অভিযোগ উঠেছে (বিডি নিউজ ২৪) যে জনপ্রিয় ব্লগিং সাইট সচলায়তন বাংলাদেশে ব্লক করে দেয়া হয়েছে গতকাল (মঙ্গলবার) থেকে। অনেকে মনে করছেন এই সিদ্ধান্তের পেছনে নিগৃহীত মুক্তিযোদ্ধা জনাব শেখ আলী মোহাম্মদ আমানকে নিয়ে সচলায়তনে ছাপানো স্বাধীনতার চেতনার পক্ষে প্রতিবাদী কিছু পোস্ট দায়ী। [যেমন: এখানে দেখুন]।
এখনো কিছুই নিশ্চিতভাবে জানা যাচ্ছেনা তবে ঘটনা যদি সত্য হয়ে থাকে তাহলে আমরা সচলায়তনের সাথে একাত্মতা প্রকাশ করছি এবং আমাদের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংশ্লিষ্ট সকল ব্লগারকে আহ্বান জানাচ্ছি বিষয়টির দিকে সজাগ দৃষ্টি রাখার। সেইসাথে আমরা সচলায়তন সাইটের সাথে সংশ্লিষ্ট ব্লগার, সংগঠক এবং কারিগরি টীমের সদস্য যাঁরা বর্তমানে বাংলাদেশে আছেন তাদের নিরাপত্তা এবং মানবাধিকার বিষয়ে উদ্বিগ্ন। ব্লগারদের প্রতি অনুরোধ রইলো নিয়মিত আপডেট সংগ্রহের এবং সেইসাথে সবাইকে অবহিত করার।
“মুক্তাঙ্গন: নির্মাণ ব্লগ” মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় অঙ্গীকারাবদ্ধ।
বিডিনিউজের খবরটি পড়ুন:
ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সচলায়তন নামে একটি বাংলা ইন্টারনেট একটি ব্লগ বাংলাদেশে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরের পর থেকে বাংলাদেশের পাঠকরা ব্লগটি দেখতে পাচ্ছেন না।
সচলায়তনের প্রতিষ্ঠাতাদের একজন অরূপ কামাল টেলিফোনে মালয়েশিয়া থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যুদ্ধাপরাধীদের নিয়ে সা¤প্রতিক একটি লেখা প্রকাশের পর বাংলাদেশে ব্লগটি বন্ধ করে দেওয়া হয়েছে।”
তিনি জানান, বাংলাদেশ থেকে ব্লগটি দেখা না গেলেও বিশ্বের অন্যান্য স্থান থেকে সচলায়তনে ঢোকা যাচ্ছে। এর ঠিকানা হচ্ছে-www.sachalayatan.com.
তিনি জানান, সচলায়তন একটি অনলাইন লেখক সমাবেশ, যেখানে সাহিত্যের বিভিন্ন বিষয়সহ সমসাময়িক বিষয়বস্তুর ওপর লেখালেখি প্রকাশিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনডি/ওআরপি/এমএইচবি/২৩৪১ ঘ.
Have your say
You must be logged in to post a comment.
১৮ comments
হাসান মোরশেদ - ১৬ জুলাই ২০০৮ (১১:৩০ অপরাহ্ণ)
সচলায়তন পরিবারের একজনের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা । এই দুঃসময়ে ও কোন কোন ব্লগ থেকে সন্দেহ ছাড়া আর কিছু পাওয়া যায়নি ।
আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল হোক ।
হাসান মোরশেদ - ১৭ জুলাই ২০০৮ (১২:১১ পূর্বাহ্ণ)
http://www.sachalayatan.com/hasan_murshed/16902
আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে একটা পোষ্ট ।
আরণ্যক সৌরভ - ১৭ জুলাই ২০০৮ (৩:৩১ পূর্বাহ্ণ)
হাসান মোরশেদ এর মাধ্যমেই এই ব্লগের নাম জানার সুযোগ হলো। অসাধারণ উদ্যোগ।
কণ্ঠরোধের চেষ্টায় থাকা অসময়ের রাক্ষসদের মুখে চপেটাঘাত করে আরেকটি সুন্দর প্লাটফর্ম।
সচলায়তনের পাশে থাকার জন্যে কৃতজ্ঞতা।
দৃশা - ১৭ জুলাই ২০০৮ (৫:০০ পূর্বাহ্ণ)
বাঙ্গালী বলে ঐক্যবদ্ধ জাতি না!! তাইলে এটা কি?
অসংখ্য ধন্যবাদ এমন সময়ে একত্রিত হওয়ার সাহসিকতায়।
ইমরুলকায়েস - ১৭ জুলাই ২০০৮ (৫:১০ পূর্বাহ্ণ)
আপনাদের পাশে থাকতে দেখে ভাল লাগল ।
কনফুসিয়াস - ১৭ জুলাই ২০০৮ (৬:১৬ পূর্বাহ্ণ)
নির্মাণ ব্লগের পেছনের সবাইকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। দুঃসময়ে সঙ্গে থাকার মানুষ খুব বেশি নাই আসলে।
রেজাউল করিম সুমন - ১৭ জুলাই ২০০৮ (১২:০৩ অপরাহ্ণ)
আমরা নির্মাণ পরিবারের সকলেই ‘সচলায়তন’-এর পাশে আছি।
মুক্তাঙ্গন - ১৮ জুলাই ২০০৮ (১২:৪৩ অপরাহ্ণ)
এখানে দেখুন।
প্রবীর পাল - ১৯ জুলাই ২০০৮ (৭:০৫ পূর্বাহ্ণ)
পাশে থাকাটাই কি যথেষ্ট ? বন্ধ করে দেয়ার পেছনে কারা দায়ী তাদের খুঁজে বের করা, সচলায়তন আবার কিভাবে চালু করা যায়, চালু করার জন্য কি কি আইনি পদক্ষেপ নেয়া যায়, তা নিয়েই কথা বলা জরুরি নয় কি ?
শামীম - ২৩ জুলাই ২০০৮ (১২:০৪ অপরাহ্ণ)
এতকিছু বুঝি না। আমি সহজ, সরল ো সাধারণ। ব্লগার ভাইয়েরা, আপনার ঘরের সাথে লাগানো আপনার চিরশত্রু কাকা বা মামার ঘরে আগুন লাগলে কি করতেন? কেন করতেন?
আসুন- সচলায়তনের পাশে দাড়াই।
রায়হান রশিদ - ২৩ জুলাই ২০০৮ (১২:৫৩ অপরাহ্ণ)
চিরশত্রুর সাথে সচলায়তনের তুলনাটা ঠিক বুঝলাম না।
শামীম - ২৩ জুলাই ২০০৮ (১:২২ অপরাহ্ণ)
অর্থাৎ আমরা যাকে শত্রু ভাবি তার ঘরে আগুন লাগলেো কি আমরা চুপ থাকি? থাকতে পারব?
আমি সহজ, সরল। অত প্যাচ বুঝি না।
অলকেশ - ২৩ জুলাই ২০০৮ (১:৫৫ অপরাহ্ণ)
@ শামীম ; আপণার কথাটা এখন ও পরিস্কার হল না ।
রায়হান রশিদ - ২৩ জুলাই ২০০৮ (১:৫৬ অপরাহ্ণ)
এখনো তো ঘুরিয়েই বললেন! আপনি কাকে শত্রু বলছেন? আর সেটা সচলায়তনের আলোচনায় প্রাসঙ্গিক কেন? যতদূর জানি জামায়াতের রাজাকাররাই একমাত্র সচলায়তনকে অন্য পক্ষের (শত্রু) মনে করে। আমরা তো সচলায়তনকে সহযাত্রী বন্ধুই মনে করি। আপনি করেন না?
Pingback: Global Voices Online » Bangladesh gets a ‘Blog-Ban’ scare
Arup - ৫ সেপ্টেম্বর ২০০৮ (১০:০৬ পূর্বাহ্ণ)
আপনাদের সহমর্মিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা
(দু:খিত দেরীতে মন্তব্য করার জন্য)
মুজিব মেহদী - ৫ সেপ্টেম্বর ২০০৮ (৬:৫৮ অপরাহ্ণ)
সচলায়তনের দুর্যোগে নির্মাণ ব্লগের এই ভূমিকা দেখে ভালো লাগল।
সবুজ পাহাড়ের রাজা - ২৭ সেপ্টেম্বর ২০১২ (৪:০০ পূর্বাহ্ণ)
এতকিছু ঘটেছিল?
নিমার্ণ ব্লগ সচলের পাশে ছিল জেনে ভাল লাগল।