মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিন্ক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।
আজকের লিন্ক
এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।
২৩ comments
মাসুদ করিম - ১ ডিসেম্বর ২০১০ (৯:৪৬ পূর্বাহ্ণ)
চীন বলেছ, এটা ঠিক নয় যে তারা কোরিয়ান উত্তেজনা প্রশমনে দায়িত্ব নিচ্ছে না। চীনের সবচেয়ে প্রভাবশালী থিন্কট্যান্ক চাইনিজ একাডেমি অফ সোস্যাল সাইন্সেস-এর বিশ্লেষকরা বলছেন, চীন দায়িত্বশীল প্রতিবেশী হিসেবে এই উত্তেজনা প্রশমনে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। আর এটা তো সত্য ‘উত্তর কোরিয়া’ চীনের অংশ নয় এবং এমন কি চীনের ‘স্যাটেলাইট’ রাষ্ট্রও নয়। শুধু চীন দায়িত্বশীল আচরণ করছে না, এটা ভুল। হলুদ সাগরে এখন আর কেউই (উত্তর কোরিয়া, আমেরিকা, দক্ষিণ কোরিয়া, চীন, জাপান ও রাশিয়া) দায়িত্বশীল আচরণ করছে না। কাজেই এই ছয় রাষ্ট্রের আলোচনা চেয়ে চীন ঠিক আগাচ্ছে বলেই মনে হচ্ছে।
পড়ুন Analysts refute criticism of Chinese efforts to defuse Korean Peninsula tensions।
মাসুদ করিম - ৭ ডিসেম্বর ২০১০ (১:১১ অপরাহ্ণ)
আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়া নিজেদেরে মধ্যে আলোচনায় যত সময় নষ্ট করবে ততই দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা আরো বাড়বে। চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া এই আলোচনায় সম্পৃক্ত না হলে চরম বিপদের সম্মুখীন হতে হবে। এই উত্তেজনা সবচেয়ে খারাপ চীনের জন্য এবং আমেরিকা চীনের ওপর চাপ তৈরির জন্য সময়ক্ষেপণ করছে। কিন্তু আমেরিকার বোঝা উচিত এই ছয়টি দেশের মধ্যে শুধু ওরাই অন্য অঞ্চলের, বাকি পাচঁ জনই আঞ্চলিকভাবে সম্পৃক্ত। আমেরিকার এখন সত্যিই ভাবা উচিত, এই বিশ্ব পোদ্দারি ওর জন্য আগে যতই সুখের হোক সামনে আর তত সুখের হবে না। কাজেই প্রাথমিক ভাবে উত্তেজনা প্রশমনে চীনের প্রস্তাবকৃত ছয় রাষ্ট্রের আলোচনার পথেই তাদের আগানো উচিত।
এখানে খবরের বিস্তারিত : Korea situation very tense, China calls for peace।
মাসুদ করিম - ১ ডিসেম্বর ২০১০ (৭:১৯ অপরাহ্ণ)
এ কেমন ভিডিও গেম! মানুষকে হিংসাশ্রয়ী যুদ্ধবাদী করে তোলার এ কেমন নির্লজ্জতা! প্রথম বিশ্ব বা উন্নত বিশ্ব বা পশ্চিমা বিশ্ব — যাই বলি না কেন, ওদের মধ্যে জীবন জগত কি পুরোপুরি একমুখী হয়ে গেছে? বড় দাগের চিন্তাগুলো তাদের একবারে মুসলিম বিদ্বেষী আর কমিউনিস্ট বিদ্বেষী হয়ে পড়ছে? যাদের তেল আসে মুসলিম বিশ্ব থেকে আর পণ্য আসে কমিউনিস্ট পার্টি অফ চায়না শাসিত চীন থেকে, তারা এত উঠে পড়ে লেগেছে কেন মুসলিম বিশ্ব ও কমিউনিস্টদের বিরুদ্ধে? কী চায় তারা? যেকোনো ভাবে বিশ্বে খুব সহজে ঘৃণা ছড়িয়ে দিতে?
এখানে পড়ুন : কল অব ডিউটি!
মাসুদ করিম - ৪ ডিসেম্বর ২০১০ (১০:১৬ পূর্বাহ্ণ)
বন্দী বার্মার ডাক শুনুন : অমর্ত্য সেন।
রেজাউল করিম সুমন - ৬ ডিসেম্বর ২০১০ (৩:৩৩ পূর্বাহ্ণ)
আন্দ্রেই ভজ্নেসেন্স্কি-র (১২ মে ১৯৩৩ — ১ জুন ২০১০) মৃত্যুর ঠিক ৬ মাসের মাথায় ২৯ নভেম্বর বিদায় নিলেন রুশ সাহিত্যের আরেক প্রধান কবি — বেল্লা আখ্মাদুলিনা (জন্ম ১০ এপ্রিল ১৯৩৭)। শ্রীমতী আখ্মাদুলিনার প্রয়াণে শোকলেখন : দ্য নিউইয়র্ক টাইম্স্ এবং রাশিয়া বিয়ন্ড দ্য হেডলাইন্স্-এ।
ইংরেজি অনুবাদে তাঁর কয়েকটি কবিতা পড়া যাবে এখানে।
মাসুদ করিম - ৬ ডিসেম্বর ২০১০ (১:১২ অপরাহ্ণ)
নেপালের মাওবাদী কমিউনিস্ট পার্টির সহ সভাপতি বাবুরাম ভট্টরাই-এর এই সাক্ষাৎকার বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ৭ ডিসেম্বর ২০১০ (৬:১৭ অপরাহ্ণ)
অক্টোবরে ইরাকি ওয়ার লগস উন্মোচনের মাধ্যমে সবার নজরে এসেছে উইকিলিকস ও এর প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জ, সেই সাথে পুরো প্রজেক্টটির সাথে একই সাথে কাজ করছিল জার্মান পত্রিকা ‘স্পিগেল’, ব্রিটিশ পত্রিকা ‘গার্ডিয়ান’ ও আমেরিকান পত্রিকা ‘নিউইয়র্ক টাইমস’। আজ ব্রিটিশ পুলিশ তাকে গ্রেপ্তারের পর এখানে গার্ডিয়ানে পড়ুন লাইভ আপডেট, নিউইয়র্ক টাইমসে পড়ুন Britain Arrests WikiLeaks Founder on Sex Charges এবং স্পিগেল এ পড়ুন Julian Assange Becomes the US’s Public Enemy No. 1। সেসাথে এখানে দেখুন এবিষয়ে স্পিগেল-এর ফটোগ্যালারি।
মাসুদ করিম - ৭ ডিসেম্বর ২০১০ (৭:৪৭ অপরাহ্ণ)
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, যা সাউথ ব্লক নামে প্রসিদ্ধ, আমেরিকান দূতাবাসের কেবল লিকসগুলোর ইতিবাচক ব্যবহার করতে চাইছে। আমেরিকান দূতাবাসের কর্মীদের কেবল লেখার অনবদ্য যথার্থ প্রাঞ্জল ভাষা ও সংক্ষিপ্ত আকার তাদের মনোহরণ করেছে এবং ভারতীয় কূটনীতিকদের এর থেকে শিক্ষা নিতে বলছে। বিস্তারিত পড়ুন এখানে।
আমাদের দেশের কূটনীতিকদের কেবল-এর কী হাল কে জানে। জানতে পারলে ভাল হত। আর আমাদের কূটনীতিকদেরও কেবল লেখা শেখা উচিত : উইকিলিকসের ফ্রিপেপারগুলো নিয়ে মন্ত্রী দীপুমণি ও তার সচিব এবং সব কূটনৈতিক কর্মীরা সবাই মিলে পড়াশুনা শুরু করুন, কেবল লেখার ভাষা উন্নত করুন।
মাসুদ করিম - ৮ ডিসেম্বর ২০১০ (৭:৩৯ অপরাহ্ণ)
প্রাগৈতিহাসিক বামন মানব প্রজাতিকে আতঙ্কিত করত দৈত্যপাখি, পড়ুন : Revealed: The giant stork that used to terrorise Indonesia’s tiny ‘hobbits’।
রেজাউল করিম সুমন - ১২ ডিসেম্বর ২০১০ (৭:০১ অপরাহ্ণ)
লন্ডনের সাম্প্রতিক ছাত্র-আন্দোলন নিয়ে Bronwyn Hayward-এর কলাম ‘Where have all the adults gone?’ (পুরো লেখাটি এখানে)
রেজাউল করিম সুমন - ১৩ ডিসেম্বর ২০১০ (১২:১৯ পূর্বাহ্ণ)
চট্টগ্রাম ইপিজেড-এ ব্যাপক শ্রমিক অসন্তোষ। নিহত ৩। বিস্তারিত সংবাদ : এখানে।
রেজাউল করিম সুমন - ১৬ ডিসেম্বর ২০১০ (১২:১১ অপরাহ্ণ)
বিস্তারিত : এখানে।
মাসুদ করিম - ২৫ ডিসেম্বর ২০১০ (১:৪৩ অপরাহ্ণ)
এই লেখাটি কিছুই বুঝতে না পেরে এখানে লিন্ক সুপারিশ করছি — লেখাটি আমাদের দেশের বিশিষ্ট কলাম লেখক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরের, লেখার শিরোনাম : একাত্তরের বুদ্ধিজীবী হত্যা প্রসঙ্গে।
বুদ্ধিজীবি হত্যার এই সুনির্দিষ্ট কারণগুলো উমরের কাছে কীকরে এলো? আমরা তো জানি বাঙালি জাতিকে মেধাশূন্য করতেই পরিকল্পিতভাবে এই হত্যকাণ্ড ঘটানো হয়েছিল। কেউ হিন্দু ছিলেন, কেউ বেপরোয়া ছিলেন, কেউ ক্ষমতার সাথে যোগাযোগের কারণে ভাবেনইনি তাদের হত্যা করা হবে — এইসব অভিনব উদ্ভাবনের জন্য উমরকে অভিবাদন।
শিবলী - ২৬ ডিসেম্বর ২০১০ (১:২২ পূর্বাহ্ণ)
পশ্চিমবঙ্গের রইস মুসলমান আবুল হাশিমের ছেলের পক্ষে পূর্ববঙ্গের গোপালগঞ্জের অখ্যাত এক গ্রামবাসীর ছেলের রাজনৈতিক ক্যারিয়ারকে মেনে নেয়া কিছুতেই সম্ভব হলো না। ১৯৭১-এ আবুল হাশিম ছিলেন ইসলামী একাডেমীর ডিরেক্টর, আর শেখ মুজিব কী ছিলেন তা বিশ্ববাসী জানে। সুগভীর রাজনৈতিক প্রজ্ঞা, বুক-ফুলিয়ে-বলার-মতো বিদেশী ডিগ্রি, দেশের খেটে-খাওয়া মানুষের জন্য অপরিসীম দরদ, কয়েক-দশক-ব্যাপী রাজনৈতিক সক্রিয়তা, আর এত এত লেখালেখি — এত সব সত্ত্বেও শেষপর্যন্ত উমরের পরিচয় একজন আওয়ামী-বিরোধী কলামলেখক হিসেবে। এই পরিচিতি তাঁর স্বনির্মিত। … সে যাই হোক, আপনার দেওয়া লিংকে ক্লিক করে তাঁর নতুন এই কলামটি পড়লাম।
লেখক জানিয়েছেন, মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর গোবিন্দ চন্দ্র দেব, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা ও সন্তোষ ভট্টাচার্যকে হত্যা করা হয়েছিল “নেতৃত্বস্থানীয় হিন্দু অধ্যাপক” হিসেবে, রাজনৈতিক কারণে নয়। কিন্তু পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মনিরুজ্জামান হিন্দু না হয়েও এবং রাজনীতির সঙ্গে সম্পর্করহিত হয়েও কেন নিহত হন, তা ব্যাখ্যা করা হয়নি! ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার মুর্তজার মৃত্যুর কারণ নির্ণয় করতে গিয়ে লেখক জানিয়েছেন,
সম্পাদক স্বয়ং কোন্ উপায়ে পাকিস্তানি হানাদার বা রাজাকার-আলবদরের কালো তালিকায় নিজের নাম অন্তর্ভুক্তিকে ঠেকিয়ে রেখেছিলেন তা কিন্তু অজানাই থেকে গেল। নাকি তাঁকে স্বাধীনতাকামী বাঙালি বুদ্ধিজীবী হিসেবে গ্রাহ্য করবার কোনো কারণ খুঁজে পায়নি ওরা?
মাসুদ করিম - ২৭ ডিসেম্বর ২০১০ (৭:১৯ অপরাহ্ণ)
চীনের রাজধানী বেইজিং-এ একটা ১০০ বর্গমিটার বা ১০৭৬ বর্গফুটের বাসা কিনতে একজন কৃষক বা একজন অফিসের সাধারণ কর্মকর্তা বা একজন যৌনকর্মী বা একজন চোরের কত কাজ করতে হবে তার একটি হিসেব পাওয়া যায় এখানে। এরকম জনপ্রিয় নামহীন ইমেইল থেকে চীনের সম্পত্তির দামের ভয়ংকর উর্ধ্বগতির আভাস পাওয়া যায়। শুধু সম্পত্তি নয়, চীনে অতি উচ্চমূল্যের জন্য আর কী কী করতে পারবেন না
বিস্তারিত এখানে।
মাসুদ করিম - ২৮ ডিসেম্বর ২০১০ (৭:২৫ অপরাহ্ণ)
সোমবার বেনজীর হত্যার তৃতীয় বাষির্কী পালিত হল। এক আমেরিকান রাজনৈতিক পরামর্শদাতা এই হত্যাকাণ্ড নিয়ে ‘ভুট্টো’ নামে একটি প্রমাণ্যচিত্র বানিয়েছেন যেটি এমাসে জার্মানি ও আমেরিকায় মুক্তি পেয়েছে। প্রামাণ্যচিত্র নির্মাণকারীর সাক্ষাৎকার পড়ুন এখানে।
মাসুদ করিম - ২৮ ডিসেম্বর ২০১০ (৭:৪৭ অপরাহ্ণ)
তুরষ্কের প্রধানমন্ত্রী কুরদিশদের বিরুদ্ধে এভাবেই কথা বলছেন। আর কুরদিশ নেতারা বলছেন
কুরদিশদের ভাষা প্রশ্নে তুরষ্কের প্রধানমন্ত্রী আরো বলেছেন, আল্লাহ বলেছেন আমি তোমাদের সবাইকে সমান করেছি, আমার জাতি এক, আমার ভাষা এক। কুরদিশ নেতা এর উত্তর দিয়েছেন, কোরানে আছে আমি তোমাদের সবাইকে আলাদা আলাদা করে সৃষ্টি করেছি।
ভাষা নিয়ে উগ্র জাতীয়তার নতুন দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে তুরষ্কের ক্ষমতাসীন জাস্টিস পার্টি, কিন্তু ওই প্রশাসকদের সাবধান হওয়া উচিত। আর প্রশাসন ভাষা নিয়ে বেশি বাধা দিলে কুরদিশদের আমাদের ২১ ফেব্রুয়ারির চেতনায় উজ্জীবিত হয়ে ভাষা প্রশ্নে তীব্র সংগ্রামে নেমে পড়া উচিত। ভাষা প্রশ্নে প্রশাসনের উগ্র জাতীয়তা সব সময়ের জন্য পরিত্যাগ করে ভাষার বহুত্বকে পরিচর্যা করা উচিত।
বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ২৮ ডিসেম্বর ২০১০ (৯:০৩ অপরাহ্ণ)
সুন্দরবন ছাড়া বাংলাদেশের আর কোথাও বাঘ নেই। কিন্তু গত রোববার রাতে কক্সবাজারের হিমছড়িতে গাড়ি চাপা পড়ে একটি বাঘের মৃত্যু হয়েছে। পরে শনাক্ত করা হয়েছে মৃত বাঘটি মেছো বাঘ। তাহলে ওই বনাঞ্চলে আরো অনুসন্ধান করে কতগুলো মেছো বাঘ বা আর কোনো প্রজাতির বাঘ আছে কিনা এমন একটি শুমারি দ্রুতই করা উচিত। মৃত বাঘটি আমাদের সেকাজে প্রবৃত্ত করুক এবং ভবিষ্যতে এভাবে যেন আর কোনো বাঘের প্রাণ না যায় সেলক্ষ্যে আমাদের কর্মপন্থা ঠিক করা উচিত।
খবরের লিন্ক এখানে।
মাসুদ করিম - ২৯ ডিসেম্বর ২০১০ (৭:৩২ অপরাহ্ণ)
পাকিস্তানের পপ গান অনেক সরকারি ও রাষ্ট্রীয় বাধা অতিক্রম করে পথ চলেছে এবং সে পথে অসাধারণ সব সৃষ্টিকর্মও শ্রোতাদের অকুণ্ঠ প্রশংসা পেয়েছে। গান সব সময়ের মতো এখনো পাকিস্তানের এক অসাধারণ অর্জন। এখন আর পাকিস্তানে কোনো সরকারি ও রাষ্ট্রীয় নিষেধাজ্ঞায় পপ গান বন্ধ হয় না — কিন্তু জঙ্গিবাদের আক্রমণের গানের দোকানগুলো ধ্বংস হচ্ছে — যদিও জঙ্গিরা কোনো গায়ক গায়িকাকে আজ পর্যন্ত আক্রমণ করেনি। নাদিম এফ পারাচা লিখছেন
পাকিস্তানে পপ গানের দীর্ঘ ঐতিহ্যে আমরা পেয়েছি ফোকপপ, আরবানপপ, সুফিরক-এর মতো গানের জনপ্রিয় উন্মাদনার সংষ্কৃতি। নাদিম এফ পরাচার Popping Zia বিস্তারিত পড়তে অনুরোধ করব পাঠককে, বিশেষত লেখাটিতে গানের যে লিন্কগুলো দেয়া আছে তা দেখতে ভুলবেন না। পরাচা এক চমৎকার পপ সংকলন তৈরি করেছেন এখানে।
মাসুদ করিম - ৩০ ডিসেম্বর ২০১০ (১:৫৬ পূর্বাহ্ণ)
সেই তালবুড়ো গত সোমবার বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। ২০০৯ সালে পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য শেখ হাসিনা তাকে পুরুস্কৃত করেছিলেন।
খবরের লিন্ক এখানে।
মাসুদ করিম - ৩০ ডিসেম্বর ২০১০ (৯:৩১ পূর্বাহ্ণ)
বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তি মুক্তিযুদ্ধ — এই যদি হয়, তাহলে মণি সিংহের জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় মর্যাদায় পালন করা উচিত এবং তার সূচনা আওয়ামী লীগ সরকারেরই করা উচিত আর তার প্রস্তাব আসুক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছ থেকে। আগামীকাল মণি সিংহের ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আমার ভাবনা।
রাজনীতির খারাপ দিনে, রাজনৈতিক ব্যক্তিত্বের অনটনের দিনে — মণি সিংহের মতো নেতাদের বৃহত্তর পরিসরে উদযাপন করা খুবই প্রয়োজন। বিভুরঞ্জন সরকারের আজকের কলামের শিরোনামটি আমাদের চেতনায় আঘাত করার জন্য যথার্থ : মণি সিংহকে ভুলে থাকলে ক্ষতি আমাদেরই।
মাসুদ করিম - ৩০ ডিসেম্বর ২০১০ (১০:০৭ পূর্বাহ্ণ)
বেঁচে থাকা প্রিয়তম অভিনেতা প্রয়াত হলেন, মঙ্গলবার চলে গেলেন রমাপ্রসাদ বণিক। খবরের লিন্ক এখানে।
মাসুদ করিম - ৩১ ডিসেম্বর ২০১০ (৯:১৬ অপরাহ্ণ)
২০০৭এর ৩১ ডিসেম্বর বিকালে রমনা পার্কে হাঁটতে গিয়েছিলেন বিচারপতি কে এম সোবহান, সেদিন রমনা পার্কে হাঁটতে হাঁটতেই তার ৮৩ বছরের জীবনের অবসান হল।
বাংলাদেশের মৌলবাদ বিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচারের এক বলিষ্ঠ ও প্রাজ্ঞ ব্যক্তিত্ব ছিলেন কেএম সোবহান। এখানে পড়ুন শাহরিয়ার কবিরের কলাম : যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনে বিচারপতি কেএম সোবহানের অবদান।
এখানে পড়ুন সোবহান কন্যা রুমানা নাহীদ সোবহানের স্মৃতিচারণ : বিচারপতি সোবহানের সেইসব দিনরাত্রি।