মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিন্ক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।
আজকের লিন্ক
এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।
১৯ comments
মাসুদ করিম - ৬ ডিসেম্বর ২০১২ (৯:৪৩ পূর্বাহ্ণ)
আত্মাহুতি ৯১এ পৌঁছল। গতকাল চীনের গানজু প্রদেশের তিব্বতি অধ্যুষিত কাউন্টির এক কিশোরের আত্মহুতির প্রচেষ্টার মধ্য দিয়ে ফেব্রুয়ারি ২০০৯ থেকে এ পর্যন্ত ৯১ জন তিব্বতি চীন সরকারের তাদের উপর রাজনৈতিক নির্যাতন, অর্থনৈতিক বৈষম্য, পরিবেশ ধ্বংস, সংস্কৃতির সংকটের আগ্রাসনের প্রতিবাদ হিসাবে এভাবে আত্মাহুতি দিয়েছে। গতকাল আত্মাহুতির প্রচেষ্টাকালে পুলিশ ওই কিশোরের জ্বলন্ত দেহ নিয়ে চলে যায় এবং তাকে জরুরি চিকিৎসা দেয় তারপর তার শহরে ফিরিয়ে দিয়ে যায় কিন্তু এরপর তার পরবর্তী অবস্থা নিয়ে আর কিছু জানা যায়নি।
বিস্তারিত পড়ুন : Police Take Burning Tibetan Away।
মাসুদ করিম - ৬ ডিসেম্বর ২০১২ (১০:১৭ পূর্বাহ্ণ)
চীনের কূটনৈতিক অবস্থানের নতুন চতর্ভুজ প্রস্তবনা। এর উপরই নির্ভর করবে প্রশান্ত মহাসাগরীয় নতুন শক্তিকেন্দ্রের আলোকে সারা পৃথিবীর ভূরাজনৈতিক ভবিষ্যৎ?
মাসুদ করিম - ৬ ডিসেম্বর ২০১২ (১২:৪৫ অপরাহ্ণ)
রাজনৈতিক আশ্রয় কোথায় নিবেন বাশার আল আসাদ? হ্যাঁ, তার নিজের এবিষয়ে কূটনৈতিক প্রচেষ্টা শুরু হয়ে গছে। তাকে দেশত্যাগে বাধ্য করা হলে লাতিন আমেরিকার কোনো দেশই হবে তার গন্তব্য।
মাসুদ করিম - ৬ ডিসেম্বর ২০১২ (১:২৬ অপরাহ্ণ)
চি জিনপিং (Xi Jinping) এখন চীনের সামরিক সর্বাধিনায়ক, চীনের প্রেসিডেন্টের যে দায়িত্ব তিনি নিবেন আগামী মার্চে সেটা অনেকটা আলঙ্কারিক পদ — তার ক্ষমতার মূলসূত্র হয়ে থাকবে চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও সেন্ট্রাল মিলিটারি কমিশনের চেয়ারম্যান হিসাবে। এবং সেদিক থেকে তার ‘শক্তিশালী মিসাইল শক্তি’ গড়ে তোলার আহবান খুবই গুরুত্ববহ।
মাসুদ করিম - ৯ ডিসেম্বর ২০১২ (১১:০০ পূর্বাহ্ণ)
দীর্ঘ রোগভোগের পর চলে গেলেন শিক্ষাবিদ খান সারওয়ার মুরশিদ (জন্ম: ১ জুলাই, ১৯২৪ — মৃত্যু: ৮ ডিসেম্বর, ২০১২)। ‘নিউ ভ্যালুজ’, ‘সংস্কৃতি সংসদ’ ও ‘রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকী উদযাপনের শীর্ষ সংগঠক’ খ্যাত ইংরেজি সাহিত্যের এই প্রথিতযশা অধ্যাপক মুক্তকামী বাঙ্গালি জাতির আন্দোলন সংগ্রামের এক গুরুত্বপূর্ণ নেপথ্যযোদ্ধা ছিলেন সারাটা জীবন।
এখানে পড়ুন : খান সারওয়ার মুরশিদের জীবনপঞ্জি।
মাসুদ করিম - ১২ ডিসেম্বর ২০১২ (৯:৫৯ পূর্বাহ্ণ)
কেন জানি ভেবেছিলাম তুমি যাবে না, কিন্তু যতই ভালবাসি তা কি হয়, তুমি চলে গেলে।
এই লিন্কে খেয়াল রাখুন আপডেট আসতে থাকবে : Sitar Maestro Pandit Ravi Shankar Dead।
মাসুদ করিম - ১৩ ডিসেম্বর ২০১২ (২:৫৮ অপরাহ্ণ)
সুরের আকাশ রবিহারা
ছিন্ন যবে হল তার
নিজের সংস্কৃতি ভুলে যাওয়া লজ্জার
পণ্ডিত রবিশঙ্কর ১৯২০-২০১২
যুগান্ত | সম্পাদকীয় ‘এই সময়’
মাসুদ করিম - ১৩ ডিসেম্বর ২০১২ (১২:০৭ অপরাহ্ণ)
জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে সম্প্রতি ঢাকায় একটি গুরুত্বপূর্ণ সম্মেলন হয়ে গেল। এই সম্মেলনে অংশগ্রহণকারী এশীয় দেশগুলোর সংসদ সদস্য ও সিভিল সোসাইটি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০১৫এর নির্ধারিত সময়ের মধ্যে অর্জনের গভীর প্রত্যয় ব্যক্ত করল। বাংলাদেশের বর্তমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির কারণে এরকম গুরুত্বপূর্ণ একটি সম্মেলনের দিকে কারো ঠিকমতো নজর পড়েনি।
আমি সচরাচর একটা অন্য লক্ষ্যে দক্ষিন, দক্ষিণপশ্চিম, উত্তর ও মধ্য এশিয়ার এই সংঘবদ্ধতা নিয়ে ভাবি। যদি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার অর্জনের চেষ্টার মধ্য দিয়ে এদেশগুলো পরস্পরের আরো কাছাকাছি আসতে পারে তা হলে পশ্চিমের রক্তক্ষয়ী শান্তির আন্তর্জাতিক উল্লম্ফনের চেয়ে অনেক কার্যকরী শান্তি আনতে পারবে এই অঞ্চলে। বাংলাদেশের এক্ষেত্রে বড় সুযোগ রয়েছে, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের সাফল্যকে সামনে রেখে বাংলাদেশ এই দেশগুলোতে শক্তিশালী কূটনৈতিক অবস্থান তৈরি করতে পারে এবং এঅঞ্চলের দারিদ্রমুক্তিতে বাংলাদশের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শান্তিপ্রতিষ্ঠায় সংহত ভূমিকা রাখতে পারে। জোটনিরপেক্ষ, ন্যাটো, ওআইসি, এসসিও, আসিয়ান — এগুলো ভারত, ইরান, সৌদি আরব, মধ্যপ্রাচ্য, তুরস্ক, চীন, পাকিস্তান, ইউরোপ, রাশিয়া, ভিয়েতনাম, মালেশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, আমেরিকাকে ব্যস্ত রেখেছে কূটনৈতিকভাবে। বাংলাদেশের একটা কূটনৈতিক পরিসর দরকার নিজেকে ছড়িয়ে দিতে, বাংলাদেশ পারে দক্ষিন, দক্ষিণপশ্চিম, উত্তর ও মধ্য এশিয়ার এই সংঘবদ্ধতা নিয়ে নেতৃত্ব দিতে।
মাসুদ করিম - ১৩ ডিসেম্বর ২০১২ (৬:২৬ অপরাহ্ণ)
গত ১০ ডিসেম্বর United Nations Convention on the Law of the Sea, সংক্ষেপে UNCLOSএর ৩০ বছর পূর্ণ হল।
এউপলক্ষে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন।
একই বিষয়ে ব্রিটেনের লেবার পার্টির সংসদ সদস্য ডেভিড মিলিব্যান্ডও সমুদ্রের আইন নিয়ে একবিংশ শতকের চ্যালেঞ্জ নিয়ে একটি চমৎকার লেখা লিখেছেন।
মাসুদ করিম - ১৮ ডিসেম্বর ২০১২ (৬:৩৫ অপরাহ্ণ)
পাকিস্তানের করাচিতে ও পেশোয়ারে যেভাবে পোলিও টীকাকর্মীদের হত্যা করা হয়েছে, তা এক নতুন ধরনের জঙ্গি হামলা। কয়েকটি দলে সার্বক্ষণিক যোগাযোগ রেখে বিভিন্ন স্থানে ২০মিনিটের মধ্যে আক্রমণ করে তারা পোলিও টীকাকর্মীদের হত্যা করেছে। বাংলাদেশে এধরনের হামলার আশঙ্কা আছে। সর্বোচ্চ সতর্কতা ও পুলিশের প্রশিক্ষণে এই নতুন আক্রমণ ঠেকানোর সব ক্রিয়াকৌশল শেখানো হোক।
মাসুদ করিম - ১৯ ডিসেম্বর ২০১২ (১:২১ পূর্বাহ্ণ)
গুগলের আরেকটি অসাধারণ সাইট : Dead Sea Scrolls digital library।
GENESIS
4Q Genesis
Date: 100–1 bce, Late Hasmonean Period
Language: Hebrew
মাসুদ করিম - ১৯ ডিসেম্বর ২০১২ (১০:২৭ পূর্বাহ্ণ)
দক্ষিণ কোরিয়ায় আজ রাষ্ট্রপতি নির্বাচন, আশা করা হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হবে রক্ষণশীল ও উদারবাদীদের মধ্যে, কিন্তু শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হবে তো, আমার তো মনে হচ্ছে কোনো একপক্ষ জিতে যাবে বিশাল ব্যবধানে।
মাসুদ করিম - ২০ ডিসেম্বর ২০১২ (২:৪৭ পূর্বাহ্ণ)
হ্যাঁ, হাড্ডাহাড্ডি লড়াই হয়নি — বিশাল ব্যবধানে না জিতলেও ভাল ব্যবধানেই রাষ্ট্রপতি নির্বাচন জিতেছেন রক্ষণশীল পার্ক, এবং এজয়ের মধ্য দিয়ে তিনি দক্ষিণ কোরিয়ার প্রথম নারী রাষ্ট্রপতি হতে চলেছেন। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ভোট প্রদানের হার ছিল ৭৫.৮%, যা গতবারের নির্বাচনের তুলনায় ছিল ১২.৮% বেশি।
মাসুদ করিম - ২২ ডিসেম্বর ২০১২ (৬:৪৯ অপরাহ্ণ)
এটা ঠিক জানা ছিল না, ফ্রন্টলাইনে স্কিপদাতিক ইউিনটও যুদ্ধ করেছে দ্বিতীয় মহাযুদ্ধে!
ডিসেম্বর ২২, ১৯৪৩ : স্কিপদাতিক ইউনিট লেলিনগ্রাদ থেকে ফ্রন্টলাইনের দিকে যাচ্ছে।
সূত্র:
মাসুদ করিম - ২২ ডিসেম্বর ২০১২ (১১:৫৭ অপরাহ্ণ)
গত মাসের ১১ তারিখ বার্মায় যেখানটায় ভুমিকম্পের কেন্দ্র ছিল তার কাছেই আজ আবার ঘন্টাখানেক আগে অপেক্ষাকৃত কম ৫.৫ মাত্রার (গত মাসেরটা ছিল ৬.৬ মাত্রার) ভূমিকম্প হয়েছে। কিন্তু এবারের ভূমিকম্পটা কম মাত্রার হলেও এর ব্যাপ্তি ছিল অনেক বড় তাই বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা, সিলেট সহ অনেক জায়গাতেই তীব্র ঝাঁকুনি টের পাওয়া গেছে। বার্মা বা বাংলাদেশের কোথাও এখনো ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
SHAKE MAP [ লাল তারকা চিহ্নিত স্থানটি আজকের ভূমিকম্পের এপিসেন্টার, হলুদ গোল চিহ্নিত স্থানটি গত মাসের]
মাসুদ করিম - ২৭ ডিসেম্বর ২০১২ (১:১৯ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৭ ডিসেম্বর ২০১২ (৩:০৬ অপরাহ্ণ)
চিংহাই প্রদেশের (Qinghai) তিব্বতি অধ্যুষিত অঞ্চলে বৌদ্ধ বিহার থেকে টেলিভিশন, স্যাটেলাইট ইকুইপমেন্ট জব্দ করল চীন প্রশাসন। এবছর এপ্রদেশের তিব্বতি অধ্যুষিত অঞ্চলে ৮১জন তিব্বতি আত্মাহুতি দানের ঘটনা ঘটিয়েছে। চীন প্রশাসন এই আত্মাহুতি দমনের নানা চেষ্টা করেছে বছর জুড়ে তবে এরকমভাবে ৩০০ বৌদ্ধ বিহারে হানা এবছর এটাই প্রথম।
বিস্তারিত পড়ুন : China seizes TVs, satellite equipment in Tibetan area।
মাসুদ করিম - ৩০ ডিসেম্বর ২০১২ (৪:৩২ অপরাহ্ণ)
৬৭৯ বছরের ব্যবধানে হয়েছে হিমালয়ের সাম্প্রতিক কালের সবচেয়ে বিকট ভুমিকম্প, ১২৫৫ সালের পর ১৯৩৪ সালে, দুটি ভূমিকম্পে হিমালয়ের পৃষ্টে হয়েছে বিশাল ফাটল। এরকম ৮ থেকে ৮.৫ মাত্রার ভূমিকম্প হিমালয়ে আবার হতে পারে, ভবিষ্যৎ বাণী করছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা আরো বলছেন, আগামী বিকট ভূমিকম্প যে ওইরকম ৬৭৯ বছর পরে হবে এমন কোনো কথা নেই, যেকোনো সময়েই হিমালয়ে ঘটতে পারে এরকম ভয়াবহ ভূমিকম্প।
বিস্তারিত পড়ুন : Scientists predict serious earthquake in the Himalayas in 8 to 8.5 range on Richter scale
Neotectonic/geomorphic map of the thrust trace (red, dashed where hidden or inferred) is superimposed on Total-Station/TLS Digital Elevation Model. Spacing of elevation contours is 2 m. Bold symbols (with question marks where inferred) and…
M-Tr, location on Fig. 2. Only the northern half (~26 m) of the trench west wall is shown, with thrusts F1t and F3t in red. Also in red are the positions and 2σ calibrated calendric ages of 13 detrital charcoals collected on the west wall…
মাসুদ করিম - ৩১ ডিসেম্বর ২০১২ (৯:৫৬ পূর্বাহ্ণ)
বার্মায় ১৯৬৪ সাল থেকে বেসরকারি উদ্যোগে দৈনিক পত্রিকা প্রকাশের কোনো অনুমতি দেয়া স্থগিত রয়েছে, বেসরকারি উদ্যোগে শুধু সাময়িক পত্রিকা প্রকাশ করা যেত, গত শুক্রবার বার্মা প্রশাসন ঘোষণা দিয়েছে আগামী এপ্রিল ২০১৩ থেকে বেসরকারি উদ্যোগে দৈনিক পত্রিকা প্রকাশ করা যাবে, এবং আগামী ফেব্রুয়ারিতে যারা যারা দৈনিক পত্রিকা প্রকাশ করতে চান তাদের আবেদন করে অনুমতি নিতে হবে।