মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিন্ক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।
আজকের লিন্ক
এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।
৩৩ comments
মাসুদ করিম - ১ মার্চ ২০১৩ (৩:০৫ পূর্বাহ্ণ)
হ্যারড নিষ্ঠুরতার জন্য কুখ্যাত ইহুদি রাজা যেমন ছিলেন তেমনি ছিলেন আজকের ইসরাইলের প্রত্নতাত্ত্বিক বিভিন্ন নিদর্শনের উৎস পুরুষ। তাকে নিয়ে উচ্চাকাঙ্ক্ষী এক প্রদর্শনীর আয়োজন করেছে ইসরাইল মিউজিয়াম। অবশ্য এই প্রদর্শনীতে রাজা হ্যারডের সাথে সম্পর্কিত প্যালেস্তাইনের পশ্চিম উপত্যকার কিছু শিল্পবস্তুও প্যালেস্তাইন অথরিটির অনুমতি না নিয়ে প্রদর্শিত হয়েছে, যা তীব্র বিতর্ক ও প্রতিক্রিয়ার উদ্ভব ঘটিয়েছে।
মাসুদ করিম - ২ মার্চ ২০১৩ (৩:০৯ অপরাহ্ণ)
আজ সকালে ৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট ও পাশ্ববর্তী অঞ্চল, সিলেট থেকে ৪১ কিমি দক্ষিণপূর্বে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। আসামের করিমগঞ্জে কিছু বাড়িতে ফাটলের খবর আসলেও সিলেট অঞ্চল থেকে এখনো ক্ষয়ক্ষতির কোনো খবর আসেনি।
মাসুদ করিম - ২ মার্চ ২০১৩ (৩:২১ অপরাহ্ণ)
হুগো শাভেজের জীবনমৃত্যু নিয়ে গুজবের ডালপালা গজাচ্ছেই। কিন্তু রাষ্ট্রীয় ভাবে সর্বশেষ খবর হল, তিনি ক্যান্সারের সাথে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন দেশেরই এক সামরিক হাসপাতালে যেখানে কিউবা থেকে গত ১৮ ফেব্রুয়ারিতে দেশে ফেরার পর থেকেই তিনি অবস্থান করছেন।
মাসুদ করিম - ৬ মার্চ ২০১৩ (১০:৩১ পূর্বাহ্ণ)
হুগো শাভেজ ও ক্যান্সারের (কী ক্যান্সার হয়েছিল সেটা গোপন রাখা হয়েছে, আজো গোপন আছে) লড়াইয়ে ক্যান্সার জিতল, কিউবায় করা চারটি অপারেশন (শেষটি হয়েছিল ১১ ডিসেম্বর) কেমোথেরাপি রেডিয়েশন সব চিকিৎসা ব্যর্থ করে ৫৮ বছর বয়সে এই অসমসাহসী মানুষটিকে শেষ পর্যন্ত নিস্তব্ধ হতে হল, ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ভেনিজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে হুগো শাভেজের মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা দেন, আমাদের কাছে সবচেয়ে কঠিন ও হৃদয়বিদারক খবরটি এসে পৌঁছেছে… আমাদের নেতা প্রেসিডেন্ট হুগো শাভেজ আজ (০৫ ফেব্রুয়ারি) বিকাল ৪:২৫এ (বাংলাদেশ সময় রাত ১১:২৫) মৃত্যুবরণ করেছেন।
হুগো শাভেজের মৃত্যুতে ত্রিশ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচনে যেতে হবে ভেনিজুয়েলাকে। শাভেজের দল থেকে নিকোলাস মাদুরোই প্রতিদ্বন্দ্বিতা করবেন আশা করা যাচ্ছে।
হুগো শাভেজেরে মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
হুগো শাভেজের ঘাতক ক্যান্সারের সাথে তার লড়াইয়ের ক্রমপঞ্জি।
মাসুদ করিম - ১১ মার্চ ২০১৩ (২:২৬ পূর্বাহ্ণ)
এটা ভেনেজুয়েলার মাদুরো বলেন এটা ইরানের আহমাদিনেজাদে বলেন এবং এটা বলিভিয়ার মোরালেসও বলেন ঐতিহাসিক শত্রুরা বা সাম্রাজ্যবাদী শত্রুরাই বিষ প্রয়োগে বা অন্য কোনো উপায়ে শাভেজকে ক্যান্সার আক্রান্ত করে তাকে হত্যা করেছেন। তিনজনই এব্যাপারে ‘নিশ্চিত’ কিন্তু কিউবায় যেখানে শাভেজের চিকিৎসা হয়েছে, সেখানকার চিকিৎসকরা কেউই কি ব্যাপারটি ধরতে পারেননি? নাকি চিকিৎসাশাস্ত্র এখনো এটা ধরার মতো জ্ঞান আয়ত্ত করতে পারেনি? তাহলে শুধু ‘নিশ্চিত’ অনুমানের ভিত্তিতেই আমরা বলব শাভেজকে সাম্রাজ্যবাদীরা হত্যা করেছে?
বিস্তারিত পড়ুন : Bolivian President Says “Almost Certain” Chavez was Poisoned
মাসুদ করিম - ৪ মার্চ ২০১৩ (১০:৫২ পূর্বাহ্ণ)
পাকিস্তানের বালুচিস্তানের শিয়া ধর্মাবলম্বী জনজাতি হাজারাদের নিশ্চিহ্ন করে দিতে একই অঞ্চলের সুন্নি ধর্মাবলম্বী বালুচ জাতির বারহুই উপগোষ্ঠী দেওবন্দি সৌদি অর্থপুষ্ট সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-জাংভির আক্রমণ চলছেই,বলা হচ্ছে এই ‘সিলেক্টিভ জেনোসাইড’ সৌদি-ইরান বা সুন্নি-শিয়া ঠান্ডা যুদ্ধের সংঘাত থেকে উদ্ভূত যাতে পাকিস্তানের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থা আইএসআই-ও লস্কর-ই-জাংভিকে শক্তি জোগাচ্ছে বালুচিস্তানের জাতীয়তাবাদী স্পৃহাকে দ্বিধাবিভক্ত করে দেয়ার জন্য, অবশ্য আফগানিস্তানে ইরান ভারত আমেরিকা পাকিস্তানের প্রভাব বিস্তারের জটিল হিসাব নিকাশের ছাপও পড়েছে এই ক্ষুদ্র হাজারা জনজাতির উপর যাদের আদিনিবাস ছিল মধ্য আফগানিস্তানে এবং বেলুচিস্তানে প্রধানত এরা রাজধানী কোয়েটার অধিবাসী।
কোয়েটায় বোমা হামলায় হাজারা নারীদের প্রতিবাদ
বিস্তারিত পড়ুন : The Hazard of Being a Hazara in Balochistan।
মাসুদ করিম - ৪ মার্চ ২০১৩ (১:০১ অপরাহ্ণ)
উর্দুতে তেমনভাবে অনূদিত হয়নি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম। ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রণব মুখার্জি যখন অর্থমন্ত্রী ছিলেন তার অর্থসংস্থানের সিদ্ধান্তে নির্বাচিত কিছু সাহিত্যকর্মের অনুবাদের কাজ শুরু হতে যাচ্ছে।
মাসুদ করিম - ৫ মার্চ ২০১৩ (১:১৩ অপরাহ্ণ)
যন্ত্রনির্মাণের পদ্ধতি ও তথ্যপ্রযুক্তি দিয়ে ‘মন’ সৃষ্টির থিওরি ও ‘চিন্তা’র গোপনসূত্র উদঘাটনের প্রয়াস আগ্রহোদ্দীপক হতে পারে কিন্তু অসম্ভব। মস্তিষ্কের বিন্যাস উপলব্ধির প্রক্রিয়া পাঠ করে মন পাঠ করে ফেলার উত্তেজনা সত্যিই সাময়িক। পড়ুন এখানে তুলে দেয়া এই পুস্তক সমালোচনা।
মাসুদ করিম - ১১ মার্চ ২০১৩ (২:২০ অপরাহ্ণ)
বাংলাদেশের টেস্ট ইতিহাসে গৌরবময় দ্বিশতক এলো মুশফিকুর রহিমের ব্যাট থেকে ৬২.৩০ গড়ে।
মাসুদ করিম - ১১ মার্চ ২০১৩ (২:৪৫ অপরাহ্ণ)
সৌদি আরবের সর্বোচ্চ শাস্তি জনসমক্ষে মস্তক ছিন্ন করা উঠিয়ে গুলি করে মৃত্যু নিশ্চিত করার সুপারিশ করা হচ্ছে। একটা ব্যাপার অবশ্য এই খবরে স্পষ্ট হল না, সেটাও কি জনসমক্ষেই?
মাসুদ করিম - ১১ মার্চ ২০১৩ (১০:০৪ অপরাহ্ণ)
এটা নিঃসন্দেহে একটা বিশাল আঞ্চলিক সংহতি প্রকল্প, ইরান-পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্প পাকিস্তানের শিল্পোদ্যোগ ও কর্মসংস্থান এবং ইরানের গ্যাসের বাজার সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি। আমেরিকার নতুন করে আরো ‘নিষেধাজ্ঞা’র ঝুঁকির মধ্যেই আহমেদিনেজাদ ও জারদারি বহু প্রতীক্ষিত এই পাইপলাইনের আনুষ্ঠানিক নির্মাণ কাজের উদ্বোধন করলেন আজ। জারদারি জাতে বালুচ, বালুচেরা মানসিকভাবে ইরানিদের অনেক কাছের, সারাজীবন বালুচিস্তানের দিকে পিঠ দিয়ে জীবন কাটানো জারদারি শেষ পর্যন্ত বালুচি অভিজ্ঞানে ইরানের সাথে এত বড় একটা প্রকল্প শুরু করতে পারবেন কিনা তাই ভাবছি। আশা করি এই প্রকল্প ডিসেম্বর ২০১৩ নাগাদ শেষ হয়ে পাকিস্তানের জ্বালানি সমস্যার সমাধানে বিরাট অবদান রাখবে। ইরানের রাষ্ট্রপতি নির্বাচন ও পাকিস্তানের সংসদ নির্বাচন একবারে দোরগোডায়, খুব খারাপ হবে আমেদিনেজাদ-জারদারি এই পাইপলাইনকে নির্বাচনে শুধু তাদের দলের জন্য ভোট টানার কাজে ব্যবহার করলে — গভীরভাবে চাই দুদেশের এসব নির্বাচনী ডামাডোলের চেয়ে এটা সত্যিকার অর্থে একটা আঞ্চলিক সংহতি হয়ে উঠুক, শিল্পোদ্যোগ ও কর্মসংস্থান পাকিস্তানের অর্থনীতির ভিতটাকে শক্ত করে সন্ত্রাসবাদী দুরাবস্থা থেকে উত্তরোত্তর উন্নতিতে সহায়তা করুক।
বিস্তারিত পড়ুন : Pakistan, Iran break ground on pipeline project।
মাসুদ করিম - ১২ মার্চ ২০১৩ (১২:৫৪ অপরাহ্ণ)
পলিটব্যুরোর শীর্ষস্থান ‘স্ট্যান্ডিং কমিটি’র বাইরের কাউকে সাধারণত উপরাষ্ট্রপতি করা হয় না চীনে, কিন্তু চীনের বর্তমান প্রেসিডেন্ট চি জিনপিং (Xi Jinping) তাই করতে যাচ্ছেন খুব সম্ভবত : এক সংস্কারবাদী কিন্তু চি জিনপিং-এর মতোই অতীতের প্রভাবশালী কমিউনিস্ট পার্টির নেতার পুত্র লি ইউআনচাও (Li Yuanchao) হতে যাচ্ছে চি জিনপিং-এর সহযোগী। এবং কাজটি তিনি করতে যাচ্ছেন এখনো যথেষ্ট প্রভাবশালী প্রাক্তন পার্টি প্রধান জিয়াং জেমিনের পছন্দের প্রার্থীকে নাকচ করে।
মাসুদ করিম - ১৪ মার্চ ২০১৩ (১০:৪২ পূর্বাহ্ণ)
সিল ছাপ্পড়ে বৈধ হলেন চীনের রাষ্ট্রপতি ও তার উপরাষ্ট্রপতি।
মাসুদ করিম - ১২ মার্চ ২০১৩ (১:৪৭ অপরাহ্ণ)
চীনের সংসদ National People’s Congress(NPC) ছাড়াও আরেকটি সংসদ আছে Chinese People’s Political Consultative Conference (CPPCC) দুটো সংসদই ছাপ-সর্বস্ব যদিও তারপরও প্রচলিত অর্থে বোঝার সুবিধার্থে প্রথমটিকে নিন্মকক্ষ ও দ্বিতীয়টিকে উচ্চকক্ষ বলা যেতে পারে। প্রথম সংসদটি সুবিখ্যাত পৃথিবীর সবচেয়ে বেশি সদস্যের সংসদ হিসাবে এর সদস্য সংখ্যা ২৯৮৭ এরমধ্যে চীনের কমিউনিস্ট পার্টির সদস্য ২০৯৯ জন এবং চীনের গণতান্ত্রিক দল ও নির্দলদের সমন্বয়ে গঠিত ‘ইউনাইটেড ফ্রন্ট’এর সদস্য সংখ্যা ৮৮৮ জন। দ্বিতীয় সংসদটি সুবিখ্যাত চীনের সবচেয়ে ক্ষমতাবান ও প্রাজ্ঞ রাজনৈতিক উপদেষ্টাদের কক্ষ হিসাবে যেখানে একজন চেয়ারম্যান ও ২৩জন ভাইস চেয়ারম্যানের সমন্বয়ে রাজনৈতিক উপদেষ্টা পরিষদ নির্বাচিত হয় যারা মূলত প্রাক্তন কেন্দ্রীয় ও আঞ্চলিক ডাকসাইটে প্রশাসনিক কর্মকর্তা — চীনের বিভিন্ন মন্ত্রণালয় তাদের সিদ্ধান্ত ও কার্যপ্রণালী এদের সাথে আলোচনা করেন এবং এতে ‘পরামর্শমূলক গণতন্ত্র’ (একবারেই চীনের নিজস্ব, Consultative Democracy) সুদক্ষ হয়ে ওঠে এটাই চীনের কমিউনিস্ট পার্টির দাবি। এই সংসদও চীনের কমিউনিস্ট পার্টি এবং চীনের গণতান্ত্রিক দল ও নির্দলদের সমন্বয়ে গঠিত হয়।
মাসুদ করিম - ১৫ মার্চ ২০১৩ (৩:৪৯ অপরাহ্ণ)
সিল ছাপ্পড়ে বৈধ হলেন চীনের প্রধানমন্ত্রী বা কেবিনেট প্রধান।
মাসুদ করিম - ১৩ মার্চ ২০১৩ (১:১০ পূর্বাহ্ণ)
তিনি মৃত্যুবরণ করেছেন ১২ মার্চ ২০১৩এর সকালে আকস্মিকভাবে, হৃদরোগে আক্রান্ত হয়ে — এক বেসরকারি হাসপাতালে — সেখবর আমি এখন টিভি ছেড়ে স্ক্রলে দেখতে পেলাম। গণেশ পাইন আমাদের সময়ের চিত্রকরদের চিত্রকর, এক মহত্তম শিল্পী, বয়স হয়েছিল ৭৬, কিন্তু তাকে যে বড় অকালে হারালাম, শূন্যতা অপূরণীয়, তা ঠিক, কিন্তু কোনো কোনো সৃষ্টিশীলতার কড়া নাড়া স্তব্ধ হয়ে গেছে শুনলে জীবনটাই যে বিস্বাদ লাগে — গণেশ পাইনের মৃত্যুতে আমার তেমনি অনুভূতি হচ্ছে।
উৎসব | ক্যানভাসে টেম্পেরা | ৭১.২x ৮১.৩ সে.মি
এখানে দেখুন আউটলুক ইন্ডিয়ায় গণেশ পাইনের কিছু চিত্রকর্ম নিয়ে ফটো গ্যালারি : Ganesh Pyne: Selected Works।
মাসুদ করিম - ১৩ মার্চ ২০১৩ (৫:৫৪ অপরাহ্ণ)
পড়তে অসুবিধা হলে দেখুন এখানে।
পড়তে অসুবিধা হলে দেখুন এখানে।
মাসুদ করিম - ১৪ মার্চ ২০১৩ (১১:০৪ অপরাহ্ণ)
জাতিসংঘের সহায়তায় কম্বোডিয়ার যুদ্ধাপরাধী ট্রাইবুনালের অন্যতম আসামি খেমার রুজ (Khmer Rouge) সহ-প্রতিষ্ঠাতা ইয়েং সারি (Ieng Sary) মৃত্যুবরণ করছেন। ২০০৭ সালে তাকে ১৯৭৫-১৯৭৯ সালে সংঘটিত গণহত্যা ও যুদ্ধাপরাধের দায়ে আটক করা হয় এবং ২০১১ সালে তার বিচার শুরু হয় — এবং সেবিচার শেষ না হতেই আজ তিনি মৃত্যুবরণ করেছেন। কেমন মনে হচ্ছে এই ‘আন্তর্জাতিক মান’, যেখানে আটক করার পর বিচার শুরু করতেই চার বছর লাগল, তারপর একবছর পার হয়ে গেলেও রায় পাওয়া গেল না? নাকি এরকম ‘আন্তর্জাতিক মান’-এর জন্যই আমাদের দেশে অনেকে জাতিসংঘের সহায়তায় ট্রাইবুনাল চেয়েছেন?
Hospital workers in Phnom Penh load the body of Ieng Sary into an ambulance for transport back to his home in Banteay Meanchey province, March 14, 2013.
মাসুদ করিম - ১৫ মার্চ ২০১৩ (৫:৫৯ অপরাহ্ণ)
শেষ পর্যন্ত নেপালের সাধারণ নির্বাচনের জন্য বিদায়ী প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাইয়ের উদ্যোগে দেশের প্রধান চার রাজনৈতিক দলের সম্মতিতে প্রধান বিচারপতি খিল রাজ রেগমিকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এই সরকারের অধীনেই আগামী ২১ জুন ২০১৩তে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সাংবিধানিকভাবে এই এগারো সদস্য বিশিষ্ট এই সরকারের নাম হবে ‘অন্তর্বর্তী নির্বাচন কাউন্সিল’ ( Interim Election Council)। গভীর মনোযোগের সাথে আমাদের এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খ পড়া উচিত, আমাদের দেশের সাধারণ নির্বাচন সংকটে এরকম কোনো সাংবিধানিক সমাধানে আমরা আসতে পারি কিনা, সেসাথে নিবিড় মনোযোগের সাথে এই কাউন্সিলের এখন থেকে নির্বাচন পর্যন্ত প্রতিটি পদক্ষেপ আমাদের খেয়াল রাখা উচিত।
মাসুদ করিম - ১৬ মার্চ ২০১৩ (১০:১৯ পূর্বাহ্ণ)
চট্টগ্রাম আরো অন্ধকার হল, জীবনাবসান হল জামাল নজরুল ইসলামের — কাজের ক্ষেত্রে ছিলেন দিকপাল গণিতজ্ঞ ও বিজ্ঞানী কিন্তু অকাজের আকর্ষণে ছিলেন নাগরিক জীবনের সাংস্কৃতিক বিশ্বাসে জারিত ব্যক্তিত্ব — পরিশীলিত পদচারণা ও অসাধারণ কবিতা আবৃত্তির জন্য যাকে আমার সারাজীবন মনে থাকবে।
জামাল নজরুল ইসলাম | ২৪ জানুয়ারি ১৯৩৯ – ১৬ মার্চ ২০১৩
মাসুদ করিম - ২০ মার্চ ২০১৩ (৭:২৬ অপরাহ্ণ)
জামাল নজরুল ইসলামকে নিয়ে লিখেছেন আরশাদ মোমেন।
বিস্তারিত পড়ুন : জামাল স্যারকে নিয়ে কয়েক টুকরো স্মৃতি।
মাসুদ করিম - ১৯ মার্চ ২০১৩ (১০:৪৮ পূর্বাহ্ণ)
চীন এখন পৃথিবীর পঞ্চম বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ, ঠাণ্ডা যুদ্ধের পর এই প্রথম চীন এই স্থান অধিকার করল, অস্ত্র রপ্তানিতে ব্রিটেনকে পেছনে ফেলে এই অবস্থানে উঠে এসেছে চীন, এবং তার সামনে থাকা ফ্রান্স ও জার্মানির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে — যে হারে চীনের অস্ত্র রপ্তানি বাড়ছে তাতে আগামী কয়েক বছরেই চীন পৃথিবীর তৃতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ হয়ে উঠবে বলেই মনে হচ্ছে।
মাসুদ করিম - ১৯ মার্চ ২০১৩ (৩:০০ অপরাহ্ণ)
সিরিয়ার রাজনৈতিক বিরোধী শক্তি ‘সিরিয়ার জাতীয় মোর্চা’ (Syrian National Coalition) গতকাল তুরস্কের ইস্তান্বুলে তাদের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বাছাই করেছে। ১২ জন প্রার্থীর মধ্যে আমেরিকা প্রবাসী এবং পেশায় তথ্যপ্রযুক্তি কর্মকর্তা ঘাসান হিত্তোকে (Ghassan Hitto) প্রধানমন্ত্রী হিসাবে বেছে নেয়া হয়েছে। এরপর প্রধানমন্ত্রী নিশ্চয়ই তার মন্ত্রিপরিষদ গঠন করবেন, কিন্তু প্রশ্ন হল ওই সরকার কোথায় অবস্থান করবে? তারা কি তুরস্কে অবস্থান করবে? সিরিয়ার বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মি (Free Syrian Army) চায় তারা সিরিয়ায় যে মুক্তাঞ্চল গড়ে তুলেছে তার কোথাও গিয়ে ‘সিরিয়ার জাতীয় মোর্চা’ সরকার গিয়ে অবস্থান করুক, কিন্তু এবিষয়ে কোনো সর্বসম্মত সিদ্ধান্ত এখনো গৃহীত হয়নি — এবং যতদিন কোনো সিদ্ধান্ত গৃহীত হয় ততদিন মনে হচ্ছে এই সরকার তুরস্কে বা অন্য কোনো প্রতিবেশী মিত্র দেশে অবস্থান করবে।
ইমতিয়ার - ১৯ মার্চ ২০১৩ (৩:৫৮ অপরাহ্ণ)
এ ভারি তাজ্জব ব্যাপার যে, চমস্কির মতো মানুষের দিনের সাত ঘন্টাই কাটে ই-মেইলের উত্তর দিতে গিয়ে! যাকে আমরা বৈঠকি বলি, ই-মেইল বোধকরি সেরকমই একটা কিছু তার কাছে!
মাসুদ করিম - ২০ মার্চ ২০১৩ (১০:৪৮ পূর্বাহ্ণ)
ইসলামবাদীরা ভুল মিথ্যা মিশিয়ে ইসলামের জ্ঞান-বিজ্ঞানের ইতিহাস উপস্থাপনের চেষ্টা করেন, তাই করেছিলেন মিশরের রাষ্ট্রপতি মোহাম্মদ মরসি পাকিস্তানের এক বিশ্ববিদ্যালয়ে দেয়া তার সাম্প্রতিক বত্তৃতায়। সেই বক্তৃতার উৎকট ভুলগুলো দেখিয়ে দিলেন মিশরের প্রখ্যাত লেখক ইউসেফ জেইদান (Youssef Zeidan)।
মাসুদ করিম - ২০ মার্চ ২০১৩ (৬:১৬ অপরাহ্ণ)
২০০৭/২০০৮এ রাজনীতিবিদদের জন্য কঠিন সময়ে এবং এসময়ের আওয়ামী লীগের বিকট অন্তর্দ্বন্দ্বের রাহুকালে সতর্কতম ও কৌশলী ব্যক্তিটি ছিলেন জিল্লুর রহমান। পরবর্তীতে হয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি — তিনি আজ চলে গেলেন, তার বয়স হয়েছিল ৮৪ বছর।
খবরের লিন্ক : রাষ্ট্রপতি আর নেই।
মাসুদ করিম - ২১ মার্চ ২০১৩ (১১:৪৩ অপরাহ্ণ)
শ্রী লঙ্কার বিরুদ্ধে আনা জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রস্তাবের পক্ষে ভোট দিল ভারত।
বিস্তারিত পড়ুন : India votes in favour of UNHRC resolution censuring Sri Lanka।
পড়তে অসুবিধা হলে, লিন্ক এখানে।
মাসুদ করিম - ২৩ মার্চ ২০১৩ (১:৪৮ পূর্বাহ্ণ)
তাকেও ধরে রাখা গেল না, ঝরে পড়লেন তিনিও — চিনুয়া আচেবে জন্মেছিলেন ১৯৩০ সালে নাইজেরিয়ায় আর মৃত্যুবরণ করলেন ২২ মার্চ ২০১৩তে আমেরিকার বস্টনে ৮২ বছর বয়সে।
খবরের লিন্ক : Chinua Achebe, acclaimed Nigerian writer, has died।
গত বছর প্রকাশিত চিনুয়া আচেবে তার আত্মজীবনী শেষ করেছেন একটি কবিতা দিয়ে।
মাসুদ করিম - ২৪ মার্চ ২০১৩ (১১:০৭ পূর্বাহ্ণ)
সৌদিমুফতিসুধা : সৌদি আরবের প্রধান মুফতি শেখ আব্দুল-আজিজ আল-শেখ বলেছেন, টুইটার হল ‘ক্লাউনদের কাউন্সিল’, শুধু তাইই নয় তার মতে তরুণেরা টুইটারে সময় কাটিয়ে নষ্ট হয়ে যাচ্ছে।
মাসুদ করিম - ২৪ মার্চ ২০১৩ (৬:৫৪ অপরাহ্ণ)
চীনে সংস্কার জরুরি, কিন্তু কী গতিতে কী ব্যাপ্তিতে সেটাই প্রশ্ন। চীনের কমিউনিস্ট পার্টি বিপ্লবের ফসল — সংস্কারেও বিপ্লব চায় কেউ কেউ, কিন্তু বাস্তবতা বলে সংস্কার বিপ্লবী হতে গেলে মুহূর্তের ভুল সিদ্ধান্তে পার্টি রাষ্ট্র সব তছনছ হয়ে যেতে পারে। কমিউনিস্ট অভিজ্ঞতায় তার প্রথম উদাহরণ সোভিয়েত ইউনিয়ন, চীনের নতুন প্রেসিডেন্টের প্রথম শীর্ষবৈঠক তাই আজকের রাশিয়ায়, যে রাশিয়ায় আজ আর ক্ষমতায় নেই কমিউনিস্টরা। কী বুঝতে চান চি জিনপিং? সোভিয়েত ইউনিয়ন কোন ভুলে আজ রাশিয়া? নাকি সোভিয়েত ইউনিয়ন শেষদিকে যা যা করেছে তা আর করা যাবে না, এভাবেই চলবেন তিনি। অবশ্য সেটা দিয়েই তিনি শুরু করেছেন — একটা সংস্কার দাবি ছিল পিপলস আর্মি নিয়ে, সশস্ত্রবাহিনী পার্টির অধীনে না রেখে চীনের সরকারের অধীনে থাকুক, সেটা চি জিনপিং একবারে গোড়াতেই নাকচ করে দিয়েছেন — পার্টির সাধারণ সম্পাদক হওয়ার সাথে সাথেই সশস্ত্রবাহিনীর সব কর্তৃত্বও তিনি কব্জা করেছেন, আগে এমনটা হয়নি — আগে সশস্ত্রবাহিনী বছর দুয়েক পার্টির বিদায়ী সাধারণ সম্পাদকের হাতে থাকত। চি জিনপিং হয়তো ভয় পেয়েছিলেন, এভাবে সংস্কার হয়ে সশস্ত্রবাহিনী না সরকারের হাতে চলে যায় — যেমন গিয়েছিল সোভিয়েত ইউনিয়নে!
বিস্তারিত পড়ুন : In China, Soviet Union’s failure drives decisions on reform।
মাসুদ করিম - ২৬ মার্চ ২০১৩ (১০:৫৪ অপরাহ্ণ)
অর্থনৈতিক শক্তির স্থান বদল হচ্ছে, ব্রিকসের ( BRICS) কাছে চলে এসেছে আন্তর্জাতিক মুদ্রার বিশাল রিজার্ভ — ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকায় বসবাস করে পৃথিবীর জনসংথ্যর এক বড় ভাগ — এদের এবং এদের প্রতিবেশী উদীয়মান অর্থনীতির আছে বিরাট উন্নয়ন ক্ষুধা — সব মিলে ব্রিকসের অর্থমন্ত্রীরা একমত হয়েছেন একটা নতুন উন্নয়ন ব্যাংক তারা শুরু করতে পারবেন।
বিস্তারিত পড়ুন : BRICS Nations Plan New Bank to Bypass World Bank, IMF।
মাসুদ করিম - ২৮ মার্চ ২০১৩ (১:০১ অপরাহ্ণ)
তেল আবিবে ৯০ বছর আগের একটা বাড়িতে নতুন করে কাজ করাতে গেয়ে খুঁজে পাওয়া গেল বেশকিছু দেয়ালচিত্র যাতে ইউরোপীয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন মোটিফের মেলবন্ধন হয়েছে। বাড়ির মালিককে রাজি করানোর চেষ্টা চলছে তিনি যেন এই শিল্পকর্মগুলো সংরক্ষণ করে বাড়ির কাজ করান।
মাসুদ করিম - ২৮ মার্চ ২০১৩ (৪:০৪ অপরাহ্ণ)
রাশিয়ান মুফতি ভাবনা : তাতারাস্তানের সহকারী মুফতি ইলদার বায়াজিতভের এই ভাবনাটি প্রশংসার দাবি রাখে, এবং সত্যিই যদি সম্ভব হয় তাহলে বেশ ভাল হয়, জঙ্গিবাদ ঠেকাতে তিনি পরিকল্পনা করছেন মাদ্রাসার তরুণদের যদি সামাজিক ক্ষেত্রে দাতব্য কাজে নিয়োজিত করা যায় — বিশেষ গুরুত্ব পাওয়া দাতব্য ক্ষেত্র হবে মাদকাসক্তি পুনর্বাসন, বিকল্পসক্ষম মানুষদের সহায়তা, বৃদ্ধাশ্রম এতিমখানা ও জেলখানায় নানাধরনের সহায়তা।