বাংলাদেশ, আমার বাংলাদেশ, তোমাকে যোজন যোজন দূর থেকে ভালবাসা কত্ত সহজ। তোমার ঝাঁঝাঁ রৌদ্রে পুড়তে থাকা নিউমার্কেটের চাতাল, কাটাকাপড়ের দোকানের গন্ধ আর সেঁকরার সবুজ রঙ করা দেয়ালের দোকান। তোমার প্রথম বৃষ্টিতে উন্মাতাল আমের মুকুলের ঘ্রাণ। না সবুজ না বেগুনি আকন্দফুল। তোমার টিনের চালে ঝমঝম শব্দ। কিন্তু কাছে এলেই আর সবকিছু ছাপিয়ে তোমার ব্যক্তির বিকাশবিদ্বেষী ব্যক্তিত্ববিনাশী ব্যক্তিস্বাধীনতাগ্রাসী ব্যক্তিবিরোধী সমাজ কেন এত চোখে পড়ে, এত গায়ে ফোটে?
তুমি কবে মানুষের প্রতি মানবিক হবে? তুমি কবে ভালমন্দ মিলায়ে সকলি ভাবতে শিখবে?
Have your say
You must be logged in to post a comment.
৫ comments
জন রোমেল - ১০ মে ২০১১ (১:৩২ পূর্বাহ্ণ)
হ্যা, বাংলাদেশ শুধু দেখতে থাকে সব কিন্তু কথা বলে না!
বাংলাদেশ কেনো তুমি কথা বলো না!
নুর নবী দুলাল - ১০ মে ২০১১ (১:৪২ পূর্বাহ্ণ)
বাংলাদেশ মানবিক হওয়ার চেষ্টায় অবিরত। কিছু দশ্যুর বেহায়াপনায় শুধু মাঝে মাঝে থমকে দাঁড়ায়। হোঁচট খায়, আবার ঘুরে দাঁড়ানোর অভিপ্রায়ে….. অবিরত….।
Yasin Arafat - ১০ মে ২০১১ (৪:৩০ অপরাহ্ণ)
এ সব আসলে দূষিত বাতাসে বেড়ে উঠার ফল। আমাদের চারপাশ বিষাক্ত হয়ে গেছে – আমার ভুল শিক্ষা পেয়ে ভুলভাবে বেড়ে উঠছি বলে ভুলপথে চলছি। তবু আশাবাদী হোন, নিজেরে দিয়ে জগতকে মাত্ করুন!
নীড় সন্ধানী - ১২ মে ২০১১ (৮:১৫ পূর্বাহ্ণ)
বাংলাদেশের শরীরে অসুখ। হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় বাংলাদেশ শয্যাশায়ী।
নীলসাধু - ১৬ মে ২০১১ (৯:৫৩ অপরাহ্ণ)
সবুজ বাংলাদেশ সবুজই আছে।
মাঝখানে তার রক্তিম লালে আছে তীব্রতা, আছে দ্রোহ;
শুধু বদলে গেছে মুল্যবোধ, বদলে গেছি আমরা ~