আরনেস্তো চে গুয়েভারা।
সংক্ষেপে ‘চে’…।
‘চে’ হচ্ছে বিপ্লবের প্রতিশব্দ।
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যে বলতে পারে, ” কাপুরুষ, মারো গুলি, তোমাদের গুলিতে মরবে শুধু মানুষটি “। গত ৯ই অক্টোবর ৪৩তম মৃত্যুবার্ষিকীতে চে তারুণ্যের প্রতীক হয়ে আছে আমাদের মাঝে। ৪৩ বছর আগে বলিভিয়ার সরকার সিআইএ-র সহয়োগিতায় যে চে-কে বলিভিয়ার জঙ্গলে নৃশংসভাবে হত্যা করেছিল, সেই চে-র আদর্শের একবিন্দুও মৃত্যু ঘটেনি।
… চে যেন ডেকে বলছে, “বিজয় না হওয়া পর্যন্ত লড়াই করো”। চে আজীবন বেঁচে থাকবে কবিতায়, টি-শার্টে, পুঁজিবাদের আতঙ্ক হিসাবে। চে হচ্ছে তারুণ্যের উচ্ছ্বাস। সবার অন্তরে প্রতিবাদের ভাষা হয়ে চে বেঁচে থাকবে আমাদের মাঝে আজীবন।
চে-র স্বপ্ন বাস্তবায়িত হোক।… বিপ্লব দীর্ঘজীবী হোক।
Have your say
You must be logged in to post a comment.
২ comments
মুক্তাঙ্গন - ১৪ অক্টোবর ২০১০ (৬:৫৫ অপরাহ্ণ)
ফ্লাডিং সংক্রান্ত নীতির আলোকে পোস্টটি প্রথম পাতা থেকে লেখকের ব্যক্তিগত পাতায় নিয়ে আসা হল।
মডারেশন টিম
নুর নবী দুলাল - ১৫ অক্টোবর ২০১০ (১:১৩ পূর্বাহ্ণ)
৪৩তম মৃত্যুবাষির্কীতে বিপ্লবী চে’র প্রতি সম্মান প্রদর্শনের জন্যই আমার এই ক্ষুদ্র লিখাটি। প্রকাশের সুযোগ করে দেওয়ার জন্য মুক্তাঙ্গন কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।