সুপারিশকৃত লিন্ক: জানুয়ারি ২০১১

মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিন্ক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।

আজকের লিন্ক

এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।

৩৮ comments

  1. মাসুদ করিম - ১ জানুয়ারি ২০১১ (১০:১৫ পূর্বাহ্ণ)

    The world has already begun to welcome 2011, as the New Year has been entered by people living on some Pacific islands, Australia and Asia. As the Earth revolves today, bringing the rest of us into the year 2011, I’ll be updating this entry, to show people all over as they ready themselves, celebrate and welcome the New Year. 2011 will be observed as the Year of the Rabbit in the Chinese zodiac, a year with attributes of gentleness, persistence and luck. Happy New Year everyone! (41 photos so far)

    ছবিগুলো দেখুন এখানে

  2. রেজাউল করিম সুমন - ৪ জানুয়ারি ২০১১ (১২:১০ পূর্বাহ্ণ)

    গতকাল (৩ জানুয়ারি) সন্ধের দিকে কলকাতা থেকে দূরভাষে বজ্রাঘাত — আর কোনোদিনই গাইবেন না সুচিত্রা মিত্র! দুপুরে জীবনাবসান হয়েছে এই কিংবদন্তি শিল্পীর, ৮৬ বছর বয়সে।

    Rabindra Sangeet exponent Suchitra Mitra dead
    By Indo Asian News Service |
    Monday, January 03, 2011 | 3:37:29 PM IST (+05:30 GMT)

    Kolkata, Jan 3 (IANS) Legendary Rabindra Sangeet exponent Suchitra Mitra died at her residence here Monday following a cardiac arrest, family sources said. She was 86.

    Kolkata, Jan 3 (IANS) Legendary Rabindra Sangeet exponent Suchitra Mitra died at her residence here Monday following a cardiac arrest, family sources said. She was 86.

    Mitra died around 1.30 p.m. while she was having lunch.

    Born in 1924, Suchitra Mitra had for six decades kept music lovers enthralled with her mellifluous rendition of Tagore songs, and her records and CDs top the popularity ratings even today.

    Daughter of litterateur Saurindra Mohan Mukherjee, she received her first lessons from eminent singer-composer Pankaj Mullick and then went to Santiniketan with a scholarship.

    Her singing skills were sharpened under the guidance of experts like Shantidev Ghosh and Shailajaranjan Mazumdar. She made her first recording in 1945.

    Her rendition of Tagore songs like ‘Gramchara oi Ranga Matir Path’, ‘Krishnakai’, ‘Hridayer ekul okul du kul bheshe jai’ have capitavated music lovers for decades.

    She was a former sheriff of Kolkata (2001) and long time professor and head of the Rabindra Sangeet department at the Rabindra Bharati University.

    Mitra received the Padma Shri in 1973.

    রাজা সেনের তথ্যচিত্রে দেখা উচ্ছল-উদ্দাম-প্রখর ব্যক্তিত্বময়ী সুচিত্রাকে মনে পড়ছে, ‘দহন’ ছবিতে তাঁর অসাধারণ অভিনয় মনে পড়ছে, আর কানে বাজছে একটার পর একটা গান — ওই আশ্চর্য গলায় গাওয়া!

    এখানে কয়েকটা গানের টুকরো শোনা যাবে।

    আর এখানে আছে কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত সংবাদ।

    • মাসুদ করিম - ৪ জানুয়ারি ২০১১ (১:২৭ পূর্বাহ্ণ)

      দ্বিজেন মুখোপাধ্যায় লিখছেন, আমার দীর্ঘ দিনের শিল্পী-বন্ধু সুচিত্রা আর নেই, এই খবরটা আমি দুপুরে পেয়েই স্তম্ভিত হয়ে যাই। বিস্তারিত পড়ুন : ছিলেন বড় মাপের মানুষও

      • রেজাউল করিম সুমন - ৫ জানুয়ারি ২০১১ (৭:০৫ পূর্বাহ্ণ)

        ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ও তিনি [সুচিত্রা মিত্র] পথে পথে গান গেয়েছেন আমাদের শিল্পীদের সঙ্গে। মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে তুলতে সচেষ্ট ছিলেন। বাংলাদেশ স্বাধীনতার পর ঢাকায় এসে গান গেয়েছেন। সবার মন জয় করেছেন।

        বেবী মওদুদের লেখা : ‘রবীন্দ্র সঙ্গীত কন্যা সুচিত্রা মিত্র চলে গেলেন’

  3. মাসুদ করিম - ৫ জানুয়ারি ২০১১ (১০:২৬ পূর্বাহ্ণ)

    ধর্মের অবমাননার বিরুদ্ধে কঠোর রাষ্ট্রীয় আইন পাকিস্তান রাষ্ট্রের উগ্র ধর্মানুরাগের সিলমোহর। সেই আইনের বিরুদ্ধে কথা বলা পাকিস্তানের প্রভাবশালী রাজনীতিবিদ ও পাঞ্জাবের গভর্নর সালমান তাসির পাকিস্তান পিপলস পার্টির হাইপ্রোফাইল নেতা হলেও একজন উগ্র দেহরক্ষীর গুলিতে প্রাণ হারাতে পারেন। সেই দেহরক্ষী আবার পাকিস্তানের এলিট ফোর্সের সদস্য এবং একজন দেহরক্ষী যখন গভর্নর তাসিরকে গুলি করবেন তখন ফোর্সের অন্য সদস্যরা সেই দৃশ্য নির্বিকার নির্বিরোধী হিসেবে দেখবেন।

    ঘটনার বিবরণ পড়ুন এখানে : Blasphemy law claims another life

    His murder has been strongly condemned by leaders across the political spectrum. The PPP workers have reacted by staging a demonstration in front of the Governor’s House in Lahore and various locations in most major cities. Markets in Lahore, Faisalabad and other parts of the country closed as soon as the news of the assassination spread. The prime minister has announced a three-day mourning, the PPP two weeks of mourning, while the Punjab government has decided to close all educational institutions in Punjab today, partly as a mark of respect, partly out of security concerns. The nation suffered a great loss in this assassination. A liberal and progressive voice in a political scene infested by rightwing politics has been silenced. Now justice and the very well being and future of the country demands that the culprit/s be punished to the full extent of the law as a deterrent to such fanatics who seem to be teeming in the very entrails of our state and society.

    এখানে পড়ুন সালমান তাসির প্রতিষ্ঠিত পত্রিকা ‘ডেইলি টাইমস’এর সম্পাদকীয়, যেসম্পাদকীয়তে সংক্ষেপে সালমান তাসিরের জীবন ও কর্ম নিয়েও একটা ভাল ধারণা পাওয়া যাবে : EDITORIAL: A foul murder

    • মাসুদ করিম - ৬ জানুয়ারি ২০১১ (৭:০৯ অপরাহ্ণ)

      Senior figures in his own party turned tail. Awan, the law minister, said there was no question of reforming the blasphemy law. “As long as I am law minister no one should think of finishing this law,” he said on 26 November. Another minister confirmed that position one week ago.

      The U-turn was the product of a huge miscalculation. At the start of the Aasia Bibi affair, President Asif Ali Zardari suggested he might pardon the Christian woman if she was convicted. But he stalled, apparently hoping to extract political mileage from the affair.

      Two weeks later the Lahore high court, which had a history of antagonism with Zardari, issued an order forbidding him from issuing a pardon.

      The issue became a political football, a struggle between the government, the courts and the mullahs. Zardari was powerless to act.

      And the Punjab governor was left swinging in a lonely wind.

      তার দল পিপিপিও তার সাথে ছিল না, পাকিস্তানে উদারনীতির লোক সে যত ক্ষমতাশালীই হোক খুবই বিপদজনক জীবনযাপন করেন এবং রাজনৈতিক লোকেরা সময়মত তাদের পাশ থেকে সরে পড়েন। এবিষয়ে অবশ্য আমরা বা ভারতও এগিয়ে আছে তা নয়। উদারনীতি অর্থনীতিতে যত ফলপ্রসূ এই উপমহাদেশে ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে মোটেই তা নয়।

      সালমান তাসির ছিলেন পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় টুইটারদের একজন।

      Salmaan Taseer was one of Pakistan’s most prolific and popular tweeters, on everything from politics to cricket, revealing a very human view of the country’s troubles. Here are some of his more recent tweets:

      3 January: So Facebook the social networking site started by a 26 year old has been valued at $50bn Same as our foreign debt! Something 2 think about?

      31 December: Peace prosperity & happiness for new year ( 1 1 11 ) i’m full of optimism

      31 December: I was under huge pressure sure 2 cow down b4 rightest pressure on blasphemy. Refused. Even if I’m the last man standing

      26 December: Religous right trying 2 pressurise from the street their support of blasphemy laws. Point is it must be decided in Parlaiment not on the road

      24 December: Covered in the righteous cloak of religon and even a puny dwarf imagines himself a monster . Important to face. And call their bluff

      24 December: My observation on minorities: A man/nation is judged by how they support those weaker than them not how they lean on those stronger

      19 December: So Mark Zuckerberg of Facebook fame has been chosen 4 Time Magazine man of the Year. Hmm . Guess I’ll have to wait till next year

      19 December: What is the qualification 4 issueing a fatwa? A beard? Title Maulana? Owning a madrassa?

      এখানে পড়ুন : A divided Pakistan buries Salmaan Taseer and a liberal dream

      • অবিশ্রুত - ৭ জানুয়ারি ২০১১ (৫:৫০ পূর্বাহ্ণ)

        পাকিস্তানে ক্রমশ দানবত্বই সার্বজনীন হয়ে উঠছে।

        পাঞ্জাব গভর্নরের জানাজা পড়ালেন না লাহোরের কোন মৌলভী!
        ব্ল্যাসফেমি আইনের বিরোধিতা

        ০০ইত্তেফাক ডেস্ক

        পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গর্ভনর সালমান তাসিরের হত্যাকাণ্ডের পর তার লাশ দাফনের আগে লাহোরের কোনো মৌলভীই তার জানাজা পড়াতে রাজি হননি। ধর্মদ্রোহিতা আইনের বিরোধিতা করায় তাসিরকে খুন করেছেন, দেহরক্ষী খুনি মালিক মুমতাজ হুসাইন কাদরি এমন দাবি করার পর থেকে পাকিস্তানের ধর্মীয় কট্টোরপন্থি অংশের কাছে নায়কের মর্যাদায় আসীন হয়েছেন তিনি। তাকে পাকিস্তানের ‘বীর’ হিসেবে উলেস্নখ করছেন তারা জানা গেছে, সরকারি দলের অনেক অনুনয় বিনয়ের পর বুধবার তাসিরের জানাজা পড়াতে চেয়েছিলেন লাহোরের ঐতিহাসিক বাদশাহী মসজিদের প্রধান মাওলানা। কিন্তু শেষ মূহুর্তে তিনি লাপাত্তা হয়ে যান। অনেক খোজাখুজির পর তাকে যখন পাওয়া গেল, তখন তিনি বেঁকে বসেন। জরুরি কাজে শহরের বাইরে যেতে হবে বলে তিনি জানাজা পড়ানোর দায়িত্ব থেকে অব্যহতি নেন। শেষ পর্যন্ত ক্ষমতাসীন দলের উলেমা শাখার শীর্ষ মাওলানা আল্লামা আফজাল চিশতি প্রয়াত তাসিরের জানাজা পড়ান। জানাজায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি, পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশী, স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক অংশ নেন।

        ক্ষমতাসীন দলের ৬৬ বছর বয়স্ক প্রভাবশালী নেতা সালমান তাসির মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের একটি ব্যস্ততম বাজারে নিজ নিরাপত্তা কর্মীর গুলিতে নিহত হন। তার মৃতদেহ রাতেই ইসলামাবাদ থেকে নিজ রাজ্য পাঞ্জাবের রাজধানী লাহোরে নিয়ে যাওয়া হয়। বুধবার শেষ নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। তার ঘাতক মালিক মুমতাজ হুসাইন কাদরি এই হত্যাকাণ্ডের কথা অকপটে স্বীকার করেছেন। খুনের কারণ হিসেবে কাদরি বলেছেন, ধর্মের মর্যাদা রক্ষার ব্ল্যাসফেমি আইনকে সালমান তাসির কালো আইন বলেছিলেন। এজন্য তার ‘মৃত্যুদণ্ড’ প্রাপ্য হয়ে গিয়েছিল। উল্লেখ্য, উদারপন্থি তাসির ধর্মীয় উগ্রবাদ, তালেবান ও আল-কায়েদার কঠোর সমালোচক ছিলেন।
        কাদরিকে বুধবার যখন আদালতে নেয়া হয় তখন বিপুল সংখ্যক উগ্রপন্থি তার উপর পুষ্পবৃষ্টি শুরু করে। অনেকে বড় বড় ফুলের মালা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন তার গলায় পরানোর জন্য। শত শত লোক আদালতের সামনে দাঁড়িয়ে ‘আল্লাহ মহান। ব্ল্যাসফেমি আইন বিরোধিতাকারীকে হত্যা জায়েজ’ ইত্যাদি বলে শ্লোগান দিতে শুরু করে।

        কয়েকটি বানান অসহ্যরকম ভুল হওয়ায় ঠিক করে দিতে বাধ্য হয়েছি। এজন্যে ইত্তেফাক অনলাইনের কাছে ক্ষমাপ্রার্থী। মূল সংবাদটি দেখা যাবে এখান থেকে

  4. অবিশ্রুত - ৫ জানুয়ারি ২০১১ (৬:১৬ অপরাহ্ণ)

    করারোপ সম্পর্কে কী ভাবছেন সাধারণ মার্কিনীরা?

    Sixty-one percent of Americans polled would rather see taxes for the wealthy increased as a first step to tackling the deficit, the poll showed.

    The next most popular way — chosen by 20 percent — was to cut defense spending.

    বিস্তারিত জানা যাবে এখান থেকে
    মার্কিন-অর্থনীতির চালচিত্রও পাওয়া যাচ্ছে আর-একটি নিবন্ধে :

    If you are wondering what the Wall Street crash did for U.S. credibility abroad, listen to this. In the middle of the pain and suffering of the global economic and food crises of 2009, a group of South Asian economists and policy makers met in India and mocked the United States: “You guys messed up, and you’re taking the world economy down with you. Thank God we were smart enough to ignore your advice, so our financial sector was never deregulated, and we still grow most of our own food. We keep government grain stocks to cushion price spikes, and we’re even better than China because we rely more on internal demand than exports so we’re not taking as much of a hit,” as one participant summed up the sentiment of the meeting.

    বিস্তারিত পড়ার জন্যে দেখুন এই লিংক-এ

  5. মাসুদ করিম - ৬ জানুয়ারি ২০১১ (১২:০৯ পূর্বাহ্ণ)

    ইয়ারলুং সাংপো — সিয়াং — ব্রহ্মপুত্র, এই যে নদী তিব্বত অরুণাচল মেঘালয় হয়ে বাংলাদেশে, এই নদীতে চীন ও ভারতের উচ্চাকাঙ্ক্ষী বাঁধ, জলের গতিমুখ পরিবর্তন এবং বিদ্যুৎ ও সেচ প্রকল্পের পরিকল্পনা এই নদীটির প্রাণ সংহার করবে। ভারতের উত্তর-পূর্বের জনসাধারণের প্রতিবাদের মুখে ভারত ও চীন দুপক্ষই এখনো বড় রকমের কিছু করতে পারেনি। কিন্তু ভারত ও চীন যদি নিজেদের স্বার্থসিদ্ধির জন্য একটা আপসরফায় গিয়ে এইসব পরিকল্পনার কিছু কিছু বাস্তবায়ন শুরু করে দেয় তাহলে আমাদের ব্রহ্মপুত্রকে এখন যাও পাওয়া যাচ্ছে অদূর ভবিষ্যতে এই নদী সম্পূর্ণ বিলীন হয়ে যাবে।

    In the long run, a true peaceful, long lasting and sustainable solution of the transboundary issue can only come from good faith negotiations based on the principles of reasonable and equitable sharing, no significant harm, information sharing and respecting the rights of the local communities and the environment. To do this, both the countries must forsake the rush to create infrastructure without due diligence – which can destroy the very basis of “good faith”. Instead, they must immediately initiate comprehensive dialogue on this issue that involves the local communities and representatives, puts environmental, cultural and livelihood needs on the same footing as other economic aspects, and helps both countries move towards an equitable treaty or agreement.

    In September 2010, about 50 organisations from the North East sent a common memorandum to the Prime Minister of India and the Premier of China. In the memo, they asserted that “several communities in this stretch of river identify it by several names and attach spiritual, cultural and economic importance to nature, and they are first users and in fact the defenders and protectors of the river and its ecosystem. We fear that this being not only one of the finest rivers but also the finest ecosystems on earth, the communities surviving on this ecosystem will be destroyed by the politics of water and energy and the game of one-upmanship of these great nations”.

    They also called on the two governments to stop all existing and proposed dam construction activities on Siang River and collectively agree to hold these river(s) as Heritage Rivers for all future generations to come, and hoped that “there will be sanity and boldness in dealing with the proposed dams in upper and lower reaches of Yarlung Sangpo/Siang/Brahmaputra rivers.”

    It is important for the governments to respect these sentiments of the people of the valley.

    Wen Jiabao’s recent visit to India also seems to have opened up important opportunities. The Joint Communiqué issued by the two Governments during this visit states that “The two sides reiterated that they will promote and enhance cooperation in this field [of trans-border rivers]”. Wen Jiabao also said that “China takes seriously India’s concern about the trans-border rivers, and we are ready to further improve the joint working mechanism … We will do whatever we can and do it even better …”

    We must treat this as an invitation to move forward along the direction of comprehensive negotiations, for the sane and bold course of action that the communities in the region are calling for.

    একটি নদী একটি জীবনধারা, সেই ধারায় কিছু করতে গেলে সবার আগে সেই নদীর ভূ-প্রাকৃতিক জীবনচক্র ও সেই নদীর সাথে জড়িত মানুষদের জীবনের কথা ভাবতে হবে। এটাই ‘প্রথম ব্যবহারকারীদের অধিকার’, সেচ ও বিদ্যুৎ নিয়ে আমাদের বিকল্প ভাবতে হবে। নদীর আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ পড়ে আছে, পরিবেশের জন্য নদীর প্রাথমিক ব্যবহার নিশ্চিত করে যদি সেচ ও বিদ্যুৎ উৎপাদন করা যায় তাহলেই তাকে পরিকল্পনা বলা যাবে। তেমন কিছু না ঘটলে একে নাশকতা বলা ছাড়া আমাদের আর উপায় থাকবে না।

    পড়ুন এখানে : Mine-ing the Brahmaputra watersনদীর জলকে খনির মালের মতো ব্যবহার নিষিদ্ধ করতে হবে

  6. মাসুদ করিম - ১২ জানুয়ারি ২০১১ (২:৩৩ অপরাহ্ণ)

    বাংলাদেশে ডাকঘরের সংখ্যা : ৯৮৮৬। এর মধ্যে জিপিও : ৪, এ গ্রেড ডাকঘর : ২১ বি গ্রেড ডাকঘর : ৪৬, উপজেলা ডাকঘর : ৪০০, সাব-ডাকঘর : ৯৪৩, অবিভাগীয় সাব-ডাকঘর : ৩২৩, ব্রাঞ্চ ডাকঘর : ১০, অবিভাগীয় ব্রাঞ্চ ডাকঘর : ৮১৩৯।

    বাংলাদেশের ডাকঘরগুলোতে চিঠির সংখ্যা আশঙ্কাজনকহারে কমছে। মোট চিঠির সংখ্যা ২০০৫ : ২৩,১৯,২৩,৭৯৬; ২০০৬ : ১৪,৪৯,৮৯,৫২০; ২০০৭ : ১২,৩১,৪৫,৬২০; ২০০৮ : ৯,০৫,৩৯,৬৯৬; ২০০৯ : ৭,০৭,০১,৮০০; ২০১০ : ৭,১০,৮৪,১০৪। পাঁচ বছরে চিঠির সংখ্যা তিন ভাগের এক ভাগের চেয়েও কমে গেছে। অবশ্য ২০০৯ থেকে ২০১০এ চিঠির সংখ্যা খুবই সামান্য বেড়েছে। আমি খুব সচেতনভাবে আমার চিঠি লেখার সংখ্যা উত্তরোত্তর বাড়াতে চেষ্টা করেও গত ৪/৫ বছরে তেমন কিছু করতে পারিনি। বরং কমেছে আর কমেছে। ২০১১তে আমি চিঠি লেখা বাড়াব এবং ২০১১তে চিঠি লেখাকে কোনোভাবেই কমতে দেব না।

    আজকের সমকালের ‘কিছু বলতে চাই’ পাতায় ডাকঘর নিয়ে আয়োজনটি ভাল লেগেছে। আমার দেয়া উপরের তথ্যগুলো সব ওই পাতা থেকেই দেয়া। বিস্তারিত পড়ুন এখানে

  7. মাসুদ করিম - ১৪ জানুয়ারি ২০১১ (১১:০৫ অপরাহ্ণ)

    ইতালির এক শিল্প ইতিহাসবিদ তার গবেষণার মধ্য দিয়ে দাবি করছেন যে তিনি মোনালিসা রহস্যের সমাধান করেছেন : মোনালিসার পেছনের ওই বিখ্যাত ভূমিচিত্রের সেতু ও সর্পিল রাস্তার বাস্তব ভিত্তি তিনি খুঁজে পেয়েছেন — জায়গাটার নাম ‘ববিও’, নদীটির নাম ‘ট্রেবিয়া’, মোনালিসার নাম ‘বিয়ান্কা জিওভান্না স্ফরৎজা’।

    ‘Five hundred years ago Bobbio was an important centre of culture famous for its library and it was also on a major crossroad with a castle in the centre.

    ‘It’s highly likely that Da Vinci visited Bobbio because of its famous library and that he painted the picture from memory a few years later, probably when he was living in France.

    ‘Obviously over the centuries the lie of the land has changed but the serpent style road you can see in the background of the Mona Lisa is still visible at Bobbio.’

    She added that the structure of the arched bridge, which has been rebuilt, was similar to the one that crossed the River Trebbia and which was washed away in 1472 – the last two numbers being painted faintly into the bridge.

    Locals in Bobbio are also convinced the bridge is the same one pointing to the numerous uneven arches in the present day structure and the one in the painting.

    The valley where Bobbio lies was described by Ernest Hemingway as the most beautiful in the world and the town’s bridge is also known as the Devil’s Bridge.

    Legend has it that it was built by the Devil in one night after he made a pact with Saint Columbanus who promised him the soul of the first passerby but when the bridge was finished the Irish Saint sent a dog over.

    বিস্তারিত পড়ুন এখানে

  8. মাসুদ করিম - ১৫ জানুয়ারি ২০১১ (১২:২০ পূর্বাহ্ণ)

    তিউনিসিয়ার প্রেসিডেন্ট স্বৈরশাসক বেন আলি দেশ ছেড়ে পালিয়েছে। বিস্তারিত পড়ুন : What’s Happening in Tunisia Explained

    • মাসুদ করিম - ১৫ জানুয়ারি ২০১১ (১:০৪ অপরাহ্ণ)

      বিশ্বজুড়ে মুসলিম একনায়ক ও দুঃশাসকদের নিরাপদ আশ্রয়দাতা সৌদি বাদশাহতন্ত্র এক্ষেত্রেও বেন আলি ও তার পরিবারকে স্বাগত জানিয়েছে ও সৌদি আরবে তার অবস্থানের খবর নিশ্চিত করেছে

      আর সৌদি ইংরেজি দৈনিক Arab Newsএর আজকের সম্পাদকীয় বলছে

      Tunisia has a growing population faced with the possibility of a lifetime of unemployment. Worse, it is an educated population that has been given expectations of a good job ahead and a reasonable lifestyle. The tragedy of the young man whose suicide triggered the riots was one that Tunisians could relate to. Here was a college graduate, yet the only work available to him was to sell fruit and vegetables from a stall — and even that was illegal.

      For that reason, changing the guard will do nothing if that is all that happens. It will do nothing even if the new guard is democratically elected. Tunisia’s answers have to be economic.

      Why is it that across the world, so many people want to emigrate to places like the US, Canada and Australia? It is not out of a desire to live in a Western democratic system. It is because there, individual initiative, enterprise and hard work are rewarded. People go in search of prosperity for them and their families.

      This is not just an issue for Tunisia; it is an issue throughout the Arab world with its rising population. Indeed, Tunisia is among the most liberalized of Arab economies. But even so, liberalization still has a long way to go. There are too many regulations, too much red tape, too much economic power and privilege concentrated in the hands of an elite. It strangles creativity, the economy and job creation. Those are the issues that have to be addressed by the new regime urgently.

      সম্পাদকীয়র লিন্ক এখানে

      হ্যাঁ, অর্থনৈতিক সমস্যা তিউনিসিয়া এবং সমগ্র আরব বিশ্বে প্রবল। কিন্তু শুধুই অর্থনৈতিক সমৃদ্ধির জন্য লোকে সেখানে দেশ ছাড়ছে, এটা আংশিক সত্য শুধু। দেশ ছাড়তে যারা পারে তারা কোনো মতেই দেশের অতি সাধারণ জনগণ নয়, তারাও দেশের উচ্চবিত্ত বা মধ্যবিত্তই। ওরা দেশ শুধু অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ছাড়ে না, স্বাধীন জীবনযাপনের জন্যও ছাড়ে। যেমানুষটি দেশ ছেড়ে ইউরোপ বা উত্তর আমেরিকায় যাচ্ছে সেঅবশ্যই পশ্চিমা জীবনযাপন করতে সেখানে যাচ্ছে না — কিন্তু স্বাধীন জীবনের আশা নিয়ে যাচ্ছে — আমাদের মুসলিম দেশগুলো স্বাধীন জীবনের কথা শুনলেই খালি পশ্চিমা জীবনের কথা ভাবেন। সৌদি আরব শুধু আরব বিশ্বের নয় সমগ্র মুসলিম বিশ্বের কাঁধে পশ্চিমা জীবন ও স্বাধীন জীবনের মধ্যে এক ভৌতিক আতঙ্ক তৈরি করে এক বিশাল জনগোষ্ঠীকে পশ্চাদধাবনে বাধ্য করতে চাইছে। এই সৌদি আরব গণতন্ত্রের চরম শত্রু হিসেবে কাজ করছে, তার লক্ষ্য শুধু একটাই তার বাদশাহিতন্ত্র টিকিয়ে রাখা।

      • মাসুদ করিম - ১৮ জানুয়ারি ২০১১ (৭:০২ অপরাহ্ণ)

        It is also true that all have been Muslims. But that is not because Saudi Arabia has a “Muslims-only” policy when granting asylum. It is simply that there have been no non-Muslim exiles seeking sanctuary in the Kingdom. Muslim exiles choose to come because the Kingdom is the home of the Two Holy Mosques in Makkah and Madinah. Non-Muslim exiles usually head elsewhere — to places such as the US, UK, France, Switzerland or Sweden.

        Those countries too have provided a place of exile to figures controversial in their day. The British gave asylum to the Bourbons after the French revolution, later to Karl Marx, to Napoleon III after he was overthrown in 1870, to Russian and Italian anarchists and communists before the World War I and, most recently, to Chile’s notorious General Pinochet. France, likewise, has accommodated a wide variety of political exiles, including some whom their home countries would have tried, even executed — men such as the tyrannical Jean-Badel Bokassa of the Central African Republic who made himself its emperor until he was overthrown in 1979. Or Haiti’s “Baby Doc” Duvalier who for 15 years ran a brutal regime in Haiti until in 1986 public demonstrations like those in Tunisia forced him to flee to France. By coincidence, he returned to Haiti just yesterday.

        Sometimes finding a place of exile for an ousted leader is also a necessary element in bringing peace to a troubled land. The divided Ivory Coast is a case in point. It is clear that there will not be there until Laurent Gbagbo, who lost the elections in November, gives up power and leaves the country. Its neighbors have given him an ultimatum to go and sooner or later he will have to leave. It is a question of when and where he goes. But there have already been offers to accommodate him — purely for the sake of peace in Ivory Coast.

        So it is with Tunisia. Getting Ben Ali out as fast was the responsible course of action.

        বেন আলিকে সৌদি বাদশাহের রাজনৈতিক আশ্রয় দেয়ার বিষয়ে একেবারে সাদামাটা প্রত্যাশিত সম্পাদকীয় Arab News-এর। বিস্তারিত পড়ুন এখানে

        • মাসুদ করিম - ২০ জানুয়ারি ২০১১ (২:০২ পূর্বাহ্ণ)

          Beginning in December of last year, a series of ongoing protests in the streets of Tunisia escalated to the point where President Zine el-Abidine Ben Ali – who had ruled the country for 23 years – at first declared he would not seek re-election, then fled the country on January 14th. An interim government was assembled, but protesters remain in the streets, demanding removal of all traces of Ben Ali’s old RCD party. Protesters’ frustrations with high unemployment, inflation and corruption drove them to the streets after a pivotal event, when a young Tunisian vendor named Mohamed Bouazizi set himself on fire after police confiscated his produce cart. Bouazizi died of his injuries days later. Collected here are images of the turmoil in Tunisia over the past couple of weeks. (40 photos total)

          এখানে দেখুন তিউনিসিয়ার গণঅভ্যুত্থানের ছবি

          • মাসুদ করিম - ২৯ জানুয়ারি ২০১১ (৫:০৩ অপরাহ্ণ)

            তিউনিসিয়ার পর : পড়ুন আরব লেখকদের প্রতিক্রিয়া, এখানে

  9. মাসুদ করিম - ১৫ জানুয়ারি ২০১১ (৯:৪২ পূর্বাহ্ণ)

    গত জুন ২০১০ থেকে এ পর্যন্ত সরকার প্রধান নির্বাচনের ১৬টি রাউন্ডের পরও নেপাল পার্লামেন্ট আজো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। সেখানে চলছে পদত্যাগী প্রধানমন্ত্রী মাধবকুমার নেপালের তত্ত্বাবধায়ক সরকার। এর মধ্যেই আজ ১৫ জানুয়ারি ২০১০ চলে যাবে নেপালে মাওবাদী ও নেপাল আর্মির মধ্যে শান্তি প্রক্রিয়ার জাতিসংঘ শান্তি মিশন ( UNMIN), ২০০৭এ যেমিশনের প্রতিষ্ঠা হয়েছিল এক বছরের মেন্ডেট নিয়ে, আজ তিন বছর পার করেও নেপাল আর্মি ও মাওবাদী পিপলস্ আর্মির সমস্যার কোনো সমাধান শান্তি মিশন করতে পারেনি। এর দায় অবশ্য পুরোপুরি নেপালের প্রধান তিন রাজনৈতিক দলের। আজ নেপালি মাওবাদী দল ও নেপাল সরকারের মধ্যে তিন দফা চুক্তির প্রেক্ষিতে বিদায় নেবে শান্তি মিশন।

    As a part of a three-point agreement, the two sides decided to form a special mechanism, consisting of three members of the all-party Special Committee for Supervision, Integration and Rehabilitation of Maoist combatants and three members from the committee’s secretariat, to monitor the arms and armies of both the government and the Maoists, meaning the Nepal Army and the People’s Liberation Army respectively. The Special Committee itself would now play the lead role in management of arms and armies, and dispute resolution. Both sides also reaffirmed their commitment to abide by all past agreements related to the peace process. They thanked UNMIN for its work, and consensually requested the mission to handover the equipment being used for monitoring of arms and armies to the government.

    খবরের লিন্ক এখানে

    আরো পড়ুন : Nepal at crossroads as UN ends peace mission

    Pushing UNMIN out is in line with India’s broader Nepal policy, the key tenet of which is to isolate the Maoists and exclude them from the formal power structure as the only way of democratising them. Indian officials believe that the Maoists have used the peace process only “tactically;” harbour authoritarian ambitions and cannot be allowed back to power until they undergo a “course correction,” which would include giving up the PLA. Otherwise, it is argued, they would consolidate power and subvert all democratic institutions, and it would be impossible to dislodge them.

    To this end, India has invested enormous political capital in galvanising the anti-Maoist forces together, and ensuring that Prachanda did not get to the majority mark in the prime ministerial elections. There is a section in both New Delhi and Kathmandu which believes that like UNMIN, the Constituent Assembly, where the Maoists command 40 per cent of the seats, is another “safety blanket” for the former rebels. This school tried hard to ensure that the CA did not get an extension last May. They are now hoping for its dissolution by the May 28 constitutional deadline, in order to “isolate” the Maoists from the only formal state structure in which they have space — the legislature.

    The problem with this approach is that it only strengthens the dogmatic branch within the Maoist party, and underestimates the intensity of the conflict Nepal will be engulfed in if the constitutional process fails.

    It is true that the Maoists have dragged their feet on the integration and rehabilitation of the former combatants, which makes the other parties insecure about their democratic commitment. At the same time, the Maoists are insecure too for, they are being asked to surrender a major source of power, largely on the Nepal Army’s terms, while in the Opposition. The hardliners within the party are quick to point out how “bourgeoisie democracy” is a sham as the largest party cannot form a government, how “Indian expansionists and Nepali reactionaries” have ganged up on them and are conspiring to dissolve the CA, and how the party should not give up the PLA at such a time reminding the cadres of the Mao dictum, “without the army, people have nothing.”

    The reluctance of the non-Maoist parties to share power, the Maoist dogma, and India’s hardline approach — all feed on one another and have contributed to mutual insecurities and belligerence on all sides, limiting the space for compromise. The Nepali Congress’ withdrawal from the prime ministerial race, and the imminent initiation of a new process to elect a Prime Minister, have opened up one final opportunity to reengineer the consensus needed to push the peace and constitutional process forward.

    Instead of aiding the polarisation, India needs to play a constructive role in enabling a deal on power-sharing and the peace process, in which the Maoists will be accommodated while locking them into handing over their coercive apparatus. This is essential for Constitution-writing. Otherwise, this May could well mark the collapse of Nepal’s ambitious experiment in political transformation.

    বিস্তারিত পড়ুন নেপাল রাজনীতির বিশিষ্ট বিশ্লেষক প্রশান্ত ঝা-এর কলাম : Nepal: beginning of the end?

    • মাসুদ করিম - ২২ জানুয়ারি ২০১১ (১২:০২ অপরাহ্ণ)

      এটা কি হল? প্রকাশ্য সভায় দলীয় প্রধানের মুখে চড় কষে দেয়া? নেপালের রাজনীতির এই হাল শঙ্কিত করে আমাদের। এভাবে চড়-থাপ্পড়ের সংস্কৃতি রাজনীতিতে ঢুকে পড়লে রাজনীতির মুখেই চুনকালি পড়া আরো বাড়বে।

      It was a slap in the face, literally, for CPN-UML Chairman Jhala Nath Khanal. No sooner had Khanal said in Biratnagar that the government would be formed in 10 days than he confronted the insulting incident in Itahari.

      A former UML supporter Devi Prasad Regmi of Bharaul-5, Sunsari, ran bang into Khanal and slapped the latter on his left cheek in Itahari.

      The 52-year-old attacker justified his action, saying Khanal and political leaders like him were to blame for promising the moon to people and keeping the country hostage for long. “When I saw Khanal and other leaders, I could not help but slap him, for these are the people who are responsible for ruining the country,” said Regmi, holding his head high. He was later taken to Area Police office, Itahari.

      খবরের লিন্ক এখানে

  10. মাসুদ করিম - ১৫ জানুয়ারি ২০১১ (৬:০২ অপরাহ্ণ)

    ভীমসেন জোশি অসুস্থ অনেক দিন ধরে এবং গত বছরের শেষ দিন তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল যেমন বার্ধক্যজনিত অসুস্থতায় এপর্যন্ত তাকে আগেও বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। আজকে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে নেয়া হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি ৮৮ বছর পূর্ণ হবে যে ভারতশ্রেষ্ঠ খেয়ালিয়ার তিনি এখন আছেন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে।

    “Pandit Joshi is in the intensive care unit and under observation. He was being treated for ailments relating to the upper respiratory tract, intestine and kidney,” Dr Aashish Jaiswal, the hospital’s chief medical administrator, said.

    Joshi is a member of the Kirana Gharana and was awarded the country’s highest civilian award in 2008. Speaking to DNA, his daughter Shubhada Mulgund said her father had been admitted to the hospital a few days ago.

    “My father is in the intensive care unit and is not responding to medication as he should. Doctors tell us that this is because of his age. We are confident that he will recover,” she said.

    জোশির মেয়ের মত আমরাও তার রোগমুক্তির ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি।

    খবরের লিন্ক এখানে

    • মাসুদ করিম - ২২ জানুয়ারি ২০১১ (১২:১১ অপরাহ্ণ)

      The condition of legendary vocalist Bhimsen Joshi is ‘stable’ and he did not require dialysis since yesterday, his physician said today.

      The health bulletin issued by Dr Atul Joshi, who is treating the octogenarian Bharat Ratna awardee, said, “Bhimsen Joshi did not require dialysis yesterday and today. His respiration is also better.”

      “We have been taking off his ventilator for two hours intermittently. His drowsy state is still a cause of concern. We are putting in our best effort for his recovery,” he said.

      Meanwhile, Srinivas Joshi, son of the eminent singer, has appealed to anxious fans to pray for his early recovery and refrain from visiting the hospital.

      Bhimsen Joshi was hospitalised last week after he complained of breathlessness and vomiting. Following a kidney failure, he has been on a periodic dialysis.

      আশঙ্কামুক্ত নন তবে তার শরীর চিকিৎসায় সাড়া দিচ্ছে এবং আর ডায়ালিসিস লাগছে না। খবরের লিন্ক এখানে

  11. মাসুদ করিম - ১৭ জানুয়ারি ২০১১ (৯:৪৫ পূর্বাহ্ণ)

    ফেলানি তুমি বেঁচে গেলে!
    হিলাল ফয়েজী

    ফেলানি, একই প্রহসনের শিকার হলে তুমিও নতুন বছরের তালিকায় প্রথম স্থান অধিকার করে! মানবিক বিবেক-বিবেচনা-বিচার বোধকে হতবুদ্ধি করে দিয়ে সীমান্ত বিভাজনের কাঁটাতারে ঝুলে
    থাকল তোমার বুলেটবিদীর্ণ রক্তক্ষরণের লাশ!

    নামটি তোমার ছিল ফেলানি। বাংলাদেশে ‘হতদরিদ্র’ মানুষেরা তাদের সন্তান যেন জীবনের শুরুতেই যমদূতের চোখ এড়াতে পারে সে জন্য এমনকি পদ্মলোচনকেও ‘কানা’ নাম দিয়ে রাখে অন্ধ বিশ্বাসভরে।’ফেলানি’ নামটিও নিশ্চয়ই এভাবেই জুটেছিল তোমার। ‘হতদরিদ্র’ শব্দটি নাকি অবমাননাকর! আজকাল ‘দারিদ্র্যবিশেষজ্ঞরা’ এর বদলে বলে থাকেন ‘অতিদরিদ্র’। তা সে যে নামেই বলা হোক ফেলানি, তুমি এবং তোমরা, খুব বেশি গরিব-নিঃস্ব মানুষেরা, আজন্ম ফ্যালনাই রয়ে গেলে, আমৃত্যু ফ্যালনাই থেকে যাওয়া যে তোমাদের ভয়ঙ্কর নিয়তি!
    তবে জীবনের অন্তিমে তোমার জুটেছে এক অভাবনীয় সম্মাননা! বাংলাভুবনের দীর্ঘকালীন খ্যাতনামা কলকাতার দৈনিক আনন্দবাজারে নতুন বছরের অষ্টম দিবসে তুমি মুদ্রিত হয়েছ সভ্যতার নিরাপত্তার কী ‘চমৎকার’ ঝুলন্ত প্রহসনে! আমরা মানুষেরা পৃথিবীকে নানাভাবে ভাগ করি, সীমানায় অন্ত টানি কাঁটাতারের বিভাজনে।
    স্বাধীনতা-সার্বভৌমত্বের ফেনায়িত ঝনাৎকারে মানুষের স্বাধীন চলাচলকে সীমিত করে ফেলি। এবং দৃশ্যত সে কারণেই বুঝিবা সেই বিভাজনের কাঁটাতারে ঝুলে থাকা তোমার ছবিটি তুলে কেউ এ ভুবনে সাড়া ফেলে পুলিৎজার জাতীয় বড়সড় পুরস্কার পেয়ে যাবে ফেলানি! অন্তিমে-মর্মান্তিক প্রয়াণের কালে জগতের জন্য এটুকুই হয়তোবা তোমার অঘোষিত ‘অবদান’!
    বিনা পাসপোর্ট-ভিসায় সীমান্ত অতিক্রম ভারি অপরাধ। পাখিদের পাসপোর্ট-ভিসা নেই, ওরা পৃথিবীর কোনো পরাশক্তিকেই তোয়াক্কা না করে সব দেশের সীমানা-নিষেধ লঙ্ঘন করে বিনা দ্বিধায়। পাখির মতো ডানা নেই গরিবের। পাখির মতো উড়তে জানে না ওরা। কিন্তু গরিবের আছে অন্তহীন ক্ষুধা। এই ক্ষুধারই লেলিহান দাবি মেটাতে গরিবেরা রাষ্ট্রসীমানাকে এতটুকু পরোয়া করে না। ওরা জীবিকার সন্ধানে হেঁটে সীমান্ত অতিক্রম করে চলছে প্রহরীকে ফাঁকি কিংবা ভেট দিয়ে। এই অপরাধে ওদের জড়তা নেই। কেননা ওরা জানে, ধর্মগ্রন্থেও যে বলা রয়েছে ‘জান বাঁচানো ফরজ’। ফেলানি, তোমার বাবা নুরুল ইসলামও একদিন ক্ষুধার দাবদাহে তাড়িত হয়ে তোমাদের তিন ভাই, তিন বোন এবং জননীসমেত পরিবারটিকে নিয়ে প্রতিবেশী রাষ্ট্রের রাজধানী দিলি্লকে ‘অবৈধ’ভাবেই জীবিকাপ্রান্তর করে নিলো। রাষ্ট্রযন্ত্র কিংবা ক্ষমতার মদমত্ত রাজনীতির স্বীকার-অস্বীকার, বাদ-প্রতিবাদকে তুচ্ছ করে দিয়ে জ্বলন্ত সত্যটুকু জেগে আছে ফেলানি। বাংলাদেশের কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের বানারভিটা গ্রামের ভিটাবাড়ি ছেড়ে তোমাদের পরিবার যেমন প্রতিবেশী ভিনদেশে ঠাঁই নিয়েছে, তেমনি তোমাদের মতো আরও লাখ লাখ ‘অতিদরিদ্র’ সেখানে গেছে বাংলা প্রান্তর থেকে। বাংলাদেশের অগণিত মুসলমান মেয়ে এমনকি হিন্দু নাম নিয়ে হলেও দিলিল্গ-মুম্বাইয়ে গৃহপরিচারিকার কাজ জুটিয়ে বিচিত্র হিন্দি ভাষায় পেট চালাচ্ছে। ক্ষুধা এবং দারিদ্র্যের কাছে যে এক সময় সীমান্ত এবং ধর্মীয় পরিচয় অগ্রাধিকার হারিয়ে ফেলে ফেলানি!
    মাত্র পনের বছর বয়সের এক কিশোরী তুমি ছিলে এ ধরাধামে। নয়াদিলিল্গর উপকণ্ঠে তোমাদের পরিবার ইটের ভাটায় কাজ করে নয়া ভারত নির্মাণের উপকরণ উৎপাদন করছিল। তোমার বাবা ‘বাল্যবিবাহ’ নামক অভিশাপটি সম্পর্কে সচেতন ছিলেন না বরং ‘কন্যাদায়’ শব্দটির পীড়নে তিনি অধীর ছিলেন।
    অতএব, ২০১১ সালের দ্বিতীয় শনিবার তাই বাংলাদেশের কুলাঘাট এলাকার একটি ছেলের সঙ্গে তোমার বিয়ে ঠিক হলো। শরীরের রক্ত আর ঘামের দামে আয় করা হাজার তিরিশেক টাকা আর কিছু গয়না নিয়ে তাই দিলিল্গ থেকে বুধবার ৫ জানুয়ারি রওনা হলে তোমরা দু’জন,বাবা আর মেয়ে। পশ্চিমবঙ্গের সীমান্ত পাড়ি দিতে দালালের সহায়তা নিয়েও যখন কাজ হলো না, তখন মই নিয়ে শুক্রবার ৭ জানুয়ারি ভোরে কাঁটাতারের বেড়া পেরিয়ে গেলেন তোমার বাবা নুরুল ইসলাম। পেছনে তুমি। এমনি উষাকালে পার হওয়ার সময়ে কাঁটাতারে পরনের কাপড় আটকে যায় তোমার ফেলানি। তোমার তখন মাঘের হাড়কাঁপানো শীতে ভয়ে চিৎকার করা ছাড়া আর কী করার ছিল জানি না। সেই গগনবিদারী চিৎকারকে থামিয়ে দেওয়ার মতো হৃদয়হীন শব্দ উৎপাদন করতে জানে সীমান্ত-রাষ্ট্রযন্ত্রের উদ্যত রাইফেল। যার নিক্ষিপ্ত বুলেট তোমাকে চিরদিনের মতো স্তব্ধ করে দিয়ে রক্ত ঝরিয়ে ঝুলিয়ে রাখে সেই কাঁটাতারে।
    যেদিন তোমার বিয়ে হওয়ার কথা, ঠিক সেদিনই তোমার কঁাঁটাতারে ঝুলন্ত ছবি ছাপিয়েছে কলকাতার পত্রিকা।
    এদিকে সীমান্ত পাড়ি দেওয়া বাবা নুরুলের আহাজারি বিলাপ নয়াদিলি্ল-ঢাকা-কলকাতার কোনো শাসক হৃদয়ের কাছেই কেন যেন পেঁৗছায় না। ভারতের সীমান্ত প্রহরী ভাবে, বেশ করেছি, ‘অবৈধভাবে’ সীমান্ত পাড়ি দেওয়ার মজা বুঝিয়ে দিয়ে ডিউটি পালন করেছি। ঢাকার শাসকেরা দিলি্লর শাসকদের চটাবার শঙ্কায় সব আমলেই কাঁপে, নীরব থাকে। দিলি্লতে যেন সদা বড়লাটের রাজত্ব, এত ছোট ঘটনায় মাথা ঘামানোর জন্য বিন্দুমাত্র সময় অপচয়ের অবকাশ নেই বুঝি তাদের। এদিকে ফেলানি, তোমার বাবা নুরুল ইসলাম কেঁদে কেঁদে ক্লান্ত…’হামরা গরিব মানুষ, প্যাটের ভোকোত ভারত গেছিলাম, আর কোনো দিন যাবার নই। বাবাগো তোমরা হামার বেটির লাশ আনি দেও, নিজ হাতে মাটি দেমো।’ মেয়ের বিয়ের দিনটিতে মহাশনি ঘটানো শনিবারেই এমনি বিলাপ ছিল নুরুল ইসলামের। মৃত্যুর দু’দিন পর পৃথিবীর সবচেয়ে ভারি সন্তানের লাশটি বহনের অপেক্ষায় ছিলেন তিনি।
    এক সময় জার্মানির বার্লিন শহরকে পুব-পশ্চিমে ভাগ করে দেওয়া দেয়াল অতিক্রম করে যাওয়া হাজার প্রাণ ঢলে পড়েছে সীমান্ত প্রহরীর নিষ্ঠুর ডিউটি-বুলেটে। বসনিয়া সংকটকালে বিভাজন রেখার কাছে পরস্পরকে জড়িয়ে রেখে এক বসনীয় মেয়ে তার সার্বীয় প্রেমিককে জড়িয়ে ধরে বলছিল… ‘এ জীবনে আমরা বিচ্ছিন্ন হব না!’ সীমান্ত প্রহরীর বুলেটে কেড়ে নিল ওদের দু’জনের জীবন, তবু জীবৎকালে ওদের বিচ্ছিন্ন করতে পারেনি।
    পৃথিবীতে কিছু কিছু সীমান্ত খুবই ‘গরম’ থাকে। বাংলাদেশ-ভারত সীমান্ত তেমনটি হওয়ার বাস্তব কার্যকারণ যে সাধারণ মাথায় আসছে না। ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স-বিএসএফ বছরের পর বছর ধরে এমন মারমুখী হয়ে নির্বিচারে সাধারণ নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের হত্যা করে কিসের নিরাপত্তা বিধান করছে কে জানে! বিগত বছরেই ৭৮ জন নিরস্ত্র বাংলাদেশিকে বিএসএফ বধ করল কেন? তার আগের তিন বছরে ২৭৮ জন। বছর বছর কথা হয় দু’দেশের সীমান্তস্ন কর্তাদের, বছর বছর ভারতের সীমান্ত কর্তারা আশ্বাস দেন, পরদিনই সীমান্ত-বুলেটে সে আশ্বাস বিদীর্ণ করে দেওয়া হয় পৌনঃপুনিক প্রহসনে!
    ফেলানি, একই প্রহসনের শিকার হলে তুমিও নতুন বছরের তালিকায় প্রথম স্থান অধিকার করে! মানবিক বিবেক-বিবেচনা-বিচার বোধকে হতবুদ্ধি করে দিয়ে সীমান্ত বিভাজনের কাঁটাতারে ঝুলে থাকল তোমার বুলেটবিদীর্ণ রক্তক্ষরণের লাশ! একদিক দিয়ে তুমি বেঁচে গেলে ফেলানি! ‘হতদরিদ্র’ জীবনের গ্গ্নানি থেকে মুক্তি পেলে তুমি চিরতরে! ফেলানি, এ পৃথিবীতে ১৫ বছরের জীবনটুকুতে তুমি বিশাল ভারতের কী নিরাপত্তা কতটুকু বিঘি্নত করেছিলে সে বিষয়ে সুযোগ থাকলে পরকালের ট্রাইব্যুনালে প্রশ্ন তুলতে পার! যদি দেখা হয়ে যায়, তাহলে জওয়াহেরলাল নেহরু আর মোহাম্মদ আলী জিন্নাহকে শুধাতে পার, বুড়ো খোকারা ওভাবে ইতিহাসকে রীতিমতো ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ধর্মের ভিত্তিতে উপমহাদেশটিকে ভাগ করে কোটি কোটি মানুষকে একশেষ করে দিল কেন? যে বিভাজনের ধারাবাহিকতায় তুমি হয়ে গেলে বছরের প্রথম ভারত-বাংলাদেশ সীমান্ত-লাশ!

    হিলাল ফয়েজী : কলাম লেখক

    এই কলাম ১৬ জানুয়ারি ২০১১, সমকালের মুক্তমঞ্চে প্রকাশিত হয়েছিল, লিন্ক এখানে

    ভারতের যেখানেই গেছি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর আবাসিক এলাকাগুলোতে বাড়ির দেয়ালের বাইরে দুটি রং দেখা যায় — সাদা ও নীল — ওই দুটি রং বদলে লাল ও সবুজ করে দেয়া উচিত। ভারত সরকারের কাঁটাতারের বেড়া আগলে রেখে যারা বাংলাদেশের নাগরিকদের সরাসরি গুলি করে হত্যা করছেন ও যখন তখন নির্যাতন করছেন তাদের বাড়ির লোকদের মনে করিয়ে দেয়া দরকার ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী সাদা নীল শান্তির বাহিনী নয় তারা মানুষের সবুজ প্রাণ থেকে রক্ত ঝরাতে ওত পেতে থাকে।

    ফেলানির মতো নিরস্ত্র অসহায় মানুষকেই তারা গুলি করে মারছে, আজ পর্যন্ত কোনো অপরাধীকে হত্যা করেছে এমন খবর পাওয়া যায়নি — আর কাঁটাতারের বেড়ার এপার থেকে কেউ তো তাদেরকে গুলি করছে না যে তাদেরকে সাথে সাথে হত্যার উদ্দেশ্যে গুলিই করতে হবে।

    আর কাঁটাতারের বেড়াটাই অবৈধ। তারপরও কাঁটাতারের বেড়াটা ভারত সরকার যখন করেই ফেলল, তখন তার প্রধান কাজ হওয়া উচিত কেউ কাঁটাতারের বেড়া টপকে ভারত সীমান্তে গেলে তাকে আবার বাংলাদেশ সীমান্তে ফিরিয়ে দেয়া, আর ফেলানির মতো কেউ কাঁটাতারের বেড়া টপকে বাংলাদেশ সীমান্তে চলে গেলে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীকে সেটা অবহিত করা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী হয় দায়িত্বে অবহেলা করছে এবং শেষ মুহূর্তে দায়িত্ব পালন করতে গিয়ে গুলি করছে অথবা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জাতিবিদ্বেষ ও মানববিদ্বেষের মতো অসুস্থ মানসিকতায় আক্রান্ত। যেটাই হোক না কেন এর দায় ভারত সরকারের এবং তাকে তার সীমান্তরক্ষী বাহিনীকে ঠিক করতে হবে। কোথায় থাকে তার সীমান্তরক্ষী বাহিনী যখন বাংলাদেশের সন্ত্রাসীরা সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে বহালতবিয়তে থাকে অথবা ভারতীয় বিচ্ছিন্নতাবাদীরা ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশে চলে আসে?

    • মাসুদ করিম - ১৮ জানুয়ারি ২০১১ (৭:৪৯ অপরাহ্ণ)

      কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানীর হত্যার বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বৈঠকে তুলে ধরা হয়। এছাড়াও নিরস্ত্র ও নিরীহ বাংলাদেশিদের গুলি করে হত্যা বন্ধে জোরালো যুক্তি ও দাবি উপস্থাপন করে বাংলাদেশ।

      এ প্রসঙ্গে কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘এসব হত্যার ব্যাপারে সরকার খুবই বিব্রতকর অবস্থায় পড়ে বলেও তাদের জানানো হয়। ভারতীয় পক্ষও স্বীকার করে যে, বিষয়গুলো তাদের জন্যও বিব্রতকর। তারাও এ বিকল্প খুঁজে দেখবে। সীমান্তে নিরাপত্তারক্ষীদের হাতে ‘নন ল্যাথাল উইপন’ দেওয়া যায় কীনা তাও ভেবে দেখতে সম্মত হয়েছে ভারত।’

      সীমান্তে এ ধরনের ঘটনা বন্ধ করে গুলির বিকল্প অনুসন্ধান করতে সম্মত হয়েছে বলে উল্লেখ করে বাংলাদেশ দলের নেতা আরও বলেন, ‘শুধু তাই নয়, বিষয়টি যৌথ আলোচনার দলিলেও তুলতে রাজি হয়েছে ভারত। এ বিষয়টিও একটি অগ্রগতি।’

      বৈঠকে আলোচিত ইস্যু প্রসঙ্গে কামাল উদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, সীমান্তে অপদখলীয় জমি, নিরাপত্তারক্ষা বাহিনীর পারস্পরিক প্রশিক্ষণ বিনিময় কর্মসূচি এবং বন্দি বিনিময়ের মতো ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

      তিনি আরও বলেন, ‘দণ্ডিত বন্দি বিনিময়, ফৌজদারি অপরাধ বিষয়ে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সংঘটিত অপরাধ ও অবৈধ মাদক চোরাচালান প্রতিরোধ বিষয়ক গত ১৪ জানুয়ারি থেকে কার্যকর হওয়া তিনটি চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়।’

      খবরের লিন্ক এখানে

      আলোচনায়, কাগজে কলমে অগ্রগতি আমাদেরকে আশান্বিত করে, কিন্তু বাস্তবে কী হয় সেটাই অগ্রগতি হিসেবে বিবেচিত হয়। সামনের দিনগুলোতে এবিষয়ে আমাদের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরো জোর তৎপরতা আশা করছি।

  12. মাসুদ করিম - ১৮ জানুয়ারি ২০১১ (১২:১৯ অপরাহ্ণ)

    আবারো জীবনাবসানেরই খবর : বিদায় নিলেন অভিনেতা গীতা দে ও গায়ক পিন্টু ভট্টাচার্যের জীবনাবসান

  13. মাসুদ করিম - ২৪ জানুয়ারি ২০১১ (১০:২২ পূর্বাহ্ণ)

    আজ চট্টগ্রাম গণহত্যা দিবস।। দীর্ঘ ১৯ বছর ধরে ঝুলে আছে মামলা : ক্ষুব্ধ নিহতের স্বজনরা

    ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি। ঐতিহাসিক লালদীঘির ময়দানে তিল ধারণের ঠাঁই নেই। স্বৈরাচারী দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে উন্মুখ হাজার হাজার ছাত্র শ্রমিক পেশাজীবী জনতা। তৎকালীন ১৫ দলীয় নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আগমনের প্রহর গুণছে সকলে। বেলা দুইটার দিকে জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে বিশাল মিছিল সহকারে নেত্রী আসছিলেন লালদীঘির ময়দানে। স্বৈরশাসকের পেটোয়া বাহিনী বুঝলো শেখ হাসিনা জনসমাবেশের মঞ্চ থেকে স্বৈরাচার হঠানোর ঢাক দিলে মুক্তিকামী জনতার রোষাণল থেকে শাসক গোষ্ঠীর কেউই বাঁচতে পারবে না। মিছিল নিয়ে শেখ হাসিনা কোতোয়ালি থানা হয়ে পুরনো বাংলাদেশ ভবন অতিক্রম করার সময় তৎকালীন সিএমপি কমিশনার রকিবুল হুদার নির্দেশে গর্জে উঠে পুলিশের রাইফেল। হতবাক জনতা! নেতৃবৃন্দ মৃত্যুভয় উপেক্ষা করে নেত্রীকে বাঁচাতে মানববর্ম রচনা করেন। পরবর্তীতে োগান দিতে দিতে আদালত ভবন থেকে একদল আইনজীবী নেমে নেত্রী ও অন্যান্য নেতৃবৃন্দকে আদালত ভবনে নিয়ে যান। অন্যদিকে চলছিল লাশ গুম করার চেষ্টা প্রত্যক্ষ দর্শীদের তথ্যমতে সেদিন প্রাণ হারিয়েছিলেন ২৪ জন। কিন্তু সরকারিভাবে গঠিত তদনত্ম কমিটি ৮ জনের মৃত্যুর কথা স্বীকার করে। ঐদিন রাতে শেখ হাসিনা আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান চৌধুরীর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশের গুলিতে ২১ জন নিহত ও ২০০ জন আহত হওয়ার কথা বলে। এছাড়া শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান। দীর্ঘ ২৩ বছরেও ইতিহাসের জঘন্যতম এ হত্যাকাণ্ডের কোন কূলকিনারা হয়নি। অভিযুক্তরা আছেন বহাল তবিয়তে। শুধুতাই নয়, যে স্বৈরাচারের পতনের জন্য মুক্তির মন্দির সোপান তলে সেদিন ২৪টি তাজা প্রাণ উৎসর্গ করেছিল, তিনি আছেন আজো বহাল তবিয়তে। সেদিনের শহীদ পরিবারের সদস্যদের ক্ষোভ “দেশের প্রধান দুটি রাজনৈতিক দল কীসের স্বার্থে সেই স্বৈরাচারীর বোঝা কাঁধে নিয়ে পথ চলছে?

    ক্ষমতার মোহে অন্ধ শাসকের নীল নকশার অংশ হিসেবে ১৯৮৮ সালের আজকের দিনে জঘন্যতম এ হত্যাকাণ্ড সংঘটিত হলেও এ সংক্রানত্ম মামলাটি হয়েছে স্বৈরাচার পতনের পর ১৯৯২ সালের ৫ মার্চ। এডভোকেট শহীদুল হুদা বাদী হয়ে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় প্রধান আসামী করা হয় তৎকালীন পুলিশ কমিশনার মীর্জা রকিবুল হুদাকে। মামলার আসামি গণ সরকারি কর্মচারী হওয়ায় এবং মামলা চালানোর জন্য সরকারি অনুমতি না থাকায় মামলাটি তখন আদালত খারিজ করে দেয়। পরবর্তীতে বাদি পক্ষ উচ্চ আদালতে রিভিশন মামলা দায়ের করলে মামলাটি তদনেত্মর দায়িত্ব দেয়া হয় সিআইডিকে। দীর্ঘ তদনত্ম শেষে সিআইডি রকিবুল হুদাসহ ৮ পুলিশ সদস্যকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। অন্য আসামিরা হলেন তৎকালীন পুলিশ ইন্সপেক্টর (কোতোয়ালি জোন) জে.সি. মন্ডল, পুলিশ কনস্টেবল আবদুস সালাম, মুশফিকুর রহমান, প্রদীপ বড়ণ্ডয়া, বশির উদ্দিন, মোহাম্মদ আবদুল্লাহ ও মমতাজ উদ্দিন। ২০০০ সালের ৯ মে দণ্ডবিধির ৩৯২/২০১/১০৯/৩২৬/৩০৭/১১৪ ধারায় ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ পত্র দেয়া হয়। কিন্তু চারদলীয় জোট সরকারের আমলে তা আর এগোয়নি। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পর পুনরায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। কিন্তু এর মধ্যে জেসি মন্ডল ছাড়া অন্য সবাই উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বিচারাধীন আদালত থেকে জামিন লাভ করেন। মামলাটি এখন চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন।

    এ সংক্রানত্ম মামলাটি দীর্ঘ ১৯ বছর ধরে ঝুলে আছে। ২০০০ সালে ১৫ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। এর মধ্যে ১১ জন পুলিশ কর্মকর্তা কর্মচারী। সেদিনকার ঘটনার বিবরণ দিতে গিয়ে তারা আদালতকে জানান, শেখ হাসিনা সহ অন্যান্য নেতৃবৃন্দ মিছিল সহকারে যখন আদালত ভবনের রাসত্মায় উঠছিলেন, তখন পিআই কোতোয়ালি জেসি মন্ডল সশস্ত্র পুলিশ ফোর্সসহ এগিয়ে গিয়ে অয়্যারলেসে পুলিশ কমিশনার রকিবুল হুদাকে বলেন, “স্যার ওরা এসে গেছে।” প্রতি উত্তরে পুলিশ কমিশনার ম্যাসেজ পাঠান, “হামাইয়া ফেল! গুলি কইরা হাসপাতাল ভরাইয়া ফেল।” শেখ হাসিনা এ সময় হ্যান্ড মাইকে বার বার পুলিশকে গুলি করতে নিষেধ করলেও তারা শোনেনি।

    চট্টগ্রাম গণহত্যায় সেদিন শেখ হাসিনা ও কেন্দ্রীয় নেতারা ভাগ্যক্রমে বেঁচে গেলেও ২৪ জন প্রাণ হারান। আহত দুই শতাধিকের অনেকেই পরে পঙ্গুত্ব বরণ করেন। নিহতদের মধ্যে ছিলেন স্বপন চৌধুরী, স্বপন বিশ্বাস, অজিত সরকার, এথেল বার্ট গোমেজ, মহিউদ্দিন শামিম, চান মিয়া, হাসান মুরাদ, গোবিন্দ দাশ, মো. বদরুল, পঙ্কজ বৈদ্য, জি.কে. চৌধুরী, সাজ্জাদ হোসেন, আব্দুল মান্নান, মো. কাশেম, সমর দত্ত, পলাশ, সবুজ হোসেন, কামাল হোসেন, শাহাদাত হোসেন, মো. কুদ্দুস, রমেশ বৈদ্য, জিকে দাশ ও বাহার উদ্দিন। নিহত হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলকেই সেদিন পুলিশের কড়া প্রহরায় অভয়মিত্র মহাশ্মশানে পুড়িয়ে ফেলা হয়।

    সেদিন নিহতদের একজন স্বপন বিশ্বাস আশকার দিঘির পাড়ে বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। উপার্জনের একমাত্র অবলম্বন স্বপনের মৃত্যুর পর তাঁর স্ত্রী রেবা বিশ্বাস ও একমাত্র কন্যা কল্পিতার জীবন সংগ্রাম অব্যাহত থাকে। রেবা নিজে বিএ পাস করে একটি ক্লিনিকে চাকরিরত। মেয়ে কল্পিতা স্বপনের স্বপ্ন বাসত্মবায়ন করে চিকিৎসক হওয়ার লক্ষ্যে ব্রত আছেন। দীর্ঘ ১৯ বছর ধরে এ মামলাটি ঝুলে থাকায় তারা অত্যনত্ম ক্ষুব্ধ। রায় দেখার আগেই বাদী মারা গেছেন। ১৬৮ জনের মধ্যে এ পর্যনত্ম ৩৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এ বছরই তারা বিচার প্রক্রিয়ার শেষ দেখতে চান।

    লামাবাজার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র হাসান মুরাদ ২৪ জানুয়ারি গণহত্যায় শহীদদের একজন। তার মা হাসনা বানু পাথরঘাটা নজু মিয়া লেইনের বাসিন্দা। স্বামী নেই। দুই ছেলে বেকার। খুব আশাবাদী ছিলেন শহীদ হাসান মুরাদের ভাই হিসেবে তার দুই ছেলে চাকরি পাবে। প্রতিশ্রুতি পেয়েছেন অনেক। কিন্তু প্রত্যাশিত চাকরি পায়নি।

    আজ চট্টগ্রাম গণহত্যা দিবস উপলক্ষে ২৪ জানুয়ারি উদযাপন পরিষদ, চট্টগ্রামের উদ্যোগে সকাল সাড়ে ৮ টায় শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ ও স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

    মহানগর আওয়ামী লীগ এ উপলক্ষে সকাল ৯ টায় পুষ্পার্ঘ অর্পণ ও ১০ টায় আলোচনা সভার আয়োজন করেছে।

    বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলা কমিটি আজ সকাল সাড়ে ৮ টায় পুরাতন বাংলাদেশ ব্যাংক চত্বরে স্মৃতিসৌধে পুষ্পসত্মবক অর্পণ করবে।

    খবরের লিন্ক এখানে

    শেখ হাসিনার উচিত জাতীয় পার্টিকে জোট থেকে বিদায় জানানো এবং এই হত্যাকাণ্ডের বিচারের কাজ আবার শুরু করা। এরশাদের সাথে মহাজোট কেন আওয়ামী লীগ করেছিল সেটা আওয়ামী লীগই জানে, কিন্তু এখনো তাকে বয়ে বেড়ানো কেন? এরশাদকে ত্যাগ করার সময় সমুপস্থিত এবং ২৪ জানুয়ারির হত্যাকাণ্ডের বিচার শুরুর মধ্য দিয়ে এখনই এই ঘোষণা আসা উচিত।

  14. মাসুদ করিম - ২৪ জানুয়ারি ২০১১ (১২:৩৩ অপরাহ্ণ)

    উনিশশ’ ঊনসত্তরের গণঅভ্যুত্থান মানেই লাখো ছাত্র-জনতার রাজপথে নেমে আসা। ছাত্রসমাজের ১১ দফা কর্মসূচির ভিত্তিতে ব্যাপক ছাত্রঐক্য গড়ে উঠেছিল। আন্দোলনের সূচনা হয় ১৭ জানুয়ারি। সেদিন বটতলায় মাত্র শ’পাঁচেক ছাত্রছাত্রীর সমাবেশ ঘটেছিল। পরের দু’দিনের ছাত্রসমাবেশও তেমন বড় ছিল না। প্রথম বাঁধ ভাঙে ২০ জানুয়ারি। সমাবেশ রাতারাতি বেড়ে যায়। এদিন নিহত হন ছাত্রনেতা আসাদুজ্জামান। তারপর সব বাঁধ ভেঙে যায় ২৪ জানুয়ারি। প্রাদেশিক রাজধানী ঢাকা ছাত্র, শ্রমিক, কর্মচারী, অফিসার এমনকি শিল্পপতি-ব্যবসায়ীর উপস্থিতিতে জনারণ্যে পরিণত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা হরতাল সফল করার জন্য পিকেটিং করতে থাকে। তাদের পাশাপাশি এগিয়ে আসে আদমজী-বাওয়ানী-তেজগাঁও-টঙ্গীর হাজার হাজার শ্রমিক। মতিঝিলে সরকারি অফিসগুলোর সর্বোচ্চ কর্মকর্তা থেকে কেরানি-দারোয়ান-পিয়ন এক মিছিলে এক আওয়াজ তুলে পথে নামেন। সারাদেশের চিত্রও ছিল অভিন্ন। এক কথায় গোটা দেশ রায় দিয়ে দেয়_ আইয়ুব খানের দুঃশাসন আর চলতে দেওয়া যায় না। এদিন সচিবালয়ের সামনে পিকেটিং করতে গিয়ে নিহত হন পুরান ঢাকার নবকুমার ইনস্টিটিউশনের ছাত্র মতিউর। আসাদুজ্জামানের মতো মতিউরও হয়ে ওঠে তরুণ সমাজের সাহসের প্রতীক। এ আন্দোলনে তোফায়েল আহমেদ, সাইফউদ্দিন আহমেদ মানিক, আবদুর রউফ, খালেদ মোহাম্মদ আলী, সামসুদ্দোহা, মোস্তফা জামাল হায়দার প্রমুখ ছাত্রনেতার অবদান অসাধারণ। শেখ মুজিবুর রহমান তখন আগরতলা ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে ক্যান্টনমেন্টে বন্দি। কিন্তু মানুষের হৃদয়জুড়ে ছিলেন তিনি। সর্বস্তরের জনতা ছাত্রসমাজের আহ্বানে রাজপথে নেমে এসেছে। ‘১১ দফা মানতে হবে’-এর পাশাপাশি সমস্বরে বলেছে : ‘জেলের তালা ভাঙব, শেখ মুজিবকে আনব’। এ আন্দোলনের ফলেই তিনি মুক্ত হন এবং জনগণ তাকে বঙ্গবন্ধু হিসেবে বরণ করে নেয়।
    ঊনসত্তরের আন্দোলনকে যথার্থভাবেই বাংলাদেশের গৌরবের মুক্তিযুদ্ধের ড্রেস রিহার্সাল হিসেবে মূল্যায়ন করা হয়। এ আন্দোলনের সময়েই ‘জয় বাংলা’ স্লোগান শোনা যায় ছাত্র-জনতার মুখে। ‘তোমার আমার ঠিকানা, পদ্মা-মেঘনা-যমুনা’ এবং ‘পিন্ডি না ঢাকা_ ঢাকা ঢাকা’ স্লোগান তোলে লাখ লাখ ছাত্রছাত্রী। সে সময় এসব ধ্বনি পাকিস্তানি শাসকদের কাছে ছিল দেশদ্রোহের শামিল, কিন্তু তাদের কিছুই করার ছিল না। ১১ দফার আন্দোলনে যে বিপুলসংখ্যক ছাত্র-তরুণ শামিল হয়, মাত্র দু’বছর পর ১৯৭১ সালে তাদেরই দেখা যায় মুক্তিবাহিনীর সারিতে। ১১ দফার আন্দোলনে ছাত্রীদের অংশগ্রহণ ছিল ব্যাপক। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইডেন কলেজ ও বকশীবাজার গার্লস কলেজ থেকে শত শত ছাত্রী মিছিলে যোগ দিত। ঢাকা মেডিকেল কলেজের ছাত্রীদের ভূমিকাও উল্লেখযোগ্য।
    ১১ দফা আন্দোলন গড়ে তুলেছিল ছাত্ররা। পাশাপাশি পাকিস্তানের বাম ও দক্ষিণপন্থি প্রায় সব রাজনৈতিক দল আইয়ুব খানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল। এ আন্দোলনে বিজয়লাভের পর পূর্ব পাকিস্তানে একক রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয় আওয়ামী লীগ। কার্যত একক নেতা হিসেবে স্বীকৃতি পেয়ে যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে জনগণ জাতীয় নেতা হিসেবে তাকে বেছে নেয়। তিনি নেতৃত্ব দেন মহান মুক্তিযুদ্ধে।

    এখানে পড়ুন : গণঅভ্যুত্থানের ৪২তম বার্ষিকী

    সেই উত্তাল দিনগুলোর কথা যখন পড়ি, যা আমাদের জন্মের আগে ঘটে গেছে, অনেক সময় নিজেদের ঠিক চিনতে পারি না। কী সেই দিন, কী সেই ছাত্র জনতার আন্দোলন : এটা ঠিক এমন দিন তো দুর্লভ, জনতার এমন আবেগ ও আন্দোলনের এমন জোর তো সব সময়ের নয় — কিন্তু ইতিহাসে এমন দিনকেই বলে চিরদিনের দিন। আমরা এই গণঅভ্যুত্থানকে স্মরণ করি এবং আমাদের ভেতরের ‘জনগণমন’কে জাগ্রত রাখার চেষ্টা করি।

  15. মাসুদ করিম - ২৬ জানুয়ারি ২০১১ (৯:৫৫ পূর্বাহ্ণ)

    ৩৫তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্ধোধন হয়ে গেছে গতকাল। আজ থেকে মেলা শুরু হবে ও চলবে ফেব্রুয়ারির ৬ তারিখ পর্যন্ত। এবারে বইমেলা কোথায় হবে এনিয়ে কোনো দ্বিধা না থাকলেও বইমেলার গত বছর থেকে হওয়া নতুন স্থান ‘মিলন মেলা’র ভাড়া ছাড়ের কোন্দলকেই প্রধান আলোচনায় এনেছে আনন্দবাজার পরিবার। এবারের মেলার থিম কান্ট্রি আমেরিকা যুক্তরাষ্ট্র এবং এই প্রথম বইমেলার জন্য হল ‘থিম সং’ : ওই ডাকছে বই

  16. মাসুদ করিম - ২৬ জানুয়ারি ২০১১ (১২:৫০ অপরাহ্ণ)

    মাতিস ছাপচিত্রে অসাধারণ সাদাকালো দক্ষতা দেখিয়েছেন। এখানে দেখুন তার কিছু নিদর্শন, আর উপভোগ করুন মাতিসের প্রতিভার সাদাকালো বিচ্ছুরণ।

  17. মাসুদ করিম - ২৯ জানুয়ারি ২০১১ (১১:৪৮ পূর্বাহ্ণ)

    যমুনার ভাঙ্গনে একসময় বিলীন হয়ে গিয়েছিল ধুনটের ‘বৈশাখী’ গ্রাম, পরে জেগে ওঠা চরে বৈশাখীর মানুষেরা ফিরে আসে, গ্রামের নাম হয় তখন ‘বৈশাখীর চর’, শুধু মানুষ ফিরলেই চলবে? ফিরে এসেছে সেই বিলীন গ্রামের বৈশাখী স্কুলও, চেষ্টা করছে পুরনো গৌরব ফিরে পেতে, এর মধ্যে গ্রামের ১০ শিক্ষানুরাগীর কাছ থেকে পেয়েছে তিন একর জমি, সমকালের শনিবারের বিশেষ রিপোর্টটি তুলে দিলাম এখানে

    ছাবি্বশ বছর পর নিজ গ্রামে ধুনটের ‘বৈশাখী’ স্কুল
    যমুনার করালগ্রাসে বৈশাখী গ্রাম পুরোপুরি হারিয়ে যায় বাংলাদেশের মানচিত্র থেকে। শত বছরের পুরনো বৈশাখী প্রাথমিক বিদ্যালয়টিও নদীগর্ভে বিলীন হয়ে যায়। বগুড়া জেলার ধুনট ভারবাড়ী ইউনিয়নের বৈশাখী গ্রামের বাসিন্দারা বসতভিটা হারিয়ে বিভিন্ন স্থানে গেলেও সঙ্গে নিয়ে গেছেন তাদের প্রাণপ্রিয় এ স্কুলটি। আশার কথা, দীর্ঘ ২৬ বছর পর যমুনা তীরে নতুন পলিমাটি নিয়ে আবার জেগে উঠেছে বৈশাখী গ্রামটি। সেসঙ্গে ফিরে এসেছে বাস্তুহারা উদ্বাস্তু মানুষের সঙ্গে বৈশাখী স্কুলটিও। ক্ষুদে শিক্ষার্থীদের কলকাকলিতে আবার মুখরিত স্কুল প্রাঙ্গণ।
    ঘাটে নৌকা ভেড়ানোর পর যমুনার খাড়া পাড় বেয়ে উপরে উঠতেই চোখে পড়ে দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ। ভুট্টা, মসুর, তিশি, চিনাবাদাম আর বেগুনের পাশাপাশি ধানের আবাদও রয়েছে এখানে। শীতের সকালে নরম রোদে কৃষকরা ব্যস্ত জমিতে পানি সেচ আর নিড়ানির কাজে। বসে নেই কিষানিরাও। তারা বেরিয়েছেন লাকড়ি সংগ্রহে অথবা নদীতে গোসল বা প্রয়োজনীয় কাজে। ফসলের মাঠ ধরে প্রায়
    দুই কিলোমিটার এগোনোর পর চোখে পড়ে বসতবাড়ি। পাশে ফাঁকা মাঠে টিন দিয়ে ঘেরা একটি ঘরের সামনে পুঁতে রাখা বাঁশের মাথায় উড়ছে লাল-সবুজ পতাকা। কাছে যেতেই শোনা যায় শিশুদের কোলাহল। সেটি যে স্কুল তা ওই ঘরের ভেতরে-বাইরে বেঞ্চে বসা শিশুদের দেখেই বোঝা যায়। বগুড়া শহর থেকে ৫২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ধুনট উপজেলার যমুনা তীরবর্তী এ জনপদের নাম ‘বৈশাখীর চর’।
    পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, তিন দশক আগেও সমৃদ্ধ ওই গ্রামের নাম ছিল ‘বৈশাখী’। ধুনট উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরের গ্রামের পাশ দিয়ে এক সময় বয়ে চলত প্রমত্ত যমুনা। তবে গত শতাব্দীর সত্তর দশকের মাঝামাঝি থেকে গ্রামটিকে গিলতে শুরু করে যমুনা এবং পরবর্তী ১০ বছরে পুরো গ্রাস করে। সেসঙ্গে মানচিত্র থেকে হারিয়ে যায় বৈশাখী গ্রামের অস্তিত্ব। একইভাবে আরও তিনটি গ্রাম_ রাধানগর, বথুয়ার ভিটা এবং নিউ সারিয়াকান্দিও বিলীন হয়ে যায়।
    অব্যাহত ভাঙনের কারণে যমুনা নদীর গতিপথ ক্রমেই পশ্চিমদিকে সরে যাওয়ায় বিলীন হওয়ার দেড় যুগ পর ২০০২ সালের প্রথম দিকে মুছে যাওয়া সেই জনপদ আবার জেগে উঠতে শুরু করে। তখন থেকে লোকজনও ফিরতে শুরু করে তাদের হারানো বসতভিটায়। ২০১০ সালের মধ্যে গ্রামটির ৯ হাজার ৫০৫ একর জমি পুরোপুরি জেগে ওঠে। ফিরে আসে ৬ হাজার নারী-পুরুষ। সঙ্গে অন্য দুই গ্রাম_ রাধানগর ও বথুয়ার ভিটাও জেগে উঠেছে। তবে এখনও নদীগর্ভে রয়েছে নিউ সারিয়াকান্দি। জেগে ওঠা পাশাপাশি তিনটি গ্রামের নামের সঙ্গে এখন ‘চর’ যুক্ত হয়ে নতুন নামকরণ হয়েছে।
    উপজেলা পরিষদ কর্মকর্তারা জানান, বৈশাখী গ্রামটির আয়তন ধুনটের ভারবাড়ী ইউনিয়ন পরিষদের মধ্যে সবচেয়ে বড়, প্রায় ১২ বর্গকিলোমিটার। শুধু আকারেই নয়, শিক্ষা-দীক্ষায়ও গ্রামটির অবস্থান ছিল শীর্ষে। এমনকি স্বাধীনতার আগে সেখানকার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী হিসেবে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যাই ছিল বেশি। ১৯৮৪ সালে পুরোপুরি নদীগর্ভে বিলীন হওয়ার আগে ওই গ্রামের ৪৪৭ পরিবারের সবাইকে বসতভিটা ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব অবস্থায় একে একে নদীর ওপারে ধুনটের বানিয়াজান ও শহরাবাড়ি গ্রামে চলে যেতে হয়।
    অবশ্য যমুনার ছোবলে সবকিছু হারালেও ছেলেমেয়েদের শিক্ষা-দীক্ষার কথা চিন্তা করে হতদরিদ্র লোকজন গ্রামে প্রতিষ্ঠিত শত বছরের প্রাচীন প্রাথমিক বিদ্যালয় ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় স্থানান্তর করতে ভোলেননি। স্কুল দুটির মধ্যে বৈশাখী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৮৮৫ সালে এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। বসতবাড়ি স্থানান্তরের পর ঠিকানাহীন লোকজন নিজেরা যেমন যাযাবরের মতো কখনও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে, কখনও উঁচু কোনো স্থানে বসতি গেড়েছে, তেমনি স্কুল দুটিকেও তারা সঙ্গে রেখেছে।
    এভাবে দীর্ঘ ২৬ বছর এখানে-সেখানে অবস্থান শেষে চর জেগে ওঠার পর চরবাসী নিজেরা ফিরে আসার সঙ্গে সঙ্গে স্কুল দুটিকেও সঙ্গে করে এনেছে। ধুনট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক জানান, গত মাসে চরবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে বৈশাখী সরকারি প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় দুটি স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়। তারা ২১ জানুয়ারি স্কুল দুটি চর বৈশাখীতে স্থানান্তর করেন। এরই মধ্যে সেখানে শিক্ষার্থীদের বসার জন্য বেঞ্চ এবং টিন দিয়ে ছাওয়া একটি ঘরও তোলা হয়েছে।
    বৃহস্পতিবার সকালে চরে ঢোকার পথে কথা হয় ষাটোর্ধ্ব জয়নাল আবেদীনের সঙ্গে। প্রায় ২৬ বছর পর চরে ফিরে নিজের ২২ বিঘা জমি ফিরে পেয়েছেন তিনি। দীর্ঘদিন পর ফিরে আসার অনুভূতি জানতে চাইলে সমকালকে তিনি বলেন, ‘বাবা রে! বাপ-দাদার ভিটেত ফিরতি কার না ভালো লাগে।’
    ওই চরে সদ্য পুনঃস্থাপিত স্কুল দুটিতে গিয়ে শতাধিক শিক্ষার্থীর উপস্থিতি দেখা যায়। প্রাথমিকে শিক্ষার্থী রয়েছে ১৫০ আর নিম্ন মাধ্যমিকে ৬৫ জন। তবে দুটি বিদ্যালয়ের জন্য একটি মাত্র ঘর থাকায় অনেক শিশুকে খোলা আকাশের নিচে রাখা বেঞ্চে বসতে হয়েছে। কথা বলে জানা গেছে, নতুন বই পাওয়ার আশায় তারা বিদ্যালয়ে এসেছে। নিজেদের চরে স্কুল চালু হওয়ায় খুশি নার্গিস বানু নামে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী জানায়, ‘এখন থেন ইস্কুলের জন্যি আমগো নাও বাইয়া আর ওপারে যাওয়া নাকবো না।’
    চরের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক এসএম সিরাজুল ইসলাম জানান, চরটি জেগে ওঠার পর তারা ১৯১১ সালের সিএস (ক্যাডাস্টাল সার্ভে) নকশা অনুযায়ী নিজেদের জমির সীমানা তৈরি করে নিয়েছেন। তিনি জানান, ফিরে পাওয়া জমিগুলোর মধ্যে বালির স্তর পড়ায় ৬০ ভাগই অনাবাদি। তবে যে ৪০ ভাগ আবাদি জমে পাওয়া গেছে তা খুবই উর্বর।
    স্থানীয় সাংবাদিক জিয়া শাহীন জানান, স্কুল দুটি নতুন করে স্থাপনের জন্য বৈশাখীর চরের শিক্ষানুরাগী ১০ ব্যক্তি প্রায় ৩ একর জমি দান করেছেন। ওই গ্রামের আরেক বাসিন্দা পরিবহন শ্রমিক নেতা কামরুল মোর্শেদ আপেল জানান, স্কুল দুটি দাঁড় করানোর জন্য তারা গ্রামবাসীকে নিয়ে কাজ করে যাচ্ছেন। তার মতে, ওই চরের বাসিন্দাদের মধ্যে যারা সমাজে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত তারাও বিদ্যালয় দুটি প্রতিষ্ঠায় এগিয়ে এসেছেন।
    বৈশাখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন জানান, ছাত্রছাত্রী ভর্তির জন্য তারা চরাঞ্চলের বাড়ি-বাড়ি জরিপ করছেন। জরিপ শেষ হলেই ভর্তি কার্যক্রম শুরু করা হবে। তিনি জানান, প্রথম থেকে তৃতীয় শ্রেণীতে ভর্তিচ্ছু অনেক শিক্ষার্থী পাওয়া গেছে, তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর কাউকে এখনও পাওয়া যায়নি।
    বৈশাখী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খয়রাত হোসেন জানান, ভর্তির জন্য দূরদূরান্ত থেকে অনেক শিক্ষার্থী আসছে। তিনি জানান, ১৯৮৪ সালে স্কুলটি স্থানান্তরের পর বৈশাখীসহ বগুড়া ও সিরাজগঞ্জ জেলাধীন ৯টি চরে এতদিন প্রাথমিক শিক্ষার পর পড়ার কোনো সুযোগ ছিল না। দীর্ঘ ২৬ বছর পর স্কুলটি ফিরে আসায় অভিভাবকরা খুব খুশি।

    লিন্ক এখানে

  18. মাসুদ করিম - ২৯ জানুয়ারি ২০১১ (৯:০৭ অপরাহ্ণ)

    ভাষার অপরিসীম শক্তিতে আমার অশেষ আস্থা। সেটাই দেখছি যখন তিউনিসিয়ার গণঅভ্যূত্থানের পরপরই আজ কার্ফু ভঙ্গ করে মিশরে কায়রোর মানুষ এখন মোবারকের পদত্যাগ দাবি করে টিভি ভবন ও স্বরাস্ট্র মন্ত্রণালয়ের প্রধান কার্যালয় ঘিরে রেখেছে। লাইভ আপডেট দেখুন এখানে। আর টুইটারে অনুসরণ করুন সুলতান আল কাসেমির আপডেট

    • মাসুদ করিম - ৩০ জানুয়ারি ২০১১ (৯:০৩ পূর্বাহ্ণ)

      Cairo, Egypt—I grew up in Egypt. I spent half my life here. But Saturday, when my plane from JFK airport touched down in Cairo, I arrived in a different country than the one I had known all my life. This is not Hosni Mubarak’s Egypt anymore and, regardless of what happens, it will never be again.

      In Tahrir Square, thousands of Egyptians–men and women, young and old, rich and poor–gathered today to celebrate their victory over the regime’s hated police and state security forces and to call on Mubarak to step down and leave once and for all. They talked about the massive protest on Friday, the culmination of three days of demonstrations that began on January 25th to mark National Police Day. It was an act of popular revolt the likes of which many Egyptians never thought they would see during Mubarak’s reign. “The regime has been convincing us very well that we cannot do it, but Tunisians gave us an idea and it took us only three days and we did it,” said Ahmad El Esseily, a 35 year-old author and TV/radio talk show host who took park in the demonstrations. “We are a lot of people and we are strong.”

      While the police and state security forces are notorious in Egypt for torture, corruption and brutality, the army has not interacted with the civilian population for more than 30 years and is only proudly remembered for having delivered a victory in the 1973 war with Israel. A 4pm curfew set for today was casually ignored with people convinced the army would not harm them. The police were a different story. Their brutality the past few days–decades in fact–has been well documented.

      Saturday, some of the police forces were holed up inside their headquarters in the Interior Ministry building near the end of a street connected to Tahrir Square. When protesters neared the building, the police began firing live ammunition at the crowd, forcing them to flee back to the square. Three bloodied people were carried out. “The police are killing us,” one man yelled desperately while on the phone with al Jazeera from outside the building. When the firing stopped, defiant protesters began approaching the building again. In the background, the smoking, blackened shell of Hosni Mubarak’s National Democratic Party headquarters served as an ominous reminder of their intentions.

      At this point it seems clear the people are not leaving the streets. They own them now and they are refusing to go until Mubarak does. They chanted, “Mubarak, the plane is waiting for you at the airport,” and “Wake up Mubarak, today is your last day.”

      There is a great sense of pride that this is a leaderless movement organized by the people. A genuine popular revolt. It was not organized by opposition movements, though they have now joined the protesters in Tahrir. The Muslim Brotherhood was out in full force today. At one point they began chanting “Allah Akbar” only to be drowned out by much louder chants of “Muslim, Christian, we are all Egyptian.”

      As the sun set over Cairo, silence fell upon Tahrir square as thousands stopped to pray in the street while others stood atop tanks. After the sunset prayer, they held a ‘ganaza’–a prayer for those killed in the demonstrations. Darkness fell and the protesters, thousands of them, have vowed to stay in the square, sleeping out in the open, until Mubarak is ousted.

      Meanwhile, across Cairo there is not a policeman in sight and there are reports of looting and violence. People worry that Mubarak is intentionally trying to create chaos to somehow convince people that he is needed. The strategy is failing. Residents have taken matters into their own hands, helping to direct traffic and forming armed neighborhood watches, complete with checkpoints and shift changes, in districts across the city.

      This is the Egypt I arrived in today. Fearless and determined. It cannot go back to what it was. It will never be the same.

      পড়ুন : Live From the Egyptian Revolution by Sharif Abdel Kouddous

      • মাসুদ করিম - ৩০ জানুয়ারি ২০১১ (১১:০৬ পূর্বাহ্ণ)

        ২৫ তারিখে শুরু হওয়া মিশরের সরকার বিরোধী বিক্ষোভের সবচেয়ে উত্তাল দিন ছিল শুক্রবার ২৮ জানুয়ারি, আর গতকাল শনিবার ছিল মানুষের আরো সাহসী হয়ে ওঠার দিন, এদিন মানুষ ‘মোবারক’এর পদত্যাগের চূড়ান্ত লক্ষ্যে কার্ফু ভঙ্গ করে রাস্তায় অবস্থান নেয়। কিন্তু একজন ভাইস প্রেসিডেন্ট (মিশরের গোয়েন্দা প্রধান) ও প্রধানমন্ত্রীর (বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার ও প্রাক্তন বিমান চলাচল মন্ত্রী) নাম ঘোষণা করে সময় কিনতে চাইছেন মোবারক। শেষ পর্যন্ত কী হয় এখনো বলা যাচ্ছে না, এর মধ্যে গতরাতে লুটও হয়েছে অনেক ঘরবাড়ি, ব্যাংক ও ন্যাশনাল মিউজিয়াম — যদিও সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে নিজেদের মতো ও সেনাবাহিনীও অবস্থান নিয়েছে শান্তি রক্ষায় কিন্তু কুখ্যাত মিশরি পুলিশের দেখা নেই কোথাও — অনেকের ধারনা পুলিশের অনুপস্থিতে লুটের সুযোগ করে দিয়ে বিক্ষোভের আত্মশক্তি ধ্বংস করতে চাইছে ‘মোবারক’। আর মানুষ বিক্ষুদ্ধ ঠিকই কিন্তু একই সাথে তারা দিক নির্দেশনাহীন, এখনই কেউ তাই বলতে পারে না ভবিষ্যতে কী হবে তিউনিসিয়ার, মিশরের ও অন্যান্য স্বৈরাচারী শাসিত আরব দেশগুলোর।

        ছবিতে দেখুন শনিবারের বিক্ষোভের হালচালআর এখানে দেখুন উত্তাল শুক্রবারের বিক্ষোভের ছবি

  19. মাসুদ করিম - ৩১ জানুয়ারি ২০১১ (১২:৩৯ অপরাহ্ণ)

    Turkey looks at the region from three perspectives: firstly, what impact the unrest in Egypt could have on the Arabic-Israeli dispute, a significant source of tension in the region; secondly, what possible effects the revolts could have on the other countries in the Middle East; and, thirdly, whether the current turmoil could lead to an ailing Egypt and rising Turkey in the region. In his daily column for Radikal, Murat Yetkin said Ankara’s evaluations suggested that if Mubarak is overthrown, then a chain of transformations could be ignited throughout the Arab world.

    তুরস্ক, আমার মনে হয়, এমন একটা দেশ যেদেশের দিকে আমাদের দৃষ্টি আরো প্রসারিত করা উচিত। এই যে আরব দুনিয়ার বিপ্লব,এর ভবিষ্যত ঠিক কী হবে এখনো বলা না গেলেও এই দুনিয়ার ভেতরে ‘ইসরাইল’ নামক যেদেশটি আছে এবং তার সাথে আরব দুনিয়ার অন্যদের যে সংঘাত — সেসংঘাতের প্রক্রিয়ার ভেতর মিশর যেস্থান দখল করেছিল, তার দখল চলে যেতে পারে তুরস্কের কাছে। পড়ুন : Turkish role in Arab unrest put under microscope

    আর আর একটি লেখা — মিশরিরা জানতে চাইছে, তুরস্ক চুপ কেন — লিখেছেন আমর সালাকনি, তুর্কি দৈনিক র‌্যাডিক্যাল-এ, যান্ত্রিক ইংরেজি অনুবাদে পড়তে অসুবিধা হবে, কিন্তু আরব বিশ্বের ভূরাজনীতি ও বাস্তব রাজনীতি বুঝতে লেখাটি কিছুটা হলেও সাহায্য করবে বলে আমার বিশ্বাস।

    I am sending you a phone and writing. Paper-pencil writing to you in the hands of Holly, I’m reading on the phone. Because the phone since last Friday to yollayamıyoruz data. No Internet connection. Pocket atamıyoruz message. Mobilean open phone is turned off. Home phones too scratchy. But many in Indirect. Because we live the days of the rebellion. In the middle of a revolution.
    Quick shot in Tunisia
    I have experienced almost the rapid capture what happened in Tunisia. I’m not very religious. Even to go to Friday. But last Friday was different. Action would begin the mosque. We received a nice ablutions. We stopped to prayer. Cairo, making the most rapid cumaydı. Some of the slogans saying esselamun Alaikum threw himself out more difficult. Tahrir Square and flowed towards the masses. Since then, the world’s eyes upon us. Sleeping on the streets. Neighbourhood committees have established, so we provide security. Mübarek’ten everyone hates, but the size of the anger is no longer inconceivable. Has made the greatest evil of the people will go to-toe. Still have the Minister of the Interior in the country. Formally charge the police gave permission. In Cairo since Saturday to have a complete anomie. Hillary Clinton, “It’s very dövmeyin people,” he said, or they took the police completely. Mubarak wants to say to us: “Look ayaklanırsanız against me, it will fall apart.”

    Peaceful revolution
    No one speaks to us. Mubarak in London, waiting for their children. The rich private planes fleeing to Dubai. Mubarak’s quiet. Army steals honey of a finger in her mouth, generals, vice president, the prime minister is doing. But I still do not have interior minister. Why? That eat each other in the streets. People do not eat this number. Mubarak is not like going to end this rebellion. Foreign media, police and army photographs çatışıyoruz who finds the whole day. In fact, many are making a peaceful revolution is here. Calm down. Most “Peace!” He bağırıyoruz. Gırla jokes on the streets of Cairo. Humor from the public fear that if you have. We’re a little bit. We did manage to? We explain deyince. Actions in Cairo, more middle class, upper middle class mahaleleri and circles. Of course, the street in the working class. However, where the poor are not the center of the city. That regime has a track nemalanan classes are also up in arms. There are political Islamists around. But here they do not appear as organized. That is no coordination of the Muslim Brotherhood. But I tell you one thing, the Muslim Brotherhood, even organizations with the opportunity to escape to the street can not find lo Mubarak. Everyone knows. Do not want to wake up the sleeping Muslim Brotherhood.

    One worry about the Suez Western hatred of the West’s foreign policy because of the feeling on the street is not possible to participate. Sarkozy, Clinton, Angela Merkel, Mubarak how to support Obama, all surprised. Suez minds of one-off, not get hurt Israel. Love to give us lessons of democracy. Behold, now it is where the principles? Davutoglu So where is it? ‘The politics of conscience’ lafını very loving. In fact, we talked with students. For us, the United States, France, Great Britain other, Turkey is different. But Turkey is silent? Why silent? Conscience, where are those who want to make foreign policy? Davutoglu Why remain silent? Make friends to support us. Ships lit. Davutoglu Mübarek’le speaks once more the last, “Resignation of meat, must stop here says” … “Egyptian people were there says” … “For democracy, we’ll help you, but first must change the regime says”. Dinlese his own conscience. I will write again tomorrow. Currently sağlıcakla thick.
    ==========================
    * Amr Şalakani Who?
    Amr Şalakani, law and political science at Cairo University and teaches at the American University in Cairo. In Egypt, before settling in the United States had been a faculty member at Harvard University School of Law. Legal adviser to Yasser Arafat in Ramallah during the Oslo process, which in many publications on the Middle East politics and Islamic law Şalakani, Radikal Egypt, Cairo streets of the capital, a letter ‘dictated’.

    =========================
    Yes, because a mark on the management of Hosni Mubarak because of stringent measures, the internet and telephone communication was interrupted and, therefore, mail, fax and SMS yollayamıyor. The author of a Radical Holly Çalışkan’la frequently interrupted by phone calls in Arabic and English, they almost like the Egyptian Rebellion Street Diary.

    লেখাটির মূল তার্কি লিন্ক এখানে

  20. Pingback: পাকিস্তান পরিস্থিতি ৩ | প্রাত্যহিক পাঠ

  21. Pingback: পাকিস্তান পরিস্থিতি ৩ | প্রাত্যহিক পাঠ

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.