সুপারিশকৃত লিন্ক: জানুয়ারি ২০১২

মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিন্ক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।

আজকের লিন্ক

এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।

৫২ comments

  1. মাসুদ করিম - ১ জানুয়ারি ২০১২ (১২:১৭ অপরাহ্ণ)

    বছরের শুরু হয়েছে ভূমিকম্প দিয়ে। আমি সকাল ৮:৩০-এ ঘুম থেকে উঠে বিছানায় শুয়ে আছি, হঠাৎ আমার বিছানাটা কিছুক্ষণের জন্য কেঁপে থেমে গেল। ৯টা থেকে আমি আমার জানা সব ভূমিকম্প রেকর্ড সাইটে ও বাংলাদেশের প্রায় অনলাইন নিউজ সাইটে ঘুরে দেখলাম, কোথাও এই ভূমিকম্পের কোনো রেকর্ড পাওয়া গেল না, মনের ভুল ভেবেই বসেছিলাম। কিন্তু এই কিছুক্ষণ আগে বাংলানিউজটুয়েন্টিফোরডটকম-এ সকাল ১১:২৭-এ এই খবর তোলা হয়েছে দেখতে পাচ্ছি, তাহলে মনের ভুল ছিল না।

    ইংরেজি বছরের প্রথম দিনে রোববার সকালে চট্টগ্রাম, কক্সবাজারসহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প হয়েছে। তবে এতে কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

    নগরীর আমবাগানস্থ ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু সায়েম বাংলানিউজকে জানান, সকাল ৮টা ৩৫ মিনিটে চট্টগ্রাম, কক্সবাজারসহ আশাপাশের এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়েছে।

    ঢাকার ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে পূর্ব ও দক্ষিণ-পূর্বদিকে ২৩ দশমিক ৪৬ ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং ৯১ দশমিক ৭৪ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে ভারতের ত্রিপুরা অঞ্চলে এ ভূ-কম্পনের উৎপত্তি হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৬।

    তবে ভূ-কম্পনের স্থায়ীত্ব পর্যবেক্ষণ করা হয়নি বলে জানিয়েছেন শেখ আবু সায়েম।

    তিনি বাংলানিউজকে বলেন, ‘স্থায়ীত্ব নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় এখন বিশ্বের কোনো সংস্থায় তা পর্যবেক্ষণ করা হয় না। এজন্য পর্যবেক্ষণ প্রতিবেদনে স্থায়ীত্বের বিষয়টি অর্ন্তভুক্ত করা হয়নি।’

    উল্লেখ্য, এ ভূ-কম্পন দেশে বছরের প্রথম ভূমিকম্প হিসেবে রেকর্ড করেছে ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র।

    এখন দেখছি Humanitarian Early Warning Service-এ অন্তর্ভুক্তি এসেছে এভাবে

    Tripura (Latitude: 23.4421, Longitude: 91.8052)The 1 January 2012 at 2:35 AM (UTC), in Tripura there was a seismic activity of
    magnitude 4.6 and depth 15.20Km.
    Estimated population within 60km: 58,182

  2. মাসুদ করিম - ৩ জানুয়ারি ২০১২ (১:০২ অপরাহ্ণ)

    ব্রিগেডিয়ার (অব.) এম আবদুল হাফিজ, সাবেক মহাপরিচালক,বিআইআইএসএস ও কলাম লেখকের মতে বাংলাদেশের সবচেয়ে সফল পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক শামসুল হক। আমার অবশ্য এই সফলতম পররাষ্ট্রমন্ত্রীর কাজকর্ম সম্বন্ধে কিছু জানা নেই, তবে জানা উচিত মনে করছি – কারণ ইনিই নাকি

    জিয়ার আমলে বাংলাদেশের সবচেয়ে সফল পররাষ্ট্রমন্ত্রী শ্রদ্ধাভাজন অধ্যাপক শামসুল হক তার কূটকৌশলে কোনো তিক্ততা ছাড়াই ভারতীয় আধিপত্যবাদকে ঠেকিয়ে ভারতের সঙ্গে একটি দ্বিপক্ষীয় সুসম্পর্ক তৈরি করেছিলেন। সে সময় ভারত বাংলাদেশকে তার প্রাপ্য মর্যাদা দিতে ত্রুটি করত না।

    এরপর এম আবদুল হাফিজ তার এই কলাম শেষ করেন এই বলে

    বিগত মেয়াদে আওয়ামী লীগও পানিচুক্তি ছাড়াও সীমান্তে আগ্রাসন ঠেকাতে বড়ইবাড়ী বা রৌমারীতে সীমান্তযুদ্ধে লিপ্ত হয়েছিল। কিন্তু ট্রানজিট, এশীয় মহাসড়ক ও বন্দরের অবমুক্তির স্পর্শকাতর বিষয়গুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কৌশলে এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু এখন কী হলো? ভারতীয় আধিপত্যবাদ বলে যদি সত্যিই কিছু থেকে থাকে তার ক্লেদ আজ বাংলাদেশজুড়ে। মানুষ যখন শীতে কষ্ট পায়, আইন-শৃঙ্খলার অভাবে নিরাপত্তাহীনতায় ভোগে, জঠর পূর্ণ করে খেতে পারে না, তখন তাকিয়ে দেখুন এপার বাংলা ওপার বাংলার নামে রবীন্দ্র সুরের ধারায়, নৃত্যে এবং আমদানিকৃত ভারতীয় চলচ্চিত্রের মচ্ছবে এ দেশ সয়লাব।
    ব্যক্তিগতভাবে রবীন্দ্রসঙ্গীতের প্রতি আমার দুর্বলতা আছে, কিন্তু আমি কিছুতেই বিশ্বাস করি না যে, ভারত ও বাংলাদেশের বাঙালি অভিন্ন জাতি। সময় এসেছে, যখন আমাদের শিকড়ের সন্ধান করতেই হবে। তাহলেই আমরা মিথ্যা মরীচিকার পেছনে ছোটা থেকে বিরত হবো।

    কী বলতে চাইলেন তিনি ঠিক বোঝা গেল না। ভারতীয় আধিপত্যবাদের ক্লেদ আজ বাংলাদেশ জুড়ে? আর ভারতের ও বাংলাদেশের বাঙালি এক জাতি নয় — এটা কি বিশ্বাসের ব্যাপার? ভারতের ও বাংলাদেশের বাঙালি দুই ভিন্ন রাষ্ট্রের অধিবাসী কাজেই রাষ্ট্রীয় পরিচয়ে তারা তো ভিন্নই, কিন্তু সাংস্কৃতিক ও সাহিত্যিক ঐতিহ্যে তাদের একাত্মতার কোনো নিদর্শনই কি এম আবদুল হাফিজ আর স্বীকার করতে চান না?

    বিস্তারিত পড়ুন : আসুন আমরা শিকড়ের সন্ধান করি

    • মাসুদ করিম - ২৪ জানুয়ারি ২০১২ (২:৩৫ অপরাহ্ণ)

      ব্রিগেডিয়ার (অব.) এম আবদুল হাফিজ, সাবেক মহাপরিচালক,বিআইআইএসএস — এই কলাম লেখক তো পুরোদমে এক প্রকার অব আর্মি বুদ্ধিজীবী যারা ইসলাম ছাড়া কিছুই বোঝেন না। এদের মতো লোকই Bangladesh Institute of International & Strategic Studies (BIISS) এর মহাপরিচালক ছিলেন, কী কাজ এই স্ট্র্যাটেজিক প্রতিষ্ঠানের? আমাদের প্রতিরক্ষা স্ট্র্যাটেজির মুখ্য প্রতিষ্ঠানে এমন সব অব আর্মিরাই ছিল এবং এখনো এমন সব অব আর্মিরাই আছে? আরেক প্রস্থ লেখার ছিরি লোকটার

      নতুন বছর এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের ক্ষমতাসীন হওয়ার তিন বছর পূর্তি প্রায় হাত ধরাধরি করেই এসেছে। সরকারের একটি নির্মোহ মূল্যায়ন করার এটি মোক্ষম সময়। তাই নগরে, জনপদে, মিডিয়ায়, সুশীল সমাজে ও বিদগ্ধ মহলে একই কৌতূহল, একই প্রশ্ন এবং একই বিশ্লেষণ যে জনমতের মাপকাঠিতে মহাজোটের প্রধান চালিকাশক্তি আওয়ামী লীগের অবস্থান এখন কোথায়? দলটি বিগত নির্বাচনের প্রাক্কালে তার পক্ষে যে উন্মাদনা ও গণজোয়ার সৃষ্টি করতে পেরেছিল সেগুলোর কতটুকু অবশিষ্ট আছে? আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট দিনবদলের শপথ, অসংখ্য প্রতিশ্রুতি ও কিরা-কসম খেয়ে ভোটারদের মোহাবিষ্ট করে ক্ষমতায় এসেছিল ঠিকই, কিন্তু শপথ ভঙ্গ ও অপূর্ণ প্রতিশ্রুতির দায়ভারে তাদের প্রাক্-নির্বাচন ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ন হয়েছে। তাই সরকারের কর্তা ব্যক্তিদের চাপাবাজিতে তার সাফল্য কিছু থাকলেও ব্যর্থতাই প্রকট হয়ে উপরে উঠে এসেছে।
      আওয়ামী লীগের সঙ্গে বঙ্গবন্ধুর সাংগঠনিক সংশ্লিষ্টতার কারণে গণমানুষের কাছে কিছুদিন আগে পর্যন্ত দলটির একটি প্রচণ্ড আবেদন ছিল, যা তার (দলটির) বহু ব্যর্থতার জন্য এখন অনেকটাই ফিকে হয়ে এসেছে। সাধারণ জনগণ পূর্বেও একাধিকবার একাধিক সরকারের কাছে প্রতারিত হওয়ায় এখন ঘরপোড়া গরুর মতো আওয়ামী লীগসহ এ দেশের রাজনীতিকদের সম্বন্ধে সন্দিগ্ধ হয়ে উঠেছে এবং একটি সতর্ক অবস্থান নিয়েছে। সব সরকারই এদেরকে কমবেশি ঠকিয়ে এবং শোষণ করেই ঝাঁকে ঝাঁকে ইয়াবাসেবী, ভোগবাদী ও ধনিকের উদ্ভব ঘটিয়েছে এবং সম্ভাবনাময় দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। কোনো প্রতিকার করতে না পারলেও জনগণ এদের হাড়ে হাড়ে চেনে। আশ্চর্য নয় যে, আওয়ামীরাও ওই একই কাতারের লোক এবং সাধারণ মানুষরা আভিধানিক অর্থেই এদের উপরে ত্যক্তবিরক্ত। তাই জনগণকে আর প্রতিশ্রুতির ফুলঝুরিতে দলে টানা বা ভোটের খেলায় পটানো যাবে না।
      পরবর্তী নির্বাচনে জিতে আবার ক্ষমতার মসনদে উঠবার জন্য বিভিন্ন দল যখন বিকারগ্রস্ত এবং সে জন্য মাত্র আর দু’বছর সময় প্রস্তুতির জন্য বাকি_ এটাই আওয়ামী লীগের শাসনের একটি নির্মোহ মূল্যায়নের জন্য মোক্ষম সময়। কিন্তু কাজটি বিশাল এবং ব্যাপক। মহাজোট সরকারের ব্যর্থতা ও অপকর্মের এত অধিক ডাইমেনশন যে স্থির করা কঠিন কোনটা উল্লেখ করতে কোনটা বাদ যায়। প্রতিদিনই সেগুলো রাজধানীসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে কিছু প্রকাশ্যে ও বেশিরভাগই লোকচক্ষুর অন্তরালে এবং তাদের অজ্ঞাতসারে ঘটে চলেছে। তাই এই মূল্যায়নের সর্বোত্তম এবং সহজ পদ্ধতি হবে প্রতিদিন জাতীয় সংবাদপত্রগুলোর শুধু হেডলাইনে চোখ বুলিয়ে যাওয়া। লক্ষণীয়, সংবাদপত্রগুলো সঙ্গত কারণে আমাদের ও দেশের দুর্গতি নিয়ে বিশদ বর্ণনা থেকে বিরত থাকে। সেদিন দেখলাম মহাজোটের আমলে কেমন ছিল আমাদের জীবন তার মাত্র এক শব্দে ব্যাখ্যা দিয়ে আর কথা বাড়ায়নি সংবাদপত্রটি। শুধু বলেছে ‘দুর্বিষহ’।
      এই দুর্বিষহ জীবনই আমজনতাকে উপহার দিয়েছে আওয়ামী নেতৃত্বাধীন মহাজোট সরকার। আশ্চর্য নয় যে, আওয়ামী লীগের এককালের জনপ্রিয়তায়ও ধস নেমেছে। দ্রব্যমূল্য থেকে শুরু করে সরকারের অভ্যন্তরে দুর্নীতি, সামাজিক বৈষম্য, দারিদ্র্যের বিস্তৃতি, মাদকাসক্তির বিস্তার, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে সরকারের নতজানু অবস্থান, দেশব্যাপী ইয়াবাসেবী ভোগবাদীদের উদ্ভব_ এসবই এই সরকারের বদৌলতে আমরা পেয়েছি।
      প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা তাদের পদাধিকারের বদৌলতে যেসব সাফল্যের ঢাক পিটিয়ে যাচ্ছেন, তার অধিকাংশই নিরতিকার এবং নৈর্ব্যক্তিক। দৃষ্টান্তস্বরূপ যুদ্ধাপরাধের বিচারে (যা দেশবাসীসহ আমিও সমর্থন করি) হয়তো আমাদের অন্তর্জ্বালা প্রশমিত হবে কিন্তু তাতেই কি ছাত্রলীগের তাণ্ডবসহ দেশের নষ্ট শক্তিগুলো অন্তর্হিত হবে? বিনষ্ট হবে গুপ্তহত্যার সংস্কৃতি, যাকে এক সংবাদপত্র বিগত বছরের ট্র্যাজেডি বলে আখ্যায়িত করেছে। তাতে কি প্রতিহত হবে সীমান্তে বিএসএফের ফেলানীসহ নিরপরাধ বাংলাদেশিদের হত্যা বা দেশের অভ্যন্তরে হত্যা, গুম, অপহরণ এবং এ ধরনের নিরাপত্তাহীনতা? তাতেই নিবৃত্ত হবে অর্ধাহারী বা অনাহারীদের জঠরের জ্বালা? তাতে কি এই বিশৃঙ্খল বেসামাল দেশে ফিরবে আইন-শৃঙ্খলা বা আইনের শাসন? বন্ধ হবে দেশব্যাপী নারী নির্যাতনসহ সাতক্ষীরা ছাত্রলীগের ‘জুয়েল’দের লোলুপদৃষ্টির শিকার, সংখ্যালঘু সম্প্রদায়ের এক নৃত্যশিল্পীর শ্লীলতাহানি? পরিহাসের বিষয়, সংখ্যালঘুদের নামে রাজনীতি করে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলো।
      দেশ ও সমাজের ক্রমাবনতি না ঠেকিয়ে বা সেদিকে নজর না দিয়ে বিরোধীদের কোণঠাসা করে ক্ষমতা পাকাপাকিভাবে কুক্ষিগত করতে ক্ষমতাসীনরা এখন ব্যস্ত। সংবিধান সংখ্যাগরিষ্ঠতার জোরে সংশোধন করে ধর্মনিরপেক্ষতাকে চণ্ড রূপ দিয়ে আল্লাহর ওপর বিশ্বাসকে সংবিধানের একটি ধারা হিসেবে বাদ দিয়ে ও উচ্চ আদালতের ওপর প্রভাব খাটিয়ে সরকার এখন ক্ষমতার প্রলম্বন ও প্রত্যাবর্তনে ব্যতিব্যস্ত।
      আওয়ামী জনপ্রিয়তা হ্রাসের অনেক কারণ বোঝা যায় এবং সেগুলো নিয়ে সভা-সেমিনারে বিতর্কও হয়। এমনকি স্বয়ং সরকার সেগুলো নিয়ে উদ্বিগ্ন। দেশের রিজার্ভ নাকি একটি উদ্বেগজনক পর্যায়ে নেমে এসেছে। চতুর্মুখী সংকটে সরকারের মন্ত্রীরাও এখন বেসামাল। জ্বালানি তেল, পরিবহন খরচ, বাড়ি ভাড়া ও সর্বোপরি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির শিকার নিম্ন আয়ের মানুষ এবং পেনশনভোগীদের মধ্যে মুদ্রাস্ফীতির কারণে অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। তাদের সমস্যার কোনো সমাধান সরকারের কাছে না থাকলেও তাদের জন্য রয়েছে এন্তার নীতিবাক্য। যেমন বাণিজ্যমন্ত্রীর তরফ থেকে ‘দাম বেশি, কম খান’ অথবা অর্থমন্ত্রীর হুঙ্কার ‘রাবিশ, বোগাস স্টুপিড, বাজারে একদিন কম যান’। ইত্যাকার কাটা ঘায়ে নুনের ছিটা। প্রধানমন্ত্রীর বহু নিন্দিত ও সমালোচিত ঢাকা বিভক্তি রাজনীতির রেশ ধরে তার একগুঁয়ে দম্ভোক্তি ‘টাকা থাকলে ঢাকা চার ভাগ করতাম’। তিনি তো এও বলতে পারতেন, হতদরিদ্রদের এত দুঃখ, টাকা থাকলে তা তাদের কল্যাণে ব্যয় করতাম। আওয়ামী জনপ্রিয়তা হ্রাসের অনেক কারণ উপরে উঠে এলেও তার অতিরিক্ত কিছু প্রচ্ছন্ন কারণও এই জনপ্রিয়তা হ্রাসে প্রভাব রেখেছে। আমার ধারণায় তা দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের জাতীয় পরিচিতি বোধ যা এই ভূখণ্ডের ইতিহাসের ধারাবাহিকতার মধ্যে নিহিত তা প্রকাশের আকুতি। যেভাবে দেশ চলছে আমাকে অনেকে প্রশ্ন করে, আগামীতে আমরা আমাদের বিশ্বাস ও ধর্মীয় অনুশাসনের মধ্যে থেকে ভবিষ্যতে বাঁচতে পারব তো? যে কারণেই হোক আমাদের কর্তাব্যক্তিরা জনগণের মনস্তত্ত্বে সেই স্পর্শকাতর স্থানটি শনাক্ত করতে পারছেন না।
      অনেক রাজনৈতিক বিবর্তনের পর নব্বইয়ের দশক নাগাদ শুধু ‘স্বাধীনতার চেতনা’র আবেদন যাকে পুঁজি করে আওয়ামী লীগ রাজনীতি করেছে, তা কিছুটা ম্লান হয়ে এসেছে।
      আওয়ামী লীগের ইনিয়ে-বিনিয়ে ধর্মনিরপেক্ষতার একাধিক ব্যাখ্যা দিয়ে তাকে গ্রহণযোগ্য করার প্রচেষ্টাও গ্রাহ্য করেনি সংখ্যাগরিষ্ঠ জনগণ। এখন কি তা গ্রহণযোগ্য হবে। আওয়ামী লীগের ক্রমঅবনতিশীল জনপ্রিয়তা তা বলে না।

      বিশ্বাস ও ধর্মীয় অনুশাসনের আকুতিতে কী এমন আঘাত এসে গেছে তা কিন্তু পরিস্কার করেননি এম আবদুল হাফিজ। এই ধরনের লোককেও কি বলা যাবে ‘ধর্মান্ধ’?

      এবং আরো মজার ব্যাপার হচ্ছে লেখাটিতে অব আর্মি প্রবর একবারেই সাম্প্রতিক ক্যুয়ের কথা আনেননি।

      লেখাটির লিন্ক : আওয়ামী লীগ এখন এক পিচ্ছিল ঢালুতে

  3. মাসুদ করিম - ৩ জানুয়ারি ২০১২ (৭:০৮ অপরাহ্ণ)

    আফগান তালেবানরা কাতারে অফিস খুলবে। যাক জল্পনা সত্য হতে যাচ্ছে।

    The Afghan Taliban say they have reached a preliminary deal with the Gulf state of Qatar to open a liaison office there that could have a key role in peace talks to end more than a decade of war.

    Taliban spokesman Zabiullah Mujahid said on Tuesday the liaison office will conduct negotiations with the international community. He did not say when it would open.

    Mujahid’s statement says the Taliban held negotiations with Qatar’s government and other “relevant parties” about the office’s opening.

    For the U.S. and its allies, the idea of a Taliban political office in Doha has become the central element in efforts to draw the insurgents into peace talks.

    খবরের লিন্ক এখানে

  4. মাসুদ করিম - ৪ জানুয়ারি ২০১২ (১:৩৬ পূর্বাহ্ণ)

    তথ্যচিত্র ‘সিকিম’ এর ওপর নিষেধাজ্ঞা আগেই উঠে গিয়েছিল, দু’একটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিতও হয়েছে সত্যজিৎ রায়ের এই নিষিদ্ধ প্রামাণ্যচিত্র। এবার আসছে এর ডিভিডি-ভিসিডি সংস্করণ, ফলে ঘরে ঘরেই দেখার সুযোগ মিলবে এই প্রামাণ্যচিত্র। ০২ জানুয়ারি ২০১১এর ‘আজকাল‘ জানাচ্ছে

    তৈরি হয়েছিল ১৯৭০ সালে। সিকিম-রাজ চোগিয়ালের অনুরোধে গোটা দেশটি ঘুরে বহু পরিশ্রমে সত্যজিৎ রায় তৈরি করেছিলেন ৫৪ মিনিটের এই তথ্যচিত্রটি। সিকিমের উদ্ভিদ-জীবকুল ও মানব পরিবেশের সঙ্গে তুলে ধরেছিলেন সেখানকার বাজার থেকে দেশের অর্থনৈতিক অবস্থান। দেশটিকে জানতে, বুঝতে তিনি দেখিয়েছিলেন সেখানকার সংস্কৃতি, প্রথা, অধিবাসীদের বৈচিত্রময় জীবন, ধর্ম, লামাতন্ত্র, উৎসব-অনুষ্ঠান। ৪০ হাজার ফুটের মতো ফিল্ম শুটিং করে, তা থেকে সম্পাদনার পর ছবিটি দাঁড় করান। ১৯৭৫-এ সিকিম ভারতের ২২তম রাজ্যরূপে পরিগণিত হওয়ার পর রাজনৈতিক কারণে ‘সিকিম’ ভারতে নিষিদ্ধ ঘোষিত হয়। পরে নিষিদ্ধ ঘোষণা তুলে নিলেও, কয়েকটি চলচ্চিত্র উৎসব ছাড়া সেই ছবি সাধারণ দর্শক দেখতেই পাননি। বর্তমানে ছবিটির মালিক আর্ট এন্ড কালচারাল ট্রাস্ট অফ সিকিম-এর অধিকর্তা উগেন চোগেল সবার কাছে পৌঁছে দিতে ‘অ্যাঞ্জেল ভিডিও’-র মাধ্যমে ভিসিডি-ডিভিডি হিসেবে প্রকাশ করতে চলেছেন ‘নিষিদ্ধ’ সিকিম। অ্যাঞ্জেল ভিডিও-র কর্ণধার রাজীব জালান জানালেন, ‘ তৈরি হওয়ার প্রায় ৪০বছর পর আমরা সর্বসাধারণের জন্য তথ্যচিত্রটি বাজারে আনছি জানুয়ারি মাসের শেষ দিকে।’

  5. মাসুদ করিম - ৪ জানুয়ারি ২০১২ (৩:২৯ অপরাহ্ণ)

    চীন মসজিদ ভেঙ্গে দিলে কোথায় থাকেন ইসলামি বিপ্লবী, ইসলামি জঙ্গি, ব্রেদারানে ইসলাম, তাবলিগি, খেলাফতি, সুন্নি, ওয়াহাবি, মুসলিম মধ্যবিত্ত, মুসলিম বাম বুদ্ধিজীবি, কারবালা পার্টি, সুফি, কায়েমি, ধর্মীয় হারমনিওয়ালারা? নাকি সবাই একবাক্যে আদি ও অকৃত্রিম সামাজিক স্বৈরতন্ত্রকে ভয়ে ভালোবাসায় দূর থেকে সালাম ঠোকেন?

    Muslim villagers exploded in anger as Chinese authorities demolished a refurbished mosque scheduled for an opening ceremony Jan. 1, villagers and a human rights organization said.

    At least two people were reported killed in a clash between villagers and authorities Friday, with some reports out of Hong Kong suggesting the death toll was as high as five. The incident took place in a village called Taoshan in the Ningxia region of north-central China.

    The clash was unusual in that the villagers were Hui, who are more assimilated than other Muslim minorities, like the Uighurs, and are allowed more freedom of religion by the Chinese Communist Party.

    “Why they would treat us Muslims like this? We wanted to build this mosque just for prayers. Why they have to demolish it?” wrote one woman who identified herself as Zhe Tao on an Internet bulletin board. The mosque, she said, had been legally registered with the Chinese government since 1998.

    Villagers had raised 800,000 Chinese yuan (about $127,000) in donations for a renovation project that had begun in 2010, according to the woman. A large crowd gathered for prayers Friday in anticipation of a formal opening ceremony on Jan. 1.

    Late Friday, more than 1,000 members of the police and military moved in from neighboring Gansu province and began demolishing the mosque.

    “When the police attempted to knock down the newly built mosque, they were met with vigorous resistance from more than 100 villagers wielding clubs and shovels,” a villager named Jin Haitao told the Hong Kong-based South China Morning Post.

    খবরের লিন্ক : Chinese authorities and villagers clash over mosque

  6. মাসুদ করিম - ৫ জানুয়ারি ২০১২ (১২:৫১ অপরাহ্ণ)

    ইরান বিষয়ক দুটি গুরুত্বপূর্ণ খবর, প্রথমটি ইউরোপিয়ান ইউনিয়নও ইরান থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞা জারি করতে সম্মত হয়েছে, এবং দ্বিতীয়টি ইরান সরকার আফগানিস্তান সরকারের বিভিন্ন পলিসি ইস্যুতে নিজেদের প্রভাব বাড়াতে জোরদার প্রচেষ্টা চালাচ্ছে।

    European governments have agreed in principle to ban imports of Iranian oil, EU diplomats said Wednesday, dealing a blow to Tehran that crowns new Western sanctions months before an Iranian election.

    The prospective embargo by the European Union, along with tough U.S. financial measures signed into law by President Barack Obama on New Year’s Eve, form a concerted Western campaign to hold back Iran’s nuclear program.

    Iran says the program is strictly non-military, but Western countries say a November U.N. report shows it has sought to build an atomic bomb. Talks between Tehran and major powers broke down a year ago.

    Diplomats said EU envoys held talks on Iran in the last days of December, and that any objections to an oil embargo had been dropped – notably from crisis-hit Greece which gets a third of its oil from Iran, relying on Tehran’s lenient financing. Spain and Italy are also big buyers.

    “A lot of progress has been made,” one EU diplomat said, speaking on condition of anonymity. “The principle of an oil embargo is agreed. It is not being debated any more.”

    A U.S. Treasury official said Washington supported the European proposal to ban purchases of Iranian crude and believes Tehran’s oil revenues can be choked off without disrupting global oil markets.

    Treasury Secretary Timothy Geithner will travel to China and Japan next week to discuss U.S. sanctions on Iran and the state of the global economy, the Treasury Department said.

    The embargo will force Tehran to find other buyers for oil. EU countries buy about 450,000 barrels per day (bpd) of Iran’s 2.6 million bpd in exports, making the bloc collectively the second largest market for Iranian crude after China.

    The news caused a spike rise in oil prices, with Brent crude peaking at nearly $114 a barrel in intraday trading, up nearly $2 from Tuesday’s close.

    Tehran insisted it would have no trouble: “We could very easily replace these customers,” said S. M. Qamsari, International Director of the National Iranian Oil Co.

    REAL IMPACT

    Western countries have imposed various sanctions on Iran for years with little impact. But the latest measures are qualitatively different, directly targeting Iran’s oil industry, which forms 60 percent of its economy.

    Most traders expect Iran will still find buyers for its crude, mostly in Asia, but it is going to have to offer substantial discounts, cutting back the revenue that the state relies on to subsidize basic goods for its citizens.

    Tougher sanctions appear to be having an impact already on Iran’s streets, where prices for foodstuffs are soaring. The rial currency has lost 40 percent of its value against the dollar over the past month.

    Currency exchanges have shut in Tehran and Iranians have queued to withdraw their savings from banks and buy dollars.

    That economic hardship is being felt by the public two months before a parliamentary election, Iran’s first since a disputed 2009 presidential vote that led to massive street demonstrations, put down violently by Iran’s rulers.

    Iran’s leaders are anxious to prevent any popular unrest, especially after the Arab Spring revolts last year showed the vulnerability of Middle Eastern governments to street protest.

    Iran has warned that any steps to cut its oil exports could cause havoc in international oil markets at a time of global economic pain. In recent weeks it has also resorted to increasingly aggressive military saber-rattling.

    Tehran threatened last month to shut the Strait of Hormuz – outlet to the Gulf through which 40 percent of traded oil flows – and on Tuesday threatened to take unspecified action if a U.S. aircraft carrier sails through the strait.

    Washington, which has a carrier strike group led by the USS John C Stennis in the Arabian Sea, brushed off that threat and said its navy would continue to sail the strait.

    Most analysts dismiss the saber-rattling as a bluff and say they do not expect war.

    “There’s an anticipation that it might lead to an escalation of military activity in the region, but we think this is overplayed,” said Gareth Lewis-Davies, energy strategist at BNP Paribas in London.

    The EU diplomats said member countries had not yet agreed on how soon the embargo should take effect and were still debating other possible sanctions.

    France has said it wants the EU embargo and other sanctions agreed at a meeting of the bloc’s foreign ministers at the end of this month. Paris also seeks a ban on transactions with the Iranian central bank, similar to what Washington has imposed.

    The new U.S. financial sanctions, if imposed fully, would make it all but impossible for many refineries to pay for Iranian crude. The law grants Obama the power to issue temporary waivers to prevent shocks in energy markets.

    A Turkish energy official said Ankara, which buys about 30 percent of its oil from Iran, was seeking a waiver from Washington for its biggest refiner, Tupras.

    Washington says it is discussing with its allies how to implement the measures without causing an oil supply shock.

    লিন্ক : Europe Agrees On Iran Oil Import Ban

    Cultivating Taliban ties

    Perhaps the most surprising aspect of Iran’s policy in Afghanistan are steps Tehran has taken to open lines of dialogue with the Taliban. Iran and Afghanistan nearly went to war when the Taliban was in power in the 1990s, and relations have long been strained.

    But members of Afghanistan’s High Peace Council, which is tasked with brokering talks with the Taliban, say Iran recently began allowing Taliban representatives to operate openly in Tehran and Mashhad, an Iranian city close to the border with Afghanistan.

    Arsallah Rahmani, a member of the council who was a deputy minister during the Taliban regime, said Taliban contacts have told him that Iran has courted the militant Islamist movement in an attempt to derail its exploratory talks with Washington.

    “Iran will not let [the Taliban] join the peace process,” Rahmani said.

    Iran has done little to publicize its overtures to the Taliban, but it invited a delegation from the group to a state-sponsored Islamic conference in Tehran in September.

    “Bringing the Taliban to the Islamic Awakening conference took great courage and was a sign to the international community,” said Abdul Hakim Mujahid, a member of the peace council.

    He said Iran and the Taliban are being pragmatic because they have a common goal of ensuring that the Americans withdraw fully from Afghanistan.

    “The enemy of my enemy is my friend,” Mujahid said. “Both sides are using this logic.”

    Zabiullah Mujahid, a spokesman for the Taliban, said he could not confirm whether the group has dispatched envoys to Iran, but he noted that the Taliban wants constructive relationships with all of Afghanistan’s neighbors. The Iranian Embassy in Kabul did not respond to requests for an interview.

    U.S. diplomats and military officials in Kabul said they had no information about reports that Taliban representatives have an active presence in Iran. The United States has accused Iran of funding and arming certain Taliban commanders and playing a spoiler role in the war.

    ‘Iran is a cancer’

    Iran has sought to keep a low profile in its efforts to influence policy in Afghanistan, though not always successfully. Karzai acknowledged in 2010 that presidential aides regularly received bags of cash from the Iranian government; he characterized the money as routine aid.

    Shukria Barakzai, an Afghan lawmaker who chairs the defense committee in parliament, said Iran has spent millions of dollars expanding its influence in Afghanistan.

    “Iran is a cancer,” she said. “It has affected all the Afghan government and nongovernmental bodies. They are everywhere: in the higher-education system, working with the media, working with civil society.”

    Another lawmaker, Fauzia Kofi, said Iran has strengthened its influence over Afghan institutions in the past year. Key among those is parliament, which is expected to vote on the bilateral agreement with Washington.

    “They have strong networks and a lot of money,” Kofi said in an interview. “They go to different parliamentarians and tell them what to do and what not to do. They have become more active to try to keep this [U.S.-
    Afghan] partnership from happening.”

    লিন্ক : Iran intensifies efforts to influence policy in Afghanistan

    • মাসুদ করিম - ৭ জানুয়ারি ২০১২ (১০:৩৯ পূর্বাহ্ণ)

      ইউরোপীয় ইউনিয়ন এখনই ইরানি তেল আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে না, আরো কয়েকমাস পরে তারা এই নিষেধাজ্ঞা আরোপ করতে চাচ্ছে। কিন্তু বর্তমান অর্থনৈতিক সংকটে আরো কয়েকমাস পরও কি ইউরোপ এই নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিতে পারবে? ইরাক ও লিবিয়ার তেল খনিগুলো আবার রপ্তানিতে ফিরলে সেটা করা হয়ত সম্ভব হবে — কিন্তু এই নিষেধাজ্ঞা আরোপ ছাড়া কি আর কোনো ভাবে ইরানের সাথে সমস্যা সমাধান করা যায় না?

      A European Union embargo on Iranian crude oil imports could take a few months to start because some EU capitals want a delay they say they need to shield their debt-stricken economies, diplomats said on Friday.

      EU states have agreed in principle to an embargo on Iranian oil, part of the latest Western effort to ratchet up pressure on Tehran over its nuclear programme.

      Details of how the ban would be imposed are being discussed in Brussels, with the goal of a final decision by month’s end.

      Diplomats said EU countries have proposed “grace periods” on existing contracts of between one month and 12 months.

      Greece, which depends heavily on Iranian crude, is pushing for the longest delay, the diplomats said. Britain, France, the Netherlands and Germany wanted a maximum grace period of three months.

      “There is a range of ideas from one month to one year with countries who are more dependent on Iranian oil pushing for more time,” one EU diplomat said, speaking on condition of anonymity.

      COSTLY MEASURES

      As tensions between Iran and Western governments mount, several EU governments have argued that economic considerations ought to play a role in EU sanctions at a time when Europe faces a debt crisis and deep fiscal austerity.

      EU countries buy about 500,000 barrels per day (bpd) of Iran’s 2.6 million bpd in exports, making the bloc collectively the largest market for Iranian crude, rivalling China.

      The three biggest EU importers have serious debt problems. Greece imports a quarter of its oil from Iran, Italy about 13 percent and Spain nearly 10 percent.

      Prime Minister Mario Monti said this week Italy would push for a gradual introduction of the embargo and would ask that deliveries to repay Tehran’s debts to Italian energy firm ENI be exempted from the sanctions.

      Other aspects of the prospective embargo are being discussed and a final decision is unlikely to be quick, diplomats said. Some EU capitals are suggesting the impact of sanctions be reviewed after a fixed period, with the possibility of suspending them if they prove ineffective.

      The U.S. and EU sanctions have caused a steady rise in oil prices this week. International Brent futures were trading above $113 a barrel on Friday, a rise of more than $6 a barrel since U.S. President Barack Obama signed the new sanctions into law.

      One area of disagreement in Brussels, diplomats say, is the possibility of imposing sanctions against the Iranian central bank, to match Obama’s move.

      Several diplomats have told Reuters it appeared unlikely, for now, that EU governments would agree to cut off dealings with the bank at the same time as they impose the oil embargo.

      Some capitals have raised concerns, they said, that sanctions on the central bank would harm the chances of getting Tehran to negotiate over its nuclear work.

      Talks over the programme remain frozen, with Tehran saying it aims to produce energy for peaceful purposes and not, as Western governments fear, to make weapons.

      Turkish foreign minister Ahmet Davutoglu said on Thursday that Ankara has delivered a Western offer to Tehran to renew negotiations over the programme. He expressed hope that talks that stalled a year ago could be soon revived.

      লিন্ক : Europe: Delay In Iran Oil Ban Considered

  7. মাসুদ করিম - ৫ জানুয়ারি ২০১২ (১:০৯ অপরাহ্ণ)

    এবার মুসলমানদের ‘ঠাণ্ডা যুদ্ধ’ নিয়ে চিন্তিত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, এবং তার অতিআসন্ন ইরান সফরের আগেই এই মর্মে তিনি হুশিয়ারি উচ্চারণ করলেন, শিয়া-সুন্নি ‘ঠাণ্ডা যুদ্ধ’ মধ্যপ্রাচ্যকে গভীর সংকটের আবর্তে আবদ্ধ করে রাখবে সামনের দশক — যদি এথনই এর সমাধান সূত্র বের করতে মধ্যপ্রাচ্যের সব দেশ সচেষ্ট না হয়। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সংকট নিরসনের লক্ষ্যে খুব শীঘ্রই মস্কো ও ওয়াশিংটনের সাথেও বসতে আগ্রহী।

    The emergence of fresh sectarian tensions between Sunnis and Shiites threatens to plunge the Mideast into “a regional Cold War,” Turkey’s foreign minister warned yesterday ahead of a critical visit to Tehran. “We are determined to avoid a regional Cold War. Regional sectarian tension would be suicide for the entire region,” Foreign Minister Ahmet Davutoğlu told Anatolia news agency in an interview yesterday. Davutoğlu departed for Tehran late last night in preparation for two days of talks with Iranian officials.

    The Turkish foreign minister’s trip to Tehran comes amid rising tensions in the Middle East due to growing concerns of a fresh armed conflict between Iraqi Shiite and Sunni groups following the U.S. withdrawal that could even spread to Baghdad’s neighbors and an ongoing turmoil in sectarian-fragile Syria. “There are some circles who wish to begin a Cold War on the axis of Sunni-Shiite tension whose affects would last for decades. I will raise this issue during my visit [to Tehran],” he said.

    Turkey believes a dangerous situation is arising in the Middle East, Davutoğlu said, adding that Ankara had witnessed increasing polarization not only in Iraq and Syria but in every corner of the region.

    Turkey is determined to avoid such polarization and will meet with every related party to prevent unwanted developments, he said. Noting that the entire region and its people suffered from the Iran-Iraq war in the 1980s, as well as Saddam Hussein’s occupation of Kuwait in the 1990s, Davutoğlu said: “Turkey is strongly against fresh tensions in the region, be it Sunni-Shiite tension or an anti-Iran campaign or the recent row [between Iran and the United States] in the Gulf. That is why our Iraq policy envisages being engaged with every group. No one should commit a mistake in this; no party should act with an understanding that a certain ideology, certain sect or ethnic group can rule [Iraq].”

    Turkey is deeply concerned that Iranian influence will increase in Iraq and create a fresh conflict among Sunni, Shiite and Kurdish groups that could ultimately result in the country’s partition. Iran, for its part, has slammed Turkey for siding with the West against Syrian President Bashar al-Assad, its key regional ally. “We have different opinions on Syria but our stance has principles. They have their own perspectives and principles. We may discuss them,” Davutoğlu said. Despite differences between Tehran and Ankara, the fact that the visit can occur at all proves the close historical and friendly relations between Iran and Turkey, the foreign minister said.

    Visits to Moscow and Washington
    “Everybody in this region is a friend and brother. If Bashar al-Assad had not launched this war against his own people, we would not be facing such a problem.” Davutoğlu said he was planning to meet Iranian leaders and intellectuals twice a year as part of a deal with Iranian Foreign Minister Ali Akbar Salehi. Expressing Turkey’s determination to prevent regional tension, Davutoğlu said he would hold talks with all relevant parties in coming weeks, noting that he would stage visits to Moscow and Washington in late January and early February to discuss regional issues. In addition, Turkey and the Gulf Cooperation Council will hold a strategic dialogue meeting this month. “What is important for us is to reduce the tension in the region,” he said.

    লিন্ক এখানে

  8. মাসুদ করিম - ৬ জানুয়ারি ২০১২ (১২:৫৫ পূর্বাহ্ণ)

    গতকাল ৮৬ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন স্যামসন এইচ চৌধুরী। এই প্রথিতযশা শিল্পোদ্যক্তার অনেক পরিশ্রম ও পরিকল্পনার ফসল বাংলাদেশের শীর্ষস্থানীয় ‘স্কয়ার’ গ্রুপ।

    স্যামসন এইচ চৌধুরীর জন্ম ১৯২৬ সালের ২৫ ফেব্রুয়ারি পাবনার আতাইকুলা গ্রামে। বাবা ছিলেন ডিসপেনসারির মেডিক্যাল অফিসার। স্যামসনও ব্যবসায় আসেন ওষুধ শিল্পের মাধ্যমে।

    ভারতে পড়ালেখা শেষ করে ১৯৫২ সালে গ্রামে ফিরে ছোটো একটি ওষুধের দোকান খোলেন তিনি। পরে চার বন্ধু মিলে ১৯৫৮ সালে গড়ে তোলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

    স্যামসন এইচ চৌধুরীর অক্লান্ত চেষ্টায় স্কয়ার ফার্মাসিউটিক্যালের পাশাপাশি প্রসাধনসামগ্রী, টেক্সটাইল, কৃষিপণ্য, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও মিডিয়াতেও বি¯তৃত হয় স্কয়ার। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে স্কয়ারের পণ্য।

    নামকরণ প্রসঙ্গে এক সাক্ষাতকারে স্যামসন এইচ চৌধুরী বলেছিলেন, “এটি চার বন্ধুর প্রতিষ্ঠান। এর লোগোও তাই বর্গাকৃতির।”

    ১৯৫৮ সালে তার সেই ছোট উদ্যোগ আজ বিশাল একটি শিল্পগ্রুপে পরিণত হয়েছে, যার কর্মী সংখ্যা ২৮ হাজারেরও বেশি। স্কয়ার গ্র“পের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এ প্রতিষ্ঠানের বাৎসরিক আয় ৬১ কোটি ৬০ লাখ ডলার।

    লিন্ক : স্কয়ার প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরী আর নেই

  9. মাসুদ করিম - ৬ জানুয়ারি ২০১২ (১:৪৩ পূর্বাহ্ণ)

    উত্তর কোরিয়ায় ক্যু এর গুজব ছড়াচ্ছে চীনের সামাজিক মিডিয়া।

    According to some of the rumors, Kim Jong Eun’s uncle — Jang Song Thaek — had helped lead the military uprising. Another version of the story said that the military was going to install Kim Jong Nam, Kim Jong Il’s oldest son, as the new leader. Kim Jong Nam would create a “pro-China regime.”

    Said one commenter: “Rumors said North Korea just had a coup, Kim Jong Eun has fallen from power. … if there is really a coup, how will China respond? to protect the old or support the new? … I think North Korea will be reunited with the South and embark on the democracy road. Just like East Germany reunited with West Germany.”

    Another commenter said: “Can such a good thing happen? I should open a bottle of wine to celebrate tonight.”

    Online users also made note of the rapid deletion of posts. China is North Korea’s most important ally and economic partner, and it has pushed for stability amid Pyongyang’s delicate power transfer.

    বিস্তারিত পড়ুন : North Korea coup rumors fueled by Chinese social media

  10. মাসুদ করিম - ৭ জানুয়ারি ২০১২ (৬:২৯ অপরাহ্ণ)

    একদিকে আর্থিক সংকট আরেক দিকে এশিয়ার বিশেষত চীনের উত্থান আমেরিকাকে নিয়ে যাচ্ছে রণকৌশলের এক নতুন অবস্থানে। প্রতিরক্ষা বাজেট কমিয়েও সারা পৃথিবীতে বিশেষ করে এশিয়ার উপর আধিপত্য রাখতেই হবে আমেরিকার সশস্ত্র বাহিনীকে। পড়ুন : এশীয় শক্তির উত্থান আমেরিকার কাছে চ্যালেঞ্জ

  11. মাসুদ করিম - ৭ জানুয়ারি ২০১২ (১১:০১ অপরাহ্ণ)

    ভারতীয় ইংরেজি দৈনিক ‘দি হিন্দু’তে অমর্ত্য সেন ভারতীয় সংবাদ মাধ্যমের গৌরব ও ত্রুটির বিস্তারিত আলোচনা করেছেন। এই আলোচনা আমাদের সংবাদ মাধ্যমের জন্যও কাজে লাগবে নিঃসন্দেহে।

    PROFESSIONALISM AND ACCURACY
    Indian reporting can be, and often is, extremely good. I always marvel at the skill of the reporters, often very young men and women, in being able to capture and bring out the nuances of points that are hard to summarise accurately. However, Indian reporting is characterised by great heterogeneity, and sometimes serious inaccuracies can receive widespread circulation through the media (or initiating in the media). While I have been personally lucky, most of the time, I am aware of problems that others have had, and sometimes I see them in my own experience. As an Indian reader, I would like to be sure, when I open the morning newspaper, that what I am reading — that A said B — is actually accurate. It is hard to have that assurance.

    Let me give a couple of examples, despite — I should re-emphasise — my generally good experience with reporting in the press. Four days ago in a public discussion I said in answer to a question about the Lokpal initiative that the solution to the extremely important problem of corruption would have to be sought within the Indian democratic system (including our courts and Parliament), and also that I had not seen the blueprint of any effective Lokpal Bill – neither from the government nor from any faction of the Opposition.

    When, later on, I opened the web, I found reports with the following headlines: “Lokpal Bill well thought out: Amartya Sen” (The Times of India, India Today, Zee News, NDTV, among others); and “Lokpal Bill not well thought out: Amartya Sen” (DNA News, Money Control, The Telegraph [which did not make it a headline], among others). One paper first distributed the former story and then the latter, without noting that there is a correction here, and I was amused because it is a paper — The Economic Times — with which I am personally associated, since I was given the privilege of editing the paper for one day a few years ago (it was a great day for me, though I gather from the Editor that I drove them all mad, by rejecting entries and asking for several rewrites).

    Based on another meeting in Kolkata on the same day, a lecture for the Cancer Foundation of India, I found the following headlines: “To smoke is individual option” (The Statesman) and “Curb smokers’ liberty: Amartya” (Hindustan Times). All this is just from one day. Unfortunately, a misreport on one day can have quite big consequences. The Times of India said on December 15: “Amartya Sen: People on street can’t deal with corruption.” I had said nothing of the sort, as the audio record of the speech confirms, but once that misreporting, coming from a news agency apparently used by many newspapers, is in the public domain, it is hardly surprising that I would be showered with rebuke and moral advice. Dozens of pages of denunciations materialised immediately. Much of the moral advice to me would be sensible enough had the statement reflected something I had said. The one I liked best said: “I think Mr. Sen should keep his mouth shut” — an eminently sensible piece of advice given the constant danger of misreporting by a careless press — or, as in this case, a careless news agency on which many papers mechanically rely.

    ON ENHANCING ACCURACY

    So what can the media do to deal with the lapses from accuracy in reporting? I don’t know the answer — my main intention here is to raise the question — but one thought that is fairly straightforward is to get all the newspapers to agree to publish corrections of their own stories as a regular feature (and highlight them online, along with the corrected accounts). This is done with much effectiveness by The Guardian and The New York Times, and some Indian papers already have such a section (the host of this essay, The Hindu, has had this for many years), but the practice can be made more universal among the papers, and also more active and more well-known.

    There is also an issue of journalistic training. Taking notes in a rush is never easy, and it has become harder still since most reporters today, unlike those in the past, do not know shorthand. But there are marvellous recording devices in our modern world, and they can perhaps be used more uniformly, rather than the reporters tending to rely on memory, as many still seem to do. There are surely other ways of reducing inadvertent inaccuracy, and it would be nice to see more discussion on it. But now I must move to the second problem to which I referred.

    CLASS BIAS

    There is, in fact, a substantial part of the Indian population — a minority but still very large in absolute numbers — for whom India’s economic growth is working well, along with those who were already comparatively privileged. An exaggerated concentration on their lives, which the Indian media tend typically to display, gives an unreal picture of the rosiness of what is happening to Indians in general. There tends to be fulsome coverage in the news media of the lifestyles of the fortunate, and little notice of the concerns of the less fortunate. To refer to three of many unfortunate facts (the list can be quite long): (1) India has the highest percentage of undernourished children in the entire world, measured in terms of the standard criteria; (2) India spends a far lower percentage of its GNP than China on government-provided health care and has a much lower life expectancy; and (3) India’s average rank among South Asian countries — India, Pakistan, Bangladesh, Sri Lanka, Nepal, and Bhutan — in the standard social indicators, varying from life expectancy and immunisation to infant mortality and girls’ schooling, has dropped over the last twenty years from being second-best to second-worst (even as India has surged ahead in terms of GNP per capita).

    The problem here does not, of course, originate in the media, for it is social division that feeds this bias in coverage. But the media can play a more constructive part in keeping the reality of India persistently in the view of the public. The bias in coverage, even though it is by no means unpleasant to the reader, contributes quite heavily to the political apathy about the urgency of remedying the extreme deprivation of the Indian underprivileged. Since the fortunate group includes not only business leaders and the professional classes, but also the bulk of the country’s intellectuals, the story of unusual national advancement gets, directly or indirectly, much aired — making an alleged reality out of what is at best a very partial story.

    WHAT IS PROBED AND WHAT IGNORED

    There are indeed many serious problems with the Food Security Bill that has been tabled, and the Bill can be much improved and one hopes it will be. Furthermore, fiscal responsibility is certainly a serious issue and the financing of food subsidies, like other social programmes, demands critical examination. But it is worth asking why there is hardly any media discussion about other revenue-involving problems, such as the exemption of diamond and gold from customs duty, which, according to the Ministry of Finance, involves a loss of a much larger amount of revenue (Rs.50,000 crore per year) than the additional cost involved in the Food Security Bill (Rs.27,000 crore). The total “revenue forgone” under different headings, presented in the Ministry document, an annual publication, is placed at the staggering figure of Rs.511,000 crore per year. This is, of course, a big overestimation of revenue that can be actually obtained (or saved), since many of the revenues allegedly forgone would be difficult to capture — and so I am not accepting that rosy evaluation. And yet it is hard to understand why the cost of the Food Security Bill should be separated out for fiscal gloom without examining other avenues of fiscal soundness. An active media can draw attention to what is being probed and what remains underdiscussed and underexplored.

    The impact of India’s division between the privileged and the non-privileged can also be seen in the political power of the advocates of continuing — and expanding — subsidies on fuel use, even those that go particularly to the relatively rich (such as petrol for car owners), or of fertilizers, which yield major transfers of a regressive kind, even as they help with agricultural production. It is possible to redesign these fiscal arrangements to introduce more economic rationality, greater environmental awareness, and the demands of equity with efficiency. The political support for tolerating — and defending — the present profligacy in catering to the relatively better off contrasts sharply with the fiscal alarm bells that are sounded whenever proposals for helping the poor, the hungry, the chronically unemployed come up.

    If the first problem I referred to, that of accuracy, is one of improving the performance of the news media through better quality control, the second, transcending class bias, concerns the media’s role in reporting and discussing the problems of the country in a balanced way. The media can greatly help in the functioning of Indian democracy and the search for a better route to progress including all the people — and not just the more fortunate part of Indian society. What is central to the functioning of the news media in Indian democracy is the combination of accuracy with the avoidance of bias. The two problems, thus, complement each other.

    বিস্তারিত পড়ুন এখানে

  12. মাসুদ করিম - ৯ জানুয়ারি ২০১২ (১:০২ অপরাহ্ণ)

    পৃথিবীর সবচেয়ে সুন্দর টাকার নোট বাংলাদেশের দোয়েল শহীদ মিনার চিত্রিত দুটাকার নোটটি। টাকাটির একপিঠ দেখুন এখানে আরেক পিঠ এখানে

    একপীঠে শহীদ মিনার, অন্যপীঠে গাছের ডালে বসে আছে দোয়েল। দুপীঠেই দুটি শান্তির সাদা বৃত্ত। দোয়েল বসা ডালের নিচে কুলু কুলু বয়ে যাওয়া নদী। শহীদ মিনারের পাশেই ফুল ফোঁটা ছোট্ট গাছ। এই বাংলাদেশের দুই টাকার নোট। দুই টাকার এই নোট বাংলাদেশের কথা বলে, চিত্রিত করে এদেশের প্রকৃতিকে। কাগজের এই নোটটি নির্বাচিত হয়েছে পৃথিবীর সবেচেয়ে সুন্দর ব্যাংকনোট হিসেবে ।

    দ্বিতীয় স্থানে আছে সাও টোমের (São Tomé and Príncipe) ৫০ হাজার মূল্যমানের ডোবরা নোট। তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে বাহামার ১ ডলারের নোট এবং বাহরাইনের ৫ দিনারের নোট।

    জরিপটি চালিয়েছে রাশিয়ার একটি বিনোদন বিষয়ক অনলাইন।
    তালিকায় পঞ্চম স্থানে আছে জর্জিয়ার ১০ লারি নোট, ষষ্ঠ স্থানে ১০ হংকং ডলার, সপ্তম স্থানে ১০ কুক আইল্যান্ড ডলার, অষ্টম স্থানে ৫০ ইসরাইলি শেকেল, নবম স্থানে ২০ হাজার আইল্যান্ড ক্রোনা নোট এবং ও দশম স্থানে আছে ৫০ ফেরো আইল্যান্ড ক্রোনার্স নোট।

    বিশ্বব্যাপী অনলাইন পাঠকদের কাছ থেকে মত নিয়ে জরিপ রিপোর্ট তৈরি করেছে রাশিয়ার বিনোদন আউটলেটটি।

    তাদের তালিকায় একাদশ থেকে বিংশ অবস্থানে আছে নিউজিল্যান্ড, রোমানিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর, কমোরোস, ফ্রেঞ্চ পলিনেশিয়া, সুইজারল্যান্ড, সুইডেন, জ্যামাইকা এবং জাপানের নোট|

    খবরের লিন্ক এখানে

  13. মাসুদ করিম - ১১ জানুয়ারি ২০১২ (১২:১৯ পূর্বাহ্ণ)

    দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আকাশ থেকে তোলা বার্লিনের গোপন ছবি। অবশ্যই দেখা উচিত এরকম এক ফটোগ্যালারি

    The aerial photos taken by Adolph Carl Byers and Hein Gorny were published 65 years after they were taken, through the Berlin-based Collection Regard. The photos, which his son Peter Gorny had thought were lost, were included in the exhibition “Hommage à Berlin,” devised by collector Marc Barbey in 2011. The book of the exhibition has been published in German, French and English.

    লিন্ক : Book Gives Fresh Glimpse of Berlin’s Destruction

  14. মাসুদ করিম - ১১ জানুয়ারি ২০১২ (১:২১ অপরাহ্ণ)

    মেহদি হাসানকে আবার ইন্টেনসিভ কেয়ারে নেয়া হয়েছে। কোথাও কোনো ইংরেজি লিন্ক পাচ্ছি না। এক টুইটারে যা একটি লিন্ক আছে তা উর্দুতে। উদ্বিগ্ন বোধ করছি।

    Ghazal Maestro Mehdi Hassan is back in the Intensive Care Unit- http://www.jang.net/urdu/update_details.asp?nid=134900&utm_medium=twitter&utm_source=twitterfeed

    • মাসুদ করিম - ১১ জানুয়ারি ২০১২ (৬:৫৭ অপরাহ্ণ)

      পিটিআই-এর সূত্রে এনডিটিভিতে খবরটি পাওয়া গেল, এটা জেনে খুব খারাপ লাগছে গত একমাস ধরে ‘শাহেনশাহে গজল’ কথাও বলতে পারছেন না।

      Ghazal legend Mehdi Hassan has been admitted to the intensive care unit of a private hospital in Karachi after he had trouble in breathing, his son Arif Hassan said today.

      The 84-year-old singer, the voice behind evergreen ghazals like Ab ke bichade and Patta patta boota boota, has also stopped speaking.

      Hassan, who has been suffering from lung problems for the past twelve years, was last night rushed to Karachi’s Agha Khan hospital’s ICU section. Doctors said Hassan is suffering from chest and urine infection.

      “He had trouble in breathing last night. We immediately rushed him to the hospital. He is in ICU but there is no positive response from the doctors about his condition,” Arif told PTI from Karachi.

      “We have been feeding him through tube for the past two years and for the past one month, he has even lost his voice, which mesmerized millions of his fans,” he added.

      Arif said Hassan always wanted to visit India for treatment.

      “He wanted to visit India, his birth country, and we were supposed to be there last year but his condition never improved. Now the doctors have strictly said no to any journey,” he said.

      Singers Hariharan and Hansraj Hans besides Gulzar have inquired about Hassan’s health over phone, Arif said.

      Facing a cash crunch for his treatment, the family of the legendary singer has appealed to the Pakistan government for some help.

      “We have to pay Rs. 45 lakh to the hospital. Government has publicly promised to bear all the expenses of his treatment and we are relying on them. I am hopeful that people will come forward to help,” Arif said.

      Hassan was born into a family of traditional musicians at Luna village in India’s Rajasthan state in 1927. His family migrated to Pakistan during Partition.

      Hassan, who has a huge following in the subcontinent, cut back on his performances in the late 80s due to illness.

      He wanted to visit India in 2010 for treatment and wished to meet Lata Mangeshkar, Dilip Kumar and Amitabh Bachchan. The visit could not take place and his earlier planned visit in 2008 was also cancelled in wake of Mumbai terror attack. The singer last performed in India in 2000.

      লিন্ক : Mehdi Hassan hospitalised, condition critical, says son

      • মাসুদ করিম - ১৩ জানুয়ারি ২০১২ (১:১০ অপরাহ্ণ)

        যখন এই খবরটি পড়ছি, যে মেহদি হাসান যেগ্রামে জন্মেছেন রাজস্থানের লুনায় সবাই তার আরোগ্য কামনা করে প্রার্থনা করছেন, তখন কারো কারো টুইট দেখছি তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তেমন কোনো খবর এখনো কোথাও দেখিনি।

        Villagers in Luna in Rajasthan where ghazal maestro Mehdi Hassan was born, have expressed concern over his serious health condition.

        The 84-year old singer was admitted to the intensive care unit of a private hospital in Karachi after he had difficulty in breathing.

        Priest Mohan Nath said that the whole village was praying for Hassan’s good health. “Since the time we villagers came to know about the ill-health of Mehdi Hassan we are very worried. We just hope that God showers his blessings upon him and he is fine soon,” Nath said.

        Narayan Singh Shekhawat, another native of the village and also a childhood friend of Hassan, said that he would pray to God to give Hassan a long life. “I actually thank the Almighty that a great person like Mehdi Hassan is from our village. It is indeed our good fortune. When I heard about his illness it really saddened me. I pray to God to give him a long and healthy life ahead,” said Shekhawat.

        According to reports, the Rajasthan government had offered to bear all medical expenses of Hassan in India.

        Hassan was born into a family of musicians in 1927. His family migrated to Pakistan during the Partition of India.

        Hassan still has a huge fan following in the subcontinent, though he reduced his performances in the late 80s due to ill-health.

        খবরের লিন্ক এখানে

        • মাসুদ করিম - ১৮ জানুয়ারি ২০১২ (৬:৪২ অপরাহ্ণ)

          মেহদি হাসানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তাকে স্পেশাল কেয়ার ইউনিট থেকে প্রাইভেট রুমে নিয়ে আসা হয়েছে এবং ডাক্তারা আশা করছেন খুব শীঘ্রই তিনি বাড়ি ফিরে যেতে পারবেন।

          Ghazal maestro Mehdi Hassan could be discharged from hospital soon. He has been moved from the special care unit to a private room at the Agha Khan University Hospital in Karachi.

          Last week his doctor said he was “improving” and “responding” to treatment, even as his birth village in Rajasthan prayed for his good health and long life.

          Earlier reports said that the singer was critical and on a ventilator following respiratory problems, but they were negated by his doctor.

          The 84-year-old Hassan has been ill for the last few years due to a serious lung condition that has led to complications and breathing problems.

          The Shahenshah-e-Ghazal, who was born into a family of traditional musicians at Luna village in Rajasthan in 1927, and the voice behind evergreen ghazals like Ab Ke Hum Bichde, Patta Patta Boota Boota, Yeh Dhuan, Woh Dilnawaz, Magghan Baat and Arz-E-Nyaz, had recently lost his voice due to his illness.

          The singer’s son Arif said his father always wanted to visit India for treatment but doctors ruled out any travel due to his ill-health. Facing a cash crunch, the family had appealed to the Pakistan government for help.

          The Pakistani Prime Minister Yousuf Raza Gilani and other government officials have visited the legendary singer at his residence in recent times but Asif said financial help had been slow in coming from the government.

          Hassan remains a hugely popular ghazal singer in the Indian sub-continent though he cut back on his performances in the late 80s due to illness.

          খবরের লিন্ক : Mehdi Hassan likely to be discharged from hospital soon

          • মাসুদ করিম - ১৮ জানুয়ারি ২০১২ (৭:০৪ অপরাহ্ণ)

            মেহদি হাসানের চিকিৎসায় সহযোগিতার আশ্বাসে পাকিস্তান সরকারের মধ্যে তেমন অগ্রগতি দেখা না গেলেও, ভারতের রাজস্তানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট তার সব সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছেন, এই লক্ষ্যে তিনি ভারতের বিদেশ মন্ত্রণালয়ের বিশেষ তৎপরতা আশা করছেন। একটু ভাল হয়ে উঠলেই ভারতের বিদেশ মন্ত্রণালয় মেহদি হাসানের পরিবারকে ভারতে আনার ব্যবস্থা করে দিলে তার চিকিৎসার সব খরচ বহন করার ব্যবস্থা করবেন অশোক গেহলট।

            The government of Rajasthan has offered help to ailing Pakistani ghazal singer Mehdi Hassan and sought to know if he could be treated in India. Chief minister Ashok Gehlot spoke to Hasan’s son, Arif Hassan, and offered help with medical expenses.

            The Indian High Commission in Pakistan is in constant touch with Hassan’s family. The singer was put on a ventilator at a private clinic in Sindh’s provincial capital Karachi after he collapsed due to respiratory problems.

            Eighty-four-year-old Hassan has been ill for the last few years with a serious lung condition that has led to complications and breathing problems. He was born at Luna village, some 13km from Jhunjhunu town in Rajasthan.

            Gehlot had urged MEA to issue visa to Hassan and his family and bring him to India for better treatment. Gehlot also offered to bear the expenses on his treatment. In his letter, minister of state for external affairs E Ahamed further said once Hassan’s family is ready to move him to India, they well get in touch with the Indian High Commission in Islamabad for visa formalities.

            Hassan and his family migrated to Pakistan in 1947. Their ancestral property is with a few villagers at Luna. He has visited his village thrice.

            পড়ুন : Gehlot offers medical help to ailing Mehdi Hassan

  15. অবিশ্রুত - ১১ জানুয়ারি ২০১২ (২:২৮ অপরাহ্ণ)

    গোলাম আযম গ্রেফতার হয়েছে :

    ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে যুদ্ধাপরাধের ঘটনায় জামিন আবেদন খারিজ করে জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    বুধবার সকালে শুনানির পর নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। সাবেক এই জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরুর জন্য ১৫ ফেব্র“য়ারি দিন রেখেছে আদালত।

    আদেশের পর দুপুর ১২টার দিকে একটি প্রিজন ভ্যানে করে গোলাম আযমকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

    এর আগে বুধবার সকাল ১০টার পর কয়েকজন আইনজীবীকে সঙ্গে নিয়ে আদালতে হাজির হন গোলাম আযম। তাকে ভেতরে নেওয়া হয় হুইল চেয়ারে বসিয়ে।

    সাড়ে ১০টায় ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পরপরই তার জামিন আবেদনের ওপর শুনানি শুরু হয়। বার্ধক্য ও স্বাস্থ্যগত জটিলতার কথা উল্লেখ করে মঙ্গলবার এই আবেদন জমা দেন গোলাম আযম।

    তার আইনজীবী আব্দুর রাজ্জাক শুনানির শুরুতেই বলেন, অধ্যাপক গোলাম আযামের বয়স প্রায় ৮০ বছরের বেশি। তার স্বাস্থ্যের অবস্থাও বিশেষ ভালো নয়। এর আগে একই অভিযোগের মামলায় ট্রাইব্যুনাল বিএনপির সাবেক মন্ত্রী আব্দুল আলীমকেও জামিন দিয়েছে। সুতরাং গোলাম আযমও তা পেতে পারেন।

    শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদন খারিজ করে গোলাম আযমকে কারাগারে পাঠাতে বলেন। আব্দুর রাজ্জাক কারাগারে তার মক্কেলের জন্য ডিভিশন চাইলে তাও খারিজ হয়ে যায়। এ ব্যাপারে কারা কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করার পরামর্শ দেয় ট্রাইব্যুনাল।

    ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, ১৫ ফেব্র“য়ারি অভিযোগ গঠনের শুনানির জন্য প্রসিকিউশনকে বৃহস্পতিবারের মধ্যে সব নথিপত্র ও সাক্ষীদের নামের তালিকা জমা দিতে হবে। আর আসামিপক্ষ আগামী রোববারের মধ্যে এসব নথি সংগ্রহ করবে।

    এদিকে গোলাম আযমের বিচারের দাবিতে বিভিন্ন সংগঠন সকাল থেকেই প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে সমবেত হয় ট্রাইব্যুনাল প্রাঙ্গণের বাইরে। ঘাতক দালাল নির্মূল কমিটি হাইকোর্টের সামনে থেকে ট্রাইব্যুনালের ফটক পর্যন্ত রাস্তায় সকাল ১০টা থেকে মানববন্ধন করে।
    এছাড়া সেক্টর কমান্ডার্স ফোরাম ও মুক্তিযোদ্ধা সংসদও আলাদাভাবে মানববন্ধন করে যুদ্ধাপরাধের বিচারের দাবি জানায়। গোলাম আজমকে গ্রেপ্তারের দাবিতে খণ্ড খণ্ড মিছিল চলতে থাকে ট্রাইব্যুনালের বাইরে।
    ট্রাইব্যুনালের নিরাপত্তা নিশ্চিত করতে সকালেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। হাইকোর্টের ১ নম্বর ফটক ও মাজার গেটে দিয়ে বন্ধ রাখা হয় সাধারণের চলাচল।

    আদালতের আদেশের প্রতিক্রিয়ায় ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির বলেন, “তার জামিন না মঞ্জুর হওয়ায় আমরা সন্তুষ্ট। তবে গ্রেপ্তারই যথেষ্ট নয়। বিচার যতো দ্রুত সম্ভব শেষ করতে হবে।”
    গত ১২ ডিসেম্বর প্রথম দফায় ৫২ দফা অভিযোগ উত্থাপন করে গোলাম আযমকে গ্রেপ্তারের আবেদন জানায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ট্রাইব্যুনালের নির্দেশে তা পুনর্বিন্যস্ত করে ৫ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করা হয়।

    বাংলাদেশের স্বাধীনতার তীব্র বিরোধিতাকারী গোলাম আযম ১৯৭১ সালে শান্তি কমিটি, রাজাকার ও আলবদর বাহিনী গঠনে নেতৃত্ব দেন, যাদের সহযোগিতা নিয়ে পাকিস্তানি সেনারা বাংলাদেশে ব্যাপক হত্যা ও নির্যাতন চালায়।

    তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর গোলাম আযম সে সময় বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও প্রকাশ্যে তদবির চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

    ১৯৭১ থেকে ৭ বছর লন্ডনে অবস্থান করার পর ১৯৭৮ এ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে আবার বাংলাদেশে আসেন এই জামায়াত নেতা। ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশে দলকে নেতৃত্ব দেন তিনি।

    গোলাম আযম ছাড়াও জামায়াতে ইসলামীর পাঁচ শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী, মো. কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে মামলা চলছে। মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

    একই সংবাদ পাকিস্তানের ডন পত্রিকায়ও প্রকাশ পেয়েছে।

  16. মাসুদ করিম - ১১ জানুয়ারি ২০১২ (৫:২৭ অপরাহ্ণ)

    এই না হলে সামাজিক স্বৈরতন্ত্র! উত্তর কোরিয়ায় যারা কিম জং-ইলের মৃত্যুতে শোক করেনি তাদের ছয় মাসের জেল হবে আর যারা ঠিক মত বিলাপ করেনি তাদের বিলাপ শিক্ষা কেন্দ্রে (re-education camps-এর মানে তাই হওয়া উচিত) পাঠানো হবে।

    North Koreans who did not mourn the death of “Dear Leader” Kim Jong-il can face at least six months in prison, a South Korean media outlet said Wednesday.

    And those who took part in the often hysterical display of sorrow but who may not have shed “genuine tears” could be sent to re-education camps, the South Korean Daily NK website reported.

    The decision follows the completion of “criticism sessions” at people’s courts across North Korea. Kim died in December aged 69, after 17 years as head of the country.

    North Korea’s state-run news agency KCNA, however, accused the Daily NK website of running a smear campaign. The website usually compiles reports from defectors and people living inside North Korea.

    KCNA also reported that Kim’s death was marked by plunging temperatures, mourning bears and flocks of magpies.

    লিন্ক : North Korea to punish ‘non-mourners’: Report

  17. মাসুদ করিম - ১২ জানুয়ারি ২০১২ (৯:৪৩ পূর্বাহ্ণ)

    ত্রিপুরার জন্য এটাই প্রথম — এর আগে ত্রিপুরায় কোনো দিন নিজ দেশের প্রধানমন্ত্রী ছাড়া বিদেশের কোনো প্রধানমন্ত্রী বা সরকার প্রধান সফর করেননি। ত্রিপুরার সরকার ও জনগণ তাই প্রাণোচ্ছ্বাসে উচ্ছ্বসিত আগরতলায়। দুদিনের সফরে গতকালই হাসিনা পৌঁছেছেন আগরতলায়, সরকারি ও বাণিজ্যিক বৈঠকগুলো গতকাল হয়ে গেছে, আজই হবে বহুকাঙ্ক্ষিত গণসংবর্ধণা। ত্রিপুরায় শেখ হাসিনার আজকের কর্মসূচী

    কাল দশটায় রাজ্য অতিথিশালা থেকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওয়ানা।

    ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথের মূর্তি ও মুক্তমঞ্চ উদ্বোধন।

    ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারি হাসিনাকে সাম্মানিক ডিলিট প্রদান করবেন।

    দুপুর একটায় রাজভবনে মধ্যাহ্নভোজ।

    দুপুর দুইটায় আসাম রাইফেলস ময়দানে নাগরিক সংবর্ধনা গ্রহণ ও ভাষণ দান।

    বিকাল চারটায় আগরতলা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে ত্রিপুরা ত্যাগ।

    সূত্র : ত্রিপুরার বাংলা দৈনিক ডেইলি দেশের কথা

    • মাসুদ করিম - ১৩ জানুয়ারি ২০১২ (৬:২২ অপরাহ্ণ)

      শেখ হাসিনার ত্রিপুরা সফরকে এত গুরুত্ব দিচ্ছি দেখে আমার খুব কাছের কয়েকজন মানুষ বিস্মিত হয়েছেন। তারা জানতে চেয়েছেন, এটা কি কোনো খেয়ালের বশে আমি করছি — নাকি কোনো সুনির্দিষ্ট কারণ আছে? আমি বলেছি, আমি জানি না আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কী ভাবছে, কিন্তু আমার একটা স্ট্র্যাটেজির দিক থেকেই আমি এই গুরুত্ব দিচ্ছি। সবাই জানেন বাংলাদেশের সীমান্ত শুধুমাত্র দুটি রাষ্ট্রের সাথে আছে — ভারত ও বার্মা। কিন্তু আমি যখন থেকে মানচিত্র দেখতে শিখেছি আমি দেখেছি বাংলাদেশের সীমান্ত আছে ৭টি ভূখণ্ডের সাথে : পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, মিজোরাম, ত্রিপুরা,(ভারত) রাখাইন, চিন (বার্মা)। এই ৭টি ভূখণ্ডই নিজ নিজ রাষ্ট্রের প্রশাসনিক রাজ্য, এবং রাজ্য হিসেবে ভূখণ্ডগুলোর নিজের একটা প্রশাসনিক বিশিষ্টতা আছে। কাজেই বাংলাদেশের উচিত এই ৭টি ভূখণ্ডকে অত্যন্ত নিবিড় পর্যালোচনায় নিয়ে আসা। এর ফলে বাংলাদেশ অনেক সহজে তার আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রকে দৃঢ় ভিত্তি দিতে পারবে। সে উদ্দেশ্যে শেখ হাসিনার শুধু ত্রিপুরা নয়, একে একে দুই রাষ্ট্রের এই প্রত্যেকটি রাজ্যে সফর করা প্রয়োজন। এজন্যই আমি ত্রিপুরা সফরকে গুরুত্ব দিচ্ছি — এখন পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, মিজোরাম,(ভারত) রাখাইন, চিন (বার্মা) এই বাকি সফরগুলো হলেই আমার ভাবনার সার্থকতা।

  18. মাসুদ করিম - ১৪ জানুয়ারি ২০১২ (১:৪১ অপরাহ্ণ)

    গতমাসে তিন দিনের সফর বাতিল করে আজ পাঁচ ঘন্টার নেপাল সফরে এসেছেন চীনের প্রধানমন্ত্রী। তিব্বতের ভয় কি সত্যিই পেয়ে বসেছে চীনকে?

    Chinese Premier Wen Jiabao’s special aircraft has landed at the Tribhuvan International Airport (TIA), where Prime Minister Dr Baburam Bhattarai, Deputy Prime Minister Narayan Kaji Shrestha and Speaker Subas Nembang, other senior government officials were waiting to shake hands and welcome him.

    Accompanied by his Cabinet members — Ministers for Foreign Affairs, Commerce, and Public Security , Politiburo member Zhao Yongkang of the Communist Party of China, among others in the delegation, the Chinese prime minister is slated to head towards Singha Durbar, where he will be officially welcomed by Prime Minister Bhattarai. The Chinese delegation will hold officeial talks with the Nepali side there.

    After both sides table their respective agendas during the meeting in Singha Durbar, Wen will also call on President Dr Ram Baran Yadav in his office in Sheetal Niwas.

    He will fly to Qatar later in the afternoon.

    খবরের লিন্ক : Chinese PM Wen Jiabao lands in Kathmandu

    আরো পড়ুন

    Chinese Premier Wen Jiabao is arriving in Nepal on Saturday on a five-hour visit that is shrouded in secrecy. There is no official word from either side though preparations, The Indian Express has confirmed, are on to receive Wen at 11 am and see him off at 4.30 pm.

    While the Chinese Premier will be going to Qatar from Kathmandu, sources said his visit is being termed “official” and not “in transit”. Incidentally, Prime Minister Baburam Bhattarai reportedly personally called up Sushil Koirala and Jhalanath Khanal —the President of the Nepali Congress and UML — asking them to be in the capital Saturday.

    The visit is reportedly being kept under wraps because of the cancellation of Wen’s earlier scheduled three-day visit on December 20 following fear of protests by Tibetans. The Chinese had lodged a verbal protest over “premature leak” of the visit by Nepal Prime Minister Baburam Bhattarai. Deputy Prime Minister Narayankaji was reportedly told of Wen’s visit during his Beijing tour two weeks ago. According to sources, the Deputy Prime Minister in-charge of home affairs, Bijay Gachedar, travelled to China last week to assure Beijing that there would be no law and order issues. Authorities are not saying if any agreement would be signed, but security-related issues are expected to be be discussed.

    লিন্ক : China’s Wen Jiabao lands in Nepal today, visit kept under wraps

    • মাসুদ করিম - ১৪ জানুয়ারি ২০১২ (১:৫৩ অপরাহ্ণ)

      সফরের শুরুতে প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাইয়ের সাথে একান্ত বৈঠকে মিলিত হয়েছেন ওয়েন জিয়াবাও। সরকারী নেপাল রেডিও, নেপাল টিভি ও গোর্খাপত্র ছাড়া আর কোনো সাংবাদিককে নেপালের প্রধানমন্ত্রীর কার্যলয়ে ঢুকতে দেয়া হচ্ছে না। অদ্ভুত সফর!

      Chinese premier Wen Jiabao has reached Singh Durbar during his five hours Nepal visit, where he is holding one-on-one talks with his Nepali counterpart Dr.Baburam Bhattarai, which will be subsequently followed by a delegation level meeting, in a bid to ink different agreements in consideration, between the two neighboring countries.

      Meanwhile, scores of media persons who were thronging the Southern Gate of Singha Durbar to cover news about Chinese Premier Wen Jiabao’s Nepal visit, have been barred from reporting Wen’s visit.

      It has been learnt that journos have been agitated after the government barred them from entering the administrative headquarters today.

      According to The Himalayan Times’ correspondent Lekhanath Pandey, reporters of state-owned media– Radio Nepal, Nepal Television and Gorkhapatra– were only permitted to enter Singha Durbar.

      Photographers of a handful of independent media houses were however allowed to have their entry into Singha Durbar .

      The journalists slammed the government’s move to put the media in darkness about the visit.

      খবরের লিন্ক : Wen meets PM Bhattarai in private; ferments journos

  19. মাসুদ করিম - ১৫ জানুয়ারি ২০১২ (১২:৪৫ পূর্বাহ্ণ)

    চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলে আরো একজন তিব্বতি আত্মাহুতি দিলেন। এনিয়ে এক বছরে প্রায় ১৬ জন এপর্যন্ত স্বাধীন তিব্বতের দাবীতে এভাবে আত্মাহুতি দিয়েছেন।

    Another Tibetan in southwest China self-immolated Saturday in the latest in a series of apparent protests against Chinese rule, activist groups said.

    The self-immolation in the town of Aba in Sichuan province was followed by clashes between security forces and local Tibetans, said the London-based group Free Tibet.

    At least 16 Buddhist monks, nuns and other Tibetans are now believed to have set themselves on fire in the past year – including four in the past week – mostly in traditionally Tibetan areas of Sichuan province. Most have chanted for Tibetan freedom and the return of their spiritual leader, the Dalai Lama, who fled to India amid an abortive uprising against Chinese rule in 1959.

    Little was known about the person who self-immolated Saturday, although the London-based International Campaign for Tibet cited its sources as saying the person was a man and that he was not a monk.

    Kate Saunders of the ICT said locals began to protest after seeing police beat the man severely as they put out the flames. “Tibetans at the scene became very distressed and angry and gathered together in what seems to be an impromptu demonstration,” Saunders wrote in an email.

    Both groups said a woman was shot during the unrest.

    Woeser, a Beijing-based Tibetan poet and activist, posted accounts of the unrest on her Twitter feed that were similar to the ones reported by the groups.

    “A young Tibetan person self-immolated … the local area has erupted in public protests and marches, and they have been met with military police fire and suppression. There are Tibetan casualties,” she wrote. Like some Tibetans, Woeser goes by just one name.

    The claims could not be independently confirmed. Calls to Aba county’s police bureau rang unanswered Saturday evening.

    Heavy security has turned Aba and the surrounding area into a virtual restricted zone since an anti-government uprising there and across Tibetan communities in 2008, and foreign reporters have had little or no access.

    China chooses Buddhist leaders in Tibet and wants to pick a pro-Beijing successor to the Dalai Lama, whom China considers to be a separatist. China says Tibet has been part of its territory for centuries, but many Tibetans say the Himalayan region was virtually independent for most of that time.

    Chinese authorities routinely deny Tibetan claims of repression, although they have confirmed some self-immolations and accused supporters of the Dalai Lama of encouraging such acts. The Dalai Lama and representatives of the self-declared Tibetan government-in-exile in India say they oppose all violence.

    খবরের লিন্ক : China Unrest As Tibetan Sets Self On Fire

  20. মাসুদ করিম - ১৫ জানুয়ারি ২০১২ (১:০২ পূর্বাহ্ণ)

    সেই স্কুল জীবন থেকে আমার কানের কাছে কেউ না কেউ যোগব্যায়ামের গুণগান করেছে এবং আমি বিরক্ত হয়েছি, এখনো কেউ যোগব্যায়ামের গুণগান করলে আমি বিরক্ত হই, কয়েকজনকে এর মধ্যে আমি যোগব্যায়ামে নিরস্তও করেছি। আমার সব সময়ই মনে হয় যোগব্যায়াম কেমন যেন ব্যায়ামকে অত্যন্ত উচ্চাকাঙক্ষী করে তোলে — ফলে শরীরের স্বাভাবিক স্ফূর্তি ব্যাহত হয়। আমার কাছে খেলা, দৌড়ঝাঁপ, খালি হাতে ঘাম ঝরানো ব্যায়াম অনেক কাজের মনে হয়। কিন্তু যোগব্যায়ামের বিরুদ্ধে প্রচার তেমন একটা কখনো চোখে পড়েনি আমার আজ পর্যন্ত। কিন্তু আজ রাতে ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান পড়তে গিয়ে এই প্রথম দেখলাম anti-yoga প্রচার। আর এটা দেখে আমার খুবই ভাল লাগছে।

    “I decided I was going to get really into it, and for about six months I went four or five times a week and was feeling and looking really good.” But one day, descending the stairs from her fifth storey apartment, her knee buckled. “It was like a little ‘pop’ and didn’t feel good.”

    She continued going to yoga for a few days, but the knee got worse until it would collapse without warning. A scan revealed a bad tear in the meniscal cartilage, the knee joint’s shock absorbers, requiring surgery.

    “The surgeon asked me what I’d been doing and I said I was really healthy and active, doing yoga up to five times a week and he said, ‘That’s it!’.”

    He said he saw lots of yoga injuries and hers probably stemmed from “pigeon pose”, where the knee is folded inwards at an angle under the body. After keyhole surgery, Harris was on crutches and bumped into her favourite yoga instructor and one of the studio administrators.

    “The instructor was, like, ‘Oh my God, what happened?’ I told her my surgeon said I was doing too much yoga and she just walked away.”

    The administrator then told her the studio owner said if you got injured doing yoga it was because you had “bad karma”.

    “I’m anti-yoga now,” she says.

    One of the most common sights in New York is slim, young professional women scurrying across the city with a rolled-up yoga mat under one arm and a determined look, cramming in a dawn or lunchtime session between power moves in the office. So perhaps it should come as no surprise that an incendiary magazine piece in the New York Times, under the headline, “How Yoga Can Wreck Your Body”, has turned the usually chilled community of yoga-lovers upside down. In the US, and perhaps even in Britain, where an estimated million people practise regularly, yoga may never be the same again.

    The offending article, which appeared across several pages of the paper’s prestigious Sunday magazine, was written by senior science writer William Broad. In it, he alleged that students and even “celebrated teachers” were injuring themselves “in droves” by over-ambitious and under-taught yoga moves.

    He also quoted at length the views of local yoga veteran Glenn Black, who seriously hurt his back after years of practice. According to Black, “the vast majority of people should give up yoga altogether” because it’s too likely to cause them serious damage.

    বিস্তারিত পড়ুন : ‘Yoga can damage your body’ article throws exponents off-balance

  21. মাসুদ করিম - ২০ জানুয়ারি ২০১২ (৭:১৮ অপরাহ্ণ)

    দেওবন্দ উলুম ফুলুমরা শুধু সালমান রুশদির গতিরোধ করেন না, তারা সাহিত্যের গতিরোধের উদ্দেশ্যেই কাজ করেন।

  22. মাসুদ করিম - ২১ জানুয়ারি ২০১২ (২:২৫ অপরাহ্ণ)

    আমেরিকান সিনেটে SOPA/PIPA বিল আপাতত এই মঙ্গলবার উঠছে না। চলমান অনলাইন বিক্ষোভে আমেরিকার সরকার আপাতত এই বিলগুলো তুলে রাখল। এবং যেহেতু সামনের নভেম্বরে আমেরিকায় নির্বাচন কাজেই এবছর আর এই বিলগুলো নিয়ে কোনো কাজ হওয়ার আর সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে।

    Supporters of the shelved bills as well as opponents pushing an alternative backed by the Internet giants Google and Facebook said differences could be bridged. But privately, Congressional aides and lobbyists say the pressures of an election year make action this year unlikely. Lawmakers will not be eager to brave another firestorm incited by Google, Facebook, Twitter, Wikipedia and other popular Web sites.

    Senator Ron Wyden, Democrat of Oregon and a key opponent of the bills, said lawmakers had collected more than 14 million names — more than 10 million of them voters — who contacted them to protest the once-obscure legislation.

    “It’s going to be a new day in the Senate,” said Mr. Wyden, who is the co-author with Representative Darrell Issa, Republican of California, of an alternative bill that seeks to choke off money flows to Internet pirates. “The way citizens communicate with their government is never going to be the same.”

    Mr. Wyden spoke briefly to Senator Patrick Leahy, the Vermont Democrat who was the author of the shelved bill, and both men said they pledged to find a way forward.

    But Mr. Leahy, the chairman of the Senate Judiciary Committee, made it clear that proponents of his bill, the Protect I.P. Act, felt burned by Internet companies that they said misled citizens into believing the bill would cripple the Internet. The opposition turned illegal on Thursday when the online hacker group Anonymous brought down the Department of Justice’s Web site.

    “Assuming everyone’s telling the truth, that they want to stop the theft of property, that they want to stop endangering people with counterfeit goods, then we ought to be able to find common ground,” Mr. Leahy said. “I hope people, when they’re dealing, will deal honestly with you.”

    The Protect I.P. Act and its counterpart in the House, the Stop Online Piracy Act, had broad bipartisan support when they were drafted by Mr. Smith and Senator Leahy. The bills were pushed hard by the Hollywood studios, recording industry, book publishing world and United States Chamber of Commerce as antidotes to rampant piracy of American cultural wares by offshore Web sites.

    But many Internet companies, including Google, Facebook, Twitter and Reddit, saw the bills as a threat, and said they would stifle creativity on the Internet while forcing search engines and social media to become police officers for the Department of Justice. Other outlets, such as Wikipedia, objected to any proposed laws that could crimp the free flow of information on the Internet.

    The Internet giants rallied their troops to rise up against such Washington stalwarts as the Motion Picture Association of America and the Recording Industry Association of America. What had started as a nonpartisan issue began turning to Republican advantage, as Republicans led the flight away from the bill.

    By Thursday night, senior Republican staff members were boasting that the remaining supporters of the bills were largely Democrats, even though members of both parties had helped draft them.

    Mr. Leahy went along with Mr. Reid’s decision to back off but made it clear that he was doing so reluctantly.

    “More time will pass with jobs lost and economies hurt by foreign criminals who are stealing American intellectual property and selling it back to American consumers,” he said in a statement.

    “The day will come when the senators who forced this move will look back and realize they made a knee-jerk reaction to a monumental problem,” he added. “Somewhere in China today, in Russia today, and in many other countries that do not respect American intellectual property, criminals who do nothing but peddle in counterfeit products and stolen American content are smugly watching how the United States Senate decided it was not even worth debating how to stop the overseas criminals from draining our economy.”

    বিস্তারিত পড়ুন এখানে

    খবরটি বিডিনিউজ২৪.কম-এ

    এন্টি-পাইরেসি বিল: পিছু হটলো ওবামা সরকার
    অনলাইন পাইরেসি বন্ধ করতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রস্তাবিত আইনের ওপর ভোটাভুটি থেকে পিছিয়ে এসেছে সিনেটের সংখ্যাগরিষ্ঠ দল ডেমক্রেটিক পার্টি।

    ডেমক্রেটিক পার্টির নেতা হ্যারি রেইড শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, প্রস্তাবিত এ আইন নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া হওয়ায় তারা আপাতত ভোটাভুটি স্থগিত করছেন।

    সিনেটে প্রস্তাবিত ‘প্রোটেক্ট ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাক্ট’ (পিআইপিএ) ও প্রতিনিধি পরিষদের প্রস্তাবিত ‘স্টপ আনলাইন পাইরেসি অ্যাক্ট’ নিয়ে আগামী ২৪ জানুয়ারি কংগ্রেসে ভোটাভুটি হওয়ার কথা ছিলো। এ দুটি আইন পাস হলে বহির্বিশ্বে যুক্তরাষ্ট্রের পাইরেটেড পণ্য বিক্রি বন্ধ করতে পদক্ষেপ নিতে পারবে যুক্তরাষ্ট্র।

    এই প্রস্তাব উত্থাপিত হওয়ার পরপরই ইন্টারনেটভিত্তিক শতাধিক কোম্পানি এর তীব্র বিরোধিতা করে এবং অনলাইনে বিশ্বের সর্ববৃহৎ মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া প্রতীকী প্রতিবাদ হিসেবে তাদের ইংরেজি সংস্করণ ২৪ ঘণ্টা ‘কালো’ করে রাখে। এছাড়া গুগল, ফেইসবুক, টুইটারসহ বহু জনপ্রিয় ওয়েবসাইট এ প্রতিবাদে একাত্মতা জানায়।

    বিবৃতিতে রেইড বলেন, “সা¤প্রতিক কিছু বিষয়ের আলোকে, আমরা পিআইপিএর ওপর আগামী মঙ্গলবারের ভোটাভুটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।”

    “প্রস্তাবিত এই আইন নিয়ে বিভিন্ন মহল থেকে যুক্তিসঙ্গত যে সব আপত্তি উঠেছে তা নিরসন না হওয়ার কোনো কারণ নেই, গত কয়েকদিনের আলোচনায় আমরা ভালোই এগিয়েছি। আসছে দিনগুলোতে এ বিষয়ে আমরা একটি সমঝোতায় পৌঁছতে পারবো বলে আমি আশাবাদী”, বলেন তিনি।

    প্রস্তাবিত আইনটির বিষয়ে বৃহত্তর সমঝোতা না হওয়া পর্যন্ত প্রতিনিধি পরিষদের জুডিশিয়ারি কমিটিও অপেক্ষা করবে বলে জানিয়েছেন কমিটির রিপাবলিকান চেয়ারম্যান লামার স্মিথ।

    তিনি বলেন, “আমি সমালোচকদের কথা শুনেছি এবং তাদের উদ্বেগ গুরুত্বের সঙ্গে নিয়েছি। এটা পরিষ্কার যে, প্রস্তাবিত আইনটির বিষয়ে আমাদের আরো পর্যালোচনা করতে হবে। বিদেশি চোরদের হাত থেকে যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত পণ্য কীভাবে রক্ষা করা যায় তার সেরা উপায় আমাদের বের করতে হবে।”

    যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র, সঙ্গীত শিল্প, প্রকাশনা শিল্প ও ওষুধ নির্মাণ শিল্পের সঙ্গে জড়িতরা প্রস্তাবিত আইনটির সমর্থক। তাদের তৈরি বিভিন্ন পণ্য বিদেশে অবৈধভাবে বিক্রি হওয়ায় কয়েক শ’কোটি ডলার লোকসান হয় বলেও দাবি করেছেন তারা।

    অন্যদিকে, প্রযুক্তি শিল্পের সঙ্গে জড়িত ও মানবাধিকার কর্মীরা প্রস্তাবিত আইনের সমালোচনা করছেন। আইনটি প্রযুক্তি শিল্পের ক্ষতি করবে বলে দাবি করছেন এ শিল্পের সঙ্গে জড়িতরা। আর মানবাধিকার কর্মীরা বলছেন, এ আইন পাস হলে মানুষের বাকস্বাধীনতা বাধাগ্রস্ত হবে।

  23. মাসুদ করিম - ২২ জানুয়ারি ২০১২ (৬:২১ অপরাহ্ণ)

    আমেরিকার কিংবদন্তী ‘ব্লুজ’ শিল্পী এট্টা জেমস ৭৩ বছর বয়সে গত শুক্রবার মারা গেছেন।

    Etta James’ performance of the enduring classic “At Last” was the embodiment of refined soul: Angelic-sounding strings harkened the arrival of her passionate yet measured vocals as she sang tenderly about a love finally realized after a long and patient wait.

    In real life, little about James was as genteel as that song. The platinum blonde’s first hit was a saucy R&B number about sex, and she was known as a hell-raiser who had tempestuous relationships with her family, her men and the music industry. Then she spent years battling a drug addiction that she admitted sapped away at her great talents.

    The 73-year-old died on Friday at Riverside Community Hospital from complications of leukemia, with her husband and sons at her side, her manager, Lupe De Leon said.

    “It’s a tremendous loss for her fans around the world,” he said. “She’ll be missed. A great American singer. Her music defied category.”

    James’ spirit could not be contained — perhaps that’s what made her so magnetic in music; it is surely what made her so dynamic as one of R&B, blues and rock ‘n’ roll’s underrated legends.

    “The bad girls … had the look that I liked,” she wrote in her 1995 autobiography, “Rage to Survive.” ”I wanted to be rare, I wanted to be noticed, I wanted to be exotic as a Cotton Club chorus girl, and I wanted to be obvious as the most flamboyant hooker on the street. I just wanted to be.”

    “Etta James was a pioneer. Her ever-changing sound has influenced rock and roll, rhythm and blues, pop, soul and jazz artists, marking her place as one of the most important female artists of our time,” said Rock and Roll Hall of Fame President and CEO Terry Stewart. “From Janis Joplin to Joss Stone, an incredible number of performers owe their debts to her. There is no mistaking the voice of Etta James, and it will live forever.”

    Despite the reputation she cultivated, she would always be remembered best for “At Last.” The jazz-inflected rendition wasn’t the original, but it would become the most famous and the song that would define her as a legendary singer. Over the decades, brides used it as their song down the aisle and car companies to hawk their wares, and it filtered from one generation to the next through its inclusion in movies like “American Pie.” Perhaps most famously, President Obama and the first lady danced to a version at his inauguration ball.

    শুনুন তার গান এখানে,এখানেএখানে

    খবরের বিস্তারিত : Blues legend Etta James passes away at 73

  24. মাসুদ করিম - ২৩ জানুয়ারি ২০১২ (১০:২৭ পূর্বাহ্ণ)

    ফরাসি পত্রিকা মাদাম ল্য ফিগারোতে নগ্ন পোজ দেয়ায় ইরানি অভিনয় শিল্পী ফারাহানির ইরান প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ইরানের সংস্কৃতি ও ইসলামি নির্দেশনা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নামটা খুবই মজার!

    The Iranian actress Golshifteh Farahani, who performed in Ridley Scott’s “Body of Lies”, has been banned from returning to her home country. Farahani posed nude in the French magazine Madame Le Figaro.
    Farahani, according Daily Mail, became the first Iranian to star in a Hollywood film with her role as the nurse Aisha in Body of Lies where she appeared alongside film stars Leonardo DiCaprio and Russell Crowe.
    Buzz Feed reports that the photo, a black-and-white “art shot,” featured the 28-year-old posing with her hands covering her breasts.The actress used the Franco Origlia portrait on her Facebook page. The image drew a lot of attention worldwide with over 500,000 fans. It drew several comments, some hostile some friendly. A comment, according to Buzz Feed, said:

    “It’s a shame when you see that the Persian art has been transformed from great poetries and legendaries like Hafez and Sa’di to some nasty and nude ‘art.’ And its even more sad when you see that a large number of people actually like it. Do you think nudity is part of a freedom that Iran lacks? if you think so, i deeply feel sorry for you guys!”

    Farahani told the Daily Telegraph she was informed by Iran’s Ministry of Culture and Islamic Guidance that she was no longer welcome in her home country and that she could “offer her artistic services somewhere else.”

    বিস্তারিত পড়ুন : Iran banishes actress Farahani for posing nude in France

  25. মাসুদ করিম - ২৪ জানুয়ারি ২০১২ (১২:৫১ অপরাহ্ণ)

    সুভাষচন্দ্রের অন্তর্ধান রহস্য জানতে আর কত বছর অপেক্ষা করতে হবে? পড়ুন এখানে

  26. মাসুদ করিম - ২৪ জানুয়ারি ২০১২ (৫:৪৫ অপরাহ্ণ)

    আসামে ৭০০ উগ্রপন্থী অস্ত্র সমর্পণ করেছে।

    From guns to roses, life for close to 700 militants from nine separatist groups in Assam turned full circle on Tuesday when they laid down arms to join the mainstream in the presence of union Home Minister P Chidambaram.

    In one of northeast India’s biggest surrender ceremonies in Assam’s main city of Guwahati, a total of 676 militants laid down weapons and in return received roses from the home minister.

    “Leave the past behind and look at the future positively. We assure that each one of you would be treated equally and be able to lead a life of dignity and honour,” Chidambaram said.

    The nine groups are part of two major ethnic groups – the tribal Kukis in eastern Assam and the Adivasis inhabiting the northern and western parts of Assam.

    Among the major groups that surrendered were the Kuki Revolutionary Army, the Hmar People’s Convention, the Birsa Commando Force, and the Adivasi Cobra Militant of Assam.

    All the nine militant groups are already observing ceasefires with the government, although formal peace talks are yet to begin. Most of these groups were either fighting for secession, or some for greater autonomy.

    “We have realised the futility of an armed struggle and decided to join the mainstream with the sincere hope that our grievances could be resolved through negotiations with the government,” Javerez Khaka, chairman of the Adivasi Cobra Militant of Assam, told soon after laying down arms.

    Donning camouflage fatigues and bandanas, most of the militants recounted the hard life in the jungles and their acts of violence.

    “Life was hard in the jungles and at times we regret when our attacks leads to loss of lives of innocent civilians,” a battle hardened Kuki rebel said requesting not to be named.

    Assam Chief Minister Tarun Gogoi, senior army, police, and civil officials, were also present at the surrender ceremony.

    খবরের লিন্ক এখানে

  27. মাসুদ করিম - ২৫ জানুয়ারি ২০১২ (১০:১০ পূর্বাহ্ণ)

    কম্পিউটারে বাংলা প্রচলনের ২৭ বছর।

    বাংলা ভাষা এখন আর শুধু মলাটে আবৃত কাগুজে বইয়ে কিংবা খাতায় সীমাবদ্ধ নেই। প্রযুক্তির উৎকর্ষে ইন্টারনেট ভুবনেও ছড়িয়ে পড়ছে আমাদের বাংলা ভাষার প্রতিটি শব্দ।

    কম্পিউটারে এখন আমরা বাংলায় লিখছি, পড়ছি। কম্পিউটারে বাংলা ভাষা প্রচলনেরও একটি ইতিহাস আছে।

    ১৯৮৫ সালের ২৫ জানুয়ারি আমেরিকা প্রবাসী প্রকৌশলী সাইফুদ্দাহার শহীদ তার মায়ের উদ্দেশে একটি চিঠি লিখেন। ২৭ বছর আগের সেই চিঠি হাতে লেখা নয়। কম্পিউটারে টাইপ করে মায়ের কাছে প্রথম চিঠি লিখেছেন সাইফুদ্দাহার। তা-ও আবার বাংলায়।

    ১৯৮৫ সালের এই দিনে কম্পিউটারে নিজের তৈরি শহীদলিপি প্রোগ্রাম ব্যবহার করে বাংলায় লেখার কারণে সাইফুদ্দাহার শহীদ এ অ্যাপ্লিকেশনটির নাম দিয়েছেন শহীদলিপি। পরে বাংলাদেশেও সেটি ব্যবহার করা হয়।

    গতবছর থেকে কয়েকটি বাংলা ব্লগ ২৫ জানুয়ারিকে ‘কম্পিউটারে বাংলা ভাষার প্রচলন দিবস’ পালনের উদ্যোগ নিয়েছে।

    গতবছর এ দিনে একাধিক ব্লগ দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসুচির আয়োজন করলেও এ রিপোর্ট লেখাকালীন পর্যন্ত (রাত দেড়টা) এবার কোনো কর্মসুচির খবর পাওয়া যায়নি।

    ব্লগসূত্রে জানা গেছে, বর্তমানে শহীদলিপির ব্যবহার না থাকলেও শহীদলিপি দিয়ে বাংলা লেখার দিন অর্থাৎ ২৫ জানুয়ারিকে ‘কম্পিউটারে বাংলা ভাষার প্রচলন দিবস’ হিসেবে উদযাপনে উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত কয়েকটি বাংলা ব্লগ এ উদ্যোগ নিয়েছে।

    ব্লগসাইটগুলো থেকে জানা যায়, বাংলা ভাষায় ব্লগ লেখকেরা (ব্লগার) এই দিবস উদযাপনের উদ্যোক্তা।

    ব্লগার ও সাংবাদিক আরিফ জেবতিক দিবসটি সম্পর্কে বাংলানউজকে বলেন, কম্পিউটারে বাংলা ভাষাকে সবার কাছে পৌঁছে দেওয়া এবং সহজতর করে তোলাই মূল উদ্যেশ্য। এ কারণেই একটি দিবসকে কম্পিউটারে বাংলা প্রচলন দিবস হিসেবে বেছে নেওয়া।

    তিনি জানান, নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য ও স্বকীয়তাকে বিশ্বের কাছে পরিচিত করে তোলাই মূল লক্ষ্য।

    বর্তমানে শহীদ লিপির প্রচলন না থাকলেও কম্পিউটারে বাংলা ভাষা ব্যবহারে শহীদ লিপির ভূমিকা অনস্বীকার্য। শহীদ লিপির মাধ্যমেই কম্পিউটারে বাংলা ভাষার বিস্তার ঘটে। সেই চেষ্টার ফসল হিসেবে একপর্যায়ে আবির্ভূত হয় ওয়েবভিত্তিক বাংলা অ্যাপ্লিকেশন এবং সফটওয়্যার।

    বর্তমানে ইন্টারনেট ও কম্পিউটারে বাংলার ব্যবহার অনেক বেড়েছে। গুগলে বাংলায় অনুসন্ধানে তথ্যের পাশাপাশি এখন ছবিও নিমিষেই হাজির হচ্ছে। সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম ফেসবুকে এখন অনেকের অ্যাকাউন্ট সম্পূর্ণ বাংলায়। আসছে নতুন নতুন বাংলা ব্লগ। বাড়ছে বাংলা অনলাইন দৈনিকের পাঠকও। ইউনিকোডভিত্তিক বাংলা সংবাদপত্রগুলো চালু হওয়ার পর ওয়েবে বাংলা আগের তুলনায় বেশি পাওয়া যাচ্ছে।

    শহীদলিপির ইতিহাস সম্পর্কে জানতে সাইফুদ্দাহার শহীদ-এর লেখা বই ‘শহীদলিপির ইতিহাস’ বইটি অনলাইনে পড়তে ভিজিট করুন http://www.cadetcollegeblog.com/pdf/shahidlipir_itihash.pdf

    লিন্ক এখানে

  28. মাসুদ করিম - ২৫ জানুয়ারি ২০১২ (১২:৫৫ অপরাহ্ণ)

    তিব্বতি ও চীনের নিরাপত্তা কর্মীদের মধ্যে সংঘর্ষ এখন ছড়িয়ে পড়ছে, এতদিন এটি সীমাবদ্ধ ছিল একটি কাউন্টিতে এখন আরেকটি কাউন্টিতেও সংঘাত ছড়িয়ে পড়েছে।

    Deadly clashes between ethnic Tibetans and Chinese security forces have spread to a second area in southwestern China, an overseas Tibetan activist group said Wednesday.

    Two Tibetans were killed and several more were wounded Tuesday when security forces opened fire on a crowd of protesters in Seda county in politically sensitive Ganzi prefecture in Sichuan province, the group Free Tibet said. It quoted local sources as saying the area was under a curfew.

    The reported violence comes as some 30 Tibetans who were wounded Monday when Chinese police fired into a crowd of protesters were sheltering in a monastery in neighboring Luhuo county, a Tibetan monk said. Military forces have surrounded the building, said the monk, who would not give his name out of fear of government retaliation.

    The counties have been tense for some time, and at least 16 Buddhist monks, nuns and other Tibetans have set themselves on fire in protest in the past year. Most have chanted for Tibetan freedom and the return of their spiritual leader, the Dalai Lama, who fled to India amid an abortive uprising against Chinese rule in 1959.

    বিস্তারিত পড়ুন এখানে

    • মাসুদ করিম - ২৫ জানুয়ারি ২০১২ (২:১৯ অপরাহ্ণ)

      আচ্ছা, একটা ব্যাপার — এই তিব্বতি ও চীনের নিরাপত্তা কর্মীদের সংঘর্ষ কিন্তু ‘তিব্বত‘ (যেখানে তিব্বতি ৯২.৮%) প্রদেশে হচ্ছে না, এটা হচ্ছে চীনের ‘সিচুয়ান‘ প্রদেশে (যেখানে তিব্বতি ১.৫%), এবং আশ্চর্য ব্যাপার ‘তিব্বত’ এখনো শান্ত।

  29. মাসুদ করিম - ২৫ জানুয়ারি ২০১২ (৬:২৫ অপরাহ্ণ)

    বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিদ্যুৎ উৎপাদানের জন্য প্রয়োজনীয় তেল সরবরাহের জন্য আলাদা প্রতিষ্ঠান সৃষ্টির সুপারিশ করেছে। ভাল প্রস্তাব।

    The proposal was supported by BPC Chairman Mohammad Abubbakar Siddique, who said the firm will supply required oil products — gasoil and high sulfur fuel oil– to both private and state-owned oil-fired power plants and thus ease burden on BPC.

    While the company will be allowed to import oil products, it can not sell them in the domestic market, Siddique said.

    Till now, BPC had been supplying oil-fired power plants — both private and state-owned — with oil products from international markets. But it has been facing logistical problems due to lack of coordination among the three state-run entities — BPC, BPDB and Bangladesh Railways — and inadequate road, railway infrastructure, said sources.

    BPDB, which buys electricity from the power plants to supply to the national grid, made the proposal to facilitate oil supply to power plants.

    Amid fast-depleting natural gas resources, Bangladesh has launched a drive to increase oil-based power plants from mid-2010, commissioning nearly three dozen new oil-based power plants to be built by 2012, Kabir said.

    The country currently has 19 new, privately owned oil-fired power plants, with a combined capacity of around 1.8 GW. Of this, nine use 0.25% sulfur gasoil and the rest fuel oil, Kabir said.

    By mid-2012 nine more oil-based power plants — both private and state-owned — are set to come online, with a total capacity of 630 MW, and six more will come up by year end.

    Earlier, the oil needed by the power plants was either supplied by the BPC, or the private companies operating the plants were given special permission to import oil products for electricity generation.

    BPC estimates that 1.2 million mt of fuel oil and 800,000 mt of gasoil will be required to run the private oil-fired power plants in 2012.

    The state-owned plants receive their supply directly from BPC.

    বিস্তারিত পড়ুন : Bangladesh plans setting up oil supply firm to cater to power sector

  30. রেজাউল করিম সুমন - ২৫ জানুয়ারি ২০১২ (৬:৩০ অপরাহ্ণ)

    তিউনিসিয়ার ‘দ্বিতীয় স্বাধীনতা’র প্রথম বার্ষিক উদ্‌যাপন নিয়ে লিখেছেন সে-দেশেরই অ্যাক্টিভিস্ট ও ব্লগার কাসেম জ্‌লিদি : ‘Between twitter and the street: Tunisia celebrates its Second Independence’

  31. রেজাউল করিম সুমন - ২৫ জানুয়ারি ২০১২ (১০:৪৭ অপরাহ্ণ)

    Theodoros Angelopoulos
    (১৯৩৫-২০১২)

    বিখ্যাত গ্রিক চলচ্চিত্রকার Theodoros Angelopoulos গতকাল (২৪ জানুয়ারি ২০১২) রাতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নতুন ছবির শ্যুটিংস্পটে একটি মোটর-সাইকেলের সঙ্গে ধাক্কা লাগায় মাথায় গুরুতর চোট লাগে, পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

    পড়ুন :

    ১. গার্ডিয়ানে প্রকাশিত সংবাদ
    ২. উইকিপিডিয়ার ভুক্তি
    ৩. অফিসিয়াল ওয়েবসাইট (গত তিন বছর হালনাগাদ করা হয়নি!)

  32. মাসুদ করিম - ২৬ জানুয়ারি ২০১২ (২:৩৯ পূর্বাহ্ণ)

    ইন্টারনেট সংক্রান্ত ব্যাপার স্যাপার এতোই কম বুঝি যে একেবারে প্রথম দিনেই লেখাটা পড়ার পরও কোনো মন্তব্য করিনি। আজকে যা করতে যাচ্ছি তা ঠিক মন্তব্য নয়, বরং জানতে চাই আর কোন কোন দেশ ইন্টারনেটের ওপর নজরদারি করে? আমেরিকা, ইসরাইল, রাশিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান, মধ্যপ্রাচ্যের দেশগুলো, ভারত, সিঙ্গাপুর… এরা কি ইন্টারনেটে নজরদারি করে না? শুধু চীন শয়তান, আর সবাই সাধু! মনে হয় না!
    আমার মনে হয় ব্যাপারটি একেবারেই ব্যবসায়িক, নীতিগত কিছু নয় — যদিও আমি এ বিষয়ে অজ্ঞ — তারপরও গুগল নীতির জন্য যুদ্ধে অবতীর্ণ, এ আমার বিশ্বাস হয় না।

    এখন দেখতে পাচ্ছি, সেদিন ঠিক কথাই বলেছিলাম। সবাই নজরদারি করে এবং করবে। কঠিন পদক্ষেপে সবাই কেমন জানি চীন হয়ে পড়ছে। নাকি অর্থনৈতিকভাবে শক্তিশালী চীনের পদাঙ্ক অনুসরণ করতে সবাই উঠে পড়ে লেগেছে।

    FBI releases plans to monitor social networks
    The US Federal Bureau of Investigation has quietly released details of plans to continuously monitor the global output of Facebook, Twitter and other social networks, offering a rare glimpse into an activity that the FBI and other government agencies are reluctant to discuss publicly. The plans show that the bureau believes it can use information pulled from social media sites to better respond to crises, and maybe even to foresee them.

    The information comes from a document released on 19 January looking for companies who might want to build a monitoring system for the FBI. It spells out what the bureau wants from such a system and invites potential contractors to reply by 10 February.

    The bureau’s wish list calls for the system to be able to automatically search “publicly available” material from Facebook, Twitter and other social media sites for keywords relating to terrorism, surveillance operations, online crime and other FBI missions. Agents would be alerted if the searches produce evidence of “breaking events, incidents, and emerging threats”.
    Agents will have the option of displaying the tweets and other material captured by the system on a map, to which they can add layers of other data, including the locations of US embassies and military installations, details of previous terrorist attacks and the output from local traffic cameras.

    The document suggests that the bureau wants to use social media to target specific users or groups of users. It notes that agents need to “locate bad actors…and analyze their movements, vulnerabilities, limitations, and possible adverse actions”. It also states that the bureau will use social media to create “pattern-of-life matrices” — presumably logs of targets’ daily routines — that will aid law enforcement in planning operations.

    The use of the term “publicly available” suggests that Facebook and Twitter may be able to exempt themselves from the monitoring by making their posts private. But the desire of the US government to watch everyone may still have an unwelcome impact, warns Jennifer Lynch at the Electronic Frontier Foundation, a San Francisco-based advocacy group.

    Lynch says that many people post to social media in the expectation that only their friends and followers are reading, which gives them “the sense of freedom to say what they want without worrying too much about recourse,” says Lynch. “But these tools that mine open source data and presumably store it for a very long time, do away with that kind of privacy. I worry about the effect of that on free speech in the US”.

    The document also suggests that the FBI thinks it can use social media to peer into the future. It notes that agents need to use social media to “[p]redict likely developments in the situation or future actions taken by bad actors (by conducting, [sic] trend, pattern, association, and timeline analysis)”.

    The bureau declined to immediately comment on how this analysis might work, or on any other aspect of the document, but the idea of turning agents into digital soothsayers is plausible: researchers working at Facebook and in academia have shown that social media can be used to infer many things about an individual, including the existence of friendships that are not declared on social networking sites and the location of users who have not revealed where they are based.

    সাইবার ক্রাইম ঠেকাতে নেমেছে বিটিআরসি

    সাইবার ক্রাইম প্রতিরোধে একটি বিশেষ টিম গঠন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

    বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিম (সিএসআইআরটি) নামে এই দল বুধবার থেকে সাইবার ক্রাইম সনাক্তে কাজ শুরু করেছে বলে বিটিআরসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

    আগে অভিযোগ পেলে ব্যবস্থা নিত বিটিআরসি, তবে এখন সিএসআইআরটি কাজ শুরু করায় সাইবার ক্রাইমের বিষয়ে সার্বক্ষণিক নজরদারি চলবে।

    রাষ্ট্রীয়, সমাজ, রাজনৈতিক ও ধর্মীয় বিদ্বেষ ছড়ায়- ওয়েবসাইটগুলোতে এমন বিষয় সনাক্ত করে ব্যবস্থা নেওয়াই হরে এই দলের মূল কাজ।

    কমিশনের বিশেষ সভায় সিএসআইআরটি গঠন করা হয়েছে বলে জানান বিটিআরসি চেয়ারম্যান। তিনি বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ।

    বিটিআরসির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদকে আহ্বায়ক করে ১১ সদস্যের এই দল গঠন করা হয়েছে। কমিশনের সদস্য, মোবাইল ফোন অপারেটর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, পিএসটিএন, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে ও সাইবার ক্যাফের প্রতিনিধিদের এই দলে রাখা হয়েছে।

    মোবাইল অপারেটর ও অন্যান্যরা এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানান বিটিআরসি চেয়ারম্যান।

    স¤প্রতি কতিপয় সেনাসদস্যের অভ্যুত্থান চেষ্টা নস্যাতের পরপরই সাইবার ক্রাইম প্রতিরোধে বিশেষ দল গঠনের কথা জানালো বিটিআরসি।

  33. মাসুদ করিম - ২৭ জানুয়ারি ২০১২ (৪:৩৩ অপরাহ্ণ)

    ‘ঠোঁট সেলাই করে দেব’ বলতে শুনেছি, কিন্তু এমনটা করাও হয় — এর আগে জানা ছিল না। এবং সেসাথে প্রতিবাদ করতে অনেকে স্বেচ্ছায় ঠোঁট সেলাই করে নেয়!

  34. মাসুদ করিম - ২৭ জানুয়ারি ২০১২ (৬:৫৩ অপরাহ্ণ)

    শুভা মুডগাল ঠিকই বলেছেন, বলিউড ভারতীয় সঙ্গীতের বৈচিত্রের সবচেয়ে বড় বাধা হয়ে উঠেছে।

    Shubha Mudgal has nothing against Bollywood, but the veteran singer with deep roots in Hindustani classical says if everyone keeps running after creating masala songs for the industry, it may prove to be a threat to other genres of music specific to Indian culture.
    “Today we see Bollywood music being played in every household, mostly because they are easily accessible. I have nothing against Bollywood music as I really enjoy it. But in the process we are losing out on the other genres. It would be very tragic if we lost them, as a lot of it will never come back,” Mudgal told IANS in an interview.

    বিস্তারিত পড়ুন এখানে

  35. মাসুদ করিম - ২৮ জানুয়ারি ২০১২ (১:২০ অপরাহ্ণ)

    মার্কিন বোমা ইরানের নিউক্লিয়ার enrichment facilities ধ্বংস করার মতো শক্তিশালী নয়।

    The United States does not possess conventional armament powerful enough to destroy Iran’s deeply hidden nuclear facilities, U.S. officials told the Wall Street Journal late Friday, with American Defense Secretary Leon Panetta saying Washington was “still trying” to develop more powerful bombs.

    Late last year, Bloomberg reported that the U.S. Air Force received new 15-ton bombs capable of destroying deep underground bunkers, ahead of a possible attack on Iran’s nuclear plants.

    The bombs, designed to be delivered by B-2 stealth bombers and called Massive Ordnance Penetrators (MOP), “will meet requirements for the current operational need,” U.S. Air Force spokesman Lieutenant Colonel Jack Miller said in a statement in November.

    However, speaking to the Wall Street Journal on Friday, U.S. officials estimated that even the 15-ton bombs would not be powerful to put a full stop to Iran’s nuclear program, either because of some of the facilities’ depth or their newly added fortifications.

    One unnamed officials said Pentagon analysts estimated that currently held conventional bombs would not be effective against Iran’s enrichment plant in Fordo, adding that a tactical nuclear would be the only option if Washington sought to destroy the facility.

    “Once things go into the mountain, then really you have to have something that takes the mountain off,” the official told the Wall Street Journal.

    Speaking of the uranium enrichment plant in Natanz, one official indicated that the U.S.’ MOPs could suffice, adding, however, that “even that is guesswork.”

    In an interview with the Wall Street Journal on Thursday, the U.S. defense secretary referred to the need to develop bombs potent enough to pierce Iran’s defenses, saying: “We’re still trying to develop them,” Mr. Panetta said.

    Should Washington decide to use the MOP anyway, Panetta added, it could cause “a lot of damage” to Iran’s hidden facilities, adding, however, that the bunker busters wouldn’t necessarily destroy them outright.

    “We’re developing it. I think we’re pretty close, let’s put it that way. But we’re still working at it because these things are not easy to be able to make sure that they will do what we want them to,” Panetta added, saying: “But I’m confident, frankly, that we’re going to have that capability and have it soon.”

    Despite questions regarding the MOP’s ability permanently damage Iran’ nuclear facilities, one U.S. security official speaking to the Wall Street Journal said that “the Massive Ordnance Penetrators are by no means the only capability at our disposal to deal with potential nuclear threats in Iran.”

    Another official said that the U.S. make up for the MOPs’ current inability by using them in tandem with other guided weapons against a bunker’s entry and exit points—provided, however, that U.S. intelligence is aware of the position of those openings.

    বিস্তারিত পড়ুন এখানে

  36. মাসুদ করিম - ২৮ জানুয়ারি ২০১২ (১:৫০ অপরাহ্ণ)

    হ্যাঁ, টুইটারের কো-ফাউন্ডার যা বলছেন তা সত্যি, টুইটার শুধু সামাজিক নেটওয়ার্ক নয় — এর চেয়ে বেশি কিছু, এটি information utilityও।

    Twitter is much more than a social network and has no time to waste worrying about newcomers like Google+ as it becomes more important as an information service and builds its advertising business, co-founder Jack Dorsey said on Sunday.

    “We have a lot to concern ourselves with, just building Twitter,” Dorsey said when asked at a technology conference whether he was worried that Google’s own fledgling social network would come after Twitter.

    “Social is just one part of what we do. We think of it as an information utility,” he said, describing Twitter as a personal news service as much as a social network.

    “You don’t have to tweet at all,” he told the DLD conference in the German city of Munich. “The biggest value is finding out what’s happening in your world in real time.”

    Twitter, which lets people send 140-character messages, or tweets, to groups of followers, has more than 100 million active users.

    বিস্তারিত পড়ুন : Twitter Is Much More Than Social: Co-Founder Dorsey

  37. মাসুদ করিম - ২৮ জানুয়ারি ২০১২ (১:৫৮ অপরাহ্ণ)

    বাংলাদেশের ইসলাম ও ইসলামী রাজনীতি নিয়ে আলী রিয়াজ নিউজউইক পাকিস্তানে লিখছেন

    External influence has come through different routes: for example, the short-term migration of skilled and semiskilled labor to the Middle East and Persian Gulf regions since the late 1970s. Labor migration has impacted positively on the nation’s economy in at least two ways: first, it has kept the unemployment rate low; and second, it has brought an inflow of remittances, often in the face of dwindling exports. The social cost, however, has been quite high. Migrant workers have been exposed to a set of retrogressive social values, and a less tolerant version of Islam in the host countries. This has nurtured the idea that Islam as practiced in its birthplace, or closer to it, is more authentic than elsewhere. Thus upon returning home the migrants try to emulate the lifestyle and values they have been exposed to and share them with their communities. This has contributed to the deepening of social conservatism in the name of Islam and played a crucial role in the Islamization process. Islamist ideology has also traveled from Western countries to Bangladesh. In the past decade, the international Hizb-ut-Tahrir has created a following among the urban educated young.

    Nongovernmental organizations have also stepped into the breach, playing a vital role in addressing poverty and women’s empowerment in Bangladesh. The microcredit programs of Bangladesh’s Grameen and BRAC, which is the world’s largest NGO, have earned plaudits but they have also engendered a conservative backlash which has been exploited by Islamist political forces. A number of charities from the Gulf and the Middle East, some with dubious records of involvement with militant groups, have established networks within Bangladesh. Some are alleged to have funded clandestine militant groups.

    At the societal level, the country has witnessed the transformation of many traditional social practices and institutions such as salish (village arbitration), fatwa (edicts), and waz mahfils (public commentary on scripture). Additionally, since the 1980s, religious minorities in Bangladesh have faced organized violence. Sectarianism, previously nonexistent in Bangladesh, has been promoted.

    Despite political Islam’s growing influence in public life it has not become the main strand of Islam in Bangladesh. It has faced and continues to face both active and passive resistance. Active resistance comes from civil society in various forms and on various occasions. Drawing on the tradition of ethnic Bengali culture and practices, members of civil society continue to underscore the need for a secular society. Bengali cultural festivals are, as they were during Pakistani rule, employed as a means of resistance to growing Islamization. The rejection by the majority of Muslims of literal interpretations of the Quran and scripture in favor of traditional practices continues to be the most important form of passive resistance to the Islamization agenda. Most Bangladeshi Muslims practice Islam without any rigidity and underscore individual piety. The long tradition of variety in the individual practice of rituals has been maintained.

    বিস্তারিত পড়ুন : Alliances Unholy

  38. মাসুদ করিম - ২৮ জানুয়ারি ২০১২ (৬:৫৬ অপরাহ্ণ)

    চীনে যাতায়াতের সূত্রে দেখেছি চীনের সবচেয়ে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ প্রদেশ গুয়াংডং-এ আফ্রিকানদের বিশেষ ব্যবসায়িক সুযোগ সুবিধা, শুধু তাই নয় সাংহাই বেইজিং-এ বিভিন্ন অনুষ্ঠানে আফ্রিকান সঙ্গীত শিল্পীদের উল্লেখযোগ্য উপস্থিতি। কারণ ছিল একটাই, প্রাকৃতিক সম্পদে ভরপুর আফ্রিকার শাসক ও সাধারণের মন জয় করা। এরপর পত্রপত্রিকায় পড়েছি আফ্রিকাকে চীনের বিশেষ মূল্যায়নের খবর। আজ চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টার আফ্রিকায় নিজেদের প্রভাব বিস্তারের দৃঢ় মনোভাব বুঝতে তাই অসুবিধা হয়নি। অবশ্য আমাদের সতর্ক থাকতে হবে, ইউরোপ ও আমেরিকা আগ থেকেই আফ্রিকায় প্রভাবশালী ছিল এবং প্রতিনিয়ত প্রভাব বাড়াচ্ছে — আর তারচেয়েও বড় কথা বৈশ্বিক সন্ত্রাসের কেন্দ্রও কেমন যেন আফ্রিকার দিকে সরে যাচ্ছে। অর্থনৈতিক শক্তিগুলোর শক্তির প্রতিযোগিতা প্রতিনিয়ত নানা অঘটন তো ঘটাচ্ছেই এর মধ্যে সবার এই আফ্রিকা দৌড় আবার না কোন মহা অঘটন ডেকে আনে।

    China will steadfastly strengthen its cooperation with African countries, top Chinese political advisor Jia Qinglin said ahead of his visit to Ethiopia.

    Jia, chairman of the National Committee of the Chinese People’s Political Consultative Conference, made the remarks in a written interview with the Ethiopian News Agency.

    Over recent years, Africa has played an increasingly important role in international and regional affairs, said Jia, who left Beijing Friday morning to attend the opening ceremony of the 18th African Union (AU) Summit in Addis Ababa, capital of Ethiopia, and pay an official goodwill visit to Ethiopia.

    He stressed that his attendance to the AU summit and his visit to Ethiopia this time is “to show to Africa and the international community at large that China firmly commits itself to enhancing solidarity and cooperation with African countries, firmly supports African efforts for strength through unity and the integration process, and that China firmly supports a greater African role in international and regional affairs.”

    And in conducting cooperation with Africa, China will “adhere to the principles of mutual benefit and common development, making sure that our assistance will be results-oriented and that we will not interfere in the internal affairs of the recipient countries,” said Jia.

    As for the ever-expanding Chinese investment in Africa, Jia said that investment cooperation is an important part of China-Africa economic cooperation.

    The Chinese government has encouraged competitive and reputable Chinese companies to invest in Africa and has taken many measures to guide such efforts, such as providing concessional loans, establishing the China-Africa Development Fund and setting up economic and trade cooperation zones in African countries, he said.

    “China’s investment in Africa has grown rapidly in recent years. The stock of Chinese investment in Africa surged from 490 million U.S. dollars at the end of 2003 to 14.7 billion dollars in 2011, which covers mining, finance, manufacturing, construction, tourism, agriculture, forestry, animal farming, fishery and many other fields,” Jia added.

    বিস্তারিত পড়ুন এখানে

  39. মাসুদ করিম - ৩০ জানুয়ারি ২০১২ (৬:০৭ অপরাহ্ণ)

    অ্যান্টিবায়োটিক নতুন সুপার-জার্মসের কাছে অসহায় হয়ে পড়ছে। পড়ুন : Antibiotics Prove Powerless as Super-Germs Spread এবং The Post Antibiotic Era

  40. মাসুদ করিম - ৩১ জানুয়ারি ২০১২ (৫:৪৩ অপরাহ্ণ)

    কারো The Tanner Lectures on Human Values নিয়ে উৎসাহ থাকলে, দেখুন* : Tanner Lecture Library। * ভিডিও দেখা অর্থে নয়, লিস্ট দেখা অর্থে।

  41. মাসুদ করিম - ৩১ জানুয়ারি ২০১২ (৬:১১ অপরাহ্ণ)

    আমাদের নাগরিক রান্নাঘরের বহুশ্রুত নাম সিদ্দিকা কবীর আমাদের ছেড়ে চলে গেছেন। বাংলাদেশে ‘রান্নার স্বরলিপি'(মকর অভিধান : রান্নার স্বরলিপি — রেসিপি) নির্মাণে এককভাবে সিদ্দিকা কবীরের যেঅবদান তা অনেক দিন ধরে রান্নাশিল্পী ও রান্নার সমঝদাররা মনে রাখবেন।

    পুষ্টিবিদ ও টেলিভিশনে রান্না বিষয়ক অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপক সিদ্দিকা কবীর মারা গেছেন।

    তার ছেলে সাঈদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা সোয় ১২টার দিকে মারা যান সিদ্দিকা কবীর। তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।

    স্কয়ার হাসপাতালের আইসিইউ’র ইনচার্য ডা. মির্জা নাজিমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই পুষ্টিবিদ হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

    সাঈদ জানান, গত দুই মাস ধরেই তার মা অসুস্থ ছিলেন। পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর দুদিন আগে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়।

    সিদ্দিকা কবীরের জন্ম পুরান ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সময়ই রেডিওতে খণ্ডকালীন চাকরিতে যোগ দেন এই গণিতের ছাত্রী। স্নাতক ডিগ্রি পাওয়ার পর প্রথমে ভিকারুননিসা নূন স্কুল এবং পরে ইডেন কলেজে শিক্ষক হিসেবে যোগ দেন।

    যুক্তরাষ্ট্রের ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি থেকে খাদ্য ও পুষ্টি বিজ্ঞানে মাস্টার্স করার পর দেশে ফিরে তিনি সহকারী অধ্যাপক হিসাবে যোগ দেন গার্হস্থ্য অর্থনীতি কলেজে। সেখান থেকেই ১৯৯৩ সালে তিনি অবসরে যান

    খবরের লিন্ক এখানে

  42. Pingback: নেপালনিধি | প্রাত্যহিক পাঠ

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.