আমার পরিমণ্ডলে আমিই একমাত্র ব্যক্তি যে কখনো ব্যাঙ্গাত্মকভাবে একবারের জন্যও 'ডিজিটাল বাংলাদেশ' বাগধারা ব্যবহার করিনি, এমনকি যখন আমার খুবই প্রিয় ও খুবই প্রয়োজনের 'ইউটিউব' বন্ধ করে দেয়া হল তখনো আমি প্রতিবাদ করেছি কিন্তু দেশের ডিজিটাল অগ্রযাত্রা নিয়ে কোনো ব্যঙ্গ করিনি। আর গতকাল যখন 'আমার ব্লগ' বন্ধ করে দেয়া হল ঠিক তখনও বন্ধুদের মধ্যে শ্লেষাত্মক 'ডিজিটাল বাংলাদেশ' খিস্তি ওঠার পরও আমি নিজেকে সংযত রেখেছি, কিন্তু মাথায় 'ডিজিটাল' শব্দের জার্মান উচ্চারণটা ঘুরতে লাগল, হ্যাঁ, সরকারের তাই হয়েছে ব্লগের প্রশ্নে, সরকারের 'ডিগি টাল' হয়েছে। এবং এটা খুবই দুঃখজনক, সন্ত্রাসহীন মতপ্রকাশের পথে বাধা সৃষ্টি করে, ইন্টারনেটের সবচেয়ে জনপ্রিয় উপযোগ 'ব্লগ'এর গলা টিপে ধরে সরকার তার নিজস্ব অবস্থানকে টালমাটাল করে দিচ্ছে এবং সত্যিই এক অচিন পক্ষাঘাতে আক্রান্ত হয়েছে। আশা করি, সরকার দ্রুত তার এই অবস্থান থেকে সরে আসবে। সরকার অনেক বেশি মনোনিবেশ করবে সন্ত্রাসী ও অপরাধীচক্র কিভাবে ইন্টারনেটের সহায়তায় জঙ্গি হামলা ও অপরাধ সংঘটিত করছে তার মোকাবেলা করতে সেসব সাইট ও যোগাযোগ বিচ্ছিন্ন করতে। সরকারকে স্বাধীন মত প্রকাশের 'ব্লগ' মাধ্যমের পেছনে সুকৌশলে তারাই লেলিয়ে দিয়েছে যারা খুব পরিকল্পিতভাবে সরকারের ইন্টারনেটের উপর নাশকতাবিরোধী নজরদারিকে দুর্বল করে দিতে চায় এবং সরকারও 'ইসলাম'এর মতো স্পর্শকাতর বিষয়ে তার কঠোর অবস্থান ঘোষণা করতে তোড়জোড় করে নেমে পড়েছে। সরকারের এখনকার চূড়ান্ত সতর্কতার সময় নাশকতার বিরুদ্ধে সদাসতর্ক 'ব্লগ' মাধ্যমের সাথে বৈরিতা সৃষ্টি হবে সবচেয়ে আত্মঘাতী পদক্ষেপ। আমরা সরকারকে উপদ্রুত দেখতে চাই না, আমরা চাই সরকার তার অচিন পক্ষাঘাত থেকে মুক্তি লাভ করুক -- একমাত্র সেপথেই সৃষ্টিশীল হতে পারে 'ডিজিটাল বাংলাদেশ'।
এটা খুবই দুঃখজনক, সন্ত্রাসহীন মতপ্রকাশের পথে বাধা সৃষ্টি করে, ইন্টারনেটের সবচেয়ে জনপ্রিয় উপযোগ 'ব্লগ'এর গলা টিপে ধরে সরকার তার নিজস্ব অবস্থানকে টালমাটাল করে দিচ্ছে এবং সত্যিই এক অচিন পক্ষাঘাতে আক্রান্ত হয়েছে। [...]