মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিন্ক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।
আজকের লিন্ক
এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।
৩৯ comments
মাসুদ করিম - ১ ফেব্রুয়ারি ২০১১ (৯:৩২ পূর্বাহ্ণ)
সঙ্গীত দিয়েই শুরু করলাম, কিন্তু যার সঙ্গীতের কথা বলছি তিনি গত ৩০ জানুয়ারি ৭৭ বছর বয়সে মারা গেছেন। সঙ্গীতস্রষ্টা জন বেরি ( ১৯৩৩-২০১১) জেমসবন্ড ফিল্মের সঙ্গীতের জন্যই সুবিখ্যাত ছিলেন। গার্ডিয়ার পত্রিকার মিউজিক ব্লগে তাকে নিয়ে আয়োজন : John Barry: a life in clips।
মাসুদ করিম - ১ ফেব্রুয়ারি ২০১১ (১০:১৯ পূর্বাহ্ণ)
ভারতীয় উপমহাদেশের যেমানুষটি মিশরে সবচেয়ে জনপ্রিয় তিনি হলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন, অবশ্য অমিতাভ বচ্চন যখন প্রথম মিশর গিয়েছিলেন তখন মিশরিরা শুধু একজন ভারতীয়কে চিনতেন, তিনি নেহেরু যিনি নাসেরের সাথে জোটনিরপেক্ষ রাজনীতির সূত্রে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন। জানুয়ারি ২৫ থেকে শুরু হওয়া মিশরের সরকার বিরোধী জনবিক্ষোভের কোনো সরকারি ও রাজনৈতিক প্রতিক্রিয়া ভারত থেকে পাওয়া না গেলেও অমিতাভ তার ব্লগে মিশরে শান্তি ফিরে আসবে এই আশায় লিখেছেন
লিন্ক এখানে।
কিন্তু নতুন এই মিশরের প্রতি ভারত এখনো সাড়া দিতে পারছে না কেন? ভারতীয় কলামিস্ট সি. রাজা মোহন লিখছেন
ভারতের বোঝা উচিত, এই জানুয়ারির বিক্ষোভ মোটেই মিশরের রাজনৈতিক মুসলমানের বিক্ষোভ নয় — এটা এখনো পর্যন্ত সাধারণ জনগণের স্বৈরাচারী মুবারকের জনবিরোধী সরকার ও এর ঘৃণ্য পুলিশি রাষ্ট্রের বিরুদ্ধে বিক্ষোভ, এটা সাধারণ মিশরিদের জীবনধারনের বিক্ষোভ। রাজনৈতিক ইসলামের দল ‘মুসলিম ব্রাদারহুড’-এর কথা ভেবে বা আবার সামরিক শাসনের কথা ভেবে এই বিক্ষোভের বিরোধিতা করা বা এর বিষয়ে নীরব থাকা হবে ভারতের বিরাট ভুল। বিস্তারিত পড়ুন : A fresh breeze in Cairo।
মাসুদ করিম - ২ ফেব্রুয়ারি ২০১১ (৯:০৭ পূর্বাহ্ণ)
সময় কিনতে পেরেছেন মুবারক, তার মেয়াদ তিনি পূর্ণ করবেন। মুবারক বলছেন
মুবারকের গতকালের বক্তব্য পুরো পড়ুন এখানে।
মাসুদ করিম - ৯ ফেব্রুয়ারি ২০১১ (৯:২৭ পূর্বাহ্ণ)
জার্মানির বাডেন-বাডেন এ এক বিলাসবহুল ক্লিনিকেই চিকিৎসা-নির্বাসনের ব্যবস্থা হচ্ছে ক্যান্সার আক্রান্ত মুবারকের।
বিস্তারিত পড়ুন : Possible Exile in Germany।
মাসুদ করিম - ১০ ফেব্রুয়ারি ২০১১ (১১:৫৯ অপরাহ্ণ)
বৃহষ্পতিবারই হতে পারে মুবারকের শেষদিন।
খবরের লিন্ক এখানে।
মাসুদ করিম - ১১ ফেব্রুয়ারি ২০১১ (১০:৩৬ পূর্বাহ্ণ)
বিশ্ববেহায়ার দৌড়ে এরশাদকে হারিয়ে দিলেন মুবারক। পদত্যাগ তো করলেনই না আধাঘন্টা ধরে কী বকবক করলেন সারা পৃথিবীর কোন একজন মানুষ (মুবারক সহ) তার বক্তব্য বুঝতে পেরেছে বলে তো মনে হল না। কী চাইছেন মুবারক, গণঅভ্যুত্থানকারীদের কাছ থেকে সহিংসতা, তাদের ধৈর্যের বাঁধ ভেঙ্গে দিয়ে নিজের প্রাণপ্রতিষ্ঠা? কিন্তু তাকে যেতেই হবে, আন্দোলনকারীরা এর কমে,ওমর সোলাইমান যতই বলুক, আর ঘরে ফিরবে না।
খবরের লিন্ক এখানে।
মাসুদ করিম - ১১ ফেব্রুয়ারি ২০১১ (১০:১৭ অপরাহ্ণ)
আজ ১১ ফেব্রুয়ারি ২০১১, প্রেসিডেন্ট মুবারক সশস্ত্রবাহিনীর সুপ্রিম কাউন্সিলের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করলেন।
খবরের লিন্ক এখানে।
মাসুদ করিম - ২ ফেব্রুয়ারি ২০১১ (৯:০৫ অপরাহ্ণ)
কী অসাধারণ প্রকল্প। পৃথিবীর সবচেয়ে বড় যাদুঘর : Google Art Project।
মাসুদ করিম - ৪ ফেব্রুয়ারি ২০১১ (১:৫২ অপরাহ্ণ)
মুবারকের উপ-রাষ্ট্রপতি ওমর সুলাইমানই লাদেনের এক ঘনিষ্ঠকে পাকিস্তান থেকে পাকড়াও করে এনে স্বীকার করিয়ে নিয়েছিল লাদেনের সাথে সাদ্দামের যোগাযোগ আছে। এখানে পড়ুন : Who Is Omar Suleiman?
মাসুদ করিম - ৪ ফেব্রুয়ারি ২০১১ (২:২৪ অপরাহ্ণ)
শেষ পর্যন্ত কিছুদিন আগে প্রকাশ্য জনসভায় নিজের দলের এক প্রবীণ সদস্যের হাতে গালে চড় খাওয়া কমিউনিস্ট পার্টি অফ নেপাল ( এম-এল) সংক্ষেপে এমালের সাধারণ সম্পাদক ঝালানাথ খনালই হলেন নেপালের প্রধানমন্ত্রী। নেপালের মাওবাদী নেতা প্রচণ্ড প্রতিযোগিতা থেকে তার নাম প্রত্যাহার করে খনালকে সমর্থন করতেই খনাল সংখ্যগরিষ্ঠ সমর্থন পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। কিন্তু এই সরকার কি পারবে তার প্রধান কাজ নেপালের সংবিধান রচনার কাজ শেষ করতে? নাকি মাওবাদীদের সাথে আবারও কোনো অনৈক্যের জেরে এই সরকারও ভেঙ্গে যাবে, সেসম্ভাবনা আছে, যদিও আমরা চাই নেপালের রাজনৈতিক ভাগ্যে আবারো এরকম কিছু না ঘটুক। আসলে নেপালের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দল নেপালি মাওবাদী দলের দুই প্রধান নেতা প্রচণ্ড ও বাবুরাম ভট্টরাইয়ের আদর্শগত কোন্দল রাজতন্ত্র উচ্ছেদের পরবর্তী নেপালের পার্লামেন্টারি রাজনীতির বড় ক্ষতি করছে।
খবরের লিন্ক : Khanal wins Maoist support to become PM।
মাসুদ করিম - ৫ ফেব্রুয়ারি ২০১১ (৭:৪৮ অপরাহ্ণ)
প্রথমে একে ব্যর্থ ঘোষণা করেছিলেন জার্মানির এঙ্গেলা মার্কেল, এবার ব্যর্থ ঘোষণা করলেন ব্রিটেনের ডেভিড ক্যামেরুন, multiculturalism বা সাংস্কৃতিক বহুত্ববাদকে ব্যর্থ ঘোষণা করা মানে অভিবাসীদের চাপের মুখে ফেলা — পাশাপাশি স্থানীয় অধিবাসীদের অস্বস্তির কথা বলা। ক্যামেরুন বলছেন
বাহুবলী উদারতন্ত্র, muscular liberalism-এর বাংলা কি এই দাঁড়াবে, অথবা কঠোর উদারতন্ত্র — যাই হোক ওই ইসলামি জঙ্গিবাদ মোকাবেলায় ঠিক পথ কি হবে বাহুবলী বা কঠোর উদারতন্ত্র? আমরা জানি না, কিন্তু এই যে মিশরে বা অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশে জঙ্গিবাদের কথা বলে একনায়কতন্ত্রকে সমর্থন করছে আমরিকা, বিলাত ও ইউরোপ এতে কি জঙ্গিবাদ আরো শক্তিশালী হচ্ছে না? আমরিকা ও বিলাতি আগ্রাসনে ইরাকের ওপর হামলা কি সাংস্কৃতিক বহুত্ববাদকে হুমকির মধ্যে ফেলেনি? শুধু ব্যর্থ বললেই কি হবে? সেই ব্যর্থতার দায় কি পুরো অভিবাসীদের? অধিবাসীদের কি কোনো দায় নেই? আর আজ বাহুবলী বা কঠোর উদারতন্ত্র দিয়ে কি এর সমাধান হবে? মনে হয় না। অভিবাসী ও অধিবাসীদের সম্পর্ক আরো বাড়াতে হবে, পশ্চিমের বাস্তব রাজনীতির কূটকচালের ভেতর সব একনায়কতন্ত্রকে সমর্থন বন্ধ করতে হবে, — না হয় কিছুই হবে না, শুধুই উত্তেজনাই বাড়বে।
মাসুদ করিম - ১৮ ফেব্রুয়ারি ২০১১ (১:৫৩ অপরাহ্ণ)
ডেভিড ক্যামেরুন কথিত muscular liberalism-এর উৎস কী তাই খুঁজছিলাম এই কয়েকদিন, কনিষ্ক ঠারুর The Telegraph কলকাতার কলামে পেলাম এর উৎস ভিক্টোরিয়ান mascular christanity। কনিষ্ক ঠারুর লিখছেন
তিনি আরো লিখছেন
ইউরোপে কত উগ্র মুসলিম আছে? ইউরোপকে কোন পথে চলতে হবে? উদারতন্ত্র কিভাবে টিকবে? তিনি লিখছেন
বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ৬ ফেব্রুয়ারি ২০১১ (৬:২২ অপরাহ্ণ)
জিন্নাহ কে রতনবাইয়ের শেষ চিঠি।
১৯১৮ সালে রতনবাইয়ের বয়স যখন ১৮ তখন তার সাথে ৪২ বছরের জিন্নাহর বিয়ে হয়। রতনবাই ভিন্ন ধর্মের ছিলেন এবং জিন্নাহকে বিয়ে করতে ধর্ম পরিবর্তন করেছিলেন। ১৯২৯ সালে তার ২৯তম জন্মদিনে রতনবাই ক্যান্সারের কাছে পরাজিত হয়ে মৃত্যুবরণ করেন। বিস্তারিত পড়ুন এবং রতনবাইয়ের হস্তাক্ষরে চিঠিটি দেখুন এখানে।
মাসুদ করিম - ৭ ফেব্রুয়ারি ২০১১ (৫:৪২ অপরাহ্ণ)
হ্যাঁ, পড়ছিলাম গতকাল উদ্বোধন হওয়া ওয়েবসাইট : http://www.haldariver.org এবং এখানে দেখুন ওই ওয়েবসাইটে হালদা প্রজনন ক্ষেত্রের মানচিত্র।
মাসুদ করিম - ৮ ফেব্রুয়ারি ২০১১ (১০:৩২ পূর্বাহ্ণ)
সংসদে সাবধান! গতকাল যেঘটনা ঘটল রাশেদ খান মেনন, আবুল হোসেন, যোগাযোগ সচিবের চিঠি, তোফায়েল আহমেদ, শেখ হাসিনা ও পত্রিকা এই চরিত্রগুলোর মধ্যকার পারষ্পরিক টানাপোড়েনে তাতে সংসদের অগোছালো রূপটি করূণভাবে ফুটে উঠেছে। যদি পত্রিকায় সচিবের চিঠি প্রধানমন্ত্রীর কাছে আসার আগে পত্রিকায় হুবহু ফাঁস হয়ে যায় তবে সেদোষ সচিবের, ওই সচিবের মন্ত্রীর অথবা ওই মন্ত্রণালয়ের বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের। আর যদি হয় এটি পত্রিকার রির্পোটারের মনগড়া রিপোর্ট তাহলে দোষ সম্পূর্ণত পত্রিকার। আর যদি এবিষয়ে চিঠিটি না দিয়ে শুধু রিপোর্টারকে চিঠি সম্বন্ধে কোনো আভাস দেয়া হয় তাহলে দোষ পত্রিকারও এবং সরকার পক্ষ থেকে যে বা যারা আভাস দিয়েছে তার ও তাদেরও। সংসদের সরকার দলের নেতা শেখ হাসিনার হস্তক্ষেপে সেই সত্যটি যদি উদঘাটিত হত বা যদি সামনে হয় তাহলেই কেবল বিষয়টি সুরাহা হতে পারে। আর যদি না হয়, তাহলে আবার বলতে হয় সংসদে সাবধান!
এখানে পড়ুন : আমি চিঠি ও ফাইল পাওয়ার আগে পত্রিকা তা কিভাবে পেল।
কোন পত্রিকায় চিঠিটি ছাপা হয়েছে বা চিঠির বক্তব্য ছাপা হয়েছে তা এখনো খুঁজে পাইনি। পেলেই এখানে লিন্ক শেয়ার করব বা কেউ করুন।
মাসুদ করিম - ৯ ফেব্রুয়ারি ২০১১ (৬:৩১ অপরাহ্ণ)
মিশরের গণঅভ্যুত্থান নিয়ে কায়রো ও আন্কারার মধ্যে উত্তেজনা বাড়ছে। তুরস্কের প্রধানমন্ত্রী কিছুদিন আগে স্পষ্টতই গণঅভ্যুত্থানের পক্ষ নিয়ে বলেছিলেন, জনগণের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে মুবারকের এখনই পদত্যাগ করা উচিত। এই প্রতিক্রিয়া মিশরের শাসকগোষ্ঠীর পছন্দ হয়নি, তাই তারা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ পাঠিয়েছে।
বিস্তারিত পড়ুন : Tension heightens between Cairo, Ankara over Egypt unrest।
মাসুদ করিম - ১০ ফেব্রুয়ারি ২০১১ (২:১০ অপরাহ্ণ)
নকল বিয়ের বাজারে, একেবারেই যাকে বলে চীনা পদ্ধতি, একজন পুরুষ সমকামী বিয়ে করে একজন নারী সমকামীকে, কেন করে? কারণ মাবাবারা চায় তাদের ছেলেমেয়েরা বিয়ে করুক সংসার পাতুক। আবার ছেলেমেয়েরাও মাবাবাকে জানাতে চায় না তারা সমকামী। তারা এভাবে বিয়ে করে এধরনের চুক্তিতে — যে যার মতো তার সমকামী জীবনযাপন করবে কিন্তু মাবাবার কাছে সমাজের কাছে তাদের পরিচয় হবে স্বামীস্ত্রীর। কয়েকবছর পর ওরা আবার বিবাহবিচ্ছেদও ঘটায়, মাবাবারা বোঝেন বিয়েটা ভেঙ্গে গেল। চীনের সমকামী জীবনে বিয়ে ও সমকামী ক্লাব ঘিরে একটি চমৎকার স্টোরি, পড়ুন : Gay Marriage With Chinese Characteristics।
মাসুদ করিম - ১২ ফেব্রুয়ারি ২০১১ (১২:৪৭ অপরাহ্ণ)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ সাজিদ আলি হাওলাদার Fejervarya asmati নামক এক বিরল প্রজাতির ব্যাঙ আবিষ্কার করেছেন। তার গবেষণা প্রবন্ধ ছাপা হয়েছে এখানে: Zootaxa 2761: 1-68 (9 Feb. 2011)। দৈনিক আজাদীতে খবর
খবরের লিন্ক এখানে।
আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বন্ধুবাণ্ধবের সাথে দেখা করার সূত্রে যতবার গেছি ওই ‘কাটাপাহাড়’ দেখে বারবার বলেছি, তোরা শর্টকাট বলে এদিক দিয়ে যাচ্ছিস ঠিকই কিন্তু এভাবে এই পাহাড়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাটা উচিত হয়নি। আজ এই বিরল প্রজাতির ব্যাঙের আবিষ্কারের খবর পড়ে আমার বারবার মনে হচ্ছে আরো কত বিরল প্রজাতির ব্যাঙ এই পাহাড় থেকে হারিয়ে গেছে কে জানে?
মাসুদ করিম - ২৬ ফেব্রুয়ারি ২০১১ (৪:৪৪ অপরাহ্ণ)
আজকে সমকালের ফিচার ‘কালস্রোত’এ প্রকাশিত মোহাম্মদ সাজিদ আলী হাওলাদারের সাক্ষাৎকার : অণুপর্যায় বিবর্তন নিয়ে পড়াশোনার ইচ্ছা আছে।
মাসুদ করিম - ১৪ ফেব্রুয়ারি ২০১১ (৯:১১ পূর্বাহ্ণ)
প্রবীণ শিল্পসাধক দিনকর কৌশিক গতকাল রবিবার প্রয়াত হয়েছেন। নিঃসন্দেহে একজন অনন্য চিত্রকর ও ভাস্করকে আমরা হারিয়েছি, কিন্তু তার চেয়ে বেশি হারিয়েছি একজন বাংলা ভাষাপ্রেমী মারাঠিকে যিনি বাংলা ভাষাকে একেবারে নিজের ভাষা করে নিয়েছিলেন এবং ‘দেবনাগরী’ অক্ষরে বাংলা লিখতেন। খবরের লিন্ক এখানে।
মাসুদ করিম - ২০ ফেব্রুয়ারি ২০১১ (১২:৫৫ অপরাহ্ণ)
কলকাতার দৈনিক পত্রিকা ‘প্রাত্যহিক খবর’-এর দিনকর কৌশিক স্মরণ : দিনকর কৌশিক কলাভবনের ‘দ্বিতীয় রূপকার’ ছিলেন।
মাসুদ করিম - ১৪ ফেব্রুয়ারি ২০১১ (৯:৫১ পূর্বাহ্ণ)
উপরের কবিতাটি ফয়েজ আহমেদ ফয়েজের। গতকাল রবিবার ছিল এই কবি ও সাংবাদিকের জন্মশতবার্ষিকী। পাকিস্তানের বিভিন্ন শহরে এবং পৃথিবীর বহু শহরে গতকাল কবির জন্মের শতবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রধান স্মরণানুষ্ঠান হয়েছে লাহোরে।
মাসুদ করিম - ১৫ ফেব্রুয়ারি ২০১১ (১০:১৯ পূর্বাহ্ণ)
ফয়েজকন্যা সালিমা হাশমি বলেছেন, ফয়েজ ভারত-পাকিস্তান রাজনীতির ঊর্ধ্বে।
লিন্ক এখানে। আর এখানে শুনুন ইকবাল বানোর কণ্ঠে : Hum dekhenge। এখানে কবিকণ্ঠে : Hum dekhenge।
মাসুদ করিম - ১৫ ফেব্রুয়ারি ২০১১ (২:০৮ অপরাহ্ণ)
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী দাবুতোগ্লুকে মুসলিম বিশ্বের বাস্তব রাজনীতির সবচেয়ে প্রাজ্ঞ প্রবক্তা হিসেবে আরব বিশ্ব শ্রদ্ধা করে, কিন্তু কোন আরব বিশ্ব — যে আরব বিশ্ব ‘মিসরি’ জাতীয়তা ‘তিউনিসিয়’ জাতীয়তার চেয়ে ইসলামিক জাতীয়তাকে ‘দারুল ইসলাম’কে বড় করে দেখে। এবং মিশরি গণঅভ্যুত্থানকে যখন দাবুতোগ্লু ‘জাতিসত্তা’র সংগ্রামী চেতনা বলেন তখন আমাদেরকে দ্বিতীয়বার ভাবতে হয় — জাতিসত্তা বলতে তিনি ‘দারুল ইসলাম’কে বোঝাচ্ছেন কি না — তার দল ক্ষমতাসীন জাস্টিস পার্টি ও তার নেতা এরদোগান কিন্তু সেরকমই ভাবেন। আমরা ‘মিশরি’ জাতিসত্তা বা ‘আরব’ জাতিসত্তার কথা বুঝি কিন্তু যদি আমাদেরকে ‘দারুল ইসলাম’এর দিকে নিয়ে যাওয়া হয় তাহলে আমরা নাই।
পড়ুন এখানে।
মাসুদ করিম - ১৮ ফেব্রুয়ারি ২০১১ (৮:২১ অপরাহ্ণ)
টি.ভারদাপিল্লাই প্রণীত ১৮৩৭ সালে তামিলনাড়ুর মাদুরা থেকে প্রকাশিত এই সচিত্র বইতে তখনকার ভারতীয় সমাজের ৭২ জাতের (Caste) সন্ধান পাওয়া যাবে।
ধোপা ও ধোপানির ছবি দেখুন এখানে।
এরকম আরো দুষ্প্রাপ্য বইয়ের সন্ধান পাওয়া যাবে : World Digital Libraryতে।
অবিশ্রুত - ১৮ ফেব্রুয়ারি ২০১১ (১১:১৩ অপরাহ্ণ)
দুর্লভ এ লাইব্রেরিটির সন্ধান দেয়ার জন্যে মাসুদ করিমের প্রতি কৃতজ্ঞতা জানাই। যদিও এর নেভিগেশন পদ্ধতিটা তেমন সুবিধার নয়, বই পড়তে গেলে বেশ অসুবিধাই হচ্ছে, পছন্দের অধ্যায় খুজে নেয়ার জন্যে পৃষ্ঠার পর পৃষ্ঠা ওল্টাতে হচ্ছে; কিন্তু তা বোধহয় অনলাইনের পঠনে অনিবার্য…(বাঙালি বসতে দিলে শুতে চায়, এরকম সব দুর্লভ বই চোখে দেখতে পাব বলে ভাবিনি, আর এখন কি না, পড়তে গেলে কি না কি হয়, তা ইনিয়েবিনিয়ে শুনাচ্ছি…)।
আবারও ধন্যবাদ।
অবিশ্রুত - ২৩ ফেব্রুয়ারি ২০১১ (১০:৪৭ অপরাহ্ণ)
লিবিয়ায় কী ঘটছে-
গাদ্দাফী সম্পর্কে খানিকটা জানা যাবে এই লিংক থেকে।
মাসুদ করিম - ২৪ ফেব্রুয়ারি ২০১১ (৯:৪৪ পূর্বাহ্ণ)
তিউনিসিয়ার বেন আলি ও মিশরের হোসনি মুবারক স্বৈরাচারী আর লিবিয়ার গাদ্দাফি শুধু একজন স্বৈরাচারী নয় তার চেয়েও বেশি এক নিষ্ঠুর দৈত্য। চোখে সুরমা দেয়া কবির মুখোশধারী এই অসুস্থ শাসক নিজেকে মনে করেন ‘বিপ্লবী নেতা’ আর যারা এখন তার বিরুদ্ধে আন্দোলন করছেন তাদের মনে করেন ‘ড্রাগসেবী’ ‘মদখোর’ আর লিবিয়ার নাগরিকদের মনে করেন ‘ইঁদুর’। এই গাদ্দাফি শুধু নিজেই দৈত্য নয় তার আছে এক দৈত্যের সংসার। এখানে পড়ুন তার পরিবাবের কে কোথায় : Who’s who in Moammar Gadhafi’s family tree।
মাসুদ করিম - ২৪ ফেব্রুয়ারি ২০১১ (৫:০৩ অপরাহ্ণ)
আরে ভুলেই তো গিয়েছিলাম, এই তো সেই গাদ্দাফি যে শেখ মুজিবের খুনিদের আশ্রয় দিয়েছিল। সকালে ওই কলকাতার শেখ মুজিব ছাত্রাবাসের লিন্ক ও গাদ্দাফির লিন্কটা দেয়ার পর থেকেই মনে হয় অবচেতনে কিছু কাজ করছিল, আর এখনই তা মনে পড়ল। বাংলাদেশের প্রেক্ষিতে এই গাদ্দাফি তো আরো ঘৃণ্য চরিত্র হয়ে গেল আমার কাছে। এই গাদ্দাফির পৃষ্টপোষকতায় তো প্রতিষ্ঠিত হয়েছিল ফারুকের ‘ফ্রিডম পার্টি’। গাদ্দাফির পতনের পর এই খুনিদের আশ্রয় দেয়ার ও ‘ফ্রিডম পার্টি’ নেপথ্যের ইতিহাস কি জানা সম্ভব হবে আমাদের? অথবা লিবিয়া পালিয়ে থাকা আরো কিছু রয়ে যাওয়া খুনিকে কি ফেরত পাবে বাংলাদেশ?
মোহাম্মদ মুনিম - ২৪ ফেব্রুয়ারি ২০১১ (৮:৫২ অপরাহ্ণ)
মাসুদ ভাই, আমি নিজেও একই কথা ভাবছিলাম। গাদ্দাফির লিবিয়া বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়ের সাথে জড়িয়ে আছে। উইকিপেডিয়াতে দেখলাম লিবিয়া বাংলাদেশ স্বীকৃতি দিয়েছে বংবন্ধুর আমলেই, তবে শেষের দিকে। পাকিস্তানের কুটনৈতিক তৎপরতার কারনে শুধু লিবিয়া নয়, গোটা আরব বিশ্বই বাংলাদেশকে স্বীকৃতি দিতে দেরী করেছিল।
জিয়াউর রহমান অবশ্য বংগবন্ধুর হত্যাকারীদের অবশ্য শুধু লিবিয়াতেই নয়, জিম্বাবুয়ে, কানাডা আর চীনেও বিভিন্ন কুটনৈতিক পদ দিয়ে পাঠিয়েছিলেন। তবে লিবিয়াকে কেন্দ্র করেই সত্তুরের দশক থেকেই বংবন্ধুর হত্যাকারীরা তাদের রাজনৈতিক কর্মকান্ড চালিয়েছে। এখনও হত্যাকারীদের বেশ কয়েকজন লিবিয়াতে পালিয়ে আছে। লিবিয়া থেকে হত্যাকারীদের ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের পক্ষ থেকে
নিশ্চয় লিবিয়ার সাহায্য চাওয়া হয়েছে, লিবিয়ান সরকার বলাই বাহুল্য, সহযোগীতা করেননি।
মাসুদ করিম - ২৪ ফেব্রুয়ারি ২০১১ (৮:৫০ পূর্বাহ্ণ)
১৯৪৬ সালে কলকাতার ইসলামিয়া কলেজে (১৯৬০ খেকে মৌলানা আজাদ কলেজ) আইন পড়তে গিয়েছিলেন শেখ মুজিবুর রহমান, সেসময় সেখানকার বেকার হস্টেলের ২৪ নম্বর ঘরে থাকতেন শেখ মুজিব, এই ঘরটি এখন পশ্চিমবঙ্গ সরকার মুজিবস্মৃতি হিসেবে সংরক্ষণ করছেন। এই হস্টেলটির পাশেই শেখ মুজিবকে সম্মান জানাতে মৌলানা আজাদ কলেজের শিক্ষার্থীদের জন্য একটি নতুন ছাত্রবাস নির্মাণ করেছে পশ্চিমবঙ্গ সরকার, গতকাল বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের উপস্থিতিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি ‘শেখ মুজিবুর রহমান ছাত্রাবাস’-এর নাম ফলক উন্মোচন করেন।
খবরের লিন্ক এখানে।
মাসুদ করিম - ২৪ ফেব্রুয়ারি ২০১১ (৮:৪১ অপরাহ্ণ)
ইসলামিয়া কলেজে মুজিব ১৯৪৫-১৯৪৭ সাল পর্যন্ত পড়েছেন, আর সেখান খেকে তিনি বি.এ পাস করেছিলেন — গণশক্তির তথ্যে ভুল আছে। শেখ মুজিব ১৯৪৮-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন।
রায়হান রশিদ - ২৫ ফেব্রুয়ারি ২০১১ (৬:০০ পূর্বাহ্ণ)
প্রযুক্তি মাধ্যমে বাংলা অক্ষরের প্রচলন ও প্রতিষ্ঠা নিয়ে দুটো লেখা।
প্রথমটি একেবারেই একটি বাজে লেখা, কিন্তু লেখকের এই কুযুক্তিগুলো আমাদের সকলেরই জানা থাকা জরুরীঁ। লিখেছেন মোস্তফা জব্বার! মন্তব্য ঘরে এই বিষয়ে ওয়াকিফহাল পাঠকদের মন্তব্যগুলো অবশ্যপাঠ্য।
দ্বিতীয় লেখাটি আজকের প্রথম আলোতে লিখেছেন মুনির হাসান। একটি অবশ্যপাঠ্য লেখা।
মোহাম্মদ মুনিম - ২৫ ফেব্রুয়ারি ২০১১ (৭:৩১ পূর্বাহ্ণ)
মোস্তফা জব্বারের লেখাটিতে তিনি কি যুক্তি দিলেন সেটাই তো বুঝতে পারলাম না। রোমান হরফে লিখলে বাংলায় রুপান্তরিত হয়ে যায়, এই ব্যাপারটার সাথে তিনি আরবী হরফে বাংলা লেখার পাকিস্তানী পরিকল্পনার মিল খুঁজে পেলেন! সপ্তাহ কয়েক আগে আমি আমার ইরানদেশীয় বসকে গুগলের transliteration এর মাধ্যমে ফারসী ভাষায় লেখার ব্যাপারটা দেখিয়ে দিই। তিনি প্রথমে ব্যাপারটা ঠিক না বুঝলেও কিছুক্ষনের মধ্যেই কম্প্যুটারে ফারসী লেখা শুরু করলেন, এবং বললেন এখন থেকে তবে দেশে মাকে ফারসীতে ইমেইল করতে পারবো, মা নিয়মিত চিঠি লিখি না বলে অভিযোগ করেন। আমি নিশ্চিত অনেক প্রবাসী বাংলাদেশী এখন দেশে থাকা মা বাবাকে নিয়মিত বাংলায় ইমেইল করেন, সেটা অভ্রের কারণেই হয়েছে, বিজয় দিয়ে এটা কখনোই তাঁরা করতে পারতেন না। অভ্র জানার আগে আমি নিজেও রোমান অক্ষরে বাংলা লিখতাম না, সেটা বাংলা হরফ নিয়ে অহঙ্কারের কারণেই।
মাসুদ করিম - ২৫ ফেব্রুয়ারি ২০১১ (১১:০২ পূর্বাহ্ণ)
আমি বিজয় কিবোর্ড ব্যবহার করে ইউনিজয়ে বাংলা লিখি। এখনো পর্যন্ত এদিয়েই আমার বাংলা লেখা চলছে। আমার কাছে এটা যেমন গুরুত্বপূর্ণ যে আমি যা লিখছি তাই আরেকজন তার কম্পিউটার বা ইলেকট্রনিক যন্ত্রে পড়তে পারবেন, আমার কাছে এটাও সমান গুরুত্বপূর্ণ যে আমি আমার বর্ণমালায় টাইপ করব। এই যে আমার চাওয়া তার পেছনে প্রযুক্তিবিদদের অনেক পরিশ্রম থাকবে, অনেক সমন্বয় থাকবে, অনেক বোঝাপড়া সংহতির জায়গা থাকবে — কিন্তু আমার কাছে পুরো বিষয়টি হবে খুবই সহজ : আমি বাংলায় লিখছি আরেকজন বাংলায় পড়ছেন বা আরেকজন লিখছেন আমি পড়ছি। এই লক্ষ্যটায় আমরা এখনো পৌঁছতে পারিনি, তবে এই লক্ষ্যে আমরা পৌঁছতে পারব। আমাদের প্রযুক্তিবিদরা অবশ্যই আমাদের সেজায়গায় নিয়ে যেতে পারবেন, শুধু লক্ষ্যটা ঠিক থাকতে হবে। লক্ষ্যভ্রষ্ট হলে ভাষার নষ্টনীড় নিয়ে ‘জগৎ জোড়া জাল’-এ দিন কাটানোই আমাদের নিয়তি হয়ে যাবে।
কামরুল হাসান - ২৫ ফেব্রুয়ারি ২০১১ (৪:৪১ অপরাহ্ণ)
আমার দশটি কবিতা ছাপা হয়েছে আর্টস.বিডিনিউজ২৪.কম-এ [এখানে]। সকলকে পড়ার আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের মতামত আশা করি।
মাসুদ করিম - ২৮ ফেব্রুয়ারি ২০১১ (১২:৪৯ অপরাহ্ণ)
মোট উৎপাদন যেখানে ১৫ লাখ মেট্রিক টন সেখানে হিমাগারের সংরক্ষণ ক্ষমতা ৩.২৫ লাখ মেট্রিক টন। এই বিশাল ব্যবধান কমানো খুবই প্রয়োজন। আবার খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পেও বিনিয়োগ প্রয়োজন যেন উৎপাদিত পণ্যের নষ্ট হওয়া কমানো যায়। একজন কৃষক যেপরিশ্রমে ফসল উৎপাদন করেন তার ফসল নষ্ট হওয়া থেকে রক্ষা করা গেলে তো শুধু সেকৃষকের নয় দেশের সবারই লাভ। তাই সরকারের উচিত সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শুধু আলু নয় কৃষকের সব উৎপাদন রক্ষার চেষ্টা করা। সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের ১ মার্চ থেকে ১৫ মার্চে রংপুরের গ্রামে গ্রামে হাটে হাটে এই আন্দোলন সফল হোক।
মাসুদ করিম - ২৮ ফেব্রুয়ারি ২০১১ (৬:০৭ অপরাহ্ণ)
আজকের ভারতের কেন্দ্রীয় বাজেটে প্রণব মুখার্জি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তনের কথা বলেছেন। বিশ্বশান্তি সংহতি সৌভ্রাতৃত্ব ও সাংস্কৃতিক সৌসাম্যে অবদান রাখা কোনো মনোনীত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ১ কোটি রুপি মূল্যমানের এই পুরস্কার প্রদান করা হবে।
বিস্তারিত পড়ুন এখানে।
Pingback: নেপালনিধি | প্রাত্যহিক পাঠ