একটু দেরিতে হলেও সবাইকে নববর্ষের শুভেচ্ছা। নতুন বাংলা বছরে মুক্তাঙ্গন এখন আগের চেয়ে ভিন্ন রূপে। উল্লেখ করার মতো সাম্প্রতিক কারিগরি পরিবর্তন/সংযোজনগুলোর মধ্যে যেগুলো বাহ্যিকভাবে চোখে পড়বে, সেগুলো হলো :
১) লেখক-পাতা ঢেলে সাজানো।
২) মন্তব্যের পাতা ঢেলে সাজানো। এতে অন্তর্ভুক্ত :
(ক) মন্তব্যগুলোর ক্রমিক নম্বর আলোচনার থ্রেডের বহুমুখী ক্রম অনুযায়ী প্রদর্শন (যেমন: ১, ১.১, ১.২, ২, ২.১.১ ইত্যাদি)। এতে করে কারো সুনির্দিষ্ট মন্তব্যকে উদ্ধৃত করে প্রত্যুত্তর দেয়াটা আগের চেয়ে আরও বেশি সহজ হবে বলে আশা করা যায়।
(খ) মন্তব্য চূড়ান্তভাবে পেশ করার আগে প্রাকবীক্ষণের (preview) সুবিধা।
৩) প্রতিটি পোস্টকে সহজভাবে প্রিন্ট করার সুবিধা যুক্ত হয়েছে। পোস্টের শিরোনামের নীচেই প্রিন্ট আইকনটি রয়েছে। সেটি ক্লিক করলে পৃথক একটি পাতায় পুরো পোস্টটি খুলবে যেখানে পোস্টে উল্লিখিত প্রতিটি লিংক ফুটনোট আকারে পাওয়া যাবে। চাইলে পোস্টটি মন্তব্যসমেতও প্রিন্ট করা যাবে সেখান থেকে।
৪) প্রতিটি পোস্টকে সহজে বন্ধুবান্ধবদের কাছে ইমেইল করার সুবিধা যুক্ত হয়েছে। পোস্টের শিরোনামের নিচেই আইকনটি রয়েছে, যেটি ক্লিক করলেই পপ-আপ হিসেবে প্রয়োজনীয় প্যানেলটি খুলবে।
উপরে উল্লেখ করা বাহ্যিক পরিবর্তনগুলো ছাড়াও সাইটের “ব্যাক এন্ডে” বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। আশা করা যায় এসব পরিবর্তন সাইটটির ব্যবহার সহজতর করবে। এসব নতুন ফিচার ব্যবহারে কেউ কোনো অসুবিধার সম্মূখীন হলে নীচে লিখে জানানোর অনুরোধ করছি।
সবাইকে ধন্যবাদ।
Have your say
You must be logged in to post a comment.
৪ comments