'পাহাড় ও স্তেপের আখ্যান' ('জামিলা', 'প্রথম শিক্ষক', 'বিদায়, গুলসারি!'), 'শাদা জাহাজ', 'মা-ধরিত্রী', 'একশো বছরের চেয়ে দীর্ঘতর দিন', 'গলগোথা'-র লেখক, অসামান্য কথাসাহিত্যিক চিঙ্গিজ আইৎমাতভ চলে গেলেন। এ বছরটা তাঁর জন্মভূমি কিরগিজস্তানে 'আইৎমাতভ বর্ষ' হিসেবে পালিত হচ্ছিল। বছর শেষ হবার আগেই, আশি পূর্ণ না করেই, বিদায় নিলেন আইৎমাতভ। জার্মানির নুরেমবার্গ থেকে তাঁর মৃতদেহ কিরগিজস্তানে এনে সমাধিস্থ করা হয়েছে। (more…)