মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিন্ক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।
আজকের লিন্ক
এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।
২৬ comments
মাসুদ করিম - ১ আগস্ট ২০১২ (১০:৪৩ পূর্বাহ্ণ)
মাদারীপুরের দেড়শ বছরের পুরনো যৌনকর্মীপল্লী বন্ধের ঢেউ তোলা হয়েছে, ইসলামবাদী একটি গোষ্ঠী এর নেতৃত্ব দিচ্ছে, কিন্তু নেপথ্যের কলকাঠি নাড়ছে ভূমিদস্যূরাই। যৌনকর্মীদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ একধরনের মানবিক বিপর্যয়।
বিস্তারিত পড়ুন : A 150-year-old Bangladesh brothel fights closure।
মাসুদ করিম - ১ আগস্ট ২০১২ (১:২২ অপরাহ্ণ)
বিশ্বব্যাংকের বার্মা অধ্যায় শুরু, কান্ট্রি অফিস উদ্বোধন হয়ে গেছে, ৮৫ মিলিয়ন ডলারের প্রথম অনুদানও প্রস্তুত। বিশ্বব্যাংক বার্মার ওয়েবসাইট।
মাসুদ করিম - ১ আগস্ট ২০১২ (২:৪৮ অপরাহ্ণ)
গতকাল ভারতে ঘটেছে পৃথিবীর অন্যতম বৃহৎ বিদ্যুৎ দূর্ঘটনা, উত্তর পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের গ্রিড বিপর্যয়ে কোনো না কোনোভাবে বিদ্যুৎসমস্যায় পড়েছে ৬২ কোটি মানুষ, ইনফোগ্রাফিক্সে এক নজরে এই দূর্ঘটনা। রাশিয়া টুডে এক ফটোনিবন্ধে লিখেছে
ফটোনিবন্ধটি বিস্তারিত পড়ুন দেখুন এখানে।
মাসুদ করিম - ১ আগস্ট ২০১২ (৪:৩৩ অপরাহ্ণ)
গোর ভিডাল, একটি অক্ষরও পড়া হয়নি তার, গতকাল মৃত্যবরণ করেছেন ৮৬ বছর বয়সে — ছিলেন রাজনীতি যৌনতা ধর্ম ও সাহিত্যের অক্লান্ত তৎপর শক্তিমান ক্রিটিক। তার নামও তো শুনিনি আমি আগে। আমেরিকার সাহিত্যজগত নিয়ে ক্ষমাহীন অজ্ঞতা আমার!
বিস্তারিত পড়ুন : Gore Vidal, iconoclastic author, dies at 86।
রেজাউল করিম সুমন - ১ আগস্ট ২০১২ (৭:৪০ অপরাহ্ণ)
গোর ভিডালের কথা বলতে গেলে ভুলেই গিয়েছিলাম। মাহমুদুল হকের উপন্যাস ‘জীবন আমার বোন’ পড়তে গিয়ে তাঁর নামের সঙ্গে আমার প্রথম পরিচয় –
পুরোনো বইয়ের দোকান থেকে প্রথমে তাঁর Myra Breckinridge (১৯৬৮) কিনেছিলাম, ভিতরে ওই উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের (১৯৭০) কিছু স্থিরচিত্রও ছিল। অদ্ভুত ধরণের লেখা। আরো পরে পেয়ে গিয়েছিলাম The City and the Pillar (১৯৪৮); যতদূর মনে পড়ে শেষ মলাটে আঁদ্রে জিদ-এর শংসাবচন ছিল, কিন্তু সে-বইটা আর পড়া হয়ে ওঠেনি।
মাসুদ করিম - ৩ আগস্ট ২০১২ (১:১৯ পূর্বাহ্ণ)
গতকালের পশ্চিমবঙ্গের দৈনিক আজকালে অমিত বসুর লেখা উত্তরসম্পাদকীয় [http://www.aajkaal.net/cat.php?hidd_cat_id=6&show=25863677] পড়ে জানলাম : নিউইয়র্কে ক্যান্সার চিকিৎসা করতে যাওয়ার আগে ৬টি বই লিখবেন বলে এক প্রকাশক থেকে হুমায়ূন আহমেদ আগাম নিয়েছিলেন এক কোটি টাকা! সবসময় এভাবে আগাম নিতেন হুমায়ূন, প্রকাশকরা দিতেন? নাকি এটি বিশেষ সময়ের বিশেষ ব্যবস্থা? লিখতে না পারলে, এই যে পারলেন না, কী হবে? — সে কথা ভেঙ্গে নেননি প্রকাশক-লেখক? নাকি এটি রটনা? নাকি ঢাকার প্রকাশনা-হুমাযূন ব্যবসা আদতে এরকমই অন্ধ-নিশ্চিন্ত-রহমতশাসিত?
মাসুদ করিম - ৪ আগস্ট ২০১২ (১:০২ অপরাহ্ণ)
বাংলাদেশের পথিকৃৎ ক্রীড়াধারাভাষ্যকার আব্দুল হামিদের জীবনাবসান হল আজ সকালে ঢাকার এক হাসপাতালে।
খবরের লিন্ক : ক্রীড়াঙ্গনের ‘হামিদ ভাই’ আর নেই।
মাসুদ করিম - ৪ আগস্ট ২০১২ (১:৩৭ অপরাহ্ণ)
আল্লাহ ভাবে এক আর চায়না করে আরেক। চীনের মুসলিম অধ্যুষিত (৪৫% মুসলিম) চিনজিয়াং (xinjiang) প্রদেশের আঞ্চলিক প্রশাসন সবাইকে পড়াশোনা ও কাজের স্বার্থে ঠিকভাবে খাওয়া দাওয়া করতে উৎসাহ দিচ্ছে, এবং সেসাথে এও বলেছে কাউকে জোর করে রোজা রাখা থেকে বিরত রাখা হবে না। আমাদের দেশে অবশ্য কায়েমি মাদ্রাসা ফ্রন্ট শান্ত আছে, চীনের এসব ব্যাপারে তারা মোটেই উত্তেজিত হয় না।
এবিষয়ে চীনের পত্রিকা গ্লোবাল টাইমসের প্রতিক্রিয়া।
বিস্তারিত পড়ুন : Xinjiang denies suppressing Islam।
আমার কিন্তু চীনের এই উদ্যোগে ভাল লেগেছে, আমাদের এখানে সবাইকে পড়াশোনা ও কাজের স্বার্থে ঠিকভাবে খাওয়া দাওয়ায় উৎসাহ দেয়া উচিত এবং কেউ রোজা রাখতে চাইলে বাধা দেয়া উচিত নয়। কিন্তু এখানে মোল্লা থেকে ডাক্তার-কবিরাজ রোজার গুণগানে যেভাবে বৈজ্ঞানিক ফতোয়া দিতে শুরু করে চীনের উদাহরণ তাদেরকে ধাতস্থ করতে পারলে ভাল হত।
মাসুদ করিম - ৬ আগস্ট ২০১২ (১০:৫৯ পূর্বাহ্ণ)
আজ হিরোশিমা দিবস। পড়ুন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্যামল চক্রবর্তীর লেখা : হিরোশিমা থেকে ফুকুশিমা ও তারপর।
মাসুদ করিম - ৭ আগস্ট ২০১২ (৪:৩২ অপরাহ্ণ)
অস্ট্রেলিয়ান শিল্পসমালোচক, রবার্ট হিউজেস, যিনি পরবর্তীতে ইউরোপে এবং জীবনের শেষ দিকে আমেরিকায় বসবাস করেছেন এবং কাজ করেছেন গত ০৬ আগস্ট নিউইয়র্কে দীর্ঘ রোগভোগের পর মৃত্যবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
বিস্তারিত পড়ুন : Robert Hughes turned criticism into an art।
মাসুদ করিম - ৯ আগস্ট ২০১২ (১:৪০ অপরাহ্ণ)
মধ্যপ্রাচ্য শুধু তেল, ধর্মীয় কঠোরতা আর সন্ত্রাসের পৃষ্টপোষকতার জায়গা নয়। মধ্যপ্রাচ্যে সংস্কৃতির জোরালো অবস্থানও আছে। মধ্যপ্রাচ্যের সংস্কৃতির বর্তমানের ৫০ রূপকার নিয়ে আলমনিটরের চমৎকার ফটোগ্যালারি : 50 People Shaping the Culture of the Middle East।
মাসুদ করিম - ১৪ আগস্ট ২০১২ (৪:২৫ অপরাহ্ণ)
আগামীকাল মক্কায় শুরু হতে যাওয়া দুদিনব্যাপী ওআইসি (অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন) সম্মেলন থেকে সিরিয়ার ওআইসির সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত আসতে পারে।
খবরের লিন্ক এখানে।
মাসুদ করিম - ১৬ আগস্ট ২০১২ (৩:৪৬ অপরাহ্ণ)
ওআইসি সিরিয়ার সদস্যপদ বাতিল করেছে।
বিস্তারিত পড়ুন : OIC suspends Syria’s membership।
মাসুদ করিম - ১৭ আগস্ট ২০১২ (১২:২১ পূর্বাহ্ণ)
লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে যখন জুলিয়ান অ্যাসাঞ্জে আশ্রয় নিয়েছেন তখন পশ্চিমাদের এত তোলপাড়ের কী আছে?
খুব বেশি দিন আগের কথা নয়, এবছর মে মাসের শুরু দিকে চীনের অ্যাকটিভিস্ট চেন গুয়াংচেং-এর বেইজিং-এ আমেরিকান দূতাবাসে অবস্থান ও তাকে হাসপাতালে ভর্তি করা নিয়ে স্বয়ং আমেরিকান পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিন্টনের জড়িয়ে পড়ার কথা আমরা জানি। এবং তখন পশ্চিম সম্পূর্ণ নিশ্চুপ ছিল। মে মাসের সুপারিশকৃত লিন্কে লিখেছেলাম, বেইজিং-এর আমেরিকান দূতাবাস থেকে পায়ের চিকিৎসার জন্য ‘চেন’কে হাসপাতালে পাঠানো হয়েছিল এবং বলা হয়েছিল ‘চেন’ এরপর তার পরিবারের সাথে থাকতে সম্মত হয়েছে। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন ‘চেন’ নিজেকে আর চীনে নিরাপদ মনে করছেন না, তিনি এখন দেশের বাইরে চলে যেতে চান। আবার ‘চেন’কে দ্রুত বেইজিং-এর আমেরিকান দূতাবাস থেকে হাসপাতালে পাঠানোর পেছনে অনেকে মনে করছেন হিলারির সরাসরি তৎপরতা জড়িত রয়েছে।
মাসুদ করিম - ২০ আগস্ট ২০১২ (১:১৭ পূর্বাহ্ণ)
লন্ডনে ইকুয়েডরের দূতাবাসের ব্যালকনিতে দীর্ঘ দুমাস পর জনসমক্ষে উপস্থিত হয়েছেন জুলিয়ান অ্যাসাঞ্জে, দশ মিনিটের ভাষণে ওবামাকে আহ্বান জানিয়েছেন ‘ঠিক কাজটি করুন‘:
বিস্তারিত পড়ুন : Stop “witch-hunt,” Assange tells U.S।
মাসুদ করিম - ২৫ আগস্ট ২০১২ (১:৩৭ অপরাহ্ণ)
আইনের দীর্ঘ হাত? ইকুয়েডর দূতাবাস থেকে যেভাবেই বের হোক অ্যাসাঞ্জে, তাকে ব্রিটিশ পুলিশ গ্রেপ্তার করবেই। আলোচনায় কিছু না হলে ইকুয়েডরের সরকার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের শরণাপন্ন হবে অ্যাসাঞ্জের বিরুদ্ধে এই পুলিশি গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে।
মাসুদ করিম - ১৮ আগস্ট ২০১২ (১:১৫ অপরাহ্ণ)
নিল হারবিসন (Neil Harbisson) সম্বন্ধে আমার কিছুই জানা ছিল না, জানা ছিল না কিছু আইবর্গ (Eyeborg) নিয়েও। আজকে ফাইনান্সিয়াল টাইমসের ম্যাগাজিনে একটা লেখা পড়ে আমি আপ্লুত। লেখাটা এখানে পুরো তুলে দিচ্ছি, একটি অক্ষরও পড়তে ও শুনতে ভুলবেন না!
লিন্ক : ‘I’m a human cyborg – I can hear colour’।
মাসুদ করিম - ১৮ আগস্ট ২০১২ (১:৩৪ অপরাহ্ণ)
ভারত বার্মা পাকিস্তান বাংলাদেশ : হিন্দু-মুসলমান নিয়ে নতুন দাঙ্গার সলতে পাকানো হচ্ছে, এর পেছনে কি সুনিয়ন্ত্রিত ষড়যন্ত্র রয়েছে?
মাসুদ করিম - ২২ আগস্ট ২০১২ (১:০৬ অপরাহ্ণ)
গত সোমবার বার্মায় গণমাধ্যমের উপর থেকে প্রি-সেন্সরশিপ তুলে নেওয়ার যেঘোষণা দেশটির সরকার দিয়েছে তার প্রকৃত অর্থ কী?
মাসুদ করিম - ২২ আগস্ট ২০১২ (৯:৪২ অপরাহ্ণ)
উত্তরপূর্ব ভারতকে বুঝতে শেখর গুপ্তের অবশ্যপাঠ্য লেথা।
মাসুদ করিম - ২৩ আগস্ট ২০১২ (১২:৩৭ অপরাহ্ণ)
চীনের নগরায়ন বুঝতে একটি চমৎকার লেখা : Moving to the city।
মাসুদ করিম - ২৫ আগস্ট ২০১২ (২:৫৯ অপরাহ্ণ)
ভারতের সাম্প্রতিক ইন্টারনেট ভিত্তিক ‘হিংসাত্মক বক্তব্য’ যা আসামের দাঙ্গাকে চারিদিকে ছড়িয়ে দেয়ার চেষ্টা করেছিল তার বিরুদ্ধে ভারত সরকার টুইটার হ্যান্ডেল, ফেসবুক পেজ, ইউটিউব ভিডিও, ব্লগস্পটস, বিভিন্ন ওয়েবসাইটের নির্দিষ্ট পাতা, সম্পূর্ণ ওয়েবসাইট মিলে প্রায় ৩০০ আইটেম ব্লক করে দিয়েছিল। কিন্তু কেন এই ধরনের ‘চৈনিক ৪০৪ ফায়ারওয়াল‘এ অভ্যস্ত হয়ে পড়ছে গণতান্ত্রিক সরকারগুলো? গণতান্ত্রিক দেশগুলো পেনাল কোড ব্যবহার না করে উত্তরোত্তর এই সেন্সরশিপ ব্যবহার করার প্রবণতা মতপ্রকাশের স্বাধীনতার জন্য এক বড় হুমকি। ভারতের দৈনিক পত্রিকা ‘দি হিন্দু’র এই সম্পাদকীয় সবার অবশ্যই পড়া উচিত। সবার বোঝা উচিত টুইটার হ্যান্ডেল, ফেসবুক পেজ, ইউটিউব ভিডিও, ব্লগস্পটস, বিভিন্ন অ্যাকটিভিস্ট ওয়েবসাইট শুধু ‘হিসাংত্মক বক্তব্য’ প্রচার করে না তার চেয়েও বেশি ‘হিসাংত্মক বক্তব্য’এর বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকে।
মাসুদ করিম - ২৫ আগস্ট ২০১২ (৪:০৫ অপরাহ্ণ)
বাংলাদেশে বার্মা বদ্বীপের সাম্প্রতিক বন্যা নিয়ে তেমন গুরুত্ব দিয়ে সংবাদ প্রচার চোখে পড়েনি। প্রতিবেশী দেশের প্রাকৃতিক দুর্যোগে প্রথম প্রতিবেশী দেশেরই এগিয়ে আসা উচিত। বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে ত্রাণ সাহায্য এ চিকিৎসক দল পাঠানোর কোনো উদ্যোগের খবর এখনো দেখিনি। দেশের সরকারি ও বেসরকারি সব ত্রাণসংস্থার দৃষ্টি আকর্ষণ করছি।
মাসুদ করিম - ২৬ আগস্ট ২০১২ (১:৩৮ পূর্বাহ্ণ)
তার নাম নিশ্চয়ই আমরা কেউ ভুলিনি, চাঁদে প্রথম মানব সেই নিল আর্মস্ট্রং আজ ৮২ বছর বয়সে মারা গেলেন।
খবরের লিন্ক এখানে।
মাসুদ করিম - ৩০ আগস্ট ২০১২ (৬:৪০ অপরাহ্ণ)
২০০২ সালে গুজরাটের নারোদা-পাটিয়ায় সংখ্যালঘু নিধনের ঘটনায় মোদী সরকারের মন্ত্রীসহ ৩২জন দোষী সাব্যস্ত। পড়ুন এখানে ও এখানে।
এনিয়ে ‘দি হিন্দু’র সম্পাদকীয়
মাসুদ করিম - ৩১ আগস্ট ২০১২ (৮:৩২ অপরাহ্ণ)
সাজা ঘোষিত হয়েছে, নিধনযজ্ঞে প্রধান দুই আসামি গুজরাট রাজ্যের প্রাক্তন বিজেপি মন্ত্রী মায়াবেনের ২৮ বছর এবং বজরং দলনেতা বাবু বজরঙ্গির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। বাকি ত্রিশ আসামির সাত জনের হয়েছে ২১ বছর করে জেল, বাইশ জনের ১৪ বছর করে জেল, এবং একজন আসামি ফেরারি থাকায় তার কোনো শাস্তি ঘোষিত হয়নি।