মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিন্ক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।
আজকের লিন্ক
এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।
৫২ comments
মাসুদ করিম - ১ জানুয়ারি ২০১২ (১২:১৭ অপরাহ্ণ)
বছরের শুরু হয়েছে ভূমিকম্প দিয়ে। আমি সকাল ৮:৩০-এ ঘুম থেকে উঠে বিছানায় শুয়ে আছি, হঠাৎ আমার বিছানাটা কিছুক্ষণের জন্য কেঁপে থেমে গেল। ৯টা থেকে আমি আমার জানা সব ভূমিকম্প রেকর্ড সাইটে ও বাংলাদেশের প্রায় অনলাইন নিউজ সাইটে ঘুরে দেখলাম, কোথাও এই ভূমিকম্পের কোনো রেকর্ড পাওয়া গেল না, মনের ভুল ভেবেই বসেছিলাম। কিন্তু এই কিছুক্ষণ আগে বাংলানিউজটুয়েন্টিফোরডটকম-এ সকাল ১১:২৭-এ এই খবর তোলা হয়েছে দেখতে পাচ্ছি, তাহলে মনের ভুল ছিল না।
এখন দেখছি Humanitarian Early Warning Service-এ অন্তর্ভুক্তি এসেছে এভাবে
মাসুদ করিম - ৩ জানুয়ারি ২০১২ (১:০২ অপরাহ্ণ)
ব্রিগেডিয়ার (অব.) এম আবদুল হাফিজ, সাবেক মহাপরিচালক,বিআইআইএসএস ও কলাম লেখকের মতে বাংলাদেশের সবচেয়ে সফল পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক শামসুল হক। আমার অবশ্য এই সফলতম পররাষ্ট্রমন্ত্রীর কাজকর্ম সম্বন্ধে কিছু জানা নেই, তবে জানা উচিত মনে করছি – কারণ ইনিই নাকি
এরপর এম আবদুল হাফিজ তার এই কলাম শেষ করেন এই বলে
কী বলতে চাইলেন তিনি ঠিক বোঝা গেল না। ভারতীয় আধিপত্যবাদের ক্লেদ আজ বাংলাদেশ জুড়ে? আর ভারতের ও বাংলাদেশের বাঙালি এক জাতি নয় — এটা কি বিশ্বাসের ব্যাপার? ভারতের ও বাংলাদেশের বাঙালি দুই ভিন্ন রাষ্ট্রের অধিবাসী কাজেই রাষ্ট্রীয় পরিচয়ে তারা তো ভিন্নই, কিন্তু সাংস্কৃতিক ও সাহিত্যিক ঐতিহ্যে তাদের একাত্মতার কোনো নিদর্শনই কি এম আবদুল হাফিজ আর স্বীকার করতে চান না?
বিস্তারিত পড়ুন : আসুন আমরা শিকড়ের সন্ধান করি।
মাসুদ করিম - ২৪ জানুয়ারি ২০১২ (২:৩৫ অপরাহ্ণ)
ব্রিগেডিয়ার (অব.) এম আবদুল হাফিজ, সাবেক মহাপরিচালক,বিআইআইএসএস — এই কলাম লেখক তো পুরোদমে এক প্রকার অব আর্মি বুদ্ধিজীবী যারা ইসলাম ছাড়া কিছুই বোঝেন না। এদের মতো লোকই Bangladesh Institute of International & Strategic Studies (BIISS) এর মহাপরিচালক ছিলেন, কী কাজ এই স্ট্র্যাটেজিক প্রতিষ্ঠানের? আমাদের প্রতিরক্ষা স্ট্র্যাটেজির মুখ্য প্রতিষ্ঠানে এমন সব অব আর্মিরাই ছিল এবং এখনো এমন সব অব আর্মিরাই আছে? আরেক প্রস্থ লেখার ছিরি লোকটার
বিশ্বাস ও ধর্মীয় অনুশাসনের আকুতিতে কী এমন আঘাত এসে গেছে তা কিন্তু পরিস্কার করেননি এম আবদুল হাফিজ। এই ধরনের লোককেও কি বলা যাবে ‘ধর্মান্ধ’?
এবং আরো মজার ব্যাপার হচ্ছে লেখাটিতে অব আর্মি প্রবর একবারেই সাম্প্রতিক ক্যুয়ের কথা আনেননি।
লেখাটির লিন্ক : আওয়ামী লীগ এখন এক পিচ্ছিল ঢালুতে।
মাসুদ করিম - ৩ জানুয়ারি ২০১২ (৭:০৮ অপরাহ্ণ)
আফগান তালেবানরা কাতারে অফিস খুলবে। যাক জল্পনা সত্য হতে যাচ্ছে।
খবরের লিন্ক এখানে।
মাসুদ করিম - ৪ জানুয়ারি ২০১২ (১:৩৬ পূর্বাহ্ণ)
তথ্যচিত্র ‘সিকিম’ এর ওপর নিষেধাজ্ঞা আগেই উঠে গিয়েছিল, দু’একটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিতও হয়েছে সত্যজিৎ রায়ের এই নিষিদ্ধ প্রামাণ্যচিত্র। এবার আসছে এর ডিভিডি-ভিসিডি সংস্করণ, ফলে ঘরে ঘরেই দেখার সুযোগ মিলবে এই প্রামাণ্যচিত্র। ০২ জানুয়ারি ২০১১এর ‘আজকাল‘ জানাচ্ছে
মাসুদ করিম - ৪ জানুয়ারি ২০১২ (৩:২৯ অপরাহ্ণ)
চীন মসজিদ ভেঙ্গে দিলে কোথায় থাকেন ইসলামি বিপ্লবী, ইসলামি জঙ্গি, ব্রেদারানে ইসলাম, তাবলিগি, খেলাফতি, সুন্নি, ওয়াহাবি, মুসলিম মধ্যবিত্ত, মুসলিম বাম বুদ্ধিজীবি, কারবালা পার্টি, সুফি, কায়েমি, ধর্মীয় হারমনিওয়ালারা? নাকি সবাই একবাক্যে আদি ও অকৃত্রিম সামাজিক স্বৈরতন্ত্রকে ভয়ে ভালোবাসায় দূর থেকে সালাম ঠোকেন?
খবরের লিন্ক : Chinese authorities and villagers clash over mosque।
মাসুদ করিম - ৫ জানুয়ারি ২০১২ (১২:৫১ অপরাহ্ণ)
ইরান বিষয়ক দুটি গুরুত্বপূর্ণ খবর, প্রথমটি ইউরোপিয়ান ইউনিয়নও ইরান থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞা জারি করতে সম্মত হয়েছে, এবং দ্বিতীয়টি ইরান সরকার আফগানিস্তান সরকারের বিভিন্ন পলিসি ইস্যুতে নিজেদের প্রভাব বাড়াতে জোরদার প্রচেষ্টা চালাচ্ছে।
লিন্ক : Europe Agrees On Iran Oil Import Ban।
লিন্ক : Iran intensifies efforts to influence policy in Afghanistan।
মাসুদ করিম - ৭ জানুয়ারি ২০১২ (১০:৩৯ পূর্বাহ্ণ)
ইউরোপীয় ইউনিয়ন এখনই ইরানি তেল আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে না, আরো কয়েকমাস পরে তারা এই নিষেধাজ্ঞা আরোপ করতে চাচ্ছে। কিন্তু বর্তমান অর্থনৈতিক সংকটে আরো কয়েকমাস পরও কি ইউরোপ এই নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিতে পারবে? ইরাক ও লিবিয়ার তেল খনিগুলো আবার রপ্তানিতে ফিরলে সেটা করা হয়ত সম্ভব হবে — কিন্তু এই নিষেধাজ্ঞা আরোপ ছাড়া কি আর কোনো ভাবে ইরানের সাথে সমস্যা সমাধান করা যায় না?
লিন্ক : Europe: Delay In Iran Oil Ban Considered।
মাসুদ করিম - ৫ জানুয়ারি ২০১২ (১:০৯ অপরাহ্ণ)
এবার মুসলমানদের ‘ঠাণ্ডা যুদ্ধ’ নিয়ে চিন্তিত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, এবং তার অতিআসন্ন ইরান সফরের আগেই এই মর্মে তিনি হুশিয়ারি উচ্চারণ করলেন, শিয়া-সুন্নি ‘ঠাণ্ডা যুদ্ধ’ মধ্যপ্রাচ্যকে গভীর সংকটের আবর্তে আবদ্ধ করে রাখবে সামনের দশক — যদি এথনই এর সমাধান সূত্র বের করতে মধ্যপ্রাচ্যের সব দেশ সচেষ্ট না হয়। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সংকট নিরসনের লক্ষ্যে খুব শীঘ্রই মস্কো ও ওয়াশিংটনের সাথেও বসতে আগ্রহী।
লিন্ক এখানে।
মাসুদ করিম - ৬ জানুয়ারি ২০১২ (১২:৫৫ পূর্বাহ্ণ)
গতকাল ৮৬ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন স্যামসন এইচ চৌধুরী। এই প্রথিতযশা শিল্পোদ্যক্তার অনেক পরিশ্রম ও পরিকল্পনার ফসল বাংলাদেশের শীর্ষস্থানীয় ‘স্কয়ার’ গ্রুপ।
লিন্ক : স্কয়ার প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরী আর নেই।
মাসুদ করিম - ৬ জানুয়ারি ২০১২ (১:৪৩ পূর্বাহ্ণ)
উত্তর কোরিয়ায় ক্যু এর গুজব ছড়াচ্ছে চীনের সামাজিক মিডিয়া।
বিস্তারিত পড়ুন : North Korea coup rumors fueled by Chinese social media।
মাসুদ করিম - ৭ জানুয়ারি ২০১২ (৬:২৯ অপরাহ্ণ)
একদিকে আর্থিক সংকট আরেক দিকে এশিয়ার বিশেষত চীনের উত্থান আমেরিকাকে নিয়ে যাচ্ছে রণকৌশলের এক নতুন অবস্থানে। প্রতিরক্ষা বাজেট কমিয়েও সারা পৃথিবীতে বিশেষ করে এশিয়ার উপর আধিপত্য রাখতেই হবে আমেরিকার সশস্ত্র বাহিনীকে। পড়ুন : এশীয় শক্তির উত্থান আমেরিকার কাছে চ্যালেঞ্জ।
মাসুদ করিম - ৭ জানুয়ারি ২০১২ (১১:০১ অপরাহ্ণ)
ভারতীয় ইংরেজি দৈনিক ‘দি হিন্দু’তে অমর্ত্য সেন ভারতীয় সংবাদ মাধ্যমের গৌরব ও ত্রুটির বিস্তারিত আলোচনা করেছেন। এই আলোচনা আমাদের সংবাদ মাধ্যমের জন্যও কাজে লাগবে নিঃসন্দেহে।
বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ৯ জানুয়ারি ২০১২ (১:০২ অপরাহ্ণ)
পৃথিবীর সবচেয়ে সুন্দর টাকার নোট বাংলাদেশের দোয়েল শহীদ মিনার চিত্রিত দুটাকার নোটটি। টাকাটির একপিঠ দেখুন এখানে আরেক পিঠ এখানে।
খবরের লিন্ক এখানে।
মাসুদ করিম - ১১ জানুয়ারি ২০১২ (১২:১৯ পূর্বাহ্ণ)
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আকাশ থেকে তোলা বার্লিনের গোপন ছবি। অবশ্যই দেখা উচিত এরকম এক ফটোগ্যালারি।
লিন্ক : Book Gives Fresh Glimpse of Berlin’s Destruction।
মাসুদ করিম - ১১ জানুয়ারি ২০১২ (১:২১ অপরাহ্ণ)
মেহদি হাসানকে আবার ইন্টেনসিভ কেয়ারে নেয়া হয়েছে। কোথাও কোনো ইংরেজি লিন্ক পাচ্ছি না। এক টুইটারে যা একটি লিন্ক আছে তা উর্দুতে। উদ্বিগ্ন বোধ করছি।
মাসুদ করিম - ১১ জানুয়ারি ২০১২ (৬:৫৭ অপরাহ্ণ)
পিটিআই-এর সূত্রে এনডিটিভিতে খবরটি পাওয়া গেল, এটা জেনে খুব খারাপ লাগছে গত একমাস ধরে ‘শাহেনশাহে গজল’ কথাও বলতে পারছেন না।
লিন্ক : Mehdi Hassan hospitalised, condition critical, says son।
মাসুদ করিম - ১৩ জানুয়ারি ২০১২ (১:১০ অপরাহ্ণ)
যখন এই খবরটি পড়ছি, যে মেহদি হাসান যেগ্রামে জন্মেছেন রাজস্থানের লুনায় সবাই তার আরোগ্য কামনা করে প্রার্থনা করছেন, তখন কারো কারো টুইট দেখছি তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তেমন কোনো খবর এখনো কোথাও দেখিনি।
খবরের লিন্ক এখানে।
মাসুদ করিম - ১৮ জানুয়ারি ২০১২ (৬:৪২ অপরাহ্ণ)
মেহদি হাসানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তাকে স্পেশাল কেয়ার ইউনিট থেকে প্রাইভেট রুমে নিয়ে আসা হয়েছে এবং ডাক্তারা আশা করছেন খুব শীঘ্রই তিনি বাড়ি ফিরে যেতে পারবেন।
খবরের লিন্ক : Mehdi Hassan likely to be discharged from hospital soon।
মাসুদ করিম - ১৮ জানুয়ারি ২০১২ (৭:০৪ অপরাহ্ণ)
মেহদি হাসানের চিকিৎসায় সহযোগিতার আশ্বাসে পাকিস্তান সরকারের মধ্যে তেমন অগ্রগতি দেখা না গেলেও, ভারতের রাজস্তানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট তার সব সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছেন, এই লক্ষ্যে তিনি ভারতের বিদেশ মন্ত্রণালয়ের বিশেষ তৎপরতা আশা করছেন। একটু ভাল হয়ে উঠলেই ভারতের বিদেশ মন্ত্রণালয় মেহদি হাসানের পরিবারকে ভারতে আনার ব্যবস্থা করে দিলে তার চিকিৎসার সব খরচ বহন করার ব্যবস্থা করবেন অশোক গেহলট।
পড়ুন : Gehlot offers medical help to ailing Mehdi Hassan।
অবিশ্রুত - ১১ জানুয়ারি ২০১২ (২:২৮ অপরাহ্ণ)
গোলাম আযম গ্রেফতার হয়েছে :
একই সংবাদ পাকিস্তানের ডন পত্রিকায়ও প্রকাশ পেয়েছে।
মাসুদ করিম - ১১ জানুয়ারি ২০১২ (৫:২৭ অপরাহ্ণ)
এই না হলে সামাজিক স্বৈরতন্ত্র! উত্তর কোরিয়ায় যারা কিম জং-ইলের মৃত্যুতে শোক করেনি তাদের ছয় মাসের জেল হবে আর যারা ঠিক মত বিলাপ করেনি তাদের বিলাপ শিক্ষা কেন্দ্রে (re-education camps-এর মানে তাই হওয়া উচিত) পাঠানো হবে।
লিন্ক : North Korea to punish ‘non-mourners’: Report।
মাসুদ করিম - ১২ জানুয়ারি ২০১২ (৯:৪৩ পূর্বাহ্ণ)
ত্রিপুরার জন্য এটাই প্রথম — এর আগে ত্রিপুরায় কোনো দিন নিজ দেশের প্রধানমন্ত্রী ছাড়া বিদেশের কোনো প্রধানমন্ত্রী বা সরকার প্রধান সফর করেননি। ত্রিপুরার সরকার ও জনগণ তাই প্রাণোচ্ছ্বাসে উচ্ছ্বসিত আগরতলায়। দুদিনের সফরে গতকালই হাসিনা পৌঁছেছেন আগরতলায়, সরকারি ও বাণিজ্যিক বৈঠকগুলো গতকাল হয়ে গেছে, আজই হবে বহুকাঙ্ক্ষিত গণসংবর্ধণা। ত্রিপুরায় শেখ হাসিনার আজকের কর্মসূচী
সূত্র : ত্রিপুরার বাংলা দৈনিক ডেইলি দেশের কথা।
মাসুদ করিম - ১৩ জানুয়ারি ২০১২ (৬:২২ অপরাহ্ণ)
শেখ হাসিনার ত্রিপুরা সফরকে এত গুরুত্ব দিচ্ছি দেখে আমার খুব কাছের কয়েকজন মানুষ বিস্মিত হয়েছেন। তারা জানতে চেয়েছেন, এটা কি কোনো খেয়ালের বশে আমি করছি — নাকি কোনো সুনির্দিষ্ট কারণ আছে? আমি বলেছি, আমি জানি না আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কী ভাবছে, কিন্তু আমার একটা স্ট্র্যাটেজির দিক থেকেই আমি এই গুরুত্ব দিচ্ছি। সবাই জানেন বাংলাদেশের সীমান্ত শুধুমাত্র দুটি রাষ্ট্রের সাথে আছে — ভারত ও বার্মা। কিন্তু আমি যখন থেকে মানচিত্র দেখতে শিখেছি আমি দেখেছি বাংলাদেশের সীমান্ত আছে ৭টি ভূখণ্ডের সাথে : পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, মিজোরাম, ত্রিপুরা,(ভারত) রাখাইন, চিন (বার্মা)। এই ৭টি ভূখণ্ডই নিজ নিজ রাষ্ট্রের প্রশাসনিক রাজ্য, এবং রাজ্য হিসেবে ভূখণ্ডগুলোর নিজের একটা প্রশাসনিক বিশিষ্টতা আছে। কাজেই বাংলাদেশের উচিত এই ৭টি ভূখণ্ডকে অত্যন্ত নিবিড় পর্যালোচনায় নিয়ে আসা। এর ফলে বাংলাদেশ অনেক সহজে তার আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রকে দৃঢ় ভিত্তি দিতে পারবে। সে উদ্দেশ্যে শেখ হাসিনার শুধু ত্রিপুরা নয়, একে একে দুই রাষ্ট্রের এই প্রত্যেকটি রাজ্যে সফর করা প্রয়োজন। এজন্যই আমি ত্রিপুরা সফরকে গুরুত্ব দিচ্ছি — এখন পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, মিজোরাম,(ভারত) রাখাইন, চিন (বার্মা) এই বাকি সফরগুলো হলেই আমার ভাবনার সার্থকতা।
মাসুদ করিম - ১৪ জানুয়ারি ২০১২ (১:৪১ অপরাহ্ণ)
গতমাসে তিন দিনের সফর বাতিল করে আজ পাঁচ ঘন্টার নেপাল সফরে এসেছেন চীনের প্রধানমন্ত্রী। তিব্বতের ভয় কি সত্যিই পেয়ে বসেছে চীনকে?
খবরের লিন্ক : Chinese PM Wen Jiabao lands in Kathmandu।
আরো পড়ুন
লিন্ক : China’s Wen Jiabao lands in Nepal today, visit kept under wraps।
মাসুদ করিম - ১৪ জানুয়ারি ২০১২ (১:৫৩ অপরাহ্ণ)
সফরের শুরুতে প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাইয়ের সাথে একান্ত বৈঠকে মিলিত হয়েছেন ওয়েন জিয়াবাও। সরকারী নেপাল রেডিও, নেপাল টিভি ও গোর্খাপত্র ছাড়া আর কোনো সাংবাদিককে নেপালের প্রধানমন্ত্রীর কার্যলয়ে ঢুকতে দেয়া হচ্ছে না। অদ্ভুত সফর!
খবরের লিন্ক : Wen meets PM Bhattarai in private; ferments journos।
মাসুদ করিম - ১৫ জানুয়ারি ২০১২ (১২:৪৫ পূর্বাহ্ণ)
চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলে আরো একজন তিব্বতি আত্মাহুতি দিলেন। এনিয়ে এক বছরে প্রায় ১৬ জন এপর্যন্ত স্বাধীন তিব্বতের দাবীতে এভাবে আত্মাহুতি দিয়েছেন।
খবরের লিন্ক : China Unrest As Tibetan Sets Self On Fire।
মাসুদ করিম - ১৫ জানুয়ারি ২০১২ (১:০২ পূর্বাহ্ণ)
সেই স্কুল জীবন থেকে আমার কানের কাছে কেউ না কেউ যোগব্যায়ামের গুণগান করেছে এবং আমি বিরক্ত হয়েছি, এখনো কেউ যোগব্যায়ামের গুণগান করলে আমি বিরক্ত হই, কয়েকজনকে এর মধ্যে আমি যোগব্যায়ামে নিরস্তও করেছি। আমার সব সময়ই মনে হয় যোগব্যায়াম কেমন যেন ব্যায়ামকে অত্যন্ত উচ্চাকাঙক্ষী করে তোলে — ফলে শরীরের স্বাভাবিক স্ফূর্তি ব্যাহত হয়। আমার কাছে খেলা, দৌড়ঝাঁপ, খালি হাতে ঘাম ঝরানো ব্যায়াম অনেক কাজের মনে হয়। কিন্তু যোগব্যায়ামের বিরুদ্ধে প্রচার তেমন একটা কখনো চোখে পড়েনি আমার আজ পর্যন্ত। কিন্তু আজ রাতে ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান পড়তে গিয়ে এই প্রথম দেখলাম anti-yoga প্রচার। আর এটা দেখে আমার খুবই ভাল লাগছে।
বিস্তারিত পড়ুন : ‘Yoga can damage your body’ article throws exponents off-balance।
মাসুদ করিম - ২০ জানুয়ারি ২০১২ (৭:১৮ অপরাহ্ণ)
দেওবন্দ উলুম ফুলুমরা শুধু সালমান রুশদির গতিরোধ করেন না, তারা সাহিত্যের গতিরোধের উদ্দেশ্যেই কাজ করেন।
মাসুদ করিম - ২১ জানুয়ারি ২০১২ (২:২৫ অপরাহ্ণ)
আমেরিকান সিনেটে SOPA/PIPA বিল আপাতত এই মঙ্গলবার উঠছে না। চলমান অনলাইন বিক্ষোভে আমেরিকার সরকার আপাতত এই বিলগুলো তুলে রাখল। এবং যেহেতু সামনের নভেম্বরে আমেরিকায় নির্বাচন কাজেই এবছর আর এই বিলগুলো নিয়ে কোনো কাজ হওয়ার আর সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে।
বিস্তারিত পড়ুন এখানে।
খবরটি বিডিনিউজ২৪.কম-এ
মাসুদ করিম - ২২ জানুয়ারি ২০১২ (৬:২১ অপরাহ্ণ)
আমেরিকার কিংবদন্তী ‘ব্লুজ’ শিল্পী এট্টা জেমস ৭৩ বছর বয়সে গত শুক্রবার মারা গেছেন।
শুনুন তার গান এখানে,এখানে ও এখানে।
খবরের বিস্তারিত : Blues legend Etta James passes away at 73।
মাসুদ করিম - ২৩ জানুয়ারি ২০১২ (১০:২৭ পূর্বাহ্ণ)
ফরাসি পত্রিকা মাদাম ল্য ফিগারোতে নগ্ন পোজ দেয়ায় ইরানি অভিনয় শিল্পী ফারাহানির ইরান প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ইরানের সংস্কৃতি ও ইসলামি নির্দেশনা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নামটা খুবই মজার!
বিস্তারিত পড়ুন : Iran banishes actress Farahani for posing nude in France।
মাসুদ করিম - ২৪ জানুয়ারি ২০১২ (১২:৫১ অপরাহ্ণ)
সুভাষচন্দ্রের অন্তর্ধান রহস্য জানতে আর কত বছর অপেক্ষা করতে হবে? পড়ুন এখানে।
মাসুদ করিম - ২৪ জানুয়ারি ২০১২ (৫:৪৫ অপরাহ্ণ)
আসামে ৭০০ উগ্রপন্থী অস্ত্র সমর্পণ করেছে।
খবরের লিন্ক এখানে।
মাসুদ করিম - ২৫ জানুয়ারি ২০১২ (১০:১০ পূর্বাহ্ণ)
কম্পিউটারে বাংলা প্রচলনের ২৭ বছর।
লিন্ক এখানে।
মাসুদ করিম - ২৫ জানুয়ারি ২০১২ (১২:৫৫ অপরাহ্ণ)
তিব্বতি ও চীনের নিরাপত্তা কর্মীদের মধ্যে সংঘর্ষ এখন ছড়িয়ে পড়ছে, এতদিন এটি সীমাবদ্ধ ছিল একটি কাউন্টিতে এখন আরেকটি কাউন্টিতেও সংঘাত ছড়িয়ে পড়েছে।
বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ২৫ জানুয়ারি ২০১২ (২:১৯ অপরাহ্ণ)
আচ্ছা, একটা ব্যাপার — এই তিব্বতি ও চীনের নিরাপত্তা কর্মীদের সংঘর্ষ কিন্তু ‘তিব্বত‘ (যেখানে তিব্বতি ৯২.৮%) প্রদেশে হচ্ছে না, এটা হচ্ছে চীনের ‘সিচুয়ান‘ প্রদেশে (যেখানে তিব্বতি ১.৫%), এবং আশ্চর্য ব্যাপার ‘তিব্বত’ এখনো শান্ত।
মাসুদ করিম - ২৫ জানুয়ারি ২০১২ (৬:২৫ অপরাহ্ণ)
বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিদ্যুৎ উৎপাদানের জন্য প্রয়োজনীয় তেল সরবরাহের জন্য আলাদা প্রতিষ্ঠান সৃষ্টির সুপারিশ করেছে। ভাল প্রস্তাব।
বিস্তারিত পড়ুন : Bangladesh plans setting up oil supply firm to cater to power sector।
রেজাউল করিম সুমন - ২৫ জানুয়ারি ২০১২ (৬:৩০ অপরাহ্ণ)
তিউনিসিয়ার ‘দ্বিতীয় স্বাধীনতা’র প্রথম বার্ষিক উদ্যাপন নিয়ে লিখেছেন সে-দেশেরই অ্যাক্টিভিস্ট ও ব্লগার কাসেম জ্লিদি : ‘Between twitter and the street: Tunisia celebrates its Second Independence’।
রেজাউল করিম সুমন - ২৫ জানুয়ারি ২০১২ (১০:৪৭ অপরাহ্ণ)
Theodoros Angelopoulos
(১৯৩৫-২০১২)
বিখ্যাত গ্রিক চলচ্চিত্রকার Theodoros Angelopoulos গতকাল (২৪ জানুয়ারি ২০১২) রাতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নতুন ছবির শ্যুটিংস্পটে একটি মোটর-সাইকেলের সঙ্গে ধাক্কা লাগায় মাথায় গুরুতর চোট লাগে, পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
পড়ুন :
১. গার্ডিয়ানে প্রকাশিত সংবাদ
২. উইকিপিডিয়ার ভুক্তি
৩. অফিসিয়াল ওয়েবসাইট (গত তিন বছর হালনাগাদ করা হয়নি!)
মাসুদ করিম - ২৬ জানুয়ারি ২০১২ (২:৩৯ পূর্বাহ্ণ)
এখন দেখতে পাচ্ছি, সেদিন ঠিক কথাই বলেছিলাম। সবাই নজরদারি করে এবং করবে। কঠিন পদক্ষেপে সবাই কেমন জানি চীন হয়ে পড়ছে। নাকি অর্থনৈতিকভাবে শক্তিশালী চীনের পদাঙ্ক অনুসরণ করতে সবাই উঠে পড়ে লেগেছে।
মাসুদ করিম - ২৭ জানুয়ারি ২০১২ (৪:৩৩ অপরাহ্ণ)
‘ঠোঁট সেলাই করে দেব’ বলতে শুনেছি, কিন্তু এমনটা করাও হয় — এর আগে জানা ছিল না। এবং সেসাথে প্রতিবাদ করতে অনেকে স্বেচ্ছায় ঠোঁট সেলাই করে নেয়!
মাসুদ করিম - ২৭ জানুয়ারি ২০১২ (৬:৫৩ অপরাহ্ণ)
শুভা মুডগাল ঠিকই বলেছেন, বলিউড ভারতীয় সঙ্গীতের বৈচিত্রের সবচেয়ে বড় বাধা হয়ে উঠেছে।
বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ২৮ জানুয়ারি ২০১২ (১:২০ অপরাহ্ণ)
মার্কিন বোমা ইরানের নিউক্লিয়ার enrichment facilities ধ্বংস করার মতো শক্তিশালী নয়।
বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ২৮ জানুয়ারি ২০১২ (১:৫০ অপরাহ্ণ)
হ্যাঁ, টুইটারের কো-ফাউন্ডার যা বলছেন তা সত্যি, টুইটার শুধু সামাজিক নেটওয়ার্ক নয় — এর চেয়ে বেশি কিছু, এটি information utilityও।
বিস্তারিত পড়ুন : Twitter Is Much More Than Social: Co-Founder Dorsey।
মাসুদ করিম - ২৮ জানুয়ারি ২০১২ (১:৫৮ অপরাহ্ণ)
বাংলাদেশের ইসলাম ও ইসলামী রাজনীতি নিয়ে আলী রিয়াজ নিউজউইক পাকিস্তানে লিখছেন
বিস্তারিত পড়ুন : Alliances Unholy।
মাসুদ করিম - ২৮ জানুয়ারি ২০১২ (৬:৫৬ অপরাহ্ণ)
চীনে যাতায়াতের সূত্রে দেখেছি চীনের সবচেয়ে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ প্রদেশ গুয়াংডং-এ আফ্রিকানদের বিশেষ ব্যবসায়িক সুযোগ সুবিধা, শুধু তাই নয় সাংহাই বেইজিং-এ বিভিন্ন অনুষ্ঠানে আফ্রিকান সঙ্গীত শিল্পীদের উল্লেখযোগ্য উপস্থিতি। কারণ ছিল একটাই, প্রাকৃতিক সম্পদে ভরপুর আফ্রিকার শাসক ও সাধারণের মন জয় করা। এরপর পত্রপত্রিকায় পড়েছি আফ্রিকাকে চীনের বিশেষ মূল্যায়নের খবর। আজ চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টার আফ্রিকায় নিজেদের প্রভাব বিস্তারের দৃঢ় মনোভাব বুঝতে তাই অসুবিধা হয়নি। অবশ্য আমাদের সতর্ক থাকতে হবে, ইউরোপ ও আমেরিকা আগ থেকেই আফ্রিকায় প্রভাবশালী ছিল এবং প্রতিনিয়ত প্রভাব বাড়াচ্ছে — আর তারচেয়েও বড় কথা বৈশ্বিক সন্ত্রাসের কেন্দ্রও কেমন যেন আফ্রিকার দিকে সরে যাচ্ছে। অর্থনৈতিক শক্তিগুলোর শক্তির প্রতিযোগিতা প্রতিনিয়ত নানা অঘটন তো ঘটাচ্ছেই এর মধ্যে সবার এই আফ্রিকা দৌড় আবার না কোন মহা অঘটন ডেকে আনে।
বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ৩০ জানুয়ারি ২০১২ (৬:০৭ অপরাহ্ণ)
অ্যান্টিবায়োটিক নতুন সুপার-জার্মসের কাছে অসহায় হয়ে পড়ছে। পড়ুন : Antibiotics Prove Powerless as Super-Germs Spread এবং The Post Antibiotic Era।
মাসুদ করিম - ৩১ জানুয়ারি ২০১২ (৫:৪৩ অপরাহ্ণ)
কারো The Tanner Lectures on Human Values নিয়ে উৎসাহ থাকলে, দেখুন* : Tanner Lecture Library। * ভিডিও দেখা অর্থে নয়, লিস্ট দেখা অর্থে।
মাসুদ করিম - ৩১ জানুয়ারি ২০১২ (৬:১১ অপরাহ্ণ)
আমাদের নাগরিক রান্নাঘরের বহুশ্রুত নাম সিদ্দিকা কবীর আমাদের ছেড়ে চলে গেছেন। বাংলাদেশে ‘রান্নার স্বরলিপি'(মকর অভিধান : রান্নার স্বরলিপি — রেসিপি) নির্মাণে এককভাবে সিদ্দিকা কবীরের যেঅবদান তা অনেক দিন ধরে রান্নাশিল্পী ও রান্নার সমঝদাররা মনে রাখবেন।
খবরের লিন্ক এখানে।
আবদুল্লাহ হারুন জুয়েল - ৩১ জানুয়ারি ২০১২ (৮:৪৩ অপরাহ্ণ)
ষড়যন্ত্রের প্রহরে হিজবুত তাহরির বা উগ্রবাদী দলগুলো কোন পথে?
Pingback: নেপালনিধি | প্রাত্যহিক পাঠ