মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিন্ক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।
আজকের লিন্ক
এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।
৩৮ comments
মাসুদ করিম - ২ মার্চ ২০১১ (৬:০৫ অপরাহ্ণ)
পাকিস্তানের সংখ্যালঘু মন্ত্রী শাহবাজ ভাট্টিকে বন্দুকধারী দুষ্কৃতিকারীরা গুলি করে হত্যা করেছে। জানুয়ারিতে সালমান তাসিরকে যেরকম ধর্ম অবমাননা আইনের বিরুদ্ধে বলায় খুন করা হয়েছিল একই কারণে পাকিস্তানের মন্ত্রীসভার একমাত্র খ্রীস্টান সদস্যকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
বিস্তারিত পড়ুন এখানে।
জি এইচ হাবীব - ৬ মার্চ ২০১১ (৯:৩২ অপরাহ্ণ)
বিপ্লবী বন্ধু চে গেবারা চলে গেছেন অনেক আগে। এবার গেলেন তাঁর অমর সঙ্গী আলবের্তো গ্রানাদো।
দেখুন এখানে।
মাসুদ করিম - ৭ মার্চ ২০১১ (৮:৩৫ পূর্বাহ্ণ)
রবিবার সকালে কলকাতা রেমিডি নার্সিংহোমে জীবনাবসান হয়েছে কবি ও সম্পাদক সমরেন্দ্র সেনগুপ্তের। বেশকিছু ধরে অসুস্থ কবির মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬ বছর। খবরের লিন্ক এখানে।
সরব দর্শক - ৭ মার্চ ২০১১ (৯:২১ অপরাহ্ণ)
‘ফেইসবুক অনুবাদের কৃতিত্ব হাইজ্যাকে গ্রামীণ ফোনের চেষ্টা’,সচলায়তনে লিখেছেন হাসিব। পড়ুন এখানে।
মাসুদ করিম - ৮ মার্চ ২০১১ (২:০৪ অপরাহ্ণ)
ইউনূসের গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকা না থাকা নিয়ে রায় কী হবে আমরা এখনো জানি না। তবে এখানে স্বল্প পরিসরে এম এম আকাশ যা বলেছেন, তাকে বলা যায়, এটাই ইউনূস মামলা নিয়ে একটি বিচক্ষণ বিবেচনা।
লিন্ক এখানে।
মাসুদ করিম - ৯ মার্চ ২০১১ (১২:৪১ পূর্বাহ্ণ)
রায় হয়ে গেছে, ইউনূসের রিট খারিজ করে দেয়া হয়েছে।
গ্রামীণ ব্যাংক বিষয়ে না হয় একটা রায় হয়ে গেল, কিন্তু গ্রামীণ ব্যাংকের ‘ফেমিলি এন্টারপ্রাইজ’ হিসেবে করা কোম্পানিগুলোর সাথে গ্রামীণ ব্যাংকের কী ধরনের ভাগ-বাটোয়ারা আছে আমরা তো এসবের কিছুই জানি না। আমি অন্য কোম্পানি নিয়ে অত চিন্তিত নই — কিন্তু গ্রামীণ ফোনের ৩৪% শেয়ারের মালিক ‘গ্রামীণ টেলিকম’এর সাথে গ্রামীণ ব্যাংকের কী সম্পর্ক? ওই বিশাল শেয়ার কার হবে? গ্রামীণ ফোনের ওয়েবসাইটে গ্রামীণ টেলিকমকে বলা হচ্ছে
এই close collaborationএর মানে কী, কে জানে?
গ্রামীণ টেলিকমের ওয়েবসাইটে কোথাও কোম্পানিটির কর্পোরেট কাঠামোর কথা বলা হয়নি। শুধু বলা হয়েছে
wholly-Owned non-profit মানে কী, এটার মানে কী গ্রামীণ ব্যাংকের পূর্ণ মালিকানা? কে জানে?
এই জটিল ধাঁধাঁগুলোর কোনো সমাধান শেষ পর্যন্ত হবে কি না? কিভাবে যে চলত গ্রামীণ ব্যাংক?
নওরীন তামান্না - ৮ মার্চ ২০১১ (৬:৪৪ অপরাহ্ণ)
নারী দিবসের শতবর্ষে শুভেচ্ছা সবাইকে:
===========================
মাসুদ করিম - ৮ মার্চ ২০১১ (৯:৫৯ অপরাহ্ণ)
হ্যাঁ, সত্যিই তো গোল্লা থেকে ছুটই তো — আর এই কবিতার কবি এখন বাংলাদেশ থেকে দলছুট — আজকে কতগুলো অনুষ্ঠানের খবর দেখলাম টিভিতে কোথাও তসলিমা নাসরিনের নাম শুনতে পেলাম না — রাষ্ট্র তাকে তাড়িয়েছে, আমরা দেশশুদ্ধ মানুষও কি তাকে আমাদের মন থেকে ঝেঁটিয়ে বিদায় করে দিলাম? মুক্তাঙ্গনে তসলিমা নাসরিনকে নিয়ে পোস্ট, এখানে।
নওরীন তামান্না - ৯ মার্চ ২০১১ (১২:০৯ পূর্বাহ্ণ)
সত্যিই বড়ো দুঃখ হয় মাসুদ ভাই। আমরা কয়েক প্রজন্মের নারীরা বড় হলাম, সান্ত্বনা পেলাম, শক্তি পেলাম যার ‘নির্বাচিত কলাম’ পড়ে, আজ তাকেই আর কোথাও দেখি না। অথচ এই দেশটিতে এরশাদ, আমিনী, গোলাম আযম – সকলেরই ঠাঁই হয়, কেবল তসলিমারই হয়না। তার অপরাধ ্(যদি নিজের মত প্রকাশ কোন অপরাধ হয়ে থাকে) কি এদের চেয়েও গুরুতর?
মাসুদ করিম - ৯ মার্চ ২০১১ (৭:১৫ অপরাহ্ণ)
লিবিয়ান গোলকধাঁধার সমাধান কী? আদৌ এর কোনো সমাধান হবে? পড়ুন প্রবীর পুরকায়স্থর সাথে বিজয় প্রসাদের সাক্ষাৎকার এবং সময় সুযোগ হলে ভিডিওটি ডাউনলোড করে দেখতেও পারেন, এখানে।
মাসুদ করিম - ২০ মার্চ ২০১১ (৫:২৫ অপরাহ্ণ)
লিবিয়ায় ফ্রান্স, ব্রিটেন ও আমেরিকার বিমান হামলায় অসন্তুষ্ট ভারত, রাশিয়া ও চীন।
খবরের লিন্ক এখানে।
অবিশ্রুত - ১০ মার্চ ২০১১ (৪:৩৮ অপরাহ্ণ)
এই সুন্দর ফল, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবাণী! সেই মেহেরবাণীর এক খবর প্রকাশ করেছে দৈনিক আমার দেশ :
দৈনিক আমার দেশ-এর এ সংবাদের উৎস হলেন এক রম্য লেখক জনি উইলকো, যিনি ফান সাইট স্কুইব-এ এ সম্পর্কে লিখেছিলেন :
এর কয়েকদিন পর ওই একই ফান সাইটটিতে আরেক রম্য লেখক ডিক সালোমন লেখেন যে :
আসলে আমার দেশ-এর কোনও দোষ নেই। তারা খুবই সহজ-সরল, মাহমুদুর রহমানের অনুপস্থিতি তাদের আরও সহজ-সরল করে তুলেছে; তারা ফান বোঝে না, মানুষের ওপর তাদের বিশ্বাস অফুরন্ত। তার ওপর প্যারিস হিলটন…মোমিন বান্দারা কি এরকম সুযোগ হাতছাড়া করতে পারে? কোনও কোনও মিথ্যা নাকি সত্যের চেয়েও সুন্দর, সেই সুন্দরের ভাবনায় মোহিত হওয়ার সুযোগ কি হাতছাড়া করা যায়?
মাসুদ করিম - ১০ মার্চ ২০১১ (৭:০৬ অপরাহ্ণ)
ওদেরকে কি সব নিউজ এজেন্সি খবর দেয়া বন্ধ করে দিয়েছে? নাকি এখন থেকে ওরা আর কোনো নিউজ এজেন্সি থেকে খবর সংগ্রহ করবে না সিদ্ধান্ত নিয়েছে? এরকম ফান বা ফ্যাইকিং নিউজ সাইট থেকে খবর নেয়াই মনে এই পত্রিকায় সম্পাদকীয় নীতিমালায় গৃহীত হয়েছে। বিশ্বাসে যে হিলটনকে মিলল সেই মুসলমান হিলটনের ফটোসেশন কি এখন থেকে মসজিদে হবে? হলে তো ভাল, মুসলমানেরা হা করে পড়বেন, সুবাহানাল্লাহ।
মাসুদ করিম - ১২ মার্চ ২০১১ (১০:১০ পূর্বাহ্ণ)
সেই ২০০৪ সালের ২৬ ডিসেম্বরের প্রশান্ত ভারত ও বঙ্গোপসাগরের ভয়ংকর সুনামির পর গতকাল ১১ মার্চ ২০১১ আরেকটি ভয়ংকর সুনামি। এবারের সুনামির পুরোটা ধকলই অবশ্য গেছে জাপানের পূর্ব উপকূলের উপর দিয়ে। গতবারের মতো থাইল্যান্ড ইন্দোনেশিয়া শ্রী লন্কা ও ভারতের বিস্তীর্ণ মহাদেশীয় উপকূল ধ্বংস করেনি যদিও এবার (২০০৪এর ভূমিকম্পের মাত্রা সব জায়গায় এক ছিল না, ইন্দোনেশিয়ায় এর মাত্রা ছিল সর্বোচ্চ ৯.১), এবারের ভূমিকম্পের মাত্রা ছিল ৮.৯ যা ১৯০০ সাল থেকে এই পর্যন্ত রেকর্ডকৃত সবচেয়ে বড় পাঁচটি ভূমিকম্পের একটি।
বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ১৩ মার্চ ২০১১ (১২:৩১ অপরাহ্ণ)
খুবই আশঙ্কার কথা। পড়ুন এখানে : তেজস্ক্রিয়তার ঝুঁকিতে জাপান।
মাসুদ করিম - ১২ মার্চ ২০১১ (১:৩৮ অপরাহ্ণ)
২০১১ কি ভারতের বামবিয়োগের বছর? ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক Indian Expressএর প্রধান সম্পাদক শেখর গুপ্ত সেরকমই ভাবছেন।
তিনি আরো লিখছেন
যদি তাই হয়, শেখর গুপ্ত যা বলছেন এবছর মে ১৩-তে প্রাদেশিক নির্বাচনের ফলাফলে পশ্চিমবঙ্গ কেরালা (বাম সরকার) ও তামিলনাড়ু আসামে (চোখে পড়ার মত বাম জনসমর্থন) ভারতের বামবিয়োগ হয়ে যায়, তাহলে ভারত তার আর দুই প্রতিবেশী পাকিস্তান ও বাংলাদেশের মতো দুই ধারার রাজনীতিতে নিমজ্জিত হবে। ভবিষ্যতে কী হবে ভবিষ্যতই বলতে পারে। কিন্তু তেমন যদি হয় তাহলে এই উপমহাদেশে ধর্মনিরপেক্ষ রাজনীতির মান আরো খারাপ হবে, যেখান থেকে পুরো উপমহাদেশের রাজনীতিকে নতুন পথ খুঁজতে হবে।
বিস্তারিত পড়ুন : Minus the Left।
মাসুদ করিম - ২৮ মার্চ ২০১১ (২:০৫ পূর্বাহ্ণ)
কিন্তু সিপিআইএম-এর সাধারণ সম্পাদক প্রকাশ কারাত বলছেন যে তারা পশ্চিমবাংলা ও কেরালায় জিতবেন এবিষয়ে পুরোপুরি আত্মবিশ্বাসী।
সাক্ষাৎকারটি বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ১৩ মার্চ ২০১১ (৯:৪৯ পূর্বাহ্ণ)
নেপালের জাতীয় কবি মাধব প্রসাদ ঘিমিরে সম্বন্ধে আমি কিছুই জানি না। কিন্তু নেপালি ইংরেজি পত্রিকায় একটি লেখায় কবির এই কথাটি খুব ভাল লাগল
তিনি এখন এই ৯২ বছর বয়সে একটি মহাকাব্য লিখছেন, ১০ সর্গ লেখা এর মধ্যে শেষ করেছেন আরো ৪ সর্গ লেখার পরিকল্পনা তার আছে, যদিও কাব্যিক কাজের পরিকল্পনা একেবারে অক্ষরে অক্ষরে পালিত হয় তা তো নয়, ৪ সর্গের চেয়ে কম বা বেশিও হতে পারে। তার উপর তার বয়স এখন ৯২, মৃত্যু যে কবির মানসী — সে মৃত্যু কি তার প্রেমিককে এই মহাকাব্য শেষ করতে দেবে?
আমরা চাই কবির এই আধুনিক মহাকাব্য লেখা শেষ হোক, তার মহাকাব্য বিশ্ববীক্ষণের নতুন দিগন্ত উন্মোচন করুক। বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ১৪ মার্চ ২০১১ (২:৪৩ অপরাহ্ণ)
ব্যবসায়ে কয়েক পুরুষের সফলতা থাকলে ও পেশাদারি লাভের অঙ্কের অব্যাহত আগমনে নিজেকে যোগ্যতার দাপটে শক্তিশালী মনে হয়। আর সেই শক্তিরূপের প্রকাশ স্বরূপ আনন্দবাজার পত্রিকার প্রধান সম্পাদক অভীক সরকারের উপরের বোল্ড করা কথাগুলো বাগাড়ম্বর। অতীতবিলাসী নন আবেগাপ্লুত নন, এসব একবারেই বাজে কথা। একমাত্র আনন্দবাজার পত্রিকা ভারতে ঘোষিত বাজেটের আন্তর্জাতিক মানের অর্থনৈতিক বিশ্লেষণ করে? ঢাকায় বসে আমাদের এদেশীয় আতিথেয়তায় ডুবে অনেক কিছু খুব সহজে বলে ফেলা যায়। আজকের সমকালে অভীক সরকারের এই নাকউঁচু সাক্ষাৎকারটি পড়ে রাখা ভাল : অতীত-কাতরতা নয়, ভবিষ্যতের দিকেই ‘আনন্দবাজারে’র চোখ।
মাসুদ করিম - ১৬ মার্চ ২০১১ (১১:০০ অপরাহ্ণ)
দুসপ্তাহ আগে কলকাতার এক ইংরেজি পত্রিকায় SUCI(C) দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, এরকম বন্ধনীর ভিতর নতুন কোনো অক্ষর দেখলেই ধারণা হয় আরেকটা বামদল বুঝি বিভক্ত হল। কেরালার এক বন্ধুকে বলেছিলাম এই পার্টির মুখপত্র ‘Proletarian Era’য় একটু খোঁজ লাগাতে, গতকালই সে জানাল — না, সোসালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া বিভক্ত হয়নি, গত ২০০৯এ অনুষ্ঠিত পার্টি কংগ্রেসে ‘কমিউনিস্ট’ শব্দটি পার্টির নামের সাথে যুক্ত করা হয়েছে। জিজ্ঞাসা করেছিলাম, কেন? — এর উত্তর ওর জানা নেই এবং পার্টি মুখপত্রে এর কোনো ঘোষণা নেই। তাহলে সেখানে কী লেখা আছে পাঠাতে বললাম, লেখা আছে
এই বামদলের সাথে সংহতি প্রকাশ করা বাংলাদেশের বামদল ‘ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল’ও কি একই রকমভাবে ‘কমিউনিস্ট’ শব্দটি সংযোজন করবে?
মাসুদ করিম - ১৭ মার্চ ২০১১ (৯:১০ পূর্বাহ্ণ)
গতকাল বুধবার দুপুরে বাংলা সবরকম গানের কিংবদন্তী শিল্পী বিমান মুখোপাধ্যায় মৃত্যুবরণ করেছেন। পনেরো দিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তাকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। খবরের লিন্ক এখানে।
মাসুদ করিম - ১৭ মার্চ ২০১১ (১২:৫৮ অপরাহ্ণ)
আমাদের এখানে যেরকম ইউনূসের সম্মান নিয়ে একটা গোল বেঁধেছে সেরকম ভারতের পশ্চিমবাংলায় কংগ্রেস ও তৃণমূলের নির্বাচনী জোট হওয়া নিয়ে একটা সম্মানের প্যাঁচ লেগেছে। কলকাতার দৈনিক প্রাত্যহিক খবরে আশিস ঘোষ লিখছেন : সম্মানের সাইজ আর ওজনটা নিয়ে যত গোল পেকেছে জোটে। আমরা সাধারণ মানুষ এসব সম্মান জিলাপি নিয়ে কী ভাবতে পারি? হ্যাঁ, আমরা শুধু লালনকে অনুসরণ করে বলতে পারি, সম্মানের কী রূপ দেখলাম না এই জগতে।
রেজাউল করিম সুমন - ২০ মার্চ ২০১১ (১২:০৪ অপরাহ্ণ)
গোলাম আযম-ফ কা চৌধুরীরা মুক্তি বাহিনী আ’লীগ ও হিন্দুদের হত্যার তাগিদ দিত
সম্পূর্ণ সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে আজকের সমকাল-এ, উপসম্পাদকীয় পাতায়, পড়ুন এখানে।
মাসুদ করিম - ২১ মার্চ ২০১১ (৬:৫৬ অপরাহ্ণ)
গত দুয়েক দিন ধরে ‘শর্মিলা বোস’ নামক এক মুক্তিযুদ্ধ নিন্দুকের সাথে পরিচয় হল আমার, ৫২ বছরের এই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অক্লান্ত পরিশ্রমী বুদ্ধিজীবি জীবনের শুরু থেকেই মনে হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধাচরণকে জীবনের ব্রত করেছেন। পারিবারিক যোগ আছে তার নেতাজি সুভাষ চন্দ্র বসু ও বাঙ্গালির ‘স্নবশিরোমণি’ নীরদ সি চৌধুরির সঙ্গে। দুয়েকটি লেখা পড়ে মোটা দাগে তাকে যতটুকু বুঝেছি, তাতে এটা খুব পরিস্কার ভাবেই বলা যায় তিনি সামরিক এলিট, কূটনৈতিক এলিট এবং সাংবাদিক এলিট ও গবেষক এলিটদের প্রতি এক ধরণের অন্ধ আকর্ষণ বোধ করেন। তার মধ্যে ‘পাবলিক’ কিছুর অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন। তাই তার কাছে নিয়াজি পূর্ব ফ্রন্টের সবচেয়ে বড় বীর, মাইলাম তার কাছে ‘বাস্তব রাজনীতি’র একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণহত্যা ও ধর্ষণ নিয়ে সন্দিহান শর্মিলা বোস এখন প্রিয়পাত্র হয়ে উঠেছেন আগ্রাসি পাকিস্তানের ও পাকিস্তানি মনোভাবের মানুষের — এরকম মানুষেরা শুধু বাংলাদেশ বা পাকিস্তানে বসবাস করে না, এরা পুরো দক্ষিণ এশিয়াতেই বসবাস করেন এবং অভিবাসী হিসাবে ছড়িয়ে আছেন সারা পৃথিবীতে। আর আমরা যারা এই মনোভাবের বিপরীতে অবস্থান করি আমরাও ওই ভূগোলে ওদের পাশেই বসবাস করি। আমরা চাই যুদ্ধাপরাধীর বিচার আর ওরা চায় একে ঠেকিয়ে দিতে, আই সি এস এফ-র ব্লগে Chris Blackburn লিখছেন
বিস্তারিত পড়ুন : Who’s Afraid of Sarmila Bose?
অবিশ্রুত - ২২ মার্চ ২০১১ (৪:৫১ অপরাহ্ণ)
আফগানিস্তানে কিল টিমের নগ্ন উল্লাসের ছবি। দেখা যাবে এখানে থেকে।
মাসুদ করিম - ২৪ মার্চ ২০১১ (৯:৫৫ পূর্বাহ্ণ)
হলিউড আর যার নাম সমার্থক ছিল সেই এলিজাবেথ টেলর ৭৯ বছর বয়সে হৃদযন্ত্রের রক্তসঞ্চালন সমস্যায় গতকাল বুধবার মৃত্যবরণ করলেন। সেই ১০ বছর বয়স থেকে পর্দায় উপস্থিতি, সেই প্রবাদপ্রতিম সৌন্দর্য, তারপর আস্তে আস্তে সত্যিকারের অভিনয়কে আয়ত্ত করা, এভাবেই সম্পূর্ণ হয়েছে তার সাত দশকের চলচ্চিত্রের জীবন। চলচ্চিত্রের বাইরে বিখ্যাত ছিলেন বিয়ে ও বিয়েবিচ্ছেদ, হীরার সংগ্রহ এবং শেষ জীবনে দাতব্য সামাজিক কাজে (বিশেষত এইডস প্রতিরোধে) নিয়োজিত থেকে।
এখানে দেখুন স্লাইড শো : The Actress Elizabeth Taylor Dies।
বিস্তারিত পড়ুন : A Lustrous Pinnacle of Hollywood Glamour।
ভিডিও লিন্ক : Looking Back at Elizabeth Taylor।
মাসুদ করিম - ২৪ মার্চ ২০১১ (৩:৫১ অপরাহ্ণ)
চীনের People’s Dailyর কলামিস্ট Zhang Xinyi বলছেন অত্যাচারী স্বৈরাচারই মধ্যপ্রাচ্যে সংকটের মূল কারণ নয়। তিনি মধ্যপ্রাচ্যে আমেরকিরা তিন আদর্শ বা Tripple Standardএর কথা বলছেন।
পড়ুন এখানে : Turmoil in Middle East not result of oppressive autocracy।
হ্যাঁ, আমরা বুঝতে পারছি : আমেরিকা প্রো-আমেরিকান মিশরের গণতন্ত্রের জন্য একরকম করে ভাবছে, প্রো-আমেরিকান রাজতন্ত্রগুলোকে নিয়ে আরেক রকম করে ভাবছে আর অ্যান্টি-আমেরিকান ইরান-সিরিয়া নিয়ে আরেক রকম করে ভাবছে। কিন্তু আমাদের প্রশ্ন হল, চীন ভারত ও রাশিয়া কী ভাবছে? নাকি তারা এখনো ভাবতেই শেখেনি? নাকি শিখেছে শুধু আমেরিকার সমালোচনা চালাতে চালাতে আমেরিকাকে গর্তে ফেলে পরে নিজেরা অর্থনৈতিক রাজনৈতিক সামরিক ধান্দাবাজি চালিয়ে যাবে মধ্যপ্রাচ্যে। কই চীন ও রাশিয়াকে তো লিবিয়ায় আক্রমণ থামাতে ভেটো প্রয়োগ করতে দেখা গেল না? লিবিয়া আক্রমণে ভারতের অস্বস্তি প্রকাশে মিনমিন করা বিবৃতি ছাড়া আর তো কিছু দেখা গেল না(এই অস্বস্তি প্রকাশ শুধু আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ কেরালা আসামের মুসলিম ভোটারদের সন্তুষ্ট করার জন্য)? পৃথিবীর বাস্তবরাজনীতির মুখে লাথি মারা ছাড়া আমাদের মতো সাধারণ মানুষের আর কিছুই করার নেই।
মাসুদ করিম - ২৫ মার্চ ২০১১ (১:১৩ অপরাহ্ণ)
এবিষয়ে ‘দি হিন্দু’তে কলামিস্ট সিদ্ধার্থ বরদারাজন লিখছেন
বিস্তারিত পড়ুন : Odyssey Dawn, a Homeric tragedy।
মাসুদ করিম - ২৫ মার্চ ২০১১ (১:৪৩ অপরাহ্ণ)
সামাজিক বিজ্ঞানের আলোকে লিবিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠায় ফ্রান্স ইংল্যান্ড আমেরিকার যু্দ্ধাভিযান নিয়ে ফরেন পলিসির স্টিফেন এম, ওয়াল্ট লিখছেন
বিস্তারিত পড়ুন : Social science and the Libyan adventure।
মাসুদ করিম - ২৬ মার্চ ২০১১ (৯:৪৬ পূর্বাহ্ণ)
রাশিয়ান কলামিস্ট ফিওদর লুকিয়ানভ রিয়ানভস্তিতে লিখছেন
রাশিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী জুড়ি মেদভেদেভ ও পুতিন লিবিয়ায় আক্রমণ প্রশ্নে দ্বিধাবিভক্ত ছিলেন।
বিস্তারিত পড়ুন : Uncertain World: Putin, Medvedev split over Libya।
মাসুদ করিম - ২৫ মার্চ ২০১১ (১১:৪৮ পূর্বাহ্ণ)
স্বাধীনতা যুদ্ধের একটা গণপরিকল্পনা ছিল। সেজন্যই পাকিস্তানি সেনা শাসকেরা গণহত্যার পরিকল্পনা করেছিল। স্বাধীনতার গণপরিকল্পনার ক্যানভাসটি বড়, এর অখণ্ড প্রামাণিক ঐতিহাসিক সাহিত্যিক কোনো রূপায়ন আজো হয়নি বলেই স্বাধীনতা যুদ্ধকে আমরা খণ্ড খণ্ড করে দেখি। গণহত্যার পরিকল্পনার অংশটি আয়ত্ত করে উঠতে আমরা পারিনি কারণ গণহত্যার মূল পরিকল্পনার পাকিস্তানি সেনা ও রাজনৈতিক অংশকে আমরা কোনো ভাবে জিজ্ঞাসাবাদের আওতায় আনতে পারিনি এবং এপরিকল্পনার সাথে জড়িত এদেশীয় দোসরদের আমরা নানাভাবে পুনর্বাসিত করেছি। স্বাধীনতা যুদ্ধের ইতিহাস কোনো দিন সম্পূর্ণ হবে না যতদিন পর্যন্ত আমরা এই গণহত্যার পূর্ণ পরিকল্পনা আয়ত্ত করতে পারছি। তাই ২৫ মার্চ এলেই ভাবি পাকিস্তানি সেনা শাসকদের এই আক্রমণের সম্পূর্ণ ক্যানভাসটা ধরতে পারলেই স্বাধীনতা যুদ্ধের ক্যানভাসটাকেও সম্পূর্ণ ধরা যাবে। ডা. এম এ হাসানের আজকের একটা কলামের শিরোনাম ২৫ মার্চ ‘৭১-এ পাকিস্তানি সেনাদের আক্রমণ ও গণহত্যার পটভূমি দেখেই কথাগুলো ভাবছিলাম। তিনি লিখছেন
বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ২৭ মার্চ ২০১১ (৫:৪৮ অপরাহ্ণ)
১৯৫৬ সালের ২৩ মার্চ পাকিস্তানের প্রথম সংবিধান জারির পর, সেদিনটিকে পাকিস্তানের Republic Day বা প্রজাতন্ত্র দিবস বা ইয়াউম-ই-জামহুরিয়া হিসাবে ঘোষণা করা হয়েছিল, কিন্তু ১৯৫৮ সালের অক্টোবরে আইয়ুব খানের ক্ষমতা দখলের মাধ্যমে সামরিক অধ্যাদেশে সংবিধান স্থগিত হয়ে যাওয়ার পর ১৯৫৯ সালের ২৩ মার্চ থেকে এদিনটি হয়ে ‘পাকিস্তান ডে’।
বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ২৭ মার্চ ২০১১ (১০:৩৩ অপরাহ্ণ)
ক্ষমা চাওয়ার যেকথা উঠেছে, তার লক্ষ্য যদি হয় পাকিস্তানি যুদ্ধপরাধীদের (একজনও যদি বেঁচে থাকে) আর বিচার না হওয়া তাহলে সেই ক্ষমা চাওয়ার কোনো অর্থ থাকতে পারে না।
লিন্ক এখানে।
মাসুদ করিম - ২৯ মার্চ ২০১১ (২:৪২ অপরাহ্ণ)
জাবেদ আখতার বলেছেন, উর্দু কোনো ধর্মের ভাষা নয় — ভারতের অন্যান্য ভাষাগুলো আঞ্চলিকভাবে বিবেচিত হলেও উর্দু আঞ্চলিক ভাষা হিসেবে বিবেচিত হয় না। এতে ৫০০ বছরের ঐতিহ্যবাহী গালিব ও ইকবালের মতো আরো সব অসাধারণ কবি সাহিত্যিকের এই ভাষাটি সরকারী পৃষ্টপোষকতার অভাবে এর ঔজ্জ্বল্য হারাচ্ছে। অথচ এই ভারত উপমহাদেশে ধর্মনিরপেক্ষতা ও উদারবাদী চিন্তাচেতনার কথা সবার আগে উর্দু ভাষাতেই বলা হয়েছে।
কিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ২৯ মার্চ ২০১১ (৭:০৪ অপরাহ্ণ)
চীনের সেনাবাহিনী প্রধান চেন বিঙ্গডে নেপাল ঘুরে গেলেন, নেপালের সেনাবাহিনীর জন্য দিয়ে গেলেন কিছু সামরিক ও অন্যান্য সুবিধা। মায়ানমার ও শ্রী লঙ্কায় চীনের যেরকম উপস্থিতি সেরকম উপস্থিতি নেপালেও গড়ে তুলে ভারতকে পেছনে ফেলাই উদ্দেশ্য, যদিও বারবার বলা হচ্ছিল
ভারত-নেপাল ‘বিশেষ’ সম্পর্ক এমনিতেই কয়েক বছর ধরে আর আগের মত নেই, এখন তো মনে হচ্ছে সেই সম্পর্কের সামনে আরো চ্যালেঞ্জ নিয়ে উপস্থিত হবে চীনের পিপলস আর্মি।
বিস্তারিত পড়ুন : Chinese army chief concludes Nepal visit।
মাসুদ করিম - ২৯ মার্চ ২০১১ (৭:২৩ অপরাহ্ণ)
বাংলাদেশ-ভারত ট্রান্সশিপমেন্টের প্রথম চালান আজ মঙ্গলবার দুপুর ১২টায় বাংলাদেশের আশুগঞ্জ সীমান্ত অতিক্রম করে ত্রিপুরার দিকের ‘নো ম্যানস ল্যান্ড’এর উদ্দেশ্যে যাত্রা করেছে। ‘নো ম্যানস ল্যান্ড’এ ত্রিপুরার ‘পালটানা বিদ্যুৎ কেন্দ্র’ নির্মাণের মালামালের প্রথম চালানটি খালাস করে পণ্য পরিবহনকারী ওভার ডাইমেনশনাল কার্গো বা ওডিসিগুলো আবার আজ রাতেই আশুগঞ্জ ফিরে আসবে।
খবরের লিন্ক এখানে।
মাসুদ করিম - ৩১ মার্চ ২০১১ (৭:৩৮ অপরাহ্ণ)
পুরো উপমহাদেশের অস্তিত্বে আজো এক ঘূর্ণি ১৯৭১, আমাদের কাছে এখনো অমীমাংসিত, এখনো বাংলাদেশে আমাদের চাপের মুখে থাকতে হচ্ছে ‘স্বাধীনতাবিরোধী’দের, পাকিস্তানে আজ শুধু সামরিক শাসকেরা নয় — প্রতাপশালী সমান্তরাল শক্তির দাপট চালাচ্ছে জঙ্গিরা, ভারত এসব কিছু নিয়ে কূটনীতির কূটকচালে নিমজ্জিত ও সেখানকার আদিবাসী জাতিগোষ্ঠি ও হতদরিদ্ররা নিজেদের অস্তিত্ব নিয়ে আতঙ্কিত। ১৯৭১ নিয়ে প্রতাপ ভানু মেহতা লিখছেন
১৯৭১এর ছায়ায় আটকে থেকে আর নয়, ১৯৭১কে এর সত্যমূল্যে উপলব্ধি করে ১৯৭১কে ছাড়িয়ে আমাদের সামনে এগোতে হবে, the only way to deal with history is often to move beyond it। বিস্তারিত পড়ুন : A fateful year that still is।
Pingback: ইউনূসমিতি ৩ | প্রাত্যহিক পাঠ