ড. ইউনূস : ‘ভারতের ত্রাণকর্তা’?

ড. ইউনূস কি ভারতের ত্রাণকর্তা? এমন একটি প্রশ্নই মনে জাগতে পারে চলতি সংখ্যা লাইফস্টাইলস পড়লে বা এর প্রচ্ছদ দেখলে।...

ড. ইউনূস কি ভারতের ত্রাণকর্তা?

এমন একটি প্রশ্নই মনে জাগতে পারে চলতি সংখ্যা লাইফস্টাইলস পড়লে বা এর প্রচ্ছদ দেখলে। লাইফস্টাইলস একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পত্রিকা। অনেকে বলেন, বিশ্বরাজনীতিতেও এ পত্রিকার বিশেষ ভূমিকা রয়েছে। এই ম্যাগাজিনের চলতি সংখ্যার প্রচ্ছদে এসেছেন ড. ইউনূস। প্রচ্ছদেই লেখা হয়েছে, ‘ফার্স্ট হি সেইভড ইন্ডিয়া। নাও হি’জ ওয়ার্কিং অন দ্য রেস্ট অব দ্য ওয়ার্ল্ড। দ্য ফাদার অব মাইক্রোক্রেডিট, মুহাম্মদ ইউনূস।’

লাইফস্টাইলস-এর প্রচ্ছদে ড. ইউনূস

প্রচ্ছদে এবং ভেতরেও দেখা যাচ্ছে, ইউনূস তার ক্ষুদ্র ঋণমনস্ক পুরানো গ্রামীণ চেক-এর পোশাক ছুড়ে ফেলেছেন।

ক্যাপ পরেছেন, হাসছেন

পত্রিকার ভেতর সাক্ষাৎকারটির শুরুতে যে ছবি ব্যবহার করা হয়েছে, তাতে আমরা দেখতে পাচ্ছি নেহেরু ক্যাপপরিহিত ইউনূসকে!

অসামাজিক নয়, ইহা সামাজিক...সাক্ষাৎকারের শুরু

ছবিসমেত মাত্র কয়েকটি পৃষ্ঠা ব্যবহার করা হয়েছে ইউনূসের পেছনে। কিন্তু আড়ম্বরটি চোখে পড়ার মতো। বাংলাদেশের প্রসঙ্গ এতে নেই বললেই চলে, বরং সামাজিক ব্যবসা, আরও স্পষ্ট করে বলতে গেলে ইউনূসকে তুলে ধরাই এর মূল প্রসঙ্গ। প্রমোশনাল এই সাক্ষাৎকার, যাতে বিশ্বের বিভিন্ন উল্লেখ করার মতো ব্যক্তিত্বের সঙ্গে (গ্যাবরিয়েল ইরেম, বিল ক্লিনটন, রিচার্ড গেরে, নিরো প্রমুখ) তোলা ইউনূসের বিভিন্ন ছবি রয়েছে।

তবে সাক্ষাৎকারটিতে অথবা এর ভূমিকায় অথবা অন্য কোথাও কিন্তু লেখা নেই, কীভাবে তিনি প্রথমে ভারতকে রক্ষা করেছেন, অথবা ক্ষুদ্র ঋণের জনকই বা তিনি হলেন কী করে!

বুঝতে পারছি না, পত্রিকাটি এরকম করেছে কেন। কানাডায় অবস্থানরত আমার এক বন্ধু পত্রিকার অফিসে টেলিফোন করেছিলেন। বলেছিলেন, ড. ইউনূস তো বাংলাদেশের নাগরিক, ক্ষুদ্র ঋণ নিয়ে তিনি মূলত সেখানেই কাজ করেছেন। তিনি কীভাবে ইন্ডিয়াকে রক্ষা করলেন? পত্রিকাটি তাকে এভাবে উপস্থাপন করছে কেন? উত্তরে তাকে বলা হয়েছে, ‘আপনি আপনার বক্তব্য লিখিতভাবে জানাতে পারেন।’

অবিশ্রুত

সেইসব দিন স্মরণে,- যখন কলামিস্টরা ছদ্মনামে লিখতেন; এমন নয় যে তাদের সাহসের অভাব ছিল, তারপরও তারা নামটিকে অনুক্ত রাখতেন। হতে পারে তাৎক্ষণিক ঝড়-ঝাপটার হাত থেকে বাঁচতেই তারা এরকম করতেন। আবার এ-ও হতে পারে, সাহসকেও বিনয়-ভুষণে সজ্জিত করেছিলেন তারা। আমারও খুব ইচ্ছে দেখার, নামহীন গোত্রহীন হলে মানুষ তাকে কী চোখে দেখে... কাঙালের কথা বাসী হলে কাঙালকে কি মানুষ আদৌ মনে করে!

২২ comments

  1. রেজাউল করিম সুমন - ২ ফেব্রুয়ারি ২০১২ (৮:৪৩ অপরাহ্ণ)

    ফেসবুকে অবিশ্রুতর এই লেখাটির লিংকের নীচে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের সাহিত্যিক সৈয়দ কওসর জামাল:

    This is a gross mistake on the part of the magazine. How could it mention India in place of Bangladesh?

    • অবিশ্রুত - ৩ ফেব্রুয়ারি ২০১২ (১২:১৭ পূর্বাহ্ণ)

      এটিকে gross mistake বলা ঠিক হবে কি না, তা নিয়েও আমার সন্দেহ রয়েছে। এ সাক্ষাৎকারের ফটোসেশনে (যা প্রচ্ছদে এবং ভেতরের পাতাতেও ব্যবহার করা হয়েছে) ইউনূস যে ধরণের পোশাক ব্যবহার করেছেন, তা নিঃসন্দেহে বিশেষ কোনও পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।

      • মাসুদ করিম - ৪ ফেব্রুয়ারি ২০১২ (২:৪৮ অপরাহ্ণ)

        আরো সন্দেহজনক, ওয়েবে ইউনূসের মূল প্রচার উইং yunus centreএর ফেসবুক, টুইটার, গুগল+ পাতায় এই লাইফস্টাইলসকাণ্ড নিয়ে কোনো পোস্ট নেই। ভারত ও বিশ্বের উদ্বেগ বাড়ানো এই শিরোনামের আসল উদ্দেশ্য আসলে কী?

  2. মাসুদ করিম - ৩ ফেব্রুয়ারি ২০১২ (১২:০৩ অপরাহ্ণ)

    ছবিতে ইউনূসের মাথার টুপিটা দেখতে তো নেহেরু টুপির মতো লাগছে না, ভাগ্যের পরিহাসে সেটা তো কেমন জানি জিন্নাহ টুপির মতো লাগছে।

  3. মাসুদ করিম - ২৫ ফেব্রুয়ারি ২০১২ (৫:২৪ অপরাহ্ণ)

    এমন তেরছা নজর আমাদের প্রধানমন্ত্রীর, working on the rest of the WORLD , হয়ে গেল ইউনূসকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট করা হোক! কিন্তু অর্ধতেরছা হয়ে গেছে, ষোলোকলা পূরণ করার জন্য বলা উচিত ছিল, ইউনূসকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট করা হোক আর হিলারিকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক করতে চাই।

    • মাসুদ করিম - ১ মার্চ ২০১২ (৫:৩১ অপরাহ্ণ)

      PM for Yunus as WB Chief তাতে এমন কী মহা সর্বনাশ হয়ে গিয়েছিল কে জানে? কেন এত ক্ষেপে গেলেন মাহফুজ আনাম? লেখাটা পুরো তোলা থাক এখানে।

      Commentary
      PM for Yunus as WB Chief
      Is it a change of heart or a mockery?
      Mahfuz Anam
      After terming him the “bloodsucker” of the poor and relentlessly harassing him and forcing his departure from Grameen Bank that he founded and led to Nobel Prize stature, Prime Minister Sheikh Hasina, on Wednesday, requested the visiting EU delegation to use their “influence” to make Prof Yunus the next president of the World Bank.

      On the occasion she also praised him, according to UNB news agency, for “his outstanding contribution in alleviating poverty through micro credit activities.” The PM is also quoted to have further said that Prof Yunus has vast experience and enjoys an “excellent reputation in the world”. She reportedly holds the view that Prof. Yunus’ vast experience is a “valuable asset” that the World Bank, by making him its next president, can use for the benefit of the world.

      This is for the first time we have heard anything positive from the PM about Yunus since she took power this time. Is Sheikh Hasina’s change of heart for real? Or is it a mockery, with the underlying message, ‘Take him away from Bangladesh?’ We hope it is the former.

      Countless numbers of us who have attended conferences abroad or who have done business with foreign companies, have faced relentless questions as to how the Bangladesh government could harass the very man honoured the world over.

      The support that the international community extended to Prof Yunus was seen by our government more as Yunus’ capacity to lobby to gather support rather than a sign of genuine respect that he enjoyed.

      The spontaneity of the global outcry was totally lost on our government. It could not imagine, in its wildest dream, that another Bangladeshi, who wielded no political power, could have earned such a genuinely exalted place in the global scene.

      So like a stubborn individual, the more the support for Yunus, the more the government stiffened its attitude and saw it as external interference in our internal affairs. Not for a moment did it ask why heads of states and governments were rooting for this private man who had nothing to show for his power except his reputation for the work he did for the poor, especially women.

      Within the country the government, its leaders and especially the prime minister came under severe criticism for their narrow mindedness. Many termed the prime minister’s attitude to be an expression of her jealousy, as some had convinced her that she deserved a Nobel Prize. She appeared to be mean, vindictive, too eager to denigrate people other than her family, and totally blind against people she dislikes for whatever reason and however unjustifiably. To make a long story short, her attack on Prof Yunus greatly diminished her, her party, her government and the country.

      Nothing would please us more if Sheikh Hasina really meant what she said to EU delegation. It is never too late to correct a wrong. Yunus’ possible presidency of the World Bank is of least interest to us. (It may be mentioned that the office is always held by an American, just as the IMF’s stewardship is held by Europeans. On what basis our PM made such a request to the EU is beyond our comprehension). What is far more important for Bangladesh and we as a people is that we stop dishonouring a man who needs and deserves to be respected. We stop telling lies about him and about micro-credit that is being adopted in almost all poor countries of the world, some not too poor and a few rich countries as well.

      As the age old saying goes, charity begins at home. So also respect for Yunus should begin at home, at the PM’s home (figuratively speaking) to be precise.

      If Sheikh Hasina believes what she said to the EU delegation about Yunus’ work, his experience, his reputation then she must acknowledge that inside the country by giving him the respect he deserves. Given the ego our leaders have, it is too much to ask our PM to retract all that she has said about him in the past, especially after it proved to be all false. She would definitely gain the esteem of her countrymen if she had the maturity and the self confidence to admit that she was mistaken.

      That said, we can ask her to begin anew. She can start by giving Yunus an audience that he has long requested for and removing the misunderstanding that has been exploited by many smaller people surrounding the PM. She can take steps to restore this man’s prestige that she has so unfairly, cruelly but at the end ineffectively, tried to take away from him.

      But, on the contrary, if she does not believe what she has said, then she has only made herself an object of ridicule. The world will know that she advised the EU and indirectly the World Bank and all its members to honour the very man she herself does not honour. What it will do for her own credibility and stature, not to speak of respect among her peers, is an open question. But it is one that should be asked by her.

      It is our fervent hope that the PM’s words signal a change of heart. We would further like to hope that she will act according to what she has said and try to heal this festering wound that has harmed us all so much, more her than anybody else. However, if her words turn out to have been just that — words, without any substance or meaning — then it will stand out as having made a mockery of us all.

      • মোহাম্মদ মুনিম - ১ মার্চ ২০১২ (১০:৪৪ অপরাহ্ণ)

        ডঃ ইউনুসের অপসারণের সময়ে কি এমন ‘global outcry’ হয়েছিল সেটা বোঝা গেল না। আমি মার্কিন পাবলিক রেডিও নিয়মিত শুনি। সে সময়ে ইউনুসকে নিয়ে একটা খবরও শুনিনি। সেই সময়েই পাবলিক রেডিও অবশ্য লিবিয়া থেকে ভূমধ্যসাগরের মাধ্যমে গ্রীসে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ১১ জন বাংলাদেশির সলিল সমাধির খবর ঠিকই ফলাও করে প্রচার করেছে। ডঃ ইউনুস ক্ষুদ্র ঋণ দিয়ে দিয়ে বাংলাদেশের দারিদ্র যাদুঘরে পাঠাচ্ছেন, আর ১১ জন বাংলাদেশী বেকুবের মত বরফ শীতল ভূমধ্যসাগরে ঝাঁপ দিয়ে জীবন হারালেন, দেশের ইমেজের বারোটা বাজালেন, এতে তাঁদের উপর আমার খানিকটা রাগই হয়েছিল। আরও রাগ হয়েছিল ডঃ ইউনুসের তেলেসমাতিতে দারিদ্রমুক্ত লক্ষ লক্ষ নারীর নীরবতা দেখে। অতি ব্যস্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডঃ ইউনুসকে ফোন করছেন, এই নারীরা কি এই দারিদ্রমুক্তির পয়গম্বরের সম্মানে ঢাকায় একটা সমাবেশ করতে পারতেন না? গার্মেন্টসের অল্প কয়েকজন নারী শ্রমিক পুলিশের লাঠির বাড়ি খেয়ে নিজেদের দাবী আদায় করছেন, লক্ষ নারীর সমাবেশ করে তো সরকারের গদিই নাড়িয়ে দেয়া যায়। এই নারীরা কি অকৃতজ্ঞ নাকি শক্তি দই বিক্রি করে সময় করতে উঠতে পারেননি, সেটা বুঝে উঠতে পারিনি।
        ডঃ ইউনুস সারা পৃথিবীতে তাঁর সামাজিক ব্যবসার কথা বলে বেড়াচ্ছেন, সামাজিক ব্যবসা পুঁজিবাদের দুষ্ট চক্র ভেঙ্গে দিবে এমন দাবী করছেন, তিনি গ্রামীণ ব্যাঙ্কের ছোট্ট গণ্ডিতে আটকে থাকবেন কেন? তিনি বিশ্বব্যাংকের ট্রিলিয়ন ডলারের তহবিল থেকে সারা বিশ্বের চার বিলিয়ন দরিদ্রকে ক্ষুদ্র ঋণ দিয়ে শক্তি দইয়ের ব্যবসায় নামিয়ে দেবেন, এত ভালো কথা। গত পঞ্চাশ বছরে সাদা সাহেবরা বিশ্ব ব্যাঙ্ক চালিয়ে কিস্যু করতে পারেননি, এটা তো অনেকেই বলছেন। ডঃ ইউনুসকে একটা সুযোগ দেওয়ার আহবান জানিয়ে শেখ হাসিনা কি এমন মশকরা করলেন?

      • মাসুদ করিম - ৪ অক্টোবর ২০১৫ (৮:৫৮ পূর্বাহ্ণ)

        ডেইলি স্টারের কথার কথা নয় তো? সময় বলবে।

        Editorial
        Prime Minister at the UN
        From a leader to a statesman

        We say with pride that among all the heads of states and governments who participated in the 70th anniversary of the United Nations (UN), Prime Minister Sheikh Hasina’s role was significant on several counts. From a plethora of important issues such as sustainable development goals to the UN peace keeping mission to global terrorism, she spoke with eloquence and made her presence felt. Leaving aside the two awards she got, her participation is a recognition of her long, constructive and active role in addressing global issues like child rights, development of LDCs, etc. She has made a place for herself and earned Bangladesh the status of a country whose achievements are internationally recognised. After Bangabandhu, she is by far the most internationally recognised political leader from Bangladesh.

        We congratulate the prime minister for receiving the “ICT Sustainable Development Award” and the highest environmental accolade of the United Nations Environmental Programme (Unep), the “Champions of the Earth”.

        While we will continue to stress the need for more democratic space, good governance, stronger anti-corruption measures and genuine press freedom, we have no hesitation in saying that this trip raises Prime Minister Sheikh Hasina from the stature of a leader of a developing country to a statesman in the world stage. This is of particular import considering the fact that a few decades ago the country was seen more as a problem than as a place with bright prospects. We congratulate her on her achievements, which are not hers alone but also of Bangladesh’s.

  4. মাসুদ করিম - ৩ মার্চ ২০১২ (১২:২১ অপরাহ্ণ)

    গতকাল যেউত্তর ইউনূস সংবাদমাধ্যমে পাঠিয়েছেন (বাংলায়, ইংরেজিতে) সেউত্তর তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠাননি, পাঠিয়েছেন আমেরিকার রাষ্ট্রদূত ড্যান মজেনাকে। শেখ হাসিনাকে উত্তর দিতে ইউনূস লাগে না, সেটা মাহফুজ আনামরা সেরে নিয়েছেন। আর কোনো কিছু ড্যান মজেনাদের স্পর্শধন্য না হলে আবার ইউনূস উত্তর দেন না।

  5. মাসুদ করিম - ২৪ মার্চ ২০১২ (১২:৫৫ অপরাহ্ণ)

    এবার সিএনএন মানি তাকে আমাদের সময়ের মহত্তম ১২ জন উদ্যোক্তার একজন হিসাবে তালিকাভুক্ত করল। কিন্তু একটা পার্থক্য থেকে গেল

    1. Steve Jobs
    Company: Apple
    Sales: $108.2 billion
    Market Value: $546 billion
    Employees: 63,300
    Advice: Say no to focus groups and market research.

    2. Bill Gates
    Company: Microsoft
    Sales: $69.9 billion
    Market Value: $273.5 billion
    Employees: 90,000
    Advice: Find very smart people and create small teams.

    3. Fred Smith
    Company: FedEx
    Sales: $39.3 billion
    Market Value: $30 billion
    Employees: 255,573
    Advice: Rely on “first-level” managers.

    4. Jeff Bezos
    Company: Amazon
    Market Value: $84.0 billion
    Sales: $48.1 billion
    Employees: 56,200
    Advice: Take regular mini-retreats.

    5. Larry Page and Sergey Brin
    Company: Google
    Sales: $37.9 billion
    Market Value: $203.2 billion
    Employees: 32,500
    Advice: Spare no expense on innovation.

    6. Howard Schultz
    Company: Starbucks
    Sales: $11.7 billion
    Market Value: $40 billion
    Employees: 149,000
    Advice: Always challenge the old ways.

    7. Mark Zuckerberg
    Company: Facebook
    Sales: $3.71 billion
    Market Value: $75 billion-$100 billion (estimate)
    Employees: 3,200
    Advice: Embrace paranoia.

    8. John Mackey
    Company: Whole Foods
    Sales: $10.1 billion
    Market Value: $15.5 billion
    Employees: 56,200
    Advice: Purpose inspires people.

    9. Herb Kelleher
    Company: Southwest Airlines
    Sales: $15.6 billion
    Market Value: $6.4 billion
    Employees: 45,392
    Advice: Make your customers No. 1.

    10. Narayana Murthy
    Company: Infosys
    Sales: $6.0 billion
    Market Value: $32 billion
    Employees: 145,088
    Advice: Sacrifice today, cash in tomorrow.

    11. Sam Walton
    Company: Wal-Mart Stores
    Sales: $446.9 billion
    Market Value: $36.5 billion
    Employees: 2.0 million
    Advice: Give the people what they want.

    12. Muhammad Yunus
    Company: Grameen Bank
    Advice: Small gifts can equal big impacts.

    দেখুন না, সব উদ্যোক্তার যেটা জাত বৈশিষ্ট তাদের কোম্পানি থাকে, বিক্রি-বাটা থাকে, বাজারমূল্য থাকে, কর্মী থাকে, আর যেহেতু তারা মহত্তমদের তালিকাভুক্ত তাদের উপদেশও থাকে। কিন্তু ইউনূসের ক্ষেত্রে আছে শুধু কোম্পানি আর উপদেশ! অবশ্য ঠিকই আছে, তিনি তো মহত্তমদের মধ্যে মহত্তম, আর সবাই তো এখানে অসামাজিক ব্যবসায়ী, তিনিই তো একমাত্র সামাজিক ব্যবসায়ী। এদুটি ব্যবসায়ের মধ্যে আবার পার্থক্যটা চোখে আঙুল দিয়ে বোঝানো গেল, সামজিক ব্যবসায় শুধু কোম্পানি আর উপদেশ থাকে — সেখানে কর্মী লাগে না, বিক্রি-বাটা হয় না, বাজারমূল্যের ধার ধারতে হয়না! আহা!

  6. মোহাম্মদ মুনিম - ১ এপ্রিল ২০১২ (২:৪৩ পূর্বাহ্ণ)

    বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ‘ভালো কেউ’ যাতে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হন তা নিশ্চিত করতে ‘বলেছেন’। এই ‘ভাল’র সংজ্ঞা কি? ‘বলেছেন’রই বা মানে কি? অনুরোধ না আদেশ? মার্কিন রাষ্ট্রদূত তাঁর নিজের দেশের কোন ব্যাঙ্কের বোর্ড রুমে গিয়ে ভাল কেউকে CEO করতে বললে খুব সম্ভবত চড় থাপ্পড় খেয়ে বেরিয়ে আসবেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রদূতদের কি ব্রিফিং করে তা সম্পর্কে খুব বেশী জানি না, তবে অন্য দেশের হত দরিদ্রদের উন্নয়নের জন্য জান কোরবান করে দিতে তাঁদের নিশ্চয় বলা হয় না। বাংলাদেশের মধ্যবিত্ত এবং সুশীল সমাজ তেলের দখল নিতে ইরাক, লিবিয়াতে মার্কিন আগ্রাসনের ব্যাপারে খুবই সোচ্চার (ইরাকে মার্কিন আগ্রাসনের আগে মার্কিনীরা তেল কিনতেন প্রতি গ্যালন দেড় ডলারে, এখন কেনেন প্রতি গ্যালন চার ডলারে)। আবার সেই একই মধ্যবিত্ত গ্রামীণ ব্যাঙ্ক এবং ডঃ ইউনুস নিয়ে মার্কিনীদের অতি আগ্রহ দেখলে কেন আহ্লাদে গদগদ হয়ে যান?

  7. মাসুদ করিম - ১৩ জুন ২০১২ (১২:১৪ পূর্বাহ্ণ)

    যাক জাগ্রত ভারত, ভারতীয় অভিনেতা ইরফান খান অভিনয় করবেন ইউনূসের চরিত্রে ইতালিয়ান পরিচালকের ছবিতে।

    Barely has Irrfan Khan completed one big-ticket Hollywood project, the actor is already gearing up for his next international venture. After The Amazing Spiderman, Irrfan will be seen in Italian director Marco Amenta’s Banker To The Poor. In case you are wondering, Irrfan will essay the central character of Nobel-prize winning Bengali economist Muhammad Yunus, who is credited with inventing the breakthrough concept of grameen (rural) bank.

    Incidentally, after Paan Singh Tomar, Yunus will be Irrfan’s second biopic role. Prof Yunus’ awe-inspiring endeavour to help the poor procure micro bank loans without collaterals won him the Nobel Peace Prize in 2006. Apparently, the makers of the film zeroed in on Irrfan as the real-life hero of the downtrodden after they saw him play a Bengali ‘bhadralok’ in Mira Nair’s The Namesake.

    Irrfan confirmed the news and said, “I have been in talks for that film for a long time. I have already given my consent.” However, he did not divulge any further details for contractual reasons.

    A friend of the actor said, “The challenge here is to recreate a living character of such distinguished achievement. Irrfan will meet Muhammd Yunus and spend as much time with him as possible. When he played Paan Singh Tomar, he relied on his imagination. But playing Prof Yunus is a far bigger challenge since he is a much revered living personality. Irrfan will take a few months to get into the character.”

    With Banker To The Poor taking off at the end of the year, Irrfan hopes to complete his homework by then.

    খবরের লিন্ক এখানে

  8. Pingback: ইউনূসমিতি ৪ | প্রাত্যহিক পাঠ

  9. মাসুদ করিম - ১২ আগস্ট ২০১৩ (৬:০১ অপরাহ্ণ)

    এর মানে সত্যিই দাঁড়াচ্ছে ইউনূস বনসাই ও দারিদ্র দুটোই বুঝতে ভুল করছেন, অথবা গভীর যত্নে দারিদ্রকে বনসাইয়ের মতো লালন করতে চাইছেন।

  10. মাসুদ করিম - ১১ ডিসেম্বর ২০১৩ (৯:৫৭ পূর্বাহ্ণ)

  11. মাসুদ করিম - ২২ জুলাই ২০১৪ (১:০৮ অপরাহ্ণ)

  12. মাসুদ করিম - ৩০ নভেম্বর ২০১৪ (৮:২৫ অপরাহ্ণ)

  13. মাসুদ করিম - ৪ জানুয়ারি ২০১৫ (৪:৩৮ অপরাহ্ণ)

    Yunus honoured by Narendra Modi

    Indian Prime Minister Narendra Modi presented a gold medal to honour Nobel Laureate Professor Muhammad Yunus at the opening ceremony of the 102nd Indian Science Congress in Mumbai on January 3. Professor Yunus along with four other Nobel Laureates and five scientists from India received the gold medal during the inaugural session of the Indian Science Congress in the presence of more than 20,000 strong audience including Ministers, Chief Ministers, leading scientists, Vice Chancellors of dozens of Indian Universities and delegates from India and abroad. In the Indian PM’s inaugural speech, referring to the Nobel Laureates that were honoured he said ” We have here with us Nobel Laureates, whose work in science has given new hope against dreaded diseases. We also have one whose own understanding of social science gave the poorest a life of hope, opportunity and dignity.” referring to Professor Yunus and his work. Prime Minister Modi concluded his 45 minute long speech by saying that he would like to make science and technology for development as a top national priority for India. The inaugural session was also addressed by Indian Union Minister for Science and Technology Dr. Harsh Vardhan, Maharashtra Chief Minister DevendraFadnavis, President of the Indian Science Congress Association Prof SB Nimse, among others, said a statement issued by Yunus Center.

  14. মাসুদ করিম - ৯ সেপ্টেম্বর ২০১৫ (১০:৫০ পূর্বাহ্ণ)

    Maharashtra seeks Yunus’s inputs in revitalising rural development

    Indian Finance, Planning and Forests Minister Sudhir Mugantiwar urged Nobel Laureate Prof Muhammad Yunus to help the Maharashtra state government design programmes for rural development and inclusive financing reports UNB.

    He made the call during a meeting recently held with Prof Yunus during his visit to Mumbai, said a Yunus Centre Press Release on Tuesday.

    An intensive discussion was held for four hours, which was participated by secretaries of ministries and heads of all government agencies involved in development issues, academics, and representatives of national rural finance organisation National Bank for Agriculture and Rural Development (NABARD). State Minister for Finance and Rural Development Deepak Kesarkar also attended the meeting.

    Mr Mugantiwar laid out the questions he had for discussion in order to prepare a strategy document to present as part of his next budget statement and include relevant actions in the budget. He wanted to know about the social business, and programmes for turning unemployed rural and urban youth out of unemployment.

    He also expressed his interest to know why microcredit programmes and lending for small and medium scale enterprises in his state were not performing satisfactorily, and how to revitalise these programmes in line with Grameen Bank experience in Bangladesh.

  15. মাসুদ করিম - ১০ সেপ্টেম্বর ২০১৫ (২:৪৩ অপরাহ্ণ)

    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা ফিরে না পাওয়ার পিছনে ‘অন্য কোনো পরাশক্তির’ ইন্ধন আছে কি না- এক সংসদ সদস্যের এ প্রশ্নের জবাবে বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী একথা বলেন।

    তিনি বলেন, “কোনো পরাশক্তি নয়, বরং কিছু অপশক্তি; দেশের বাইরের নয়, বরং দেশের অভ্যন্তরের তাদের কারো কারো ব্যক্তি স্বার্থে আঘাত লাগায় বাংলাদেশের বিরুদ্ধে তারা অপপ্রচার চালায়। আর অত্যন্ত দুঃখের বিষয়, এই বাংলাদেশে যিনি এক সময় প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলের নেতা ছিলেন। অবশ্য এখন এ ধরনের কোনো পদে নেই কিন্তু একটি দলের নেতা।

    “সেই দলের নেতা যুক্তরাষ্ট্র সরকারের কাছে চিঠি দিয়ে জিএসপি যাতে বন্ধ হয় তার আবেদন করেছিলেন। তিনি ওয়াশিংটনের কোনো এক অখ্যাত পত্রিকায় একটি প্রতিবেদনও প্রকাশ করেছিলেন, যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়।”

    শেখ হাসিনা বলেন, “বিএনপি-জামায়াত আর ব্যাংকের এমডি মিলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অনেক চেষ্টা ও অপকর্ম করেছে কিন্তু অগ্রযাত্রা বন্ধ করতে পারেনি। অহেতুক বিনা কারণে পদ্মা সেতু নির্মাণ বন্ধ করতে চেয়েছিল।

  16. মাসুদ করিম - ২৯ জুলাই ২০২৪ (৩:৪৩ পূর্বাহ্ণ)

    Muhammad Yunus: ‘Why is the Bangladesh Army tackling student protestors, killing innocents?’

    https://www.thehindu.com/news/national/muhammad-yunus-why-is-the-bangladesh-army-tackling-student-protestors-killing-innocents-nobel-laureate/article68448548.ece

    Bangladesh is reeling from days of violence as protestors took to the streets, attacked government buildings and vehicles to demonstrate against the quota system, and the Hasina government ordered a crackdown with army and paramilitary forces who were given shoot at sight orders. Nearly 200 have been killed, thousands injured including those blinded by pellet injuries.

    https://x.com/the_hindu/status/1816701055276613953

Have your say

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.