মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিন্ক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।
আজকের লিন্ক
এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।
৬০ comments
মাসুদ করিম - ১ এপ্রিল ২০১২ (১০:০৩ পূর্বাহ্ণ)
বার্মার প্রেসিডেন্ট থাইন সাইন চান তার প্রতিপক্ষ অং সান সুকির দল আজকের উপনির্বাচনে ভাল করুক। তার আশা এতে যেমন সংসদে বিরোধী দলের একটা শক্ত অবস্থান তৈরি হবে, সেসাথে আমেরিকা ও ইউরোপ বার্মার উপর আরোপিত বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নেয়ারও জোর সম্ভাবনা সৃষ্টি হবে।
বিস্তারিত পড়ুন : Burma’s president Thein Sein ‘wants Aung San Suu Kyi’s party to do well’ in elections।
মাসুদ করিম - ৩ এপ্রিল ২০১২ (১২:৪৮ অপরাহ্ণ)
বার্মায় উপনির্বাচনের বেসরকারি ফলাফলে ৪৫ আসনে ৪৩টাতে সু কি’র দল জিতেছে। বার্মার সরকার আশ্চর্য হয়েছে, তারা সু কি’র দল ভাল করবে এটা তো আগেই বলেছিল, কিন্তু সেভাল এমন সর্বস্ব নেয়া ভাল হবে তা তারা আশা করেনি। এখন বার্মা সরকারের লক্ষ্য এই সফল নির্বাচন অনুষ্ঠানের কৃতিত্ব নিয়ে আমেরিকার বার্মার উপর দেয়া নানা নিষেধাজ্ঞা তুলে নেয়ার কূটনীতি চালানো। দেখা যাক, সু কি’র জয়টা বিশাল বড় কিন্তু বার্মার পার্লামেন্টের ৬০০+ আসনের মাত্র ৪৩টা থাকবে তার দলের, এই অসম অবস্থানে কী তিনি করতে পারবেন — এটা শুধু সময়ই বলতে পারবে।
বিস্তারিত পড়ুন : Burmese government says it was surprised by scale of Suu Kyi victory।
মাসুদ করিম - ৩০ এপ্রিল ২০১২ (২:০৬ অপরাহ্ণ)
পার্লামেন্ট বয়কট তুলে নিল সুকির দল, আগামী বুধবার পার্লামেন্টে যোগ দিতে যাচ্ছে তার দল। সংবিধানে সেনাবাহিনীর “leadership role” নিয়ে আপত্তি আছে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির, তাই তারা চেয়েছিলেন পার্লামেন্ট সদস্যরা শপথ গ্রহণের সময় “safeguard the constitution” না বলে বলবেন “respect the constitution”, কিন্তু এবিষয়ে মতৈক্য হয়নি বলে নির্ধারিত দিনে তারা শপথগ্রহণ না করে পার্লামেন্ট বয়কট করেছিলেন। এখন বয়কট তুলে নিলেও এবিষয়ে কোনো মতৈক্য হয়েছে কিনা সরকারি পক্ষ ও বিরোধী পক্ষ কেউই সেটা পরিস্কার করেনি।
খবরের লিন্ক এখানে।
মাসুদ করিম - ১ এপ্রিল ২০১২ (২:৪৬ অপরাহ্ণ)
বার্মার আজকের উপনির্বাচনের লাইভ কাভারেজ।
লিন্ক : Live election coverage।
মাসুদ করিম - ২ এপ্রিল ২০১২ (১:২৬ অপরাহ্ণ)
পৃথিবীর সবচেয়ে বড় যাদুঘর, গুগল আর্ট প্রজেক্ট নিয়ে আমরা আগে কথা বলেছি, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি নিয়ে আগে কথা বলা হয়নি, এটাও গুগলেরই প্রজেক্ট, Google Books Library Project।
পড়ুন : Googling the world’s biggest library।
মাসুদ করিম - ২ এপ্রিল ২০১২ (২:৪০ অপরাহ্ণ)
আমাদের দুই সীমান্ত রাষ্ট্রের একটি বার্মা, তেমন কিছুই জানি না এই বার্মা নিয়ে, আর খুব কমই আমরা যেতে পারি বার্মায়।
ছবি দিয়ে জানাটা খুব কাজের, দেখুন ফটোগ্যালারি : Myanmar।
মাসুদ করিম - ৩ এপ্রিল ২০১২ (১০:০৭ পূর্বাহ্ণ)
আরেকটি ফটোগ্যালারি, গণতন্ত্রের অভিযাত্রায় সু কি, ভারতীয় ইংরেজি দৈনিক ‘ দি হিন্দু’র স্লাইডশো থেকে : The Lady and her struggle।
মাসুদ করিম - ২ এপ্রিল ২০১২ (৩:১০ অপরাহ্ণ)
হাসান দারস, সিন্ধি কবি, মাত্র ৪৩ বছর বয়সে ১৬ জুন ২০১১তে এক সড়ক দুর্ঘটনায় মারা যান। তার চারটি কবিতার ইংরেজি অনুবাদ।
উৎস : Four poems।
মাসুদ করিম - ২ এপ্রিল ২০১২ (৫:০৩ অপরাহ্ণ)
বার্মার ডলার বিনিময় হারের নৈরাজ্যের দিন শেষ হয়েছে। আজ থেকে বার্মার কেন্দ্রীয় ব্যাংক এক ডলারের বিপরীতে ৮১৮ কিয়াটের এই বিনিময় মূল্যমান নির্ধারণ করে তাদের বহুপ্রতীক্ষিত ‘ফরেনএক্সচেঞ্জ’ সংস্কারের কাজ শুরু করেছে বার্মা সরকার। এর আগে এক ডলারের বিনিময় হার ৬.৪ কিয়াট সরকারিভাবে নিবন্ধিত থাকলেও কালোবাজারে এর বিনিময় হার ৮০০ থেকে ৮২০ কিয়াট এভাবেই চলত। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সহায়তায় বার্মার কেন্দ্রীয় ব্যাংকের এই সংস্কারের উদ্দেশ্য দেশের অর্থব্যবস্থাকে একটা নিয়মনীতির মধ্যে নিয়ে আসার কাজ শুরু করা।
বিস্তারিত পড়ুন : Myanmar starts new FX regime at 818 kyat per dollar।
মাসুদ করিম - ৩ এপ্রিল ২০১২ (১:২১ পূর্বাহ্ণ)
গত দশ বছরে আমেরিকায় এক্ষেত্রে চোখে পড়ার মতো অগ্রগতি হয়েছে, গ্যাসের এই উৎসের কথা জানা ছিল না আমার, কোথাও সেভাবে পড়িওনি, কিন্তু আজই জানলাম, শেইল গ্যাসের (Shale Gas) কথা, শেইল নামক এক ধরনের পাথরের গর্ভ থেকে পাওয়া এই গ্যাস, আমেরিকার অনেক জায়গায় এই প্যানসিলভ্যানিয়ার ফার্মে কুয়ো থেকে উত্তোলিত হয় এই গ্যাস। রাশিয়ায় ইউরোপে আছে এই গ্যাস, আছে ভারতে ও চীনে, ৩৮টি দেশে ৪৮টি বেসিনের নিশ্চিত অবস্থান জানা গেছে, এই মানচিত্রে দেখুন ‘হলুদ’ অংশে কত রিজার্ভ এখনো নিশ্চিত হওয়া যায়নি, ‘সাদা’ এই গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে আর ‘ধূসর’ অংশে পাওয়ার সম্ভাবনা নেই, আমরা পড়েছি ধুসর অংশে। ‘শক্তিক্ষুধা’য় জর্জরিত চীন এই ক্ষেত্রে বড় লক্ষ্য নির্ধারণ করে বসে আছে, যদিও বিশেষজ্ঞরা বলছেন ২০১৫এর মধ্যে চীনের শেইল গ্যাস উৎস থেকে ৬.৫ বিলিয়ন কিউবিক মিটার (২২৯.৪০ বিলিয়ন ঘনফুট)গ্যাস আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ বাস্তবতা বিবর্জিত। কিন্তু চীন এটা করতে চায় কারণ চীনের এখনকার শক্তি মূল উৎস পরিবেশের জন্য হুমকি স্বরূপ কয়লা, চীন পরিবেশের স্বার্থে এই কয়লাকেন্দ্রিকতা থেকে বেরিয়ে আসতে চায়। এদিকে বাজার বিশেষজ্ঞরা বলছেন, এই অবাস্তব লক্ষ্যমাত্রা নিধারণের আরেকটা কৌশলগত দিক আছে, চীন এর মধ্য দিয়ে তার দেশে গ্যাস রপ্তানিকারকদের বিশেষত রাশিয়াকে এর মাধ্যমে দাম কমানোর চাপে ফেলতে চাইছে।
বিস্তারিত পড়ুন : China Sets Shale Gas Goal।
মাসুদ করিম - ৩ এপ্রিল ২০১২ (১০:২৭ পূর্বাহ্ণ)
পাকিস্তানের প্রেসিডেন্ট আজমির শরিফ যাচ্ছেন। তার এই সফর একান্তই মাজার জেয়ারতের উদ্দেশ্য হচ্ছে বলে জানানো হলেও, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং তাকে দুপুরের খাবারের নিমন্ত্রণ দিয়েছেন। আজ ভারতীয় ইংরেজি দৈনিক ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’এর জারদারিকে স্বাগত জানিয়ে সম্পাদকীয়।
মাসুদ করিম - ৩ এপ্রিল ২০১২ (৩:০৪ অপরাহ্ণ)
বিদ্যুৎ নিয়ে অর্থনীতিবিদ ড. আর এম দেবনাথ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন।
হ্যাঁ, এই প্রশ্নগুলোর উত্তর পেলেই কিন্তু অবস্থাটা পরিস্কার বোঝা যায়। কিন্তু আমাদের দেশে কোনো কিছু পরিস্কারভাবে জনেতে চাওয়া বা কোনো কিছু পরিস্কারভাবে জানানো দুই অসম্ভব বলতে পারলে বেঁচে যেতাম, আসলে সমস্যা ‘অসম্ভব’ নিয়ে নয় — সব ‘সম্ভব’কে ‘তাবিজ’ করা নিয়ে। তাই এত করুণ আমাদের দশা!
বিস্তারিত পড়ুন এখানে এবং লিন্ক এখানে।
মাসুদ করিম - ৪ এপ্রিল ২০১২ (১০:২৮ পূর্বাহ্ণ)
আরেকটি ‘কুদেতা’র খবর, কিন্তু অনেক দেরিতে, ১৬-১৭ জানুয়ারি ২০১২তে ভারতীয় সেনাবাহিনির দিল্লি অভিমুখে প্যারাট্রুপের মুভমেন্ট ‘কুয়াশা’য় মুভমেন্টের অনুশীলন ছিল না — ছিল ‘কুদেতা’র ছকে দিল্লি দখলের অনুপ্রচেষ্টা! ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’এর আজকের রিপোর্টে তখনকার ওই প্যারাট্রুপ মুভমেন্ট সরকারি অনুমতি ছাড়াই সংঘটিত হওয়ার পেছনে ‘কুদেতা’র ছক দেখছে। কিন্তু প্রশ্ন হল এতদিন পরে কেন এই রিপোর্ট, তাহলে চীনের সাথে পার্থক্য কী থাকল? [আর সবচেয়ে ন্যাক্কারজনক এখন রিপোর্টের লিন্ক কাজ করছে না, এখন < ১১টা> কাজ করছে]
বিস্তারিত পড়ুন : The January night Raisina Hill was spooked: Two key Army units moved towards Delhi without notifying Govt।
মাসুদ করিম - ৪ এপ্রিল ২০১২ (১০:৩১ পূর্বাহ্ণ)
আর এখানে ‘ইন্ডিয়ান ন্যাশনাল ইন্টারেস্ট’ ব্লগে নিতিন পাই লিখছেন।
লিন্ক : Troop movements of the curious kind।
মাসুদ করিম - ৪ এপ্রিল ২০১২ (১২:৫৫ অপরাহ্ণ)
ভারতের প্রধানমন্ত্রী এই রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন।
লিন্ক : PM dismisses report that army moved troops towards Delhi without informing govt।
মাসুদ করিম - ৬ এপ্রিল ২০১২ (২:১৩ পূর্বাহ্ণ)
ভারতের সরকার প্রধান এই রিপোর্টকে বলেছেন ‘alarmist’ আর ভারতের সেনাবাহিনি প্রধান এবার এই রিপোর্টকে বললেন ‘absolutely stupid’।
লিন্ক : Gen reacts: ‘Absolutely stupid’।
মাসুদ করিম - ৪ এপ্রিল ২০১২ (৭:৫৩ অপরাহ্ণ)
ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের রিপোর্টকে সরকারের ভেতরে ও বাইরে যারা ‘ভিত্তিহীন’ বলছেন, তাদেরকে জানিয়ে দিয়েছেন, ছয় সপ্তাহ ধরে অনেক তথ্যসূত্র সংগ্রহ ও বিশ্লেষণ করেই এই রিপোর্ট তৈরি করা হয়েছে।
লিন্ক : A meticulous reconstruction and a very sober interpretation of the movement of two key Army units towards New Delhi।
মাসুদ করিম - ৪ এপ্রিল ২০১২ (৭:৪২ অপরাহ্ণ)
গুন্টার গ্রাস বিশ্বশান্তিতে ইসরাইলকে হুমকি হিসেবে ঘোষণা করেছেন, আজ জার্মানির এক দৈনিকে প্রকাশিত কবিতা Was gesagt werden muss [যা বলতেই হবে] এরমধ্যেই জার্মানি ও ইসরাইলে আলোচনার ঝড় তুলেছে — একবিতায় অবশ্য তিনি ইরানের প্রেসিডেন্ট আহমাদিনেজাদকেও সমালোচনা করেছেন। কবিতাটির ইংরেজি অনুবাদ আগামীকাল নিউইয়র্ক টাইমসে ছাপা হবে।[ কয়েকটি জার্মান ও ইসরাইলি পত্রিকা এই ভুল তথ্যটি দিয়েছে, আমি আজকে০৬ এপ্রিল ২০১২ও খুঁজে দেখেছি, নিউইয়র্ক টাইমস এটি ছাপায়নি, পরে নিউইয়র্ক টাইমসের এক ব্লগে পাওয়া গেল incorrectly stated that the poem would also be published in The New York Times।]
বিস্তারিত পড়ুন : German Nobel laureate Guenter Grass’ new poem: Israel is a threat to world peace।
বার্লিনে ইসরাইলের রাষ্ট্রদূত এরমধ্যেই গ্রাসের এই কবিতাকে ‘আক্রমণাত্মক’ ‘দায়িত্বজ্ঞান’ বলে গ্রাসকে এন্টি-সেমেটিজমে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন।
মাসুদ করিম - ৬ এপ্রিল ২০১২ (১:১১ অপরাহ্ণ)
আশা ছিল নিউইয়র্ক টাইমস ইংরেজি সংস্করণ ছাপাবে, কিন্তু যখন জানলাম তারা ছাপাবে এটা ভুল তথ্য তখন বিভিন্ন সাইটে ইংরেজি অনুবাদ খুঁজতে লাগলাম। বিচ্ছিন্ন অনুবাদ প্রচুর পাওয়া গেল, কিন্তু পুরো অনুবাদ পেয়েছি মাত্র দুটো, তারমধ্যে একটা ভাল লাগল।
অনুবাদ থেকে যা বোঝা যাচ্ছে, এটাকে কি কবিতা বলা যাবে? বলা উচিত আসলে কবিতা প্রতিবেদন।
মাসুদ করিম - ১২ এপ্রিল ২০১২ (১২:৪২ পূর্বাহ্ণ)
যাক গ্রাসের এই কবিতা প্রতিবেদনের মূল জার্মান ভাষা থেকে বাংলা অনুবাদ পাওয়া গেল, এবং খুবই প্রত্যাশিত একজনের কাছ থেকেই
ইটালিকসে চিহ্নিত প্রথম দুটি সলিমুল্লাহ খানের ট্রেডমার্ক সন্দেহ নেই। কিন্তু শেষেরটাও কি ট্রেডমার্ক, নাকি ছাপার ভুল? এছাড়া সব কিছু মিলে ইংরেজি থেকে অনুবাদের নামে একয়দিন দেখা আর সব জঞ্জালের (একটা উদাহরণ) চেয়ে এটা অনেক ভাল।
অদিতি কবির - ১২ এপ্রিল ২০১২ (২:১৫ পূর্বাহ্ণ)
কি চমৎকার অনুবাদ। ভাগ্যিস চেষ্টা করি নি।
মাসুদ করিম - ৯ এপ্রিল ২০১২ (২:৪৪ অপরাহ্ণ)
কেমন যেন বর্তমানে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর ‘প্রতিক্রিয়া’র চরিত্রে পরিবর্তন হচ্ছে। চীন, ইরান, উত্তর কোরিয়া, সৌদি আরব এসব রাষ্ট্রের সরকারগুলোর সাথে যেন গনতান্ত্রিকভাবে নির্বাচিত অনেক রাষ্ট্রের সরকারগুলো ‘হিস্টিরিয়া’য় আক্রান্ত হওয়ার প্রতিযোগিতায় নেমেছে। তেমনি একটি প্রতিক্রিয়ায় ইসরাইল সরকার গুন্টার গ্রাসকে ইসরাইলে ‘অবাঞ্চিত’ ঘোষণা করল। সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে ইসরাইলি দৈনিক Haaretz এর আজকের সম্পাদকীয়।
লিন্ক : Israel has reacted with hysteria over Gunter Grass।
মাসুদ করিম - ৫ এপ্রিল ২০১২ (২:৫৩ অপরাহ্ণ)
চীন বাংলাদেশে বুলেট ট্রেনের ‘core tech’ রপ্তানি করবে।
খবরের লিন্ক : China exports core tech of bullet train to Bangladesh।
মাসুদ করিম - ৭ এপ্রিল ২০১২ (১:১৮ অপরাহ্ণ)
বলা হচ্ছে তুরস্কের প্রধানমন্ত্রীর মাধ্যমে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে বার্তা পাঠানো হয়েছে, ইরানের নাগরিক পারমাণবিক পরিকল্পনায় আমেরিকা কোনো বাধা সৃষ্টি করবে না — শুধুমাত্র ইরানের সামরিক পারমাণবিক পরিকল্পনার বিরোধিতা করবে আমেরিকা। কিন্তু এই বার্তায় ইউরেনিয়াম উন্নতকরণ নিয়ে ওবামা কোনো মন্তব্য করেননি। এমাসের মাঝামাঝি ইরানের সাথে চীন, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, আমেরিকা ও জার্মানির পরমাণুবিষয়ক বিরোধের নিষ্পত্তির লক্ষ্যে ইস্তান্বুলে বৈঠক হওয়ার কথা আছে।
বিস্তারিত পড়ুন : Obama’s secret message: Iran can have civilian n-programme।
মাসুদ করিম - ৭ এপ্রিল ২০১২ (৭:২২ অপরাহ্ণ)
হাজার হাজার সিরিয়ান নাগরিক ভয়ে তুরস্কে আশ্রয় নিচ্ছে। শরণার্থীদের চাপে এরমধ্যেই আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে তুরস্ক।
বিস্তারিত পড়ুন : Turkey Raises Cry Over Syria Exodus।
মাসুদ করিম - ৮ এপ্রিল ২০১২ (১০:৫০ পূর্বাহ্ণ)
জারদারির আজমির সফর আজ। সফরের শুরুতেই হবে ভারতের প্রধানমন্ত্রীর সাথে মধ্যাহ্নভোজ। এই সফরকে নিয়ে এনডিটিভির লাইভব্লগ শুরু হয়েছে এভাবে।
অনুসরণ করুন এনডিটিভির লাইভব্লগ : Pakistan President Asif Ali Zardari will be in India for a day।
মাসুদ করিম - ৮ এপ্রিল ২০১২ (৬:৫১ অপরাহ্ণ)
এসফরে দৃশ্যত সবচেয়ে বড় ঘটনা হচ্ছে জারদারি আজমির দরগায় ১০লাখ ডলার চাঁদা দিয়েছেন। এত টাকা দরগাকে, ব্যক্তিগতভাবে!
লিন্ক : Pakistan President Asif Ali Zardari will be in India for a day।
মাসুদ করিম - ৯ এপ্রিল ২০১২ (৫:৫৫ অপরাহ্ণ)
এটা চট্টগ্রামের সেরা ঘটনা, আমি সবসময় এই খবরটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি, গতকাল হালদা নদীতে মা মাছ ডিম দিয়েছে।
লিন্ক : ডিম দিয়েছে মা মাছ ।। হালদার পারে উৎসবের আমেজ।
মাসুদ করিম - ১০ এপ্রিল ২০১২ (১২:৪৭ অপরাহ্ণ)
খবরটি বাংলাদেশের কোনো পত্রিকায় দেখেছি কি? নিউইয়র্ক টাইমসে খবরটি খুবই গুরুত্বের সাথে ছাপা হয়েছে — এবং এটি খুবই গুরুত্ব পাওয়ার মতোই খবর। একজন গার্মেন্টস শ্রমিক আন্দোলনের কর্মীকে এভাবে খুন করা [এটা কি শিল্পপুলিশের কাজ, শ্রমিক আন্দোলনের কর্মীকে গ্রেপ্তার করে তারপর নিপীড়ন করে খুন করে ফেলে দেয়া], এটি চরম অরাজকতা। শ্রমিক বা শ্রমিক আন্দোলনের কর্মীদের উপর এই নৃশংসতা দেশের শিল্প-বাণিজ্যের জন্য যেমন নেতিবাচক — তেমনি রাষ্ট্রের সমাজের ‘সন্ত্রাস’এর দাপটের পরিচায়ক।
বিস্তারিত পড়ুন : Killing of Bangladeshi Labor Organizer Signals an Escalation in Violence।
মাসুদ করিম - ১১ এপ্রিল ২০১২ (১:৫৭ পূর্বাহ্ণ)
এই বো চিলাই (Bo Xilai)এর লং মার্চ, নিউ লেফট, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ এসবের পরে এবার এলো বো চিলাই এর স্ত্রী গু কাইলাই (Gu Kailai) এর বিরুদ্ধে এক ব্রিটিশ ব্যবসায়ীকে খুনের অভিযোগ। কী যে নোংরামি চলছে চীনের ক্ষমতার শীর্ষপর্যায়ে, মানে চীনের সর্বোচ্চ পলিউটেডবুরো তে!
লিন্ক : China suspends Bo Xilai, investigates wife over murder।
মাসুদ করিম - ১১ এপ্রিল ২০১২ (১০:২৬ পূর্বাহ্ণ)
নেপাল আর্মি শান্তি প্রক্রিয়ার চুক্তি অনুযায়ী মাওবাদী পনেরোটি সেনানিবাসের পূর্ণ দায়িত্ব নিল। এর ফলে নেপালের শান্তি প্রক্রিয়ায় একটি বড় অগ্রগতি হল। যদিও এই সিদ্ধান্তের জের ধরে মাওবাদী সেনানিবাসগুলোতে উত্তেজনা বিরাজ করছে এবং বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনাও ঘটছে।
বিস্তারিত পড়ুন : Nepal Army takes charge of Maoist combatants।
রেজাউল করিম সুমন - ১৪ এপ্রিল ২০১২ (৩:২৫ অপরাহ্ণ)
৭৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন কবি-নাট্যকার মোহিত চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। জন্ম ১ জুন ১৯৩৪, বরিশাল; মৃত্যু ১২ এপ্রিল ২০১২, কলকাতা।
গণশক্তি পত্রিকায় প্রকাশিত শোকলেখন [লিংক] :
উইকিপিডিয়ার ভুক্তি : এখানে।
রেজাউল করিম সুমন - ১৪ এপ্রিল ২০১২ (৩:৩৬ অপরাহ্ণ)
‘ভীষণ মানবিকভাবে কথা বলার ক্ষমতা অজর্ন করতে হবে’ — পড়ুন বতর্মান সময়ের প্রেক্ষাপটে রাজনৈতিক নাটক সম্পর্কে মোহিত চট্টোপাধ্যায়ের বক্তব্য : এখানে।
মাসুদ করিম - ১৬ এপ্রিল ২০১২ (২:১৯ অপরাহ্ণ)
নববর্ষ পালন না করে একটু খবরের জগতের চেয়ে দূরে থেকে ছুটি কাটাচ্ছিলাম, এসেই এই ঘা, বড় কষ্টের।
মাসুদ করিম - ১৬ এপ্রিল ২০১২ (২:৩৫ অপরাহ্ণ)
তুরস্ক ও বাংলাদেশের মধ্যে হবে মুক্তবাণিজ্য চুক্তি।
খবরের লিন্ক এখানে।
মাসুদ করিম - ১৮ এপ্রিল ২০১২ (১০:২২ পূর্বাহ্ণ)
তালেবানদের নতুন অস্ত্র সিরিয়ালপ্রাপ্ত ‘বিষপানি’। কী আর বলব নির্বাক হয়ে গেছি একেবারে।
খবরের লিন্ক : শতাধিক ছাত্রীকে বিষ খাইয়ে মারার চেষ্টা।
মাসুদ করিম - ২০ এপ্রিল ২০১২ (১১:৪৩ পূর্বাহ্ণ)
খবর : North Korea threatens to blow up Seoul। আমার প্রতিক্রিয়া : ভাবিয়া করিও কাজ কোরিয়া ভাবিও না।
মাসুদ করিম - ২০ এপ্রিল ২০১২ (৬:৩৯ অপরাহ্ণ)
সাদাত হাসান মান্টোর জন্মশতবার্ষিকী উপলক্ষে রাখশন্দা জলিল লিখেছেন : One hundred years of Manto। বামপন্থীরা কিন্তু তার বিচারেও ভুল করেছিল, অশ্লীলতার অভিযোগ এনে প্রগতি লেখক সমিতিতে তাকে কোণঠাসা করে ফেলেছিল। কেন যে এক্টিভিস্টরা পন্থা ধরে সাহিত্য বিচার করতে চায়!
মাসুদ করিম - ২০ এপ্রিল ২০১২ (৭:০৭ অপরাহ্ণ)
সর্দি জ্বরে আগেও উপকার পেয়েছি, এবার আঁচিলের চিকিৎসাটাও সফলভাবে সম্পন্ন হল হোমিওপ্যাথির মাধ্যমে। হোমিওপ্যাথির জনপ্রিয়তা বাড়ছে।
বিস্তারিত পড়ুন : Homoeopathy gaining popularity।
মাসুদ করিম - ২১ এপ্রিল ২০১২ (২:৫৭ পূর্বাহ্ণ)
সাতক্ষীরার সংহিসতা নিয়ে একটা অনুসন্ধানী রিপোর্ট করেছে বিডিনিউজটুয়েন্টিফোর.কম। রিপোর্টে জামাতের ইন্ধনকেই দায়ী করা হয়েছে। কিন্তু এই রিপোর্টে ওই আসনের এমপি গোলাম রেজার ব্যাপারে কোনো কিছুই উল্লেখ নেই, কিন্তু শোনা তো গিয়েছিল ওর মাধ্যমে এবং এক মন্ত্রীর তদ্বিরের কারণে (মন্ত্রীর নাম খবরে বলা ছিল না) সংস্লিষ্ট থানার ওসিকে সাসপেন্ড করে পরে তা আবার স্থগিত করা হয়।[পর্ব আছে রিপোর্টটাতে, এটা ছিল প্রথম পর্ব — ২১ এপ্রিল ২০১২]
সাতক্ষীরায় ধ্বংসচিত্র।
লিন্ক এখানে।
মাসুদ করিম - ২৩ এপ্রিল ২০১২ (২:১২ পূর্বাহ্ণ)
প্রতিবেদনের দ্বিতীয় পর্ব।
লিন্ক : ‘পুলিশ দেখছিল’।
মাসুদ করিম - ২৫ এপ্রিল ২০১২ (৭:০০ অপরাহ্ণ)
প্রতিবেদনের তৃতীয় ও শেষ পর্ব। এখানে এমপি গোলাম রেজার কথা বিস্তারিত এসেছে।
লিন্ক : ‘আদর্শহীন রাজনীতির ফল’।
মাসুদ করিম - ২২ এপ্রিল ২০১২ (১১:৪২ পূর্বাহ্ণ)
এই প্রথম ইউরোপে বাংলা ফিল্ম উৎসব। স্থান : হ্যারো আর্ট সেন্টার, লন্ডন। কাল : ১৮, ১৯ ও ২০ মে, ২০১২।
অস্ট্রেলিয়াও বাদ পড়বে না হয়ত, সম্ভাবনা রয়েছে সিডনিতে একই উৎসব ২ থেকে ৪ নভেম্বর ২০১২তে অনুষ্ঠিত হওয়ার।
খবরের লিন্ক : First Ever Bengali Film Festival in Europe।
মাসুদ করিম - ২২ এপ্রিল ২০১২ (১:০৪ অপরাহ্ণ)
ফ্রান্সের আজকের প্রথম পর্বের প্রেসিডেন্ট নির্বাচনের মূল প্রার্থীরা ও ভিক্তর উগো।
বিস্তারিত পড়ুন : Channelling Victor Hugo।
মাসুদ করিম - ২২ এপ্রিল ২০১২ (১:৪৮ অপরাহ্ণ)
ভোট সরাসরি, যারা ফরাসী বোঝেন, তাদের জন্য Présidentielle 2012 > EN DIRECT. Présidentielle।
আর যারা আমি ছাড়া ফরাসিকানা তাদের জন্য : French 2012 presidential election।
মাসুদ করিম - ২৩ এপ্রিল ২০১২ (১২:৪০ পূর্বাহ্ণ)
দ্বিতীয় রাউন্ডে যাবে অলন্দ (২৮.৬%) ও সারকোজি (২৭%)। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে উগ্র জাতীয়তাবাদী মারিন ল পেন পেয়েছে (১৯%)।
মাসুদ করিম - ২২ এপ্রিল ২০১২ (৭:৩১ অপরাহ্ণ)
যে পত্রিকাতে সালাহ উদ্দিন শোয়াইব চৌধুরী শুধু ক্লান্তিহীন লেখেনই না, এই পত্রিকার তিনি Editor, South Asia (Honorary), শেষ পর্যন্ত সেই Times of Assamয়েই লিখতে হচ্ছে জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়কে, ভারতে ইংরেজিতে লেখার জন্য আর কোনো ইংরেজি পত্রিকা খুঁজে পাওয়া যায়নি? নাকি Times of Assamকে যেমন তেমন ইংরেজিতে কিছু লিখে দিলে ওরা ঘষেমেজে ছাপিয়ে দেয়, অন্য মানসম্পন্ন ইংরেজি পত্রিকাগুলো তা করে না। বাইরে লেখার এই কাঙালিপনা আমাদের সাংবাদিকদের কখন যাবে? লেখাটা এইরকম, লিন্ক : New Crisis in Bangladesh politics – Communalism। New!!!
মাসুদ করিম - ২৪ এপ্রিল ২০১২ (১:৩৭ পূর্বাহ্ণ)
জোর গুজব হুগো সাভেজ মারা গেছেন কিউবায়, কিন্তু ভেনেজুয়েলার সরকার এই গুজবকে ভিত্তিহীন বলছে। এর আগে কাস্ত্রো মৃত্যুর গুজব মিথ্যা প্রমাণিত হয়েছিল। কিন্তু উত্তর কোরিয়ার কিম জং ইলের মৃত্যুর গুজব সত্য প্রমাণিত হয়েছিল। দেখা যাক কী হয় হুগো সাভেজের ক্ষেত্রে।
বিস্তারিত পড়ুন : Hugo Chavez Dead Rumors: Venezuela Denies President Died In Cuba।
মাসুদ করিম - ২৫ এপ্রিল ২০১২ (১২:৩৭ অপরাহ্ণ)
গুজবের উত্তরে শাভেজের টুইট।
লিন্ক : এখানে ও এখানে।
মাসুদ করিম - ২৫ এপ্রিল ২০১২ (১২:০৯ অপরাহ্ণ)
মুফতিতরঙ্গ : দশ বছর বয়সেই মেয়েরা বিয়ের উপযুক্ত হয়ে যায় — সৌদি আরবের প্রধান মুফতি। এদরকে নিয়ে যে কোথায় যাব!
খবরের লিন্ক এখানে।
মাসুদ করিম - ২৫ এপ্রিল ২০১২ (৭:৩৭ অপরাহ্ণ)
আজ বন্দর দিবস। ১৮৮৮ সালের ২৫ এপ্রিল কাঠের জেটি ও কাঠের ঘাট নিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল চট্টগ্রাম বন্দরের প্রাতিষ্ঠানিক কার্যক্রম। আজ পালিত হচ্ছে চট্টগ্রাম বন্দরের ১২৫তম জন্মবার্ষিকী।
খবরের লিন্ক এখানে।
মাসুদ করিম - ২৭ এপ্রিল ২০১২ (৭:৪৩ অপরাহ্ণ)
শুক্রবারের কালের কণ্ঠে প্রথম পাতার খবর মুসলমানদের ইমান ধ্বংসের চক্রান্তে লিপ্ত প্রথম আলো এবং তাদেরই সহযোগী অনলাইন পত্রিকা বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর খবর প্রথম আলো বন্ধের দাবি ইসলামী ও সমমনা ১২ দলের : এবং এই সংবাদ পরিবেশনের ধরনে কালের কণ্ঠ ও তার সহযোগী প্রতিষ্ঠানের আচরণ খুবই উদ্বেগের।
কালের কণ্ঠ ও তার সহযোগী সংবাদ প্রতিষ্ঠানগুলো যদি ভাবে ইসলামের ধোঁয়া তুলে ইসলামি দলের প্রতি প্রথম আলোর বিরুদ্ধে নীরব ও সরব সমর্থন দিয়ে তারা প্রথম আলোর ক্ষতি করবে, তাহলে তারা ভুল করবে — এরকম কিছু করলে তারা বাংলাদেশের সব সংবাদ মাধ্যমেরই ক্ষতি করবে, তখন যেকোনো সংবাদপত্রের সবচেয়ে শক্তিশালী বিচারক হয়ে উঠবে দেশের সব ইসলামি দল এবং প্রতি শুক্রবার জুমার পরে তারা একেকজনের বিচার বসাবে। সেবিচার থেকে শুধু ইসলামি পত্রিকা ছাড়া কেউই রেহাই পাবে না। কাজেই সাবধান!
মাসুদ করিম - ২৮ এপ্রিল ২০১২ (৯:৫৩ পূর্বাহ্ণ)
রাশিয়ার সাথে বাংলাদেশের ১ বিলিয়ন ডলারের অস্ত্রচুক্তি হতে যাচ্ছে। রাশিয়া থেকে প্রায় ১০০টি দেশ অস্ত্র কেনে, এর মধ্যে বাংলাদেশ সপ্তম বৃহত্তম ক্রেতা।
খবরের লিন্ক : রুশ সমরাস্ত্র কিনতে চুক্তি ‘শিগগিরই’।
মাসুদ করিম - ২৮ এপ্রিল ২০১২ (১:০০ অপরাহ্ণ)
‘প্রথম আলো’ ভুল সংবাদ পরিবেশনের জন্য ক্ষমা না চেয়ে একটা নতুন স্লোগান বানাতে পারে : বদলে যাও, বদলে দাও — ভুল সংবাদ চলতে দাও। ‘জাইকা’র বোর্ড মিটিংই হয়নি কিন্তু প্রথম আলো সেটা করিয়ে ছেড়েছে এবং সেই বোর্ড মিটিংয়ে ঢাকার মেট্রোরেলের ঋণপ্রস্তাব নাকচ করে দেয়া হয়েছে।
২৬ এপ্রিলের রিপোর্টে কিন্তু কোনো অসমর্থিত সূত্রের কথা বলা হয়নি। তার মানে ধরা খেয়ে এখন অসমর্থিত সূত্রের দোহাই দেয়া হচ্ছে।
মাসুদ করিম - ২৮ এপ্রিল ২০১২ (১:৫৯ অপরাহ্ণ)
এই অত্যন্ত দ্রুতগতির জীবনে, রেগে গিয়ে চিৎকার করি, Je hais le mouvement!, বোদল্যারের পংক্তি, মানে, আমি ঘৃণা করি গতি! হ্যাঁ, তাই করি — ধীরে চলি ধীরে। এই ধীরগতির প্রশংসায় লেখা বেশ কিছু বইয়ের খোঁজ দিচ্ছেন কানাডিয়ান সাংবাদিক কার্ল অনরে, যার নিজেরই এবিষয়ে আছে দুটি বই।
এসব পড়ার পর একটা স্লোগান দরকার, তাই না? হ্যাঁ, সেটিও তৈরি করেছি :
লিন্ক : Carl Honoré on Slow Living।
মাসুদ করিম - ৩০ এপ্রিল ২০১২ (১০:৪২ পূর্বাহ্ণ)
হিলারির ঢাকা সফর ভেস্তে যেতে পারে, এরকমটা ভাবছেন অনেকে, কারণটা চীন, চীনের এক জেলে আটক বিদ্রোহী জেল থেকে পালিয়ে বেইজিং-এ আমেরিকান অ্যামবেসিতে আশ্রয়গ্রহণ করেছেন বলে ধারণা করা হচ্ছে, এখন এই খুবই জটিল পরিস্থিতির উপর চীন-আমেরিকার পারস্পরিক সমঝোতার উপরই নির্ভর করছে ৩ ও ৪ মে হিলারির চীন সফর হবে কিনা। আর হিলারির চীন সফর যদি না হয় তাহলে বাংলাদেশ ও ভারত সফরেরও কোনো সম্ভাবনা নেই — কারণ হিলারির এবারের সফরটা মূলত চীন সফর, তার সাথে বাংলাদেশ ভারত সফরটা আনুসাঙ্গিকতায় যোগ করা হয়েছিল। কাজেই আজ কাল ও পরশুর চীন-আমেরিকার কূটনৈতিক প্রচেষ্টার উপর নির্ভর করছে চীনা বিদ্রোহীর বেইজিং-এ আমেরিকান অ্যামবেসিতে আশ্রয়গ্রহণের কেমন সমাধান হচ্ছে, আর তার উপরই নির্ভর করছে হিলারির চীন সফর। তবে তিন দিন অনেক সময়।
খবরের লিন্ক : U.S., China Hold Talks on Chen’s Status।
মাসুদ করিম - ৩০ এপ্রিল ২০১২ (১১:৫৫ অপরাহ্ণ)
চীন-আমেরিকা অন্ধ বিদ্রোহী ‘চেন’কে নিয়ে দ্রুতই একটি সিদ্ধান্তে আসবে বলে আশা করা হচ্ছে।
খবরের লিন্ক : Chen Decision ‘Expected Soon’।
Pingback: মুক্তাঙ্গন | প্রমতি | মাসুদ করিম
Pingback: পাকিস্তান পরিস্থিতি ৬ | প্রাত্যহিক পাঠ
Pingback: পাকিস্তান পরিস্থিতি ৬ | প্রাত্যহিক পাঠ