সুপারিশকৃত লিন্ক আগস্ট ২০২১

মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিন্ক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।

আজকের লিন্ক

এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।

৭ comments

  1. মাসুদ করিম - ১ আগস্ট ২০২১ (৪:২৫ অপরাহ্ণ)

    চালু হল ফিরোজা বেগম আর্কাইভ
    https://bangla.bdnews24.com/glitz/article1919954.bdnews
    সংগীত শিল্পী ফিরোজা বেগমের গান ও জীবন নিয়ে যাত্রা শুরু করেছে ‘ফিরোজা বেগম আর্কাইভ’।

    জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বুধবার রাতে এক ভার্চুয়াল অনুষ্ঠানে এই আর্কাইভ উদ্বোধন করেন।

    বৃহস্পতিবার সংসদ সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

    অনুষ্ঠানে স্পিকার বলেন, “ফিরোজা বেগম আর্কাইভের মধ্য দিয়ে শিল্পী ফিরোজা বেগম সকলের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন। এই আর্কাইভ নজরুল সঙ্গীত চর্চায় পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তার গানের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকেও সকলে শ্রদ্ধাভরে স্মরণ করতে পারবে।”

    শিল্পী ফিরোজা বেগমের জন্মদিনে (২৮ জুলাই) এসিআই ফাউন্ডেশনের এই উদ্যোগকে শিরীন শারমিন ‘সৃষ্টিশীল ও সুদূরপ্রসারী’ বলে উল্লেখ করেন।

    ferozabegum.com এই ওয়েবসাইটে ফিরোজা বেগমের গান, সাক্ষাৎকার, তাকে নিয়ে প্রতিবেদন, জীবনী রয়েছে।

    অনুষ্ঠানে স্পিকার বলেন, “সাত দশকেরও বেশি সময় শিল্পী ফিরোজা বেগম সঙ্গীত অনুরাগী শ্রোতাদের কাছে নজরুল সঙ্গীতের সুরের মূর্ছনা ও মাধুর্য পৌঁছে দিয়েছেন। তার আটাশি বছরের জীবনের বেশিরভাগ সময় ছিল নজরুল সঙ্গীত চর্চা ও সাধনার অধ্যায়। নজরুল সঙ্গীতের শুদ্ধ স্বরলিপি ও সুর সংরক্ষণের জন্য তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।”

    শিরীন শারমিন বলেন, “ফিরোজা বেগম আর্কাইভ- ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে বর্তমান ও আগামী প্রজন্মের শিল্পীরা কবি কাজী নজরুল ইসলামের অনবদ্য সৃষ্টি সম্পর্কে গভীরভাবে জানতে পারবে। নজরুল সঙ্গীত নিয়ে গবেষণার ক্ষেত্রে এই আর্কাইভ অনন্য উৎস্য হয়ে কাজ করবে।”

    এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান এম আনিস উদ দৌলার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান শিল্পী মুস্তাফা জামান আব্বাসী, ভারতের অনুপ ঘোষাল, মুস্তাফা মনোয়ার, শাফিন আহমেদ বক্তব্য রাখেন।

    https://twitter.com/urumurum/status/1420682745458528258

  2. মাসুদ করিম - ১১ আগস্ট ২০২১ (৬:১৪ পূর্বাহ্ণ)

    Chandpur T&T office closed for two decades
    https://today.thefinancialexpress.com.bd/country/chandpur-tt-office-closed-for-two-decades-1628613787

    Chandpur T&T office (run under BTCL) just beside the Head Post Office, Chandpur 250-Bed General Hospital, and Lady Protima Girls’ High School in the heart of the townremains shut for about two decades due to the random use of mobile phones and computers.

    The day- to- day works of this govt office have come to a zero level making the T&T staffs workless and disinterested to this office.

    The existing machines of Telephone, Gentex and Telegraphs have gone damaged due to lying idle. The main door of the office remains shut for all the time.

    When this correspondent entered the office premises, he was thunderstruck to see a work woman (domestic help) standing at the door as if she were a staff. Some vagabond people were sitting in front of the office door.

    They said, ‘No man comes to this office, to send telegrams. Nor there is any staff in the office’.

    The whole office building is dilapidated here and there. It was seen through the window that a youth was sleeping inside the office at 1.15 pm. Also the boundary wall beside the main road is already broken. There is no gate too. But there is a new sign board of Telegraph office under BTCL.

    The office and its adjacent premises are abandoned for about two decades. Any man can enter the office premises easily any time.

    When contacted, Mohammad Oliullah, who worked in Haimchar T& T office, said, ‘The same miserable condition is the case with the T& T Offices at Haimchar, Faridganj, Hajiganj, Matlab Dakhshin, Matlab Uttar, Kochua and Shahrasti Upazilas in the entire district. Mobile and touch mobile phones and computers are responsible for this deadlock in the T& T Sector for the last 20 years.

    In the past newsmen of national newspapers used to rush to send urgent messages to this office but with the passage of time, fax was introduced and then touch mobile phone and computer have been dominating everything everywhere’.

    In fact, mobile phones and computers have brought about a radical change and revolution in communication sectors making it very cheaper in everybody’s hands. Now none knows this office, opined many Postal staffs at Chandpur Head Post Office.

    Contacted, Chandpur Telephone Exchange’s (run by BTCL) Assistant Manager Md Moqbul Hossain has told the FE, ‘Now all staffs of the T& T offices are working in the District and UZ Telephone Exchanges as the T&T offices are shut’.

    Some IT experts have, however, opined that the T& T offices may be renovated and repaired or constructed again in the district. Then computer sets be placed by skilled manpower having ICT knowledge and know how. The Govt Services, governmentt circulars, government application forms and government forms, Police verification works, application for admission to varsities, Govt jobs etc, may be arranged and provided by this office at a cheap rate, they said

    The idle staffs are to be trained in this IT. Thus the govt may be benefitted and the workless staffs who have been getting monthly salaries for no work may be engaged every day. Because the T&T staffs constitute a large population across the country, they added.

    https://twitter.com/urumurum/status/1425322144360124417

  3. মাসুদ করিম - ১১ আগস্ট ২০২১ (৪:৪২ অপরাহ্ণ)

    Iran 1988 mass murder trial begins
    https://today.thefinancialexpress.com.bd/world/iran-1988-mass-murder-trial-begins-1628617702

    An Iranian official accused of involvement in the 1988 execution of thousands of political dissidents goes on trial in Sweden on Tuesday in a landmark case likely to stoke tensions in the Islamic republic.

    Hamid Noury, 60, is accused by Swedish prosecutors of “intentionally taking the life of a very large number of prisoners sympathetic to or belonging to the People’s Mujahedin” (MEK) between 30 July and 16 August 1988, while he was assistant to the deputy governor of Gohardasht prison in Karaj, near Tehran.

    Human rights organisations have long campaigned for justice for the estimated 5,000 prisoners killed across Iran, allegedly under the orders of supreme leader Ayatollah Khomeini in reprisal for attacks carried out by the MEK at the end of the Iran-Iraq war of 1980-88.

    Swedish court officials believe Tuesday’s case is the first of its kind against someone accused over the killings.

    The allegations were brought to the attention of the Swedish authorities by a group of 30 complainants, as well as justice campaigner and former political prisoner Iraj Mesdaghi.

    After compiling an evidence dossier of “several thousand pages” on Noury, Mesdaghi set about luring the former prison official to the Nordic country with the promise of a luxury cruise. Noury was arrested as he stepped onto Swedish soil.

    Sweden’s principle of universal jurisdiction means that its courts can try a person on serious charges such as murder or war crimes regardless of where the alleged offences took place.

    “This is the first time that one of the persecutors has been held accountable in another country,” Mesdaghi told AFP.

    Noury “denies any accusation of involvement in the alleged executions of 1988,” his lawyer Thomas Soderqvist told AFP.

    The case is particularly sensitive in Iran, where campaigners accuse current government figures of having a role in the deaths, most notably new president Ebrahim Raisi.

    The former head of Iran’s judiciary was accused by Amnesty International in 2018 of being a member of a “death commission” which was behind the secret executions.

    Questioned in 2018 and 2020, Raisi denied involvement but paid “tribute” to Ayatollah Khomeini’s “order” to carry out the purge.

    Khomeini died in 1989.

    In early May, more than 150 personalities, including Nobel Prize winners, former heads of state and former UN officials, called for an international investigation into the 1988 executions.

    https://twitter.com/icsforum/status/1425347875341406210

  4. মাসুদ করিম - ২৩ আগস্ট ২০২১ (২:৫৩ অপরাহ্ণ)

    South Asia and the Taliban: Ground Zero for a New Cold War?
    https://www.institutmontaigne.org/en/blog/south-asia-and-taliban-ground-zero-new-cold-war

    Afghanistan has been at the heart of Indo-Pakistani relations for over forty years. Indeed, the Pakistani notion of “strategic depth” crystallized in the 1980s: Islamabad, and Rawalpindi where military headquarters are located, were gaining a foothold in Afghanistan in order to carry more weight against India – even if only geographically.

    This is partly why the Pakistani Army – together with the United States – supported the Mujahideen in defeating the Soviets in the late 1980s and subsequently helped bring the Taliban to power in the mid-1990s. For the Pakistanis, Mullah Omar’s troops provided another advantage: although they were Pashtuns, they supported an Islamist identity curbing Pashtun nationalism which Islamabad feared since the creation of Pakistan in 1947. Since the 1920s, Pashtun nationalists had refused to identify with the Pakistani national project, having either pledged allegiance to Mahatma Gandhi’s Congress, or because they considered Afghanistan their motherland. Kabul, until the 1980s, had cultivated the idea that the Pashtuns of Pakistan were destined to join Afghanistan, as well as an intense partnership with New Delhi. The Taliban’s first victory had thus ended Pakistan’s fear of one day witnessing the creation of a unified Pashtunistan, and alleviated the chokehold of the Indo-Afghani friendship.

    For India, on the other hand, the rise of the Taliban in 1996 was an immediate disaster, not only because of the geopolitical reasons I have just mentioned, but also because Afghanistan was becoming a hotbed of Islamism, with jihadists likely to strike in Jammu and Kashmir. Indeed, as soon as the anti-Soviet jihad ended, Pakistani terrorists – having gained their credentials in Afghanistan – were quick to strike in India. They struck in Kashmir in the 1990s, and as far as Delhi and Mumbai in the 2000s. Thus India saw the post-9/11 war as an opportunity to regain a foothold in Afghanistan, establishing itself along the tracks of Western advances. While India did not send troops, it did establish a very generous aid policy, making it the fifth largest donor to a country in the midst of reconstruction from the mid-2000s onwards. India built roads, a children’s hospital and even the Afghan parliament! Hamid Karzai, who had studied in India after the Soviet invasion, was a key ally in the 2000s. New Delhi then bet on his successor, Ashraf Ghani, to the point of delivering attack helicopters to Afghanistan in December 2015, during an official visit by Narendra Modi to Kabul.

    Hence, for India, the return of the Taliban is an undeniable setback. It is all the more bitter because it reflects and accentuates a certain isolation, both diplomatic and geopolitical. At the diplomatic level, this isolation was highlighted by the fact that India was kept out of the Doha talks (in which the Americans participated) and the Moscow talks (orchestrated by the Russians).

    While the Russians probably did not want to invite India because of its growing ties with the United States, the fact that the Indians were not invited to Doha is more difficult to explain. Did the other participants in the negotiations – including the Americans – give in to Pakistani pressure? Did they punish India for its pusillanimity? After all, the United States had asked India to become more involved in Afghanistan – including militarily.

    Geopolitically, India has been weakened in more ways than one by this entanglement with three regional powers. China, which shares a border with Afghanistan, has said it is willing to hold talks with the Taliban. The latter could let the Middle Kingdom exploit its vast natural resources – including a copper mine that the Chinese already own – and help it develop the Belt and Road Initiative in Central Asia. Iran, where India had invested considerable sums to develop a deep-water port at Chabahar to access Afghanistan while bypassing Pakistan, also said it was ready to deal with the Taliban by virtue of their common anti-Americanism (and this despite the supposed antagonism between Shiites and Sunnis in the region…). Tehran had already played middle-man between the Taliban and Kabul and has been moving closer to China while distancing itself from India since New Delhi yielded to pressure from Donald Trump and decided to adhere to American sanctions. Pakistan has been automatically strengthened by recent Afghan developments vis-à-vis India – as the latter loses in Ashraf Ghani, a partner almost as reliable as Karzai. Islamabad particularly feared that the late Afghan regime would help the Indians strengthen the Baluchi separatist guerrilla movement, especially against Chinese interests.

    However, the Pakistanis may well be disappointed in the long run. If Mullah Omar’s Taliban owed them everything – or almost everything – when they took power in 1996, those now in power have changed. While the Pakistani Army still has ties to certain factions of the Taliban – starting with the Haqqani network – the Taliban have gained experience (both internally and internationally, as evidenced by their relations with the Russians and the Chinese) that increases their maneuverability. The Pakistanis are likely to suffer directly from this newfound autonomy, especially since some Taliban leaders – including Mullah Baradar – remember being imprisoned for many years in Pakistan, precisely because they were too independent.

    Now, the most direct threat to Pakistan from the Taliban is the Therik-e-Taliban Pakistan (TTP). The Pakistani Taliban formed as a jihadist group in 2007, in response to Washington demanding that Islamabad crack down on Pakistani Islamists, and General President Musharraf subsequently became the target of three jihadist attacks.

    From 2009 onwards, the Pakistani Army’s hunt for the TTP led its members to seek refuge in Afghanistan. Some of them were arrested by the authorities in Kabul. The Taliban began to release them and many Pakistanis now fear the attacks that bloodied the Pashtun Belt, but also Lahore, Karachi and even Islamabad at the turn of the 2010s, will resume. The return of this kind of violence would signal Pakistan’s weak influence over the Taliban. However, a lack of attacks could also indicate a certain evolution in the political line of the new regime in Kabul – according to whom striking outside Afghanistan’s borders is too costly strategically, a lesson learned from the aftermath of 9/11.

    Beyond the regional arena of the India/Pakistan/Afghanistan triangle and the “proxy war” that Indians and Pakistanis have been waging in Afghanistan for at least half a century, the return of the Taliban could affect other global balances. The relationship between India and the United States could be altered by this new situation. On the one hand, the Indians criticize the Americans for having exposed them to a new Islamist threat by leaving Afghanistan in such a hurry. On the other hand, the Americans do not react very well to this kind of criticism and are worried about the limited military involvement that New Delhi is prepared to contribute in its own region, especially since they have made India one of their strategic pillars in the Indo-Pacific. However, these temporary tensions should not call into question India’s growing ties with the West. In fact this process is likely to accelerate as the Taliban are increasingly finding support, not only in Pakistan, but also in China. Nevertheless, India should rest assured in its quest to diversify its Western partnerships – this is an opportunity for Europeans, and for the French in particular, who, over the past decade, already appeared more reliable in many respects than the United States under Donald Trump.

    Moreover, an alternate coalition including China, Russia, Iran and Pakistan seems to be solidifying. Pakistan, which for decades offered a point of support to the Americans in their fight against communism and then Islamism, has probably taken a decisive step in distancing itself from the West. Prime Minister Imran Khan’s reaction to the Taliban’s victory are a a tell tale sign – did he not rejoice to see Afghanistan “breaking chains of slavery”? It remains to be seen whether Moscow will continue its rapprochement with Islamabad. Such a development could make South Asia a tinderbox in which two new antagonistic blocs might be most salient, and where, as a result, the ingredients of a new Cold War could gather against the backdrop of “Belt and Road Initiative vs. Indo-Pacific”.

    https://twitter.com/jaffrelotc/status/1429770406412566531

  5. মাসুদ করিম - ২৬ আগস্ট ২০২১ (১১:৪৪ পূর্বাহ্ণ)

    পঁচাত্তরে অনেকের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রীর
    https://bangla.bdnews24.com/bangladesh/article1931191.bdnews

    পঁচাত্তরের ১৫ অগাস্ট জাতির পিতাকে হত্যার পর আওয়ামী লীগ, দলীয় সমর্থক, মুক্তিযোদ্ধা এবং সেনাবাহিনীর যথাযথ ভূমিকা না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি সেই দিনের ঘটনাপ্রবাহ প্রসঙ্গে বলেন, “সেইদিন বাংলাদেশে এটা ঠিক যে, এই রকম একটা ঘটনার পর আমাদের দল, সমর্থক, মুক্তিযোদ্ধাদের যে ভূমিকা ছিল তা হয়তো তারা করতে পারেনি।

    “কিন্তু এটা আপনারা জানেন যে, যখনই আক্রমণ শুরু হয় প্রথমে যেমন সেরনিয়াবাত সাহেবের বাসায় বা শেখ মনির বাসায়, খবরটা আসার সাথে সাথে এবং আমাদের বাসায় যখন গুলি শুরু হয় বঙ্গবন্ধু কিন্তু সবাইকে ফোন করেছিলেন। আব্দুর রাজ্জাকের সাথে কথা হয়, তোফায়েল আহমেদের সাথে কথা হয়, সেনা প্রধান শফিউল্লাহর সাথে কথা হয়…সেনাবাহিনীরও, যার যা ভূমিকা ছিল তারাও কিন্তু সঠিকভাবে করে নাই। এর পেছনে রহস্যটা কী সেটাই কথা।

    বাংলাদেশের স্বাধীনতার চার বছরের মধ্যে ১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। তার দুই মেয়ে শেখ হসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান।

    দুই যুগ পর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার শুরু হয়। সেই বিচারের রায় এবং দণ্ডিত অধিকাংশের দণ্ড কার্যকর হলেও হত্যার পেছনে ষড়যন্ত্র ছিল বলে বরাবরই বলা হচ্ছে।

    এই ষড়যন্ত্র উদ্ঘাটনে মহামারী শেষেই একটি কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

    জাতির পিতাকে হত্যার পর ছয় বছর নির্বাসনে থেকে ১৯৮১ সালে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নিয়ে দেশে ফেরেন তার বড় মেয়ে শেখ হাসিনা। তার নেতৃত্বেই এখন রাষ্ট্রক্ষমতায় আওয়ামী লীগ।

    আলোচনা সভায় আবোপ্লুত শেখ হাসিনা বলেন, “বাবা, মা, ভাই-বোন সব হারিয়ে যেদিন বাংলার মাটিতে পা দিলাম, আমাকেও তো আসতে অনেক বাধা দিয়েছে। তারপরও জোর করে যখন আসলাম, হ্যাঁ, আমি সেই চেনামুখগুলো পাইনি। বরং দেশে এসে আমি কবর পেলাম। তখন আমি পেয়েছি লাখো মানুষ আর আওয়ামী লীগের নেতাকর্মী। তাদের ভালোবাসা, তাদের আস্থা, বিশ্বাস।

    “এজন্য আমি বলতে পারি আওয়ামী লীগ আমার পরিবার। বাংলাদেশটাই আমার পরিবার। আমি সেইভাবেই বাংলাদেশের মানুষকে দেখি। আমি যেটুকু কাজ করতে পারব মনে হয় আমার আব্বা, আম্মা তারা দেখবে, নিশ্চয়ই দেখবে, দেখেন। হয়তো তাদের আত্মাটা শান্তি পাবে। আমি সেই চিন্তা করেই সব কাজ করি।

    এজন্য আমার কোনো মৃত্যুভয়ও নেই, কোনো আকাঙ্ক্ষাও নেই, কোনো চাওয়া পাওয়ারও কিছু নেই। আমার জন্য আমি কিছু করব? করতেও চাই না।”

    বঙ্গবন্ধু কন্যা বলেন, “আমি শুধু এইটুকুই চাই যারা ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী যে উদ্দেশ্য নিয়ে তারা ১৫ অগাস্ট জাতির পিতাকে হত্যা করেছে…তাদের উদ্দেশ্য তো ছিল বাংলাদেশ ফেইল্ড রাষ্ট্র (ব্যর্থ রাষ্ট্র) হোক, বাংলাদেশের স্বাধীনতা অর্জনটা ব্যর্থ হোক, স্বাধীনতার আদর্শগুলো ধ্বংস হয়ে যাক… সেটা করতে দেব না। যে নাম তারা মুছে ফেলেছিল, আজকে আল্লাহর রহমতে সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এখন আর কেউ তা মুছতে পারবে না।”

    আদর্শ নিয়ে যদি একটা সংগঠন করা যায় তাহলে সেই সংগঠনই মানুষকে কিছু দিতে পারে উল্লেখ করে নেতাকর্মীদের উদ্দেশ্য আওয়ামী লীগ সভাপতি বলেন, “আজকে করোনার সময়ে কারা মানুষের পাশে আছে? আর কত দল শুধু বিবৃতি, বক্তৃতাই দিয়ে যাচ্ছে। কারণ আমি ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, প্রাইভেট টেলিভিশন করে দিয়েছি, প্রাইভেট রেডিও করে দিয়েছি। একটা অবাধ সুযোগ আছে সবার কথা বলার। কথা বলেই যাচ্ছে। কিন্তু মাঠে কয়টা মানুষ আছে? মানুষের পাশে কে আছে? দুঃসময়ে কে দাঁড়াচ্ছে? আওয়ামী লীগের নেতাকর্মীরাই দাঁড়াচ্ছে।”

    বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় প্রান্তে এই সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ূন কবিরসহ মহানগর আওয়ামী লীগের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।

  6. মাসুদ করিম - ২৭ আগস্ট ২০২১ (৭:০২ পূর্বাহ্ণ)

    খালেদা জিয়া দেখে আসার পরই আইভি রহমানকে মৃত ঘোষণা করা হয়
    https://samakal.com/todays-print-edition/tp-first-page/article/2108116589/%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A6%E0%A6%BE-%E0%A6%9C%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%87-%E0%A6%86%E0%A6%87%E0%A6%AD%E0%A6%BF-%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4-%E0%A6%98%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%B9%E0%A7%9F
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি-জামায়াত জোট সরকারের নৃশংসতার প্রসঙ্গ তুলে ধরতে গিয়ে বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন নারী নেত্রী আইভি রহমানকে দেখে আসার পরপরই মৃত ঘোষণা করা হয়- এ কথাটা অনেকেরই জানা নেই; এটা জানিয়ে রাখলাম যে, কত বড় নৃশংসতা এরা করতে পারে!

    ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ আহূত সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়েছিলেন আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান। তিন দিনের মাথায় ঢাকার সিএমএইচে তার মৃত্যু হয়েছিল। আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল মঙ্গলবার।

    এদিন সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় বক্তব্যে প্রধানমন্ত্রী প্রয়াত নেত্রীকে স্মরণ করে এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত একনেক সভায় অংশ নেন তিনি। খবর বাসসের।

    প্রধানমন্ত্রী আরও বলেন, আজকের দিনে আমার আইভি চাচির কথাই বেশি মনে হচ্ছে। আর একটা অবাক কাণ্ড আপনারা হয়তো জানেন না। তাকে যখন সিএমএইচে নেওয়া হয়, আমরা ঠিক জানি না- কখন কোন মুহূর্তে তিনি মৃত্যুবরণ করেছেন। ছেলেমেয়েরা তার কাছে ছিল। সে সময় তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাকে দেখতে যাবেন বলে ছেলেমেয়ে যারা বেডের কাছে ছিল, তাদের একটা কামরার মধ্যে নিয়ে তালা মেরে রাখা হয়। ৩-৪ ঘণ্টা নাজমুল হাসান পাপন, বোন তানিয়া, ময়না- তাদের সবাইকে একটা রুমে তালা দিয়ে রেখে তারপর খালেদা জিয়া যান আইভি রহমানকে দেখতে।

    শেখ হাসিনা বলেন, শুধু হত্যার চেষ্টাই না; হত্যার পর লাশ নিয়েও তারা যে কর্মকাণ্ড করেছিল, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। মারা যাওয়ার পর অনেকের লাশ তারা দিতে চায়নি। লাশ আত্মীয়স্বজনের কাছে তারা দেয়নি। তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজে দলের সমর্থক এবং যারা জীবিত তারা যেহেতু সাহায্য করতে যায় এবং সারারাত তাদের চেষ্টার পর একে একে সেই লাশগুলো হস্তান্তর করে।

    প্রধানমন্ত্রী আবারও বলেন, লাশটা পর্যন্ত দিতে চায়নি! পারলে লাশটা গুম করে ফেলত- এই ছিল অবস্থা।

    শেখ হাসিনা ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহতদের দেশে-বিদেশে চিকিৎসা করানোসহ তাদের সুবিধা-অসুবিধায় পাশে দাঁড়িয়েছেন উল্লেখ করে বলেন, আহতদের দেশে, ভারতে এবং অন্য দেশে পাঠিয়েও চিকিৎসা করিয়েছি। যাদের অনেকেই আজ আর নেই, মারা গেছেন। অনেকেই পঙ্গু হয়ে দুর্বিষহ জীবন-যাপন করছেন।

    সরকারপ্রধান বলেন, আহতদের আমরা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে সহায়তা দিয়েছি এবং সে সময় একটা আলাদা অ্যাকাউন্ট খুলে যে ফান্ড এসেছে, তা থেকে চিকিৎসাধীন প্রত্যেককে আর্থিক সহযোগিতা দিয়েছি এবং এখনও আমরা দিয়ে যাচ্ছি। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে আহত যাদের চিকিৎসা প্রয়োজন তাদের সহায়তা দিচ্ছি, মাসোহারা দিচ্ছি। তাদের ছেলেমেয়েদের পড়াশোনা, বিয়ে-শাদি- যত রকম সহযোগিতা দরকার, এখনও তা করে যাচ্ছি। যাদের খুব খারাপ অবস্থা ছিল আর্থিকভাবে, তাদের সাহায্য এখনও অব্যাহত আছে।

    প্রধানমন্ত্রী এ সময় গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানসহ সবার জন্য দেশবাসীর দোয়া চান।

  7. মাসুদ করিম - ২৭ আগস্ট ২০২১ (৭:১৮ পূর্বাহ্ণ)

    পঁচাত্তরে অনেকের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রীর
    https://bangla.bdnews24.com/bangladesh/article1931191.bdnews
    পঁচাত্তরের ১৫ অগাস্ট জাতির পিতাকে হত্যার পর আওয়ামী লীগ, দলীয় সমর্থক, মুক্তিযোদ্ধা এবং সেনাবাহিনীর যথাযথ ভূমিকা না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি সেই দিনের ঘটনাপ্রবাহ প্রসঙ্গে বলেন, “সেইদিন বাংলাদেশে এটা ঠিক যে, এই রকম একটা ঘটনার পর আমাদের দল, সমর্থক, মুক্তিযোদ্ধাদের যে ভূমিকা ছিল তা হয়তো তারা করতে পারেনি।

    “কিন্তু এটা আপনারা জানেন যে, যখনই আক্রমণ শুরু হয় প্রথমে যেমন সেরনিয়াবাত সাহেবের বাসায় বা শেখ মনির বাসায়, খবরটা আসার সাথে সাথে এবং আমাদের বাসায় যখন গুলি শুরু হয় বঙ্গবন্ধু কিন্তু সবাইকে ফোন করেছিলেন। আব্দুর রাজ্জাকের সাথে কথা হয়, তোফায়েল আহমেদের সাথে কথা হয়, সেনা প্রধান শফিউল্লাহর সাথে কথা হয়…সেনাবাহিনীরও, যার যা ভূমিকা ছিল তারাও কিন্তু সঠিকভাবে করে নাই। এর পেছনে রহস্যটা কী সেটাই কথা।

    বাংলাদেশের স্বাধীনতার চার বছরের মধ্যে ১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। তার দুই মেয়ে শেখ হসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান।

    দুই যুগ পর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার শুরু হয়। সেই বিচারের রায় এবং দণ্ডিত অধিকাংশের দণ্ড কার্যকর হলেও হত্যার পেছনে ষড়যন্ত্র ছিল বলে বরাবরই বলা হচ্ছে।

    এই ষড়যন্ত্র উদ্ঘাটনে মহামারী শেষেই একটি কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

    জাতির পিতাকে হত্যার পর ছয় বছর নির্বাসনে থেকে ১৯৮১ সালে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নিয়ে দেশে ফেরেন তার বড় মেয়ে শেখ হাসিনা। তার নেতৃত্বেই এখন রাষ্ট্রক্ষমতায় আওয়ামী লীগ।

    আলোচনা সভায় আবোপ্লুত শেখ হাসিনা বলেন, “বাবা, মা, ভাই-বোন সব হারিয়ে যেদিন বাংলার মাটিতে পা দিলাম, আমাকেও তো আসতে অনেক বাধা দিয়েছে। তারপরও জোর করে যখন আসলাম, হ্যাঁ, আমি সেই চেনামুখগুলো পাইনি। বরং দেশে এসে আমি কবর পেলাম। তখন আমি পেয়েছি লাখো মানুষ আর আওয়ামী লীগের নেতাকর্মী। তাদের ভালোবাসা, তাদের আস্থা, বিশ্বাস।

    “এজন্য আমি বলতে পারি আওয়ামী লীগ আমার পরিবার। বাংলাদেশটাই আমার পরিবার। আমি সেইভাবেই বাংলাদেশের মানুষকে দেখি। আমি যেটুকু কাজ করতে পারব মনে হয় আমার আব্বা, আম্মা তারা দেখবে, নিশ্চয়ই দেখবে, দেখেন। হয়তো তাদের আত্মাটা শান্তি পাবে। আমি সেই চিন্তা করেই সব কাজ করি।

    এজন্য আমার কোনো মৃত্যুভয়ও নেই, কোনো আকাঙ্ক্ষাও নেই, কোনো চাওয়া পাওয়ারও কিছু নেই। আমার জন্য আমি কিছু করব? করতেও চাই না।”

    বঙ্গবন্ধু কন্যা বলেন, “আমি শুধু এইটুকুই চাই যারা ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী যে উদ্দেশ্য নিয়ে তারা ১৫ অগাস্ট জাতির পিতাকে হত্যা করেছে…তাদের উদ্দেশ্য তো ছিল বাংলাদেশ ফেইল্ড রাষ্ট্র (ব্যর্থ রাষ্ট্র) হোক, বাংলাদেশের স্বাধীনতা অর্জনটা ব্যর্থ হোক, স্বাধীনতার আদর্শগুলো ধ্বংস হয়ে যাক… সেটা করতে দেব না। যে নাম তারা মুছে ফেলেছিল, আজকে আল্লাহর রহমতে সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এখন আর কেউ তা মুছতে পারবে না।”

    আদর্শ নিয়ে যদি একটা সংগঠন করা যায় তাহলে সেই সংগঠনই মানুষকে কিছু দিতে পারে উল্লেখ করে নেতাকর্মীদের উদ্দেশ্য আওয়ামী লীগ সভাপতি বলেন, “আজকে করোনার সময়ে কারা মানুষের পাশে আছে? আর কত দল শুধু বিবৃতি, বক্তৃতাই দিয়ে যাচ্ছে। কারণ আমি ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, প্রাইভেট টেলিভিশন করে দিয়েছি, প্রাইভেট রেডিও করে দিয়েছি। একটা অবাধ সুযোগ আছে সবার কথা বলার। কথা বলেই যাচ্ছে। কিন্তু মাঠে কয়টা মানুষ আছে? মানুষের পাশে কে আছে? দুঃসময়ে কে দাঁড়াচ্ছে? আওয়ামী লীগের নেতাকর্মীরাই দাঁড়াচ্ছে।”

    বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় প্রান্তে এই সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ূন কবিরসহ মহানগর আওয়ামী লীগের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.