‘রাজাকারমুক্ত বাংলাদেশ, মুক্তিযুদ্ধ অনিঃশেষ’ – এই প্রত্যয়ে সাম্প্রদায়িক শক্তি ও অশুভকে বিতাড়ন করতে ৬০ ফুট লম্বা প্রতীকী সরীসৃপ নিয়ে এবারের মঙ্গল শোভাযাত্রা।
pohela-boishakh-1420
‘রাজাকারমুক্ত বাংলাদেশ, মুক্তিযুদ্ধ অনিঃশেষ’ – এবারের মঙ্গল শোভাযাত্রার প্রত্যয়