মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিন্ক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।
আজকের লিন্ক
এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।
৩৫ comments
ঈশিতা দস্তিদার - ১ সেপ্টেম্বর ২০১২ (৯:২৩ পূর্বাহ্ণ)
গত ২৮ আগস্ট ৬৭ বছর বয়সে চলে গেলেন বেস্টসেলার গ্রন্থ The Dialectic of Sex (১৯৭০)-এর লেখক নারীবাদী Shulamith Firestone (১৯৪৫–২০১২)।
পড়ুন এখানে।
মাসুদ করিম - ১ সেপ্টেম্বর ২০১২ (১১:০০ পূর্বাহ্ণ)
ইউরো বাঁচাতে চীনের শরণাপন্ন হলেন এঙ্গেলা মারকেল। এছাড়া কোনো উপায়ও নেই, কিন্তু এই অবস্থানের অর্থ হল চীনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জার্মানির উচ্চকণ্ঠ আপাতত লুকানো থাকবে।
বিস্তারিত পড়ুন : China’s View of Germany Is ‘Flattering but Dangerous’।
মাসুদ করিম - ২ সেপ্টেম্বর ২০১২ (২:৩৬ অপরাহ্ণ)
যদিও খুব গতানুগতিক সাক্ষাৎকার, তারপরও আমরা যারা ইরানি বা পার্সি থিয়েটার সম্বন্ধে তেমন কিছুই জানি না তাদের কাছে এসাক্ষাৎকার অনেক তথ্যসমৃদ্ধ একটা ভূমিকা হিসাবে বিবেচিত হতে পারে। ধর্মীয় থিয়েটার আর ফিরাঙ্গ(পশ্চিমা) থিয়েটার মিলে কেমন করে গড়ে উঠেছে ইরানের প্রাণবন্ত নিজস্ব থিয়েটার তার একটা ভাল বর্ণনা ইরানি নাট্যকার ও গবেষক আরদেশির সালেহপুর আমাদের দিতে সমর্থ হয়েছেন। একটা চমৎকার তথ্য পাওয়া গেল ইরানের সিনেমা নিয়েও, ইরানে যখন সিনেমার প্রচলন হয় তখন পৃথিবীতে সিনেমার বয়স মাত্র পাঁচ বছর।
বিস্তারিত পড়ুন : The modernity of a live tradition: Theatre in Iran।
মাসুদ করিম - ২ সেপ্টেম্বর ২০১২ (৬:৩১ অপরাহ্ণ)
পোলট্রি খাবার উৎপাদনকারীরা চায় ভুট্টা রপ্তানি সাময়িকভাবে হলেও নিষিদ্ধ হোক। ভুট্টা পোলট্রি খাবার উৎপাদনের অন্যতম ব্যবহৃত (৫৫%) কাঁচামাল। বিশ্ববাজারে মূল ভূট্টা উৎপাদনকারী দেশগুলোতে খরার কারণে ফলন কম হওয়ায় বাংলাদেশের ভুট্টার ওপর পার্শ্ববর্তী নেপাল ও ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে ভূট্টা কিনতে উৎসাহ দেখাচ্ছে এবং বাংলাদেশের রপ্তানিকারকরাও ভাল দাম পেয়ে যথেষ্ট সাড়া দিচ্ছে। এদিকে একারণে দেশে মোরগ মুরগী ও ডিমের দাম অনেক বেড়ে গেছে, এরকমই দাবী করছেন পোলট্রি খাবার উৎপাদনকারীদের সংগঠন।
বিস্তারিত : Poultry feed industry owners seek ban on maize export।
এখানে অবশ্য এই একটা শিক্ষা নেয়া যেতে পারে, কৃষি ক্ষেত্রে বিভিন্ন শষ্যের মূল উৎপাদনকারী দেশগুলোর আবহাওয়ার খবর আমাদের সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের পূর্বাভাস পর্যায়ে জানা থাকা উচিত। এবার কিন্তু বর্ষার বেশ আগে থেকেই দুই আমেরিকা এবং অস্ট্রেলিয়ার কম বৃষ্টিপাতের কথা বল হচ্ছিল তখন থেকেই পদক্ষেপ নিয়ে ভুট্টা আরো বেশি চাষ করা উচিত ছিল যেন দেশের চাহিদা পূরণ করেও রপ্তানি করে ভাল আয় করা যায়।
মাসুদ করিম - ২ সেপ্টেম্বর ২০১২ (৬:৪২ অপরাহ্ণ)
ইরাক যুদ্ধের আগ্রাসনের জন্য বুশ ব্লেয়ারের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে বিচার হওয়া উচিত : ডেসমন্ড টুটু।
বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ৪ সেপ্টেম্বর ২০১২ (৬:৪৭ অপরাহ্ণ)
ব্লেয়ারের এই প্রতিক্রিয়ার নীতিবোধ আচ্ছন্ন ভারী জবাব দিয়েছেন ডেসমন্ড টুটু।
মাসুদ করিম - ৩ সেপ্টেম্বর ২০১২ (১২:৩৪ অপরাহ্ণ)
নেপালের প্রধানমন্ত্রী যতই নেপালকে চীন দক্ষিণএশিয়ার সেতু বলুন না কেন, চীনের স্ট্র্যাটেজিক চিন্তাবিদরা কিন্তু তা সমর্থন করেন না। চীনের স্ট্র্যাটেজিক চিন্তাবিদরা তিব্বতের চেয়ে ইউনান প্রদেশের অবকাঠামো উন্নয়নে অনেক বেশি আগ্রহী এবং বাস্তবে হচ্ছেও তাই। চীনের এই প্রদেশ থেকে বার্মা, বাংলাদেশ,উত্তরপূর্ব ভারতের সাথে যোগাযোগ হবে খুবই সুবিধাজনক এবং এই প্রদেশ থেকে বার্মার বন্দর এবং বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ব্যবহার করে চীনের পণ্য অনেক কম সময়ে পৌঁছে যেতে পারবে পূর্বআফ্রিকা। কাজেই নেপাল নয় বার্মাই হবে চীনের দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার এবং তারপরেই গুরুত্বপূর্ণ বাংলাদেশ। এটাই বাস্তবসম্মত এবং এটাই হবে।
মানচিত্রে লালচিহ্নিত অংশ চীনের ইউনান প্রদেশ।
বিস্তারিত পড়ুন : Nepal not part of China’s strategic gateway।
মাসুদ করিম - ৫ সেপ্টেম্বর ২০১২ (১০:২১ পূর্বাহ্ণ)
সৈয়দ মুস্তাফা সিরাজের জীবনাবসান।
সূত্র : সংবাদ প্রতিদিন।
মাসুদ করিম - ৭ সেপ্টেম্বর ২০১২ (২:১১ অপরাহ্ণ)
রুডি টার্নস্টোনসের দল
পরিযায়ী পাখিরা এবার মাদ্রাজে বিশ দিন আগেই পৌঁছে গেছে। স্বাগতম, আমাদের দেশেও অতিথি পাখি হয়ত এরমধ্যে পৌঁছে গেছে।
মাসুদ করিম - ৭ সেপ্টেম্বর ২০১২ (২:৪২ অপরাহ্ণ)
কিংবদন্তী রাইফেল একে-৪৭এর রাশিয়ান নির্মাতা প্রতিষ্ঠান দেউলিয়া হতে চলেছে। চেষ্টা চলছে আন্তর্জাতিক বিপণন ও নতুন ডিজাইনের মধ্য দিয়ে রাইফেলের ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রিত অনেকের ভালবাসার এই রাইফেলের রাশিয়ান নির্মাণ প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখার।
বিস্তারিত পড়ুন : Russian Arms Legend in Trouble।
মাসুদ করিম - ৮ সেপ্টেম্বর ২০১২ (১:২৬ পূর্বাহ্ণ)
আমি অনেক দিন ধরেই বলছিলাম আসামের তেল আমাদের জন্য চমৎকার সোর্স হয়ে উঠতে পারে, এই খবরে তার কিছুটা প্রতিফলন দেখা যাচ্ছে।
মাসুদ করিম - ৯ সেপ্টেম্বর ২০১২ (১১:১৪ পূর্বাহ্ণ)
বাংলাদেশের কাছ থেকে রবীন্দ্রনাথের বজরার রেপ্লিকা পাবে পশ্চিমবাংলার দুই বিশ্ববিদ্যালয়।
মাসুদ করিম - ৯ সেপ্টেম্বর ২০১২ (১:১২ অপরাহ্ণ)
ভারতের পররাষ্ট্রমন্ত্রীর চলমান সফরে ভারত পাকিস্তানের ভিসা আইন সহজতর হতে যাচ্ছে। ৩৮ বছরের নিয়ন্ত্রিত ভিসা পদ্ধতিকে অনেকটুকু উদার করে আনা হয়েছে।
মাসুদ করিম - ১২ সেপ্টেম্বর ২০১২ (৬:২১ অপরাহ্ণ)
অবনীন্দ্রনাথ ঠাকুর ও নন্দলাল বসুর বেঙ্গল ওয়াশের জলরঙের কাজের টেকনিক ধরে রেখেছেন কলকাতার শিল্পী অজয় ঘোষ। এই প্রথমবারের মতো তার কাজের প্রদর্শনী হতে যাচ্ছে দিল্লিতে। এই প্রদর্শনীতে শিল্পীর ২২টি কাজ থাকবে, গ্যালারি গণেশে প্রদর্শনী চলবে অক্টোবর ১০, ২০১২ পর্যন্ত।
বিস্তারিত পড়ুন : Rediscovering an ancient art technique।
মাসুদ করিম - ১৫ সেপ্টেম্বর ২০১২ (১:০২ অপরাহ্ণ)
অগাস্টের শেষে এঙ্গেলা মারকেল ও মোহাম্মদ মরসির সাথে বৈঠকের পর সেপ্টেম্বরের ০১ তারিখ থেকে অদৃশ্য আছেন চীনের বর্তমান উপরাষ্ট্রপতি এবং পরবর্তী সম্ভাব্য রাষ্ট্রপতি চি জিনপিং ( Xi Jinping )। ব্যাপারটা স্বাস্থ্যগত হওয়ার জোর সম্ভাবনা দেখছেন যদিও অনেকে কিন্তু চীনের কমিউনিস্ট পার্টির গোপন আভ্যন্তরীন কোনো কোন্দলের সম্ভাবনা নিয়ে গুজব ছড়িয়েছে অনেক দূর।
বিস্তারিত পড়ুন : Fencing with rumours।
মাসুদ করিম - ১৫ সেপ্টেম্বর ২০১২ (১:১৯ অপরাহ্ণ)
আজ সকালে একটি অনুষ্ঠানে অবশেষে চীনের উপরাষ্ট্রপতি চি জিনপিং ( Xi Jinping )কে দেখা গেছে। প্রায় দুসপ্তাহ অজানা কারণে অদৃশ্য থাকার পর আজ তিনি আবার দৃশ্যমান হলেন।

সামনে সর্বডানে চীনের উপরাষ্ট্রপতি চি জিনপিং
খবরের লিন্ক : China’s Xi attends activities for science popularization day। শিরোনামটি লক্ষ্যনীয় China’s Xi, Chinese VP Xi নয়। চিনহুয়া সাধারণত লিখে এসেছে Chinese VP Xi, Chinese Vice President Xi Jinping অথবা Xi Jinping। কিন্তু China’s Xi-এই প্রথম দেখলাম।
মাসুদ করিম - ২১ সেপ্টেম্বর ২০১২ (১১:১৬ অপরাহ্ণ)
বাহ, China’s Xi তো বেশ ফ্যাশন্যাবল করে তুলছে চিনহুয়া। পরবর্তী প্রেসিডেন্টের জন্য ব্র্যান্ডিং এখনই শুরু রাষ্ট্রীয় সংবাদসংস্থার! হু জিনতাও-এর ক্ষেত্রে China’s Hu দেখেছি বলে মনে পড়ছে না। চিন জিনপিং-এর ক্ষেত্রে চিনহুয়া স্পেশাল কী পেল, কে জানে?
মাসুদ করিম - ১৭ সেপ্টেম্বর ২০১২ (২:২২ অপরাহ্ণ)
আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে টুইট ভাল, মজার এবং কাজেরও। কিন্তু ‘টুইটকূটনীতি’কে (“Twiplomacy”) টার্মে পরিণত করা উচিত হবে না। আমরা যারা ব্যক্তিগত পর্যায়ে টুইট করি, মানে আমরা যারা নিজের টুইট নিজে করি, আমাদের ক্ষেত্রে টুইট এত সমস্যার হয়ে ওঠে না — কিন্তু পররাষ্ট্র সচিব, পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র দপ্তরের টুইটের দায়িত্ব থাকে কোনো প্রচার কমকর্তার উপরে, সেক্ষেত্রে কূটনীতির ক্ষেত্রে চূড়ান্ত পেশাদারিত্ব প্রশ্নবিদ্ধ হতে পারে।
বিস্তারিত পড়ুন : Twiplomacy on Trial।
মাসুদ করিম - ১৭ সেপ্টেম্বর ২০১২ (২:৪৫ অপরাহ্ণ)
থমাস এল ফ্রিডম্যান চীনের সাম্প্রতিক পাঁচটি নিউজ আইটেম দিয়ে চীনের কথা বলেছেন। একটি অবশ্যপাঠ্য লেখা।
লিন্ক : The Talk of China।
মাসুদ করিম - ১৭ সেপ্টেম্বর ২০১২ (৩:০৩ অপরাহ্ণ)
চীন-জাপানের সাম্প্রতিক দ্বীপদ্বৈরথে সামুদ্রিক সীমা নির্ধারণে বাংলাদেশের পথ অনুসরণে চীন।
বিস্তারিত পড়ুন : China to submit outer limits of continental shelf in East China Sea to UN।
মাসুদ করিম - ১৭ সেপ্টেম্বর ২০১২ (৩:২২ অপরাহ্ণ)
জাপান বিরোধী বিক্ষোভে উত্তাল চীন। রয়টার্স জানাচ্ছে, কিছু কিছু বড় জাপানি কারখানা এরমধ্যেই চীনে তাদের উৎপাদন বন্ধ করে দিয়েছে। এই তুমুল বিক্ষোভকে জাপানে অনেকে অন্যভাবে ভাবছেন। তারা ভাবছেন চীনের একাধিপত্যবাদী কমিউনিস্ট সরকারের জন্য এই বিক্ষোভে সুসংবাদের চেয়ে দুঃসংবাদ অপেক্ষা করছে বেশি। বিক্ষোভ করার এই সুযোগ বিক্ষোভকারীরা পরবর্তীতে দেশের কমিউনিস্ট নেতাদের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করতে পারে।
বিস্তারিত পড়ুন : Anti-Japan protests a double-edged sword।
মাসুদ করিম - ১৮ সেপ্টেম্বর ২০১২ (১২:৫৯ অপরাহ্ণ)
সালমান রুশদি
আয়াতুল্লাহ খোমেনি সালমান রুশদির শিল্পসিদ্ধির কথাকে চিরতরে ধ্বংস করে দিয়েছেন। সালমান রুশদির সাক্ষাৎকার মানেই এখন ইসলামবাদী সংকট, ধর্মান্ধতার সংকট। লেখক হিসাবে তার শিল্পসিদ্ধি নিয়ে কথা একেবারেই হয় না। আর সালমান রুশদির সাক্ষাৎকারে আমি সেটাই চাই, এবং সেটাই কখনো পাওয়া যায় না। সালমান রুশদির নতুন বই আত্মজীবনী ‘Joseph Anton’ প্রকাশের প্রাক্কালে সাগরিকা ঘোষের সাথে তার সাক্ষাৎকারও মূলত ধর্মান্ধতা নিয়ে কথোপকথন।
বিস্তারিত পড়ুন ও সাক্ষাৎকারের ভিডিও দেখুন : Rushdie uncensored: Hindu intolerance as bad as Muslims’।
পৃথ্বী - ১৮ সেপ্টেম্বর ২০১২ (১:২০ অপরাহ্ণ)
রুশদির পরিস্থিতিতে পড়লে আমার মনে হয় যেকোন লেখকেরই এই পরিণতি হবে। স্যাটানিক ভার্সেস পূর্ববর্তী যুগে কয়জন কল্পনা করতে পারত যে একটা বইয়ের নির্দিষ্ট কয়েকটা অধ্যায় গোটা দুনিয়ায় এরকম আগুন জ্বলতে পারে?
একজন অসাধারণ লেখককে এভাবে রাজনীতির বলির পাঁঠা হতে দেখাটা অবর্ণনীয়রকম ব্যথিত করে আমাকে।
মাসুদ করিম - ১৯ সেপ্টেম্বর ২০১২ (১০:৫৭ পূর্বাহ্ণ)
রাজা ত্রিদিব রায় মারা গেছেন ১৭ সেপ্টেম্বর ২০১২ সোমবার ৮১ বছর বয়সে। তিনি পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্রীয় পাকিস্তান সরকারের হাতে অনেক বেশি নিরাপদ ভেবেছিলেন, তিনি ছিলেন ১৯৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের বাইরে নির্বাচিত দুজন এমপির একজন — আরেকজন ছিলেন নুরুল আমিন : এবং এরা দুজনই স্বাধীন বাংলাদেশকে প্রত্যাখ্যান করেছিলেন, তিনি পাকিস্তানে ভুট্টো সরকারের সংখ্যালঘু মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছিলেন। শুধু ভুট্টো সরকারের নয় এখন জানলাম তিনি আমৃত্যু পাকিস্তান ফেডারেল সরকারের মন্ত্রী ছিলেন বাংলাদেশ বিরোধিতার পুরস্কার স্বরূপ। পাকিস্তানের ইংরেজি দৈনিক ‘ডন’এর সূত্রে জানা গেল তার ইচ্ছা ছিল তাকে যেন পার্বত্য চট্টগ্রামে সমাহিত করা হয়। কিন্তু এখবরের সূত্রে ‘ডন’ যা লিখল — বাংলাদেশের নিরাপত্তা কর্মীরাও নাকি পার্বত্য চট্টগ্রামে প্রবেশ করতে পারে না পাকিস্তানের উপজাতি অধ্যুষিত অঞ্চলগুলোর মতো! — এরপর ওই ইচ্ছা কতটুকু সত্য মিথ্য কে জানে? আর বাংলাদেশের পত্রপত্রিকায় দেবাশীষ রায়দের এনিয়ে কোনো আর্জিও তো চোখে পড়েছে বলে মনে হয় না। অথবা পাকিস্তান সরকার বাংলাদেশ সরকারের সাথে এনিয়ে কোনো যোগাযোগের খবরও তো কিছু এখনো পেলাম না।
ত্রিদিব রায়কে নিয়ে ডিসেম্বর ২০০৯এর সুপারিশকৃত লিন্কে A Chakma in Pakistan শিরোনামে ভারতের ইংরেজি দৈনিক ‘দি হিন্দু’র একটা কলাম ছিল সেটাও এখানে তুলে দিচ্ছি।
মাসুদ করিম - ২৪ সেপ্টেম্বর ২০১২ (৫:০১ পূর্বাহ্ণ)
দেবাশীষ রায় ত্রিদিব রায়ের বড় ছেলে, ত্রিদিব রায়ের আরো তিন ছেলে ছিল তাদেরকে ত্রিদিব রায় পাকিস্তানে নিয়ে গিয়েছিলেন এবং সম্ভবত তাদেরকে আর্জেন্টিনায় প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন। ত্রিদিব রায় ১৯৮১ থেকে ১৯৯৫ সালের এই সুদীর্ঘ সময় আর্জেন্টিনায় পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন। পাকিস্তানে প্রায় ২০০০ বৌদ্ধের বসবাস, এবং তাদের সৎকার করার জন্য ২০০৪ সালেও দেখা যায় ত্রিদিব রায় একটি স্বতন্ত্র শ্মশান পেতে চেষ্টা তদবির করেছেন কিন্ত শেষ পর্যন্ত পেয়েছেন কিনা জানি না। সেসূত্রে এটাও জানা যায় পাকিস্তানে কোনো বৌদ্ধের মৃত্যু হলে তাদেরকে সমাহিত করতে বাংলাদেশ ও থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছে। এখন গোপনে দেবাশীষ রায় ত্রিদিব রায়ের মৃতদেহ বাংলাদেশে আনতে সচেষ্ট এবং শোনা যাচ্ছে তিনি বাংলাদেশ সরকারের সহায়তায় একাজে সফল হতে যাচ্ছেন। কিন্তু যেমানুষটি বেঁচে থাকতে বাংলাদেশের সার্বক্ষণিক বিরোধিতা করেছেন, বাংলাদেশের স্বাধীনতা কখনো স্বীকার করেননি, পাকিস্তান সরকারের কূটনীতিক হিসাবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন সেমানুষটির মৃতদেহ বাংলাদেশে আনতে দেবাশীষ রায় কেন উদ্যোগী হলেন এবং বাংলাদেশ সরকার কেন তাতে সম্মতি দিতে যাচ্ছে বুঝতে পারছি না। ত্রিদিব রায়ের মৃতদেহ সহজেই থাইল্যান্ড যেতে পারে, ত্রিদিব রায়ের মৃতদেহ আর্জেন্টিনা যেতে পারে এবং ত্রিদিব রায়ের মৃতদেহ শ্রীলন্কায় (এখানেও তিনি পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন এবং চীনের সাথে শ্রীলন্কার বৌদ্ধদের গভীর যোগাযোগে গুরুত্বপূর্ন অবদান রেখেছেন) যেতে পারে কিন্তু ত্রিদিব রায়ের মৃতদেহ কোনোভাবেই বাংলাদেশে আসতে পারে না। দেবাশীষ রায় চাকমাদের রাজা হওয়ার সূত্রে চাকমাদের প্রাক্তন রাজা ও তার পিতার মরদেহ এভাবে বাংলাদেশে আনতে পারেন না কারণ তার পিতা শুধু পাকিস্তানের অখণ্ডতার জন্য কাজ করেননি তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তার সর্বশক্তি নিয়োজিত করেছিলেন এবং যতদিন বেঁচেছিলেন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন। এমনকি ত্রিদিব রায়ের মায়ের মাধ্যমে শেখ মুজিব সবকিছুর পরও তাকে বাংলাদেশে নিয়ে আসার উদ্যোগ নিলে তিনি তার মাকে ফিরিয়ে দেন এবং জুলফিকার আলী ভুট্টোর হাতকে শক্ত করেন। একজন মানুষ শুধু চাকমা রাজা বলে তিনি তার রাজত্বে রাজপ্রাসাদে সমাহিত হবেন এমন সহজ আকাঙ্ক্ষা প্রকাশ করার এবং তা পাওয়ার আশা করার মতো কোনো কাজ ত্রিদিব রায় করেননি। দেবাশীষ রায়ের এই প্রচেষ্টা থেকে সরে আসা উচিত এবং বাংলাদেশ সরকারের পাকিস্তান সরকারকে বলা উচিত যেমানুষ পাকিস্তানের আজীবন মন্ত্রী হয়েছিলেন তার প্রজা ও রাজত্ব ছেড়ে দেয়ার মাধ্যমে তিনি কোনোভাবেই তার রাজত্বে ফিরে আসার অধিকার রাখেন না কারণ সেঅধিকার তিনি নিজেই স্বেচ্ছায় ত্যাগ করেছেন। আমরা স্পষ্ট বলতে চাই পৃথিবীর যেকোনো জায়গায় পূর্ণমর্যাদায় তিনি সমাহিত হতে পারেন কিন্তু বাংলাদেশে কোনোভাবেই তিনি সমাহিত হতে পারেন না।
এমন্তব্যের নেপথ্যের লিন্ক : ১. Buddhists demand cremation ground ও ২. Eulogy for a friend ৩. Tridiv Roy passes away ৪. ত্রিদিব রায়ের লেখা আত্মজৈবনিক বই The Departed Melody: Memoirs দেখাচ্ছে আউট অফ স্টক।
মাসুদ করিম - ২০ সেপ্টেম্বর ২০১২ (১:৩১ পূর্বাহ্ণ)
এটা ছিল নেপাল নিয়ে ২৮ মে ২০১২এর আপডেট। আর আজকের আপডেট হল ১৯ সেপ্টেম্বর ২০১২ বুধবার নেপালের প্রধান চারদল মিলে সংবিধান সংসদকে পুনরুজ্জীবিত করার একটা চেষ্টা হয়েছিল এবং দলগুলো কোনো মতৈক্যে আসতে না পারাতে সংবিধানহীন নেপালকেই পরবর্তী নির্বাচনে যেতে হবে।
মাসুদ করিম - ২৩ সেপ্টেম্বর ২০১২ (৬:৪০ অপরাহ্ণ)
গতকাল বাংলাদেশের একডজন ইসলামি দলের অ্যাকশন। কিছু ছবি, একটি ভিডিও।
জ্বালাও পোড়াও ১
জ্বালাও পোড়াও ২
ধরপাকড় ১
ধরপাকড় ২
islamist of bangladesh in action… by masudkarim
মাসুদ করিম - ২৬ সেপ্টেম্বর ২০১২ (৬:৩২ অপরাহ্ণ)
গত শনিবারের এই তাণ্ডবে নেপথ্যে কি ছিল হিযবুত তাহরির? এরকম একটা সন্দেহ ছিল। এখন জনকণ্ঠের এই রিপোর্ট পড়ে তো সন্দেটাই ঠিক বলে মনে হচ্ছে। হিযবুত তাহরির এখন বাংলাদেশের সবচেয়ে বিপদজনক ইসলামবাদী জঙ্গি দল। আর এই দলটি জঙ্গিবাদের সাথে মধ্যবিত্ত, উচ্চমধ্যবিত্ত ও উচ্চবিত্তকে সম্পৃক্ত করার মূল কাজটি করছে। জনকণ্ঠের রিপোর্ট বলছে
মাসুদ করিম - ২৬ সেপ্টেম্বর ২০১২ (১:১৭ অপরাহ্ণ)
মাদ্রিদে অবস্থিত স্পেনের সংসদ ভবনের সামনে বিক্ষোভকারীদের উপর পুলিশের অ্যাকশন।
মাদ্রিদে স্পেনের সংসদ ভবনের সামনে চলছে সরকার বিরোধী বিক্ষোভ। ঋণসংকটে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত অর্থনীতির হাল কোনোভাবেই ধরতে পারছে না বিপুলভোটে জয়ী জনস্নেহবাদী (পপুলিস্ট) সরকার। প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে চলছে জোরালো বিক্ষোভ। বিক্ষোভ সহিংস হয়ে উঠছে এবং রায়ট পুলিশ বিক্ষোভকারীদের সংসদ ভবনের বাইরে রাখতে শক্তি প্রয়োগ করছে।
মাসুদ করিম - ২৭ সেপ্টেম্বর ২০১২ (১০:২৮ পূর্বাহ্ণ)
এথেন্সে গ্রিসের সংসদ ভবনের সামনেও চলছে সরকার বিরোধী বিক্ষোভ। কয়েকমাস আগে নির্বাচিত রক্ষণশীল দলের প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে চলছে এই বিক্ষোভ, নীতিগত দিক থেকে রক্ষণশীল দলটি ঋণসংকটের সমাধান করতে চাচ্ছে কৃচ্ছতাসাধনের মাধ্যমে যেটা ২৪%এর উপর বেকারত্বের হারে চলে যাওয়া দেশটির জন্য আরো দুর্দশার। বিক্ষোভে অংশগ্রহণ আগের কয়েকমাসের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি এবং বিক্ষোভ সংহিসতার রূপ নিয়েছে।
মাসুদ করিম - ২৬ সেপ্টেম্বর ২০১২ (৩:০৫ অপরাহ্ণ)
কোরাল রিফের অভ্যন্তর দেখা যাবে এখন গুগল স্ট্রিট ভিউতে।
মাসুদ করিম - ২৭ সেপ্টেম্বর ২০১২ (১২:৩৭ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৯ সেপ্টেম্বর ২০১২ (২:৪৮ অপরাহ্ণ)
কয়েক বছর ধরে আমি এই লিন্কটি খুঁজছি। শেষ পর্যন্ত আজকে পেলাম। লিন্কটি শিল্পী কারমেন হেরেরাকে ( Carmen Herrera)নিয়ে। ২০০৯এ তার একটি ছবি আমি দেখা মাত্র আমার প্রোফাইল হিসাবে এই ব্লগে ব্যবহার করে আসছি। ছবির নামটা আমার বরাবরই মনে ছিল, ‘রেড স্টার’ কিন্তু শিল্পীর নামটা ভুলে গিয়েছিলাম, নিউইয়র্ক টাইমসে তারপর থেকে রেড স্টার লিখে কত খুঁজেছি, পাইনি।
মাসুদ করিম - ৩০ সেপ্টেম্বর ২০১২ (১:২১ অপরাহ্ণ)
অসহিষ্ণুতা মুসলমানদের প্রধান ধর্ম, দাঙ্গাবাজ ইসলামবাদীরা এটাই প্রমান করছেন দেশে-বিদেশে প্রতিনিয়ত। গতকাল রাতে এই অসহিষ্ণু ইসলামবাদীদের করুণ পরীক্ষাগার হল রামু। রামুর এই দাঙ্গা যেন কোনোভাবেই না ছড়ায়, প্রশাসনের সেদিকে সর্বোচ্চ নজর দেয়া কর্তব্য। রামু ও পার্শ্ববর্তী কক্সবাজারে বৌদ্ধদের মধ্যে এক বড় অংশ রাখাইন, এখানে কোনো বড় দাঙ্গা সৃষ্টি করতে পারলে বার্মার রাখাইন প্রদেশেও উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। তখন সেদিকে রোহিঙ্গাদের নিয়ে আবার উত্তপ্ত অবস্থা সৃষ্টি হতে পারে। রামুর ইসলামবাদী দাঙ্গাবাজদের সেধরনের কোনো লক্ষ্য থাকাও বিচিত্র নয়।
বিস্তারিত পড়ুন : রাতভর তাণ্ডবের পর রামুতে ১৪৪ ধারা।
Pingback: নেপালনিধি | প্রাত্যহিক পাঠ