সুপারিশকৃত লিন্ক: মার্চ ২০২০

মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিন্ক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।

আজকের লিন্ক

এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।

৮ comments

  1. মাসুদ করিম - ১ মার্চ ২০২০ (৩:২৪ অপরাহ্ণ)

    EU Chief Negotiator Barnier on Trade Talks with Britain

    “I’m not Going To Allow Myself To Be Fooled”

    On the eve of the start of negotiations for a free trade agreement with Britain, chief EU negotiator Michel Barnier discusses the red lines in Brussels and his personal relationship with Prime Minister Boris Johnson.

    DER SPIEGEL: Mr. Barnier, the second chapter of Brexit talks begin on Monday. Will these negotiations on the future relationship between the EU and the British be easier or more difficult than those over the divorce treaty, meaning the exit treaty?

    Barnier: General de Gaulle once said that where there is a will, there is a way. We have the will to reach an agreement. That was true during the divorce negotiations and it is still true now. The problem is that we don’t have much time. But I am optimistic that it will be enough to build solid foundations.

    DER SPIEGEL: The conclusion of the talks on the withdrawal agreement had to be postponed repeatedly. In the end, the negotiations proved to be much more difficult than expected. What Brexit drama awaits us this time?

    Barnier: What could make these negotiations more difficult now is the time pressure. Not because we want that, but because Boris Johnson doesn’t want to extend the transition period that is currently in force beyond the end of the year. This means that Britain will leave the internal market and the customs union at the end of the year. We need to complete a simple agreement by then, the foundations I am talking about. We can build on them in the future.

    DER SPIEGEL: The negotiations could also get complicated because the strong sense of unity that Europeans have shown in recent months seems to be disintegrating. What can you do to strengthen cohesion?

    Barnier: The Europeans will stay together. That’s the reality, and not some pious wish. The 27 European affairs ministers just unanimously approved my negotiating mandate. But unity does not happen by chance. Last week, I sat in Berlin at a cabinet meeting with Ms. Merkel and the German federal ministers dealing with Brexit. I have also made similar visits to Paris and Warsaw. I listen to the concerns and sensitivities of the member states. This creates trust.

    DER SPIEGEL: With all due respect, the fault lines are starting to show. The Netherlands are worried about their ports, Germany is concerned about the automobile industry and France about its fishermen’s access to British territorial waters. How do you intend to forge a common EU negotiating position out of that?

    Barnier: Of course there are differences. They stem from the different distances to Britain, the differing economic interdependence and the degree of ideological proximity. What unites all EU members, however, is their interest in their economies – and thus in the integrity of the single market.

    DER SPIEGEL: Boris Johnson says he is striving for an agreement along the lines of the free trade agreement the EU has concluded with Canada. Most recently, the British government threatened to break off talks if there is no clarity on this by June …

    Barnier: … I always say: Keep calm and negotiate! Given the red lines that the British have drawn for their future relationship with the EU, it is clear that only a free trade agreement such as the ones we have concluded with Canada, South Korea or Japan can be considered. But each agreement has its own characteristics depending on the contractual parties. The crucial difference between Britain and Canada, for example, is that Canada is located more than 5,000 kilometers (3,100 miles) from Europe. Dover is only 42 kilometers from Calais. This has implications, also for the content of the agreement.

    DER SPIEGEL: The EU’s trade volume with Britain exceeds that with the Canadians many times over, to cite another difference …

    Barnier: … additionally, when we were negotiating with Canada, the aim was to bring us closer together so that we could conduct trade as smoothly as possible in the future. With the British now, it’s the other way around. For the first time, we are entering into trade negotiations with a partner with whom we are already very closely intertwined in the single market. Rather than trying to get closer, we will have to unravel some of what we have built up together over the decades. All this shows that Britain is a special case.

    DER SPIEGEL: One important distinction is the EU’s demand that the British continue to abide by rules similar to those for the community in areas like labor, consumer protection or state subsidies. Why should the British agree to that?

    Barnier: The EU and the British want to conduct trade as smoothly as possible in the future. We are offering zero duties and zero tariffs. In exchange, we need fair competition, meaning rules and laws on both sides that fit together. As a sovereign nation, the British can choose to apply certain EU rules. I would welcome that because they are good rules. But they can, of course, also achieve the same result – a level playing field – with their own laws.

    DER SPIEGEL: Again: Wasn’t the main purpose of Brexit for Britain to free itself from EU rules?

    Barnier: It’s perfectly within the rights of the British to do that. But future access to our internal market of more than 440 million people will depend proportionally on the extent to which there is fair competition between the two sides. That is exactly what we agreed with the British in the political declaration only a few months ago. Boris Johnson was also involved in this. So, no one can be seriously surprised by the EU’s position.

    DER SPIEGEL: In a recent speech, Johnson pointed out that France spends twice as much money on state aid as Britain, and that Germany spends three times as much. Why are you so certain the British want to undercut the EU rules in some wild way?

    Barnier: Of course, the French and the Germans grant state subsidies, but they do so within the framework of the common rules set by the EU. That is what this is all about: fair competition. I assure you, I listen carefully to what Boris Johnson and other politicians in Britain say. The idea of a “Singapore on Thames,” meaning barely regulated competition in front of our coasts, did not come from me. There is no question that the British have the right to go that way. It is also clear, however, that access to the internal market will depend on whether and to what extent we remain at a comparable level of regulation in certain areas.

    DER SPIEGEL: European Commission President Ursula von der Leyen is currently planning numerous new environmental laws, especially in the area of climate protection. Do you also expect the British to adhere to these in the future?

    Barnier: We will have to talk about that. But I’m not too worried about it. Anyone who knows the British knows that they are further along in the fight against climate change than many EU member states. If we are now going to become more ambitious in the EU, too, then we can complement each other well. Modern trade should be more sustainable. I am certain that the British want a trade agreement that delivers quality – in terms of the environment but also in terms of social policies and state aid.

    DER SPIEGEL: Listening to you, Mr. Barnier, we have the impression that the EU is at times looking anxiously at Britain and what could emerge after Brexit. Does the world’s largest trading bloc really need to fear a “Singapore on Thames,” or would it be better for the EU to confidently accept the new competitor and become a little more dynamic itself?

    Barnier: We’re not afraid, but we’re also not naive. When it comes to the integrity of the single market, there can be no compromises. The single market is and will remain the most important shared asset of the 27 EU member states for the foreseeable future. The internal market is the main reason Donald Trump respects us. The internal market is the reason Chinese President Xi Jinping takes the EU seriously – and, so far at least, not our foreign or defense policy.

    DER SPIEGEL: Mutual trust is particularly important for the success of negotiations. How are things between you and Boris Johnson? How do you get along with someone who, like Donald Trump, acts like a schoolyard bully?

    Barnier: We are both politicians. That is the basis on which we understand and respect each other. I admire the stock of energy he can draw on in negotiations. Johnson is very clever, but he also knows that I’ve been in this business for a long time and that I’m not going to allow myself to be fooled.

    DER SPIEGEL: But there are already signs that the British government is trying to do just that. The word in London is that Prime Minister Johnson is reviewing alternatives to controls on the Irish Sea, which are to apply to British goods imported into Northern Ireland and to which the British committed themselves a few months ago in Brussels.

    Barnier: If we want to conclude an agreement on our future relationship, we need trust and respect right from the very beginning. That’s not something that should be underestimated. In Ireland, it’s not only a question of controls on certain goods or animals, which already existed in part before Brexit. There’s much more at stake there. It’s about peace and stability on the island of Ireland. And that is the joint responsibility of the EU and the British and Irish governments.

    DER SPIEGEL: Johnson wants to show his voters that Brexit will be a success without much effort. Doesn’t the EU need to prove the opposite and ensure that Brexit is not successful in order to deter populists who are also dreaming of leaving the EU?

    Barnier: No. I am familiar with this argument, but I will never approach these negotiations in this way.

    DER SPIEGEL: But what if the British economy, potentially fueled by economic stimulus packages modeled on those introduced by Trump in the U.S., grows more strongly than the eurozone in the future? Wouldn’t that put wind in the sails for all those who want to emulate the Brits?

    Barnier: I don’t think so. I’m keeping my fingers crossed for the United Kingdom’s future. You don’t undermine right-wing populists in the EU by preventing the Brits from enjoying any success – you do so by learning the right lessons from Brexit. And there are answers.

    DER SPIEGEL: Please explain for us: Why did 52 percent of the British vote against staying in the EU?

    Barnier: Specific British reasons certainly played a role here. But there was also a mood that you can sense in a similar way in many EU countries. The people don’t feel sufficiently protected. In some regions, they have no prospects. They get angry. Think of the yellow vests in France. I also believe the British, unlike the Germans, made a mistake 30 years ago when they largely wrote off traditional industries and instead focused entirely on the service industries. Things can’t work without industry.

    DER SPIEGEL: At times, it seems to us as though there is a bit of bitterness in your voice when you talk about Britain leaving. How did you feel when Brexit actually did happen at the end of January?

    Barnier: For me, I felt hurt personally. The first vote I ever cast in an election was one in favor of Britain joining the European Community. There was a referendum on this in France in 1972. I campaigned for Britain’s accession – and I never regretted it.

  2. মাসুদ করিম - ৬ মার্চ ২০২০ (৫:৪০ অপরাহ্ণ)

    ইতি ক্যাপ্টেন মাশরাফি

    অধিনায়কের বিদায় উপলক্ষে বিয়েবাড়ির সাজে সাজানো হয়নি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। বেলুন, পায়রা ওড়ানো হবে কিনা, বলেনি কেউ। নাই বা থাকল জমকালো আয়োজন; তবুও যে বাজে বিদায়ের সুর। বিদায়, অধিনায়ক মাশরাফির বিদায়। কত আলোচনা, কত কথা দেশজুড়ে তার বিদায় নিয়ে। খেলা তিনি ছাড়ছেন না ঠিকই, ছেড়ে দিলেন নেতৃত্ব। মানপত্র হবে কি পাঠ? জানে না তো কেউ। তবুও তো আবেগ খেলে যায় সতীর্থদের হৃদয়ে। এই ভেন্যুতে ড্রেসিংরুমের ব্যালকনিতে অধিনায়ক মাশরাফির কোনো ছবি ঠাঁই পাক বা নাই পাক, তামিম-মুশফিকরা বুকে ধরে রাখবেন নড়াইল এক্সপ্রেসকে। গতকাল দুপুরে মাশরাফি যখন অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিচ্ছিলেন, তখন পুরো দলই ব্যস্ত ছিল কঠোর অনুশীলনে। নড়াইল এক্সপ্রেসের দীর্ঘপথ চলার সঙ্গীদের প্রতিক্রিয়া জানতে তাই অপেক্ষা করতে হলো বিকেলে ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল পর্যন্ত। সেখানেই মিঠুনরা বললেন, অধিনায়ককে মিস করবেন তারা।

    বর্তমান দলে থাকা ক্রিকেটারদের মধ্যে মাশরাফির সবচেয়ে পুরোনো সঙ্গী মুশফিকুর রহিম। ২০১৪ সালে তার কাছ থেকেই নেতৃত্ব কেড়ে নিয়ে দেওয়া হয়েছিল মাশরাফিকে। ভালো করার পরও নেতৃত্ব থেকে বাদ পড়ার আক্ষেপ মুশফিকের কোনো দিনই হয়তো ঘোচার নয়। তবে ভাবার কোনোই কারণ নেই, মাশরাফির প্রতি আক্রোশ পুষে রেখেছেন তিনি। বরং গতকাল বিশাল হৃদয়ের পরিচয় দিয়ে অধিনায়ককে প্রশংসায় ভাসালেন মুশফিক, ‘মাশরাফি ভাইয়ের বিকল্প কখনও আসবে না। তিনি শুধু আমাদের জন্য বড় ভাই-ই নন, আমাদের একাংশ। তিনি অধিনায়ক হওয়ার পর আমাদের দল আমূল বদলে দিয়েছেন। মাঠের ভেতরই শুধু নয়, মাঠের বাইেরও। অবশ্যই অনেক মিস করব উনাকে।’ অধিনায়ক হিসেবে না পেলেও খেলোয়াড় মাশরাফিকে আরও কিছুদিন দলে দেখতে চান উইকেটরক্ষক এ ব্যাটসম্যান, ‘আশা করব, উনি যতদিন পারেন খেলা চালিয়ে যাবেন। উনার নেতৃত্বে খেলা বা উনার সঙ্গে খেলার অন্যরকম মেজাজ আছে। আশা করি বাংলাদেশে ভবিষ্যতেও অনেক কিছু দিতে পারবেন তিনি।’

    জাতীয় দলের আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ। বয়সে মাশরাফির চেয়ে বছর দুই ছোট তিনি। নেতার বিদয়ে আবেগীও, ‘মাশরাফি ভাই যতদিন অধিনায়ক ছিলেন, ভাই, বন্ধু বা অধিনায়ক যা-ই বলেন, আমি পুরো সময়টা খুব উপভোগ করেছি। আজ প্রায় ছয় বছর হলো উনি অধিনায়কত্ব করেছেন। নেতৃত্বে অনেক সাফল্যও পেয়েছেন তিনি।’ নড়াইল এক্সপ্রেসের সুন্দর ভবিষ্যৎও কামনা করেন মাহমুদুল্লাহ।

    বয়সে বেশ ছোট হলেও তামিম ইকবালের সঙ্গে অধিনায়কের সখ্য ছিল বেশ। জীবনের সব বড় কাজেই ক্রিকেট মাঠের এই অগ্রজের পরামর্শ ও আশীর্বাদ ছিল। তিনিও নেতার বিদায়ে আবেগী হলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য উনি যা করেছেন তা কোনো ক্রিকেটার, ক্রিকেট বোর্ড, বাংলাদেশের ক্রিকেটের সমর্থক কারও কোনোদিন ভোলা উচিত নয়। আমাদের সবার মনের ভেতর থাকা উচিত। ২০১৫ সালে আমরা একটি জায়গায় ছিলাম, ২০১৯ সালে একটা অবস্থা এসেছি উনার হাত ধরেই। ওয়ানডেতে বিশেষ করে গোটা ক্রিকেটবিশ্ব আমাদের এখন যেভাবে মূল্যায়ন করে, এটা উনার জন্যই সম্ভব হয়েছে। আমার পক্ষ থেকে উনাকে শুভকামনা জানাই।’

    তরুণ লিটন কুমার দাস বলছেন মিস করবেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে সেরা অধিনায়ক তিনি। ক্রিকেটারদের যেভাবে সমর্থন করে গেছেন, এটা বলার মতো নয়। বিশেষ করে জুনিয়র ক্রিকেটোরদের। আমার যখন অভিষেক হয়, উনার নেতৃত্বে খেলেছি। আমার জন্য সেটি বড় পাওয়া।’ নেতার বিদায়ে বিমর্ষ মুস্তাফিজ, ‘জানার পর থেকেই মন খারাপ। কোনো ব্যাখ্যা নেই আমার কাছে। আমাকে তিনিই নিয়ে এসেছিলেন দলে।’

    মিঠুন যেমন বললেন, ‘বড় ভাই হিসেবে তিনি অসাধারণ। তিনি বুদ্ধি দিয়ে হোক, নিজে চেষ্টা করে হোক, সবসময় যে কোনো সমস্যা সমাধানের চেষ্টা করেছেন। আমি কিছুক্ষণ আগেই শুনেছি, উনি আর অধিনায়কত্ব করছেন না।’ তাইজুল বলছেন, ‘বাংলাদেশের প্রত্যেক খেলোয়াড়ের জন্যই মাশরাফি ভাইয়ের প্রভাব খুব গুরুত্বপূর্ণ।’ আল-আমিন জানান, মাশরাফি কখনও বাইরের জিনিসগুলো সতীর্থদের বুঝতেই দেননি। মেহেদী হাসান মিরাজ জানালেন, নড়াইল এক্সপ্রেসের সঙ্গে খেলতে পারাই সৌভাগ্য তার।

  3. মাসুদ করিম - ১৪ মার্চ ২০২০ (১২:১৬ অপরাহ্ণ)

    Potential treatments to defeat novel coronavirus

    China has released the seventh version of the diagnosis and treatment guideline on the novel coronavirus disease (COVID-19). Here are some drugs and therapies that have been recommended by the guideline, and some drugs that have been found to have the potential to defeat the virus and have entered clinical trials.

    — CHLOROQUINE PHOSPHATE

    Chloroquine Phosphate, a widely used anti-malaria and autoimmune disease drug, has been used for more than 70 years.

    The drug has been used in treating 285 critically ill COVID-19 patients in a hospital in Wuhan, and no obvious adverse reactions have been found so far.

    In the latest version of the treatment guideline, Chloroquine Phosphate is recommended for COVID-19 patients from 18 to 65. The amount for patients over 50 kg is 500 mg per dose twice a day for seven days.

    The guideline also noted that patients should take less than three antiviral drugs.

    — TOCILIZUMAB

    Tocilizumab, with the common brand name Actemra, is an injectable synthetic protein that blocks the effects of IL-6 in patients with rheumatoid arthritis. IL-6 is a protein that the body produces when there is inflammation.

    The latest version of the guideline suggests the use of Tocilizumab in patients with an increasing level of IL-6 and with extensive lesions in both lungs or severe symptoms.

    Chinese researchers have found that a cause of death for severe and critically ill patients infected with the novel coronavirus is cytokine storm, an overreaction of the immune system. These patients are found with a higher level of IL-6 in their blood.

    Last month, the increasing level of IL-6 was recommended as a warning sign that the patient’s situation could possibly deteriorate.

    Currently, the drug is under clinical trials in 14 hospitals in Wuhan and a total of 272 severe patients had been treated with Tocilizumab as of March 5.

    — CONVALESCENT PLASMA

    Convalescent plasma, processed from the plasma collected from recovered COVID-19 patients, contains a large number of protective antibodies.

    As of Feb. 28, 245 COVID-19 patients have received the therapy and 91 cases have shown improvement in clinical indicators and symptoms.

    According to health authorities, plasma therapy has proved safe and effective.

    — TCM

    Traditional Chinese medicine (TCM) has been proven effective in treating COVID-19 patients.

    With TCM treatment, patients with mild symptoms have seen their fever or cough alleviated, according to medical experts. For severely ill patients, TCM helped relieve symptoms and restore blood oxygen saturation, preventing the patients’ conditions from developing into critically ill cases.

    TCM decoction Qingfei Paidu Soup has been recommended to medical institutions nationwide on Feb. 6 after data analysis on 214 cases.

    As of Feb. 29, the decoction is used in 66 designated hospitals in 10 provincial-level regions in China.

    — ANTIVIRAL DRUGS UNDER TRIAL

    Favipiravir, an influenza drug available on overseas markets, has been put in a parallel controlled study in Shenzhen, Guangdong Province, with 80 patients enlisted.

    The initial outcome of the trial shows the drug has relatively obvious efficacy and low adverse reactions. Experts have suggested expanding the trial to further observe and study its effect.

    Remdesivir, developed against Ebola infections by American pharmaceutical company Gilead Sciences, has shown fairly good antiviral activity against the novel coronavirus at the cellular level.

    Cao Bin, a respiratory expert who is leading the Remdesivir program, said on Wednesday that two trials for Remdesivir are going on smoothly and China will share the data with the international community after the program is completed.

    — STEM CELL TRIAL

    Clinical studies on stem cell therapy, which can inhibit the overreaction of the body’s immune system, have also been carried out to treat severe patients.

    As of Feb. 21, four patients who have received the therapy have been discharged from hospital, and the trial is expected to be further expanded.

    Currently, three kinds of stem cells – mesenchymal, lung and embryonic stem cells – are used in treatments. Researchers usually inject stem cell products into the lungs.

    Meanwhile, the Chinese Academy of Sciences has developed a new stem cell drug, CAStem, which has shown promising results in animal experiments. The research team has applied for urgent assessment by the National Medical Products Administration. Approvals by the ethics committee, and clinical observation and evaluation are in progress.

    Several research and trials on applying stem cells to treat COVID-19 patients have been carried out in the country.

  4. মাসুদ করিম - ১৯ মার্চ ২০২০ (১২:১১ অপরাহ্ণ)

    Cuba’s Contribution to Combating COVID-19

    COVID-19 surged in the Chinese city of Wuhan in late December 2019, and by January 2020 it had hit Hubei province like a tidal wave, swirling over China and rippling out overseas. The Chinese state rolled into action to combat the spread and to care for those infected. Among the thirty medicines the Chinese National Health Commission selected to fight the virus was a Cuban anti-viral drug, Interferon Alpha 2b. This drug has been produced in China since 2003, by the enterprise ChangHeber, a Cuban-Chinese joint venture.

    Cuban Interferon Alpha 2b has proven effective for viruses with characteristics similar to those of COVID-19. Cuban biotech specialist Dr. Luis Herrera Martinez explained, “its use prevents aggravation and complications in patients, reaching that stage that ultimately can result in death.” Cuba first developed and used interferons to arrest a deadly outbreak of the dengue virus in 1981, and the experience catalyzed the development of the island’s now world-leading biotech industry.

    The world’s first biotechnology enterprise, Genetech, was founded in San Francisco in 1976, followed by AMGen in Los Angeles in 1980. One year later, the Biological Front, a professional interdisciplinary forum, was set up to develop the industry in Cuba. While most developing countries had little access to the new technologies (recombinant DNA, human gene therapy, biosafety), Cuban biotechnology expanded and took on an increasingly strategic role in both the public health sector and the national economic development plan. It did so despite the US blockade obstructing access to technologies, equipment, materials, finance, and even knowledge exchange. Driven by public health demand, it has been characterized by the fast track from research and innovation to trials and application, as the story of Cuban interferon shows.

    Interferons are “signaling” proteins produced and released by cells in response to infections that alert nearby cells to heighten their anti-viral defenses. They were first identified in 1957 by Jean Lindenmann and Aleck Isaacs in London. In the 1960s Ion Gresser, a US researcher in Paris, showed that interferons stimulate lymphocytes that attack tumors in mice. In the 1970s, US oncologist Randolph Clark Lee took up this research.

    Catching the tail end of US President Carter’s improved relations with Cuba, Dr. Clark Lee visited Cuba, met with Fidel Castro, and convinced him that interferon was the wonder drug. Shortly afterwards, a Cuban doctor and a hematologist spent time in Dr. Clark Lee’s laboratory, returning with the latest research about interferon and more contacts. In March 1981, six Cubans spent twelve days in Finland with the Finnish doctor Kari Cantell, who in the 1970s had isolated interferon from human cells and had shared the breakthrough by declining to patent the procedure. The Cubans learned to produce large quantities of interferon.

    Within forty-five days of returning to the island, they had produced their first Cuban batch of interferon, the quality of which was confirmed by Cantell’s laboratory in Finland. Just in time, it turned out. Weeks later Cuba was struck by an epidemic of dengue, a disease transmitted by mosquitos. It was the first time this particularly virulent strand, which can trigger life-threatening dengue hemorrhagic fever, had appeared in the Americas. The epidemic affected 340,000 Cubans with 11,000 new cases diagnosed every day at its peak. 180 people died, including 101 children. The Cubans suspected the CIA of releasing the virus. The US State Department denied it, although a recent Cuban investigation claims to provide evidence that the epidemic was introduced from the US.

    Cuba’s Ministry of Public Health authorized the use of Cuban interferon to halt the dengue outbreak. It was done at great speed. Mortality declined. In their historical account, Cuban medical scientists Caballero Torres and Lopez Matilla wrote, “It was the most extensive prevention and therapy event with interferon carried out in the world. Cuba began to hold regular symposia, which quickly drew international attention.” The first international event in 1983 was prestigious; Cantell gave the keynote speech and Clark attended with Albert Bruce Sabin, the Polish American scientist who developed the oral polio vaccine.

    Convinced about the contribution and strategic importance of innovative medical science, the Cuban government set up the Biological Front in 1981 to develop the sector. Cuban scientists went abroad to study, many in Western countries. Their research took on more innovative paths, as they experimented with cloning interferon. By the time Cantell returned to Cuba in 1986, the Cubans had developed the recombinant human Interferon Alfa 2b, which has benefited thousands of Cubans since then. With significant state investment, Cuba’s showpiece Center for Genetic Engineering and Biotechnology (CIGB) was opened in 1986. By then Cuba was submerged in another health crisis, a serious outbreak of Meningitis B, which further spurred Cuba’s biotechnology sector.

    In 1976, Cuba was struck by Meningitis B and C outbreaks. Since 1916 only a few isolated cases had been seen on the island. Internationally, vaccines existed for Meningitis A and C, but not for B. Cuban health authorities secured a vaccine from a French pharmaceutical company to immunize the population against type C Meningitis. However, in the following years, cases of type B Meningitis began to rise. A team of specialists from different medical science centers was established, led by a woman biochemist, Concepción Campa, to work intensively on finding a vaccine.

    By 1984 Meningitis B had become the main health problem in Cuba. After six years of intense work, Campa’s team produced the world’s first successful Meningitis B vaccine in 1988. A member of Campa’s team, Dr. Gustavo Sierra, recalled their joy: “this was the moment when we could say it works, and it works in the worst conditions, under pressure of an epidemic and among people of the most vulnerable age.” During 1989 and 1990, three million Cubans, those most at risk, were vaccinated. Subsequently, 250,000 young people were vaccinated with the VA-MENGOC-BC vaccine, a combined Meningitis B and C vaccination. It recorded 95% efficacy overall, with 97% in the high-risk three months to six years age group. Cuba’s Meningitis B vaccine was awarded a UN Gold Medal for global innovation. This was Cuba’s meningitis miracle.

    “I tell colleagues that one can work thirty years, fourteen hours a day just to enjoy that graph for ten minutes,” Agustin Lage, Director of the Center for Molecular Immunology (CIM), told me, referring to an illustration of the rise and sudden fall of Meningitis B cases in Cuba. “Biotechnology started for this. But then the possibilities of developing an export industry opened up, and today, Cuban biotechnology exports to fifty countries.”

    Since its first application to combat dengue fever, Cuba’s interferon has shown its efficacy and safety in the therapy of viral diseases including Hepatitis B and C, shingles, HIV-AIDS, and dengue. Because it interferes with viral multiplication within cells, it has also been used in the treatment of different types of carcinomas. Time will tell if Interferon Alfa 2b proves to be the wonder drug as far as COVID-19 goes.

  5. মাসুদ করিম - ১৯ মার্চ ২০২০ (১২:৫২ অপরাহ্ণ)

    নাটেশ্বরে এবার পিরামিড আকৃতির নান্দনিক স্তূপ

    মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীর নাটেশ্বর বৌদ্ধ নগরী আবিস্কারের পর এবার আবিস্কৃত হয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ পিরামিড আকৃতির নান্দনিক স্তূপ। ২০১৯-২০২০ অর্থবছরে প্রত্নতাত্ত্বিক খননে আবিস্কৃত হলো এটি। এতে স্থাপত্যটির অনেক রূপ ফুটে উঠেছে। তার মধ্যে মেদির দেয়াল ৬৪ সেন্টিমিটার উঁচু ও প্রশস্ত প্রায় তিন মিটার। অন্য অংশে তিন মিটার পর্যন্ত টিকে আছে কোনো কোনো জায়গায়। দেয়ালের বহিঃপার্শ্বে চারটি প্যানেলে বিভক্ত মনোরম নকশা তৈরি করা হয়েছে। কেন্দ্রের অংশটি মাটি দিয়ে ভরাট করা। ফলে নিরেট আকার ধারণ করেছে স্তূপটি। দুই বছর আগে নাটেশ্বরের এ স্থাপত্যটির উত্তর ও পূর্ব বাহুর অংশবিশেষ উন্মোচিত হয়েছিল।

    গতকাল বুধবার বিকেলে টঙ্গিবাড়ীর নাটেশ্বর গ্রামে আবিস্কৃত দেড় হাজার বছরের প্রাচীন বৌদ্ধ নগরীর স্থানে আয়োজিত সংবাদ সম্মেলনে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ড. নূহ-উল-আলম লেনিন এসব তথ্য উল্লেখ করে আরও জানান, ২০১২ থেকে ২০১৫ সালের চলমান সময়ের মধ্যে নাটেশ্বর গ্রামের খননের মাধ্যমে বেরিয়ে আসে বৌদ্ধ মন্দির, অষ্টকোনাকৃতি স্তূপ, ইট নির্মিত নালা, রাস্তাসহ বিভিন্ন স্থাপনা। খননকাজ অব্যাহত রাখায় ২০১৯-২০২০ অর্থবছরে আবিস্কৃত হয়েছে দেশের সর্ববৃহৎ দুষ্প্রাপ্য পিরামিড আকৃতির নান্দনিক স্তূপের ৪৪ মিটার দীর্ঘ দক্ষিণ বাহু। এটির সময়কাল জানতে আমেরিকার বেটা অ্যানালাইটিক ইন্‌ক ল্যাব থেকে কার্বন-১৪ তারিখ নির্ণয় করা হয়েছে ৭৮০-৯৫০ খ্রিস্টাব্দ।

    খননকাজের তত্ত্বাবধানে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহ সুফি মোস্তাফিজুর রহমান বলেন, ‘বৌদ্ধ ধর্মে স্তূপ একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য। স্তূপ মূখ্যত সমাধি। তবে এটি বৌদ্ধ ধর্ম, দর্শন ও সংস্কৃতিকেও প্রতিনিধিত্ব করে। এই স্থাপত্যের মাধ্যমে গৌতম বুদ্ধ ও তার প্রবর্তিত বৌদ্ধ ধর্মকে প্রতীকায়ন হিসেবে উপস্থাপিত করা হয়। স্তূপটি ব্যতিক্রমী, পিরামিড আকৃতির। এই আকৃতি নিজে একটি তাৎপর্য বহন করে এবং বাংলাদেশে এই প্রথম। পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের জন্মভূমি বিক্রমপুরে প্রায় ১২০০ বছর আগের স্তূপ আবিস্কার অত্যন্ত তাৎপর্যপূণ ঘটনা। বিশালত্বের দিক থেকে এটি সাঁচী, ভারহুত, অমরাবতী, সারনাথসহ পৃথিবী বিখ্যাত মহাস্তূপগুলোর সঙ্গে তুলনীয়। যার সময়কাল বিবেচনায় এটি পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের (৯৮২-১০৫৪ খ্রিষ্টাব্দ) পূর্বের কীর্তি।’

    অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ড. নূহ-উল-আলম লেনিন জানান, অতীশ দীপংকর শ্রীজ্ঞানের জন্মের আগেই বিক্রমপুরে সমৃদ্ধ একটি বৌদ্ধ সভ্যতা ও সংস্কৃতি বিকশিত ছিল; সেই উঁচুমানের সভ্যতায় বিশ্ববরেণ্য পণ্ডিত অতীশ দীপংকর শ্রীজ্ঞানের জন্ম ও বেড়ে ওঠা। সে কারণে হাজার বছর আগে পণ্ডিত অতীশ দীপংকর শ্রীজ্ঞানের জ্ঞানগরিমায় অভিভূত হয়ে তিব্বতের বৌদ্ধ ধর্ম রক্ষার জন্য তাকে আমন্ত্রণ জানান চীনের রাজা। তিনি চীনে এখনও পূজনীয়। বৌদ্ধ ধর্ম রক্ষা ছাড়াও তিনি কৃষিপ্রযুক্তি ও ওষুধ প্রযুক্তি নিয়ে চীনে গিয়েছিলেন। এখনও চীন সরকার এবং জনগণ পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করে। তার জীবনীগ্রন্থে উল্লেখিত নগর ও অট্টালিকার সঙ্গে নাটেশ্বরে আবিস্কৃত বিশাল আকৃতির স্তূপের মিল পাওয়া যায়। বেশির ভাগ তিব্বতীয় ঐতিহাসিক সাক্ষ্য অনুসারে অতীশ দীপঙ্কর প্রাচীন পূর্ব ভারতের ঝাহরের (তধযড়ৎ) এক রাজকীয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। সেই নগরে হাজার হাজার ভবন রয়েছে। নগরের প্রাসাদটি সোনার অলংকরণে সাজানো। বর্তমানের প্রত্নতাত্ত্বিক জরিপ এবং খনন এখনও সমাপ্ত হয়নি, কিন্তু এরই মধ্যে যে সব প্রত্নবস্তুু আবিস্কৃত হয়েছে তা বিভিন্ন তাম্রলিপিতে বিক্রমপুর নামে যে রাজধানী নগরের উল্লেখ পাওয়া যায়, তারই প্রমাণ দিচ্ছে।

    খননকাজ তত্ত্বাবধানে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহ সুফি মোস্তাফিজুর রহমান জানান. অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে ২০১১ সাল থেকে প্রাচীন নিদর্শন ও প্রত্নতাত্ত্বিক সম্পদ উদ্ধারে প্রত্নতত্ত্ব জরিপ ও খননকাজ শুরু হয়। এতে সদরের রামপাল ইউপির রঘুরামপুর গ্রামে আবিস্কত হয় হাজার বছরের বৌদ্ধবিহার ও টঙ্গিবাড়ীর নাটেশ্বরে বৌদ্ধমন্দির এবং রামপাল ইউপির বল্লালবাড়ী এলাকায় আবিস্কৃত হয় সেন বংশের রাজবাড়ি। এ ছাড়া বৌদ্ধবিহার আবিস্কার হওয়ার পর আশপাশ এলাকায় খননকাজ চলাকালে টঙ্গিবাড়ীর নাটেশ্বর গ্রামে আবিস্কৃত হয় দেড় হাজার বছরের প্রাচীন বৌদ্ধ নগরী। ২০১২ থেকে ২০১৫ সালের চলমান সময়ের মধ্যে নাটেশ্বর গ্রামের খননের মাধ্যমে বেরিয়ে আসে বৌদ্ধমন্দির, অষ্টকোনাকৃতি স্তূপ, ইট নির্মিত নালা, রাস্তাসহ বিভিন্ন স্থাপনা। এ খননে দেড় হাজার বছরের বৌদ্ধযুগের প্রাচীন নগরের নিদর্শন আবিস্কৃত হয়। আর ২০১৯-২০২০ অর্থবছরে আবিস্কৃত হলো বাংলাদেশের সর্ববৃহৎ দুষ্প্রাপ্য পিরামিড আকৃতির নান্দনিক স্তূপের ৪৪ মিটার দীর্ঘ দক্ষিণ বাহু।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিক্রমপুর জাদুঘরের কিউরেটর অধ্যাপক মো. শাহজাহান মিয়া, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী পরিচালক আবির-বিন-কায়সার, গবেষণা সহযোগী মামুন দেওয়ান, ড. মাহবুবুল আলম, মো. আওলাদ হোসেন প্রমুখ।

  6. মাসুদ করিম - ২৪ মার্চ ২০২০ (৩:৪৪ অপরাহ্ণ)

    বাংলাদেশে করোনাভাইরাস – আপনার, আমার, আর সরকারের করণীয়

    কেন এই লেখা?

    বৈশ্বিক মহামারী কোভিড-১৯-এর ভয়াল থাবার দ্বারপ্রান্তে বাংলাদেশ। রাজনৈতিক, সামাজিক, পারিবারিক, ধর্মীয় নানান ক্ষেত্রে এ নিয়ে নানান মতামতের ছড়াছড়ি চোখে পড়ছে আমাদের; যার কিছু একেবারেই অদরকারি, কিছু সত্যিকার অর্থেই দরকারি। এই বৈশ্বিক মহামারীর সামনে দাঁড়িয়ে করণীয় কার্যাবলি যে শুধু একমুখী হবে না সেটাই স্বাভাবিক। নানামুখী তৎপরতা যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন বহুপাক্ষিক সমন্বয়। এজন্য বিভিন্ন উদ্বেগ থেকে বিভিন্ন মতামত প্রকাশিত হচ্ছে নানান মাধ্যমে। আমাদের মনে হয়েছে এই মতামতগুলোর সমন্বয় একান্ত প্রয়োজন। এজন্যই আমরা কয়েকজন স্বাস্থ্যসেবা গবেষক, গণস্বাস্থ্য গবেষক, চিকিৎসা কর্মী, আইনজ্ঞ, প্রকৌশলী প্রমুখের সমন্বয়ে চেষ্টা করেছি এইসব মতামত এবং সেগুলোর অন্তর্গত দাবিগুলোকে এক জায়গায় সংকলিত করতে। মোটাদাগে এই পরামর্শ ও দাবিগুলোকে সরকারের করণীয়, স্বাস্থ্যখাতের করণীয় এবং ব্যক্তিপর্যায়ে করণীয় – এই তিন অংশে সংকলন করা হয়েছে। সে কারণেই লেখা আকারে বড়। পুরোটা পড়তে না চাইলে এই তিন অংশের যে অংশের প্রতিনিধি বলে নিজেকে মনে করেন কেবল সে অংশটুকু পড়ে নিতে পারেন।

    যে যুদ্ধকৌশল না জানলেই নয়

    আচরণ বিজ্ঞানে (behavioral sciences) বলা হয়, মানুষের ব্যবহার, আচার আচরণ ইত্যাদি বদলানো সবচেয়ে কঠিন। এই কাজে যেমন লাগে ধৈর্য, তেমনই প্রয়োজন সময়ের। জনস্বাস্থ্য গবেষণায় আমরা সেটার চাক্ষুষ প্রমাণ পেয়েছি। তবে, সবচাইতে কঠিন হলেও, আমরা দেখেছি আচরণগত পরিবর্তন আনতে পারলে একটি ইন্টারভেনশন সবচাইতে বেশি কার্যকর ও টেকসই হয়, কারণ সেই পরিবর্তনগুলো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যায়। দুঃখের বিষয়, প্যান্ডেমিক বা বৈশ্বিক মহামারীর ঠিক মধ্যখানে বসে আমরা এমন কোনো কাজের কথা ভাবতে পারি না, যার ফল পেতে অনেক সময়ের প্রয়োজন। হাতে সময় নেই। আমরা যা-ই করি না কেন সেটাকে এমন কিছু হতে হবে যা এক্ষুণি বাস্তবায়ন করা সম্ভব।

    অতএব, বিচক্ষণতার সঙ্গে নীতি নির্ধারণ করতে হবে। যেমন, দাবি উঠেছিল – সকল শিক্ষাপ্রতিষ্ঠান অনতিবিলম্বে বন্ধ ঘোষণা করতে হবে। সেই দাবি ওঠার চার দিনের মাথায় সরকার সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। সাধুবাদ সরকারকে – দেরিতে হলেও এই প্রয়োজনীয় পদক্ষেপটি নেওয়ার জন্য। দেরি বলছি এই কারণে যে, এই ভাইরাসের আগমন, বিস্তার, CFR (case fatality ratio বা এই রোগে মৃত্যুর হার)[1], ও অন্যান্য দেশে মহামারীর চিত্র থেকে আমরা যতদূর জানতে পেরেছি, সেটা থেকে আগেভাগেই আমাদের বোঝা দরকার ছিল – স্কুল/কলেজ তথা সকল শিক্ষাপ্রতিষ্ঠান থেকে খুব সহজেই এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে যেতে পারে। এর মূল কারণ এই নয় যে, কম বয়সীরা বেশি ঝুঁকিতে আছে। মূল কারণটি হলো – স্কুল/কলেজে জনসমাগম হয়। তাদের যে কেউ এই ভাইরাস বয়ে বেড়াতে পারে, ছড়াতে পারে, এবং শেষমেষ যারা ঝুঁকিতে আছে তাদের ঝুঁকি বাড়াতে পারে এবং মৃত্যুর কারণ হতে পারে। এই ধারায় প্রকৃতপক্ষে কম বয়সী ছেলেমেয়েরা বেশ বড় একটা পদক্ষেপ নিতে পারে – বিশেষ করে সংক্রমণের যে চক্র তা ভাঙার ক্ষেত্রে।

    মনে রাখা প্রয়োজন – যারা সংক্রমিত হবে তাদের অন্ততপক্ষে ২% থেকে ৪%-কে আমরা হারাব[2]। (এই রোগে মৃত্যুর হার যে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনই বলা যাচ্ছে না। এটা অনেকখানি নির্ভর করবে, কোন দেশের স্বাস্থ্য ব্যবস্থা করোনা মোকাবেলায় কতখানি প্রস্তুত তার ওপর। যদি প্রস্তুত থাকে তবে মৃত্যুর হার ১%-এর নীচে থাকতে পারে, আবার যদি প্রস্তুত না থাকে, অতিরিক্ত রুগীর চাপে বা স্বাস্থ্য ব্যবস্থাপনায় স্বাস্থ্যকর্মী ও আনুষঙ্গিক সরঞ্জামাদির অপ্রতুলতার কারণে ভারাক্রান্ত থাকে, তবে সেটা ৫% বা তারও বেশি হয়ে যেতে পারে।) হ্যাঁ, তার মানে – ১০০ জনে ৪ জন (যদি ৪% ধরা হয়), ২০০ জনে ৮ জন, দুই হাজারে ৮০ জন, দুই লক্ষে ৮ হাজার জন; আর যদি দশ লক্ষ মানুষ (মোট জনসংখ্যার মাত্র ০.৬%) সংক্রমিত হয়, তবে মৃতের সংখ্যা গিয়ে ঠেকবে ৪০ হাজারে! আমাদের দেশ দুনিয়ার বুকে সবচাইতে ঘনবসতিপূর্ণ দেশ। মনে রাখতে হবে ইউরোপীয় দেশগুলো ধারণা করছে এই ভাইরাস তাদের মোট জনসংখ্যার ন্যূনতম ৬০-৭০% মানুষকে আক্রান্ত করবে[3]। তাই আমাদের দেশে ১০ কেন, ২০ কিংবা ৩০ লক্ষ মানুষের মাঝে এই ভাইরাস সংক্রমিত হওয়াটা খুব বিচিত্র কিছু হবে না। ভাবা যায়! দুই থেকে আড়াই লক্ষ মানুষ শেষ হয়ে যাবে এই সংক্রমণ না ঠেকাতে পারার কারণে! বস্তুত, ব্রাক বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের ড. মলয় মৃধার সাম্প্রতিক হিসেব মতে মৃত্যুর এই সংখ্যা এমনকি সাড়ে পাঁচ লক্ষ পর্যন্ত হতে পারে!

    এই পর্যায়ে জানিয়ে রাখা ভালো, উপসর্গের উপর ভিত্তি করে কোভিড-১৯ সংক্রমণের তীব্রতাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কীভাবে সংজ্ঞায়িত করছে। বিভিন্ন খবর, ব্রিফিং, ও প্রজ্ঞাপনে আমরা দেখতে পাচ্ছি mild, severe, and critical-এর মতো কয়েকটি শব্দের ব্যবহার। পাঠকদের সুবিধার্থে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন থেকে আমরা সাধারণভাবে এই শ্রেণিবিন্যাসকে তুলে ধরছি[4]।

    মৃদু (mild): শতকরা ৮০ ভাগ ক্ষেত্রে উপসর্গগুলি মৃদু থাকবে। মৃদু বলতে সাধারণ অর্থে বোঝায় – প্রথমে জ্বর আসবে, যার সাথে কিছু শ্বাসপ্রশ্বাস-জনিত সমস্যা থাকতে পারে। এর সাথে থাকবে শুষ্ক কাশি এবং এই সময়ে শরীরে অল্প ব্যথা অনুভূত হতে পারে। এই সকল ক্ষেত্রে হাসপাতালে যাওয়ার প্রয়োজন পড়বে না, তবে বয়োবৃদ্ধ বা যাদের অন্য কোনো রোগ (যেমন, ডায়াবেটিস) আছে, তাদের ক্ষেত্রে ডাক্তার বা হাসপাতালের শরণাপন্ন হওয়াটা জরুরি।

    তীব্র (severe): শতকরা ১৪ ভাগ ক্ষেত্রে তীব্র উপসর্গ দেখা দেবে। তীব্র উপসর্গ হলো শ্বাসকষ্টের তীব্রতা (প্রতি মিনিটে ৩০ বারের বেশি শ্বাস নিলে ধরে নিতে হবে শ্বাসকষ্ট হচ্ছে)। এই পর্যায়ে রোগীকে অক্সিজেন দেওয়ার প্রয়োজন পড়বে। এই পর্যায়ে একজনের নিউমোনিয়া হয়ে থাকতে পারে, যা অনেকের ক্ষেত্রে (বিশেষ করে যারা সুস্থ, অন্য কোনো অসুখে ভুগছে না এবং কম বয়সী) নিজে থেকেই সেরে যেতে পারে। তবে অসুস্থ ছিলেন বা অন্যান্য অসুস্থতা আছে এমন কারো ক্ষেত্রে সময়ের সাথে সাথে এই উপসসর্গগুলোর অবনতি ঘটতে পারে।

    সংকটজনক (critical): শতকরা ৬ ভাগ ক্ষেত্রে শ্বাসকষ্টের তীব্রতা এমন পর্যায়ে চলে যেতে পারে যার জন্য আইসিইউ বা নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকতে হবে, যেখানে রোগীর কৃত্রিম উপায়ে শ্বাস নেয়ার (Ventilator) ব্যবস্থা থাকবে।

    সংক্রমণের হার ও জীবন নাশের আশঙ্কা মাথায় রেখে আমাদের শক্ত হতেই হবে। জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করতে হবে, তা সেটা যেকোনো ধরনের জনসমাগমই হোক না কেন! আজকাল অনেকেই বলছেন সামাজিক দূরত্বের কথা, কিন্তু সেটা আসলে কী? সহজ করে বললে – এক ব্যক্তি আরেক ব্যক্তি থেকে দূরত্ব (তিন থেকে ছয় ফুট) বজায় রেখে চলবে। কিন্তু সেটা কেমন করে? এর সোজা উত্তর হলো – জনসমাগম এড়িয়ে চলে।

    সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের সাফল্য-ব্যর্থতা ও সরকারের অবশ্যকরণীয়সমূহ

    ১) সামাজিক দূরত্ব বাড়ানোর উদ্দেশ্যে মুজিব শতবর্ষের মূল অনুষ্ঠান বাদ দেয়া হয়েছিল। জনসমাগম এতে এড়ানো গেছে। নিঃসন্দেহে এটা সাধুবাদ পাবার মতো সিদ্ধান্ত। তবে মুজিব শতবর্ষ ‍উদযাপনকে উপলক্ষ করে আতশেবাজি ওড়াবার জন্য হাজার হাজার মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং অন্যত্র একত্রিত হবার সুযোগ দেওয়া হয়েছে, যা অনুষ্ঠান বাদ দেওয়ার উদ্দেশ্যের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এরকম জনসমাগমে প্রবল বেগে কমিউনিটি ট্রান্সমিশন শুরু করিয়ে দেওয়ার জন্য মাত্র একজন অসুস্থ ব্যক্তির উপস্থিতিই যথেষ্ট। আমাদের দাবি – জনসমাগম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে! এই পরিপ্রেক্ষিতে যদিও সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি নির্দেশনা জারি করে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সমাবেশ বন্ধের উদ্যোগ নেয়া হয়েছে[8], আমরা এখানে সেগুলোর বাস্তবায়নের ব্যাপারে আরো কিছু পরামর্শ দিতে চাই।

    ক. স্টেডিয়ামে কোনো খেলা বা কোনো প্রকার কনসার্ট আয়োজন করা উচিত হবে না; এ বছর পহেলা বৈশাখের আয়োজন সীমিত আকারে করাও ঝুঁকিপূর্ণ হবে, তাই বর্ষবরণ ও নববর্ষ উদযাপনের ক্ষেত্রে জনসমাগম রহিত করা সমীচীন হবে। একই কথা প্রযোজ্য নবান্ন ও চৈত্র সংক্রান্তির ক্ষেত্রেও। এক্ষেত্রে সংস্কৃতি মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে সমন্বয়ের ভিত্তিতে দ্রুততার সাথে নীতিমালা প্রণয়ণ করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে।

    খ. বিয়ে বা জন্মদিন বা এ ধরনের বড় কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য অনুমতি দেওয়া অনুচিত হবে। এই মর্মে স্থানীয় প্রশাসনকে ওয়াকিবহাল করতে হবে এবং সুস্পষ্ট নীতিমালা প্রস্তুত করতে হবে।

    গ. যেকোনো প্রকার বৃহৎ ধর্মীয় সমাবেশ (ওয়াজ, জামাতে নামাজ, পুণ্যস্নান ইত্যাদি) পরিস্থিতি পূর্ণ নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত স্থগিত রাখার কথা আমর প্রস্তাব করছি। সম্প্রতি লক্ষ্মীপুরে করোনাভাইরাস উপলক্ষ্যে দোয়া মাহফিলে লক্ষ মানুষের সমাগম হয়েছে[9] – এটা রীতিমতো পাগলামি। দক্ষিণ কোরিয়ায় মাত্র একজন আক্রান্ত ব্যক্তি নিষেধাজ্ঞা না মেনে চার্চে প্রার্থনার উদ্দেশ্য গিয়েছিল। সেখানে দুই দফায় এই রোগী আক্ষরিক অর্থেই হাজারো মানুষকে সংক্রমিত করে। এখন এই রোগী “রোগী ৩১” নামে পরিচিত[10]! মালেশিয়াতেও ধর্মীয় সমাগম থেকেই তাদের মহামারী ছড়িয়েছে[11]। এক্ষেত্রে মালয়েশিয়া ইতিমধ্যেই সকল ধর্মীয় সমাবেশ নিষিদ্ধ করেছে, সৌদি আরব ওমরাহ হজ বাতিলের সাথে সাথে দেশজুড়ে সব মসজিদে জামাতে নামাজ বন্ধ করেছে[12], মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে এমনকি আজানের বাণীকেও পরিবর্তিত করা হয়েছে মুসল্লিদের ঘরে নামাজ আদায়ে উৎসাহী করতে[13]। অন্যান্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রেও একইভাবে জনসমাগম রোধের উদাহরণ রয়েছে। কেন্দ্রীয়ভাবে সরকার এই ধরনের জনসমাগমে বিধিনিষেধ আরোপ না করলে তা আদতে ফলপ্রসূ হবে না বলেই আমরা মনে করি। এসব উদাহরণ এবং ব্যাখ্যা কাজে লাগিয়ে ধর্ম মন্ত্রণালয়’কে তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় জোরালো জনসংযোগ এবং নীতিনির্ধারণ করতে হবে। প্রয়োজনে ইসলামিক ফাউন্ডেশন-সহ অন্যান্য ধর্মীয় সংগঠনগুলোর সাথে সমন্বয় সাধনের দায়িত্বও মন্ত্রণালয়কে নিতে হবে।

    ঘ. রাজনৈতিক মিটিং মিছিলের অনুমতি কোনোভাবেই দেওয়া উচিৎ হবে না। কিছু কিছু এলাকায় ভোট গ্রহণের কথা আছে – সেগুলো সাময়িক স্থগিত করা নিয়ে নির্বাচন কমিশনের গড়িমসি অত্যন্ত দৃষ্টিকটু। আসন্ন ভোটগুলোর জনাকীর্ণ প্রচারণা সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হবে জনকল্যাণকর। এক্ষেত্রে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল, প্রার্থী ও সর্বোপরি নির্বাচন কমিশনকে সমন্বিতভাবে শক্তিশালী ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ইতিপূর্বে সরস্বতী পূজার জন্য নির্বাচনের সময় পরিবর্তনের ক্ষেত্রে এই সমন্বয় আমাদের চোখে পড়েছে। আমরা দেখেছি প্রার্থীরা নিজেরাই এক্ষেত্রে নির্বাচন পেছানোর জন্য আগ্রহ দেখিয়েছিলেন। আমরা বিশ্বাস করি, এখন আমাদের আগের থেকেও অনেক বেশী সমন্বিত কার্যক্রম প্রয়োজন, রাজনৈতিক দৃঢ়তা প্রয়োজন।*

    ২) বর্ডার কন্ট্রোল এবং বিদেশ থেকে আগতদের বাধ্যতামূলক কোয়ারেন্টিন নিয়ে অনেক ধরনের কথা শোনা গেছে। কেউ কেউ আন্দোলন করেছে, এবং সেই মতে অনেককেই নাকি হোম কোয়ারেন্টিনের প্রতিশ্রুতি নিয়ে একদিন পরই ছেড়ে দেয়া হয়েছে। এরপর অনেককেই দেখা গেছে বাসায় না থেকে ঘুরে বেড়াতে, আড্ডা দিতে, বন্ধুবান্ধব পরিবার পরিজনসহ সমুদ্র সৈকতে আনন্দভ্রমণ করতে, এমনকি মহা ধুমধামে বিয়ে সম্পন্ন করে অনুষ্ঠানাদি করতে! এদের শাস্তি প্রাপ্য, এবং সেই শাস্তি বিধানে যে সংক্রামক রোগ আইন, ২০১৮-এর[14] প্রয়োগ ইতিমধ্যেই শুরু হয়েছে তা আশার কথা[15]। তবে, শঙ্কার ব্যাপার হলো, শাস্তি দিয়েই কিন্তু সংক্রমণ আটকানো যাবে না। ক্ষতি যা হবার হয়েই যাবে। অতএব, কোয়ারেন্টিন যে বাধ্যতামূলক, সেটাকে কথায় না রেখে কাজে রূপান্তরিত করতে হবে। এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়কে পরিপূর্ণ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দ্রুততার সাথে নীতি নির্ধারণ করতে হবে। প্রয়োজনে এই সমন্বয়ের ভিত্তিতে স্থলবন্দরে বিজিবি ও নৌবন্দরে কোস্টগার্ডকে বিশেষ প্রশিক্ষণ ও নির্দেশনা প্রদান করতে হবে। সম্প্রতি সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিমানবন্দরে বিদেশফেরতদের সরাসরি কোয়ারেন্টিনে পাঠাবার উদ্যোগটি একটি ভালো উদ্যোগ[16], দেরিতে গৃহীত হলেও।

    ৩) সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে ৩১ মার্চ পর্যন্ত। সাধুবাদ বন্ধ করার জন্য, দেরিতে হলেও। উল্লেখ্য যে কোচিং সেন্টারগুলোও এই বন্ধের আওতায় থাকলেও সেগুলোর তদারকির জন্য স্থানীয় প্রশাসনের তৎপরতা একান্ত প্রয়োজন; তাই সেই সুস্পষ্ট নির্দেশনা তাদের কাছে থাকতে হবে। তবে, এই বন্ধ কেবল ৩১ তারিখ পর্যন্ত কেন? এর কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? নাকি, অনির্দিষ্টকাল বা যতদিন ভাইরাসের সংক্রমণ আয়ত্তে না আসছে, ততদিন পর্যন্ত বন্ধ রাখা দরকার? আমরা মনে করি যদি আগেভাগে আবার স্কুল/কলেজ খুলে যায়, তাহলে আমরা যা অর্জন করবো, তা কিছু বুঝে ওঠার আগেই আবার হারিয়ে ফেলব। এসব ক্ষেত্রে কোনোক্রমেই অযথা তাড়াহুড়ো করা যাবে না এবং শিক্ষা মন্ত্রণালয়কে দৃঢ়তার সাথে এ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। একই সাথে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সুযোগে অনেকেই নানান পর্যটন স্থানে ভ্রমণের পরিকল্পনা করছেন বলে আমরা দেখতে পাচ্ছি। এই প্রবণতা রোধকল্পে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়’এর সুস্পষ্ট নির্দেশনা থাকতে হবে স্থানীয় প্রশাসন বরাবর।

    ৪) করোনাভাইরাস পজেটিভ কোনো রোগীর মৃত্যু হলে, সেই মরদেহ সৎকারের ব্যাপারে কার্যকরী, দৃঢ় কিন্তু মানবিক প্রটোকল থাকাটি অত্যন্ত প্রয়োজন! আমাদের বিশ্বাস ইতিমধ্যেই একটি প্রটোকল বিদ্যমান আছে। তবে মনে রাখতে হবে এক্ষেত্রে একটি সুষম ভারসাম্য রক্ষা অত্যন্ত প্রয়োজনীয় – যাতে করে এধরণের মৃতদেহ থেকে সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে এবং একই সাথে আবার এমন পারিবারিক আবহ তৈরি না হয় যা পরবর্তীতে জনমানসে করোনা সংশ্লিষ্ট উপসর্গ গোপনের কারণ হয়ে দাঁড়ায়। এখানেও জনসমাগম বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করতে হবে।

    ৫) স্বাস্থ্য ও তথ্য মন্ত্রণালয় সামাজিক দূরত্ব নিশ্চিত করে সংক্রমণের হার কমানোর (flattening the curve) ধারণাটির ব্যাপারে সকল মন্ত্রী, তথ্য সম্প্রচার দপ্তর, এবং সকল স্বেচ্ছাসেবীদের মাঝে সচেতনতা ছড়িয়ে দিয়ে সে অনুসারে কাজে উদ্বুদ্ধ করতে হবে।

    ৬) এই লেখাটি লিখতে গিয়ে আমরা সবথেকে বেশি যেটা অনুভব করেছি তা হচ্ছে, প্রতিটি কার্যক্রমের ব্যাপারে আলোচনা করতে গিয়ে আমাদেরকে নির্দিষ্ট করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সরকারি দপ্তরের দায়িত্ব নিয়ে কথা বলতে হচ্ছে। অথচ, দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২’র ২ এর ১১(ই) ধারা অনুসারে উদ্ভুত এই ‘প্যান্ডেমিক’ পরিস্থিতিটি একটি জাতীয় দুর্যোগ হিসেবেও বিবেচিত হবার কথা[17]। এবং এধরণের ক্ষেত্রে একই আইনবলে গঠিত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক গোটা পরিস্থিতির বিশ্লেষণ, ভবিষ্যত পরিকল্পনা প্রণয়ন, প্রয়োজনীয় আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সাধন ইত্যাদি কার্যক্রম পরিচালনা করবার কথা। বাংলাদেশে জলবায়ুগত দূর্যোগ মোকাবেলার ক্ষেত্রে গোটা বিশ্বেই অনুকরণীয়, সুতরাং সরকারি এই অধিদপ্তরের যথেষ্ট অভিজ্ঞতা এবং ব্যবস্থাপনা দক্ষতা আছে বলে আমরা বিশ্বাস করতে চাই। আমরা যদিও এই বৈশ্বিক মহামারী ঘোষিত হবার পর থেকে এখন পর্যন্ত এই কাউন্সিলের কোনো সমন্বিত সভার সংবাদ জানতে পারিনি, কিম্বা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কোনো বিস্তারিত পরিকল্পনার ব্যাপারে জানতে পারিনি, তবুও আমাদের দাবি থাকবে যথাদ্রুত উপরোক্ত পরিকল্পনা ও পরামর্শসমূহকে আমলে নিয়ে এই আইনয়ানুগ সত্তাটি কর্তৃক প্রয়োজনীয় সমন্বয় সাধনের দায়িত্ব গৃহীত হবে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার কাছে দাবি

    করোনা বৈশ্বিক মহামারী – সে কেবল আমাদের দেশের জন্য নয়, বরং বিশ্বের জন্যই এই অমোঘ বার্তা নিয়ে এসেছে যে, সে লক্ষ লক্ষ প্রাণহানি ঘটাতে পারে। দুনিয়ার সকল জনস্বাস্থ্য গবেষকগণ এই মর্মে একমত যে, একটি দেশও রক্ষা পাবে না এই করোনাভাইরাসের মরণছোবল থেকে। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ আমাদের বাংলাদেশ। আমাদের জন্য এর ঝুঁকি অন্য কারো চেয়ে কম তো নয়ই, বরং বেশি। আপনার মতো দেশি ও আন্তর্জাতিক নেতারা যদি এখনই সঠিক ও কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করেন, তাহলে এই লক্ষ লক্ষ মানুষের জীবনের অবসান হবে আপনাদেরই হাতে।

    আমরা বিশ্বাস করি, আপনি সকল নীতিনির্ধারণী বৈঠকেই আছেন, নেপথ্যে কাজ করে যাচ্ছেন। তবে, এই সংক্রমণ মোকাবেলায় প্রয়োজন মনোবল। সেই মনোবল আপনি দিতে পারেন জাতির সামনে এসে। আপনার মুখেই জাতি শুনতে চায় দিক নির্দেশনার কথা। অবকাঠামো নিশ্চিতকরণের সাথে সাথে আত্মবিশ্বাস প্রদান – সেটা জাতি আপনার কাছেই চায়। বৈজ্ঞানিকভাবে সুনির্দিষ্ট এবং আত্মপ্রত্যয়ে বলিষ্ঠ ভূমিকা চাই আমরা আপনার কাছে।

    আমরা জানি, কঠোর সামাজিক দূরত্ব বাস্তবায়ন এবং সুচিকিৎসার ব্যবস্থা করা অর্থনৈতিকভাবে দেশকে অনেক দিনের জন্য ভোগাবে। কিন্তু, লক্ষ প্রাণ বাঁচানোর বিপরীতে এই ত্যাগ জাতি করবে, অবশ্যই করবে – আপনি সেই প্রত্যয় ব্যক্ত করবেন আশা করি এবং সেটাকে কাজেও প্রতিফলিত করবেন। কোনো ধরনের গাফিলতি, গড়িমসি, আর দায়িত্বজ্ঞানহীনতাকে আপনি প্রশ্রয় দেবেন না। আপনার নীতিনির্ধারকদের বলে দিন, বলে দিন মন্ত্রী মেয়রদের, কেউই রক্ষা পাবে না নিজের কাজে অবহেলা করলে। করোনাভাইরাস ধনী গরিব চেনে না, করোনা রাজা প্রজা মানে না।

    প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী, এই ক্রান্তিলগ্নে জাতির উদ্দেশ্যে একটি বিস্তারিত, সুনির্দিষ্ট, ভবিষ্যৎমুখী ও নির্দেশনামূলক বক্তব্য আমরা আপনার কাছ থেকে চাইতেই পারি!

  7. মাসুদ করিম - ২৫ মার্চ ২০২০ (৭:২৯ পূর্বাহ্ণ)

    বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের নীরবে চলে যাওয়া

    বড় খারাপ সময়ে চলে গেলেন বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। আমরা সবাই এখন নিজের জীবন নিয়ে আতঙ্কিত। জীবন বাঁচানোর তাগিদে সকলেই যখন নিজেকে সবকিছু থেকে বিচ্ছিন্ন করে নিয়েছি, অবস্থান করতে হচ্ছে ঘরের ভেতর- সে সময় এই আমাদের সবার শ্রদ্ধার মানুষটি চলে গেলেন। তাঁর মৃত্যু সংবাদ শোনার পর সব থেকে খারাপ লাগে এই ভেবে যে ভিড় এড়ানোর কারণে তাঁর মরদেহের পাশে যেতে পারব না। আর তিনি যে মাপের মানুষ ওই মাপের জানাজা তাঁর হবে না। ইচ্ছে থাকা সত্ত্বেও তাঁর গুণগ্রাহীরা আসতে পারবেন না। সব থেকে বেশি খারাপ লাগল এই ভেবে ১৯৬৯, ’৭০ ও ’৭১ এর প্রতিবাদী বুদ্ধিজীবী হিসেবে যারা আমাদের শহীদ মিনারের রাজপুত্র ছিলেন তাদের অন্যতম বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের মরদেহ আমরা সকলে মিলে কাঁধে করে শহীদ মিনারে নিতে পারলাম না। সঙ্গে সঙ্গে মনে পড়ল গোলাম কুদ্দুসের মুখটি। তাঁর মন হয়তো আমার থেকে আরও খারাপ, কারণ তিনিই তো গত কয়েক বছর ধরে আমাদের অগ্রজ যারা চলে যাচ্ছেন তাঁদের মরদেহে শ্রদ্ধা জানানোর সব বিষয় শহীদ মিনারে আয়োজন করেন।

    অনেকক্ষণ স্তব্ধ হয়ে স্টাডিরুমে বসে রইলাম। মনে পড়তে থাকে তাঁকে ঘিরে অনেক কথা। বিশেষ করে আমরা যেমন বিস্মৃতিপ্রবণ জাতি তেমনি ইনফরমেশনও খুব কম রাখি। আমরা জানি না একাত্তরে মুক্তিযুদ্ধে অবরুদ্ধ ঢাকায় বসে বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর জীবনবাজি রেখে কীভাবে কাজ করেছিলেন। কবি বেগম সুফিয়া কামালের ডায়েরি পড়লে কিছুটা জানা যায় সে সময় বোরহানউদ্দিন খানের ভূমিকা। বিশেষ করে ওই সময় ঢাকায় সব থেকে বড় অপারেশন ছিল ঢাকার বিদ্যুৎকেন্দ্রগুলো নষ্ট করে দেয়া। সমগ্র ঢাকা ব্ল্যাকআউট হয়ে গিয়েছিল।

    মুক্তিযোদ্ধাদের এই সাফল্যের খবর আমরা শরণার্থী শিবিরে বসে ভারতের কাগজে সেদিন পড়েছি। পরবর্তীতে আমাদের সাবেক রাষ্ট্রপতি ও প্রবাসে মুক্তিযুদ্ধের নেতা বিচারপতি আবু সাঈদ চৌধুরীর কাছে শুনেছি, ওই সময় মুক্তিযোদ্ধাদের তরফ থেকে এমন কয়েকটা বড় আক্রমণ আমাদের যুদ্ধের জন্যে প্রয়োজন ছিল। আর তেমনি একটা আক্রমন ছিল ঢাকার বিদ্যুৎকেন্দ্র নষ্ট করে দিয়ে ঢাকাকে ব্ল্যাকআউট করা। যা ঘটেছিল পাকিস্তানি সেনাদের নাকের ডগায়।

    অন্য আরেকটি ঘটনা ছিল কাদের সিদ্দিকীর নেতৃত্বে যমুনা নদীতে অস্ত্রবাহী বার্জ আগুন ধরিয়ে ডুবিয়ে দেয়া। ওই দুটি আক্রমণের খবর বিদেশি পত্র-পত্রিকায় বড় করে ছাপা হওয়ার পরই বিদেশিরা নড়েচড়ে বসে। তারা স্বীকার করে যে বাংলাদেশের ভেতর বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে। তাদের সহযোগিতা করা প্রয়োজন। আর এর ফলে সহজ হয় প্রবাসে বাংলাদেশ সরকারের বিশেষ দূত আবু সাঈদ চৌধুরীর পক্ষে বিভিন্ন দেশের কাছে মুক্তিযোদ্ধাদের জন্য অস্ত্র সাহায্য চাওয়া, আর বিনামূল্যে অস্ত্র না পেলে অন্তত অস্ত্র কেনার পারমিশন পাওয়া।

    আমাদের এই প্রজন্মের অনেকেই জানে না, ঢাকার ওই বিদ্যুৎকেন্দ্র উড়িয়ে দেয়া, ক্যান্টনমেন্টে পানির লাইন উড়িয়ে দেয়ার কাজে সেদিন জীবনের সকল মায়া ত্যাগ করে কে সহযোগিতা করেছিলেন? বিদ্যুৎকেন্দ্রের প্রতিটি স্থাপনার ম্যাপ, সোয়ারেজ লাইনের ম্যাপ সেদিন পাকিস্তানি সেনা প্রহরার ভেতরে বসে জোগাড় করেছিলেন বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। আর তিনিই সেটা পৌঁছে দেন মুজিবনগরে। আর সেই ম্যাপের ওপর ভিত্তি করেই তৈরি হয় বিদ্যুৎকেন্দ্র উড়িয়ে দেয়ার হামলার নকশাসহ ঢাকার অনেক গেরিলা হামলার নকশা।

    বোরহানউদ্দিন খানের জীবদ্দশায় তাকে অনেকবার বলেছি, আপনি সেদিনের আপনার ওই দুঃসাহসী কাজের বিবরণগুলো নতুন প্রজন্মের জন্য লিখে রেখে যান। তিনি হেসে বলতেন, নিজেকে প্রচার করতে নেই। তাঁকে বুঝাতে পারেনি, এটা আত্মপ্রচার নয়, এটা ইতিহাসের অংশ। আর তিনি আমাদের ইতিহাস স্রষ্টাদের একজন। অবরুদ্ধ বাংলাদেশে বসে নয় মাস এমন অনেক কাজই করেছিলেন বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। তার সকল বর্ণনা লিখতে গেলে এ লেখা অনেক বড় হয়ে যাবে। কারণ এ লেখায় যদি তাঁর ১৯৭১ পরবর্তী জীবন ও তাঁর জীবনের অন্যদিকগুলো যদি না ছুঁয়ে যাই তাহলে অন্যায় হবে।

    ১৯৭৫ এর ১৫ আগস্টের পর দীর্ঘ ২১ বছরের চড়াই-উতরাই পার করে ক্ষমতায় আসে আওয়ামী লীগ ১৯৯৬ সালে। ৯৬ এ আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পেরেছিল শেখ হাসিনার নেতৃত্বের ফলে। আর সেদিন তাঁর নেতৃত্বে শুধু দেশের সাধারণ মানুষই জনতার মঞ্চে আসেননি, ১৯৭১ এর মতো দেশের সিভিল প্রশাসনও নেমে আসে শেখ হাসিনার সঙ্গে। আর সেদিন এই সিভিল প্রশাসনের নেতৃত্ব দেন মহিউদ্দিন খান আলমগীর। বড় ভাই হিসেবে বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর সেদিন মহিউদ্দিন খান আলমগীরের কতখানি পাশে ছিলেন আবার জনতার মঞ্চে কী ভূমিকা রেখেছিলেন সেটা নিশ্চয়ই বাংলাদেশের প্রগতিশীল শাসন ফিরে আসার ইতিহাসের কম কিছু নয়।

    তারপর ১৯৭২ সাল থেকে মিডিয়া আওয়ামী লীগের বিরুদ্ধে। আমরা সাংবাদিকতায় ঢুকেই বুঝতে পারি, কোনো এক অলিখিত শক্তি এমন একটি কাজ করে যেন মিডিয়া সবার পক্ষে যেতে পারবে, খালেদার ডার্লিং হতে পারবে, কিন্তু আওয়ামী লীগের পক্ষে যেতে পারবে না। তাছাড়া মিডিয়াও অনেকে আওয়ামী লীগের সব ধরনের বিরোধিতা করাকে নিরপেক্ষ সাংবাদিকতা মনে করে। মিলিটারি শাসকরা এই মানসিকতা গড়ে দিয়েছে মিডিয়ার একটি শ্রেণির। মিডিয়াকে এখান থেকে ফিরিয়ে আনার জন্য অন্তত একটাবার আওয়ামী লীগকে সমর্থন নয়, আওয়ামী লীগ সম্পর্কে সত্য বলার জন্য ১৯৯৬ সালে শাহ এ এস এম কিবরিয়া, আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম পরিচালক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর ও তখনকার তরুণ বুদ্ধিজীবী ও ইতিহাসবিদ মুনতাসীর মামুন প্রতিটি পত্রিকা অফিসে গিয়ে সম্পাদকদের কাছে যে আবেদন রেখেছিলেন। তাদের ওই কাজটি ছিল সেদিনের নির্বাচনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সম্পাদকদের সঙ্গে এই আলোচনাগুলোতে বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের যুক্তি নিজে উপস্থিত থেকে শুনেছি। সে স্মৃতি মনে করে কেবল তাকে শ্রদ্ধা জানানো ছাড়া আর কিছু বলার থাকে না।

    ওই সময় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম স্তম্ভ গাজীউল হকের সঙ্গে বোরহানউদ্দিন খানের সম্পর্ক ছিল বড় ভাই ও ছোট ভাইয়ের। এই দুই ভাইকে আরও দেখেছি ১৯৯১ এর যুদ্ধাপরাধী বিচারের গণআদালতের সময়। গাজীউল হক যেমন অন্যতম উদ্যোক্তা ও বিচারক তেমনি বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর অন্যতম সাক্ষী। ১৯৯৬ এর নির্বাচনের সময় আবার এই দুই ভাইকে দেখেছি চিন্তার বিনিময় করতে। গাজীউল হকের বন্ধু তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি হাবিবুর রহমানের সঙ্গে আলোচনার আগে এমনকি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের আগে গাজীউল হক অনেক বিষয় নিয়ে আলাপ করতেন বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর বা কিবরিয়া সাহেবের সঙ্গে। তাদের সেসব আলোচনা ও কাজ প্রকৃত ইতিহাস হয়তো আমরাও লিখে যাওয়ার সুযোগ পাব না। অথচ জাতির এগুলো জানা অনেক প্রয়োজন ছিল।

    বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর সম্পর্কে আলোচনা প্রসঙ্গে গাজীউল হককে একদিন বলতে শুনেছি, বোরহান আমাদের কনিষ্ঠ ভাষাসৈনিক তবে বয়োজেষ্ঠ গল্পকার। বাস্তবে ১৭ বছর বয়সে লেখা তাঁর ‘অবিচ্ছিন্ন’ গল্পটি একটি পরিণত হাতের লেখা। আর গাজীউল হক সম্পর্কেও এ প্রজন্ম হয়তো জানে, তিনি শুধু ভাষাসৈনিক। কিন্তু বাস্তবে তিনি ছিলেন কবি, গীতিকার, গল্পকার, প্রবন্ধ লেখক ও ইতিহাসবিদ এমনকি একজন ভালো গায়কও। আর তাঁর জ্ঞানের পরিধি মাপতে হলে অনেক পথ পাড়ি দিতে হয় পড়াশোনার রাজ্যে। তাই সেই গাজীউল হক যখন বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরকে ‘বয়োজেষ্ঠ’ গল্পকার বলেন তখন কারও বুঝতে কষ্ট হওয়ার কথা নয় কোন মাপের গল্পকার তিনি ছিলেন।

    এইটুকু জীবনের বিভিন্ন সময় সচিত্রসন্ধানী থেকে শুরু করে নানান প্রেস্টিজিয়াস পত্রিকা সম্পাদনার দায়িত্বে থাকার ফলে বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের অনেক গল্প, কবিতা ও প্রবন্ধ ছাপার সুযোগ হয়েছে জীবনে। তিনি কখনই খুব জনপ্রিয় লেখক ছিলেন না। তবে কোনো মানসম্পন্ন পত্রিকা বের করতে গেলে তাঁর লেখা ছাড়া ওই পত্রিকা বের করার কথা চিন্তা করা যেত না, তাঁর জীবদ্দশায়। তাঁর লেখা পড়তে পড়তে বা প্রুফ দেখতে দেখতে বারবার একটি কথাই মনে হতো; আসলে উনি আমাদের মতো লেখকদের জন্যই লেখেন। তাই সাধারণ পাঠকের কাছে হয়তো অত জনপ্রিয় নন। আসলে যুগে যুগে সব ভাষায় কিছু লেখক থাকেন, যারা লেখকদের লেখক।

    বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর সেই লেখকই ছিলেন। তাঁর লেখা যেখানেই আমি ছেপেছি সবসময়ই নিজে প্রুফ দেখতাম। আমি সংশোধনী বিভাগের কোনো সাংবাদিককে খাটো করছি না, তবে সম্পাদনার দায়িত্বে থাকার ফলে সবসময়ই ভয় থাকত, পাছে ভুল না হয়ে যায়। কারণ ওনার প্রতিটি লেখায় কিছু না কিছু নতুন শব্দ থাকত। আমরা যারা লিখি বা আমাদের দেশের অনেক জনপ্রিয় লেখক কিন্তু আজীবন কয়েক হাজার শব্দের ভেতর ঘোরাফেরা করে সব লেখা লিখে গেছেন। কিন্তু বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর নানান ভাষা থেকে শব্দ এনে বাংলা শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করে গেছেন। যে কাজে আমরা এ মুহূর্তের প্রায় সব বাঙালি লেখক ব্যর্থ হচ্ছি।

    সর্বোপরি বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর ছিলেন রাষ্ট্রবিজ্ঞানী। তিনি কত বড় মাপের রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন তাও কিন্তু ওইভাবে প্রচারিত নয়, কারণ তিনি পপুলার রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন না, তিনি সবসময় মধ্যযুগীয় বিশ্বাসকে দূরে রেখে, একটি উদার গণতন্ত্র, সমাজতন্ত্র এবং মানবিক মূল্যবোধ সর্বোপরি মানুষের চিন্তার দ্বার মুক্ত হবে এমন একটি রাষ্ট্রব্যবস্থা চাইতেন। মানুষের আধুনিক ও গভীর চিন্তায় তাঁর বিশ্বাস ছিল বড় বেশি। তাই তার এই চলে যাওয়াতে বলা যায়, একজন শতভাগ আধুনিক চিন্তানায়ক আমাদের সমাজ থেকে চলে গেলেন।

    মৃত্যুর কিছুদিন আগের থেকে তাঁর লেখালেখি বন্ধ হয়ে গিয়েছিল অসুস্থতার কারণে। তবুও মনে হত তিনি আছেন। আজ তাঁর চলে যাওয়াতে মনে হচ্ছে, অনেকখানি জায়গা ফাঁকা হয়ে গেল। সঙ্গে সঙ্গে এ প্রশ্নও মনে আসছে, তাঁকে আমরা যোগ্য সম্মান দিতে সমর্থ হয়েছিলাম কি তাঁর জীবদ্দশায়! যদি না পারি, তাহলে অন্তত মৃত্যুর পর যেন তাঁকে সম্মান করে যাই, তাঁকে চর্চা করে যাই। কারণ এ মুহূর্তে আমাদের সমাজে সব থেকে বেশি প্রয়োজন আধুনিক চেতনা জাগ্রত করা। আর এ জন্য বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরকে আমাদের চর্চা করতেই হবে।

  8. মাসুদ করিম - ৩০ মার্চ ২০২০ (৬:১৮ পূর্বাহ্ণ)

    North Korea fires two missiles into sea

    North Korea on Sunday fired two suspected ballistic missiles into the sea, South Korea said, calling it “very inappropriate” at a time when the world is battling the coronavirus pandemic.

    South Korea’s Joint Chiefs of Staff said it detected the projectiles flying from the North Korean eastern coastal city of Wonsan into the waters between the Korean Peninsula and Japan on Sunday morning.

    The projectiles flew about 230 kilometres (143 miles) at a maximum altitude of 30 kilometres, the statement said.

    South Korean and U.S. intelligence authorities were analyzing more details of the launches.

    The military described them as “very inappropriate” because they occurred while the world is grappling with the coronavirus outbreak. It urged North Korea to stop such military action.

    In recent weeks, North Korea has fired a slew of missiles and artillery shells in an apparent effort to upgrade its military capability amid deadlocked nuclear talks with the United States.

    The talks remain stalled since the breakdown of a second summit between North Korean leader Kim Jong Un and President Donald Trump in Vietnam in early 2019.

    The weapons launched recently were all short range and didn’t pose a direct threat to the U.S. homeland. North Korea hasn’t carried out nuclear or long-range missile tests since it began nuclear diplomacy with the United States in 2018.

    A resumption of a major weapons test by North Korea could completely disrupt the negotiations, some experts say.

    North Korea also has been engaged in an intense campaign to prevent the spread of the coronavirus that has infected more than 660,000 worldwide.

    North Korea has repeatedly said there hasn’t been a single virus outbreak on its soil, a claim questioned by foreign experts. Many experts say an outbreak in North Korea could be dire because of its chronic lack of medical supplies and poor health care infrastructure.

    A week ago, North Korea said Trump sent a personal letter to Kim, seeking to maintain good relations and offering cooperation in fighting the outbreak. A North Korean state media dispatch didn’t say whether Trump mentioned any of the latest weapons tests by the North.

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.