মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিন্ক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।
আজকের লিন্ক
এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।
৫ comments
মাসুদ করিম - ২ এপ্রিল ২০২১ (৫:১৯ পূর্বাহ্ণ)
https://twitter.com/ARTEen/status/1372235481887477761
মাসুদ করিম - ৫ এপ্রিল ২০২১ (১:৪১ অপরাহ্ণ)
Business enterprises and genocide|Pat To Yan
https://hk.appledaily.com/opinion/20210404/FFSEZMTID5EBNJEWKYTE66DCBI/
The issue of Xinjiang cotton has been a hot debate in the previous weeks. One of the focuses is whether the big fashion labels take the side to abandon or adopt Xinjiang cotton. Actually, the relationship between business enterprises and tyranny is not a new thing.
In 2001, Edwin Black, an American journalist, has published his investigation as a book titled ‘IBM and the Holocaust: The Strategic Alliance between Nazi Germany and America’s Most Powerful Corporation.’ Let’s not forget, there was no computer in World War 2. Thus, to collect data of millions of Jews became a trouble to the Nazi Government. IBM offered technology of generation and tabulation of punch cards based upon national census data. It is like a Big Data solution widely used nowadays. Collecting data is something essential in every moment of history.
In 1933, the Nazi German Government announced to conduct a national census in order to identify Jews, Gypsies and other ethnic groups. Dehomag (German Hollerith Machine Corporation), the German subsidiary of which IBM owned 90%, actively assisted the Nazi German Government. The machine-tabulated services largely expanded the estimated number of Jews in Germany by identifying Jewish individuals with only one or few Jewish ancestors. It was proved that it contributed to the genocide since the Government had mastered important demographic data. Till now, IBM has never replied directly, but rather criticized its research methodology and the conclusions. IBM claimed they didn’t know the operations of Dehomag since most of the documents were destroyed in WW2.
There is no surprise that business enterprises have a connection with suppression and genocide. Zygmunt Bauman, a Polish sociologist, argued the Holocaust is closely connected to modernity in his most famous work ‘Holocaust and modernization’. The concentration camp was often described as a ‘factory of death’. Bauman said if there were not any tools derived from modernization like railway, procedural rationality, division of labour and the tendency to view obedience to rules as morally good, Holocaust would not work. Therefore, Bauman refused to recognize Holocaust as only an event in Jewish history or a regression to pre-modern barbarism. Business enterprises play an essential role in the process of modernization. Tyranny always demands tools of cutting-edge technology so as to suppress and control people. Once again and again, there would be business enterprises working for tyranny.
The Reimann family is the owner of the brands including Pret A Manager and Krispy Kreme Doughnuts. The younger generation of the family commissioned a historian of the University of Munich to investigate what their family did in WW2. In the end, they found evidence that their family supported Hitler enthusiastically and used Russian civilians and French prisoners as slave labourers. After then, they announced to donate 5 million Euros to support the Holocaust survivors. Those survivors are elderly now and the donation would help the survivors with food, medicine and heat. Moreover, they donated 25 million Euros for Holocaust education and promoting democratic values as against the rise of populist nationalism.
The Reimann family is worth applauding. It is also a very good example of how a business enterprise acts morally. Most importantly, business enterprises should always act morally now.
মাসুদ করিম - ১৩ এপ্রিল ২০২১ (৫:২৬ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ১৭ এপ্রিল ২০২১ (৭:৫১ পূর্বাহ্ণ)
https://twitter.com/urumurum/status/1383267684356214789
মাসুদ করিম - ২১ এপ্রিল ২০২১ (১০:৪৬ পূর্বাহ্ণ)
কবি শঙ্খ ঘোষের জীবনে শেষ যতিচিহ্ন
রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের পর বাংলা কবিতার তরী যারা বেয়ে নিয়েছেন আগামীর গন্তব্যের পথে, তাদের অগ্রপথিক পশ্চিমবঙ্গের কবি শঙ্খ ঘোষকে কেড়ে নিল করোনাভাইরাস।
আনন্দবাজার জানিয়েছে, গত ১৪ এপ্রিল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন ৮৯ বছর বয়সী এই কবি।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়িতেই তার মৃত্যু হয়। সেই সঙ্গে বাংলার কবিতায় একটি যুগের অবসান ঘটে।
শঙ্খ ঘোষের পারিবারিক নাম চিত্তপ্রিয় ঘোষ। ১৯৩২ সালের ৫ ফেব্রুয়ারি অবিভক্ত বাংলার চাঁদপুরে জন্ম। আর বাংলা কাব্য সাহিত্যে তার আর্বিভাব বিশ শতকের মাঝামাঝি সময়ে।
বাংলা কবিতায় স্বতন্ত্র ভাষাভঙ্গির খোঁজে চল্লিশের দশকের যে তরুণ কবিরা কৃত্তিবাস বা শতভিষা পত্রিকাকে কেন্দ্রকরে নতুন এক রোমান্টিক জগতের সৃষ্টি করেছিলেন, শঙ্খ ঘোষ তাদের একজন। শক্তি, সুনীল, শঙ্খ, উৎপল, বিনয় – এই পাঁচ কবিকে বলা হত জীবনানন্দ পরবর্তী বাংলা কবিতার পঞ্চপাণ্ডব।
তিনি ছিলেন একাধারে কবি, গদ্যশিল্পী, রবীন্দ্র গবেষক, সাহিত্য সমালোচক এবং শিক্ষক। দিল্লি বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন তিনি।