মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিন্ক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে। ধন্যবাদ।
আজকের লিন্ক
এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।
Have your say
You must be logged in to post a comment.
১৬ comments
মাসুদ করিম - ১ সেপ্টেম্বর ২০২৪ (৮:১৭ পূর্বাহ্ণ)
Retired military officials propose reforms for Bangladesh’s state system
https://www.dhakatribune.com/bangladesh/356713/retired-military-officials-propose-reforms-for
The proposed reforms come after 53 years of independence and reflect a growing concern among the military community about the country’s future direction
A group of retired military officials in Bangladesh has formulated a comprehensive set of guidelines aimed at overhauling the state system, seeking to address longstanding issues of governance, administration, and societal inequality.
The proposed reforms come after 53 years of independence and reflect a growing concern among the military community about the country’s future direction.
The officials’ document highlights that, despite significant progress and recognition on the global stage, the people of Bangladesh have not fully reaped the benefits of their hard-earned freedom.
The authors argue that public servants have often acted as oppressors rather than serving the populace, and elected representatives have frequently prioritized personal or party interests over those of the citizens.
This disconnect has resulted in a drift in public loyalty and love towards the country.
The guidelines stress that the current state presents an unprecedented opportunity to implement necessary reforms, with the aim of enhancing the governance structure and aligning it more closely with the people’s needs and aspirations.
Elections and political reforms
A mixed electoral system combining the existing structure with proportional representation has been proposed, termed the “Bangladesh version” of elections.
The proposal includes abolishing the current “women’s quota” in elections, allowing political parties to have discretion over their candidate lists
Elections should be postponed until comprehensive reforms are completed, and corrupt individuals are removed from the political process.
An interim government has been suggested for a period of 2 to 3 years to facilitate these reforms.
The parliamentary term could be adjusted to 4 or 6 years, with provisions for midterm elections.
A new parliamentary structure has also been proposed, consisting of 500 seats – 300 based on constituencies and 200 allocated proportionally to political parties.
Judicial reforms
The retired military officials call for a comprehensive overhaul of the judiciary to enhance its independence and effectiveness.
Appointments of the Chief Justice and judges of the Appellate Division should be made by a selection panel formed by the Chief Adviser, with financial and asset disclosures of each candidate required.
Lower courts should operate under the directives of the Supreme Court, independent of the Ministry of Law.
Public-oriented administration
The administrative machinery of Bangladesh must be more public-oriented, with checks and balances to prevent autocratic behaviour.
The officials advocate for the decentralization of politically centred administration to bring it closer to the people and for strengthening local administrations.
Educational reforms
A new education commission consisting of prominent educators should be formed to address inequality in the education system and to harmonize different curricula, according to the proposal.
The commission should focus on incorporating religious and practical education while banning political activities in educational institutions.
Foreign relations and defence
The guidelines propose a robust, dynamic foreign policy that is adaptable to global changes, abandoning the policy of “friendship with all, malice towards none” in favour of more strategic partnerships.
Defence reforms include restructuring the armed forces based on threat assessments and reducing the use of outdated and ceremonial equipment.
The objectives of intelligence agencies like the Directorate General of Forces Intelligence (DGFI) and the National Telecommunication Monitoring Center (NTMC) should be strictly defined to focus on countering threats without political interference.
Reorganization of internal law enforcement
The guidelines suggest dissolving the Rapid Action Battalion (RAB) and integrating its personnel into a special “Police Force.”
Law enforcement agencies should undergo a structural overhaul to prevent corruption and political manipulation, with recruitment, training, and compensation redesigned to promote integrity and accountability.
Economic reforms
Economic proposals highlight the need for respect and support for remittance workers and the proper use of remittances for national development.
The officials call for a reduction in foreign loans, government spending cuts, and stringent measures to recover laundered money and curb inflation.
Corruption and transparency
The release of “white papers” is demanded to provide transparency on incidents under the previous government, including a re-investigation into the BDR mutiny of 2009.
All economic agreements made by the past government should be reviewed, with any agreements against national interests being annulled.
Inclusion of Ansar members
The guidelines emphasize the importance of including Ansar members in lower levels of civilian administration, such as village governments, union councils, and upazila parishads, to strengthen grassroots governance.
The retired military officials express a deep sense of duty towards the nation and emphasize the importance of honoring the sacrifices made by countless citizens throughout Bangladesh’s history.
They advocate for these reforms as a means to build a stronger, more resilient, and equitable Bangladesh for future generations.
These proposals reflect the combined experiences and insights of the military community and are presented as the foundation for nation-building efforts.
The authors urge policymakers to consider these recommendations seriously to ensure a prosperous and inclusive future.
মাসুদ করিম - ১ সেপ্টেম্বর ২০২৪ (৮:২০ পূর্বাহ্ণ)
How SSF got only 5 mins to leave Ganabhaban
https://www.tbsnews.net/bangladesh/how-ssf-got-only-5-mins-flee-ganabhaban-leaving-arms-ammo-930511
They had just about “five minutes” to run for their lives when thousands stormed the prime minister’s residence that afternoon, soon after Sheikh Hasina fled the country on 5 August
It was a triumphant day for protesters fighting to oust the AL government, but for Special Security Force (SSF) personnel guarding Ganabhaban, it was a nightmare.
They had just about “five minutes” to run for their lives when thousands stormed the prime minister’s residence that afternoon, soon after Sheikh Hasina fled the country on 5 August.
SSF personnel had a stock of tactical gear at Ganabhaban. With only moments to respond, they left all equipment behind and fled with just the small arms they had on them, seeking refuge in nearby Sangsad Bhaban, the parliament building.
When people took over Sangsad Bhaban, the SSF men quickly removed their weapons and uniforms, storing them in the building’s vaults. To save themselves, they mingled with the agitators in civilian clothes.
Upon later inspection, the vaults containing arms and ammunition at Ganabhaban and Sangsad Bhaban were found missing and the SSF suspects the items were stolen by miscreants disguised as protestors.
A damage report by the SSF reveals that a range of costly tactical equipment — such as advanced assault rifles, sniper rifles, flashbang grenades, anti-drone systems, wireless communication devices, and a large stock of ammunition — worth over Tk5 crore, was either looted or destroyed at Ganabhaban and Sangsad Bhaban that day.
The SSF formed three inquiry commissions to assess the loss of arms, ammunition, operational equipment, and other SSF property.
These commissions already reviewed the current inventory at the Ganabhaban and Sangsad Bhaban. Their findings have been compiled into three reports and sent to the SSF headquarters, the Finance Ministry, and other relevant government departments.
The agency has calculated an estimated total loss of Tk5.28 crore with arms and magazines worth Tk11.62 lakh, ammunition and grenades Tk11.44 lakh, communication and operational equipment Tk2.63 crore, IT and intelligence equipment Tk1.55 crore, vehicles Tk14 lakh, and other goods worth Tk74 lakh.
What the reports say
The SSF uses advanced weapons and ammunition, high-tech vehicles, and operational and communication equipment to safeguard the president, prime minister, chief adviser, and other high-profile individuals. These resources are primarily stored securely at the residences, offices, and other locations of these VIPs.
According to the SSF reports, seen by The Business Standard, the operation room at the Ganabhaban was equipped with two advanced vaults, each weighing 100 kg, for storing arms and ammunition. One vault housed two SMG T-56 rifles, while the other contained 9,498 rounds of live ammunition.
The report details the events of 5 August: “When agitators, including students, breached the gates and scaled the boundary wall of Ganabhaban, the six SSF members on duty had only five minutes to escape.
“During this brief window, they left their weapons, ammunition, and wireless equipment behind and retreated to the nearby Parliament building.”
It stated, “When agitators entered the Parliament building, the SSF agents managed to secure six pistols and 200 rounds of ammunition in a vault within the operation room and changed into civilian clothes to blend in with the crowd.
“The subsequent inspection of the Parliament building revealed that the vault was missing, with the arms and ammunition seemingly taken by protesters posing as agitators.”
Additionally, two anti-drone guns and an anti-drone system were installed on the roof of the Ganabhaban. The report noted that SSF personnel could not remove these items due to time constraints.
All VIP residences and Parliament buildings are equipped with wireless sets for communication with the law-enforcing agencies for security operations. However, SSF members could not retrieve these devices.
SSF recommendations
The SSF in these reports recommended that law enforcement agencies take extensive measures to recover the lost weapons and ammunition.
To prevent similar incidents in the future, they suggested forming a separate Board of Officers to secure SSF’s vaults.
Additionally, the SSF has recommended updating the privacy codes of all its wireless devices to secure communication on a new network and has called for the immediate repair of damaged equipment and vehicles.
The agency also recommended the purchase of new arms, ammunition, and equipment this fiscal year to modernise and enhance operational capabilities, requesting additional budget if necessary.
মাসুদ করিম - ১ সেপ্টেম্বর ২০২৪ (১০:৫৮ পূর্বাহ্ণ)
কমল, কলম, ক্যারিশমা
https://www.sangbadpratidin.in/editorial/anupam-roy-remembering-kamal-chakraborty/
২০০৬-এর বেঙ্গালুরু। শমিত রায়ের বাড়ি। আমার হাতে তুলে দেওয়া হয় ‘কৌরব ১০২’। বাংলা সাহিত্য পত্রিকা। সেই এক পত্রিকার হাত ধরে আমার বহু মানুষের সঙ্গে আলাপ। শুধু আলাপ নয়, কেউ-কেউ হয়ে ওঠে আমার গুরু, আমার পরম বন্ধু, হিতাকাঙ্ক্ষী। আসলে, কমলদার কথা বলতে গেলে আমাকে ‘কৌরব’-এর কথা বলতেই হবে। ‘কৌরব ১০২’-এ প্রথম পড়ি কমলদার লেখা, ‘পাখি পুরাণ’। ভারি অবাক হই। মুক্তগদ্যর সঙ্গে প্রথম আলাপ হয়। ভালো লেগেছে জেনে, শমিতদা এর পর আমাকে ‘ব্রাহ্মণ নবাব’ পড়তে দেয়। তা পড়ে তো আমি দারুণ উৎসাহিত। আরও খুঁজতে খুঁজতে ‘ব্রহ্মভার্গব পুরাণ’ পেয়ে যাই। মুগ্ধ হই। উৎসাহ বাড়তেই থাকে।
এর পর ২০১০-এ, ‘কৌরব ১১০’-এ আমার নিজের মুক্তগদ্য ছাপা হয়– ‘আমাদের বেঁচে থাকা’। দারুণ ভালো লাগে। একই সঙ্গে ২০১০-এর পুজোয়, আমার গান এবং আমি একসঙ্গে বিখ্যাত হই। হঠাৎই একদিন ফোন আসে কমলদার। এই প্রথম কথা। ফোনে শুনতে পাই– ‘জয় বৃক্ষনাথ’! কমলদা ফোন করে ‘হ্যালো’ বলতেন না, যঁারা ওঁর সঙ্গে কথা বলেছেন জানেন। বেশ কিছুক্ষণ কথা হয়। আলাপচারিতার সারমর্ম– কমলদার এক বন্ধু জানিয়েছিলেন, যে অনুপম রায় (Anupam Roy) ‘বিখ্যাত’ হয়েছে, তার লেখাই ‘কৌরব’-এ ছাপা হয়েছে।
বলে রাখা ভালো, যদিও ‘কৌরব’ কমলদারই সন্তান, কিন্তু ‘১০২’ নম্বর সংখ্যা যখন বেরচ্ছে, তখন নতুনরা সম্পাদনার হাল ধরেছে। নতুন সম্পাদকদের মধ্যে আমার মূলত সুদেষ্ণাদির সঙ্গেই কথা হত লেখা নিয়ে। তার পর আর্যনীলদার সঙ্গে যোগাযোগ। আর্যনীলদার মতে, ‘নীলাঞ্জন’ থেকে কবি ‘আর্যনীল’ হয়ে ওঠার নেপথ্যে কমলদার বিশাল অবদান। আর্যনীলদার কথা এই কারণে লিখলাম, আটের দশকে শুরু হয়ে ‘কৌরব ১’ থেকে ‘কৌরব ১০২’-এর যাত্রাপথে অনেক অজানা তথ্য আর্যনীলদার থেকেই শোনা। ‘কৌরব’ পত্রিকার লোগো, একটি ‘কালো গাধা’ বানিয়ে গিয়েছেন এই বাংলার আর এক প্রতিভাবান কমল, কমলকুমার মজুমদার। আর্যনীলদাকে উদ্ধৃত করছি– ‘গদ্যের যে আয়োজন কমলদা কৌরবে ৭০-৮০-৯০ দশকে করেছিলেন তার জুড়ি নেই। অমিয়ভূষণ, কমলকুমার, উদয়ন ঘোষ, সন্দীপন, কমলদা নিজে, কখনও বারীন ঘোষাল, কখনও রাজকুমার মুখোপাধ্যায়, বিনয়ের গদ্য– এরকম উদাহরণ বাংলা সাহিত্যে খুব কম’– অর্থাৎ পরীক্ষামূলক এবং ইনোভেটিভ।
আর্যনীলদার থেকেই শুনেছি, ‘কৌরব ৫০’-এর প্রকাশ অনুষ্ঠানে কলকাতা থেকে জামশেদপুর ট্রেনে করে নিয়ে আসা হচ্ছে সাগরময় ঘোষকে। বাংলা লিট্ল ম্যাগের দুনিয়ায় এই দৃশ্য বিরল। ‘কৌরব ১০০’-তে সুনীল গঙ্গোপাধ্যায় লিখছেন। শক্তি লিখছেন, শঙ্খ ঘোষ লিখছেন। এবং লেখাগুলি অন্যরকম। অন্য জায়গায় এঁরা যেমন লিখতেন, তেমন ঠিক নয়। ব্যতিক্রমী লেখা। কমলদা বলছে বলেই লিখছেন। আর্যনীলদার মতে, এটাই কমলদার ক্যারিশমা। ক্যারিশমা যে আছে, সে আমি ফোনে কথা বলেই বুঝতে পেরেছি। কমলদার সাহিত্যের অনুরাগী ছিলাম, এবার হলাম কথার। কমলদা বাগ্মী। কমলদার কথা বলায় ম্যাজিক ছিল। এমন সুন্দর করে বলবেন, কিছুতেই না করা যায় না। ভালো না বেসে থাকা যায় না।
এর পর দেখা হওয়া। সাদা দাড়ি, পাঞ্জাবি, কঁাধে ঝোলা ব্যাগ। বরাবর এমনই দেখেছি কমলদাকে। বইমেলায় দেখা হয়েছে। আমার বাড়ি এসেছে কতবার! কমলদার লেখা একটা ছোটগল্প নিয়ে অনিন্দ্যদার (চট্টোপাধ্যায়) ও আমার মাঝে মাঝেই ঝগড়া হয়েছে। গল্পটি আমাদের দু’জনেরই ভীষণ পছন্দ। দু’জনেই এক সময় ভেবেছি, ওটা নিয়ে আমরা ছবি করব। শুধু অনিন্দ্যদা আমার কিছু বছর আগে ভেবেছিল। যার ফলে দৌড়ে আমি পিছিয়ে। কমলদার মাঝে মাঝে অনিন্দ্যদার উপর হালকা রাগ হত। তখন আমাকে ফোন করত– ‘বুড়ো, তুই করে ফেল! অনিন্দ্য ফেলে রেখেছে, করছে না কিছুই!’ এদিকে, আমিও কিছু করার মতো জায়গায় নেই। গল্পটির নাম ইচ্ছা করেই লিখলাম না, কিন্তু গল্পটি ভীষণ আধুনিক এবং আমার খুবই প্রিয়।
আমার বাড়ির অনুষ্ঠানেও কমলদাকে পেয়েছি। ২০১৮-র বইমেলায় ‘আমাদের বেঁচে থাকা’ শীর্ষক ‘কৌরব’ প্রকাশনা থেকে আমার একটি মুক্তগদ্যের সংকলন বের হয়। সেই বই প্রকাশের উদ্বোধন অনুষ্ঠানে বইমেলার মঞ্চে ছিল কমলদা। বাগ্মী মানুষের সঙ্গে পরিচয়ের কিছু সুফল আছে। যখন কমলদা আমার বইটি এবং আমার লেখালিখি নিয়ে বলতে শুরু করলেন তখন আমার নিজেরই লজ্জা লাগছিল। এত ভালোও বোধ করি আমি লিখি না।
কলকাতা বইমেলা সূত্রে ‘কৌরব’-এর স্টলে কমলদার সঙ্গে বহুবার দেখা। মেলায় আবার ভালোপাহাড়ের অনেকের সঙ্গে আলাপ। আমি তার আগেই জানতাম কমলদার ‘ভালোপাহাড়’ প্রকল্প প্রসঙ্গে। প্রকৃতিপ্রেমী এই মানুষটা গাছ লাগিয়ে লাগিয়ে পুরুলিয়া একটি জায়গাটাই নাকি বদলে দিয়েছেন। কমলদা দেখা হলেই বলতেন– ‘বুড়ো, এইবার কিন্তু তোকে আসতেই হবে ভালোপাহাড়। বসন্তের সময় আসবি। পলাশ ফুটে থাকবে। সারা রাত জেগে আমরা গান গাইব, কবিতা পড়ব।’ দুঃখের কথা, আমার কোনও দিন ভালোপাহাড় যাওয়া হয়নি। এত প্ল্যান করেও পারিনি।
আমার ঘরকুনো স্বভাবের জন্যই। কমলদার সঙ্গে বারবার কলকাতাতেই দেখা। কিন্তু কমলদার সঙ্গে কোনও দিনই কলকাতায় বোধহয় দেখা করা উচিত হয়নি। ফঁাকা মাঠে, ঘন জঙ্গলে, নদীর ধারে, পূর্ণিমা রাতে মুখোমুখি দেখা হলে বেশ হত। অদ্ভুত মানুষ কমলদা। এক অদম্য প্রাণশক্তি নিয়ে ছুটে বেড়াতেন। দেখা হলেই মনে হত, এখুনি হয়তো দশ কিলোমিটার হেঁটে আসছেন। আমার সঙ্গে কথা বলেই আবার হনহন করে হঁাটতে শুরু করবেন। আসলে, নানা কাজ নিয়ে কলকাতায় আসতেন। থাকতেন তো ভালোপাহাড়েই। তাই বোধহয়, হি ওয়াজ অলোয়েজ ইন আ হারি।
কমলদার সঙ্গে সখ্যের আর একটা কারণ ‘মহীনের ঘোড়াগুলি’। বুলাদা, রঞ্জন কাকু এবং গৌতম চট্টাপাধ্যায়ের বেশ ঘনিষ্ঠ ছিলেন কমলদা। এদিকে, আমার মহীন-প্রীতি নতুন করে বলার কিছু নেই। কমলদার ‘পাখি পুরাণ’-এ মহীনের উল্লেখ পাওয়া যায় বারবার। ‘ক্ষ্যাপার গান’ ক্যাসেটে বুলাদার সুরে ‘সাত তলা বাড়ি’ গানটি তো কমলদারই লেখা। অন্যদিকে, আমার সঙ্গে রঞ্জনকাকুর একটা সুসম্পর্ক ছিল, তাই সেই সূত্র ধরে, আমরা একে-অন্যের খবর ঠিক পেয়েই যেতাম মাঝেমধ্যে।
কমলদার সঙ্গে আমার আলাপ বড্ড দেরিতে এবং কিছুটা দূর থেকে তো বটেই। তঁার জীবনের মূল ক্রিয়েটিভ সময় তখন কমলদা মনে হয় পেরিয়ে এসেছেন। যঁারা আরও সামনে থেকে দেখেছেন, জামশেদপুরের দিনগুলিতে দেখেছেন, তঁারা আরও ভালো বলতে পারবেন। আমার কাছে কমলদা এক অনবদ্য কলম। অফুরান প্রাণশক্তি। অনন্য মানুষ। জানি না, এরকম মানুষ এখন আর তৈরি হয় কি না।
মাসুদ করিম - ২ সেপ্টেম্বর ২০২৪ (৭:০৮ পূর্বাহ্ণ)
পাকিস্তানের সঙ্গে ‘৭১ প্রশ্নটির’ সমাধান চাই: উপদেষ্টা নাহিদ
https://bangla.bdnews24.com/bangladesh/8771ced43c96
“আওয়ামী লীগের আদর্শে ১৯৭১ ছিল ‘ইতিহাসের শেষ অধ্যায়’। কিন্তু আমরা মনে করি এটি ইতিহাসের ধারাবাহিকতা”, বলেন তিনি।
১৯৪৭ বা পাকিস্তান আন্দোলন ছাড়া বাংলাদেশ প্রতিষ্ঠা হত না মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, তারা পাকিস্তানের সঙ্গে ১৯৭১ এর ‘প্রশ্নটির’ সমাধান করতে চান।
ঢাকায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ আহমেদের সঙ্গে সাক্ষাতে তিনি এ কথা বলেন বলে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে আগ্রহের কথা জানিয়ে মুক্তিযুদ্ধ প্রশ্নে ‘সমাধানে’ আগ্রহের কথা জানিয়েছে পাকিস্তান।
আইসিটি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই সাক্ষাতে আলোচনার বিষয়বস্তু তুলে ধরা হয়।
এতে বলা হয়, সাক্ষাতে উপদেষ্টাকে পাকিস্তানি হাইকমিশনার বলেন, “আমরা ১৯৭১ এর প্রশ্নটিকে সমাধান করতে চাই। কিন্তু গত সরকার আমাদেরকে আলোচনার কোনো সুযোগ দেয়নি এবং ইচ্ছে করেই ৭১ ইস্যুটাকে জিইয়ে রাখত।
“চাইলে বহু আগেই এটির সমাধান করা যেত। আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে আগ্রহী।”
নাহিদ ইসলাম বলেন, “আওয়ামী লীগের আদর্শে ১৯৭১ ছিল ‘ইতিহাসের শেষ অধ্যায়’। কিন্তু আমরা মনে করি এটি ইতিহাসের ধারাবাহিকতা।…আমরা পাকিস্তানের সঙ্গে ৭১ এর প্রশ্নটির সমাধান করতে চাই।”
একটি গণতান্ত্রিক দক্ষিণ এশিয়ার জন্য পরস্পরের সঙ্গে সম্পর্ক মজবুত করা প্রয়োজন বলে মত দিয়ে নাহিদ বলেন, “আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে যে কোনো দেশের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী।”
পাকিস্তান হাইকমিশনার বন্যা দুর্গতদের জন্য সহযোগিতার প্রস্তাব দিলে উপদেষ্টা বলেন, “বর্তমানে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আপাতত সাহায্যের প্রয়োজন নেই। প্রয়োজন হলে তখন জানানো হবে।”
পাকিস্তানি পরাধীনতা থেকে মুক্ত হতে ১৯৭১ সালে নয় মাস ব্যাপী সশস্ত্র লড়াই করেছিল বাংলাদেশের জনগণ। তখন পাকিস্তান সেনাবাহিনী নির্যাতনে ৩০ লাখ মানুষের প্রাণহানি ঘটেছিল বলে ইতিহাসে লেখা রয়েছে।
সেই গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়া এবং আন্তর্জাতিক মহলের কাছে ওই গণহত্যার স্বীকৃতি দাবি করে আসছে বাংলাদেশ।
কিন্তু বিগত ৫৩ বছরে দেশটির সঙ্গে সম্পর্কের উত্থান পতন ঘটলেও এর কোনো সমাধান আজও আসেনি।
উপদেষ্টা নাহিদকে পাকিস্তানের হাইকমিশনার বলেন, ভিসা প্রদান ও বিমানবন্দরে ‘সম্পূর্ণ রাজনৈতিক কারণে’ গত ১৫ বছর তাদের নানাভাবে হয়রানি করা হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, “ইন্দো-মুসলিম সভ্যতার অংশ হিসেবে উপমহাদেশে বাংলাদেশ-পাকিস্তানের সাংস্কৃতিক ও সভ্যতাগত সম্পর্ক রয়েছে। একটি গণতান্ত্রিক ও ভারসাম্যপূর্ণ দক্ষিণ এশিয়া গড়তে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক জোরদার প্রয়োজন৷
“মুসলিম প্রধান দেশ হিসেবেও পাকিস্তানের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের গভীর বন্ধন রয়েছে। যদিও বাংলা ভাষা ও সংস্কৃতি বাংলাদেশকে বিশেষত্ব দিয়েছে।”
হাইকমিশনার পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ে অভিনন্দন জানান এবং তারা সিরিজ হেরে যাবেন বলেও আশঙ্কা করেন।
‘সংবিধান সংশোধন’
পাকিস্তানের দূত দেখা করে যাওয়ার পর তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সঙ্গে দেখা করেন ঢাকায় অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নাদিরা সিম্পসন এবং যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।
অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানানোর উত্তরে অস্ট্রেলিয়া সরকারকে ধন্যবাদ জানান উপদেষ্টা।
তিনি বলেন, “এটি ছাত্র জনতা সরকার এবং এই সরকারের মূল লক্ষ্য ‘নতুন বাংলাদেশকে’ পুনর্গঠন করা। এজন্য অস্ট্রেলিয়ার সরকারের সহযোগিতা প্রয়োজন।”
অস্ট্রেলিয়ার ডেপুটি হেড অফ মিশন ক্লিংটন প্রবক তাদের দুটি প্রকল্প এআই বেইজড সলিউশন এবং কেবল কানেক্টিভিটি অ্যান্ড রেজিলিয়ন্স সেন্টার এর কথা উল্লেখ করে বলেন, এ দুটো প্রকল্প নিয়ে তারা বাংলাদেশের সাথে কাজ করতে চান।
এআই বেইজড সলিউশন অনেকটা গুগল ট্রান্সলেট এর মত। বিশেষ করে পার্বত্য অঞ্চলে চাকমা, মারমা তাদের মাতৃভাষায় কথা বললে তা লিখিতভাবে স্ক্রিনে ভেসে উঠবে।
এ দুটি প্রকল্পে একসঙ্গে কাজ করতে সম্মত হন উপদেষ্টা নাহিদ ইসলাম।
ক্লিংটন প্রবক বাংলাদেশের সংবিধান সংশোধন বিষয়ে জানতে চান। এটা জাতীয় নির্বাচনের আগে হবে নাকি নির্বাচিত সরকারের কাছে একটা রূপরেখা দেওয়া হবে, সেই জিজ্ঞাসাও রাখেন তিনি।
জবাবে উপদেষ্টা নাহিদ বলেন, “যেহেতু আমরা দেশকে পুনর্গঠন করতে চাই তাই সংবিধান সংশোধন আবশ্যক। আমরা চাই জনগণের কথাই সংবিধানে উঠে আসুক।
“সংবিধান সংশোধনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা শুরু হয়েছে । যথাযথ প্রক্রিয়া মেনে গণপরিষদ আহ্বান করে আমরা সংবিধান সংশোধন করব।”
অন্য এক প্রশ্নে তিনি জানান, আগামী এক মাসের মধ্যেই সরকারের লক্ষ্য দেশবাসীর সামনে উপস্থাপন করা হবে।
ব্রিটিশ হাইকমিশনার আইসিটি ও সাইবার নিরাপত্তা বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি সংবাদ মাধ্যমের স্বাধীনতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়েও কথা বলেন।
ব্রিটিশ হাই কমিশনারকে উপদেষ্টা বলেন, “গত ১৫ বছরে বাংলাদেশে যে ‘ফ্যাসিস্ট’ সরকার ছিল, তাদের ‘অনিয়ম-দুর্নীতি’ এবং আন্দোলনের সময় যে ‘গণহত্যা’ চালিয়েছে এবং এর পরিণতি সম্পর্কের বিশ্ববাসীর কাছে প্রচার করতে চাই। এ বিষয়ে আমরা যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করছি।”
হাইকমিশনার ডিজিটাল বাংলাদেশের কথা জিজ্ঞেস করলে নাহিদ বলেন, “বিগত সরকার ডিজিটাল বাংলাদেশের নামে সবচেয়ে বেশি দুর্নীতি করেছে। আমাদের ডেটাবেইজ এবং ইনফরমেশন আপ টু ডেট রাখার মাধ্যমে সেই বিষয়ে স্বচ্ছতা আনার চেষ্টা করছি।”
মাসুদ করিম - ২ সেপ্টেম্বর ২০২৪ (৭:১৪ পূর্বাহ্ণ)
Bangladesh’s future
https://www.dawn.com/news/1851740/bangladeshs-future
THINGS appear to be stabilising in Bangladesh after ousted prime minister Sheikh Hasina Wajed made a swift exit on Aug 5, following massive and bloody protests against her iron-fisted rule. Microfinance pioneer and Nobel laureate Dr Muhammad Yunus — hounded by Sheikh Hasina’s regime — has effectively taken charge as prime minister, though he is being referred to as the country’s ‘chief adviser’. Moreover, an interim cabinet has also been sworn in. There had been fears that the powerful military in Bangladesh would once again take the reins. Yet the cabinet consists mostly of civilians, including technocrats, rights activists and student leaders. Only one ex-military man is part of the set-up. The primary challenge before Dr Yunus and his colleagues is to ensure a peaceful democratic transition through free and fair elections at the first available opportunity. He has not yet given a date for the polls, only saying that they will be held “within a few months”. Of course, law and order are a prerequisite for fair polls. The anti-Hasina protests were marked by huge demonstrations, and often violent reprisals by the erstwhile Awami League government. But while the wounds may be fresh, the interim set-up must ensure there are no revenge attacks against those associated with the former administration. By all means, those involved in violence must face the law, but this should entail a transparent process. Moreover, the Awami League is a political reality in Bangladesh, and for the next polls to be credible, all parties must be given a level playing field, including AL.
There have also been reports of attacks on Hindu temples and houses over the past few days. The Bangladesh authorities should ensure that all minorities are protected under the new set-up. There is both hope and trepidation in Bangladesh. People are hopeful that they will be given political freedom and economic opportunities that many felt they were denied during Sheikh Hasina’s long rule. However, there are also worries that if the democratic transition falters, the military might step in and send the interim set-up packing, initiating a new round of martial rule. Therefore, once the dust settles, Dr Yunus should announce a date for fresh polls. This should close the door on speculation, and send a message to potential adventurers that the voters will determine Bangladesh’s future.
Published in Dawn, August 12th, 2024
মাসুদ করিম - ৫ সেপ্টেম্বর ২০২৪ (৭:১২ পূর্বাহ্ণ)
আব্দুল আলীমের ৫০০ গানের অর্ধেকই নেই সংরক্ষণে
https://bangla.bdnews24.com/glitz/0492827b7f3e
“উনাকে নিয়ে রাষ্ট্রীয়ভাবে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। গান সংরক্ষণ, উনার নামে একটা সড়ক নির্মাণ হয়নি, মিলনায়তন নেই। এমন কিছুই নেই যেটি ধরে কয়েক প্রজন্মের কাছে আব্দুল আলীম নামটা পৌঁছাবে।“
‘এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে গড়াইয়াছেন সাঁই’, ‘পরের জায়গা পরের জমিন, ঘর বানাইয়া আমি রই’, অথবা ‘সর্বনাশা পদ্মা নদী’র মত মাটির সুর মেশানো কালোত্তীর্ণ গানগুলোর গায়ক আব্দুল আলীমের পাঁচ শতাধিক গানের মধ্যে প্রায় অর্ধেকই সংরক্ষণে নেই।
তবে তার আড়াইশ থেকে তিনশর মত গান লিপিবদ্ধ করার কাজ সম্পন্ন হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
ভাটিয়ালি, আধ্যাত্মিক, মরমি ও মুর্শিদি গানের জন্য কিংবদন্তী এই গায়কের মৃত্যুর ৫০তম বার্ষিকীতে এসে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে গ্লিটজের।
আব্দুল আলীমের বড় ছেলে শিল্পী জহির আলীম ও মেয়ে নূরজাহান আলীমের আফসোস, তাদের বাবার সংগীতসম্ভারের বহু গান এখনো অনাবিষ্কৃত রয়েছে। রেডিও পাকিস্তানের মহাফেজখানায় তার বহু গান অযত্নে পড়ে আছে। কূটনৈতিক জটিলতায় স্বাধীনতার পর প্রায় পাঁচ দশকেও আলীমের সেসব গান ফেরানো যায়নি।
প্রায় এক বছর ধরে পাকিস্তানের সঙ্গে চিঠি চালাচালির পর গত বছর আবদুল আলীমের ১২টি গান হাতে পেয়েছে ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশন।
কিন্তু আব্দুল আলীমের গানের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার বিষয়ে রাষ্ট্রীয় কোনো পৃষ্ঠপোষকতা মেলে না বলেও আক্ষেপ রয়েছে তার সন্তানদের।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার তালিবপুর গ্রামে ১৯৩১ সালের ২৭ জুলাই জন্ম হয় আব্দুল আলীমের। মৃত্যু ১৯৭৪ সালের ৫ সেপ্টেম্বর। বাংলাদেশ সরকার ১৯৭৭ সালে তাকে মরণোত্তর একুশে পদক দেয়।
সাতচল্লিশে দেশভাগের পর আব্দুল আলীম মুর্শিদাবাদ থেকে ঢাকায় এসে বসবাস শুরু করেন। রেডিওতে স্টাফ আর্টিস্ট হিসেবে গান গাইতে থাকেন। সেই গল্প শোনা গেল তার ছেলে অধ্যাপক ও গায়ক জহির আলীমের কাছে।
গ্লিটজকে তিনি বলেন, “আব্বার বড় ভাই ঢাকায় চাকরি করতেন। চাচা আব্বাকে ঢাকায় চলে আসতে বলেন। ঢাকায় আসার পর কিছুদিন চাচার সঙ্গে ছিলেন আব্বা। তারপর জিন্দাবাহার দ্বিতীয় লেইনের একটি মেস বাড়িতে ওঠেন।
“সেই বাসায় আব্দুল লতিফ, আব্দুল হালিম চৌধুরীসহ অনেক শিল্পী থাকতেন। আব্বা তখনো কলকাতার সংস্কৃতি জগতের সঙ্গে খুব একটা পরিচয় তৈরি করে উঠতে পারেননি। ঢাকা এসেই গানের চর্চা পুরোপুরি শুরু করেন।“
মরমি গায়ক আব্দুল আলীম রবীন্দ্র, নজরুল, ভাটিয়ালী, বাউল, মরমী, মারফতি, মুর্শিদী, জারি, সারি, ইসলামিক গানসহ সব ধরনের গানই গাইতেন। তবে বলা হয়, ভাটিয়ালি গানেই আব্দুল আলীম মিশেছেন বেশি।
‘সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি’, ‘নাইয়া রে, নায়ের বাদাম তুইলা’, ‘হলুদিয়া পাখি’, ‘দোল দোল দোলনি’, ‘দুখিনীর পরানের বন্ধুরে’, ‘প্রেমের মরা জলে ডোবে না’– এরকম অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী তিনি।
আব্দুল আলীমের গাওয়া গানগুলো কোথাও লিপিবদ্ধ করা আছে কী না জানতে চাইলে নূরজাহান গ্লিটজকে বলেন, “না, সব আমাদের লিপিবদ্ধ নেই। ৫০০ গানের মধ্যে আমরা ২৫০ থেকে ৩০০ গান লিপিবদ্ধ করেছি। ষাটের দশকে পাকিস্তানের ইসলামাবাদ রেডিওতে তিনি নিয়মিত গান করতেন। সেখানে প্রায় দেড়শ গান রয়েছে।
“সেখানে বিভিন্ন গানের রেকর্ড হয়েছিল উর্দুতে। সেসব গানও আমরা খুঁজে পাইনি। গানগুলো ফিরিয়ে আনতে আমরা সরকারের সহযোগিতা চেয়ে আবেদন করেছিলাম। কিন্তু মাত্র ১২টা গান আমরা পেয়েছি।
“বাকি গানগুলো আনতে প্রসেসিং চলছিল, কিন্তু হঠাৎ বন্ধ হয়ে গেল। যে গানগুলো তিনি রেডিওতে গেয়েছিলেন সেগুলো তো আর ফিরে পাওয়া যাবে না। তবে রেকর্ড হওয়া গানগুলো ফিরিয়ে দেওয়া হোক। উনাদের সঙ্গে অনেকবার যোগাযোগ করা হয়েছে। আমরা কোনো উত্তর পাচ্ছি না।”
আলীম চর্চা ‘হচ্ছে না’
আলীম চর্চায় কোনো ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নেই’ বলেও আক্ষেপ ঝরেছে আলীমকন্যার কণ্ঠে। তার অভিযোগ, আব্দুল আলীম স্মরণে রাষ্ট্র ‘উদাসীন’।
“তিনি বাংলাদেশের সম্পদ, শুধু আমাদের সাত ভাই বোনের সম্পদ না। উনাকে নিয়ে যে ধরনের চর্চা হওয়া উচিত সেটা হচ্ছে না। উনাকে যেভাবে মূল্যায়ন করা দরকার ছিল সেই মূল্যায়ন কখনো হয়নি। আগে অনেক অনুষ্ঠান হত, এখন সেটা হয় না। প্রজন্মগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম চলে আসছে।
“উনাকে নিয়ে রাষ্ট্রীয়ভাবে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। গান সংরক্ষণ, উনার নামে একটা সড়ক নির্মাণ হয়নি, মিলনায়তন নেই। এমন কিছুই নেই যেটি ধরে কয়েক প্রজন্মের কাছে আব্দুল আলীম নামটা পৌঁছাবে। আমরা চার পাঁচ বছর ধরে ভাই বোনেরা চেষ্টা করে যাচ্ছি। আমরা যে সমস্ত কাজ হাতে নিয়েছি, সেটাও কোনো না কোনো বাধাগ্রস্ত হচ্ছে। এই যে দিবসগুলো যায়, কোনো কার্যক্রম থাকে না। বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমিতে আধা ঘণ্টা এক ঘণ্টার দায়সারা অনুষ্ঠান হতেও দেখা গেছে। যেটা মানুষ জানেই না। এগুলো আমাদের কষ্ট দেয়।”
নূরজাহান জানান, তিনি তার বাবাকে নিয়ে ‘রঙ্গিলা নায়ের মাঝি’ শিরোনামের একটি তথ্যচিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এছাড়া ‘আব্দুল আলিম ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন করা হয়েছে।
আব্দুল আলীমের গানের চর্চা টিকিয়ে রাখতে ২০১৪ সালের দিকে জেলায় জেলায় গিয়ে গানের অনুষ্ঠান করতেন গায়কের বড় ছেলে শিল্পী জহির আলীম। সেই অনুষ্ঠান আবার শুরু করার ইচ্ছার কথা জানালেন তিনি। তবে ব্যক্তি উদ্যোগে কাজটি করা কঠিন, সে কথাও বললেন।
“আমরা একটা অনুষ্ঠান করতাম। যেটা বাংলাদেশে জেলাগুলো ঘুরে ঘুরে করা হত। প্রত্যেকটা জেলায় তিন চারদিনের জন্য যেতাম। সেখানে যারা আব্দুল আলীমের গান করতেন, তাদের একটা প্রশিক্ষণ দিয়ে একটা গানের অনুষ্ঠান করতাম।
“এটার উদ্দেশ্য ছিল যে আমরা তো আর সারাজীবন বেঁচে থাকতে পারব না। আব্বার গানের চর্চা যেন প্রজন্মের পর প্রজন্ম টিকিয়ে রাখা যায়, গানগুলো যেন মানুষ সুন্দর করে গাইতে পারে, পরিশুদ্ধ হয়। তখন আমরা একটি সিডিও বের করেছিলাম। আবার সেই প্রোগ্রামটা চালু করতে চাই। কিন্তু এটা তো একার পক্ষে সম্ভব না।”
তথ্যচিত্রের মুক্তি এ বছরই
গেল বছরের জুন মাসে ‘রঙ্গিলা নায়ের মাঝি’ শিরোনামের একটি তথ্যচিত্র প্রযোজনার ঘোষণা দেন নূরজাহান। সেই সিনেমার কাজ প্রায় শেষের দিকে, চলতি বছরই মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
কাজটি করার অভিজ্ঞতা জানিয়ে নূরজাহান গ্লিটজকে বলেন, “অনেক প্রতিবন্ধকতা পেয়েছি। আব্দুল আলীমকে নিয়ে আমাদের কিছু ভিডিও দরকার, যেগুলো বিটিভিতে ছিল। কিন্তু তারা তাদের আর্কাইভ অনেক আগেই নষ্ট করে ফেলেছে। বাংলাদেশের ফিল্ম আর্কাইভে কিছু আছে। সেটার জন্য আবেদন করেছি আমরা। সেগুলো পেলে কিছুটা হেল্প হবে। সিনেমার এডিটিং চলছে, আমরা এ বছরই মুক্তির প্রস্তুতি নেব।”
তথ্যচিত্রের কাজের জন্য মে মাসের দিকে বাবার জন্মস্থান মুর্শিদাবাদে গিয়েছিলেন নূরজাহান। সেখানে গিয়ে তার এক অনন্য অভিজ্ঞতা হয়েছে বলে জানালেন।
নূরজাহান বলেন, “সেখানে এক চাচা এখনো বেঁচে আছেন, চাচাতো ভাইবোনেরা আছেন। চলচ্চিত্রের জন্যই যাওয়া। ডকুমেন্টারির জন্য অনেক তথ্য পেয়েছি। তালিবপুরে বাবাকে নিয়ে সেখানকার মানুষদের যে কী পরিমাণ উৎসাহ এবং আবেগ আছে তা দেখে আমি খুব অবাক হয়েছি।”
“আমি তিনদিন সেখানে ছিলাম। যে জায়গাগুলোতে গেছি, আব্দুল আলীমের মেয়েকে দেখতে মানুষের ঢল নেমেছে। যে স্কুলে বাবা প্রাথমিক পড়াশোনা করেছেন, সেখানে শিক্ষকরা আমাকে আমন্ত্রণ জানালেন। একটা খেলাধুলার অনুষ্ঠান ছিল। আমি গেলাম, আমাকে অনেকক্ষণ কথা বলতে হয়েছে। তারা বাবার ‘পরের জায়গা পরের জমি’ ও ‘এই যে দুনিয়া’ গান দুটি শোনানোর অনুরোধ করেন। আমি গান শুনাই। সেখানে ‘আব্দুল আলীম মেলা’ বা আব্বার নামে ‘সংস্কৃতি চর্চা’ করার জন্য কেউ কেউ প্রস্তাব দেন। আসার আগে কথা দিয়ে এসেছি, সিনেমা শেষ করে সেখানে যাব এবং এই মেলার আয়োজন আমরা করব।”
দুই সন্তানের কাছে ‘বাবার স্মৃতি’
বাবার কথা স্মরণ করে জহীর আলীম বলেন, “আব্বা ছিলেন সুরের জাদুকর। আবার তিনি খুব সাংসারিকও ছিলেন। সবসময় আমাদের খোঁজ খবর রাখতেন। ছোট থেকেই আমরা গানের আবহে বেড়ে উঠেছি। আয়োজন করে গান শেখানোর প্রয়োজন হয়নি। আমরা নিজেরাই বাড়িতে বাজনা নিয়ে গান শুরু করে দিতাম। উনি তো সংগীত কলেজের শিক্ষক ছিলেন, মাঝে মধ্যে উনার সঙ্গে যেতাম। ছাত্ররা উনাকে খুব পছন্দ করতেন।”
নূরাজাহান বলেন, “গান শুনে কখনও অবাক হয়ে আব্বার মুখের দিকে তাকিয়ে থাকতাম। কী অসাধারণ কণ্ঠ ছিল তার! উনার কথা ভাবতে কষ্ট পাই, আবার ভালোও লাগে।“
আলীমকন্যার আহ্বান, বাংলা লোকগানের এই শিল্পীকে নিয়ে সঠিক চর্চার আয়োজন গড়ে তোলা হোক।
“তাকে নিয়ে কাজ করার সময় এখনো আছে, বিভিন্ন উদ্যোগ নিয়ে তাকে আজীবন বাঁচিয়ে রাখা হোক। নতুন শিল্পীরা গান গায়, কলকাতার সংগীত অনুষ্ঠানে উনার গান গাওয়া হয়। নামটাও পর্যন্ত দেওয়া হয় না। উনাকে সঠিক সম্মান দেওয়ার দায়িত্বটা নেওয়া উচিত।”
অসংখ্য চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন আব্দুল আলীম। প্লেব্যাক শিল্পী হিসেবে ‘মুখ ও মুখোশ’ সিনেমা দিয়ে তার যাত্রা শুরু হয়। এছাড়া ‘সুজন সখী’, ‘তীর ভাঙা ঢেউ’, ‘কাঞ্চনমালা’, ‘এতটুকু আশা’, ‘আপন দুলাল’, ‘নবাব সিরাজ-উ-দৌলা’, ‘সুতরাং’, ‘বেদের মেয়ে’, ‘সাগরভাসা’, ‘পালাবদল’, ‘ঢেউয়ের পর ঢেউ’, ‘ভানুমতি’, ‘লালন ফকির’, ‘কাগজের নৌকা’, ‘দয়াল মুর্শিদ’, ‘রূপবান’, ‘দস্যুরাণী’, ‘কাঠপুতুলী’, ‘সোঁয়ে নদীয়া জাগে পানি’, ‘জোয়ার এল’ সিনেমাতেও আব্দুল আলীম গান গেয়েছেন।
মাসুদ করিম - ৬ সেপ্টেম্বর ২০২৪ (১০:১৫ পূর্বাহ্ণ)
গণঅভ্যুত্থানের একমাস: প্রধান উপদেষ্টার বার্তা
https://bangla.bdnews24.com/bangladesh/7f47386bb64c
ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পূর্তিতে বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
তিনি বলেছেন, “আমাদের তরুণ বিপ্লবীরা দেশের মানুষের মনে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাগিয়ে দিয়েছে তা পূরণে আমি প্রতিজ্ঞাবদ্ধ। শহীদদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে আমরা ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে চাই। এক নতুন যুগের সূচনা করতে চাই।”
গত ৫ অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ অগাস্ট নোবেলজীয় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে।
প্রধান উপদেষ্টা বলেন, “আমরা সবাই প্রতিজ্ঞা নিলাম- শহীদদের রক্ত এবং আহত ভাইবোনদের আত্মত্যাগকে জাতি হিসাবে আমরা কিছুতেই ব্যর্থ হতে দেবো না। যে সুযোগ তারা আমাদের জন্য তৈরি করে দিয়েছেন, সে সুযোগকে আমরা কখনো হাতছাড়া হতে দেবো না।
“আজ তাদের স্মৃতিময় দিনে আবারো প্রতিজ্ঞা করলাম তাদের স্বপ্নের নতুন বাংলাদেশ আমরা গড়বই।”
পাঠকদের জন্য অধ্যাপক ইউনূসের বার্তা হুবহু তুলে ধরা হলো-
আসসালামু আলাইকুম
আজ আমরা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের প্রথম মাস উদযাপন করছি। ইতিহাসের অন্যতম গৌরবময় বিপ্লবের জন্য শত শত ছাত্র এবং সর্বস্তরের মানুষ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে।
তারা ফ্যাসিবাদী শেখ হাসিনার ১৫ বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে যার নেতৃত্বে নৃশংস একটি গণহত্যা সংগঠিত হয়েছে। শেখ হাসিনা একটি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র এবং একটি ভঙ্গুর অর্থনীতি রেখে দেশ ছেড়ে পালিয়েছিলেন। আমাদের বাংলাদেশকে এর পূর্ণ গৌরবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের।
আজ আমি সেই সাহসী তরুণ, শ্রমিক, দিনমজুর, পেশাজীবীদের স্মরণ করছি যারা জঘন্য হত্যাকারী ফ্যাসিবাদী শক্তিকে মোকাবিলা করতে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছিল। স্মরণ করছি আন্দোলন চলাকালে নিহত সাংবাদিকদের। আজ আমি এই বিপ্লবে শাহাদাত বরণকারী সবার প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
আমি অভিবাদন জানাই হাজার হাজার মানুষকেও যারা আহত হয়েছেন, প্রাণঘাতী আঘাতের শিকার হয়ে চিরজীবনের জন্য পঙ্গু হয়েছেন, কিংবা চক্ষু হারিয়েছেন।
গত মাসে, আমাকে যখন অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন আবু সাঈদ, মুগ্ধ এবং সমস্ত জানা এবং অজানা শহিদদের নিঃস্বার্থ আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে আমার সকল সীমাবদ্ধতা সত্তেও এই দায়িত্ব গ্রহণ কেরছি।
আমাদের তরুণ বিপ্লবীরা দেশের মানুষের মনে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাগিয়ে দিয়েছে তা পূরণে আমি প্রতিজ্ঞাবদ্ধ। শহিদদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে আমরা ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে চাই। এক নতুন যুগের সূচনা করতে চাই।
আমার প্রিয় তরুণেরা,
তোমরা তোমাদের স্বপ্ন বাস্তবায়নের শপথ নিয়েছিলে। শহর ও গ্রামীণ জনপদের দেয়ালে আঁকা তোমাদের স্বপ্নগুলো এখনো নানা রঙের সাজ নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে।
বিপ্লবের সময়, তোমরা পড়াশুনা ছেড়ে দিয়ে বন্ধুদের নিয়ে উদ্বিগ্ন ঘুমহীন রাত কাটিয়েছো এবং দিনে নিষ্ঠুর শাসনকে প্রতিহত করার জন্য পরস্পরের থেকে চির বিদায় নিয়ে রাস্তায় নেমেছো। বিপ্লব শেষ হওয়ার পর তোমরা দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ও তাঁদের উপাসনালয় পাহারা দিয়েছো এবং সারা দেশে ট্রাফিক পরিচালনা করার দায়িত্ব নিয়েছো। আমি জানি তোমাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে। তাই এখন সময় পড়াশোনায় ফেরার। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে। আমি তোমাদেরকে ক্লাস ও ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। কেননা বিপ্লবের সুফল ঘরে তুলতে আমাদের একটি সুশিক্ষিত ও দক্ষ প্রজন্মের দরকার।
মাত্র একমাস হলো অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। তা স্বত্তেও আমরা বিপ্লবের প্রকৃত লক্ষ্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ সংস্কার এর কাজ শুরু করেছি। আমাদের প্রথম কাজ জুলাই ও আগস্টের হত্যাকাণ্ডের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা। গণহত্যার বিষয়ে জাতিসংঘের নেতৃত্বে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করার জন্য আমরা জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে আমন্ত্রণ জানিয়েছি। তাঁরা এদেশে এসেছেন এবং তাঁদের কাজ শুরু করে দিয়েছেন।
এছাড়া আমি জুলাই এবং আগস্ট মাসে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের জন্য একটি আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল তৈরি করার প্রয়াসে শীর্ষ আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের সাথেও কথা বলেছি। আমরা খুনিদের প্রত্যর্পণ এবং স্বৈরাচারের সময় দুর্নীতিবা ব্যক্তি, রাজনীতিবিদ ও আমলারা যে পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে তা দেশে ফিরিয়ে আনতে চাই। এজন্য বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ শুরু করেছি।
আমাদের প্রধান দায়িত্বগুলির মধ্যে একটি হল বিপ্লবের সময় গুরুতর আঘাতপ্রাপ্ত হাজার হাজার মানুষের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা। হাসিনার দুর্বৃত্তরা তাদের চোখ লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ায় অসংখ্য তরুণ শিক্ষার্থী দৃষ্টিশক্তি হারিয়েছে। আমরা আপ্রাণ চেষ্টা করবো তাঁদের চোখের আলো ফিরিয়ে দিতে। আমরা শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির জন্য ক্রমাগত কাজ করে যাচ্ছি। মূল তালিকা হয়ে গেছে। এখন শুধু দূরদূরান্তে যাদের লাশ নিয়ে যাওয়া হয়েছে তাঁদের তথ্য সংগ্রহ করে তথ্যগুলিতে পূর্ণাঙ্গতা দেয়া হচ্ছে। আহত শত শত মানুষ যাদের দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন, তাদের ব্যয়বহুল চিকিৎসা এবং শহিদদের পরিবারের দেখাশোনার জন্য একটি ফাউন্ডেশন এখন তৈরির শেষ পর্যায়ে আছে। যাদের শাহাদাতের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে আমরা তাঁদের কখনোই ভুলবো না।
সম্প্রতি আমরা বলপূর্বক গুম থেকে সকল ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশন সনদে স্বাক্ষর করেছি। ফলে স্বৈরাচার দ্বারা প্রতিষ্ঠিত “গুম সংস্কৃতি” এর সমাপ্তি ঘটানোর জন্য আন্তর্জাতিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আলাদাভাবে, আমরা ফ্যাসিবাদী শাসনের ১৫ বছরে বলপূর্বক গুমের প্রতিটি ঘটনা তদন্ত করার জন্য একটি কমিশন গঠন করছি। যেসব পরিবার তাদের নিখোঁজ পিতা, স্বামী, পুত্র এবং ভাইদের পাওয়ার জন্য বছরের পর বছর ধরে যন্ত্রণার সাথে অপেক্ষা করছেন, আমরা আপনাদের বেদনায় সমব্যাথী।
আয়নাঘরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। খুব শীঘ্রই আমরা বলপূর্বক গুমের শিকার ভাইবোনদের কষ্ট ও যন্ত্রণা সম্পর্কে জানতে পারবো।
গত মাসের শেষের দিকে জাতির উদ্দেশে দেওয়া আমার ভাষণে আমাদের সরকার এ পর্যন্ত যেসব গুরুত্বপূর্ণ সংস্কার গ্রহণ করেছে আমরা তার একটা প্রতিবেদন তুলে ধরেছি। আমরা রাজনৈতিক দল, সম্পাদক, ব্যবসায়ী নেতা, সুশীল সমাজের নেতা এবং কূটনীতিকদের সাথে ক্রমাগতভাবে বৈঠক করে যাচ্ছি। তারা আমাদের সংস্কার উদ্যোগকে সমর্থন করেছেন। আমরা আমাদের বিদেশী বন্ধুদের কাছ থেকে প্রচুর সমর্থন পেয়ে অভিভূত হয়েছি। আমাদের সাহসী এবং দেশপ্রেমিক প্রবাসীরাও জাতি পুনর্গঠনের প্রচেষ্টায় নিয়োজিত রয়েছেন। আমি তাঁদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
আজ এই স্মৃতিময় বিষাদ দিনে আমি শহিদদের প্রতিটি পরিবার এবং আহত ব্যক্তিদের প্রতি জানাই অসীম কৃতজ্ঞতা। আমি সকল শহিদ পরিবারের সদস্যদের রাজধানীতে আমন্ত্রণ জানাবো, কয়েকদিনের মধ্যেই তাঁদের সঙ্গে দেখা করব। আমি তাদের আশ্বস্ত করতে চাই যে আমরা কখনই শহিদদের স্বপ্নের সাথে বিশ্বাসঘাতকতা করব না।
আমরা এগিয়ে যাচ্ছি। এখন আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে দুঃশাসন ও স্বৈরাচার দ্বারা সৃষ্ট ক্ষত পূরণ করা। এজন্য আমাদের প্রয়োজন একতা ও সমন্বয়।
আমরা সবাই প্রতিজ্ঞা নিলাম শহিদদের রক্ত এবং আহত ভাইবোনদের আত্মত্যাগকে জাতি হিসাবে আমরা কিছুতেই ব্যর্থ হতে দেবো না। যে সুযোগ তাঁরা আমাদের জন্য তৈরী করে দিয়েছেন সে সুযোগকে আমরা কখনো হাতছাড়া হতে দেবো না। আজ তাঁদের স্মৃতিময় দিনে আবারো প্রতিজ্ঞা করলাম তাঁদের স্বপ্নের নতুন বাংলাদেশ আমরা গড়বোই।
মহান আল্লাহ আমাদের সকলের সহায় হোন।
প্রফেসর মুহাম্মদ ইউনূস
মাসুদ করিম - ৬ সেপ্টেম্বর ২০২৪ (১০:৪৮ পূর্বাহ্ণ)
সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে উদীচীর প্রতিবাদ
https://bangla.bdnews24.com/glitz/a6856a01087b
জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে একযোগে জাতীয় সঙ্গীত গাওয়ার কর্মসূচি পালন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের বিপরীত পাশের সড়কে একসঙ্গে জাতীয় সংগীত কণ্ঠে তুলে কর্মসূচিতে অংশ নেয় উদীচী, জাতীয় খেলাঘর আসরসহ বিভিন্ন সংগঠন। ব্যক্তিগতভাবেও কেউ কেউ অংশ নেন এই আয়োজনে।
গত মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের জাতীয় সংগীতকে ‘স্বাধীনতার অস্তিত্বের পরিপন্থি’ আখ্যা দিয়ে তা পরিবর্তনের দাবি জানান জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে আব্দুল্লাহিল আমান আযমী।
তিনি প্রশ্ন তোলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়েও। বাহাত্তরের সংবিধান ‘বৈধ নয়’ মন্তব্য করে নতুন সংবিধান প্রণয়ন করারও দাবি জানান সেনাবাহিনীর সাবেক এই ব্রিগেডিয়ার জেনারেল।
এর প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল প্রতিবাদ জানান অনেকে। এরই প্রেক্ষিতে সম্মিলিত কণ্ঠে এই জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচি ঘোষণা করে উদীচী।
শুক্রবার সকালে দেশের সব জেলা ও বিদেশে উদীচীর শাখা সংসদের শিল্পী-কর্মীসহ সাধারণ মানুষ একসাথে এই জাতীয় সংগীত কর্মসূচি পালন করেছে বলেও জানায় সংগঠনটি।
ঢাকায় কেন্দ্রীয় আয়োজনে সূচনা বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান। সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।
পরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন সবাই। এসময় সাধারণ মানুষও শিল্পীদের সঙ্গে জাতীয় সংগীতে কণ্ঠ মেলান। জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকাও উত্তোলন করা হয়।
শিল্পীরা সম্মিলিত কণ্ঠে একে একে গেয়ে শোনান মুক্তিযুদ্ধে প্রেরণা যোগানো দেশাত্ববোধক গান ‘মাগো ভাবনা কেন’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’ গানগুলো। সবশেষে আবারও জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উদীচীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান বলেন, “আমরা দায়বদ্ধ মানুষের প্রতি। আমাদের অর্জন আমাদের মুক্তিযুদ্ধ। আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে যখনই কোনো আঘাত আসবে, আমরা তার প্রতিবাদ করব। আমাদের জাতীয় সংগীত, জাতীয় পতাকা কারো দানে পাওয়া নয়। লাখো শহীদের রক্তে পাওয়া এ আমাদের অর্জন। এই অর্জনকে কোনোভাবেই কলঙ্কিত করা যাবে না। যখনই কেউ মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা এবং জাতীয় সংগীতে আঘাত করবে। আমরা তার প্রতিবাদ করবই।”
উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, “প্রগতিশীল সব আন্দোলন-সংগ্রামে উদীচী সামনে থেকেছে। যখনই দেশের উপর, আমাদের মুক্তিযুদ্ধের উপর আঘাত এসেছে- আমরা প্রতিবাদ করেছি। এবারও জাতীয় সংগীত গেয়ে এই কর্মসূচি, সেই ধারাবাহিক প্রতিবাদেরই অংশ।”
উদীচী লিখিত বক্তব্যে জানায়, ছাত্র-জনতার গণআন্দোলনে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে মহান মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতসহ এদেশের আপামর জনসাধারণের প্রাণের সব বিষয় নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র দেখা যাচ্ছে।
গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, একটি ধর্মান্ধ স্বার্থান্বেষী গোষ্ঠী ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যূত্থানের মূল সুরকে বিকৃত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এরা মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার বিরোধীতা করা থেকে শুরু করে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকার উপর আঘাত হানতে শুরু করেছে।
এই হীন চক্রান্তের প্রতিবাদ এবং এর সাথে জড়িতদের রুখে দেয়ার প্রত্যয় নিয়ে শুক্রবার সকাল ১০টায় দেশের সর্বত্র একযোগে ‘উন্মুক্ত স্থানে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচি’ হাতে নিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
মাসুদ করিম - ৭ সেপ্টেম্বর ২০২৪ (৫:০৬ পূর্বাহ্ণ)
Females leading commercial transformation of farming
https://today.thefinancialexpress.com.bd/first-page/females-leading-commercial-transformation-of-farming-1725646083
Many taking up small, medium farming and entrepreneurships across country
Females are leading an agricultural transformation in Bangladesh with many coming out from home-management chore to run small and medium commercial-farming entrepreneurships across the country, labour transition shows.
The transformation-visibly occurring over a decade now–has already kept a positive impact on the overall women labour-force participation in farming, while men are switching to urban services, analysts say.
Women are ahead of men in agriculture and its subsectors as their rate of employment is 7.0- percentage-point higher than their male counterpart, official statistics show.
The country’s highest employment-creation sector is gradually getting dominated by females as their engagement in agriculture and every agricultural subsector, including poultry and livestock, fisheries and horticulture, has been on an increase, analysts say.
According to the Labour Force Survey (LFS) 2022 of the Bangladesh Bureau of Statistics (BBS), the participation of women, aged 15 and above, in agriculture is 26.2 per cent while the rate of their counterpart is 19.2 per cent.
Economists and experts say transformation of the higher female agro-labour force into agro-entrepreneurs could be a better way of boosting the capacity of Bangladesh’s agricultural output.
Although the capacity of the women in farming is improving in Bangladesh slowly, it will have to be upgraded for getting a better outcome, they suggest.
“Since agriculture is a dominating employment area in the country, the outcome from the farming will have to be boosted through upgrading the capacity in this sector,” says one analyst.
The local startup companies, commercial banks, financial institutions, government agencies and foreign development partners are also helping the women farmers and entrepreneurs for expanding their commercial farming and business as well.
Agri-experts say scores of startup enterprises have come forward to support the farmers and agro-entrepreneurs, including the women, for expanding their spheres of farming and businesses.
Over the last one decade, at least 50 startup companies have dominated the agricultural labour force and the employment with their facilitation to the crops, livestock and fisheries farmers and entrepreneurs, they add.
Fahad Ifaz, CEO of Bangladesh-based startup company iFarmer, says it is helping change the dynamics as they are facilitating the female farmers for the access to resources to grow their businesses and agency within the household.
The company enables small-scale farmers and agribusinesses to access finance, insurance, inputs and training on crops, livestock, fisheries and poultry, as well as information on market conditions and weather advisories.
“We are working to break down the barriers holding back women farmers by giving them greater access to financial resources, quality farming inputs and market access,” says Mr Ifaz.
The iFarmer CEO thinks increased opportunities for women in the sector can significantly impact agriculture-driven growth.
Saheena Akhtar, a female agro-entrepreneur in Godagari in Rajshahi, has established a small farmhouse with some three acres of cropland, two fishing ponds and a livestock farm beside her house where 10 women and three men are working regularly.
“Once upon a time, I used to help my husband in his farming in the crop-fields. Five years
Back, I started with a cattle farm adjacent to my house. I started with three small cows and two goats. Now I have a small dairy farm with four cows, 10 oxen and 15 goats for commercial farming,” she told the FE.
“I have also started to cultivate different types of crops on three acres of land and over the last three years it has been totally commercial farming. Now I am getting better profit from my farming,” says Ms Akhtar.
Along with her 13 permanent staff members, she usually engages daily women labourers, including from the Santal community, for land preparation, planting and for entire cultivation process in her farms as they are “very hardworking”.
Like Saheena Akhtar, many women in Bangladesh over the last one decade have transformed their household farming into commercial operations.
According to the latest LFS 2022 of the BBS, a total of 18.43 million women are engaged in agricultural works out of the total 31.98 million women workforce engaged in different jobs and works.
Five years back in 2017, the female workforce was only 11.128 million out of total 24.69 million agriculture-sector labourers in Bangladesh, the LFS 2016-17 statistics showed.
Tapoch K Das, Chief Financial Officer (CFO) of Mercantile Bank Limited, told the FE that they have been helping financially some agro-based small and medium enterprises (SMEs) across Bangladesh.
“Over the last one decade, women are coming forward to the commercial agriculture. Some of them have food farmhouses and business too.
“Our bank always encourages those types of agriculture-based farmers and entrepreneurs with its financial arm.”
Policy Exchange Bangladesh CEO Dr Masrur Reaz told the FE that the transformation of agriculture by women has facilitated the increase in the women labour force in employment.
Besides, ICT, especially mobile phone and internet connections, rural road development and boosting the wages in the agro-based farming have also encouraged the women to join in agricultural activities over the years in Bangladesh
Senior Research Fellow at the Centre for Policy Dialogue (CPD) Towfiqul Islam Khan says the women in agricultural works are not getting stabilized. “So, the government and other authorities concerned should work to bring the women into the formal jobs, business and commercial ventures in the farming aimed at engaging them in a stable work environment,” he adds.
মাসুদ করিম - ৭ সেপ্টেম্বর ২০২৪ (৬:৫৮ পূর্বাহ্ণ)
Bill Burns and Richard Moore: Intelligence partnership helps the US and UK stay ahead in an uncertain world
https://www.ft.com/content/252d7cc6-27de-46c0-9697-f3eb04888e70
Technological advantage is key to ensuring the special relationship maintains its lead
Please use the sharing tools found via the share button at the top or side of articles. Copying articles to share with others is a breach of FT.com T&Cs and Copyright Policy. Email licensing@ft.com to buy additional rights. Subscribers may share up to 10 or 20 articles per month using the gift article service. More information can be found at https://www.ft.com/tour.
https://www.ft.com/content/252d7cc6-27de-46c0-9697-f3eb04888e70
Two years ago, we celebrated 75 years of partnership; 75 years since the CIA was founded in 1947. But the bonds between US and UK intelligence go back even further, closer to the founding of SIS in 1909 when we first witnessed, together, the horror of state-on-state violence in Europe.
Today, after the closest of collaborations through the first world war, second world war and cold war, followed by a shared struggle against international terrorism, that partnership lies at the beating heart of the special relationship between our countries. We have no more trusted or esteemed allies.
But the challenges of the past are being accelerated in the present, and compounded by technological change. Today, we co-operate in a contested international system where our two countries face an unprecedented array of threats.
The CIA and SIS stand together in resisting an assertive Russia and Putin’s war of aggression in Ukraine. We saw it coming, and were able to warn the international community so we could all rally to Ukraine’s defence. We carefully declassified some of our secrets as a new and effective part of this effort.
Staying the course is more vital than ever. Putin will not succeed in extinguishing Ukraine’s sovereignty and independence. Russia’s actions are a flagrant breach of the UN Charter and global norms. We will continue to aid our brave, resolute Ukrainian intelligence partners. We are proud to do so, and stand in awe of Ukraine’s resilience, innovation and élan.
This conflict has demonstrated that technology, deployed alongside extraordinary bravery and traditional weaponry, can alter the course of war. Ukraine has been the first war of its kind to combine open-source software with cutting-edge battlefield technology, harnessing commercial and military satellite imagery, drone technology, high and low sophistication cyber warfare, social media, open-source intelligence, uncrewed aerial and seaborne vehicles and information operations — as well as human and signals intelligence — at such incredible pace and scale. Most of all, it has underlined the imperative to adapt, experiment and innovate.
Beyond Ukraine, we continue to work together to disrupt the reckless campaign of sabotage across Europe being waged by Russian intelligence, and its cynical use of technology to spread lies and disinformation designed to drive wedges between us.
In the 21st century, crises don’t come sequentially. While significant attention and resources are being deployed against Russia, we are acting together in other places and spaces to counter the risk of global instability.
For both the CIA and SIS, the rise of China is the principal intelligence and geopolitical challenge of the 21st century, and we have reorganised our services to reflect that priority. Meanwhile, counterterrorism remains core to our partnership, and we work closely with others to protect our homelands and thwart the resurgent threat of Isis.
In the Middle East, SIS and the CIA have exploited our intelligence channels to push hard for restraint and de-escalation. Our services are working ceaselessly to achieve a ceasefire and hostage deal in Gaza, which could end the suffering and appalling loss of life of Palestinian civilians and bring home the hostages after 11 months of hellish confinement by Hamas. Bill has played a hands-on role in bringing the negotiating parties together with help from our Egyptian and Qatari friends. We continue to work together to deescalate tensions in the region.
Maintaining technological advantage is vital to ensuring our shared intelligence advantage. SIS and the CIA cannot do this alone — our partnership is augmented by a network of partnerships with the private sector.
We are now using AI, including generative AI, to enable and improve intelligence activities — from summarisation to ideation to helping identify key information in a sea of data. We are training AI to help protect and “red team” our own operations to ensure we can still stay secret when we need to. We are using cloud technologies so our brilliant data scientists can make the most of our data, and we are partnering with the most innovative companies in the US, UK and around the world.
In all of this work, our outstanding people, the very best exemplars of selfless public service and patriotism, are at the heart of our mission. Our partnership is built on our work together across technology, analysis and clandestine operations overseas — including agent relationships. These are the brave men and women who work with our officers to stop the bombs, end the violence and inform us of our adversaries’ intent.
There is no question that the international world order — the balanced system that has led to relative peace and stability and delivered rising living standards, opportunities and prosperity — is under threat in a way we haven’t seen since the cold war. But successfully combating this risk is at the very foundation of our special relationship. Trust, openness, constructive challenge, friendship. These characteristics can be relied upon into the next century, as can our shared determination to remain champions for global peace and security.
মাসুদ করিম - ১১ সেপ্টেম্বর ২০২৪ (৫:২৮ অপরাহ্ণ)
জাতির উদ্দেশে ভাষণে যা বললেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
https://www.banglatribune.com/national/862630/%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B7%E0%A6%A3%E0%A7%87-%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%89%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%A1
জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আসার পর এটা জাতির উদ্দেশে তার দ্বিতীয় ভাষণ। এর আগে গত ২৫ আগস্ট প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ভাষণ শুরু করেন ড. ইউনূস। শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, ছাত্র-ছাত্রী, বয়স্ক, বৃদ্ধ, পুরুষ, নারী সবাইকে সালাম জানিয়ে ভাষণ শুরু করেন তিনি। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি ওয়ার্ল্ড ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হয়।
প্রধান উপদেষ্টা বলেন, বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই-আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানে নিহত সব শহীদের প্রতি। আমি আরও স্মরণ করছি তাদের— যারা ফ্যাসিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করে মৃত্যুকে আলিঙ্গন করেছে, আহত হয়েছে, পঙ্গুত্ববরণ করেছে, হারিয়েছে তাদের চোখের দৃষ্টি। সেসব বীরদের স্মরণ করছি— যারা মিথ্যাচার, লুটপাট, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এক দফা দাবি নিয়ে দাঁড়িয়েছিল। কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি— আপনাদের ভাইবোনদের, আপনাদের সন্তানদের, যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছে।
তিনি বলেন, আমি আগেও জানিয়েছি, আবারও জানাচ্ছি, গণ-অভ্যুত্থানে সব শহীদের পরিবারকে পুনর্বাসন করা হবে। সব আহত শিক্ষার্থী শ্রমিক -জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। আহতদের দীর্ঘমেয়াদি এবং ব্যয়বহুল চিকিৎসা এবং শহীদদের পরিবারের দেখা শোনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে। এখন নতুন তথ্য পাওয়ার ভিত্তিতে এই তালিকা হালনাগাদ করা হতে থাকবে।
তিনি বলেন, এই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে সরকার তার যাত্রালগ্নে ‘জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন’ নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। এখন সে ফাউন্ডেশন তৈরি হয়েছে। সব শহীদ পরিবার এবং আহতদের সর্বোত্তম চিকিৎসাসহ তাদের পরিবারের সম্পূর্ণ দায়িত্ব এই ফাউন্ডেশন গ্রহণ করছে। এই ফাউন্ডেশনে দান করার জন্য দেশের সব মানুষ এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের আমরা আহ্বান জানাচ্ছি।
গত মাসে (আগস্ট) কুমিল্লা-নোয়াখালী সিলেট অঞ্চলে আকস্মিক বন্যা এসব এলাকার মানুষকে হতভম্ব করে দিয়েছে। এখানে বেশিরভাগ এলাকায় কোনও দিন বন্যা হয়নি। তারা বন্যা মোকাবিলা করায় অভ্যস্ত নন। দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী তাৎক্ষণিকভাবে বন্যা আক্রান্ত সবাইকে রক্ষার জন্য এগিয়ে আসে। সেনা, নৌ এবং বিমানবাহিনী পরস্পরের সঙ্গে সমন্বয় করে একযোগে কাজে নেমে পড়ার ফলে মানুষের দুর্ভোগ কম হয়েছে। এর পরপরই এনজিও এবং সাধারণ মানুষ দেশের সব অঞ্চল থেকে দলে দলে এগিয়ে এসেছে। আমি বিশেষ করে দেশপ্রেমিক সেনাবাহিনীকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। দেশের সব দুর্যোগকালে তারা সবসময় আন্তরিকভাবে এগিয়ে এসেছে। বিশেষ করে বন্যা ও শান্তিশৃঙ্খলা রক্ষার কাজে তাদের সৈনিক এবং অফিসাররা দিনের পর দিন যেভাবে দায়িত্ব পালন করেছে, তার কোনও তুলনা হয় না। জনজীবনে স্বস্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাদের ভূমিকা অনন্য।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সব সদস্যকে আমি ধন্যবাদ জানাই— তাদের সততা, ত্যাগ ও অসীম দেশপ্রেমের জন্য। দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বন্যা, খরা, ঝড়, বৃষ্টি, ঘূর্ণিঝড়সহ সব প্রাকৃতিক দুর্যোগে আপনারা সবার শেষ ভরসার স্থান। দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে আপনারা দেশের মানুষের পাশে থেকেছেন। দেশের স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছেন। দেশ গঠনেও আপনারা সবার আগে এগিয়ে এসেছেন। বিগত জুলাই হতে শুরু হওয়া গণ-অভ্যুত্থান, বন্যা, নিরাপত্তা প্রদান, অস্ত্র উদ্ধারসহ সব কার্যক্রমে আপনারা সফলভাবে দিনরাত কাজ করে যাচ্ছেন। সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি আরও বলেন, বন্যা আমাদের জনজীবনে আরেকটি দিক উন্মোচন করলো। দেশের সব জায়গায় মানুষের সক্রিয় সহানুভূতির জোয়ার উঠেছিল অবিশ্বাস্য মাত্রায়। ব্যবসায়ী, অর্থবান ব্যক্তিরা যেমন তাদের অর্থ নিয়ে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছিল, তেমনি দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ, স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা জোয়ারের ঢলের মতো যার যার সামর্থ্য নিয়ে এগিয়ে এসেছে। অনেকেই ছুটে গেছে বন্যার্তদের সহযোগিতা করার জন্য। এনজিওরা বিভিন্ন জায়গা থেকে ছুটে গেছে তাদের সহায়তা নিয়ে। তাদের কাজে অনুপ্রাণিত হয়ে আমি এনজিও নেতাদের সঙ্গে বৈঠক করেছি, কীভাবে সরকার তাদের কাজের সঙ্গে সরকারের উদ্যোগকে সমন্বিত করতে পারে, সেটার কাঠামো তৈরি করে দেওয়ার জন্য। বন্যা এখন চলে গেছে। কিন্তু পুনর্বাসনের কঠিন কাজ আমাদের সামনে রয়ে গেছে। সবার সহযোগিতায় আমরা পুনর্বাসনের কাজটি সফলভাবে সমাধান করতে চাই।
প্রধান উপদেষ্টা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। যেসব ভাইবোনেরা তাদের গত ১৬ বছরের বেদনা জানিয়ে তার প্রতিকার পাওয়ার জন্য আমার অফিস এবং সচিবালয়ের অফিসগুলোর সামনে প্রতিদিন ঘেরাও কর্মসূচি দিয়ে আমাদের কাজকর্ম ব্যাহত করছিলেন তারা আমার আহ্বানে সাড়া দিয়ে ঘেরাও কর্মসূচি থেকে বিরত হয়েছেন বটে, তবে অন্যত্র আবার তারা তাদের কর্মসূচি দিয়ে যাতায়াতে ব্যাঘাতও সৃষ্টি করেছেন। আমি কথা দিচ্ছি, আপনাদের ন্যায্য আবেদনের কথা ভুলে যাবো না। আমরা সব অন্যায়ের প্রতিকারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের দায়িত্বকালে যথাসম্ভব সব সমস্যা সমাধানের চেষ্টা করবো। আমি আবারও অনুরোধ করছি— আপনার যাতায়াতে ব্যাঘাত সৃষ্টি থেকে বিরত থাকুন। জাতি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে।
তিনি বলেন, তৈরি পোশাক, ওষুধ শিল্প এসব এলাকায় শ্রমিক ভাইবোনেরা তাদের অভিযোগ জানানোর জন্য ক্রমাগতভাবে এই শিল্পের কার্যক্রম পরিচালনা বন্ধ রাখতে বাধ্য করছেন। এটা আমাদের অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব ফেলবে সেটা মোটেই কাম্য নয়। এমনিতেই ছাত্র-শ্রমিক-জনতার বিপ্লবের পর যে অর্থনীতি আমরা পেয়েছি, সেটা নিয়ম-নীতিবিহীন দ্রুত ক্ষীয়মাণ একটা অর্থনীতি। প্রাতিষ্ঠানিক কাঠামো প্রায় ধ্বংসপ্রাপ্ত। বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকেছে। আমরা এই অর্থনীতিতে প্রাণ সঞ্চারের চেষ্টা করছি। আমাদের উদ্যোগে সাড়াও পাচ্ছি। ঠিক এই সময়ে আমাদের শিল্প-কারখানাগুলো বন্ধ হয়ে গেলে, অকার্যকর হয়ে গেলে দেশের অর্থনীতিতে বিরাট আঘাত পড়বে। সেটা কিছুতেই কারও কাম্য হতে পারে না।
ইউনূস বলেন, শ্রমিক ভাইবোনদের অনেক দুঃখ আছে। কিন্তু সেই দুঃখ প্রকাশ করতে গিয়ে আপনাদের মূল জীবিকাই বন্ধ হওয়ার উপক্রম হলে সেটা ঠিক হবে না। দেশের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হলে সেটা ঠিক হবে না। মালিক-শ্রমিক উভয় পক্ষের সঙ্গে আলাপ করে এসব সমস্যার সমাধান আমরা অবশ্যই বের করবো। আপনারা কারখানা খোলা রাখুন। অর্থনীতির চাকা সচল রাখুন। দেশের অর্থনীতিকে সোজা হয়ে দাঁড়াতে দিন। আমরা আপনাদের সমস্যার স্থায়ী সমাধান বের করার জন্য সর্বশক্তি প্রয়োগ করবো। মালিকপক্ষের কাছে আমাদের আবেদন, আপনারা শ্রমিকদের সঙ্গে বোঝাপড়া করুন। কারখানা সচল রাখুন। অর্থনীতির দুর্বল স্বাস্থ্যকে সবল করে তুলুন।
তিনি বলেন, ওষুধ শিল্প এবং তৈরি পোশাক শিল্প দেশের গৗরব। এর মাধ্যমে আমাদের শ্রমিক ভাইবোনেরা ও তাদের কর্মকুশলতা বিশ্বকে মুগ্ধ করেছে। এর সাফল্য এখন থমকে আছে। আমরা এই দুই শিল্পকে তাদের সম্ভাব্য শীর্ষে নিয়ে যেতে চাই। দুর্বল করার তো প্রশ্ন উঠেই না। এই দুই শিল্পের কোথায় কোথায় বাধা আছে, সমস্যা আছে সেগুলো চিহ্নিত করে তাকে বাধামুক্ত করতে চাই। আমরা বিদেশি ক্রেতাদের একত্রিত করে তাদের সহযোগিতা চাইবো— যেন বাংলাদেশের এই শিল্প দুটি বিশ্বের অন্যান্য দেশের চেয়ে বেশি আস্থাযোগ্য হয়ে গড়ে উঠতে পারে। সব কিছুই সম্ভব যদি আমরা শ্রমিক মালিক সম্পর্কটা একটা নির্ভরযোগ্য, আনন্দদায়ক করে গড়ে তুলতে পারি। আমাদের সরকারের প্রথম মাস কাটলো। দ্বিতীয় মাস থেকে আমরা নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি হিসেবে নতুন শ্রমিক-মালিক সম্পর্কের সূচনা করতে চাই। এটা দেশের সবার কাম্য। দেশের নতুন প্রজন্ম নির্ভয়ে যেন তাদের ভবিষ্যৎ নিয়ে এগিয়ে যেতে পারে, আমরা সেই লক্ষ্যে কাজ করছি।
প্রধান উপদেষ্টা আরও বলেন, আমাদের দায়িত্ব অনেক। ন্যায়ভিত্তিক একটি সমাজ গড়ে তোলার জন্য একসঙ্গে অনেকগুলো কাজে আমাদের হাত দিতে হবে। পহেলা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার গণআন্দোলনকে দমন করতে যেসব ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল, এর মধ্যে হত্যা মামলা ছাড়া বাকি প্রায় সকল মামলা প্রত্যাহার করা হয়েছে। এসব মামলায় গ্রেফতারকৃত সকলে মুক্তি পেয়েছেন।
তিনি বলেন, দায়িত্ব গ্রহণের শুরুতেই অন্তর্বর্তীকালীন সরকার বিচার বিভাগের বড় সংস্কারের কাজে হাত দিয়েছে। যোগ্যতম ব্যক্তিকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়াতে মানুষের মনে নতুন আশার সঞ্চার হয়েছে। আপিল বিভাগের বিচারপতি নিয়োগ, অ্যাটর্নি জেনারেল নিয়োগসহ অনেকগুলো অতি গুরুত্বপূর্ণ নিয়োগ এবং অন্যান্য নিয়োগ সবকটাই সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, সন্ত্রাস দমন আইন ও ডিজিটাল বা সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে। সাইবার নিরাপত্তা আইনসহ বাংলাদেশে বিদ্যমান সকল কালো আইনের তালিকা করা হয়েছে। অতি সত্বর এ সব কালো আইন বাতিল ও প্রযোজ্য ক্ষেত্রে সংশোধন করা হবে। সাংবাদিক সাগর-রুনি হত্যাকাণ্ডসহ বহুল আলোচিত ৫টি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার অগ্রাধিকার ভিত্তিতে ও দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য সহায়তা প্রদান করা হচ্ছে।
ড. ইউনূস বলেন, সম্প্রতি আমরা বলপূর্বক গুম থেকে সব ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশন সনদে স্বাক্ষর করেছি। ফলে স্বৈরাচার দ্বারা প্রতিষ্ঠিত ‘গুম সংস্কৃতি’র সমাপ্তি ঘটানোর জন্য আন্তর্জাতিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ হলাম। এছাড়া আমরা ফ্যাসিবাদী শাসনের ১৫ বছরে গুমের প্রতিটি ঘটনা তদন্ত করার জন্য পৃথক একটি কমিশন গঠন করছি। যেসব পরিবার তাদের নিখোঁজ পিতা, স্বামী, পুত্র এবং ভাইদের পাওয়ার জন্য বছরের পর বছর ধরে যন্ত্রণার সঙ্গে অপেক্ষা করছেন, আমরা আপনাদের বেদনায় সমব্যথী। আয়নাঘরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে বের হয়ে আসছে ফ্যাসিস্ট হাসিনা সরকারের গুমের শিকার ভাইবোনদের কষ্ট ও যন্ত্রণাগাঁথা।
আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় সেটা নিশ্চিত করতে শিক্ষা ব্যবস্থার দিকে আমাদের পূর্ণ নজর রয়েছে। ইতোমধ্যে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বর্তমানের ত্রুটিপূর্ণ শিক্ষাক্রম পরিবর্তন করা হয়েছে। বই সংশোধন এবং পরিমার্জনের কাজ শেষ পর্যায়ে আছে। এ সংস্কারের কাজ অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয়সমূহের উচ্চ প্রশাসনিক পদগুলো পূরণ করে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনা বোর্ডে দখলদারিত্বের রাজনীতি বন্ধ করার ব্যবস্থাও নেওয়া হয়েছে।
আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন আমাদের প্রথম মাসে দেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ-উপাচার্য মহোদয়গণ পদত্যাগ করেছেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে এটা বিরাট শূন্যতা সৃষ্টি করেছে। প্রথম মাসে আমরা ক্রমাগতভাবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে সবার কাছে গ্রহণযোগ্য এমন উপাচার্য এবং উপ-উপাচার্য নিয়োগ দেওয়ার কাজ শুরু করেছি। এর ফলে সকল সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন উদ্যমে কাজ শুরু করার পরিবেশ সৃষ্টি হয়েছে।
মাসুদ করিম - ১১ সেপ্টেম্বর ২০২৪ (৫:২৯ অপরাহ্ণ)
প্রফেসর ইউনূস বলেন, সংবাদমাধ্যম ও মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে। আমরা সবাইকে বলে দিয়েছি, আপনারা মন খুলে আমাদের সমালোচনা করেন। আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল। মিডিয়া যাতে কোনও রকম বাধাবিপত্তি ছাড়া নির্বিঘ্নে তাদের কাজ করতে পারে সেজন্য একটি মিডিয়া কমিশন গঠন করা সরকারের সক্রিয় বিবেচনাধীন। আরও যেসব কমিশন সরকারসহ অন্য সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে পারে, আমরা তাদের পুনর্গঠন ও সংস্কারের উদ্যোগ নিয়েছি, যাতে তারা আরও শক্তিশালী হয়, জনকল্যাণে কাজ করে।
তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন দেশের সরকার প্রধান টেলিফোনে এবং শুভেচ্ছা বার্তা পাঠিয়ে আমাকে অভিনন্দন জানিয়েছেন। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং হাইকমিশনারবৃন্দ আমার সাথে সাক্ষাৎ করে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দিয়েছেন। আমার অনুরোধে সংযুক্ত আরব আমিরাতে ৫৭ জন বাংলাদেশি, যারা ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভে অংশগ্রহণ করায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন সে দেশের সরকার। ইতোমধ্যে তাদের কয়েকজন দেশে ফিরে এসেছেন। এই ক্ষমা প্রদর্শন ছিল অতি বিরল একটি ঘটনা। এজন্য আমি সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছি আপনাদের সবার পক্ষ থেকে।
যে সব সরকার প্রধানের সঙ্গে আমার টেলিফোনে যোগাযোগ হয়েছে তাদের মধ্যে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আমরা ভারত এবং অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রসমূহের সঙ্গে সুসম্পর্ক চাই। তবে সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। ভারতের সাথে আমরা ইতিমধ্যে বন্যা মোকাবিলায় উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক সহযোগিতার আলোচনা শুরু করেছি । দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আমি সার্ক (এসএএআরসি) রাষ্ট্রগোষ্ঠী পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছি।
তিনি বলেন, আমরা চাই, আমাদের দেশ যেন একটি গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের কাছে সম্মানের সঙ্গে পরিচিত হয়। দেশের পরিকল্পনা যেন দেশের মানুষকেন্দ্রিক হয়, কোনও নেতা বা দলকেন্দ্রিক নয়। আমরা স্বৈরাচারী হাসিনা সরকারের অহেতুক কোটি কোটি টাকা ব্যয়ের প্রকল্প বাস্তবায়িত হতে দেখেছি, যেগুলো কখনোই দেশের মানুষের জন্য ছিল না, বরং এর সঙ্গে জড়িত ছিল কুৎসিত আমিত্ব এবং বিশাল আকারের চুরি। চলমান এবং প্রস্তাবিত সকল উন্নয়ন প্রকল্পগুলোর যাচাই বাছাই করার কাজ এরইমধ্যে আমরা শুরু করেছি। প্রকল্প বাস্তবায়নের পর্যায় বিবেচনা করে বাকি কাজে ব্যয়ের সাশ্রয়, এমনকি প্রয়োজনবোধে তা বাতিল করার কথা বিবেচনা করা হবে। দেশের মানুষকে আর ফাঁকি দেওয়া চলবে না। কর্মসংস্থান তৈরি করবে এমন প্রকল্পগুলোকে আমরা অগ্রাধিকার দেবো।
ড. ইউনূস বলেন, লুটপাট ও পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ আমরা নিয়েছি। আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটা ব্যাংকিং কমিশনও গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। ব্যাংকিং খাতে এই একমাসে বিরাট পরিবর্তন এসেছে। আপনারা নিশ্চয় সেটা লক্ষ করেছেন। আমরা এই খাতে নিয়মনীতি প্রতিষ্ঠা করতে পেরেছি। আরও অনেক কাজ বাকি রয়ে গেছে। প্রথম মাসের কাজ হিসেবে শুধু প্রধান কাজগুলো করেছি। তার সঙ্গে রয়েছে আরও অনেক পরবর্তী কাজ।
তিনি বলেন, ফ্যাসিবাদী সরকার লুটপাট করার জন্য নতুন করে ষাট হাজার কোটি টাকা ছাপিয়ে বাজারে ছাড়ার কারণে মুদ্রাস্ফীতির শিকার হয়েছে দেশের মানুষ। এই অতুলনীয় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে পলিসি সুদের হার বৃদ্ধি করে ৯ শতাংশে উন্নীত করা হয়েছে। মূল্যস্ফীতি থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে ওএমএস, খাদ্যবান্ধব কর্মসূচিসহ সুলভ মূল্যে প্রান্তিক মানুষের কাছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহ চলমান রাখা হয়েছে। মূল্যস্ফীতি মোকাবিলায় চলতি অর্থবছরে চাল ও গম আমদানির জন্য ৫,৮০০ কোটি টাকা, অভ্যন্তরীণ সংগ্রহের জন্য ৮,৯০০ কোটি টাকা এবং খাদ্য ভর্তুকির তিনটি প্রোগ্রামের জন্য ৭,৩৬০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বিভিন্ন স্টেকহোল্ডারের সাথে সভা করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে করণীয়সমূহ চিহ্নিত করা হচ্ছে।
পরিচালন ও উন্নয়ন ব্যয় যৌক্তিক পরিমাণে হ্রাস করার জন্য কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কৃষিপণ্য উৎপাদনের জন্য সার আমদানির ক্ষেত্রে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা সরবরাহ নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রকৃত চাষিগণ যাতে কৃষিঋণ পেয়ে থাকেন তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি কৃষিঋণের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে।
সরকার প্রধান বলেন, মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার স্থিতিশীল রাখার লক্ষ্যে বৈদেশিক মুদ্রার বিনিময় হারকে বাজারভিত্তিক করা হয়েছে। কালো টাকা সাদা করার অনৈতিক অনুমতি বাতিল করা হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করতে বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বাজেট সাপোর্ট চাওয়া হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে অতিরিক্ত ৩ বিলিয়ন মার্কিন ডলার, বিশ্বব্যাংক থেকে অতিরিক্ত ১ বিলিয়ন মার্কিন ডলার, জাইকা থেকে অতিরিক্ত ১ বিলিয়ন মার্কিন ডলার প্রদানের অনুরোধ করা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের অগ্রিমের অর্থ পরিশোধ এবং বকেয়া পাওনা নিয়ে রাশিয়ান ফেডারেশনের সাথে অর্থ মন্ত্রণালয়ের আলোচনা চলছে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, পাইপলাইনে থাকা ৪৮ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক সহায়তা ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। মেগা প্রকল্পের নামে লুটপাট বন্ধের পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমানোর লক্ষ্যে রাশিয়া এবং চীন থেকে প্রাপ্ত ঋণের সুদের হার কমানো এবং ঋণের মেয়াদ বৃদ্ধির জন্য অনুরোধ জানানো হয়েছে। সকল উন্নয়ন সহযোগীদের সাথে সম্পর্ক আরও নিবিড় করার উদ্যোগ নেওয়া হয়েছে। সকল অর্থনৈতিক সূচক এবং পরিসংখ্যানের প্রকৃত মান বা সংখ্যা প্রকাশের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। জিডিপি, মূল্যস্ফীতি ইত্যাদির সঠিক উপাত্ত সংগ্রহ, প্রাক্কলন এবং প্রকাশের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ড এবং অর্থ বিভাগের রাজস্ব আয় সম্পর্কিত উপাত্তের মধ্যে পার্থক্য নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকৃত রফতানি আয় নিরূপণ এবং প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের অটোমাইজেশনের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। পুঁজিবাজারকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন পুনর্গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার নিমিত্ত ব্যবসায়ী, শিল্প মালিক ও ব্যবসায়ী সংগঠনের সাথে সভা করা হয়েছে এবং তাদের মতামতের ভিত্তিতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিদ্যমান মজুত ও ঘাটতি মূল্যায়ন করে ও ভবিষ্যৎ চাহিদা পর্যালোচনা করে স্থানীয় উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আমদানি পর্যায়ে বিভিন্ন জটিলতা দূরীকরণ, বন্দর ও বড় মোকামসহ পরিবহন ব্যবস্থার বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, দফতর, বিভাগকে প্রয়োজনীয় নির্দেশ ও নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য তেল, চিনি, ডিম ও মাংস উৎপাদনকারী বৃহৎ প্রতিষ্ঠানসমূহের সাথে সভা ও মতবিনিময় করা হয়েছে।
নিত্যপ্রয়োজনীয় কিছু দ্রব্যাদি, যেমন পেঁয়াজ, আলু এসবের দাম আরও কমানোর জন্য বিদ্যমান শুল্কহার হ্রাসের বিষয়ে এনবিআরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে এনবিআর পেঁয়াজ, আলু ও কতিপয় কীটনাশকের ক্ষেত্রে আমদানি শুল্ক হ্রাস ও ক্ষেত্রবিশেষে রেগুলেটরি শুল্ক প্রত্যাহার করে এসআরও জারি করেছে। নিম্ন আয়ের এক কোটি পরিবারকে টিসিবির মাধ্যমে হ্রাসকৃত মূল্যে কিছু পণ্য, যেমন পরিবারপ্রতি চাল মাসে ৫ কেজি, সয়াবিন তেল মাসে ২ কেজি ও মসুর ডাল মাসে ২ কেজি দেওয়া হচ্ছে। এটি সামনের দিনগুলোতে অব্যাহত রাখা হবে।
ইউনূস বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর জনপ্রত্যাশা অনুযায়ী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় হতে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের অধীন চলমান সকল প্রকার নেগোসিয়েশন, প্রকল্প বাছাই এবং ক্রয় প্রক্রিয়াকরণ কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। গত দেড় দশকে এই আইন ব্যবহার করে লক্ষ কোটি টাকা লুটপাট হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন কোম্পানিসমূহে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার লক্ষ্যে কোম্পানিসমূহের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। প্রকৌশল, ভূতত্ত্ব ও খনিজ এবং হিসাব বিষয়ে অধ্যয়ন করেছে এমন ছাত্র প্রতিনিধি অন্তর্ভুক্ত করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ খাতে অধিকতর সক্ষমতা, গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষজ্ঞগণের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, জ্বালানি তেলের মূল্য জনপ্রত্যাশা অনুযায়ী সহনশীল রাখতে অকটেন ও পেট্রোলের দাম ৬ টাকা এবং ডিজেল ও কেরোসিনের দাম ১.২৫ টাকা কমানো হয়েছে। ৩৭ দিন বন্ধ থাকার পর গত ২৫ আগস্ট হতে মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন ছাড়া বাকি সব স্টেশনে মেট্রোরেল পুনরায় চালু করা হয়েছে।
ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করার লক্ষ্যে, বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় যাদের বয়স সাড়ে বারো বছরের কম ছিল, তাদের মুক্তিযোদ্ধা তালিকা হতে বাতিলের জন্য সুপ্রিম কোর্টে লিভ টু আপিলের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন বেদখলকৃত স্থাবর সম্পত্তি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক গৃহীত বরিশাল, রংপুর, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া তৈরির কার্যক্রম নেওয়া হয়েছে। পূর্বাচল নতুন শহর প্রকল্প ও ঢাকার আশপাশে স্যাটেলাইট সিটি নির্মাণের রোডম্যাপ চূড়ান্তকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিধিবহির্ভূত প্রদত্ত প্লট ও ফ্ল্যাটের বরাদ্দ বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, আপনাদের আমাদের সন্তানদের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তৈরি করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আর যেন আমাদের কোনও স্বৈরাচারের হাতে পড়তে না হয়, আমরা যাতে বলতে পারি আমরা একটি গণতান্ত্রিক দেশে বসবাস করি, আমরা যাতে সকলেই দাবি করতে পারি যে এই দেশটি আমাদের- আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসবো। আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোন কাজ কেউ কোনোভাবেই করবেন না।
অতীতে শুধুমাত্র আওয়ামী মতাদর্শী না হওয়ার কারণে ২৮তম থেকে ৪২তম বিসিএস পর্যন্ত বিপিএসসি কর্তৃক সুপারিশকৃত অনেক প্রার্থী নিয়োগ বঞ্চিত হয়েছেন। ৮ আগস্ট পরবর্তী সময়ে এর মধ্যে ২৫৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মাঠ প্রশাসনকে জনবান্ধব, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলকভাবে গড়ে তোলার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি কর্মচারীদের বাধ্যতামূলকভাবে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এবং এটা প্রতি বছর তাদের করতে হবে।
তিনি বলেন, ধ্বংস হয়ে পড়া একটা জনপ্রশাসনকে নিয়ে যাত্রা শুরু করেছি। মন্ত্রণালয়গুলোর উচ্চতম পদে যারা নিয়োজিত ছিলেন তারা অনেকে দায়িত্ব ছেড়ে চলে গেছেন কিংবা পদে থাকলেও সহকর্মীদের চাপের মুখে কাজ করতে পারছিলেন না। বাধ্য হয়ে পদত্যাগ করেছেন। আর যারা ১৬ বছরের স্বৈরাচারী শাসনের আমলে পদত্যাগে বাধ্য হয়েছিলেন কিংবা দায়িত্ববিহীন অবস্থায় একই পদে থেকে যেতে বাধ্য হয়েছেন তাদের সবার কথা বিবেচনায় নিয়ে জনপ্রশাসনকে নতুন করে দাঁড় করানোই ছিল আমাদের কঠিনতম সময়। আবার সকল সমস্যা সমাধান করে একটি নতুন জনপ্রশাসন কাঠামো দাঁড় করাতে পেরেছি, এটাই আমাদের প্রথম মাসের সবচাইতে বড় অর্জন। আমার বিশ্বাস এই জনপ্রশাসন জনগণের ইচ্ছা পূরণে সর্বোচ্চ অবদান রাখতে পারবে।
তিনি বলেন, অতি স্বল্প জনবল নিয়ে দাফতরিক কার্যক্রম শুরু করা হলেও প্রথম দিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে পাঠানো বিবিধ প্রস্তাব বিষয়ে দ্রুত গতিতে এবং আইনগত সমস্ত বাধ্যবাধকতা মেনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত একমাসে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ১৯৮টি অতি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। জন প্রশাসনের ১৩৫ জন অতিরিক্ত সচিব, ২২৭ জন যুগ্ম সচিব ও ১২০ জন উপসচিবকে পদোন্নতি প্রদান করা হয়েছে। ৫৯টি জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে এবং নতুন ৫৯ জন জেলা প্রশাসককে নিয়োগ দেওয়া হয়েছে। ৬৭ জন কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। ১০ জন যুগ্ম সচিব, ৮ জন অতিরিক্ত সচিব ও ৬জন সচিবকে ওএসডি করা হয়েছে। বাংলাদেশ পুলিশের ৮০ জন ডিআইজি, ৩০ জন পুলিশ সুপারসহ ১১০ জনকে পদোন্নতি প্রদান করা হয়েছে। ১ জন ডিআইজি, ১ এডিশনাল ডিআইজি এবং ৪ জন পুলিশ সুপারকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। আইজিপিসহ ১০ জন অতিরিক্ত আইজি, ৮৮ জন ডিআইজি, ২১ জন এডিশনাল ডিআইজি এবং ১৭৭ জন পুলিশ সুপারসহ মোট ২৯৭ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
ড. ইউনূস বলেন, ছাত্র, শ্রমিক, জনতার বিপ্লবের মূল লক্ষ্য ছিল গণভবন। এটা ছিল স্বৈরাচারের কেন্দ্রবিন্দু। এই সরকার বিপ্লবের প্রতি সম্মান দেখিয়ে গণভবনকে বিপ্লবের জাদুঘর হিসেবে ঘোষণা দিয়েছে। ছাত্র-জনতার ক্ষোভকে স্থায়ীভাবে তুলে ধরার জন্য গণভবনের আর কোনও সংস্কার করা হবে না। ছাত্র-জনতার ক্ষোভের মুখে তা যে অবস্থায় দাঁড়িয়ে ছিল সে অবস্থায় তাকে রাখা হবে। যেসব মূল্যবান সামগ্রী জনতা নিয়ে গিয়েছিল সেগুলো অনেকে ফেরত দিয়ে গেছে। যারা নিয়ে গিয়েছিল তারা নিজেরাই ফেরত দিয়ে গেছে। তাদের আমরা দেশবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আরও কিছু জিনিস পাওয়া যায়নি। যার নিয়ে গিয়েছেন তাদের কাছে অনুরোধ করবো তারা যেন এসব সামগ্রী ফেরত দিয়ে যান। আমার উল্লেখ করবো যে এসব বিক্ষুব্ধ জনতা নিয়ে গিয়েছিল, কিন্তু বিজয়ের পর তারা আবার জাদুঘরের প্রতি সম্মান দেখিয়ে এগুলো ফেরত দিয়ে গিয়েছে।
তিনি বলেন, আমরা নতুন বাংলাদেশকে একটি পরিবেশবান্ধব এবং জীব বৈচিত্র্যময় দেশ হিসাবে গড়ে তলার উদ্যোগ নিয়েছি। এটি তরুণদের আকাঙ্ক্ষা। আমাদের সবারই আকাঙ্ক্ষা। সেই লক্ষ্যে আমি প্রথমেই একটি ক্ষুদ্র পদক্ষেপ নিয়েছি। আমার বাসভবন ও সমগ্র সচিবালয়ে প্লাস্টিকের পানির বোতল ব্যবহার নিষিদ্ধ করেছি। ইতিমধ্যে সুপার শপগুলোতে পলিথিনের শপিং ব্যাগ ব্যবহার বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। গত কয়েক দশকে যে পরিমাণ নদীদূষণ হয়েছে, আমরা তা বন্ধ করার উদ্যোগ নিয়েছি ।
তিনি বলেন, আমরা সংস্কার চাই। আমাদের একান্ত অনুরোধ, আমাদের উপর যে সংস্কারের গুরু দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব দিয়ে আপনারা দর্শকের গ্যালারিতে চলে যাবেন না। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা একসঙ্গে সংস্কার করবো। এটা আমাদের সবার দায়িত্ব। আপনারা নিজ নিজ জগতে সংস্কার আনুন। একটা জাতির সংস্কার শুধুমাত্র সরকারের সংস্কার হলে হয় না। আপনি ব্যবসায়ী হলে আপনার ব্যবসায় সংস্কার আনুন। ব্যবসায়ী গোষ্ঠীরা তাদের নিজ নিজ সমিতির মাধ্যমে সংস্কার আনুন। সমিতিতে সংস্কার আনুন। নতুন করে সমিতির গঠনতন্ত্র সংশোধন করুন। আপনি শ্রমিক হলে আপনার ক্ষেত্রে আপনি সংস্কার করুন। আপনি রাজনৈতিক নেতা-কর্মী হলে আপনার ক্ষেত্রে সংস্কার করুন। আপনি প্রতিষ্ঠান প্রধান হলে আপনার প্রতিষ্ঠানে সংস্কার আনুন। আমি এটাকে সুযোগ হিসেবে গ্রহণ করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। এই সংস্কারের মাধ্যমে আমরা জাতি হিসেবে নতুনভাবে যাত্রা শুরু করতে চাই। আমাদের এই যাত্রা আমাদের পৃথিবীর একটি সম্মানিত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করুক এটাই আমাদের সবার কাম্য।
সরকার প্রধান বলেন, বিগত মাসে আমি বেশ কিছু রাজনৈতিক দলের সঙ্গে পৃথকভাবে বসেছি। তাঁদের সঙ্গে মতামত বিনিময় করেছি। তারা আমাদের উৎসাহিত করেছেন। ছাত্র, শ্রমিক জনতার বিপ্লবের লক্ষ্যের প্রতি সমর্থন জানিয়েছেন। সংস্কারের কাজে পূর্ণ সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন। আমি দেশের বিশিষ্ট সম্পাদকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছি। তারাও সংস্কারের কাজে পূর্ণ সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন। তারা বিভিন্ন বিষয়ে মূল্যবান পরামর্শ দিয়েছেন। সবার পরামর্শ নিয়ে এখন আমাদের অগ্রসর হওয়ার পালা। আমি বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছি। তাদের কাছে আমাদের সরকারের লক্ষ্যগুলি ব্যাখ্যা করেছি। তারাও আমাদের লক্ষের সঙ্গে একমত প্রকাশ করেছেন।
তিনি বলেন, আপনার জানেন ছাত্র শ্রমিক জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের মুখে এবং হাজারো মানুষের আত্মদানের বিনিময়ে বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এই গণঅভ্যুত্থানের বার্তা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একটি অভূতপূর্ব সময় ও সুযোগ আমরা এর মধ্য দিয়ে অর্জন করেছি। এর বাস্তবায়ন তথা বাংলাদেশে ফ্যাসিজম বা স্বৈরতান্ত্রিক শাসন পুনরাবৃত্তির আশঙ্কা রোধ এবং জনমালিকানাভিত্তিক, কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্রব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে কিছু জাতীয়ভিত্তিক সংস্কার সম্পন্ন করা জরুরি হয়ে পড়েছে। উক্ত সংস্কার ভাবনার অন্যতম কেন্দ্রবিন্দু হচ্ছে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা ও সুশাসন প্রতিষ্ঠা করা।
আমরা যেহেতু জনগণের ভোটাধিকার ও জনগণের মালিকানায় বিশ্বাস করি, সেহেতু নির্বাচন ব্যবস্থার উন্নয়নে আমাদের সংস্কার ভাবনায় গুরুত্ব পেয়েছে। আমরা মনে করি নির্বাচনের নামে সংখ্যাগরিষ্ঠতার একাধিপত্য ও দুঃশাসন মানুষের ওপর চাপিয়ে দেওয়া বা এর মাধ্যমে এক ব্যক্তি বা পরিবার বা কোনও গোষ্ঠীর কাছে সকল ক্ষমতা কুক্ষিগত করে রাখা কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। এসব আশঙ্কা রোধ করার জন্য নির্বাচনের সাথে সম্পর্কিত নির্বাচন কমিশনসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সংস্কারের কথা আমরা ভাবছি। নির্বাচনব্যবস্থার সাথে সম্পর্কিত প্রতিষ্ঠান হিসেবে পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, বিচার প্রশাসন, দুর্নীতি দমন কমিশন এই চারটি প্রতিষ্ঠানের সংস্কার করা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য অপরিহার্য। এসব প্রতিষ্ঠানের সংস্কার জনমালিকানা ভিত্তিক, জবাবদিহিমূলক ও কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায়ও অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।
এর পাশাপাশি করে সমাজের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব ও স্বার্থ নিশ্চিত করার জন্য এবং জুলাই গণঅভ্যুত্থানের বার্তাকে প্রতিফলিত করার জন্য সাংবিধানিক সংস্কারের প্রয়োজন আমরা অনুভব করছি।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, এসব বিষয়ে সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসাবে আমরা প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে ছয়জন বিশিষ্ট নাগরিককে এই কমিশনগুলো পরিচালনা করার দায়িত্ব দিয়েছি। এর পর আরও বিভিন্ন বিষয়ে কমিশন গঠন প্রক্রিয়া আমরা অব্যাহত রাখবো।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ড. বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন জনাব সরফরাজ চৌধুরী, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ড. ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে জনাব আবদুল মুয়ীদ চৌধুরী, সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিক দায়িত্ব পালন করবেন।
এসব কমিশনের অন্য সদস্যদের নাম কমিশন প্রধানদের সাথে আলোচনা করে ঠিক করা হবে। কমিশনগুলোর আলোচনা ও পরামর্শসভায় উপদেষ্টা পরিষদের সদস্য, ছাত্র, শ্রমিক, জনতা আন্দোলনের প্রতিনিধি, নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
তিনি বলেন, পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশন আনুষ্ঠানিকভাবে তার কাজ আগামী পহেলা অক্টোবর থেকে শুরু করতে পারবে বলে আশা করছি এবং এটি পরবর্তী তিন মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আমরা ধারণা করছি। কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শসভার আয়োজন করবে। চূড়ান্ত পর্যায়ে ছাত্র সমাজ, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি নিয়ে ব্যাপকভিত্তিক তিন থেকে সাত দিনব্যাপী একটি পরামর্শসভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে। এতে এই রূপরেখা কীভাবে বাস্তবায়ন হবে তার একটি ধারণাও দেওয়া হবে।
প্রধান উপদেষ্টা আর বলেন, এই আয়োজন জুলাই গণঅভ্যুত্থানের বার্তা বাস্তবায়ন এবং রাষ্ট্র পুনর্নির্মাণ তাগিদের ঐক্যবন্ধনে গোটা জাতিকে শক্তিশালী ও আশাবাদী করে তুলবে বলে আমাদের বিশ্বাস।
তিনি বলেন, আমাদের সামনে অনেক কাজ। সবাই মিলে একই লক্ষ্যে আমরা অগ্রসর হতে চাই। আমাদের মধ্যে, বিশেষ করে আমাদের নতুন প্রজন্মের মধ্যে যে সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে সেটা যেন বিনা বাধায়, রাষ্ট্রের এবং সমাজের সহযোগিতায় প্রকাশ করতে পারি সেই সুযোগের কাঠামো তৈরি করতে চাই। সকলে মিলে আমাদের পরিবারের প্রতিটি সদস্যকে, সে ঝাড়ুদার হোক, ছাত্র হোক, শিক্ষক হোক, যেকোনো ধর্মের হোক, সবার সমান অধিকার নিশ্চিত করতে চাই। এই হলো আমাদের সংস্কারের মূল লক্ষ্য। আসুন ছাত্র, শ্রমিক, জনতার এই বিপ্লবের লক্ষ্যকে আমরা দ্রুত বাস্তবায়ন করি।
আমাদের প্রথম মাসে আমরা যে গতিতে, যে উদ্যম নিয়ে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার কথা চিন্তা করেছিলাম হয়তো সেটা করতে পারিনি বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা গেলে আশা করি আমরা আমাদের গতি অনেক বাড়াতে পারবো। এজন্য দেশের সকল মানুষের কাছে- শিক্ষক, ছাত্র-ছাত্রী, কৃষক, শ্রমিক, পেশাজীবী, বড় ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর, গৃহিণী সকলের সহযোগিতা চাইছি।
ড. ইউনূস বলেন, আমাদের কাজ বড় কঠিন, কিন্তু জাতি হিসেবে এবার ব্যর্থ হওয়ার কোনও অবকাশ আমাদের নেই। আমাদের সফল হতেই হবে। এই সাফল্য আপনাদের কারণেই আসবে। আপনার সহযোগিতার কারণে আসবে। আমাদের কাজ হবে আপনার, আমার স্বপ্নকে বাস্তবে রূপায়িত করা। এখন আমরা দ্বিতীয় মাস শুরু করছি। আমাদের দ্বিতীয় মাসে যেন আপনাদের মনে দৃঢ় আস্থার সৃষ্টি করতে পারি সে চেষ্টা করে যাবো।
তিনি আরও বলেন, ধৈর্য ধরুন, এই কথাটি আমি মোটেই আপনাদের বলবো না। আমরা সবাই অধৈর্য হয়ে পড়েছি, এতসব কাজ কখন যে শেষ হবে, এটা চিন্তা করে। কিন্তু সঠিকভাবে কাজ করবো। কাজে কোনও অধৈর্যের চিহ্ন রাখবো না।
ড. ইউনূস বলেন, দেশের শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, ছাত্র-ছাত্রী বয়স্ক, বৃদ্ধ, পুরুষ, মহিলা সবাইকে আবারও আমার সালাম জানাচ্ছি।
আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হোন।
মাসুদ করিম - ১৪ সেপ্টেম্বর ২০২৪ (৫:৩১ পূর্বাহ্ণ)
How do I say goodbye to a Comrade I have known for 50 years?
Prabir Purkayastha
https://www.newsclick.in/how-do-i-say-goodbye-comrade-i-have-known-50-years
Sitaram Yechury spent his life working for a world free from oppression. That is the generous legacy he has left all of us who share his vision of continued struggle and solidarity.
Comrade Sitaram was a student activist and leader in JNU, during and after the 1975 Emergency. I too was a student at JNU at the time. The iconic photo of his reading out the letter that JNU students wrote, asking Mrs. Gandhi to resign from the Chancellorship of JNU: the photo is being widely circulated at the moment. It has the Sitaram we still remember: slightly dishevelled, curly hair and a ready smile. It is this smile and his friendship towards all— even those with whom he had sharp political differences—that was his hallmark. First as a student leader, then as a leader of the party, and of the left and democratic forces in the country, Sitaram was able to build bridges and forge political alliances. He drew respect from even those with whom he disagreed. His departure is a heavy blow; and even more so because it comes at a time when we need large alliances that will resist ongoing attempts to change the very fabric of the nation that we have inherited from the freedom movement.
Yes, the nation we inherited was deeply flawed. It came out of our feudal past, which British colonialism preserved with all its inequalities, super-imposing the rapacious extraction of huge surpluses for its imperial project. While we charted our path as a nation to fight the colonial and ex-colonial powers, we had the goal of a secular and an egalitarian order. An order in which we would build an economy free from colonial extraction, and in which all citizens would be equal. This was the larger vision of the freedom movement which we all shared.
Our student days—Sitaram’s and mine—were not only built on fighting for the kind of education we should have; it was also a time of learning to feel and express solidarity with the peasants and the workers. We marched in solidarity with the Vietnamese struggle against US imperialism, we expressed our views about the bloody coup in Chile that toppled Allende and brought in the brutal Pinochet regime. Students, and certainly JNU students, were very much a part of solidarity with the railway strike in the country; the textile workers in Delhi; protests against Kissinger’s visit just after the Pinochet coup; and, of course, solidarity with the struggle of the Vietnamese people. Sitaram’s three terms as JNUSU president covered the fag end of the year when the Emergency was finally lifted, and two elections he fought and won during the next year.
At the time our student days were coming to a close, the older generation of party leaders who came out of the freedom struggle decided that the party needed to build its future leadership. Prakash Karat and Sitaram Yechury were elevated to the Central Committee in 1984 in the 8th Party Congress, and later to the Politburo of the party. This move provided the vital link between the leaders who had come out of the freedom movement, and the new generation.
Com. Sitaram—to be more precise, our generation—faced challenges quite different from those faced by the leaders of the freedom movement, at both national and international levels. At the national level, the Congress, which had strong secular credentials and a vision of an independent, inclusive India, was taken over by the slogan of “liberalisation”. It moved away from the need to address the grinding poverty of its people that colonialism had left behind. The slogan we hear now—that the rich will pull up the poor, implying that the state’s task is to help the rich—was also articulated by many in the Congress arguing the need to “liberate the animal spirits” of the capitalists. Sitaram, with his strong foundation in economics, undertook the task of unmasking the true nature of the Indian “reforms” that were systematically selling the public sector and handing over the “commanding heights” of the economy to big capital. His various writings on the political economy of India, and his sharp critique of the path being embarked upon—the neoliberal order—provided the party’s activists with the necessary material for their campaigns.
At the international level, the weakening of the socialist countries also meant the increasing belief that the US Imperium—the new Rome—was here to stay, what Francis Fukuyama called the End of History! The Indian political class took to believing that the only way forward was to align with the US, while continuing to pay lip service to non-alignment and solidarity with the third world.
This headlong march towards a far more rapacious, capitalist India, aligning with global capital under the hegemony of the US, opened the way for the right, the BJP, who had, in their earlier avatar as the Jan Sangh, argued for aligning with the West. The BJP thought planning of the economy was dreaded socialism. That is why one of the first acts of the Modi Government was to do away with the Planning Commission. It argued that the economy should be handed over completely to the capitalist class, who know best. In other words, we should move to the open crony capitalism that we see today.
But if you cannot deliver benefits to the people, what can you do? Divert them by talking about an ancient glorious past which invaders destroyed. Rather than demanding their rights now, people should develop pride in alleged past glories. Instead of fighting for their rights, they should fight fellow citizens who are brushed with the taint of the “enemy”. Instead of an inclusive India, the objective is to dismantle the nation built on the basis of the secular India that the Constitution envisions. This is the BJP strategy.
Again, Com. Sitaram was very much the glue that held together the various disparate forces that opposed the BJP’s divisive project. His ability to talk to different sections, breaking across political, social and even linguistic lines made him indispensable to the larger struggle to preserve the secular and inclusive nation that was the objective of the national movement. Without his untiring work, his selfless task of putting the country and its future before all else, the unity that we have seen unfolding, and the resulting dents in the BJP in the recent elections, would not have happened. Yes, his task is not finished. But he has left us a clear view of the direction to take. To do this, Com. Sitaram “spent” his life instead of “saving” it. He spent his life working for a world free from oppression; and that is the generous legacy he has left all of us who share his vision of continued struggle and solidarity. To quote Galaeno, the famous Latin American writer and activist, “Utopia is on the horizon. I move two steps closer; it moves two steps further away…As much as I may walk, I’ll never reach it. So what’s the point of utopia? The point is this: to keep walking.” That is our lesson from Comrade Sitaram’s struggle. This is the utopian legacy we all share with Sitaram.
মাসুদ করিম - ১৪ সেপ্টেম্বর ২০২৪ (৫:৪২ পূর্বাহ্ণ)
Financial aid in changed context tops agenda
https://today.thefinancialexpress.com.bd/first-page/financial-aid-in-changed-context-tops-agenda-1726249354
Bangladesh will discuss issues of financial and development assistance with a high-level US delegation arriving here today under the leadership of Donald Lu, who had conducted whirlwind diplomacy in crisis time.
The team includes representatives from the United States Department of the Treasury, USAID, and Office of the US Trade Representative.
This happens to be the 5th Dhaka visit of Donald Lu, the US Assistant Secretary of State for the Bureau of South and Central Asian Affairs, who has made his mark as a key player on the geopolitical stage of South Asia.
He made his last visit to Dhaka in May amid tensions between the US and the recently toppled Bangladesh government led by Sheikh Hasina.
Officials of the two countries will discuss how the United States can support Bangladesh’s economic growth, financial stability and development needs, a spokesperson for the State Department said.
Commenting on the tour, Foreign Affairs Adviser of the interim government Touhid Hossain says Bangladesh will seek US assistance during the discussion but the forms of the assistance will be determined by the finance ministry.
The delegation will meet foreign adviser and finance adviser and will also call on the chief adviser, officials said. Besides, it is expected to hold meeting with the Bangladesh Bank governor.
“The composition of the delegation reflects the importance of the visit,” says foreign secretary Jasim Uddin.
The foreign secretary will lead the Bangladesh side in the bilateral meeting between the two countries.
The US Treasury delegation will meet separately with departments concerned of Bangladesh.
Mr Lu, who is arriving here from Delhi, will leave for home on Monday but the treasury team will stay sometime more, officials said.
মাসুদ করিম - ১৪ সেপ্টেম্বর ২০২৪ (৬:০৩ পূর্বাহ্ণ)
The wisest Indian
https://www.telegraphindia.com/opinion/the-wisest-indian-andre-beteille-a-scholar-with-a-difference/cid/2046388
André Béteille’s writings remain of enduring relevance. Readers unfamiliar with his work should begin with a collection of his newspaper articles, Chronicles of Our Time
The Indian scholar I most admire, Professor André Béteille, celebrates his ninetieth birthday on September 15. Born and raised in Bengal, he moved to Delhi after an M.A. in Calcutta University and has lived there ever since. For four decades, he taught at the Delhi University’s department of sociology, while writing a stream of books and articles alongside. After his retirement, Professor Béteille has served as the first chancellor of Ashoka University, while continuing to publish works of scholarship as well as a charming memoir about his youth and education.
André Béteille is half-French, half-Bengali, and wholly Indian. He loves his country in a way Bengali intellectuals rarely do. Bengalis are not at all insular; except that when they interest themselves in other people, it tends not to be other Indians. I once joked (in this newspaper) that all famous Bengalis have two nationalities. Thus Nirad C. Chaudhuri was Bengali and English; Satyajit Ray, Bengali and French; Jyoti Basu, Bengali and Russian; Charu Majumdar (the Naxalite leader), Bengali and Chinese. I added that Rabindranath Tagore might have been the last famous Bengali to have been both Bengali and Indian.
Like Tagore, Professor Béteille is curious about the world and about the rest of India too. He did his doctoral fieldwork in Thanjavur, deep in the Tamil country. His own research students have included a Bengali from Bombay, a Tamil from Jamshedpur, a Kannadiga who worked on Ladakh, and a Punjabi who worked on Karnataka. As for himself, he knows his Marx and his Weber, his Evans-Pritchard and his Levi Strauss, and his Nehru and his Ambedkar as well.
In my book, Democrats and Dissenters, I have written at some length about Professor Béteille’s landmark contributions to scholarship. Here, I’d like to write in a more personal vein, about what our friendship has meant to me. I first met him in 1988; and we have stayed in touch ever since. His writings and our conversations have profoundly shaped how I think about my country and my work.
I once called André Béteille the “wisest man in India”, a characteristically reckless judgement, even if the wording allows for two caveats; there may have been a wiser woman in India, or a wiser Indian living abroad. Why I was drawn to him seems self-evident. But why did he reciprocate, answering my admiration with affection? It may be that it was because my intellectual trajectory was so different from his. When we first met, he had completed thirty years in the same job; I was into my fourth job in seven years. I was excitable, prone to rash generalisations; he was calm, his judgements offered after examining all sides of the question. I favoured polemical argument with fellow scholars; he was always restrained, whether in conversation or in print. That I was a young scholar who was so different from him in temperament may have been why André got on so well with me. The contrast appealed to him; and perhaps gave our conversation that added sparkle and zest.
For many years now, I have invoked André Béteille’s published writings in my books and raided our conversations for my columns and talks. It was while Rajiv Gandhi was still alive that André said to me that the posthumous reputation of Jawaharlal Nehru had reversed a famous Biblical injunction. In this case, instead of the father’s sins being visited on his children and grandchildren, the daughter’s and grandson’s sins had retrospectively been visited on him. That is to say, the remarkable contributions that Nehru had made to the building of the Republic had been obscured and even defiled by the errors of his descendants. As Sonia Gandhi and then Rahul Gandhi entered politics, the wisdom of André Béteille’s remark became even more apparent. By now I must have used it at least a dozen times in public, always with attribution.
André wrote regularly for the press and gave the odd popular lecture as well. But he saw himself as a scholar, and not as a ‘public intellectual’. Those who liked to avow that self-description were, he said, usually more ‘public’ and less ‘intellectual’. He once told me that “Media attention is not only the enemy of scholarship, it is also the enemy of moral integrity.” His books and research papers, his classroom teaching and his supervision of research students, are what have defined his vocation; not his newspaper articles. His own sociological expertise equipped him to offer criticisms of specific State policies, but never to offer alternative policies of his own. The technical nature of their discipline meant that economists were far more active in policy formulation and policy prescription. Some sociologists and historians wanted to follow them in this regard by canvassing support with politicians in and out of power. But not André. He would, very occasionally, venture into policy analysis, but never into policy prescription.
Though he lives in the nation’s capital, unlike some other Delhi intellectuals, Professor Béteille has never remotely been interested in befriending or influencing important or powerful individuals. His duty has been to research, write, and teach, not to anoint himself as some sort of rajguru, whispering advice in the ear of a minister or a leader of the Opposition. One would never see him at publishing parties, or at diplomatic parties either. This is not to say he has no interests apart from his work. One of his abiding loves is poetry, in all of his three languages; Eliot and MacNeice in English, Mallarmé in French, Tagore and Jibanananda Das in Bengali.
Given his own disposition, André Béteille thought that I was excessively active in the public sphere, giving too many talks, appearing too often on television, and getting into unproductive controversies. In the summer of 2012, I had a road accident, in which I broke many bones and had to rest in bed for several months to recover. On hearing of this, André wrote saying, “I think that your accident has come as a blessing in disguise.” His mail continued: “I see no reason why it should affect your writing adversely. In fact it should have a beneficial effect on it by forcing you to cut down on your travelling and your lecturing and to concentrate instead on thinking and writing. I think you have been travelling and bullshitting far too much for your own good and the good of your writing. Your much admired cousin [the historian Dharma Kumar] used to say to me that I had far too much discipline and far too little imagination. I really believe that you need a little more discipline in your thinking and writing, and that can come only if you sit down at one place and — think and write.”
Having quoted a letter from André to me, let me now quote one from me to him. Some years ago, I met, in Bangalore, the old India hand, Mark Tully, who has spent a lifetime in the subcontinent, mostly working for the British Broadcasting Corporation. “Tully asked whether I knew you,” I wrote to André, “and said he did a long interview with you for some BBC programme years ago. He remembers you as a real scholar, who — as he put it — seemed to regard radio journalism as inferior to print journalism, and print journalism as inferior to scholarship. You are, of course, right on both counts!”
His critics sometimes complained that André Béteille had only one subject. However, this was a very capacious subject, perhaps the most important subject there is, namely, the production and reproduction of social inequality. He has written books on caste in a Tamil village, on the class structure of agriculture, on the comparative analysis of inequality in East and West, on the rise of the backward classes, on the tension between the claims of social justice and those of institutional integrity. Rather than see stratification as simply based on economic factors, he has studied the dimensions of status and power as well.
André Béteille’s writings remain of enduring relevance. Readers unfamiliar with his work should begin with a collection of his newspaper articles, Chronicles of Our Time. Those of a more scholarly bent might read one or more of the following books: Caste, Class and Power; Society and Politics in India; and The Idea of Natural Inequality and Other Essays. Finally, I would recommend another collection of his newspaper pieces, carrying the telling title, Ideology and Social Science.
মাসুদ করিম - ১৪ সেপ্টেম্বর ২০২৪ (১০:৪৬ পূর্বাহ্ণ)
অভঙ্গুর উপাদানে গঠিত কিছু ভাঙা যায় না
https://samakal.com/opinion/article/255688/%E0%A6%85%E0%A6%AD%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%97%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%9B%E0%A7%81-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%99%E0%A6%BE-%E0%A6%AF%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A8%E0%A6%BE
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের পিতাকে গগনচুম্বী করে তুলবার যে সকল কৌশলের উদ্ভাবনা ও প্রয়োগে অবিশ্রাম লিপ্ত ছিলেন, সেগুলোর মধ্য দিয়ে শেষ পর্যন্ত তিনি নিজেই পরলোকগত পিতার দ্বিতীয় মৃত্যুটি ঘটালেন। লোকে বলাবলি করছে, পঁচাত্তরের ১৫ আগস্ট সেনাবাহিনীর একটি অংশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে; ৪৯ বছর পরে তাঁর নিজের কন্যা তাঁকে দ্বিতীয়বার হত্যা করলেন। সেবার নিহত হয়েছিলেন নেতা বঙ্গবন্ধু, এবার নিহত হলেন ব্যক্তি শেখ মুজিব।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের কাজটা শুধু যে মৌলবাদীরা ঘটিয়েছে, তা নয়। সাধারণ মানুষও হাত লাগিয়েছে; কারণ তাদের ক্ষোভ ও ক্রোধ পুঞ্জীভূত হয়েছিল বঙ্গবন্ধুকন্যার ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে। শেখ হাসিনার বিরুদ্ধে এখন অসংখ্য মামলা দেওয়া হচ্ছে। উৎসবের মতো ঘটনা, যে উৎসব আগে চলছিল আওয়ামী লীগের শাসনকালে। তবে তাঁর বিরুদ্ধে পিতৃহত্যার মামলাটা কেউ করবেন না; যদিও সবচেয়ে নিষ্ঠুর হত্যাকাণ্ড ছিল ওটিই; এবং ঘটেছিল তাঁর ব্যক্তিগত তৎপরতায়।
পত্রপত্রিকায় পিতা বা মাতাকে হত্যা করার খবর পাওয়া যায়, নেপথ্যে থাকে সম্পত্তিপ্রাপ্তির লোভ। বঙ্গবন্ধুকন্যা যে নিজের হাতে পিতৃ-হত্যাকাণ্ড ঘটালেন, সেটা অবশ্য একটু ভিন্ন কারণে। সম্পত্তি তো তিনি পেয়েছিলেনই, সেই সম্পত্তি বাড়াবেন ও ব্যক্তিমালিকানা চিরস্থায়ী করবেন– এই ছিল অভিলাষ। ক্ষমতা সম্পত্তিই বটে, অস্থাবর যদিও, তবুও অতিশয় মূল্যবান বৈ কি। তাকে রক্ষা করার জন্য সৈন্যসামন্ত লাগে। সে বন্দোবস্তও করা হয়েছিল। শেষ রক্ষা হয়নি, এই যা। মাঝখান থেকে যা ঘটালেন, সেটা শুধু নিজের পতন নয়, পিতার যা কিছু অর্জন ছিল সেগুলোও ধসিয়ে দেওয়া। কন্যার ভালোবাসার এই নিষ্ঠুরতাকে পঁচাত্তরের ঘাতকদের বর্বর নৃশংসতার তুলনায় বোধ করি কম বলা যাবে না। ইতিহাসের বঙ্গবন্ধু তাঁর মর্যাদার নির্ধারিত স্থানটি অবশ্যই ফেরত পাবেন; কিন্তু সে জন্য প্রয়োজন হবে কন্যাসৃষ্ট প্রতিবন্ধক সরিয়ে ফেলার।
পিতা চলে গেলেই পিতৃতান্ত্রিকতা যে বিদায় হয়, তা নয়। পিতৃতান্ত্রিকতার অবসান ঘটানোর জন্য সামাজিক বিপ্লব আবশ্যক। আমাদের দেশে সে বিপ্লব আজও ঘটেনি। মানুষের সঙ্গে মানুষের অধিকারের সাম্য প্রতিষ্ঠিত হয়নি; ক্ষমতার বিকেন্দ্রীকরণও যে সহসা ঘটবে, এমন আশা নেই। মানুষের মৌলিক চাহিদাগুলো মেটানোর নিশ্চয়তা-প্রাপ্তি দূরের সুখস্বপ্ন বটে। আর সামাজিক বিপ্লবের মধ্য দিয়ে যেহেতু ব্যক্তিমালিকানার জায়গাতে সামাজিক মালিকানার প্রতিষ্ঠা ঘটেনি, তাই বৈষম্য উৎপাদনের প্রকৃত ক্ষেত্রটি অক্ষুণ্নই রয়ে গেছে।
আর স্বাধীনতা? সেটা তো আমরা বারবার পাচ্ছি। সাতচল্লিশে পেলাম, পেলাম একাত্তরে; বলা হচ্ছে, এবারও পেয়েছি। কিন্তু প্রকৃত স্বাধীনতা পেয়েছি কি? আবারও স্মরণ করা যাক, প্রকৃত স্বাধীনতার নাম হচ্ছে মুক্তি। মূলত অর্থনৈতিক মুক্তি। সেই মুক্তি আশপাশে কোথাও নেই। বৈষম্যের রাজত্বই সর্বত্র ব্যাপ্ত। ওই বৈষম্যের রক্ষক হচ্ছে পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদ। ফ্যাসিবাদ পুঁজিবাদেরই নিকৃষ্টতম রূপ।
বুর্জোয়ারা ভূমি, নদী, বন, ব্যাংক যা কিছু দেখতে পেয়েছে সবকিছু লুণ্ঠন করে কিছুটা ব্যক্তিগত ভোগে, বাকিটা বিদেশে পাচারের কাজে লাগিয়েছে। পুঁজিবাদী ধারায় তারা যে উন্নয়ন ঘটিয়েছে তাতে মেহনতি মানুষ, যাদের শ্রমে উন্নয়ন ঘটেছে তারা কেবল বঞ্চিতই নয়, উন্নয়নের চাপে বিধ্বস্তও বটে। বাংলাদেশে বর্তমান যে সংকট, সেটি বুর্জোয়া রাষ্ট্র ব্যবস্থা এবং তার শাসকগোষ্ঠী দ্বারা সৃষ্ট। রাষ্ট্রের এই শাসকেরা দেশপ্রেমবিবর্জিত এবং আত্মস্বার্থপুষ্টির সাধনায় লিপ্ত। সম্রাটদের গায়ে জামাকাপড় নেই। ভুক্তভোগী জনগণ সবই দেখে; কিন্তু কিছু বলতে পারে না; কারণ তাদের নিজস্ব কোনো রাজনৈতিক শক্তি গড়ে ওঠেনি।
এবারকার গণঅভ্যুত্থান আগের অভ্যুত্থানগুলোর থেকে বেশ কিছুটা ভিন্ন। অভ্যুত্থান ছাত্ররা শুরু করলেও এর যে শক্তি ও বেগ, সেটা সৃষ্টি হয়েছে বিপুলসংখ্যক জনমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে। ঊনসত্তরেও ছাত্ররা আরম্ভ করেছিল; অংশ নিয়েছিলেন কর্মজীবী ও মেহনতিরা। কিন্তু অংশগ্রহণের ক্ষেত্রে তখন এমন ব্যাপকতা ও এতটা স্বতঃস্ফূর্ততা দেখা যায়নি। এত রক্তও ঝরেনি। ঊনসত্তরের অভ্যুত্থান শহর ছেড়ে গ্রামের দিকে এগোচ্ছিল; কিন্তু থামিয়ে দিয়েছে বুর্জোয়ারা; তাদেরকে সামাজিক বিপ্লবের আতঙ্কে পেয়েছিল। এবারের অভ্যুত্থানের জমিনটাও হঠাৎ করে তৈরি হয়নি; একদিকে ছিল মানুষের ক্রমবর্ধমান অসন্তোষ এবং সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের রাজনৈতিক কাজ; অন্যদিকে দু’য়ের বিপরীতে ফ্যাসিবাদী সরকারের অভাবনীয় সন্ত্রাস। জমিন তৈরি হচ্ছিল দ্বন্দ্বের ভেতর দিয়ে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী একজন নারী, কিন্তু তাঁর শাসন ছিল পুরোদস্তুর পিতৃতান্ত্রিক। তিনি দমনপীড়নের যে নজির রেখে গেলেন, সে-কাজ স্বাধীন বাংলাদেশের অন্য কোনো শাসক করতে পারেননি। হুসেইন মুহম্মদ এরশাদ দশ বছরের বেশি তাঁর শাসন কায়েম রাখতে পারেননি। জনতার অভ্যুত্থানে ভূপতিত হয়েছেন। এরশাদও চেয়েছিলেন সশস্ত্র বাহিনীকে ব্যবহার করে, রক্তপাত ঘটিয়ে টিকে যেতে। সশস্ত্র বাহিনী সম্মত হয়নি বলেই তাঁকে আত্মসমর্পণ করতে হয়েছিল। তবে তিনি পালাতে পারেননি; সদ্যপতিত প্রধানমন্ত্রী যেমনটা পেরেছেন। অবশ্য বলতে হবে পালাতে বাধ্য হয়েছেন। শেষ মুহূর্তেও তাঁর ইচ্ছা ছিল সশস্ত্র বাহিনী আরও বল প্রয়োগ করুক। কিন্তু বাহিনীর প্রধানরা সম্মত হননি। যে দেশবাসীকে রক্ষার জন্য তারা প্রতিপালিত, তাদের রক্তেই মাতৃভূমিকে সয়লাব করে দেবেন, এমন কাজে সায় দেওয়াটা তাদের পক্ষে সম্ভব ছিল না। কারণ এবারকার অভ্যুত্থানের ব্যাপকতা ও স্বতঃস্ফূর্ততা দুটোই ছিল অনেক বিস্তৃত ও গভীর।
বৈষম্য-বিরোধিতার যে আওয়াজ উঠেছিল, সেটা ছিল প্রায় সর্বজনীন। শিক্ষার্থীরা চাকরিক্ষেত্রে সুযোগের বৈষম্য মানবে না বলে ফুঁসে উঠেছিল, কিন্তু তাদের অভিভাবকদেরও অধিকাংশের বুকের ভেতর ছিল ওই একই আওয়াজ। কারণ তারাও নানাভাবে এবং বহু রকমের বৈষম্যের দ্বারা ক্ষতবিক্ষত হয়েছেন। সমাবেশ ও মিছিলে যারা এসেছেন, তারা বৈষম্য কী জিনিস সেটা মর্মে মর্মে জানেন। কেউ অস্বীকার করতে পারবেন না যে আমাদের রাষ্ট্র ও সমাজের ‘সুদৃশ্য’ অট্টালিকাটি যে দাঁড়িয়ে আছে তার গোড়ায় রয়েছে বৈষম্য। যাদের শ্রমে এর নির্মাণ, তারা এই অট্টালিকার আরামদায়ক অভ্যন্তরে ঠাঁই পান না; তারা থাকেন নির্মাণের ফলে তৈরি খানাখন্দে। অসন্তুষ্ট ও অশ্রুসিক্ত বঞ্চিতদের কাঁধের ওপর ভর করেই গোটা পুঁজিবাদী ব্যবস্থা টিকে আছে; নিচের মানুষ নড়েচড়ে উঠলেই সর্বনাশের শঙ্কা। নিচের মানুষদের তাই দাবিয়ে রাখা হয়, ভয় দেখানো হয় যত প্রকারে পারা যায়।
যে কোনো অভ্যুত্থানেরই একটি সাধারণ বৈশিষ্ট্য– মানুষের ভয় ভেঙে যাওয়া। এবারও সেটা ঘটেছে। ভয় ভেঙেছে একত্র হতে পারার কারণে। ভয় ভেঙেছে তারুণ্যের দরুন। তারুণ্যের অবিস্মরণীয় প্রতীক, আবারও স্মরণ করতে হয়, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের দুই হাত ছড়িয়ে বুক উঁচিয়ে পুলিশের উদ্যত অস্ত্রের সামনে বুক ফুলিয়ে দাঁড়ানো। ওই ভাস্কর্য কেউ কখনও ভাঙতে পারবে না, কারণ ওটি তৈরি হয়েছে অভঙ্গুর উপাদানে এবং স্থান করে নিয়েছে আমাদের সমষ্টিগত ইতিহাসের পাতায়।