ড. ইউনূস কি ভারতের ত্রাণকর্তা?
এমন একটি প্রশ্নই মনে জাগতে পারে চলতি সংখ্যা লাইফস্টাইলস পড়লে বা এর প্রচ্ছদ দেখলে। লাইফস্টাইলস একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পত্রিকা। অনেকে বলেন, বিশ্বরাজনীতিতেও এ পত্রিকার বিশেষ ভূমিকা রয়েছে। এই ম্যাগাজিনের চলতি সংখ্যার প্রচ্ছদে এসেছেন ড. ইউনূস। প্রচ্ছদেই লেখা হয়েছে, ‘ফার্স্ট হি সেইভড ইন্ডিয়া। নাও হি’জ ওয়ার্কিং অন দ্য রেস্ট অব দ্য ওয়ার্ল্ড। দ্য ফাদার অব মাইক্রোক্রেডিট, মুহাম্মদ ইউনূস।’
প্রচ্ছদে এবং ভেতরেও দেখা যাচ্ছে, ইউনূস তার ক্ষুদ্র ঋণমনস্ক পুরানো গ্রামীণ চেক-এর পোশাক ছুড়ে ফেলেছেন।
পত্রিকার ভেতর সাক্ষাৎকারটির শুরুতে যে ছবি ব্যবহার করা হয়েছে, তাতে আমরা দেখতে পাচ্ছি নেহেরু ক্যাপপরিহিত ইউনূসকে!
ছবিসমেত মাত্র কয়েকটি পৃষ্ঠা ব্যবহার করা হয়েছে ইউনূসের পেছনে। কিন্তু আড়ম্বরটি চোখে পড়ার মতো। বাংলাদেশের প্রসঙ্গ এতে নেই বললেই চলে, বরং সামাজিক ব্যবসা, আরও স্পষ্ট করে বলতে গেলে ইউনূসকে তুলে ধরাই এর মূল প্রসঙ্গ। প্রমোশনাল এই সাক্ষাৎকার, যাতে বিশ্বের বিভিন্ন উল্লেখ করার মতো ব্যক্তিত্বের সঙ্গে (গ্যাবরিয়েল ইরেম, বিল ক্লিনটন, রিচার্ড গেরে, নিরো প্রমুখ) তোলা ইউনূসের বিভিন্ন ছবি রয়েছে।
তবে সাক্ষাৎকারটিতে অথবা এর ভূমিকায় অথবা অন্য কোথাও কিন্তু লেখা নেই, কীভাবে তিনি প্রথমে ভারতকে রক্ষা করেছেন, অথবা ক্ষুদ্র ঋণের জনকই বা তিনি হলেন কী করে!
বুঝতে পারছি না, পত্রিকাটি এরকম করেছে কেন। কানাডায় অবস্থানরত আমার এক বন্ধু পত্রিকার অফিসে টেলিফোন করেছিলেন। বলেছিলেন, ড. ইউনূস তো বাংলাদেশের নাগরিক, ক্ষুদ্র ঋণ নিয়ে তিনি মূলত সেখানেই কাজ করেছেন। তিনি কীভাবে ইন্ডিয়াকে রক্ষা করলেন? পত্রিকাটি তাকে এভাবে উপস্থাপন করছে কেন? উত্তরে তাকে বলা হয়েছে, ‘আপনি আপনার বক্তব্য লিখিতভাবে জানাতে পারেন।’
অবিশ্রুত
সেইসব দিন স্মরণে,- যখন কলামিস্টরা ছদ্মনামে লিখতেন; এমন নয় যে তাদের সাহসের অভাব ছিল, তারপরও তারা নামটিকে অনুক্ত রাখতেন। হতে পারে তাৎক্ষণিক ঝড়-ঝাপটার হাত থেকে বাঁচতেই তারা এরকম করতেন। আবার এ-ও হতে পারে, সাহসকেও বিনয়-ভুষণে সজ্জিত করেছিলেন তারা। আমারও খুব ইচ্ছে দেখার, নামহীন গোত্রহীন হলে মানুষ তাকে কী চোখে দেখে... কাঙালের কথা বাসী হলে কাঙালকে কি মানুষ আদৌ মনে করে!
Have your say
You must be logged in to post a comment.
২২ comments
রেজাউল করিম সুমন - ২ ফেব্রুয়ারি ২০১২ (৮:৪৩ অপরাহ্ণ)
ফেসবুকে অবিশ্রুতর এই লেখাটির লিংকের নীচে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের সাহিত্যিক সৈয়দ কওসর জামাল:
অবিশ্রুত - ৩ ফেব্রুয়ারি ২০১২ (১২:১৭ পূর্বাহ্ণ)
এটিকে gross mistake বলা ঠিক হবে কি না, তা নিয়েও আমার সন্দেহ রয়েছে। এ সাক্ষাৎকারের ফটোসেশনে (যা প্রচ্ছদে এবং ভেতরের পাতাতেও ব্যবহার করা হয়েছে) ইউনূস যে ধরণের পোশাক ব্যবহার করেছেন, তা নিঃসন্দেহে বিশেষ কোনও পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।
মাসুদ করিম - ৪ ফেব্রুয়ারি ২০১২ (২:৪৮ অপরাহ্ণ)
আরো সন্দেহজনক, ওয়েবে ইউনূসের মূল প্রচার উইং yunus centreএর ফেসবুক, টুইটার, গুগল+ পাতায় এই লাইফস্টাইলসকাণ্ড নিয়ে কোনো পোস্ট নেই। ভারত ও বিশ্বের উদ্বেগ বাড়ানো এই শিরোনামের আসল উদ্দেশ্য আসলে কী?
মাসুদ করিম - ৩ ফেব্রুয়ারি ২০১২ (১২:০৩ অপরাহ্ণ)
ছবিতে ইউনূসের মাথার টুপিটা দেখতে তো নেহেরু টুপির মতো লাগছে না, ভাগ্যের পরিহাসে সেটা তো কেমন জানি জিন্নাহ টুপির মতো লাগছে।
মাসুদ করিম - ২৫ ফেব্রুয়ারি ২০১২ (৫:২৪ অপরাহ্ণ)
এমন তেরছা নজর আমাদের প্রধানমন্ত্রীর, working on the rest of the WORLD , হয়ে গেল ইউনূসকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট করা হোক! কিন্তু অর্ধতেরছা হয়ে গেছে, ষোলোকলা পূরণ করার জন্য বলা উচিত ছিল, ইউনূসকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট করা হোক আর হিলারিকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক করতে চাই।
মাসুদ করিম - ১ মার্চ ২০১২ (৫:৩১ অপরাহ্ণ)
PM for Yunus as WB Chief তাতে এমন কী মহা সর্বনাশ হয়ে গিয়েছিল কে জানে? কেন এত ক্ষেপে গেলেন মাহফুজ আনাম? লেখাটা পুরো তোলা থাক এখানে।
মোহাম্মদ মুনিম - ১ মার্চ ২০১২ (১০:৪৪ অপরাহ্ণ)
ডঃ ইউনুসের অপসারণের সময়ে কি এমন ‘global outcry’ হয়েছিল সেটা বোঝা গেল না। আমি মার্কিন পাবলিক রেডিও নিয়মিত শুনি। সে সময়ে ইউনুসকে নিয়ে একটা খবরও শুনিনি। সেই সময়েই পাবলিক রেডিও অবশ্য লিবিয়া থেকে ভূমধ্যসাগরের মাধ্যমে গ্রীসে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ১১ জন বাংলাদেশির সলিল সমাধির খবর ঠিকই ফলাও করে প্রচার করেছে। ডঃ ইউনুস ক্ষুদ্র ঋণ দিয়ে দিয়ে বাংলাদেশের দারিদ্র যাদুঘরে পাঠাচ্ছেন, আর ১১ জন বাংলাদেশী বেকুবের মত বরফ শীতল ভূমধ্যসাগরে ঝাঁপ দিয়ে জীবন হারালেন, দেশের ইমেজের বারোটা বাজালেন, এতে তাঁদের উপর আমার খানিকটা রাগই হয়েছিল। আরও রাগ হয়েছিল ডঃ ইউনুসের তেলেসমাতিতে দারিদ্রমুক্ত লক্ষ লক্ষ নারীর নীরবতা দেখে। অতি ব্যস্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডঃ ইউনুসকে ফোন করছেন, এই নারীরা কি এই দারিদ্রমুক্তির পয়গম্বরের সম্মানে ঢাকায় একটা সমাবেশ করতে পারতেন না? গার্মেন্টসের অল্প কয়েকজন নারী শ্রমিক পুলিশের লাঠির বাড়ি খেয়ে নিজেদের দাবী আদায় করছেন, লক্ষ নারীর সমাবেশ করে তো সরকারের গদিই নাড়িয়ে দেয়া যায়। এই নারীরা কি অকৃতজ্ঞ নাকি শক্তি দই বিক্রি করে সময় করতে উঠতে পারেননি, সেটা বুঝে উঠতে পারিনি।
ডঃ ইউনুস সারা পৃথিবীতে তাঁর সামাজিক ব্যবসার কথা বলে বেড়াচ্ছেন, সামাজিক ব্যবসা পুঁজিবাদের দুষ্ট চক্র ভেঙ্গে দিবে এমন দাবী করছেন, তিনি গ্রামীণ ব্যাঙ্কের ছোট্ট গণ্ডিতে আটকে থাকবেন কেন? তিনি বিশ্বব্যাংকের ট্রিলিয়ন ডলারের তহবিল থেকে সারা বিশ্বের চার বিলিয়ন দরিদ্রকে ক্ষুদ্র ঋণ দিয়ে শক্তি দইয়ের ব্যবসায় নামিয়ে দেবেন, এত ভালো কথা। গত পঞ্চাশ বছরে সাদা সাহেবরা বিশ্ব ব্যাঙ্ক চালিয়ে কিস্যু করতে পারেননি, এটা তো অনেকেই বলছেন। ডঃ ইউনুসকে একটা সুযোগ দেওয়ার আহবান জানিয়ে শেখ হাসিনা কি এমন মশকরা করলেন?
মাসুদ করিম - ৪ অক্টোবর ২০১৫ (৮:৫৮ পূর্বাহ্ণ)
ডেইলি স্টারের কথার কথা নয় তো? সময় বলবে।
মাসুদ করিম - ৩ মার্চ ২০১২ (১২:২১ অপরাহ্ণ)
গতকাল যেউত্তর ইউনূস সংবাদমাধ্যমে পাঠিয়েছেন (বাংলায়, ইংরেজিতে) সেউত্তর তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠাননি, পাঠিয়েছেন আমেরিকার রাষ্ট্রদূত ড্যান মজেনাকে। শেখ হাসিনাকে উত্তর দিতে ইউনূস লাগে না, সেটা মাহফুজ আনামরা সেরে নিয়েছেন। আর কোনো কিছু ড্যান মজেনাদের স্পর্শধন্য না হলে আবার ইউনূস উত্তর দেন না।
মাসুদ করিম - ২৪ মার্চ ২০১২ (১২:৫৫ অপরাহ্ণ)
এবার সিএনএন মানি তাকে আমাদের সময়ের মহত্তম ১২ জন উদ্যোক্তার একজন হিসাবে তালিকাভুক্ত করল। কিন্তু একটা পার্থক্য থেকে গেল
দেখুন না, সব উদ্যোক্তার যেটা জাত বৈশিষ্ট তাদের কোম্পানি থাকে, বিক্রি-বাটা থাকে, বাজারমূল্য থাকে, কর্মী থাকে, আর যেহেতু তারা মহত্তমদের তালিকাভুক্ত তাদের উপদেশও থাকে। কিন্তু ইউনূসের ক্ষেত্রে আছে শুধু কোম্পানি আর উপদেশ! অবশ্য ঠিকই আছে, তিনি তো মহত্তমদের মধ্যে মহত্তম, আর সবাই তো এখানে অসামাজিক ব্যবসায়ী, তিনিই তো একমাত্র সামাজিক ব্যবসায়ী। এদুটি ব্যবসায়ের মধ্যে আবার পার্থক্যটা চোখে আঙুল দিয়ে বোঝানো গেল, সামজিক ব্যবসায় শুধু কোম্পানি আর উপদেশ থাকে — সেখানে কর্মী লাগে না, বিক্রি-বাটা হয় না, বাজারমূল্যের ধার ধারতে হয়না! আহা!
মাসুদ করিম - ২৭ মার্চ ২০১২ (১২:৪৯ পূর্বাহ্ণ)
এটা কী করল ইউনূস অন্তঃপ্রাণ ‘প্রথম আলো’, একটা তালিকাকে একেবারে মেধাতালিকা বানিয়ে দিল, ফরচুন ম্যাগাজিনের করা The 12 greatest entrepreneurs of our time-এর তালিকায় জায়গা করে নিয়েছেন ইউনূস, আমরা লিখেছি আমাদের সময়ের মহত্তম ১২ জন উদ্যোক্তার একজন, আর প্রথম আলো লিখল, ১২তম বিশ্বসেরা উদ্যোক্তা। কে দায়ী এজন্য, ফিচারটির অনুবাদক এটিএম ইসহাক? কিন্তু প্রথম পাতার একবারে প্রথম কলামে তো এটিএম ইসহাকের নাম নেই? তাহলে কে? বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাবান সম্পাদক? এই জ্ঞানের বহর নিয়ে নোবেল বিজয়ীর তোয়াজ করেন? বারো জনের একজনকে, বারোর মধ্যে বারোতম বানিয়ে দেন?
মোহাম্মদ মুনিম - ১ এপ্রিল ২০১২ (২:৪৩ পূর্বাহ্ণ)
বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ‘ভালো কেউ’ যাতে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হন তা নিশ্চিত করতে ‘বলেছেন’। এই ‘ভাল’র সংজ্ঞা কি? ‘বলেছেন’রই বা মানে কি? অনুরোধ না আদেশ? মার্কিন রাষ্ট্রদূত তাঁর নিজের দেশের কোন ব্যাঙ্কের বোর্ড রুমে গিয়ে ভাল কেউকে CEO করতে বললে খুব সম্ভবত চড় থাপ্পড় খেয়ে বেরিয়ে আসবেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রদূতদের কি ব্রিফিং করে তা সম্পর্কে খুব বেশী জানি না, তবে অন্য দেশের হত দরিদ্রদের উন্নয়নের জন্য জান কোরবান করে দিতে তাঁদের নিশ্চয় বলা হয় না। বাংলাদেশের মধ্যবিত্ত এবং সুশীল সমাজ তেলের দখল নিতে ইরাক, লিবিয়াতে মার্কিন আগ্রাসনের ব্যাপারে খুবই সোচ্চার (ইরাকে মার্কিন আগ্রাসনের আগে মার্কিনীরা তেল কিনতেন প্রতি গ্যালন দেড় ডলারে, এখন কেনেন প্রতি গ্যালন চার ডলারে)। আবার সেই একই মধ্যবিত্ত গ্রামীণ ব্যাঙ্ক এবং ডঃ ইউনুস নিয়ে মার্কিনীদের অতি আগ্রহ দেখলে কেন আহ্লাদে গদগদ হয়ে যান?
মাসুদ করিম - ১৩ জুন ২০১২ (১২:১৪ পূর্বাহ্ণ)
যাক জাগ্রত ভারত, ভারতীয় অভিনেতা ইরফান খান অভিনয় করবেন ইউনূসের চরিত্রে ইতালিয়ান পরিচালকের ছবিতে।
খবরের লিন্ক এখানে।
Pingback: ইউনূসমিতি ৪ | প্রাত্যহিক পাঠ
মাসুদ করিম - ১২ আগস্ট ২০১৩ (৬:০১ অপরাহ্ণ)
এর মানে সত্যিই দাঁড়াচ্ছে ইউনূস বনসাই ও দারিদ্র দুটোই বুঝতে ভুল করছেন, অথবা গভীর যত্নে দারিদ্রকে বনসাইয়ের মতো লালন করতে চাইছেন।
মাসুদ করিম - ১১ ডিসেম্বর ২০১৩ (৯:৫৭ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ২২ জুলাই ২০১৪ (১:০৮ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৩০ নভেম্বর ২০১৪ (৮:২৫ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৪ জানুয়ারি ২০১৫ (৪:৩৮ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৯ সেপ্টেম্বর ২০১৫ (১০:৫০ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ১০ সেপ্টেম্বর ২০১৫ (২:৪৩ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৯ জুলাই ২০২৪ (৩:৪৩ পূর্বাহ্ণ)
Muhammad Yunus: ‘Why is the Bangladesh Army tackling student protestors, killing innocents?’
https://www.thehindu.com/news/national/muhammad-yunus-why-is-the-bangladesh-army-tackling-student-protestors-killing-innocents-nobel-laureate/article68448548.ece
Bangladesh is reeling from days of violence as protestors took to the streets, attacked government buildings and vehicles to demonstrate against the quota system, and the Hasina government ordered a crackdown with army and paramilitary forces who were given shoot at sight orders. Nearly 200 have been killed, thousands injured including those blinded by pellet injuries.
https://x.com/the_hindu/status/1816701055276613953