মুক্তাঙ্গনকে অজস্র ধন্যবাদ এমন হূদয়গ্রাহী ও প্রয়োজনীয় পরিবশনার জন্য। আমাদের অসংখ্য বাক্য-নবাবদের অন্ততঃ একটা অংশকে কর্মদানব-এ রূপান্তরিত করার শক্তি আছে এটার।
আমরা যারা বাইরে থেকে দেশের জন্য কিছু করার চেষ্টা করি তাদের সামর্থ্য সীমিত এবং আমাদের বিশেষ ক্ষেত্রেই সেই সামর্থ্য নিঃশেষ হয়ে যায়। অনুরোধ, এই প্রামাণ্যচিত্র সবগুলো ওয়েবসাইট ও ব্লগ-এ ছড়িয়ে দিন যাতে বাইরে থেকে আর্থিক সহ সব রকমের সহযোগীতা আসতে পারে। ‘‘দাতা-গ্রহীতার’’ ব্যাপার থাকায় ‘‘সাহায্য’’ শব্দটায় আমার প্রবল আপত্তি আছে।
মানবতার কি আশ্চর্য্য প্রদীপ এই সেলিম নজরুল-এর দল! এঁরাই তাঁরা যাঁদের ‘‘শির নেহারি নতশির ওই শিখর হিমাদ্রীর’’। পাভেল আল্ মামুন ও তাঁর সহকর্মীদের অজস্র ধন্যবাদ জানাচ্ছি এই সুলিখিত, সুপরিকল্পিত ও সফল প্রামাণ্যচিত্রের মাধ্যমে সেলিম নজরুলকে বিশ্বে পরিচয় করিয়ে দেবার জন্য। সেই সাথে স্বপ্ন দেখছি একদিন এঁদের কেউ হবে আমাদের সাংসদ, এমনকি মন্ত্রীও।
শতকরা নিরানব্বই জনের শতকরা নিরানব্বইটা স্বপ্ন কখনো সফল হয় না। তবু স্বপ্ন থাকতে হয়, স্বপ্নই জীবনের প্রধান চালিকাশক্তি যা সেলিম নজরুলের ছিল।
এরকম মানুষরাই আমাদের ডাক দিয়ে জাগিয়ে তোলে, আর আমরা নড়ন-চড়ন ইদুরেরা… কী বলব!
অনেক আগে পড়েছিলাম, মানুষের মতো মানুষ, জেনেছিলাম পা হারিয়েও অদম্য ইচ্ছাশক্তির বলে কী করে মানুষের মধ্যে ফিরে এসেছিল এক মানুষ। সেলিম নজরুল আমাদের সেরকম একজন। ধন্যবাদ পাভেল আল মামুন ও তার সহকর্মীদের পৃথিবীর এরকম এক দুঃসময়ে এরকম এক মানুষকে আমাদের সামনে নিয়ে আসবার জন্যে।
PFC is our small group of few college-Univ friends. Here is a development from PFC mail:-
*****************************
PFC Luthfur Choudhury (LRC) from Dhaka informed me that our ‘Project for the physically disabled’ has been launched yesterday with an initial deposit of Tk.2,50000/- (Taka two and half lakh). This was collected in London last year and finally delivered to the project via LRC yesterday.
**********************************
LRC is our Lutfur Rahman Chow – sorry this computer doesn’t have Bangla….
CDC is going to observe Selim Nazrul’s Birthday at CDC, MehediBaag Chittagong, Bangladesh on 3rd March. You are invited in the program at evening. This documentary will be shown on that program at CDC meeting hall.
With Thanks
Pavel
দুই বছর হয়ে গেল সেলিম ভাই আমাদের মাঝে নেই। সেলিম ভাই চলে যাওয়ার পরপরই অনেকটা আবেগের বশে বানিয়েছিলাম এই তথ্যচিত্রটি, ইচ্ছে ছিল তার কাজ নিয়ে ডিটেইল একটি তথ্যচিত্র বানাবো। তুলে আনবো বিদেশী দাতা নির্ভর না হয়ে স্থানীয়ভাবে অর্থ সঙগ্রহ করে সেলিম ভাই কি করে চালিয়েছেন এরকম আন্দোলন। আজো হয়ে উঠলো না। বলতে দ্বিধা নেই অর্থাভাবেই। নিজের প্রচেষ্টায় যে টুকু পেরেছিলাম সে টুকুতেই শান্ত থাকতে হলো। তবে একটা ভালো দিক, তার ছোট বোন রূপসা চালিয়ে নিচ্ছেন প্রতিষ্ঠানটি। তার প্রচেষ্টায় চট্টগ্রামে আগামী ১৩ অক্টোবর,১০ আত্মপ্রকাশ করছে একটি প্রতিবন্ধী সহায়ক উপকরনের কারখানা।
৮ comments
হাসান মাহমুদ - ১৭ ফেব্রুয়ারি ২০০৯ (৮:২৯ অপরাহ্ণ)
বুকভাঙ্গা প্রামাণ্যচিত্র –
মুক্তাঙ্গনকে অজস্র ধন্যবাদ এমন হূদয়গ্রাহী ও প্রয়োজনীয় পরিবশনার জন্য। আমাদের অসংখ্য বাক্য-নবাবদের অন্ততঃ একটা অংশকে কর্মদানব-এ রূপান্তরিত করার শক্তি আছে এটার।
আমরা যারা বাইরে থেকে দেশের জন্য কিছু করার চেষ্টা করি তাদের সামর্থ্য সীমিত এবং আমাদের বিশেষ ক্ষেত্রেই সেই সামর্থ্য নিঃশেষ হয়ে যায়। অনুরোধ, এই প্রামাণ্যচিত্র সবগুলো ওয়েবসাইট ও ব্লগ-এ ছড়িয়ে দিন যাতে বাইরে থেকে আর্থিক সহ সব রকমের সহযোগীতা আসতে পারে। ‘‘দাতা-গ্রহীতার’’ ব্যাপার থাকায় ‘‘সাহায্য’’ শব্দটায় আমার প্রবল আপত্তি আছে।
মানবতার কি আশ্চর্য্য প্রদীপ এই সেলিম নজরুল-এর দল! এঁরাই তাঁরা যাঁদের ‘‘শির নেহারি নতশির ওই শিখর হিমাদ্রীর’’। পাভেল আল্ মামুন ও তাঁর সহকর্মীদের অজস্র ধন্যবাদ জানাচ্ছি এই সুলিখিত, সুপরিকল্পিত ও সফল প্রামাণ্যচিত্রের মাধ্যমে সেলিম নজরুলকে বিশ্বে পরিচয় করিয়ে দেবার জন্য। সেই সাথে স্বপ্ন দেখছি একদিন এঁদের কেউ হবে আমাদের সাংসদ, এমনকি মন্ত্রীও।
শতকরা নিরানব্বই জনের শতকরা নিরানব্বইটা স্বপ্ন কখনো সফল হয় না। তবু স্বপ্ন থাকতে হয়, স্বপ্নই জীবনের প্রধান চালিকাশক্তি যা সেলিম নজরুলের ছিল।
রাশেদ - ১৭ ফেব্রুয়ারি ২০০৯ (১০:৪৩ অপরাহ্ণ)
ধন্যবাদ শেয়ারের জন্য।
রায়হান রশিদ - ১৮ ফেব্রুয়ারি ২০০৯ (১২:৩৪ অপরাহ্ণ)
. . . আর তাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব বাকি সবার, আমাদের।
ইমতিয়ার - ১৮ ফেব্রুয়ারি ২০০৯ (১:২৫ অপরাহ্ণ)
এরকম মানুষরাই আমাদের ডাক দিয়ে জাগিয়ে তোলে, আর আমরা নড়ন-চড়ন ইদুরেরা… কী বলব!
অনেক আগে পড়েছিলাম, মানুষের মতো মানুষ, জেনেছিলাম পা হারিয়েও অদম্য ইচ্ছাশক্তির বলে কী করে মানুষের মধ্যে ফিরে এসেছিল এক মানুষ। সেলিম নজরুল আমাদের সেরকম একজন। ধন্যবাদ পাভেল আল মামুন ও তার সহকর্মীদের পৃথিবীর এরকম এক দুঃসময়ে এরকম এক মানুষকে আমাদের সামনে নিয়ে আসবার জন্যে।
হাসান মাহমুদ - ১৮ ফেব্রুয়ারি ২০০৯ (৫:৩৬ অপরাহ্ণ)
PFC is our small group of few college-Univ friends. Here is a development from PFC mail:-
*****************************
PFC Luthfur Choudhury (LRC) from Dhaka informed me that our ‘Project for the physically disabled’ has been launched yesterday with an initial deposit of Tk.2,50000/- (Taka two and half lakh). This was collected in London last year and finally delivered to the project via LRC yesterday.
**********************************
LRC is our Lutfur Rahman Chow – sorry this computer doesn’t have Bangla….
Tx.
Hasan Mahmud.
Pavel - ১ মার্চ ২০০৯ (৫:০৬ অপরাহ্ণ)
CDC is going to observe Selim Nazrul’s Birthday at CDC, MehediBaag Chittagong, Bangladesh on 3rd March. You are invited in the program at evening. This documentary will be shown on that program at CDC meeting hall.
With Thanks
Pavel
Pavel - ১ মার্চ ২০০৯ (৫:১৫ অপরাহ্ণ)
্্ঁআপনারা অনন েকান সা্ইট এ এই িলংকটা িদেল আমােক জানােবন।
——িনরমাতা
mamunpavel@gmail.com
পাভেল আল মামুন - ৭ অক্টোবর ২০১০ (১০:৩৫ অপরাহ্ণ)
দুই বছর হয়ে গেল সেলিম ভাই আমাদের মাঝে নেই। সেলিম ভাই চলে যাওয়ার পরপরই অনেকটা আবেগের বশে বানিয়েছিলাম এই তথ্যচিত্রটি, ইচ্ছে ছিল তার কাজ নিয়ে ডিটেইল একটি তথ্যচিত্র বানাবো। তুলে আনবো বিদেশী দাতা নির্ভর না হয়ে স্থানীয়ভাবে অর্থ সঙগ্রহ করে সেলিম ভাই কি করে চালিয়েছেন এরকম আন্দোলন। আজো হয়ে উঠলো না। বলতে দ্বিধা নেই অর্থাভাবেই। নিজের প্রচেষ্টায় যে টুকু পেরেছিলাম সে টুকুতেই শান্ত থাকতে হলো। তবে একটা ভালো দিক, তার ছোট বোন রূপসা চালিয়ে নিচ্ছেন প্রতিষ্ঠানটি। তার প্রচেষ্টায় চট্টগ্রামে আগামী ১৩ অক্টোবর,১০ আত্মপ্রকাশ করছে একটি প্রতিবন্ধী সহায়ক উপকরনের কারখানা।