিজ্যিক উত্‍পাদনের পালা৷ মানুষের শ্রবণ-অভ্যাসে বিপ্লব আনল বোস কর্প-এর নতুন স্পিকার৷ একের পর এক আবিষ্কার, একাধিক পেটেন্ট– অমর বোসের নেতৃত্বে শব্দবিজ্ঞানের যুগ দেখল নতুন অধ্যায়৷ সময়ের তালে তাল মিলিয়ে চলল প্রডাক্টের মানোন্নয়ন৷ বিশ্বের একাধিক বড় স্টেডিয়াম, অডিটোরিয়াম তো বটেই, ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলেও [মক্কার মসজিদুল হারামেও] অমর বোসের মস্তিষ্কপ্রসূত শব্দব্যবস্থা ব্যবহার করা হয়৷

    সাফল্যের শিখর স্পর্শ করলেও, সদ্য ছাত্রাবস্থা কাটিয়ে কেনা সেই স্টিরিওর বিরক্তিকর শব্দটা জ্বালিয়ে চলেছিল ক্রমাগত৷ ঘটল আধুনিক শব্দবিজ্ঞানের সম্ভবত সবচেয়ে বড় আবিষ্কার, ‘নয়েজ রিডাকশন’৷ বাজারে এল বোস কর্প-এর হেডসেট৷ অমর বোসের উদ্ভাবনী ক্ষমতার আর এক পরিচয় আজও বহন করছে গাড়ির মিউজিক সিস্টেম৷ ‘ভালো যন্ত্র মানেই বড় যন্ত্র’, সমূলে উত্‍পাটিত হল শব্দবিজ্ঞানের প্রচলিত এই ধারা৷ বোস কর্প-এর ছোট সাউন্ড সিস্টেমে গমগম করে উঠল বিশাল অডিটোরিয়াম৷

    সময়ের ধারা বেয়ে পিছিয়ে যাওয়া যাক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে৷ স্কুল শিক্ষিকা মায়ের আয়ে ভর করে তখন কোনওক্রমে দিন গুজরান করছে ফিলাডেলফিয়ার বোস পরিবার৷ যুদ্ধের বাজারে পরিবারের কর্তার ব্যবসা লাটে৷ মায়ের হাতে হাত মেলালেন ছোট্ট অমর৷ রেডিও সারাইয়ের কাজে বেশ পটু হয়ে উঠেছিলেন টিন-এজেই৷ ইলেকট্রনিক্স বোঝেন, এমন বেশির ভাগ মানুষ তখন যুদ্ধে, মার্কিন সেনাবাহিনীর সঙ্গে৷ ফলে যুদ্ধের খবর পাওয়ার জন্য বিগড়ে যাওয়া রেডিও সারাইয়ের লোকের অভাব ফিলাডেলফিয়ায়৷ মহল্লায় অমর বোসের কদর বাড়ল৷

    এ ভাবেই যুদ্ধ করতে করতে একদিন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে প্রবেশ৷ পিএইচডি করার পর এমআইটি-র তরফে তাঁকে অধ্যাপক হিসেবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়৷ অমর বোস বললেন, ‘ঠিক আছে৷ যোগ দিতে পারি, তবে একটাই শর্তে৷ দু’বছরের বেশি এখানে অধ্যাপনা করব না৷’ তার পর কেটে গিয়েছে চার দশকেরও বেশি৷ এমআইটি ছেড়ে যেতে পারেননি অমর বোস৷ শুধু তা-ই নয়, নাড়ির টান এমনই যে বোস কর্প-এর বেশির ভাগ স্টক ‘নন-ভোটিং শেয়ার’ হিসেবে এমআইটি-কে দিয়ে গিয়েছেন তিনি৷ যার লভ্যাংশ শিক্ষা এবং গবেষণায় ব্যবহার করা হয়৷ তবে সংস্থার ম্যানেজমেন্ট বা পরিচালনের সঙ্গে এমআইটি-র কোনও সম্পর্ক নেই৷ ছেলে ভানু জি বোস বলেছেন, ‘আবিষ্কারক এবং ব্যবসায়ী হিসেবে সকলে বাবাকে চেনেন৷ কিন্ত্ত সবার আগে তিনি ছিলেন একজন শিক্ষক৷ আমি গুনে বলতে পারব না, কত জন আমাকে বলেছেন যে, তাঁদের জীবনে বাবা-ই ছিলেন শ্রেষ্ঠ অধ্যাপক৷’

    শব্দের বিরক্তি দূর করেছিলেন৷ সময়ের সঙ্গে তাল মিলিয়েই শব্দবিজ্ঞানকে এগিয়ে দিয়েছিলেন সময়ের আগে৷ গবেষকের ল্যাবরেটরিতে মৃত্যু যেন কড়া নাড়ল খানিকটা নিঃশব্দেই৷ চির-অবসরে গেলেন অধ্যাপক বোস৷

  11. মাসুদ করিম - ১৪ জুলাই ২০১৩ (৯:৩৭ পূর্বাহ্ণ)

    বার্মার প্রশাসন সংস্কারের দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত : নাসাকা বাহিনী অবলুপ্ত এবং শান প্রদেশের বিচ্ছিন্নতাবাদী ইউনাইটেড ওয়া স্টেট আর্মি ও বার্মার সেনাবাহিনী মধ্যে নিয়মিত আলোচনার জন্য চুক্তি স্বাক্ষর।

    strong>Burma abolishes Nasaka force < The Burmese border security force, locally known as Nasaka has been abolished. The Burmese President U Thien Sein has signed in the mandate on 12 July, said the government source. The announcement of abolishing of Nasaka with notification no.59/2013 came with the signature of the President. In the notification, U Thein Sein declared that the Border Area Immigration Control Headquarters have been abolished with affect from 12 July, 2013. But the reason behind the decision to abolish the force is yet to be disclosed by the Burmese government. The Nasaka is a combined organization of the Army, police, custom and immigration departments, which had the responsibility to keep vigil on western border of Burma. The bases of Nasaka were situated in Arakan state, especially in northern part of the State adjacent to Bangladesh. The primary duty of Nasaka was to scrutinize population, to check family lists & border passes and keeping a watch on the borer security. All together 1200 personnel were involved with the Nasaka force, which had bases in five Arakan townships namely Maungdaw, Butidaung, Rathidaung, Sittwe and Pauk Taw. Before 2004, the Nasaka forces had many bases outside Arakan also. Later the authority abolished the Nasaka bases in Burma-China, Burma – India and Burma – Thailand border areas. The decision came soon after the then Burmese Prime Minister Khine Nyunt was dismissed from his post. There arise wild speculations for the reason behind abolishing Nasaka. U Khing San Aung, former president of ABSDF (Arakan region) told Narinjara over the phone that the Nasaka is identified as a notorious force with the records of human rights violation, corruptions and possessing low quality in regard to an international border outfit.

    That may be the reason, the President had decided to abolish the Nasaka force, added the ABSDF leader. Of course, he expects that another special force would be placed in the border areas to guard the frontier.

    Most of the local residents in the border areas disliked the Nasaka force for the routine misbehaviour of its staffs towards the common people. That is why, the local residents, mostly from the Muslim community have expressed happiness over the news of abolishing Nasaka force by the President.

    Burma signs treaty with Wa ethnic group
    A delegation was sent to the remote Wa region in Shan state, which borders China, said the Kyemon Daily newspaper.

    The military and the United Wa State Army (UWSA) agreed to hold regular meetings and withdraw to positions they occupied before a recent stand-off.

    The move came as part of a government effort to reach agreements with all the country’s ethnic groups.

    For decades, Burma, also known as Myanmar, has faced rebellions from several minority groups, seeking autonomy.

    The UWSA is believed to be the largest, with a fighting force numbering as many as 30,000.

    It reached an agreement once before with the former military regime in 1989, but recently tensions flared after the Burmese military surrounded Wa territory.

    Opium trade

    The UWSA is said to be equipped with state-of-the-art weaponry. China reportedly supplied combat helicopters to the group, a report by UK-based intelligence monitor Jane’s Information Group said last May.

    The Wa region was singled out by the international community for its involvement in huge drug problems in the region.

    Under intense international pressure, especially from China, the UWSA banned opium cultivation in 2005.

    Burma is the second largest opium grower in the world after Afghanistan, according to UN reports. Almost all of the opium it produces is grown in Shan and Kachin states.

    President Thein Sein’s government has embarked on a series of reforms to find a solution to the problem,

    Ceasefires and political opening up mean international organisations such as the UN will have better access to areas that were previously considered no-go areas.

    Burma signed ceasefire agreements with the Karen and Kachin rebel groups earlier this year.

  12. মাসুদ করিম - ১৭ জুলাই ২০১৩ (২:০২ অপরাহ্ণ)

    মুক্তিযুদ্ধকালে দখলদার পাকিস্তানি সেনাদের সহযোগী বদর বাহিনীর প্রধান আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

    মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বুধবার জনাকীর্ণ আদালতে এই আদেশ দেন।

    তিনি বলেন, মুজাহিদের বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও বুদ্ধিজীবীহত্যাসহ মানবতাবিরোধী পাঁচটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে।

    দুটি অভিযোগের ক্ষেত্রে ঘটনা সত্যতা প্রমাণিত হলেও তাতে এই জামায়াত নেতার সংশ্লিষ্টতা প্রসিকিউশন প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    বিচার ঠেকাতে সারাদেশে জামায়াতে ইসলামীর ডাকা হরতালের মধ্যে “আমৃত্যু ফাঁসিতে ঝুলিয়ে” দলটির সেক্রেটারি জেনারেলের মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন বিচারক।

    রায়ে ট্রাইব্যুনালের বিচারপতি মো. শাহিনুর ইসলাম বলেন, মুজাহিদ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করতে গঠিত আলবদর বাহিনীর কমান্ডার ছিলেন। ওই বাহিনীর ওপর তার ‘কার্যকর নিয়ন্ত্রণ’ থাকার বিষয়টিও প্রসিকিউশন প্রমাণ করতে সক্ষম হয়েছে।

    ১৯৭১ সালে রক্তক্ষয়ী এক যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে, যার বিরোধিতা করে সে সময় পাকিস্তানি বাহিনীর পক্ষে কাজ করে জামায়াতে ইসলামী। সাংগঠনিকভাবে জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়গুলো ট্রাইব্যুনালের আগের পাঁচটি রায়ের পর্যবেক্ষণেও উঠে এসেছে।

    বদর নেতা থেকে মন্ত্রী

    জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদের জন্ম ১৯৪৮ সালের ২ জানুয়ারি, ফরিদপুর জেলার পশ্চিম খাবাসপুরে।

    ১৯৬৪ সালে মাধ্যমিক পাসের পর তিনি ফরিদপুর রাজেন্দ্র কলেজে ভর্তি হন এবং উচ্চমাধ্যমিকের ছাত্র থাকাকালেই জামায়াতের তখনকার ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘে যোগ দেন। ১৯৬৮ সালে তাকে সংগঠনের জেলা শাখার সভাপতির দায়িত্ব দেয়া হয়।

    রাজেন্দ্র কলেজ থেকে স্নাতক শেষ করে মুজাহিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ করেন বলে তার আইনজীবীর ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।

    ট্রাইব্যুনালের প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ১৯৭১ সালে বাংলার মানুষের স্বাধীনতার সংগ্রাম যখন চূড়ান্ত পর্যায়ে, সেই বছর জানুয়ারিতে ইসলামী ছাত্রসংঘের ঢাকা জেলা শাখার সভাপতি হন মুজাহিদ। মুক্তিযুদ্ধ শুরুর পর জুলাই মাসে সংগঠনের পূর্ব পাকিস্তান শাখার সেক্রেটারির এবং এরপর প্রাদেশিক সভাপতির দায়িত্ব পান।

    মুক্তিযুদ্ধের বিরোধিতায় ইসলামী ছাত্রসংঘের সদস্যদের নিয়ে আলবদর বাহিনী গঠিত হলে ১৯৭১ সালের সেপ্টেম্বর পর্যন্ত তার নেতৃত্ব দেন ইসলামী ছাত্রসংঘের তখনকার সভাপতি ও জামায়াতের বর্তমান আমির মতিউর রহমান নিজামী। অক্টোবরে ওই বাহিনীর প্রধান হন মুজাহিদ।

    তার নেতৃত্বে আলবদর বাহিনী যুদ্ধের মধ্যে ফরিদপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হত্যা, অপহরণ, লুটপাটের মতো ব্যাপক মানবতাবিরোধী কর্মকাণ্ড চালায়। এমনকি ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের প্রস্তুতির সময়ও বাহিনী নিয়ে আত্মসমর্পণ না করার সিদ্ধান্ত নেন মুজাহিদ।

    একাত্তরে তার কর্মকাণ্ডের ঘনিষ্ঠ সহযোগী পলাতক আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারকে ইতোমধ্যে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।

    স্বাধীনতার পর মুজাহিদ জামায়াতের রাজনীতিতে যুক্ত হন এবং ১৯৮২ সালে কেন্দ্রীয় পরিষদের সদস্য হন। ১৯৮৯ থেকে দুই বছর সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালনের পর ২০০০ সালে জামায়াতের সেক্রেটারি জেনারেল হন তিনি।

    কোনো নির্বাচনে জয়ী হতে না পারলেও বিগত চারদলীয় জোট সরকারের সময়ে সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পান মুজাহিদ। জামায়াতের মুখোত্র দৈনিক সংগ্রামের পরিচালনা পর্ষদেরও প্রধান তিনি।

    যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার হওয়ার আগে ২০১০ সালের মার্চে জামায়াতে ইসলামীর এক সংবাদ সম্মেলনে মুজাহিদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে পাকিস্তানের পক্ষে কাজ করেছে। কিন্তু মানবতাবিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধের মতো কোনো ধরনের অপরাধে জামায়াত নেতারা জড়িত ছিলেন না।

    মামলার ইতিবৃত্ত

    ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগের একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে গ্রেপ্তার করার পর ২ অগাস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়।

    ২০১২ সালের ১৬ জানুয়ারি মুজাহিদের বিরুদ্ধে ছয় হাজার ৬৮০ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর ১০ দিন পর ট্রাইব্যুনাল তা আমলে নেয়।

    এরপর প্রসিকিউশনের আবেদনে মামলাটি দ্বিতীয় ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। সেখানেই গত বছর ২১ জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে মুজাহিদের বিচার শুরু হয়।

    এরপর ২৬ অগাস্ট শাহরিয়ার কবিরের জবানবন্দি উপস্থাপনের মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ প্রসিকিউশনের পক্ষে মোট ১৭ জন সাক্ষ্য দেন। সাক্ষীদের মধ্যে একাত্তরের গেরিলা যোদ্ধা জহিরউদ্দিন জালাল ওরফে বিচ্ছু জালাল ও শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে সাংবাদিক শাহীন রেজা নূরও ছিলেন।

    অন্যদিকে মুজাহিদের পক্ষে সাক্ষ্য দেন কেবল তার ছোট ছেলে আলী আহমাদ মাবরুর।

    চলতি বছর ৫ জুন যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন বিচারক।

    ট্রাইব্যুনালের ষষ্ঠ রায়

    বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০১০ সালের ২৫ মার্চ ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে যুদ্ধাপরাধের বহু প্রতীক্ষিত বিচার শুরু হয়। প্রথম রায়ে গত ২১ জানুয়ারি জামায়াতে ইসলামীর সাবেক রুকন বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশ আসে।

    ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় রায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়, যা প্রত্যাখ্যান করে রাজধানীর শাহবাগে অবস্থান নেয় হাজার হাজার মানুষ।

    যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সেই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়লে জনতার দাবির মুখে সরকার ট্রাইব্যুনাল আইনে সংশোধন আনে। এর মধ্যে দিয়ে রায়ের বিরুদ্ধে দুই পক্ষেরই আপিলের সমান সুযোগ তৈরি হয়।

    তৃতীয় রায়ে নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসি হলে জামায়াতের ঘাঁটি বলে পরিচিত এলাকাগুলোতে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। সরকারি হিসেবেই পুলিশসহ নিহত হয় ৭০ জনেরও বেশি মানুষ।

    এরপর গত ৯ মে জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানকেও মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল।

    সর্বশেষ গত ১৫ জুন গোলাম আযমের ৯০ বছরের কারাদণ্ডের আদেশ হয়।

    আগের রায়গুলোর সময় জামায়াতের সহিংসতার প্রেক্ষাপটে রোববার থেকেই ট্রাইব্যুনাল ঘিরে নেয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও র‌্যাব সদস্যরা ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকা ঘিরে নিরাপত্তা বলয় গড়ে তোলেন।

    ট্রাইব্যুনালে আসা সাংবাদিক ও দর্শনার্থীদেরও কঠোর নিরাপত্তার মধ্যে তল্লাশি চালিয়ে ট্রাইব্যুনালে প্রবেশ করতে দেয়া হয়। আর রায়ের জন্য আসামি মুজাহিদকে নারায়ণগঞ্জ কারাগার থেকে মঙ্গলরাই ঢাকায় নিয়ে আসা হয়। বুধবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয় একটি মাইক্রোবাসে করে।

    আগের রায়ের দিনগুলোর মতো এদিনও সকাল থেকেই যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে মিছিল নিয়ে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলসহ বিভিন্ন সংগঠনের কর্মীদের ট্রাইব্যুনালের বাইরে জড়ো হতে দেখা যায়। তারা জামায়াত নিষিদ্ধের দাবিতেও স্লোগান দেন।

  13. মাসুদ করিম - ১৮ জুলাই ২০১৩ (১২:৫৯ অপরাহ্ণ)

  14. মাসুদ করিম - ২১ জুলাই ২০১৩ (৭:২৪ অপরাহ্ণ)

    কৃত্রিম আলোক সংশ্লেষণ হবে জ্বালানির নতুন প্রযুক্তি, গাছেদের শক্তি উৎপাদনের কোটি কোটি বছরের প্রক্রিয়াকে জ্বালানি উৎপাদনের কাজে ব্যবহার করবে মানুষ অদূর ভবিষ্যতে, এবং হয়ত কয়েক দশকের মধ্যেই।

    If the smartest energy source is one that’s abundant, cheap and clean, then plants are a lot smarter than humans. Over billions of years, they developed perhaps the most efficient power supply in the world: photosynthesis, or the conversion of sunlight, carbon dioxide and water into usable fuel, emitting useful oxygen in the process.

    In the case of plants (as well as algae and some bacteria), “usable fuel” is carbohydrates, proteins and fats. Humans, on the other hand, are looking for liquid fuel to power cars and electricity to run refrigerators. But that doesn’t mean we can’t look to photosynthesis to solve our dirty-, expensive-, dwindling-energy woes. For years, scientists have been trying to come up with a way to use the same energy system that plants do but with an altered end output.

    Artificial Photosynthesis Applications

    Fossil fuels are in short supply, and they’re contributing to pollution and global warming. Coal, while abundant, is highly polluting both to human bodies and the environment. Wind turbines are hurting picturesque landscapes, corn requires huge tracts of farmland and current solar-cell technology is expensive and inefficient. Artificial photosynthesis could offer a new, possibly ideal way out of our energy predicament.

    For one thing, it has benefits over photovoltaic cells, found in today’s solar panels. The direct conversion of sunlight to electricity in photovoltaic cells makes solar power a weather- and time-dependent energy, which decreases its utility and increases its price. Artificial photosynthesis, on the other hand, could produce a storable fuel.

    And unlike most methods of generating alternative energy, artificial photosynthesis has the potential to produce more than one type of fuel. The photosynthetic process could be tweaked so the reactions between light, CO2 and H2O ultimately produce liquid hydrogen. Liquid hydrogen can be used like gasoline in hydrogen-powered engines. It could also be funneled into a fuel-cell setup, which would effectively reverse the photosynthesis process, creating electricity by combining hydrogen and oxygen into water. Hydrogen fuel cells can generate electricity like the stuff we get from the grid, so we’d use it to run our air conditioning and water heaters.

    One current problem with large-scale hydrogen energy is the question of how to efficiently — and cleanly — generate liquid hydrogen. Artificial photosynthesis might be a solution.

    Methanol is another possible output. Instead of emitting pure hydrogen in the photosynthesis process, the photoelectrochemical cell could generate methanol fuel (CH3OH). Methanol, or methyl alcohol, is typically derived from the methane in natural gas, and it’s often added to commercial gasoline to make it burn more cleanly. Some cars can even run on methanol alone.

    The ability to produce a clean fuel without generating any harmful by-products, like greenhouse gasses, makes artificial photosynthesis an ideal energy source for the environment. It wouldn’t require mining, growing or drilling. And since neither water nor carbon dioxide is currently in short supply, it could also be a limitless source, potentially less expensive than other energy forms in the long run. In fact, this type of photoelectrochemical reaction could even remove large amounts of harmful CO2 from the air in the process of producing fuel. It’s a win-win situation.

    But we’re not there just yet. There are several obstacles in the way of using artificial photosynthesis on a mass scale.

    বিস্তারিত পড়ুন : How Artificial Photosynthesis Works

  15. মাসুদ করিম - ২২ জুলাই ২০১৩ (১০:০৩ পূর্বাহ্ণ)

    মসুরের শিকড়ে নডিউল সৃষ্টিকারী একটি নতুন প্রজাতির উপকারি ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছেন বাংলাদেশের বিজ্ঞানী হারুন অর রশিদ

    তিনি বলছেন, এ ব্যাকটেরিয়া উৎকৃষ্টমানের জীবাণুসার তৈরিতেও ভূমিকা রাখতে পারে।

    ‘জেনেটিক ডাইভারসিটি অব রাইজোবিয়া নডিউলেটিং লেনটিলস’ বিষয়ে জার্মানিতে গবেষণা করতে গিয়ে বাংলাদেশ থেকে সংগৃহীত মসুর গাছে এই ব্যাকটেরিয়ার সন্ধান পান তিনি।

    ড. হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই ব্যাকটেরিয়াটি রাইজোবিয়াম স্পিসিসের অন্তর্গত।

    সম্প্রতি ‘সিস্টেমেটিক অ্যান্ড অ্যাপ্লায়েড মাইক্রোবায়োলজি রিসার্চ’ জার্নালে তার গবেষণাপত্রটি প্রকাশিত হয়।

    ‘ইন্টারন্যাশনাল কমিটি অব ব্যাকটেরিয়াল ট্যাক্সনোমি’ ইতোমধ্যে নতুন এই ব্যাকটেরিয়ার নামকরণেরও অনুমতি দিয়েছে হারুন অর রশিদকে।

    বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) এ বৈজ্ঞানিক কর্মকর্তা বলছেন, বিভিন্ন দেশে মসুর শিকরে যেসব ব্যাকটেরিয়া পাওয়া যায়, নতুন এই অণুজীব গাছের জন্য তার চেয়ে কয়েকগুণ বেশি উপকারি।

    “বাংলাদেশে মসুর ফসলের এ ব্যাকটেরিয়াটি ৯৫% পর্যন্ত নাইট্রোজেন সংগ্রহ করতে পারে, যা অন্যান্য দেশে পাওয়া ব্যাকটেরিয়ার তুলনায় অনেক বেশি।”

    হারুন অর রশিদ বলেন, রাইবোজম ব্যাকটেরিয়া মূলত মসুর ফসলের শিকড়ে নডিউল তৈরি করে। এর মাধ্যমে গাছ ইউরিয়া সারের বিকল্প হিসাবে নাইট্রোজেন গ্রহণ করে, যা ফলন বৃদ্ধিতে ভূমিকা রাখে।

    “এ ব্যাকটেরিয়ার বিভিন্ন বৈশিষ্ট এবং মসুর ফসলের বৃদ্ধির উপর তাদের প্রভাব পরীক্ষায় দেখা যায় এটি উৎকৃষ্টমানের জীবাণুসার তৈরিতেও ভূমিকা রাখতে পারে।”

    আবিস্কৃত ব্যাকটেরিয়াটি নিয়ে ২০০৯ সালে কাজ শুরু করেন বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা হারুন। তুলনার জন্য বাংলাদেশসহ জার্মানি, তুরস্ক ও সিরিয়া থেকে মসুর ফসলের শিকড়ে নডিউল সৃষ্টিকারী বিভিন্ন প্রজাতির ব্যাকটেরিয়া সংগ্রহ করেন। এরপর ব্যাকটেরিয়ার ডিএনএ থেকে সাতটি গুরুত্বপূর্ণ জিন আলাদা এবং ৪৫০টি সিকোয়েন্সিং করে দেখা যায়, এটি সম্পূর্ন নতুন একটি প্রজাতি।

    ওই ৪৫০টি জিনোম সিকোয়েন্স যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন (এনসিবিআই)’ জিনব্যাংকে জমা রয়েছে বলে জানান তিনি।

  16. মাসুদ করিম - ২৩ জুলাই ২০১৩ (১১:২৬ অপরাহ্ণ)

    বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীনের যুদ্ধকালীন প্রথম ভাষণ[আজকের সমকাল থেকে এখানে তুলে দেয়া হয়েছে]

    রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ দেশবাসীর উদ্দেশে প্রথম ভাষণ দেন ১৯৭১ সালের ১০ এপ্রিল। ভাষণটি প্রচার হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে। তাজউদ্দিন আহমেদ ডটকমের সৌজন্যে সেই ভাষণটি এখানে প্রকাশ করা হলো:

    স্বাধীন বাংলাদেশের বীর ভাইবোনেরা,
    বাংলাদেশের সাড়ে সাত কোটি মুক্তিপাগল গণমানুষের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সরকারের পক্ষ থেকে আমি আপনাদেরকে আমার সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি তাঁদের যাঁরা বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে গিয়ে তাঁদের মূল্যবান জীবন আহুতি দিয়েছেন। যতদিন বাংলার আকাশে চন্দ্র-সূর্য-গ্রহ-তারা রইবে, যতদিন বাংলার মাটিতে মানুষ থাকবে, ততদিন মাতৃভূমির স্বাধীনতা রক্ষার সংগ্রামের বীর শহীদদের অমর স্মৃতি বাঙ্গালির মানসপটে চির অম্লান থাকবে।

    ২৫শে মার্চ মাঝরাতে ইয়াহিয়া খান তার রক্তলোলুপ সাঁজোয়া বাহিনীকে বাংলাদেশের নিরস্থ মানুষের ওপর লেলিয়ে দিয়ে যে নরহত্যাযজ্ঞের শুরু করেন তা প্রতিরোধ করবার আহ্বান জানিয়ে আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। আপনারা সব কালের সব দেশের স্বাধীনতা সংগ্রামী মানুষের সাথে আজ একাত্ম। পশ্চিম পাকিস্থানী হানাদার দস্যুবাহিনীর বিরুদ্ধে যে প্রতিরোধ আপনারা গড়ে তুলেছেন তা এমন এক ইতিহাস সৃষ্টি করেছে যে পৃথিবীর সমস্ত স্বাধীনতাকামী মানুষের কাছে আপনাদের এ অভূতপূর্ব সংগ্রাম সর্বকালের প্রেরণার উৎস হয়ে রইল। প্রত্যেকদিনের সংগ্রামের দিনপঞ্জী আমাদের মুক্তিসংগ্রামের ইতিহাসকে সমৃদ্ধ করছে, বিশ্বের কাছে আমাদের গৌরব বৃদ্ধি করছে।

    আপনাদের অদম্য সাহস ও মনোবল যা দিয়ে আপনারা রুখে দাঁড়িয়েছেন ইয়াহিয়ার ভাড়াটে দস্যুদের বিরুদ্ধে, তার মধ্যে দিয়ে আপনারা এইটেই প্রমাণ করেছেন যে যুদ্ধক্ষেত্রাস্তীর্ণ ধ্বংসাবশেষের মধ্য দিয়ে ধূলি-কাদা আর রক্তের ছাপ মুছে এক নতুন বাঙ্গালি জাতির জন্ম নিল। পৃথিবীর কাছে আমরা ছিলাম এক শান্তিপ্রিয় মানুষ। বন্ধ-বাৎসুল্যে, মায়া ও হাসি-কান্নায়, গান, সংস্কৃতি আর সৌন্দর্যের ছায়ায় গড়ে ওঠা আমরা ছিলাম পল্লী-বাংলার মানুষ। পৃথিবী ভাবত, আমরাও ভাবতাম যুদ্ধ ও রণডংকা আমাদের থেকে অনেক দূরে। কিন্তু আজ?

    আমাদের মানবিক মূল্যবোধ ও আদর্শের পতাকা সমুন্নত রেখে আমরা আবার প্রমাণ করেছি যে আমরা তীতুমীর-সূর্য্যসেনের বংশধর। স্বাধীনতার জন্যে যেমন আমরা জীবন দিতে পারি তেমনি আমাদের দেশ থেকে বিদেশী শত্রুসেনাদের চিরতে হটিয়ে দিতেও আমরা সক্ষম। আমাদের অদম্য সাহস ও মনোবলের কাছে শত্রু যত প্রবল পরাক্রম হোক না কেন, পরাজয় বরণ করতে বাধ্য। আমরা যদি প্রথম আঘাত প্রতিহত করতে ব্যর্থ হতাম তাহলে নতুন স্বাধীন প্রজাতন্ত্রী বাংলাদেশ হয়ত কিছুদিনের জন্যে হলেও পিছিয়ে যেত। আপনারা শত্রু-সেনাদের ট্যাঙ্ক ও বোমারু বিমানের মোকাবিলা করেছেন এবং আপনাদের যা হাতে যে অস্ত্র ছিল তাই নিয়েই রুখে দাড়িয়েছেন এবং তাদেরকে পিছু হটে গিয়ে নিজ শিবিরে আশ্রয় নিতে বাধ্য করেছেন। বাংলাদেশ আজ স্বাধীন, বাংলাদেশ আজ মুক্ত। বৈদেশিক সাংবাদিকরা আজ স্বাধীন বাংলাদেশের যে কোনো জায়গায় বিনা বাধায় ঘুরে বেড়াতে পারেন এবং আপনাদের এ বিজয়ের কথা তাঁরা বাইরের জগৎকে জানাচ্ছেন।

    আজ প্রতিরোধ আন্দোলনের কথা গ্রামবাংলার প্রতিটি ঘরে পৌঁছে গেছে। হাজার হাজার মানুষ আজকের এই স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছেন। বেঙ্গল রেজিমেন্ট ও ই, পি, আর এর বীর বাঙ্গালি যোদ্ধারা এই স্বাধীনতা সংগ্রামের যে যুদ্ধ তার পুরোভাগে রয়েছেন এবং তাদেরকে কেন্দ্র করে পুলিশ, আনসার, মোজাহিদ, আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক বাহিনী, ছাত্র, শ্রমিক ও অন্যান্য হাজার হাজার সংগ্রামী মানুষ এই যুদ্ধে যোগ দিয়েছেন। অতি অল্প সময়ের মধ্যে এদেরকে সমর কৌশলে পারদর্শী করা হয়েছে ও শত্রুদের কাছ থেকে ছিনিয়ে নেয়া অস্ত্র ও গোলা-বারুদ দিয়ে বাংলার এ মুক্তিবাহিনীকে শত্রু মোকাবিলা করার জন্য প্রস্তুত করা হয়েছে। সাগরপারের বাঙ্গালি ভাইয়েরা যে যেখানে আছেন আমাদের অস্ত্র ও অন্যান্য সাহায্য পাঠাচ্ছেন।

    সিলেট ও কুমিল্লা অঞ্চলে বেঙ্গল রেজিমেন্টের মেজর খালেদ মোশারফকে আমরা সমর পরিচালনার দায়িত্ব দিয়েছি। খালেদ মোশারফের নেতৃত্বে আমাদের মুক্তিবাহিনী অসীম সাহস ও কৃতিত্বের সাথে শত্রুর সঙ্গে মোকাবেলা করেছেন এবং শত্রুসেনাদের সিলেট এবং কুমিল্লার ক্যান্টনমেন্টের ছাউনিতে ফিরে যেতে বাধ্য করেছেন। আমাদের মুক্তিবাহিনী শীঘ্রই শত্রুকে নিঃশেষ করে দেবার সংকল্প গ্রহণ করেছে।

    চট্টগ্রাম ও নোয়াখালি অঞ্চলের সমর পরিচালনার ভার পড়েছে মেজর জিয়াউর রহমানের উপর। নৌ, স্থল ও বিমান বাহিনীর আক্রমণের মুখে চট্টগ্রাম শহরে যে প্রতিরোধব্যূহ গড়ে উঠেছে এবং আমাদের মুক্তিবাহিনী ও বীর চট্টলের ভাই-বোনেরা যে সাহসিকতার সাথে শত্রুর মোকাবেলা করেছেন, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই প্রতিরোধ স্ট্যালিনগ্রাডের পাশে স্থান পাবে। এই সাহসিকতাপূর্ণ প্রতিরোধের জন্য চট্টগ্রাম আজও শত্রুর কবলমুক্ত রয়েছে। চট্টগ্রাম শহরের কিছু অংশ ছাড়া চট্টগ্রাম ও সম্পূর্ণ নোয়াখালি জেলাকে “মুক্ত এলাকা” বলে ঘোষণা করা হয়েছে।

    ময়মনসিংহ ও টাংগাইল অঞ্চলের দায়িত্ব দেয়া হয়েছে মেজর সফিউল্লার উপর। ময়মসিংহ ও টাংগাইল এলাকা সম্পূর্ণভাবে মুক্ত করে আমাদের মুক্তিবাহিনী ঢাকার দিকে অগ্রসর হবার প্রস্তুতি নিচ্ছে। পূর্বাঞ্চলের এই তিনজন বীর সমর পরিচালক ইতিমধ্যে বৈঠকে মিলিত হয়েছেন এবং একযোগে ঢাকা রওনা হবার পূর্বেই পূর্বাঞ্চলের শত্রুদের ছোট ছোট শিবিরগুলোকে সমূলে নিপাত করবার পরিকল্পনা গ্রহণ করেছেন।

    দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ই, পি, আর-এর বীর সেনানী মেজর ওসমানের উপর দায়িত্ব দেয়া হয়েছে কুষ্টিয়া ও যশোহর জেলার। কুষ্টিয়ার ঐতিহাসিক বিজয়ের পর আমাদের মুক্তিবাহিনী সমস্ত এলাকা থেকে শত্রুবাহিনীকে বিতাড়িত করেছে এবং শত্রুসেনা এখন যশোহর ক্যান্টনমেন্টে ও খুলনা শহরের একাংশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। মেজর জলিলের উপর ভার দেয়া হয়েছে ফরিদপুর-খুলনা-বরিশা-পটুয়াখালীর।

    উত্তরবঙ্গে আমাদের মুক্তিবাহিনী মেজর আহ্‌মদের নেতৃত্বে রাজশাহীকে শত্রুর কবল থেকে সম্পূর্ণ মুক্ত করেছেন। মেজর নজরুল হক সৈয়দপুরে ও মেজর নোয়াজেশ রংপুরে শত্রুবাহিনীকে সম্পূর্ণ মুক্ত করা হয়েছে। রংপুর ও সৈয়দপুর ক্যান্টনমেন্ট এলাকা ছাড়া বাকি অংশ এখন মুক্ত।

    স্বাধীনতা সংগ্রামে আমাদের এ অভূতপূর্ব সাফল্য ভবিষ্যতে আরও নতুন সামল্যের দিশারী। প্রতিদিন আমাদের মুক্তিবাহিনীর শক্তি বেড়ে চলেছে। একদিকে যেমন হাজার হাজার মানুষ মুক্তিবাহিনীতে যোগ দিচ্ছে তেমনি শত্রুর আত্মসমর্পনের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। আর একই সঙ্গে আমাদের নিয়ন্ত্রণে আসছে শত্রুর কেড়ে নেওয়া হাতিয়ার। এই প্রাথমিক বিজয়ের সাথে সাথে মেজর জিয়াউর রহমান একটি পরিচালনা কেন্দ্র গড়ে তোলেন এবং সেখান থেকে আপনারা শুনতে পান স্বাধীন বাংলাদেশের প্রথম কণ্ঠস্বর। এখানেই প্রথম স্বাধীন বাংলাদেশ সরকার গঠনের কথা ঘোষণা করা হয়।

    আপাততঃ আমাদের স্বাধীন বাংলাদেশ সরকারের প্রধান কার্যালয় স্থাপিত হয়েছে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মুক্ত এলাকায়। পূর্বাঞ্চলের সরকারী কাজ পরিচালনার জন্যে সিলেট-কুমিল্লা এলাকায় বাংলাদেশ সরকারের আর একটি কার্যালয় স্থাপন করা হয়েছে।

    আমরা এখন পৃথিবীর বিভিন্ন দেশের সংবাদপত্রের প্রতিনিধি, কূটনৈতিক ও রাজনৈতিক প্রতিনিধিদের আমন্ত্রণ জানাচ্ছি, তাঁরা যেন সচক্ষে এবং সরেজমিনে দেখে যান যে স্বাধীন বাংলাদেশ আজ সত্যে পরিণত হয়েছে। সাথে সাথে আমরা সমস্ত বন্ধুরাষ্ট্র ও পৃথিবীর সমস্ত সহানুভূতিশীল ও মুক্তিকামী মানুষের কাছে ও ‘রেডক্রস’ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে সাহায্যের আহ্বান জানাচ্ছি। যাঁরা আমাদের সাহায্য করতে ইচ্ছুক অথচ বর্বর ইসলামাবাদ শক্তি যাঁদের এই মানবিক কাজটুকু করবার বিরুদ্ধে নিষেধ উঁচিয়ে দাঁড়িয়েছে তাঁরা এখন স্বাধীন বাংলাদেশ সরকারের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারেন।

    আমরা যদিও বিদেশ থেকে পাঠানো ত্রাণ-সামগ্রীর জন্য কৃতজ্ঞ কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে আজকের দিনে বাংলাদেশের জন্যে সবচেয়ে বড় ত্রাণের বাণী বয়ে আনতে পারে উপযুক্ত এবং পর্যাপ্ত হাতিয়ার, যা দিয়ে বাংলাদেশের মানুষ হানাদারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে এবং রক্ষা করতে পারে তাঁর ও তাঁর প্রিয় পরিজনের জান, মান আর সম্ভ্রম।

    বৃহৎ শক্তিবর্গের অস্ত্রাগারের আধুনিক সরঞ্জামে সজ্জিত জেনারেল ইয়াহিয়ার হানাদার বাহিনী আজ আমাদের শান্তিপ্রিয় ও নিরস্ত্র বাঙ্গালির কন্ঠ স্তব্ধ করে দেয়ার পৈশাচিক উন্মত্ততায় মত্ত। আমরা সেইসব বৃহৎ শক্তিবর্গের কাছে মানবতার নামে আবেদন জানাচ্ছি যেন এই হত্যাকারীদের হাতে আর অস্ত্র সরবরাহ করা না হয়। এ সমস্ত অস্ত্র দেয়া হয়েছিল বিদেশী শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্যে- বাংলার নিস্পাপ শিশুদেরকে ও নিরপরাধ নরনারীকে নির্বিচারে হত্যা করার জন্যে নিশ্চয়ই এ অস্ত্র তাদের হাতে তুলে দেয়া হয়নি। বাংলাদেশের কৃষক-শ্রমিকের মাথার ঘাম পায়ে ফেলে কষ্ঠার্জিত বৈদেশিক মুদ্রার বিনিময়ে যে অস্ত্র কেনা হয়েছে এবং যাদের টাকায় ইয়াহিয়া খানের এই দস্যুবাহিনী পুষ্ট, আজ তাদেরকেই নির্বিচারে হত্যা করা হচ্ছে। আমরা অস্ত্রসরবরাহকারী শক্তিবর্গের কাছে আবেদন জানাচ্ছি যে, শুধু অস্ত্র সরবরাহ বন্ধ করলেই চলবে না, যে অস্ত্র তাদের হাতে তুলে দেয়া হয়েছে সে অস্ত্র দিয়ে সাড়ে সাত কোটি বাঙ্গালিকে স্তব্ধ করে দেয়ার প্রয়াস বন্ধ করতে হবে।

    পৃথিবীর জনমতকে উপেক্ষা করে আজও ইয়াহিয়ার ভাড়াটে দস্যুরা বাংলাদেশের বুকে নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে। তাই আমরা সমস্ত দেশের কাছে অস্ত্র সাহায্য চাচ্ছি এবং যাঁরা জাতীয় জীবনে স্বাধীনতাকে সর্বোচ্চ মূল্য দিয়ে এসেছেন ও নিজেদের দেশেও হানাদারদের বিরুদ্ধে লড়াই করেছেন তাঁরা আমাদের এ ডাকে সাড়া না দিয়ে পারবেন না, এ বিশ্বাস আমরা রাখি।

    বিদেশী বন্ধুরাষ্ট্রসমূহের কাছে যে অস্ত্র সাহায্য আমরা চেয়েছি তা আমরা চাইছি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে- একটি স্বাধীন দেশের মানুষ আর একটি স্বাধীন দেশের মানুষের কাছে। এই সাহায্য আমরা চাই শর্তহীনভাবে এবং আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রতি তাঁদের শুভেচ্ছা ও সহানুভূতির প্রতীক হিসেবে- হানাদারদের রুখে দাঁড়াবার এবং আত্মরক্ষার অধিকার হিসেবে, যে অধিকার মানবজাতির শাশ্বত অধিকার। বহু বছরের সংগ্রাম, ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে আমরা আজ স্বাধীন বাংলাদেশের পত্তন করেছি। স্বাধীনতার জন্যে যে মূল্য আমরা দিয়েছি তা কোন বিদেশী রাষ্ট্রের উপরাষ্ট্র হবার জন্য নয়। পৃথিবীর বুকে স্বাধীন ও সার্বভৌম একটি শান্তিকামী দেশ হিসেবে রাষ্ট্রপরিবারগোষ্টিতে উপযুক্ত স্থান আমাদের প্রাপ্য। এ অধিকার বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের জন্মগত অধিকার।

    আমাদের বাঙ্গালি ভাইয়েরা, আপনারা পৃথিবীর যে কোনও প্রান্তে থাকুন না কেন, আজকে মাতৃভূমির এই দুর্দিনে সকল প্রকার সাহায্য নিয়ে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। বিদেশ থেকে অর্থসংগ্রহ করে অস্ত্র কিনে আমাদের মুক্ত এলাকায় পাঠিয়ে দিন, যাতে করে আমাদের মুক্তিবাহিনীর সৈনিকেরা অতিসত্বর সে অস্ত্র ব্যবহার করতে পারে তার মাতৃভূমিকে রক্ষা করবার কাজে।

    ইতিমধ্যেই আমাদের বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেকেই নিজেদের হাতে অস্ত্র তুলে নিয়েছেন। যাঁদের হাতে আজও আমরা আধুনিক অস্ত্র তুলে দিতে পারিনি তাঁদেরকে আহ্বান জানাচ্ছি, যার হাতে যা আছে তাই নিয়ে লড়াইয়ে অংশ নিন। আমাদের স্থিরবিশ্বাস যে, শীঘ্রই আপনাদের হাতে আমরা আধুনিক অস্ত্র তুলে দিতে পারব। ইতিমধ্যে প্রত্যেকে আধুনিক অস্ত্র ব্যবহারে ট্রেনিং নেবার জন্য নিকটবর্তী সংগ্রাম পরিষদের সংগে যোগাযোগ করুন। যাঁদের হাতে আধুনিক অস্ত্র নেই তাঁদেরও এই জনযুদ্ধে গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং ক্ষমতা রয়েছে। শত্রুর ছত্রী ও গুপ্ত বাহিনীকে অকেজো করে দেবার কাজে আপনি সক্রিয় অংশ গ্রহণ করতে পারেন। সম্মুখসমরে কাজ না করতে পারলেও আপনি রাস্তা কেটে, পুল উড়িয়ে দিয়ে এবং আরো নানাভাবে আপনার উপস্থিত বুদ্ধি দিয়ে শত্রুকে হয়রান ও কাবু করতে পারেন। নদীপথে শত্রু যাতে না আসতে পারে তার সম্ভাব্য সমস্ত ব্যবস্থা আপনাকেই গ্রহণ করতে হবে ও সবদিকে কড়া দৃষ্টি রাখতে হবে। নদীপথে সমস্ত ফেরী, লঞ্চ ও ফ্লাট অকেজো করে দিতে হবে। এ সমস্ত দায়িত্ব পালন করার জন্যে স্থানীয় সংগ্রাম পরিষদে নেতৃত্বে ছোট ছোট দলে সংগঠিত হতে হবে। এর জন্যে আপনার এলাকার সমর পরিচালকের সাথে সংগ্রাম পরিষদের মাধ্যমে যোগাযোগ করতে হবে এবং তাঁর আদেশ ও নির্দেশাবলী মেনে চলতে হবে।

    যুদ্ধে অংশ নেয়া ছাড়াও বাংলাদেশকে সব দিক দিয়ে বাঁচিয়ে রাখবার দায়িত্বকেও অবহেলা করলে চলবে না। শাসনকার্যে অভিজ্ঞ ও সংশ্লিষ্ট বাঙালী অফিসারদের মধ্যে যাঁরা এখনও আমাদের সাথে যোগ দিতে পারেননি, তাঁরা যে যেখানেই থাকুন না কেন, আমরা তাঁদের মুক্ত এলাকায় চলে আসতে আহ্বান জানাচ্ছি। অনুরূপভাবে আমরা আহ্বান জানাচ্ছি সমস্ত বুদ্ধিজীবী, টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার, সংবাদসেবী, বেতারশিল্পী, গায়ক ও চারুশিল্পীদের- তাঁরা যেন অনতিবিলম্বে বাংলাদেশ সরকারের সাহায্যে এগিয়ে আসেন। আমাদের সামনে বহুবিধ কাজ, তা জন্যে বহু পারদর্শীর প্রয়োজন এবং আপনারা প্রত্যেকেই স্বাধীন বাংলাদেশের সেবায় আত্মনিয়োগ করবার সুযোগ পাবেন। আমরা বিশেষ করে সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে বাংলাদেশের এই সংঘবদ্ধ জনযুদ্ধে সামিল হতে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের স্বাধীনতা রক্ষার সংগ্রামে সাড়ে সাত কোটি মানুষের ঐতিহাতিস প্রতিরোধ ও প্রতিরক্ষা আন্দোলনকে চিরাচরিত রাজনৈতিক গণ্ডীর উর্ধ্বে রাখবার জন্যে আমরা আবেদন জানাচ্ছি।

    হানাদার শত্রুবাহিনীর সাথে কোন প্রকার সহযোগিতা করা বা সংস্রব রাখা চলবে না। বাংলাদেশে আজ কোন মীরজাফরের স্থান নেই। যদি কেউ হঠাৎ করে নেতা সেজে শত্রুসৈন্যের ছত্রছায়ায় রাজনৈতিক গোর থেকে গাত্রোত্থান করতে চায়, যাদেরকে গত সাধারণ নির্বাচনে বাংলার মানুষ ঘৃণাভরে প্রত্যাখান করেছে তারা যদি এই সুযোগে বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা করে বাংলাদেশের স্বার্থবিরোধী কার্যকলাপে লিপ্ত হয় তবে বাংলাদেশের মানুষ তাদেরকে নিশ্চিহ্ন করে দেবে। তারা সাড়ে সাত কোটি বাংলাদেশবাসীর রোষবহ্নিতে জ্বলে খাক হয়ে যাবে।

    আমাদের মনে রাখতে হবে যে আমাদের দেশের উপর একটা যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। কাজেই স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে বাধ্য। হয়ত কোথাও নিত্যপ্রয়োজনীয় জিনিসের ঘাটতি দেখা যেতে পারে।

    আমাদের উচিত হবে যতদূর সম্ভব ব্যয়সংকোচ করা এবং জিনিসপত্র কম ব্যবহার করা। দোকানদান ও ব্যবসায়ীদের কাছে বিশেষ অনুরোধ তাঁরা যেন মজুতদারী ও কালোবাজারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন এবং জিনিসপত্রের দাম যাতে সাধারণ লোকের ক্রয়ক্ষমতার বাইরে না যায় তার দিকে দৃষ্টি রাখেন।

    এ যুদ্ধে যে আমাদের জয় অবশ্যম্ভাবী তাতে সন্দেহের কারণ নেই। আপনারা ইতিমধ্যে সাহস ও ত্যাগের বিনিময়ে যে বিজয় অর্জন করেছেন শত্রুপক্ষ আজকে তা স্পষ্টই বুঝতে পেরেছে। তারা ভেবেছিল যে, আধুনিক সমরসজ্জায় এবং কামানের গর্জনের নীচে স্তব্ধ করে দেবে বাঙ্গালির ভবিষ্যৎ আশা-ভরসা। আর চোখ রাঙিয়ে ভয় দেখিয়ে বাঙ্গালিকে তারা বুটের নিচে নিষ্পেষণ করবে। কিন্তু তাদের সে আশা আজ ধূলিসাৎ হয়ে গেছে। আমরা তাদের মারমুখী আক্রমণের বিরুদ্ধে লড়াই করে টিকে আছি এবং তাদের যে প্রতিনিয়ত হটিয়ে দিচ্ছি এতে তাদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেছে। তাদের খাদ্য সরবরাহের সকল পথ আজ বন্ধ- ঢাকার সাথে আজ তাদের যোগাযোগ বিচ্ছিন্ন। উড়োজাহাজ থেকে খাবার ফেলে এদেরকে ইয়াহিয়া খান আর বেশীদিন টিকিয়ে রাখতে পারবে না। ওদের জ্বালানী সরবরাহের লাইন আমাদের মুক্তিবাহিনী বন্ধ করে দিয়েছে। ইয়াহিয়ার উড়োজাহাজ আর বেশীদিন বাংলাদেশের আকাশে দেখা যাবে না। বাংলাদেশের সাড়ে সাত কোটি উত্তাল জনসমুদ্রের মাঝখানে ওরা আজকে বিচ্ছিন্ন দ্বীপের মত। ওরা জানে ওদের বিরুদ্ধে পৃথিবীর সমস্য মানুষের ভ্রূকুটি ও ঘৃণা। ওরা ভীত, ওরা সন্ত্রস্ত- মৃত্যু ওদের সামনে পরাজয়ের পরোয়ানা নিয়ে হাজির। তাই ওরা উন্মাদের মত ধ্বংসলীলায় মেতে উঠেছে।

    পৃথিবী আজ সজাগ হয়েছে। পৃথিবীর এই অষ্টম বৃহৎ রাষ্ট্র বাংলাদেশের দিকে তাকিয়ে আছে বিশ্বের মানুষ, যেখানে ওরা এ ধ্বংসের খেলায় মেতে উঠেছে। বিশ্বের মানুষ আজ আর ইসলামাবাদ সরকারের আইন-শৃঙ্খলা রক্ষার মিথ্যা যুক্তি আর অজুহাত স্বীকার করে নিতে রাজী নয়। যে সমস্ত সাংবাদিক বাংলাদেশের এই যুদ্ধের ভয়াবহতা ও নৃশংসতা থেকে অব্যাহতি পেয়েছেন তারা ইয়াহিয়ার এই অন্যায় ও অমানবিক যুদ্ধ আর ধ্বংসলীলার বিরুদ্ধে নিন্দা জানাচ্ছে। অপরপক্ষে এ সমস্ত সাংবাদিক আমাদের মুক্ত এলাকা পরিদর্শন করেছেন তাঁরা বয়ে নিয়ে যাচ্ছেন ইয়াহিয়া সরকারের ধ্বংস ও তাণ্ডবলীলার চাক্ষুষ প্রমাণ।

    ইতিমধ্যে সোভিয়েত রাশিয়া এবং ভারতবর্ষ এই নির্বিচারে গণহত্যার বিরুদ্ধে তাঁদের হুঁশিয়ারী উচ্চারণ করেছে এবং সোভিয়েত রাশিয়া অবিলম্বে এই হত্যাযজ্ঞ ও নিপীড়ন বন্ধ করবার আহ্বান জানিয়েছে। গ্রেট ব্রিটেনও বাংলাদেশের এই অবস্থা সম্পর্কে সজাগ হয়ে উঠেছে। যে সমস্ত পাকিস্থানী বিমান মৃত্যুর সরঞ্জাম নিয়ে ঢাকা আসার পথে জালানী সংগ্রহ করছিল তাদের জ্বালানী সরবরাহ করতে অস্বীকৃতি জানিয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র সিংহল ও ব্রহ্মদেশ।

    যদিও কোন কোন দেশ বাংলাদেশের ঘটনাবলীকে পাকিস্থানের আভ্যন্তরীণ ব্যাপার বলে অভিহিত করছেন, তবু একথা এখন দিবালোকের মত সত্য হয়ে গেছে যে সাড়ে সাত কোটি মানুষকে পিষে মারার চেষ্টা, তাদের ব্যর্থ করে দেবার ষড়যন্ত্র একটি আন্তর্জাতিক ব্যাপারে পরিগণিত হয়েছে এবং এই সমস্যা আজ পৃথিবীর সমস্ত মানুষের বিবেককে নাড়া দিচ্ছে। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আমরা বিদেশে অবস্থানরত বাঙ্গালি ভাইদের বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টি ও পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করতে অনুরোধ জানিয়েছি। পৃথিবীর বিভিন্ন রাজধানীতে আমরা আমাদের প্রতিনিধি পাঠাচ্ছি এবং বিদেশে সমস্ত রাষ্ট্রের কাছে কূটনৈতিক স্বীকৃতি ও আমাদের স্বাধীনতা ও আত্মরক্ষার সংগ্রামে সাহায্য ও সহানুভূতি চেয়ে পাঠাচ্ছি।

    আমাদের যে সমস্ত ভাইবোন শত্রুকবলিত শহরগুলোতে মৃত্যু ও অসম্মানের নাগপাশে আবদ্ধ, আদিম নৃশংসতার বিরুদ্ধে সংগ্রাম করে সাহস ও বিশ্বাসের সাথে মুক্তির পথ চেয়ে আছেন তাঁদেরকে আমরা এক মুহূর্তের জন্যও ভুলতে পারি না। যাঁরা আমাদের সংগ্রামে শরিক হতে চান তাঁদের জন্যে রইল আমাদের আমন্ত্রণ। যাঁদের পক্ষে নেহাৎই মুক্ত এলাকায় আসা সম্ভব নয় তাঁদেরকে আমরা আশ্বাস এবং প্রেরণা দিচ্ছি বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের পক্ষ থেকে, শহীদ ভাইবোনদের বিদেহী আত্মার পক্ষ থেকে। শহীদের রক্ত বৃথা যেতে পারে না। ইনশাল্লাহ, জয় আমাদের সুনিশ্চিত।

    আমাদের যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না বলে আমাদের স্থিরবিশ্বাস; কারণ প্রতিদিনই আমাদের শক্তিবৃদ্ধি হচ্ছে এবং আমাদের এ সংগ্রাম পৃথিবীর স্বীকৃতি পাচ্ছে। কিন্তু আমাদের মুক্তিবাহিনীর হাতে শেষ পরাজয় মেনে নেয়ার আগে শত্রুরা আরও অনেক রক্তক্ষয় আর ধ্বংসলীলা সৃষ্টি করবে। তাই পুরাতন পূর্ব পাকিস্তানের ধ্বংসাবশেষের ওপর নতুন বাংলাদেশ গড়ে তুলবার দায়িত্ব পালনে এক মুহূর্তের জন্যেও ভুলে গেলে চলবে না যে এ যুদ্ধ গণযুদ্ধ এবং এর সত্যিকার অর্থে এ কথাই বলতে হয় যে এ যুদ্ধ বাংলাদেশের দুঃখী মানুষের যুদ্ধ। খেটে খাওয়া সাধারণ কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত, ছাত্র-জনতা তাঁদের সাহস, তাঁদের দেশপ্রেম, তাঁদের ত্যাগ ও তিতিক্ষায় জন্ম নিল এই নতুন স্বাধীন বাংলাদেশ। সাড়ে সাত কোটি মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ফলপ্রসূ হয়ে উঠুক আমাদের স্বাধীনতার সম্পদ। বাংলাদেশের নিরণ্ণ দুঃখী মানুষের জন্যে রচিত হোক এক নতুন পৃথিবী, যেখানে মানুষ মানুষকে শোষণ করবে না। আমাদের প্রতিজ্ঞা হোক ক্ষুধা, রোগ, বেকারত্ব আর অজ্ঞানতা অভিশাপ থেকে মুক্তি। এই পবিত্র দায়িত্বে নিয়োজিত হোক সাড়ে সাত কোটি বীর বাঙ্গালি ভাইবোনের সম্মিলিত মনোবল ও অসীম শক্তি। যাঁরা আজ রক্ত দিয়ে উর্বর করছে বাংলাদেশের মাটি, যেখানে উৎকর্ষিত হচ্ছে স্বাধীন বাংলাদেশের নতুন মানুষ, তাঁদের রক্ত আর ঘামে ভেজা মাটি থেকে গড়ে উঠুক নতুন গণতান্ত্রিক সমাজব্যবস্থা; গণমানুষের কল্যাণে সাম্য আর সুবিচারের ভিত্তিপ্রস্তরে লেখা হোক “জয় বাংলা”, “জয় স্বাধীন বাংলাদেশ”।

  17. মাসুদ করিম - ২৫ জুলাই ২০১৩ (১২:০৯ অপরাহ্ণ)

    স্নোডেনকাণ্ডে অগ্রগতি হয়েছে। বিমানবন্দরের ট্রানজিট এলাকা পার হতে প্রয়োজনীয় কাগজপত্র পেতে যাচ্ছেন তিনি রুশ সরকার থেকে।

    Snowden’s Lawyer: ‘Russia Will Not Hand Him Over’

    For weeks, Edward Snowden has been stuck at Moscow’s Sheremetyevo International Airport. Now, the waiting appears to be almost over. Russia’s immigration service has ended its first review of his asylum application and provided Snowden with documents that will give him permission to move freely within Russia for now. A final decision on whether Russia will provide the whistleblower with a safe harbor is expected to be made within the coming months, the amount of time generally required to consider asylum applications.

    In an interview with SPIEGEL ONLINE, Snowden’s lawyer, Anatoly Kucherena, discusses the 30-year-old’s worries and how Snowden spent his time in recent weeks. “He surfed the Web a lot and chatted with his friends,” the Russian said. The lawyer also clarified that the United States has so far made no extradition request for his client, which has come as a surprise, but said that the US Embassy has expressed a desire to meet with him.

    SPIEGEL ONLINE: What are Snowden’s plans? Where will he stay in Russia?

    Kucherena: He can decide that himself. Perhaps he will take an apartment or a room in a hotel. He could also move to Novosibirsk or another Russian city. We are receiving many offers from people who are offering him a place to stay. Many of the offers are from young women.

    SPIEGEL ONLINE: And which ones will he take seriously?

    Kucherena: He’s flattered by the attention of the Russian people. At the same time, the interest is so great that I missed 464 phone calls after my first meeting with him, most of them from journalists. We must also think about his safety.

    SPIEGEL ONLINE: Few others have had the chance in recent days to speak as much with Edward Snowden as you have. How is he doing?

    Kucherena: At times Edward told jokes, but overall he seemed a bit down. He was stuck there the entire time in this capsule hotel. The conditions are OK, he says. But it was for all practical purposes a house arrest. He was trapped and didn’t know exactly what he should do. When we met with him for the first time, we wanted to take a picture together with him. He refused because he was very concerned about his own safety.

    SPIEGEL ONLINE: What is he afraid of?

    Kucherena: Not a single day passes without Washington threatening yet another country with sanctions if it provides Snowden with assistance. And hardly a day passes without some kind of statement from the State Department. Of course that troubles him. In the event of an extradition to the US, he fears torture or the death penalty. That’s why he is seeking asylum in Russia.

    SPIEGEL ONLINE: So he hasn’t left the airport’s transit zone at all over the weeks?

    Kucherena: I am convinced of this. If he had been able to leave the terminal, at the very least he could have gotten another shirt. I have seen him in the same clothing over and over again. He doesn’t have much he can change into.

    SPIEGEL ONLINE: Did the intelligence service shield him? Who is with him?

    Kucherena: Why should he be shielded? The transit zone is a restricted area. It’s not easy for anyone to just get in there. It is a secure area. The only person with him is Sarah Harrison of Wikileaks.

    SPIEGEL ONLINE: How did Snowden spend his time?

    Kucherena: He surfed the Web a lot and chatted with his friends. He plans to learn Russian. I gave him a spelling book so that he can learn his ABCs in Russian.

    SPIEGEL ONLINE: How did you communicate with him?

    Kucherena: Only by telephone or in person. He called and said he wanted a meeting. Then I drove to meet him. We don’t discuss anything by telephone and we speak to each other with the help of an interpreter.

    SPIEGEL ONLINE: What kind of specific help did Snowden need from you?

    Kucherena: During our second meeting, I asked him why he was staying at the airport for so long. “I don’t know what I should do,” he answered. I help him to understand the legal situation in Russia.

    SPIEGEL ONLINE: Are you assisting him with his asylum application?

    Kucherena: He claimed he had requested asylum in 21 countries. I then explained to him that wasn’t legally possible. He can only file an asylum application in the place where he is currently located. Anything else is virtual.

    SPIEGEL ONLINE: How did Snowden submit his asylum application in Russia?

    Kucherena: The application has to be personally delivered. So far Edward has not been able to leave the transit zone. So he handwrote a declaration of intent. We handed it over to Russia’s immigration authority. I made a telephone call to the immigration authority and then a representative of the authority came to the airport. An asylum application may not be sent by mail. An official has to receive it. He looked to make sure that Edward signed every page of the application personally.

    SPIEGEL ONLINE: Have the Americans made contact with him?

    Kucherena: The embassy called me; they want to have a meeting. But what surprises me is that the US still hasn’t made an appeal for extradition. I repeat: America has not filed a request for extradition. And America also hasn’t said that Snowden’s claims are false. Snowden has opened the world’s eyes.

    SPIEGEL ONLINE: What is Snowden’s motivation?

    Kucherena: We all know what normally drives humans — greed, money, women. But with him, I haven’t been able to detect any of this. I’ve looked him in the eyes. He has ideals. He knows that no one is going to give him a mansion on a South Sea island for his revelations. His goal is to open the eyes of the Americans, the Europeans and the world. They should know that their correspondence is being monitored.

    SPIEGEL ONLINE: Is Snowden a propaganda gift for Moscow, or more of a burden because his case could worsen already strained relations with the US?

    Kucherena: I don’t deal with politics on a grand scale. But Russia can’t do anything but help him. Snowden is acting out of conviction. What kind of lawyer wouldn’t want to take his case? It’s important to me to defend him.

    SPIEGEL ONLINE: How did it come to pass that officials close to the Kremlin were present at the meeting with Snowden?

    Kucherena: He invited people who are well-known in Russia and are often on the public stage. Very different types of people were there, including those from Amnesty International.

    SPIEGEL ONLINE: Hasn’t Snowden long since been taken under the wing of Russian intelligence? Someone must have helped him find you and make other contacts.

    Kucherena: If he had wanted to speak with the agents, he would have contacted them directly. I assume that Wikileaks helped him with the invitation list for the meeting.

    SPIEGEL ONLINE: Russia has an enormous intelligence apparatus. Tapped phone calls of opposition members sometimes turn up in media sources that sympathize with the Kremlin. Isn’t the demonstrative show of support for Snowden a bit hypocritical?

    Kucherena: I am for honesty. The Americans preach from the pulpit that they protect their constitution, that people come first, and that their rights and freedoms are inviolable. Of course, the laws allow special operations and limitations for things like the fight against terrorists, but not on such a scale as this!

    SPIEGEL ONLINE: What does Snowden know about Russia?

    Kucherena: He has only general ideas about our country. But he is interested in our culture. He has asked about the Bolshoi Theater. When everything is decided and he can finally leave the airport, he will certainly need time to get his bearings in Russia.

    SPIEGEL ONLINE: Can you rule out the possibility that Russian President Vladimir Putin isn’t making a deal with US President Barack Obama after all?

    Kucherena: Russia will not hand him over.

  18. অবিশ্রুত - ২৮ জুলাই ২০১৩ (২:৪৭ অপরাহ্ণ)

    বুশের শাসনামলে মার্কিন যুক্তরাষ্ট্রের অপহরণ ও নির্যাতনের ব্যাপারে প্রথমবারের মতো মুখ খুলেছেন একজন সাবেক সিআইএ কর্মকর্তা। জানিয়েছেন, মিলানের পথ থেকে আবু ওমরকে তুলে আনা হয়েছিল ইতালিয় ও ওয়াশিংটনের কর্মকর্তাদের সমঝোতার ভিত্তিতে। আর বুশ সরকারের প্রধান সারির ব্যক্তিরাও জড়িত সেই চক্রান্তের সঙ্গে।
    বিস্তারিত পড়ার জন্যে যেতে হবে কমন ড্রিমসএর ওয়েবসাইটে

  19. মাসুদ করিম - ৩০ জুলাই ২০১৩ (৯:৪৯ পূর্বাহ্ণ)

    জীবনাবসান হল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা বেলাল মোহাম্মদের, আজ ভোর পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ৭৭ বছর বয়সে প্রয়াত হলেন আমাদের মুক্তিযুদ্ধের প্রচারপ্রক্রিয়ার এই গুরুত্বপূর্ণ সংগঠক।

    চলে গেলেন যুদ্ধসংগঠক বেলাল মোহাম্মদ

    রাজধানীর অ্যাপোলো হাসপাতালের ডিউটি ম্যানেজার জানান, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৫টার দিকে মারা যান বেলাল। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

    অসুস্থ বোধ করায় সোমবার বিকালে বেলাল মোহাম্মদকে হাসপাতালে নেয়া হয়েছিল বলে পরিবারেরসদস্যরা জানান। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

    তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ২০১০ সালে তাকে স্বাধীনতা পুরস্কার দেয়া হয়। দীর্ঘদিন বাংলাদেশ বেতারে কাজ করার পর তিনি অবসর জীবনযাপন করছিলেন।

    বেলাল মোহাম্মদের জন্ম ১৯৩৬ সালের ২০ ফেব্রুয়ারি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর গ্রামে। তিনি ছাত্রজীবনেই রাজনীতিতে জড়িয়ে পড়েন। ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম কমিটির প্রথম সদস্য ছিলেন তিনি।

    ১৯৬৪ সালে দৈনিক আজাদীর উপসম্পাদক হিসেবে যোগ দেন বেলাল। ওই বছরই রেডিও পাকিস্তানের চট্টগ্রাম কেন্দ্রে স্ক্রিপ্টরাইটার হিসেবে কাজ শুরু করেন।

    ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বেলাল মোহাম্মদ চট্টগ্রাম বেতার কেন্দ্রে কর্মরত ছিলেন। ২৬ মার্চ বেলাল মোহাম্মদ ও তার সঙ্গীরা মিলে কালুরঘাটের বেতার স্টেশনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠা করেন, যেখান থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা প্রচার করা হয়।

  20. মাসুদ করিম - ৩১ জুলাই ২০১৩ (৯:৫৪ পূর্বাহ্ণ)

    রাষ্ট্রের পক্ষে গুরুত্বপূর্ণ আমেরিকার সামরিক তথ্যাদি ‘ইউকিলিকস’এর হাতে শত্রুকে সহযোগিতা করার উদ্দেশ্যে তুলে দেননি ব্রাডলি ম্যানিং — রায়ে এই অভিযোগ থেকে মুক্ত হয়েছেন তিনি কিন্তু তথ্যফাঁসসহ আরো বেশ কয়েকটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন, তার রায়ের শুনানি আজ আবার শুরু হবে।

    Bradley Manning Acquitted of Aiding the Enemy, Convicted on Other Charges

    A US military judge on Tuesday found former Army intelligence officer Private Bradley Manning not guilty of aiding the enemy, but guilty of lesser charges for leaking 700,000 classified US military documents to WikiLeaks.

    Manning, 25, was accused of leaking the largest amount of classified information in US history, including thousands of war logs about US operations in Iraq and Afghanistan and a video of a 2007 US helicopter attack in Baghdad that killed a dozen civilians, including a Reuters news photographer and his driver.

    Manning could have received a sentence of life in prison if convicted on the charge of aiding the enemy.

    Military judge Army Col. Denise Lind found Manning guilty on five espionage counts, theft and computer fraud, his sentencing hearing is set to begin on Wednesday.

    Manning had already pleaded guilty to nearly a dozen lesser charges that carry a sentence of up to 20 years in prison.

    He said he sent the classified material to expose war crimes and start a debate on US military and foreign policy, but that he never intended for it to be seen by the enemy. Manning said he only released information that wouldn’t harm troops or national security.

    The US government labeled Manning a traitor, while supporters hailed him as a whistleblower.

  21. মাসুদ করিম - ৩১ জুলাই ২০১৩ (১২:৫৭ অপরাহ্ণ)

    দাউদ ইব্রাহিমকে নিয়ে একটা লেখা পড়ছিলাম, ভারত কখনো অপারেশন চালিয়ে দাউদ ইব্রাহিমকে পাকিস্তানের ‘জামাই আদর’ থেকে বগলদাবা করে নিয়ে আসতে পারবে কিনা সেনিয়ে। পড়তে গিয়ে আমার মাথায় চিন্তা এল, বাংলাদেশে বিএনপি ক্ষমতায় এলে দাউদ ইব্রাহিমকে পাকিস্তানের ‘জামাই আদর’ থেকে বগলদাবা করে নিয়ে এসে বাংলাদেশেও ‘জামাই আদর +’ এর ব্যবস্থা করা হবে কিনা।

    Will India ever mount an operation to capture Dawood Ibrahim?

    Imagine that a country which has lost over 50,000 of its citizens to al Qaeda supported militants, and has suffered a $70 billion economic loss, is still unable to pass a legislation banning al Qaeda. This goes to show what Pakistan’s priorities are.

    The conversation that I had with my father when I first visited Tiger Memon’s house reverberated in my mind when I saw the mind blowing Indian movie D-Day. Irfan Khan sees the Don Dawood Ibrahim for the first time at the mosque, and is told by his Pakistani friend: “He has many names. Some call him Saleem Pathan and others know him as Iqbal Seth.”

    The Pakistan government’s only strategy is denial. Will India eventually mount an operation to get Dawood Ibrahim, as shown in D Day, akin to the one America mounted against Osama bin Laden? Or will India keep on waiting endlessly for Pakistan to punish those terrorists who are causing mayhem in India and inciting violence from across the border?

    Only time will tell.

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.