সুপারিশকৃত লিন্ক: জুন ২০১৩

মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিন্ক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।

আজকের লিন্ক

এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।

৩৮ comments

  1. মাসুদ করিম - ৩ জুন ২০১৩ (৯:৫৪ পূর্বাহ্ণ)

    সারা উপমহাদেশ এই খবরটির জন্য বসে থাকে জুনের প্রথম দিনটি থেকে। আর এবার জুনের প্রথম দিনেই কেরালায় অঝোর বৃষ্টি জানিয়ে দিল দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু ঢুকে পড়েছে উপমহাদেশে এবার খবরের অপেক্ষা না করে বৃষ্টির অপেক্ষায় সবাই অধীর। সাধারণত কেরালায় প্রবেশের ১০/১২ দিনের মধ্যে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু ঢোকে বাংলাদেশে, আমরাও অপেক্ষায়, শুধু বঙ্গোপসাগর বিগড়ে না গেলেই হয়! (এবার উত্তরপূর্ব মোসুমি বায়ু যা আন্দামান দিয়ে ঢোকে তাও সময় মতো ২০শে মে’র মধ্যেই ঢুকেছিল।)

    Monsoon onset


    Monsoon rains hit Kerala coast

    The crucial monsoon arrived on cue in Kerala on the southern coast on Saturday, a top weather official said, boosting farming prospects and raising hopes a drought in cotton and sugar growing areas will ease.

    “The monsoon has arrived in Kerala and large parts of adjoining Tamil Nadu,” L. S. Rathore, director general of the state-run India Meteorological Department, told Reuters, referring to the two southern states.

    The South-west monsoon set in over Kerala and Lakshadweep on Saturday, according to IMD. The IMD bulletin declaring the onset of monsoon, also stated that conditions are favourable for its further advance in the next two days, bringing fairly good rains in the region.

    The south-west monsoon further advanced into entire south Arabian sea, some parts of central Arabian sea, entire Kerala, some parts of coastal and south interior Karnataka and most parts of Tamil Nadu, the bulletin said.

    Monsoon rains are expected to enter Andhra Pradesh in the next two days. “The monsoon flow is congenial for further progress,” Rathore said.

    IMD sources said the monsoon onset this year matched the forecast of its arrival in Kerala and Lakshadweep by June 1 and the favourbale conditions have been building up in the last few days.

    The rainfall monitoring stations across Kerala has reported fairly widespread rainfall for the last 48 hours. According to IMD, westerly/south-westerly winds 40 to 50 kmph were observed in the South Arabian sea.

    The rains, which run from June to September, are vital for the 55 percent of farmland without irrigation in India, one of the world’s largest producers and consumers of food. Seven southern and western states hit by drought last year need plentiful and timely rains to help a recovery.

    The weather office last month predicted the monsoon would arrive over Kerala on June 3, give or take four days, a timeframe treated as normal and allowing farmers to plant crops such as rice, soybean and cotton on time.

    Last year, the monsoon hit Kerala four days after the June 1 date forecast. But overall rains in the season were just 8 percent below normal, ensuring a bumper harvest of rice, enough cotton to support exports, and sugar output exceeding demand.

    Adequate rains in the season could help the rural economy and keep inflation subdued, as India’s coalition government prepares for a round of state polls this year and a national election by May 2014.

    The season starts over the Kerala coast and unfurls over the rest of India and neighbouring Bangladesh, Bhutan and Nepal by mid-July. The weather department has so far held back from predicting how the monsoon will behave over the drought-hit states this year, echoing the cautious stance of Food Minister K.V. Thomas in April.

    It will update its outlook for the monsoon season over the whole of India, along with a regional forecast, later in June, when the rains should have spread over half of India.

    • নবরস মুন্সি - ৩ জুন ২০১৩ (১১:৪৩ পূর্বাহ্ণ)

      না, আমাদেরকে তো অপেক্ষা করতে হলই না, বরং আজকের কিছুক্ষণ আগের হয়ে যাওয়া ঘণ্টা খানেকের বৃষ্টিকে তো বর্ষার বৃষ্টিই মনে হল। আগাম বর্ষা এলো এবার, আষাঢ়ষ্য প্রথম দিবসের আগেই বর্ষাস্নাত হলাম চট্টগ্রামে।

    • নবরস মুন্সি - ১৭ জুন ২০১৩ (১:২৯ অপরাহ্ণ)

      সাধারণত কেরালায় প্রবেশের ১০/১২ দিনের মধ্যে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু ঢোকে বাংলাদেশে, আমরাও অপেক্ষায়, শুধু বঙ্গোপসাগর বিগড়ে না গেলেই হয়!

      দেখে শুনে তো মনে হচ্ছে আপনার আশঙ্কাই সত্য হল — একটার পর একটা বঙ্গোপসাগরীয় লঘুচাপ তো এবার বর্ষার বারোটা বাজিয়ে ছাড়ল। সেই ৩জুনের আগাম বর্ষার হালকা বৃষ্টির পর থেকে গরমের হলকায় জীবন ওষ্ঠাগত! বঙ্গোপসাগরের কি একটু দয়া হবে, তিনি কি তার লঘুচাপ গুটিয়ে আমাদের একটু বর্ষাসিক্ত হতে দেবেন?

  2. মাসুদ করিম - ৩ জুন ২০১৩ (১০:৫৪ পূর্বাহ্ণ)

    তুরস্কের ইস্তান্বুলে গেজি পার্কে শপিং মল প্রজেক্টের বিরু্দ্ধে যে গণবিক্ষোভ হল এবং যা এখন সারা তুরস্কে এরদোগান বিরোধী গণবিক্ষোভে পরিণত হয়েছে তাকে ঠিক ‘তুর্কি বসন্ত’ বলা যাবে না। এটাকে তার চেয়ে এভাবে দেখা ভাল, প্রায় একদশকের সর্বশক্তিমাণ এরদোগান প্রশাসনকে এই গণবিক্ষোভ দেখিয়ে দিল এই প্রশাসন আর সর্বশক্তিমাণ নয়।

    02-Getty-Images-Editorial-All-2.169783535-HighRes

    Erdoğan no longer almighty

    MURAT YETKİN

    To cut the story short, the Taksim wave of protests has turned into the first public defeat of the almighty image of Prime Minister Tayyip Erdoğan, and by Turkish people themselves.

    It was around lunch time June 1 when Erdoğan reiterated his hard-line position regarding the demonstrators protesting his decision to turn the only remaining green spot in Istanbul’s iconic Taksim Square into a reconstructed historical building with a shopping mall.

    He asked the demonstrators to abandon their efforts to try to get into Taksim Square, which was encircled by police squads, with the faint promise of an investigation into the excessive use of tear gas, stressing that there was no way the demonstrators could succeed. The crowds have grown to literally hundreds of thousands from a lonely 50 four days ago, thanks to the brutal methods that the Turkish police used in order to disperse them, particularly the serial use of tear gas and water cannons. The protests have not only spread to the European and Asian sides of Istanbul (Taksim being on the European side), but also to different cities across Turkey: the capital Ankara, İzmir, Eskişehir, and a dozen others.

    Then, two unusually smart political moves took place. The first was the cancellation of a major demonstration by the main opposition Republican People’s Party (CHP), which had been planned for June 1 in their Istanbul stronghold Kadıköy on the Asian side against the government policies. The CHP leader, Kemel Kılıçdaroğlu, asked all his supporters to cross the Bosphorus and rally to Taksim in support of protesters there. Many thought that this move might be counterproductive, as Erdoğan had preemptively accused Kılıçdaroğlu of trying to use the protests politically. So, tens and thousands of CHP members started to pour towards Taksim, despite the police barricades reinforced by gas and water squads.

    The second move came from President Abdullah Gül, who on his return from Turkmenistan made at least three phone calls, to the Istanbul governor, the interior minister, and Erdoğan himself, asking them to try not to further antagonize the demonstrators. Right after those calls, at around 4 p.m, the police started to withdraw from Taksim. Around five hours after Erdoğan’s address, hundreds and thousands of protesters started to march to Taksim Square in a mood of victory, chanting slogans calling on him to resign.

    In return, Kılıçdaroğlu did not show up in Taksim, and no CHP flags and banners were there either. A CHP spokesman said he did not want to come in order to avoid being accused of political opportunism – that was a smart move indeed.

    To call this a “Turkish Spring” would be over-dramatizing it. It could be, if there were opposition forces in Turkey that could move in to stop the one man show of a mighty power holder. But it can easily be said that the Taksim brinkmanship marked a turning point in the almighty image of Erdoğan.

    • মাসুদ করিম - ৬ জুন ২০১৩ (১১:০৩ পূর্বাহ্ণ)

    • মাসুদ করিম - ৬ জুন ২০১৩ (২:৩৩ অপরাহ্ণ)

      ওরহান পামুক তাকসিম স্কয়ারের গণবিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছেন তার একটি পারিবারিক স্মৃতি সবাইকে মনে করিয়ে দিয়ে, সেবার ১৯৫৭ সালে পামুকদের অ্যাপার্টমেন্ট ব্লকের বাইরে এক পঞ্চান্ন বছর বয়েসি চেস্টনাট গাছ যেতে বসেছিল মিউনিসিপ্যালিটির রাস্তা সম্প্রসারনের সিদ্ধান্ত নেয়ার ফলে — কিন্তু যখন গাছ কাটার সময় এল, একদিন একরাত গাছকে ঘিরে পামুকদের অবস্থান সেই গাছটিকে বাঁচাতে পেরেছিল।

      আজ তাকসিম স্কয়ারের গেজি পার্কে শপিং মল করার সিদ্ধান্তের বিরুদ্ধে গণমানুষের বিক্ষোভ পার্কটিকে, এবং ইস্তান্বুলের একমাত্র টিকে থাকা খোলা নিঃশ্বাস ফেলার জায়গাটিকে, সমবেত হওয়ার প্রধান চত্বরটিকে বাঁচাতে পারবে বলেই পামুক দৃঢ়ভাবে বিশ্বাস করেন এবং এরদোগান প্রশাসনের হঠকারিতার যোগ্য জবাব গণমানুষ দিতে পারবেন এই ভরসা রাখেন।

      Gezi Park Protest

      Memories of a Public Square

      In order to make sense of the protests Taksim Square, in Istanbul, this week, and to understand those brave people who are out on the street, fighting against the police and choking on tear gas, I’d like to share a personal story. In my memoir, “Istanbul,” I wrote about how my whole family used to live in the flats that made up the Pamuk apartment block, in Nişantaşı. In front of this building stood a fifty-year-old chestnut tree, which is thankfully still there. In 1957, the municipality decided to cut the tree down in order to widen the street. The presumptuous bureaucrats and authoritarian governors ignored the neighborhood’s opposition. When the time came for the tree to be cut down, our family spent the whole day and night out on the street, taking turns guarding it. In this way, we not only protected our tree but also created a shared memory, which the whole family still looks back on with pleasure, and which binds us all together.

      Today, Taksim Square is Istanbul’s chestnut tree. I’ve been living in Istanbul for sixty years, and I cannot imagine that there is a single inhabitant of this city who does not have at least one memory connected to Taksim Square. In the nineteen-thirties, the old artillery barracks, which the government now wants to convert into a shopping mall, contained a small football stadium that hosted official matches. The famous club Taksim Gazino, which was the center of Istanbul night life in the nineteen-forties and fifties, stood on a corner of Gezi Park. Later, buildings were demolished, trees were cut down, new trees were planted, and a row of shops and Istanbul’s most famous art gallery were set up along one side of the park. In the nineteen-sixties, I used to dream of becoming a painter and displaying my work at this gallery. In the seventies, the square was home to enthusiastic celebrations of Labor Day, led by leftist trade unions and N.G.O.s; for a time, I took part in these gatherings. (In 1977, forty-two people were killed in an outburst of provoked violence and the chaos that followed.) In my youth, I watched with curiosity and pleasure as all manner of political parties—right wing and left wing, nationalists, conservatives, socialists, and social democrats—held rallies in Taksim.

      This year, the government banned Labor Day celebrations in the square. As for the barracks, everyone in Istanbul knew that they were going to end up as a shopping mall in the only green space left in the city center. Making such significant changes to a square and a park that cradle the memories of millions without consulting the people of Istanbul first was a grave mistake by the Erdoğan Administration. This insensitive attitude clearly reflects the government’s drift toward authoritarianism. (Turkey’s human-rights record is now worse than it has been in a decade.) But it fills me with hope and confidence to see that the people of Istanbul will not relinquish their right to hold political demonstrations in Taksim Square—or relinquish their memories—without a fight.

      Translated by Ekin Oklap.

      • মাসুদ করিম - ১১ জুন ২০১৩ (২:২৯ অপরাহ্ণ)

        নোবেল লরিয়েটদের সমস্যা আছে। এই সমর্থনের ২/১ দিন পরেই এই গণবিক্ষোভ নিয়ে ওরহান পামুক উদ্বেগ প্রকাশ করেছিলেন।

        আর আজ তো অত্যন্ত শক্তিশালী টিয়ার গ্যাস দিয়ে তুর্কি রায়ট পুলিশ তাকসিম স্কয়ার খালি করে দিচ্ছে।

        • মাসুদ করিম - ১৭ জুন ২০১৩ (১০:২৬ পূর্বাহ্ণ)

          ‘সন্ত্রাসবাদী’ কিন্তু কোন ধরনের সন্ত্রাসবাদী? নিশ্চয়ই এরদোগান ‘নাস্তিক সন্ত্রাসবাদী’ই বলতে চেয়েছেন বিক্ষোভকারীদের। ঠিক এখানেই ইসলামবাদীদের দেউলিয়াত্ব।

        • মাসুদ করিম - ১৮ জুন ২০১৩ (৬:২৫ অপরাহ্ণ)

          নীরবে নিঃশব্দে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে প্রতিবাদ, তুরস্কের অকুপাই গেজিপার্ক বা তাকসিম স্কয়ার প্রোটেস্ট এমনিই এক নতুন প্রতিবাদের প্রকরণ দেখালো আমাদের। এটি শুরু করেছেন এরদেম গুন্দুজ (Erdem Gunduz) তারপর এটি এখন শত শত তুর্কি বিক্ষোভকারীর প্রতিবাদের প্রিয় প্রকরণ।

          TURKEY-POLITICS-UNREST-2-

          Turkish man inspires hundreds with silent vigil in Taksim Square

          A Turkish man has staged an eight-hour silent vigil in Istanbul’s Taksim Square, the scene of violent clashes between police and anti-government protesters in recent weeks, inspiring hundreds of others to follow his lead.

          Erdem Gunduz said he wanted to take a stand against police stopping demonstrations near the square, the Dogan news agency reported.

          He stood silently, facing the Ataturk Cultural Centre which was draped in Turkish flags and a portrait of Turkey’s founder Mustafa Kemal Ataturk, from 6pm on Monday.

          By 2am on Tuesday, when the police moved in, about 300 people had joined him. Ten people, who refused to be moved on by police, were detained.

          Gunduz, swiftly dubbed “standing man” on social media in Turkey, inspired similar protests elsewhere in Istanbul, as well as in the capital, Ankara, and the city of Izmir on the Aegean coast.

          The silent protests were in stark contrast to demonstrations at the weekend, which saw some of the fiercest clashes so far when police fired teargas and water cannons to clear thousands from Taksim Square.

          What began in May as a protest by environmentalists upset over plans to build on a park adjoining Taksim Square has grown into a movement against the prime minister, Recep Tayyip Erdoğan, presenting the greatest public challenge to his 10-year leadership.

  3. মাসুদ করিম - ৪ জুন ২০১৩ (২:৫৩ অপরাহ্ণ)

    ভারতীয় চলচ্চিত্রের শতবর্ষে অনন্য ভারতীয় চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষ মাত্র ৪৯ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিলেন গত সপ্তাহে। পশ্চিমবঙ্গের পত্রিকা ‘সংবাদ প্রতিদিন’এর ‘রোববার’এ ঋতুপর্ণ ঘোষ নিয়মিত লিখতেন ‘ফার্স্ট পার্সন’। অনেক বাঙালি সেই ছোট্ট ‘ফার্স্ট পার্সন’ পড়তে সারা সপ্তাহ অপেক্ষা করতেন। অনেক পাঠকের কাছে মনে হয়েছে, ঋতুপর্ণ ঘোষের জীবনাবসানে তাদের জীবন ‘ফার্স্ট পার্সন’হীন হয়ে পড়ার দুঃখ তাদের কোনোদিনই যাবে না।

    সত্যজিৎ রায়ের খেরো খাতা নিয়ে আমার অনেক আক্ষেপ, আজো বই হয়ে বেরুল না এই শিল্প আকর। ঋতুপর্ণ ঘোষ নিশ্চয়ই সেই খেরো খাতাগুলো খেরো খাতা হিসেবেই দেখতে পেয়েছেন। ‘ফার্স্ট পার্সন’এ খেরো খাতা নিয়ে বলতে গিয়ে অবধারিত ভাবেই বলেছেন সত্যজিৎ রায়ের খেরো খাতা নিয়ে।

    • মাসুদ করিম - ১০ জুন ২০১৩ (৭:০৯ অপরাহ্ণ)

      এটা খুবই প্রত্যাশিত ছিল যে ০৯ জুন ২০১৩এর ‘রোববার’ জুড়েই থাকবে ‘ফার্স্ট পার্সন’ তথা ঋতুপর্ণ ঘোষ। কিন্তু যেটা অপ্রত্যাশিত সেটা হল : ‘রোববার’ জনপ্রিয় সব ‘ফার্স্ট পার্সন’এর ধুলো ঘেঁটে উদ্ধার করার চেষ্টা করেছে ঋতুপর্ণ ঘোষের অপরাজিত দিনলিপি — নিরন্তর ঘটনাপ্রবাহে তার আগুনে পুড়ে সোনা হওয়ার আখ্যান। পাঠককে একটু কষ্ট করতে হবে, এই সাইটে রোববার ০৯ জুন ২০১৩ ঢুকে ৪-১৭ পৃষ্টা পর্যন্ত পড়ে ফেলতে হবে।

  4. মাসুদ করিম - ৫ জুন ২০১৩ (২:২২ অপরাহ্ণ)

    অবলীলায় এমন একটি চমৎকার কাজ করেন নারীরা, অসাধারণ, তারা নতুন মুখ দেখলে পুরুষের চেয়ে সেমুখের আদ্যোপান্ত বেশি দেখেন — দেখাই স্মৃতি, তাই তারা মুখটি মনেও রাখতে পারেন বেশি।

    Women can remember faces better than men, in part because they spend more time studying facial features without even knowing it, a new study has found.

    The findings by researchers from McMaster University in Canada may answer long standing questions about why some people can remember faces easily while others quickly forget someone they have just met.

    “The way we move our eyes across a new individual’s face affects our ability to recognise that individual later,” said Jennifer Heisz, a research fellow at the Rotman Institute at Baycrest and newly appointed assistant professor in the Department of Kinesiology at McMaster University.

    Our findings provide new insights into the potential mechanisms of episodic memory and the differences between the sexes. We discovered that women look more at new faces than men do, which allows them to create a richer and more superior memory,” Heisz said. She co-authored the paper with David Shore, psychology professor at McMaster and psychology graduate student Molly Pottruff.

    বিস্তারিত পড়ুন : Women can remember faces better than men

  5. মাসুদ করিম - ৫ জুন ২০১৩ (৬:০৭ অপরাহ্ণ)

    ইউটিউবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সরকার। ফলে আট মাস পর এখন দেশ থেকে ঢোকা যাচ্ছে ভিডিও শেয়ারিং এর জনপ্রিয় এই ওয়েবসাইটে।

    বিস্তারিত : ‘মুক্তি’ পেলো ইউটিউব

  6. মাসুদ করিম - ৬ জুন ২০১৩ (১২:২৬ পূর্বাহ্ণ)

    কী চমৎকার, আহা, এখানে, আমাদের দেশে, এই বাংলাদেশে যদি এমন কিছু হত — হবে কখনো, কোনোদিন?

    Reminder: Launch for In Translation Tomorrow

    Please come and help Esther Allen and me toast the arrival of our beloved new child: the anthology In Translation: Translators on Their Work and What It Means, containing many of our all-time favorite essays about translation by some of the best translators in the world. It was just published last week by Columbia University Press. We’re excited to be launching it as part of a joint event at the Goethe Institut: We’ll present the anthology and tell you about some of our favorite bits and some of the things we learned about translation while editing it; and then we’ll all clap for the 2013 winner of the Gutekunst Prize for young translators – a prize connected to a contest in which all the competitors translate the very same short prose work, a great way to see what kind of chops everyone has and how many different responses can be found to a particular translation challenge. This year’s talented winner is Alta Price, and we’ll hear Tess Lewis from the Gutekunst Prize jury praising her before we all raise our glasses. There’ll be copies of the anthology offered for sale at a discount, plus excellent views of Lower Manhattan from the windows of the Goethe Institut. Event details here. The Goethe Institut’s at 72 Spring St., 11th Floor, and the event starts at 6:00, so you can come right from work to celebrate with us on your way home.

  7. মাসুদ করিম - ৭ জুন ২০১৩ (৭:০৮ অপরাহ্ণ)

    আজ সাতই জুন, বাংলাদেশের রাজনৈতিক জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, আজ ছয় দফা দিবস। বিডিনিউজ২৪.কম-এ চমৎকার একটি লেখা পড়লাম শারমিন আহমদের। তাজউদ্দীন আহমদকে আমি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় নেতা মনে করি, শারমিন আহমদের এলেখা পড়ে আরো একবার তার প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা জানাই। বাংলাদেশ রাষ্ট্রের জন্মে শেখ মুজিব-তাজউদ্দীন যুগলবন্দির অমিতস্ফুরণ এই ছয় দফা।

    ৭ জুন ছয় দফা দিবস স্মরণে
    শারমিন আহমদ

    ১৯৬৬ সাল। বাতাসের আলোড়নে বসন্তের আগমনী বার্তা। কৃষ্ণচূড়া, বকুল ও নারকেল গাছের নিবিড় আলিঙ্গনে ঘেরা সেকালের ধানমণ্ডির ৭৫১ সাতমসজিদ রোডের বাড়ির সামনের অফিস ঘরে বসে এক ব্যক্তি নিবিষ্টমনে লিখে চলেছেন। তাঁর মুক্তোর মতো হাতের লেখনিতে নির্মিত হচ্ছে একটি জাতির পথনির্দেশনা। একটি পরাধীন জাতির স্বাধিকারের সনদ।

    তিনি লিখছেন “একটি রাষ্ট্রের উন্নতি, অগ্রগতি, সংহতি ও নিরাপত্তা নির্ভর করে উহার আভ্যন্তরীণ শক্তির উপর। সেই শক্তির উৎস সন্তুষ্ট জনচিত্ত। আঠারো বছর পূর্বে পাকিস্তান স্বাধীন রাষ্ট্র রূপে প্রতিষ্ঠিত হইয়াছিল। আজও ইহার রাষ্ট্রীয় কাঠামো গণসমর্থনের মজবুত ভিত্তির উপর দাঁড়াইতে পারে নাই। পাকিস্তানের মূল ভিত্তি ১৯৪০ সালের যে ঐতিহাসিক লাহোর প্রস্তাব পাকিস্তান অর্জনের জন্য মানুষকে অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করিয়াছিল পরবর্তীকালে ঐ মূল ভিত্তি হইতে বিচ্যুতিই এই অবস্থার আসল কারণ।”

    দুইপৃষ্ঠাব্যাপী ছয় দফা দাবিনামার মুখবন্ধ লিখছেন ছয় দফার অন্যতম রূপকার পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজউদ্দীন আহমদ। পরবর্তী পাতায় ছয় দফা কর্মসূচি পেশ করেন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান। ওই একই বছর তাজউদ্দীন আহমদ সাধারণ সম্পাদক ও শেখ মুজিবুর রহমান সভাপতি নির্বাচিত হন। এ দুই তরুণ নেতৃত্বর চিন্তা ও চেতনার মিলনের ফলেই আওয়ামী লীগ সেদিন হতে পেরেছিল জনগণের প্রতিনিধিত্বকারী একটি সার্থক রাজনৈতিক সংগঠন।

    ছয় দফা কেন্দ্র করে পাকিস্তানের সামরিকজান্তা আইয়ূব সরকার ৮ মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমদ, জহুর আহমেদ চৌধুরী, রাজশাহীর মুজিবুর রহমান, খন্দকার মোশতাক আহমেদ, নূরউল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ ও পরবর্তীতে আরও নেতা ও কর্মীকে কারাবন্দী করলেও ছয় দফার আন্দোলন কিন্তু থেমে থাকেনি। বন্দী তাজউদ্দীন আহমদের সঙ্গে দেখা করতে গিয়ে স্ত্রী জোহরা তাজউদ্দীন জিজ্ঞেস করেছিলেন যে উনারা এখন জেলপ্রকোষ্ঠে, তাহলে আন্দোলনের ভবিষ্যৎ কী হবে?

    তাজউদ্দীন তাঁর স্বভাবজাত স্মিত হাসি দিয়ে বলেছিলেন উনারা ভেতরে থাকলেও বাইরে রেখে গেছেন এমন এক শক্তিশালী সংগঠন যা আন্দোলন অব্যাহত রাখবে। হলও তাই। সামরিকজান্তার ১৪৪ ধারা, নির্যাতন, নিষ্পেষণ ও গুলিবর্ষণ উপেক্ষা করে দেশব্যাপী ছয় দফা দাবিতে ছাত্র, শ্রমিক, কৃষ্‌ক, মজুরসহ আপামর জনগণের স্বতঃস্ফুর্ত আন্দোলনে ও শ্রমিকনেতা মনু মিয়াসহ এগারো শহীদের রক্তে রঞ্জিত ৭ জুন অমরত্ব লাভ করল। ৭ জুন স্বীকৃতি অর্জন করল বাঙালির মুক্তির সনদ ছয় দফার দিবস রূপে।

    দীর্ঘ ছয় বছর পর স্বাধীন বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধের মূল সংগঠক ও পরিচালক তাজউদ্দীন আহমদ এ প্রসঙ্গে বলেন “জাতীয় মুক্তিসংগ্রাম এগোয় সর্পিল গতিতে। আঁকাবাঁকা পথ ধরে। রক্তপিচ্ছিল এই পথ। বাধা এখানে অসংখ্য। পার হতে হয় অনেক চড়াই উৎরাই। সংগ্রামের এক একটা মোড় পরিবর্তনে ইতিহাসে সংযোজিত হয় নতুন অধ্যায়। ৭ জুন আমাদের মুক্তিসংগ্রামের ইতিহাসে এমনি একটি যুগান্তকারী মোড় পরিবর্তন। ৭ জুনকে এক অর্থে বলা যায় ৬ দফার দিবস। এই দিনে ৬ দফার দাবিতে বাঙ্গালী রক্ত দিতে শুরু করে। স্বাধিকারের এই আন্দোলনই ধাপে ধাপে রক্তনদী পেরিয়ে স্বাধীনতাযুদ্ধে গিয়ে শেষ হয়েছে। কাজেই বাঙ্গালী জাতির স্বাধীনতা সংগ্রামে ৭ জুন অমর। অবিস্মরণীয় এক ঐতিহাসিক দিন ৭ জুন।” (দৈনিক বাংলা, ৭ জুন, ১৯৭২। ইতিহাসের পাতা থেকে, সম্পাদনা সিমিন হোসেন রিমি।)

    পড়ন্ত বিকেলে অফিসছুটির পর, জনশূন্য সচিবালয় কক্ষে তখনও কর্মরত অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ ৭ জুন উপলক্ষে সাংবাদিকের কাছে দেওয়া সাক্ষাৎকারে ৬ দফার নেপথ্য যে ঘটনাবলী ব্যক্ত করেছিলেন তার ঐতিহাসিক মূল্য ব্যাপক।

    তাজউদ্দীন আহমদ বলেন “১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের পর আইয়ুব খান আসলেন ঢাকা। জনাব নুরুল আমিন (মুসলিম লীগ নেতা, পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ১৯৪৮-১৯৫৪) উদ্যোগ নিলেন তার সাথে আওয়ামী লীগ ও অন্যান্য বিরোধী দলের নেতাদের সাক্ষাৎ ঘটানোর। আমাদের সাথে আইয়ুব খানের সে সাক্ষাৎ হয়েও ছিল। কিন্তু এর আগে আমরা তৎকালীন স্থানীয় সমস্যাসহ পাকিস্তানের রাজনৈতিক পটভূমিকায় তৈরি করি একটি দাবীনামা। তাতে ছিল তেরটি দফা। নুরুল আমিন সাহেবকেও তার একটি কপি আমরা দিয়েছি। কিন্তু তিনি সেই কপির দফা দেখেই চমকে উঠলেন। তাহলে তো আর আলোচনা হতেই পারে না আইয়ুব খানের সাথে। আমরা অনড় রইলাম। তবুও সাক্ষাৎকার হোল। সম্ভবত নুরুল আমিন সাহেব তার কপিটা আইয়ুব খানকে দিয়েছিলেন। তারপর আসলো ১৯৬৬ সাল। লাহোরে বসলো সর্বদলীয় কনফারেন্স। এই উদ্যোক্তাদের উদ্দেশ্য ছিল সব বিরোধী দলকে জড় করিয়ে তাসখন্দ ঘোষণার (১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের পর ১৯৬৬ সালের ১০ জানুয়ারি তাসখন্দে গৃহীত ভারত-পাকিস্তান শান্তি চুক্তি) বিরুদ্ধে কিছু আদায় করে নেয়া। আমরাও সে সম্মেলনে আমন্ত্রণ পেলাম। যাবার আগে শেখ সাহেব বললেন, লাহোর কনফারেন্সের জন্য বাঙ্গালীদের পক্ষ থেকে কিছু তৈরি করে নিতে। আমরা তখন সেই তের দফার স্থানীয় কিছু বাদ দিয়ে তৈরি করলাম এক দাবীনামা। তাতে অনেক উপ-দফা বাদ দিয়ে মোট দাবী হোল ছয়টি। তাই নিয়ে আমরা গেলাম লাহোরে, তা পেশ করা হোল সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে। কিন্তু সাবজেকট কমিটি আমাদের দাবীনামা দিলেন নাকচ করে। পরদিন প্রতিবাদে আমরা বর্জন করলাম সর্বদলীয় সম্মেলন। দাবীনামায় যে ছয়টি দফা ছিল তার ওপর আমরা তেমন গুরুত্ব দেইনি। কিন্তু সম্মেলন বর্জনের পরদিন পশ্চিম পাকিস্তানের সংবাদপত্রে ব্যানার হেডিঙে বের হোল শেখ সাহেবের ছয় দফা। অথচ সে সময় পাকিস্তান প্রতিরক্ষা আইনে কোন সম্মেলনের খবর প্রকাশ করা ছিল নিষিদ্ধ। তবুও ছয় দফার খবর বের হোল খবরের কাগজে। সঙ্গে সঙ্গে বিছিন্নতাবাদের অপবাদ দিয়ে লেখা হোল সম্পাদকীয়। ছয় দফা দাবী ছড়িয়ে পড়লো সর্বত্র। সে বছর মার্চ মাসের তৃতীয় সপ্তাহে বসলো আওয়ামী লীগের বার্ষিক কাউন্সিল সভা। আমরা ছয় দফাকে অন্তর্ভুক্ত করলাম আওয়ামী লীগের মেনিফেস্টোতে। মার্চের কাউন্সিল অধিবেশনের তৃতীয় ও শেষ দিনে ২০ মার্চ পল্টনে হোল আমাদের বিরাট জনসভা। শেখ সাহেব ব্যাখ্যা দিলেন ছয় দফা কর্মসূচির। শুরু হোল ছয় দফার আন্দোলন। শেখ সাহেব সফর করলেন সারা বাঙলা। সভা করে আমরা প্রচার শুরু করলাম ছয় দফার।

    ছয় দফার প্রথম দাবিটিই ছিল ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের ভিত্তিতে ফেডারেশনভিত্তিক রাষ্ট্রসংঘ ও পার্লামেন্টারি সরকার। এ দাবির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রাষ্ট্রীয় কাঠামো ও ইউরোপীয় পার্লামেন্টারি সরকার পদ্ধতির মিল লক্ষ্য করা যায়।

    দ্বিতীয় দাবিতে ছিল কেন্দ্রীয় সরকারের কাছে দেশরক্ষা ও বৈদেশিক নীতি সীমাবদ্ধ থাকবে এবং বাকি সব নীতি অঙ্গ রাষ্ট্রগুলো প্রণয়ন ও পরিচালনা করবে। (এ দাবিতে কেন্দ্র হতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ সুস্পষ্ট। স্বাধীন বাংলাদেশে, সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য ক্ষমতার সুষ্ঠু বণ্টন, সরকার ও প্রশাসনযন্ত্রের বিকেন্দ্রীকরণ মুখে বললেও বাস্তবে কতটুকু তার প্রয়োগ হয়েছে?)

    বাকি দাবিগুলোর সংক্ষিপ্ত বিবরণ হল পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য অবাধে বিনিময়যোগ্য পৃথক দুটি মুদ্রা চালু অথবা এমন ব্যবস্থা নিশ্চিত করা যাতে পূর্ব পাকিস্তান হতে পশ্চিম পাকিস্তানে মূলধন পাচার না হতে পারে। অঙ্গ রাষ্ট্রগুলোর কর ধার্য করার ব্যাপারে সম্পূর্ণ ক্ষমতা, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে অঙ্গ রাষ্ট্রগুলোর ক্ষমতা; বাণিজ্যিক চুক্তি প্রণয়ন, আঞ্চলিক নিরাপত্তা রক্ষার জন্য অঙ্গ রাষ্ট্রগুলোর নিজ কর্তৃত্বাধীন আধাসামরিক বা আঞ্চলিক সেনাবাহিনী গঠন ও রাখার ক্ষমতা।

    ছয় দফার রাষ্ট্রীয় ও অর্থনৈতিক চিন্তার সুগভীর ও সুস্পষ্ট প্রতিফলন এবং জটিল বিষয়কে সহজতর করে ব্যাখ্যা ও উপস্থাপনার মধ্য দিয়ে মুজিব-তাজউদ্দীন, এ তারুণ্য ভরপুর নেতৃত্ব আওয়ামী লীগকে উন্নীত করেন নতুন সোপানে। ছয় দফার বাণী পরিণত হয় বাঙালির হৃদয়ের কথায়। তৎকালীন পশ্চিম পাকিস্তানের সামরিক শাসকচক্র বিচলিত হয়ে ওঠে। নেতৃবৃন্দকে জেলে পুরে ছয় দফার আন্দোলন নিঃশেষ করার আগে, তারা সিদ্ধান্ত নেয় জনসমক্ষে ছয় দফাকে অযৌক্তিক ও অবাস্তব প্রমাণ করার।

    সে অনুসারে স্বৈরশাসক প্রেসিডেন্ট আইয়ুব খানের বৈদেশিক মন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ছয় দফাকে অসার ও অযৌক্তিক প্রমাণ করার জন্য শেখ সাহেবকে ঢাকার পল্টন ময়দানের জনসভায় তর্কযুদ্ধের আহ্বান জানান। তাজউদ্দীন আহমদ ও শেখ সাহেব একত্রে পরামর্শ করে সিদ্ধান্ত নেন যে শেখ সাহেব ভুট্টোর চ্যালেঞ্জটি গ্রহণ করবেন। বারক্লেই ও অক্সফোর্ডের তুখোড় ছাত্র ভুট্টো ঢাকায় এলেন এক বিরাট উপদেষ্টার দল নিয়ে।

    সে সময় অনেক সাংবাদিকই সংবাদের আশায় ছুটে গেলেন ১৫ নম্বর পুরানা পল্টনে, আওয়ামী লীগ অফিসে যেখানে তাজউদ্দীন আহমদ ভুট্টোর চ্যালেঞ্জের জবাবে ছয় দফার পক্ষে যুক্তি-প্রমাণ জড়ো করায় ব্যস্ত। (‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি’ এ অমর গানের রচয়িতা সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী তাজউদ্দীন আহমদকে কেন্দ্র করে লেখা তার ‘একজন বিস্মৃত নেতার স্মৃতিকথায়’ তৎকালীন রাজনৈতিক ইতিহাসের এ ব্যতিক্রমধর্মী ঘটনাটি চমৎকারভাবে তুলে ধরেছেন।)

    কর্মে মগ্ন তাজউদ্দীন আহমদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন যে সময় হলে শেখ সাহেবের চ্যালেঞ্জ গ্রহণ সম্পর্কে জানানো হবে। বিশদ প্রমাণপত্রের মাধ্যমে ছয় দফার যৌক্তিকতা অভেদ্য নিশ্চিত করে শেখ সাহেবের চ্যালেঞ্জ গ্রহণের কথা আনুষ্ঠানিকভাবে জানাতে ভুট্টোর সঙ্গে দেখা করলেন তাজউদ্দীন। ভুট্টো তারই প্রায় সমবয়সী তাজউদ্দীনের সঙ্গে ছয় দফার বিষয়ে আলাপ করে বুঝতে পারলেন যে তর্কযুদ্ধে শেখ সাহেবকে হারানো মুশকিল হবে। তিনি তাজউদ্দীন সম্পর্কে মুসলিম লীগের নেতাদের কাছে মন্তব্য করেছিলেন, “হি ইজ ভেরি থরো। শেখের যোগ্য লেফটেন্যান্ট আছে দেখছি।”(আবদুল গাফফার চৌধুরী, ‘একজন বিস্মৃত নেতার স্মৃতিকথা’। ঢাকা। যায় যায় দিন, ১১ জুন ১৯৮৫)

    তর্কযুদ্ধের দিন পল্টনের জনসভায় যোগদানের জন্য যখন বিভিন্ন জায়গা থেকে মানুষের সমাগম হতে শুরু করেছে ঠিক সেদিন সকালবেলাতেই ভুট্টো তার বিজ্ঞ উপদেষ্টার দলসহ চুপিসারে ঢাকা ত্যাগ করলেন। ঢাকার একটি কাগজ শিরোনাম দিল “ভুট্টোর পলায়ন”। (তথ্যসুত্র : প্রাগুক্ত)

    উল্লিখিত ঐতিহাসিক বিবরণ আবারও প্রমাণ করে যে নেতৃত্বের মধ্যে যখন মেধা, জ্ঞান, দক্ষতা, দেশপ্রেম ও আন্তরিকতার সংমিশ্রণ ঘটে তখনই সম্ভব সব অসম্ভব জয় করা। বিশ্বের অন্যতম পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রর সমর্থনপুষ্ট সামরিকজান্তা পাকিস্তান সরকারের বিরুদ্ধে ছয় দফার মেনিফেস্টোতে ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় সম্ভব হয়েছিল ওই ধরনের ধীশক্তিসম্পন্ন, আত্মমর্যাদাশীল সবল নেতৃত্বর কারণে।

    সুদীর্ঘ স্বাধিকার আন্দোলন থেকে স্বাধীনতাযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত আজকের বাংলাদেশে সে ধরনের নেতৃত্ব কোথায়? আমরা ভৌগোলিক ও রাজনৈতিক স্বাধীনতা অর্জন করেছি বটে কিন্তু আজও রাষ্ট্রীয় পর্যায় এবং সামাজিক কাঠামোতে নিশ্চিত করতে পারিনি সুশাসন ও সুনীতি। আদর্শিক না হোক, স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো একটা বেসিক কাঠামোতেই আমরা উত্তীর্ণ হতে পারিনি এখনও। ছয় দফার মুখবন্ধে তাজউদ্দীন আহমদ লিখেছিলেন যে একটি রাষ্ট্রের উন্নতি, অগ্রগতি, নিরাপত্তা প্রভৃতি নির্ভর করে সে রাষ্ট্রের অভ্যন্তরীণ শক্তির ওপর। সে শক্তির উৎস সন্তুষ্ট জনচিত্ত। তিনি জনগোষ্ঠী বা জনসাধারণ না বলে উল্লেখ করেছিলেন জনচিত্ত।

    ওই শব্দ নির্বাচন তাঁর চিন্তার গভীরতা প্রমাণ করে। একজন মানুষ যখন তার হৃদয়ের গভীরে অনুভব করেন স্বস্তির ছোঁয়া তখুনি সে স্বস্তি রূপান্তরিত হয় শক্তিতে-শান্তিতে। একজন মানুষ তার জীবনসংগ্রামের একাকী মুহূর্তে যখন মনে করেন যে তার জান, মাল, সম্মান রক্ষায় সে রাষ্ট্র সচেতন এবং তার মেধা, দক্ষতা, সততা ও উদ্যম সে রাষ্ট্রে পরিগণিত হয় অগ্রগতির দিকনির্ধারক সম্পদ রূপে তখুনি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রর চিন্তার মধ্যে এক বৈপ্লবিক মিলন ঘটে। জাতির হৃদয় উন্মেলিত হয় নতুন স্বপ্ন ও সম্ভাবনায়।

    ঐতিহাসিক ছয় দফা

    প্রথম দফা :
    শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি: ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে সরকারের বৈশিষ্ট্য হবে Federal পদ্ধতির। প্রদেশগুলোকে পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হবে।

    দ্বিতীয় দফা :
    কেন্দ্রীয় বা যুক্তরাষ্ট্রীয় সরকারের দায়িত্ব থাকবে কেবল প্রতিরক্ষা ও বৈদেশিক বিষয়ে সীমাবদ্ধ।অবশিষ্ট সকল বিষয়ে অঙ্গরাজ্যগুলোর পূর্ণ ক্ষমতা থাকবে।

    তৃতীয় দফা :
    পুর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দু’টি পৃথক মুদ্রা-ব্যবস্থা চালু করতে হবে, যা পারস্পরিকভাবে কিংবা অবাধে উভয় অঞ্চলে বিনিময়যোগ্য।এ ক্ষেত্রে দু’অঞ্চলে স্বতন্ত্র বা পৃথক পৃথক ষ্টেট ব্যাংক থাকবে এবং মুদ্রার পরিচালনা ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে।

    চতুর্থ দফা :
    সকল প্রকার রাজস্ব ধার্য ও আদায়ের ক্ষমতা থাকবে অঙ্গরাজ্যগুলোর হাতে।কেন্দ্রীয় তথা প্রতিরক্ষা ও বৈদেশিক বিষয়ের ব্যয় নির্বাহের জন্য কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় রাজস্বের যোগান আঞ্চলিক তহবিল হতে সরবরাহ করা হবে। সংবিধানে নির্দেশিত বিধানের বলে রাজস্বের এই নির্ধারিত অংশ স্বাভাবিকভাবেই ফেডারেল তহবিলে জমা হয়ে যাবে।

    পঞ্চম দফা :
    (ক) ফেডারেশনভুক্ত প্রত্যেকটি অঙ্গরাজ্যের বহির্বাণিজ্যের পৃথক পৃথক হিসাব রক্ষা করতে হবে। (খ) বহির্বাণিজ্যের মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা অঙ্গরাজ্যগুলোর এখতিয়ারে থাকবে এবং অঙ্গরাজ্যের প্রয়েআজন অঙ্গরাজ্য কর্তৃক ব্যবহৃত হবে। (গ) কেন্দ্রের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার চাহিদা সমান হারে অথবা সর্বসম্মতনির্দিষ্ট হারে অঙ্গরাজ্যগুলেআ মিটাবে। (ঘ) অঙ্গরাজ্যের মধ্যে দেশজ দ্রব্য চলাচলের ক্ষেত্রে মুল্ক বা করজাতীয় কোন বাধা থাকবে না। (ঙ) সংবিধানে অঙ্গরাজ্যগুলোকে বিদেশে নিজ নিজ বাণিজ্য প্রতিনিধি দল প্রেরণের এবং স্ব স্ব স্বার্থে বাণিজ্য চুক্তি সম্পাদনের ক্ষমতা দিতে হবে।

    ষষ্ঠ দফা :
    (ক) আঞ্চলিক সংহতি ও জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য সংবিধানে অঙ্গরাজ্যগুলোকে স্বীয় কর্তৃত্বাধীনে আধা-সামরিক বাহিনী বা আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা দিতে হবে। (খ) কেন্দ্রীয় সরকারের সকল শাখায় বা চাকরি ক্ষেত্রে প্রতিটি ইউনিট থেকে জনসংখ্যার ভিত্তিতে জনবল নিয়োগ করতে হবে। (গ) নৌ-বাহিনীর সদর দপ্তর করাচি থেকে চট্টগ্রামে স্থানান্তর করতে হবে।

  8. মাসুদ করিম - ১০ জুন ২০১৩ (৬:৩৩ অপরাহ্ণ)

    পারমাণবিক শক্তি অর্জনের প্রশ্নে ইরানের ৮ রাষ্ট্রপতি প্রার্থীর কেউই কোনো ছাড় দেবে না। ইরানের অত্যাসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে নিউক্লিয়ার প্রশ্নে এই দৃঢ়তা আবারো প্রমাণ করছে ‘বাণিজ্য নিষেধাজ্ঞা’ দিয়ে কোনো রাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের আকাঙ্ক্ষা দমানো যাবে না, তাতে শুধু মাত্র সাধারণ মানুষের দুর্ভোগ ছাড়া আর কিছুই বাড়ে না। ইরান এবং প্রসঙ্গত উত্তর কোরিয়া তাদের পারমাণবিক পরীক্ষা নীরিক্ষা কখনো বন্ধ করবে না।

    JP-IRAN-popup
    A1-Iran-articleLarge

    In Iran Race, All 8 Candidates Toe Hard Line on Nuclear Might

    A group of chador-wearing female supporters of Iran’s nuclear negotiator, Saeed Jalili, cheered wildly when he entered a packed conference hall during a campaign stop at Tehran University last week.

    “No compromise, no submission, only Jalili!” they shouted, while waving a handwritten placard with the text: “Negotiating with Satan is against the Koran.”

    They are among many who support Mr. Jalili, who is the presidential candidate favored by Iran’s hard-liners in Friday’s presidential election.

    He has built his campaign around implacable “100 percent” opposition to compromise with the West over the country’s nuclear program. And while he and the seven other carefully vetted candidates might disagree on issues like women’s rights and economic troubles, when it comes to Iran’s nuclear program they are all saying the same thing: there will be no backing down, no bargaining away the nation’s perceived right to enrich uranium for power generation.

    Even his opponent on the far side of Iran’s narrow political spectrum, the cleric Hassan Rowhani — the closest any of the candidates comes to the reformist camp — avoids any mention of the word “compromise” when discussing the nuclear program. He spends much of his time fending off attacks from political opponents who accuse him of having already sold out the country’s rights when he was the nuclear negotiator by temporarily suspending uranium enrichment while under heavy international pressure in 2004.

    Hoping to force Iran to stop enriching uranium and begin negotiating in earnest, the Obama administration has imposed tough economic sanctions that appear to be wreaking havoc on Iran’s economy. But if the presidential campaign is any indication, rather than forcing a capitulation, the sanctions seem only to have stiffened Iran’s will to resist.

    “Year after year, America has imposed harsher sanctions on us,” said Nader Karimi Joni, an Iranian journalist who is critical of certain state polices. “Now, with these candidates, we see the consequences: the sanctions hurt, but they have made our leaders much more determined.”

    The stances of Mr. Jalili, the current nuclear negotiator, and Mr. Rowhani, the former negotiator, illustrate how much Iran’s position has hardened after a decade of escalating sanctions and increasing international isolation.

    Mr. Jalili, in particular, has turned the election into a referendum on the country’s nuclear stance, banking on the support of Iran’s governing establishment, a mix of conservative clerics and Islamic Revolutionary Guards commanders for whom anti-Western sentiment is a staple.

    Mr. Rowhani, who has been attracting support from some of the veterans of the now silenced green movement, led the first rounds of negotiations with Western countries, after the 2002 disclosure of Iran’s secret nuclear program.

    Under his watch, two years later, Iran temporarily suspended enrichment of uranium as a confidence-building measure, but the Western powers stood by their demand that the entire program be terminated, accusing Iran of seeking nuclear weapons.

    Mr. Rowhani now finds himself mocked by the Jalili camp, which cites those negotiations as an example of ignorance and weakness.

    “We disarmed ourselves” by suspending enrichment, an official of Mr. Jalili’s campaign said in a film shown on state television last week.

    “They assumed we would suspend, shut down and destroy our nuclear facilities,” Mr. Jalili himself says in the film, quoting Joschka Fischer, who was then Germany’s foreign minister. “Resistance is the solution to our problems,” he says over and over again.

    As talks waxed and waned, Iran’s nuclear program ballooned. Following the end of suspension in 2005, Iran went from having two dozen test centrifuges to having nearly 17,000, according to the May 2013 report by the International Atomic Energy Agency.

    The current sanctions against Iran have slashed the value of its currency, aggravated its already high inflation rate and cut many of its financial ties to the rest of the world. Iran is increasingly resorting to barter trade with remaining oil buyers India and China as financial transactions have become nearly impossible.

    But there are few if any signs of the sanctions’ effects on Iran’s streets. Gas stations have plenty of fuel, supermarket shelves are still filled and in recent months the currency, which lost half of its value over the past year, has been stable.

    To give in to the pressure would hurt Iran’s negotiation position, all the candidates agree. “Only on the day that the Americans lose hope in all sorts of plots, military war and economic war, will we be able to hold talks based on logic,” another candidate, Gholam Ali Haddad Adel, said on state television.

    “Logic” is a code word, analysts say, which translates as accepting the Iranian position that it has a “right” to enrichment without restrictions.

    Mr. Rowhani, a close ally of the pragmatic Ayatollah Ali Akbar Hashemi Rafsanjani, who was barred from the race by the conservative Guardian Council, is one of just a few prominent politicians proposing better relations with the outside world.

    And he offered a pointed reminder in a televised debate by presidential candidates on Friday, noting that the suspension of enrichment in 2004 happened “under the leader’s guidance,” meaning that Iran’s supreme leader, Ayatollah Ali Khamenei, had signed off on it.

    There are other politicians who have questioned the government’s recent negotiating stance, if not the commitment to nuclear development.

    During the debate, one presidential candidate, Ali Akbar Velayati, a former foreign policy adviser to Mr. Khamenei, argued that Mr. Jalili, with all his talk of never compromising, had in essence made no progress, either.

    “You want to take 3 steps, and you expect the other side to take 100 steps. This means you don’t want to make progress,” Mr. Velayati said. “We can’t expect everything and give nothing.”

    Many analysts, however, note that two major factors run against any softening: widespread public support for nuclear power and, even more important, the will of Ayatollah Khamenei.

    “It is our people who do not allow the candidates to talk of compromise,” said Hamid Reza Taraghi, an analyst with viewpoints close to that of Iran’s governing establishment of conservative clerics and military commanders. “And our supreme leader also says there is no room for a nuclear compromise.”

    In an address on Tuesday, Ayatollah Khamenei acknowledged that Iran was suffering from economic problems and inflation, but he stressed that anybody thinking that appeasing Western countries was the key to a solution was mistaken.

    “Some have this wrong analysis that we should make concessions to the enemy in order to lighten the anger they have against us,” Mr. Khamenei told an audience at the annual commemoration of the death of the founder of the Islamic republic, Ayatollah Khomeini. “In fact, they prefer the enemy’s interests to the interests of the nation. This is wrong.”

  9. মাসুদ করিম - ১১ জুন ২০১৩ (৭:০৯ অপরাহ্ণ)

    কেন লিক কাকে লিক কোথায় লিক

    The Solitary Leake

    By DAVID BROOKS
    June 10, 2013

    From what we know so far, Edward Snowden appears to be the ultimate unmediated man. Though obviously terrifically bright, he could not successfully work his way through the institution of high school. Then he failed to navigate his way through community college.

    According to The Washington Post, he has not been a regular presence around his mother’s house for years. When a neighbor in Hawaii tried to introduce himself, Snowden cut him off and made it clear he wanted no neighborly relationships. He went to work for Booz Allen Hamilton and the C.I.A., but he has separated himself from them, too.

    Though thoughtful, morally engaged and deeply committed to his beliefs, he appears to be a product of one of the more unfortunate trends of the age: the atomization of society, the loosening of social bonds, the apparently growing share of young men in their 20s who are living technological existences in the fuzzy land between their childhood institutions and adult family commitments.

    If you live a life unshaped by the mediating institutions of civil society, perhaps it makes sense to see the world a certain way: Life is not embedded in a series of gently gradated authoritative structures: family, neighborhood, religious group, state, nation and world. Instead, it’s just the solitary naked individual and the gigantic and menacing state.

    This lens makes you more likely to share the distinct strands of libertarianism that are blossoming in this fragmenting age: the deep suspicion of authority, the strong belief that hierarchies and organizations are suspect, the fervent devotion to transparency, the assumption that individual preference should be supreme. You’re more likely to donate to the Ron Paul for president campaign, as Snowden did.

    It’s logical, given this background and mind-set, that Snowden would sacrifice his career to expose data mining procedures of the National Security Agency. Even if he has not been able to point to any specific abuses, he was bound to be horrified by the confidentiality endemic to military and intelligence activities. And, of course, he’s right that the procedures he’s unveiled could lend themselves to abuse in the future.

    But Big Brother is not the only danger facing the country. Another is the rising tide of distrust, the corrosive spread of cynicism, the fraying of the social fabric and the rise of people who are so individualistic in their outlook that they have no real understanding of how to knit others together and look after the common good.

    This is not a danger Snowden is addressing. In fact, he is making everything worse.

    For society to function well, there have to be basic levels of trust and cooperation, a respect for institutions and deference to common procedures. By deciding to unilaterally leak secret N.S.A. documents, Snowden has betrayed all of these things.

    He betrayed honesty and integrity, the foundation of all cooperative activity. He made explicit and implicit oaths to respect the secrecy of the information with which he was entrusted. He betrayed his oaths.

    He betrayed his friends. Anybody who worked with him will be suspect. Young people in positions like that will no longer be trusted with responsibility for fear that they will turn into another Snowden.

    He betrayed his employers. Booz Allen and the C.I.A. took a high-school dropout and offered him positions with lavish salaries. He is violating the honor codes of all those who enabled him to rise.

    He betrayed the cause of open government. Every time there is a leak like this, the powers that be close the circle of trust a little tighter. They limit debate a little more.

    He betrayed the privacy of us all. If federal security agencies can’t do vast data sweeps, they will inevitably revert to the older, more intrusive eavesdropping methods.

    He betrayed the Constitution. The founders did not create the United States so that some solitary 29-year-old could make unilateral decisions about what should be exposed. Snowden self-indulgently short-circuited the democratic structures of accountability, putting his own preferences above everything else.

    Snowden faced a moral dilemma. On the one hand, he had information about a program he thought was truly menacing. On the other hand, he had made certain commitments as a public servant, as a member of an organization, and a nation. Sometimes leakers have to leak. The information they possess is so grave that it demands they violate their oaths.

    But before they do, you hope they will interrogate themselves closely and force themselves to confront various barriers of resistance. Is the information so grave that it’s worth betraying an oath, circumventing the established decision-making procedures, unilaterally exposing secrets that can never be reclassified?

    Judging by his comments reported in the news media so far, Snowden was obsessed with the danger of data mining but completely oblivious to his betrayals and toward the damage he has done to social arrangements and the invisible bonds that hold them together.

    • মাসুদ করিম - ১১ জুন ২০১৩ (৭:২৬ অপরাহ্ণ)

      • মাসুদ করিম - ২৩ জুন ২০১৩ (২:৪০ অপরাহ্ণ)

        এবং ‘তৃতীয় দেশ’এর উদ্দেশে মস্কোর পথেই এডওয়ার্ড স্নোডেন।

        ভালই খুব সুন্দর রুট — হংকং, মস্কো, হাভানা, কারাকাস। একবারে নতুন এক সিল্করুট। একথা ভেবেই টুইট করেছি।

        • মাসুদ করিম - ২৪ জুন ২০১৩ (৩:২৯ অপরাহ্ণ)

          গ্রিনিচি মান সময় ১১:০৪-এ আএরোফ্লট এসইউ-১৫০ বিমানে আমেরিকার উপর দিয়ে উড়ে কিউবা যাবেন এনএসএ লিকার এডওয়ার্ড স্নোডেন।

          না, এই ফ্লাইটে এডওয়ার্ড স্নোডেন ওঠেননি, পরবর্তী হাভানার ফ্লাইটে উঠবেন বলা হচ্ছে।

          ঘটনার সাথে ঘনিষ্ঠ সূত্র বলছে, এডওয়ার্ড স্নোডেন অন্য কোনো ফ্লাইটে রাশিয়া ত্যাগ করেছে।

          রহস্য ঘনীভূত ইতার-তাস বলছে এডওয়ার্ড স্নোডেন এখনো মস্কো এয়ারপোর্টে

          এখন বলা হচ্ছে এডওয়ার্ড স্নোডেন হংকং ফিরে গেছে।

          রাশিয়ান এক সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, এডওয়ার্ড স্নোডেন দুয়েকদিন আগেই কিউবা পৌঁছে থাকতে পারেন!

          • মাসুদ করিম - ২৫ জুন ২০১৩ (১২:২৭ অপরাহ্ণ)

            #SilkLeakRoute update

            #EdwardSnowden কোথাও নেই।

            হংকংয়ে নেই, সবাই বললেও, রাশিয়ার কোনো কোনো সূত্র বলেছে স্নোডেন মস্কো থেকে আবার হংকংয়ে ফিরে গেছে।

            হোয়াইট হাউস বলেছে, তারা জানে স্নোডেন কোখায় আছে, এবং স্নোডেন এখনো রাশিয়া ত্যাগ করেনি।

            উকিলিকস বলছে, স্নোডেন ভাল আছে নিরাপদে আছে, কোথায় আছে বলা যাবে না।

            চীন তার প্রথাগত নিয়মেই বলেছে, তারা কিছু জানে না, কিন্তু ইউকিলিকস বলেছে …

            রাশিয়া থেকে আরেকটা সূত্র বলছে, স্নোডেন গতকালই রাশিয়া ছেড়েছে এটা নিশ্চিত কিন্তু এখন কোথায় তারা জানে না।

            ভিয়েতনামে ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রীর কথাবার্তা শুনে মনে হচ্ছে সেদেশের প্রশাসন স্নোডেনের আশ্রয়প্রার্থনার আবেদন অনুমোদন করেছে।

            ভারতে আমেরিকার বিদেশ সচিব জন কেরি, চীন রাশিয়াকে এর মূল্য দিতে হবে — মূল্য দিতে হবে, এর চেয়ে বেশি কিছু বলছেন না।

            __ এসব বিবেচনা করে এটা বলা যায়, স্নোডেন যেখানেই থাকুন না কেন এখনো আমেরিকার আওতার বাইরে আছেন। এবং তাতেই বোঝা যাচ্ছে #SilkLeakRoute কী গভীর প্রযত্নে পরিচালিত হচ্ছে। ফরাসি মিডিয়া এর মধ্যেই এর নাম দিয়েছে #ঠাণ্ডাযু্দ্ধ ২.০।

          • মাসুদ করিম - ২৬ জুন ২০১৩ (২:৪৩ অপরাহ্ণ)

            রাশিয়ার সংবাদসংস্থা ইন্টারফ্যাক্সের সূত্র জানাচ্ছে, এডওয়ার্ড স্নোডেন-এর আমেরিকান পাসপোর্ট অকার্যকর স্ট্যাটাস দেখানোয় তিনি মস্কো বিমানবন্দরের ট্রানজিট এলাকা থেকে কোনো টিকেট কিনতে পারছেন না।

            Snowden’s American passport is void and he is not in possession of any other document with which he can prove his identity. For this reason, he has to stay in Sheremetyevo’s transit zone and cannot leave Russia, cannot buy a ticket

          • মাসুদ করিম - ২৭ জুন ২০১৩ (২:২৬ অপরাহ্ণ)

    • মাসুদ করিম - ১২ জুন ২০১৩ (৬:৩৭ অপরাহ্ণ)

      অনেক দিন থেকেই বলছি, সব সরকারই আজকাল নাগরিকদের উপর নজরদারির প্রশ্নে চীনের মতো চলছে — নজরদারিতে চীন মডেল হয়ে উঠেছে এক দশক হবে, তবে মহামন্দার পর থেকে চীনের নজরদারির জনপ্রিয়তা উন্নত দেশের প্রশাসনে অনেক বেড়ে গেছে।

      NSA surveillance: The US is behaving like China

      Even though we know governments do all kinds of things I was shocked by the information about the US surveillance operation, Prism. To me, it’s abusively using government powers to interfere in individuals’ privacy. This is an important moment for international society to reconsider and protect individual rights.

      I lived in the United States for 12 years. This abuse of state power goes totally against my understanding of what it means to be a civilised society, and it will be shocking for me if American citizens allow this to continue. The US has a great tradition of individualism and privacy and has long been a centre for free thinking and creativity as a result.

      In our experience in China, basically there is no privacy at all – that is why China is far behind the world in important respects: even though it has become so rich, it trails behind in terms of passion, imagination and creativity.

      Of course, we live under different kinds of legal conditions – in the west and in developed nations there are other laws that can balance or restrain the use of information if the government has it. That is not the case in China, and individuals are completely naked as a result. Intrusions can completely ruin a person’s life, and I don’t think that could happen in western nations.

      Before the information age the Chinese government could decide you were a counter-revolutionary just because a neighbour reported something they had overheard. Thousands, even millions of lives were ruined through the misuse of such information.

      Today, through its technical abilities, the state can easily get into anybody’s bank account, private mail, conversations, and social media accounts. The internet and social media give us new possibilities of exploring ourselves.

      But we have never exposed ourselves in this way before, and it makes us vulnerable if anyone chooses to use it against us. Any information or communication could put young people under the surveillance of the state. Very often, when oppressive states arrest people, they have that information in their hands. It can be used as a way of controlling you, to tell you: we know exactly what you’re thinking or doing. It can drive people to madness.

      When human beings are scared and feel everything is exposed to the government, we will censor ourselves from free thinking. That’s dangerous for human development.

      In the Soviet Union before, in China today, and even in the US, officials always think what they do is necessary, and firmly believe they do what is best for the state and the people. But the lesson that people should learn from history is the need to limit state power.

      If a government is elected by the people, and is genuinely working for the people, they should not give in to these temptations.

      During my detention in China I was watched 24 hours a day. The light was always on. There were two guards on two-hour shifts standing next to me – even watching when I swallowed a pill; I had to open mouth so they could see my throat. You have to take a shower in front of them; they watch you while you brush your teeth, in the name of making sure you’re not hurting yourself. They had three surveillance cameras to make sure the guards would not communicate with me.

      But the guards whispered to me. They told stories about themselves. There is always humanity and privacy, even under the most restrictive conditions.

      To limit power is to protect society. It is not only about protecting individuals’ rights but making power healthier.

      Civilisation is built on that trust and everyone must fight to defend it, and to protect our vulnerable aspects – our inner feelings, our families. We must not hand over our rights to other people. No state power should be given that kind of trust. Not China. Not the US.

  10. মাসুদ করিম - ১২ জুন ২০১৩ (৬:৪৮ অপরাহ্ণ)

    মোসাদ প্রধান সবসময়ই এরকম করেন,এবার গোপনে সিরিয়া সংকট তাকসিম স্কয়ার প্রসঙ্গ নিয়ে আলাপ করতে তিনি তুরস্কে আছেন চেষ্টা করছেন এরদোগানের সাথে দেখা করার।

    Mossad chief made secret visit to Turkey, asked to meet Erdogan

    Mossad director Tamir Pardo secretly visited Ankara several days ago and met with his Turkish counterpart, Hakan Fidan. According to a report in the Hurriyet Daily News, Pardo asked Fidan to arrange a meeting for him with Turkish Prime Minister Recep Tayyip Erdogan.

    According to the newspaper report, the secret meeting took place in Ankara on Monday, June 10. During the meeting, Pardo and Fidan discussed the situation in Syria, the Iranian nuclear program and the demonstrations and protests against Erdogan in Turkey. The Hurriyet Daily News reported that Pardo and Fidan discussed the possibility that the intelligence agencies of neighboring countries were trying to influence and encourage the demonstrations in Turkey.

    Although Pardo asked his counterpart to arrange a meeting with Prime Minister Erdogan, he has not yet received an answer. He and Fidan also discussed Iran’s involvement in the Syrian civil war and greater intelligence cooperation between Israel and Turkey regarding the situation in Syria.

    Israel has not confirmed the Turkish news report. Pardo and Fidan met in Egypt several months ago as part of efforts to obtain a cease-fire during the fighting in the Gaza Strip. The previous Mossad chief, Meir Dagan, had reservations about Fidan, claiming that he was close to the Iranian Revolutionary Guard. High-ranking officials in Israel’s defense establishment also suspected that Turkish intelligence leaked information it had received from Israel to the Iranians.

  11. মাসুদ করিম - ১২ জুন ২০১৩ (১০:২৮ অপরাহ্ণ)

    নেলসন ম্যান্ডেলা চিকিৎসায় সাড়া দিচ্ছেন — সাড়া দিন, জীবনের জন্য, আমাদের জন্য সুস্থ হয়ে ফিরে আসুন।

    Nelson Mandela ‘responding better to treatment’

    Nelson Mandela is “responding better” to treatment, leaving officials “very happy” with the progress in his condition, the South African president, Jacob Zuma, has said.

    The 94-year-old former president is spending a fifth day in hospital in Pretoria after suffering a recurrence of a lung infection. While the mood has been particularly sombre during this latest stay in hospital, Zuma hinted on Wednesday that there were grounds for optimism.

    “I’m happy to report that Madiba is responding better to treatment from this morning,” he told parliament in Cape Town. “We are very happy with the progress that he is now making, following a difficult last few days.

    “We appreciate the messages of support from all over the world. It is an honour for us as South Africans to share Madiba with the international community.”

    A big media contingent is gathered outside the Mediclinic heart hospital in Pretoria. Zuma added: “We fully understand and appreciate the global interest in this world icon. We are so proud to call him our own.

    “We urge South Africans and the international community to continue to keep President Mandela and the medical team in their thoughts and prayers.”

    Wednesday marks the 49th anniversary of the struggle hero Mandela being sentenced to life imprisonment by the apartheid regime, Zuma noted.

    The progress report will be cautiously welcomed by millions of South Africans. Annika Larsen, a reporter on eNews Channel Africa, said: “I think I’ve just heard South Africa breathe a huge sigh of relief … That’s probably the best news we’ve heard on Nelson Mandela in the last five days.”

    Local media reported that Mandela’s wife, Graça Machel, and grandchildren Ndaba, Zenani and Mandla were seen visiting hospital on Wednesday. Zenani Mandela-Dlamini, South Africa’s ambassador to Argentina, has also returned home to visit her father.

    Security at the hospital remains tight. South Africa’s Times newspaper said its team went to the hospital coffee shop and observed plainclothes policemen questioning several visitors about their business there.

    The paper quoted a doctor as saying that even the movement of medical staff was restricted: “It’s crazy. From yesterday no one can come in or out without being stopped and searched. There are certain floors to which access, even for medical staff, has been limited.”

    Stairwells are under guard and lifts are being monitored, the paper added.

    Mandela spent 27 years in prison, the bulk of them on Robben Island, before his release in 1990. He was elected South Africa’s first black president four years later and served a single term. His last major public appearance was at the football World Cup final in 2010.

    Ahmed Kathrada, a fellow former Robben Island inmate, was quoted by the New Age newspaper as saying: “I think we should allow him to rest with his family close by. I do wish and pray that he will recover so that we can benefit from his presence.”

  12. রেজাউল করিম সুমন - ১৪ জুন ২০১৩ (৭:৪৭ পূর্বাহ্ণ)

    সুভাষ মুখোপাধ্যায় অনূদিত নাজিম হিকমতের একটি কবিতার অনুরণন আছে জনপ্রিয় গণসংগীত ‘ওরা আমাদের গান গাইতে দেয় না, পল রোবসন’-এ। দীর্ঘদিন এ গানের মূল শিল্পীর নাম আমার জানা ছিল না। পরে জেনেছি, কেবল কবিতার অনুপ্রেরণায় গান লিখেছেন তা নয়, অনেক কবিতায় সুরারোপ করে গেয়েছেন অজিত পাণ্ডে। দীর্ঘ সংগ্রামী জীবনে তিনি হয়ে উঠেছিলেন গণ-আন্দোলনের চারণ। আসামান্য এই সংগীতশিল্পীর আকস্মিক প্রয়াণ হলো গতকাল (১৩ জুন ২০১৩) সকালে – ৭৫ বছর বয়সে।

    গশশক্তি-র শোকলেখন :

    গান থামালেন অজিত পাণ্‌ডে

    কলকাতা, ১৩ই জুন — চলে গেলেন কমরেড অজিত পাণ্‌ডে। হাটে-মাঠে-ঘাটে অক্লান্ত গান গেয়ে যাওয়া বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী অজিত পাণ্‌ডের জীবনাবসান হয়েছে বৃহস্পতিবার সকালে। সকালে কালিকাপুর অহল্যানগরের বাড়িতে প্রতিদিনের মতো বাইরের ঘরে বসে চা খেয়ে খবরের কাগজ নিয়ে ব্যস্ত ছিলেন। হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন। ঘড়িতে তখন ৯-১০ মিনিট। পাশেই ছিলেন স্ত্রী ও ছেলে। চিকিৎসার কোনো সুযোগই মেলেনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫। রেখে গেলেন স্ত্রী গায়ত্রী পাণ্‌ডে, একমাত্র ছেলে অগ্নি পাণ্‌ডে সহ অসংখ্য গুণমুগ্ধদের।

    তাঁর মৃত্যু সংবাদে বাড়িতে ছুটে আসেন সি পি আই (এম) নেতা রবীন দেব, কান্তি গাঙ্গুলি, রমলা চক্রবর্তী সহ অনেকেই। শেষ শ্রদ্ধা জানান তাঁরা। এছাড়া শেষ শ্রদ্ধা জানিয়ে যান গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘের পক্ষে অরিন্দম চট্টোপাধ্যায়, গণনাট্য সঙ্ঘের পক্ষে তরুণ গুপ্ত, বেণু চট্টোপাধ্যায়সহ শিল্পী-সাহিত্যিক-সঙ্গীত জগতের অসংখ্য মানুষ।

    অজিত পাণ্‌ডের জীবনাবসানে গভীর শোকপ্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বিমান বসু এদিন গভীর শোক জানিয়ে বলেন, অজিত পাণ্‌ডেকে বহু বছর ধরে চিনতাম। কেশোরাম রেয়নের একজন শ্রমিক থেকে তিনি গণসঙ্গীতের প্রশস্ত অঙ্গনে এসে বহুদিন সাফল্যের সঙ্গে আন্দোলন-সংগ্রামে অনুপ্রেরণা দিয়ে গেছেন। আবার আন্দোলন-সংগ্রাম থেকে অনুপ্রাণিতও হয়েছেন। এভাবেই তিনি হয়ে উঠেছিলেন আন্দোলন-সংগ্রামের চারণকবি। চাসনালার শ্রমিকের জীবনযন্ত্রণা মূর্ত হয়ে উঠেছিল এই চারণকবির গলায়। ভিয়েতনামের বুকে সাম্রাজ্যবাদী অন‌্যায় যুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের পক্ষে তিনি নিজের অবস্থানে অনড় ছিলেন। তিনি একবার বিধায়ক হয়েছিলেন। বিধায়ক হওয়ার পরেও তাঁর জীবনচর্যার কোনও পরিবর্তন হয়নি। অন‌্যায়-অবিচারের বিরুদ্ধে, শোষণ ও বঞ্চনার প্রতিবাদে অজিত পাণ্‌ডে গণসঙ্গীতের মাধ্যমে গণ-আন্দোলনকে পুষ্ট করেছেন। তাঁর চলে যাওয়ার ফলে গণসঙ্গীত ও গণ-আন্দোলনের ক্ষতি হলো। আমি তাঁর ছেলে অগ্নি পাণ্‌ডে ও পরিবার-পরিজনকে আন্তরিক সমবেদনা জানাই।

    বুদ্ধদেব ভট্টাচার্য গভীর শোক প্রকাশ করে বলেন, অজিত পাণ্‌ডে ভীষণ জনপ্রিয় একজন শিল্পী ছিলেন। পরিবেশ ও পরিস্থিতির উপযোগী গান বাছার একটা অদ্ভুত দক্ষতা ছিল তাঁর। খুবই পরিশ্রমী শিল্পী ছিলেন। প্রয়োজনে মাইলের পর মাইল হেঁটে যেতে পারতেন। সাধারণ মানুষের সঙ্গে, গরিব মানুষের সঙ্গে সম্পূর্ণ মিশে যেতে পারতেন। তিনি সঙ্গীতচর্চা করেছেন, আবার প্রত্যক্ষ রাজনীতিও করেছেন। তাঁর মৃত্যুতে একটা বড় শূন্যতা তৈরি হলো। প্রবীণ সি পি আই (এম) নেতা বিনয় কোঙার শোক জানিয়ে বলেন, ছয়ের দশক থেকেই তাঁর সঙ্গে আমার পরিচয়। সেই সময় মেমারিতে পার্টির বিভিন্ন কর্মসূচীতে তিনি গণসঙ্গীত পরিবেশন করতে এসেছিলেন। তাঁর গলায় ‘ও নুরুলের মা’ গানটি অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিল। তাঁর পরিবারের সকলের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইলো।

    পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘের যুগ্ম-সাধারণ সম্পাদক অনুনয় চট্টোপাধ‌্যায় ও ইন্দ্রনাথ বন্দ্যোপাধ‌্যায় এদিন এক শোকবার্তায় বলেন, বাংলার সাংস্কৃতিক জগতের উজ্জ্বল ব্যক্তিত্ব প্রখ‌্যাত গণসঙ্গীত শিল্পী অজিত পাণ্‌ডের জীবনাবসানে আমরা শোকস্তব্ধ। লেখক শিল্পী সঙ্ঘের সঙ্গে তিনি দীর্ঘদিন যুক্ত ছিলেন। বামপন্থী ও প্রগতিশীল চিন্তাচেতনায় তিনি সমৃদ্ধ ছিলেন এবং আজীবন তাঁকে বহমান রেখেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে ভারতীয় গণনাট্য সঙ্ঘের রাজ্য কমিটি। পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সঙ্ঘের রাজ্য সম্পাদক মুজফ্‌ফর হোসেন অজিত পাণ্‌ডের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেন।

    বাম ও গণতান্ত্রিক আন্দোলনের সৈনিক প্রয়াত শিল্পী ছিলেন সি পি আই (এম)-র সদস্য। ১৯৯৮ সালে কলকাতার বউবাজার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তিনি বামফ্রন্ট সমর্থিত প্রার্থী হয়ে জয়লাভ করেন। বিধায়ক হিসেবে ছিলেন ২০০১ সালের মে মাস পর্যন্ত।

    অঙ্গীকার করেছিলেন মর‍‌ণোত্তর চক্ষু ও দেহদানের। সেই কথা মতো এদিন দুপুর ২টা নাগাদ শঙ্কর নেত্রালয়ের সদস্যরা আসেন বাড়িতে। স্ত্রী, ছেলে সহ অসংখ্য আত্মীয়রা তখন হাজির। ওঁরা চক্ষু সংগ্রহ করার পরই পরবর্তী কর্মসূচী স্থির হয়। বৃহস্পতিবার বিকেলেই প্রয়াত শিল্পীর মরদেহ নিয়ে যাওয়া হয় বউবাজার থানার বো স্ট্রিটের ‘মাদেরা’ দেহ সংরক্ষণ কেন্দ্রে। এখানেই থাকবে মরদেহ। শুক্রবার বেলা ১১টা নাগাদ মরদেহ আনা হবে কালিকাপুর অহল্যানগরের শিল্পীর বাসভবনে। এখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিন স্ট্রিটের সি পি আই (এম) রাজ্য দপ্তরে। এখানেই শেষ শ্রদ্ধা জানাবেন রাজ্য নেতৃবৃন্দ সহ বিভিন্ন গণসংগঠন ও সাধারণ মানুষ। এরপর মরদেহ বিধানসভা ভবন হয়ে পৌঁছবে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে। ওখানেই মরদেহ তুলে দেওয়া হবে কর্তৃপক্ষের হাতে।

    অজিত পাণ্‌ডের মৃত্যুতে শোকাহত মুর্শিদাবাদ। তাঁর জন্মভূমি লালগোলাও শোকস্তব্ধ। জেলার সাংস্কৃতিক আন্দোলন, গণআন্দোলনের কর্মীরাও শোকাহত। সি পি আই (এম) মুর্শিদাবাদ জেলা সম্পাদক মৃগাঙ্ক ভট্টাচার্য শোকবার্তায় বলেন, রাজ্যের এক কঠিন সময়ে অজিত পাণ্‌ডের মতো একজন মানুষের মৃত্যু গণআন্দোলনের কর্মীদের কাছেও বড় বেদনার। তিনি তাঁর পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।

    শোক জানিয়ে শিল্পী শুভেন্দু মাইতি বলেছেন, নানা সঙ্কট, বিপদের মধ্যেও বামপন্থার প্রতি বিশ্বস্ত থেকেছেন সারা জীবন। মানুষের লড়াইকে শ্রদ্ধা করতেন অজিত পাণ্‌ডে। তাই লড়াইয়ের ময়দানে গান গাইতে ডাকলে না করতেন না। অসুস্থ শরীরেও ছুটে যেতেন। তাঁর চাসনালার গান তো ইতিহাস হয়ে আছে। এছাড়া লালনের গানকেও যথেষ্ট মর্যাদা দিয়ে গাইতেন। শোনাতেন লোকসঙ্গীত, রবীন্দ্রনাথের গান। ওঁর পরিবেশনের ঢঙটাই ছিল অন্যরকম। গীতিকার নন্দদুলাল আচার্য বলেন, আমার লেখা অনেকগুলি গানে উনি সুর করে গেয়েছেন। অনবদ্য সে সুর আর পরিবেশন। একা মানুষ মঞ্চ দখল করে রাখতেন অনেক সময়। এই জন্যই তিনি ব্যতিক্রমী শিল্পী, ব্যতিক্রমী মানুষ। সংগ্রাম থেকে কখনো পিছু ফেরেননি।

    তাঁর কথা: মানুষের লড়াইয়ের শরিক ছিলেন সারাটা জীবন। সে লড়াইয়ের হাতিয়ার ছিল গান। বরাবরই চাইতেন খেটে খাওয়া সাধারণ মানুষকে গান শোনাতে। পরোয়া করতেন না, যারা গান গাইতে দেয় না তাদের। কখনো রাজনৈতিক মঞ্চ, কখনো পাড়ার জলসা, কখনো খনি এলাকার মানুষজনের সামনে গান গেয়েছেন উদাত্ত কণ্ঠে। বাম ও গণতান্ত্রিক আন্দোলনের শরিক ছিলেন আজীবন। ছয়ের দশকে ঝরিয়া, রানীগঞ্জ এলাকার খনি অঞ্চলে বিভিন্ন গণআন্দোলনে জড়িয়ে পড়েন। সাথী ছিল গণসঙ্গীত। পরবর্তী সময়ে তারই এক স্ফূরণ দেখা দিয়েছিল ‘চাসনালা খনিতে’ গানটিতে। সেটা সাতের দশক। উদাত্ত কণ্ঠে গাইতেন ‘ওরা জীবনের গান গাইতে দেয় না।’ মঞ্চ কাঁপানো সেইসব গানই শোনা যেতো কখনো শহর, কখনো গ্রামবাংলার বুকে। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল’ কবিতাটি গান হয়ে তাঁর কণ্ঠে পেয়েছিল অন্য মাত্রা।

    জন্ম ১৯৩৭ সালের ১০ই মার্চ মুর্শিদাবাদের লালগোলায়। বাড়িতে উচ্চাঙ্গ সঙ্গীতের চর্চা ছিল। সেই প্রভাব পড়েছিল শিল্পীর মননে। জীবনের সংগ্রামও জড়িয়ে ছিল গান গাওয়ার মতো। বাড়ির অবস্থা খুব একটা স্বচ্ছল ছিল না। ফলে অনেকরকম কাজই করতে হয়েছে। এক সময় হুগলীর বাঁশবেড়িয়ায় কেশোরাম রেয়নের কর্মী ছিলেন। রক্তে যার গান তার কি ভিন্ন পেশা কাজে লাগে? লাগেনি বলেই ছয়ের দশক থেকে নেমে পড়লেন গণসঙ্গীত নিয়ে। জানতেন সেখানে অনেক প্রতিকূলতা, অনেক ঝড়-ঝাপটা, আঘাত; তবুও হার মানেননি। গণসঙ্গীতকেই পরম সাথী করে নেমেছিলেন সংগ্রামের ময়দানে। ছয়ের দশক থেকে সাতের দশকের সেইসব ঝোড়ো দিনে প্রগতির ময়দান থেকে পিছু হটেননি। এর জন্য তাঁকে অনেকবার কারাবরণও করতে হয়েছে। তবুও নতিস্বীকার নয়, সমস্ত প্রগতিশীল আন্দোলনের মঞ্চে গানই ছিল তাঁর অন্যতম হাতিয়ার। কয়লা খনি শ্রমিকদের স্বার্থে গান গেয়েছেন, আবার কখনো শোনা গেছে দীনেশ দাস, সুভাষ মুখোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য, অরুণকুমার চট্টোপাধ্যায়, নন্দদুলাল আচার্যের কবিতার গান। বেশির ভাগ গানেই সুর দিয়েছেন। ১৯৭৬ সালে প্রথম রেকর্ড বেরিয়েছিল ইনরেকো থেকে। তাতে কবিদের কবিতা নিয়ে গান করেছিলেন অজিত পাণ্‌ডে। তাঁর বিখ্যাত গানের মধ্যে রয়েছে ‘চাসনালা খনিতে’, ‘ওরা জীবনের গান গাইতে দেয় না’, ‘জারে কাঁপছে আমার গা’, ‘লদী শুখা পুখর শুখা’, ‘দুখু মিঞা হে’, ‘চন্দন পিঁড়ির অহল্যা মা’, ‘এ লাশ আমরা রাখবো কোথায়’ ‘ও নুরুলের মা’ প্রভৃতি। গীতিকার নন্দদুলাল আচার্যর প্রায় ২০টি গান তিনি সুর করে গেয়ে খ্যাতি পেয়েছেন। গণসঙ্গীতের ধারায় নতুন এক কণ্ঠ। সে কণ্ঠ আর দশজনের মতো নয়। কবিতায় সুরারোপ করে তা মানুষের মাঝে গেয়ে যে বিপুল জনপ্রিয়তা পাওয়া যায় তার অন্যতম উদাহরণ শিল্পী। বাম ও গণতান্ত্রিক আন্দোলনে ডাক পেলেই ছুটে যেতেন। গণসঙ্গীতকে যে অনেকের কাছে, অনেকের মাঝে ছড়িয়ে দেওয়া যায় তার বড়সড় উদাহরণ তিনি। শুধু গণসঙ্গীত নয়, পাশাপাশি গেয়েছেন লালনের গান, রবীন্দ্রনাথের গান, নজরুলের গান। লালনের গানের ক্ষেত্রে যথেষ্ট পরিশ্রমী ছিলেন। নিয়মিত চর্চাও করতেন। সুভাষ মুখোপাধ্যায়ের ‘লেনিন’-কে নিয়ে লেখা একটি কবিতার সুরারোপ করে বিপুল প্রশংসা পান। দর্শকরা উদ্বেল হয়েছেন গণসঙ্গীতের সঙ্গে এই ধরনের কবিতার গীতিরূপে।

    গানকে পেশা হিসেবে নেওয়ার মধ্যে যে অনেক ঝক্কি তা তিনি জানতেন। সময়ে সময়ে পারিশ্রমিকও মিলতো না। বলতেন, মানুষকে অনেক গান শোনাবো তার জন্য সর্বদাই পারিশ্রমিক মানায় না। ছাত্র-যুব আন্দোলন থেকে গণসংগ্রামের পরিধিতে একটা কথা চালু ছিল: কিছুই নেই ফান্ডে/ আছেন অজিত পাণ্‌ডে। নিজেই মজা করে বলতেন, এই ছন্দটা আমার মোটেই খারাপ লাগে না। ছয়ের দশকে বিশেষভাবে যুক্ত ছিলেন ‘নন্দন’ পত্রিকার সঙ্গে। এছাড়া যুক্ত ছিলেন অনেক গণসংগঠনের সঙ্গে। একটা কথা বলতেন, যেখানেই থাকি বামপন্থা হাতছানি দিয়ে ডাকে।

    দীর্ঘদিন ছিলেন মলঙ্গা লেনের ছোট্ট বাড়িতে। ২০০৩ সালে বাড়ি করে চলে যান কালিকাপুরের অহল্যানগরে। আমৃত্যু এই বাড়িতেই ছিলেন।

    বিভিন্ন সময় পাড়ি দিয়েছেন রাশিয়া, বার্লিন, ভিয়েতনামসহ বেশ কয়েকটি দেশে গানের সুবাদে। যেখানেই গেছেন জয় করেছেন শ্রোতার হৃদয়।

    • রেজাউল করিম সুমন - ১৪ জুন ২০১৩ (৭:৫৪ পূর্বাহ্ণ)

      আনন্দবাজার পত্রিকা থেকে :

      প্রয়াত সঙ্গীতশিল্পী

      প্রয়াত হলেন সঙ্গীতশিল্পী এবং প্রাক্তন বিধায়ক অজিত পাণ্ডে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫। হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে বাড়িতেই তাঁর মৃত্যু হয় বলে তাঁর পরিবারের তরফে জানা গিয়েছে। জীবনের বেশির ভাগ সময়েই তিনি গণসঙ্গীত গেয়েছেন। ‘ওই চাষনালার খনিতে মরদ আমার ডুইবা গেল রে’ তাঁর জনপ্রিয় গানগুলির একটি। ছাত্রজীবন থেকেই কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত তিনি। বৌবাজার থেকে সিপিএমের হয়ে নির্বাচনে জয়লাভ করেন তিনি। পরে অবশ্য প্রত্যক্ষ রাজনীতি থেকে সরে আসেন। গান গাওয়াকে তিনি কখনও অর্থমূল্যে বিচার করেননি। তাঁর গান নিয়ে বলা হত,
      ‘টাকা নেই ফান্ডে
      আছেন অজিত পান্ডে’।

      অর্থাৎ যে সব ক্লাবগুলির টাকা নেই, সেখানেও গান গাইতে রাজি তিনি। তিনি দেহদান করেছেন। আজ, শুক্রবার তাঁর মরদেহ প্রথমে বিধানসভায়, তার পর সিপিআইএম রাজ্য দফতরে, তাঁর বাড়ি ঘুরে এনআরএসে নিয়ে যাওয়া হবে বলে তাঁর পরিবার সূত্রে খবর।

      অজিত নেই, বিষাদ ডিসেরগড়ে
      সুশান্ত বণিক • আসানসোল

      ডিসেরগড়ের সঙ্গে তাঁর প্রায় ত্রিশ বছরের সম্পর্ক। বৃহস্পতিবার সকালে গণসঙ্গীত শিল্পী অজিত পাণ্ডের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকার মানুষের চোখে ভাসছে পুরনো স্মৃতি। মন খারাপ তাঁর এক সময়ের আড্ডার বন্ধুদেরও। সেই সব সুখ দুঃখের কথাই তাঁরা জানালেন, টুকরো কথায়।

      সত্তরের দশক থেকে এই শহরে তাঁর যাতায়াত শুরু। ২০০০ সালের গোড়ায় পাকাপাকি ভাবে চলে গিয়েছিলেন এই শহর ছেড়ে। তাঁর স্ত্রী গায়ত্রী পাণ্ডে ছিলেন সাঁকতোড়িয়া ডিসেরগড় বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। সেই সুবাদেই প্রতি সপ্তাহের শুক্রবার কলকাতা থেকে ডিসেরগড়ে আসতেন অজিতবাবু। ফিরে যেতেন সোমবার সকালে। নিজে একজন সাংস্কৃতিক কর্মী হওয়ায় খুব অল্পদিনের মধ্যে এলাকার কবি সাহিত্যিকদের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক গড়ে উঠেছিল। তা অটুট ছিল জীবনের শেষদিন পর্যন্ত। কলকাতার প্রতিষ্ঠিত কবি সাহিত্যিকদের মাঝে মধ্যেই এখানে নিয়ে আসতেন তিনি। কলকাতা ও ডিসেরগড়ের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধনের কাজটাই নিয়মিত করেছেন তিনি। সাংস্কৃতিক বিনিময় চালিয়েছেন নিঃশব্দে।

      এলাকার কবি নন্দদুলাল আচাযের্র সঙ্গে গভীর বন্ধুত্ব ছিল অজিতবাবুর। তিনি জানালেন, ১৯৭৪ সালে তাঁর সঙ্গে ডিসেরগড়েই প্রথম আলাপ হয় এই শিল্পীর। অজিতবাবুই তাঁকে প্রথম কলকাতায় নিয়ে যান। তিনি বলেন, “আমি নিয়মিত অজিতবাবুর মেসেই উঠতাম। তাঁর সঙ্গেই প্রথম গিয়েছিলাম কবি সুভাষ মুখোপাধ্যয়ের কাছে। এরপর একে একে গিয়েছি অমিতাভ দাশগুপ্ত, শঙ্খ ঘোষ-সহ আরও অনেকের কাছে।” অজিতবাবুর সাহচর্যেই লেখালিখি করেছেন নন্দদুলালবাবু। ইস্কোর চাষনালা কয়লা খনিতে জল ঢুকে কয়েকশো শ্রমিকের মৃত্যুর ঘটনা অনেকেই জানেন। নন্দদুলালবাবু জানান, ওইসময়ে তাঁদের কয়েকজনকে সঙ্গে নিয়ে চাষনালা যান অজিতবাবু। জলে তলিয়ে যাওয়া এক শ্রমিকের স্ত্রী-র কান্না শুনে তিনি লেখেন, ‘চাষনালার খনিতে মরদ আমার হারায় গেল গো’ গানটি। খনিশ্রমিকদের মুখে মুখে ফিরেছে এই গান। এলাকার বহু কবির কবিতায় সুর দিয়ে তিনি গেয়েছেন।

      নবীন সাহিত্যিকদের মধ্যে তাঁর অন্যতম বন্ধু আসানসোলের বাংলার অধ্যাপক দেবনাথ বন্দ্যোপাধ্যায়। জানালেন, অজিতবাবুর ডিসেরগড়ে থাকার তিনটে দিন অন্য কোথাও কোনও কাজ রাখতেন না তাঁর মতো নবীনরা। শনিবার সকাল থেকে শুরু হত আড্ডার পর্ব। কখনও তাঁর স্ত্রীর স্কুল আবাসনে, কখনও ক্লাব চত্বরে, কখনও বা পলাশের জঙ্গলে। মাঝে মধ্যে ছিন্নমস্তা মন্দির সংলগ্ন দামোদর নদের পাড়েও চলত তাঁদের আড্ডা। তিনি বলেন, “আমরা তখন কলেজে পড়ি। মন্ত্রমুগ্ধের মতো শুনতাম অজিতদার কথা ও গান।”

      প্রায় কুড়ি বছর আগে কলকাতায় ডাক্তারি পড়ার সময়ে অজিতবাবুর সঙ্গে আলাপ হয় ইসিএলের চিকিৎসক সৌমেন ভঞ্জের। বৃহস্পতিবার তাঁর মৃত্যু সংবাদ শুনে মুষড়ে পড়েছেন তিনি। বলছিলেন পুরনো দিনের কথা“তখন আমি হাওড়ার শিবপুরের বাসিন্দা। কলেজের সোশ্যালে গান গাইতে এসেছিলেন অজিতদা। সেই প্রথম পরিচয়। ডাক্তারি পড়তে পড়তে এরপর বেশ কয়েকবার দেখা ও কথা হয়েছে। পাশ করার পর চাকরি খুঁজতে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। ইসিএলে চাকরি পেয়ে ডিসেরগড়ে এসে উঠি। এক দিন অজিতবাবুর স্ত্রীর চিকিৎসা করতে গিয়েছিলাম। তখনই জানতে পারি, ওঁর স্বামীর নাম অজিত পাণ্ডে। আবার ফিরে এল পুরনো সম্পর্কটা। আসানসোল শিল্পাঞ্চলের শিল্প সাহিত্যের উৎকর্ষ বাড়াতে আমরা একসঙ্গে অনেক কাজ করেছি। তাঁর কথা মনে রাখবে ডিসেরগড়।”

      দীর্ঘ ত্রিশ বছর ধরে কোলফিল্ড ট্রেন ধরে কলকাতা থেকে আসানসোলে আসতেন অজিতবাবু। ট্রেনের নিত্যযাত্রী ধর্মদাস চৌধুরী বলেন, “শুক্রবার বিকেলে আমাদের কামরার জানলার ধারের একটি আসন তাঁর জন্য বরাদ্দ ছিল। সোমবার ফেরার সময়েও সেখানেই বসতেন তিনি। তাঁর আসা যাওয়ার স্বাচ্ছন্দ্যের জন্য আমরা এইটুকু ব্যবস্থা করে রাখতাম।”

      ইসিএলের সদর কার্যালয়ের জনসংযোগ দফতররে আধিকারিকদের সঙ্গেও যথেষ্ট হৃদ্যতার সম্পর্ক ছিল তাঁর। শহরে থাকলে নিয়মিত ওই দফতরে যেতেন, গল্পগুজব করতেন। বৃহস্পতিবার তাঁর মৃত্যু সংবাদে শোকাচ্ছন্ন এই দফতরের অনেকেই। অস্ফুটে কেউ কেউ বললেন, “এমন খারাপ সকাল কখনও আসবে, ভাবিনি।”

  13. মাসুদ করিম - ১৭ জুন ২০১৩ (৬:৩৭ অপরাহ্ণ)

    কবি খোন্দকার আশরাফ হোসেন, তাকে ঠিকমতো পড়া হয়নি আমার, যান্ত্রিকভাবে অসুবিধাজনক অবস্থায় থাকায় জানা হয়নি মৃত্যুসংবাদও [কবি ও শিক্ষাবিদ খোন্দকার আশরাফ হোসেন আর নেই : আশির দশকের অন্যতম কবি ও শিক্ষাবিদ খোন্দকার আশরাফ হোসেন আর নেই। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। খোন্দকার আশরাফ ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।এদিকে বিডিনিউজ জানায়, ল্যাবএইডের চিকিৎসকদের অবহেলার কারণে খোন্দকার আশরাফ হোসেনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবারের সদস্যরা। তবে হাসপাতালের চিকিৎসকরা দাবি করেছেন, সর্বোচ্চ চেষ্টা করেও মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত এই অধ্যাপককে গুরুতর ‘হার্ট অ্যাটাক’ থেকে বাঁচাতে পারেননি তাঁরা।] , এখন পড়লাম ‘জীবনের সমান চুমুক’/ মোশতাক আহমদ, ‘চল্লিশে’ই চলে গেলেন আশরাফ ভাই!/ সৈকত হাবিব, কবি খোন্দকার আশরাফ হোসেন: মৃত্যূত্তোর শ্রদ্ধা / আহমাদ মাযহার

    asraf-by-masud-anondo

    আহমাদ মাযহারের লেখা থেকে কবি খোন্দকার আশরাফ হোসেনের বইপত্রের একটা তালিকা তৈরি হয়ে যায়:

    অনুবাদ:
    সফোক্লিসের রাজা ঈদিপাস (১৯৮৭)
    ইউরিপিডিসের মিডিআ (১৯৮৭) ও আলসেস্টিস (১৯৮৭)
    পাউল সেলানের কবিতা (১৯৯৭)
    Selected Poems of Nirmolendu Goon (২০০১)
    Folk Tales from Bangladesh (১৯৮৫)
    Folk Poems From Bangladesh(১৯৯)?

    কবিতা:
    তিন রমণীর ক্বাসিদা (১৯৮৪)
    পার্থ তোমার তীব্র তীর (১৯৮৬)
    জীবনের সমান চুমুক (১৯৮৯)
    সুন্দরী ও ঘৃণার ঘুঙুর (১৯৯১)
    নির্বাচিত কবিতা (১৯৯৫)
    যমুনাপর্ব (১৯৯৮)
    জন্মবাউল (২০০১)
    কবিতাসংগ্রহ (২০০৫),
    তোমার নামে বৃষ্টি নামে (২০০৮)
    আয়না দেখে অন্ধ মানুষ (২০১১)
    কুয়াশার মুশায়েরা (২০১৩)

    প্রবন্ধ ও অন্যান্য:
    রোমান্টিক ও আধুনিক কবিতার অক্ষদ্রাঘিমা (২০১০)
    বাংলাদেশের কবিতা: অন্তরঙ্গ অবলোকন (১৯৯৫)
    বিশ্বকবিতার সোনালি শস্য (২০০৫)
    রবীন্দ্রনাথ ইয়েটস গীতাঞ্জলি (২০১৩)
    চিরায়ত পুরাণ (২০০২)
    সাধারণ ধ্বনিতত্ত্বের উপাদান (১৯৮৯)

  14. মাসুদ করিম - ১৮ জুন ২০১৩ (১:২০ পূর্বাহ্ণ)

    এই সুপারিশকৃত লিন্কে কখনো কখনো মৃত্যুর মিছিল নামে, সত্যিই ভাল লাগে না এসব আপডেট করতে, পরলোক গমন করেছেন বাংলাদেশ টেলিভিশনের সেরাদের সেরা নাট্যনির্দেশক ও নাট্যকার আতিকুল হক চৌধুরী।

    ArtsEntertainment8-568x380

    আতিকুল হক চৌধুরী আর নেই

    খ্যাতিমান নাট্যকার আতিকুল হক চৌধুরী আর নেই।

    সোমবার রাত ৯টা ৩৫ মিনিটে তিনি শমরিতা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

    আতিকুল হক প্রোস্টেট ক্যানসার, ডায়বেটিসসহ বার্ধক্যজনিত জটিল রোগে ভুগছিলেন। ‘দূরবিন দিয়ে দেখুন’, ‘নীলনকশার সন্ধানে’, ‘সুখের উপমা’, ‘বাবার কলম কোথায়’সহ অসংখ্য সৃষ্টিশীল নাটকের জন্ম দিয়েছেন তিনি।

    ১৯৩১ সালের ১৫ ডিসেম্বর আতিকুল হক চৌধুরীর জন্ম। ১৯৬০ সালে রেডিও পাকিস্তানে যোগ দেওয়ার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। ১৯৬৬ সালে যোগ দেন বাংলাদেশ টেলিভিশনে।

    বিটিভিতে কমর্রত অবস্থায় দেশবাসীকে অসংখ্য নাটক উপহার দেন তিনি। সর্বশেষ তিনি বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক ছিলেন। এরপর তিনি বেসরকারি একুশে টেলিভিশনের উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালর নাট্যকলা বিভাগেও তিনি ১১ বছর শিক্ষকতা করেছেন।

    বাংলা একাডেমী পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বিটিভির সেরা প্রযোজকসহ উল্লেখযোগ্য বেশকিছু পুরস্কার পেয়েছেন তিনি।

  15. মাসুদ করিম - ১৮ জুন ২০১৩ (২:৩৪ অপরাহ্ণ)

    ব্রাজিলের প্রধান প্রধান শহরগুলোতে হাজার হাজার মানুষ ২০১৪ বিশ্বকাপ আয়োজনে ব্রাজিলের আকাশচুম্বি খরচের বিরুদ্ধে এবং গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করছে।

    Brazil protests over World Cup costs spread nationwide from Masud Karim on Vimeo.

    Brazil protests over World Cup costs spread nationwide

    Tens of thousands of people took to the streets of major Brazilian cities Monday as protests spread against higher public transport costs and the billions of dollars being spent on new stadiums for the 2014 World Cup.

    Tens of thousands of people marched in Brazil’s biggest cities on Monday night as protests against a rise in the cost of public transport and the huge sums being spent to host the 2014 FIFA World Cup spread across the South American country.

    As many as 6,000 people took to the streets of Rio de Janeiro for what were largely peaceful gatherings. However, police used tear gas and rubber bullets when a group of protesters invaded the state legislative assembly and threw rocks.

    The atmosphere was festive in Sao Paulo, Brazil’s economic hub, with a reported 65,000 people marching to the rhythm of drums and songs. There was little police presence, with many families among the throngs. However, these protests also ended with police firing teargas to disperse protesters trying to invade the state government building.

    Thousands gathered at the National Congress in Brasilia, where protests began three days ago as the capital city hosted the first game of this year’s Confederations Cup, a prelude to next year’s bigger and more important World Cup.

    There were also protests on Monday in Belo Horizonte, Fortaleza and Salvador – all host cities for next year’s giant football tournament – with some violence reported.

    The original demonstrations were sparked by a planned rise in public bus and metro fares around the country. While the fare hikes amounted to just a few cents, organizers of the protests said many students and workers already struggled to pay for transport, and any rise threatened to further exclude Brazil’s poorest from schools and jobs.

    But as protests expanded across the country on Sunday and Monday, so has the scope of protesters’ grievances. Many of the protests targeted football stadiums, into which the government has poured millions ahead of the World Cup and the 2016 Olympics in Rio de Janeiro.

    They said that while the government invested heavily in those events, they were letting schools and hospitals go to waste.

    Mass protests hit Brazil over transport fares FIFA cup overspending from Russia Today from Masud Karim on Vimeo.

  16. মাসুদ করিম - ২৪ জুন ২০১৩ (১২:৪২ পূর্বাহ্ণ)

    ৯৩ বছর বয়সী কিংবদন্তী বন্দুক নির্মাতা ‘একে-৪৭’এর ডিজাইনার মিখাইল কালাশনিকভের ( Mikhail Kalashnikov) অবস্থা সংকটাপন্ন। তাকে বিশেষ বিমানে করে তার জন্মশহর ইঝেভস্ক (Izhevsk) থেকে চিকিৎসার জন্য মস্কো নিয়ে আসা হয়েছে।

    rian_00079593.hr.en.si

    93-year-old Mikhail Kalashnikov has been flown to Moscow for hospital treatment on an Emergencies Ministry plane after being taken ill in his home city of Izhevsk. The iconic gunsmith is said to be in a serious condition.

    The inventor of the AK-47 assault rifle endured the flight well and has been sent to undergo medical treatment in a Central military hospital in the Russian capital, reports Itar-Tass.

    Kalashnikov had been admitted to a cardiology hospital in the city of Izhevsk, in the Urals, after suffering a pulmonary thrombosis, when doctors “decided to send Kalashnikov to a Moscow’s clinic for medical supervision,” said Emergencies Ministry’s spokesperson Irina Rossius.

    A flying hospital complete with a team of doctors and hi-tech equipment was sent to bring Kalashnikov who also suffers from a heart condition to the capital.

    At the end of May Mikhail Kalashnikov spent almost a fortnight undergoing tests in an Izhevsk hospital.

    While in hospital the arms designer agreed to transfer the rights to use the Kalashnikov brand name to the Izhmash weapons factory, Russia’s largest producer of military automatic and sniper weapons.

    The engineer’s health is said to have worsened in December 2012. After a routine check up on December 20 Kalashnikov had to stay in intensive care for some time.

    The weapons designer has until recently regularly attended work at the military plant in Izhevsk named after him.

    বিস্তারিত পড়ুন : Legendary gunmaker Kalashnikov flown to Moscow for treatment

  17. মাসুদ করিম - ২৬ জুন ২০১৩ (৬:৫১ অপরাহ্ণ)

    যারা রাশান জানেন তাদের জন্য এটা একটা অসাধারণ খবর : তলস্তয়ের সব কাজ অনলাইনে উন্মুক্ত করে দেয়া হয়েছে, সাইটটি > http://www.readingtolstoy.ru/

    tolstoy-7c45316ed79c55733b99ac946f9f0232

    Tolstoy’s Entire Body of Work Goes Online, Descendant Says

    Count Leo Tolstoy was a prolific author, rich and generous enough to bequeath his works to be published and distributed free of charge.

    His epics “War and Peace” and “Anna Karenina” still top most of the lists of greatest novels of all time, and his controversial views on Christianity earned him excommunication from the Russian Orthodox Church and spawned a short-lived religious movement.

    Before he died in 1910 aged 82, the white-bearded writer and social reformer penned so much that the classic edition of his collected works spans 90 volumes. More than a century later, the entire body of his novels, short stories, fairy tales, essays and personal letters will be available online for free, his great-great-granddaughter said Wednesday.

    “We’re fulfilling his bequest on a new technological level,” Fyokla Tolstaya, who works at Moscow’s Leo Tolstoy museum, told RIA Novosti.

    The website, http://www.readingtolstoy.ru, will feature the 90-volume edition that was published in 1958. The now-classic and rare collection is being scanned and proofread by almost 1,500 of volunteers. The volunteers also verify the accuracy of the e-books that have, for years, been available in online libraries and file-sharing websites, Tolstaya said.

    By Wednesday, 33,400 pages out of the 46,000-page collection had been scanned and proofread, according to statistics on the website.

    Russia is a well-known haven for online pirates and copyright violators, and Tolstoy’s books were among the first to become available in online libraries in the 1990s.

    The late Count may well be looking down on this benevolently, given the Christian and somewhat anarchist views that made him a cult figure among revolutionaries, Communists and modern-day non-conformists.

    “He would have loved the idea of a free website with his works,” Tolstaya said.

    A free-wheeling gambler, playboy and fearless artillerist during the Crimean War of 1853-1856, the gaunt and handsome aristocrat underwent a complicated moral transformation.

    Despite becoming a celebrity after writing War and Peace and Anna Karenina, he went through a painful moral crisis that saw him become a born-again Christian, wearing peasant clothes and sporting a long white beard.

    His criticism of Russia’s dominant Orthodox Church and an attempt to rewrite Christian scriptures got him anathematized and excommunicated in 1901. More than a century later, Russia’s resurgent Orthodox Church still refuses to lift this excommunication.

    But hundreds of his followers – known as “tolstovtsy” – united in small rural communities in Russia, giving up meat and trying to create a utopian society devoid of greed and violence. Mahatma Gandhi considered himself a follower of Tolstoy, and the count’s ideology of passive resistance later inspired Indian protests against the British rule.

    Although Soviet founder Vladimir Lenin called Tolstoy the “mirror of the Russian revolution,” early Communist were merciless to tolstovtsy disbanding their communities and sentencing them to forced labor in Gulags.

    Tolstoy’s works, however, became part of an obligatory high-school curriculum. Generations of Russian students had to read the 800 page-plus War and Peace – with boys preferring war and girls – peace, according to a popular saying.

    Now, they can download the book for free.

  18. মাসুদ করিম - ২৭ জুন ২০১৩ (২:১১ অপরাহ্ণ)

  19. মাসুদ করিম - ৩০ জুন ২০১৩ (৬:১৪ অপরাহ্ণ)

    রোবেন আইল্যান্ড, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এর আছে তিন শতকের ইতিহাস, কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য অবশ্যই নেলসন ম্যান্ডেলাকে এখানেই নির্বাসিত করে রাখা হয়েছিল, কিন্তু নেলসন ম্যান্ডেলা সব অন্যায় অত্যাচারকে প্রতিহত করে বর্ণবাদ থেকে দক্ষিণআফ্রিকাকে মুক্ত করেছিলেন।

    Robben Island was used at various times between the 17th and 20th centuries as a prison, a hospital for socially unacceptable groups and a military base. Its buildings, particularly those of the late 20th century such as the maximum security prison for political prisoners, witness the triumph of democracy and freedom over oppression and racism.

    In terms of the National Monuments Act of South Africa, the area was declared as a National Monument in 1996. Robben Island, and its buffer zone of one nautical mile, is legally protected as a National Heritage Site through the National Heritage Resources Act(No 25 of 1999); the World Heritage Convention Act (Act No 49 of 1999); the Cultural Institutions Act (Act No 119 of 1998); the National Environmental Management Act (Act No 107 of 1998); National Environmental Management: Biodiversity Act (Act No 10 of 2004); and the National Environmental Management: Protected Areas Act (Act No 57 of 2003). Protection in terms of the latter implies that mining or prospecting will be completely prohibited from taking place within the property or its buffer zone. Furthermore, any unsuitable development with a potential impact on the property will not be permitted by the Minister of Environmental Affairs and Tourism.

    The management authority for the property rests with the Robben Island Museum Council with delegated authority for the day-to-day management and conservation matters residing with the Chief Executive Officer.

    Progress has been made with the implementation of the Integrated Conservation management plan, specifically in relation to physical conservation and preventive conservation work, ongoing improvements in interpretation and visitor management, and better cooperation with the Department of Public Works. There is a need to improve the institutional/managerial aspects of the property in order to address the vulnerabilities of the built heritage. In particular there is a need to implement the recommendations of the June 2003 Status Quo report, undertaken by the Department of Public Works to assist in guiding future maintenance planning, budgeting and to establish a system to monitor progress. It included an inventory of most infrastructure and facilities, assessed their condition and recommended repairs.

    রোবেন আইল্যান্ড

    রোবেন আইল্যান্ড নিয়ে বিস্তারিত জানতে ইউনেস্কোর এই সাইটটি পড়ুন, দেখুন : http://whc.unesco.org/en/list/916/

  20. Pingback: ঋতুপর্ণ ঘোষ | প্রাত্যহিক পাঠ

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.