মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিন্ক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।
আজকের লিন্ক
এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।
৫৪ comments
মাসুদ করিম - ২ সেপ্টেম্বর ২০১১ (১২:৪৬ অপরাহ্ণ)
লেখাটির মান অত্যন্ত খারাপ, গত ২২ ও ২৩ আগস্ট জনকণ্ঠে মুসা সাদিকের ‘১৫ আগস্ট ট্র্যাজেডির অজানা অধ্যায়’ যথেষ্ট কষ্ট করেই পড়তে হল। এত পুনরাবৃত্তি, এত বিহ্বলতা নিয়ে লেখার মানুষদের লেখা পড়তে আমার ভাল লাগে না। লেখার শেষে জানতে পারলাম ‘Bangladesh Wins Freedom’ নামে লেখক ১০০০ পৃষ্টার বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ক একটি বই লিখেছেন — আশা করি তিনি ইংরেজি ভাল লেখেন এবং ওই ১০০০ পৃষ্টার বইটি এমন বাজে ও পুনরাবৃত্তিপ্রবণতা দোষে দুষ্ট নয়।
জনকণ্ঠের লেখাটি মূলত ৭৫ সালে তৎকালীন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী নুরুল ইসলাম চৌধুরীর সাক্ষাৎকার নির্ভর — নুরুল ইসলাম চৌধুরীর জিয়াকে ৩১ আগস্ট ১৯৭৫ পর্যন্ত দ্বিতীয় জীবন দেয়ার কাহিনি আর সেই দ্বিতীয় জীবন পেয়েই ১৫ আগস্ট ট্র্যাজেডির সফল নেপথ্যের নায়কের বাংলাদেশের রাজনীতির এক বিরাট নাম হয়ে ওঠার বীজ বপনের কাহিনি।
আর জিয়া প্রথম জীবন পেয়েছিলেন ১৯৭৩ সালে।
বিস্তারিত পড়ুন : ১৫ আগস্ট ট্র্যাজেডির অজানা অধ্যায় (১ম পর্ব) এবং ১৫ আগস্ট ট্র্যাজেডির অজানা অধ্যায় (শেষ পর্ব)।
মাসুদ করিম - ৩ সেপ্টেম্বর ২০১১ (৭:৩৬ অপরাহ্ণ)
উলফার সাথে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রাথমিক শান্তিচুক্তি স্বাক্ষর হয়েছে আজ।
খবরের লিন্ক এখানে।
মাসুদ করিম - ৪ সেপ্টেম্বর ২০১১ (১২:৫৬ অপরাহ্ণ)
কিন্তু চুক্তির পর দুপক্ষের বিবৃতি ছিল দুরকম। জানাচ্ছে আসামের বাংলা পত্রিকা ‘যুগশঙ্খ’। লিন্ক এখানে ও এখানে।
রেজাউল করিম সুমন - ৪ সেপ্টেম্বর ২০১১ (৪:৪৭ অপরাহ্ণ)
শিল্পী অজিত রায়ের জীবনাবসান
মাসুদ করিম - ৮ সেপ্টেম্বর ২০১১ (২:৩৩ অপরাহ্ণ)
তুরস্ক-ইসরাইল সম্পর্কের বর্তমান জ্বালাময়ী অবস্থা সারা পৃথিবীর জন্য বিপদজনক হয়ে উঠতে পারে। এই সম্পর্ক নিয়ে এখন তুরস্কের সরকারি দল ও বিরোধী দলের মধ্যে ঝগড়া চলছে, কিন্তু এই ঝগড়া সমাধানহীনভাবে চলতে থাকলে পুরো ভূমধ্যসাগরীয় অঞ্চল ও দক্ষিন এশিয়া উত্তপ্ত হয়ে উঠতে পারে।
খবরের লিন্ক : Gov’t and opposition bicker on Israeli rift।
মাসুদ করিম - ৮ সেপ্টেম্বর ২০১১ (২:৫০ অপরাহ্ণ)
সোনিয়া গান্ধী দেশে ফিরেছেন।
সূত্র : ভারতের সংবাদ-সংস্থা ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়া।
মাসুদ করিম - ১৩ সেপ্টেম্বর ২০১১ (১:১৮ অপরাহ্ণ)
ভারতের রাজনীতিবিদদের অসুস্থতা রাষ্ট্রীয়ভাবে গোপন রাখা হয়। সোনিয়া গান্ধী গত মাসে বাংলাদেশ থেকে ফেরার পর হঠাৎ করেই স্বাস্থ্যগত কারণে তিন সপ্তাহের জন্য আমেরিকা চলে গেলেন। শারীরিক অবস্থা নিয়ে কেন এই গোপনীয়তা? আর নেতাদের শারীরিক অসুস্থতা নিয়ে এই সংস্কৃতি কিন্তু এই অঞ্চলে অনেক পুরনো। সামন্ত সুব্রামনিয়াম লিখছেন
বিস্তারিত পড়ুন : Health of Indian politicians often treated like state secret।
মাসুদ করিম - ১০ সেপ্টেম্বর ২০১১ (১০:২১ পূর্বাহ্ণ)
শেখ মুজিবুর রহমানের হত্যার খবর যিনি সংবাদ মাধ্যমে প্রথম প্রকাশ করেছিলেন পিটিআই-এর সেই প্রাক্তন বার্তা সম্পাদক মধুসূদন গুহরায় বুধবার ০৭ সেপ্টেম্বর ২০১১ মেট্রোর সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। লিন্ক এখানে।
মাসুদ করিম - ১১ সেপ্টেম্বর ২০১১ (১২:২৫ পূর্বাহ্ণ)
নেপালের মাওবাদী সুপ্রিমো প্রচণ্ড কি এখন ভারতে?
বিস্তারিত পড়ুন : Nepal’s Maoist chief Prachanda in India?
মাসুদ করিম - ১১ সেপ্টেম্বর ২০১১ (৬:১৫ অপরাহ্ণ)
আটচল্লিশ ঘন্টা পরে প্রচণ্ডকে আবার নেপালে দেখা গেছে। কোথায় ছিলেন তিনি? তিনি বলছেন, যারা জানার তারা জানে!
খবরের লিন্ক : Nepal Maoist chief resurfaces after 48 hours।
মাসুদ করিম - ১১ সেপ্টেম্বর ২০১১ (৯:৪৪ পূর্বাহ্ণ)
সেতু নির্মিত হয় না, জন্মায় গজায় এখানে — আমাদের খুব কাছেই মেঘালয়ের চেরাপুঞ্জিতে, ওই যে ছোটবেলায় টারজানে দেখেছিলাম সেরকম — আমারও দেখা হয়নি কখনো, তবে দেখতে হবে।
বিস্তারিত পড়ুন ও ছবি দেখুন : How to grow your own bridge: Villagers create ‘living’ crossings by training roots across a river।
মাসুদ করিম - ১১ সেপ্টেম্বর ২০১১ (১২:৪৫ অপরাহ্ণ)
সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান ‘সমকাল’এ হাসিনা-মনমোহন শীর্ষবৈঠক নিয়ে লিখেছেন
বিস্তারিত পড়ুন : পরবর্তী শীর্ষ বৈঠকটি কবে?
মাসুদ করিম - ১১ সেপ্টেম্বর ২০১১ (১:১৬ অপরাহ্ণ)
লিবিয়ার ‘স্ট্রিটআর্ট’, দেয়ালে গাদ্দাফি, দেখুন এখানে। দেয়ালে আরবি ভাষা, টেক্সট জার্মান ভাষায়, যিনি বুঝলেন তো বুঝলেন — না হয়, ছবি দেখুন। ছয়টির মধ্যে একটি দেয়াল লিখনে অবশ্য ইংরেজি আছে।
মাসুদ করিম - ১১ সেপ্টেম্বর ২০১১ (২:৩৭ অপরাহ্ণ)
সংস্কৃতি নীতি খুবই ভয়ংকর। পশ্চিমবঙ্গে বামফ্রন্টের একধরনের সংস্কৃতি নীতি ছিল, এখন নতুন তৃণমূল সরকারও যদি একটা সংস্কৃতি নীতির দিকে যায়, তাহলে সংস্কৃতি চর্চার বাধা সৃষ্টি ছাড়া আর কিছুই হবে বলে তো মনে হয় না।
অশ্রুকুমার সিকদার লিখছেন, কী হবে সংস্কৃতি নীতি? বিস্তারিত পড়ুন এথানে।
রেজাউল করিম সুমন - ১১ সেপ্টেম্বর ২০১১ (৪:০১ অপরাহ্ণ)
এগারোই সেপ্টেম্বর-পরবর্তী এক দশক নিয়ে বহুকৌণিক আলোচনা, পড়ুন
OpenDemocracy-তে।
মাসুদ করিম - ১২ সেপ্টেম্বর ২০১১ (১০:২৩ পূর্বাহ্ণ)
তিব্বতের স্বায়ত্তশাসন ও চীন সরকারের এর বিরুদ্ধে কঠোর মনোভাব এনিয়ে ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে তার সাম্প্রতিক সাক্ষাৎকারে কথা বলেছেন নির্বাসিত তিব্বত সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী লবসাং সাঙ্গে।
এই অবশ্যপাঠ্য সাক্ষাৎকারটি বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ১২ সেপ্টেম্বর ২০১১ (২:৩০ অপরাহ্ণ)
চীন, ভারত, ব্রাজিল ও রাশিয়া বড় এই চারটি দ্রুত বিকাশমান বাজারের অর্থনীতি ও রাজনীতি বিশ্বায়নের নতুন ধারা-উপধারার উপর কর্তৃত্ব করতে চায়। তাই ‘বিশ্বায়ন’টাই হয়ে উঠতে চাইছে ‘বিপ্রতীপ বিশ্বায়ন’।
বিস্তারিত পড়ুন : Reverse globalisation: The new buzzword।
মাসুদ করিম - ১৩ সেপ্টেম্বর ২০১১ (১০:৩৫ পূর্বাহ্ণ)
দক্ষিণ ফ্রান্সে পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিটে গতকাল যে বিস্ফোরণ হয়েছে তাতে ১জন নিহত ও ৪জন আহত হয়েছে, এবং এও জানানো হয়েছে এই বিস্ফোরণের ফলে তেজস্ক্রিয়তা ছড়ানোর কোনো আশঙ্কা নেই। ফ্রান্সের প্রতিবেশী স্পেন অবশ্য এবিষয়ে নজর রাখছে, তারা বলছে
বিস্তারিত পড়ুন : Spain’s nuclear authorities monitoring French accident।
মাসুদ করিম - ১৩ সেপ্টেম্বর ২০১১ (২:৩৮ অপরাহ্ণ)
আমার প্রিয় শিল্পী এদগার দ্যগা, তার প্রদর্শনী চলবে লন্ডন রয়াল একাডেমি অফ আর্টসে ১৭ সেপ্টেম্বর থেকে ১১ ডিসেম্বর। লন্ডনে বা ইংল্যান্ডে যারা আছেন, সময় পেলেই প্রদর্শনীটা দেখে আসুন।
আর আমাদের মতো অন্যদের জন্য, এখানে স্লাইড শো : Degas and the Ballet – in pictures।
মাসুদ করিম - ১৪ সেপ্টেম্বর ২০১১ (১০:১৭ পূর্বাহ্ণ)
রবীন্দ্রনাথ ঠাকুর, পাবলো নেরুদা ও এইমে সেজার এই তিন কবিকে তাদের সৃষ্টিকর্মের অসাধারণ মানবতাবাদী গুণাবলীর জন্য সম্মান জানালো ইউনেস্কো।
বিস্তারিত পড়ুন : UN honours Tagore, Neruda, Cesaire।
মাসুদ করিম - ১৪ সেপ্টেম্বর ২০১১ (১২:৪৪ অপরাহ্ণ)
এই লিন্কে ছিল পপ আর্টের জনক রিচার্ড হ্যামিলটনের সাক্ষাৎকার। তিনিই মারা গেলেন ৮৯ বছর বয়সে : Richard Hamilton, the original pop artist, dies at 89।
আরো দেখুন : A life in pop: the art of Richard Hamilton – in pictures।
মাসুদ করিম - ১৫ সেপ্টেম্বর ২০১১ (১:০৮ অপরাহ্ণ)
এশিয়া সোসাইটির ঠাকুরপাতা : http://sites.asiasociety.org/tagore।
মাসুদ করিম - ২৪ সেপ্টেম্বর ২০১১ (২:০৯ অপরাহ্ণ)
রবীন্দ্রনাথ ঠাকুরের মূল চিত্রকর্ম যাদের দেখা হয়নি তারা এশিয়া সোসাইটির এই ভিডিওটি দেখুন। এই ভিডিওতে হাতে গোনা যে কয়েকটি ছবি দেখানো হয়েছে প্রতিটিই খুবই জীবন্ত। এমন আমি আগে কখনো দেখিনি। ভিডিও দেখুন এখানে।
যারা আমেরিকায় আছেন দেখে আসুন প্রদর্শনীটি, বিস্তারিত :Rabindranath Tagore: The Last Harvest।
মাসুদ করিম - ১৫ সেপ্টেম্বর ২০১১ (২:৩৫ অপরাহ্ণ)
আমরা ৯/১১ নিয়ে যত কথা বলি সন্ত্রাসবাদ মোকাবেলায় যত উচ্চবাচ্য করি, ৯/১৫ নিয়ে তেমন একটা ভাবি না — ২০০৮ সালের সেপ্টেম্বরের ১৫ তারিখ আমেরিকায় লেহম্যান ব্রাদার্সের দেউলিয়াত্ব দিয়েই শুরু হয় বিশ্ব অর্থনৈতিক মন্দা। সেই থেকে তা আজো চলছে এবং ইউরোপের সাম্প্রতিক অবস্থায় তা আরো গভীর হবে বলেই সারা পৃথিবী আরো ভয়ংকর মন্দার কালো ছায়া দেখছে।
বিস্তারিত পড়ুন : Gloomy European markets fear Lehman-like crisis।
মাসুদ করিম - ১৬ সেপ্টেম্বর ২০১১ (১:৪৯ পূর্বাহ্ণ)
আগ্রহীদের জন্য ইসরাইল-আরব বিরোধ নিয়ে একটি চমৎকার ইনফোগ্রাফিক্স : History of Middle East Conflict।
মাসুদ করিম - ১৯ সেপ্টেম্বর ২০১১ (১০:০৮ পূর্বাহ্ণ)
নালন্দা ছিল উচ্চতর শিক্ষার সুপ্রাচীনতম কেন্দ্র , সেই নালন্দাকে নিয়ে অমর্ত্য সেনের প্রকল্প ‘নতুন নালন্দা’ — সম্প্রতি এই প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে তিনি কথা বলেছেন এশিয়া সোসাইটিতে। এই সাক্ষাৎকার আজ ছাপা হয়েছে ‘দি হিন্দু’ পত্রিকায় : Vision for a new Nalanda।
এই সাক্ষাৎকারের পুরো টেক্সট পড়ুন এশিয়া সোসাইটির সাইটে, এখানে।
মাসুদ করিম - ১৯ সেপ্টেম্বর ২০১১ (২:৪৭ অপরাহ্ণ)
সিকিমকেন্দ্রিক হিমালয়ের ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০এ উন্নীত হয়েছে। সিকিমে ২৫ জন, বিহার ও পশ্চিমবঙ্গ মিলে ১১ জন, নেপালে ৭ জন, তিব্বতে ৭ জন।
খবরের লিন্ক এখানে।
যদিও বাংলাদেশে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি তারপরও বাংলাদেশের সবচেয়ে যেখানে ক্ষতি হওয়ার কথা সেই উত্তরবঙ্গের খবর, আমার মনে হচ্ছে আমরা ঠিক মতো পাচ্ছি না। প্রিন্ট, ইলেকট্রনিক ও টিভি মিডিয়াগুলো মনে হচ্ছে শুধু রাজধানী নিয়েই ব্যস্ত আছে।
মাসুদ করিম - ২২ সেপ্টেম্বর ২০১১ (১০:২৫ পূর্বাহ্ণ)
হিমালয় ভূমিকম্পে রবীন্দ্রনাথের কালিম্পঙ্গের বাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, মংপুর বাড়িটির দেয়ালে অতিসুক্ষ্ম চিড় লক্ষ্য করা গেছে। লিন্ক এখানে ও এখানে।
মাসুদ করিম - ২৬ সেপ্টেম্বর ২০১১ (১২:৪৮ অপরাহ্ণ)
আজকের ‘প্রাত্যহিক খবর’এ পড়ুন সিকিমের চিঠি : ভূমিকম্প, ভয় ও ভাবনা।
মাসুদ করিম - ২০ সেপ্টেম্বর ২০১১ (১০:১২ পূর্বাহ্ণ)
অনুপ চেটিয়াকে জেলেই হত্যার পরিকল্পনা চলছিল, তাই জেলে অনুপ চেটিয়ার উপর নজরদারি বাড়ানো হয়েছে। অনুপ চেটিয়াকে তারাই হত্যার পরিকল্পনা করছে যারা তাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিল। তাদের উদ্দেশ্য একটাই, অনুপ চেটিয়াকে শেষ করে দিতে পারলে অনুপ চেটিয়ার সাথে তাদের বিগত জঙ্গি ও ব্যবসায়িক কর্মকাণ্ডের ইতিহাস মুছে ফেলা যাবে। বিস্তারিত পড়ুন : এখানে ও এখানে।
মাসুদ করিম - ২০ সেপ্টেম্বর ২০১১ (১২:৪৩ অপরাহ্ণ)
আগামী শুক্রবার ফিলিস্তিনি কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে জাতিসংঘের সদস্য পদের জন্য আবেদন করবে।
খবরের লিন্ক এখানে।
মাসুদ করিম - ২৪ সেপ্টেম্বর ২০১১ (৬:৩৭ অপরাহ্ণ)
ফিলিস্তিন কর্তৃপক্ষ জাতিসংঘের সদস্য পদের জন্য আবেদন করে তা লাভের স্বপ্ন দেখছে।
বিস্তারিত পড়ুন : Palestinians seeking to make dream real।
মাসুদ করিম - ২৫ সেপ্টেম্বর ২০১১ (১২:১২ অপরাহ্ণ)
ফিলিস্তিন কর্তৃপক্ষের জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্যপদের আবেদন নিয়ে জার্মান সাপ্তাহিক ‘স্পিগেল’এর ফটোনিবন্ধ : Palestinians Celebrate UN Application।
মাসুদ করিম - ২০ সেপ্টেম্বর ২০১১ (২:৪৮ অপরাহ্ণ)
১৭ সেপ্টেম্বর ছিল মকবুল ফিদা হুসেনের মৃত্যুপর প্রথম জন্মদিন। পশ্চিমবঙ্গের দৈনিক ‘সংবাদ প্রতিদিন’ তাদের ১৮ সেপ্টেম্বরের ‘রোববার’এ লেখায় ছবিতে অসাধারণভাবে স্মরণ করেছে হুসেনকে।
মাসুদ করিম - ২১ সেপ্টেম্বর ২০১১ (১১:৪৪ পূর্বাহ্ণ)
ই-বুক আমি পড়িনি কখনো, ই-বুক পড়ার রিডারও আমার নেই। তবে যারা ই-বুক পড়ায় অভ্যস্ত এবং যাদের ই-রিডার আছে, তাদের জন্য একটা সুখবর আছে — আমরা যার ছাপা বই পড়ি, তারা যেমন বই ধার দিতে পারি নিতে পারি — ই-রিডাররাও কয়েক মাসের মধ্যেই তাদের ই-বুক পড়ার যন্ত্রগুলোতে এমন একটা ফিচার পেয়ে যাবেন যাতে তারাও ই-বুক ধার দিতে ধার নিতে পারবেন।
লিন্ক : Kindle library lending feature nears launch।
মাসুদ করিম - ২১ সেপ্টেম্বর ২০১১ (১২:০৭ অপরাহ্ণ)
আমেরিকায় দারিদ্র : সংখ্যায়
লিন্ক : Our Sputtering Economy by the Numbers: Poverty Edition।
মাসুদ করিম - ২১ সেপ্টেম্বর ২০১১ (১২:৫৩ অপরাহ্ণ)
গুগলের সামাজিক সাইট গুগল প্লাস ১২ সপ্তাহের সংরক্ষিত পরীক্ষামূলক ব্যবহারের পর সবার জন্য খুলে দেয়া হয়েছে।
লিন্ক : Google opens Plus social network to everyone।
মাসুদ করিম - ২১ সেপ্টেম্বর ২০১১ (২:৩৬ অপরাহ্ণ)
গতকাল আমেরিকার ‘এশিয়া সোসাইটি’তে শেখ হাসিনার বক্তৃতার সারমর্ম
লিন্ক : Bangladesh on the Rise।
মাসুদ করিম - ২২ সেপ্টেম্বর ২০১১ (৭:৪৯ অপরাহ্ণ)
‘ক্রিকেটের বাঘ’ খ্যাত ক্রিকেট কিংবদন্তী মনসুর আলী খান পাতৌদির জীবনাবসান হয়েছে আজ সন্ধ্যায় দিল্লির এক হাসপাতালে যেখানে গত আগস্ট থেকে তার ফুসফুসের ইনফেকশনের চিকিৎসা চলছিল।
খবরের লিন্ক এখানে।
মাসুদ করিম - ২৩ সেপ্টেম্বর ২০১১ (৬:৩৫ অপরাহ্ণ)
পতৌদি খুব ভাল তবলা ও হারমোনিয়াম বাজাতে পারতেন। তাকে নিয়ে হিন্দুস্তান টাইমসের ফটোনিবন্ধ: Lesser-known face of Mansoor Ali Khan Pataudi।
মাসুদ করিম - ২৪ সেপ্টেম্বর ২০১১ (১০:৩১ পূর্বাহ্ণ)
পতৌদি স্মরণে শেখর গুপ্তের লেখাটি বিস্তারিত পড়ুন : The game’s gentleman।
মাসুদ করিম - ২৩ সেপ্টেম্বর ২০১১ (৫:৩১ অপরাহ্ণ)
সবাইকে অনুরোধ করব ব্রিটিশ পুলিশের ভুল করা প্রীতিলতার পারিবারিক নাম ওয়াদ্দেদার ব্যবহার করা থেকে বিরত থেকে তার ঠিক পারিবারিক নাম ওয়াদ্দার ব্যবহার করুন। এর আগেও এনিয়ে এই সুপারিশকৃত লিন্কেই লিখেছিলাম
মাসুদ করিম - ২৪ সেপ্টেম্বর ২০১১ (১২:১৯ পূর্বাহ্ণ)
গজল গায়ক ও সুরকার জগজিৎ সিং হাসপাতালে।
লিন্ক : Singer Jagjit Singh in hospital after brain hemorrhage।
মাসুদ করিম - ২৪ সেপ্টেম্বর ২০১১ (৩:২৪ অপরাহ্ণ)
জটিল এক অপারেশনের পরে তাকে আইসিইউ-তে আনা হয়েছে, কিন্তু তার অবস্থা আগের মতোই ‘ক্রিটিক্যাল’।
লিন্ক : Jagjit Singh remains ‘critical’।
মাসুদ করিম - ২৪ সেপ্টেম্বর ২০১১ (৯:৫৮ পূর্বাহ্ণ)
আলোর চেয়েও দ্রুতগতির নিউট্রিনোর খোঁজ মিলল।
বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ২৭ সেপ্টেম্বর ২০১১ (১১:২২ অপরাহ্ণ)
নিউট্রিনোদের সম্বন্ধে আমাদের যা যা জানা দরকার
লিন্ক : Neutrinos: Everything you need to know।
মাসুদ করিম - ২৪ সেপ্টেম্বর ২০১১ (৩:০৪ অপরাহ্ণ)
আধুনিক হিন্দি থিয়েটারের প্রাণপুরুষ সত্যদেব দুবে কোমায়। বাদল সরকারের এবং ইন্দ্রজিৎ, পাগলা ঘোড়ার হিন্দি প্রযোজনা, মোহন রাকেশের আধে আধুরে ও বিজয় তেন্ডুলকরের খামোশ, আদালত জারি হ্যায় প্রযোজনার জন্য বিখাত এই লেখক, নাট্যনির্দেশক ও অভিনেতা এক দুর্দান্ত অপ্রতিরোধ্য নাট্যপ্রতিভা। আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি।
লিন্ক : Satyadev Dubey slips into coma।
মাসুদ করিম - ২৫ সেপ্টেম্বর ২০১১ (১:৪৪ পূর্বাহ্ণ)
জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম সাধারণ সভায় শেখ হাসিনা তার বক্তৃতায় বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দিতে সকল সদস্যের সমর্থন কামনা করেছেন।
খবরের লিন্ক : বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করুন: হাসিনা।
মাসুদ করিম - ২৫ সেপ্টেম্বর ২০১১ (১:০১ অপরাহ্ণ)
কিছু দিন আগে আমরা জানতে পেরেছিলাম অনুপ চেটিয়া বাংলাদেশের একজন বড় ব্যবসায়ীর বোনকে বিয়ে করে ঢাকা শহরে ব্যবসাবাণিজ্যও শুরু করে দেন — এখন আমরা জানতে পারছি পরেশ বড়ুয়ার টাকা খাটছে বাংলাদেশের বড় কয়েকটা হাউজিং কোম্পানিতে। প্রথম ক্ষেত্রে ইঙ্গিত করা হয়েছে ট্রান্সকমের মালিক লতিফুর রহমানকে। দ্বিতীয় ক্ষেত্রে সরাসরি নাম এসেছে বসুন্ধরার শাহআলম ও যমুনার বাবুলের। এনএসআই বলছে এসব খবর ভিত্তিহীন, কাল্পনিক। কিন্তু আমাদের সত্যটা সত্যিই জানা দরকার, তার সবচেয়ে বড় কারণ এই তিনজনের হাতেই আছে বাংলাদেশের প্রধান তিনটি জাতীয় দৈনিক : প্রথম আলো, কালের কণ্ঠ ও যুগান্তর। এইসব জাতীয় পত্রিকার আড়ালে আমাদের ব্যবসায়ীরা কী করছেন জানা খুবই জরুরী। এখন সময় সর্বোচ্চ সতর্কতার ও এবং এইসব তথ্যের সঠিকতা উদঘাটনের।
মাসুদ করিম - ২৫ সেপ্টেম্বর ২০১১ (৫:৫৮ অপরাহ্ণ)
বৌদ্ধ শিল্পের অসাধারণ উৎকর্ষ সাধিত হয়েছিল গান্ধারায়, এই গান্ধারা ছিল এখনকার পাকিস্তানে, এই গান্ধারা শিল্প নিয়ে এশিয়া সোসাইটির চমৎকার ওয়েব সাইট: http://sites.asiasociety.org/gandhara/।
মাসুদ করিম - ২৫ সেপ্টেম্বর ২০১১ (৬:৪০ অপরাহ্ণ)
মক্কা এখন ধনীদের জন্য।
বিস্তারিত পড়ুন : Mecca for the rich: Islam’s holiest site ‘turning into Vegas’।
মাসুদ করিম - ২৫ সেপ্টেম্বর ২০১১ (৬:৫৭ অপরাহ্ণ)
তুরস্কের Heracles শেষ পর্যন্ত তুরস্কে ফিরে এসেছে।
বিস্তারিত পড়ুন : Heracles finally returning to its homeland।
মাসুদ করিম - ২৬ সেপ্টেম্বর ২০১১ (৫:৪৫ অপরাহ্ণ)
সৌদি বাদশাহ আবদুল্লাহ ‘নারী ভোট’কে বৈধতা দিলেন।
বিস্তারিত পড়ুন : King Abdullah grants women the vote।
বিবিসি থেকে পড়ুন : First step for Saudi women’s rights।
মাসুদ করিম - ২৬ সেপ্টেম্বর ২০১১ (৫:৫৫ অপরাহ্ণ)
৬২৪ বছর পর ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই বন্ধ হল স্পেনে গত রবিবার।
লিন্ক : Catalonia says goodbye to 600 years of ‘toros’।