মুক্তাঙ্গনের পক্ষ থেকে 'আমার ব্লগ'এর মতো স্বাধীন ব্লগ প্লাটফর্ম ব্লক করে দেয়ার তীব্র প্রতিবাদ জানাই। কথিত ধর্মানুভুতিতে আঘাত বা ধর্মের অবমাননার অভিযোগ এনে যে তিন ব্লগারকে গ্রেপ্তার করা হয়েছে তা মত প্রকাশের স্বাধীনতার উপর ভয়ঙ্কর আঘাত। এই ন্যাক্কারজনক দৃষ্টান্ত ভবিষ্যতে আরো আরো জটিল সংকট সৃষ্টি করবে এবং ধর্মানুভুতিতে আঘাত বা ধর্মের অবমাননার অভিযোগের অপব্যবহারের অবাধ সুযোগ সৃষ্টি হবে। 'আমার ব্লগ' স্বাধীনতা, মুক্তিযুদ্ধের ইতিহাস অনুসন্ধান ও যুদ্ধাপরাধীর বিচারের অগ্রযাত্রায় অনুসরনীয় অবদান রাখা সবচেয়ে সচল ব্লগ প্লাটফর্মের অন্যতম এবং গ্রেপ্তারকৃত ব্লগাররাও বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধের বিচারের সপক্ষের সোচ্চার কণ্ঠ। কারো ঢালাও অভিযোগের ভিত্তিতে সরকারের এরকম আত্মঘাতী সিদ্ধান্তের পরিণাম হবে ভয়াবহ এবং সরকারের মত প্রকাশের স্বাধীনতার প্রতি অঙ্গীকারবদ্ধতা হবে নিষ্করুণভাবে প্রশ্নবিদ্ধ। আমরা 'আমার ব্লগ' ও আটক তিন ব্লগারের পাশে আছি, ব্লগ ও ব্লগারদের হয়রানি বন্ধ করে অবিলম্বে 'আমার ব্লগ'এর একসেস পুনর্বহাল ও ব্লগারদের নিঃশর্ত মুক্তি দাবী করছি। আমরা একই সাথে বাংলাদেশের সকল স্বাধীন ব্লগ প্লাটফর্মের কাছে এই আবেদন করব, এই কঠিন সময়ে আমরা যেন একে অপরের পাশে থাকি, আমরা যেন মত প্রকাশের স্বাধীনতার পক্ষে আমাদের অবস্থান সমুন্নত রাখি।
'আমার ব্লগ' স্বাধীনতা, মুক্তিযুদ্ধের ইতিহাস অনুসন্ধান ও যুদ্ধাপরাধীর বিচারের অগ্রযাত্রায় অনুসরনীয় অবদান রাখা সবচেয়ে সচল ব্লগ প্লাটফর্মের অন্যতম এবং গ্রেপ্তারকৃত ব্লগাররাও বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধের বিচারের সপক্ষের সোচ্চার কণ্ঠ। কারো ঢালাও অভিযোগের ভিত্তিতে সরকারের এরকম আত্মঘাতী সিদ্ধান্তের পরিণাম হবে ভয়াবহ এবং সরকারের মত প্রকাশের স্বাধীনতার প্রতি অঙ্গিকারবদ্ধতা হবে নিষ্করুণভাবে প্রশ্নবিদ্ধ। [...]