সুপারিশকৃত লিন্ক : ডিসেম্বর ২০২৪

মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিন্ক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে। ধন্যবাদ।

আজকের লিন্ক

এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।

১১ comments

  1. মাসুদ করিম - ১ ডিসেম্বর ২০২৪ (৬:৩৩ পূর্বাহ্ণ)

    China and Myanmar: Examining the Junta’s Survivability
    https://miss.org.in/china-and-myanmar-examining-the-juntas-survivability/
    BIBHU PRASAD ROUTRAY

    Abstract

    China’s backing seems to be a crucial factor influencing the trajectory of Myanmar’s civil war. At times, conflict theatres display signs of resolution. Battlefield victories by one side lead analysts to predict the end-game in a manner that turns out not to be reality. Myanmar serves as a prime example. Despite the territorial gains of the Three Brotherhood Alliance, the military junta remains firmly in power. The role of China as an external actor appears to be the key. This situation highlights the need for a proper framework for analysing state fragility and the state’s ability to endure. To accurately predict the outcomes of conflicts, it is essential to examine the roles of internal and external actors rather than focusing solely on battlefield victories or losses.

    Introduction

    If it weren’t for the violence and immense human suffering, the power struggle in Myanmar between the military Junta and the National Unity Government (NUG) over the past three and a half years could be likened to an unfinished game of chess. Since the coup of February 2021, both parties have experienced highs and lows, yet the end game is yet to unfold. When the military carried out the coup and unleashed a range of measures targeting the National League for Democracy (NLD) and other pro-democratic forces, it anticipated a quick victory. This proved far from the case. Within months, the counter-violence led by the People’s Defence Force (PDF) groups and the Ethnic Armed Organisations (EAOs) emerged as robust challengers to regime consolidation. The weakened military, which calls itself the State Administration Council (SAC), has struggled to implement much of its agenda. The NUG too isn’t anywhere close to achieving its objective of restoring democracy either. The unfolding of events imparts a lesson about state fragility versus the state’s enduring strength to survive with the assistance of external input.

    A Matter of Metrics

    The Junta’s continuing ability and determination to use violence is partly responsible for its survival. At least 5,938 civilians have been killed since the military seized power on 1 February 2021, according to the Assistance Association for Political Prisoners (Burma)[1]. Of the dead, 1,853 have died in custody. A total of 27,400 have been arrested. The United Nations, in September 2024, estimated that more than 3.3 million people have been internally displaced.[2] The objective for the Junta’s relentless violent campaign to restore order remains the same: to stage-manage elections that will legalise its hold over the country’s politics. Nevertheless, the NUG and the PDF groups and EAOs associated with it remain confident.

    This contesting version of staying in power by the Junta and the NUG’s confidence in unseating the SAC has been brought about by two circumstances.

    The first of these occurred in October 2023, the launch of Operation 1027 by Three Brotherhood Alliance (TBA), comprised of three powerful ethnic bodies — the Myanmar National Democratic Alliance Army (MNDAA), the Arakan Army (AA), and the Ta’ang National Liberation Army (TNLA) in northern Shan state – seemed to have tilted the strategic balance in favour of the NUG. Comprising of nearly 15,000 fighters, the offensive captured significant territory bordering China. It wasn’t a sudden offensive, rather a meticulous one that was backed by the use of sophisticated weapons amassed over the years and finances collected through licit and illicit sources.

    The success of Operation 1027 was followed by another, Operation 1107 in November 2023, carried out by the Karenni Nationalities Defence Force (KNDF) in the western Karreni State. KNDF is the most powerful armed organisation operating there and is comprised of the Karenni National People’s Liberation Front (KNPLF), the Karenni Army (KA), and the PDF groups.

    The rebels’ paired campaigns, targeting the Junta across the country, shook its control, strained its resources, undermined the morale of its soldiers, and resulted in a steady stream of defections. Numerous military posts fell, bases were captured, and townships slipped from Junta control. Among the latter were Laukkai, capital of the Kokang self-administered zone, which had emerged as a major global cyber-scam centre; Lashio, which houses the major regional military headquarters in the northern Shan state; and Mogok, the centre of the country’s lucrative gem-mining industry in the upper Mandalay region in July 2024.

    Further, the AA captured almost all of Rakhine State after expanding Operation 1027 to western Myanmar. This included the Junta’s naval base in Thandwe township, which fell to the AA on 5 September.

    The speed of these Operations, especially Operation 1027, led many analysts to predict the demise of the Junta, either through the momentum of military gains or through implosion, an internal coup of sorts by dissidents, dethroning the SAC chairman Min Aung Hlaing. Some Myanmar observers even hoped that the coordinated offensive would catalyse wider changes, leading to the collapse of the military administration. None of these predictions have become a reality.

    The second major circumstance unfolded in September 2024. On 18 September, the MNDAA announced that it would no longer cooperate with the NUG. It further assured that the group would not attempt to capture either Taunggyi, the capital of the Shan State, or Mandalay, Myanmar’s second-largest city. This was a decisive moment favouring the SAC, made possible after an intervention by China. Beijing’s Shweli National Security Committee had issued a warning to the TNLA to cease hostilities immediately or face consequences.

    Sceptics doubt that the halt in MNDAA’s anti-SAC offensive would be permanent, especially in the wake of an earlier effort by Beijing that resulted in a six-month-long ceasefire and broke down thereafter. In fact, since the group’s announcement, the remaining two partners in the TBA — the TNLA and the AA — have continued with their armed campaign. But the absence of MNDAA has taken the impetus out of their onslaughts.

    The Junta, on the other hand, continues with its aerial bombing on towns controlled by anti-regime groups in northern Shan, Rakhine, Chin and Karenni states, and Mandalay and Magwe regions. Junta airstrikes killed 540 civilians, including 109 children, during the first ten months of 2024, according to the AAPP. At least 159 of the deaths occurred in Rakhine state. Sagaing region saw the second-most deaths by airstrike with 119.[3] The UN has termed such brutality “massive regressions in human rights that have been provoked by a vacuum of rule of law.”[4]

    Enter the Dragon

    The SAC’s fragility, which appeared beyond reasonable doubt a few months back, has turned out to be only a preponderance of probabilities. It is too early to predict a decisive swing in its favour, but it is attempting to capitalize on the situation. One the one hand, in September 2024, in an apparent sign of continuing weakness, the SAC offered to negotiate with the EAOs and PDF groups, only to be rebuffed. On the other hand, the SAC is moving to exploit the advantages gained as a result of the MNDAA’s halt of operations. It plans to carry out the much-delayed census and hold elections in 2025. Earlier, it had dissolved the NLD and other political parties. The elections, if held, will pave the way for a government that represents only the interests of the Junta.

    This highlights the inherent power of the state, which gives it significant influence. The state continues to dominate in the application of force. Supported by the SAC leaders’ sense of impunity and backing from powerful external actors, China, to be sure, but also the tacit backing of India and Thailand, the state can withstand forces that may seem overwhelming at times. The following three factors thus have worked in favour of the Junta.

    First, in December 2023, the MNDAA, following a series of unprecedented attacks on the military, announced, “The goal and purpose of the alliance groups and other resistance forces are the same. We are trying to eliminate the military dictatorship.” That wasn’t quite the entire story. The effectiveness of the anti-SAC operations needs to be seen in the context of the amalgamation of the two separate goals—the NUG’s larger goal of restoring democracy on the national scale and the EAOs’ goal of establishing their control over areas they consider their own. These objectives weren’t in conflict with one another but weren’t entirely in harmony, either. The fact that groups such as MNDAA, for all its commitment to overthrowing the SAC, haven’t been able to break away from Chinese control – and essentially remain tools in the hands of Beijing – works to the advantage of the Junta.

    Second, the end-state envisioned by powerful external actors plays a dominant role. In Myanmar’s case, “what China wants” has always been the defining principle, shaping the course of the conflict. China seeks absolute control over the country, over its resources and also the territory that will give it direct access to the Indian Ocean. It is worried about a civil war spilling over into its territory.

    To achieve such varied objectives, Beijing follows a complex policy that uses groups such as the MNDAA to end cyber scam operations in Kokang, which the Myanmar military hasn’t been able to achieve, and then turn the valve off when the heat is too much on the Junta, thereby earning the latter’s gratitude. China still reckons the Junta to be the only entity capable of delivering on its expectations. Recently, it signed a memorandum of understanding with Myanmar to provide police equipment and supplies worth 5 million yuan (about US$ 700,000).

    The NUG’s assurance that it too will be sensitive towards Beijing’s expectations hasn’t convinced the latter. China, albeit without credible evidence, considers the NUG an agency backed by the United States and Western powers, hence, anathema. With the regional group, ASEAN, having demonstrated its normal inability to play a meaningful role in a crisis such as Myanmar, the China-Russia axis remains the linchpin of the SAC position. The point is hardly new: states, regardless of lack of domestic legitimacy, can in fact survive as long as they have the support of powerful external actors.

    Third, Beijing’s lack of interest in restoring democracy is not surprising. However, the indifference of democracies and “promoters of democracy” to the deteriorating state of affairs should be a cause for concern. Over the years, major powers have proved incapable of stopping or even significantly influencing the course of conflicts. This failure reflects a turbulent world of decentralised authority that seems likely to endure. Much of the energy of the Joe Biden administration was spent on aiding Ukraine’s resistance to Russian aggression, and in supporting Israel’s expanding war against Iran and its proxy network in the Middle East. Both were dealt with not in geopolitical terms by the Republican opposition but as blocks to a determined effort to revive pre-World War II isolationism. Hence, when Donald Trump assumes the Presidency in January 2025, Myanmar’s irrelevance to the US administration is all but guaranteed.

    Similarly, other nations, who continuously vouch for a multipolar world, have remained mostly bystanders. These two countries which border the struggle and could possibly play a constructive role, India and Myanmar. This can hardly bode well for a future of regional upheaval driven by parochial interests. The relative indifference of the international community can allow tyrannical regimes to have an extended lifeline.

  2. মাসুদ করিম - ২ ডিসেম্বর ২০২৪ (৬:১১ অপরাহ্ণ)

    সন্তান ও ভাই-বোন হারানোর যে দুর্বিষহ যন্ত্রণা এটি মহাকাব্য: প্রধান উপদেষ্টা
    https://samakal.com/bangladesh/article/268308/%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%93-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%A8-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%B0-%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%B9-%E0%A6%AF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE-%E0%A6%8F%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF:-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%89%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE

    জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশ করে আন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আপনারা কিছু সময়ের জন্য আমাকে আপনাদের অনুভূতি জানিয়েছেন। সন্তান ও ভাই-বোন হারানোর যে দুর্বিষহ যন্ত্রণা এটি মহাকাব্য। এই অল্প সময় এটি প্রকাশ করার জন্য যথেষ্ট নয়। আপনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই।

    সোমবার সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের তৃতীয় কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভায় তিনি এ কথা বলেন।

    সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এতে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও সাধারণ সম্পাদক সারজিস আলমসহ আরও অনেকে।

    প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এ বৈঠকে দ্বিতীয় সভার কার্যবিবরণীর সিদ্ধান্তসমূহের অগ্রগতির পর্যালোচনা, গণঅভ্যুথান সংক্রান্ত বিশেষ সেল ও ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কিত আলোচনা, গুরুতর অসুস্থ রোগীদের সহায়তার জন্য মেডিক্যাল সাপোর্ট টিম, আইসিটি সাপোর্ট টিম, লিগ্যাল সাপোর্ট টিম গঠন নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া আজকের সভায় ফাউন্ডেশনের সংশোধিত গঠনতন্ত্রের অনুমোদন, নির্বাহী পরিষদ গঠন ও আয়-ব্যয়ের হিসাব অনুমোদন দেওয়া হয়েছে।

    জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে গত ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত ১০৭ কোটি ৭৫ লাখ ৬১ হাজার ২৪০ টাকা জমা হয়েছে বলে সভায় জানানো হয়েছে। এর মধ্যে ৩৬৫ জন শহীদ পরিবারকে ১৮ কোটি ২৫ লাখ টাকা ও ৭৭৫ জন আহতদের ৭ কোটি ৮৬ লাখ ৭০ হাজার ১৯০ টাকা অর্থাৎ মোট ১১৪০ জনকে ২৬ কোটি ১১ লাখ ৭০ হাজার ১৯০ টাকা বিকাশ ও ক্রসচেকের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

    ফাউন্ডেশনের পক্ষ থেকে গুরুতর অসুস্থ রোগীদের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক অব. বিগ্রেডিয়ার জেনারেল ডা. মো. জালাল উদ্দীনকে চেয়ারম্যান করে মেডিকেল সাপোর্ট টিম গঠন করা হয়েছে। তিনি স্বাস্থ্যসেবা বিষয়ে করণীয় সংক্রান্ত একটি বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করেছেন।

    অব. বিগ্রেডিয়ার জেনারেল ডা. মো. জালাল উদ্দীন জানান, এখন পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মধ্যে নয়জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে। এর মধ্যে ৬ জনকে থাইল্যান্ডে ও ৩ জনকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। আর কিছুদিনের মধ্যেই আরও দুজন চিকিৎসার জন্য বিদেশে যাবেন বলে জানান তিনি।

    এছাড়া আহত আরও ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য তুরস্কে পাঠানোর প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।

    মো. জালাল উদ্দীন আরও বলেন, এখন পর্যন্ত আহতদের চিকিৎসায় বিদেশ থেকে কয়েকটি স্পেশাল মেডিকেল টিম এসেছে। এর মধ্যে নেপাল থেকে ৩ জন বিশেষজ্ঞ, যুক্তরাজ্য থেকে ২ জন বিশেষজ্ঞ, ফ্রান্স থেকে ১ জন বিশেষজ্ঞ, থাইল্যান্ড থেকে ৬ জন বিশেষজ্ঞ ও চীন থেকে ১০ জন বিশেষজ্ঞ বাংলাদেশে এসে বিশেষায়িত হাসপাতালগুলো পরিদর্শন, অস্ত্রোপচার সম্পন্ন ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়েছেন।

    এসময় প্রধান উপদেষ্টা ড. ইউনূস আহতদের সুচিকিৎসার প্রয়োজনে বিদেশে পাঠানোর ক্ষেত্রে দূতাবাসগুলোর কাছে সহযোগিতা চাওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, ‘গুরুতর আহত যারা তাদের বিস্তারিত মেডিকেল হিস্ট্ররির রিপোর্ট তৈরি করে দূতাবাসগুলোর কাছে সাহায্য চাওয়া যেতে পারে। বিভিন্ন দূতাবাসের অনেক কর্মকর্তারা জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে ছিলেন তাদের আহতদের ব্যাপারে সহানূভুতি আছে। নিশ্চয়ই তারা আমাদের এ ব্যাপারে সাহায্য করবেন।’

    অতিদ্রুত আহতদের বিস্তারিত মেডিকেল হিস্ট্রির রিপোর্ট তৈরির পরামর্শ দেন তিনি।

    বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তি, শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহিদুল ইসলাম ভূঁইয়া, শহীদ আনাসের বাবা সাহরিয়ার খান পলাশ, শহীদ তাহির জামান প্রিয়’র মা শামসী আরা জামানসহ শহীদ পরিবারের ১৪ জন সদস্য অংশ দেন।

    জুলাই গণঅভ্যুত্থানে নির্মমভাবে গুলিতে নিহত সন্তানের মরদেহ উদ্ধার থেকে দাফন পর্যন্ত দুর্বিষহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। তারা অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ অগ্রাধিকাররের পরামর্শ দেন এবং জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।

    অধ্যাপক ইউনূস বলেন, ‘আপনারা কিছু সময়ের জন্য আমাকে আপনাদের অনুভূতি জানিয়েছেন। সন্তান ও ভাই-বোন হারানোর যে দুর্বিষহ যন্ত্রণা এটি মহাকাব্য। এই অল্প সময় এটি প্রকাশ করার জন্য যথেষ্ট নয়। আপনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। যারা শহীদ হয়েছে তারা একেকটি পরিবার থেকে এসেছে। আপনারা, আপনাদের পরিবার এমন একেকজন মানুষ তৈরি করেছে যারা এতখানি দুঃসাহস নিয়ে অধিকারের কথা বলেছে। আমি এই শহীদদের শ্রদ্ধা জানাই এবং একইসঙ্গে আপনাদেরও, শহীদদের পরিবারের সকলকে শ্রদ্ধা জানাই।’

    প্রধান উপদেষ্টা বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্দেশ্য আহত ও নিহতদের দায়িত্ব সুষ্ঠুভাবে যেন পালন করা যায়। এটা আপনাদের ফাউন্ডেশন। আপনারা সরাসরি যুক্ত হন, পরামর্শ দেন, নিজের মতো করে গড়ে নেন।

    আজকের সভায় নির্বাহী পরিষদ গঠনের সিদ্ধান্ত হয়েছে। এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, সাধারণ সম্পাদক হিসেবে মো. সারজিস আলম, অর্থ সম্পাদক হিসেবে মোহা. আহসান হাবীব চৌধুরী এবং নির্বাহী সদস্য হিসেবে অ্যাডভোকেট মোহা. মুজাহিদুল ইসলাম, সাবরিনা আফরোজ সেবন্তি ও ডা. তাসনিম জারাকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

    এছাড়া সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট, ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মুহা. মুজাহিদুল ইসলাম শাহীনকে প্রধান করে একটি লিগ্যাল সাপোর্ট টিম গঠন করা হয়েছে।

    এর পাশাপাশি ছয় সদস্যের গভর্নিং বডি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এতে অধ্যাপক মুহাম্মদ ইউনূস, কাজী ওয়াকার আহমাদ, নূরজাহান বেগম, শারমীন এস মুরশিদ, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

  3. মাসুদ করিম - ৫ ডিসেম্বর ২০২৪ (৭:১৬ পূর্বাহ্ণ)

    CIVICUS upgrades BD’s civic space after reforms
    https://today.thefinancialexpress.com.bd/last-page/civicus-upgrades-bds-civic-space-after-reforms-1733336983

    The CIVICUS Monitor on Wednesday said it upgraded the rating of Bangladesh in terms of its increased civic space after the much-needed reforms have been made by the interim government.

    The CIVICUS Monitor, a research consortium led by global civil-society alliance CIVICUS, tracked civic-space conditions in 198 countries in 2024, compiled and analysed in its ‘People Power under Attack 2024’ report.

    Bangladesh’s upgraded rating, detailed in the annual report, reflected the release of protesters as well as human rights defenders from detention, according to CIVICUS.

    The CIVICUS data provides the basis for civic-space ratings and countries can be rated as either ‘Closed’, ‘Repressed’, ‘Obstructed’, ‘Narrowed’ or ‘Open’.

    It upgraded Bangladesh to “repressed” from “closed” in its fresh ratings. The country’s score improved by four points from 20 to 24, moving it away from the ranks of “closed” countries worldwide.

    The Monitor determines each country’s rating based on data on civic-space incidents collected by civil-society groups globally. Incidents may include protests, censorship, capture of rights defenders and harassment.

    Each country then receives a rating between 0-100 based on its incidents, with higher scores indicating more open civic space.

    The Yunus-led interim government took steps to address civic-space concerns following mass protests in Bangladesh that led to the fall of the Hasina regime this August, according to a media statement.

    This upgradation reflects the government’s signature onto the International Convention for the Protection of All Persons from Enforced Disappearances, creation of a commission of inquiry on all cases of enforced disappearances, and removal of jail terms for convictions of two prominent human rights defenders from Odhikar.

    “Professor Muhammad Yunus and his interim government have opened a new chapter in the story of Bangladesh and its people,” said Josef Benedict, Asia-Pacific researcher at the CIVICUS Monitor.

    “The progress documented by the CIVICUS Monitor lifts up hope that by working with civil society, the interim government can undertake the legal and policy reforms needed to ensure the protection of fundamental freedom for all citizens regardless of their political leanings.”

    Despite this progress, the group suggests more work, including disbanding security units such as the Rapid Action Battalion (RAB) responsible for enforced disappearances and torture, reforming the much-maligned NGO Affairs Bureau to ensure it supports civil society.

    It also called for amending the Foreign Donations Law, which creates a bureaucratic maze for civil society to receive international funding are the first steps to protecting Bangladesh’s civil society.

    The government should take steps to protect journalists so that they can work freely and without fear of retribution for expressing critical opinions or covering topics that the government may deem sensitive.

    Other much-needed reforms include repealing restrictive laws like the draconian Cyber Security Act 2023 and other provisions criminalising defamation, and enabling accountability for past crimes, including investigating all instances of extrajudicial killing and excessive force by security forces.

  4. মাসুদ করিম - ৫ ডিসেম্বর ২০২৪ (৭:১৮ পূর্বাহ্ণ)

    হাসিনার ইন্ধনে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি
    সাক্ষাৎকার: তানজিম আহমদ সোহেল তাজ
    https://samakal.com/politics/article/268727/%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AC%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BF

    ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন একসময়ে তাঁর সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। তিনি বলেছেন, আওয়ামী লীগ সভাপতি সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করছেন। তিনি (শেখ হাসিনা) ভারতের প্রেসক্রিপশনেই সবকিছু করছেন। ভারতের কাছে দেশ বিক্রি করেছেন।

    সোহেল তাজ আরও বলেন, আমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছি। স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজনে ভারতের বিরুদ্ধেও যুদ্ধ করব। আত্মমর্যাদা বিসর্জন দিয়ে মাথা নত করে থাকব না। শেখ হাসিনাকে ভারত ১৫ বছর ধরে বাংলাদেশে নিযুক্ত করে রেখেছিল। তাই উৎখাতের পর তিনি সেখানেই চলে গেছেন। আর তাঁকে উৎখাত মানেই ভারতকে বিতাড়ন করা।

    সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগও এনেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ ও ফালতু মামলায় জড়িয়ে রাজনৈতিক শিষ্টাচারকে তুলাধুনা করেছেন শেখ হাসিনা। তিনি বর্ষীয়ান এই রাজনীতিককে ন্যক্কারজনকভাবে বাসভবন থেকে বের করে দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিষিদ্ধ করেছেন। ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর খালেদা জিয়াকে অপমান ও অপদস্থ করেছেন। চিকিৎসার জন্য তাঁকে বিদেশ যেতে দেননি। সমকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন আওয়ামী লীগের সাবেক এমপি ও দলের সহসম্পাদক সোহেল তাজ। সাক্ষাৎকারটি নিয়েছেন উপসম্পাদক শাহেদ চৌধুরী।

    সমকাল : শেখ হাসিনার দেশত্যাগকে কোন দৃষ্টিতে দেখছেন?

    সোহেল তাজ: শেখ হাসিনার দেশত্যাগ দেশ ও আওয়ামী লীগের জন্য বিপর্যয়কর। এটা খুবই দুর্ভাগ্যজনক।

    সমকাল : বিএনপি ও জাতীয় পার্টি সরকারের পতনের পর পালানোর ঘটনা ঘটেনি। কিন্তু আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপি ও নেতারা পতনের পর পালিয়ে গেলেন কেন?

    সোহেল তাজ : জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ অনেকটা মাফিয়া কায়দায় রাষ্ট্র ও দল পরিচালনা করেছে। ফলে জনগণ ব্যাপকভাবে সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়। প্রস্তুত হয় বিস্ফোরণের প্রক্রিয়া। এর চূড়ান্ত বিস্ফোরণ ঘটে জুলাই-আগস্টে ছাত্র গণঅভ্যুত্থানে। ইকো চেম্বার পার্টি আওয়ামী লীগ জনগণের এই মনোভাব বুঝতে পারেনি। ফলে দেশত্যাগ ছাড়া তাদের কোনো উপায় ছিল না।

    সমকাল : সরকার পতনের পর আওয়ামী লীগের বেহাল দশার কারণ কী?

    সোহেল তাজ : রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে দলের সশস্ত্র কর্মী দিয়ে ২ হাজারেরও বেশি মানুষ হত্যা করা হয়েছে। ৬শর বেশি মানুষ অন্ধ। হাজার হাজার মানুষ পঙ্গু। দেশের ইতিহাসে এমন নির্মম, নিষ্ঠুর ও জঘন্যতম গণহত্যা কখনও হয়নি। এরশাদকে স্বৈরাচার বলা হয়। কিন্তু শেখ হাসিনা স্বৈরশাসকের মাত্রাও পেরিয়ে গেছেন। তিনি নির্বিচারে শিশু হত্যা করেছেন। যুদ্ধেও এত শিশু নিহত হয় না। ক্ষমতা ধরে রাখার জন্য এ রকম অপচেষ্টা আগে কেউ করেনি।

    সমকাল : ছাত্র-জনতার অভ্যুত্থান কেন হলো?

    সোহেল তাজ : বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রামের প্রতীক। তাঁর মেয়ে হিসেবে শেখ হাসিনার কাছে জাতির অনেক কিছু প্রত্যাশা ছিল। কিন্তু তাঁর ১৫ বছরের দুঃশাসন মানুষকে হতাশ করেছে। এর পাশাপাশি তিনটি বিতর্কিত নির্বাচনও জনবিস্ফোরণে সহায়ক ভূমিকা রেখেছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগ জনগণের কাছে দেওয়া ওয়াদা রক্ষা না করে বিশ্বাসঘাতকতা করেছে। তারা বিডিআর হত্যাকাণ্ড, হেফাজতে ইসলামের ওপর হামলা, ভোটারবিহীন নির্বাচন, দলের নেতা-মন্ত্রী-এমপিদের ব্যাপক দুর্নীতি ও অনিয়ম, চার বছরের বাজেটের সমপরিমাণ অর্থ পাচার, নির্দেশপুষ্ট বিচার বিভাগ, দুঃশাসন, দ্রব্যের মূল্যবৃদ্ধি, রাতের ভোট, ডামি নির্বাচন, রাষ্ট্রীয় সংস্থার মাধ্যমে বিরোধী দলের ওপর নির্যাতন-নিপীড়ন-খুন-গুমের মধ্য দিয়ে স্বৈরশাসকে রূপ নেয়। রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে সামরিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে। ফলে আওয়ামী লীগের রাজনীতি আর থাকেনি। গোটা দল শেখ হাসিনা ও তাঁর পরিবারের নিয়ন্ত্রণে চলে যায়। এসবের পরিণতি ছাত্র-জনতার সফল অভ্যুত্থান।

    সমকাল : আওয়ামী লীগের বিপর্যয়ের জন্য কাকে দুষছেন?

    সোহেল তাজ: দুর্ভাগ্য, একটি রাজনৈতিক দল তাঁর নেতৃত্বের কারণে জঘন্যতম গণহত্যা করেছে। জনবিরোধী কাজের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। আসলে আওয়ামী লীগের বিপর্যয়ের জন্য শেখ হাসিনা এককভাবে দায়ী। তিনি ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন। তাঁর পরিবারের মাধ্যমে আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করা হতো।

    সমকাল : সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে আওয়ামী লীগের করণীয় কী?

    সোহেল তাজ: নীতি ও আদর্শ বিচ্যুত আওয়ামী লীগের বিপর্যয় ঘটেছে। এই বিপর্যয়ের কারণ বিশ্লেষণ করতে হবে। গুম, খুন ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতেই হবে। এর পাশাপাশি আত্মসমালোচনা, অনুশোচনা ও অনুতপ্ত হয়ে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। তাহলে হয়তো আওয়ামী লীগ ভবিষ্যতে ফিরে আসতে পারবে। তবে শেখ হাসিনাসহ তাঁর পরিবার ও অপকর্মে সংশ্লিষ্ট নেতৃত্বের কারণে আওয়ামী লীগের আজকের যে দুরবস্থা, তাদের রেখে আওয়ামী লীগ কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না।

    সমকাল : আওয়ামী লীগের ঝটিকা কর্মসূচিকে কোন দৃষ্টিতে দেখছেন?

    সোহেল তাজ : এটা আওয়ামী লীগকে ধ্বংস ও নিরীহ কর্মীদের বিপদে ফেলার আরেকটি নির্লজ্জ প্রচেষ্টা। কেননা, এর মধ্য দিয়ে যারা এই দলটাকে ডুবিয়েছে, তারাই আবার ক্ষমতার জন্য ফিরে আসতে চাচ্ছে। কিন্তু এটা অসম্ভব।

    সমকাল : অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা কী?

    সোহেল তাজ: মহান মুক্তিযুদ্ধের বাংলাদেশ ও সব নাগরিকের সমান অধিকার চাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেসব ইস্যুর কথা বলেছে, তার সবটাই চাই। যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। বৈষম্য থাকবে না। অন্যায়-অনিয়ম ও দুর্নীতি দূর হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। এসব করতে হলে পর্যাপ্ত সংস্কারের প্রয়োজন। নিশ্চয়ই সরকার তা করবে।

    সমকাল : অন্তর্বর্তী সরকার কি মানুষের প্রত্যাশা পূরণ করতে পারছে?

    সোহেল তাজ : না। অন্তর্বর্তী সরকার মানুষের প্রত্যাশার পুরোটা বাস্তবায়ন করতে পারেনি। দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হচ্ছে। ঘুরেফিরে ১৫ বছরের দুঃশাসন ফিরে আসছে। এসব নিয়ন্ত্রণ করতে গিয়ে সরকারকে বেশ বেগ পেতে হচ্ছে। অবশ্য আগামী দুই মাসের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে।

    সমকাল : আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে।

    সোহেল তাজ: কিছু অর্থবহ সংস্কারের পর দুই থেকে তিন বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ কিংবা বাদ দিয়ে নির্বাচন করাটা ঠিক হবে না।

    সমকাল : গণহত্যার সঙ্গে জড়িতদের শাস্তি চান কিনা?

    সোহেল তাজ : সুষ্ঠু তদন্তের মাধ্যমে গণহত্যায় জড়িতদের বিচার চাই।

    সমকাল: আওয়ামী লীগ আবারও দেশকে শোষণ করার চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন। ব্যাখ্যা দেবেন?

    সোহেল তাজ: শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে, আমার সঙ্গে ও দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। ২০০৮ সালের আগে ও পরের শেখ হাসিনার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। তিনি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই নিজেকে পরিবর্তন করেছেন। এখন তিনি পলাতক থেকে নেতাকর্মীকে আন্দোলনে ডাকছেন। এখনও এই স্বৈরাচারের আদেশে দল চলছে। কিন্তু এটা হতে পারে না।

    সমকাল : আওয়ামী লীগের সংকটকালে দলের দায়িত্ব নিতে বললে কী করবেন?

    সোহেল তাজ : আওয়ামী লীগ, দেশ ও গণতন্ত্রের জন্য সারাজীবন আমার বাবা-মা রক্ত-শ্রম দিয়ে লড়াই করেছেন। বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা ধরে নিয়ে যাওয়ার পর ৯ মাস মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আমার বাবা। নীতি-আদর্শের সঙ্গে আপস না করে তিনি জীবন বিসর্জন দিয়েছেন। ১৯৭৫ সালে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন আমার মা। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন আত্মোপলব্ধি, আত্মসমালোচনা, অনুশোচনা ও জনগণের কাছে ক্ষমা চাইবে; অপরাধীদের বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া হবে– তখন আমি বিষয়টি বিবেচনায় নিতে পারি, তার আগে নয়।

    সমকাল : আপনি কি মনে করেন, আওয়ামী লীগ আপনাকে দলের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানাবে?

    সোহেল তাজ : না। কারণ, আওয়ামী লীগ তাদের সত্তা হারিয়ে ফেলেছে। এই সত্তা তারা কবে ফিরে পাবে, কেউ বলতে পারবে না।

    সমকাল : আপনার বোন সিমিন হোসেন রিমি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী-এমপি। তিনি আত্মগোপনে কেন?

    সোহেল তাজ : তাঁর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

    সমকাল : অন্তর্বর্তী সরকারে আমন্ত্রণ জানানো হলে যাবেন কিনা?

    সোহেল তাজ: এ মুহূর্তে সরকারে যেতে চাই না। স্বাস্থ্যসচেতনতা নিয়ে কাজ করছি। এ নিয়েই থাকতে চাই।

  5. মাসুদ করিম - ৬ ডিসেম্বর ২০২৪ (৯:১৭ পূর্বাহ্ণ)

    আওয়ামী লীগের ঢাকার তিন কার্যালয় ‘ভূতের বাড়ি’
    কেন্দ্রীয় কার্যালয় যেন গণশৌচাগার আড্ডা জমায় মাদকসেবীরা
    https://samakal.com/bangladesh/article/268905/%E0%A6%86%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80-%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%9F-%E2%80%98%E0%A6%AD%E0%A7%82%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF%E2%80%99

    রাজধানী ঢাকায় আওয়ামী লীগের তিন কার্যালয় এখন পরিত্যক্ত পোড়া ভবন। একসময় যে কার্যালয়গুলো থেকে দলের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড পরিচালিত হতো, হাজারো নেতাকর্মীর ভিড়ে জমজমাট থাকত, সেগুলো ধ্বংসস্তূপের মতো দাঁড়িয়ে আছে। সম্প্রতি কার্যালয় তিনটি ঘুরে এমন দৃশ্য দেখেছেন এ প্রতিবেদক।

    এই তিন কার্যালয় হচ্ছে– রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় এবং তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন প্রবল জনরোষের শিকার হয়ে গণভবন, সংসদ ভবন ও ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনের পাশাপাশি আওয়ামী লীগের এই তিন কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

    সরেজমিন দেখা গেছে, বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় গণশৌচাগারে পরিণত হয়েছে। সেখানে পথশিশু আর মাদকসেবীদের আড্ডা চলে। ধানমন্ডির দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয় ভগ্নস্তূপ। পুলিশবেষ্টিত পোড়া ভবনটির সব প্রবেশপথ বন্ধ করে দেওয়ায় নেতাকর্মী দূরে থাক, সাধারণ মানুষের প্রবেশেরও অনুমতি নেই। অন্যদিকে কঙ্কালসার তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যেন ভূতুড়ে পরিবেশ। তালাবদ্ধ এই কার্যালয়ও জনশূন্য।

    খোঁজ নিয়ে জানা যায়, ৫ আগস্টের আগে এই তিন কার্যালয়ে বেশ কিছু কর্মচারী কাজ করতেন। তবে সরকার পতনের পর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীর পাশাপাশি এসব কর্মচারী আত্মগোপনে গেছেন। ফলে সমকালের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।

    বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয় গত বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতেই দুর্গন্ধ পাওয়া গেছে। আশপাশের লোকজন জানান, কার্যালয়টি এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। নিচতলা থেকে শুরু করে ১০ তলা ভবনের প্রায় প্রতিটি তলায় একই অবস্থা। যত্রতত্র মলমূত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকায় আশপাশের এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে।

    এলাকার শ্রমজীবী, রিকশাচালক ও দোকান কর্মচারী, যার যখন প্রয়োজন হয়, তখনই ভবনটিকে মলমূত্র ত্যাগের স্থান হিসেবে ব্যবহার করে। শ্রমজীবী বিশেষ করে রিকশাচালকরা পরিশ্রমের পর ভবনের ছাদকে বিশ্রামের জায়গা হিসেবে ব্যবহার করেন। আর সেখানে রাতে পথশিশু আর ভাসমান মাদকসেবীদের আড্ডা বসে– এমনটিও জানালেন আশপাশের কয়েকজন।

    ঢাকার গুলিস্তান এলাকার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ১০ তলাবিশিষ্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের অবস্থান। ২০১৮ সালের ২৩ জুন পুরোনো কার্যালয় ভেঙে নির্মিত অত্যাধুনিক ১০ তলা ভবন উদ্বোধন করেন দলের সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কার্যালয়ের আট কাঠা জমি ৯৯ বছরের জন্য সরকারের কাছ থেকে ইজারা নেওয়া। পরে এই জমিতে ১০ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করে এটিকে আওয়ামী লীগের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

    ৫ আগস্টের সরকার পতনের দিন বিকেলে ভবনটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়, সেই সঙ্গে চলে ভাঙচুর ও লুটতরাজ। এই লুট চলেছে আগস্টের শেষ সপ্তাহ পর্যন্ত। যে যার মতো করে কার্যালয়টির বিভিন্ন তলার কক্ষে থাকা মূল্যবান আসবাব, স্টিলের আলমারি, কম্পিউটার, ইলেকট্রিক সামগ্রীসহ সব ধরনের মালপত্র লুট করে নিয়ে গেছে। হাতুড়ি পিটিয়ে খুলে নেওয়া হয়েছে লোহা, স্টেইনলেস স্টিল, দরজা-জানালা। এর পর থেকে গত চার মাস ধরে ভবনটি পরিত্যক্ত।

    এই ভবনের সামনের অংশের দেয়ালের একপাশে স্টিলের বড় অক্ষরে লেখা ছিল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’। পাশে দলীয় প্রতীক নৌকা। নিচে লেখা ছিল ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’। ওপরের অংশ দুটিতে ম্যুরালে ফুটিয়ে তোলা হয়েছিল মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দৃশ্য। আর ভবনের নিচে বাঁ পাশে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতি। প্রবেশমুখের ডান পাশে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে অস্থায়ী বেদি নির্মাণ করে শ্রদ্ধা নিবেদন করা হতো প্রতিবছর। সরেজমিন পরিদর্শনকালে এসবের কিছু দেখা যায়নি। তবে ভাঙা অবস্থায় দলীয় প্রতীক নৌকা ঝুলতে দেখা গেছে।

    ১০ তলা এই ভবনের নিচতলায় ছিল আগত নেতাকর্মীর অভ্যর্থনা কক্ষ। আন্ডারগ্রাউন্ডে ছিল দলের প্রকাশনা দপ্তর। দ্বিতীয় তলা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের জন্য বরাদ্দ থাকলেও অধিকাংশ সময় আওয়ামী লীগের সংবাদ সম্মেলন কক্ষ হিসেবে ব্যবহার হতো। তৃতীয় থেকে ষষ্ঠতলা পর্যন্ত ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগসহ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যালয় হিসেবে ব্যবহার করা হতো। এ ছাড়া সপ্তম তলা দলের দপ্তর, অষ্টম তলা দলীয় সাধারণ সম্পাদক এবং নবম তলায় ছিল আওয়ামী লীগ সভাপতির কার্যালয়। দশম তলা সব সময় তালাবদ্ধ থাকত। যদিও ভবনটি উদ্বোধনের সময় বলা হয়েছিল, দশম তলা ডরমিটরি হিসেবে ব্যবহার করা হবে।

    সরেজমিন পরিদর্শনকালে প্রতিটি তলার কক্ষগুলোতে আগুনে পোড়া ছাই ও কাগজপত্র, ভাঙা কাচ, পোড়া বইপত্র ও কাঠ, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবের অংশবিশেষ এবং ময়লা পানি দেখা গেছে। মলমূত্রে পরিপূর্ণ বেশির ভাগ জায়গা। সবকিছু মিলিয়ে স্যাঁতসেঁতে অবস্থা।

    কার্যালয়ের আশপাশের কয়েকজন দোকানি জানান, ৫ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত কিছু নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। তখনও কার্যালয়টিকে পাহারা দিচ্ছিলেন তারা। সকালের দিকে সামনের সড়কে মিছিলও করেছেন তারা। দুপুর ১টায় পরিস্থিতি অনুমান করতে পেরে কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে চলে যান নেতাকর্মী ও কার্যালয়ের কর্মচারীরা।

    আওয়ামী লীগ কার্যালয়ের সামনের সড়কের চা বিক্রেতা আলাউদ্দিন জানান, গত আট বছর ধরে এখানে চা বিক্রি করেন তিনি। এই দীর্ঘ সময়ে আজকের মতো কখনও এমন নেতাকর্মীশূন্য দেখেননি আওয়ামী লীগের কার্যালয়। ৫ আগস্টের পর থেকে এখন আর কেউ এখানে আসেন না।
    একইভাবে কেন্দ্রীয় কার্যালয়ের উল্টো দিকের একটি ভবনে অবস্থিত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যালয়ও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল ৫ আগস্ট। সেখানে ভগ্নস্তূপ দেখা গেছে।

    ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়

    ধানমন্ডি ৩/এ সড়কের ৫১ নম্বর বাড়িটি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার হতো। তিন তলাবিশিষ্ট এই ভবনের নিচতলার একটি কক্ষ সংবাদ সম্মেলনের জন্য ব্যবহার করা হতো। আরেকটি কক্ষ ব্যবহার করতেন দলের সাধারণ সম্পাদক ও অন্য নেতারা। আর ছোট একটি কক্ষ ব্যবহার করতেন দলের দপ্তর ও উপ-দপ্তর সম্পাদক। দ্বিতীয় তলায় ছিল দলের মুখপত্র উত্তরণ পত্রিকার অফিস। এ ছাড়া তৃতীয় তলায় ছিল আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির অফিস।

    জানা গেছে, ২০০২ সাল থেকে এই ভবনটি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার হয়ে আসছিল। প্রথমে এটি ভাড়া নেওয়া হয়। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় এলে ভবনটি দলের নামে কেনা হয়। এর পর ২০১৪ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর পাশের চার তলাবিশিষ্ট আরও দুটি ভবন কিনে দলীয় সভাপতির কার্যালয়টিকে আরও সম্প্রসারণ করা হয়। সে সময় ভবন দুটি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে কেনা হয় বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছিল। এই দুই ভবনে দলের কেন্দ্রীয় কমিটির বিষয়ভিত্তিক সম্পাদকমণ্ডলীর নেতারা এবং কেন্দ্রীয় উপকমিটির সদস্যরা বসতেন। এখানকার একটি কক্ষে আওয়ামী লীগের বিভিন্ন প্রকাশনার প্রদর্শনী ও বিক্রির স্টল ছিল। নির্বাচনকালে পাশের ভবনটিকে নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহার করা হতো।

    ৫ আগস্ট বিকেলে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের এই তিনটি ভবন বিক্ষুব্ধ ছাত্র-জনতার রোষের শিকার হয়। সেদিন আগুন লাগিয়ে ও ভাঙচুর করে সবকিছু গুঁড়িয়ে দেওয়া হয়। দলীয় সভাপতির কার্যালয়ের মূল ভবনের প্রবেশমুখে ইস্পাতের তৈরি মূল গেটসহ অন্য ভবনগুলোর প্রবেশপথের লোহা ও কাঠের গেট এবং সব দরজা-জানালা পুড়িয়ে দেওয়া হয়। ভবনগুলোর অধিকাংশ তলার দরজা ও জানালার কাচ ভেঙে ফেলা হয়। জানালার গ্রিল খুলে নিয়ে গেছে লুটকারীরা। চেয়ার-টেবিল, আলমারিসহ আসবাব এমনকি লোহা, স্টিলসহ ধাতব বস্তুও খুলে নিয়ে গেছে। আর ভেতরের ওয়াশরুম ও রান্নাঘরের আসবাব ভেঙে ফেলা হয়েছে।

    গত মঙ্গলবার দুপুরে এই কার্যালয়ে গিয়ে দেখা যায়, তিনটি ভবন আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেছে। তবে সবকটি পোড়া ভবনের প্রবেশপথসহ ভেঙে ফেলা কয়েকটি দরজা-জানালার জায়গায় কাঠের বাটাম মেরে ও ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা হয়েছে। ফলে বাইরের কারও এখন আর ভেতরে প্রবেশের সুযোগ নেই। কার্যালয়গুলোসহ সড়কে একদল পুলিশ পাহারা দিচ্ছে দিনরাত। তবে রাস্তাসংলগ্ন শেষ ভবনটির কিছু অংশ খোলা থাকায় নিচতলার দু-একটি কক্ষে ঢুকে মলমূত্র ত্যাগ করে কিছু লোক।

    ভেতরে প্রবেশের সুযোগ না হলেও বাইরে দাঁড়িয়ে স্থানীয় দোকানদার ও পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনটি ভবনের প্রতিটি তলায় কাগজপত্রের পোড়া ছাই, ভাঙা কাচ এবং পানি-কাদায় একাকার হয়ে আছে। বিশেষ করে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত তিন তলা ভবনে অবশিষ্ট বলতে কিছু নেই। প্রকাশনা স্টলটিতে পুড়ে যাওয়া বিপুল সংখ্যক বইপত্রের আংশিক ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক সামনের সড়কের একজন চা বিক্রেতা জানান, গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্ট বেলা প্রায় ২টা পর্যন্ত এই কার্যালয়ে ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা। তাদের সঙ্গে দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কার্যালয়টি পাহারায় ছিলেন। ছিলেন কার্যালয়ের কর্মচারীরা। তবে দুপুরের পর পরিস্থিতি আঁচ করতে পেরে সবাই যার যার মতো সরে পড়েন। পরে বিকেল ৪টার কিছু আগে থেকে তিনটি ভবনে ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

    এলাকার একজন মধ্যবয়সী ব্যক্তি জানান, গত ৫ আগস্ট ভাঙচুর ও অগ্নিসংযোগের দিন থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত এসব কার্যালয় অরক্ষিত অবস্থায় পড়ে ছিল। সে সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছ থেকে অনুমতি নিয়ে ‘ট্রিপল এস’ নামের একটি সংগঠন আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের ভেতরে অবস্থান নিয়ে বন্যার্তদের জন্য ত্রাণ কার্যক্রম চালিয়েছে। ওই ভবনের কয়েকটি কক্ষ পরিষ্কার করে ত্রাণসামগ্রী রেখেছিলেন তারা। পরে সবগুলো ভবনসহ গোটা এলাকায় পুলিশ পাহারা বসানো হয়। সে সময় থেকে প্রবেশ পথগুলো বন্ধ করে জনসাধারণের প্রবেশ পথও বন্ধ করে দেওয়া হয়।

    ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়

    গত বছরের শেষ দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পর ঢাকার তেজগাঁও এলাকায় অবস্থিত ঢাকা জেলা আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয় উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে দ্বিতল ভবনের এই কার্যালয়টি থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম পরিচালনা হতো।

    সেখানে নিচতলার একটি অংশ ব্যবহার করত ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। আরেকটি অংশ ব্যবহার করত ঢাকা জেলা আওয়ামী লীগ। আর দ্বিতীয় তলায় ছিল মিলনায়তন। সেখানে আওয়ামী লীগের দিবসভিত্তিক আলোচনা সভাসহ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতো। আর নির্বাচন পরিচালনা কমিটির সভাসহ দিবসভিত্তিক আলোচনা সভাগুলোতে উপস্থিত থাকতেন শেখ হাসিনা। এ ছাড়া সর্বশেষ নির্বাচনের সময় এই কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিং করতেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    সরেজমিন দেখা যায়, স্টিলের অবকাঠামো ও কাচ দিয়ে নির্মিত আওয়ামী লীগের এই কার্যালয়টি ভাঙচুর করা হয়েছে। ভেতরের মালপত্র লুট করা হয়েছে। বর্তমানে শুধু স্টিলের অবকাঠামোটি কঙ্কালসার হয়ে দাঁড়িয়ে আছে। আর বাইরের গেট তালাবদ্ধ।

    আশপাশের বাসিন্দারা জানান, ৫ আগস্ট বিকেল সাড়ে ৩টার পর থেকে গভীর রাত পর্যন্ত এই কার্যালয়টিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ চলে। আরও দুই-তিন দিন পর্যন্ত দিনরাত চলেছে মালপত্র এবং স্টিল ও লোহার জিনিসপত্র লুট। পরে কার্যালয়টিকে তালাবদ্ধ করে দেওয়া হয়।

    এসব ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়ার তথ্য পাওয়া যায়নি। জানতে চাইলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমিন সমকালকে বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুরের বিষয়ে কেউ পুলিশের কাছে কোনো অভিযোগ করেনি। কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা হয়নি।

    এ বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন সমকালকে বলেন, সংগঠনের কার্যালয়গুলো বন্ধ এবং অরক্ষিত অবস্থায় আছে। যেভাবে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে, তাতে সেগুলো আর ব্যবহারের উপযোগী নেই। দলীয় কার্যালয় সংস্কার বা খোলার বিষয়ে আমরা কারও সহযোগিতা চাই না। তবে দ্রুতই সেগুলো নেতাকর্মীর পদচারণায় মুখর হবে।

  6. মাসুদ করিম - ৭ ডিসেম্বর ২০২৪ (৫:৪৯ পূর্বাহ্ণ)

    Bilawal rushes to meet Fazl after warnings on seminary bill delay
    https://www.dawn.com/news/1876815/bilawal-rushes-to-meet-fazl-after-warnings-on-seminary-bill-delay

    ISLAMABAD: After stern warnings from the JUI-F leadership over delays in the enactment of the Societies Registration (Amendment) Act, 2024 by the president, PPP Chairman Bilawal Bhutto-Zardari rushed to meet JUI-F chief Maulana Fazlur Rehman on Wednesday.

    While Mr Bhutto-Zardari did not comment publicly, senior JUI-F members told the media that they had been assured that President Asif Ali Zardari would sign the bill soon. However, they noted that some powers were opposing the amended act, which had already been passed by both houses.

    The two-hour meeting between the top leaders of JUI-F and PPP concluded around 8:30pm.

    According to sources, the JUI-F delegation, which included Senator Maulana Abdul Ghafoor Haideri, Senator Kamran Murtaza, Haji Ghulam Ali, Maulana Lutfur Rehman and Maulana Asad Mahmood, expressed serious concern over the delay in the signing of the madressah registration bill, which had been approved by the Senate in October this year.

    Speaking to the media after the meeting, Maulana Haideri expressed disappointment over the president’s delay in signing the bill. “The president is delaying the signing of the bill, but the question is: can the president object to it and not sign it?” he asked.

    He emphasised that the president represents the federation and is not affiliated with any political party, though it was acknowledged that he is from the PPP.

    “The PPP assured today (Wednesday) that the president will sign the bill for madressah registration,” Maulana Haideri said, adding that obstacles in the bill’s enactment were coming from somewhere else, without naming any person or authority.

    The bill in question was part of an agreement between JUI-F and the government in support of the 26th Amendment. The Societies Registration (Amendment) Act, 2024 extends the Societies Registration Act, 1860 and includes provisions for the registration of ‘Deeni Madaris’ under the relevant deputy commissioner office.

    The bill specifies that a madressah with more than one campus needs only one registration, and every madressah must submit an annual report of its educational activities to the registrar. Additionally, each madressah must have its accounts audited by an auditor and submit the audit report to the registrar. The bill also states that no madressah should teach or publish literature that promotes militancy, sectarianism, or religious hatred.

    In October 2019, the PTI-led government transferred the registration of seminaries to the education departments.

    After more than five years of deliberations involving the government, interior ministry, security agencies, provinces and NGOs, the federal government accepted the demand of religious groups that seminaries be regulated under the education departments, viewing them as educational institutes.

    Authorities had initially proposed that seminaries fall under the regulation of the interior ministry and provincial home departments. The decision by the PTI-led government in 2019 was welcomed by the joint body of religious seminaries, representing all four mainstream Islamic sects in the country.

    However, due to political differences with the PTI government, seminaries affiliated with the JUI-F rejected the idea of placing madressahs under the education department and opposed incorporating conventional education into religious seminaries.

  7. মাসুদ করিম - ৭ ডিসেম্বর ২০২৪ (৭:২৫ অপরাহ্ণ)

    হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত আমাদের ভীতির মধ্যে রেখেছে: মৎস্য উপদেষ্টা
    https://www.banglatribune.com/national/876271/%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%9F-%E0%A6%A6%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AD%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87

    অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আমাদের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন হচ্ছে- এই কথা বলে কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত আমাদের ভয় দেখাচ্ছে। শেখ হাসিনাকে সেখানে বসিয়ে রেখে তারা আমাদের সারাক্ষণ ভীতির মধ্যে রেখেছে।

    শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে গণআকাঙ্ক্ষা মঞ্চের আয়োজনে ‘গণআকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থান প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ফরিদা আখতার বলেন, ‘ভারত কি জুলাই-আগস্ট অভ্যুত্থান ঠেকাতে পেরেছে? তারা হাসিনাকে আশ্রয় দিয়েছে। কিন্তু, বাংলাদেশে কি রাখতে পেরেছে? তাহলে ভারতকে আমরা ভয় পাবো কিসের জন্য! আমরা যে পরিবর্তন আনতে চেয়েছি, সেই পরিবর্তন আমাদের সন্তানেরা করেছে। তারা ভারতসহ সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে গণঅভ্যুত্থান কী জিনিস। গণঅভ্যুত্থান করে ১৫ বছরের ফ্যাসিস্টকে সরাতে পেরেছে। যেটা কোনও রাজনৈতিক দল পারেনি। কাজেই আমরা ভারতকে ভয় পাই না। ভারত একটা জুজুর ভয় সৃষ্টি করছে। তারা এটা করে একটা ভালো কাজ করেছে। এখন সব রাজনৈতিক দল এক হয়ে ঐক্যের কথা বলছে। এই ঐক্য আমাদের ধরে রাখতে হবে।’

    তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসেনি, এটা ক্ষমতা নয়, আমরা দায়িত্বে গিয়েছি। ক্ষমতায় বসার কোনও যোগ্যতা আমাদের নেই। যারা নির্বাচিত হয়ে আসবে, তারা যেন ‘ক্ষমতায়’ না বসে এই চেষ্টা করতে হবে। এটাই হবে সংস্কার। আমরা কাউকে আর ক্ষমতায় দেখতে চাই না। ক্ষমতা যে কী ভয়াবহ জিনিস সেটা আমরা দেখেছি। দায়িত্ব যারা নেবেন, যে রাজনৈতিক দলগুলো নির্বাচন করতে চান, তাদের আগেই বার্তাটা দিতে হবে, আপনারা ক্ষমতায় যাচ্ছেন না। আপনারা যদি দায়িত্ব নিতে চান তাহলে নির্বাচন করেন। তা না হলে নির্বাচন করার কোনও অধিকার নেই।’

    রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, ‘বাংলাদেশের এবারের পরিবর্তনের সঙ্গে অতীতের গণঅভ্যুত্থানের অনেক পার্থক্য রয়েছে। এবারের দাবি ছিল স্বৈরাচার সরকার পতনের। ভবিষ্যতে কেউ যাতে আর হাসিনা হয়ে উঠতে না পারে সেজন্য এই আন্দোলন হয়েছে। স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তনের জন্য এই সরকারকে বসানো হয়েছে। এ সরকারকে এটা মনে রাখতে হবে। বাংলাদেশকে সংস্কার করার জন্য এই পরিবর্তন হয়েছে। সংস্কার করে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। আপনাকে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। বাংলাদেশের রাজনীতির একটা বড় পরিবর্তন হয়েছে। বাংলাদেশে সংস্কার হোক, এটা আওয়ামী লীগ ও ভারত চায় না। হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে।’

    বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, ‘আজ ফ্যাসিবাদের মাথা চলে গেছে, কিন্তু সে ভারতে বসে ষড়যন্ত্র করছে। তার রেখে যাওয়া লোকজন ও সংগঠনের হাতে যে পরিমাণ টাকা এবং অস্ত্রশস্ত্র রয়ে গেছে, সেগুলো না থাকলে সরকার অনেক সহজে কাজ করতে পারতো, অনেকগুলো মৌলিক সংস্কার করতে পারতো। ফ্যসিবাদ এখনও আমাদের সামনে-পেছনে একটা ভীতি দাঁড় করিয়ে রেখেছে, একের পর এক দাবি দাওয়া, ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা রিকশাচালক-আনসার বাহিনী হয়ে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। ভারতের মিডিয়া ভুয়া খবর তৈরি করে গুজব ছড়াচ্ছে।’

    গণ-আকাঙ্ক্ষা মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. গোলাম সরওয়ার, গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষক মৃত্যুঞ্জয় দাসসহ নাগরিক, শিক্ষার্থী, কৃষক, শ্রমিক ও ভূমিহীন প্রতিনিধিরা।

  8. মাসুদ করিম - ৮ ডিসেম্বর ২০২৪ (৩:২৭ পূর্বাহ্ণ)

    পরিবর্তন আসছে ‘ব্যাগেজ রুলসে’, বন্ধ হবে ট্যাক্স দিয়ে অবাধে স্বর্ণ আনা
    https://www.banglatribune.com/others/876191/%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%9B%E0%A7%87-%E2%80%98%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%97%E0%A7%87%E0%A6%9C-%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B2%E0%A6%B8%E0%A7%87%E2%80%99-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8

    ‘ব্যাগেজ রুলস’ ব্যবহার করে এক শ্রেণির যাত্রী নিয়মিতই বিদেশ থেকে স্বর্ণ নিয়ে আসেন। কোনও কোনও ক্ষেত্রে এ নিয়ে চক্রও গড়ে ওঠারও খবর পাওয়া গেছে। ট্যাক্স দিয়েই নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ দেশে আনা হলেও সেগুলো আসলে পরে চলে যায় একটি চক্রে হাতে। এমনকি কোনও কোনও সময় এই চক্র প্রবাসীদেরও ব্যবহার করছে বলে খবর পাওয়া গেছে। সংশ্লিষ্টরা বলছেন, এই চক্রের হোতারা সেই স্বর্ণগুলো পরবর্তী সময়ে চোরাচালানের মাধ্যমে প্রতিবেশী দেশে পাচার করে দিচ্ছেন। ব্যাগেজ রুলসের এই অপব্যবহার ঠেকাতে এতে পরিবর্তন আনার কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আর এটি নিয়ে কাজও শুরু করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

    ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার মো. আল-আমিন বাংলা ট্রিবিউনকে এমন তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমান ব্যাগেজ রুলসে একজন ব্যক্তি একটি করে স্বর্ণের বার আনার বিধান রয়েছে। তাতে একটি বারের ১১৬/১১৭ গ্রাম ওজনের বারে ৪০ হাজার টাকা ট্যাক্স দিতে হয়। এই রুলসে একটি করে স্বর্ণের বার আনার বিধান থাকলেও একজন যাত্রী কতবার কিংবা বছরে কতবার আনতে পারবেন, তা নির্দিষ্ট করে উল্লেখ নেই। আর এ কারণে বন্দর-কেন্দ্রিক এক শ্রেণির ফ্রিকোয়েন্ট যাত্রী হয়ে গেছেন, যাদের কাজই হলো দুবাই বা সৌদি গিয়ে স্বর্ণের বার আনা।

    তিনি বলেন, ‘আমাদের জানা মতে, এই স্বর্ণগুলো দেশে থাকছেই না। এক শ্রেণির মহাজন আড়ালে থেকে ভাড়া করা লোকদের দিয়ে স্বর্ণ আনার কাজ করে থাকেন। পরবর্তী সময়ে সেই স্বর্ণগুলো নানা কৌশলে দেশের বাইরে পাচার করে দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকেও এ ধরনের তথ্য পাওয়া গেছে। আর এ কারণে ব্যাগেজ রুলসে পরিবর্তন আনা হচ্ছে।’

    কাস্টমসের ঊর্ধ্বতন এই কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, এবার ব্যাগেজ রুলসে নিয়ম করে দেওয়া হচ্ছে— এই নিয়ম ব্যবহার করে একজন যাত্রী বছরে কতবার স্বর্ণ আনতে পারবেন। এছাড়াও আমরা একটি সফটওয়্যার ডেভেলপ করা হচ্ছে, যেখানে এই স্বর্ণ আনা যাত্রীদের তথ্য থাকবে। অর্থাৎ ওই যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও যে কোনও বন্দর দিয়ে দেশে প্রবেশ করলেও তার তথ্য অটোমেটিক আমাদের সফটওয়্যারে জমা হবে।’

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একজন যাত্রী কতবার স্বর্ণ আনতে পারবেন, এখনও তা নির্দিষ্ট হয়নি। তবে এটি নিয়ে নানা আলোচনা হচ্ছে। এরকম হতে পারে— একজন যাত্রী বছরে সর্বোচ্চ তিন বার ব্যাগেজ রুলসের আওতায় স্বর্ণ আনতে পারবেন। এর বেশি হলেই ওই যাত্রী অটোমেটিক আটক হয়ে যাবে। কেননা তার তথ্য আগে থেকেই সংরক্ষিত থাকছে। এ রকম কয়েকবার ঘটলে তার বিদেশ যাওয়াও বন্ধ হয়ে যেতে পারে।’

    জানা যায়, বর্তমান রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান দায়িত্ব নেওয়ার পর থেকেই স্বর্ণ চোরাচালানের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে তার নির্দেশ অনুযায়ী এয়ারলাইন্সগুলোকে কঠোর বার্তাও দেওয়া হয়েছে। উড়োজাহাজের ভেতরে মালিকবিহীন স্বর্ণ পাওয়া গেলে বাজেয়াপ্ত করার পাশাপাশি এয়ারলাইন্সের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। যা নিয়ে আলোচনারও সৃষ্টি করেছে।

    সম্প্রতি রাজস্ব বোর্ডের এক অনুষ্ঠানে ব্যাগেজ রুলসের বিষয়টি নিয়ে কথা জানান আব্দুর রহমান খান। তিনি বলেন, এই আইনও যুগোপোযুগী করা হচ্ছে। কাস্টমসের কাজ-কর্ম অটোমেশন করা হবে। একই সঙ্গে স্বর্ণ আনার ক্ষেত্রে ব্যাগেজ রুলসও পরিবর্তন করবো। যাতে করে কেউ এই রুলসের অপব্যবহার করতে না পারে।

    অন্যদিকে ব্যাগেজ রুলসের অপব্যবহার করে দেশে চোরাচালানের শক্ত সিন্ডিকেট গড়ে উঠেছে। বিশেষ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার বিশাল এই সিন্ডিকেটের খোঁজ মেলে। এদের নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনও করে বাংলা ট্রিবিউন।

    প্রতিবেদনে বলা হয়, দেশের বৃহৎ এই বিমানবন্দর-কেন্দ্রিক কয়েকশ’ ব্যক্তি যারা নিয়মিত দুবাই ও সৌদি গিয়ে স্বর্ণ নিয়ে আসেন। ব্যাগেজ রুলসের অপব্যাবহার করে সিন্ডিকেটের সদস্যরাও স্বর্ণগুলো তাদের মহাজনের হাতে তুলে দেয়। ট্যাক্স, বিমানভাড়া বাদেও একটি স্বর্ণের বারের জন্য তারা ৫ থেকে ১০ হাজার টাকা পান। বিশেষ করে ঢাকার অদূরে মুন্সীগঞ্জের বিক্রমপুর-কেন্দ্রিক এদের অবস্থান সবচেয়ে বেশি। এমন পন্থায় বাহক ব্যবহার করে অনেকেই স্বর্ণ পাচার করে শত শত কোটি টাকার মালিকও হয়েছেন।

    শুল্ক গোয়েন্দা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক মিনহাজ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা অত্যান্ত যুগোপোযুগী। এতে করে দেশে স্বর্ণের চোরাচালান অনেকটাই বন্ধ হয়ে যাবে। গত কয়েক বছরে দেশে যে পরিমাণ স্বর্ণ এসেছে, তার বিশাল অংশই দেশের বাইরে চলে গেছে বলে আমরা মনে করি। এই রুলসের ফলে দেশে অবাধ স্বর্ণ আসা বন্ধ হয়ে যাবে।

    কাস্টমস সূত্র জানায়, ব্যাগেজ রুলস ব্যবহার করে বছরে প্রায় ৪ হাজার কেজির ওপরে দেশে স্বর্ণ আসে। সেই হিসাবে গত ৫ বছরে ২০ হাজার কেজির ওপরে দেশে স্বর্ণ এসেছে।

    নাম প্রকাশে না করা শর্তে কাস্টমসের কর্মকর্তারা বলেন, বিপুল এই পরিমাণ স্বর্ণ দেশে নেই। কোনও না কোনোভাবে দেশের বাইরে পাচার হয়ে গেছে। সেক্ষেত্রে এবারের এই রুলসের ফলে চোরাচালানে ভাটা পড়বে এটা আশা করা যায়।

    ব্যাগেজ রুলস পরিবর্তনে স্বর্ণ চোরাচালানে কতটা প্রভাব পড়বে, এমন প্রশ্নে সুপ্রিম কোর্টের আইনজীবী নাসির উদ্দিন সম্রাট বাংলা ট্রিবিউনকে বলেন, যে কোনও অপরাধে আইনে কঠোর শাস্তির বিধান সেই অপরাধকে দমনে অনেক সহায়ক হয়। কাস্টমসের এই আইন তারা করছেন নিশ্চয় এর পেছনে অনেক যুক্তি রয়েছে। একজন যাত্রী বর্তমান রুলসকে কাজে লাগিয়ে স্বর্ণ চোরাচালানে জড়িয়ে পড়ছেন। সব জেনে-শুনেও তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, এটা একটা কেমন ব্যাপার। এবার যেহেতু নতুন রুলস হচ্ছে, সেহেতু জবাবদিহির একটা জায়গা তৈরি হলো। জবাবদিহি থাকলে সেখানে আইন মানার বিষয় থাকে।

    তিনি বলেন, ‘আইনটি হলে প্রয়োগের পর বোঝা যাবে, এটা চোরাচালান রোধে কতটা সহায়ক।’

  9. মাসুদ করিম - ৮ ডিসেম্বর ২০২৪ (৫:২৪ পূর্বাহ্ণ)

    Patience running thin on seminaries bill, says Fazl
    https://www.dawn.com/news/1877417/patience-running-thin-on-seminaries-bill-says-fazl

    PESHAWAR: JUI-F chief Maulana Fazlur Rehman on Saturday warned the government against testing his pat­ience as he declined to discuss any objections raised by the president over the seminaries registration bill which was passed by parliament alongside the 26th Amendment.

    “Prior to the passage of this bill on the floor of both houses of parliament, the draft of the bill was approved by the PML-N, PPP, and PTI in separate meetings with the leadership of JUI-F,” the Maulana said while addressing a gathering at Jamia Usmania in Pabbi town.

    The international and Pakistani establishments and bureaucracy are bent upon pushing the religious seminaries towards extremism by creating hurdles for these institutions, he said, warning that the JUI-F would go to any extent for the protection of seminaries.

    The extremists were those who pushed the seminaries’ students for terrorism and extremism, he said, adding that “we, however, want to be part of the Pakistani state and want to remain in the ambit of constitution and law”.

    “There is no forum, where it can be discussed as to who are creating terrorists — you (establishment) or we,” the Maulana said.

    According to the JUI-F chief, they were taking out a ‘Death to Israel’ rally in Peshawar on Sunday and if the government did not agree to their demands then they would also launch a movement against the government.

    He said the government didn’t raise objections over the deletion of 34 sections out of 56 proposed in the constitutional ame­n­­dment prior to its passage and over the approval of several controversial laws then why it was reluctant to give assent to the Societies Registration (Amend­ment) Act, 2024.

    He further said that after the Pakistan Demo­c­ra­tic Movement formed its government in the centre, there had been an agreement on legislation rega­rding the registration of seminaries and their status before the general election, adding that a draft was also prepared in this connection.

    “When we resumed discussions, regular negotiations were held for five hours, with PPP Chairman Bilawal Bhutto-Zardari also present. Everything was resolved with consensus. So, where have these objections come from now?” he questioned.

    After a consensus was developed with the PPP, the JUI-F leadership held a lengthy meeting with PML-N supremo Nawaz Sharif and he also agreed to the proposed law. The PTI leadership had also informed in the meeting with the JUI-F that they had no objections to the proposed law, he said, adding the PTI leadership said that they couldn’t cast a vote due to the peculiar political situation.

    “I was engaged for one month in consultations with the ruling political parties deliberating on the seminaries’ bill,” he said. If President Asif Zardari has raised objections over the bill now then why did he agree to it in the meeting with him, he added. “We had reached a consensus with the political parties over the bill through dialogue and had not forced them to do so at gunpoint,” he said.

    The JUI-F chief said they were still ready for dialogue but the government was bent on keeping the religious seminaries under pressure, adding these seminaries have become a part of the society and cannot be separated.

    He said they wanted to keep the seminaries away from the influence of the government. “We are demanding the registration of the seminaries and opening bank accounts for running financial affairs transparently but the government is consistently declining it,” he claimed.

  10. মাসুদ করিম - ১০ ডিসেম্বর ২০২৪ (৫:১৭ পূর্বাহ্ণ)

    Fazl blasts ‘attempt to divide ulema’ as tensions escalate with govt over madressah bill
    https://www.dawn.com/news/1877701/fazl-blasts-attempt-to-divide-ulema-as-tensions-escalate-with-govt-over-madressah-bill

    Jamiat Ulema-i-Islam-Fazl (JUI-F) chief Maulana Fazlur Rehman on Monday criticised the government for its “conspiracy to divide the ulema” while speaking about the madressah reforms bill issue.

    The statement came in light of the ongoing controversy related to the Societies Registration (Amendment) Act, 2024 — a new law passed by parliament which relates to the regulatory affairs of madressahs. President Asif Ali Zardari has yet to grant it presidential assent, prompting the JUI-F to criticise ruling coalition parties for using ‘delaying tactics’ regarding the bill.

    The government met with scholars in Islamabad today to discuss religious seminary registration and reforms. Attendees included federal ministers Attaullah Tarar, Khalid Maqbool Siddiqui, Chaudhary Salik Hussain, and Pakistan Ulema Council Chairman Hafiz Tahir Ashrafi.

    Fazl, however, took exception to the government’s meeting. Speaking at a press conference in Charsadda today shortly after a media talk of the government officials, he said that “the meeting called by the government today in Islamabad with the ulema was, in reality, a conspiracy to divide the ulema.”

    On Sunday, while addressing a public meeting in Peshawar, he had said his party was not ready to accept any interference from the government in the affairs of religious seminaries amidst the issue of the madressah registration bill.

    The JUI-F chief had set December 8 as the deadline for completing the legislation process on seminaries’ registration with the demand that the earlier procedure adopted in 2019 — when the PTI was in power — for registration of religious schools with the education ministry should be amended and that these institutions should now be affiliated with the industries ministry.

    Addressing the government’s allegations today that he demanded affiliation of madressahs with the Ministry of Industries instead of the Ministry of Education, he said, “I want to explain that in this draft we have given madressahs complete freedom to associate with any federal [act] where the 1860 Society Registrations Act or with the federal education ministry they are free to choose.”

    He stated that his party was close to making a definitive announcement yesterday but postponed it after receiving a message from Mufti Taqi Usmani about a meeting on the 17th with allied organisations, aiming to achieve a joint stance.

    Will allow no one to gamble with future of madressahs, students: Ashrafi
    Meanwhile, addressing a press conference after a meeting of the government ministers and religious scholars, Pakistan Ulema Council Chairman Hafiz Tahir Ashrafi said that it was a long-standing demand by the ulema that madressah education was also accepted as education on a government level and it was the culmination of this demand that resulted in the 2019 agreement with the government.

    “It’s very strange that you demand affiliation of madressahs with the Ministry of Industries, instead of the Ministry of Education, while 18,000 out of 25,000 madressahs of 10 boards have already been registered under the prevailing mechanism,” he added while commenting on Fazl’s demands.

    Ashrafi said the government and ulema would not allow anyone to gamble with the future of madressahs, their students, and teachers.

    He called for all seminary board leaders to be consulted before any laws were made on the matter. He concluded with an appeal to the government to strengthen the existing system, ensuring the welfare of millions of seminary students.

    Meanwhile, the information minister said that extensive consultations were being done to find a solution to the issue that was acceptable to all stakeholders.

    He said that the input of scholars regarding madressah registration and reform was important.

    The minister said a few years back, a system was devised after extensive consultations to bring religious seminaries into the mainstream.

    About the act pending with the president, he said it could not become law due to some legal complications.

    He said suggestions given by scholars had been noted and a final solution would be found after thorough consultations.

    Tarar said the government had no objection to several proposals given by the religious scholars and it was good that all schools of thought in Pakistan were represented.

    He added that Fazl was a respectable leader and his suggestions would be given due importance and a solution would eventually be found.

    Directorate General of Religious Education (DGRE) Project Director Major General (Retired) Dr Ghulam Qamar said that substantial steps were taken to integrate religious seminaries into the national education system.

    He said over 18,600 seminaries were now registered nationwide, with plans to register all seminaries within five years as per the agreement.

    He further revealed that 1,609 students from 53 countries were currently studying in Pakistani seminaries, with many institutions providing free books and training in disciplines such as calligraphy and technical education.

    Approximately 2,500 students were receiving technical education, while 115 seminaries offered calligraphy training, he said.

    • মাসুদ করিম - ১০ ডিসেম্বর ২০২৪ (৫:২১ পূর্বাহ্ণ)

      Tahir Ashrafi questions JUI over seminaries bill
      https://www.dawn.com/news/1877567/tahir-ashrafi-questions-jui-over-seminaries-bill

      As the deadline set by the Jamiat Ulema-i-Islam-Fazl (JUI-F) for converting the Madrassa Registration Bill into law expired on Sunday, Pakistan Ulema Council chairman Hafiz Tahir Ashrafi has criticised Maulana Fazl-ur-Reman’s party for demanding a change in the process for seminaries’ registration.

      The JUI-F chief had set Dec 8 as the deadline for completing legislation process on seminaries’ registration with the demand that the earlier procedure adopted in 2019, when the PTI was in power, for registration of religious schools with education ministry should be amended and the these institutions should now be affiliated with the industries ministry.

      “It’s very strange that you demand affiliation of madaris with the ministry of industries, instead of the ministry of education, while 18,000 out of 25,000 madaris of 10 boards have already been registered under the prevailing mechanism,” Ashrafi said in a statement on Sunday.

      “A lot of time and energy had been spent on reaching the 2019 agreement and now you are calling for changing the mechanism. Signing an agreement and then changing it on a daily basis will make the system a game of children,” he added.

      Arguing that being educational institutions, the seminaries should be affiliated with the education ministry, he appealed that the issue must not be politicised for the sake of the future of hundreds of thousands of students of these institutions.

      The Madrassa Registration Bill, passed on the eve of the passage of the 26th constitutional amendment last month, has been sent to President Asif Ali Zardari, who represents the PPP in the coalition government, for his assent to make it into a law.

      But the president raised objections to it, saying as education is a provincial subject, the federal government cannot enact any law for it.

      The JUI-F sees it as a ploy to delay the enactment of the law and threatened to march on Islamabad if the issue is not resolved by Dec 8.

      Prime Minister Shehbaz Sharif approached Maulana Fazl the other day, conveying him the message that the PML-N government had played its part for the legislation proposed in return for the JUI-F’s support for the 26th amendment and that it’s the PPP now creating hurdles in the way of the bill.

      The JUI-F also believes that President Zardari should have raised this issue when the proposed bill was being deliberated upon before the passage of the 26th amendment.

      However, it says that the PML-N government can overcome the presidential hurdle and notify the law by taking advantage of the fact that the president had returned the bill with the objection after the passage of 10 days mandatory for the purpose.

Have your say

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.