প্রথম সপ্তাহের টপিক সেশন ১ : সাম্প্রতিক অগ্রগতি ও স্ট্র্যাটেজিক বিশ্লেষণ সেশন ২ : 'আন্তর্জাতিক মান' নিয়ে আলোচনা সেশন ৩ : অ্যাকটিভিস্ট টুল হিসেবে 'টুইটার'-এর ব্যবহার তারিখ : ২৩/০৩/২০১৩, বিকেল (৪ - ৭) ইউকে সময় স্থান : লন্ডন ( সুনির্দিষ্টভাবে 'টিবিসি') আরো সুযোগ আছে : স্কাইপ ও ভিডিও লিন্কের মাধ্যমে অংশগ্রহণের সীমিত আসনের কারণে অংশগ্রহণের জন্য আগেই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। ইমেইল : info@icsforum.org আরো দেখুন এখানে। আয়োজনে ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম (আইসিএসএফ) আইসিএসএফ মূল পোর্টাল: http://icsforum.org মিডিয়া আর্কাইভ: http://icsforum.org/mediarchive ই-লাইব্রেরি: http://icsforum.org/library ফেসবুক: http://facebook.com/icsforum টুইটার: http://twitter.com/icsforum ইউটিউব: http://youtube.com/icsforum যোগাযোগ: info@icsforum.org
সীমিত আসনের কারণে অংশগ্রহণের জন্য আগেই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। [...]