মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিন্ক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।
আজকের লিন্ক
এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।
৪৯ comments
মাসুদ করিম - ১ জুলাই ২০১১ (১:৩২ পূর্বাহ্ণ)
২৯ জুন ২০১১ মনমোহন সিং ভারতের পাঁচজন বাছাইকৃত সংবাদপত্রের সম্পাদকের সাথে এক পূর্ব নির্ধারিত বৈঠকে মিলিত হন। উদ্দেশ্য মিডিয়ায় তার সরকারের বিরুদ্ধে সাম্প্রতিক প্রচারণায় নীরব প্রধানমন্ত্রীর সরব হওয়া। সেই বৈঠকে তিনি সম্পাদকদের এক প্রশ্নের উত্তরে বাংলাদেশ সম্পর্কে বলেন
প্রশ্ন উত্তর পর্বের আগে সম্পাদকদের উদ্দেশ্যে তার বক্তৃতায় তিনি কালো টাকা সম্পর্কে বলেন
এখন আমাদের প্রশ্ন হল, বাংলাদেশে কমপক্ষে ২৫% মানুষ জামায়াতে ইসলামির প্রতি আস্থাভাজন এই হিসাবের ভিত্তি কী? — নাকি ২৫% মনমোহন সিংয়ের কোনো এফডিসিমার্কা ফিল্মি মুদ্রাদোষ?
তার বক্তৃতা ও প্রশ্ন-উত্তর পর্বের ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের লিন্ক এখানে।
মাসুদ করিম - ২ জুলাই ২০১১ (১০:১৪ পূর্বাহ্ণ)
মনমোহন সিংয়ের দপ্তরের ওয়েব সাইটে সম্পাদকদের করা প্রতিবেশী বিষয়ক প্রশ্নের উত্তর ৩০ ঘন্টা ধরে ছিল
এখন আছে
মানে শুধু বাংলাদেশ সম্পর্কে বলা তার পুরো উত্তরটাই বাদ। ভাল, এই না হলে দাপ্তরিক কাজকর্ম। কোনো কিছু নিয়ে সমস্যা হলেই ‘অফ-দি-রেকর্ড’ বলে মুছে দাও।
এ প্রসঙ্গে Indian Express এর খবর।
খবরের লিন্ক এখানে।
মাসুদ করিম - ২ জুলাই ২০১১ (৬:৪৪ অপরাহ্ণ)
এবিষয়ে ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মন্তব্য।
লিন্ক এখানে।
রেজাউল করিম সুমন - ৩ জুলাই ২০১১ (১০:১৫ পূর্বাহ্ণ)
মনমোহনের সঙ্গে একমত নন ভারতের সাবেক কূটনীতিকরাও
মাসুদ করিম - ৪ জুলাই ২০১১ (৬:৩৬ অপরাহ্ণ)
ভুট্টো সম্বন্ধে এরকম খবর আগে কখনো পড়িনি। ওআইসির (অরগানাইজেশন ফর ইসলামিক কনফারেন্স) মতো সংগঠনকে শক্তিশালী করতে বিশেষ ভূমিকা রেখেছিলেন বলেই তাকে খুন হতে হয়েছিল?!
লিন্ক এখানে।
মাসুদ করিম - ৫ জুলাই ২০১১ (১:১০ পূর্বাহ্ণ)
চীন Facebook-এর শেয়ার কিনতে চায়।
বিস্তারিত পড়ুন : China Wants to Buy Facebook।
মাসুদ করিম - ৫ জুলাই ২০১১ (১২:৩৭ অপরাহ্ণ)
গতবছর জননেতা নুরুল ইসলামকে স্মরণ করতে গিয়ে সৈয়দ মনজুরুল ইসলাম লিখেছিলেন
আজকের সমকালে ইন্দ্রজিৎ সরকারের রিপোর্ট বলছে
বিস্তারিত পড়ুন : নমুনায় পাওয়া গেছে ভয়ানক রাসায়নিক।
মাসুদ করিম - ৭ জুলাই ২০১১ (৪:০৭ অপরাহ্ণ)
গতকাল তার মৃত্যুর খবরটা প্রায় সাথে সাথেই পেলাম টুইটারের কল্যাণে — আমি তার একটি ছবিও দেখিনি এবং তার নামও শুনিনি। কিন্তু তিনিই কিনা ভারতীয় ‘নিউ ওয়েভ’ ধারার চলচ্চিত্রের অন্যতম পথিকৃৎ — তিনি মণি কাউল, জন্মেছিলেন ১৯৪৫ সালে রাজস্থানের যোধপুরে আর দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়ে বুধবার রাতে দিল্লিতে নিজ বাসভবনে মারা গেলেন, আমরা যারা তাকে চিনতাম না বা যারা তাকে মণি রত্নমের সাথে গুলিয়ে ফেলতেন তাদেরকে তার কাজ খুঁজে খুঁজে দেখার তাগিদ দিয়ে গেলেন। আর যারা তার কাজ সম্বন্ধে জানতেন বা শেখর কাপুর, ওম পুরি, শাবানা আজমির মতো ঘনিষ্ঠজনের কাছে হয়ে গেলেন বহু কষ্টের এক দীর্ঘশ্বাস।
বিস্তারিত পড়ুন : His visuals talked।
এখানে পড়ুন গণশক্তি পত্রিকার খবর : চিত্রপরিচালক মণি কাউলের জীবনাবসান।
মণি কাউলকে নিয়ে হিন্দুস্তান টাইমসের ফটো গ্যালারি : Mani Kaul’s cinematic sojourn।
মণি কাউলের আরেক পরিচয় ছিল, তিনি ভাল ধ্রুপদ গাইতেন, গানের এই সুপ্রাচীন ধারাকে তিনি শুধু কণ্ঠেই ধারণ করেননি, তৈরি করেছেন এক অসাধারণ তথ্যচিত্র : ধ্রুপদ। দেখুন ইউটিউবে এখানে।
রেজাউল করিম সুমন - ৮ জুলাই ২০১১ (১০:৪৪ পূর্বাহ্ণ)
মণি কাউলের ছবি একসময়ে খুব আগ্রহ নিয়ে খোঁজাখুঁজি করেও পাইনি। শুনেছিলাম ঋত্বিক ঘটকের প্রিয় ছাত্র ছিলেন তিনি। চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র তাঁর কোনো ছবি দেখিয়েও থাকতে পারে, কিন্তু মাসুদ ভাইয়ের মতো আমিও তাঁর একটাও ছবি দেখিনি। এখন নতুন করে খুঁজতে হবে।
২
বেশ কিছুকাল ধরেই দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন দেশের বরেণ্য শিল্পী আমিনুল ইসলাম (জ. ৭ নভেম্বর ১৯৩১)। আজ ভোর চারটার দিকে তাঁর জীবনাবসান হলো। গত নভেম্বরে তাঁর অশীতিতম জন্মদিন পালিত হয়েছিল, আর আজ খানিকক্ষণ পরেই আমরা সমবেত হব ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তাঁকে শেষ বিদায় জানাতে।
রেজাউল করিম সুমন - ৮ জুলাই ২০১১ (১১:১৫ পূর্বাহ্ণ)
ফোন করে জেনে নিলাম, চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র মণি কাউলের প্রথম কাহিনিচিত্র ‘উস্কি রোটি’ (১৯৬৯) দেখিয়েছিল ১৯৯৩ সালের দিকে, ভারতীয় সহকারী হাই কমিশনের সহযোগিতায়।
মাসুদ করিম - ১২ জুলাই ২০১১ (৯:১৮ পূর্বাহ্ণ)
এখানে পড়ুন, দেখুন ও শুনুন মণি কাউলকে নিয়ে আউটলুক ইন্ডিয়ার ব্লগ পোস্ট : ‘By far, Our Most Original Filmmaker’।
মাসুদ করিম - ৮ জুলাই ২০১১ (১১:২০ পূর্বাহ্ণ)
সংস্কৃত ভাষায় পৃথিবীর একমাত্র দৈনিক পত্রিকাটি মাইসোর থেকে প্রকাশিত হয়। কোনো ধরনের সরকারি বেসরকারি সাহায্য ছাড়াই দুই হাজার গ্রাহকের উপর নির্ভর করে জয়ালক্ষ্মী ও সম্পত কুমার দম্পতির অক্লান্ত পরিশ্রমে মুদ্রিত ও প্রকাশিত সংস্কৃত দৈনিকটির নাম ‘সুধর্ম’। সুধর্মের যাত্রা শুরু হয়েছিল সম্পত কুমারের বাবা পণ্ডিত ভরদারাজা আয়েঙ্গারের হাতে ১৯৭০ সালের ১৫ জুলাই — ১৯৯০ সালে পণ্ডিত যখন মৃত্যুশয্যায় তখন তিনি তার পুত্র সম্পতকে শপথ করিয়েছিলেন, শত বাধা বিপত্তি সত্ত্বেও পত্রিকাটি চালিয়ে যাবি আমায় কথা দে। সম্পত কুমার বাবার কথা শিরোধার্য করে আজো চালিয়ে যাচ্ছেন পৃথিবীর একমাত্র সংস্কৃত দৈনিক ‘সুধর্ম’ — আর এক সপ্তাহ পরেই পত্রিকাটি ৪১ বছর পেরিয়ে ৪২-এ পা দেবে। প্রথম অবস্থায় ‘সুধর্ম’ ম্যানুয়াল পদ্ধতিতে ছাপা হত এখন ছাপা হয় আধুনিক কম্পিউটার-প্রিন্টিং মেশিনে। ইন্টারনেটে দুনিয়া জুড়ে পত্রিকাটি পড়ার সুযোগ করে দেয়ার জন্য কয়েক বছর আগে চালু হয়েছে সুধর্ম ই-পেপার। আমাদের বাঙালিদের এই ভেবে আনন্দ হতে পারে, এই পত্রিকাটির বিশেষ সংখ্যা বের হয় দুশেরা উৎসবে, যাকে আমরা বলি শারদ সংখ্যা, দূর্গাপূজা দক্ষিণ ভারতে দুশেরা নামেই পরিচিত।
বিস্তারিত পড়ুন : World’s only Sanskrit daily turns 42।
আমরাও আশা করি এই দম্পতির মহৎ উদ্যোগে পিতৃ-আদেশ অনুয়ায়ী আজীবন চলুক এর প্রকাশনা এবং তাদের মৃত্যুর পরও অন্য কোনো যোগ্য ব্যক্তি বা সংস্থার উদ্যোগে অব্যাহত থাকুক ‘দেব ভাষা’র অদ্বিতীয়া সংস্কৃতদিনপত্রিকার প্রকাশনা।
রেজাউল করিম সুমন - ৯ জুলাই ২০১১ (৮:৫৭ অপরাহ্ণ)
একটি নতুন রাষ্ট্রের আত্মপ্রকাশ
খবর : বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র দক্ষিণ সুদান
কলাম : Sudan secession: resolving divisions?
ওয়েবসাইট : http://www.southsudannation.com/
মাসুদ করিম - ১০ জুলাই ২০১১ (১১:১৬ পূর্বাহ্ণ)
দক্ষিণ সুদানের চৌহদ্দি : উত্তরে সুদান, দক্ষিণে উগান্ডা, পূর্বে ইথিওপিয়া, পশ্চিমে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, দক্ষিণ-পূর্বে কেনিয়া, দক্ষিণ-পশ্চিমে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো।
দক্ষিণ সুদান শুধু আফ্রিকায় একটি নতুন দেশই বাড়ায়নি একইসাথে বাড়িয়েছি সমুদ্রবন্দরহীন দেশেরও সংখ্যা। তেল রপ্তানিকারক এই দেশের জন্য এটা হবে একটা বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ। আর সামজিক বড় চ্যালেঞ্জ তো অবশ্যই এর ভয়ানক শিক্ষার হার : ২৪%।
এর রাজধানী ‘জুবা’র সুন্দর সবুজ নগরী হিসাবে খ্যাতি আছে। আর এই দেশে আছে ক্রান্তীয় চিরসবুজ বনাঞ্চল। প্রচলিত ভাষা : আরবি (জুবা)এবং দিনকা।
এশিয়ার মধ্যে ভারতই প্রথম দক্ষিণ সুদানে দূতাবাস খুলেছে।
এখানে পড়ুন গণশক্তির খবর : বিশ্বের ১৯৩তম দেশ হিসেবে দক্ষিণ সুদানের আত্মপ্রকাশ।
রেজাউল করিম সুমন - ১০ জুলাই ২০১১ (৬:১৬ অপরাহ্ণ)
ফরাসি-বংশোদ্ভূত মার্কিন শিল্পী শ্রীমতী লুইস বুর্জোয়ার (২৫ ডিসেম্বর ১৯১১–৩১ মে ২০১০) শিল্পকর্ম এ বছরই প্রথমবারের মতো প্রদর্শিত হচ্ছে লাতিন আমেরিকায় — আর্হেন্তিনার বুয়োনোস্ আইরেসের ফুন্দাসিওন প্রোআ-র পর এবার ব্রাজিলের সাও পাওলোয়, ইনস্তিতিউতো তোমিয়ে ওতাকে-তে। উল্লেখ্য, জাপানি-বংশোদ্ভূত ব্রাজিলীয় শিল্পী শ্রীমতী তোমিয়ে ওতাকে-র (জ. ২১ নভেম্বর ১৯১৩) নামঙ্কিত এই ইনস্টিটিউটের যাত্রারম্ভ হয় ২০০০ সালে।
কিউরেটর ফিলিপ ল্যারাট-স্মিথ (Philip Larratt-Smith)-এর তত্ত্বাবধানে এবং নিউ ইয়র্কের লুইস বুর্জোয়া স্টুডিওর সহযোগিতায় আয়োজিত “The Return of the Repressed” শীর্ষক এই সাড়াজাগানো প্রদর্শনীটি সাও পাওলোয় গত পরশু (৮ জুলাই) শুরু হয়ে আগামী ২৮ আগস্ট ২০১১ পর্যন্ত চলবে।
পড়ুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
সরব দর্শক - ১০ জুলাই ২০১১ (৯:৫১ অপরাহ্ণ)
‘উন্মোচন’ ব্লগে ফারুক ওয়াসিফের সাম্প্রতিক পোস্ট : অতি পুরাতন ভাব, নব আবিষ্কার ১: বামাচারি এক্স-বাম। শ্লেষেবিদ্রুপে ঠাসা, সুখপাঠ্য লেখা!
মাসুদ করিম - ১২ জুলাই ২০১১ (৯:৫৪ পূর্বাহ্ণ)
ভারতের, সম্ভবত পৃথিবীরও, একমাত্র হাতে লেখা দৈনিক পত্রিকা ‘মুসলমান’, প্রকাশিত হয় মাদ্রাজ থেকে উর্দু ভাষায়। উর্দু ভাষা ও ক্যালিগ্রাফি যারা ভালবাসেন সেসব পাঠকদের আস্থা ও প্রকাশকদের পারিবারিক পরম্পরায় ১৯২৭ থেকে আজ পর্যন্ত প্রতিদিন প্রকাশিত হচ্ছে চার পাতার এই হাতে লেখা পত্রিকা — রাজনীতি, সংস্কৃতি, খেলা, নামাজ ও হাদিস এই বিভাগগুলো নিয়ে চলছে ৮৪ বছরে এই ব্যতিক্রমি দৈনিক।
বিস্তারিত পড়ুন ও অবশ্যই দেখুন খুবই যত্নে তৈরি করা ভিডিওটি : [Video] ‘The Musalman’: India’s Only Handwritten Newspaper।
মাসুদ করিম - ১৩ জুলাই ২০১১ (১০:৫২ অপরাহ্ণ)
বার্লিন দেয়ালের দুর্লভ ছবি : Exhibition Reveals Secret Photos of Early Berlin Wall।
মাসুদ করিম - ১৬ জুলাই ২০১১ (২:৪৪ অপরাহ্ণ)
পূর্ব-জার্মানির আরো ছবি : The Art of Lost Places। আমি পূর্ব-জার্মানি নিয়ে পাগল।
মাসুদ করিম - ১৩ জুলাই ২০১১ (১০:৫৭ অপরাহ্ণ)
বোম্বেতে আবার সন্ত্রাসী হানা।
বিস্তারিত পড়ুন এখানে। ছবি এখানে।
আরো পড়ুন : Chronology of terrorist incidents in India।
মাসুদ করিম - ১৭ জুলাই ২০১১ (৯:৩০ পূর্বাহ্ণ)
প্রয়াত খালেদ চৌধুরীকে নিয়ে গতকালের সমকালে আবদুল গাফফার চৌধুরী লিখছেন
বিস্তারিত পড়ুন : পঞ্চাশের মেধাবী তারুণ্যের প্রভু চলে গেলেন।
মাসুদ করিম - ১৭ জুলাই ২০১১ (৯:৫৫ পূর্বাহ্ণ)
পঞ্চম আদশুমারির প্রাথমিক ফল অনুযায়ী গত ১৫ মার্চ বাংলাদেশের জনসংখ্যা ছিল ১৪ কোটি ২৩ লাখ ১৯ হাজার। চূড়ান্ত ফল জানতে আমাদেরকে অক্টোবর-নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
লিন্ক এখানে।
মাসুদ করিম - ১৮ জুলাই ২০১১ (১১:৪৩ পূর্বাহ্ণ)
ফিফা পুরুষ ফুটবল বিশ্বকাপে এশিয়ার অবস্থান যতই করুণ হোক ফিফা প্রমীলা ফুটবল বিশ্বকাপ ২০১১-এর চ্যাম্পিয়ন জাপান।
খবরের লিন্ক
ম্যাচের সংক্ষিপ্তসার ও ম্যাচের ভিডিও হাইলাইটস।
মাসুদ করিম - ২০ জুলাই ২০১১ (১০:১৪ পূর্বাহ্ণ)
ভারত-মার্কিন কৌশলগত সংলাপে গুরুত্ব পেয়েছে বিশ্ব পরিস্থিতি ও তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তরোত্তর উন্নতি।
বিস্তারিত : India-U.S. Strategic Dialogue Joint Statement।
মাসুদ করিম - ২২ জুলাই ২০১১ (১১:১৬ পূর্বাহ্ণ)
প্লুটোকে ‘গ্রহ’ থেকে বাদ দিয়ে তাকে নিগৃহীত করা হয়েছিল, এখন আবার তাকে গ্রহের মর্যাদা ফিরিয়ে দেয়া হবে কিনা, এনিয়ে এমাসে বসতে হবে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নকে — কারণ প্লুটোর আরেকটি উপগ্রহের খোঁজ পেয়েছেন ক্যালিফোর্নিয়ার মহাকাশ বিজ্ঞানী মার্ক শোয়াল্টার।
বিস্তারিত পড়ুন : ‘গ্রহ’ নই! ঝুলি থেকে উপগ্রহ দেখিয়ে প্লুটো ছুঁড়লো চ্যালেঞ্জ।
মাসুদ করিম - ২৩ জুলাই ২০১১ (১:২৫ পূর্বাহ্ণ)
লুসিয়ান ফ্রয়েড লোকান্তরিত হয়েছেন। নিউইয়র্ক টাইমসে Michael Kimmelman লিখছেন
বিস্তারিত পড়ুন : The Artist as Provocateur, Set in His Ways
দেখুন স্লাইডশো : The Paintings of Lucian Freud।
ইন্ডিপেন্ডেন্ট-এ Rob Hastings লিখছেন
বিস্তারিত পড়ুন : Lucian Freud, the man who revitalised the fine art of portraits, dies।
এখানে দেখুন : ইন্ডিপেন্ডেন্ট-এর স্লাইডশো।
গার্ডিয়ানে Laura Cumming লিখছেন
বিস্তারিত পড়ুন : Lucian Freud: life writ large।
মাসুদ করিম - ২৪ জুলাই ২০১১ (৭:০৬ অপরাহ্ণ)
লুসিয়ান ফ্রয়েডের মৃত্যুতে গার্ডিয়ানে শোকলিখনে Catherine Lampert লিখছেন
বিস্তারিত পড়ুন : Lucian Freud obituary।
রেজাউল করিম সুমন - ২৭ জুলাই ২০১১ (৯:৪৪ অপরাহ্ণ)
ছবি আঁকতে আঁকতেই — আঙুলে রঙের দাগ নিয়েই — চিরবিদায় নিতে চেয়েছিলেন বিখ্যাত অস্ট্রেলীয় চিত্রশিল্পী শ্রীমতী মার্গারেট ওলি (জ. ২৪ জুন ১৯২৩)। হলোও ঠিক তাই। গতকাল (২৬ জুলাই ২০১১) সিডনিতে লোকান্তরিত হয়েছেন তিনি। লুসিয়ান ফ্রয়েডের প্রিয় বিষয় ছিল প্রতিকৃতি, আর তাঁর চেয়ে মাস ছয়েকের ছোট ওলি ক্ষান্তিহীনভাবে এঁকে গেছেন অসংখ্য জড়জীবন।
পড়ুন এখানে এবং এখানে।
২
এ মাসের গোড়ার দিকে প্রয়াত হয়েছেন রোম-নিবাসী মার্কিন চিত্রকর সাই টোম্লি (২৫ এপ্রিল ১৯২৮–৫ জুলাই ২০১১)। বিমূর্ত ধারার বিশিষ্ট এই শিল্পী দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।
পড়ুন এখানে।
মাসুদ করিম - ২৪ জুলাই ২০১১ (১০:৫৭ পূর্বাহ্ণ)
নরওয়েতে গত শুক্রবারের জোড়া সন্ত্রাসবাদী হামলায় এপর্যন্ত ৯২ জন নিহত হয়েছেন।
খবরের লিন্ক এখানে।
শুরু থেকেই নরওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছের এই সন্ত্রাসবাদী হামলাকে ইসলামি জঙ্গিদের কাজ বলে একে নরওয়ের ৯/১১ বলছিলেন অনেকে। কিন্তু ওইদিকে ওই বিস্ফোরণের পরপর নরওয়ের এক দ্বীপে লেবার পার্টির সামার ক্যাম্পে এক আততায়ী বন্দুকবাজের হামলায় ৮৫ জনকে নির্বিচারে হত্যায় দুটি ঘটনারই সন্দেহের আঙুল এখন ইউরোপের শ্বেতাঙ্গ নিও-নাৎসিদের দিকে।
পড়ুন : উগ্র দক্ষিণপন্থার হত্যালীলা, সিঁদুরে মেঘ দেখছে ইউরোপ।
এখানে পড়ুন : একের পর এক খুনের সঙ্গেই আততায়ী বলছিল, ‘এ তো সবে শুরু’।
মাসুদ করিম - ২৫ জুলাই ২০১১ (৯:২৯ পূর্বাহ্ণ)
সাংস্কৃতিক বহুত্ববাদীদের, কমিউনিস্টদের উপর তার এই বর্বরোচিত আক্রমণ জরুরী ছিল বলেছেন কট্টর দক্ষিণপন্থী নৃশংস বন্দুকবাজ বেপরোয়া নাৎসি-জঙ্গি শ্বেতাঙ্গ আন্দ্রেস বেহরিং ব্রেইভিক।
বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ২৬ জুলাই ২০১১ (৫:৫৭ অপরাহ্ণ)
বিস্তারিত পড়ুন : Norway massacre: Breivik manifesto attempts to woo India’s Hindu nationalists।
আন্দ্রেস বেহরিং ব্রেইভিক-এর মেনিফেস্টো পড়তে ও ভারতের কয়েকজন সাংবাদিকের পোস্ট একত্র গ্রথিত করেছে আউটলুক ইন্ডিয়া ব্লগ। পড়ুন এখানে।
মাসুদ করিম - ২৭ জুলাই ২০১১ (১২:৫৬ অপরাহ্ণ)
এখানে আরো পড়ুন : নরওয়ের খুনির ব্যাজের নকশা রারাণসীর আসলামের ও ভারতের হিন্দুত্ববাদী শক্তির কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েছিল খুনি ব্রেইভিক।
মাসুদ করিম - ২৫ জুলাই ২০১১ (৯:৪৫ পূর্বাহ্ণ)
ওই নৃশংস বন্দুকবাজের গুলি থেকে বাঁচতে যারা পানিতে ঝাঁপ দিয়েছিলেন তাদের বাঁচাতে প্রাণান্ত খেটেছেন মার্সেল গ্লেফে। পড়ুন : A Tale of Heroism During the Norwegian Massacre।
আর এখানে দেখুন এই বীরত্বপূর্ন উদ্ধারকাজ নিয়ে ফটো-অ্যাসে : Saving the Survivors of the Norwegian Massacre।
মাসুদ করিম - ২৭ জুলাই ২০১১ (৬:০১ অপরাহ্ণ)
মানবতার বিরুদ্ধে অপরাধ করেছেন আন্দ্রেস বেহরিং ব্রেইভিক।
বিস্তারিত পড়ুন : ‘How Can a Society Justly Punish Someone Like Breivik?’।
মাসুদ করিম - ২৬ জুলাই ২০১১ (৭:৩৮ অপরাহ্ণ)
সাংস্কৃতিক বহুত্ববাদ নিয়ে আজকের লিন্কে আগেও আলোচনা হয়েছে : ইউরোপে অভিবাসন এখন সবচেয়ে আলোচিত বিষয় ও সাংস্কৃতিক বহুত্ববাদকে ব্যর্থ ঘোষণা করা মানে অভিবাসীদের চাপের মুখে ফেলা। এখন আমরা দেখতে পাচ্ছি নরওয়েতে আন্দ্রেস বেহরিং ব্রেইভিকের নিও-নাৎসি হামলায় মার্কেল-ক্যামেরুন-সারকোজির সাংস্কৃতিক বহুত্ববাদের বিরুদ্ধে কথাবার্তা আরো স্পষ্টভাবে আঙুল তুলে “Marxist-Multiculturalists”-এর বিরুদ্ধে লড়তে বলছে। আমরা এও বুঝতে পারছি Mascular Liberalism বলে কিছু নেই এবং Mascular Nationalism বলেও কিছু নেই। যখনই এসব কথা ওঠে তখনই বুঝতে হবে নেপথ্যে কোনো নৃশংস ব্রেইভিকের নিষ্ঠুরতার প্রস্তুতি চলছে। এপ্রসঙ্গে বিজয় প্রসাদ লিখছেন
তিনি আরো লিখছেন নরওয়ে ইউরোপের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার প্রচারে সবচেয়ে এগিয়ে, এবং এর পেছনে নরওয়ের লেবার পার্টির বিশেষ ভূমিকা আছে। আর ব্রেইভিকের নিষ্ঠুর আক্রমণও নেমে এসেছে এই লেবার পার্টির তরুণ সদস্যদের সম্মেলনে।
বিস্তারিত পড়ুন : Palestine’s Norwegians।
সরব দর্শক - ২৬ জুলাই ২০১১ (১১:২০ অপরাহ্ণ)
openDemocracy-তে অস্লো বিশ্ববিদ্যালয়ের সামাজিক নৃতত্ত্ব বিভাগের অধ্যাপক Thomas Hylland Eriksen-এর কলাম : ‘Norway’s tragedy: contexts and consequences’।
মাসুদ করিম - ২৪ জুলাই ২০১১ (৬:৩৫ অপরাহ্ণ)
শনিবার বাংলাদেশ-ভারতের প্রথম সীমান্ত হাটের যাত্রা শুরু হয়েছে কুড়িগ্রাম-মেঘালয় সীমান্তে।
খবরের লিন্ক এখানে।
এই সীমান্ত হাটের ঐতিহ্য অনেক পুরনো, সেই মোগল আমল থেকে এরকম সীমান্ত হাট ছিল। পাকিস্তান আমলেও সীমান্ত হাট চালু ছিল। কিন্তু ১৯৭১ সালে বন্ধ হয়ে যাওয়ার পর আর চালু হয়নি। ভারত-বাংলাদেশ সীমান্তে এরকম বেশ কিছু সীমান্ত হাট হবে, যেসব হাটে বাংলাদেশ টাকায় প্রায় ১৫০ কোটি টাকার দ্বিপাক্ষিক বাণিজ্য হবে।
বিস্তারিত পড়ুন : Mughal-era haat reopened on India-Bangladesh border।
মাসুদ করিম - ২৬ জুলাই ২০১১ (১২:০৩ পূর্বাহ্ণ)
বিস্তারিত : ইন্দিরাকে দেওয়া স্বাধীনতা সম্মাননা নিলেন সোনিয়া।
বিস্তারিত: Sonia Gandhi receives award on behalf of Indira Gandhi।
মাসুদ করিম - ২৮ জুলাই ২০১১ (১০:২০ পূর্বাহ্ণ)
প্রায় এক মাস হতে চলল ভূপেন হাজারিকা হাসপাতালে, প্রথম দিকে অবস্থার কিছুটা উন্নতি হলেও ঘরে ফেরার মতো সুস্থ হয়ে ওঠেননি, বরং গতকাল তার শ্বাস-প্রশ্বাসের সমস্যা আরো প্রকট হওয়ায় তাকে ভেন্টিলেশনে নেয়া হয়েছে।
খবরের লিন্ক এখানে।
মাসুদ করিম - ৩০ জুলাই ২০১১ (১১:৩৯ অপরাহ্ণ)
ভূপেন হাজারিকার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, যদিও তিনি এখনো ভেন্টিলেশনেই আছেন — ডাক্তাররা এখনো বলতে পারছেন না তার অবস্থা স্বাভাবিক হতে আর কত সময় লাগতে পারে।
খবরের লিন্ক এখানে।
মাসুদ করিম - ৩১ জুলাই ২০১১ (১২:১৪ অপরাহ্ণ)
ব্যক্তিগত মাধ্যমে একটা খবর পেলাম, ভেন্টিলেশনে থাকা ভূপেন হাজারিকা সবচেয়ে বেশি সাড়া দিয়েছেন তার এক কাছের অনুরাগীর মোবাইলে সঞ্চিত নিজের গান শুনে — হাসপাতালের ডাক্তাররা বলেছেন, মনে হচ্ছে তার গানই সবচেয়ে বড় সঞ্জীবনীর কাজ করছে, অনুরাগীর মোবাইলে যেগানটি সঞ্চিত ছিল সেটি তার বিখ্যাত গান : গংগা মোৰ মা/পদ্দা মোৰ মা/মোৰ চকুলোৰে দুটি ধাৰা মেঘনা যমুনা… বুঝতে অসুবিধা হচ্ছে,এটি মূল অসমীয়া গান, যৎসামান্য অসমীয়া জানি তাই এই সুযোগে কাজে লাগালাম। ভূপেন হাজারিকাকে অসমীয়াটাই শোনানো হয়েছে। বাংলাটা তো আমরা জানি, গঙ্গা আমার মা/ পদ্মা আমার মা/ মোর দুই চোখে দুই জলের ধারা মেঘনা যমুনা…
যদি এই গানের সুরের সঞ্জীবনী শক্তিতে তিনি সেরে ওঠেন, তবে বেশ হয়।
মাসুদ করিম - ২৯ জুলাই ২০১১ (১:০৮ অপরাহ্ণ)
গত ২৭ জুলাই ছিল লোকগায়ক আব্দুল আলীমের জন্মদিন। স্বল্পায়ু এই গায়ক ১৯৩১ সালে মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৪ সালের ০৫ সেপ্টেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন।
এখানে শুনুন, আর কতকাল থাকব আমি।
মাসুদ করিম - ২৯ জুলাই ২০১১ (১:৪৬ অপরাহ্ণ)
তিনিও ১৯৩১ সালে জন্মেছিলেন কিন্তু আব্দুল আলীমের মতো স্বল্পায়ু ছিলেন না, গত বৃহষ্পতিবার ২৮ জুলাই ভোরে মারা গেলেন বিখ্যাত রবীন্দ্রগবেষক, রবীন্দ্র-অনুবাদক ও ভারতত্ত্ববিদ অবিস্মরণীয় জাপানি মনীষী কাজুও আজুমা। কাজুও আজুমার সব কীর্তি পশ্চিমবঙ্গ নির্ভর হলেও — বাংলাদেশের জন্যও রয়েছে একটি গুরুত্বপূর্ণ তথ্য, ১৯৭৩ সালে শেখ মুজিবের জাপান সফরে দোভাষী হিসাবে অত্যন্ত আন্তরিক সঙ্গী হয়েছিলেন কাজুও আজুমা।
বিস্তারিত পড়ুন এখানে।
এখানে পড়ুন বিমান বসুর শ্রদ্ধাঞ্জলি : সবসময় কথা বলতেন বাংলায় — প্রথম অংশ এবং বাকি অংশ।
যেখানে পশ্চিমবঙ্গ ও ভারত এই মনীষীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে, সেখানে এক ঘৃণ্য প্রতারকের কারণে আমাদের আজুমা স্মরণ কলঙ্কজনক হয়ে আছে।
বিস্তারিত পড়ুন : চলে গেলেন অধ্যাপক আজুমা।
মাসুদ করিম - ২৯ জুলাই ২০১১ (৫:৪৪ অপরাহ্ণ)
ধ্রুপদের স্বর্ণকণ্ঠ গায়ক উস্তাদ ফাহিমউদ্দিন ডাগর আর নেই। বুধবার,২৭ জুলাই তার জীবনাবসান হয়েছে। ১৯২৭ সালে রাজস্থানের আলওয়ারে জন্ম, জনশ্রুতি এই যে তিনি কিংবদন্তি মোগল সভাগায়ক তানসেনের বংশধর।
খবরের লিন্ক এখানে।
বিস্তারিত পড়ুন : Fahimuddin Dagar’s death ends chapter in Indian music।
এখানে শুনুন : ফাহিমউদ্দিন ডাগরের রাগ মারওয়া।
মাসুদ করিম - ২৯ জুলাই ২০১১ (৬:৪৫ অপরাহ্ণ)
ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর ২৬ জুলাই ২০১১-এর সম্পাদকীয়, বিষয় চট্টগ্রাম।
লিন্ক এখানে।
মাসুদ করিম - ২৯ জুলাই ২০১১ (৭:১৮ অপরাহ্ণ)
বুধবার ২৭ জুলাই দিল্লিতে অনুষ্ঠিত হল বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক।
এখানে পড়ুন পাকিস্তানের ইংরেজি দৈনিক ডেইলি টাইমসের সম্পাদকীয় :Another round of Indo-Pak talks।
আরো পড়ুন পশ্চিমবাংলার বাংলা দৈনিক প্রাত্যহিক খবর-এর সম্পাদকীয় : ভারত-পাক শান্তি আলোচনা চলুক।
মাসুদ করিম - ৩১ জুলাই ২০১১ (১:০৩ অপরাহ্ণ)
নেপাল আবারও যাচ্ছে অচলাবস্থার দিকে? মাওবাদী প্রধান প্রচণ্ড হুমকি দিয়েছেন – মন্ত্রীসভায় তাদের দলের আরো সদস্যকে অন্তর্ভুক্ত না করলে তারা ঝালানাথ খনালের সরকার ফেলে দেবেন। ২০০৮ থেকে এরমধ্যেই ৪ বার সরকারের পরিবর্তন হয়েছে নেপালে এবং এর ফলে বহুপ্রতীক্ষিত ‘সংবিধান’ এখনো অধরাই রয়ে গেছে গণতন্ত্রে উত্তরণে পথে আশার আলো দেখা ছাড়া আর কোনো উন্নতি দেখা যাচ্ছে না।
খবরের লিন্ক এখানে।
মাসুদ করিম - ৩১ জুলাই ২০১১ (১১:১৫ অপরাহ্ণ)
বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে দুটি বই : একটি রুপা এন্ড কোং দিল্লি থেকে প্রকাশিত আরেকটি অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস করাচি থেকে।
এই বইটি নিয়ে A.G. NOORANI লিখছেন
এই বইটি নিয়ে A.G. NOORANI লিখছেন
এদুটি বই নিয়ে A.G. NOORANI-র পুরো রিভিউ পড়ুন এখানে।
Pingback: নেপালনিধি | প্রাত্যহিক পাঠ