মুক্তাঙ্গন ব্লগসাইটে সম্প্রতি যে কারিগরি সংযোজনগুলো করা হয়েছে সেগুলো হল:
১. বিকল্প লগ-ইন/রেজিস্ট্রেশন পদ্ধতি:
সামাজিক যোগাযোগ সাইট (যেমন: ফেসবুক, টুইটার, লিনক্ড-ইন) এবং অন্যান্য আইডি (যেমন: গুগল) ব্যবহার করে সাইটে নিবন্ধন এবং লগ-ইন এর সুবিধা যুক্ত করা হয়েছে। যাদের মুক্তাঙ্গনে কোনো একাউন্ট নেই, তারাও এই আইডিগুলো ব্যবহার করে সাইটে লগ-ইন করলে তাদের নামে এই ব্লগে ‘সাবস্ক্রাইবার’ পর্যায়ের নতুন একটি একাউন্ট তৈরী হয়ে যাবে। সাইটে নিবন্ধন সবার জন্য উন্মুক্ত। আর যাদের আগে থেকেই মুক্তাঙ্গনে একাউন্ট রয়েছে, তারাও তাদের বর্তমান লগ-ইন তথ্য ব্যবহার করে সাইটে প্রবেশ করে স্ব স্ব প্রোফাইলে গিয়ে সামাজিক যোগাযোগ সাইটগুলোর সাথে লগ-ইন তথ্য বিষয়ক সংযোগ স্থাপন করে নিতে পারবেন। একবার সবগুলো আইডি এবং লগ-ইন তথ্য সংযুক্ত হয়ে গেলে এর পর সরাসরি ফেসবুক-টুইটার-গুগল ইত্যাদি সাইটের লগ-ইন তথ্য ব্যবহার করে সরাসরি সাইটে প্রবেশ করা যাবে।
২. ব্লগার প্রোফাইলে আরও তথ্য সংযুক্তির সুবিধা:
সাইটের প্রোফাইল অংশে নতুন আরও তথ্য সংযুক্ত করার সুবিধা যুক্ত হয়েছে, যাতে ফ্রন্ট-এন্ডে লেখক/ব্যবহারকারীর ‘সংক্ষিপ্ত পরিচিতি’ অংশে এখন থেকে উক্ত ব্যবহারকারীর ফেসবুক-টুইটার এবং অন্যান্য সাইটে একাউন্টগুলোর লিংক এর ব্যাপারে তথ্য প্রদর্শিত হয়। ফলে উক্ত ব্যবহারকারীকে ফেসবুক-টুইটার ইত্যাদি সামাজজিক যোগাযোগ সাইটগুলোতেও ‘অনুসরণ’ করা সহজতর হবে। যাদের ইতোমধ্যেই মুক্তাঙ্গনে একাউন্ট রয়েছে, তাদের প্রতি অনুরোধ থাকবে নিজের প্রোফাইল পাতায় গিয়ে ফেসবুক-টুইটার একাউন্ট সংক্রান্ত আপনার তথ্যগুলো সেখানে যথাস্থানে সংযুক্ত করবার। যেমন:
— টুইটারের ঘরে আপনি বসাবেন: http://www.twitter.com/(your twitter user ID) [বন্ধনী বাদ দিয়ে]
— ফেসবুকের ঘরে আপনি বসাবেন: http://www.facebook.com/(your facebook user ID) [বন্ধনী বাদ দিয়ে]
— গুগল+ এর ঘরে আপনি বসাবেন: https://plus.google.com/(your profile number) [বন্ধনী বাদ দিয়ে। নম্বরটি আপনার গুগল প্লাস এর প্রোফাইল থেকে দেখে নিন]
৩. মন্তব্য প্যানেলে উন্নয়ন সাধন:
মন্তব্য আরও দ্রুত সাবমিট হওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে পেজ রিলোড ছাড়াই মন্তব্য পেশ করা সম্ভব হয়।
এই নতুন ফিচার এবং সংযোজনগুলোর প্রতি ধাপেই আমরা বেশ কিছু কারিগরি চ্যালেঞ্জের সম্মূখীন হয়েছি। কিন্তু সে সবের প্রতিটির সমাধানে পাশে পেয়েছি প্রোগ্রামার সাইফুর রহমান মিশুকে, যিনি বর্তমানে সুইডেনে কর্মরত আছেন। মুক্তাঙ্গন এর পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ, মিশু।
ব্যবহারকারীদের প্রতি বিশেষ অনুরোধ/আহ্বান
এই ফিচারগুলো যুক্ত করার সময় আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব ত্রুটিমুক্তভাবে তা সম্পন্ন করার। আমাদের প্রাথমিক পরীক্ষাগুলোতে যে সব ত্রুটি (bug) চোখে পড়েছে, সেগুলোর সবই সমাধান করা হয়ে গেছে। কিন্তু বলাই বাহুল্য, সাইট ব্যবহার করতে গেলে আরও নতুন কিছু ত্রুটি খঁুজে পাওয়া যাওয়ার সম্ভাবনা তো সবসময়ই থাকে। সে কারণে সবার প্রতি অনুরোধ থাকলো এমন কোনো ত্রুটি যদি আপনাদের চোখে পড়ে তবে তা দয়া করে এই পোস্টের নিচে মন্তব্যাকারে লিখে জানান। আপনাদের সুচিন্তিত মতামত এবং পরামর্শ সাইটটির ব্যবহার সহজতর করতে আমাদের সহায়তা করবে। এছাড়াও এমন কোনো ফিচার যা এই সাইটে নেই কিন্তু আপনি মনে করেন থাকলে ভাল হোতো, সেটাও মন্তব্যাকারে লিখে জানাতে পারেন আমাদের অবগতি এবং বিবেচনার জন্য।
সবাইকে শুভেচ্ছা। মুক্তাঙ্গনের পাশে থাকুন।
