মুক্তাঙ্গন সাইটের ভেতরই স্থায়ীভাবে ‘গুগল ট্রান্সলিটারেশন টুল’ যুক্ত হয়েছে (মন্তব্য-এরিয়াতে সহায়িকী ‘খ’ দেখুন)। এই টুলটির মাধ্যমে উল্লেখযোগ্য-সংখ্যক ইন্টারনেট ব্যবহারকারীদের বাংলায় না লিখবার সব অজুহাত স্থায়ীভাবে নির্মূল করা হল। অনেকটা অভ্র’র মতো করেই কাজ করে, তবে অভ্র থেকে অনেক বেশী সহজ মনে হচ্ছে নতুন এই টুলটি।
টুলটি কিভাবে কাজ করে তা জানতে এখানে দেখুন। অন্য যে কোন সাইটে (যেমন: ফেসবুক, বা যে কোন চ্যাট সাইটে) বাংলা লিখতে কিংবা বাংলায় ইমেইল লিখতেও এই টুলটি ব্যবহার করা যাবে। তবে তার জন্য ব্রাউজারে তাৎক্ষণিকভাবে ব্যবহারের জন্য একটি বুকমার্ক যোগ করে নিতে হবে। অবশ্য বলাই বাহুল্য, মুক্তাঙ্গনে এমনকি এই বুকমার্কটিরও প্রয়োজন পড়বে না। বুকমার্কটি কিভাবে আপনার ব্রাউজারে স্থায়ীভাবে সংযোজন করবেন তা জানতে এখানে দেখুন।
গুগলের মূল টুলটিকে ওয়ার্ডপ্রেসে সন্নিবেশিত করার প্রয়োজনীয় প্লাগইনটি লিখেছেন জিহাদ তরফদার (ওয়েবমাস্টার, ক্যাডেট কলেজ ব্লগ), যিনি সমাধানটি মুক্তাঙ্গনের সাথেও ভাগাভাগি করে নিয়েছেন। অশেষ কৃতজ্ঞতা ওয়ার্ডপ্রেসে বাংলা ব্যবহারে তাঁর এই বিশেষ অবদানের জন্য।
Have your say
You must be logged in to post a comment.
১ comment
মুয়িন পার্ভেজ - ২৫ অক্টোবর ২০০৯ (১১:৫৬ পূর্বাহ্ণ)
বাঙলা লেখার সুন্দর, উপকারী ও ছোট্ট হাতিয়ারটি সংযোজন করার জন্য ধন্যবাদ। তবে ‘অভ্র থেকে অনেক বেশী সহজ’ মনে হচ্ছে না ঠিক এখনই। অবশ্য প্রধান সুবিধা এই যে, ইনস্টল করার কোনো দরকারই নেই।
এরকম দাবি করা হলেও বাঙলায় লিখতে ব’সে ব্যবহারকারীদের প্রথমেই ইংরেজি অক্ষরে রূপান্তরিত ক’রে নিতে হচ্ছে ঈপ্সিত শব্দটি। এর চেয়ে বরং ‘অভ্র’র ‘ইউনিজয়’ লেআউট ব্যবহার ক’রে অনেক স্বাচ্ছন্দ্যে বাঙলা লেখা যায় — বর্ণান্তরের কোনো শুকনো (এমনকী স্বেচ্ছাচারীও) নিয়ম মুখস্থ না ক’রেই । তবু এই আন্তরিক ও মেধাবী উদ্যোগকে স্বাগত জানাই।