সুপারিশকৃত লিন্ক: নভেম্বর ২০১১

মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিন্ক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।

আজকের লিন্ক

এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।

৩৫ comments

  1. মাসুদ করিম - ১ নভেম্বর ২০১১ (১০:২৮ পূর্বাহ্ণ)

    একটু পুরনো ( মার্চ ২০১১) সাক্ষাৎকার, চমস্কির, আমি খুঁজে পেয়েছি আজকেই। রাজনীতি থেকে পর্নো সবকিছু নিয়ে কথা বলেছেন তিনি এই সাক্ষাৎকারে।

    Jeff Jetton: As globalization presses forward and the pace of convergent evolution of human beings increases, do you foresee languages as we know them, maybe not dying out, but maybe some sort of global language developing?

    Noam Chomsky: There’s a tremendous amount of language loss. Most of the attention is given to indigenous languages, which makes sense, but some of the most dramatic language loss is in Europe. If you go back a century in Europe, all over the place people were speaking different languages. There were dozens of languages in France and Italy, and they’re all called French [and Italian], but they were not mutually comprehensible. They were different languages. And they have mostly disappeared in the last century or so. Some are being preserved, like Welsh, some are being revived, like Basque or Catelan to some extent. There are plenty of people in Europe who can’t talk to their grandmother because they talk a different language.

    Jeff Jetton: So to some extent there will be some small revivals, but don’t you think that eventually there will only be a necessity for one language?

    Noam Chomsky: I suspect that sooner or later there will be one or a few second languages. See, English, for example, is a second language in most of the educated sectors of Europe and much of the world. But maybe in the future Chinese will be. But I doubt that national languages will disappear. In fact, to some extent they’re becoming more diverse, like in Europe. In Europe there’s kind of a reaction to the European Union, kind of a move towards some kind of regionalization. It’s more advanced in some regions than others, like in Spain for example. Catelan was repressed under Franco. People spoke it, but not publicly. It’s now the language of Catelonia. The Basque language is being revived, not just the language but the culture, the folk music and everything else. So you’re getting more diverse societies, and it’s happening in Britain as well. Welsh is now almost a national language in Wales. The Scottish dialects are reviving to some extent. I don’t think it’s a major thing, but it’s there, and it’s happening elsewhere.

    Jeff Jetton: Is that maybe a backlash to globalization?

    Noam Chomsky: Yeah. I think it’s a reaction in Europe to the centralization of the European Union.

    Jeff Jetton: Do you think people are becoming more comfortable communicating through a device rather than face to face or verbally?

    Noam Chomsky: My grandchildren, that’s all they do. I mean, of course they talk to people, but an awful lot of their communication is extremely rapid, very shallow communication. Text messaging, Twitter, that sort of thing.

    Jeff Jetton: What do you think are the implication for human behavior?

    Noam Chomsky: It think it erodes normal human relations. It makes them more superficial, shallow, evanescent. One other effect is there’s much less reading. I can see it even with my students, but also with my children and grandchildren, they just don’t read much.

    Jeff Jetton: Because there’re so many distractions, or…?

    Noam Chomsky: Well you know it’s tempting…there’s a kind of stimulus hunger that’s cultivated by the rapidity and the graphic character and, for the boys at least, the violence, of this imaginary universe they’re involved in. Video games for example. I have a daughter who lives near here. She comes over Sunday evening often for dinner. She brings her son, a high school student. And of course he hasn’t done any homework all weekend, naturally, so he has to do all his homework Sunday night. What he calls doing homework is going into the living room while we’re eating, sitting with his computer and with his headphones blaring something, talking to about ten friends on whatever you do it on on your computer, and occasionally doing some homework.

    Jeff Jetton: How do you know what he’s doing?

    Noam Chomsky: I watch him.

    Jeff Jetton: How do you feel about Julian Assange of Wikileaks?

    Noam Chomsky: Basically, I think it’s a public service. I mean, why should – if you believe in democracy, why shouldn’t you know what the government is doing?

    Jeff Jetton: So there should be complete transparency in government?

    Noam Chomsky: You can give an argument for keeping secrets. Take, say, the Pentagon Papers. Actually I was involved in distributing them before they really surfaced, and he kept one volume from the public. I had it. A couple friends had it, but we didn’t talk about it. It was the negotiations volume. The idea was that maybe ongoing negotiations would be hampered if this was released. I didn’t agree but it’s a plausible conception. Maybe you can say that about some of the Wikileaks, but the point is the burden of proof is on the government. They have to show that there’s a reason to keep something secret. Other than that it should be open. I’ve spent a lot of time working on declassified documents – and they do get declassified after decades – you look at the record of declassified documents, and they are mostly concerned with keeping what the government does secret from its own population. It’s mostly defense of the power system from its own population. Very little is authentic security. Like when you keep secret the fact that – say take Egypt for example. There are by now declassified documents from the 1950s that tells you a lot about what’s going on in Egypt and we should have known it then. It’s about exactly what’s happening, how we can disregard public opinion as long as the dictators we support are capable of suppressing their populations. So to hell with public opinion. That’s all right there in the 1950’s. That’s not security. That’s not security of the government. That’s, if anything, security from its own population. And there’s a lot of that.

    I think that’s true of Wikileaks, too. Take the parts that barely get reported and some of them are very much like that. So for example there are leaks from the Embassy in Honduras. There was a coup in 2009. Obama broke with most of Latin America and even Europe and supported the military coup, still does. The ambassador in Honduras sent back a detailed analysis saying the coup was military, illegal, unconstitutional, and that the legitimate president was thrown out. Okay, we now know that Washington was perfectly aware of that and decided to support the military coup anyway. We should have known that at the time. The government has no right to keep that information secret.

    বিস্তারিত পড়ুন, ছবি দেখুন, ভিডিও দেখুন শুনুন : The Secret of Noam: A Chomsky Interview

  2. মাসুদ করিম - ১ নভেম্বর ২০১১ (১:০২ অপরাহ্ণ)

    থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের এবারের ভয়াবহ বন্যার ছবি : Bangkok Threatened

  3. মাসুদ করিম - ২ নভেম্বর ২০১১ (৯:৫৮ পূর্বাহ্ণ)

    গতকাল চীন সফলভাবে তাদের মহাকাশ অভিযানের ইতিহাসে প্রথমবারের মতো মানববিহীন মহাকাশযান উৎক্ষেপণ করে এক মাইলফলক স্পর্শ করেছে। বিস্তারিত পড়ুন এখানে

  4. মাসুদ করিম - ২ নভেম্বর ২০১১ (১০:২৭ পূর্বাহ্ণ)

    কখন পাবে নেপাল তার সংবিধান? এই ৩০ নভেম্বরের মধ্যে পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা যে পাচ্ছে না তা একরকম নিশ্চিত। নেপালের সংবিধান সংসদের সময়সীমা আরো ৬ মাস বাড়ানো হবে, সেই সময়সীমার মধ্যেও কি হবে?

    At a time when the Vaidya group was accusing Bhattarai of having compromised on the national interest, Prachanda gave another blow to Bhattarai by saying that he had asked the prime minister to sign the BIPPA only if the Double Taxation Avoidance Agreement was signed along with it. The 145-member central committee, if allowed to debate the BIPPA, is sure to use Prachanda’s statement as ammunition against Bhattarai. Therefore, for his survival, Bhattarai needs to sort out the integration issue before November 3, so that India and other outside players could throw their weight behind the government. That may ensure Bhattarai’s continuance as prime minister.

    But internal politics could still make it difficult for him. Prachanda is reportedly trying to garner the support of the hardline faction in the party. He is also said to have sent feelers to the Nepal Congress leader Sushil Koirala that if the peace process and the drafting of the constitution are completed under Prachanda’s leadership, Koirala may head the government that would conduct elections to the parliament under the new constitution.

    It will be a tightrope walk for Bhattarai.

    বিস্তারিত পড়ুন : Still unwritten

  5. মাসুদ করিম - ২ নভেম্বর ২০১১ (২:১৬ অপরাহ্ণ)

    বেঙ্গালুরু কিন্তু সিলিকন ভ্যালি নয় — যদিও অনেক ভারতীয় ও উপমহাদেশীয়রা তাই বলে থাকেন। ভারতে কোনো সিলিকন ভ্যালি নেই। ভারতের উদ্যোক্তাদের মধ্যে বিশ্লেষণের ক্ষমতা ও গল্পবলার দক্ষতার অভাব প্রকট। শিব বিশ্বনাথন লিখছেন

    I am emphasising this because Indian myths of Jobs tend to misunderstand his genius. We see the power of invention in Silicon Valley, but we do not see the eccentricity, the criminality, the creativity of the other side of the fence that originally created Silicon Valley. We see our IITs feeding into it but do not realise our IITs are too well behaved, too managerial to contribute to that kind of originality. True Stanford technology and Hewlett Packard discipline were elements of Silicon Valley, but what we miss in the organised world of big business is this eccentric creativity.
    Central to the creativity of such cultures were the meetings of Home Brew community. Home Brew was a market, a wild Panchayat for ideas where inventors, entrepreneurs met to dream and discuss a different world. It is out of such groups and their style of thinking and living that PC came both as a commitment to technology and democracy.
    I want to emphasise these beginnings in alternative subcultures because our idea of innovation has become managerial. The marketing man is important but one has to begin with the technical genius and then one has to watch the miracle unfold between the two. Wozniak and Jobs provided just that. The technical genius of one complemented the marketing charisma of the other. Jobs almost willed a technology using lies, manipulation, fantasy and sheer obsessiveness to create his dreams. These were unliveable men who helped create some of the most liveable and loveable of technologies. When one watches an Apple product today, one can hardly imagine the first rudimentary constructs and the obsessiveness that was required to create a designer’s dream finish.
    There is a third factor one notices in this world of entrepreneurship. It is the ability to tolerate eccentrics, jerks, failures, renegades and obsessives. Present in this space is the wisdom to realise that innovation appears out of the humus of a thousand failures.
    We call the gap, the chain of being between a dream and a technological artifact an innovation chain. But innovation chains falsify narratives. They appear linear when they are the fuzzy history of failures and obsessions. It is this ability to survive failure and tinker again and again that creates genius. This is what creates originality. Yet there is so little place for it in India. The Indian genius seems to be in copying. Our pirates seem closer to Jobs than our scientists.

    বিস্তারিত পড়ুন : The dark side of genius

  6. মাসুদ করিম - ৩ নভেম্বর ২০১১ (৬:১৩ অপরাহ্ণ)

    জেলহত্যা দিবস শুধু চার নেতার হত্যা নয়। বাংলাদেশের রাজনীতির ঐতিহ্যের খুনীদের নিষ্ঠুরতার ক্ষমতা প্রদর্শনেরও দিবস।

    গত বছরের সুপারিশকৃত লিন্ক থেকে পড়ুন এখানে

  7. মাসুদ করিম - ৪ নভেম্বর ২০১১ (২:৩৭ অপরাহ্ণ)

    কালের কন্ঠে যতীন সরকারের আজকের কলাম।

    ১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্ররূপে বাংলাদেশের জন্মের আগ পর্যন্ত পাকিস্তানের যে অংশটি পরিচিত ছিল ‘পশ্চিম পাকিস্তান’ নামে, সেটিই এখন পাকিস্তান। সেই পাকিস্তানের কিছু মানুষের চৈতন্যের বাতায়ন উন্মুক্ত থাকলেও তাদের সংখ্যা কত, তা আমরা জানি না। অনুমান করতে পারি, সে সংখ্যা খুব বেশি হবে না এবং তারা সংগঠিতও নয়। তবে স্বাধীন বাংলাদেশে পাকিস্তানপ্রেমিক কুলাঙ্গারের সংখ্যা মোটেই কম নয় এবং তারা সাংগঠনিক শক্তিতেও একান্তই শক্তিমান। বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকেই পাকিস্তানের সঙ্গে যোগসাজশে তারা সংগঠিত হতে থাকে। ১৯৭৩ সালেই ময়মনসিংহ শহরের দোকানপাট ও বাড়িঘরে ‘মুসলিম বাংলা জিন্দাবাদ’_এ রকম দেয়াললিখনেও বাংলাদেশ সম্পর্কে নানা ধরনের ইঙ্গিতপূর্ণ বাঁকা কথার ভেতর তার প্রমাণ পেয়েছি।
    সেই পাকিস্তান আজও (এই ২০১১ সালেও) সমানে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র চালিয়েই যাচ্ছে। অনেক বিলম্বে হলেও এ দেশে যখন যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু হয়েছে, তখন সেই বিচারকে প্রতিহত করার জন্য পাকিস্তানের প্রতিক্রিয়াশীল চক্র একেবারে মরিয়া হয়ে উঠেছে।
    সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের কালে স্বাধীন বাংলাদেশের জন্মকে ঠেকানোর লক্ষ্যে জুলফিকার আলী ভুট্টো জাতিসংঘের মঞ্চে যে নাট্যদৃশ্যের অবতারণা করেছিলেন, সেই দৃশ্যটি হয়তো অনেকের স্মৃতিপট থেকে আজও মুছে যায়নি। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ব্যাপক আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতায় এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রগতিশীল শক্তির চাপে পাকিস্তানের কারাগার থেকে ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধু মুক্তি পান। শেখ মুজিবকে অন্য ধাতুতে গড়া মানুষ বলে জানতেন যদিও, তবু মুক্তির প্রাক্কালে তাঁকে ভুট্টো সাহেব পাকিস্তানের সঙ্গে ‘কোনো রকম যোগসূত্র’ রাখার অনুরোধ জানিয়েছিলেন। বঙ্গবন্ধু দেশে ফিরে ১০ জানুয়ারিতেই ভুট্টো সাহেবের অনুরোধ প্রত্যাখ্যানের কথা স্বাধীন বাংলার জনগণের সভায় দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করে দিয়েছিলেন।
    বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভুট্টোই পাকিস্তানের শাসনক্ষমতা বাগিয়ে নেন এবং সর্বতোভাবে বাংলাদেশবিরোধী তৎপরতা চালাতে থাকেন। ১৯৭৩ সালে ভুট্টো কর্তৃক পুনর্বিন্যস্ত পাকিস্তানের সংবিধানেও বাংলাদেশের ‘পূর্ব পাকিস্তান’ আখ্যা বহাল রেখে এর তৃতীয় অনুচ্ছেদে লেখা হয়_’পূর্ব পাকিস্তান প্রদেশের জনগণ যখন বিদেশি আগ্রাসন থেকে মুক্ত হতে পারবে এবং তার প্রভাব-প্রতিপত্তির বাইরে আসতে পারবে, তখন সেটি ফেডারেশনের প্রতিনিধিত্ব করবে।’
    বাংলাদেশকে কোনো না কোনোভাবে পাকিস্তানের সঙ্গে সংযুক্ত করার_তা না পারলে এ দেশটিতে অন্তত পশ্চাৎপদ ও প্রতিক্রিয়াশীল ভাবনার বিস্তার ঘটানোর_প্রয়াসে পাকিস্তানের শাসকগোষ্ঠী অদ্যাবধি ক্ষান্ত হয়নি। এই অপপ্রয়াসে তারা সঙ্গী হিসেবে পেয়েছে বাংলাদেশেরই ভেতরকার বিভিন্ন অপশক্তিকে। সে অপশক্তিগুলো সশস্ত্র সংগ্রাম চলাকাল থেকেই নানাভাবে স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিল। সেসব অপশক্তির ভেতর চরম দক্ষিণপন্থীরা যেমন ছিল, তেমনই ছিল চরম বামপন্থীরাও।
    বাংলাদেশের স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামের সময় যারা দৃশ্যত স্বাধীনতা সংগ্রামের পক্ষভুক্ত রূপে সংগ্রামীদের ভেতর মহলে অবস্থান করেই প্রকৃত প্রস্তাবে পাকিস্তান ও মার্কিন সাম্রাজ্যবাদের তল্পি বহন করে চলছিল, সেই দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীলদের মধ্যকার খন্দকার মোশতাক, তাহেরউদ্দিন ঠাকুর ও মাহবুব আলী চাষীর প্রকৃত পরিচয় আজ আর কারোরই অজানা নয়। এ রকম আরো অন্যদের পরিচয়ও ধীরে ধীরে উদ্ঘাটিত হচ্ছে।
    অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে ‘দুই কুকুরের লড়াই’ আখ্যা দিয়েছিল যে চরম বামপন্থীরা, তারা তো নিজেরাই তাদের পরিচয় প্রকাশ করেছিল। এদেরই এক গোষ্ঠীর নেতা আবদুল হক স্বাধীন বাংলাদেশের বুকে বসেই ভুট্টোকে ‘আমার প্রিয় প্রধানমন্ত্রী’ সম্বোধন করে চিঠি লিখতে একটুও লজ্জিত হন না। ১৯৭৪ সালের ১৬ ডিসেম্বর ভুট্টোকে তিনি লেখেন_
    ‘আমার প্রিয় প্রধানমন্ত্রী,
    পুতুল মুজিবচক্র এখন জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এই চক্রের বিরুদ্ধে ব্যবহারের জন্য অর্থ, অস্ত্র ও ওয়্যারলেস সরঞ্জাম প্রদানের আবেদন জানাচ্ছি।’
    এই চিঠিটি আবদুল হক লিখেছিলেন ১৯৭৪ সালের ১৬ ডিসেম্বর। এর এক মাস পর (অর্থাৎ ১৯৭৫ সালের ১৬ জানুয়ারি) এটি ভুট্টোর হাতে পেঁৗছায়। চিঠিটি পেয়ে ভুট্টো এর লেখক আবদুল হককে ‘সৎ লোক’ বলে প্রশংসা করে তাঁকে ‘কার্যকর সাহায্য’ দেওয়ার নানা পথের অনুসন্ধান করেন। বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে একীভূত করার জন্য ভুট্টোর গভীর ষড়যন্ত্রের বিবরণ অনেক গবেষকের লেখায়ই উঠে এসেছে। সেসবের সাহায্য নিয়ে সাংবাদিক সোহরাব হাসান লিখিত ‘বঙ্গবন্ধু হত্যা ও পাকিস্তানের যোগসূত্র’ শীর্ষক একটি ছোট্ট নিবন্ধ সম্প্রতি (‘মত ও পথ’ ১৬ আগস্ট, ২০১১) প্রকাশিত হয়েছে। ছোট্ট হলেও নিবন্ধটি অত্যন্ত সারগর্ভ ও অনেক তথ্যসংবলিত।
    যদিও স্বাধীন রাষ্ট্ররূপে বাংলাদেশের জন্মের পর থেকেই ভুট্টো বাংলাদেশকে স্বীকৃতি না দেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালাতে থাকেন, তবু কৌশল হিসেবে নিজেই তিনি ১৯৭৪ সালের ফেব্রুয়ারিতে এ দেশটিকে পাকিস্তানের স্বীকৃতি জানিয়ে বসেন এবং সে বছরের জুনে ঢাকা সফরে আসেন।
    সোহরাব হাসান লিখেছেন_”বাংলাদেশ সফরের আগে ভুট্টো একটি অগ্রবর্তী দল পাঠিয়েছিলেন, যারা সাবেক মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করেছিল। পাকিস্তানি প্রতিনিধিদল উপহার হিসেবে বাসমতি চালও নিয়ে এসেছিল। দেশে ফিরে গিয়েও ভুট্টো বাংলাদেশবিরোধী তৎপরতা অব্যাহত রাখেন।
    বাংলাদেশের নেতা (বঙ্গবন্ধু শেখ মুজিব) এসব অপতৎপরতা সম্পর্কে জানতেন। এর প্রতিক্রিয়াও লক্ষ করা যায় বঙ্গবন্ধুর বিভিন্ন ভাষণে ও সাক্ষাৎকারে। ১৯৭৫ সালের ২৬ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানের অপতৎপরতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছিলেন, ‘ভুট্টো সাহেব বক্তৃতা করেন, বাংলাদেশের অবস্থা কী? ভুট্টো সাহেবকে জিজ্ঞাসা করি, ফ্রন্টিয়ারের অবস্থা কী? এরোপ্লেন দিয়ে মানুষ হত্যা করছেন। সিন্ধুর অবস্থা কী? ঘর সামলান বন্ধু, ঘর সামলান।’
    এরপর তিনি সাফ জানিয়ে দেন, আমার সম্পদ ফেরত না দেওয়া পর্যন্ত বন্ধুত্ব হতে পারে না।”
    বাংলাদেশের সম্পদ পাকিস্তানের কাছ থেকে যে ফেরত পাওয়া যায়নি, এ কথা যেমন আমাদের সবারই জানা, তেমনি জানি যে বঙ্গবন্ধু জীবিত থাকা অবস্থায় পাকিস্তানের সঙ্গে সম্পর্কেরও উন্নয়ন হয়নি। ভুট্টোর মতো পাকিস্তানের প্রতিক্রিয়াশীল অনেকেই যে বাংলাদেশের পাকিস্তানি দালাল ও চামচাদের বঙ্গবন্ধু হত্যায় মদদ জুগিয়েছিল, সে বিষয়টি দেশি-বিদেশি অনেক তীক্ষ্নধী পর্যবেক্ষকের চোখেও ধরা পড়েছে। যেমন আমেরিকান গবেষক স্ট্যানলি ওলপার্ট তাঁর লেখা ভুট্টোর জীবনীতেও জানিয়েছেন, ‘দুই বছর যাবৎ ভুট্টো কয়েকটি মুজিববিরোধী দলকে তাঁর গোপন স্বেচ্ছাধীন তহবিল থেকে অর্থ সাহায্য অব্যাহত রাখেন এবং এর বিনিময়ে ফল লাভ করেছিলেন।’
    ২০০০ সালে এই ওলপার্ট ঢাকায় এলে একজন সাংবাদিক তাঁকে জিজ্ঞেস করেছিলেন, ‘বিনিময়ে ফললাভ বলতে আপনি কী বুঝিয়েছেন? মুজিব হত্যায় কি পাকিস্তান জড়িত ছিল?’ জবাবে ওলপার্ট বলেছিলেন, ‘হ্যাঁ, আপনি তা বলতে পারেন।’
    মুজিব হত্যার মধ্য দিয়েই বাংলাদেশের ঘাড়ে পাকিস্তানের ভূত (অর্থাৎ পশ্চাৎপদ ও প্রতিক্রিয়াশীল ভাবধারা) চেপে বসতে এবং এ দেশের বিপুলসংখ্যক মানুষের মানস প্রতিবন্ধ সৃষ্টি হতে পেরেছে। পাকিস্তানের বিশিষ্ট সাংবাদিক জেড এ সুলোরির মতেও মুজিব বেঁচে থাকলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ‘স্বাভাবিক হতে পারত না’। সুলেরি যে সম্পর্ককে ‘স্বাভাবিক’ বলেছেন, বাংলাদেশের প্রকৃত মুক্তিসংগ্রামীদের দৃষ্টিতে তা অবশ্যই ‘অস্বাভাবিক’। এ রকম অস্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠারই সুযোগ পেয়ে গেছে মুজিব হত্যার পর পাকিস্তান এবং তার বাংলাদেশি দালালরা।
    এ ধরনের অস্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠাই কাম্য ছিল সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কিছু দেশের শাসকগোষ্ঠীর। আমরা দেখেছি, ১৯৭৩ সালে কোনো একটি আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে সৌদি বাদশাহ ফয়সলের সঙ্গে বঙ্গবন্ধুর দেখা হয় এবং তাঁকে তিনি বাংলাদেশকে স্বীকৃতি জানানোর অনুরোধ জানান। তখন বাদশাহ আমাদের দেশটিকে ‘ইসলামী প্রজাতন্ত্র’ করার প্রস্তাব দেন। বলা বাহুল্য, বঙ্গবন্ধুর পক্ষে সে প্রস্তাব গ্রহণ করা কোনো মতেই সম্ভব ছিল না।
    তাই বঙ্গবন্ধু হত্যার পর সৌদি বাদশাহ ফয়সল খুশিতে বাগবাগ হয়ে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতার জবরদখলদার খন্দকার মোশতাকের কাছে বার্তা পাঠান, ‘আমার প্রিয় ভাই, নতুন ইসলামী প্রজাতন্ত্র বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আপনাকে আমি নিজের ও সৌদি জাতির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।’
    বাংলাদেশকে সরাসরি ‘ইসলামী প্রজাতন্ত্র’ ঘোষণা করা না হলেও অপরিমেয় রক্ত ও সম্ভ্রমের মূল্যে অর্জিত এই স্বাধীন দেশটির স্বাধীনতার অন্তঃসারের প্রায় সব কিছুই ক্রমে অপহৃত হয়ে যেতে থাকে খন্দকার মোশতাক ও তাঁর উত্তরসূরি শাসকচক্রের হাতে। সেই চক্রটি যে মার্কিন সাম্রাজ্যবাদের পোষ্য পাকিস্তানি প্রতিক্রিয়াশীলদের মদদ নিয়েই পুষ্ট হয়ে উঠেছে এ কথা কে অস্বীকার করবে?

    লিন্ক : পাকিস্তানের মদদপুষ্ট বাংলাদেশের প্রতিক্রিয়াশীল গোষ্ঠী

  8. রেজাউল করিম সুমন - ৬ নভেম্বর ২০১১ (১২:৫১ পূর্বাহ্ণ)

    আমরা আশাবাদী হয়ে উঠেছিলাম, তাঁর শারীরিক অবস্থার আরো উন্নতি হবে। হলো না। ৫ নভেম্বর শনিবার ভারতীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে চিরতরে স্তব্ধ হয়ে গেলেন ‘ব্রহ্মপুত্রের চারণ’ ভূপেন হাজরিকা (৮ সেপ্টেম্বর ১৯২৬—৫ নভেম্বর ২০১১)।

    পড়ুন হিন্দুস্তান টাইমস-এর খবরশোকলেখন

  9. রেজাউল করিম সুমন - ৯ নভেম্বর ২০১১ (১০:১৫ পূর্বাহ্ণ)

    আবারও আক্রান্ত হলো উদীচী শিল্পীগোষ্ঠী। গতকাল (৮ নভেম্বর ২০১১) সন্ধ্যায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় উদীচীর অনুষ্ঠানে কয়েকটি ইসলামি জঙ্গিদলের কর্মীরা হামলা চালিয়েছে।

    হবিগঞ্জে উদীচীর অনুষ্ঠানে ‘জঙ্গিদের’ হামলা

    হবিগঞ্জ, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় উদীচী শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠানে কয়েকটি ইসলামী দলের কর্মীরা হামলা চালিয়েছে।

    মঙ্গলবার সন্ধ্যায় খেলাফত মসলিশ, জমিয়তে উলামা ইসলাম, জমিয়তে উলামা দলের স্থানীয় জোট ‘ইসলামী বিপ্লবী আন্দোলন’-এর এই হামলায় উদীচীর ১০ নেতাকর্মী আহত হন বলে দেশের অন্যতম এ পুরনো সাংষ্কৃতিক সংগঠনের নেতারা জানিয়েছেন।

    উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী এ উপলক্ষে মঙ্গলবার বিকেল ৫টায় বানিয়াচং-এ শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    জেলা উদীচীর সহ-সভাপতি অপু চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যা পৌনে ৬টার দিকে হঠাৎ করে ইসলামী বিপ্লবী আন্দোলন নামে একটি জঙ্গি গ্র”প সভায় হামলা চালায়।”

    হামলায় আহতদের মধ্যে হবিগঞ্জ জেলা উদীচীর সহ-সভাপতি অপু চৌধুরী, বানিয়াচং উপজেলা উদীচীর সভাপতি ইমদাদুল হোসেন খান, সাধারণ সম্পাদক আব্দুল হক মামুন, উদীচীর কর্মী গৌছ মিয়াকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

    বানিয়াচং উপজেলা জমিয়তে উলামা ইসলামের সদস্য উমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইসলামী বিপ্লবী আন্দোলন নামের ওই জোটে খেলাফত মসলিশ, জমিয়তে উলামা ইসলাম, জমিয়তে উলামা দল রয়েছে।

    এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী বলেন, “পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের ছত্রভঙ্গ করে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।”

    হামলার প্রতিবাদে সেখানে তাৎক্ষণিক এক প্রতিবাদ সভা করে উদীচী।

    ১৯৯৯ সালে যশোরে উদীচীর সম্মেলনে বোমা হামলায় ১১ জন নিহত হয়। ওই হামলায় দেশের ইসলামী জঙ্গি গোষ্ঠী জড়িত ছিলো বলে পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে।

    খবরের লিংক এখানে

  10. রেজাউল করিম সুমন - ১৩ নভেম্বর ২০১১ (৩:০৭ অপরাহ্ণ)

    একুশে পদকে ভূষিত শিল্পী, ভাষাসৈনিক ইমদাদ হোসেন বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। গতকাল সন্ধ্যায় তাঁর পুত্র শিল্পী-অধ্যাপক নিসার হোসেনের কাছে জেনেছিলাম, তিনি হাসপাতালে আছেন। আর আজ সকালেই পেলাম তাঁর মৃত্যু সংবাদ।

    চলে গেলেন ভাষাসৈনিক শিল্পী ইমদাদ হোসেন

    ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষাসৈনিক শিল্পী ইমদাদ হোসেন আর নেই। রোববার সকালে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু হয়েছে তার।

    ইমদাদ দীঘদিন ধরে অসুস্থ ছিলেন। পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়ে বলে এ শিল্পীর ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক নিসার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

    সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য সোমবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে তার জানাজা হবে।

    জানাজা শেষে সোমবার বিকালে ঢাকার কেরানীগঞ্জে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে শিল্পীর নাতি সৌগত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। শিল্পীর লাশ সোমবার সকাল পর্যন্ত থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হিম ঘরে।

    একুশে পদক পাওয়া ইমদাদের বয়স হয়েছিলো ৮৫ বছর। বার্ধক্যজনিত নানা অসুস্থতার কারণে গত বছরের অক্টোবরে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন তিনি। কিছুটা সুস্থ হয়ে উঠলে বাড়িতে ফেরত যান।

    শিল্পীর পরিবারের সদস্যরা জানান, প্রচণ্ড শ্বাসকষ্ট হওয়ার পর গত বুধবার তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। এ কয়েকদিন কৃত্রিমভাবে তার শ্বাস-প্রশ্বাসের কাজ চালানো হচ্ছিলো।

    নিউমোনিয়ায় আক্রান্ত হলে গত বছর ইমদাদ হোসেনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিলো। তিনি অনেকদিন ধরেই আলঝেইমারে ভুগছিলেন এবং তার ডায়াবেটিসও ছিলো।

    এর আগে ১৯৮৪ সালে তার গলব্লাডারে এবং গত বছর প্রোস্টেটগ্ল্যান্ডে অস্ত্রোপচার হয়েছিলো।

    ইমদাদ হোসেনের জন্ম ১৯২৬ সালের ২১ নভেম্বর চাঁদপুরে। বাবার নাম মজিদ বক্স, মায়ের নাম সাবেদুন নেসা। তার শৈশব-কৈশোর কেটেছে ঢাকার কেরানীগঞ্জে পৈত্রিক বাড়ীতে। স্কুলের লেখাপড়াও সেখানেই।

    প্রথম ব্যাচের ছাত্র হিসেবে ইমদাদ ১৯৪৮ সালে ভর্তি হন তৎকালীন ঢাকা আর্ট কলেজে (বর্তমানে চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়)। ১৯৫২ সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সদস্য ইমদাদ হোসেন চারুকলার ছাত্রছাত্রীদের নিয়ে ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

    ভাষা আন্দোলনের পরও নানা সাংস্কৃতিক-রাজনৈতিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ চালিয়ে যান ইমদাদ। ১৯৬১ সালে ছায়ানট প্রতিষ্ঠার সময় থেকেই শিল্পী ইমদাদ হোসেন ছিলেন সংগঠনটির একজন সক্রিয় সদস্য। ১৯৬৯ সালে স্বাধিকার আন্দোলনে তুমুল ছাত্র-গণঅভ্যুত্থানের সময়ে প্রতিষ্ঠাতা সভাপতি শিল্পী কামরুল হাসানের সঙ্গে মিলে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে ‘চারু শিল্পী সংস্থা’ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

    ইমদাদ হোসেন ১৯৫৪ সালের ২১ নভেম্বর বিয়ে করেন। তার স্ত্রীর নাম মনোয়ারা বেগম বকুলি। তার চার ছেলে ও দুই মেয়ের মধ্যে তিন ছেলেই চারুকলায় প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণকারী শিল্পী।

    শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১০ সালে একুশে পদক লাভ করেন ইমদাদ হোসেন।

    বাংলা নববর্ষের ‘মঙ্গল শোভাযাত্রা’ ও শহীদ মিনারের নকশায় মূল স্তম্ভের পেছনের লাল সূর্য তাঁর কথা বার বার মনে করিয়ে দেবে আমাদের।

    লাল সূর্যের রূপকারের প্রস্থান

    ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষার অধিকার নিয়ে শুধু সরাসরি লড়াইয়েই নয়, ভাষা আন্দোলনের স্মৃতিস্মারক শহীদ মিনারের নকশায় মূলস্তম্ভের পেছনে লাল সূর্যটি এসেছিলো শিল্পী ইমদাদ হোসেনের প্রস্তাবেই।

    পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে মঙ্গল শোভাযাত্রা বের হয়, সে নামটিও চারুকলা অনুষদের প্রথম ব্যাচের শিক্ষার্থী ইমদাদেরই দেওয়া।

    আজীবন সংগ্রামী শিল্পী ইমদাদ হোসেন ৮৫ বছর বয়সে রোববার সকালেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। অন্য সব বাদ দিলেও এ দুটি ক্ষেত্রে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। এছাড়া বাংলাদেশ টেলিভিশনের লোগোটি তারই করা।

    ইমদাদ হোসেনের জন্ম ১৯২৬ সালের ২১ নভেম্বর, চাঁদপুরে। বাবার নাম মজিদ বক্স, মায়ের নাম সাবেদুন নেসা। তার শৈশব-কৈশোর কেটেছে ঢাকার কেরানীগঞ্জে পৈত্রিক বাড়িতে। স্কুলের লেখাপড়াও সেখানেই।

    প্রথম ব্যাচের ছাত্র হিসেবে ইমদাদ ১৯৪৮ সালে ভর্তি হন তৎকালীন ঢাকা আর্ট কলেজে (বর্তমানে চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়)। ১৯৫২ সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সদস্য ইমদাদ চারুকলার ছাত্রছাত্রীদের নিয়ে ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

    ভাষা আন্দোলনের পরও নানা সাংস্কৃতিক-রাজনৈতিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ চালিয়ে যান ইমদাদ। ১৯৬১ সালে ছায়ানট প্রতিষ্ঠার সময় থেকেই শিল্পী ইমদাদ হোসেন ছিলেন সংগঠনটির একজন সক্রিয় সদস্য। ১৯৬৯ সালে স্বাধিকার আন্দোলনে তুমুল ছাত্র-গণঅভ্যুত্থানের সময়ে প্রতিষ্ঠাতা সভাপতি শিল্পী কামরুল হাসানের সঙ্গে মিলে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে ‘চারু শিল্পী সংস্থা’ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

    শিল্পী ইমদাদ সারা জীবনই যুক্ত ছিলেন সৃষ্টিশীল সাংস্কৃতিক কর্মকাণ্ডে। স্বাধীনতার পর ভাষা আন্দোলনের স্মারক কেন্দ্রীয় শহীদ মিনার নতুন করে নির্মাণের উদ্যোগে ভূমিকা রাখেন তিনি। ১৯৭৪ সালে শহীদ মিনারের মূল স্তম্ভের পেছনে বিশালাকৃতির লাল সূর্যের নকশাটি যোগ হয় এই ভাষা সৈনিকের প্রস্তাব অনুসারেই।

    আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের শেষদিকে তৎকালীন চারুকলা ইন্সটিটিউটের সাবেক ও বর্তমান শিক্ষার্থী-শিক্ষকদের উদ্যোগে পহেলা বৈশাখে বাংলা নববর্ষের শোভাযাত্রা শুরুর সময়েও সক্রিয় প্রবীণ এই শিল্পীই এর নাম দেন ‘মঙ্গল শোভাযাত্রা’।

    ১৯৬০ সালে ইস্ট পাকিস্তান ডিজাইন সেন্টারে নকশাবিদ হিসেবে পেশাজীবন শুরু করেন ইমদাদ। পরের বছরই শিল্প নির্দেশক হিসেবে যোগ দেন ‘ইউএসএআইডি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সেন্টার’-এ। ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে শিক্ষকতায় যোগ দেন তিনি।

    ১৯৬৬ সালে প্রধান নকশাবিদ হিসেবে কাজ শুরু করেন পূর্ব পাকিস্তান টেলিভিশন ঢাকা কেন্দ্রে। স্বাধীনতার পর বাংলাদেশ টেলিভিশনের লোগো নকশা করেন শিল্পী ইমদাদ হোসেন। ১৯৭৬ সালে অবসর নেন বাংলাদেশ টেলিভিশন থেকে।

    ১৯৭৬ সালেই যোগ দেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন ‘বিসিক’-এ। ১৯৯১ সালে অবসরে যাওয়ার সময় তিনি ছিলেন সংস্থাটির প্রধান নকশাবিদ।

    ইমদাদ হোসেন ১৯৫৪ সালের ২১ নভেম্বর বিয়ে করেন। তার স্ত্রীর নাম মনোয়ারা বেগম বকুলি। চার ছেলে ও দুই মেয়ের জনক এই শিল্পী নিজের পরিবারকেও গড়ে তুলেছেন যথার্থই শিল্পী পরিবার হিসেবে। তার তিন ছেলেই চারুকলায় প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণকারী শিল্পী। মেজ ছেলে শিল্পী নিসার হোসেন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অংকন ও চিত্রায়ন বিভাগের অধ্যাপক।

    শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১০ সালে একুশে পদক লাভ করেন ইমদাদ হোসেন।

    গত কয়েক বছর ধরে অসুস্থ থাকলেও ২০১০ সালেই বেশি ভুগতে হয়েছিলো ইমদাদকে। হাসপাতালেও ছিলেন কিছু দিন।

    শ্বাস কষ্টে ভুগলে গত বুধবার পুনরায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রোববার তার জীবনের অবসান ঘটলো।

    • রেজাউল করিম সুমন - ১৪ নভেম্বর ২০১১ (৯:২৬ পূর্বাহ্ণ)

      শিল্পী ইমদাদ হোসেনের প্রয়াণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মতলুব আলীর শোকলেখন : প্রকাশিত হয়েছে আজকের সমকাল-এ :

      জেগে থাকবেন আমাদের অন্তরে

      বাংলাদেশের শিল্পাঙ্গনে নেমে এসেছে স্বজন হারানো শোকের কালো ছায়া। বাংলাদেশের শিল্প-আন্দোলনের অন্যতম পথিকৃৎ স্বনামধন্য ভাষাসংগ্রামী মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক সংগঠক চিত্রশিল্পী ইমদাদ হোসেন আর নেই।

      গভর্নমেন্ট ইনস্টিটিউট অব আর্টস, ঢাকা থেকে পাঁচ বছরের শিক্ষা কোর্স সম্পন্ন করে ১৯৫৪ সালে চারুকলার চূড়ান্ত পরীক্ষায় সর্বমোট ১২ শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে তৎকালীন শিল্পাঙ্গনের শিক্ষিত শিল্পীশ্রেণীতে নিজেদের নাম অন্তর্ভুক্ত করেন। শিল্পী ইমদাদ হোসেন ছিলেন তাদেরই একজন। পার্টিশনের অব্যবহিত পর শিল্পাচার্য জয়নুল আবেদিনের নেতৃত্বে (অপশন দিয়ে) কলকাতা থেকে পূর্ববঙ্গে আসা কয়েকজন শিল্পী-শিক্ষকের সক্রিয় ভূমিকায় এই মাটিতে মহাবিদ্যালয় পর্যায়ের উচ্চতর শিল্পশিক্ষার সূচনা ঘটেছিল। সদ্য প্রতিষ্ঠিত চারুকলা শিক্ষায়তনের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল ‘৪৮ সালের ১১ নভেম্বর, যেখানে তখন দুটি মাত্র বিভাগ চালু করা হয়েছিল — একটির নাম ছিল ‘ফাইন আর্ট ডিপার্টমেন্ট’, আরেকটি হলো ‘কমার্শিয়াল আর্ট ডিপার্টমেন্ট’। তৎকালে মুখে মুখে প্রচারিত আর্ট কলেজ নামে সুবিদিত ওই শিক্ষায়তন প্রতিষ্ঠার দ্বিতীয় বছরটিতে ইমদাদ হোসেন ভর্তি হয়েছিলেন এবং তার (বিভাগের) একমাত্র সহপাঠী জুনাবুল ইসলামের সঙ্গে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়ে চারুকলার শিক্ষাজীবন সম্পন্ন করেছিলেন। বাংলাদেশের চারুকলা অঙ্গনের সঙ্গে সেই যে তার সম্পৃক্ততা, তার ব্যত্যয় ঘটেনি কখনও — গতকাল সকালে যখন তিনি হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিরদিনের জন্য দু’চোখ বুজলেন (১৩ নভেম্বর, ২০১১), তখনও তিনি আমাদেরই একজন; কালও তিনি চোখের সামনে ছিলেন, বার্ধক্যজনিত অসুস্থাবস্থায় শয্যাশায়ী ছিলেন যদিও দীর্ঘদিন, তবু তো আমাদের মাঝেই ছিলেন; কিন্তু আজ স্মৃতির মণিকোঠায় ঠাঁই নিলেন যখন, তিনি নেই বলা গেল না — কারণ আমাদের চেতনা ও উপলব্ধি বারংবার জাগ্রত করে দিয়ে গেল আমাদের তার মহিমাময় বাণী উচ্চারণে : ‘তিনি আছেন — চিরদিন আমাদের, মরমে প্রাণের মানুষ হয়ে তিনি থাকবেন।’

      ১৯২৬-এর ২১ নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন ইমদাদ হোসেন, বাবা মজিদ বক্স ওরফে ধনু মিয়া এবং মা সাবেদুন নেসার ঘরে। ছবি আঁকা জাতীয় কাজ এবং বিভিন্ন রকমের কারিগরিতায় তিনি ছোটবেলা থেকেই সিদ্ধহস্ত ছিলেন। শিল্পের প্রতি আকর্ষণেরও দিকটা তিনি পেয়েছিলেন পারিবারিক পরিবেশে। আর নবীন বয়সেই হাতের কাজ করে আয়-রোজগারের দিকে ঝুঁকতে হয়েছিল তাকে, কাশিপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে কাজও নিয়েছিলেন ১৮ বছর বয়সে। সমাজসেবামূলক কাজ ও শিক্ষা প্রসারে ভূমিকা পালন ইত্যাদি ক্ষেত্রে সবসময় অগ্রণী ছিলেন কিশোর বয়স থেকেই। স্বেচ্ছাসেবী যুবকদের নিয়ে সংগঠন গড়ে তুলেছিলেন, আনসার বাহিনী ছিল একধরনের — তিনি ছিলেন তার কমান্ডার। এরপর শুরু করেন চারুকলার শিক্ষার্থী জীবন — সতীর্থ হিসেবে যাদের পেয়েছিলেন তাদের মধ্যে ছিলেন বশীরুল্লাহ (মুর্তজা বশীর), কাইয়ুম চৌধুরী, আবদুর রাজ্জাক, রশিদ চৌধুরী, জুনাবুল ইসলাম ও অন্য অনেকে। বায়ান্নর ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন ইমদাদ হোসেন। পাশাপাশি অন্যান্যের সঙ্গে মিলে অগ্রণী শিল্পী সংঘ নামে একটি সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলেন — সেই সংগঠনের অন্যতম গায়কও ছিলেন তিনি।

      ১৯৫৪ সালে চারুকলার শিক্ষা সমাপনী বছরেই সাংসারিক জীবনে পদার্পণ করেন ইমদাদ হোসেন। কর্মজীবনে সম্পৃক্ত ছিলেন ইউসিস, ইপস্কি এবং ডিজাইন সেন্টারসহ ইউএসএইড, সুইডিশ-পাক ফ্যামিলি ওয়েলফেয়ার প্রজেক্ট এবং তৎকালীন পাকিস্তান টেলিভিশনে (চিফ ডিজাইনার হিসেবে, স্বাধীনতার পরও তিনি বিটিভিতে নিয়োজিত ছিলেন)। ১৯৬৯ সালে বাংলাদেশের শিল্পীদের নিয়ে একটি সংগঠন গঠিত হয়েছিল — সংগঠনের সভাপতি ছিলেন পটুয়া কামরুল হাসান এবং সাধারণ সম্পাদক শিল্পী ইমদাদ হোসেন। শিল্পী ইমদাদ হোসেনের চলে যাওয়া যেন একটি ইতিহাসের চলে যাওয়া। একজন চিরউদ্যমী, সৎসাহসী, গণমানুষের বন্ধু, যুক্তিবাদী, মানবপ্রেমী ও মেধাবী সৃজনশীল চেতনাবোধের স্বচ্ছ দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে শিল্পী ইমদাদ হোসেন ছিলেন একজন বড়মাপের মানবতা ও প্রগতিবাদী দেশপ্রেমিক মানুষ। শিল্প ও সাহিত্যপ্রেমিক ছিলেন যেমন — দেশের মাটি ও মানুষকেও ভালোবাসতেন অকৃত্রিম আত্মত্যাগী আদর্শিক নিষ্ঠায়। তিনি চলে গেলেও তাকে আমরা যেতে দেব না। তার প্রিয় শহীদ মিনারের পটভূমির লাল সূর্যটির মতো তিনি জ্বলজ্বলে সূর্য হয়ে জেগে থাকবেন বাংলার পথে-প্রান্তরে।

  11. মাসুদ করিম - ১৫ নভেম্বর ২০১১ (১২:৪৪ অপরাহ্ণ)

    চীনের সেনাবাহিনী নারী গোয়েন্দাদের বড় জাল পেতেছে।

    The 23-year-old receptionist said she was born on a farm in the Chinese interior and came to Beijing when she was 17 on the invitation of a cousin. In the Chinese capital, she met a man called “director-general,” who asked her to perform a “special mission.”

    She was shown a photo of a target and instructed to make contact. Although she was never told the occupation of the targets, many of them were foreigners.

    She would often go to bars in the Sanlitun district of Beijing, which is close to an area where many foreign embassies are located.

    Apparently turned on by her alluring dance moves, the targets would soon approach her.

    She said she was never instructed to obtain certain documents or information. Instead, all she was asked to find were plans for business trips or information about the target’s colleagues in the course of the conversation.

    While there was no set pay, she was given several thousands of yuan whenever she completed a mission. One thousand yuan is about 12,000 yen or $154. She was also provided with an apartment.

    On one occasion, she was told to work undercover as a masseuse at an expensive sauna. With the help of sauna employees, the target was lured into paying for sex. The woman does not know what became of the target.

    She said she started spying for patriotic reasons. But she quit after about two years because she saw little future in the business and the pay was not that great.

    The military and the Ministry of State Security are said to be engaged in spying activities both in China and abroad. The military is mainly interested in information about new weapons developed by other militaries as well as troop deployment.

    বিস্তারিত পড়ুন : Chinese military uses wide network of female spies

  12. মাসুদ করিম - ১৫ নভেম্বর ২০১১ (২:১০ অপরাহ্ণ)

    সরকার বিকল্প সাবমেরিন কেবল স্থাপনের বেসরকারী উদ্যোগের চেষ্টা করে যখন কোনো বিনিয়োগে সাড়া পায়নি তখন টেরেস্ট্রিয়াল পদ্ধতিতে বাংলাদেশকে ইন্টারনেটের সঙ্গে যুক্ত হওয়ার লাইসেন্স দিতে যাচ্ছে। এক্ষেত্রে জাতীয় নিরাপত্তার কথা কি সরকার ভাবছে? জাকারিয়া স্বপন টেরেস্ট্রিয়াল পদ্ধতিতে বাংলাদেশকে ইন্টারনেটের সঙ্গে যুক্ত হওয়ার প্রক্রিয়াটি সহজে ব্যখ্যা করেছেন এবং এতে জাতীয় নিরাপত্তা ঝুঁকি ঠিক কোথায় তাও ব্যাখ্যা করেছেন।

    ১. বাংলাদেশ বর্তমানে বহির্বিশ্বের সঙ্গে দু’ভাবে যুক্ত। প্রথমটি হলো স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, যা দীর্ঘদিন ধরে চলে এসেছে। দ্বিতীয়টি হলো সাবমেরিন কেবল, যা সাগরের নিচ দিয়ে চলে গেছে। এ দুই মাধ্যমেই আমাদের দেশ থেকে বিদেশের সঙ্গে সব ধরনের ডাটা-তথ্য আদান-প্রদান হয়ে থাকে।
    ২. আমরা দিনরাত যত ইন্টারনেট ব্যবহার করি, সরকারি প্রতিষ্ঠানগুলো যখন ফাইল চালাচালি করে, তাদের ওয়েবসাইট যখন কেউ ভিজিট করে, এই সবকিছুই হয় এ দুটি মাধ্যম দিয়ে। স্যাটেলাইটে ব্যান্ডউইথ কম, কিন্তু সাবমেরিন কেবল হলো ফাইবার অপটিক; তাই ব্যান্ডউইথ অনেক বেশি। ফলে ডাটা আদান-প্রদানের পরিমাণও বেশি।
    ৩. সাবমেরিন কেবল বসানো হয়েছে ১৬টি সদস্য মিলে একটি কনসোর্টিয়াম করে। সেই ১৬টি সদস্য হলো_ আলজেরিয়া টেলিকম (আলজেরিয়া), ভারতী ইনফোটেল (ভারত), বাংলাদেশ, ক্যাট টেলিকম (থাইল্যান্ড), ইতিসালাত (সংযুক্ত আরব আমিরাত), ফ্রান্স টেলিকম (ফ্রান্স), এমসিআই (ইংল্যান্ড), পাকিস্তান টেলিকম (পাকিস্তান), সিঙ্গাপুর টেলিকম (সিঙ্গাপুর), শ্রীলংকা টেলিকম (শ্রীলংকা), সৌদি টেলিকম (সৌদি আরব), টেলিকম ইজিপ্ট (মিসর), টেলিকম ইতালিয়া (ইতালি), টেলিকম মালয়েশিয়া (মালয়েশিয়া), তিউনিসি টেলিকম (তিউনিসিয়া) এবং টাটা কমিউনিকেশন (ভারত)। ১৮ হাজার ৮০০ কিলোমিটারের এই লম্বা ফাইবার অপটিক কেবল দক্ষিণ-পূর্ব এশিয়া, ভারত উপমহাদেশ, মধ্যপ্রাচ্য এবং ইউরোপকে যুক্ত করেছে।
    ৪. ১৬টি প্রতিষ্ঠান মিলে এই বিশাল ফাইবার অপটিককে নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে থাকে। এর ওপর এককভাবে কারও কোনো কর্তৃত্ব নেই। এই কনসোর্টিয়ামে থাকার ফলে সবাইকে একটি নীতিমালা মেনে চলতে হয়, যেমনটা করতে হয় জাতিসংঘে। কোনো দেশ সেই নীতিমালা ভাঙার কোনো প্রশ্নই আসে না। আর যদি করেও থাকে, তাহলে সেটা ঠেকানোর ব্যবস্থাও রয়েছে।
    ৫. বাংলাদেশে নতুন যে লাইসেন্স দেওয়া হচ্ছে, সেটাও হবে ফাইবার অপটিক দিয়ে; তবে সাগরের নিচ দিয়ে নয়, এটা হবে মাটির নিচ বা ওপর দিয়ে। ফলে এর ব্যান্ডউইথও হবে অনেক বেশি। ডাটা আদান-প্রদানের পরিমাণও হবে অনেক বেশি এবং কিছু ক্ষেত্রে সাবমেরিন কেবলের চেয়েও বেশি হতে পারে। সরকার বলেছে, আমাদের যেহেতু একটাই সাবমেরিন কেবল, ওটায় কোনো সমস্যা হলে আমাদের দেশ একদম অন্ধকারে এবং সেটা যে হয়নি, তা কিন্তু নয়। তাই ব্যাকআপ হিসেবে এই নতুন পন্থা।
    ৬. উদ্যোগটি প্রশংসনীয়। দেশের অর্থনীতি বাড়ছে, তথ্যপ্রযুক্তির ওপর নির্ভরতা বাড়ছে, ইন্টারনেটের ওপর চাপ বেশি পড়ছে, জীবন দ্রুতগামী হচ্ছে_ আমাদের বহুবিধ মাধ্যমে যুক্ত হতে হবে তাতে কোনো সন্দেহ নেই। সারা পৃথিবী এগিয়ে যাবে, আর আমরা একটা দ্বীপ বানিয়ে বসে থাকব, সেটা তো হতে পারে না। সরকার ব্যক্তিমালিকানায় দ্বিতীয় আরেকটি সাবমেরিন কেবলের জন্য চেষ্টাও করেছিল। কিন্তু কোনো ব্যবসায়ী সেটিতে বিনিয়োগ করতে চাননি। তাই হয়তো এই বিকল্প রাস্তা।
    ৭. রাস্তা তৈরি হোক। কিন্তু এবার একটু ম্যাপ নিয়ে বসে দেখি, রাস্তাটা যাবে কোন দিক দিয়ে। আপনারা যদি ম্যাপটি ভালো করে খেয়াল করেন, তাহলে দেখতে পাবেন, বাংলাদেশ যদি ভূমির মাধ্যমে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে যুক্ত করতে হয়, তাহলে সেটা একমাত্র হবে ভারত। আমাদের সব সীমানা হলো ভারতের সঙ্গে। মিয়ানমারের সঙ্গে আমাদের সামান্য সীমানা আছে সত্যি, কিন্তু সেটা দিয়ে মিয়ানমারের সঙ্গে কেউ ইন্টারনেট সংযোগ নিতে যাবে, সেটা মোটেও বাস্তবসম্মত নয়। বাংলাদেশের কাছের দুটি দেশ হলো নেপাল এবং ভুটান। কিন্তু তাদের সঙ্গে আমাদের কোনো ভূমি সংযোগ নেই। ভারত কখনোই আমাদের নেপাল কিংবা ভুটানের সঙ্গে যুক্ত হতে দেবে না। আর চীনের সঙ্গে তো নয়ই। তাহলে মূল কথা হলো_ এই সংযোগটি হবে ভারতের সঙ্গে।
    ৮. যেহেতু এখানে কোনো কনসোর্টিয়াম নেই, তাই এই চুক্তিগুলো হবে দ্বিপক্ষীয়; অর্থাৎ ভারতের বিভিন্ন কোম্পানির সঙ্গে বাংলাদেশের ছয়টি কোম্পানির। আর যদি ভারতের বাইরের কোনো দেশের সঙ্গে যুক্ত হতেও হয়, সেটাও হতে হবে ভারতের মাটির ওপর দিয়ে, ভারতের নেটওয়ার্ক ব্যবহার করে। যেমন ধরুন, কেউ বলল, আমি সরাসরি দুবাইয়ের সঙ্গে যুক্ত করব। দুবাইওয়ালারা তো আর বেনাপোল পর্যন্ত ফাইবার টেনে আনতে পারবে না। তাদের ভারতের কোনো নেটওয়ার্কের ওপর দিয়েই আসতে হবে।
    ৯. ভৌগোলিক কারণে, আমরা যেহেতু নিচের দিকে, তাই ভারত আমাদের দিকে কোনো ডাটা পাঠাবে না (ভারতের সেটা প্রয়োজন নেই)। মূলত আমাদের সব ডাটা যাবে ভারতের ওপর দিয়ে। এটা অনেকটা ডাটা ট্রানজিট। ট্রাকে করে পণ্য যাওয়া, আর ফাইবারে করে ডাটা যাওয়ার ভেতর তেমন কোনো পার্থক্য নেই।
    ১০. আমাদের সব ডাটা যদি যায় ভারতের ওপর দিয়ে, তবে সেই ডাটা নিত্যদিন দেখতে পাওয়া কি কঠিন কোনো বিষয়? আমাদের ই-মেইলের একটি কপি, আমার পাসওয়ার্ড, সরকারি কোনো ই-মেইল, গোপনীয় ফাইলের অ্যাটাচমেন্ট, আমেরিকা কিংবা চীনের সঙ্গে আমাদের সামরিক বাহিনীর কোনো যোগাযোগ_ আরও কিছু কি বলতে হবে? আর শুধু কি ডাটা? টেলিফোন কলও তো যাবে এর ওপর দিয়ে!
    ১১. বাংলাদেশে যতগুলো বিদেশি অ্যাম্বাসি আছে, তারা কেউ বাংলাদেশের ইন্টারনেট ব্যবহার করে না। নিরাপত্তার কারণে তারা তাদের নিজস্ব স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থাকে ব্যবহার করে। এই নিজস্ব যোগাযোগ ব্যবস্থা থাকার পরও জুলিয়ান অ্যাসাঞ্জ (উইকিলিকস) যে খেলা দেখাচ্ছেন, তারপর কি আর খুলে বলার প্রয়োজন আছে?
    ১২. বাংলাদেশের বিভিন্ন সরকারি ওয়েবসাইট কিছুদিন পরপর হ্যাক হয়। আপনার কি ধারণা, এ যাবতীয় হ্যাকিং বাংলাদেশের মাটি থেকেই হচ্ছে? পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এরা এসে হাজির হতে পারে। এই তো গত সপ্তাহেই জাপানের সবচেয়ে বড় ডিফেন্স কনট্রাক্টর মিতসুবিশির নেটওয়ার্ক হ্যাক হয়েছিল এবং ৮০টি কম্পিউটার থেকে ডাটা চুরি করে নিয়ে গেছে চাইনিজ হ্যাকাররা। আর সেখানে আমাদের নেটওয়ার্কগুলোর তো নিরাপত্তা বলে কোনো কনসেপ্টই নেই।
    আমি বলছি না যে, এই লাইসেন্স দেওয়া যাবে না। আমি বলছি না যে, আমরা বাড়তি কানেকটিভিটি নেব না। তবে আন্তর্জাতিক কানেকটিভিটির বিষয়ে অবশ্য অবশ্যই কোনো না কোনো কনসোর্টিয়ামের ভেতর দিয়ে যাওয়াটা নিরাপদ। আজ দেশের পরিবহন ট্রানজিট নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে, এটা তার চেয়েও বড় ভয়াবহ ইস্যু_ এটা আরও বড় বিতর্কের জন্ম দিতে যাচ্ছে। আমাদের যে নিত্যদিন কেউ চোখে চোখে রাখবে না, তার নিশ্চয়তা কে দেবে?
    পরিশেষে বলব, এই লাইসেন্স ইস্যু করার আগে পাবলিক হিয়ারিং এবং জনমত যাচাইয়ের প্রয়োজনীতা রয়েছে। মিডিয়ায় এটা নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি দেখতে হবে, দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত সংস্থাগুলো এই বিষয়ে গ্রিন সিগন্যাল দিয়েছে কি-না? যেহেতু একটি দ্বিপক্ষীয় তথ্য আদান-প্রদানের চুক্তি হতে যাচ্ছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে আরেকটু চিন্তা-ভাবনার বিষয় রয়ে গেছে, তাতে কোনো সন্দেহ নেই।

    বিস্তারিত পড়ুন, আজকের সমকালে : জাতীয় নিরাপত্তার কী হবে?

  13. মাসুদ করিম - ১৬ নভেম্বর ২০১১ (৯:৫৭ পূর্বাহ্ণ)

    গত ০৯ নভেম্বর পরলোকগত ভারতীয় নোবেল বিজয়ী বিজ্ঞানী হরগোবিন্দ খোরানার জীবন ও কর্ম নিয়ে ধনঞ্জয় দেন্দুকারি লিখছেন

    The improbable story of Hargobind Khorana’s career and achievements is both inspiring and revealing. Born in 1922, the child of a patwari (village clerk) from Raipur in what is now Pakistani Punjab, Khorana progressed from a rural school and Punjab University through some of the best institutions in Europe and the US. An itinerant scientist, Khorana spent significant time as a professor at the University of British Columbia in Vancouver and the University of Wisconsin before finally staying put at the Massachussetts Institute of Technology for the last 40 years of his career. He apparently remarked that the occasional move was always good to keep him intellectually stimulated.

    In Cambridge during his post-doctoral work in the early ’50s, Khorana’s time coincided with the most momentous discovery of biology in the 20th century — the solving of the structure of DNA. Not surprisingly, work on genetic material remained a strong theme through his career. It was his work on showing how genetic material is converted to proteins that won him the Nobel Prize in 1968 along with two other scientists, Robert Holley and Marshall Nirenberg. While the genetic material is transferred from one cell to the daughter cell identically, proteins which perform many of the essential functions inside of us are synthesised from the genetic material on a continual basis. Deoxyribonucleic acid (DNA) and its counterpart genetic material riboxynucleic acid (RNA) are composed of only four building blocks. In the case of RNA, these are the four nucleic acids, U, G, C and A. Yet, it was already known that 20 different amino acids (the building blocks of proteins) and a vast diversity of resultant protein structures could be built from just these four building blocks.
    How was this possible and what was the specific mechanism that could explain this? Through the 1960s, Khorana and his team painstakingly synthesised and catalogued short chains of DNA and RNA of known sequence. At a timewhen synthetic nucleic acid chemistry was still in its infancy, this was a laborious and challenging task.

    Along with others in the field, Khorana was able to decode that specific tri-mers (like UGC or UAC) of RNA each coded for an individual amino acid. There are 64 unique combinations of tri-mers that can be built from the four building blocks (4 x 4 x 4 = 64). Khorana synthesised all of these combinations and was able to connect each of them to a single amino acid. Thus, a universal genetic code which extends across life forms was “deciphered”. This momentous discovery is now one of the central tenets of molecular biology that every student of biology learns.

    A side benefit of Khorana’s research, which is relatively less spoken about, is that his team accidentally discovered the way to amplify genetic material during the course of their work. This later was very useful in developing techniques that are now the basis of genetic testing (known as polymerase chain reaction or PCR). Importantly, Khorana’s motivation did not end with his winning the Nobel Prize at the relatively young age of 46. His scientific journey saw him tackle a few different problems across his lifetime. Through the ’70s, his lab worked on cutting-edge molecular biology techniques that led to the synthesis of artificial genes and the introduction of synthetic genes into life forms. Many of these have now become standard practice in labs all over the world. The last 30 years of his career saw him work a great deal on rhodopsin, a protein responsible for the sensation of light in living beings.

    বিস্তারিত পড়ুন : The odd and inspiring case of Hargobind Khorana

  14. মাসুদ করিম - ১৬ নভেম্বর ২০১১ (১২:৪৮ অপরাহ্ণ)

    আমেরিকায় এশিয়ানরা বাড়ছে, গত দশ বছরে সবচেয়ে বেড়েছে বাংলাদেশি আমেরিকানের সংখ্যা — শতকরা হিসাবে এই বৃদ্ধি ১৫৭ ভাগ। ২০১০-এর আদমশুমারি অনুসারে মোট বাংলাদেশি আমিরিকান ১,৪৭,৩০০। জনসংখ্যার হিসাবে বাংলা ভাষা এখন আমেরিকার একাদশ ভাষা, মোট ১,৮৮,৪৫২ জন আমেরিকায় বাংলা ভাষায় কথা বলে। এশিয়ানদের বিষয়ে কিছু তথ্য উপাত্ত

    At 3,183,063, Indian American made up 18 percent of the Asian American population in 2010, up from 16 percent in 2000, according to a new compilation of 2010 census data.

    According to 2007 to 2009 data, Indian Americans led all Asian American groups in the country in median household income at $86,660. The next highest total was $77,596 for Taiwanese households.

    Taiwanese and Indians also led in per capita income among Asian American groups, with $38,312 and $36,533, respectively, followed by Malaysians ($33,264) and Sri Lankans ($32,480).

    Bangladeshi Americans had the biggest percentage increase over the decade, skyrocketing 157 percent, according to the study, “A Community of Contrasts: Asian Americans in the United States, 2011,” by the Asian Pacific American Legal Centre and the Asian American Justice Centre.

    The Pakistani population had the second highest population bump with a 100 percent rise. The Sri Lankan and Indian American populations increased 85 percent and 68 percent, respectively.

    Among the South Asian groups, Pakistanis had the highest rate of naturalization at 57 percent, while just 50 percent of Bangladeshi Americans, 47 percent of Indian Americans and 43 percent of Sri Lankan Americans were naturalised.

    About 200,000 Indian legal permanent residents were eligible to become citizens in 2008.

    The leading six Asian countries for immigrant visas issued from 2001-2010 were: Philippines, 350,694; China, 286,008; India, 267,403; Vietnam, 193,049; Bangladesh, 84,643; Pakistan, 69,202.

    The report estimated that in 2010 there were about one million undocumented immigrants from Asia in the US About 280,000 were from the Philippines, 200,000 from India, 170,000 from Korea and 130,000 from China. India’s total was down from an estimate of over 275,000 in 2005.

    From 2005-09, Hindi speakers in the US were estimated at 527,481. Numbers of speakers of other South Asian languages were: Urdu, 326,310; Gujarati, 304,102; Punjabi, 209,835; Bengali, 188,452; Telugu, 171,015; Tamil, 132,573; Malayalam, 116,486; Marathi, 53,436; Kannada, 37,377; Nepali, 37,240; and Sinhalese, 22,336.

    Only 22 percent of Indian Americans five years of age and older from 2007-09 were limited English proficient, compared to 46 percent for Bangladeshis and 28 percent for Pakistanis.

    Taiwanese and Indian Americans led all Asian groups in higher educational attainment, with 73 percent to 68 percent, respectively, having a bachelor’s degree or higher.

    The percentage of Indian Americans living in poverty was 8 percent in the 2007-09 time period.

    Both Indians and Pakistanis in the US had 9 percent of the seniors ages 64 or above living in poverty. In the Bangladeshi community that figure was 16 percent.

    লিন্ক এখানে

    আরো লিন্ক : A Community of Contrasts: Asian Americans in the United States, 2011

  15. মাসুদ করিম - ১৬ নভেম্বর ২০১১ (২:২৩ অপরাহ্ণ)

    ছোটবেলায় লাল চিনি আমরাও খেয়েছি — আখ থেকে হওয়া এই চিনির সাধ আজো ভুলিনি — আজ সমকালে একটি খবর পড়ে চাঙ্গা হল সেই স্মৃতি। ভাল ফলন হয়েছে শুনে ভাল লাগল, আরো ভাল লাগত যদি ভাল বিপণন হত। বাজার থেকে কিনে সত্যিই যদি খেতে পারতাম আমার প্রিয় লাল চিনি!

    চলতি মৌসুমে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আখের বাম্পার ফলন হওয়ায় ঐতিহ্যবাহী লাল চিনির উৎপাদন লক্ষ্যমাত্রার কয়েকগুণ ছাড়িয়ে যাবে। আখের ফলন ভালো হওয়ায় উপজেলার বাকতা, কালাদহ ও এনায়েতপুর ইউনিয়নের ২০টি গ্রামের কৃষকদের ঘরে ঘরে চলছে আনন্দ-উল্লাস। উপজেলা কৃষি অফিস সূত্রে বলা হয়, এ মৌসুমে ফুলবাড়িয়া উপজেলায় ৩২৪ হেক্টর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা ধার্য থাকলেও কৃষকরা চাষ করেছেন এক হাজার ২২৫ হেক্টর। প্রতি কাঠায় আখ মাড়াইয়ে ৪৫-৫০ টিন আখের রস থেকে এ বছর ৩ থেকে সাড়ে ৩ মণ লাল চিনি পাওয়া যাবে। ঐতিহ্যবাহী ফুলবাড়িয়ার লাল চিনি তৈরিতে কৃষকদের আখ উৎপাদনের লক্ষ্যমাত্রার কয়েকগুণ বেড়ে যাওয়ায় এবারের বাম্পার ফলন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
    বাকতা ইউনিয়নের কালনাজানী গ্রামের আখচাষি ও লাল চিনির উৎপাদক রুবেল মিয়া জানান, এবারের মতো ভালো ফলন এর আগে কখনও হয়নি। চাঁদপুর গ্রামের মকবুল হোসেন জানান, ফুলবাড়িয়ার ঐতিহ্য লাল চিনির কদর সারাদেশেই রয়েছে। প্রায় শতবর্ষ আগে থেকেই দেশের একমাত্র ওই উপজেলা ফুলবাড়িয়ায় লাল চিনি উৎপাদন হচ্ছে। তবে অতীতে চিনিকলের মিহি ও সাদা চিনি বাজারে আসার পরই ফুলবাড়িয়ায় হাতে তৈরি চিনি লাল চিনি হিসেবে পরিচিত পায়। এ লাল চিনি দিয়ে বানানো চিড়া-মুড়ির মোয়ার স্বাদই আলাদা। লাল চিনির তৈরি কটকী তো এলাকায় বহুল প্রচলিত একটি শিশুখাদ্য এবং শীতের ফোঁকা পিঠার তুলনা নেই। লাল চিনি তৈরি প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে কালাদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান সিরাজ সাজু বলেন, ‘আগে চিনি তৈরিকালে আখ মাড়াইয়ে ৪টি গরু (বলদ) প্রয়োজন হতো। এখন প্রযুক্তির উন্নয়নের ফলে আখ মাড়াই হচ্ছে ইঞ্জিনচালিত মেশিনে। ফলে কম সময় ও খরচে লাল চিনি উৎপাদন সম্ভব হচ্ছে। আমাদের ধারণা, সভ্যতার জাঁতাকলে পিষ্ট প্রাচীন ঐতিহ্যের ধারক ঐতিহাসিক চিনি এখনও তার অস্তিত্ব বজায় রাখতে পেরেছে। কালের বিবর্তনে লাল চিনি নাম ধারণ করে সভ্যতার সাক্ষী হয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার কৃষকের ঘরে ঘরে বেঁচে আছে।’
    লাল চিনি তৈরিতে প্রথমে আখ থেকে রস বের করা হয়। রস বের করার পর মাটিতে গর্ত করে তৈরি চুলায় কড়াই বসিয়ে রস জ্বাল দেওয়া হয়। রস পূর্ণ জ্বাল হওয়ার পর কড়াইসহ চুলা থেকে নামিয়ে কাঠের ডাং বা কাঠি_ আঞ্চলিক কথ্য ভাষায় ‘ডোভ’ দিয়ে বিরামহীন ঘুটতে হয় যতক্ষণ না শুকনো ধুলার মতো আকার ধারণ করে। আখের গুণগত মান খারাপ হলে ধুলার মতো না হয়ে গুটি গুটি আকার ধারণ করে। এটিই লাল চিনি। চিনি তৈরি করার জন্য যে অস্থায়ী গৃহনির্মাণ করা হয় তাকে বলা হয় জ্বালঘর। দেখতে ধূসর-খয়েরি হলেও সাদা চিনির বিপরীতেই হয়তো লাল চিনির নামকরণ।
    বয়স্ক ব্যক্তিদের মতে, আজ থেকে ৭০-৮০ বছর আগেও এ এলাকায় চিনি বলতে বর্তমান লাল চিনিকেই বোঝাত। কালের বিবর্তনে মেশিনে উৎপাদিত চিনি (ফুলবাড়িয়ার মানুষের ভাষায় যা সাদা চিনি) প্রসার লাভ করায় অত্র এলাকায় উৎপাদিত চিনি হয়ে গেছে লাল চিনি। এখনও অবশ্য ফুলবাড়িয়ার কোনো মানুষ চিনি প্রসঙ্গ উঠলে জিজ্ঞাসা করে নেয় লাল চিনি, না সাদা চিনি।
    লাল চিনি মাড়াই মৌসুম শুরু হয় অগ্রহায়ণ মাসে, চলে চৈত্র মাস পর্যন্ত। মাড়াই মৌসুমে ওই এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। আখ মাড়াই অত্যন্ত পরিশ্রমী প্রক্রিয়া। লাল চিনি তৈরিতে আখ থেকে রস বের করার জন্য ব্যবহার করা হয় একটি যন্ত্র। এর তিনটি শলা থাকে লোহার। তার মধ্যে দুটি শলা আকারে বড়, একটি ছোট। এটিকে বলা হয় ওক (আখ) গাছ। শলাগুলো ঘোরালে আখ থেকে রস বের হয়। আগে শলাগুলো ঘোরানোর কাজে ব্যবহার করা হতো চারটি শক্তিশালী গরু।

    সে যাই হোক। কষ্টের উৎপাদন পদ্ধতি, দীর্ঘমেয়াদে মাঠ দখল করে রাখা, বিকল্প ফসলের আশঙ্কা প্রভৃতি কারণে অদূর ভবিষ্যতে হারিয়ে যেতে পারে ইতিহাসের মূল্যবান এ উপাদান।

    লিন্ক : লাল চিনি উৎপাদনে রেকর্ড

  16. মাসুদ করিম - ১৬ নভেম্বর ২০১১ (৫:৩৪ অপরাহ্ণ)

    সংক্ষিপ্ত, চিন্তাশীল, ব্যাপৃত হৃদয় মননের সমাজবিজ্ঞান ও রাজনৈতিক অভিজ্ঞান — এসব মিলেমিশেই বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের কলাম কখনো কখনো অবশ্যপাঠ্যেরও বেশি হয়ে পড়ে। যেমন আজ জনকণ্ঠে : একটা তিক্ততা, একটা ছন্নছাড়া ভাব সর্বত্র

    আওয়ামী লীগ কি একটি আন্দোলন? কিংবা একটি রাজনৈতিক দল? এই প্রশ্ন বিএনপি সম্বন্ধেও খাটে। বাংলাদেশে রাজনৈতিক দল মাত্র, আন্দোলনের চরিত্র থেকে দূরে সরেছে এবং আন্দোলন বহির্ভূত একটি রাজনৈতিক সিস্টেম হিসেবে টিকে আছে। সে জন্য রাজনৈতিক দল হিসেবে (আওয়ামী লীগ কিংবা বিএনপি কিংবা জাতীয় পার্টি) তার খ্যাতি পতনের দিকে দৌড়াচ্ছে। আন্দোলন জনপ্রিয় নয়, এবং রাজনৈতিক দলও জনপ্রিয় নয়। রাজনৈতিক দল হিসেবে দলবাজি এবং অদৰতা স্পষ্ট। রাজনৈতিক সিস্টেমের অর্থও তাই।

    বাংলাদেশের অভু্যদয়ের আগে আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, ভাসানী ন্যাপ কেবল রাজনৈতিক দল ছিল না, রাজনৈতিক দল উৎসারিত আন্দোলন ছিল। আন্দোলন ছড়িয়ে গিয়েছি ল সারা দেশে। রাজনৈতিক দল এবং রাজনৈতিক আন্দোলন ব্যক্তি ও সমষ্টির ওপর স্থায়ী কর্তৃত্ব ও প্রভাব ছড়িয়ে দিয়েছিল। আন্দোলনের প্র্যাকটিক্যাল গন্তব্য ছিল : অসংখ্য অসংখ্য মানুষকে আন্দোলনের মধ্যে সংগঠিত করা। এই সংগঠিত শক্তি রাজনৈতিক গন্তব্য তৈরি করেছে। আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, ভাসানী ন্যাপ : সব রাজনৈতিক দলের গন্তব্য : স্বাধীনতা এবং স্বাধীনতার কাঠামোর মধ্যে রাজনীতিকে গঠন করা। এই গঠন তৈরি করেছে রাজনীতির স্থায়ী কর্তৃত্ব এবং রাজনৈতিক দলের লৰ্য রাষ্ট্র ৰমতা দখল করা। রাজনৈতিক দলের জন্য রাষ্ট্র ক্ষমতা দখল নয়, রাষ্ট্র ক্ষমতা দখল সারা দেশের জন্য। এদিক থেকে রাজনৈতিক আন্দোলন কখনও শেষ হয়নি এবং কখনও শেষ হয় না।
    বাংলাদেশের অভু্যদয়ের পর, রাজনৈতিক দল এবং রাজনৈতিক আন্দোলনের মধ্যে ফারাক তৈরি হয়েছে। এই ফারাকের দরুন রাজনৈতিক দলের স্বার্থ সামনে এসেছে, কিন্তু রাজনৈতিক আন্দোলনের স্বার্থ পিছনে থেকে গেছে। রাজনৈতিক দল সাধারণ মানুষকে টোটালিটারিয়ানিজমের প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার করেছে। শ্রেণী কিংবা দলীয় ডিক্টেটরশিপ সরাসরি টোটালিটারিয়ান প্রভুত্বের দিকে অগ্রসর হয়েছে জিয়াউর রহমানের নেতৃত্বাধীন বিএনপি এবং এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি সাধারণ মানুষকে একদিকে শ্রেণীস্বার্থ এবং সশস্ত্র শক্তির স্বার্থের কাঁচামাল হিসেবে ব্যবহার করেছে। অন্যদিকে সশস্ত্র শক্তির স্বার্থ প্রধান হয়ে উঠেছে। তার ফলে বিএনপি এবং জাতীয় পার্টি সংগঠিত রাজনৈতিক কমিউনিটি হয়ে উঠতে পারেনি। আওয়ামী লীগ সশস্ত্র শক্তির কাছে নতিস্বীকার করে রাজনীতির পশ্চাৎপটে সরে গেছে এবং ৰুদ্র কৃষকের রাজনৈতিক দল হিসেবে বহুদিন কাজ করেছে। সেজন্য সাধারণ মানুষ, আওয়ামী লীগের দিক থেকে প্রবল রাজনৈতিক শক্তি হিসেবে রূপানত্মরিত হতে পারেনি। স্বাধীনতা যুদ্ধের আগে আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি এবং ভাসানী ন্যাপ ৰুদ্র কৃষককে সংগঠিত করে নির্দিষ্ট অর্থনৈতিক স্থান এবং শ্রেণীস্বার্থকে শক্তিশালী করেছে। এই শক্তিশালী করার এক অর্থ হচ্ছে কলোনিয়াল রাষ্ট্রের সশস্ত্র শক্তির বিরোধিতা অর্জন করা, অন্য অর্থ হচ্ছে স্বাধীনতাউত্তর রাষ্ট্রশক্তির সঙ্গে সশস্ত্র শক্তির অঙ্গাঙ্গি সম্পর্ক সামনে চলে আসা। স্বাধীনতাউত্তর রাষ্ট্রশক্তির সঙ্গে সশস্ত্র শক্তির অঙ্গাঙ্গি সম্পর্কের সকল সুযোগ ও সুফল বিএনপি এবং জাতীয় পার্টি আত্মসাত করেছে, কিন্তু আওয়ামী লীগ আত্মসাত প্রক্রিয়া থেকে দূরে থেকেছে। রাষ্ট্রকে জয় করেছে সশস্ত্র শক্তি, জয়ী এই শক্তিকে পরোয়া করে চলে রাজনৈতিক দল (মেট্রো রেলের ব্যাপারে শেখ হাসিনার সিদ্ধানত্ম ভাববার মতো)। সশস্ত্র শক্তি নিজেদের স্বার্থ অৰত রেখে পেছনে হটেছে, সাংবিধানিক শক্তিকে সম্পূর্ণভাবে জায়গা ছেড়ে দেয়নি। বিএনপি এবং জাতীয় পার্টি এখানেই আনাগোনা করে, সশস্ত্র শক্তিকে ব্যবহার করার চেষ্টা করে টোটালিটারিয়ান শাসকের স্বার্থে।
    ‘মব’ হচ্ছে বিএনপির ৰমতার ভিত্তি। ‘মব’ হচ্ছে সকল শ্রেণী থেকে উদগত শ্রেণী, ডিক্লাস। এই ডিক্লাসের অনত্মর্গত হচ্ছে ব্যর্থ রাজনীতিবিদরা, সুবিধাভোগী মিসফিটরা। এই সব মিলিয়ে বুর্জোয়াদের ভূতল (বিএনপি বাদেও এই ভূতলের বাসিন্দা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের লোকজন)। এক হিসেবে বলা যায়, ‘মব হচ্ছে পার্টি সিস্টেম ভাঙ্গনের ফল। এই ভাঙ্গনের ফল আমরা কি দেখি না বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের রাজনীতির মধ্যে।
    রাজনীতি যে স্থিতিশীল শ্রেণী কাঠামো তৈরি করেছে (স্বাধীনতা-পূর্ব রাজনৈতিক দলের ৰেত্রে) তার বদলে তৈরি হয়েছে ‘মব’ : জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, কখনও কখনও আওয়ামী লীগের মফস্বলের রাজনীতিতে। বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ স্বাধীন শ্রমজীবী শ্রেণীর রাজনৈতিক হুমকি প্রান্তিক করেছে অধিকতর শক্তিশালী পর্াির্ট নেতাদের দিয়ে (শ্রমিক দল কিংবা আওয়ামী লীগের বিভিন্ন শ্রমজীবী সংগঠনের কথা মনে রাখা দরকার)। এভাবে মুছে যেতে চলেছে শ্রেণী সচেতন সংগঠনগুলো। স্বাধীন ৰুদ্র কৃষক উচ্ছন্নে যেতে বসেছে গ্রাম ছাড়তে বাধ্য হয়ে, একই সঙ্গে উচ্ছন্নে যেতে বসেছে মার্কেট ফ্রিডমে উধাও হয়ে। একটা তিক্ততা, একটা ছন্নছাড়া ভাব সর্বত্র।

  17. মাসুদ করিম - ১৭ নভেম্বর ২০১১ (১:৪১ পূর্বাহ্ণ)

    জাপানের ফ্রিল্যান্স সাংবাদিক সাতোশি কামাতা, যিনি জাপানের শ্রমবাজারের বিভিন্ন অনিয়ম, অত্যাচার ও মিথ্যাচার রিপোর্ট করেছেন, যিনি জাপানের প্রায় সব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজের ধরন ও বিপদ নিয়ে বিশদে লিখেছেন, তার সাম্প্রতিক এই সাক্ষাৎকারটি পড়লে আমরা অনুসন্ধানী রিপোর্ট সম্বন্ধে অনেক কিছু জানতে ও বুঝতে পারব।

    Besides reporting on nuclear matters since 1970, though, Kamata is also well known for his dogged coverage of labor issues, the U.S. military bases in Okinawa and education issues affecting Japan’s socially disadvantaged.

    But this son of an acupuncturist in his native Hirosaki in northerly Aomori Prefecture is no mere talking head. In fact, after graduating from high school he moved to Tokyo and started working as a laborer in a factory making 8-mm movie cameras before moving to a print factory that used mimeographs — stencil-duplicators that predated photocopying. Faced with awful working conditions there, Kamata formed a labor union, but even after he and the other union members were fired as a result they continued to protest by staying at their jobs.

    It was that labor struggle that motivated him to write about his experiences, and at age 22 in 1960 he entered Waseda University to prepare himself for a career shift. So, after graduating he got a job as a staff writer with Tekko Shimbun (Japan Metals Daily) before moving on to become editor of the now-defunct magazine, Shinpyo (New Analysis).

    At age 30, however, Kamata left the security of a steady salary behind to become a freelance writer. Since then he has pursued that career actively, several times going undercover as a casual worker at major companies’ factories. One result of this was his acclaimed 1973 book “Jidosha Zetsubo Kojo” (“Automobile Factory in Despair”), which was translated into English in 1982 as “Japan in the Passing Lane.”

    As well, Kamata has reported on all 54 nuclear reactors at power plants around Japan and has published several books on nuclear issues, including “Nihon no Genpatsu Kiken Chitai” (“Nuclear Power Dangerous Zones in Japan”) in 1982 and “Rokkasho Mura no Kiroku” (“The Record of the Village of Rokkasho”) in 1991. That 1991 book — which brought to light the protests of farmers in the Aomori Prefecture village of Rokkasho against the construction of a nuclear fuel reprocessing plant there — won him the prestigious Mainichi Shuppan Bunka Sho (Mainichi Publications Culture Prize).

    Among many other honors for the more than 120 books he has written, Kamata also won 1990’s Nitta Jiro Award for nonfiction for “Hankotsu” (“Rebel Spirit”), his book about Tomin Suzuki (1895-1979), a journalist who campaigned against the authorities before, during and after World War II.

    When did you start reporting on the nuclear power industry?

    In 1970, I went to the village of Rokkasho in Aomori Prefecture (where a uranium enrichment facility opened in 1992, and a nuclear fuel reprocessing plant is scheduled to open this month). At that time, no plans for any of that had been announced, but I already knew from an interview I’d done with an official at an organization affiliated with the Ministry of International Trade and Industry. He had told me that a group in charge of locating industries had compiled a report that included a plan of the reprocessing plant. That report was not officially made public until 1984.

    However, although I have been writing about such matters for so many years, until the present nuclear crisis the public has been largely unaware of any problems with the nuclear power industry.

    In 1954, for example, Diet member Yasuhiro Nakasone (who was prime minister from 1982-87) helped prepare a ¥235 million budget proposal for nuclear power research. He actually admitted in a book that he decided on that figure because it appeared in the name of the element uranium 235, which was in the atomic bomb dropped on Hiroshima nine years before. I had written about his comment, but not many people paid attention.

    Another thing is that in Mutsu City in Aomori Prefecture — which has a temporary facility for storing spent nuclear fuel — the City Hall building is a former shopping center. It was reported just yesterday that the city bought that building and then renovated it at a total cost of ¥2.8 billion — but actually, ¥1.2 billion of that was from Tepco, who operates the storage facility.

    So newspapers have finally begun to report the reality of the nuclear industry. But why didn’t they do so before? Well, that was because reporters were effectively paralyzed because whenever they wrote articles about such issues, their newspapers declined to publish them.

    Why weren’t the articles published?

    I am not completely sure. However, they derived a huge amount of advertising income from the power companies and the government. For instance, each local newspaper in prefectures that were hosting nuclear power plants or other nuclear power facilities would carry dozens of electricity ads — often full- or half-page ones — every month.

    From way back though, when Matsutaro Shoriki (a former owner of the Yomiuri Shimbun, the nation’s top-selling daily newspaper) returned from a trip to the United States in the early 1950s, he began to enthusiastically promote nuclear power in the media he controlled. As well, Shoriki — who was reportedly cozy with the CIA — organized many events promoting nuclear power.

    Although the Yomiuri Shimbun was initially the main promoter of nuclear power in Japan, its rival the Asahi Shimbun gradually followed suit and began to run the power companies’ ads promoting nuclear power as well.

    Other newspapers then jumped on the bandwagon as well — and all those advertising costs were added to the electricity bills.

    Interestingly, I once asked a staff writer at the Asahi Shimbun why he or his colleagues didn’t write articles on nuclear issues.He said: “Yes (our paper is aware of problems), but . . . ”

    You have been to all the nuclear power plants in Japan. What kind of things do people and officials in areas hosting those plants tell you?

    Local government officials never wanted to talk about nuclear plants, though I think that may have changed since the Fukushima crisis.

    I used to ask them how much property tax they got from the plant operators, or what percentage of their total tax income came from power companies. But they’d always refuse to give the data, saying “it is private information.” When I visited the City Hall in Tsuruga, Fukui Prefecture, I met a section chief of the city government and asked him about the Monju fast-breeder nuclear reactor that the city hosts. He refused to give me any information, and just handed me a pamphlet about the (unrelated) Genkai nuclear power plant (in Kyushu).

    Did the official explain why he wouldn’t give you any information?

    He said: “I cannot say anything because I don’t know what kind of stance you have on nuclear power.” I was totally upset. But other local governments also responded in similar ways.

    The national government maintains that Japan’s nuclear power policy is “democratic, independent and open.” In fact those words first appeared in the Atomic Energy Basic Law that future Prime Minister Nakasone helped to push through in 1955 when he was a mere lawmaker in the Diet. It is said that he had to include those words because many scientists were afraid Japan would not just use nuclear power for peaceful purposes.

    Do those three words reflect the reality?

    No. I believe that nuclear policy is not “democratic, independent and open,” but is undemocratic, dependent and secret. And that’s the truth.

    I have met many mayors of places hosting nuclear power plants and asked them: “Isn’t the nuclear power plant in your town dangerous?” And they answered: “It is safe because the national government says so.”

    Have you talked to the farmers or fishermen in such areas?

    Yes. But only people opposing nuclear plants spoke to me. Those who had once opposed them but who had changed their stance to supporting the plants didn’t talk. Even people supporting nuclear plants and many ordinary citizens often wouldn’t speak because they had something to gain from the power companies.

    In your books on nuclear power, you have termed it a sword of Damocles. What do you mean by that?

    The original myth is about the status of a king (Dionysius of Sicily) not being as secure as it may appear. I think that is a fitting comparison to the apparently prosperous lifestyle in Japan which actually exists with a sword, which is radiation, hanging over it by a thread.

    Why do you think the Fukushima nuclear crisis happened?

    The government and Tepco have been fostering enormous contradictions. They have repeatedly said that nuclear power is safe — even though scientists opposed to nuclear power have long pointed out that if an earthquake and tsunami hit a nuclear plant, it could run out of reactor cooling water if its power supply was interrupted.

    বিস্তারিত পড়ুন : CLOSE-UP: Satoshi Kamata — পৃষ্টা এক/দুই এবং দুই/দুই

  18. মাসুদ করিম - ১৭ নভেম্বর ২০১১ (২:১৭ অপরাহ্ণ)

    সিলভিও বারলুসকোনির বিদায় ও মারিও মোন্তির অভিষেক, ইতালির ভাগ্য নির্ধারণের আর কোনো উপায় খুঁজে পাওয়া যায়নি। একটি জাতির ভবিষ্যৎ টিকিয়ে রাখতে একজন টেকনোক্রেট প্রধানমন্ত্রী কতটুকু ভূমিকা রাখবেন, এটাই এখন দেখার।

    We Italians must be aware that we are going through a structural crisis, which can be solved only with a long and constant effort – it will take years. Italy has many fundamental strengths: the wealth of individual families, private savings, the manufacturing sector, and so on. This is why the country is still among the top Western economies. But now in the face of the sovereign debt crisis, there are no more excuses. In the 20 years since the fall of the Berlin Wall, Italy lost the geopolitical advantages it had long enjoyed from being the last frontier of the Western world. It has also lost the economic advantages it had from devaluating its currency.

    It was never able to recover from these losses. Instead of passing reforms necessary to compete in the global economy, we stuck our collective head in the sand. This is the moment of truth: we are losing more and more competitiveness with each passing day. Italians finally must find their own national mission, which is necessary for every country in order to survive. We swing between a frustrated Euro-centrism, an on-and-off Atlanticism, occasional Mediterranean policies, some pro-Russia choices to protect energy resources, and so on.

    This is an emergency government. Today, national interests are no longer fiscal interests. Necessary choices, and the costs that come with them, must be accepted and shared to start a serious debate over the future of Italy and its place in Europe. Italy is weak right now, but it must find its own voice and make it heard. The management of the euro zone crisis has shown the limits of the Franco-German alliance. Germany counts too much, and some of its economic recipes won’t work. And France thinks it counts more than it actually does. A functioning Italy with a vision is needed.

    We need it, and Europe needs it too. You may say I’m an idealist. But if we tell the truth, if Italy returns to be a place and project worthy of investments, Italians will choose Italy. Italians, and not only our political class, must give up the old alibis. Our country’s fate is not only in the hands of other people, or other countries, it is not only dictated by governments and markets. Our own individual responsibilities and choices will ultimately determine the path of the Italian destiny.

    বিস্তারিত পড়ুন : Destiny Of A Nation: For Italy,
    Now Comes The Hardest Part

  19. মাসুদ করিম - ১৯ নভেম্বর ২০১১ (৯:৪৫ পূর্বাহ্ণ)

    সেই ‘bonny lassie’ হয়েছিলেন পরবর্তীতে ইন্দিরা গান্ধী

    When Indira was born on Nov 19, 1917, the Scottish doctor who was attending to Kamla Nehru announced to Jawaharlal Nehru: “It is a bonny lassie, Sir!”
    The womenfolk around Jawaharlal’s mother, Swaroop Rani, pulled long faces in sympathy. This irritated his father, Motilal, prompting him to chide his wife: “You must not say such a thing. Have we made a distinction between our son and two daughters in their upbringing? Do you not love them equally? This daughter of Jawahar’s, for all you know, may prove to be better than a thousand sons.”
    The baby was named Indira by Swaroop Rani, who was a strong-willed and dominating woman. Jawaharlal and Kamla wanted to name their daughter Priyadarshani (‘dear to behold’); so she was named Indira Priyadarshani. As per the Nehrus’ custom, after a few days, the young baby was taken to the major-domo of the house, the ailing Mubarak Ali.
    Wrapped in an exquisite Kashmiri shawl, Indira was carried to Mubarak Ali’s cottage. When the pink and white baby was placed in Munshiji’s outstretched hands, tears of joy rolled down the old man’s cheeks, wetting his long white beard.
    He looked up to Motilal, Jawaharlal, Kamla, Swaroop Rani and the rest and said: “Mubarak ho, Bhai and Bhabhi Saheb! May Allah’s blessings go with the child, who should be a worthy heir to Jawahar as Jawahar has proved a worthy and wonderful son to you, and may the child illuminate the name of Nehru.”
    According to Indira’s aunt, Krishna Nehru Hutheesing, who was there when Mubarak Ali said this, Munshiji was told that the baby was a girl but he kept addressing her as the ‘grandson’ of Motilal Nehru.
    Writer and filmmaker Khwaja Ahmad Abbas, a close friend of Nehru’s, witnessed Indira’s acumen in economy first hand in August 1954. Abbas had just screened his film, “Munna”, the first songless Hindi movie, for a select audience including Nehru.
    Nehru, a movie buff, was so moved by child star Master Romi’s performance that he invited him for breakfast the next morning. Abbas asked Nehru if the entire unit, including the other actors and technicians, could accompany Romi. Before saying ‘yes’, Nehru called up Indira and asked her in a low voice: “Indu, have we got enough cereal and eggs to invite this whole gang for breakfast?”
    Later, Abbas met up with Indira and asked her why she had not said an outright ‘yes’ to her father’s query. To the filmmaker’s surprise, the prime minister’s daughter, who ran the household at Teen Murti House, said: “It’s no joke running the house of a hospitable and large-hearted man like my father on the fixed salary that he gets!”
    Indira told Abbas that quite often the prime minister’s salary was not enough to pay the grocer’s bills and at the end of the year, Nehru owed a substantial amount to various creditors. The debts were paid when the prime minister received his yearly royalties from the foreign publishers of his books.

    লিন্ক : Book excerpt: When Indira’s birth drew long faces!

  20. রেজাউল করিম সুমন - ১৯ নভেম্বর ২০১১ (১০:৪৮ অপরাহ্ণ)

    মধ্যচিত্ত প্রতিষ্ঠার নিরাপদ রাস্তা দিয়ে হাঁটতে চায়। সুবিধাজনক অবস্থার কল্যাণে প্রাপ্ত ইংরেজিজ্ঞানকে জ্ঞানার্জনের উপায় এবং মানদণ্ড হিসেবে ব্যবহার করা গেলে তাই তার চেয়ে সন্তুষ্ট কেউ থাকে না। অসম্ভব জেনেও তাই গোটা জাতিকে বাইল্যাঙ্গুয়াল করার প্রস্তাবে এত উৎসাহ। এর শত হাজারগুন কম অর্থ দিয়ে কিন্তু উচ্চস্তরের সকল টেক্সট বাংলাতে অনুবাদ করার মহাযজ্ঞ সফলভাবেই শেষ করা সম্ভব। বিজ্ঞান চর্চা নয়, তার একমাত্র বিবেচনা ব্যক্তিগতভাবে পেশাগত সাফল্য অর্জন। বিশ্ববিদল্যায়ের টেক্সটগুলোকে তাই মাতৃভাষায় আয়ত্ত করার প্রস্তাবে তার উৎসাহ সঙ্গতকারণেই কম। কিন্তু বিশ্বসভায় আসন নিতে গেলে, সত্যি সত্যি নতুন চিন্তার জন্ম দিতে গেলে জ্ঞানকে কেবল গোটাকয় মানুষের মাঝে সীমাবদ্ধ রাখলে চলবে না কিছুতেই। আজকে যারা হাতের আঙুলে গুনছেন কীর্তিমান বাঙালির সংখ্যা, তাদের শুধোই মাতৃভাষায় জ্ঞানের বিস্তার ঘটার আগেকার কতজন জার্মান বা বৃটিশ চিন্তাবিদের নাম আপনি বলতে পারবেন?

    পড়ুন bdnews24.com-এর ‘মতামত বিশ্লেষণ’ বিভাগে ফিরোজ আহমেদের লেখা : বাঙালি মধ্যচিত্তের হিপোক্রাসি

  21. মাসুদ করিম - ২০ নভেম্বর ২০১১ (২:৪৪ অপরাহ্ণ)

    মোহাম্মদ হানিফের মতে ২০১২ হবে পাকিস্তানের জন্য crucial, তাই যেন হয়।

    He feels fighter planes and tanks in India and Pakistan can be used to take kids for joyrides and jokes that being a Pakistani author automatically makes him an expert on radical Islam and water disputes! But Mohammed Hanif is dead serious when he says 2012 will be crucial for his country.

    ‘Since I was a child, I have been hearing that the next year is going to be crucial in the country’s history. But it does seem the next year (2012) will be crucial. For the first time an elected government will complete its term and there will hopefully be a peaceful transfer of power (to the next government). That will be a first in Pakistan’s history. So, interesting times,’ journalist-cum-writer Hanif told IANS in an interview.

    Trained to become a pilot, Hanif is today one of the most popular literary voices from Pakistan, though he says not many read books in his country.

    ‘There are probably more people who write them! It seems every third person is a poet. But a lot of urban youth take their reading seriously. So hopefully, better times ahead for writers,’ says the author who is in his 40s.

    ‘We have a lot of freedom in Pakistan, we can say whatever we want to, but always at our own risk because the government is not likely to protect the weak or the poor or the outspoken,’ says the outspoken author, very much at his own risk.

    বিস্তারিত পড়ুন, এখানে

  22. মাসুদ করিম - ২০ নভেম্বর ২০১১ (৬:০১ অপরাহ্ণ)

    ছাই থেকে জন্ম নেবে ফিনিক্সের মত নতুন ইউরোপ? এই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে জন্ম নেবে ইউরোপিয়ান যুক্তরাষ্ট্র?

    The German chancellor and French President Nicolas Sarkozy more or less singlehandedly implemented the bailout plan for Greece, brought down the government in Athens and placed ailing member state Italy under international supervision. The words “History is being made in Cannes” were emblazoned on posters in the city during the G-20 summit there in early November. But that’s new history. Old Europe, that construct of unity housed in imposing buildings in Brussels, that visionary collection of ideas about peace, freedom and prosperity, the Europe of big words and impenetrable treaties, the Babylonian monster that spits out tons of paper in 23 languages every day, meddles in everything and tries to spoon-feed its citizen. That Europe no longer exists.

    Citizens in Athens and Brussels, Madrid and Berlin are taking to the streets of the tottering continent to protest against their politicians. Has Europe turned into a nightmare?

    It is time to stop complaining. The new Europe will be a dream, not a nightmare.

    Unlike Fischer, not everyone with ambitious plans the future of Europe goes jogging in the November fog. There are many other big thinkers in the most influential nations of the European Union, people who are hard at work developing plans for a European house, one that will be better, more democratic, more unified and more impervious to crises than today’s Europe.

    In capitals across the Continent, governments have assembled their experts for brainstorming sessions, while international law experts and political scientists gathered at think tanks are busy developing models and seeking a future for Europe. Influential thinkers like German philosopher Jürgen Habermas have weighed in on the debate as they try to shape a united continent.

    Philosopher Habermas refers to the global societies that can no longer afford to solve their problems on a nation-by-nation basis as the “post-national constellation.” On issues from finance to climate, energy and immigration, Habermas finds it “simply foolish to assume that Europe’s voice will still count if it doesn’t learn to speak with one voice.”

    To leading thinkers and international law experts, it already seems foolish today to distinguish within Europe between domestic and foreign policy. “The difference between domestic and foreign is beginning to blur,” says Habermas, noting that international law and domestic law are starting to resemble one another. Frankfurt constitutional law professor Erhard Denninger questions “whether it will even make sense in the future to speak of national sovereignty.”

    For Denninger, one of the leading experts on the German constitution, the notion that European nations only stand a chance of preserving their national identities within a union is old hat. He cites Hermann Heller, an important constitutional law professor in the Weimar Republic, who, shortly after the catastrophe of World War I, raised the question of “whether the only hope of saving the cultural individualism of the European nations is through a sovereign European federal nation.”

    A few catastrophes and almost 100 years later, the problem is still — or again — on the agenda. But who is asking the question as clearly today?

    “Those who want Europe should finally say where they want to go,” says former Foreign Minister Fischer, one of the instigators of the EU constitution that was defeated in French and Dutch referendums in 2005. Europe, says Fischer, cannot “continue to be something diffuse, abstract, some sort of legal entity. What we’re talking about is the realization of the United States of Europe.”

    The Schengen model, the back alley to a united Europe, is repeating itself in the crisis. The bailout fund for insolvent euro countries, called the European Financial Stability Facility or EFSF, and its permanents successor, the European Stability Mechanism (ESM), which is still being formed, are constructs based on intergovernmental agreements among a few EU countries — the Merkel method. And yet, step by step, they may be leading to new institutions at the European level, a kind of European economic government. They may even pave the way to make the necessary changes in the Lisbon Treaty.

    The crisis changes everything. Elsewhere in Europe, many also see the gradual, virtual communitization of economic and fiscal policy as the path to more Europe. “The financial crisis,” says constitutional judge Sabino Cassese in crisis-shaken Italy, has given the entire European Union “a big push.” The “new agencies to control and supervise the financial markets,” he adds, have “expanded the efficiency of the community.”

    “In a strange way,” says European law professor Mario Chiti, the hasty intergovernmental agreements on bailing out Greece have led to the development of a fixed “construct,” which now, like an EU institution, is subject to the jurisdiction of the European Court of Justice in Luxembourg.

    According to Chiti’s analysis, even the European Council has followed the Schengen back alley to becoming the most important institution in European politics. The body, made up of European heads of state and government, didn’t even exist at first. At first, the show in Brussels was run by the councils — groups of ministers from the member state that were responsible for discussing and deciding on proposals from the Commission.

    The “European Council” came into being over the years through an initially informal agreement among the leaders of the member states. It was a completely un-European approach: The group of the powerful was to supervise the activities of the councils in Brussels and make national interests a binding benchmark in Brussels. It was only under the 2009 Lisbon Treaty that the European Council was provided with its own rights. “In this way,” says Chiti, “a control instrument of the nation states became an engine of integration.”

    Not surprisingly, Polish Prime Minister Donald Tusk has reacted sensitively to separate agreements within the Euro Group, calling them “insulting” to neighboring countries. The Poles, who are very enthusiastic about Europe, fear nothing more than to be counted as part of the EU’s Easter European contingent, while the western countries distance themselves from the rest. Potential plans to tighten the economic criteria for joining the euro club before Warsaw becomes a member are seen as a threat. Pawel Swieboda, head of the Warsaw think tank DemosEuropa, holds the Germans accountable, saying: “Poland’s accession to the euro zone is a German-Polish project.”

    Poland has so far been firmly on Merkel’s side in the euro crisis. The ambitious Poles, a majority of whom are enthusiastic about the euro, value the prospect of making their own contribution to Europe’s future.

    Still, it is France which could prove to be the greatest problem when it comes to building a core Europe. Europe is inconceivable without France. “But,” wonders Fischer, “will they play along?”

    There are political thinkers in France who agree with Fischer. One of them is Jean-Louis Bourlanges, 65, a member of the European Parliament for many years, who chaired the Budgetary Control Committee and later the Judicial Committee of the European Parliament, and was also involved in drafting the European constitution.

    The center-left European politician mainly wants to see an improvement in democratic control of the European executive. Bourlanges, one of the key voices on the Paris audit court, learned in Strasbourg and Brussels how important direct exchanges among parliamentarians from the various European countries can be. For this reason, he proposes a new committee to monitor joint budgetary targets and sanctions for violations. It would include the chairmen of the national budget committees, as well as the budget experts among the members of the European Parliament. This committee would debate joint solutions and make regulatory proposals. Bourlanges does not believe that any further relinquishment of sovereignty is useful. Under his proposal, decisions would be reached by a qualified majority of the euro-zone countries.

    বিস্তারিত পড়ুন : How the EU Can Emerge from the Ashes, The Approaching Reality of a Smaller Europe, The Problems of the ‘Merkel Method’ The French Hurdle

  23. মাসুদ করিম - ২২ নভেম্বর ২০১১ (২:৩৮ অপরাহ্ণ)

    ক্যানসারের বিরুদ্ধে রোগীর নিজস্ব প্রতিরোধ ব্যবস্থাকে আরো বাড়িয়ে তুলবে ভারতীয় বিজ্ঞানীদের তৈরি ক্যান্সারের টীকা। এই টীকা পশুদের উপর পরীক্ষা করে ভাল ফল পাওয়া গেছে — এবার মানুষের উপর ট্রায়াল শুরু হবে প্রথমে মাদ্রাজে এবং পাশাপাশি আমেরিকায়ও। খবরের লিন্ক এখানে

    • মাসুদ করিম - ৩০ নভেম্বর ২০১১ (২:২৮ অপরাহ্ণ)

      কিউবায় চলছে স্করপিয়নের বিষ ব্যবহার করে ক্যান্সার প্রতিরোধী ওষুধ তৈরির গবেষণা।

      Cuba is working on four research projects on anti-cancer treatments using the venom of a type of scorpion that is endemic to the island, government officials announced Tuesday.

      One of those projects, which is being undertaken by the Cuban firm Labiofam, has come to fruition and the homeopathic medication Vidatox is already being sold in Cuba. Vidatox is a pain-alleviating therapeutic measure that is intended to compliment the treatment of cancer symptoms.

      These and other experiences will be presented at the 2nd International Conference being held by Labiofam next September along with a Symposium on Natural Products in Therapy against Cancer, according to what company president Jose Antonio Fraga said at a press conference.

      Cuban scientists have verified that the toxin in the venom of the Rophalorus junceus scorpion has an analgesic, antiinflamatory and antitumoral effect.

      The toxin is extracted from the scorpion using electrical stimulation and each animal can contribute about 0.02 milliliters of venom, equivalent to two or three drops.

      To enable scientists to pursue this research, which was begun 15 years ago, Cuba created a network of scorpion raisers all over the country, Fraga noted, adding that the research leading to the creation of the medication cost some 23 million pesos (almost $1 million). EFE

      খবরের লিন্ক : Cuba Working on Anti-Cancer Treatments Using Scorpion Venom

  24. মাসুদ করিম - ২২ নভেম্বর ২০১১ (২:৪৯ অপরাহ্ণ)

    স্পেনে জয়ী পপুলিস্ট দক্ষিণপন্থীরা, সোসালিস্টরা পরাজিত হলেও বেড়েছে বামপন্থীদের আসন সংখ্যা। পড়ুন এখানে

  25. রেজাউল করিম সুমন - ২৬ নভেম্বর ২০১১ (৭:০৩ পূর্বাহ্ণ)

    উদ্‌যাপিত হচ্ছে ছায়ানটের সুবর্ণ জয়ন্তী।

    পড়ুন : ছায়ানটের ৫০ বছর

  26. রেজাউল করিম সুমন - ২৬ নভেম্বর ২০১১ (৮:০৩ পূর্বাহ্ণ)

    রাত সাড়ে তিনটার দিকে প্রয়াত হয়েছেন কথাসাহিত্যিক রশীদ করীম (১৪ আগস্ট ১৯২৫— ২৬ নভেম্বর ২০১১)।
    কোনো ওয়েবসাইটেই এখনো পর্যন্ত খবরটি আসেনি। কেবল ইংরেজি উইকিপিডিয়ার [অসম্পূর্ণ] ভুক্তিতে তাঁর মৃত্যুতারিখের উল্লেখ রয়েছে।

    পুরোনো লেখার লিংক :

    ১. রশীদ করীমের সাক্ষাৎকার : মনে পড়ে বন্ধুদের
    ২. রশীদ করীমের সঙ্গে কিছুক্ষণ
    ৩. রশীদ করীম একজনই
    ৪. Rashid Karim : A Successful Narrator of Middle Class Mind

  27. মাসুদ করিম - ২৯ নভেম্বর ২০১১ (১০:৩৭ পূর্বাহ্ণ)

    দীর্ঘ রোগভোগের পর আসামের আরেক কৃতীসন্তান সাহিত্যিক ইন্দিরা গোস্বামী আজ সকালে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

    Assamese litterateur Indira Raisom Goswami, who had taken the initiative to bring the ULFA to the negotiating table, on Tuesday passed away at a hospital here after prolonged illness.

    The condition of 69-year-old Goswami, who suffered a cerebral stroke in February last, turned critical last night and she was declared dead at 7:45 am, Guwahati Medical College Hospital Superintendent R. Talukdar said.

    The Jnanpith award winning writer was taken to a hospital in New Delhi earlier this year for further treatment but was brought back here in July and was undergoing treatment at the Gauhati Medical College and Hospital (GMCH) since then.

    She was in a paralysed state and on ventilator support.

    খবরের লিন্ক এখানে

  28. মাসুদ করিম - ২৯ নভেম্বর ২০১১ (৬:১৯ অপরাহ্ণ)

    দণ্ডকারণ্যে বাঙালি উদ্বাস্তুদের দেওয়া জমি চাষযোগ্য ছিল না। অধ্যাপক শেখর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় গবেষক গর্গ চট্টোপাধ্যায়। পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে যাওয়া রিফিউজিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার।

  29. রেজাউল করিম সুমন - ৩০ নভেম্বর ২০১১ (১২:৩০ পূর্বাহ্ণ)

    সার্ধশততম রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে স্মারক মুদ্রা ছেড়েছে বাংলাদেশ ব্যাংক।

    রবীন্দ্রনাথের সম্মানে স্মারক মুদ্রা

    ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে স্মারক মুদ্রা ছেড়েছে বাংলাদেশ ব্যাংক।

    ১০ টাকা অভিহিত মূল্যের এই মুদ্রাটির বাজারমূল্য হবে ৩৫০০ টাকা। রূপা দিয়ে নির্মিত মুদ্রাটির ওজন ২২ দশমিক ১০ গ্রাম।

    রবীন্দ্রনাথ সম্পর্কে লেখা বিভিন্ন প্রবন্ধ নিয়ে ‘বাঙালির চিরসঙ্গী রবীন্দ্রনাথ’ নামে একটি স্মারকগ্রন্থও প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

    শনিবার বিকালে মিরপুরের বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমীতে মুদ্রা ও বইটি উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

    মুদ্রার এক পিঠে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি এবং প্রতিকৃতির ওপরে ও নিচে বাংলা-ইংরেজি দুই ভাষায় ‘রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী-২০১১’ লেখা রয়েছে। এ ছাড়া বাম দিকে ইংরেজিতে মুদ্রিত রয়েছে ১০ ও দশ টাকা।

    মুদ্রার অন্য পিঠে ‘হে নতুন দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ’- এ পংক্তিটি, রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাক্ষর, বাংলায় ও ইংরেজিতে ‘বাংলাদেশ ব্যাংক’ কথাটিও রয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়সহ ব্যাংকের সব শাখা কার্যালয় এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে নগদ সাড়ে তিন হাজার টাকায় একটি কাঠের বাক্সে মুদ্রাটি যে কেউ নিতে পারবেন।

    অনুষ্ঠানে রবীন্দ্রনাথের সঞ্চয়িতা কাব্যগ্রন্থ থেকে কয়েকটি কবিতা উদ্ধৃত করে অর্থমন্ত্রী বলেন, “রবীন্দ্রনাথ তার সর্বত্রগামী প্রতিভায় সাহিত্য, অর্থনীতি প্রতিটি ক্ষেত্রেই অবদান রেখেছেন। নতুন প্রজন্মের প্রতি আমার পরামর্শ, আপনারা রবীন্দ্রনাথ পড়–ন। তার কাছ থেকে জীবনের জন্যে অনেক কিছু শেখার ও নেওয়ার আছে।”

    কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, “মহাজনী ঋণের ফাঁদ থেকে সর্বশান্তদের রক্ষায় রবীন্দ্রনাথ ১৮৯৪ সালে শিলাইদহে প্রথম কৃষি ব্যাংক স্থাপন করেন। পরবর্তীতে পতিসরে ১৯০৪ সালে কৃষি সমবায় ব্যাংক ও শ্রীনিকেতনে ১৯২৭ সলে বিশ্বভারতী সমবায় কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করেন।”

    সাহিত্য-সংস্কৃতির পাশাপাশি অর্থনীতি ও মানুষ নিয়ে রবীন্দ্রনাথের চিন্তার প্রতি শ্রদ্ধা জানাতে স্মারক মুদ্রা ও বই প্রকাশ বলে মন্তব্য করেন গভর্নর।

    গর্ভনর জানান, ডিসেম্বরে বিজয়ের ৪০ বছর উপলক্ষে প্রথমবারের মতো ৪০ টাকা রূল্যের একটি স্মারক মুদ্রা ছাড়া হবে। এটি হবে বাংলাদেশে প্রথমবারের মতো এই মূল্যমানের মুদ্রা।

    এছাড়া কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার ৯০তম বছর উপলক্ষে আরেকটি মুদ্রা ছাড়া হবে বলে জানান তিনি।
    রবীন্দ্রনাথের অর্থনীতি ও সমাজ ভাবনা নিয়ে অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সনৎ কুমার সাহা।

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/২২০০ ঘ.

  30. মাসুদ করিম - ৩০ নভেম্বর ২০১১ (১১:৫৫ পূর্বাহ্ণ)

    পিয়া বাসন্তী রে খ্যাত সারেঙ্গী সম্রাট সুলতান খান দেহত্যাগ করেছেন গত রবিবার ২৭ নভেম্বর ২০১১, গত চার বছর ধরে কিডনি সচল রাখতে ডায়ালাসিস করতে হচ্ছিল নিয়মিত,রবিবার বিকালে তার কিডনি চিরদিনের জন্য অচল হয়ে গেল। এখানে শুনুন দেখুন তার বিখ্যাত কিছু সঙ্গীতসৃষ্টি

  31. মাসুদ করিম - ৩০ নভেম্বর ২০১১ (১২:৫৭ অপরাহ্ণ)

    গীতিকাররা পর্দার অন্তরালেরই শিল্পী। তেমনি একজন অসাধারণ শিল্পী ছিলেন ফাইয়াজ হাশমি। কাজ করেছেন ভারতে ও পরে পাকিস্তানে। জন্মেছিলেন কলকাতায় সেখানেই একেবারে ছোটবেলা থেকে গান লিখে কর্মজীবনের শিল্পীজীবনের শুরু, পাকিস্তানের প্রাদেশিক শহর ঢাকাতেও ছিলেন কিছুদিন, তারপর চলে গেলেন লাহোরে। ১৯২০ সালে জন্ম আর মারা গেলেন ২০১১ সালে, এই সুদীর্ঘ ৯১ বছর কী পেলেন!

    I met Fayyaz Hashmi, the great poet and lyricist of the Indian-Pakistani cinema and entertainment industry only once and now regret that I made no attempt to meet him again. It was in Lahore in 1968 or thereabouts and it was at the offices of a company that supplied hydropower plants and components to Wapda. I used to drop in there off and on to see a couple of friends. That day, there he was, a dark thick-set man wearing dark glasses, sitting in a chair quietly drinking tea. What he was doing there I have no idea. “This is Fayyaz Hashmi,” my friend said. I registered nothing. We shook hands. My friend spoke again, “Yes, the Fayyaz Hashmi.” The penny dropped. There in front of me sat one of the all-time greats of the music industry with few, if any, equals. Pakistan did not treat him well, as it did not treat Saadat Hasan Manto or “Prince of Minerva Movietone” Sadiq Ali or Mumtaz Shanti or Rehana or Meena Shorey, the “ lara lappa” girl, well.

    What follows about Hashmi and two others is based on the research work of movie encyclopedist extraordinaire, my friend Muhammad Rafiq of Southend-on-Sea in Essex, England.

    Fayyaz Hashmi was born in Calcutta in 1920 and it is a shame that his name is never mentioned among those acknowledged to stand in the first rank, nor has the industry to which his contribution is immense, or the state which he chose to become a citizen of, recognised his work. He started life with the Gramophone Company of India and in 1947 on his insistence he was sent to organise the derelict music scene in Pakistan. Lahore, which was the third important EMI centre after Calcutta and Bombay, lay in ruins, so he began to bring together instrumentalists and vocalists of merit, some of whom had come from the other side of the great divide. To him goes the credit for the first recordings made in Lahore after the maelstrom of 1947 and he it was who brought to the fore Munawwar Sultana (not the actress), Farida Khanum and Zeenat Begum, among many others.

    His father, a writer and director, worked for Madan Theatre and they lived in Hayat Khan Lane in Calcutta, next to Agha Hashr Kaashmiri, the “Indian Shakespeare”. Fayyaz imbibed the literary and artistic spirit at the gatherings that took place at their home which Agha Hashr attended regularly. At the age of 13 or 14, he wrote a ghazal that was very well received. Then Master Fida Hussain sang another of the boy wonder’s ghazals that also became a hit from one end of India to the other. ( Qadr kisi ki hum ne na jaani: Haa’i mohabbat haa’i jawani).

    He was 20 when the Gramophone Company of India employed him as its resident lyricist. The music director of the company was the great Kamal Dasgupta with whom Fayyaz formed a long and memorable creative association. Fayyaz wrote the first song that Talat Mahmood sang in 1941 (Sab din ek samaan nahin tha) and the runaway hit Tasveer teri dil mera behla na sakay gi. He also wrote the immortal Pankhij Malik song Ye raatain, ye mausam and the first Urdu/Hindi songs for Hemant Kumar, Juthika Roy, Feroza Begum and Jagmohan. In all, he wrote more than 500 non-film songs, each one of which defines a human situation poignantly, romantically. He also wrote lyrics for a large number of movies, both in India and Pakistan.

    বিস্তারিত পড়ুন দেখুন শুনুন : Faiyyaz Hashmi (1920-2011).

  32. মাসুদ করিম - ৩০ নভেম্বর ২০১১ (৯:১৯ অপরাহ্ণ)

    বহির্জাগতিক (সৌরজগতের বাইরে তাই বহির্জাগতিক,এক্সো প্লানেট) এক নতুন গ্রহের সন্ধান মিলেছে, নামকরণ এখনো হয়নি, একটা পোষাকি নাম দেয়া হয়েছে গ্লিস ৫৮১ জি, গ্লিস পৃথিবী থেকে ১২৩,০০০,০০০,০০০,০০০ মাইল দূরে। সবচেয়ে বড় কথা, এই গ্রহে পানির উপস্থিতির সম্ভাবনা ১০০ ভাগ — এখনো জল্পনা হচ্ছে এতদূরে যাওয়া যায় কীকরে।

    পৃথিবীর মতো মানুষের বাসযোগ্য নতুন কোন গ্রহের কী সন্ধান মিললো? ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ অধ্যাপক স্টিভ ভক্ট অন্তত সেই খোঁজই দিয়েছেন। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান পত্রিকা অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে স্টিভের খোঁজ প্রকাশ পাওয়ার পরে বিশ্বজুড়ে হই চই পড়ে গেছে। মানুষের বসবাসের অনুকূল পরিবেশের সঙ্গে নতুন গ্রহে জল থাকার সম্ভাবনা প্রায় একশো শতাংশ। আর এখানেই আগ্রহটা সীমাহীন পর্যায়ে পৌঁছেছে বিজ্ঞানীদের। কেননা যেখানে আবহমণ্ডলের সঙ্গে জল রয়েছে সেখানে প্রাণের সম্ভাবনা কয়েকশো গুণ বেশি। বিভিন্ন সময়ে গ্রহ, উপগ্রহের রকমারি খোঁজ মিললেও বহির্জগতে প্রাণের সন্ধান এখনো মেলেনি। হয়তো এই নতুন গ্রহটি দিতে পারে সেই প্রাণের সন্ধান!

    গবেষক স্টিভ ভক্ট জানাচ্ছে, নাসার কেপলার টেলিস্কোপ দিয়ে সারা বছর নিয়মিতভাবে সৌরজগতের বিভিন্ন কোণে তাঁরা গবেষণা চালিয়ে এসেছেন। সেই অনুসন্ধানের জেরেই মিলেছে পৃথিবীর বহুদূরের এই গ্রহটির। আমাদের সৌরজগতের বাইরের এই গ্রহটির খোঁজ পাওয়ার পরে তার অবয়ব নিয়ে খোঁজখবর করতে গিয়ে বিজ্ঞানীরা ব্যবহার করেছেন অত্যাধুনিক নেক আই টেলিস্কোপ। কয়েক বছর ধরে টেলিস্কোপ থাকা হাইরেস স্পেকট্রোমিটারে ধরা পড়া আলোকরশ্মিকে বিশ্লেষণ করে জানা গেছে নতুন গ্রহের সব হালহকিকত। জানা যাচ্ছে, পৃথিবী থেকে ২০আলোকবর্ষ দূরে অবস্থান করছে এই গ্রহটি। আমাদের সৌরজগতের বাইরে বলেই এটি বহির্জাগতিক গ্রহ বা এক্সো প্লানেটের পর্যায়ে রাখা হচ্ছে। তবে নতুন গ্রহের এখনও নামকরণ হয়নি। বুঝতে সুবিধার জন্য একটি পোশাকি নাম অবশ্য দেওয়া হয়েছে। একে বলা হচ্ছে গ্লিস ৫৮১ জি। এতসব জানার পরেও সেখানে পৌঁছাতে নানা রকমের পরিকল্পনা হাতে নিয়ে ফেলেছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। কিন্তু সবেতে বাদ সেধেছে ঐ দূরত্ব। পৃথিবী থেকে গ্লিসের দূরত্ব ১২৩ট্রিলিয়ন মাইল। সংখ্যার হিসাবে ১২৩,০০০,০০০,০০০,০০০মাইল।

    লক্ষ, কোটি মাইল জ্যোতির্বিজ্ঞানের হিসেবে খুব একটা বেশি না হলেও ২০আলোকবর্ষের দূরত্বটা নেহাত কম নয়। বিজ্ঞানীরা জানাচ্ছেন, ঐ বিশাল দূরত্বকে যদি অত্যাধুনিক রকেট দিয়ে পার করতে হয় তাহলেও সময় লেগে যাবে অন্তত ২০০বছর। আলোর গতিবেগের পাঁচভাগের একভাগের গতিতে ছুটেও আধুনিক রকেট যান ২০০বছরের কম সময়ে গ্লিসে পৌঁছাতে পারবে না। বহির্জাগতিক গ্রহ আবিষ্কারের পর সাধারণ মানুষ থেকে বিজ্ঞানীদের মনে যেমন নতুন একটা আশার জন্ম নিয়েছিলো, ঠিক তেমনি পৌঁছানোর বিশাল দূরত্ব তাঁদের ভাবিয়ে তুলেছে। তবে এখনই তারা অবশ্য রণে ভঙ্গ দিতে নারাজ। বিজ্ঞান থেমে থাকে না। এটাই একমাত্র আশা। যদি আরো গতিসম্পন্ন কোন রকেট পাওয়া যায় তাহলে হয়ত ঐ দূরত্বকে আর একটু কম সময়ে পার করা যেতেই পারে। সেখানে নামানো যেতে পারে কোন নভঃশ্চরকে।

    গ্লিসের গবেষণাটি বেশ গুরুত্ব দিয়ে জ্যোর্তিবিজ্ঞানের আন্তর্জাতিক পত্রিকা অস্ট্রোফিজিক্যাল জার্নালে প্রকাশ পেয়েছে। ঐ পত্রিকা মারফতই সারা বিশ্ব এখন গ্লিস জ্বরে ভুগছে। ব্রিটেন, আমেরিকাতো তাদের গ্লিস বিজয়ের একটা সমীক্ষাও শেষ করে ফেলেছে। আবিষ্কারক স্টিভ ভক্ট জানাচ্ছেন ১১বছর ধরে টানা এই খোঁজ চালানোর পর মিলেছে গ্লিস। তাঁরা বারংবার গ্লিসের পাশের একটি বামন গ্রহের ওপর নজর রেখে যাচ্ছিলেন। ঐ গ্রহের সম্পর্কে খোঁজখবরের বহর বাড়াতে গিয়ে গ্লিসকে আলাদা করে চিনতে পারেন তাঁরা। জানা গেছে, একটি দূরবর্তী তারাকে কেন্দ্র করে ঘুরে যাচ্ছে গ্লিস। এটি ওজনে পৃথিবীর তুলনায় চারগুণ ভারী। দূরবর্তী তারাকে একবার প্রদক্ষিণ করতে গ্লিসের সময় লাগে ৩৭দিন।

    বেশ শক্তপোক্ত পাথুরে গড়নে তৈরি গ্লিসের ভর বেশি হওয়ার জন্য তার রয়েছে বেশ শক্তিশালী মাধ্যাকর্ষণ শক্তি। সেই কারণে পৃথিবীর মতো বড়ো আবহাওয়া মণ্ডলকে নিয়ে বেশ সুন্দর টিকে আসে নতুন-জানা গ্রহটি। কিন্তু সব কিছু ভালো হলেও ঐ বিপুল দূরত্বকে বাস্তবায়িত করা নিয়ে কপালের ভাঁজ সোজা হচ্ছে না বিজ্ঞানীদের। তবু আবিষ্কারকে তো আর অবজ্ঞা করা যায় না। তাই উৎসাহ থেকেই যাচ্ছে। হয়তো এই বহির্জাগতিক গ্রহে মিলতে পারে কোন নতুন প্রাণ।

    লিন্ক এখানে

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.