সুপারিশকৃত লিন্ক: এপ্রিল ২০১৬

মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিন্ক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।

আজকের লিন্ক

এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।

২১ comments

  1. মাসুদ করিম - ১ এপ্রিল ২০১৬ (১১:১৩ পূর্বাহ্ণ)

    কলকাতার বিবেকানন্দ উড়ানপুল দুর্ঘটনা: মৃত বেড়ে ২৫

    ভেঙে পড়া বিবেকানন্দ উড়ানপুলের ধ্বংসস্তুপে রাতভোর উদ্ধারকাজ চলার পর উদ্ধার হল আরও দু’টি মৃতদেহ। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫। গতকালের বিপর্যয়ের পর কেটে গিয়েছে প্রায় ১৯ ঘণ্টা। রাত দেড়টা এবং এইদিন সকাল ছ’টা নাগাদ দু’টি দেহ উদ্ধার করে সেনাবাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখনও বহু মানুষ আটকে রয়েছে বলে মনে করা হচ্ছে। চলছে ধ্বংসস্তুপ সরিয়ে উদ্ধারকার্য।

    ভগবানের হাত!

    নির্মীয়মাণ উড়ালপুল ভেঙে পড়ার জন্য ভগবানকে দায়ী করে বসলেন দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা আই ভি আর সি এল-‌র অন্যতম কর্ণধার কে পি রাও!‌ দুর্ঘটনার পর সাংবাদিকদের তিনি জানান, ৪৫%‌ কাজ বাকি ছিল। একটা গার্ডার ‘‌মিস’‌ করে, তারপরে দ্বিতীয়টিও পড়ে যায়। এটা ভগবানের হাত ছাড়া আর কিছুই নয়। এমনটা আগে কখনও ঘটেনি। আমরাও বেদনাহত। এর প্রতিক্রিয়া শোনার পরেই মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়। টুইটারে অনেকেই প্রশ্ন তোলেন, এবার এফ আই আর কি ভগবানের বিরুদ্ধে হবে?‌ তবে ভগবানের ওপরেও খুব বেশি ভরসা রাখতে পারেননি সংস্থার কর্মীরা। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরেই হায়দরাবাদের অফিস ছেড়ে পালিয়ে যান তাঁরা। আই ভি আর সি এলের শেয়ারের দামও প্রায় ১১%‌ পড়ে যায়।‌‌‌

    নকশা, পিলার, গার্ডারে কোড মানা হয়েছিল?

    পোস্তার ভেঙে–পড়া বিবেকানন্দ উড়ালপুল তৈরির সময় আই আর সি (‌ইন্ডিয়ান রোডস কংগ্রেস)‌ কোড যথাযথ মানা হয়েছিল কি না দেখতে হবে। ২০১৪–১৫ সালের সর্বশেষ আই আর সি কোডে উড়ালপুল তৈরির জন্য একটা গাইডলাইন আছে। এক্ষেত্রে প্রতিটি ধাপে তা মেনে চলা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা উচিত। উড়ালপুল তৈরির একেবারে প্রথম ধাপ মাটি পরীক্ষা থেকে ভিত গড়া, নকশা বানানো, পিলার ও গার্ডার দেওয়া, বিয়ারিং দেওয়া, টান ও চাপের পরিমাপ কত হওয়া উচিত, গতি কত হবে— সবই আই আর সি–র গাইডলাইনে বলা আছে। নির্মীয়মাণ উড়ালপুলের ক্ষেত্রে আই আর সি কোডের কোনও পরিবর্তন হলেও সেই অনুযায়ী উড়ালপুলে তা প্রয়োগ করতে হবে। আই আর সি কোডে কোনও গোলমাল হলে উড়ালপুল ভেঙে পড়ার আশঙ্কা থাকে। সময়ের সঙ্গে সঙ্গে আই আর সি কোডের পরিবর্তন হয়। সর্বশেষ ২০১৪–১৫ সালের আই আর সি কোড রয়েছে। উড়ালপুলের সব ক্ষেত্রেই সেই কোড মেনে চলা উচিত। এরই পাশাপাশি কোনও উড়ালপুল তৈরির সময় প্রতিটি পর্যায়েই যেন সেই ব্রিজের স্থায়িত্ব ঠিক থাকে, সে ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখা দরকার। নির্মাণের সময়েও যেন উড়ালপুল যথাযথ থাকে, সে ব্যাপারে প্রতি ধাপেই পরীক্ষা করতে হবে। এমনিতে কোনও ব্রিজ বা সেতু তৈরি করতে বেশ কয়েক বছর সময় লাগতে পারে। দ্বিতীয় হুগলি সেতু তৈরি করতে ২০ বছর সময় লেগেছিল। কিন্তু নির্মাণের সময় প্রতিটি ধাপেই ব্রিজটি যেন পোক্ত থাকে, তা দেখতে হবে। এক্ষেত্রেও আই আর সি–র স্পষ্ট গাইডলাইন রয়েছে, তা মেনে চলতে হবে। পাশাপাশি কোনও সেতু ভেঙে পড়লে তার নির্মাণগত এবং যান–চলাচল সংক্রান্ত গোলমাল থাকতে পারে। তবে সেতু তৈরির সময় অবশ্যই ‘‌সেফটি অডিট’‌ করার প্রয়োজন। সেই ‘‌সেফটি অডিট’‌ রিপোর্ট অনুযায়ী সেতু নির্মাণ করতে হবে। বিশেষত কোনও ঘনবসতিপূর্ণ এলাকায় উড়ালপুল তৈরির সময় সেফটি রিপোর্টে কী উল্লেখ আছে, তা যথাযথভাবে খতিয়ে দেখে তা তৈরি করতে হবে। এক্ষেত্রে তেমনটা মানা হয়েছিল কি না তা দেখা উচিত। বিশেষত সেতু তৈরির সময় তার নিচে দিয়ে যান–চলাচল নিয়ন্ত্রণ করা থাকলে এত প্রাণহানি হয়ত হত না। সেতু তৈরির একেবারে ভিত তৈরি থেকে নির্মাণকাজের বিভিন্ন ধাপে কোথাও কোনও সমস্যা ছিল কি না তা দেখা উচিত। পাশাপাশি নির্মীয়মাণ সেতুর নকশায় কোনও গোলমাল থাকলে তা হঠাৎই ভেঙে পড়তে পারে। তবে সব ক্ষেত্রেই প্রতিটি পদক্ষেপই আই আর সি–র নির্দেশাবলি মেনে করতে হবে।

    বুধবার রাত থেকেই বিপর্যয়ের আভাস?

    বিবেকানন্দ উড়ালপুলে যে বিপর্যয় ঘটতে চলেছে, তার আভাস কি পাচ্ছিলেন নির্মাণকর্মীরা?‌ ওই সেতুতে কাজ করা কিছু কর্মীর বক্তব্যে তেমনই ইঙ্গিত মিলছে। মুর্শিদাবাদের বাসিন্দা মিলন শেখ এই সেতুর একজন ঠিকা কর্মী। তাঁর সঙ্গে আরও বেশ কয়েকজন সেতুর ঢালাইয়ের কাজ করছেন। মিলন ও তাঁর সহকর্মীরা বৃহস্পতিবার দুপুরে যখন সেতুর ওপর কাজ করছিলেন, তখন সেটি ভেঙে পড়ে। গুরুতর আহত মিলন ও তাঁর সহকর্মীরা হাসপাতালে ভর্তি। বললেন অভিজ্ঞতার কথা। মিলন ও তাঁর সহকর্মীদের বক্তব্য, বুধবার রাত থেকে ওই অংশে ঢালাইয়ের কাজ শুরু হয়। কিন্তু যান্ত্রিক গোলযোগে মাঝেমধ্যেই কাজ বন্ধ রাখতে হচ্ছিল। যেখানে ঢালাই হচ্ছিল, তার ভার ধরে রাখতে পারছিল না বাকেট। বোল্টগুলি ভেঙে পড়ছিল। ঢালাই বন্ধ রেখে দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে ডাকা হয়। তাঁর নির্দেশে ওয়েল্ডিং করা হয় বোল্টগুলো। এর পর বৃহস্পতিবার সকাল থেকে ফের ঢালাই শুরু হয়। দুপুর ১২টা নাগাদ ফের কয়েকটি বোল্ট খুলে পড়ে। এর কিছু পর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতুর ওই অংশটি। ওপর থেকে নিচে পড়ে যান মিলন এবং তাঁর সহকর্মীরা। কারও হাত ভেঙেছে, কারও পা। কারও আবার মাথায় আঘাত লেগেছে। তাঁরা বেঁচে গেলেও নির্মাণ সংস্থার দুই কর্মীর এখনও খোঁজ মেলেনি। অন্য কর্মীদের বক্তব্য, ভার ধরে রাখতে না পেরে যখন বাকেট ভেঙে পড়ছিল, তখনই সতর্ক হলে এই দুর্ঘটনা ঘটত না। দীর্ঘ দিন এই উড়ালপুলের কাজ বন্ধ থাকায় বহু জায়গায় লোহার কাঠামোয় ধরেছে মরচে। থামের নিচে জমেছে জল। ফলে কমজোরি হয়েছে ভার কাঠামো।‌‌

  2. মাসুদ করিম - ১ এপ্রিল ২০১৬ (১১:২২ পূর্বাহ্ণ)

    সাহিত্যে নোবেল বিজয়ী ইমরে কারতেজ আর নেই

    সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী হাঙ্গেরিয়ান লেখক ইমরে কারতেজ মারা গেছেন।

    বিবিসি বলছে, ২০০২ সালে নোবেলজয়ী এই লেখকের বয়স হয়েছিল ৮৬।

    বই প্রকাশক সংস্থা মাগভেতো কিয়াদো জানিয়েছে, কারতেজ বৃহস্পতিবার বুদাপেস্টে নিজের বাড়িতে দিনের প্রথমভাগেই মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন।

    ২০০২ সালে নোবেল পুরস্কারে কারতেজকে বিবেচনা করা প্রসঙ্গে বিচারকেরা বলেছেন, তার (কারতেজ) লেখায় মানুষ কত নির্মম হতে পারে সেই ‘চূড়ান্ত সত্যই’ চিত্রায়িত হয়েছে।

    হাঙ্গেরিয়ান সাহিত্যে নোবেল বিজয়ী প্রথম লেখক কারতেজ।

    ১৯২৯ সালে বুদাপেস্টে জন্মগ্রহণকারী কারতেজকে ১৯৪৪ সালে আউশভিতজে পাঠানো হয়। সেখান থেকে পূর্ব জার্মানির বাচেনওয়ালদ কনসেনট্রেশন ক্যাম্পে পাঠানো হয়। ১৯৪৫ সালে ওই ক্যাম্পটি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মুক্তি করে দেয়।

    তার প্রথম উপন্যাস ‘ফেটলেস’-এ বর্ণিতে হয়েছে পোল্যান্ডের জার্মানির নাৎসি বাহিনীর বন্দিশিবির আউশভিতজের কাহিনী। ওই শিবিরটিতে ১০ লাখেরও বেশি ইহুদি এবং অন্যান্যদের হত্যা করা হয়।

    প্রথম উপন্যাস প্রকাশিত হওয়ার পরই তিনি সবার মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হন।

    ১৯৬০ থেকে ১৯৭৩ সাল-এই কালপর্বে ‘ফেটলেস’ লেখা হয়। বন্দি শিবিরে কীভাবে একটি বালক টিকে থাকে তাই উঠে এসেছে ব্যক্তিগত অভিজ্ঞতার বিনির্মাণ হিসেবে।

    তার উল্লেখযোগ্য অন্য উপন্যাসগুলো হচ্ছে ১৯৮৮ সালে প্রকাশিত হওয়া ‘ফিয়াসকো’, ১৯৯০ সালে প্রকাশিত ‘কাদিশ ফর অ্যান আনবর্ন চাইল্ড’।

  3. মাসুদ করিম - ১ এপ্রিল ২০১৬ (১২:৩২ অপরাহ্ণ)

    বিমান দুর্ঘটনার পরেও নেতাজির বেতারবার্তা!

    ১৯৪৫ সালের বিমান দুর্ঘটনার পরেও বেঁচে ছিলেন নেতাজি?‌ নেতাজি–তথ্য সংক্রান্ত নতুন যে ফাইলগুলি সদ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার, তার একটির বক্তব্য সেরকমই। এই ফাইলটি কেন্দ্রের কাছে এসেছিল বাংলার গভর্নরের দপ্তর থেকে। আর জি কেসি তখন প্রদেশের গভর্নর। সংবাদ মাধ্যমের খবর, ফাইলে দেখা যাচ্ছে, পি সি কর নামে গভর্নর হাউসের এক কর্মী দাবি করেন, ১৯৪৫–‌এর ১৮ আগস্ট তারিখের সেই বিমান দুর্ঘটনার পর বার তিনেক অন্তত ধরা পড়েছে সুভাষচন্দ্র বসুর বেতারবার্তা। ৩১ মিটার ব্যান্ডে মাস তিনেকের ব্যবধানে মোট তিনবার বার্তা পাঠিয়েছেন নেতাজি। প্রথম বার্তাটি এসেছিল ১৯৪৫ সালের ২৬ ডিসেম্বর। সুভাষতচন্দ্র বলেছিলেন, ‘এই মুহূর্তে আমি ‌বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলির আশ্রয়ে আছি। আমার হৃদয় জ্বলছে ভারতের জন্য। তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজলেই দেশে ফিরব। হতে পারে সেটা দশ বছর পরে, কিম্বা তার আগেই। লালকেল্লায় আজ আমার লোকেদের বিচার যারা করছে, তাদের বিচারের আসনে তখন থাকব আমি।’‌ পরের বার্তাটি আসে, ১৯৪৬ সালের ১ জানুয়ারি। নেতাজি তাতে বলেন, ‘‌বছর দুয়েকের মধ্যেই ভারত স্বাধীনতা পাবে। ব্রিটিশ উপনিবেশ ভেঙে পড়ছে, স্বাধীনতা ওদের দিতেই হবে। অহিংসার পথে ভারত স্বাধীন হবে না। তবে মহাত্মা গান্ধীর প্রতি আমি শ্রদ্ধাশীল।’‌ তৃতীয় বার্তাটি আসে ১৯৪৬ সালের ফেব্রুয়ারিতে। নেতাজি বলেন, ‘‌সুভাষচন্দ্র বসু বলছি। জয় হিন্দ। জাপানের আত্মসমর্পণের পর তৃতীয়বার আমার দেশের ভাইবোনদের উদ্দেশে কথা বলছি। .‌.‌.‌পেথিক লরেন্স এবং আরও দু‌জনকে ভারতে পাঠাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এতে অন্য কোনও আপত্তি নেই, তবে ভারতকে শোষণ করার স্থায়ী বন্দোবস্ত করতে দেওয়া চলবে না।’‌ ফাইলে গান্ধীজির সচিব খুরশিদ নওরোজির লেখা একটি চিঠির কথাও বলা হয়েছে। ১৯৪৬–‌এর ২২ জুলাই তারিখে মার্কিন সাংবাদিক লুই ফিশারকে লেখা ওই চিঠিতে বলা হয়েছে:‌ ‘‌আজাদ হিন্দ বাহিনীর প্রতি ভারতবাসী অন্তর থেকে সহানুভূতিশীল। সুভাষ বসু রাশিয়ার সাহায্য নিয়ে ভারতে এলে গান্ধীজি, নেহরু বা কংগ্রেসের পক্ষে দেশবাসীকে সামলানো সম্ভব হবে না।’‌ ছাড়াও নেতাজিকে নিয়ে যে যথেষ্ট চিন্তায় ছিল ইংরেজ প্রশাসন, প্রমাণ মিলেছে তারও। ১৯৪৫ সালের ২৫ অক্টোবর ব্রিটিশ প্রধানমন্ত্রী একটি ক্যাবিনেট বৈঠকে আলোচনা করেন বিমান দুর্ঘটনার খবরটি নিয়ে। সুভাষ বসুর বিষয়ে কী নীতি নেওয়া হবে, তা নিয়ে ভাইসরয় লর্ড ওয়াভেল একটি গোপন নোট পাঠিয়েছিলেন। সেই প্রসঙ্গে আলোচনা হয়। ওয়াভেলের নোটে ছিল একটি জরুরি সংবাদ। লর্ড মাউন্টব্যাটেনের ডায়েরিতে এর উল্লেখ ছিল। বিমান দুর্ঘটনার খবর প্রচারিত হওয়ার পরে ব্রিটিশ সামরিক গোয়েন্দারা মাউন্টব্যাটেনকে জানান, ‘‌সুভাষ বসু যখন বর্মা থেকে বিমানে পালানোর তোড়জোড় করছেন, সে সময় জাপান থেকে একটি বার্তায় তাঁকে বর্মা ছাড়তে বারণ করা হয়। এই বার্তাটি চীন ধরে ফেলে। সুভাষচন্দ্র পরে থাইল্যান্ডে পালিয়ে যান।’‌ উল্লেখ্য, মাউন্টব্যাটেন ওই সময় ছিলেন দক্ষিণ–‌পূর্ব এশিয়ার মিত্রশক্তির সুপ্রিম কমান্ডার।

  4. মাসুদ করিম - ১ এপ্রিল ২০১৬ (৭:২৬ অপরাহ্ণ)

    Hans-Dietrich Genscher, an Architect of German Reunification, Dies at 89

    Hans-Dietrich Genscher, one of Germany’s most respected elder statesmen and a man esteemed for his efforts in breaking down international resistance to the 1990 reunification of East and West Germany, died on Thursday. He was 89.

    Mr. Genscher died after suffering heart failure at his home, near Bonn, West Germany’s capital during the Cold War, his office said on Friday.

    As the news spread, condolences poured in over social media from politicians and normal Germans, many of whom recalled Mr. Genscher’s iconic speech to thousands of East Germans who had fled to Prague that they were being granted free passage to the West.

    “Germany has lost one of its great statesmen,” Heiko Maas, Germany’s justice minister, wrote on Twitter above one of the many quotes that Mr. Genscher was known for: “It is not the law of the strong, but the strengthening of the law that best protects all states.”

    As the country that he, along with former Chancellor Helmut Kohl, helped to create grew into the modern German nation and a leading European Union member, Mr. Genscher became a living political legend.

    Widely viewed as one of the most influential voices in postwar Germany, he earned praise for his diplomatic vision and his tireless efforts to work toward a united Europe.

    Mr. Genscher was born in Reideburg, near Halle, in 1927, in what he called “the other part of our Fatherland,” the sector that was occupied by Soviet troops after World War II and that became Communist East Germany in 1949.

    He left Halle in 1952 as a young lawyer to pursue his career in the West, but he returned for visits once that became possible for West Germans under retirement age in the early 1970s.

    He never lost hope, he said, that the East-West division could be overcome, and he saw it coming after a reform-minded Soviet leader, Mikhail S. Gorbachev, came to power in Moscow in 1985.

    Mr. Genscher globe-trotted over the next few years to persuade allies and antagonists alike to take Mr. Gorbachev at his word about Soviet economic change, diplomacy, arms control, and later, as Communism began to collapse across Eastern Europe in 1989, that German reunification would not pose a threat.

    Mr. Genscher was an opportunist, by nature and by virtue of leading a small West German pro-business, libertarian political party, the Free Democrats.

    In his day, the party’s support determined whether Social Democrats or Christian Democrats could form a majority government in Parliament.

    Chancellors of both parties made him vice chancellor, and he served as foreign minister for an 18-year stretch that began in 1974, the longest term served by anyone in that office. That period included reunification, which was presided over by Mr. Kohl, a Christian Democrat, in 1990.

    “It is not very often given to a politician to turn out to be right,” Mr. Genscher said then. “Even less often it happens while he’s still alive, and yet more rarely while he’s still in office. I have the advantage of all three together.”

    A doughy, easily lampooned figure with a distinctly East German accent from Saxony that sounded funny to many in the western part of Germany, Mr. Genscher had a deadpan sense of humor.

    He said in 1987 that, under oath, he had been obliged to describe himself as “the greatest foreign minister of all time.” His admirers called him “Genschman,” after Superman, though he had suffered from tuberculosis as a young man and had a mild heart attack in 1989 that slowed him down, if only briefly.

    Some skeptical diplomatic colleagues in London during the government of Margaret Thatcher and in Ronald Reagan’s administration in Washington sometimes distrusted “Genscherism” as “slippery,” though former Secretary of State George P. Shultz later wrote that Mr. Genscher had been remarkably dependable.

    Later, his critics said his eager recognition of independence for Croatia and Slovenia as Yugoslavia began to break up in 1991, and his pressure on European allies to do the same, had done nothing to deter the Balkan wars that left hundreds of thousands dead.

    Mr. Genscher grew up under the Nazi dictatorship. Drafted into the army in 1945, he was held as a prisoner of war by American and later British forces, but returned to Halle for his high school diploma and law studies, which he completed in Leipzig.

    In 1952, he left East Germany for Bremen in the West, where he also joined the Free Democrats. Soon he moved to Bonn to work in the party leadership and married his first wife, Luise Schweizer, in 1958.

    They divorced in 1966, a year after he won a seat in the Bundestag for the first time. In 1969, he married Barbara Schmidt, his parliamentary office secretary, who survives him, as does his daughter, Martina, from his first marriage.

    The Free Democrats gave their support to Willy Brandt’s Social Democrats in Parliament in 1969, and Mr. Genscher became Interior Minister in a coalition that started a long process that sought to balance détente with Moscow without weakening West German commitment to the NATO alliance.

    That laid the groundwork for treaties to open relations with East Germany and other East European countries and normalized the status of divided Berlin, until then a focal point for Cold War tensions.

    The security services under Mr. Genscher were blamed for letting an East German spy serve as a close personal aide to Mr. Brandt for so long that the spy’s unmasking, in the spring of 1974, caused the chancellor’s downfall. Still, Mr. Brandt’s successor, Helmut Schmidt, made Mr. Genscher foreign minister and vice chancellor.

    Their collaboration continued until 1982, when Mr. Genscher, then his party’s national leader, threw his support to Mr. Kohl’s Christian Democrats after Mr. Schmidt was unable to persuade his own party to support an American-led plan to install medium-range missiles in West Germany to counter a new threat from Soviet SS-20 rockets.

    Mr. Schmidt thought the political move “two-faced,” but Mr. Genscher kept both his critical government positions under Mr. Kohl.

    The NATO alliance weathered the storm, and Mr. Gorbachev then swept away the Soviet old guard before East Germany and the Soviet Union finally crumbled.

    Mr. Genscher resigned from the German government in 1992, soon after his 65th birthday. Six years later, he decided to leave Parliament and returned to private legal practice and consulting, writing many commentaries on public affairs to European newspapers.

    But he never lost his close ties to Russia, and the ability to negotiate with its leaders. In December 2013, that skill resulted in the release of Mikhail B. Khodorkovsky, formerly Russia’s wealthiest man, who spent a decade as President Vladimir V. Putin’s most prominent political prisoner, after more than two years of secret negotiations.

    Mr. Genscher viewed as a high point his success in the fall of 1989 in convincing the East German communist chief Erich Honecker, who must have known it was the beginning of the end, to give free passage to the West to 5,500 East Germans who had fled to the West German embassy in Prague. It was, Mr. Genscher said, “the most moving hour in my political career.”

  5. মাসুদ করিম - ১ এপ্রিল ২০১৬ (১১:০২ অপরাহ্ণ)

    Zaha Hadid, Groundbreaking Architect, Dies at 65

    Dame Zaha Hadid, the Iraqi-born British architect whose soaring structures left a mark on skylines and imaginations around the world and in the process reshaped architecture for the modern age, died in Miami on Thursday. She was 65.

    Ms. Hadid contracted bronchitis earlier this week and suffered a sudden heart attack while being treated in the hospital, her office, Zaha Hadid Architects in London, said.

    She was not just a rock star and a designer of spectacles. She also liberated architectural geometry, giving it a whole new expressive identity. Geometry became, in her hands, a vehicle for unprecedented and eye-popping new spaces but also for emotional ambiguity. Her buildings elevated uncertainty to an art, conveyed in the odd ways one entered and moved through those buildings and in the questions her structures raised about how they were supported.

    Her work, with its formal fluidity — also implying mobility, speed, freedom — spoke to a worldview widely shared by a younger generation. “I am non-European, I don’t do conventional work and I am a woman,” she once told an interviewer. “On the one hand all of these things together make it easier — but on the other hand it is very difficult.”

    Strikingly, Ms. Hadid never allowed herself or her work to be pigeonholed by her background or her gender. Architecture was architecture: it had its own reasoning and trajectory. And she was one of a kind, a path breaker. In 2004, she became the first woman to win the Pritzker Prize, architecture’s Nobel; the first, on her own, to be awarded the RIBA Gold Medal, Britain’s top architectural award, in 2015.

    Inevitably, she stirred nearly as much controversy as she won admiration, provoking protests from human rights advocates when her $250 million cultural center in Baku, Azerbaijan, forced the eviction of families from the site. A commission to design a stadium in Qatar — a sensuous plan that more than a few observers likened to female anatomy — became, in truth unfairly, a lightning rod for critics who decry the treatment of foreign laborers by the government there. She sued for defamation one critic who falsely reported that 1,000 workers had died building her stadium — before construction had even begun. She won a settlement and an apology.

    After winning the competition to design a new stadium for the 2020 Olympics in Tokyo, Ms. Hadid’s firm was fired by Japanese authorities, over accusations about looming cost overruns, a decision Ms. Hadid loudly declared unjust and political.

    Zaha Hadid was born in Baghdad on Oct. 31, 1950. Her father was an industrialist, educated in London, who headed a progressive party advocating for secularism and democracy in Iraq. Baghdad was a cosmopolitan hub of modern ideas, which clearly shaped her upbringing. She attended a Catholic school where students spoke French, and Muslims and Jews were welcome. After that, she studied mathematics at the American University in Beirut (she would later say her years in Lebanon were the happiest of her life).
    Continue reading the main story
    Related Coverage

    ARCHITECTURE REVIEW
    Zaha Hadid: A Diva for the Digital Age JUNE 2, 2006
    THE APPRAISAL
    The Sidewalk Shed, a Ubiquitous New York Eyesore, Gets a Makeover AUG. 24, 2015
    Seven Leading Architects Defend the World’s Most Hated Buildings JUNE 5, 2015
    A Zaha Hadid Design at the High Line OCT. 2, 2015
    Tokyo Olympic Stadium Quarrel Grows FEB. 3, 2016

    Then, in 1972, she arrived at the Architectural Association in London, a center for experimental design. Her teachers included Elia Zenghelis and Rem Koolhaas. They “ignited my ambition,” she would recall, and “taught me to trust even my strangest intuitions.”

    Ms. Hadid’s intuitions led her, among other directions, toward the Russian avant-garde, and its leaders: Vladimir Tatlin, El Lissitzky and Kazimir Malevich. Her graduation project at the Architectural Assocation, called Malevich’s Tectonik, was a proposal for a hotel atop Hungerford Bridge over the Thames.

    For a while she worked at Mr. Koolhaas’s Office for Metropolitan Architecture, in Rotterdam, a cutting-edge firm and crucible for gifted young architects. By the 1980s she had established her own practice in London. And she began to draw attention with an unrealized plan in 1982-83 for the Peak Club in Hong Kong.

    Ms. Hadid’s concept was a jagged, gravity-defying composition of beams and floating shards cantilevered into the rock face. It encapsulated the 1980s movement called Deconstructivism. During these years Ms. Hadid turned out an astonishing, super-refined variety of futuristic drawings and paintings. She used her art to test spatial ideas that she couldn’t yet make concrete without the aid of computer algorithms. She soon developed an insiders’ reputation as a leading theoretical designer of groundbreaking forms with unrealized projects like the Cardiff Bay opera house in Wales.

    Getting her designs built was something else.

    In 1994, her first real commission came along, a fire station in Weil am Rhein, Germany. It inspired a design of typically outsized imagination: a winged composition, all sharp angles and protrusions. Architects were impressed. The firefighters, not so much. They moved out, and the station became an event space.

    Not one to compromise or concede much to those who called her works impractical, indulgent and imprudent, from early on she made the most, creatively speaking, of what commissions she got. When her Rosenthal Center for Contemporary Art in Cincinnati, a relatively modest project, opened in 2003, Herbert Muschamp, then architecture critic for The New York Times, declared it “the most important American building to be completed since the end of the Cold War.”

    The center can, he said, “be experienced as an exercise in heightening the mind-body connection.” It “presents vantage points of sufficient variety to keep photographers snapping happily for many years to come,” he added.

    Projects followed, like the Phaeno Science Center in Wolfsburg, Germany; the Bridge Pavilion in Zaragoza, Spain; and an opera house in Guangzhou, China, whose rock crystal-shaped design she likened to “pebbles in a stream smoothed by erosion.”

    Her sources were nature, history, whatever she thought useful. Ms. Hadid’s design for the Maxxi, a modern art museum in Rome, alluded distantly to Baroque precedents, and became one of the rare modern buildings in the city to vie for attention with its numerous historical sites. Like the fire station it wasn’t entirely practical, but it was a voluptuous and muscular building, multi-tiered, with ramps that flowed like streams and floors tilted like hills, many walls swerving and swooning.

    It took years before Ms. Hadid won major commissions in Britain, where she became a citizen and established a thriving office. Her Aquatics Center in London, built for the 2012 Olympics, was a cathedral for water sports, with an undulating roof and two 50-meter pools. It has become a city landmark and neighborhood attraction, bustling with kids and recreational swimmers.

    Her partner at Zaha Hadid Architects, Patrik Schumacher, played an instrumental and collaborative role in her career. Mr. Schumacher coined the term parametricism to encompass the computer-based approach that helped the firm’s most extravagant concepts become reality. Ms. Hadid called what resulted “an organic language of architecture, based on these new tools, which allow us to integrate highly complex forms into a fluid and seamless whole.”

    Robert A.M. Stern, the dean of the Yale Architecture School, where Ms. Hadid was a visiting professor this semester, described her legacy on Thursday as “an architecture that I could never have imagined, much less imagined getting built.” He remembered her as “the master of a cutting remark about another architect’s work, but also astonishingly warm, generous and radiant,” he said. “She was like the sun.”

    Survived by an older brother, Haytham Hadid, of Beirut, she leaves unfinished, among other projects, a luxury apartment building beside the High Line in New York City.

    Ms. Hadid embodied, in its profligacy and promise, the era of so-called starchitects, who roamed the planet in pursuit of their own creative genius, offering miracles, occasionally delivering. “She was bigger than life, a force of nature,” as Amale Andraos, the dean of Columbia University’s architecture school, put it on Thursday. “She was a pioneer.”

    She was. For women, for what cities can aspire to build and for the art of architecture.

  6. মাসুদ করিম - ৬ এপ্রিল ২০১৬ (১২:৫১ অপরাহ্ণ)

    ইতিহাসের স্বর্ণঅধ্যায়ে এক কিংবদন্তী বাঙালির কাহিনি

    জাতীয় ইতিহাসে দ্বিসহস্র বছরেরও বেশি সময়ে ক্রান্তিলগ্ন এসেছে বহুবার, কিন্তু স্বর্ণঅধ্যায় আসেনি বারবার। এ দুইএর সংমিশ্রণ হয়েছে শুধু একবারই– আর সেটা ঘটেছে একাত্তরের মুক্তিযুদ্ধে। আমাদের ইতিহাসের এটাই একমাত্র গৌরবময় কাহিনি। এ কাহিনির স্মৃতিচারণ তাই ঘটবে বার বার; হয়তো-বা অনাদিকাল ধরে। যতদিন না আর এক গৌরবময় অধ্যায়ের অভ্যুদয় ঘটে, যেটা কি না একে ম্লান করে দেওয়ার শক্তি রাখে।

    বাঙালি জাতির চরিত্রে বহু বিভাজন। অনৈক্য আর মতভেদ বাঙালি চরিত্রের রীতি। সে মতভেদ আর বিভাজনময়তার সুযোগে বাংলা শাসিত হয়েছে পরদেশিদের দ্বারা, হাজার বছরের বেশি সময় ধরে। বাঙালির জাতীয় চরিত্রের চিরন্তন এ রীতির প্রথম ব্যতিক্রম ঘটেছিল একাত্তরের মুক্তিযুদ্ধে– বাঙালির ইতিহাস-উল্টানো একতার মধ্য দিয়ে। আর এ ব্যতিক্রম ঘটানোর অসাধ্য কাজটি সংঘটন করার সিংহভাগ কৃতিত্ব যে মহান বাঙালি সন্তানের প্রাপ্য তিনি আর কেউ নন, তিনি আমাদের ইতিহাসের রাখাল রাজা– শেখ মুজিবুর রহমান।

    সে মহান পুরুষের সমুদ্রসীমা দেশপ্রেম, সীমাহীন ত্যাগ, অমিত সাহস আর বজ্রকণ্ঠ (‘আমি যদি হুকুম দিবার না পারি..’) শুধু বাংলাদেশের ভৌগলিক সীমার মধ্যে আবদ্ধ বাঙালিদেরই নয়, বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে অবস্থানরত বাঙালি সন্তানদের ধমনীতে দেশপ্রেমের বহ্নিশিখা প্রজ্জ্বলিত করেছিল। তুচ্ছ করার মতন ব্যতিক্রম ছাড়া, সেদিন বিশ্বের যে যেখানে বাঙালি ছিলেন, সবারই চিন্তা, শক্তি আর শ্রম মিশে গিয়েছিল একই মোহনায়– যে মোহনার নাম ছিল মুক্তিযুদ্ধ।

    আজকের এ নিবন্ধের স্বল্পপরিসরে আমি এমন একজন বাঙালির একাত্তরের ভূমিকার কথা কিঞ্চিত উল্লেখ করব যিনি বিশ্বসভায় তাঁর কৃতিত্বের দ্বারা কিংবদন্তীতে পরিণত হয়েছেন। তাঁর নাম শুনেননি এমন বাঙালির দেখা মেলা ভার। তিনি ছিলেন প্রকৌশলী ড. ফজলুর রহমান খান। এফ আর খান নামে যিনি সমধিক পরিচিত ছিলেন। তিনি ছিলেন শিকাগোর বাসিন্দা এবং স্কিডমোর, ওয়িং এবং মেরিল নামক বিশ্বখ্যাত স্থাপত্য ও প্রকৌশল কোম্পানির অংশীদার ও প্রধান স্থপতি। পরবর্তীতে এক বিশেষ স্ট্রাকচারাল পদ্ধতির উদ্ভাবন ও ব্যবহারের মধ্য দিয়ে তৎকালীন বিশ্বের সর্বোচ্চ বিল্ডিং শিকাগোর সিয়ার্স টাওয়ারের নির্মাতা হিসেবে তিনি বিশ্বখ্যাতি অর্জন করেন।

    কয়েক বছর আগে কায়রোত মুসলিম বিশ্বকে উদ্দেশ্য করে দেওয়া ভাষণে মর্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা উল্লেখ করেছিলেন, “একজন আমেরিকান মুসলমানই নির্মাণ করেছেন আমাদের দেশের সর্বোচ্চ টাওয়ারটি।”

    সে ভাষণে ওবামা যে মুসলমানকে ইঙ্গিত করেছিলেন তিনিই আমাদের কিংবদন্তী, প্রত্যেক বাঙালির গর্ব ড. এফ আর খান।

    একাত্তরের ২৬ মার্চ মিলিটারি ক্র্যাকডাউন শুরু হবার পরপরই ড. এফ আর খান যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বাঙালিদের অনুভূতি ও শক্তি সংগঠিত করার কাজে নেতৃত্ব প্রদান করেন। বেশ কজন স্বনামধন্য আমেরিকানের সহায়তায় তিনি ইমার্জেন্সি ওয়েলফেয়ার আপিল’ নামে একটি ফান্ড গঠন করেন। এছাড়া তিনি বাংলাদেশ ডিফেন্স লীগও গঠন করেন। নিজের পেশার শত ব্যস্ততা সত্ত্বেও তিনি এ দুটো প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

    পাকিস্তানের ওয়াশিংটন দূতাবাসে এবং জাতিসংঘ মিশনে তখন বেশ কজন উচ্চপদস্থ বাঙালি কর্মকর্তা ছিলেন। এদের মধ্যে জাতিসংঘ মিশনের ভাইস কনসাল এস এ মাহমুদ আলী (বর্তমান পররাষ্ট্রমন্ত্রী) ২২ এপ্রিল মুজিবনগর সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন। অন্যান্যদের মধ্যে ছিলেন এস এ করিম ও এনায়েত করিম (যথাক্রমে বাংলাদেশের দ্বিতীয় ও তৃতীয় পরারাষ্ট্র সচিব), আততায়ীর গ্রেনেডে নিহত সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া এবং বর্তমান অর্থমন্ত্রী এম এ মুহিত।

    তাদের সবাই গোপনে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করলেও এম এ মুহিত ৩০ জুন দূতাবাস ত্যাগ করে মুজিবনগর সরকারের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। তবে তাঁরা সবাই মিলে একযোগে আগস্ট মাসে বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করার কথা ভাবছিলেন। যদিও যুক্তরাষ্ট্র-প্রবাসী সক্রিয় বাঙালিদের ও মুজিবনগর সরকারের তরফ থেকে তাদেরকে অতি শীঘ্র আনুগত্য প্রকাশের জন্য চাপ ও তাগাদা দেওয়া হচ্ছিল। এ ব্যাপারে কূটনীতিবিদদের অর্থনৈতিক গ্যারান্টি একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। সে সময় প্রবাসী মুজিবনগর সরকার যদিও কূটনীতিবিদদের ক্ষমতামাফিক মাসোহারা দিতে প্রস্তুত ছিলেন, কিন্তু প্রয়োজনের তুলনায় সেটা ছিল অপ্রতুল।

    ড. এফ আর খান অতি শীঘ্র যুক্তরাষ্ট্রে বাংলাদেশ মিশন খোলার ব্যাপারে ভীষণভাবে আগ্রহী ছিলেন। সে উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে আনুগত্য প্রকাশে আগ্রহী সমস্ত বাঙালি কুটনীতিকের সঙ্গে একযোগে মিলিত হয়ে মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত না হওয়া অবধি তাদের অর্থনৈতিক প্রয়োজন মেটানোর দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। নিউইয়র্ক ও ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস খোলা হলে তার সমস্ত ব্যয়ভার বহনের প্রতিশ্রুতিও দেন তিনি। সেদিনের পরিস্থিতিতে নিজের মাতৃভূমি এবং তার মানুষের জন্য কতটুকু দরদ থাকলে এমন বিশাল অর্থনৈতিক প্রতিশ্রুতি দেওয়া সম্ভব সেটা অনুধাবন করা খুব একটা কষ্টসাধ্য ব্যাপার নয়।

    মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর বঙ্গবন্ধুর বিশেষ আমন্ত্রণে তিনি স্বাধীন বাংলাদেশে আসেন। ১৯৯৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে প্রথম সরকারের শাসনে তাঁকে মরণোত্তর স্বাধীনতা পদক প্রদান করা হয়।

    সত্তরের দশকের প্রথমদিকে সে সময়কার যুক্তরাষ্ট্রের দ্বিতীয় শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারিং স্কুল ইউনিভার্সিটি অব ইলিনয়ে পড়তে গেলে এ বিশাল হৃদয়ের বাঙালির সঙ্গে আমার পরিচয় হয়। তিনিও আমার মতো ফরিদপুরের অধিবাসী ছিলেন বিধায় আমাকে তিনি একটু বেশি আদর করতেন। ঘটনাক্রমে ড. এফ আর খানের পর আমি প্রথম বাঙালি হিসেবে ওই বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং স্কুল থেকে ডক্টরেট লাভ করি। আমারও নামের শেষে খান থাকাতে ইঞ্জিনিয়ারং স্কুলের অনেক পুরনো অধ্যাপক জানতে চাইতেন আমরা একই পরিবার থেকে এসেছি কি না। সে সময়ে তিনি Tall Building Design নামে একটা কোর্স পড়াতেন। আমাদের ক্যাম্পাস থেকে আশি মাইল দূরে স্প্রিংফিল্ড শহরে ওই বিশ্ববিদ্যালয়ের আর একটি ক্যাম্পাসে। আমি সিভিল ইঞ্জিনিয়ারিংএর ছাত্র না হয়েও ওই বিভাগে অধ্যয়নরত আমার ভারতীয় রুমমেটের সঙ্গে কোর্সটি এটেন্ড করতাম।

    তৎকালীন বিশ্বের সর্বোচ্চ বিল্ডিং শিকাগোর সিয়ার্স টাওয়ার নির্মাণের মাধ্যমে বিশ্বখ্যাত হওয়ার পর (যেটাকে নিউজ উইক বলেছিল খানের সিয়ার্স টাওয়ার এবং ১৯৭৩ সালের সেরা ইঞ্জিনিয়ারিং আবিস্কার) তিনি আরও কয়েকটি বিখ্যাত বিল্ডিং ডিজাইন করেন যার মধ্যে রয়েছে জন হ্যানকক টাওয়ার এবং জেদ্দার হজ্জ টার্মিনাল।

    কেউ যদি ইউনিভার্সিটি অব ইলিনয়ের ওয়েবসাইট বা উইকিপিডিয়ায় ঢুঁ মারেন তাহলে দেখতে পাবেন, বিশ্ববিদ্যালয়ের যে ১৭ জন প্রাক্তন ছাত্র নোবেল পুরস্কার পেয়েছেন তাদের সবাইকে ডিঙ্গিয়ে ড. এফ আর খানকে Notable Alumni হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। উপরন্তু, তাঁকে ‘স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংএর আইনস্টাইন’ ও ‘বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার’ হিসেবে অভিহিত করা হয়েছে। এ বিরল সম্মান আর কোনো বাঙালির ভাগ্যে জুটেছে বলে আমার জানা নেই।

    আমাদের তথা বিশ্বের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিিএর চরম দুর্ভাগ্য যে, ১৯৮২ সালের ২৭ মার্চ মাত্র তেপ্পান্ন বছর বয়সে এ কিংবদন্তী মানুষটি আকস্মিকভাবে চিরবিদায় নেন। তাঁর মৃত্যুসংবাদে মুক্তিযুদ্ধের আর এক প্রবাসী নেতৃত্ব, বিচারপতি আবু সাঈদ চৌধুরী মুক্তিযুদ্ধে তাঁর অবদানের কথা স্মরণ করে এভাবে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন:

    “সাধনার উচ্চতম স্তরে উপনীত এই দেশপ্রেমিক মানুষটির নিরহংকার ব্যবহার আমাকে মুগ্ধ করে। দেশ থেকে দূরে সমস্ত জীবন কাটালেও দেশের মানুষের প্রতি তাঁর এই ভালোবাসার কথা তারা কী করে জানবেন, উপলব্ধি করবেন, এক নির্মম বেদনা তাঁকে যেন অস্থির করে তুলেছিল। আজ তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। ধন্যবাদের অপেক্ষা করেননি, বিদায় নেবার সুযোগ দেননি। তাঁর কথা লিখতে যেয়ে চোখ দুটি আমার আজ যেমন সজল হয়ে উঠছে, তাঁর অম্লান স্মৃতি যতদিন বেঁচে থাকবে আমাকে এমনি করেই নাড়া দেবে।”

  7. মাসুদ করিম - ৬ এপ্রিল ২০১৬ (২:০৩ অপরাহ্ণ)

    Panama Papers: new financial rules needed for politicians

    Broader question is how leaders should behave both in office and after

    Julius Caesar’s wife must be above suspicion, Caesar was said to have asserted as a reason for divorcing Pompeia. Sigmundur David Gunnlaugsson, Iceland’s prime minister, now finds himself in trouble over a British Virgin Islands company used to hold his wife’s investments.

    Mr Gunnlaugsson stands out among the 140 country leaders and politicians caught up in the huge leak of information from the Panamanian law firm Mossack Fonseca about the use of offshore vehicles. Unlike others such as Vladimir Putin, president of Russia, and former leaders of Middle Eastern countries, he is not one of the usual suspects.

    Anna Sigurlaug Pálsdóttir, Mr Gunnlaugsson’s wife, inherited money from the sale of her family’s business and there is no suggestion of impropriety, but he failed to disclose that he was for a period the co-owner of the offshore company in which her investments were held.

    His involvement raises a broader question about how political leaders should behave both in office and after leaving it. Leaders of developed countries, as well as developing nations, are increasingly seen to have exploited their time in office to accumulate money later on.

    The nexus between business interests and political power is on display in countries from Russia to South Africa and Brazil. Jacob Zuma, South Africa’s president, is under scrutiny over his links to the business empire of the Gupta brothers, while Dilma Rousseff, Brazil’s president, is caught up in the inquiry into corruption at Petrobras, the national oil company.

    There are also risks when leaders behave correctly while in office, but proceed to make money afterwards. Hillary Clinton, the US presidential candidate, faces questions about her behaviour as a result of she and Bill Clinton, her husband and former US president, making $140m in the eight years to 2015.

    All of this contributes to a growing global disillusion with the political class, leading to the rise of populists such as Donald Trump, the business leader who could face Mrs Clinton in this year’s presidential election. Those who make money before seeking office can have greater credibility than those who make it later.

    The unacceptable is clear — selling political influence for money — although it remains common in some countries. But the boundaries of acceptable are less obvious, and need to be defined clearly when the opportunities for former leaders to accumulate wealth are greater than before.

    David Cameron, UK prime minister (whose late father Ian was linked to an investment fund based in the Bahamas), has called an anti-corruption summit for May. Among the order of business should be to reset the rules for political leaders from all nations.

  8. মাসুদ করিম - ৬ এপ্রিল ২০১৬ (২:১৩ অপরাহ্ণ)

    Powerful force is behind Panama Papers

    A huge leak of confidential documents from Mossack Fonseca, a Panama-based law firm alleged to have been a facilitator of money laundering for its clients has shocked international public opinion. Over 11 million documents were passed to German newspaper Sueddeutsche Zeitung by an anonymous source. These documents have been reportedly investigated by some 300 global journalists for a year.

    The Western media soon collected the most eye-catching information from the documents and leaders of non-Western countries have been scrutinized. Most media led with the allegations that a close friend of Russian President Vladimir Putin had laundered $1 billion. The Western media has opaquely described it as “Putin’s money laundering.”

    Some high-profile Western public figures were named, for example Iceland’s prime minister was disclosed as having a huge offshore account. But this is just small potatoes compared with the alleged scandal against Putin.

    In recent years, documents exposed by Wikileaks, Edward Snowden and this time, the Panama Papers, have all made headlines worldwide. Among them, Snowden’s leaks sounded the most credible since they were exposed by an admitted whistleblower. While the Wikileaks website has at least a figurehead, nobody is clearly behind these latest leaks. However the documents revealed do have basic political targets, which is food for thought.

    The Western media has taken control of the interpretation each time there has been such a document dump, and Washington has demonstrated particular influence in it. Information that is negative to the US can always be minimized, while exposure of non-Western leaders, such as Putin, can get extra spin.

    In the Internet era, disinformation poses no major risks to Western influential elites or the West. In the long-run, it will become a new means for the ideology-allied Western nations to strike a blow to non-Western political elites and key organizations.

    The online disinformation makes public opinion precise strikes possible for the West, which always “digs out” materials from the so-called confidential information. Despite different interests, Western countries are close allies in ideology. This is perhaps the basis for the concept of the “West.” Public opinion of different Western countries is quite uniform.

    It is risky to claim the leaked information is fabricated. It can be predicted that such disclosure will not survive if it embarrasses the West. But the West will be happy to see such leaks happen if their opponents are attacked.

    Some are wondering why so many public figures handed over their secrets to the same law firm. But it is only a minor question. For ordinary people, it is useless to wrestle with the power behind the leak, which can wield such a huge amount of documents.

  9. মাসুদ করিম - ৬ এপ্রিল ২০১৬ (৪:৫৭ অপরাহ্ণ)

    Stone Age humans brought deer to Scotland by sea: study

    Stone Age humans populated the Scottish islands with red deer transported “considerable distances” by boat, said researchers Wednesday who admitted surprise at our prehistoric ancestors’ seafaring prowess.

    DNA analysis revealed that deer on Scotland’s northermost islands were unlikely to have come from the closest and seemingly most obvious places — mainland Scotland, Ireland or Norway, said a study in the Royal Society journal Proceedings of the Royal Society B.

    “Our results imply that Neolithic humans were transporting deer considerable distances, by sea, from an unknown source” some 4,500-5,500 years ago, co-author David Stanton of Cardiff University told AFP by email.

    “These results are surprising… The evidence suggests that we have misunderstood our relationship with this species,” he added.

    “Perhaps humans managed deer, having long-term relationships with herds that allowed them to plan, capture and transport deer on longer voyages.”

    It was known that late Stone Age humans had transported cattle, sheep and pigs by boat, but not large wild animals, and not over such vast distances.

    Red deer, said Stanton, were central to life in Britain from the end of the last Ice Age about 11,000 years ago to the arrival of the first late Stone Age farmers.

    The animals provided crucial nourishment, skins, sinew, bones and antlers — used to till the soil, among other things.

    Scientists say all animals, including deer, found on the islands today must have been introduced by seafaring people.

    The islands were covered in ice during the last “glacial maximum”, a period of deep Earth freeze, and have since been separated from each other and the mainland by spans of ocean too wide for deer to swim.

    It was therefore thought the deer must have been brought from nearby, possibly from mainland Scotland, boat-hopping from island to island with short spurts of swimming in between.

    But DNA analysis of Neolithic deer bones found that those on the most distant, northern islands, were genetically dissimilar to deer from Britain, Ireland, the western European mainland or Scandinavia.

    “The hunt is now on to find the ancestors of these deer,” said Stanton.

  10. মাসুদ করিম - ১১ এপ্রিল ২০১৬ (৭:১৪ অপরাহ্ণ)

    বাঘ বেড়েছে বিশ্বে

    গত এক শতাব্দির মধ্যে প্রথমবারের মতো বিশ্বে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে প্রাণী সংরক্ষণবিদরা জানিয়েছেন।

    ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (ডব্লিউডব্লিউএফ) ও গ্লোবাল টাইগার ফোরাম জানিয়েছে, সর্বশেষ বিশ্ব শুমারিতে তিন হাজার ৮৯০টি বাঘের তথ্য পাওয়া গেছে।

    ২০১০ সালে বিশ্বব্যাপী বাঘের সংখ্যা তিন হাজার ২০০টিতে নেমে গিয়েছিল। অথচ গত শতকের গোড়ার দিকেও বিশ্বে এক লাখ বাঘ ছিল বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

    বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এমন খবরে আশাবাদ তৈরি হলেও বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, তথ্য সংগ্রহে উন্নতমানের পদ্ধতি ব্যবহারের কারণেও সংখ্যাবৃদ্ধি ঘটেছে বলে ধারণা তৈরি হতে পারে।

    ডব্লিউডব্লিউএফ-এর মহাপরিচালক মার্কো ল্যাম্বার্টিনি বলেন, “সাম্প্রতিক সংখ্যাটি দেখাচ্ছে সরকার, স্থানীয় সম্প্রদায় ও সংরক্ষণবিদরা একসঙ্গে কাজ করলে আমরা প্রজাতি ও তাদের বাসস্থান রক্ষা করতে পারি।”

    বাঘের বসবাস আছে বিশ্বের এমন ১৩টি দেশের বন ও পরিবেশমন্ত্রীরা চলতি সপ্তাহে দিল্লিতে ‍বৈঠকে বসার কথা রয়েছে। ওই বৈঠক সামনে রেখেই সর্বশেষ বাঘসুমারির এই ফলাফল প্রকাশ করা হয়েছে।

    দিল্লির ওই সম্মেলনে ২০২২ সালের মধ্যে বিশ্বে বাঘের সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্য ঘোষণা করা হবে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

    সর্বশেষ গণনায় দেখা গেছে, বিশ্বে মোট বাঘের অর্ধেকেরও বেশি, দুই হাজার ২২৬টি রয়েছে ভারতে। বন ধ্বংস করায় ইন্দোনেশিয়ায় বাঘের সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে।

    কম্বোডিয়ায় বাঘ কার্যত বিলুপ্ত হয়ে গেছে বলে এর আগে ঘোষণা করা হয়েছিল। তবে ইদানিং দেশটিতে আবার বাঘ দেখা যাচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
    বাঘের বাসস্থান মানুষের দখলে চলে যাওয়া ছাড়াও চোরা শিকারিরা বাঘের শরীরের বিভিন্ন অংশ উচ্চমূল্যে বিক্রির লক্ষ্যে বাঘ শিকার করছে। এছাড়া বনের কাছাকাছি এলাকার বাসিন্দারাও নিজেদের নিরাপত্তার জন্য কখনো কখনো বাঘ হত্যা করেন।

    Global wild tiger population increases, but still a long way to go

    The number of wild tigers has been revised to 3,890, based on the best available data, said WWF and the Global Tiger Forum (GTF) ahead of a major tiger conservation meeting tomorrow in New Delhi to be opened by India’s Prime Minister Narendra Modi.

    This updated minimum figure, compiled from IUCN data and the latest national tiger surveys, indicates an increase on the 2010 estimate of ‘as few as 3,200’, and can be attributed to multiple factors including increases in tiger populations in India, Russia, Nepal and Bhutan, improved surveys and enhanced protection.

    “For the first time after decades of constant decline, tiger numbers are on the rise. This offers us great hope and shows that we can save species and their habitats when governments, local communities and conservationists work together,” said Marco Lambertini, Director General of WWF International.

    The meeting of tiger range governments at the 3rd Asia Ministerial Conference on Tiger Conservation this week is the latest step in the Global Tiger Initiative process that began with the 2010 Tiger Summit in Russia. Governments at that meeting agreed to the Tx2 goal to double wild tiger numbers by 2022.

    “This is a critical meeting taking place at the halfway point in the Tx2 goal,” said Dr Rajesh Gopal, Secretary General, Global Tiger Forum. “Tiger governments will decide the next steps towards achieving this goal and ensuring wild tigers have a place in Asia’s future.”

    Over the three day meeting, countries will report on their progress toward the Tx2 goal and commit to next steps. Prime Minister Modi will address the conference on the essential role tigers play as a symbol of a country’s ecological well-being.

    “A strong action plan for the next six years is vital,” said Michael Baltzer, Leader of WWF Tx2 Tiger Initiative. “The global decline has been halted but there is still no safe place for tigers. Southeast Asia, in particular, is at imminent risk of losing its tigers if these governments do not take action immediately.”

    Tigers are classified as endangered by the IUCN Red List of Threatened Species, threatened by poaching and habitat loss. Statistics from TRAFFIC, the wildlife trade monitoring network, show that a minimum of 1,590 tigers were seized by law enforcement officials between January 2000 and April 2014, feeding a multi-billion dollar illegal wildlife trade.

    In order for countries to protect their tigers, it is essential that they know their tiger populations and the threats they face.

    In 2014, tiger range governments agreed to announce a new global tiger estimate by 2016, based on full, systematic national surveys. However, not all countries have completed or published these surveys. The new minimum estimate of close to 3,900 tigers is based on the IUCN Red List of Threatened Species account for tigers, updated for countries where national tiger surveys have taken place since the IUCN assessment.

    WWF and the GTF commend the tiger range countries that have updated their population figures since 2010 and encourage the remaining countries to complete and publish their population surveys as soon as possible.

  11. মাসুদ করিম - ১২ এপ্রিল ২০১৬ (১০:১৯ পূর্বাহ্ণ)

    টিআইয়ের চিলেপ্রধানের পদত্যাগ ও বাংলাদেশ প্রসঙ্গ

    পানামা পেপার্স কেলেঙ্কারিতে পদ খুইয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দক্ষিণ আমেরিকার একটি দেশের শাখাপ্রধান। বাংলাদেশের ট্রান্সপারেন্সির ইন্টারন্যাশনালের কী অবস্থা? বিষয়টির উপর আলোকপাত করেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।

  12. মাসুদ করিম - ১৩ এপ্রিল ২০১৬ (১১:০৫ অপরাহ্ণ)

    Strong earthquake strikes Myanmar, felt in India

    A strong earthquake struck Myanmar on Wednesday night and was felt in parts of eastern India and Bangladesh. There were no immediate reports of injuries or damage.
    The earthquake had a magnitude pf 7.2, according to the China Earthquake Networks Center. The quake struck at a depth of 135 kilometers (84 miles), 396 kilometers (246 miles) north of Myanmar’s capital, Naypyidaw, according to the U.S. Geological Survey.

    Residents in Myanmar’s main city of Yangon panicked after the quake struck, but authorities there said there were no immediate reports of injuries or damage.

    An Associated Press journalist who was in a hospital in Yangon at the time of the quake said the seven-story building shook strongly twice, for at least a minute. Many people in the hospital, including patients, staff and visitors, ran out of the building and began calling their loved ones.

    The quake was centered in the jungle and hills around 220 kilometers (137 miles) northwest of Mandalay, Myanmar’s second-biggest city. While the area is prone to earthquakes, it is generally sparsely populated, and most houses are low-rise structures.

    The tremors were felt in the eastern Indian states of Assam and West Bengal, including in the area of Assam’s Kaziranga National Park, where the Duke and Duchess of Cambridge are visiting during their royal tour of India.

    Kitty Tawakley, a spokeswoman for the British High Commission in New Delhi, said Prince William and his wife, the former Kate Middleton, were safe. The royal couple are spending the night in the park area, and are scheduled to leave for neighboring Bhutan on Thursday.

    In Assam’s capital, Gauhati, people rushed outdoors as they felt strong tremors and buildings swaying. A failure at a power station in eastern Assam caused outages in several parts of the state.

    People also reported feeling the quake in Bangladesh’s capital, Dhaka, 484 kilometers (300 miles) from the epicenter.

    শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ

    মিয়ানমারে শক্তিশালী এক ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকা।

    বুধবার রাত ৮টার ঠিক আগে রাজধানীতে থেকে থেকে কম্পন অনুভূত হতে থাকে। বড় বড় ভবনগুলো দুলতে থাকলে আতঙ্কও দেখা যায়।

    একই সময় চট্টগ্রামসহ অন্য জেলাগুলো থেকেও ভূকম্পনের খবর আসতে থাকে।

    ভূমিকম্পে আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ঢাকার মগবাজারে একটি মাদ্রাসার বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। সিলেটে আহত হয়েছেন অন্তত ১০ জন।

    চট্টগ্রামে কয়েকটি ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। এছাড়া আর কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

    বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা মোহাম্মদ হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা ছিল শক্তিশালী ভূমিকম্প। নিকট অতীতে আমাদের আশপাশে শুধু নেপালে এর চেয়ে বড় ভূমিকম্প হয়েছিল।”

    ভূকম্পনের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ‘বেশ গভীরে’ হওয়ায় বাংলাদেশে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি অপেক্ষাকৃত কম হয়েছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান সৈয়দ হুমায়ুন আখতার।

    যুক্তরাষ্ট্রের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমারে ৬ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্প হয়। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১৩৪ কিলোমিটার গভীরে।

    তবে বাংলাদেশের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা হানিফ তাৎক্ষণিকভাবে বলেন, “রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২।”

    রাত ৭টা ৫৫ মিনিটে অনুভূত এই ভূমিকম্পের উৎসস্থল ঢাকা থেকে ৪২০ কিলোমিটার পূর্বে বলে জানান তিনি।

    রয়টার্সসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এই ভূমিকম্পের মাত্রা ৭ উল্লেখ করা হয়েছে।

    এসব তথ্য জানানোর পরও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশের পর্যবেক্ষণ কেন্দ্রে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ২।”

    অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে স্থাপিত আর্থ-অবজারবেটরির তত্ত্বাবধায়ক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার জানান, “এর ম্যাগনিচ্যুড রিখটার স্কেলে মাত্রা ৬ দশমিক ৯ রেকর্ড করা হয়েছে।”

    বিভিন্ন ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের বিশ্লেষণে ভূকম্পনের মাত্রার তারতম্য দশমিক ২ থেকে দশমিক ৩ পর্যন্ত কম-বেশি হতে পারে বলে মনে করে বিশেষজ্ঞরা।

    আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের সফটওয়্যার এনালাইসিস বলছে ৭ দশমিক ২। অন্যরা কমও বলতে পারে।

    “বিভিন্ন সেন্টারের এনালাইসিস বিভিন্ন হতে পারে। সেক্ষেত্রে দশমিক ২ থেকে দশমিক ৩ এর ভেরিয়েশন সমস্যা নয়।”

    বুধবারের ভূমিকম্প ‘ফোর বোল’র উল্লেখ করেন মল্লিক বলেন, “মানে এটাকে শক্তিশালীর চেয়েও একটু বেশি বলা যায়।”

  13. রেজাউল করিম সুমন - ১৫ এপ্রিল ২০১৬ (১:৪৬ অপরাহ্ণ)

    পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ইতিহাস সম্পর্কে একটু হলেও খোঁজখবর রাখেন, এমন বহুজনের কাছেই টি. এইচ. লুইন একটি সুপরিচিত নাম। তিনি ছিলেন ১৮৬০ সালে সৃষ্ট সীমান্ত জেলাটির প্রথম ডেপুটি কমিশনার, যে পদে তিনি নিয়োগ পান সেখানে পুলিশ প্রধান হিসাবে যোগ দেওয়ার পরেই। তাঁর আগেও অবশ্য পার্বত্য চট্টগ্রামের প্রশাসক হিসাবে আরো দু’জন দায়িত্ব পালন করেছিলেন, তবে তাঁদের পদবী ছিল ‘সুপারিন্টেন্ডেন্ট অফ হিল ট্রাইবস’। লুইনের বরাতে আমরা জানতে পারি, তাঁর এই দুই পূর্বসূরীর প্রথম জন (যাঁকে তিনি শুধু ‘ক্যাপ্টেন এম’ নামে অভিহিত করেছেন) নাকি পরিচিত ছিলেন ‘পাগলা সাহেব’ নামে, যে নামডাকের সাথে জড়িয়ে ছিল লুসাই হামলাকারীদের বিরুদ্ধে দেখানো তাঁর দুঃসাহসিক কীর্তিকলাপসহ বিভিন্ন চমকপ্রদ কর্মকান্ডের কাহিনী। তবে সেই পাগলা সাহেবকে ছাড়িয়ে আরো অনেক বড় জীবন্ত কিংবদন্তীতে পরিণত হয়েছিলেন লুইন নিজেই, পার্বত্য চট্টগ্রামে তাঁর নয় বছর দায়িত্বপালনকালে। উল্লেখ্য, এই এলাকার নবনিযুক্ত পুলিশ প্রধান হিসাবে কাজে যোগদানের জন্য তিনি তখনকার জেলা সদর চন্দ্রঘোনায় এসে পা রেখেছিলেন এখন থেকে ঠিক দেড়শত বছর আগে, ১৮৬৬ সালের ১৫ই এপ্রিল। আবার এ বছরই, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে, পূর্ণ হয়েছে তাঁর মৃত্যুর একশত বছর। কাজেই উভয় বিচারেই আমাদের সামনে একটা ভালো উপলক্ষ হাজির হয়েছে লুইনের জীবন ও কর্মের দিকে ফিরে তাকানোর জন্য, সেসাথে তাঁর সমসাময়িক যেসব ঔপনিবেশিক বাস্তবতা এখনো আমাদের মাঝে বহাল তবিয়তে আছে, সেগুলিও খতিয়ে দেখার জন্য।

    পড়ুন প্রশান্ত ত্রিপুরার প্রবন্ধ ক্যাপ্টেন লুইন ও ঔপনিবেশিক জাদু বাস্তবতা (লিংক)।

  14. মাসুদ করিম - ২৫ এপ্রিল ২০১৬ (১১:২০ পূর্বাহ্ণ)

    ‘কোপ খেয়ে পড়ে আছে বিশ্ববিদ্যালয়’

    অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী খুন হওয়ার পর প্রতিবাদ আর ক্ষোভের প্রকাশ ঘটছে ফেইসবুকেও।

    সহকর্মী, শিক্ষার্থী, আরও অনেকের বিক্ষোভের লেখনীতে এসেছে প্রতিরোধের ডাক, ‘বিচারহীনতার সংস্কৃতি’ নিয়ে অসন্তোষ।

    এর আগে গত এক যুগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হত্যার শিকার অন্য তিন শিক্ষকের কথাও বার বার ফিরে আসছে।

    গত শনিবার ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম নিহত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বখতিয়ার আহমেদ ফেইসবুকে লিখেছেন, “স্যারের রক্তাক্ত ছবিটাও দেখলাম মাত্র। নীলচে কালো প্যান্ট, শাদা শার্ট, পায়ে স্যান্ডেল। পাশেই পড়ে আছে ব্যাগটা। মনে হলো ঘাড় থেকে গলা পর্যন্ত কোপ খেয়ে উপুড় হয়ে পড়ে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।”

    তিনি প্রশ্ন রেখেছেন- “এইভাবে খুন-হওয়াদের সাথে নিজেদের অমিল খুঁজে-খুঁজে বাঁচা মানুষেরা এখন কী করবে?”

    গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন লিখেছেন, “ঘাড়ের শিরাগুলো ক্রমাগত দপদপ করে চলেছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ফিনকি দিয়ে রক্ত ছুটবে। মনে হচ্ছে, যে কোনো রক্তক্ষরণের বিরুদ্ধে দাঁড়াতে হবে। ‘মিনমাম কমন গ্রাউন্ডে’ দাঁড়াতে হবে। আমরা কোনো ‘অস্বাভাবিক’ মৃত্যু চাই না। অন্তত এইটুকু গ্যারান্টি চাই।…”

    ‘সেই নিশ্চয়তা কি রাষ্ট্র দিতে পারে না’- প্রশ্ন রেখেছেন এই শিক্ষক।

    একই বিভাগের সহযোগী অধ্যাপক সেলিম রেজা নিউটনের প্রতিক্রিয়ায় ঝরেছে শ্লেষ।

    “আমরা আমাদের চোখ আপাতত রাষ্ট্রের কাছে জমা দিয়েছি। আমরা কোনো খুনখারাবি দেখব না বলে সিদ্ধান্ত নিয়েছি। রাষ্ট্র যা দেখাবে দেখব। রাষ্ট্রের তরফে মিডিয়া যা শোনাবে শুনব। আট-সকালে আরকেএস কোপ খেলেন ঘাড়ে। স্মুদ কোপ। শেখা হাতের কোপ। দেখল না কেউ। সবাই শুনেছেন শুধু। আরকেএসের খুন একটা শোনা-কথা হয়ে যেতে পারত। কিন্তু কোপ খাওয়া লাশটা উপুড় হয়ে শুয়ে থাকল যে! সেটা সবাই দেখেও ফেলেছেন। কি মুশকিল!”
    ঘাতকের চাপাতিতে আরেক শিক্ষককে হারিয়ে ফেইসবুক বিক্ষোভে শামিল হয়েছেন শিক্ষকরাও।নিজের প্রোফাইল ছবি পরিবর্তন করে অধ্যাপক রেজাউল করিমের ছবি দিয়েছেন কেউ কেউ। শেয়ার করছেন পুরনো ছবি, বিভিন্ন ঘটনার স্মৃতি।

    আবদুল্লাহ খান বাদল নামে এক পুলিশ পরিদর্শক ফেইসবুকে লিখেছেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ধারাবাহিকভাবে এবং নির্বিঘ্নে কুপিয়ে হত্যা মনে হয় খুবই সহজতর মজার কাণ্ড!!!! … পরিচিত এবং অপরিচিত সবাইকে নিয়ে শঙ্কিত, জানি না এরপর কে??”

    এর আগে ২০১৪ সালে এ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক শফিউল ইসলাম, ২০০৬ সালে ভূতত্ত্ব ও খনিবিদ্যার এস তাহের আহমেদ এবং ২০০৪ সালে অর্থনীতির ড. ইউনুস খুন হন।

    মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএস অধ্যাপক রেজাউল হত্যার দায় স্বীকার করেছে বলে খবর দিয়েছে জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী এক ওয়েবসাইট। পুলিশও জঙ্গি সংশ্লিষ্টতার সন্দেহের কথা বলেছে, গ্রেপ্তার করা হয়েছে এক শিবির নেতাকে।

    কিন্তু শিক্ষক রাজনীতি থেকে ‘দূরে থেকে’ অধ্যাপনা, সাহিত্য আর সাংস্কৃতিক কর্মকাণ্ডে মেতে থাকা ‘শান্তিপ্রিয়’ মানুষ হিসেবে পরিচিত রেজাউল করিমকে কেন হত্যা করতে হলো- তার জবাব খুঁজে পাচ্ছেন না শিক্ষার্থীরা।

    ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মোজাফফর হোসেন তার শিক্ষককে স্মরণ করে লিখেছেন, “তার কোনো ব্লগ বা ফেইসবুক অ্যাকাউন্ট ছিল না। অল্প কিছু কবিতা, ছোটগল্প আর চলচ্চিত্র রিভিউ লিখেছেন। বিশেষ কোনো পত্রিকাতে সেগুলো প্রকাশিত হয়নি। তার কোনো লেখা ধর্মীয় বিদ্বেষমূলক না। সামাজিক বক্তব্যধর্মী লেখা লিখতেন। টিজেন কেইন, বাইসাইকেল থিফ, পথেরপাঁচালি-চোখের বালি-মেঘে ঢাকা তারা, অমৃত কুম্ভের সন্ধানে, সিন্ডলার্স লিস্ট- এসব ক্লাসিক ছবি নিয়ে লিখেছেন। তাহলে এভাবে নির্মমভাবে খুন করা হল কেন?”

    আর শিক্ষার্থী মাহবুবা জাহানের লেখায় এসেছে সতর্কবার্তা। তিনি মনে করিয়ে দিয়েছেন- এভাবে চলতে থাকলে কেউ আর নিরাপদ নয়।

    “দাঁড়িয়ে রইব রাস্তার পাশে, তীব্র বেগে ধেয়ে আসবে মোটর বাইক, অসম্ভব দ্রুততায় ধারালো চাপাতি ছুড়ে দেবে যুবক আমার ঘাড় বরাবর। কাটা কলাগাছের মত লুটিয়ে পড়ব সাথে সাথেই, নিজের রক্তে বানানো ছোটখাট পুকুরে। শেষবারের মত আকাশ দেখার জন্য তাকাব খোলা চোখে, উপরে, এবং তাকিয়েই রইব … ভাববেন না, আমার জায়গায় আপনিও হতে পারেন!”

  15. মাসুদ করিম - ২৫ এপ্রিল ২০১৬ (৪:৫৫ অপরাহ্ণ)

    পর্তুগিজদের চাটিগাম

    ষষ্ঠদশ শতকের শুরুর দিকে পর্তুগিজরা ভারতীয় উপমহাদেশ এবং সংলগ্ন অঞ্চলে আসতে শুরু করে। দক্ষিণ ও পশ্চিম ভারত, শ্রীলংকা, মালাক্কায় তাদের বসতি এবং বাণিজ্যিক স্থাপনা গড়ে ওঠে। ভাস্কো দা গামা, আলভারেজ কাবরাল ও আফোন্সো দে আলবুকার্কের মতো দুঃসাহসী নাবিক-অভিযাত্রীদের নেতৃত্বে আরব সাগরের তীর ও ভারতবর্ষের উপকূলে পর্তুগিজদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। উত্তমাশা অন্তরীপ ঘুরে সাগরপথে ভারত এবং দক্ষিণ-পশ্চিম এশীয় উপকূলে পৌঁছানোটা ছিল বেশ বিপজ্জনক। একে তো পথটা চেনা ছিল না, তার ওপর ঝড়, জলদস্যুর আক্রমণ তো লেগেই থাকত। ভারতের পথ চিনতে পর্তুগিজরা পূর্ব আফ্রিকার জাঞ্জিবার বন্দরে থাকা গুজরাটি নাবিকদের সহায়তা নিত। এত ঝুঁকি নিয়ে ভারত তথা পূর্ব এশিয়ায় আসার পেছনে উপযুক্ত কারণও ছিল। ইউরোপ থেকে ভারতে আসার স্থলপথ ছিল মধ্যপ্রাচ্যের পাহাড়-মরুভূমি দিয়ে পূর্ণ। অন্যদিকে এসব পথ যেসব ভূভাগের ওপর দিয়ে গেছে তার রাজনৈতিক দখল ছিল অন্যদের হাতে। মিসরে ছিলেন খলিফা, এর পর অটোমান তুর্কি এবং ইরানের শাহ। ফলে এশিয়ায় বাণিজ্য বিস্তারে ইউরোপীয়দের ভৌগোলিক ও রাজনৈতিক উভয় রকমের বাধার মুখে পড়তে হচ্ছিল। ঠিক এ রকম একটি প্রেক্ষাপটেই পর্তুগিজ নাবিকদের দুঃসাহস ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগর পাড়ি দিয়ে তাদের ভারত এবং পূর্ব এশিয়ার উপকূলে এনে হাজির করে। ঝুঁকি নেয়ার পুরস্কারটাও তারা দ্রুত পেয়েছিল। শিগগিরই তারা গুজরাট উপকূল, কোঙ্কনে বাসেইন, সিংহল ও গোয়ায় বন্দর স্থাপন করে অথবা দখল করে নেয়। তবে শুরুর দিকে পর্তুগিজদের কাছে ভারতের চেয়ে পূর্ব দিকে ইন্দোনেশিয়ার দুর্গম কিছু দ্বীপ ছিল বেশি আকর্ষণীয়। এসব দ্বীপে পাওয়া গোলমরিচ একবার ইউরোপের বন্দরে নিতে পারলে হাজার গুণ লাভে বিক্রি করা সম্ভব হতো। এমন পরিস্থিতিতে পর্তুগিজদের দরকার হয় ভারতে বন্দর স্থাপন করা। কারণ ছিল মূলত দুটি— এক. গোলমরিচের ব্যবসার জন্য ভারতীয় উপকূলে বন্দর ও বাণিজ্য ঘাঁটি দরকার হয়ে পড়েছিল, দুই. ভারতের সুতি কাপড় ইন্দোনেশিয়ায় বিক্রি হতো, তাই এ কাপড় সংগ্রহ করতে পারলে মরিচের সঙ্গে বিনিময় করতে সুবিধা হতো।

    ষোড়শ ও সপ্তদশ শতকের পর্তুগিজ লেখকদের লেখায় বারবার এসেছে ‘সিটি অব বাংলা’র নাম। এই ‘সিটি অব বাংলা’ হচ্ছে চট্টগ্রাম। দুয়ার্তে দে বারবোসা (১৪৮০-১৫২১ খ্রি.) পর্তুগিজদের মধ্যে প্রাথমিককালে আফ্রিকা ও ভারতীয় উপকূলের ভৌগোলিক বিবরণ দিয়েছিলেন। তিনি লিখেছিলেন— ‘এই সাগর (বঙ্গোপসাগর) হচ্ছে একটি উপসাগর। এটি উত্তর দিকে অগ্রসর হয়েছে। এর উপকূলেই রয়েছে একটি দারুণ শহর। শহরটি মুসলিম অধ্যুষিত। শহরটির নাম বাঙলা। এ শহরের একটা কার্যকরী বন্দর আছে।’ অর্থাত্ অনেকের কাছে বাংলা বলতে চট্টগ্রামই বোঝাত। পর্তুগিজদের লেখায় চট্টগ্রামের উচ্চারণ ছিল ‘চাটিগাম’। পর্তুগিজ প্লিনি খ্যাত ইতিহাসবিদ দে বারোস ১৫৪০ খ্রিস্টাব্দে তার আঁকা মানচিত্রে চট্টগ্রামকে বাংলার একটি শহর হিসেবে উল্লেখ করেন। এখানে উল্লেখ্য, আরব এবং পরবর্তী সময়ে পর্তুগিজরা কোনো গুরুত্বপূর্ণ বিদেশী শহর বা বন্দরের নাম দিত সেই দেশের নাম অনুসারে। অনেকে আবার এই চট্টগ্রামকে দেয়াঙ নামে উল্লেখ করেছেন। ফাদার হস্টেনের মতে, ‘সিটি অব বাংলা’ হচ্ছে দেয়াঙ। তার মতে, বাংলার উপকূলে এই দেয়াঙেই প্রথম পর্তুগিজ বসতি স্থাপিত হয়েছিল। দেয়াঙ কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে অবস্থিত ছিল। অনেকে চট্টগ্রাম বন্দরকে দেয়াঙের সঙ্গে মিলিয়ে ফেললেও এটা প্রমাণিত যে, পর্তুগিজরা মূলত চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করেই এ অঞ্চলে সমবেত হয়েছিল। গত শতকের শুরুর দিকে দেয়াঙ পরিচিত হয় ‘ফিরিঙ্গি বন্দর’ নামে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এখনো আছে দেয়াঙ পাহাড়।

    আফোন্সো দে আলবুকার্ক মালাক্কা বিজয় করেন ১৫১১ খ্রিস্টাব্দে। আলবুকার্ক ছিলেন দক্ষ সামরিক নেতা ও প্রশাসক। ১৫১৩ খ্রিস্টাব্দে তিনি বাংলায় বাণিজ্যের সুপ্ত সম্ভাবনার বিষয়ে পর্তুগালের রাজাকে অবহিত করেন। কিন্তু বাংলার অভিযান বাস্তব রূপ দেয়ার আগেই আলবুকার্ক ১৫১৫ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। জোয়াশিম জোসেফ এ. ক্যাম্পোস লিখেছেন প্রাচীনকাল থেকেই চট্টগ্রাম ছিল বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর। আলবুকার্কের পর ভারতে পর্তুগিজদের গভর্নর হন লোপো সোয়ারেজ দে অলবারগেরিয়া। বাংলায় প্রথম অভিযান বা প্রবেশের জন্য স্থান হিসেবে বাছাই করা হয় চট্টগ্রামকে। কারণ চট্টগ্রামে সাগর দিয়ে সরাসরি প্রবেশ করা যেত এবং এখানে কেন্দ্রীয় রাজনৈতিক শাসন ছিল দুর্বল। ১৫১৭-১৮ খ্রিস্টাব্দে লোপো সোয়ারেজ দে অলবারগেরিয়া কর্তৃক চট্টগ্রাম দখলের চেষ্টা ব্যর্থ হয়। ১৫২৮ খ্রিস্টাব্দে পর্তুগিজরা আবারো চট্টগ্রামে অভিযান চালায়। এবারো অভিযান বিফলে যায়। অনেক পর্তুগিজ নিহত হয় এবং তাদের নেতা আফোন্সো দে মেলোকে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনতে হয়। বাংলার শাসক তখন সুলতান মাহমুদ শাহ। ১৫৩৪ খ্রিস্টাব্দে আফোন্সো দে মেলোকে আবারো চট্টগ্রাম অভিযানে পাঠানো হয়। এবার তাকে পাঠিয়েছিলেন ভারতে নতুন পর্তুগিজ গভর্নর নুনো দে কানহা। কিন্তু এবারো আফোন্সো দে মেলো বন্দি হন। প্রতিশোধ নিতে নুনো এবার বেশ শক্তিশালী একটি নৌবহর প্রেরণ করেন। এ দলটি চট্টগ্রামে আক্রমণ করে এবং অনেক স্থাপনা পুড়িয়ে দেয়। সুলতান মাহমুদ শাহ তখন কঠিন রাজনৈতিক সংকট মোকাবেলা করছেন। তিনি তখন শের শাহ সুরীর হুমকিতে, পরিস্থিতি মোকাবেলায় তিনি তখন পর্তুগিজদের শক্তিকে নিজের পক্ষে ব্যবহারের সিদ্ধান্ত নিলেন। এরই মধ্যে ক্যাপ্টেন দিয়াগো রেবেল্লো ওডিশার উপকূল ধরে গঙ্গা দিয়ে হুগলির সাতগাঁও বন্দরে পৌঁছে যান। এবার আর পর্তুগিজদের খেদানো হলো না। তাদের বাণিজ্য করার অনুমতি দেয়া হয় এবং বন্দিদের মুক্ত করে দেয়া হয় শের খানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ১৫৩৭ খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ শাহ পর্তুগিজদের চট্টগ্রামে বসতি স্থাপনের অনুমতি দেন। একই সঙ্গে তারা এখানে একটি কাস্টমস হাউজ তৈরি এবং কিছু জমি থেকে রাজস্ব আদায়েরও অনুমতি পায়। সাতগাঁওয়ের মতো চট্টগ্রাম বন্দরেও ব্যবসা-বাণিজ্য বিকশিত হয়। চট্টগ্রামের কাস্টমস হাউজের প্রধান ছিলেন নুনো ফার্নান্দেজ ফ্রেইরি। চট্টগ্রামে তিনি বিপুল ক্ষমতার অধিকারী ছিলেন। মোগল সম্রাট আকবর ও জাহাঙ্গীর পর্তুগিজদের প্রতি ইতিবাচক ছিলেন। এ কারণে চট্টগ্রামে পর্তুগিজ আধিপত্যকে মোগল শাসনের কড়াকড়িকে মোকাবেলা করতে হয়নি। ফলে ষষ্ঠদশ শতকের শেষ দুই দশকে পর্তুগিজরা চট্টগ্রামে যথেষ্ট শক্তিশালী অবস্থান তৈরি করে। চট্টগ্রাম তখন আরাকান রাজের অধীন। কিন্তু পর্তুগিজরা এবার আরকান শক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সিদ্ধান্ত নেয়। ১৫৯০ খ্রিস্টাব্দে আন্তোনিও ডি সুজা গোদিনহো অস্ত্রের জোরে চট্টগ্রামের দুর্গ দখল করে নেয়। একই সঙ্গে তারা সন্দ্বীপও দখল করে। এর পর আরকান রাজার সঙ্গে তাদের সমঝোতা হয়। ১৬০২ খ্রিস্টাব্দে সন্দ্বীপ পর্তুগিজদের পূর্ণ দখলে আসে। পর্তুগিজ ইতিহাসবিদদের লেখায় এ বিজয়ের পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যায় না। তবে সন্দ্বীপে পর্তুগিজদের কীর্তির বিশদ বিবরণ পাওয়া যায় ফাদার নিকোলাও পিমেনটা ও ফাদার দু জেরিকের লেখায়। ফাদার দু জেরিকের বিবরণ থেকে জানা যায়, বছরে সন্দ্বীপ থেকে ২০০ জাহাজ লবণ বোঝাই হয়ে ছেড়ে যেত। এই সন্দ্বীপ থেকেই পুরো বাংলায় লবণ সরবরাহ করা হতো। সন্দ্বীপের এ বাণিজ্যে একচেটিয়া অধিকার ছিল কেদার রায়ের। বাংলা দখলের পর মোগলরা কেদার রায়ের এ অধিকার খর্ব করে। বহু দিন ধরে সন্দ্বীপের দিকে দৃষ্টি নিবদ্ধ করে থাকা পর্তুগিজরা এবার মোক্ষম সুযোগ পেয়ে যায়। ডোমিঙ্গো কারভালহো ১৬০২ খ্রিস্টাব্দে সন্দ্বীপে আক্রমণ করেন এবং সেখানকার দুর্গ দখল করে নেন। এই কারভালহোকে শুধু বাংলা নয়, বরং পুরো ভারতের অন্যতম দুর্ধর্ষ পর্তুগিজ যোদ্ধা নেতা হিসেবে বিবেচনা করা হয়।

    একসময় স্থানীয়রা পর্তুগিজদের বিরুদ্ধে দাঁড়াতে শুরু করে। পরিস্থিতি মোকাবেলায় কারভালহো তখন চট্টগ্রামের সহায়তা চান। ৪০০ জন যোদ্ধাকে নিয়ে এগিয়ে আসেন মানোয়েল দে মাত্তোস। এবার সন্দ্বীপ কারভালহো ও মানোয়েলের বশ্যতা স্বীকার করে নেয়। এরা দুজন সন্দ্বীপের কর্তৃত্ব নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন। ফাদার দু জেরিক জানিয়েছেন কারভালহোর জন্ম পর্তুগালের মন্টারগিলে এবং তিনি একসময় কেদার রায়ের অধীনে কাজ করতেন। কারভালহো কেবল লড়াইয়ের ময়দানেই দুর্ধর্ষ ছিলেন না, বরং তার রাজনৈতিক বিবেচনাও ছিল অত্যন্ত সুদূরপ্রসারী। সন্দ্বীপ দখলের পর তিনি পর্তুগালের রাজার কাছে চিঠি লিখে জানান যে, রাজার অধীনস্ত থেকেই সন্দ্বীপ শাসন করছেন। কারভালহো ও মানোয়েলের সাফল্য এবং আনুগত্যে মুগ্ধ হয়ে পর্তুগালের রাজা তাদের অর্ডার অব ক্রাইস্ট সম্মানে ভূষিত করেন। এছাড়া এ দুজনকে ফিদালগজ দে কাসা রিয়াল বা অভিজাত নাগরিক হিসেবে ঘোষণা করা হয়।

    আরাকানের রাজা পর্তুগিজদের সন্দ্বীপ দখলে ক্রুদ্ধ হন। তার রাজত্বে অনেক পর্তুগিজ বাস করতেন। বিশেষত সিরিয়াম বা পেগুতে (বর্তমানে মিয়ানমারের বাগো শহর) তারা খুবই শক্তিশালী হয়ে উঠেছিল। এখানে পর্তুগিজরা একটি দুর্গও নির্মাণ করেছিল। সব মিলিয়ে আরকান রাজা পর্তুগিজদের তার রাজত্বের জন্য বিপজ্জনক হিসেবে বিবেচনা শুরু করেন। জাহাজ ও কামান-বন্দুক নিয়ে তিনি পর্তুগিজদের বিরুদ্ধে অভিযানের প্রস্তুতি নেন। এ খবর শুনে কেদার রায় তার সঙ্গে যোগ দেন এবং জাহাজ দিয়ে অরাকান রাজাকে সহায়তা করেন। এ পরিস্থিতিতে জানমাল বাঁচাতে চট্টগ্রাম ও পেগুতে বসবাসরত সাধারণ পর্তুগিজরা নিজেদের ধন-সম্পদ নিয়ে জাহাজে করে পালাতে শুরু করে। ১৬০২ খ্রিস্টাব্দের ৮ নভেম্বর মানোয়েল দে মাত্তোস ও আরকান রাজার বাহিনী দেয়াঙে মুখোমুখি হয়। মানোয়েলের তুলনায় আরকানদের শক্তি ছিল বহু গুণ বেশি। মানোয়েলের বীরোচিত লড়াই সত্ত্বেও স্বাভাবিকভাবে আরকানিরাই যুদ্ধে এগিয়ে ছিল। দুদিন বাদে পরিস্থিতি বদলে যায়। সন্দ্বীপ থেকে এসে লড়াইয়ে যোগ দেন দুর্ধর্ষ ডোমিঙ্গো কারভালহো। ভোরবেলা এমন ক্ষিপ্রতা এবং ভয়াবহভাবে তিনি আরকান জাহাজ বহরে হামলা করেন যে, তারা দ্রুতই পরাজিত হন। একশত ঊনপঞ্চাশটি আরাকান যুদ্ধজাহাজ ও নৌকা তারা দখল করে নেন। আরাকানের রাজার চাচা সিনাবাদি এ যুদ্ধে প্রাণ হারান। প্রতিশোধ নিতে আরাকান রাজা তার রাজত্বে তথা স্থলভাগে বাস করা পর্তুগিজ পরিবারগুলোর ওপর হামলা চালান। তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হয়। নারী, পুরুষ এবং শিশু— সবাইকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। কারাগারে অত্যাচারেরও অভিযোগ রয়েছে। অবশ্য পরের দিন নারীদের মুক্তি দেয়া হয়। জেসুইট ও ডমিনিকান মিশনারিদেরও নির্যাতন করা হয়েছিল। এর পর পর্তুগিজ ও আরাকান রাজার মধ্যে একটি সন্ধি হয়। ডমিনিকান ইতিহাস বিবরণী অনুসারে, আরাকান রাজা ডমিনিকানদের ক্ষতিগ্রস্ত গির্জা ও ঘরবাড়ি মেরামত করতে সম্মত হন। এবার চট্টগ্রাম এবং তত্কালীন বার্মায় পর্তুগিজরা দারুণ প্রতাপশালী হয়ে ওঠে। আরাকানের রাজা আবারো সন্দ্বীপ দখলে অভিযান পরিচালনা করেন। নানা আকারের যুদ্ধজাহাজের বিরাট এক বহর সন্দ্বীপ আক্রমণ করে। কিন্তু মাত্র ষোলটি জাহাজ নিয়ে ডোমিঙ্গো কারভালহো এই বিরাট নৌবহরকে একবারে ধ্বংস করে দেন। জোয়াকিম জোসেফ এ. ক্যাম্পোস জানাচ্ছেন, এ যুদ্ধে দুই হাজার আরাকান নিহত হয়েছিলেন আর বিপরীতে কারভালহো বাহিনীর মাত্র ছয়জন পর্তুগিজ প্রাণ হারান। এ পরাজয়ে ক্ষিপ্ত হয়ে আরাকান রাজা তার সেনা কর্মকর্তাদের নারীদের পোশাক পরিয়ে অপমান করেন। যুদ্ধে জয়ী হলেও পর্তুগিজদের জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল। কারভালহো বুঝতে পারছিলেন আরাকানের আরেকটি আক্রমণ তার বাহিনীর পক্ষে মোকাবেলা করা সম্ভব হবে না। নিজেদের লোকজন ও সহায়-সম্বল নিয়ে তিনি এবং অন্যরা বাকলা, শ্রীপুর চলে যান। অবশেষে আরাকান রাজা সন্দ্বীপের দখল নেন। ৩০টি যুদ্ধজাহাজ নিয়ে কারভালহো শ্রীপুরে অবস্থান নেন। এবার তার সঙ্গে যুদ্ধ হয় মোগল সেনাদের। যথারীতি কম শক্তি নিয়েও কারভালহো বিজয়ী হন। যুদ্ধে তিনি নিজে আহত হলেও নতুন অভিযানের স্বপ্ন দেখা বন্ধ করেননি। পুনরায় সন্দ্বীপ দখলের স্বপ্ন তাকে এক মুহূর্তের জন্য স্বস্তি দিচ্ছিল না। সাহায্য চাইতে তিনি গেলেন হুগলি। কিন্তু সেখানেও সমস্যা। পর্তুগিজদের বসতির কাছেই মোগলরা এক দুর্গ নির্মাণ করেছিলেন, যেখানে চারশ সেনা অবস্থান করছিল। এ সেনারা স্থানীয় পর্তুগিজদের অপমান-নির্যাতন করত। একদিন কারভালহো দুর্গের পাশে জাহাজে করে যাচ্ছিলেন। দুর্গ থেকে তার প্রতি অপমানজনক কথা ভেসে এলে তিনি আর চুপ থাকতে পারেননি। কথিত আছে, নিজের সঙ্গে থাকা আশিজন সৈন্য নিয়ে তিনি দুর্গ আক্রমণ করেন। তার আক্রমণ থেকে সেই চারশ মোগল সেনার মাত্র একজন প্রাণে বাঁচতে পেরেছিল। এ ঘটনার পর বাঙলা ও আরকানে কারভালহোর নাম এক জীবন্ত কিংবদন্তি হয়ে উঠেছিল। তার নামে শত্রুদের মনে ত্রাস সঞ্চার হতো। একজন আরাকান সেনা অধিনায়ক তখন দুঃস্বপ্ন দেখেছিলেন যে, কারভালহো তাকে আক্রমণ করছে। এহেন বীরযোদ্ধা কারভালহোর মৃত্যু ছিল বিয়োগান্তক। বাংলার বারো ভূঁইয়াদের একজন যশোরের জমিদার প্রতাপাদিত্যের বিশ্বাসঘাতকতায় ১৬০৫ খ্রিস্টাব্দে প্রাণ যায় কারভালহোর। প্রতাপাদিত্য মূলত আরাকান রাজার সঙ্গে সুসম্পর্ক গড়তে কারভালহোকে হত্যা করিয়েছিলেন। বিশিষ্ট ইংরেজ কর্মকর্তা এবং ইতিহাস গবেষক হেনরি বেভারিজ তার বিখ্যাত দ্য ডিসট্রিক্ট অব বাকরগঞ্জ এ গ্রন্থে প্রতাপাদিত্যকে একজন দানব বলে অভিহিত করেছেন। বিশেষত কারভালহোর মতো বীরকে প্রতারণার মাধ্যমে হত্যা করাকে তিনি কঠোরভাবে নিন্দা করেছেন। এছাড়া বেভারিজ আরো লিখেছেন, প্রতাপাদিত্যের মোসাহেব জীবনীকারের লেখা থেকেও তার নিষ্ঠুরতার নানা কাহিনী জানা যায়। তবে জমিদার প্রতাপাদিত্যের পরিণতিটাও সুখকর হয়নি। ১৬০৯ খ্রিস্টাব্দে মোগল সুবাদার ইসলাম খাঁর কাছে তিনি পরাজিত হন। পরাজিত প্রতাপাদিত্যকে লোহার খাঁচায় করে আগ্রায় পাঠানো হয় এবং পথিমধ্যে বেনারসে সেই খাঁচায় বন্দি অবস্থায় তার মৃত্যু হয়।

    ১৬০৭ সালে দেয়াঙে বসবাসরত পর্তুগিজদের ওপর গণহত্যা চালান আরাকান রাজা। বলা হয় সেবার দেয়াঙে ছয়শ পর্তুগিজকে হত্যা করা হয়েছিল। মূলত পর্তুগিজ ও আরাকান রাজা সালিম শাহ এর মধ্যে পেগুতে সংঘটিত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার বলি হতে হয় দেয়াঙের সাধারণ পর্তুগিজদের। দেয়াঙ গণহত্যা থেকে দশজন পর্তুগিজ পালিয়ে বাঁচতে পেরেছিলেন, যার মধ্যে একজন ছিলেন সেবাস্তিও গনজালেস তিবাউ।

    শুরু থেকে এতদিন চট্টগ্রামে বসবাসরত পর্তুগিজরা ছিলেন গোয়ার পর্তুগিজ গভর্নরের অধীন। কিন্তু এবার চট্টগ্রামে দেখা গেল গভর্নরের অধীনতার বাইরে ক্ষমতা প্রতিষ্ঠা করা একদল বেপরোয়া পর্তুগিজদের। আর এ দলের নায়ক ছিলেন সেবাস্তিও গনজালেস। ১৬০৫ খ্রিস্টাব্দে তিনি ভারতে পা রাখেন। বাংলায় এসে সৈনিকের পরিবর্তে বণিকের পেশা গ্রহণ করেন। নিজেই একটি জাহাজ ক্রয় করে লবণ বোঝাই করে ১৬০৭ খ্রিস্টাব্দে দেয়াঙে হাজির হন। কিন্তু দুর্ভাগ্য তার, তিনি সেখানে পৌঁছে সেই গণহত্যার মুখোমুখি হন। চাতুর্য আর সাহস দেখিয়ে কোনোমতে হাতে প্রাণ নিয়ে পালান। তার সঙ্গে আরো নয়-দশজন পর্তুগিজ ছিলেন। এরা মেঘনার দ্বীপে আশ্রয় নেন। এবার তারা জলদস্যুতার পেশা বেছে নেন।

    আরাকান রাজার ওপর প্রতিশোধ নিতে তারা উপকূলে দস্যুতা শুরু করেন আর লুটের মালামাল নিয়ে বাকলা বন্দরে ফিরে আসতেন। বাকলার রাজা তখন পর্তুগিজদের বন্ধু ছিলেন। ক্যাম্পোসের মতে, ১৬০৭ খ্রিস্টাব্দে সংঘটিত দেয়াঙ গণহত্যা এ অঞ্চলে জলদস্যুতার যুগের সূচনা করে।

    ১৬০৫ খ্রিস্টাব্দে কারভালহো নিহত হওয়ার পর সন্দ্বীপের কর্তৃত্ব ছিল তার সহযোগী মানোয়েল দে মাত্তোসের হাতে। এই মাত্তোস কিছুদিনের জন্য সন্দ্বীপের শাসনভার তার কর্মচারী ফতেহ খানের হাতে দিয়েছিলেন। শোনা যায়, ফতেহ খান ষড়যন্ত্র করে মানোয়েলকে হত্যা করেন। মৃত্যুর আগে মানোয়েল সন্দ্বীপের শাসক হিসেবে নিয়োগ দেন পেরো গোমেজকে। এই গোমেজের কাছ থেকেই ফতেহ খান সন্দ্বীপ দখল করে নেন। এই ফতেহ খানের কর্মকাণ্ডে ধর্মীয় উগ্রতার ছাপ পাওয়া যায়। সন্দ্বীপ দখল করে তিনি সেখানকার পর্তুগিজ এবং স্থানীয় খ্রিস্টানদের হত্যা করেন। এর পর তিনি সেবাস্তিও গনজালেস ও তার বাহিনীকে দমন করতে উদ্যত হন। গনজালেস এবং তার দলবল দক্ষিণ শাহবাজপুরের দ্বীপে অবস্থানকালে সেখানে হানা দেন ফতেহ খান।

    ফতেহ খানের নিশানে লেখা ছিল, ‘আল্লাহর অসীম অনুগ্রহে, সন্দ্বীপের শাসক ফতেহ খান খ্রিস্টানদের রক্তে নদী বইয়ে দিয়েছেন এবং পর্তুগিজ জাতির বিনাশ করেছেন।’ চল্লিশটি জাহাজে ছয়শত সৈন্য নিয়ে ফতেহ খান হামলা করেন। আর গনজালেসের সঙ্গে তখন আছে মাত্র আশিজনের একটি দস্যুদল, যাদের সম্বল কেবল দশটি জাহাজ। পর্তুগিজরা মরণপণ লড়াইয়ে নামেন, রাতের বেলা দুপক্ষের মধ্যে ভয়াবহ যুদ্ধ হয়। জয় হয় পর্তুগিজদের। ফতেহ খানের সবগুলো জাহাজ পর্তুগিজরা দখল করে নেন আর তার সেনাদের অধিকাংশ নিহত হয়, নয়তো বন্দি হয়। নিহতদের মধ্যে ফতেহ খানও ছিলেন।

    পর্তুগিজ এ দস্যুদল এবার যাযাবর জীবন ছেড়ে শৃঙ্খলায় ফিরতে চাইল। এজন্য তারা সেবাস্তিও গনজালেসকে তাদের নেতা নির্বাচিত করল। নতুন এই নেতার নেতৃত্বে তারা সন্দ্বীপ পুনর্দখল করার প্রতিজ্ঞা নেয়। বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা পর্তুগিজদের একত্রিত করার চেষ্টা শুরু হয়। ১৬০৯ সালের মার্চ নাগাদ এভাবে চারশ পর্তুগিজ জমায়েত হয়। সন্দ্বীপের অর্ধেক রাজস্ব দেয়ার শর্তে বাকলার রাজা সেনা, জাহাজ এবং ঘোড়া দিয়ে সহায়তা করেন। ফতেহ খানের ভাই তখন সন্দ্বীপের শাসক। পর্তুগিজরা সন্দ্বীপে হাজির হলে তিনি দুর্গে অবস্থান নেন। পর্তুগিজরা কেনোভাবেই দ্বীপে নামতে পারছিলেন না। দুই মাস ধরে তারা দ্বীপটিকে অবরোধ করে রাখেন, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। এদিকে তাদের রসদ এবং গোলাবারুদ শেষ হওয়ার দশা। এমন সময় পরিস্থিতি ঘুরিয়ে দেয় জ্যাসপার দে পিনা নামের একজন স্প্যানিয়ার্ড। রাতের বেলা আগুন জ্বালিয়ে, ঢোল, বাঁশি বাজিয়ে, চিত্কার করে এমন এক পরিস্থিতি তৈরি করেন যে, দুর্গ থেকে মনে হচ্ছিল যেন বিরাট এক বন্ধু বাহিনী তাদের সহায়তার জন্য দ্বীপে হাজির হয়েছে। কিছুক্ষণের এই বিশৃঙ্খলাকে কাজে লাগিয়ে জ্যাসপার এবং পুরো পর্তুগিজ বাহিনী দ্বীপে নেমে অবস্থান নেয়। মানোয়েল দে মাত্তোসের শাসনামলে পর্তুগিজদের শাসনে অভ্যস্ত হয়ে যাওয়া হিন্দুরা গনজালেসকে স্বাগত জানান। গনজালেস স্থানীয় হিন্দুদের অভ্যর্থনা গ্রহণের জন্য একটি শর্ত জুড়ে দেন। দ্বীপের সব মুসলিম অধিবাসীকে তার সামনে হাজির করার নির্দেশ দেন। তারা দ্বীপের প্রায় হাজারখানেক মুসলমানকে গনজালেসের সামনে নিয়ে আসে। এদের সবাইকে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়। এভাবে দেয়াঙ হত্যাকাণ্ড এবং ফতেহ খান কর্তৃক সন্দ্বীপের পর্তুগিজদের হত্যার প্রতিশোধ সম্পন্ন হয়।

    সেবাস্তিও গনজালেস এবার সন্দ্বীপের একচ্ছত্র শাসক হয়ে ওঠেন। গোয়া ও হুগলির পর্তুগিজ প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে থেকে গনজালেস হয়ে ওঠেন এক স্বতন্ত্র পর্তুগিজ শাসক। এক হাজার বেসামরিক পর্তুগিজ নাগরিক, দুই হাজার সেনা, দুইশ ঘোড়া, কামানসহ আশিটি যুদ্ধজাহাজ নিয়ে গনজালেস বেশ জাঁকিয়ে বসেন। আশপাশ দিয়ে চলাচলকারী বাণিজ্য জাহাজকে গনজালেসের দফতরে শুল্ক দিতে হত। কিন্তু ক্ষমতা তাকে অন্ধ করে দেয়। তিনি দাম্ভিক এবং অকৃতজ্ঞ হয়ে ওঠেন। যে পর্তুগিজরা তাকে ক্ষমতায় বসিয়েছিলেন তাদের কাছ থেকে তিনি জমি কেড়ে নেন। বাকলার রাজাকে সন্দ্বীপের অর্ধেক রাজস্ব দেয়ার পরিবর্তে তিনি উল্টো তার ওপর আক্রমণ করেন এবং দক্ষিণ শাহবাজপুর দখল করে নেন।

    গনজালেসের আধিপত্য খুব বেশিদিন বজায় থাকেনি। ১৬১৫ খ্রিস্টাব্দে তিনি আরাকান দখলের পরিকল্পনা করেন। এজন্য তিনি গোয়ার পর্তুগিজ ভাইসরয়ের কাছে সহায়তা চান। লাভজনক বিনিময়ের শর্তে ভাইসরয় রাজি হয়ে যান। শর্ত অনুযায়ী গোয়া থেকে ফ্রান্সিসকো দে মেনজেসের নেতৃত্বে পর্তুগিজদের একটি বাহিনী হাজির হয়। ঠিক হয়, এ বাহিনী আরাকান আক্রমণ করবে এবং গনজালেসের বাহিনী তাদের পেছনে থাকবে। এবার আরাকানের পক্ষে এক অপ্রত্যাশিত সহায়ক শক্তির আবির্ভাব ঘটল, যে শক্তি এ অঞ্চলে পর্তুগিজ আধিপত্য খর্ব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। গনজালেস ও মেনেজেস আরকান আক্রমণ করবেন, এমন সময় ১৬১৫ খ্রিস্টাব্দের ৩ অক্টোবর তারা নদী বেয়ে একটি ডাচ নৌবহরকে এগোতে দেখলেন। বহরটি এত বড় ছিল যে, তার শেষ দেখা যাচ্ছিল না। আরাকন ও ডাচদের মিলিত বাহিনীর সঙ্গে লড়াইয়ে কয়েকশ পর্তুগিজ নিহত হয়। বেশির ভাগের পানিতে সলিল সমাধি হয়। পরিস্থিতি বিবেচনায় মেনেজেস তখন গোয়া ফিরে যান। এ সুযোগে গনজালেসের অনেক সঙ্গীও তাকে ত্যাগ করে নিরাপদে থাকতে গোয়া চলে যায়। এবার আরাকান রাজা আক্রমণ করে সন্দ্বীপ দখল করেন। গনজালেস পরাজিত হয়ে বিতাড়িত হন। এভাবে পূর্ববঙ্গে পর্তুগিজ আধিপত্য শেষ হয়। এ সময় থেকে ১৬৬৫ খ্রিস্টাব্দে পর্যন্ত পূর্ববঙ্গে পর্তুগিজদের ইতিহাস ছিল কালিমালিপ্ত। এ অঞ্চলের নদীপথে তারা ছন্নছাড়ার মতো ঘুরে বেড়াত আর দস্যুতা করত। ১৬৬৫ খ্রিস্টাব্দে শায়েস্তা খান পূর্ববঙ্গে পর্তুগিজ দস্যুতার অবসান ঘটান।

    বঙ্গে পর্তুগিজ দস্যুতা ইতিহাস-সাহিত্যে এক রকম কিংবদন্তি হয়ে আছে। পর্তুগিজদের সাধারণত দস্যু-ডাকাত পরিচয়ে তুলে ধরা হয়। যেমন— গনজালেসকে অনেকে জলদস্যু হিসেবেই অভিহিত করেছেন। কিন্তু তিনি জাহাজে করে লবণের ব্যবসা দিয়ে বঙ্গে কাজ শুরু করেছিলেন। তিনি সন্দ্বীপ শাসনকালে (১৬০৭-১৬১৬ খ্রি.) দস্যুতা করেছেন বা প্রশ্রয় দিয়েছেন এমন প্রমাণ নেই। আরাকান উপকূলে তিনি কিছুদিন হানা দিয়েছিলেন, যা ছিল দেয়াঙ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার চেষ্টা। তবে সন্দ্বীপ দখলের পর থেকে তিনি যেসব বিশ্বাসভঙ্গ ও ষড়যন্ত্রমূলক পদক্ষেপ নিয়েছেন, তা তার চরিত্রে কালো দাগ লেপন করে দিয়েছে। হেনরি বেভারিজ বলেছেন, গনজালেস যদি একজন ইংরেজ হতেন তাহলে তিনি ইতিহাসে অনেক সাহসী মানুষ হিসেবে পরিচিত হতেন। ক্যাম্পোস মনে করেন, গনজালেসের হাত থেকে সন্দ্বীপ হাতছাড়া হওয়ার মাধ্যমেই পূর্ববঙ্গে পর্তুগিজদের ইতিহাস বদলে যায়। প্রথমত. এই পরাজয়ে পূর্ববঙ্গে তাদের রাজনৈতিক ক্ষমতা শেষ হয়ে যায় এবং দ্বিতীয়ত. বেঁচে থাকা পর্তুগিজদের জন্য দস্যুতা ছাড়া আর কিছু করার পথ খোলা থাকে না। বাংলার লোককথায় পর্তুগিজদের ডাকাত হিসেবেই চিহ্নিত করা হয়েছে। তবে এ দস্যুতা ছিল শুধু পূর্ববঙ্গে এবং তাও একটি নির্দিষ্ট সময় ও পরিস্থিতিতে। আর হুগলিতে অল্প কিছু পর্তুগিজ ডাকাত ছিল। বিভিন্ন ঐতিহাসিক বিবরণীতেও বাংলায় পর্তুগিজদের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন ধরনের মতামতের উল্লেখ পাওয়া যায়।

    পর্তুগিজরা ভারতবর্ষে ইংরেজদের মতো জাঁকিয়ে বসতে না পারলেও এ অঞ্চলের ভাষা, খাবার, ধর্ম, রীতিনীতিতে তারা যথেষ্ট প্রভাব রেখে যায়, যার অনেক কিছু পরবর্তী সময়ে সংস্কৃতির অবিচ্ছেদ্য উপাদান হয়ে গেছে। মূল্যায়নটি বাংলার জন্যও সত্য। পর্তুগিজরা স্থানীয়দের সঙ্গে বিয়েশাদি করে সম্পর্ক স্থাপন করেছিল। এই সম্পর্কের উত্তরাধিকারীরা লুসো-ইন্ডিয়ান নামে পরিচিত। অনেক ইতিহাসবিদ মনে করেন— ঢাকা, নোয়াখালী, চট্টগ্রাম, সন্দ্বীপ, কক্সবাজার, সুন্দরবন অঞ্চলে বাঙালি-পর্তুগিজ সংকর জনগোষ্ঠী আছে। সময়ের স্রোতে হয়তো সে অতীত পরিচয় এখন উদ্ধার করা প্রায় অসম্ভব। ১৮৭১ খ্রিস্টাব্দে কলকাতা রিভিউ-এ এইচ বেভারলি চট্টগ্রামের একটি পরিবারের কথা উল্লেখ করেছিলেন, যারা ছিল সরাসরি পর্তুগিজ-বাঙালি সম্পর্কের উত্তরাধিকার।

    ১৯১৯ খ্রিস্টাব্দে পূর্ববঙ্গে প্রায় দশ হাজার লুসো-ইন্ডিয়ান বা ফিরিঙ্গি বাস করতেন। এর মধ্যে তত্কালীন ঢাকা জেলায় ৬ হাজার, চট্টগ্রাস জেলায় ১ হাজার, নোয়াখালী জেলায় ৮০০ জন এবং বাকেরগঞ্জ জেলায় ১ হাজার লুসো-ইন্ডিয়ান বাস করতেন।

    বাংলাদেশ তথা তত্কালীন পূর্ববঙ্গে বেশকিছু গির্জা পর্তুগিজদের হাতে নির্মিত হয়েছিল। ঢাকার তেজগাঁওয়ে পর্তুগিজরা নির্মাণ করেছিল চার্চ অব লেডি রোজারি। এর নির্মাণকাল ১৬৭৯ খ্রিস্টাব্দ আবার অনেকে মনে করেন সময়টা ১৭১৪। এর পর ১৭৭৭ খ্রিস্টাব্দে ঢাকার হাসনাবাদে গির্জা নির্মিত হয়। তত্কালীন বাকেরগঞ্জের শিবপুরেও পর্তুগিজরা চার্চ নির্মাণ করেছিল। বর্তমানে আমাদের আশপাশের অনেক গাছপালা, বিশেষত ফুলগাছ বা অর্নামেন্টাল প্লান্ট পর্তুগিজরা প্রথম এ অঞ্চলে নিয়ে এসেছিল। এসব গাছের অনেকগুলো তারা এনেছিল সুদূর দক্ষিণ আমেরিকা থেকে। সেসব গাছের তালিকায় চোখ বুলালে বাংলায় পর্তুগিজদের জীবন যেন বইয়ের পাতা ছেড়ে চোখের সামনে বাস্তব হয়ে ওঠে।

  16. মাসুদ করিম - ২৬ এপ্রিল ২০১৬ (১:১৩ পূর্বাহ্ণ)

    চাপাতিতে হত্যা: ঘটনাক্রম

    লেখক, শিক্ষক, অনলাইন অ্যাকটিভিস্ট, ভিন্ন মতের ইসলামী ভাবধারা অনুসারী ও বিদেশির পর এবার দুর্বৃত্তের চাপাতির আঘাতে মারা গেলেন সমকামীদের অধিকার নিয়ে সোচ্চার এক কর্মী।

    রাজশাহীতে বিশ্ববিদ্যালয় অধ্যাপক হত্যাকাণ্ডের দুদিনের মাথায় সোমবার বিকালে রাজধানীর কলাবাগানের লেক সার্কাসে ঘরে ঢুকে কুপিয়ে খুন করা হয় জুলহাজ মান্নান ও তার বন্ধু এক নাট্যকর্মীকে।

    যুক্তরাষ্ট্রের বৈদেশিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির কর্মসূচি কর্মকর্তা জুলহাজ (৩৫) সমকামীদের অধিকার প্রতিষ্ঠার সাময়িকী ‘রূপবান’ সম্পাদনায় যুক্ত ছিলেন।
    কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু পুলিশ জানায়নি। তবে গত কয়েক বছরে ব্লগার, অনলাইন অ্যাকটিভিস্ট খুন যেভাবে হয়েছিল, জুলহাজ হত্যাকাণ্ডও ঘটেছে একইভাবে।

    গত শনিবার রাজশাহী নগরীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংস্কৃতিকর্মী এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে একই ভাবে কুপিয়ে হত্যার সঙ্গেও জঙ্গিদের দিকেই আইনশৃঙ্খলা বাহিনীর সন্দেহের তীর।
    বিশ্ববিদ্যালয় শিক্ষক খুনের দুদিনের মাথায় সোমবার সকালে গাজীপুরের কাশিমপুরের কারাফটকের কাছে এক সাবেক কারারক্ষী খুনের পর এগুলোকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলার কয়েক ঘণ্টার মধ্যে জুলহাজসহ দুজনকে হত্যা করা হয়।

    গত ১২ বছরে এ ধরনের যত হামলা:

    ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও লেখক হুমায়ূন আজাদকে কুপিয়ে জখম করা হয়। পরে ১২ অগাস্ট তিনি মারা যান।
    ২০০৪ সালের ২৪ ডিসেম্বর: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইউনুসকে বিনোদপুরের কুপিয়ে হত্যা করা হয়।
    ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি: একাত্তরের যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণজাগরণ মঞ্চের আন্দোলন শুরুর পর সেই রাতে রাজধানীর পল্লবীর বাসার কাছে রাস্তায় কুপিয়ে হত্যা করা হয় ব্লগার আহমেদ রাজীব হায়দারকে।
    ২০১৩ সালের ৯ এপ্রিল: বুয়েটের নজরুল ইসলাম হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ রায়হান দ্বীপকে কুপিয়ে জখম করা হয়। ৮৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
    ২০১৩ সালের ২১ ডিসেম্বর: সন্ধ্যায় গোপীবাগে গলা কেটে হত্যা করা হয় কথিত পীর লুৎফর রহমানসহ ছয়জনকে।
    ২০১৪ সালের ১ অগাস্ট: সাভারে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার আশরাফুল আলমকে।
    ২০১৪ সালের ২৭ অগাস্ট: রাজধানীর পূর্ব রাজাবাজারের বাসায় গলা কেটে হত্যা করা হয় টেলিভিশনে ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকীকে।
    ২০১৪ সালের ১৫ নভেম্বর: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শফিউল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।
    ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি: একুশে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাপাতির কোপে মারা যান মুক্তমনা লেখক অভিজিৎ রায়। হামলায় গুরুতর আহত হন তার স্ত্রী।
    ২০১৫ সালের ৩০ এপ্রিল: ঢাকার তেজগাঁও এলাকায় নিজের বাসা থেকে বের হওয়ার পর রাস্তায় খুন হন অনলাইন অ্যাকটিভিস্ট ওয়াশিকুর রহমান বাবু।
    ২০১৫ সালের ১২ মে: সিলেটে বাসা থেকে বেরিয়ে অফিসে যাওয়ার পথে একই ধরনের হামলায় খুন হন আরেক মুক্তমনা ব্লগার অনন্ত বিজয় দাশ। তিনিও গণজাগরণ মঞ্চে যুক্ত ছিলেন।
    ২০১৫ সালের ৭ অগাস্ট: দিন-দুপুরে ঢাকার পূর্ব গোড়ানের এক বাসার পঞ্চম তলার বাসায় ঢুকে হত্যা করা হয় গণজাগরণ মঞ্চের আরেক কর্মী নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়কে।
    ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর: চট্টগ্রামে কথিত এক ফকিরের আস্তানায় ঢুকে ফকিরসহ দুইজনকে গলা কেটে হত্যা করে বোমা ফাটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
    ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর: ঢাকার কূটনৈতিক পাড়া গুলশানে চেজারে তাভেল্লা নামের এক ইতালীয় নাগরিককে গুলি চালিয়ে হত্যা করা হয়।
    ২০১৫ সালের ৩ অক্টোবর: রংপুরের কাউনিয়ায় মুখোশধারীদের গুলিতে নিহত হন জাপানি নাগরিক হোশিও কুনিও, যিনি ওই এলাকায় একটি জমি ইজারা নিয়ে ঘাসের খামার করেছিলেন।
    ২০১৫ সালের ৫ অক্টোবর: ঈশ্বরদীর ব্যাপ্টিস্ট মিশনের ‘ফেইথ বাইবেল চার্চ অব গড’ এর ফাদার লুক সরকারকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়।

    একই দিন রাজধানীর বাড্ডায় নিজের বাড়ির খানকা শরিফে খুন হন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ খিজির খান।

    ২০১৫ সালের ২২ অক্টোবর: ঢাকায় গাবতলীতে একটি তল্লশি চৌকিতে পুলিশের এক এএসআইকে ছুরি মেরে হত্যা করা হয়।

    ২০১৫ সালের ২৪ অক্টোবর: রাজধানীর হোসাইনী দালানে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের প্রস্তুতির মধ্যে ফাটানো হয় গ্রেনেড। এতে দুজন নিহত হন, আহত হন শতাধিক।

    ২০১৫ সালের ৩১ অক্টোবর: ঢাকার হামলা হয় অভিজিৎ রায়ের বইয়ের দুই প্রকাশনা সংস্থার কার্যালয়ে। লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়ে হামলা চালিয়ে প্রতিষ্ঠানের কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে কুপিয়ে গুরুত্বর জখম করা হয়।
    শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে হামলা চালিয়ে হত্যা করা হয় ফয়সল আরেফিন দীপনকে।
    ২০১৫ সালের ৪ নভেম্বর: সাভারের আশুলিয়ায় তল্লাশি চৌকিতে হামলা চালিয়ে কুপিয়ে হত্যা করা হয় শিল্প পুলিশের এক কনস্টেবলকে।

    ২০১৫ সালের ৮ নভেম্বর: রংপুর শহরে বাহাই সম্প্রদায়ের এক নেতাকে গুলি করে হত্যার চেষ্টা চালায় মোটরসাইকেলে আসা তিন হামলাকারী।

    ২০১৫ সালের ১০ নভেম্বর: রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড়ে এক মাজারের খাদেমকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

    একই দিন ঢাকা সেনানিবাসের প্রবেশমুখে তল্লাশি চৌকিতে দায়িত্বপালনকালে মিলিটারি পুলিশের সদস্য ল্যান্স কর্পোরাল সামিদুল ইসলামকে হত্যার চেষ্টা হয়।

    ২০১৫ সালের ১৮ নভেম্বর: দিনাজপুরে পিয়েরো পারোলারি নামে এক ইতালীয় পাদ্রীকে হত্যার চেষ্টা হয় গুলি করে।

    ২০১৫ সালের ২৬ নভেম্বর: মাগরিবের নামাজের সময় বগুড়ার শিবগঞ্জের হরিপুরে শিয়া মসজিদে ঢুকে গুলি চালানো হলে মুয়াজ্জিন নিহত হন, আহত হন আরও চারজন।

    ২০১৫ সালের ৪ ডিসেম্বর: দিনাজপুরের কাহারোলে ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির প্রাঙ্গণে এক মেলায় বোমা হামলা হয়।

    ২০১৫ সালের ১০ ডিসেম্বর: বগুড়ার কাহারোলে ইসকনের এক মন্দিরে ঢুকে গুলি ও বোমা হামলা চালানো হয়। একই দিনে চুয়াডাঙ্গায় খুন হন স্থানীয় বাউল উৎসবের এক আয়োজক। পরদিন তার লাশ পাওয়া যায়।

    ২০১৫ সালের ১৮ ডিসেম্বর: চট্টগ্রামে নৌবাহিনীর ঘাঁটি ঈসা খাঁ মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী হামলা হয়। এ ঘটনায় ছয়জন আহত হন, গ্রেপ্তার হন দুজন।

    ২০১৫ সালের ২৫ ডিসেম্বর: রাজশাহীর বাগমারায় আহমদিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় একজন নিহত হন, আহত হন বেশ কয়েকজন।
    ২০১৬ সালের ৬ এপ্রিল: রাতে রাজধানীর সূত্রাপুরের একরামপুর মোড়ে কুপিয়ে হত্যা করা হয় সিলেট গণজাগরণ মঞ্চের কর্মী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজিমুদ্দিন সামাদকে।
    ২০১৬ সালের ২৩ এপ্রিল: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করীম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করা হয়।

  17. মাসুদ করিম - ২৬ এপ্রিল ২০১৬ (৬:০৩ অপরাহ্ণ)

    বিমান দুর্ঘটনায় মারা যাননি নেতাজি?‌ জানাবে জাপান

    ‌ তাইপেই বিমান দুর্ঘটনার পরেও বেঁচে ছিলেন নেতাজি!‌ নাকি ১৯৪৫ সালের ১৮ আগস্টে ওই অভিশপ্ত বিমানেই ছিলেন তিনি!‌ জানা যাবে এ বছরের শেষেই। কারণ নেতাজি সংক্রান্ত ৫টি গোপন ফাইলের মধ্যে ২টি প্রকাশ করবে জাপান। মঙ্গলবার লোকসভায় সেকথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজু।

  18. মাসুদ করিম - ২৭ এপ্রিল ২০১৬ (৪:৫৭ অপরাহ্ণ)

    পুলিশ তখন হতবিহ্বল

    কলাবাগান থানায় গত সোমবার বিকেল পৌনে ৬টার দিকে প্রথম ফোনটি যায়। উত্তর ধানমণ্ডির এক বাসিন্দা জানিয়েছিলেন, ‘৩৫ নম্বর বাসায় হামলা হচ্ছে।’ এরপর আরও কয়েকটি ফোন পায় পুলিশ। কেউ কেউ বলেন, ‘বাসায় ডাকাতি হচ্ছে।’ ফোন পাওয়ার মিনিট দশেকের মধ্যেই পুলিশের একটি দল ঘটনাস্থলে রওনা হয়। ওই বাসায় পেঁৗছানোর আগেই পুুলিশ রাস্তায় অস্ত্র ও চাপাতি হাতে কয়েকজন তরুণকে হাঁটতে দেখে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল গাড়ি দেখে তারা দৌড়ে পালাচ্ছিল। এরপর পুলিশ সদস্যরা তাদের তাড়া করেন। কিছুটা অপ্রস্তুত পুলিশ সদস্যদের একজনকে কুপিয়ে আহত করে ওই যুবকরা। তখনও পুলিশের ধারণা ছিল_ ‘ওই হামলাকারীরাই ডাকাত দলের সদস্য।’ দ্রুত ঘটনাস্থলে চার সদস্যের পুলিশের একটি দল পেঁৗছলেও ঘটনার আকস্মিকতায় তারা হতবিহ্বল হয়ে পড়েন। সঠিকভাবে পরিস্থিতি মোকাবেলা করে খুনিদের ধরতে ব্যর্থ হন তারা। মাত্র দুই রাউন্ড গুলি ছুড়েই পুলিশ তার দায়িত্ব পালন শেষ করে।

    রত্যক্ষদর্শী ও পুলিশ কর্মকর্তারা বলছেন, খুনিরা সংখ্যায় ছিল পাঁচজন। তাদের পাকড়াও করতে যাওয়া পুলিশ দলের সদস্য সংখ্যা ছিল চার। তাদের দুই কর্মকর্তাসহ চারজনের হাতেই ছিল অস্ত্র। গোলাগুলির পরও কোনো দুর্বৃত্ত গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে কিছুটা প্রশ্ন উঠেছে। টানা কয়েকটি ঘটনার পর উগ্রপন্থি খুনিদের ধরতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার গলদঘর্ম অবস্থা। চলছিল টানা অভিযানও। এরই মধ্যে বাসায় ঢুকে দু’জনকে হত্যার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাকের ডগা দিয়ে খুনিরা কীভাবে পালাল, তা নিয়েও কথা উঠছে। সংশ্লিষ্টরা বলছেন, ঘটনাস্থল থেকে হাতেনাতে জঙ্গিদের গ্রেফতার করা গেলে অনেক ক্লু বেরিয়ে আসত। পুলিশের গুলিতে জড়িতদের কেউ মারা গেলেও তা ‘সাফল্য’ হিসেবে বিবেচিত হতো।

    যদিও পুলিশ বলছে, জঙ্গিদের কাছ থেকে ছিনিয়ে রাখা একটি ব্যাগের ভেতর অনেক গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেছে। আর ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ব্যাগসহ একজনকে আটক করতে গিয়ে পুলিশের ‘সময়’ নষ্ট হয়েছে। পরে জানা গেছে, আটক করা ওই তরুণ নিরপরাধ।

    কলাবাগান থানার ওসি মো. ইকবাল বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশের দুটি দল পাঠানো হয়। দুর্বৃত্তদের সঙ্গে তাদের গুলিবিনিময়ও হয়। তবে পুলিশ সদস্যরা তখনও ঘটনা সম্পর্কে কিছু জানতেন না।

    পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কলাবাগানে জোড়া খুনের ঘটনার সময় দ্রুতই ঘটনাস্থলে পেঁৗছতে পেরেছিল পুলিশের দুটি ইউনিট। কলাবাগান থানার একটি দল স্কয়ার হাসপাতালের উল্টোপাশের গলি দিয়ে ঘটনাস্থলে যায়। অপর দলটি ডলফিন গলির মুখ দিয়ে ঘটনাস্থলের দিকে যেতে থাকে। মূলত পুলিশের ওই দলটির সঙ্গেই খুনিদের গোলাগুলি হয়। ওই টিমে কলাবাগান থানা পুলিশের এসআই শামীম আহমেদের নেতৃত্বে একজন এএসআই ও দু’জন কনস্টেবল ছিলেন। গাড়িচালক একজন কনস্টেবল থাকলেও তিনি ছিলেন নিরস্ত্র।

    এসআই শামীম আহমেদ সমকালকে জানান, ডলফিন গলির ভেতর ঢুকতেই ৬০ নম্বর বাড়ির সামনে পুলিশের গাড়ি দেখে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। অপ্রস্তুত পুলিশ সদস্যরাও পজিশন নিয়ে গুলি ছোড়ে। ততক্ষণে এএসআই মোমতাজ উদ্দিন খুনি দলের এক সদস্যকে জাপটে ধরলে আরেকজন তাকে কুপিয়ে ওই দুর্বৃত্তকে ছাড়িয়ে নেয়। ওই সময় অন্য দুই কনস্টেবল তাকে উদ্ধারে তৎপর হয়।

    পুলিশের এ কর্মকর্তা আরও জানান, তিনি নিজের অস্ত্র বের করে খুনিদের তাড়া করতে শুরু করেন। ওই সময় এক রাউন্ড গুলি ছোড়েন। তারাও পাল্টা গুলি করতে থাকে। ওই সময় তিনি রাস্তার পাশে গর্তের ভেতর পড়ে গিয়ে পায়ে আঘাত পান। তবে একজনের ব্যাগ কেড়ে নিতে সমর্থ হন। খুনিরা ডলফিন গলি দিয়ে মিরপুর সড়কে ভিড়ের মধ্যে মিশে যায়।

    ওই দলে থাকা কনস্টেবল নুরুল ইসলাম বলেন, শুরুতে তারা হতভম্ব হয়ে পড়েন। দুর্বৃত্তদের হাতে ধারালো অস্ত্র দেখে তিনি শটগান দিয়ে এক রাউন্ড গুলি ছোড়েন। খুনিরা সংখ্যায় বেশি থাকায় তাদের কাবু করা যায়নি। তা ছাড়া শুরুতেই তাদের একজন অফিসারকে কোপানোর ফলে তারা ঘাবড়ে যান।

    অপর কনস্টেবল আজগর আলী বলেন, তারা এমন পরিস্থিতির মুখোমুখি হবেন ধারণাও করেননি। পজিশন নেওয়ার আগেই খুনিরা এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। খুব সামনে থাকায় তারা ধারালো অস্ত্র নিয়েও তেড়ে আসছিল। মনে হয়েছে, তারা খুব প্রশিক্ষিত।

    পুলিশের সঙ্গে খুনিদের গোলাগুলির আশপাশেই অন্তত তিনটি মুদি দোকান রয়েছে। সড়কেও ছিল অনেক মানুষ। তাদের কয়েকজন জানান, গোলাগুলির পর খুনিরা মিরপুর সড়কের দিকে চলে যায়। তখন পুলিশ আহত সদস্যকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে।

  19. মাসুদ করিম - ২৮ এপ্রিল ২০১৬ (৮:৪৬ পূর্বাহ্ণ)

    Exclusive: US May Lift Vietnam Arms Embargo For Obama Visit

    Sources say the historic move is under discussion between the two sides.

    In a historic move, the United States may consider lifting an arms embargo on Vietnam in line with U.S. President Barack Obama’s visit to the country next month, The Diplomat understands from U.S. and Vietnamese sources.

    U.S.-Vietnam relations have taken off under the Obama administration, with ties between the two former adversaries elevated to a comprehensive partnership in July 2013 (See: “What’s Next for U.S.-Vietnam Relations?”). But though the defense side has witnessed some notable developments, including easing a lethal arms embargo in October 2014 and the signing of a new framework for defense ties in 2015, a full lifting of the embargo has thus far proven elusive despite repeated requests by Vietnam (See: “US, Vietnam Deepen Defense Ties”).

    As Obama prepares to visit Vietnam as part of a broader trip to Asia next month, the lifting of the embargo is “under discussion” by both sides, a Vietnamese source told The Diplomat.

    Publicly, U.S. defense officials have remained mum about the move, in part because, like the October 2014 easing, a full lifting of the embargo requires a State Department policy decision following interagency discussions and consultations with Congress. That decision would be based on several factors, including improvements in Vietnam’s human rights record.

    “We have made it clear that progress on human rights is important for the United States to consider a full lift of the ban on the transfer of lethal defense articles,” David McKeeby, a spokesperson for the U.S. State Department’s Bureau of Political-Military Affairs, told The Diplomat.

    As of now, both sides are still finalizing deliverables for the visit, which was first publicly announced following a meeting between Obama and Vietnamese Prime Minister Nguyen Tan Dung on the sidelines of the U.S.-ASEAN summit at Sunnylands (See: “Why the US-ASEAN Sunnylands Summit Matters”). Last week, Deputy Secretary of State Anthony Blinken visited Hanoi ahead of Obama’s visit, where he met with Vietnamese officials including Foreign Minister Pham Binh Minh.

    In an April 21 speech at a Vietnamese university during his trip, Blinken noted “some progress” in the country’s human rights record, including ratifying the Convention Against Torture and the UN Convention on the Rights of Person Disabilities, agreeing to allow independent trade unions for the first time in modern history, and efforts to consult with a range of local religious and civil society stakeholders during the drafting of a new religion law.

    But he also urged the Vietnamese government to release all prisoners, cease harassment, arrests, and prosecutions of its citizens, and impartially investigate allegations of police abuse.

    “No one should be imprisoned for peacefully expressing political views,” Blinken said.

    On Monday, both sides held this year’s iteration of the annual U.S.-Vietnam Human Rights Dialogue. At a State Department press briefing, John Kirby offered few details about the outcome of the dialogue to reporters, saying only that a “wide range of human rights issues” were discussed, including “individual cases of concern.”

    U.S. defense officials refused to comment publicly on the lifting of the embargo, since the policy decision ultimately rests with the State Department. But more broadly, they say privately that Vietnam, which borders China, continues to push for stronger defense ties with the United States, in no small part due to Beijing’s assertiveness in the South China Sea disputes, which Hanoi is involved in.

    “[C]ountries in Southeast Asia are coming to us to encourage us to remain strongly engaged in the region and to remain strongly engaged with them in particular, and that’s true of the Vietnamese,” a U.S. official told The Diplomat recently when asked about the future potential for bilateral defense relations, including a full lifting of the embargo.

    “It helps them generate leverage vis-à-vis China,” the official said.

    U.S. and Vietnamese officials familiar with the defense relationship maintain that in spite of any lifting, major defense contracts and transfers could take some time because they are contingent on other factors, including growing Vietnamese familiarization with U.S. procurement procedures relative to its other traditional defense partners like Russia. Though the partial lifting has seen the U.S. announce the provision of patrol vessels to Vietnam to enhance the its maritime domain awareness and maritime security, The Diplomat understands that progress on other fronts, including Washington’s new Maritime Security Initiative, has been slow (See: “America’s New Maritime Security Initiative for Southeast Asia”).

    In accordance with U.S. foreign assistance and arms export control laws, the State Department would also have to notify Congress on any future arms transfers that meet the appropriate thresholds following the lifting of the embargo.

    That said, there is little question that the move would be historic in the context of U.S.-Vietnam defense ties and the comprehensive partnership more generally. Vietnamese officials have long said that an end to the embargo would be a clear indication that relations have been fully normalized.

    The timing of the move would also be significant if it is done during Obama’s visit. As one Vietnamese official told The Diplomat, the move comes during a year of transition for both countries, with the quinquennial Party Congress in Vietnam held earlier this year and a U.S. presidential election this November. It will also occur amidst what could be a busy summer in the South China Sea, particularly with the upcoming verdict on the Philippines’ South China Sea case against China being issued in May or June and other regional meetings including the Shangri-La Dialogue in Singapore in early June (See: “Does the Philippines’ South China Sea Case Against China Really Matter?”).

    With Obama’s visit, he will become the third consecutive U.S. president to visit Vietnam with less than a year left in his presidency (See: “Obama Will Visit Vietnam in May 2016 to Boost Ties“). The Diplomat understands that both sides will also look to make progress on other issues during the visit, including the war legacy and economics. Vietnam is one of four Southeast Asian countries that are part of the Trans-Pacific Partnership, a mammoth free trade pact whose 12 current members comprise around 40 percent of the global economy.

    “In May, when Air Force One touches down on Vietnamese soil and President Obama greets the people of Vietnam, he will prove, once again, that former adversaries can become the firmest of partners,” Blinken said in his speech last week.

  20. মাসুদ করিম - ২৮ এপ্রিল ২০১৬ (৫:১১ অপরাহ্ণ)

    Farmer in southeast China builds submarine, earns patent

    Zhang Shengwu came up with the idea while watching TV one day. Two months later, his watercraft, although modest, was recognised as a bonafide invention

    A farmer in southeast China who designed and built a submarine has received a patent from the State Intellectual Property Office, mainland media reports.

    Zhang Shengwu, who lives in Maanshan in Anhui province, said he came up with the idea while watching a TV show, according to QQ.com.

    He started the project while his wife was away visiting her mother, and he worked on it every night for the next two months, joining together 5mm-thick steel plates.

    The final product measures 6 metres long and 60cm wide, offering just enough room for one person, according to the report. It can “dive” to a depth of one metre, but Zhang won’t be hunting down maritime threats in Maanshan any time soon. The design doesn’t allow for an air supply, so he must rely on a pipe that runs to the surface to provide oxygen. Its top cruising speed is 7 nautical miles per hour.

    His contraption was impressive enough to receive a patent certificate from the State Intellectual Property Office in February.

  21. মাসুদ করিম - ২৯ এপ্রিল ২০১৬ (৮:২২ অপরাহ্ণ)

    চাপে থাকলে ঘরদোর সাফ করতেন ইন্দিরা!

    ১৯৭১ সাল। বাংলাদেশের যুদ্ধ শুরু হয়েছে। মাঝরাত পর্যন্ত জেগে আমলা–সচিবদের সঙ্গে সামরিক পরিকল্পনার ঘুটি সাজিয়েছেন। ‘‌ম্যাডাম’‌ ক্লান্ত। খুব চাপে আছেন। এসব ভেবে পরদিন সকালে ভয়ে ভয়ে বসার ঘরে ঢুকছিলেন ডাক্তার কে পি মাথুর। ঢুকেই তাজ্জব। কোথায় চাপ!‌ মুখে চোখে ক্লান্তির কোনও ছাপ নেই। ডিভানের চাদর বদলাচ্ছেন ‘‌ম্যাডাম’‌। ইন্দিরা গান্ধী। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী। চাপে থাকলে নাকি এভাবেই ঘর ঝাড়পোঁছ করতেন‌। সংসদের মতো সংসারও ছিল তাঁর হাতের মুঠোয়। বাড়ির প্রত্যেক পরিচারকের নাম জানতেন। তাঁদের নাম ধরেই ডাকতেন। কোনওদিন ভুল হয়নি। তাঁর ‌‘‌ম্যাডাম’‌–এর এরকমই কিছু অজানা দিক নিয়ে বই লিখলেন ৯২ বছরের কে পি মাথুর। সম্প্রতি প্রকাশিত হল ১৫১ পাতার সেই বই— ‘‌দ্য আনসিন ইন্দিরা গান্ধী’‌। ১৯৬৪ থেকে ১৯৮৪–তে ইন্দিরা–হত্যার আগের দিন পর্যন্ত তাঁর চিকিৎসা করেছেন সফদরজং হাসপাতালের এই চিকিৎসক।
    ১৯৭১ সালের ৩ ডিসেম্বর ভারতের ওপর আক্রমণ করে পাকিস্তান। তখন কলকাতায় ছিলেন ইন্দিরা। খবর পেয়েই বিমানে দিল্লি ফিরে আসেন। মাথুরের এখনও মনে পড়ে, গোটা উড়ান ভাবলেশহীন মুখে বসেছিলেন ‘‌ম্যাডাম’‌। যেন কিছুই হয়নি। এতটাই শক্ত ছিল তাঁর স্নায়ু। তবে এই ইন্দিরাই ঘাবড়ে গেছিলেন, ১৯৬৬ সালে যখন প্রথমবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন। কী করবেন বুঝে উঠতে পারতেন না। দুশ্চিন্তা থেকে মাঝেমধ্যেই পেট খারাপ হতো। বছর দুয়েকের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। নিজের দপ্তরের পাশাপাশি গোটা দেশেই নিজের আধিপত্য কায়েম করে ফেলেন। ১৯৬৮ সালে রাজীব আর সোনিয়ার বিয়ে হয়। তার পরে সংসারের ভার সোনিয়ার হাতেই তুলে দেন ইন্দিরা। ‘‌বহুরানী’‌ ডাকতেন সোনিয়াকে। চাইতেন, সোনিয়া যাতে এদেশের আদব–কায়দা, রীতিনীতি দ্রুত রপ্ত করে নেন। তখন সময় পেলে বই পড়তেন ইন্দিরা। মূলত বিখ্যাত মানুষদের জীবনী। ১৯৭৭ সালে লোকসভা নির্বাচন হারার পরে একা হয়ে পড়েন। যে ম্যাডামের দাপটে মন্ত্রী থেকে আমলা, শিল্পপতি সবাই কাঁপত, সেই তিনি নাকি ভীষণ ধর্মভীরু ছিলেন। আর চরম সংস্কারি। আনন্দময়ী মায়ের দেওয়া রুদ্রাক্ষের মালা গলা–ছাড়া করতেন না। রোজ তাঁকে পুজো করতে দেখেননি মাথুর। তবে তাঁর একটা পুজোর ঘর ছিল। সেখানে অসংখ্য দেবদেবীর মূর্তি আর ছবি। মেঝেতে একটা মাদুর পাতা থাকত। সময় পেলে মাদুরে বসে প্রার্থনা করতেন। বেশ কয়েকবার তিরুপতি মন্দির আর বৈষ্ণোদেবী মন্দিরও গেছেন।

    Book Review: ‘The Unseen Indira Gandhi’ is full of anecdotes

    A day after the India-Pakistan war erupted in 1971, then prime minister Indira Gandhi was so cool that she was changing the bedcovers on a ‘diwan’ when her personal physician walked in.

    “I had the occasion to see PM herself changing the bedcovers on the diwan,” KP Mathur, now 92, says in his just released book based on the many years spent with Gandhi. “It was the day after the Bangladesh war had started and she had worked late into the night,” says the book, ‘The Unseen Indira Gandhi (Konark Publishers).

    “When I went to see her in the morning, I saw her engaged in the exercise of dusting. Perhaps, it helped her release the tension of the earlier night.”

    The 151-page book is full of anecdotes that the former physician of Safdarjung Hospital here recalls from his nearly 20-year association with Gandhi till her assassination in 1984. According to Mathur, when Pakistan attacked India on December 3, 1971, Gandhi was in Kolkata. She flew back to Delhi.

    “During the flight, she was cool and composed as ever. Her mind was obviously occupied with the strategy of war, the future course of action.”

    But the same Gandhi used to be nervous soon after she took charge as prime minister in 1966, the book says. “During the first year or two of her becoming PM, she used to be very tense — a bit confused and not sure of herself. She had no advisors and was almost friendless…”She would also get stomach upsets in the early days of being PM, which I believe was the result of the same nervousness.”

    Mathur describes Gandhi as “a pleasant, caring and helpful person” who treated servants in her household well, addressing each one by his or her name. “Nobody was shouted for.”

    Gandhi lived a simple life with no sign of opulence, “Thrift was her guiding principle.” She refused to move into Teen Murti House and added “a couple of rooms” only after Rajiv Gandhi married Sonia in 1968. When she went on tours, breakfast was ordered from the South Indian Coffee House in Connaught Place.

    After the Rajiv-Sonia marriage, “PM was very keen that Sonia should get into the social and cultural life of the country.” She described Sonia as “bahurani” while speaking to others in the house. Describing Indira Gandhi as “a loving mother, grandmother and an understanding and non-interfering mother-in-law”, Mathur says Gandhi took an immediate liking for Sonia. “PM and Sonia took to each other in no time… Sonia very soon took over the responsibility of running the (Gandhi) household.”

    Indira Gandhi would take it easy on Saturdays, the book says. And on Sundays and other holidays, she relaxed with books — especially biographies of great men. She also liked books on subjects connected with the body and mind and was fond of solving crossword puzzles. “Sometimes, after lunch, she liked to play cards. Her favourite card game was Kali Mam.”

    Mathur says that Gandhi accepted her defeat in the 1977 Lok Sabha election “gracefully”. “Initially, PM felt a bit lonely after losing the elections. She had nothing to do. No files would come to her…”She had no office, no staff car or even a car of her own. The staff car allotted to her had been withdrawn and she had no telephone operator to help and she had forgotten the telephone numbers of friends.”

    The book says Gandhi was not only religious, but also superstitious. She wore a rosary of rudraksha beads received from spiritual guru Anandmayi Ma. “I am not sure whether PM performed a regular puja every day but she had framed pictures and small statues of many Gods arranged in a separate room with a small mat on the floor — presumably for her to sit on and pray. She would make it a point to visit every famous temple in any part of the country during her tours. She prayed at the Badri-Kedar and many south Indian temples. She had visited Tirupathi several times, as well as Vaishno Devi, always fully observing the prescribed rituals.”

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.