প্রিয় পাঠক, আমার লেখায় অতি মাত্রায় ভুল থাকে, মার্জনা করবেন। আমার পোস্টের পর অনেকের কাছ থেকে উৎসাহ পেয়েই আমি লেখাটাকে বাড়ানোর সাহস পেয়েছি। মূলত আমি গল্প শুনতে ভালবাসি। যাঁদের মন্তব্যের আমি উত্তর দিতে পারিনি, তাঁদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। মুক্তাঙ্গন-এর যাঁরা আমার আগের লেখায় মন্তব্য করেছেন তাঁদের প্রতি রইল আমার অকৃত্রিম ভালবাসা। অবিশ্বাস্য সব মন্তব্য করেছেন অনেকে, আমি তাঁদের প্রতিদান দেয়ার চেষ্টা চালিয়ে যাব, যতটা পারি। (more…)