মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিন্ক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।
আজকের লিন্ক
এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।
১৬ comments
মাসুদ করিম - ১ মার্চ ২০১৯ (৭:৪২ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২ মার্চ ২০১৯ (৯:৫৪ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৩ মার্চ ২০১৯ (১১:৪৮ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ৫ মার্চ ২০১৯ (৮:২৪ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৭ মার্চ ২০১৯ (৯:০২ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৯ মার্চ ২০১৯ (৩:২৪ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৯ মার্চ ২০১৯ (৩:২৭ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১৩ মার্চ ২০১৯ (৭:২৩ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ১৫ মার্চ ২০১৯ (৩:২২ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১৫ মার্চ ২০১৯ (৭:৩৯ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২১ মার্চ ২০১৯ (২:৩২ অপরাহ্ণ)
অপরাজিত সাফ ফুটবল চ্যাম্পিয়ন
মাসুদ করিম - ২২ মার্চ ২০১৯ (৬:৪৭ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৪ মার্চ ২০১৯ (৪:৫৬ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৪ মার্চ ২০১৯ (৫:১৭ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৩১ মার্চ ২০১৯ (২:২৭ পূর্বাহ্ণ)
Facebook to consider live video restrictions
https://thefinancialexpress.com.bd/sci-tech/facebook-to-consider-live-video-restrictions-1553954052
Facebook has promised to explore restrictions on live-streaming, two weeks after it was used during gun attacks on two mosques in New Zealand.
Chief operating officer Sheryl Sandberg said the social media giant agreed with calls it “must do more”.
Fifty people were killed in the Christchurch shootings, and the original video of the attack was viewed 4,000 times before it was removed, reports BBC.
Meanwhile, New Zealand is to review “inadequate” laws on hate speech.
Justice Minister Andrew Little said the current laws did not tackle “the evil and hateful things that we’re seeing online”, and that the government and the Human Rights Commission would work to bring forward proposals by the end of the year.
More than 20,000 people attended a memorial service in Christchurch on Friday to honour the 50 victims of the 15 March shooting.
Of the dozens injured, 21 people remain in hospital, three of them in intensive care.
What does Facebook say?
“All of us at Facebook stand with the victims, their families, the Muslim community, and all of New Zealand,” Ms Sandberg wrote in her letter to the New Zealand Herald.
“Many of you have also rightly questioned how online platforms such as Facebook were used to circulate horrific videos of the attack… We have heard feedback that we must do more – and we agree.”
Ms Sandberg said: “First, we are exploring restrictions on who can go Live depending on factors such as prior Community Standard violations.”
Facebook said fewer than 200 people had watched the 17-minute video of the Christchurch shootings while it was live, and the first user report of the video came 12 minutes after it ended.
Social media sites struggled to contain the attack video, which was copied onto the alt-right file-sharing site 8chan and then spawned 1.5 million copies.
The chief operating officer did not announce any policy changes, but outlined how the social network would strengthen the rules for using Facebook Live and take greater steps to address hate on its platforms.
The company has said it will block “praise, support and representation of white nationalism and separatism” on Facebook and Instagram from next week.
Facebook has been heavily criticised within New Zealand in the wake of the attack over its lack of response to officials.
The country’s privacy commissioner wrote “your silence is an insult to our grief” to Facebook executives last week, according to the Herald.
Facebook has said it is working with the New Zealand Police on its investigation.
মাসুদ করিম - ৩১ মার্চ ২০১৯ (৫:৪৮ পূর্বাহ্ণ)
সা ক্ষা ৎ কা র
কৃত্রিমভাবে খেলাপি ঋণ কম দেখালে ব্যাংক দুর্বল হবে : তৌফিক আহমদ চৌধূরী
https://samakal.com/todays-print-edition/tp-taka-ana-pai/article/19036055/কৃত্রিমভাবে-খেলাপি-ঋণ-কম-দেখালে-ব্যাংক-দুর্বল-হবে
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সদ্য সাবেক মহাপরিচালক তৌফিক আহমদ চৌধূরী। ১৯৮১ সালে তিনি শিক্ষক হিসেবে যোগ দেন বিআইবিএমে। ৩৮ বছরের অভিজ্ঞতার আলোকে ব্যাংক খাতের সংকট নিয়ে সমকালের সঙ্গে কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন আনোয়ার ইব্রাহীম
সমকাল :অর্থমন্ত্রীর সার্বিক কার্যক্রম দেখে মনে হচ্ছে, ব্যাংক খাতের সংকট দূর করাকে প্রধান লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি। আপনার কী মনে হয়?
তৌফিক আহমদ :আমারও তাই মনে হয়। অবশ্য দায়িত্ব নেওয়ার পর শুরুতে তিনি ভালো ভালো কথা বলেছিলেন, যা আশা জাগিয়েছিল। কিন্তু দিন যত গড়াচ্ছে, দেখছি তিনি এ খাতের সমস্যার কাগুজে সমাধানের পথে হাঁটছেন। এমনটা মনে হওয়ার কারণ, তিনি খেলাপি ঋণ আদায় নয়, কী প্রক্রিয়ায় খেলাপি ঋণ কম দেখানো যায়, সেদিকেই মনোযোগ দিচ্ছেন বেশি।
সমকাল :অর্থমন্ত্রী তো বলেছেন, তিনি খেলাপি ঋণ আর এক টাকাও বাড়তে দেবেন না।
তৌফিক আহমদ :বুঝলাম, খেলাপি ঋণ বাড়বে না; কিন্তু কী করে তা হবে? ঋণ আদায় করে, না-কি কাগজে-কলমে? যেসব পরিকল্পনার কথা শুনছি, তা দেখে একেবারেই মনে হয় না, প্রকৃত অর্থে খেলাপি ঋণ কমবে। অর্থমন্ত্রী বলছেন, ঋণ খেলাপিরা ১০ শতাংশের পরিবর্তে মাত্র ২ শতাংশ ডাউন-পেমেন্ট দিয়ে ঋণ পুনঃতফসিল করতে পারবেন। আবার আগে সুদহার যাই থাকুক না কেন, নতুন সুদহার হবে ৭ শতাংশ এবং ১২ বছরে পরিশোধের সুযোগ মিলবে; কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা ভালো নয়। এর আগেও খেলাপিদের বহুবার পুনঃতফসিলের সুযোগ দেওয়া হয়েছিল, কাজ হয়নি। এখন হবে, তার নিশ্চয়তা কী? হয়তো কেবল সাময়িক এবং কৃত্রিমভাবে খেলাপি ঋণের পরিমাণ কমা দেখানো যাবে। পুনঃতফসিলের মেয়াদ শেষে এসব ঋণ আবারও খেলাপি হবে, তখন খেলাপির অঙ্ক বেড়ে যাবে।
এ ছাড়া সরকারের এমন নীতির কারণে যারা ভালো ঋণগ্রহীতা তারাও খেলাপি হতে উৎসাহী হবেন। কারণ তারা দেখছেন, নিয়মিত ঋণ শোধ করেও ১০ শতাংশের বেশি সুদ দিতে হচ্ছে। ফলে তিনি খেলাপি হয়ে ৭ শতাংশ সুদহারের সুবিধা নিতে চেষ্টা করবেন। এমন পরিকল্পনায় খেলাপি কমবে না, উল্টো বেড়ে যাওয়ার আশঙ্কা আছে।
সমকাল :সরকারি ব্যাংকগুলোর ঋণ অবলোপনে বিশেষ নীতিমালা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এমনকি ব্যাংকগুলো যাতে অবলোপনে উৎসাহী হয়, সেজন্য অপেক্ষাকৃত কম প্রভিশনিং রাখারও সুযোগ আছে। আপনার পর্যবেক্ষণ কী?
তৌফিক আহমদ :এরও উদ্দেশ্য একটাই, খেলাপি ঋণের পরিমাণ কৃত্রিমভাবে কমানো। ব্যাংকগুলো এ সুযোগ নেবে। কারণ কম প্রভিশনিং করতে হলে মুনাফার অঙ্ক বেড়ে যাবে। আদতে ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি আরও দুর্বল হবে। তাছাড়া কেউ কেউ মনে করছেন, কাগজে-কলমে খেলাপি কমবে বলে পত্রিকাগুলো সংখ্যাটা কম লিখবে। এটাকেই সাফল্য হবে বলে মনে করছেন। কিন্তু আমরা তো এখনও দেখছি, কিছু পত্রিকা খেলাপি অঙ্কের পাশাপাশি অবলোপন করা ঋণের অঙ্কটাও যোগ করে লিখতে শুরু করেছে। ফলে যে উদ্দেশ্যে এত পরিকল্পনা, সেটাই ভেস্তে যাবে বলে মনে হচ্ছে।
সমকাল :খেলাপি ঋণ আদায়ে সম্পদ ব্যবস্থাপক কোম্পানি গঠনের কথা এসেছে। এটি আসলে কী?
তৌফিক আহমদ :এটা খেলাপি ঋণ আদায়ের একটা ভালো ব্যবস্থা। বিশ্বের বহু দেশে এ ব্যবস্থা আছে। সাবেক গভর্নর ফরাসউদ্দিন আহমেদ দায়িত্বে থাকাকালে এমন একটি কোম্পানি গঠনের কাজ প্রায় করেই ফেলেছিলেন; কিন্তু সরকার পরিবর্তনের কারণে ওই সময় আলোর মুখ দেখেনি। বিষয়টি হলো- কোনো ব্যাংক যখন কোনো ঋণ আদায়ে পুরোপুরি ব্যর্থ হয়, তখন ঋণটি একটি সম্পদ ব্যবস্থাপক কোম্পানির কাছে অপেক্ষাকৃত কম দামে বিক্রি করে দেয়। যেমন ১০০ টাকার কোনো ঋণে ব্যাংকের আসল যদি ৫০ টাকা হয়, ব্যাংকটি হয়তো ৬০-৭০ টাকায় ঋণটি বিক্রি করে দিল। সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিটি ওই ঋণ আদায় করবে। এক্ষেত্রে ১০০ টাকাও আদায় হতে পারে, বা এর কমও হতে পারে।
সমকাল :এ প্রতিষ্ঠান যে ঋণ আদায় করতে পারবে, তারই নিশ্চয়তা কী?
তৌফিক আহমদ :এ ধরনের কোম্পানি এককভাবে সরকারের বা বেসরকারি বা যৌথ উদ্যোগেই প্রতিষ্ঠা হতে পারে। এর মূলধনের পরিমাণ ব্যাংকের তুলনায় অনেক বেশি হয়। বাংলাদেশের মতো দেশে এমন প্রতিষ্ঠান করা সহজ নয়। তাছাড়া এমন কোম্পানিকে ঋণ আদায়ে বড় ধরনের আইনি ক্ষমতা দিতে হবে। এ জন্য নতুন ও কঠোর আইন করতে হবে।
সমকাল :কিন্তু ব্যাংক খাতের যেসব সমস্যা নিয়ে অর্থ মন্ত্রণালয় নানা উদ্যোগ নিচ্ছে। এসব কাজ অর্থ মন্ত্রণালয় নিজের ঘাড়ে নিলে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা কী?
তৌফিক আহমদ :আর্থিক খাতের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব একমাত্র বাংলাদেশ ব্যাংকের। এক্ষেত্রে যদি নীতি সংশোধন করতে হয় বা পদক্ষেপ নিতে হয়, তা তারই করার কথা। এ সংস্থার দক্ষতা বা যোগ্যতা বা অন্য কোথাও ঘাটতি থাকলে সরকারের উচিত ওই ঘাটতি পূরণে সহায়তা করা। কেন্দ্রীয় ব্যাংকের কাজে সরকারের হস্তক্ষেপ করা উচিত নয়। কেন্দ্রীয় ব্যাংকের উচিত সরকারকে বিষয়টি বুঝিয়ে বলা।
সমকাল :ঋণ খেলাপি সংস্কৃতি বন্ধে কী পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনার মনে হয়?
তৌফিক আহমদ :খেলাপি ঋণ বাড়ার জন্য সুশাসনের অভাবই প্রধান কারণ। খেলাপি সংস্কৃতি থেকে বের হতে প্রথমত, যে কোনো মূল্যেই হোক এ খাতে সুশাসন ফিরিয়ে আনতে হবে। দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। মুখ দেখে ব্যবস্থা নেওয়া বা না নেওয়ার প্রথা বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, বর্তমানের ‘হ-য-ব-র-ল’ ব্যবস্থার অবসায়ন করতে হবে। যার যা কাজ, তাকে তা করতে দিতে হবে। বিশেষত কেন্দ্রীয় ব্যাংককে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। খেলাপির ক্ষেত্রে সরকারি বা বেসরকারি ব্যাংকের বিষয়ে আলাদা নীতি না করে এক করে দেখতে হবে। সরকারকে এক্ষেত্রে সহায়ক ভূমিকা নিতে হবে। বিশ্বের সব দেশে ব্যাংকের অর্থায়ন শুধু স্বল্প মেয়াদের জন্য হয়। দীর্ঘমেয়াদি অর্থায়ন হয় পুঁজিবাজার থেকে। আমাদেরও সে পথে যেতে হবে।