সুপারিশকৃত লিন্ক: আগস্ট ২০১১

মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিন্ক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।

আজকের লিন্ক

এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।

৪৬ comments

  1. মাসুদ করিম - ১ আগস্ট ২০১১ (১২:১৮ অপরাহ্ণ)

    আরব বসন্তের পর ‘আবাসন আন্দোলন’-এর মধ্য দিয়ে কি সূচিত হল ইসরাইলি গ্রীষ্মের? ইসরাইলের প্রায় সব মিউনিসিপালিটি এখন আবাসন খাতে দুর্মূল্য ও নানা অনিয়মের বিরুদ্ধে সাধারণ ধর্মঘটে শামিল। এরমধ্যেই দেশের অর্থমন্ত্রণালয়ের মহাপরিচালক পদত্যাগ করেছেন।

    Most municipal authorities have declared a one-day strike scheduled for Monday, in sympathy with popular protests spreading throughout Israel.

    Municipalities will not be giving services to government offices or holding public office hours today, streets will not be cleaned and garbage will not be collected.

    Meanwhile, Prime Minister Benjamin Netanyahu redoubled efforts to douse growing protests spreading throughout the country Sunday, even as he faced a setback in the resignation of Finance Ministry Director General Haim Shani.

    Shani reportedly quit over the lack of organization in proffering solutions to the crisis, and over the work of Netanyahu and his direct superior, Finance Minister Yuval Steinitz.

    বিস্তারিত পড়ুন : Most Israeli municipalities declare general strike in solidarity with housing protests

    আরো পড়ুন : The tent revolution is Israel’s only chance for a liberal stateIsraeli settlers largely back housing protests but wary of left-wing slant

  2. মাসুদ করিম - ১ আগস্ট ২০১১ (১:০৪ অপরাহ্ণ)

    যদিও এখনো ভেন্টিলেশনেই আছেন কিন্তু গত ৪৮ ঘন্টায় ভূপেন হাজারিকার শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে।

    Ailing music maestro Bhupen Hazarika, undergoing treatment at Kokilaben Dhirubhai Ambani Hospital in Mumbai, is now stable and responding to medication.

    According to doctors of attending to Hazarika, the maestro has shown slight improvement in his breathing pattern and overall health.

    “Hazarika has shown improvement in the last 48 hours and we are optimistic about him. We are able to remove the ventilators occasionally, although the age factor is something that continues to worry us,” a doctor told TOI from Mumbai.

    State health minister Himanta Biswa Sarma paid a visit to the hospital and enquired about Hazarika on Saturday.

    “I had a talk with the doctors. They said he is improving gradually. The state government is ready to take him abroad for better medication if necessary,” Sarma said.

    Meanwhile, the Srimoyee Asomiya Mahila Sangha of Mumbai organised a prayer session at the hospital premises for speedy recovery of Hazarika.

    “Everyone wants him to recover fast. We all love him and we wish him to walk out of the hospital and sing more songs,” said a member of the Assamese community organization.

    President Pratibha Patil also wrote to Hazarika wishing him a speedy recovery. Melody queen Lata Mangeshkar inquired into his health as well on Saturday.

    Hazarika was admitted to the hospital on June 28 with multiple health problems.

    খবরের লিন্ক এখানে

  3. মাসুদ করিম - ২ আগস্ট ২০১১ (৩:৫৪ অপরাহ্ণ)

    নেপালের বর্তমান প্রধানমন্ত্রী বর্তমান অচলাবস্থা কাটাতে ১৩ আগস্ট পর্যন্ত সময় নিয়েছেন, এর মধ্যে কিছু করতে না পারলে তিনি তার পদ ছেড়ে দেবেন

    Prime Minister Jhala Nath Khanal today said he was ready to step down on August 13 if he failed to ensure that major tasks of peace process would be completed by August 31.

    At a press conference organised at his official residence in Baluwatar about an hour after he administered oath of office and secrecy to new ministers, Khanal said his government’s significance would end if the parties failed to conclude major tasks of peace process and forge consensus by August 13. “It will be my political and moral duty to step down if we fail to conclude the major tasks of peace process by August 13,” said Khanal.

    Khanal urged his coalition partner the Unified CPN-Maoist and the main opposition Nepali Congress to take his appeal seriously and start working to conclude the remaining tasks related to peace process. The prime minister conceded that there had been no tangible progress on peace front and that the parties had failed to implement a number of agreements signed in the last four years.

    He said the tasks of determining modality, number, rank harmonisation, standard norms and rehabilitation package for Maoist combatants should be completed at the earliest.

    On today’s Cabinet reshuffle, Khanal said it was the prerogative of the prime minister to induct new members into the government whenever he wanted and added that it was also the right of the coalition partners to demand change of ministers.

    Khanal, however, tried to come clean today saying he had been attacked from within his party and by others. The prime minister did not miss the opportunity to lash out at NC for obstructing House proceedings. “I don’t think NC can justify its move to obstruct the House when the five-point deal is under the purview of the parliamentary monitoring committee,” said Khanal.

    He added that going for yet another majority government would do no good to country and that the parties must think over the issue seriously.

    The prime minister earlier today had administered oath of office to 10 ministers at Shital Niwas in the presence of President Dr Ram Baran Yadav. UML leaders had boycotted the ceremony to protest Khanal’s move.

    বিস্তারিত পড়ুন : Khanal buys time till Aug 13

    • মাসুদ করিম - ১৫ আগস্ট ২০১১ (১২:৩৭ অপরাহ্ণ)

      হ্যাঁ, অবশেষে নেপালের বর্তমান প্রধানমন্ত্রী ঝালানাথ খনাল গতকাল রাতে প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিয়েছেন।

      Prime Minister Jhala Nath Khanal stepped down from the government after six months and 11 days of his election as the country’s top executive on Sunday, creating further uncertainty in the prorgression of peace process and constitution-drafting with the August 31 deadline of Constituent Assembly in the offing.

      Khanal, who announced his resignation at his party CPN-UML’s Central Committee meeting earlier today, tendered his resignation to President Dr. Ram Baran Yadav at the President’s Office in Sheetal Niwas this evening.

      As per the constitutional provisions, the president asked him to bearing the caretaker role till the Legislature-Parliament elects a new government.

      খবরের লিন্ক এখানে

      • মাসুদ করিম - ২৫ আগস্ট ২০১১ (১:০২ অপরাহ্ণ)

        হ্যাঁ, আবার শুরু হচ্ছে নেপালের সংখ্রগরিষ্ঠ সরকারের প্রধানমন্ত্রী নির্বাচনের ‘মিউজিক্যাল চেয়ার’ শো। রবিবার নেপালি কংগ্রেস প্রার্থী রামচন্দ্র পোডেল তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের চেষ্টা করবেন।

        A Central Working Committee meeting of Nepali Congress on Thursday declared its Parliamentary Party leader Ram Chandra Paudel as the candidate for the PM post for the majority government.

        The CWC meeting held at the party’s central office in Sanepa this morning took the decision to this effect.

        Earlier on Wednesday, NC senior leader Sher Bahadur Deuba who was the PM candidate for the consensus government had announced that he won’t be the party’s prime ministerial candidate to lead a majority government.

        President Dr Ram Baran Yadav on Wednesday had sent a letter to the Legislature-Parliament asking to elect the new prime minister after the parties failed to meet the extended deadline to form the naitonal consensus government.

        Earlier, when Madhav Kumar Nepal resigned from the post of prime minister, Paudel was nominated as the NC’s candidate to compete for the post of prime minister along with Pushpa Kamal Dahal and Jhala Nath Khanal from the UCPN-Maoist and the CPN-UML respectively. But Paudel had failed to gather a simple majority in 17 rounds of parliamentary voting.

        The date for voting to elect a new prime minister is likely to be fixed for Saturday or Sunday and as per the amended provision of parliament regulations, there will be no more than three rounds of voting.

        খবরের লিন্ক এখানে

        • মাসুদ করিম - ২৯ আগস্ট ২০১১ (৯:৪০ পূর্বাহ্ণ)

          শেষ পর্যন্ত বাবুরাম ভট্টরাই হলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী।

          UCPN (Maoist) Vice Chairman Baburam Bhattarai was elected prime minister on Sunday with the backing of the Samyukta Loktantrik Madhesi Morcha (SLMM), the alliance of five Madhes-based parties. His election comes three days before the Constituent Assembly (CA) term is set to expire.

          The election of the new prime minister brings together two political forces that emerged strongly after the Constituent Assembly elections in 2008. The formation of the fourth majority government after the CA elections comes in the backdrop of a protracted stalemate in the peace process and constitution-making.

          Bhattarai secured 340 votes of the total votes of 575 lawmakers who participated in the prime ministerial poll. His rival, Nepali Congress Parliamentary Party leader Ram Chandra Poudel, received 235 votes, with support from the third largest party CPN-UML.

          Poudel, however, was gracious in defeat and rushed to congratulate the prime minister-elect even before Speaker Subas Nembang had declared the winner. He actually waited to shake hands with Bhattarai while the Speaker asked him to wait for the official announcement.

          “We took part in a democratic process and Bhattaraiji emerged victorious. I wish him luck and assure him of cooperation,” Poudel later told reporters outside the House. “He has his task cut out and I hope he will be able to deliver on his commitments on peace and constitution.”

          Congratulating the prime minister-elect in the House, Speaker Nembang hoped Bhattarai’s leadership will play a decisive role for completing the peace process and create an atmosphere for the preparation of the first draft of the constitution. Bhattarai, the 35th prime minister, committed that peace, constitution and relief to the people would be the priorities of the new government.

          খবরের লিন্ক এখানে

  4. মাসুদ করিম - ৩ আগস্ট ২০১১ (২:৩৮ অপরাহ্ণ)

    কায়রোতে হুসনি মুবারকের বিচার শুরু হয়েছে।

    9.26am: The appearance of Mubarak behind bars on a stretcher has not won any sympathy for him from participants in the Egyptian revolution which toppled him, judging by the reaction on Twitter.

    @mosaaberizing

    Live blog: Twitter

    Even on a bed in a cage, Mubarak’s eye seem to be filled with arrogance, hands resting on chin. Unbelievable. #MubarakTrial

    @lilianwagdy

    Live blog: Twitter

    mubarak is obviously faking sorry you get zero sympathy from me dude

    9.15am: While the judge is going through the formalities – he is currently identifying the various lawyers in court – here are some useful links.

    লিন্ক : Egypt, Syria, Libya and Middle East unrest – live updates

  5. মাসুদ করিম - ৫ আগস্ট ২০১১ (১২:৪৪ অপরাহ্ণ)

    গত ৬ জুলাই প্রয়াত হয়েছেন মণি কাউল। তিনি বলতেন

    অভিনেতা ও অভিনেত্রীরা ক্যামেরার সামনে নিজেদের বড় বেশি মাত্রায় জাহির করতে চান। তাঁরা ভুলে যান ফ্রেমে আরো অনেক উপাদান থাকে। যেমন আলো, লেন্স বাছাই ও তার ব্যবহার ও অন্যান্য দৃশ্যমান বস্তু। সব মিলিয়ে ফ্রেমের ভাষা ফোটে।

    বিস্তারিত পড়ুন : আপসহীন মণি কাউল

  6. মাসুদ করিম - ৫ আগস্ট ২০১১ (১:৩০ অপরাহ্ণ)

    আজ কাকাবাবু কমরেড মুজফফর আহমদের ১২৩তম জন্মদিবস। তিনি পার্টির প্রেস, কাগজ এবং বইয়ের দোকান অপত্য স্নেহ দিয়ে রক্ষা ও পালন করতেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম প্রসঙ্গে বলেছিলেন

    পশ্চিম পাকিস্তানের অত্যাচার থেকে মুক্ত হবার জন্য বাংলাদেশের মানুষেরা যেভাবে সংগ্রাম চালিয়েছেন তার তুলনা পৃথিবীর ইতিহাসে কম। আমি বাংলাদেশের যোদ্ধাদের জন্য নিজেকে গৌরবান্বিত মনে করি। আমি একজন অক্ষম অসমর্থ বৃদ্ধ। যদি আমার শরীরের শক্তি থাকত তাহলে আমিও বাংলাদেশের মুক্তিফৌজে যোগ দিতাম।

    বিস্তারিত পড়ুন : যে দু’টি মৌল কাজে গুরুত্ব দিতেন তিনি

  7. মাসুদ করিম - ৫ আগস্ট ২০১১ (২:২৬ অপরাহ্ণ)

    ব্রহ্মপুত্র নদে চীনের জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রকল্প নিয়ে শঙ্কিত আসাম, তাই আসামের জনৈক সংসদ ভারতের রাজ্যসভায় এবিষয়ে বিশদ জানতে প্রশ্ন করেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস. এম. কৃষ্ণাকে যথারীতি এস. এম. কৃষ্ণা আশ্বস্থ করেছেন, ভয়ের কিছু নেই আমরা চীনের উপর আস্থা রাখছি যে তাদের কথা মতো এ প্রকল্প run-of-the-river hydro-electric projectই হবে যা পানি জমিয়ে রাখবে না। মাঝপথে বিদেশন্ত্রী থেমে যান কথা বলতে শুরু করেন মনমোহন সিং, তিনিও বলেন ভয়ের কিছু নেই চীনের প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করেছেন এই প্রকল্প থেকে ভারতের ক্ষতি হবে এমন কিছু চীন সরকার করবে না।

    Stating that India “trusts China”, Prime Minister Manmohan Singh on Thursday informed the Rajya Sabha that China had assured India that the dam being built on the Brahamaputra River in Tibet would not harm India’s interest.

    “We trust its statement. India and China are neighbours. It is in our interest to have the best possible relations with China. We have been assured by China that nothing will be done that will affect India’s interest,” Dr. Singh told the Rajya Sabha during Question Hour. He was intervening in the reply to a question put to External Affairs Minister, S.M. Krishna.

    Dr. Singh informed the members that the construction of a dam at Zangmu, on the Brahmaputra river in the Tibet Autonomous Region of China, had been repeatedly taken up with China. It is a run-of-the-river hydro-electric project which does not store water. “We trust [the Chinese statements] but also verify. China has given [us] an assurance that the dam on the river will not in anyway hurt India’s interest,” he added.

    Noting that the sharing of water from the rivers which are of inter-state importance could cause problems at times, Dr. Singh said the matter should be allowed to rest with the assurance given by China. “Unnecessary provocation on either side can hurt relations,” he remarked.

    Earlier, Mr. Krishna said the government was aware of the construction activity at Zangmu. India had taken up this matter China during the recent visit to India by Chinese Premier, Wen Jiabao in December last year, he said. “The Government has ascertained that this is a run-of-the-river hydro-electric project, which does not store water and will not adversely impact the downstream areas in India,” he said.

    “India trusts statements when the Government of China at the highest level assures the Prime Minister on the dam,” Mr. Krishna said. “We trust but we also verify. We have verified Chinese claims on the dam being run-of-the-river power project which does not store water. We are convinced that it is a run-of-the-river project. We constantly keep our surveillance across the border,” he said.

    Mr. Krishna said 80 per cent of the catchment areas of the Brahmaputra were within the Indian territory. “It is important that the States of Arunachal Pradesh and Assam harness and utilise the waters of the Brahmaputra. The Chinese Premier said that China’s development of upstream areas will be on the basis of scientific planning and study and will never harm downstream interests,” he added.

    খবরের লিন্ক এখানে

  8. মাসুদ করিম - ৬ আগস্ট ২০১১ (১২:৪৬ অপরাহ্ণ)

    আজ হিরোশিমা দিবস। এবারের হিরোশিমা দিবসে পড়েছে ফুকোশিমার ছায়া। তাই এই দিবস শুধু এটম ও হাইড্রোজেন বোমার বিরুদ্ধে সচেতনতার জন্য নয় পারমাণবিক বিদ্যুতের বিরুদ্ধেও সচেতনতার জন্য উদযাপিত হচ্ছে। পারমাণবিক অস্ত্র ও পারমাণবিক বিদ্যুৎ বিপর্যয়ের দিক থেকে খুবই কাছাকাছি, এমনকি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প দিয়ে শুরু করে বেশির ভাগ রাষ্ট্রশক্তি পারমাণবিক অস্ত্রের প্রকল্পের দিকেই এগিয়ে যায়। জাপান এক্ষেত্রে ছিল ব্যতিক্রম, কারণ তার ছিল ১৯৪৫ সালের ৬ আগস্টের করুণ স্মৃতি। সেই জাপানেই এবছর ফুকোশিমা পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে প্রাকৃতিক দুর্যোগে সৃষ্টি হওয়া পারমাণবিক বিপর্যয় এখন এই দেশকে শক্তিতে পারমাণবিক প্রযুক্তিকে ত্যাগের দিকেও নিয়ে যাচ্ছে। জাপানে এখন জোর বিতর্ক হচ্ছে – আমরা পারমাণবিক বিদ্যুৎ আর চাই না, নাকি আমরা নিরাপদ পারমাণবিক বিদ্যুৎ চাই। এর পাশাপাশি জাপানে পারমাণবিক বিদ্যুৎকে চিরবিদায় জানাতে শুরু হয়েছে এক কোটি স্বাক্ষর সংগ্রহের কাজ।

    On the eve of the annual ceremony to remember the dropping of the atomic bomb, the thoughts of many in Hiroshima were on those living near the crippled Fukushima No. 1 nuclear plant.

    “Nobody knows the fear and uncertainty Fukushima residents face over radiation levels better than the people of Hiroshima,” said Setsuko Kumazaki, 68, who lost several relatives on Aug. 6, 1945.

    While media polls over the past few months indicate a majority of Japanese favor reducing or eliminating the nation’s reliance on nuclear power, traditional groups formed to seek the abolition of nuclear weapons are more divided.

    At a symposium Thursday organized by three groups, there were calls for Japan to abandon nuclear energy in favor of renewable sources. But other participants called for a freeze on new nuclear plants or the continued use of nuclear power for peaceful purposes.

    The relationship between nuclear power and nuclear weapons has always been close. Nonproliferation experts worldwide have long expressed concern over the possibility of nuclear material and technology from a power plant falling into the hands of those wanting to use it to manufacture weapons.

    “The connections between nuclear technology for constructive use and for destructive use are so closely tied together that the benefits of one are not accessible without greatly increasing the hazards of the other,” Theodore Taylor, a former U.S. nuclear weapons designer and former deputy director at the U.S. Defense Nuclear Agency, wrote in a 1996 report on the connections between nuclear power and weapons.

    With the Fukushima plant in mind, Hiroshima Mayor Kazumi Matsui was expected to call for a review of the nation’s energy policies during Saturday’s ceremony to commemorate 66 years since the dropping of the bomb.

    A growing number of local governments are also calling for a review of the national energy policy and a gradual shift from nuclear energy to renewable. Nuclear power had been providing 30 percent of the nation’s electricity, on average, although some regions are more reliant than others.

    For example, while nuclear power supplied more than half of the Kansai region’s electricity in 2010, it accounted for only 3 percent of the electricity generated by Chugoku Electric Power Co. plants, which serve Hiroshima, that year. However this figure was because Chugoku Electric’s nuclear plants were offline much of the year, undergoing inspections. In 2009, nuclear power accounted for 15 percent of Chugoku Electric’s electricity.

    The Japan Congress Against A and H Bombs, one of the sponsors of Thursday’s symposium, has launched a nationwide signature campaign to get rid of nuclear power and move toward renewable energy. The goal is to collect 10 million signatures by the end of this year. On Sept. 19, the group plans a rally in Tokyo’s Meiji Park.

    জাপান টাইমসে পড়ুন : Hiroshima’s thoughts turn to Fukushima

  9. মাসুদ করিম - ৭ আগস্ট ২০১১ (১:৪৬ পূর্বাহ্ণ)

    পাকিস্তান আর্মি ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কিভাবে দেখে, তা পাকিস্তান আর্মির ওয়েবসাইটে 1971 War পড়লেই বোঝা যায়।

    With 1971 commenced the most tragic year of our history. Failing to resolve a political problem by political means, a Martial Law regime, manipulated by some megalomaniac politicians, resorted to military action in East Pakistan on night 25/26 March. Widespread insurgency broke out. Personnel of two infantry divisions and Civil Armed Forces with weapons were airlifted in Pakistan International Airlines planes, over-flying about 5000 miles non stop via Sri Lanka in the first week of April 1971 the longest operational air move by Pakistan Army. By May near normalcy had been restored, thanks to the fast reaction, dedication and cool courage of our soldiers, sailors and airmen operating in a hostile environment under adverse climatic and terrain conditions, without adequate logistics and medical support. India’s immoral covert armed intervention having failed, by October it had concentrated four times our strength in over 12 divisions (400,000) supported by five regiments of tanks, and about 50,000 activists trained and equipped by Indian Army. Indian Navy’s one aircraft carrier, eight destroyers/frigates, two submarines and three landing crafts, against our four gunboats, eight Chinese coasters and two landing craft supported them. Eleven Indian Air Force squadrons – 4 Hunter, 1 SU-7, 3 Gnat and 3 MiG 21 – from five airfields around East Pakistan faced our one valiant Number 14 squadron of F-86F Sabres based on a single airfield around Dhaka .

    On 21 November, Eid day, when our fatigued soldiers had been operating in the most hostile environment for almost ten months, including a month of fasting, the Indian army felt emboldened enough to launch a full scale invasion at over twenty fronts in the east, west and north of East Pakistan . Divisions attacked our brigade positions; brigades attacked our battalion, company and platoon positions, supported by their armour, artillery and lair force. When most of our defensive positions, rooted to the ground, could not be overrun, Indian forces after suffering heavy casualties resorted to outflanking moves. The aggressors could not capture, till the cease-fire; on 16 December, a single town except Jessore, which was not defended for strategic reasons. For the Pakistani soldiers this was their finest hour, fighting against heavy odds with their backs to the wall inflicting heavy casualties, bloodied but unbowed” when an Indian commander, through a messenger asked for our Jamalpur battalion to surrender, encircled by two brigades, the commanding officer, Lieutenant Colonel Sultan Ahmad, Sitara-i-Juraat of 31 Baloch replied in a message wrapped around a bullet which read, “I want to tell you that the fighting you have seen so far is very little; in fact the fighting has not even started. So let us stop negotiating and start the fight.” Similarly 4 Frontier Force under 205 Brigade (Brigadier Tajammul Malik) held out at Hilli for l19 days against 6 battalions, inflicting heavy casualties, till withdrawal on 11 December, after getting outflanked. Similar hard fought actions took place at Bahaduria and elsewhere by Punjab, Baloch, Frontier Force and Azad Kashmir units all arms and services, and Civil Armed Forces including West Pakistan Rangers and police units. 107 Brigades (Brigadier Mohammad Hayat, Sitara-i-Juraat) held at bay a division of 5 brigades and 2 armour regiments at Khulna inflicting heavy casualties till 17 December and ceased fighting only after repeated orders of our Eastern Command.

    On the West Pakistan front, on 3 December 1971 , India attacked with the main effort against Shakargarh sector with three infantry divisions supported by three armoured brigades against our 8 Division front, operating under our 1 Corps (Commander Lieutenant General Irshad Ahmad Khan). The attack was halted in the tracks, inflicting heavy casualties. 8 (Independent) Armoured Brigade (Brigadier Mohammad Ahmed, Sitara-i-Juraat) effectively blocked and destroyed enemy penetration our minefield and saved Zafarwal from being outflanked by enemy armour. In Jammu and Kashmir , Chhamb, Lahore , Kasur, Sulemanki and Rajasthan sectors, war was carried into Indian territory , with success at some points, not so successfully at others due to inadequate forces and air support. For the Pakistan Army, Navy and Air Force this conflict was their finest hour. Fighting against overwhelming odds in both wings of the country raged with full fury. Before our counter offensive could be launched in West Pakistan , India asked for cease-fire in the United Nations. The Ghazis and Shaheeds proved in their supreme hour of trial all the military virtues of Faith, Honour, Valour, Fortitude, Endurance, Loyalty, Group Cohesion and Unlimited Liability, and above all, the spirit of Jehad.

    On 4 December 1971 , the United States moved a draft resolution calling for cease-fire and withdrawal of Indian forces, which was vetoed by Union of Soviet Socialist Republics. Thereafter, another six resolutions including one by China were introduced calling for cease-fire and withdrawal of forces, some of which were accepted by Pakistan. However, due to behind the scene political machinations by India and her allies their passage and implementation was stalled till Dhaka fell on 16 December 1971 and the cease-fire had been perfidiously converted to surrender.” I took a careful look at the documents and was aghast to see the heading – which read Instrument of ‘Surrender’……” writes Lieutenant General J.F.R.Jacob, Chief of Staff, Indian, Eastern Army. (Lieutenant General J.F.R.Jacob, “Surrender at Dacca : Birth of a Nation).

    Flawed national and operational strategy proved to; be disastrous for Pakistan , both politically and militarily. Power, national and operational strategy, the methodology of crisis and conflict management, and higher direction of war in which we had been found wanting in 1971.

    পড়ে তো বাংলাদেশকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর জেহাদ শব্দটা যেভাবে ব্যবহার করা হয়েছে, রোজার মাসের ক্লান্তির কথা কষ্টের কথা যেভাবে বলা হয়েছে – ইসলামের শত্রুরা এভাবেই যুগে যুগে সাচ্চা মুসলমানদের উপর অত্যাচার করে তাই যেন বোঝানো হয়েছে। আর ওই মোক্ষম বাক্যটি ‘the cease-fire had been perfidiously converted to surrender’ অস্ত্র বিরতিকে বেইমানি করে আত্ম-সমর্পণে রূপান্তরিত করা হয়েছিল – পাকিস্তান আর্মি, ইসলামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেনাবাহিনী, তাদেরকে চারিদিক থেকে চেপে ধরে বেইমান ভারত ও তার মিত্ররা তাদের অসম সাহসী জেহাদকে অনৈতিকভাবে ধ্বংস করেছে – বাংলাদেশের মুক্তিযুদ্ধের এমন ন্যাক্কারজনক বিবৃতি আর কোথাও পড়েছি বলে মনে হয় না।

    লিন্ক : Pakistan Army > War Historyতে ক্লিক করুন > War – 1971এ ক্লিক করুন।

  10. মাসুদ করিম - ৮ আগস্ট ২০১১ (১:২৪ অপরাহ্ণ)

    ০৬ আগস্ট ১৯৯১-এ জন্ম হয়েছিল World Wide Web-এর। ২০ বছর পূর্ণ হল এই যুগান্তকারী যোগাযোগ মাধ্যমের। জার্মান সাপ্তাহিক ‘স্পিগেল’ এর ফটোগ্যালারি : The Birth of the World Wide Web

  11. মাসুদ করিম - ৯ আগস্ট ২০১১ (১২:৩৩ অপরাহ্ণ)

    আজ বিশ্ব আদিবাসী দিবস,International Day of Indigenous People, আর আমাদের দেশে এখন চলছে বিতর্ক আদিবাসী/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নিয়ে। সরকারের দাবি

    The government spokespersons in the country have denied the existence of indigenous people in Bangladesh. They suggested that the constitution would recognise them as “ethnic minorities” instead of indigenous people.

    They claim neither the constitution nor any international laws recognise these people as indigenous. These people did not reside or exist in the country before the 16th century and were not considered “indigenous people” in any historical reference books, memoirs or legal documents, they argue.

    নিজেদেরে আদিবাসী দাবি করে আদিবাসী নেতারা বলছেন

    However, leaders of the non-Bangalee indigenous communities have claimed they have been living in Bangladesh since the time immemorial with their own distinctiveness, languages, cultures, and identities.

    They say the communities fulfil all the UN criteria required to be recognised as “indigenous”.

    Quoting the ILO Convention (169), article 1 that says, “Self-identification as indigenous or tribal shall be regarded as a fundamental criterion for determining the groups to which the provisions of this Convention apply”, they have continued to reiterate their demands to be recognised as indigenous or adivasi.

    এখানে কিছু শব্দের ব্যবহার বড় ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে এবং একটা বড় সমস্যা তৈরি করছে। ইংরেজি অভিধান মতে Indigenous (produced, growing, living, or occurring naturally in a particular region or environment indigenous plants / the indigenous culture)-এর সমার্থক শব্দ Tribal নয় কিন্তু ILO Convention (169)-এ তাই করা হয়েছে। আবার সরকারের মুখপাত্রের ব্যবহৃত শব্দ Ethnic (of or relating to large groups of people classed according to common racial, national, tribal, religious, linguistic, or cultural origin or background ethnic minorities / ethnic enclaves)-এর সমার্থক শব্দ Tribal। কাজেই দেখা যাচ্ছে ভাষার দিক থেকে ILO Convention-এর ”indigenous or tribal” বড় সমস্যা তৈরি করেছে। আর ILO Convention যদি ”indigenous or tribal” বলতে বোঝাতে চায় আদিবাসী হোক বা নৃ-গোষ্ঠী হোক তারা এই কনভেনশনের আওতায় পড়বে তাহলে বিতর্ক কেন সেটাও ঠিক বোধগম্য নয়।

  12. মাসুদ করিম - ৯ আগস্ট ২০১১ (১:৩৬ অপরাহ্ণ)

    লন্ডনে বৈষম্য ও বিদ্বেষ অনেক, কিন্তু সচরাচর সেখানে দাঙ্গা হয় না — ২৬ বছর আগে ১৯৮৫ সালে একবার জনতার হাতে এক পুলিশের মৃত্যুর ঘটনায় টটেনহ্যামে দাঙ্গা হয়েছিল আর গত ৬ জুলাই ২০১১-তে পুলিশের হাতে জনৈক মার্ক ডুগ্গানের মৃত্যুর ঘটনায় সেই টটেনহ্যামেই ভয়ঙ্কর দাঙ্গা লেগে গেল। দাঙ্গার ছবি দেখুন : London riotsলন্ডন দাঙ্গা ছড়িয়ে পড়েছে এবং পরিণত হয়েছে ব্রিটিশ দাঙ্গায়

    • মাসুদ করিম - ১৫ আগস্ট ২০১১ (১১:০৩ পূর্বাহ্ণ)

      লন্ডন ও ব্রিটিশ দাঙ্গায় বাংলাদেশের কারো ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেনি। কিন্তু অত্যন্ত নির্মমভাবে বার্মিংহামে দাঙ্গাকারীদের গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন পাকিস্তানের তিন জন। হামলা লুট ও লাঞ্চনার শিকার হয়েছেন ভারতীয় এক দম্পতি। পড়ুন : ব্রিটেনে হামলার শিকার ভারতীয় দম্পতি ফিরতে চাইছেন দেশে

  13. মাসুদ করিম - ৯ আগস্ট ২০১১ (৪:৩৮ অপরাহ্ণ)

    ট্রিপল ‘এ’ ক্লাবে ছিল ওরা সতেরজন — এখন একজন নেই, আমেরিকার ক্রেডিট রেটিং এখন ডবল ‘এ’ প্লাস। পড়ুন : Ouch! U.S. booted from Triple-A debt club

    চিন্তা ঠিক এটা নিয়ে নয়, চিন্তা হল আর কে কে এই ক্লাব থেকে ছিটকে পড়বে। এর মধ্যেই ফ্রান্স, ইংল্যান্ড ও ফিনল্যান্ড নিয়ে কথা উঠেছে। আরো কাকে কাকে নিয়ে কথা উঠবে আমরা এখনই জানি না — কিন্তু ২০০৮-এ আমেরিকার মন্দার পরপর যেরকম পুরো ইউরোপকে মন্দার কবলে দেখলাম আমরা, এক্ষেত্রেও কি সেরকমটাই হবে?

    • মাসুদ করিম - ১৮ আগস্ট ২০১১ (৫:০০ অপরাহ্ণ)

      এস এন্ড পি বলছে ফ্রান্স ‘ট্রিপল এ’ ক্লাব থেকে ছিটকে পড়বে না।

      Standard & Poor’s (S&P’s) rating agency said it was “confident” that France can hold its triple A rating for its “stable” perspective, according to remarks of the agency’s European president to local radio RTL on Thursday.

      “Since 1975, the rating of France is stable at AAA,” said Carole Sirou, the agency’s president in charge of European Francophone regions, adding “we are confident in the rating.”

      Shortly after Standard & Poor’s downgraded the United States credit worthiness from triple A to “AA+”, markets doubted whether France would be the next one kicked out of the “AAA” club due to its soaring public debt and comparatively high deficit.

      Rumors based on such fear sparked considerable plunge last week in European shares, especially Paris’ CAC 40, led by a tumble of bank shares.

      Sirou dismissed to comment on the previous rumors on the downgrade of French rating, but AFP quoted another S&P’s senior official as saying that France has a “well conceived budget policy” which justifies its “AAA” rating with “stable” perspective.

      According to the International Monetary Fund, France expects a net deficit accounting 5.8 percent of its gross domestic product in 2011, much lower than that 9.9 percent in the United States.

      Vowing to reduce public spending and diminish tax loopholes, French government targets to dwindle its public deficit to 4.6 percent in 2012 and 3 percent in 2013.

      Rating agency’s opinion is just one element among a series to appreciate a country’s financial situation, French Finance Minister Francois Baroin underlined when in response to the US downgrade.

      France expects to see its public debt rising to 85.4 percent of GDP this year, the highest among the “AAA” club in European, according to IMF estimate.

      খবরের লিন্ক এখানে

  14. মাসুদ করিম - ১০ আগস্ট ২০১১ (৩:২৪ অপরাহ্ণ)

    উল্কার পিঠে চড়ে পৃথিবীতে জীবন এসেছে? এন্টার্কটিকায় পাওয়া কয়েকটি উল্কাপিণ্ডের উপর গবেষণা করতে গিয়ে প্রাথমিকভাবে বিজ্ঞানীদের জল্পনা : পৃথিবীর প্রাণ কি মহাকাশের দান?

  15. মাসুদ করিম - ১৩ আগস্ট ২০১১ (২:৪৯ পূর্বাহ্ণ)

    ব্যর্থ সংস্কারক মিখাইল গর্বাচেভের ফাইল থেকে গোপন কাগজপত্র প্রকাশ করছে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পেছনের নির্মম সব সত্য। শেষদিকে গর্বাচেভ নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে মরিয়া হয়ে উঠেছিলেন, আর এসময়ের অনেক সত্য তিনি গোপন করে রেখেছিলেন এবং তার কোনো বইয়ে বা সাক্ষাৎকারে কখনো প্রকাশ করেননি। কিন্তু এক তরুণ ইতিহাসবিদ গর্বাচেভ ফাউন্ডেশনে গবেষণার সূত্রে কাজ করতে গিয়ে এই ফাউন্ডেশনের আর্কাইভে সংরক্ষিত কাগজপত্রগুলোর মধ্য থেকে প্রায় ৩০০০০ হাজার গোপনে নকল করে জার্মান সাপ্তাহিক ‘স্পিগেল’-এর হাতে তুলে দেয়।

    Gorbachev later used some of the documents in his books, much to the chagrin of the current Kremlin leadership. But many of the papers are still taboo to this day. This is partly because they relate to decisions or people that Gorbachev is still unwilling to talk about. But most of all it is because they do not fit into the image that Gorbachev painted of himself, namely that of a reformer pressing ahead with determination, gradually reshaping his enormous country in accordance with his ideas.

    During a research visit to the Gorbachev Foundation, the young Russian historian Pavel Stroilov, who lives in London today, secretly copied about 30,000 pages of the material archived there and made them available to SPIEGEL.

    The documents reveal something that Gorbachev prefers to keep quiet: that he was driven to act by developments in the dying Soviet state and that he often lost track of things in the chaos. They also show that he was duplicitous and, contrary to his own statements, sometimes made deals with hardliners in the party and the military.

    In other words, the Kremlin leader did what many retired statesmen do: He later significantly embellished his image as an honest reformer.

    ফেব্রুয়ারি ২০, ১৯৯১-এ জার্মান চ্যান্সেলর হেলমুট কোহল ও গর্বাচভের টেলিফোন সংলাপ।

    Kohl: Hello, Mikhail. Did you resign, as Yeltsin is demanding?

    Gorbachev: I think he senses that he is losing authority and becoming more and more isolated. His appearance yesterday was an act of desperation or a stupid mistake. Yeltsin is a destroyer by nature. He has nothing constructive left to offer. He is exploiting the current difficult situation and trying to unleash a political fight.

    Kohl: That will benefit you.

    Gorbachev: At today’s meeting of the Supreme Soviet of the USSR , someone said that such methods were undignified for a man of his rank. He will probably have to retract his words. The president of Kazakhstan and the chairman of the Supreme Soviet of the Ukraine have already distanced themselves from him.

    Kohl: That’s advantageous to you. I sense that you feel better now. I’m pleased about that.

    ১৯৯১ সলের ক্রিস্টমাসের দিন মানে ২৫ ডিসেম্বর মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন, সেদিনই তিনি হেলমুট কোহলকে একটি চিঠি পাঠান

    Dear Helmut!

    Although the events did not go the way I felt would have been correct and the most advantageous, I have not lost hope that the effort I began six years ago will eventually be concluded successfully, and that Russia and the other countries that are now part of a new community will transform themselves into modern and democratic countries.

    With all our hearts, Raisa and I wish Hannelore (Kohl) and your entire family health, prosperity and happiness.

    Your Mikhail

    বিস্তারিত পড়ুন : Secret Papers Reveal Truth Behind Soviet Collapse

    আর এখানে দেখুন ফটোগ্যালারি : Gorbachev’s Last Days

  16. মাসুদ করিম - ১৩ আগস্ট ২০১১ (১:০২ অপরাহ্ণ)

    মুক্তিযুদ্ধের ছবি, টাইমের ফটো গ্যালারি : Bangladesh and Pakistan: The Forgotten War

  17. মাসুদ করিম - ১৪ আগস্ট ২০১১ (১২:২৫ পূর্বাহ্ণ)

    সড়ক দুর্ঘটনায় মিশুক মুনীরের মর্মান্তিক মৃত্যুতে the Real News network-এর শোকবাণী।

    Mishuk Munier
    24 September 1959 – 13 August 2011

    Our dearest friend and colleague Mishuk Munier died in a tragic car crash on Saturday in Bangladesh. He was working with the renowned filmmaker Tareq Masud​ who was also killed in the accident along with three others.

    Mishuk was a brother to all of us at The Real News. We called him TRNN employee 001. He was the first person to work with me on the project, starting in 2004. He fought tirelessly and was a critical reason why TRNN became a reality.

    Mishuk had recently taken up a new job in Bangladesh, partly to be closer to his mother. We saw him only two weeks ago in New York. He was excited about building a TV news channel in his homeland and exploring new technology, his second passion after documentary film. I remember his smile so vividly as he told us about his new adventures. One consolation is we had the chance to give him a hug and kiss before we lost him.

    We all loved Mishuk. He was a man of great integrity, profound social conscience and with a deep love for people. We extend our deepest condolences to his wife and son. Monjuli and Shurid are part of our extended family, and they always will be.

    Sometime soon, we will join the family in holding a memorial service in Toronto with Mishuk’s many friends and colleagues. For now, if you have messages for the family, we will pass them on.

    Mishuk died doing what he loved most. In the field, shooting a documentary film. Our hearts our broken, he will be greatly missed.

    Paul Jay

    13 August 2011

    লিন্ক এখানে : Our Dear Brother

    • মাসুদ করিম - ১৪ আগস্ট ২০১১ (১১:৫৮ পূর্বাহ্ণ)

      তার মর্মান্তিক মৃত্যুর অনেকক্ষণ পর, বাসায় গিয়ে সন্ধ্যায় টিভিতে তার পূর্ণঅবয়ব দেখার পর আমি বুঝতে পারলাম কাকে হারিয়েছি, the Real News network-এর সাইট অনিয়মিতভাবে সার্চ করার অভ্যাস আমার কয়েক বছরের সেসূত্রে কোনো কোনো ভিডিও ক্লিপে MUNIER-কে দেখেছি — কিন্তু তিনি যে বাঙালি, তিনি যে আমাদের দেশের এক গুণী সংবাদ সম্প্রচার কর্মী তা আমার গতকালের আগে জানা ছিল না। এই দুর্বিসহ ভার আমি নিতে পারছি না — গতকাল থেকে বিমর্ষতা আমার আর কাটছে না। মর্মান্তিক দুর্ঘটনায় মানুষ হারালেই বুক ভার হয়ে যায় আর এতো গুণী মানুষ — আমি কোনোভাবেই নিজেকে ধাতস্থ করতে পারছি না।

      কিছু মানুষ থাকে প্রতিশ্রুত নেপথ্যের মানুষ — তাজউদ্দিন আহমেদের হত্যাকাণ্ডে যেমন বাংলার শ্রেষ্ঠ প্রতিশ্রুত নেপথ্যের মানুষকে আমরা হারিয়েছিলাম — আজ আবার মিশুক মুনীরকে হারিয়ে আমার মনে হচ্ছে বাংলার প্রতিশ্রুত নেপথ্যের আরেক বড় মানুষকে আমরা বড় মর্মান্তিকভাবে হারালাম।

    • মাসুদ করিম - ১৪ আগস্ট ২০১১ (৫:০৭ অপরাহ্ণ)

      শহীদুল আলম এইমাত্র আপলোড করলেন : Farewell to Tareque and Mishuk

    • মাসুদ করিম - ২০ আগস্ট ২০১১ (১১:৫৪ পূর্বাহ্ণ)

      মিশুক মুনীরকে নিয়ে কুর্রাতুল-আইন-তাহ্মিনার প্রথম আলো ‘ছুটির দিনে’ মূলরচনা : মিশুকের জন্য ভালোবাসা

      ভাইবোনদের বিশাল দলটাকে নিজেরাই নাম দিয়েছিলেন ‘কাজিন-কুজিন সমিতি’। সেই দলেরই এক সদস্যের কলমে উঠে এলেন মিশুক মুনীর। শৈশব থেকে শুরু করে মিশুক মুনীরের পুরো পথ পরিক্রমণ নিয়েই আজকের মূল রচনা

      আশফাক মুনীর। মিশুক মুনীর। মিশুক। মিশুক। মিশুক।
      আমাদের বড় প্রিয় ভাই। আমার প্রিয়তম বন্ধুদের একজন। টুকরো টুকরো ছবির পর ছবি।

      দারুল আফিয়া, ১৯৭১
      দৃশ্যটা আমি নিজে দেখেছিলাম কি না, মনে নেই। কিন্তু ছোটবেলা থেকে একটা ছবি মনের মধ্যে বসে আছে।
      আমার চাচাতো বোন লিপির খুব ছোটবেলায় ওর মা মারা যান। দেশ স্বাধীন হওয়ার অল্প পরে ঢাকার সেন্ট্রাল রোডে ‘দারুল আফিয়া’ নামে আমার নানুবাসায়, মিশুকের দাদাবাসায় একদিন মিশুক লিপিকে বলে, ‘তোমার মা নাই, আমার বাবা নাই। আমরা এক রকম।’
      এ বাসা থেকেই ১৪ ডিসেম্বর আমার মেজো মামা শহীদ মুনীর চৌধুরীকে ধরে নিয়ে গিয়েছিল আলবদরেরা। মিশুক তাঁর মেজো ছেলে। ২৫ মার্চের পরপর মুনীর মামারা মাসখানেকের মতো হাতিরপুলের গলিতে আমাদের বাসায় থেকেছিলেন। পরে তাঁরা দারুল আফিয়ায় চলে যান।
      লিপি বলছে, মিশুক কথাটা প্রথম বলেছিল খাওয়ার ঘরে। শোকাচ্ছন্ন ঘরভর্তি বড়দের মধ্যে গুনগুন করে বারবার। আমার মন যে ছবি দেখায়, সেটা নানুবাসার সামনের দরজার সিঁড়িতে বসে দুটি শিশুর আলাপের।

      দলপতি ও বার্তাবাহক!
      একাত্তরের মাঝামাঝি দারুল আফিয়ায় আমরা কাছাকাছি বয়সী ভাইবোনেরা—মিশুক, লালী, শম্পা, উপল, আমি ও অতল প্রায়ই একত্র হতাম। বড়দের জন্য তখনকার নির্মম জগতের বাইরে আমাদের নিজেদের বিরাট একটা জগৎ ছিল। নানুবাসার ভেতরদিকের বড় উঠোনে আমরা বনবাসী সেজে শিকারে বেরোতাম। মিশুক আমাদের মধ্যে বড়। সে দলপতি হয়ে হুকুম করত, আর কাজ করতাম আমরা!
      একবার মিশুকের হাত ভাঙল। প্লাস্টার করা গলায় ঝোলানো সে হাতের মহিমায় ছোট ভাইবোনদের মধ্যে মিশুকের বিশিষ্ট আসনের দাবি তখন আরও জোরদার হলো!
      আমার চেয়ে মাত্র তিন বছরের বড়, বয়স ওর তখন ১২ পোরেয়নি। কিন্তু মিশুক ছিল বড়দের জগতের সঙ্গে আমাদের যোগসূত্র। অনেক অত্যাশ্চর্য আর গুপ্ত কথা সে শোনাত। আমরা চমৎকৃত হয়ে গিলতাম। ওর বড় ভাই আহমেদ মুনীর—ভাষণ ভাইয়া আর আরেক চাচাতো ভাই শ্যামলদা কীভাবে যুদ্ধে গেছেন, তার গল্প ওর কাছ থেকেই আমরা শুনি।

      ভাষণের চিঠি, ১৪ ডিসেম্বর
      ২০ বছর বয়সী ভাষণ ভাইয়া একাত্তরের ৬ মে ইংরেজিতে একটি চিঠি লিখে রেখে যুদ্ধে চলে যান। মা-বাবা আর ছোট দুই ভাই মিশুক ও শিশু তন্ময়কে সম্বোধন করে নিউজপ্রিন্টের পাতায় লেখা এ চিঠির এক জায়গায় ভাষণ লিখেছেন, ‘আমাদের স্লোগান স্বাধীনতা অথবা মৃত্যু। কিন্তু স্বাধীন দেশে তোমাদের সান্নিধ্য পাওয়ার জন্য আমি বেঁচে থাকতে চেষ্টা করব।’
      মিশুকের উদ্দেশে ভাষণ ভাইয়া লিখেছিলেন, ‘মিশুক আমার ভাই, হূদয় আর মনের সঙ্গে শান্তিতে পোঁছানোর এই ক্ষণে আমি তোমাকে ভালোবাসি। বাবার কথা শুনবে আর পুরো পরিবারকে দেখে রাখবে। তুমি তাদের আশা-ভরসা।…’
      এ চিঠিটি লিলি চৌধুরী যিনি ভাষণ, মিশুক ও তন্ময়ের মা—যুদ্ধের পুরোটা সময় পলিথিনে মুড়িয়ে সেফটিপিন দিয়ে ব্লাউজের সঙ্গে আঁটকে বুকের কাছে রেখে দিতেন। দেশ স্বাধীন হলো, ভাষণ ভাইয়া বেঁচে ফিরলেন, কিন্তু বাবাকে আর পেলেন না।
      আমার নানু বাড়ি ছাড়তে চাননি। লিলি মামি আর অন্য আত্মীয়-বন্ধুদের বহু অনুরোধেও মুনীর মামা মাকে ঢাকায় রেখে ভারতে বা গ্রামে যেতে রাজি হননি। নিজের কোমর আর পিঠের ব্যথা নিয়ে ছুটতে না পারার কথাও তিনি বলতেন।
      ১৪ ডিসেম্বর দুপুর পৌনে ১২টার দিকে তালা দেওয়া বাইরের ফটক ঝাঁকড়ে বন্দুকধারী ঘাতকেরা আমার রুশো মামা—শমশের চৌধুরীকে তালা খুলতে এবং মুনীর মামাকে ডেকে আনতে বাধ্য করে। দোতলায় ওঠার সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে দেখা প্রতিটি মুহূর্ত লিলি মামির মনে গভীরভাবে আঁকা হয়ে রয়েছে। মুনীর মামা সঙ্গে যেতে আপত্তি করলে তারা তাঁর পিঠে বন্দুকের নল ঠেকায়। তাঁর শরীর একবার ঝাঁকি দিয়ে ওঠে। দরজায় দাঁড়ানো রুশো মামা আজও কানে শুনতে পান, মিনিবাসে ওঠার মুখে তাঁর দিকে তাকিয়ে ভাই বলেছিলেন, ‘কী বলিস, যাই রে?’ তাঁদের মা অর্থাৎ আমার নানু তখন ভাত বেড়ে ছেলের জন্য অপেক্ষা করছিলেন।
      মিশুক দোতলার বাইরের দিকের ব্যালকনির জাফরিকাটা দেয়ালের ফোকর দিয়ে পুরোটা দৃশ্য দেখেছিল। মাকে মিশুক পরে বলে, গেটে আসা জনা দুই ছাড়াও দূরে কালো কাপড়ে মুখ ঢাকা আরও বেশ কয়েকজন দাঁড়িয়ে ছিল। মিশুক এ দৃশ্য মনে করে রেখেছিল। এত বছর পরে যখন যুদ্ধাপরাধীদের বিচারের কাজ এগোচ্ছে, তখন মিশুকই রইল না।

      একাত্তরের পর
      একাত্তর-পরবর্তী বছরগুলো পরিবারটির জন্য ভেতরে-বাইরে সংগ্রামের সময়। ভাষণ একুশে, মিশুক তেরোতে আর তন্ময় পাঁচে পড়েছে মাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের পুরোনো ফ্ল্যাটটিতে থাকতে দিল আর দিল মাসিক কিছু ভাতা। বেসরকারি একটি প্রতিষ্ঠানে গ্রন্থাগারিকের চাকরি নিলেন লিলি চৌধুরী। নিজের হতবিহ্বল নিঃসঙ্গতার মধ্যে জীবনধারণের জন্য সংগ্রাম ছিল। ছিল ছড়িয়ে ছিটিয়ে পড়া জীবনে বাবা-হারানো তিন ছেলেকে একত্রে ধারণ করে বাঁচার সংগ্রাম। যুদ্ধ থেকে ফিরে বাবাকে না পেয়ে বিভ্রান্ত-বিক্ষিপ্ত, ক্রুদ্ধ, ক্ষুব্ধ, বিদ্রোহী ভাষণ। মিশুকের কৈশোরের টানাপোড়েন। আর এসবের মধ্যে ছোট্ট আসিফ মুনীর—তন্ময়ের বড় হয়ে ওঠা।
      স্বামীর স্থায়ী আমানত আর বিমার টাকা একমাত্র সঞ্চয়। সেটা যক্ষের ধনের মতো বাঁচিয়ে রেখে তা-ই দিয়ে তিলে তিলে বনানীর এক টুকরো জমিতে বাড়ি তৈরি করে ভাড়া দেন লিলি চৌধুরী। ভাষণ বৃত্তি জোগাড় করে দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামায় পড়তে গিয়েছিলেন। দেশে ফিরে ইংরেজি সাহিত্যে পড়া শেষ করে ধীরে ধীরে তিনি থিতু হন। সেটা অবশ্য আরও পরের কথা।
      মিশুক যখন দশম শ্রেণীর ছাত্র, সে ঘোষণা দিল আর পড়বে না, ‘মজুরেরা পড়ে না, তারা কি মানুষ না?!’ তখনকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে (এখনকার রূপসী বাংলা) সে বেয়ারার চাকরির জন্য দরখাস্ত করল। চাকরি হয়েও গেল। মা বললেন, ‘তুমি যদি সেখানকার মেঝে ঝাড়ু দিতে পারো, আমাদের সিঁড়িটা ঝাঁট দাও না কেন?’ ছেলে হেসে ফেলল। অবশেষে বেয়ারা হওয়ার খেয়াল দূর হলো।

      পথপ্রদর্শক!
      একাত্তরের অনেক পরে বিশ্ববিদ্যালয় পর্বে আবার আমাদের বিভিন্ন বয়সী ভাইবোনদের বিশাল একটি দল জমে ওঠে, আমরা বলতাম ‘কাজিন-কুজিন সমিতি’।
      মনে আছে, একবার দলেবলে বইমেলায় চায়ের স্টলে বসে আড্ডা দিচ্ছি। গুরুত্বপূর্ণ হাবভাবের অচেনা একজনকে দেখি খুব ব্যস্তসমস্ত হয়ে ঘোরাঘুরি করছেন। বলি, ‘মিশুক, কে ইনি? নামকরা কেউ?’ গম্ভীর মুখে মিশুকের উত্তর, ‘নাম একটা আছে, এখনো কইরা উঠে নাই!’ কথাটায় কিন্তু কোনো খোঁচা ছিল না, ছিল নির্মল রসবোধ।
      ও ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে বিএ সম্মান শিক্ষার্থীদের প্রথম দলের ছাত্র। মিশুক ঢুকেছিল ১৯৭৯ সালে। ওর দেখাদেখি ঢুকি আমি। আমি হিসাব করেছিলাম, মিশুক যখন এটা পড়ছে, নিশ্চয় ক্লাসে আটকা পড়া চাপ এখানে নেই! তারপর ঢুকল ত্রপা (মজুমদার), আমাদের সমিতির এক কনিষ্ঠ সদস্য। আর এখন মিশুকের একমাত্র ছেলে সুহূদ—নাঈম সিবাস্টিয়ান মুনীর—কানাডায় গণযোগাযোগ পড়ছে। আমার মামাতো, মিশুকের চাচাতো-খালাতো বোন শম্পার মেয়ে অরণিও সেই পথে যাচ্ছে। ভাষণ ভাইয়ার মেয়ে অর্পণ স্নাতক পর্যায়ে ফটোগ্রাফি পড়ল। সুহূদ এই সেদিন বাবাকে জানিয়েছিল, সামনে সে চলচ্চিত্র নিয়ে পড়বে।

      ছবি তুলতে তুলতে
      আমরা স্কুলে পড়ার সময়ই মিশুককে দেখতাম পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে ছবি তুলতে। ১৯৮০ সালে ও এক শিক্ষা-কার্যক্রমে কানাডায় একটি জাদুঘরে শিশুশিক্ষা বিভাগে চিত্রগ্রাহক ও সহকারীর কাজ করে আসে। সেই সূত্র ধরে ১৯৮২ সালে ছাত্র অবস্থায়ই জাতীয় জাদুঘরের দৃশ্যশ্রাব্য শাখা গড়ে তোলার দায়িত্ব পায়, লেগে থাকে বছর সাতেক। পাশাপাশি তথ্যচিত্র, টেলিছবি, টিভি নাটক, পাপেটচিত্র—ক্যামেরার পেছনে ওর কাজ চলমান। মনে আছে, ওর ক্যামেরা ও সহপরিচালনায় ঢাকা টোকাই নামের ছবিটি ১৯৮৬ সালে জার্মানির ওবারহাউজেন উৎসবে পুরস্কার জিতেছিল।
      প্রাতিষ্ঠানিক পড়াশোনায় মিশুকের ফাঁকিবাজি কিংবদন্তিতুল্য। কিন্তু বিভিন্ন সময় শিক্ষকদের মুখে ওর মেধার প্রশংসা শুনেছি। ১৯৮৯ সালে মিশুক আর আমি সাংবাদিকতা বিভাগে প্রভাষক হিসেবে ঢুকি। মিশুক প্রায় ১০ বছর বিভাগের মিডিয়া সেন্টার প্রকল্পটি—চিত্রসাংবাদিকতা, ভিডিও সাংবাদিকতা আর কম্পিউটার ব্যবহার করে প্রকাশনা—পরিকল্পনা ও গড়ে তোলার কাজ করেছিল। ওকে দেখেছি নিরলসভাবে কিন্তু ওর নিজের নিয়ম-ছাড়া নিয়মে এ কাজটি করে যেতে।
      ১৯৯২ সাল থেকে মিশুক বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের জন্য ফ্রিল্যান্স চলচ্চিত্র গ্রাহকের কাজ করেছে, দেশের বাইরে আঞ্চলিক পরিসরেও। আমি তখন বিবিসি বাংলা বিভাগের জন্য ফ্রিল্যান্স কাজ করি। এ সময় কয়েক বছর ধরে আমরা একসঙ্গে দেশের বিভিন্ন জায়গায় কাজে ঘুরেছি। মিশুকের সঙ্গে ঘোরা যেমন মজার, তেমনি তা অনেক কিছু শেখারও।
      শিক্ষকতা ছেড়ে ১৯৯৯ সালে দেশের প্রথম বেসরকারি টেরিস্ট্রেরিয়াল টিভি চ্যানেল একুশের সূচনালগ্নে মিশুক এর সঙ্গে যুক্ত হয়। বার্তা কার্যক্রমের পরিচালক হিসেবে অনেককেই ও নিজের হাতে তৈরি করেছিল।
      ২০০১ সালে মিশুক অভিবাসন নিয়ে কানাডায় চলে গেল। টরন্টোয় ও কাজ শুরু করে ফ্রিল্যান্স চলচ্চিত্রগ্রাহক ও চিত্রগ্রহণ পরিচালক হিসেবে। আফগানিস্তানে ওর ক্যামেরায় তোলা রিটার্ন টু কান্দাহার ছবিটি ২০০৩ সালের সেরা তথ্যচিত্র হিসেবে জেমিনি পুরস্কার পায়। প্রথম দিকে কাজ মিলত অনিয়মিত। ক্যামেরার টানা কাজ করলে আঙুলে যে কড়ার মতো চিহ্ন পড়ে, তা তখন মিলিয়ে গিয়েছিল। ওর স্ত্রী মঞ্জুলী জানায়, এ ছবির কাজ শেষে ফিরে হাত দেখিয়ে মিশুক উদ্ভাসিত মুখে বলেছিল, ‘দেখ্ দাগ ফিরে এসেছে!’
      এরপর ছবিটির পরিচালক পল জের সঙ্গে মিলে কানাডা ও যুক্তরাষ্ট্রে ব্যতিক্রমধর্মী অনলাইন মাধ্যম দি রিয়্যাল নিউজ নেটওয়ার্ক—টিআরএনএন গড়ে তোলার প্রক্রিয়ায় যুক্ত হয় মিশুক। যখনই দেশে আসত, এসব কাজ নিয়ে মহা উৎসাহে গল্প করত। বিশেষ করে মনে পড়ে, ফিলিস্তিনে ওর কাজের গল্প।
      এ সময়টায় প্রায়ই ও দেশে ফিরেছে তারেক মাসুদের বিভিন্ন ছবিতে কাজ করার জন্য। আশির দশকের গোড়ায় শিল্পী এস এম সুলতানের ওপর তথ্যচিত্র আদম সুরতের কাজ দিয়ে শুরু। তারেক ভাই ও মিশুকের বন্ধন-বন্ধুত্ব শেষ হওয়ার ছিল না। সোনার বেড়ি, মুক্তির গান, মুক্তির কথা, কানসাটের পথে, নরসুন্দর, রানওয়ে, নির্মিতব্য অন্য চোখে বাংলাদেশ ও কাগজের ফুল…।
      কানাডায় ওরা চলে যায় মিশুকের স্ত্রী মঞ্জুলীর স্বাস্থ্যগত কারণে। ২০১০ সালের শেষভাগে এটিএন নিউজের প্রধান নির্বাহী ও সম্পাদকের দায়িত্ব নিয়ে দেশে ফেরার সুযোগ হলে মঞ্জুলীকে সে বলেছিল ‘একটা মানুষের জীবনে তিনটা টিভি গুছিয়ে দাঁড় করানোর সুযোগ কি আসে? আমার এসেছে, তুই না করিস না।’ ও বলেছিল, ওর এখন শেখানোর মতো অনেক অভিজ্ঞতা জমেছে। আরও বলেছিল, মায়ের জীবনের এই প্রান্তে—লিলি মামির বয়স এখন ৮৩; সে তাঁর সঙ্গে থাকতে চায়।

      মঞ্জুলী
      কানিজ ফাতিমা কাজী—মঞ্জুলী তখন বাংলায় এমএ পড়ছে। ১৯৮৩ সাল। মিশুকের সঙ্গে পরিচয় ও বন্ধুত্বের সূত্রপাত। বিয়ের পরও সম্পর্কটা রয়ে যায় বন্ধুরই।
      ওদের বিয়ে হয় ১৯৯৫ সালের ২ আগস্ট। এ বিয়ের আনুষ্ঠানিক আলাপের পরদিন আমার নানু আফিয়া বেগম তাঁর রোজনামচায় লেখেন, ‘দোয়া করি আল্লাহ মিশুকের জীবন শান্তিপূর্ণ করুক। ও যে আমার মুনীরের ছেলে। মুনীর আরবি শব্দ; অর্থ উজ্জ্বল, প্রদীপ। খোদা তার ছেলের জীবন উজ্জ্বল, শান্তিপূর্ণ করুক এই দোয়া করি।’
      মিশুকের বিয়ে আমাদের ভাইবোনদের স্মৃতিতে সম্ভবত সবচেয়ে বর্ণাঢ্য উৎসব। ওর গায়েহলুদের কথা কোনো দিন ভোলার নয়। সকালে তন্ময়রা দলেবলে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে রিকশা বোঝাই করে দেবদারু পাতা আর লাল রঙ্গন ফুল নিয়ে এল। সারা দিন আমরা সেই ফুলে মালা গাঁথলাম। মিশুক আর মঞ্জুলী দুজনেরই বন্ধু শিল্পী নোটন, হাবীব, শামিমেরা ঘর সাজাল, নিমন্ত্রণপত্র হাতে আঁকল। ১৩ আগস্ট লিলি মামির বনানীর বাসায় বসারঘরে এক কোণার একটি তাকে দেখি সে সময় হাবীবের বিখ্যাত আল্পনা আঁকা একটি মাটির খোরা; বিবর্ণ, ধুলায় ঘষা-ঘষা চেহারা।

      আমাদের মিশুক
      একাত্তরের পর আট বছরের বড় ভাই ভাষণ হয়ে উঠেছিল মিশুকের নায়ক ও বন্ধু। ও ভাষণ ভাইয়ার ছবি তোলা আর লেখা নিয়ে গর্ব করত। ভাষণ এখন সিয়েরা লিওনে জাতিসংঘে কর্মরত। মিশুকের দাফন শেষে ঘরে ফিরে ওর রুদ্ধ কণ্ঠের একটা কথা কানে লেগে থাকে, ‘দ্য বেস্ট অব দ্য লট—আমাদের মধ্যে সবচেয়ে ভালোজন…।’
      ছোট ভাই উন্নয়নকর্মী আসিফ মুনীর তন্ময় নাটকপাগল। বেড়ে ওঠার বয়সে মিশুক তাকে আগলে রাখত। দুর্ঘটনার পর থেকে তাকে দেখছি, যন্ত্রের মতো প্রয়োজনীয় কাজগুলো করে যেতে। ওর মনের মধ্যে কী চলছে, কে জানে। আর লিলি মামি? মিশুকের তাঁর সঙ্গে আরও অনেক দিন থাকার কথা ছিল…
      রান্না ছিল মিশুকের বিশ্রামের নেশা। জুলাইয়ের মাঝামাঝি এটিএন নিউজের যন্ত্রপাতি কিনতে ও যুক্তরাষ্ট্রে গিয়েছিল। বনানীর বাসায় ডিপ ফ্রিজে ও রাঁধবে বলে এখনো তোলা আছে গরুর মাংসের প্যাকেট। পড়ে আছে সৌখিন মসলাপাতির মস্ত পোঁটলা। মঞ্জুলীকে ও প্রায়ই বলত, ‘আমি শেরাটনের শেফ আর তুই নীলক্ষেতের বাবুর্চি!’
      পরিবারের অনেকেই বলে মিশুক মুনীর মামার অকৃত্রিম আন্তরিকতা, নরম সদয় মন, সবার সঙ্গে মেশা, সবাইকে সাহায্য করার গুণগুলো পেয়েছে। ওর প্রাণখোলা হাসিভরা চেহারা দেখলে সবসময় আমার প্রথম মনে হতো, মানুষটা দেখতে বড় সুন্দর। দেখা হলেই ও জড়িয়ে ধরে, মন অনেক ভরসায় ভরে যায়। গত ডিসেম্বরে আমার মা চলে গেলেন। তাঁর জন্য দোয়া শেষে বিদায় নেওয়ার সময় বরাবরের মতো মিশুক জড়িয়ে ধরে ওর গালটা বাড়িয়ে দিল। বলল, ‘এখন তো চুমু দেওয়ার কাজটা তোকেই করতে হবে!’
      পেশার জগতে আমার গুরুস্থানীয় সমমনা এক সাংবাদিক মিশুক, আমার জীবনশিক্ষার অনেক গুরুত্বপূর্ণ পর্বে ভালোবাসা নিয়ে এসে দাঁড়িয়েছে। যেকোনো কঠিন গোলকধাঁধায় মিশুকের কণ্ঠে ইংরেজিতে বলা একটা কথা কানে শুনতে পাই—জীবন হচ্ছে জীবন, বিষ্ঠা হচ্ছে বিষ্ঠা। ও বলেছিল, যা সামনে আসে, তাকে খোলাখুলি সামনাসামনি করতে হয়। বাঁচতে হয়।
      ও জাতশিক্ষক। এটিএন নিউজের ক্যামেরা বিভাগের প্রধান মামুন হোসেন বলছিলেন, তাঁর মতো হাতেকলমে কাজ শেখা মানুষেরা যেকোনো সময় মিশুকের দ্বারস্থ হলে ও দেখিয়ে শিখিয়ে দিত। তাঁর গলা ধরে আসে, ‘আমাদের তো আর এমন ক্যামেরা জানা শিক্ষক নাই।’ যন্ত্রপাতির ব্যবহার থেকে নিয়ে ভুক্তভোগীদের প্রতি আচরণ বা প্রতিবেদন দাঁড় করানো—সব বিষয়েই ওর কাছে দিকনির্দেশনা মিলত। শেখাত রাতদুপুরে টেলিফোনে, লিফটে উঠতে উঠতে—যখন যেখানে সম্ভব।
      মিশুককে নিগড়ে বাঁধা যায় না। ইটিভি গড়ে তোলার পর্বে ওর একটা সস্নেহ নাম হয়ে গিয়েছিল, ‘আই-অ্যাম-অন-মাই-ওয়ে’ অর্থাৎ ‘আমি-আসার-পথে-আছি’। ও যখন অনেক দেরি করে কোথাও পৌঁছাত, ওকে দেখলে মুহূর্তে রাগ পানি হয়ে যেত। তা ছাড়া, ও কাজ করত সমস্ত প্রাণ ঢেলে। হিসাবের অতিরিক্ত অনেক কিছু তাতে যোগ হয়ে যেত। এবার শুনলাম এটিএন নিউজে ওর সেই নামটাও ব্যবহারের সুযোগ আর ছিল না, এমনই কাজের নেশায় মেতেছিল ও।
      মিশুক মানুষকে ভালোবাসত, তারই সুবাদে সাংবাদিকতা ভালোবাসত একনিষ্ঠভাবে। মিশুক সবাইকে নিয়ে বাঁচতে ভালোবাসত। ঢাকায় ১৯৫৯ সালের ২৪ সেপ্টেম্বর ওর জন্ম। রুশ রূপকথার ছোট্ট ভালুকের নাম থেকে লিলি মামি ওকে ডাকতেন মিশুৎকা। সেটাই কখন হয়ে গেল মিশুক। আর মিশুক হয়ে গেল সবার সুহূদ, যে নামটা ও আর মঞ্জুলী মিলে ওদের ছেলের জন্য বেছেছিল।
      মঞ্জুলী ও সুহূদ থাকছে টরন্টোয়। মে মাসে ওরা লম্বা ছুটিতে এসেছিল। জুন-জুলাইজুড়ে সুহূদ বাবার অফিসে শিক্ষানবিশি করেছে। গত সপ্তাহে ও অসুস্থ হয়ে হাসপাতালে ছিল। বাবা রাতে ওর সঙ্গে থাকতেন। সেদিন ভোরে সেখানেই বাবাকে ও শেষ বিদায় জানায়। সুহূদ বলে, ‘বাবা তো বাবার মতো ছিল না, ছিল আমার বড় ভাই বা বন্ধুর মতো—যাকে নিয়ে আমি গর্ব করতাম, যার ওপর ভরসা করতাম। সে ছিল এমন, যা আমি হতে চাই।’
      আমাদের একটা বন্ধুদল ছিল—মিশুক, মঞ্জুলী, শাহেদ কামাল স্যার, গোলাম রহমান স্যার, সুব্রতদা (সুব্রত শংকর ধর) আর আমি। নানা সময়ে ভারতভ্রমণ আর নৈশ আড্ডার টুকরো টুকরো অনেক কথা-ছবি, হাসি আর আনন্দ-আমোদের রেশ সে রেখে গেছে আমাদের মনে।
      এই সেদিন প্রথম আলোয় যাচ্ছি। ফুটপাতে ভিড়ের মধ্যে মিশুকের সাদা চুলের ধ্বজা দেখতে পেয়ে নামলাম। টিপ টিপ বৃষ্টির মধ্যে মিনিট ১৫ পার! সাধারণ মানুষের আত্মশক্তি ও সৃজনশীলতা তুলে ধরার একটা কাজের পরিকল্পনা…এটিএন-নিউজের জন্য আনা নতুন যন্ত্রপাতি…শুক্রবারের কানেকটিং বাংলাদেশ অনুষ্ঠানটিতে আরও নতুনত্ব এসেছে— ফুটপাতে দাঁড়িয়েই কথা আর হা হা হাসি।
      ছাত্রাবস্থায় মিশুক যখন শিক্ষা-কার্যক্রমে কানাডা যায়, ওর বাবার ব্যবহারের জীর্ণ একটা সাদা খদ্দরের চাদর সঙ্গে করে নিয়ে গিয়েছিল। মঞ্জুলী বলছিল, মিশুক বরাবর ওর বাবার অভাব বোধ করত। নিশ্চয়ই এখন বাবার সঙ্গে ওর দেখা হয়েছে।
      মুনীর মামার জন্ম হয়েছিল মানিকগঞ্জে, তাঁর বাবার কর্মস্থলে। ১৩ আগস্টের দুর্ঘটনাটি ঘটল মানিকগঞ্জেই।

      শেষ না হওয়া কথা
      তারেক ভাই ও মিশুকের সঙ্গে নিহত হয়েছেন তাঁদের মাইক্রোবাসের চালক মোস্তাফিজুর রহমান, তারেক ভাইয়ের দুজন সহকারী জামাল হোসেন ও ওয়াসিম। গুরুতর আহত হয়েছেন চিত্রশিল্পী ঢালী আল মামুন। সেদিনই আরেকটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হন।
      পত্রিকায় রোজই এভাবে প্রাণ চলে যাওয়ার অনেক খবর পড়ি। তার অর্থ যে কী, তা এবার নিজেদের ওপরে এসেছে বলে অনুধাবন করছি। মিশুক চলে যায়নি। ও আমাকে শেখাবে, এ ক্ষেত্রে সাংবাদিকতার কী দায়িত্ব পালন করা দরকার। আমি, আমরা, যারা এ দায়িত্ব স্বীকার করব—ওকে সঙ্গে পাব।
      ১৮.০৮.২০১১

    • মাসুদ করিম - ২৩ আগস্ট ২০১১ (১২:০৬ অপরাহ্ণ)

      ওইদিনের দুর্ঘটনার চারটি প্রধান কারণের একটি বৃষ্টি এবং বাকি তিনটি কারণ বাসের গতি, মাইক্রোবাসের অবস্থান, চালকের অসতর্কতা।

      ৪ কারণের ব্যাখ্যা:
      বিরূপ আবহাওয়ার ব্যাখ্যা দিয়ে তদন্ত প্রতিবেদনে বলা হয়, বাস এবং মাইক্রোবাসের যাত্রীর ভাষ্যমতে দূর্ঘটনা সময়কালে মুষুলধারে বৃষ্টি হচ্ছিল। যার দরুন যাত্রীদের পাশে থাকা জানালাগুলো ঘোলা ছিল। তবে সামনের গাস ওয়াইফার দ্বারা দ্রুত পরিস্কার করা হচ্ছিল। এমন আবহাওয়ার সময় দৃষ্টিসীমা (Visibility distance) স্বভাবতই কমে যায় এবং চালক ব্রেক করিলেও তার কার্যকারিতা কম হওয়ার কথা।

      বাসের গতি:
      সাধারণত স্বাভাবিক আবহাওয়ায় এবং নিবিঘেœ চললে একটি বাসের গাবতলী বাসস্ট্যান্ড হতে পাটুরিয়া ঘাট পর্যন্ত পৌঁছাতে সময় লাগে ২ ঘন্টা। ৪ জন বাস যাত্রীর ভাষ্যমতে জানা যায় যে, গাবতলী থেকে বাসটি আনুমানিক ১০.৪০ মিঃ এ চুয়াডাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে সাভার বাজারে ১০-১৫ মিনিট যানজটে আটকে থাকে এবং মাত্র ১ ঘন্টা ৩০ মিনিটে দূর্ঘটনাস্থলে পৌছায়। অর্থাৎ বাসটি মুষুলধারে বৃষ্টির মধ্যেও স্বাভাবিকের চাইতে বেশি গতিতে চলছিল। বাস যাত্রীদের তথ্য সূত্রে অনুমান করা যায় যে, বাসটির গতি ছিল আনুমানিক ৭০ কিমি/ঘন্টা, যাহা ঐরূপ আবহাওয়ায় গাড়ী চালানোর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

      মাইক্রোবাসের অবস্থান:
      বাস যাত্রীদের ভাষ্যমতে মাইক্রোবাসটি একটি বাস অথবা ট্রাকের পিছনে পেছন-পেছন যাচ্ছিল এবং দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি রাস্তার ডান বাঁক (Right turn) অতিক্রম করছিল। এমন অবস্থায় বিপরীত দিক হতে আগত যানবাহন দৃষ্টিগোচর হয় না, তার উপর মুষুলধারে বৃষ্টি থাকায় মাইক্রোবাস চালকের রাস্তার ডান বাঁকে (Right turn) থাকা দ্রুতগামী বাসটি সুস্পষ্ট দৃষ্টি গোচর হচ্ছিল না। দূর্ঘটনা কবলিত বাসটিও বাস/ট্রাকের পিছনে থাকা মাইক্রোবাসটিকে হয়তো দেখতে পাচ্ছিল না। দূর্ঘটনা কবলিত বাসটি মাইক্রোবাসের সামনে থাকা বাস / ট্রাককে অতিক্রম করার পর মুহূর্তেই আকস্মিক ভাবে ছোট মাইক্রোবাসটিকে দেখতে পায় এবং বাঁক ও গতির কারণে মাইক্রোবাসের সহিত সংঘর্ষ ঘটায়।

      চালকের অসতর্কতা:
      বাসযাত্রীর তথ্যমতে প্রতীয়মান হয় যে দূর্ঘটনা কবলিত বাসটির গতি ছিল আনুমানিক ৭০ কিঃ মিঃ/ঘন্টা। মুষলধারে বৃষ্টি এবং বাঁক অতিক্রম করার সময় এই গতিতে গাড়ি চালানো এবং বিপরীত দিক হতে আগত বাস / ট্রাকের পিছনে আরও গাড়ি থাকতে পারে এমন চিন্তা না করা বাস চালকের অসতর্কতা প্রমাণ করে। বাস / ট্রাকের পিছনে থাকা মাইক্রোবাসের চালক একটি বড় দূরত্ব (Gap) তৈরি করে পিছনে পিছনে যাওয়া উচিত ছিল।

      বিস্তারিত পড়ুন : তারেক মাসুদ, মিশুক মুনীরদের দুর্ঘটনার কারণ ৪টি

  18. মাসুদ করিম - ১৪ আগস্ট ২০১১ (১২:১৮ অপরাহ্ণ)

    বোম্বে ফিল্মের কিংবদন্তী অভিনেতা শাম্মী কাপুর প্রয়াত।

    Bollywood actor Shammi Kapoor, a veteran of the Hindi cinema in the 1950s and 60s, died here Sunday morning, family sources said. He was 79.
    A member of the famed Kapoor family, the actor passed away at the Breach Candy Hospital at 5 a.m. He was admitted to the hospital a week ago for renal failure.
    He was the second of three sons born to the iconic Prithviraj Kapoor. His equally versatile actor brothers were Raj Kapoor and Shashi Kapoor.
    Shammi Kapoor joined the cinema world in 1948 as a junior artist for Rs.150 a month. His debut in Bollywood came in 1953 with the film “Jeevan Jyoti”. In a career that stretched into the 1970s, the tall, athletic and green-eyed hero starred in numerous hits, including “An Evening in Paris”, “China Town”, “Kashmir Ki Kali”, “Janwar” and “Junglee”.
    Sharmila Tagore and Asha Parekh were his leading heroines, the latter teaming up with him for his spectacular murder mystery of 1966, “Teesri Manzil”.

    খবরের লিন্ক এখানে

    ভিডিও ক্লিপ দেখুন এখানে

  19. মাসুদ করিম - ১৪ আগস্ট ২০১১ (৪:৩২ অপরাহ্ণ)

    বিশ শতকের শুরুতে বঙ্গভঙ্গ ও বঙ্গভঙ্গ রদের মতো ঘটনা কি আজ আর আমাদের মনে কোনো আলোড়ন তোলে? ২০০৫ সালে ছিল বঙ্গভঙ্গের শতবর্ষ আর এবছর ২০১১ হল বঙ্গভঙ্গ রদের শতবর্ষ। এই বঙ্গভঙ্গ রদের সাথে আবার মিশে আছে রবীন্দ্রনাথ রচিত ভারতীয় জাতীয় সঙ্গীত ‘জনগণমন অধিনায়ক জয় হে’ রচনা ও প্রথম পরিবেশনেরও শতবর্ষ।

    বাঙালী জাতি শুধু নয়, ভারতবর্ষের ইতিহাসেও ১৯১১ সালটি লাল অক্ষরে ‍‌লিখিত থাকবে। এই বছরেই কার্জন-নির্দেশিত বঙ্গভঙ্গ রদ করে দুই বাংলাকে আবার জোড়া লাগাতে বাধ্য হয়েছিলো ব্রিটিশ সাম্রাজ্যবাদ। আর এই একই বছরে রচিত ও গীত হয়েছিলো সর্বভারতীয় জাতীয়তাবাদী আবেগের মহত্তম ফসল রবীন্দ্রনাথের ‘জনগণমন অধিনায়ক জয় হে’ সঙ্গীত। আজ যা আসমুদ্রহিমাচল সকল ভারতবাসীর পরম গর্বের জাতীয় স্ত্রোত্র। এই বছর পূর্ণ হচ্ছে এই দুটি ঘটনারই শতবর্ষ। এদেশে ‘জনগণমন অধিনায়ক জয় হে’ সম্পর্কে কারো কারো ধারণা হয়েছিলো যে এই গানটি রচিত হয়েছিলো ১৯১১ খ্রীষ্টাব্দে দিল্লিতে ইংলন্ডেশ্বর পঞ্চম জর্জের ভারত-সম্রাট রূপে অভিষেকের সময়কালে ও তাঁর সংবর্ধনার উদ্দেশ্যেই। কিন্তু এই ধারণার সমর্থনে কোনও প্রমাণ তো মেলেইনি, উপরন্তু তথ্য সম্পূর্ণ বিপরীত কথাই বলে। ‍‌এই সংক্ষিপ্ত নিবন্ধে সে বিষয়ে কিছু আলোকপাত করা হচ্ছে এবং তুলে ধরা হচ্ছে রবীন্দ্রনাথের স্বদেশপ্রেমের কিছু প্রাসঙ্গিক কাহিনী।

    প্রথমেই বলে রাখা প্রয়োজন যে সম্রাট পঞ্চম জর্জের ভারত ভ্রমণ ও দিল্লি-অভিষেক সম্পর্কিত তথ্যাদি সরকারীভাবে প্রকাশিত হয়েছিলো The Historical Record of the Imperial Visit to India—নামক বৃহৎ সরকারী গ্রন্থে। এতে দিল্লির অভিষেক-দরবার ও কলকাতা প্রভৃতি স্থানে রাজসংবর্ধনাগুলির পুঙ্খানুপুঙ্খ বিবরণ রয়েছে; কিন্তু রবি ঠাকুরের গানের কোনো সংবাদই তাতে নেই এবং থাকার কথাও নয়। এবিষয়ে প্রথম যিনি দৃষ্টি আকর্ষণ করেন তাঁর নাম বনবিহারী মুখোপাধ্যায়। তিনি যে বিবরণ দেন তা হলো — “A ‘National Anthem’ was indeed sung at the Delhi Durbar to the accompaniment of guns; and it was ‘God Save The King as I find from my copy of The Historical Record of the Imperial Visit to India, 1911’ published by John Murry, London, in 1914 under the authority and order of the viceroy of India.”

    (The Orient, 7 Dec, 1947, p.15)

    প্রবোধচন্দ্র সেন লিখেছেন, ‘‘সুতরাং উক্ত সঙ্গীতে রাজস্পর্শের অপবাদ যে একান্তই অমূলক সে বিষয়ে কিছুমাত্র সংশয় করা চলে না’’ যাহোক এ নিয়ে বিতর্কের ছেদ টেনেছিলেন কবি স্বয়ং। গানটি রচনার উপলক্ষে রবীন্দ্রনাথ পুলিনবিহারী সেনকে ১৯৩৭-এর ২০‍‌শে নভেম্বর লেখা এক পত্রে লিখেছেন —

    ‘‘রাজ সরকারে প্রতিষ্ঠাবান আমার কোনো বন্ধু (প্রবোধ সেনের মতে সম্ভবত এই বন্ধু আশুতোষ চৌধুরী) সম্রাটের জয়গান রচনার জন্যে আমাকে বিশেষ করে অনুরোধ জানিয়েছিলেন। শুনে বিস্মিত হয়েছিলুম, এই বিস্ময়ের সঙ্গে মনে উত্তাপেরও সঞ্চার হয়েছিলো। তারই প্রবল প্রতিক্রিয়ার ধাক্কায় আমি জনগণমন অধিনায়ক গানে সেই ভারতভাগ্যবিধাতার জয় ঘোষণা করেছি, পতন-অভ্যুদয়-বন্ধুর পন্থায় যুগযুগধাবিত যাত্রীদের তিনি চিরসারথি, যিনি জনগণের অন্তর্যামী পথ পরিচায়ক। সেই যুগ যুগান্তরের মানবভাগ্যরথচালক যে পঞ্চম বা ষষ্ঠ বা যে কোনো জর্জই কোনো ক্রমেই হতে পারেন না সে কথা রাজভক্ত বন্ধুও অনুভব করেছিলেন। কেননা তার ভক্তি যতই প্রবল থাক, বুদ্ধির অভাব ছিল না।’’

    (বিচিত্রা, ১৩৪৪, পৌষ, পৃঃ ৭০৯)

    এই বিষয়ে রবীন্দ্রনাথ আর একখানি পত্রে (ইং ২৯/৩/১৯৩৯, সুধারানী দেবীকে লিখিত) বলেছেন—‘‘শাশ্বত মানব-ইতিহাসের যুগ-যুগধাবিত পথিকদের রথযাত্রায় চিরসারথি বলে আমি চতুর্থ বা পঞ্চম জর্জের স্তব করতে পারি, এরকম অপরিমিত মূঢ়তা আমার সম্বন্ধে যাঁরা সন্দেহ করতে পারেন, তাঁদের প্রশ্নের উত্তর দেওয়া আত্মাবমাননা।’’

    (পূর্বাশা, ১৩৫৪, ফাল্গুন, পৃঃ ৭৩৮)

    এই দুটি পত্রাংশের সারমর্ম এই যে, রবীন্দ্রনাথ ব্রিটিশ সম্রাটের স্তবরচনা মূঢ়তার পরিচায়ক বলেই মনে করতেন এবং ওই গানটিও তিনি কোনো রাজা-গজাকে উদ্দেশ্য করে রচনা করেননি; আর তাঁর রাজভক্ত বন্ধুও এটিকে সেভাবে গ্রহণ করতে পারেননি, অর্থাৎ এটি রাজপ্রশস্তিরূপে ব্যবহৃত হয়নি।

    প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথ রচিত জনগণমন গানটি উদ্বোধনী সঙ্গীত রূপে প্রথম গীত হয় ১৯১১ খ্রীষ্টাব্দে কলকাতা-কংগ্রেসের দ্বিতীয় দিনের অধিবেশনে (২৭শে ডিসেম্বর, বুধবার) ডাক্তার নীলরতন সরকারের উৎসাহে ও কংগ্রেস নেতা জ্ঞানাঞ্জন নিয়োগীর তৎপরতায়। এটা সত্য যে, কলকাতার কংগ্রেস অধিবেশনের মাত্র একপক্ষকাল পূর্বে ১২ই ডিসেম্বর, ১৯১১ তারিখে দিল্লির দরবারে সম্রাট পঞ্চম জর্জ তৎকালীন বঙ্গভঙ্গ বাতিল ঘোষণা করলে বঙ্গীয় কংগ্রেস নেতারা উচ্ছ্বসিত হয়ে ওঠেন এবং জনৈক সরকারী চাকুরে কবিবন্ধু রবীন্দ্রনাথকে অনুরোধ জানান ৩০শে ডিসেম্বর কলকাতায় সম্রাটের আগমন উপলক্ষে তিনি যেন একটি প্রশস্তি সঙ্গীত রচনা করেন। কিন্তু কবি-রচিত সঙ্গীত তাঁর বন্ধুর পছন্দ হয়নি, কারণ তাতে রাজ-প্রশস্তি ছিলো না। ফলে তিনি অন্য একজনকে দিয়ে একটি হিন্দি রাজ-ভজনাগীতি লিখিয়ে নেন এবং তা গাইয়ে রাজদম্পতিকে অভ্যর্থনা জানানো হয়। কলকাতা কংগ্রেসের তিনদিনে (২৬-২৮শে ডিসেম্বর, ১৯১১) মোট চারটি গান গীত হয়েছিলো। এবিষয়ে নানা জাতীয়তাবাদী সংবাদপত্রগুলিতে (অমৃতবাজার ও বেঙ্গলি) এবং সরকারী রিপোর্টে একই তথ্য পাওয়া যায়। প্রথম দিনের উদ্বোধন হয় বন্দেমাতরম সঙ্গীতের মাধ্যমে। দ্বিতীয় দিনের (অর্থাৎ ২৭শে ডিসেম্বর) উদ্বোধন হয় জনগণমন অধিনায়ক দিয়ে—এটিকে বলা হয়েছি‍‌লো দেশপ্রেমের সঙ্গীত। অমল হোম ছিলেন ওই দিনের একজন অন্যতম গায়ক। অতঃপর সেদিনের সভামাঝে রাজদম্পতিকে আনুগত্য ও স্বাগত জানিয়ে একটি প্রস্তাব গ্রহণের পর বিশেষভাবে রচিত একটি হিন্দি প্রশস্তি-গীতি গীত হয়। রবীন্দ্রনাথের কাছ থেকে নিরাশ হয়ে ফেরার পর এই গানটিকেই কবিবন্ধু রাজকর্মচারী কাউকে দিয়ে লিখিয়ে নেন। আর সবশেষে অধিবেশনের চতুর্থ দিনে সভার উদ্বোধন ঘটে সরলাবালা দেবীর ১৯০১ সালে রচিত গান অতীত গৌরববাহিনী সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। অবশ্য উল্লেখনীয় যে সমকালীন কোনো কোনো ইংরাজ-সংবাদপত্রে ২৭শে ডিসেম্বর, ১৯১১ কংগ্রেস-অধিবেশনের দ্বিতীয় দিনে পরিবেশিত বাংলা হিন্দি দুটি গানকেই রাজ প্রশস্তিমূলক রূপে চিহ্নিত করার যে চেষ্টা করা হয়—যা একেবারেই যথার্থ ছিলো না।

    বিস্তারিত পড়ুন ইতিহাসবিদ সুস্নাত দাশের উত্তর সম্পাদকীয় : জাতীয় সংহতির শতবর্ষ ও রবীন্দ্রনাথের স্বদেশ প্রেম

  20. মাসুদ করিম - ১৫ আগস্ট ২০১১ (১২:২৪ অপরাহ্ণ)

    শেখ মুজিবের হত্যাকাণ্ডের নেপথ্যের মূল নায়ক ছিলেন জিয়া, ধারণা মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলৎজের।

    বিশিষ্ট মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলৎজ বলেছেন, তিনি মনে করেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের পেছনে প্রয়াত জেনারেল জিয়াউর রহমান ছিলেন ‘মূল ছায়া ব্যক্তি’। মার্কিন এই সাংবাদিক ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়ে বাংলাদেশে সংঘটিত সামরিক অভু্যত্থান সম্পর্কে তাঁর ব্যাপক পড়াশোনার জন্য সুপরিচিত। জাতীয় শোক দিবসের প্রাক্কালে বাসস-এর সঙ্গে একান্ত সাক্ষাতকারে লিফশুলৎজ বলেন, ‘আমার ধারণা ১৫ আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমানের জড়িত থাকার ব্যাপারে ভবিষ্যতে আরও তথ্য বেরিয়ে আসবে। এই মুহূর্তে এটা আমার অনুমান যে, জিয়া আগস্ট হত্যাকাণ্ডে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।’
    লিফশুলৎজ আরও বলেন, ‘জিয়া নিজে এই অভু্যত্থানের নেতৃত্ব না দেয়ার নিজস্ব কারণ ছিল। তবে তাঁর সমর্থন ছাড়া এই অভু্যত্থান সংঘটিত হয়েছে বলে আমি বিশ্বাস করি না।’
    মার্কিন সাংবাদিক বলেন, ‘জিয়া ছিলেন প্রধান ‘ছায়া ব্যক্তি’। যদি তিনি এই অভু্যত্থানের বিরোধী হতেন, তাহলে তিনি নিজেই এই অভু্যত্থান থামাতে পারতেন। তা করা ছিল তাঁর সাংবিধানিক দায়িত্ব…। জিয়াউর রহমান ছিলেন খুবই জটিল চরিত্রের লোক। ওই গুরুত্বপূর্ণ সময়ে জিয়াউর রহমান কিভাবে ছায়ায় থেকে কাজ করেছেন, সে সম্পর্কে আমাদের আরও গভীরে গিয়ে জানা উচিত।’
    লিফশুলৎজ ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়ে ফার ইস্টার্ন ইকোনোমিক রিভিউর বাংলাদেশ সংবাদদাতা ছিলেন। পরে তাঁকে পত্রিকাটির নয়াদিল্লী ভিত্তিক দক্ষিণ এশিয়া সংবাদদাতা নিয়োগ করা হয়।
    লিফশুলৎজের লেখা ‘বাংলাদেশ : এন আনফিনিশড রেভলু্যশন’ তার জন্য বাড়তি সুনাম এনে দেয়।
    বর্তমানে ৬০ বছর বয়সী লিফশুলৎজ স্মৃতিচারণ করে বলেন, সাংবাদিকতা পেশায় জড়ানোর আগে ১৯৭০-এর দশকের গোড়ার দিকে ঢাকা সফরে এসে তিনি বঙ্গবন্ধুর সঙ্গে সাৰাত করেন। তখন তাঁর বয়স ছিল মাত্র ২০ বছর, যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির ছাত্র। পাঁচ বছর মেয়াদী একটি বিএ ফেলোশিপ করার জন্য তখন তিনি ভারতের বিহার রাজ্যের একটি অনুন্নত এলাকায় থাকতেন।
    তিনি বলেন, ‘বেনাপোল সীমান্ত দিয়ে ঢাকায় আসার পর পুরান ঢাকার একটি সাধারণ মানের হোটেলে তিনি স্বাচ্ছন্দ্যে অবস্থান করতে থাকেন। ঘটনাক্রমে সে সময় নিউমার্কেট এলাকায় এক ফার্মেসী মালিকের (নুরুল হুদা) সঙ্গে তাঁর পরিচয় হয়। ওই ফার্মেসির মালিকই তাঁকে বঙ্গবন্ধুর কাছে নিয়ে যান।’
    লিফশুলৎজ বলেন, ‘তিনি (ফার্মেসি মালিক নুরুল হুদা) আমাকে মোটরসাইকেলে করে শেখ মুজিবের বাড়িতে নিয়ে যান। তিনি মুজিবের এক কর্মচারীকে শেখ সাহেবকে ডেকে দিতে বলেন। তিনি তাদের বলেন, তিনি এক বিদেশী পর্যটককে শেখ সাহেবের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চান।’
    তিনি আরও বলেন, ‘মুজিব আমাকে অভ্যর্থনা জানাতে বেরিয়ে আসেন। মুজিব আমাকে উষ্ণ অভিবাদন জানিয়ে ভেতরে আমন্ত্রণ জানান। মুজিব ও আমি তাঁর স্টাডি রুমে যাই।’

    লিন্ক এখানে

  21. মাসুদ করিম - ১৬ আগস্ট ২০১১ (১১:৫৯ পূর্বাহ্ণ)

    গত ১৩ আগস্টের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত তারেক মাসুদ ও মিশুক মুনীরকে হারিয়ে আমাদের সিনেমা ও সম্প্রচার মাধ্যম তার সেরা সন্তানদের হারিয়েছেন। তাদেরকে হারিয়ে আমরা শোকস্তব্ধ, আমাদের মিডিয়াতে তাদেরকে ঘিরে যেপ্রচার হয়েছে তাতে আমরা বলব আমাদের মিডিয়া এই দুই অসাধারণ কর্মীর অনন্য শোকগাঁথা রচনা করেছেন, কিন্তু আমরা আমাদের টিভি, প্রিন্ট ও ইন্টারনেট মিডিয়াকে মনে করিয়ে দিতে চাই — ঢালী আল মামুন নামে যেচিত্রশিল্পী স্কয়ারের ভেন্টিলেশনে পর্যবেক্ষণে আছেন তিনিও এক অসাধারণ শিল্পপ্রতিভা, বাংলাদেশের চিত্রশিল্পে তিনি এই বয়সেই প্রথম সারির এবং স্থাপনাশিল্পে তার অবদান উচ্চাঙ্গের পথিকৃতের — কাজেই মিডিয়ার সর্বোচ্চ প্রচার তিনি এই মুহূর্তে দাবি করেন যেন তার সবচেয়ে ভাল চিকিৎসার ব্যবস্থা যথাসম্ভব দ্রুততার সাথে নির্ভুলভাবে সম্ভব হয়।

    রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন চিত্রশিল্পী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক ঢালী আল মামুনের শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। চোয়াল ও দাঁতের মাড়িতে বড় ধরনের অস্ত্রোপচারের পর তাকে আবার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা বলছেন, ঢালীর শারীরিক অবস্থার অবনতি ঘটছে না। তবে তিনি শঙ্কামুক্ত_ সে কথা বলার সময় এখনও আসেনি। হাসপাতালের করিডোরে
    একটু সুখবরের আশায় প্রতীক্ষার প্রহর গুনছেন ঢালীর পরিবারের সদস্য, নিকটাত্মীয় ও শুভাকাঙ্ক্ষীরা।
    শনিবার ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের জোকায় বিপরীতমুখী একটি বাসের সঙ্গে সংঘর্ষে ঢালীকে বহনকারী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঢালীর ডান চোয়াল ও বুকের হাঁড় ভেঙে যায়। সেই থেকে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। রোববার রাতে আড়াই ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারে ঢালীর স্থানচ্যুত হওয়া ডান চোয়াল ও দাঁতের মাড়ি পূর্বাবস্থানে ফিরিয়ে আনেন ওরাল ও মেক্সিলোফেসিয়াল সার্জন অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লা ও ডা. মোস্তাফিজুর রহমান।
    ঢালীর সর্বশেষ অবস্থা সম্পর্কে স্কয়ার হাসপাতালের পরিচালক (মেডিকেল সার্ভিসেস) অধ্যাপক ডা. সানোয়ার হোসেন বলেন, তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হলেও তা অস্থিতিশীল বলা যায় না। অস্ত্রোপচারের পর অবস্থার অবনতির লক্ষণ দেখিনি। তবে তাকে কমপক্ষে সাত দিন পর্যবেক্ষণে রাখতে হবে।
    এদিকে হাসপাতালের আইসিইউর পার্শ্ববর্তী করিডোরে উৎকণ্ঠার প্রহর গুনছেন ঢালীর স্বজনসহ অন্যরা।

    খবরের লিন্ক : ঢালী আল মামুন শঙ্কামুক্ত নন

  22. মাসুদ করিম - ১৭ আগস্ট ২০১১ (২:৫৫ অপরাহ্ণ)

    আজকের লিন্কে কেমন যেন তারেক মাসুদকে নিয়ে লিন্কই দেয়া হল না। খুঁজে পেলাম ১৫ আগস্ট ২০১১তে আর্ট বিডিনিউজ২৪-এ আলম খোরশেদের এই স্মৃতিচারণ লিখতে গিয়ে উপায়ান্তরহীনভাবে ক্ষোভে ফেটে পড়া লেখা

    ক্ষমা করো প্রিয় ব্রাত্য রাইসু। তুমি আমাকে অনুরোধ করেছো তারেক মাসুদের সঙ্গে আমার দীর্ঘ ত্রিশ বছরের বন্ধুজীবনের স্মৃতিচারণ করার জন্য। কিন্তু আজ আমার মন এতটাই বিক্ষিপ্ত, বিস্রস্ত এবং বিক্ষুব্ধ যে আমি হয়ত তোমার অনুরোধ ঠিকঠাক রক্ষা করতে পারবো না। একথা সত্যি, দেশে ও বিদেশে তারেকের সঙ্গে আমার অজস্র সুখস্মৃতি জড়িয়ে আছে। কোনো একদিন হয়ত সেইসব স্মৃতির কথাও বিশদে শোনাব আমি তোমাদের। আজ শুধু বলি তারেকের সঙ্গে প্রথম পরিচয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে আমি যখন নগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে যুক্ত ছিলাম তখন, নাট্যজন আলী যাকেরের ইস্কাটনের বাসায় ‘অচলায়তন’ নাটকের মহড়ায়। এর পর চলচ্চিত্র সংসদ আন্দোলনের সুবাদে তার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে, যে ঘনিষ্ঠতা পরে বন্ধুত্বে পরিণত হয় আমার সুদীর্ঘ প্রবাস জীবন পর্বে।

    ক্ষোভ

    কে জানতো তারেক, মিশুকের এই নিখাঁদ দেশপ্রেমই কাল হবে তাদের জন্য। অপঘাতে, অপমৃত্যু হবে তাদের, হতভাগ্য দেশের মাটিতে। পাঠক লক্ষ্য করবেন, আমি আর সবার মত তাদের এই করুণ মৃত্যুকে দুর্ঘটনা বলে আখ্যায়িত করছি না। কেননা একে তো কোনো অর্থেই দুর্ঘটনা বলা চলে না। স্বাধীনতার চল্লিশ বছর পরেও নাগরিকদের জন্য নিরাপদ চলাচলব্যবস্থা গড়ে তোলায় রাষ্ট্রের নিদারুণ ব্যর্থতার পরিণাম এই হত্যাকাণ্ড, যাকে সহজেই বলা যেতে পারে রাষ্ট্রীয় হত্যাকাণ্ড। পত্রিকান্তরে দেখলাম দেশের বর্তমান ও সাবেক প্রধানমন্ত্রী এই তথাকথিত দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন। কিন্তু তাদের তো উচিত ছিল লজ্জিত হওয়ার! এই দুই দেশপ্রেমিক শিল্পী ও উঁচু মাপের মানুষকে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেবার জন্য সমগ্র জাতির কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করার! আমাদের মহামান্য যোগাযোগ মন্ত্রীকে দেখলাম আরেকধাপ এগিয়ে গিয়ে এই মৃত্যুর দায়ভার স্বয়ং মৃতের কাঁধেই এই বলে যে চাপিয়ে দিতে যে তারেক-মিশুকদের বহন করা গাড়িটিরই নাকি উচিৎ হয়নি অমনভাবে ওভারটেক করা! তার কাছে বিনীত প্রশ্ন–নিজের ব্যবসাবাণিজ্যের কাজে এবং সম্প্রতি মন্ত্রীত্বের সুবাদে তিনি তো অনেক হিল্লী, দিল্লী ঘুরেছেন। তিনি কোন্ সভ্য দেশে দেখেছেন এরকম অপ্রশস্ত, এক লেনবিশিষ্ট, কোনো প্রকার বিভাজিকাবিহীন, দ্বিমুখী মহাসড়ক? এমন নিশ্চিত মৃত্যুকূপসদৃশ মহাসড়কের ন্যায় নামধারী মহামড়ক বোধহয় আমাদের মত দেশেই সম্ভব যেখানে মানুষের জীবনের মূল্য সবচেয়ে কম। মাননীয় মন্ত্রী মহোদয়, অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেবার আগে কেন এতদিনেও একটা ভদ্রগোছের নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে পারলেন না আপনারা এই প্রশ্নের উত্তর চাই আমরা।

    তারেক মাসুদ, দেশ, মুক্তির গান, ক্যাথারিন,দেশপ্রেম, প্রবাস ও স্মৃতি

    ১৯৮৯-এ বন্ধুবর সলিমুল্লাহ খানের সঙ্গে মিলে তার বিশ্ববিদ্যালয় নিউ স্কুল ফর সোশাল রিসার্চ-এর মিলনায়তনে শিল্পী এস. এম. সুলতানকে নিয়ে করা তারেকের অসাধারণ প্রামাণ্যচিত্র আদমসুরত-এর প্রদর্শনীর আয়োজন, আলোকচিত্রী নাসির আলী মামুন-এর বাসায় সুলতান ও সত্যজিৎ রায়-এর মৃত্যুবার্ষিকী পালন, দল বেঁধে গ্রীনিচ ভিলেজ-এর আর্ট হাউসগুলোতে পুরনো বিদেশী ছবিগুলো দেখে বেড়ানো, তারেক ন্যুয়র্কের যে সুবিশাল পুরনো বইয়ের দোকানে খণ্ডকালীন কাজ করতো, সেই ‘স্ট্রান্ড বুক স্টোরে’ দুর্লভ বইয়ের সন্ধানে আমার ও সলিমুল্লাহর ঘণ্টার পর ঘণ্টা সময় পার করে দেওয়া, ন্যুয়র্ক বিশ্ববিদ্যালয়ে গবেষণারত আমাদের কোলকাতার বন্ধু নাট্য নির্দেশক ও লালন গবেষক সুদীপ্ত চট্টোপাধ্যায়-এর দপ্তরে, বাংলাদেশের মেধাবী নাট্যবিদ সালেক খানসহ শিল্প সাহিত্যের আড্ডায় মশগুল থাকা, কোনো এক গ্রীষ্মে আমি, সলিমুল্লাহ, নাসির আলী মামুন, তারেক, ক্যাথারিন মিলে কানেকটিকাট রাজ্যের সালেম শহরে ক্যাথারিনের দাদার বাড়িতে বেড়াতে যাওয়া, সেখান থেকে রোড আইল্যান্ড-এ ক্যাথারিন-এর শিক্ষাপ্রতিষ্ঠান ব্রাউন কলেজ ও সংলগ্ন এডগার অ্যালান পো স্মৃতিস্তম্ভ দর্শন, তারপর গাড়ি চালিয়ে আরও উত্তরে মেইন রাজ্যের ছোট এক আরণ্যক দ্বীপে ক্যাথারিনের নানীর গ্রীষ্মকুটিরে অবস্থান, সেখানে হ্রদে নৌকো বাওয়া, সাঁতার কাটা আর মেইনের বিখ্যাত বিশাল লবস্টার ভক্ষণ। এরকম আরও কত অজস্র স্মৃতি জড়িয়ে রয়েছে আমার তারেককে ঘিরে।

    তবে এই সবকিছু ছাপিয়ে উজ্জ্বল হয়ে আছে, থাকবেও আমৃত্যু, তারেকের মুক্তির গান ছবিটি নির্মাণের মহাযজ্ঞের সাক্ষী হয়ে থাকার স্মৃতিটুকু। তারেক তখন থাকতো ন্যুয়র্কের একটি দ্বীপাঞ্চল স্ট্যাটেন আইল্যান্ড-এ। আমিও ছিলাম তার সহ-আবাসিক। সদ্য সে ব্রুকলিনের এক বেসমেন্ট থেকে লীয়ার লেভিন চিত্রায়িত ‘মুক্তির গান’ ছবিটির হাজার হাজার বাক্সবন্দি ফুটেজ উদ্ধার করে এনে তার ঘরে তুলেছে। তারপর শুরু হলো তার আর ক্যাথারিনের আহারনিদ্রা ভুলে অষ্টপ্রহরের এক মরণপণ কর্মযজ্ঞ, সেই সংখ্যাহীন ফুটেজের প্রতিটি ইঞ্চি পরখ করে, কেটেছেঁটে, ফের জোড়া লাগিয়ে, তিলতিল করে মুক্তির গান-এর মূল কাঠামোটুকু নির্মাণের ভেতর দিয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধের আত্মাটিকে স্পর্শ করার। এদিকে প্রবল অর্থসংকট। অর্থনীতির তুখোড় ছাত্রী ক্যাথারিন তখন সিটি ব্যাংক এন. এ. তে ঢোকে। তারেক ঘরদোর সামলায়, এমনকি ঘরের মার্কিন মালিক জনাথন, যাকে আমরা তার ভারতপ্রীতির জন্য জনার্দন বলে ডাকতাম, তার সঙ্গে চুক্তি করে ঘরবাড়ি রং ও মেরামতের কাজ নিজ হাতে করে দিয়ে কিছু টাকা আয় করে। সেই টাকা দিয়ে ভিলেজ থেকে ভাড়া করে এনে একটি আস্ত এডিটিং মেশিন তার ঘরে বসিয়ে দিয়ে বাড়িটিকে রীতিমত একটি চলচ্চিত্র কারখানা বানিয়ে তোলে। এই ছবিটি নির্মাণের পেছনে তাদের দুজনের ত্যাগ তিতিক্ষা নিষ্ঠা পরিশ্রম ও নিবেদন নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না নিজের কাজের প্রতি, দেশের প্রতি, ইতিহাসের প্রতি একজন মানুষের এতখানি দায়বদ্ধতা থাকতে পারে। আমার সৌভাগ্য আমি শুধু এই কর্মযজ্ঞের একজন নীরব সাক্ষী হয়ে থাকিনি, কিছুটা হাতও লাগাতে পেরেছিলাম। তারেকের অনুরোধে মুক্তির গান-এর বাংলা ভাষ্যবর্ণনাটুকু আমিই লিখে দিয়েছিলাম, সেই সঙ্গে এর প্রথম প্রদর্শনী উপলক্ষে প্রকাশিত পুস্তিকাটি সম্পাদনার দায়িত্বটিও নিজ কাঁধে তুলে নিয়েছিলাম সানন্দে। একে আমি আমার জীবনের অন্যতম পূণ্যের কাজ বলে গণ্য করি।

    বিস্তারিত পড়ুন : তাহলে কি দেশপ্রেমই দায়ী!

  23. মাসুদ করিম - ১৭ আগস্ট ২০১১ (৪:৩১ অপরাহ্ণ)

    সিরিজ বোমা হামলার ছয় বছর আজ। বাংলাদেশের ইতিহাসের কালো দিনগুলোর একটি এই ১৭ আগস্ট ২০০৫। রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় সংঘটিত এই জঙ্গিত্বের মূল ঘোষণা ছিল আল্লাহর/কোরানের আইন প্রতিষ্ঠা করার পরিকল্পিত অভিষেক অনুষ্ঠান। আমরা কি এখনো এই হুমকি থেকে মুক্ত হতে পেরেছি?

    নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র সিরিজ বোমা হামলার বিচার ৬ বছরেও শেষ হয়নি। ওই হামলার ঘটনায় সারাদেশে ১৫৬ মামলার মধ্যে অর্ধেক মামলারই বিচার কাজ এখনও চলছে। এই পরিস্থিতিতেই আজ সিরিজ বোমা হামলার ৬ষ্ঠ বর্ষপূর্তি হচ্ছে।

    আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী গত ৬ বছরে জেএমবি’র কার্যক্রম নিয়ন্ত্রণে এনেছে। কিন্তু, তাদের সম্পূর্ণরুপে নির্মূল করতে পারেনি। আত্মগোপনে থেকে জেএমবি তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। দেশের বিভিন্ন স্থানে র‌্যাবের অভিযানে জেএমবি’র সদস্যরা এখনও ধরা পড়ছে।

    ২০০৫ সালের ১৭ আগস্ট জেএমবি মুন্সিগঞ্জ বাদে ৬৩ জেলার সাড়ে ৪শ’ স্থানে একযোগে বোমার বিস্ফোরণ ঘটিয়ে জঙ্গি কার্যক্রম শুরু করে। এ হামলায় দুইজন নিহত হন।

    সিরিজ এ বোমা হামলার স্থান হিসেবে হাইকোর্ট, সুপ্রীমকোর্ট, জেলা আদালত, বিমানবন্দর, মার্কিন দূতাবাস, জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পুলিশ সুপারের কার্যালয়, প্রেস ক্লাব ও সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বেছে নেয় হামলাকারীরা।

    বিস্তারিত : দেশব্যাপী সিরিজ বোমা হামলার ৬ বছর আজ

  24. মাসুদ করিম - ১৮ আগস্ট ২০১১ (৪:৪৯ অপরাহ্ণ)

    তুরস্ক উত্তর ইরাকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির আস্তানায় সামরিক হামলা চালিয়েছে।

    Turkey’s military completed a number of successful strikes against targets belonging to the outlawed Kurdistan Workers’ Party, or PKK, in northern Iraq late Wednesday, the General Staff said in an official report released Thursday morning.

    “An aerial assault against 60 pre-determined targets belonging to the separatist organization was completed successfully,” the report said.

    The report revealed that 168 additional targets were struck by “intense” artillery fire from the Turkish side of the border prior to the air strike.

    “Such operations will be carried out within and outside of Turkey with determination until the separatist organization is neutralized,” the report said.

    বিস্তারিত পড়ুন : PKK camps hit by artillery, air strikes: Turkish General Staff

  25. মাসুদ করিম - ২০ আগস্ট ২০১১ (১২:০৯ অপরাহ্ণ)

    ১৩ আগস্টের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীর ছাড়া আর যে তিন জন মারা গিয়েছিলেন — ওয়াসিম, মুস্তাফিজ ও জামাল তাদের নিয়ে প্রথম আলো ‘ছুটির দিনে’ প্রসূন রহমানের লেখা : ওয়াসিম, মুস্তাফিজ, জামাল তোমরা আমাদের ক্ষমা করো!

    ১৩ আগস্টের মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ দিয়েছেন খ্যাতিমান চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ এবং মেধাবী চিত্রগ্রাহক ও গণমাধ্যম-ব্যক্তিত্ব মিশুক মুনীর। তাঁদের সঙ্গে আরও প্রাণ দিয়েছেন ক্যামেরা ও প্রোডাকশন সহকারী ওয়াসিম, তারেক মাসুদের ব্যক্তিগত গাড়িচালক মুস্তাফিজ এবং মাটির ঘর নির্মাণকর্মী জামাল ঘরামী। অধিক পরিশ্রম করে স্বল্প আয় ঘরে তোলা এই মানুষগুলো হারিয়ে গেলেন বেশ নীরবেই। বস্ফািরিত জনসংখ্যার এই দেশে প্রাণের দাম কমে আসছে ক্রমান্বয়ে। আর তাঁরা যদি হন শ্রমিক শ্রেণীর লোক, তাহলে কুলীন সমাজের মনোযোগ আকর্ষণ দূরে থাক, প্রার্থনার ভাগটুকুও তাঁদের জন্য সমানভাবে পড়ে না। একসঙ্গে কিছুকাল কাজ করার অভিজ্ঞতা থেকে কিছুটা মায়া তৈরি হয়ে গিয়েছিল সবার জন্যই। হয়তো তাঁদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার পরিমাণটা বেশি বলেই আজ খানিকটা নীচু হয়ে আসছে মাথা। আজ শুধু সামান্য কিছু শব্দের বিনিময়, তোমাদের জন্য।
    ওয়াসিমের বয়স ৪৫-এর কাছাকাছি হলেও শরীর দুর্বল হওয়ার কারণে দেখতে একটু বেশিই মনে হতো।
    ছেলেবেলায় নায়ক হওয়ার শখ হয়েছিল কি না জানা হয়নি কখনো। পিতৃপ্রদত্ত মোতালেব হোসেন নামটা পাল্টে ওয়াসিম হয়ে গিয়েছিল কোনো এক ফাঁকে। আমরা তাঁকে ওয়াসিম ভাই বলেই ডাকতাম। তারেক ভাই (তারেক মাসুদ) মাঝেমধ্যে ঠাট্টার ছলে জিজ্ঞেস করতেন, ‘ওয়াসিম, তুমি তো মনে হয় আমার বড় হবে! সত্যি করে বলো তোমার বয়স কত?’ ওয়াসিম ভাই লজ্জাবনত চোখে হেসে বলতেন, ‘আমি আপনার ছোট তারেক ভাই, অনেক ছোট।’ ওয়াসিমের ৪৫ বছর জীবনের ২৫টি বছরই কাটিয়ে দিয়েছেন চলচ্চিত্রের আঙিনায়। জেনেছিলাম, তানভীর ভাইয়ের (তানভীর মোকাম্মেল) হুলিয়া ছাড়া প্রতিটি ছবিতেই কাজ করেছেন ক্যামেরার পেছনে।
    তারেক ভাইয়ের মুক্তির গান ছাড়া প্রতিটি ছবিতেই কাজ করেছেন কখনো প্রোডাকশন সহকারী, কখনো চিত্রগ্রাহকের সহকারী হিসেবে। পেশাগত জীবনে এর বেশি নিজের উত্তরণ তিনি ঘটাতে পারেননি। তাই আগাগোড়া চলচ্চিত্রপ্রাণ একজন মানুষ হলেও শেষাবধি একজন চলচ্চিত্রকর্মী হিসেবে সামান্য সম্মানটুকু আমাদের কাছ থেকে অর্জন করতে পারলেন না। আমরা পারিনি তাঁকে সে সম্মান জানাতে। আত্মীয়স্বজনের হাতে লাশ তুলে দেওয়া পর্যন্তই আমাদের ভূমিকা সমাপ্ত হলো।
    ২৬ বছরের মুস্তাফিজ অডিওভিশনে (তারেক ও ক্যাথরিন মাসুদের প্রতিষ্ঠান) গাড়িচালক হিসেবে দ্বিতীয়বারের মতো নিয়োগ পেলেন ২০০৯-এর শেষ ভাগে। আমরা তাঁকে গাড়িচালক হিসেবে চিনলেও গত দুই বছরে তিনিও পুরোদস্তুর চলচ্চিত্রকর্মী হয়ে উঠেছিলেন। শুধু গাড়িচালনা নয়, ক্যামেরা সহকারী থেকে শুরু করে, প্রজেকশন পর্যন্ত ছিল তাঁর দৌরাত্ম্য। চলচ্চিত্র নির্মাণপ্রক্রিয়ার প্রযুক্তিগত সব বিষয়েই তাঁর দখল ছিল, ছিল সক্রিয় অংশগ্রহণ। রানওয়ের দেশব্যাপী ভ্রমণে বেশ কয়েকটি প্রদর্শনীতে ল্যাপটপ চালিয়ে প্রদর্শন করার দক্ষতা তিনিও অর্জন করেছিলেন। কিন্তু শেষাবধি গাড়িচালক পরিচয়টাই তাঁর চূড়ান্ত থাকায় তাঁকেও যথেষ্ট সম্মান দিতে পারলাম না।
    তৃতীয় আরেকজন প্রাণ দিলেন প্রথম দিন কাজে যোগ দিতে এসেই। জামাল মাটির ঘর নির্মাণের দক্ষ কারিগর ছিলেন। এটি তাঁর পারিবারিক পেশা। প্রস্তাবিত চলচ্চিত্র কাগজের ফুল-এর সেট নির্মাণে গাজীপুরের কাপাসিয়া থেকে তারেক ভাই তাঁকে আনিয়েছিলেন নিজের ভাবনার পরিণত রূপ দেখার আশায়। জামাল মাত্র ২৪ বছর বয়সে বিয়ে করেছিলেন ১৭ বছরের রুমাকে। রেখে গেছেন দুই বছরের সন্তান রুমন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম স্বামী হঠাৎ হারিয়ে যাওয়ায় তাঁর স্ত্রী দিশেহারা প্রায়।
    ওয়াসিম ভাই শেষ সময়টায় স্বল্পভাড়ায় থাকার জন্য টঙ্গীর কাছে একটা মেসে জায়গা করে নিয়েছিলেন। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের ছোট বাসালিয়া গ্রামে। রেখে গেছেন স্ত্রী ও দুই পুত্র-কন্যা। কষ্টেসৃষ্টে মেয়েটির বিয়ে দিয়েছিলেন। ছেলেটি লেখাপড়া করতে না পারা বেকার। চলচ্চিত্রের কাজ কমে যাওয়ায় নিজের উপার্জনে আর সংসার চালাতে পারছিলেন না। তাই তাঁর স্ত্রী বাধ্য হয়েই কাজ নিয়েছিলেন একটি পোশাক তৈরির কারখানায়। কিন্তু অনভিজ্ঞ শ্রমিক হওয়ায় সংসারে অর্থের জোগান দিতে পেরেছেন সামান্যই। এখন স্বামীহারা হয়ে হতাশার মধ্যেই নিমজ্জন। কার কাছে যেন শুনেছেন, ওয়াসিমের পকেটে থাকা ছেঁড়া মানিব্যাগটি কেউ কুড়িয়ে পেয়েছেন। পকেটে একটা ছবিসহ ৫০০ টাকার একটা নোট ছিল। সেই মানিব্যাগটা ফিরে পাওয়ার জন্য তিনি দিন গুনছেন। সেই ৫০০ টাকা স্বামীর ছবিটার চেয়ে একটুও কম গুরুত্বপূর্ণ হবে না তাঁর কাছে। কারণ, উপোস থাকার অভিজ্ঞতা যার আছে সে জানে, এক কেজি চালের মূল্য স্মৃতির মূল্যের চেয়ে একটুও কম নয়।
    ঝালকাঠির গৌরবপাশা গ্রামে মুস্তাফিজের বাড়ি। তারেক ভাই আদর করে ডাকতেন ‘মুশ্তাফিশ’। সদ্য কৈশোর উত্তীর্ণ এই তরুণের দাফন হয়েছে তাঁর পৈতৃক ভিটার পাশেই। ভালোবেসে অল্প বয়সে বিয়ে করেছিলেন মামাতো বোন পপিকে। কিশোরী স্ত্রীর কোলে বিয়ের পরের বছরই আসে এক কন্যা। টেলিভিশনের নাটক দেখে নাম রেখেছিলেন ‘মাইশা’। গাড়ি চালনায় খানিক বিরতি পেলেই ফোনে কথা বলতেন প্রিয়তমা স্ত্রীর সঙ্গে, শুনতে চাইতেন সন্তানের কণ্ঠস্বর। দুঃখজনক কারণে মুস্তাফিজের মৃত্যুর পর তাঁর স্ত্রী শ্বশুরবাড়ির অবস্থানটি হারিয়ে ফেলে। এখন শিশুকন্যা নিয়ে বাবার বাড়িতে বাক্হীন অবস্থায় দিন কাটাচ্ছে বলে জানালেন তার এক আত্মীয়। আমরা কেউ কি তাঁদের পাশে দাঁড়াতে পারব? আমাদের কারও কি সময় হবে?
    ওয়াসিম ভাই, মুস্তাফিজ, জামাল—মহাসড়কের মরণফাঁদে তোমরাও অমর। মেধাবী প্রাণের সঙ্গে তোমাদের শ্রমক্লান্ত দেহ একই সঙ্গে শূন্যে মিলিয়ে গেছে। তোমাদের কি আমরা সম্মানের সঙ্গে বিদায় জানাতে পারলাম? আমাদের নাগরিক মন, আমাদের শ্রেণীচেতনা হয়ত অতটা উদার হতে জানে না। তোমরা আমাদের ক্ষমা করো।
    প্রসূন রহমান: লেখক, নাট্যকার ও চলচ্চিত্রকর্মী। সহকারী পরিচালক: নরসুন্দর, রানওয়ে এবং প্রস্তাবিত কাগজের ফুল।

  26. রেজাউল করিম সুমন - ২০ আগস্ট ২০১১ (১১:২১ অপরাহ্ণ)

    ১৯৯১ সালের আগস্ট মাসের (ব্যর্থ) ক্যু দেতার সময়ে সোভিয়েত ইউনিয়নে ব্রিটিশ রাষ্ট্রদূতের লেখা দিনলিপি (১৮-২২ আগস্ট) : পড়ুন যথাক্রমে এখানেএখানে

  27. মাসুদ করিম - ২১ আগস্ট ২০১১ (১২:৪৬ অপরাহ্ণ)

    বাংলাদেশ কি সত্যিই ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে আপত্তি জানিয়েছিল গত বামফ্রন্ট সরকারের ‘পশ্চিমবঙ্গ’এর নাম ‘বাংলা’ করার প্রস্তাবে? পশ্চিমবঙ্গের দৈনিক পত্রিকা ‘প্রাত্যহিক খবর’এর আজকের সম্পাদকীয়তে সেরকমটাই লেখা হয়েছে। আমার অবশ্য এবিষয়ে কিছু জানা নেই। তবে সুনীল গঙ্গোপাধ্যায় বা শঙ্খ ঘোষের সাথে যাদের ব্যক্তিগত পরিচয় আছে তারা ব্যাপারটি জানার চেষ্টা করতে পারেন। পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ হবে এতে বাংলাদেশের আপত্তি কেন, এটা অবশ্য আমার বোধগম্য হচ্ছে না। আমাদের দেশের নাম ‘বাংলাদেশ’, ‘বাংলা’ নয় — তাহলে ভারতের এক প্রদেশের নাম ‘বাংলা’ হবে, এতে আমাদের সরকার কেন ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে আপত্তি জানাবে?

    অবশ্য ভারতের প্রদেশ হিসেবে পশ্চিমবঙ্গের নাম যে কেন্দ্রীয়ভাবে WEST BENGAL থেকে পরিবর্তিত হয়ে PASCHIMBANGA হতে যাচ্ছে তাকে আমিও স্বাগত জানাই। গত কয়েকদিন ধরে ‘টুইটার’ ও ‘ইমেইল’এ পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে কথা হয়েছিল অনেকের সাথে। সেখানে নাম হিসেবে ‘বাংলা’র প্রতি কিছুটা দুর্বলতা থাকলেও আমি ‘পশ্চিমবঙ্গ’এর দিকে আমার ঝোঁকের কথা বলেছি। কারণটা আর কিছু নয় ‘পশ্চিমবঙ্গ বাংলা অকাদেমি’ ‘পশ্চিমবঙ্গ পুস্তক পরিষৎ’ এই নামগুলো অক্ষত থাক এই ছিল মনোগত বাসনা। ‘বাংলা’ ‘বঙ্গ’ বা ‘বঙ্গভুমি’ করলে এই নামগুলোর পরিবর্তনগুলো ঠিক শ্রুতিসুখকর হত না বলেই আমার বিশ্বাস।

    • মাসুদ করিম - ২৫ আগস্ট ২০১১ (৩:৪০ অপরাহ্ণ)

      পশ্চিমবঙ্গে নাম নিয়ে তরজায় না মাততে অনুরোধ করে সাংবাদিক আশিষ ঘোষের উত্তর-সম্পাদকীয়। পড়ুন এখানে

  28. মাসুদ করিম - ২১ আগস্ট ২০১১ (৩:৪২ অপরাহ্ণ)

    ২১ আগস্টের গ্রেনেড হামলায় তারেক কিভাবে জড়িত? ফজলুল বারী লিখছেন

    একুশে আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে কেন কিভাবে জড়িত হন তারেক রহমান? ঘটনার পর বিএনপিরই তারেক ও হাওয়া ভবন ঘনিষ্ট একটি সূত্র এ ব্যাপারে ধারণা দেয়। এরশাদ আমল থেকে ব্যক্তিগত বন্ধুত্বের সম্পর্কের কারণে সূত্রটি তথ্যগুলো দেয় নাম প্রকাশ না করার শর্তে।

    তখন এ নিয়ে প্রাসঙ্গিক নিরাপত্তা ছাড়াও পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে জনকন্ঠে ছাপা রিপোর্টে তারেকের নাম সরাসরি লেখা সম্ভব হয়নি। পরিকল্পনা অনুসারে ঘটনার দিন ঢাকায় ছিলেন না তারেক। সূত্রমতে, তিনি সেদিন কক্সবাজারে ছিলেন। ঘটনার পর তিন-চারদিন দেশের কোনও মিডিয়ায় তারেকের মুভমেন্ট-কাজকর্ম নিয়ে কোন রিপোর্ট ছিলো না। সূত্রটি অবাক যোগসাজশ দেখিয়ে বলে, দেখুন এর আগের ১৯(এটা মনে হয় ১৭ আগস্ট হবে) আগস্ট দেশজুড়ে বোমা হামলাসহ এ ধরনের ঘটনা ঘটার পর বরাবর তিন-চারদিন এক রকম হাইড আউটে আন্ডারগ্রাউন্ড জীবন কাটান বিএনপির ভবিষ্যৎ কান্ডারি!

    সূত্রমতে পুরো পরিকল্পনার সঙ্গে নেপথ্যে জড়িত একটি বিদেশি গোয়েন্দা সংস্থা। তারেকের নেতৃত্বে তাদের (গোয়েন্দা সংস্থাটির) ভবিষ্যতে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত একটি সরকার প্রতিষ্ঠার পরিকল্পনা ছিল। রাষ্ট্রপতি শাসিত সরকারকে চাপে ফেলে ইচ্ছামাফিক যে কোন কিছু করানো যায়। যা একটি সংসদীয় সরকার দিয়ে সহজ-সম্ভব হয় না। এর জন্যে বাংলাদেশের ‘পেইড’ অনুগত গোয়েন্দাদের পাশাপাশি জঙ্গি গোষ্ঠীগুলোকে কাজে লাগানো হয়। পরিকল্পনায় শুরু থেকে রাজনৈতিক সায় দেয় জামায়াতে ইসলামী। সূত্রমতে দেশজুড়ে তারেকের একক নেতার একটি ইমেজ সৃষ্টির লক্ষ্য নিয়ে ওই গোয়েন্দার ইচ্ছা-অর্থ-পরিকল্পনাতেই তখন সারাদেশে বিএনপির তৃণমূল সম্মেলন করা হচ্ছিল।

    সূত্রের দাবি, ঘটনার আগে ঘটনা জানতেন না খালেদা জিয়া। ঘটনার পর সব জেনে ভীতসন্ত্রস্ত হন এবং শেখ হাসিনাকে দেখতে সুধাসদনে যেতে চান। কিন্তু সুধাসদন থেকে সাড়া না পাওয়াতে তিনি আর যেতে পারেননি। যেহেতু তৎকালীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিবদের মধ্যে মোসাদ্দেক আলী ফালুর সঙ্গে তারেকের সম্পর্ক ভালো ছিল না এবং ফালু জানলে তা খালেদা জিয়া জেনে ফেলতে পারেন, তাই পুরো পরিকল্পনা থেকে তাকে (ফালুকে) অন্ধকারে রাখা হয়। সবকিছু হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রীর অপর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর জ্ঞাতসারে ও সহযোগিতায়!

    পরিকল্পনাটি ছিল শেখ হাসিনাকে হত্যার পর আওয়ামী লীগ যে দেশজুড়ে বিশেষ একটি পরিস্থিতি সৃষ্টি করবে, এর দায়-দায়িত্ব দিয়ে দলীয় এক অভ্যুত্থানের মাধ্যমে খালেদা জিয়াকে ক্ষমতাচ্যুত করে প্রতিষ্ঠা করা হবে তারেকের নেতৃত্বে নতুন একটি সরকার! নতুন সরকারকে আওয়ামী লীগ যাতে মেনে নেয় এ ব্যাপারে গোয়েন্দা সংস্থাটির সঙ্গে নাকি যোগাযোগ হয়েছিল।

    বিস্তারিত পড়ুন : তারেক কেন, কীভাবে জড়িত !

  29. মাসুদ করিম - ২২ আগস্ট ২০১১ (১১:৪০ পূর্বাহ্ণ)

    ভারতের প্রখ্যাত ইতিহাসবিদ রামশরণ শর্মা গত শনিবার ৯২ বছর বয়সে পাটনার এক বেসরকারি হাসপাতালে মৃত্যবরণ করেছেন। তার মৃত্যুতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় টুইটারে ইতিহাসবিদ সৈয়দ ইরফান হাবিব লিখেছেন

    End of an era in Indian scholarship. Shame on our media for ignoring the passing away of Prof R S Sharma.

    Prof R S Sharma who passed away in Patna yesterday will be rembrd not only for his scholarship but also for earthy humour.

    গণশক্তি পত্রিকা লিখছে

    তিনি ইতিহাসকে শুধু অধ্যয়ন করেননি, ঐতিহাসিক সত্যকে ব্যবহার করে সামাজিক ন্যায়বিচার ও মেহনতী মানুষের অধিকারের পক্ষে নিজের অবস্থানকে সুদৃঢ় করেছেন। ছেলেবেলা থেকে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন। তাই বড় হয়ে যখন ইতিহাস নিয়ে পড়াশোনা শুরু করেছেন, তখন ইতিহাসের কবরে চাপা পড়ে থাকা সময়ের নির্যাসকে বিশ্লেষণ করে তুলে এনেছেন দারিদ্র্যের উৎসের গভীরতাকে, চিহ্নিত করেছেন বিভিন্ন অংশের মানুষের মধ্যে সামাজিক বৈষম্যের ঐতিহাসিক ভিত্তিকে। ১৯১৯ সালের ২৬শে নভেম্বর বিহারের বেগুসরাই জেলার বারাউনির কাছে এক গ্রামে দরিদ্র এক পরিবারে তাঁর জন্ম হয়েছিল। পরিবারের জন্য দু’বেলা খাবারের সংস্থান করাই তাঁর বাবার পক্ষে কঠিন ছিল। সেই অবস্থার মধ্যে ১৯৩৭ সালে তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন কৃতিত্বের সঙ্গে। তারপর বৃত্তির টাকা ও গৃহশিক্ষকতার মাধ্যমে উপার্জিত অর্থের সাহায্যে অদম্য জেদ নিয়ে উচ্চশিক্ষার সমুদ্রে পাড়ি দিয়েছেন, মনোনিবেশ করেছেন ইতিহাসের অন্দরমহলে, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ইতিহাস চর্চায় সুউচ্চ পাণ্ডিত্যের মর্যাদায়। প্রাচীন ভারত ও মধ্যযুগীয় ভারতের প্রথম পর্ব ছিল তাঁর আগ্রহের জায়গা। সেখানে তিনি সমকালীন ভারতে অনন্য।

    সামাজিক বাস্তবতা ও বৌদ্ধিক সঙ্গ গভীরভাবে প্রভাবিত করেছিল তাঁর পড়াশোনা ও চিন্তাভাবনাকে। যুবক বয়সে তিনি সংস্পর্শে এসেছিলেন কার্যানন্দ শর্মা ও স্বামী সহজানন্দ সরস্বতীর মতো বিহারের কৃষকনেতা এবং সুপণ্ডিত রাহুল সাংকৃত্যায়নের মতো ব্যক্তিত্বের। তাঁদের চিন্তাভাবনা তাঁকে সামাজিক ন্যায়বিচারের দাবিতে লড়াইয়ে উদ্বুদ্ধ করেছিল এবং বামপন্থী মতাদর্শের প্রতি আকৃষ্ট করেছিল। পরে তাঁর যোগাযোগ গড়ে ওঠে বিহারের সামাজিক সংস্কার আন্দোলনের নেতা ও সাংবাদিক ড. সচ্চিদানন্দ সিনহার সঙ্গে। সেই সম্পর্ক তাঁর প্রগতিশীল মানসিকতাকে আরো প্রসারিত করেছিল এবং গ্রামীণ ভারতের বাস্তবতাকে অনুধাবন করতে শিখিয়েছিল। এসবের মধ্য দিয়ে ভারতের বামপন্থী আন্দোলনের সঙ্গে তিনি একাত্ম হয়ে ওঠেন, ইতিহাস চর্চায় সাম্রাজ্যবাদ-বিরোধী ও সাম্প্রদায়িকতা-বিরোধী অবস্থানে নিজেকে সুদৃঢ়ভাবে প্রোথিত করেন, মার্কসবাদী দৃষ্টিভঙ্গিতে নিজেকে গড়ে তোলেন। পাটনাতেই ইতিহাস নিয়ে স্নাতকোত্তর স্তর পর্যন্ত পড়াশোনা শেষ করে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ-এ যান গবেষণা করতে। সেখান থেকে পি এইচ ডি সম্পূর্ণ করে ফিরে আসেন বিহারে।

    এবার শুরু হয় তাঁর অধ্যাপনা ও ইতিহাস নিয়ে নিত্যনতুন গবেষণার কাজ। আরা ও ভাগলপুরের কলেজে পড়ানোর পর যোগ দেন পাটনা কলেজে। ১৯৫৮ সালে প্রফেসর হন পাটনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের। ঐ বছরেই উন্নীত হন বিভাগীয় প্রধানের পদে। ১৯৭৩ সালে সেখান থেকে যোগ দেন দিল্লি বিশ্ববিদ্যালয়ে। তিনি অধ্যাপনা করেছেন টরেন্টো বিশ্ববিদ্যালয়েও। প্রয়াত রামশরণ শর্মা ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে তুলেছিলেন ইন্ডিয়ান কাউন্সিল অব হিস্টোরিক্যাল রিসার্চ (আই সি এইচ আর), যা কালক্রমে পরিণত হয়েছে দেশের ইতিহাস গবেষণার শীর্ষ প্রতিষ্ঠানে। তিনি ছিলেন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। নিজেকে তিনি শুধু ইতিহাসের পুঁথিগত চর্চার মধ্যে আবদ্ধ রাখেননি, ভারতের মতো বৈচিত্র্যময় সংস্কৃতি, ধর্ম ও বর্ণের দেশে ঐক্য ও সংহতিকে তিনি শক্তিশালী করতে চেয়েছেন ঐতিহাসিক তথ্যপ্রমাণের বস্তুনিষ্ঠ বিশ্লেষণের মধ্যদিয়ে। দেশের ইতিহাস গবেষণা সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে তিনি প্রভাবিত করেছেন। বিজ্ঞানের ইতিহাস বিষয়ক জাতীয় কমিশন ও মধ্য এশীয় সভ্যতা বিষয়ক ইউনেস্কো কমিশনেরও সদস্য ছিলেন তিনি। ১৯৭৫ সালে হয়েছিলেন ভারতীয় ইতিহাস কংগ্রেসের সভাপতি।

    বিস্তারিত পড়ুন এখানে

  30. মাসুদ করিম - ২৩ আগস্ট ২০১১ (১১:৩৫ পূর্বাহ্ণ)

    ২০১০ সালের আগস্টের আজকের লিন্ক ২০০৭এর ২০-২৩ আগস্টের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনা নির্যাতনের খবরের লিন্ক সংগ্রহ করে রেখেছে। আগ্রহীরা দেখুন এখানে

  31. মাসুদ করিম - ২৩ আগস্ট ২০১১ (৩:০৬ অপরাহ্ণ)

    এই সেই গাদ্দাফি যে শেখ মুজিবের খুনিদের আশ্রয় দিয়েছিল এবং লিবিয়াকে কেন্দ্র করেই সত্তুরের দশক থেকেই বঙ্গবন্ধুর হত্যাকারীরা তাদের রাজনৈতিক কর্মকান্ড চালিয়েছে। এই গাদ্দাফি এখন কোথায়? এখনো কেউ জানে না। তবে অনেকের ধারনা তিনি দক্ষিণ আফ্রিকায়।

    There are conflicting reports about Gadhafi’s whereabouts. Diplomats report that he is thought to still be in the Libyan capital. A spokesman for the rebels, however, said that “he does not believe that Gadhafi is still in Tripoli.”

    In recent days, various rumors have been swirling about what will happen to Gadhafi. Over the weekend, the Saudi newspaper Asharq Alawasat reported that Gadhafi was ill, citing sources close to the dictator. Some speculate that Gadhafi may go into exile in South Africa. The Arabic news channel Al Jazeera reported that two South African planes allegedly arrived in Tripoli.

    South Africa denied this report on Monday. In reality, it would be unthinkable for most countries to offer asylum to Gadhafi. Some 116 states have ratified the agreements that set up the International Criminal Court (ICC) in The Hague, and an arrest warrant against Gadhafi was issued in June. That means that if he travels to any of the countries which have signed up to the ICC, they are obliged to arrest and extradite him. The list of countries includes South Africa.

    বিস্তারিত পড়ুন : The Fall of Gadhafi

  32. মাসুদ করিম - ২৪ আগস্ট ২০১১ (৪:৪০ অপরাহ্ণ)

    ব্রহ্মপুত্রের উৎসটা ঠিক কোথায়, কোথায় সিন্ধু নদের উৎস — এসব নিয়ে চীনের একাডেমি অফ সাইন্সেজের গবেষণায় নতুন সব তথ্য বেরিয়ে এসেছে।

    The information about the Brahmaputra, Indus, Salween and Irrawaddy rivers was a result of expeditions and satellite photograph analysis by researchers from the Chinese Academy of Sciences (CAS).

    Previously, the sources of the four rivers were never clearly designated, and differing accounts regarding their lengths and drainage areas confused researchers for many years due to restrictions of natural conditions and surveying and mapping technologies, said Liu Shaochuang, a researcher with the Institute of Remote Sensing Applications under the CAS.

    The four rivers originate on the Qinghai-Tibet Plateau along with the Yangtze, Yellow, Mekong and Ganges rivers, and provide water for about 1.3 billion people, according to Liu.

    Liu has worked to locate the sources of the world’s largest rivers since the 1990s. He has pinpointed the sources of 15 principal rivers and measured their lengths by using satellite remote-sensing technology and conducting field investigations.

    Liu said some of his previous findings have been cited by the U.S. National Geographic Society and the Mekong River Commission.

    Liu said the location of the sources of the four rivers will be of great significance for environmental researchers.

    He said the determination of the four rivers’ sources was based on a principle commonly accepted within the international geographical community: that the source of a river is defined as the longest branch in the river’s drainage basin.

    To locate the headstreams of the rivers and measure their lengths, Liu’s team used remote-sensing images provided by the U.S. Landsat satellite and the French SPOT satellite. These satellites provided his team with high-resolution photos of the Qinghai-Tibet Plateau.

    However, Liu and his team still wished to verify the accuracy of the images themselves.

    To that end, the institute of the CAS and the National Geomatics Center of China under the National Administration of Surveying, Mapping and Geoinformation formed joint expedition teams to conduct four field investigations between 2007 and 2010.

    The result of their analysis and field investigations showed that the Brahmaputra River, called Yarlungzangbo in China, originates on the Angsi Glacier, located on the northern side of the Himalayas in Burang County of China’s Tibet Autonomous Region.

    The source of Brahmaputra was previously believed to be either on the Chema-yungdung glacier, as proposed by Indian geographer Swami Pranavananda in the 1930s, who based on the tradition of local Tibetans, or on the Kobei glacier, as determined by Swedish explorer Sven Hedin in 1907.

    The river is 3,848 kilometers long, and its drainage area is 712,035 square kilometers, according to the new findings, while previous documents showed its length varied from 2,900 to 3,350 kilometers, and its drainage area between 520,000 and 1.73 million square kilometers.

    Liu’s team found that the Indus River, which provides invaluable agricultural irrigation for Pakistan, originates in a valley northeast of Kailash, the highest peak of the Gangdise Mountain, in Geji County of Tibet.

    Its headstream, called Banggokong by local Tibetans, is about 30 kilometers away from Senge Khambab, which Sven Hedin believed was the source of the river more than 100 years ago, said Liu.

    The new findings show that the Indus River is 3,600 kilometers long, against previously believed 2,900 or 3,200 kilometers. Its drainage area is more than one million square kilometers, according to Liu’s research.

    The river runs through China, India and Pakistan, with nearly 200 million people living in its drainage basin.

    পড়ুন এখানে : Scientists pinpoint sources of four major international rivers

    আরো পড়ুন : ব্রহ্মপুত্রের নতুন উৎস খুঁজে পেলেন চীনা বিজ্ঞানীরা, মিলল দারুণ সব তথ্য

  33. মাসুদ করিম - ২৫ আগস্ট ২০১১ (১:১৫ অপরাহ্ণ)

    স্টিভ জবসের জন্য ‘অ্যাপল’-এর সাথে বসবাসের চেয়ে ‘ক্যান্সার’-এর সাথে বসবাস গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। খুবই খারাপ লাগছে — টেকনোলজি মার্কেটের খুবই প্রিয় এই মুখটি তার অসাধারণ ‘কনজুমার মাইন্ড’ বোঝার শাণিত বুদ্ধিমত্তা ও ঝুঁকি নেয়ার দুঃসাহসী পদক্ষেপ আর কাজে লাগাবেন না।

    “I have always said that if there ever came a day when I could no longer meet my duties and expectations as Apple’s C.E.O., I would be the first to let you know,” Mr. Jobs said in a letter released by the company. “Unfortunately, that day has come.”

    Mr. Jobs, 56, has been on medical leave since January, his third such absence. He underwent surgery for pancreatic cancer in 2004, and received a liver transplant in 2009. But as recently as a few weeks ago, Mr. Jobs was negotiating business issues with another Silicon Valley executive.

    Mr. Jobs will become chairman, a position that did not exist before. Apple named Tim Cook, its chief operating officer, to succeed Mr. Jobs as chief executive.

    Rarely has a major company and industry been so dominated by a single individual, and so successful. His influence has gone far beyond the iconic personal computers that were Apple’s principal product for its first 20 years. In the last decade, Apple has redefined the music business through the iPod, the cellphone business through the iPhone and the entertainment and media world through the iPad. Again and again, Mr. Jobs has gambled that he knew what the customer would want, and again and again he has been right.

    “The big thing about Steve Jobs is not his genius or his charisma but his extraordinary risk-taking,” said Alan Deutschman, who wrote a biography of Mr. Jobs. “Apple has been so innovative because Jobs takes major risks, which is rare in corporate America. He doesn’t market-test anything. It’s all his own judgment and perfectionism and gut.”

    বিস্তারিত পড়ুন : Jobs Steps Down at Apple, Saying He Can’t Meet Duties

    • মাসুদ করিম - ২৫ আগস্ট ২০১১ (৪:০২ অপরাহ্ণ)

      স্টিভ জবসের সেরা দশ অনুপ্রেরণামূলক উদ্ধৃতি।

      ১. “The only way to do great work is to love what you do…

      ২. ”You have to trust in something — your gut, destiny, life, karma, whatever. This approach has never let me down…

      [note – this is long but it’s worth it. He’s talking about dropping out of university.]
      Because I had dropped out and didn’t have to take the normal classes, I decided to take a calligraphy class to learn how to do this. I learned about serif and san serif typefaces, about varying the amount of space between different letter combinations, about what makes great typography great. It was beautiful, historical, artistically subtle in a way that science can’t capture, and I found it fascinating.

      None of this had even a hope of any practical application in my life. But ten years later, when we were designing the first Macintosh computer, it all came back to me. And we designed it all into the Mac. It was the first computer with beautiful typography. If I had never dropped in on that single course in college, the Mac would have never had multiple typefaces or proportionally spaced fonts. And since Windows just copied the Mac, it’s likely that no personal computer would have them. If I had never dropped out, I would have never dropped in on this calligraphy class, and personal computers might not have the wonderful typography that they do. Of course it was impossible to connect the dots looking forward when I was in college. But it was very, very clear looking backwards ten years later.

      Again, you can’t connect the dots looking forward; you can only connect them looking backwards. So you have to trust that the dots will somehow connect in your future. You have to trust in something — your gut, destiny, life, karma, whatever. This approach has never let me down, and it has made all the difference in my life.

      ৩. ”Sometimes life hits you in the head with a brick. Don’t lose faith…

      ৪. ”When you’re a carpenter making a beautiful chest of drawers, you’re not going to use a piece of plywood on the back…

      We think the Mac will sell zillions, but we didn’t build the Mac for anybody else. We built it for ourselves. We were the group of people who were going to judge whether it was great or not. We weren’t going to go out and do market research. We just wanted to build the best thing we could build.

      When you’re a carpenter making a beautiful chest of drawers, you’re not going to use a piece of plywood on the back, even though it faces the wall and nobody will ever see it. You’ll know it’s there, so you’re going to use a beautiful piece of wood on the back. For you to sleep well at night, the aesthetic, the quality, has to be carried all the way through.

      ৫. ”Get your thinking clean to make it simple…

      ৬. ”Remembering that you are going to die is the best way I know to avoid the trap of thinking you have something to lose…

      ৭. ”Death is very likely the single best invention of Life. It is Life’s change agent…

      ৮. ”Some people think design means how it looks. But of course, if you dig deeper, it’s really how it works…

      ৯. ”Being the richest man in the cemetery doesn’t matter to me…

      ১০. ”Stay Hungry. Stay Foolish.

      বিস্তারিত পড়ুন : Steve Jobs: his 10 most inspirational quotes

    • মাসুদ করিম - ২৫ আগস্ট ২০১১ (৪:৩৫ অপরাহ্ণ)

      ম্যাকিনটসের প্রথম বিজ্ঞাপন, ভিডিও, দেখুন এখানে

  34. মাসুদ করিম - ২৬ আগস্ট ২০১১ (৪:০৪ অপরাহ্ণ)

    মৃত্যুর পর শরীরটা হতে পারে তার সবকিছু নিয়ে একটি খোলা বই অথবা এক অনন্ত নটরাজ বা অ্যাথলিট বা চিন্তাবিদের ভঙ্গিতে সংরক্ষিত। পড়ুন : প্লাস্টিনেশন এখন জনপ্রিয়

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.