এই ‘কামাল ভাই’ আমার ব্যক্তিগত সম্পর্কের কেউ নন, তিনি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি আ হ ম মোস্তফা কামাল [..]

এই ‘কামাল ভাই’ আমার ব্যক্তিগত সম্পর্কের কেউ নন, তিনি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি আ হ ম মোস্তফা কামাল। তাঁর জীবনী ইন্টারনেটে খুঁজে পেলাম না, তবে আবছা মনে পড়ছে ক্রীড়া সংগঠক হিসাবে তাঁর নাম আগে শুনেছি। নিজের মহল্লায় তিনি নিশ্চয় বিভিন্ন ক্লাবের দায়িত্বে ছিলেন, নানা টুর্নামেন্টের আয়োজন করেছেন। সেটা খারাপ কিছু নয়, একজন সাকিব বা তামিম তো পাড়া থেকেই উঠে আসে। কিন্তু যে দেশ বিশ্ব পর্যায়ের ক্রিকেট খেলে, সেই দেশের সর্বোচ্চ ক্রিকেট সংস্থার প্রধান হয়েও তিনি আটকে আছেন পাড়ার ‘কামাল ভাই’ সংস্কৃতিতে। কিছুদিন আগে ফেসবুকে তাঁর আর সাকিব আল হাসানের একটা ছবি দেখলাম। সাকিব মাফ চাওয়ার ভঙ্গিতে তাঁর সামনে মাটিতে বসে আছে, মোস্তফা কামালের মুখ অতি গম্ভীর। সম্ভবত সাকিব কোথাও বেফাঁস কিছু বলে ফেলেছে। জিম্বাবুয়েকে অর্ডিনারী বলে বা বিসিবির কোন পাতি কর্মকর্তার ড্রেসিং রুমে অযথা মাতব্বরির প্রতিবাদ করে। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইমরান খান একবার এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে ঘাড় ধরে ড্রেসিং রুম থেকে বের করে দিয়েছিলেন, কোন খেলোয়াড় খেলবে না খেলবে তাতে ইমরানের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল। সাকিব অধিনায়ক থাকাকালে এসব কিছুই পায়নি, যদিও ড্রেসিং রুমের রাজা তারই হবার কথা, কাকে নিলে দলের সবচেয়ে উপকার হবে সেটা সেই সবচেয়ে ভাল বোঝে, অন্য দলকে অর্ডিনারী বলে মনস্তাত্ত্বিক সুবিধা নেয়া, সেটাও বিশ্ব ক্রিকেটে পুরনো কৌশল। কামাল ভাইয়ের এসব কিছুই জানা নেই, জানার প্রয়োজনও নেই। তিনি সবকিছু সহ্য করতে পারেন, কিন্তু বেয়াদবি না। পাড়ার ক্লাবের প্রেসিডেন্ট হিসাবে বিস্তর বেয়াদব খেলোয়াড়কে তিনি চড় থাপ্পড় দিয়ে মানুষ করেছেন। মাফ না চেয়ে সাকিব তামিমের রেহাই নেই। ফিটনেস টিটনেস কিচ্ছু না, লর্ডসে সেঞ্চুরি করা তামিমের ঘাড় ত্যাড়ামি তাঁর অসহ্য, চাচা আকরাম খান বলে কি তামিম দুনিয়া কিনে নিয়েছে? তামিম খেলার মাঠে তাঁকে চার আঙ্গুল দেখিয়েছে বটে, তবে তিনি দেখেছেন এক আঙ্গুল। এই আঙ্গুল দেখানোর শাস্তি তিনি এখনো দিতে পারেননি, পাকিস্তানে গিয়ে তামিমের একটা কিছু হয়ে গেলে মোস্তফা কামাল সম্ভবত খুব অসুখী হবেন না।
‘সবকিছু ঠিকঠাক’ থাকলে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর হচ্ছে। সফর মানে হচ্ছে লাহোরে নামকাওয়াস্তে দুটো ম্যাচ খেলে আসা। খেলোয়াড়রা বিমানবন্দরের বাস ধরার আগে মায়ের দোয়া নিতে যাবেন, মায়েরা কাঁদো কাঁদো গলায় বলবেন ‘বাবা সাবধানে থাকিস’। বিমান উড়ে গেলে মায়েদের দফায় দফায় নফল নামাজ পড়া শুরু হবে, সেই নামাজ শেষ হবে দুদিনের সফর শেষে ছেলেরা নিরাপদে ফিরে এলে। এত উৎকন্ঠা আর নফল নামাজের ফলাফল কি। পাকিস্তান বড়াই করে বলবে, পাকিস্তান বিদেশী দলের জন্য নিরাপদ। বলে বলে গলা ফাটিয়ে ফেলবে, তাতে অবশ্য কোন দলই পাত্তা দিবে না। অন্যান্য দলের তো আর কামাল ভাই নেই, পাকিস্তান আগের মতই ‘হোম সিরিজ’ খেলবে দুবাই বা শারজাতে। একটা ‘বিরাট’ ব্যাপার হয়তো হবে, বাংলাদেশের মোস্তফা কামাল আইসিসির সহ-সভাপতি হয়ে যাবেন, দেশের জন্য আরেকটি বিরল সম্মান বয়ে আনবেন। ডঃ ইউনুসের নোবেল বিজয়, সমুদ্র বিজয়ের পরে আমাদের আরেকটি বিজয় হবে। প্রবাসী বাংলাদেশীদের পাসপোর্টের সম্মান আরেক দফা বেড়ে যাবে, একজন বাংলাদেশী আইসিসির সহ সভাপতি, এতো আর মামুলী ব্যাপার নয়।
বাংলাদেশ পাকিস্তান সফরে না গেলে কি হবে, মোস্তফা কামাল যা ভয় দেখাচ্ছেন তাতে মনে হচ্ছে আকাশ ধসে পড়বে, পাকিস্তান বাংলাদেশে আর খেলতে আসবে না, লীগে আর খেলোয়াড় পাঠাবে না, বিপিএল আর জমবে না, গুলশান বনানীর মেয়েরা আর ধাক্কাধাক্কি করে (ম্যারি মি) আফ্রিদির অটোগ্রাফ নিতে পারবে না। বাংলাদেশের ক্রিকেটের যা কিছু অর্জন তা নিমিষেই শেষ হয়ে যাবে। এত বড় ক্রীড়া সংগঠক হয়ে সেটা তিনি কিভাবে মেনে নিবেন? দুটোই তো মোটে ম্যাচ, পাকিস্তানীরা তো আল্লাহর কসম খেয়ে বলেছে নিরাপত্তা দিবে। নিরাপত্তা শ্রীলঙ্কা দলেরও ছিল, জঙ্গিদের হামলায় সেই নিরাপত্তা নিমিষেই উবে গেছে, স্রেফ কপালের জোরে শ্রীলঙ্কার খেলোয়াড়েরা জান নিয়ে ফিরে গেছে। বাংলাদেশের ক্রিকেটারদের জীবনের দাম আর কত? ঐ তো মঞ্জুরুল হক রানা, সড়ক দুর্ঘটনায় মরল, পাকিস্তানে গিয়ে দুয়েকজন মরলে মোস্তফা কামাল নিজে দায়িত্ব নিবেন, নিজে লাশ গ্রামের বাড়ি পৌঁছে দিয়ে আসবেন, একজন আব্দুর রাজ্জাক আর নাজমুল হোসেনের এর চেয়ে বড় আর কি চাওয়ার থাকতে পারে?
বিশ্বকাপ, এশিয়া কাপ, পাকিস্তান সফর, বিপিএলে শরিয়ত সম্মত চিয়ার লিডার, এইসব নিয়ে মোস্তফা কামাল যখন ব্যস্ত, তখন ঢাকার ক্লাব ক্রিকেটের অন্যান্য কামাল ভাইদের দাপটে লীগের খেলাই বন্ধ হয়ে গিয়েছে। পাকিস্তানী খেলোয়াড় মোহাম্মদ ইউসুফের ছাড়পত্র নিয়ে টানাটানিতে আবাহনী, মোহামেডান একজোট হয়ে খেলাই বন্ধ করে দিয়েছে। একটি দেশের ক্রিকেট বোর্ডের দায়িত্ব কি দেশের ক্রিকেটের উন্নতি না নানা জাতের ভ্যারাইটি শোর আয়োজন করা সেটা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কার্যকলাপ দেখে বোঝার উপায় নেই। আশি বা নব্বইয়ের দশকে বাংলাদেশের জাতীয় দল ম্যাচের পর ম্যাচ গো হারা হারলেও স্থানীয় ক্রিকেটে একটা প্রাণ ছিল। স্কুল ক্রিকেট ছিল, বিভিন্ন জেলা শহরে স্থানীয় লীগ ছিল, ছোট দলের খেলাও লোকে দল বেঁধে দেখতে আসতো। এখন জাতীয় লীগের খেলাও পিকনিক পার্টির ক্রিকেটে পরিণত হয়েছে। সাকিব তামিমেরা এশিয়া কাপে ভাল করে আমাদের বুক ফুলিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু এই পিকনিক পার্টির ক্রিকেট থেকে কিন্তু আগামীর সাকিব তামিম উঠে আসবে না, এক দুজন সাকিব তামিম দিয়ে টেস্ট ক্রিকেটেও কিছু করা যাবে না। এই ‘কামাল ভাই’ মার্কা নেতৃত্ব বছরের পর বছর বিপিএল জাতীয় ভ্যারাইটি শোই করতে পারবে, বাংলাদেশের ক্রিকেটকে কখনোই next plateau তে নিয়ে যেতে পারবে না।

মোহাম্মদ মুনিম

পেশায় প্রকৌশলী, মাঝে মাঝে নির্মাণ ব্লগে বা ফেসবুকে লেখার অভ্যাস আছে, কেউ পড়েটড়ে না, তারপরও লিখতে ভাল লাগে।

১৪ comments

  1. মাসুদ করিম - ১৮ এপ্রিল ২০১২ (১০:০৮ পূর্বাহ্ণ)

    লা-জওয়াব লেখা। শুধু একটা কথাই বলতে চাই, চট্টগ্রামের ভাষায় লোকটার নাম হবে ‘আখামা মোস্তফা কামাল’।

  2. মাসুদ করিম - ১৮ এপ্রিল ২০১২ (১২:২৫ অপরাহ্ণ)

    পাকিস্তানের ইংরেজি দৈনিক ‘ডন’এর খবর : Bangladesh coach expresses fear over Pakistan tour

    Bangladesh cricket coach Stuart Law has expressed fears about the team’s scheduled tour to troubled Pakistan, where international cricket has been suspended for three years.

    Bangladesh are set to be the first team to visit Pakistan since a militant attack on the Sri Lankan team bus during the Lahore Test in 2009, when eight people died and seven visiting players and an assistant coach were injured.

    “It’s got to be made sure by the two associating boards that everyone is 100 per cent safe to go,” he said in comments reported in Tuesday’s Dhaka-based New Age newspaper.

    “I cannot speak on behalf of the players. I have spent time with the players and everyone is a bit concerned. Not just Bangladesh, but the other teams as well,” he said.

    “The first initial response from the players around the world is: ‘I don’t want to go.’”

    Bangladesh will play one 50-over game and a Twenty20 international on April 29 and 30 in Lahore, a move hailed by Pakistani political leaders, players and fans.

    But newspapers in Bangladesh criticised Bangladesh Cricket Board (BCB) chief Mustafa Kamal for agreeing to the tour.

    The New Age daily described the decision as “irresponsible, unprofessional, autocratic and downright selfish”.

    Law, from Australia, declined to confirm if he would go on the tour, while Bangladesh’s cricket authorities said they were seeking clearance from the International Cricket Council (ICC).

    Foreign teams shunned Pakistan after the 2009 attacks, forcing them to play their home series on neutral venues, mostly in the United Arab Emirates.

    • মাসুদ করিম - ১৯ এপ্রিল ২০১২ (১২:২০ পূর্বাহ্ণ)

      ডনের এই পোস্টে আমার পাঠক প্রতিক্রিয়া আছে, লিন্ক

      we all are very much concerened for our players safety. our BCB president Mr. Kamal is taking an autocratic decision, simply for have a vote on vice-president of ICC. if his decision make happen anything like 2008 sri lanka case, there will be only loss — no remedy. we are dead against for this tour. if PCB like to proof that the cricket is safe there better arrange a 3/4 nation cricket tournament.

      এবং এই পোস্টে বেশকিছু ভাল ভাল পাঠক প্রতিক্রিয়া আছে, এই যেমন একটি, আমার খুবই পছন্দ হয়েছে, লিন্ক

      Ashraf Jilani
      April 18, 2012 12:17 pm

      We gave the Sri Lankans guarantee that they will be given Presidential protection and look what happened. It was a miracle that no cricketer was killed. I shudder at the thought if indeed some player had been killed.

      So here is the situation. Nobody really trusts us that we will provide great security. Our word has no credibility. So the best thing is for us to be realistic and forget cricket teams visiting Pakistan. Sporting events are luxury that only civilized nations can indulge in. We left the rank of civilized nations a long time ago.

      এবং এটিও, লিন্ক

      tarina
      April 18, 2012 1:15 pm

      I think the situation in Pakistan is the same when the Sri Lankan Team were attacked by the terrorists, if not worse!!!! Bangladeshi’s are being fool hardy in going to Lahore. And Pakistan officials are even more sillier in having proposed this. No other international team will follow even if nothing happens. But if something does, that will be the end of international cricket for a very very long time.

  3. মাসুদ করিম - ১৮ এপ্রিল ২০১২ (৬:৫২ অপরাহ্ণ)

    পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান জাকা(কেমন সাকা সাকা লাগছে নামটা)বলেছেন, বাংলাদেশের সংক্ষিপ্ত (মকর অভিধানের অর্থটা জানা আছে মনে হয় এই ব্যাটার : সং হয়েছে ক্ষিপ্ত) সফর পাকিস্তানের ক্রিকেটের পুনর্জাগরণের কাজ করবে। কেন এই দায়িত্ব বাংলাদেশের ঘাড়ে পড়ল?

    Bangladesh on Sunday confirmed it will play a one-day and a Twenty20 match in Lahore this month, matches which will reintroduce international cricket to Pakistan following its suspension in the wake of 2009 attacks on the Sri Lankan team bus.

    “I am sure the Bangladesh tour will break the ice, and the breakthrough achieved during President Asif Ali Zardari’s tour to India will also help in the revival of Indo-Pak cricket,” Ashraf told a press conference.

    Last week Zardari reportedly requested Indian prime minister Manmohan Singh to send his national team to Pakistan. Singh promised to talk to the Board of Control for Cricket in India (BCCI) over the matter.

    Ashraf said he wants to revive cricket ties with India, stalled in the wake of 2008 terrorists attacks on Mumbai.

    “I had a good meeting with BCCI president (Narayanan) Srinivasan and this time he was more positive on the revival of the ties,” said Ashraf of his talk on the sidelines of International Cricket Council (ICC) meeting in Dubai.

    “I thank the ICC Board for the way they appreciated the revival of cricket and approved of it.”

    “The situation is not like it was in 2009. Since cricket was suspended in Pakistan our grounds were left deserted but things have improved and I hope more teams will come after the Bangladesh team’s tour.”

    Ashraf said convincing Bangladesh to tour was a victory for fans of the game.

    “Cricket is a passion in Pakistan and convincing Bangladesh to tour is a victory for all of us and now even a single policeman will do his best to give the visitors full security,” he said.

    The Pakistan Cricket Board said a comprehensive security plan will be approved by the federal government and will be forwarded to the ICC shortly.

    The Bangladesh team is due to arrive on April 27. They play a 50-over game on April 29 and a Twenty20 the following day. (AFP)

    দেখুন ভারতকে পাকিস্তানে খেলার কথা পাড়তে জারদারিকে আগে মনমোহনকে অনুরোধ করতে হয়, আর বাংলাদেশকে পাকিস্তানে খেলার কথা পাড়তে ‘আখামা’ মোস্তফা কামালকে ভোট ও বিপিএলের ডর দেখালেই হয়। বাহ! পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক! বাহ, ছেঁদো ক্রিকেট কূটনীতি!

    খবরের লিন্ক : BD tour will help revive cricket: Zaka

  4. মাসুদ করিম - ১৮ এপ্রিল ২০১২ (৭:২২ অপরাহ্ণ)

    পিসিবি এখনো আইসিসিকে নিরাপত্তা পরিকল্পনা জমা দেয়নি।

    The Pakistan Cricket Board has not yet submitted its security plan to the ICC for next week’s brief visit by Bangladesh in Lahore.

    The International Cricket Council wants to assess the security report of the PCB before deciding whether its safe to send neutral umpires for a one day international at Gaddafi Stadium on April 29.

    The ICC has already said it could appoint non-neutral umpires if its anti-corruption and security unit deemed Pakistan unsafe.

    PCB chairman Zaka Ashraf admitted on Wednesday that the report was delayed, “but I hope it will be dispatched today.”

    Bangladesh, the first major team to tour Pakistan in three years, will also play a Twenty20 on April 30.

    বোল্ড করা অংশটি পড়ে দেখুন, আইসিসির নিরাপত্তা ছাড়পত্র না পেলেও পাকিস্তান-বাংলাদেশ খেলা অনিরপেক্ষ আম্পায়ার দিয়ে চলতে পারে। ‘আখামা’ যে আমাদের ক্রিকেটারদের কোথায় নিয়ে যাচ্ছে!

    লিন্ক : PCB yet to submit security plan to ICC

  5. mahtab - ১৮ এপ্রিল ২০১২ (১০:১০ অপরাহ্ণ)

    মুনিম দারুন লিখেছো

  6. মাসুদ করিম - ১৯ এপ্রিল ২০১২ (৬:৫২ অপরাহ্ণ)

    তাৎক্ষণিক প্রয়োজনে দ্রুততার সাথে লিন্ক শেয়ার করতে টুইটার ও ফেসবুকের জুড়ি নেই, আজ সকাল থেকে কাজের ফাঁকে ফাঁকে লোটাস কামাল – জাকা আশরাফ উদ্ভূত পাকিস্তান-বাংলাদেশ ক্রিকেটসফরের সমস্যা নিয়ে তাই করছিলাম। তার মধ্য থেকে রেকর্ডে রাখার জন্য কয়েকটি লিন্ক এখানে তুলে রাখলাম, একাজে আবার ব্লগের জুড়ি নেই।

    Bangladesh tour to Pakistan hit by logistical issues

    The proposed Bangladesh tour of Pakistan, while agreed to in principle by the two countries’ boards, is being threatened by logistical problems stemming from a lack of coordination at the political level. The PCB has delayed sending its security plan to the ICC because issues between the federal government and the state government of Punjab. Zaka Ashraf, the PCB chairman, urged the Pakistan government to play its role in moving quickly for the tour to fall into place, “for the sake of national interest.”

    Pakistan and Bangladesh, after reaching a consensus on the short tour, had informed the ICC earlier this week that they will play one ODI and one Twenty20 International at the Gaddafi Stadium in Lahore. The matches are scheduled for April 29 and 30.

    Ashraf returned to Pakistan on Tuesday night after attending the ICC board meeting in Dubai, calling for an immediate press conference to announce the Bangladesh visit. He did not however elaborate on any substantial plan ahead for Pakistan to host a foreign team for the first time in three years. Every question about the uncertainty surrounding the Bangladesh tour was responded to with a confident reply that all matters would be sorted out in time.

    Meanwhile, at a press conference at the National Cricket Academy, the Punjab chief minister Shahbaz Sharif, welcomed the Bangladesh tour but was himself not certain of the security arrangements in place. “Bangladesh are our brothers and I welcome them to come and play here in Pakistan,” Sharif told reporters in Lahore. “But the federal [government] is not coordinating with us.”

    The PCB, whose headquarters are housed in Lahore, the capital of Punjab, wrote a letter to the chief secretary of the Punjab Government on April 16 regarding security arrangements and plans and was still awaiting a reply from the provincial government. “We had dispatched them the letter for the plan (on April 16) that they are yet to respond to, but we will send the plan to the ICC shortly,” Ashraf said. “The ICC actually was asking us to hand them the plan during the [board] meeting but we didn’t carry it. It’s our mistake that it is delayed for some reason but it will be sorted out soon.”

    Ashraf said that ICC has already promised to send their officials and the security plan that was sought by the ICC was merely a formality. “ICC won’t be sending any of its delegation to assess security. They sought the security plan which we will dispatch to them shortly but that isn’t a big issue for ICC.”

    ESPNcricinfo understands, though, that the ICC’s Anti-Corruption and Security Unit, after receiving the plan from the PCB, may consider outsourcing a company for an independent security assessment of the measures in place for the short tour by Bangladesh.

    The series broadcasters, Ten Sports, also had their qualms. “They earlier showed reservation about the series being very short,” Ashraf said, “but we told them this is what we have planned and that they have to cover it.”

    The prospect of an end to Pakistan’s three-year drought of international cricket, Ashraf said, counted as a big victory. “Cricket is a passion in Pakistan and convincing Bangladesh to tour is a victory for all of us,” he said. “The tour will not only benefit the PCB. The whole economy of the country is linked, so it’s about the country not about the federal and Punjab government. I think all should play their role for the one national interest.”

    The three-day tour, Ashraf said, “will break the ice” and he was also confident of the resumption of Indo-Pak cricket. “The breakthrough achieved during President Asif Ali Zardari’s tour to India will also help in the revival of Indo-Pak cricket.”

    Ashraf said the situation had changed considerably since 2009. “I thank the ICC Board for the way they appreciated the revival of cricket and approved of it. The situation is not like it was in 2009. Since cricket was suspended in Pakistan our grounds were left deserted but things have improved and I hope more teams will come after the Bangladesh team’s tour.”

    Bangladesh tour of Pakistan invite FICA ire

    The Federation of International Cricketers Association has described Bangladesh’s decision to tour Pakistan for an ODI and a Twenty20 [ Images ] match as “chaotic and contradictory”, saying players’ safety should not be put at risk to “enhance someone’s political or other aspirations”.

    Bangladesh, in the last week of April, would be the first Test-playing team to tour Pakistan after the 2009 terror attack on the Sri Lankan cricketers in Lahore [ Images ].

    “As the peak body of player associations, of which the Cricketers Welfare Association of Bangladesh (CWAB) is a full member, FICA considers the matter of player safety as paramount in the consideration of whether any Event or series should proceed,” May said.

    “This decision of whether Bangladesh should tour Pakistan needed to be a concise and transparent process. Unfortunately all we have witnessed is seemingly a complete lack of any process and a series of indecisive and contradictory comments, particularly coming from the Bangladesh Cricket Board (BCB) President Mustafa Kamal,” he added.

    “The actions and words of Mr Kamal certainly give the impression of confirming rumors that there has been a deal reached between Pakistan Cricket Board and Mr Kamal, that PCB will nominate Mr Kamal for the position of ICC [ Images ] Vice President if Bangladesh agrees to tour Pakistan.”

    Kamal, following the March security delegation visit to Pakistan, confirmed that Bangladesh would send a team there.

    After his return to Bangladesh, Kamal retracted and was reported to have stated that it would only send a team to tour Pakistan, if the ICC would send neutral umpires.

    Following this PCB Chairman Zaka Ashraf stated that “the PCB will review it’s relation with Bangladesh if they refuse to tour Pakistan.”

    Later Kamal told the ICC Board that even if there were no neutral umpires, Bangladesh would tour Pakistan. But according to media reports in Dhaka, Kamal has retracted saying that Bangladesh would only send a team if the ICC sent neutral umpires.

    “What has resulted since has been a series of actions and comments that rather than reassure everyone of the safety of such a tour, only have created heightened apprehensions and doubts among players re the safety of the tour and the motives of those involved in the decision,” May said.

    “The constantly changing positions from Mr Kamal about whether to send a team or not if the ICC decides not to send neutral umpires is hardly a sign of confidence that the BCB actually does believe that it is safe to tour,” he added.

    “The players’ safety, and the safety of the people around them, should be all that matters in this issue and the only factor taken into account when deciding whether to tour or not. Players’ safety should not be put at risk to enhance someone’s political or other aspirations.”

    May said Kamal should stay out of the decision-making in this case and BCB decide the matter.

    “The BCB President has a massive conflict of interest. The matter should not be decided by Mr Kamal alone, it should be a decision of the entire BCB Board — after all the directors of the Board will be exposed to a significant potential liability if issues arise during the tour,” he said.

    টাইগারদের পাকিস্তান সফরে নিষেধাজ্ঞা

    নিরাপত্তাহীনতার অভিযোগে একটি রিট আবেদনের পর বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরের ওপর চার সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে হাই কোর্ট।

    বাংলাদেশ দলকে পাকিস্তানে পাঠানোর বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না- তার কারণও জানাতে বলেছে আদালত। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিকে চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে।

    সুপ্রিম কোর্টের আইনজীবী কামাল হোসাইন মিয়াজী ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান খন্দকার দিদার-উস-সালামের একটি রিট আবেদনে বিচারপতি ফরিদ আহাম্মদ ও শেখ হাসান আরিফের বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়।

    আগামী ২৯ ও ৩০ এপ্রিল একটি একদিনের আন্তর্জাতিক এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা ছিল ‘টাইগারদের’।

    আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হাসান এম এস আজিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষে ছিলেন এম কে রহমান।

    আজিম আদালতে বলেন, বিদেশি দলের জন্য পাকিস্তান নিরাপদ নয়। দেশ-বিদেশের সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। এমনকি পাকিস্তানের গণমাধ্যমও তাই বলছে।

    “পাকিস্তান ইতোপূর্বে শ্রীলঙ্কা দলকে আমন্ত্রণ জানিয়েছিল। শ্রীলঙ্কা দল আগে একবার ওই দেশে গিয়ে আক্রান্ত হওয়ায় তারা আর আমন্ত্রণে সাড়া দেয়নি। ইংল্যান্ডও কিছুদিন আগে পাকিস্তান সফরে না গিয়ে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে খেলেছে। অন্য দেশগুলো নিরাপত্তাহীনতার কারণে পাকিস্তানে যাচ্ছে না।”

    এই পরিস্থিতিতে বাংলাদেশের জাতীয় দলকে পাকিস্তানে পাঠালে তাদের ‘নিশ্চিত বিপদের মুখে’ ঠেলে দেওয়া হবে বলে যুক্তি দেন এই আইনজীবী।

    আজিম বলেন, “জাতীয় দল দেশের জনগণের প্রতিনিধিত্ব করে। এ কারণে তাদের নিরাপত্তার সঙ্গে জাতীয় স্বার্থ বা জনস্বার্থ জড়িত।”

    বিসিবির পক্ষে এম কে রহমান বলেন, বাংলাদেশ নিঃশর্তভাবে ওই দেশে যাচ্ছে না। যাওয়ার জন্য যথাযথ পরিবেশ আছে কি-না, তা খতিয়ে দেখতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি দল আগে পাকিস্তান যাচ্ছে। তারা নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে ইতিবাচক প্রতিবেদন দিলেই বাংলাদেশ যাবে।

    কোন মাঠে খেলা হবে আইসিসিই তা নির্ধারণ করবে বলে আদালতকে জানান তিনি।

    এ পর্যায়ে বিচারক বলেন, “বিসিবি সিদ্ধান্ত নিলেই কি জাতীয় দলকে নিরাপত্তাহীনতার মধ্যে পাঠাব? আমরা দরিদ্র দেশ বলেই কি ঝুঁকি নিয়ে ওখানে খেলতে যেতে হবে? আজ ১৯ এপ্রিল। খেলা হবে ২৯ এপ্রিল। ভেন্যু ঠিক করার সিদ্ধান্ত হবে কখন? আমরা এভাবে জাতীয় দলকে অনিরাপদ অবস্থায় পাঠাতে পারি না।”

    এরপর আদালত এই সফরের ওপর নিষেধাজ্ঞার আদেশ দেন।

    শুনানির আগে আজিম হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশ দলের এই সফরের জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে নিরাপত্তা পরিকল্পনার প্রতিবেদন চাইলেও গতরাত পর্যন্ত তারা তা দিতে পারেনি।”

    “এ পরিস্থিতিতে আমরা সেই দেশে যেতে পারি না। আমাদের সাকিব তামিমদের একবার হারালে আমরা আর ফেরত পাব না”, যোগ করেন এই আইনজীবী।

    ২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে সন্ত্রাসী হামলার পর থেকে আর কোনো টেস্ট খেলুড়ে দেশ পাকিস্তান সফরে যায়নি। সেই হামলায় পাকিস্তানের পাকিস্তানের ৬ পুলিশ নিহত হয়। এছাড়াও শ্রীলঙ্কার বেশ কয়েকজন ক্রিকেটার আহত হন।

    শ্রীলঙ্কা সিরিজ অর্ধসমাপ্ত রেখে দেশের ফেরার পর থেকে নিরপেক্ষ ভেন্যুতে ঘরোয়া সিরিজ খেলতে হচ্ছে পাকিস্তানকে। এমনকি ২০১১ সালের বিশ্বকাপে ম্যাচ আয়োজনেরও সুযোগ হারায় তারা।

    Bangladesh’s tour to Pakistan called off
    The Bangladesh high court on Thursday ordered the national team’s upcoming tour of Pakistan to be postponed for at least four weeks due to security fears.

    Bangladesh were set to play a 50-over game and a Twenty20 international on April 29 and 30 in Lahore, the first international cricket matches in the troubled country for three years.

    But Additional Attorney General M.K. Rahman told AFP that the high court in Dhaka had ordered Bangladesh’s cricket authorities to explain why the tour was scheduled to go ahead despite concerns over the team’s safety.

    “It asked the cricket board to explain in the next four weeks. During the four weeks, the court imposed an injunction on the cricket team’s tour to Pakistan,” he said.

    Bangladesh would be the first team to visit Pakistan since a militant attack on the Sri Lankan team bus during the Lahore Test in 2009, when eight people died and seven visiting players and an assistant coach were injured.

    The high court gave the order following a petition by a lawyer and a university teacher.

    Pakistani political leaders, players and fans had welcomed the planned tour, but in Bangladesh concern over the visit has grown since it was announced on Sunday.

    “We told the court that the Pakistan tour would risk the lives of our cricketers,” Hassan Azim, lawyer for the two petitioners, told AFP.

    “Pakistan is not a safe place for an international sports event. No other international teams are travelling to Pakistan. Why should Bangladesh go? The decision was imposed on the cricketers.”

    The petitioner also said that Pakistan’s own media did not think it was safe for international tours.

    Bangladesh’s coach Stuart Law, from Australia, this week expressed fears about the team’s schedule.

    “It’s got to be made sure by the two associating boards that everyone is 100 percent safe to go,” he said.

    “I have spent time with the players and everyone is a bit concerned.”

    Law declined to confirm if he would go on the tour, while Bangladesh’s cricket authorities said they were seeking clearance from the International Cricket Council (ICC).

    Foreign teams shunned Pakistan after the 2009 attacks, forcing them to play their home series on neutral venues, mostly in the United Arab Emirates.

  7. রায়হান রশিদ - ২০ এপ্রিল ২০১২ (৩:০৪ অপরাহ্ণ)

    দারুন লেখা, ধন্যবাদ মুনিম।

    একদিকে লোটাস কামাল এর পাকিবাজি, অন্যদিকে বাংলাদেশের প্রগতিশীলদের একাংশও বলা নেই কওয়া নেই হঠাত করে পাকিবন্ধনে আবদ্ধ হওয়ার জন্য পাগল হয়ে গেছে, নতুন “রিকনসিলিয়েশন” তত্ত্বের টুপি মাথায় দিয়ে। আজকাল কাজকর্মে একটা পাকিস্তান ডাইমেনশন না থাকলে প্রগতিশীল ভাতটা আসলে ঠিক হজম হয় না!

  8. রফিকুল আনোয়ার রাসেল - ২৪ এপ্রিল ২০১২ (১২:৩৪ পূর্বাহ্ণ)

    আলোচনায় সবাই খুব দারুন অংশগ্রহন করেছেন। তবে আমি বুঝতে চাইছি কেবল, পাকিস্তানের নিরাপত্তা পরিকল্পনাটা কি ছিল ? ওরা মনে হয়, মৌলবাদীদের উপর নিরাপত্তার দায়িত্ব দিতে চেয়েছিল। আর যাইহোক, শেয়ালকে মুরগী পাহারা দিয়ে সরকার একভাবে নিশ্চিত হয়ে গেল। এই জাতির প্রতিদিন সকাল বিকেল ‘ উটপাখি নয়, মানুষের জীবন চাই’ বিজ্ঞাপনটি আত্মস্থ করা উচিত। ( আমার ধারনা, প্রথম আলো এই শ্লোগানটি আমাদের শুনিয়ে একটু বেশি বোকা ভেবে ফেলেছে আমাদের, আর নিজেরা নির্লজ্জের মতো প্রতিদিন বুদ্ধিমান ভাবছে) যে দেশ নিজেদের স্কুল শিশুদের নিরাপত্তা দিতে পারে না, সে আরেকটা দেশের মানুষের নিরাপত্তা দিবে কি ? আমি অবাক হই, এটা বুঝতে আইন জারী করতে হয়। এই পাকভুমি’র সরকারী অংশের প্রত্যেকে একেকটা স্বার্থপর শয়তান। বাঙ্গালি’র এটা বুঝতে কি আর চল্লিশ বছর লাগবে? তবে বাংলাদেশের যে ‘বাংলাদেশি’ অংশটি মহান (!) পাকিদের সাথে সম্পৃক্ত হতে চান, প্রতিক্রিয়াশীল বা প্রগতিশীল – যে কোনও ব্যানারে, আওয়াজ দিন। ইনশাল্লাহ, বাংলাদেশ জাতীয় টীম যেতে পারে নাই ঠিক, আপনাদের টীমটাকে আমরা সহিসালামতে পাকিস্তানের জঙ্গিদের হাতে তান্দুরি চিকেন হবার জন্য পাঠিয়ে দিব।

  9. মাসুদ করিম - ২৪ এপ্রিল ২০১২ (১০:০৯ পূর্বাহ্ণ)

    সবকিছু বাদ দিলাম, শুধু এই এটা ভাবলেও তো হয় যে পাকিস্তান ক্রিকেট বোর্ড তার নিজের ‘হোম সিরিজ’ আয়োজন করে বিদেশে ‘নিরাপদ’ ভেনুতে আর একটা ওয়ানডে একটা টি২০ খেলতে বাংলাদেশকে ডাকে পাকিস্তানে — একটা ভোটের জন্য কত কাঙাল আমাদের কামাল ভাই, এই অবিবেচনা থেকেই তো তা স্পষ্ট।

  10. মাসুদ করিম - ২৪ এপ্রিল ২০১২ (১১:০৮ পূর্বাহ্ণ)

    সকালে উঠে এত হাসাহাসি শরীরের জন্য ভাল কিনা জানি না, কিন্তু ডেভ হোয়াটমোরের কথা শুনে হাসতে হাসতে পেটে খিল। তিনি হতাশ, বাংলাদেশের পাকিস্তান সফরে বাংলাদেশ হাইকোর্টের নিষেধাজ্ঞায় তিনি যারপরনাই হতাশ। এরপরই তিনি বললেন, তিনি গত দুমাস ধরে পাকিস্তানে আছেন তিনি নিরাপত্তায় কোনো সমস্যা পাননি। আহা, এগুলো আমাদেরকে শুনাচ্ছ কেন — শ্রী লন্কাকে গিয়ে বল, অস্ট্রেলিয়াকে গিয়ে বল।

    Dav Whatmore, the Pakistan coach, has said he is “disappointed” with the postponement of Bangladesh’s proposed tour of Pakistan following a court stay order. Whatmore also said that he had not faced any security issues during his two-month stay in Pakistan.

    Bangladesh had agreed to visit Pakistan in the last week of this month for an ODI and a T20I, both scheduled to be played in Lahore, but the tour was delayed on April 19 with a Dhaka court ordering a four-week embargo over security concerns.

    “It is a bit disappointing,” Whatmore said. “We were planning to quickly get started with training, but all that has been knocked on the head with Bangladesh not coming.”

    Whatmore, who was born in Sri Lanka and immigrated early to Australia, coached the country of his birth to their famous 1996 World Cup triumph.

    “From my personal point of view, I’ve lived in Sri Lanka, I was born in Sri Lanka, I lived through civil war there towards the end of that problem, and I am now staying in Lahore for the last two months and move around quite freely. I really don’t have any problems with security.”

    খবরের লিন্ক : Bangladesh tour delay disappointing: Whatmore

    • মোহাম্মদ মুনিম - ২৫ এপ্রিল ২০১২ (৭:২৫ পূর্বাহ্ণ)

      একটু আগেই বিবিসিতে যা খবর দেখলাম তাতে হোয়াটমোরের আরও একটু নিরাপদ বোধ করার কথা। লাহোর রেল স্টেশনের প্রথম শ্রেণীর লাউঞ্জে বোমা হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন।
      পাকিস্তান সফর বিষয়ক এই নাটকে মোস্তফা কামাল ছাড়াও পিসিবির আচরণও লক্ষণীয়। খেলা হোক আর যাই হোক আন্তর্জাতিক সম্পর্কে নূন্যতম ভদ্রতা থাকা উচিত। পিসিবি এমন সুরে কথা বলছে যে মনে হচ্ছে বাংলাদেশকে যা খুশী চাই বলা যায়। গতকাল দেখলাম তারা বাংলাদেশের হাইকোর্টের নিষেধাজ্ঞার কপি দাবী করেছে। বাংলাদেশের স্থানীয় লীগে পাকিস্তানী খেলোয়াড়দের তারা খেলতে দিবে না এটা তারা আগেই বলেছে। বাংলাদেশে পাকিস্তানী খেলোয়াড়েরা কি দয়া করে খেলতে আসে নাকি টাকার লোভে আসে? আফ্রিদিদের জন্য আইপিএলের দরজা খুলে গেলে তারা সেখানেই খেলবে, বাংলাদেশে পায়ের ধুলো দিতে আসবে না, বাংলাদেশ পাকিস্তানে গিয়ে দশটা ম্যাচ খেললেও না।

  11. মাসুদ করিম - ২৯ জুন ২০১২ (১২:১৬ পূর্বাহ্ণ)

    তাহলে কী হল, আখামা ফিরছে ‘বহুপ্রতীক্ষিত’ শূন্য হাতে।

    শূন্য হাতে ফিরতে হচ্ছে মুস্তফা কামালকে
    আইসিসির অষ্টম সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নিউজিল্যান্ডের অ্যালান আইজাক। অন্যদিকে পর্যায়ক্রমিক পদ্ধতি ও সহ-সভাপতির পদ বিলুপ্ত করায় আইসিসির বার্ষিক সাধারণ সভা (এজিএম) থেকে শূন্য হাতেই ফিরতে হচ্ছে বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামালকে।

    বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এজিএমের শেষ দিনে ভারতের শারদ পাওয়ারের কাছ থেকে সভাপতির দায়িত্ব বুঝে নিয়েছেন সহ-সভাপতি আইজাক। পর্যায়ক্রমিক পদ্ধতি অনুযায়ী এবার সহ-সভাপতি পদে প্রার্থী হওয়ার কথা ছিল বাংলাদেশ ও পাকিস্তানের।

    তবে পাকিস্তান সরাসরি বাংলাদেশকে সমর্থন দেয়ায় বিসিবি সভাপতির আইসিসি সহ-সভাপতির দায়িত্ব পাওয়া প্রায় নিশ্চিতই ছিল। কিন্তু বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এই পদ বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয়ায় মুস্তফা কামালের মনোবাঞ্ছা পূর্ণ হয়নি।

    আর ভাই জাকা আশরাফ বলছেন, পাকিস্তানে ক্রিকেট খেলার ব্যাপারে সবার একই উত্তর ‘না’।

    No one is interested in coming to Pakistan: Zaka Ashraf
    From day one Zaka Ashraf has been on a mission to revive international cricket in Pakistan despite the prevailing sensitive security situation of the country.
    The Pakistan Cricket Board (PCB) chief had left for Kuala Lumpur for the International Cricket Council (ICC) annual conference with two main aims – to convince boards about touring Pakistan and talks with the Indian board about the revival of a bilateral series. However, his effort received a major blow when he was given the cold shoulder by the other boards who showed ‘no interest’ in touring the country in the near future.
    Pakistan have not hosted a Test nation since 2009 after the attack on the Sri Lanka team bus and while the board came close to breaking the barren run in April when Bangladesh agreed to play a two-match series, intervention by a Dhaka court poured cold water over the plans.
    Ashraf, who said he was in talks with other boards, sounded disappointed after meeting his counterparts in Kuala Lumpur.
    “No one is interested in tours,” Ashraf told The Express Tribune. “All the boards point towards the lack of security in Pakistan.”
    The PCB chief added that the municipal authorities’ act to bring down a wall at the PCB headquarters in Lahore also left a negative impact.
    “Some officials also spoke about Gaddafi Stadium wall. They were carrying the stories and asked me how they could play amid serious security issues.”
    The Gulberg town municipal corporation destroyed the wall saying it was built without its approval and on a green belt. The PCB, meanwhile, said that the wall was built in accordance with the ICC’s security standards and requirements.
    Talks held with India
    Meanwhile, the PCB chairman confirmed that talks were also held with the the Board of Control for Cricket in India but refused to share details.
    The PCB is hoping to play a short series against India later this year as relations between the two boards improved.
    The discussions in Kuala Lumpur were the continuation of talks that were held during Ashraf’s visit to India for the final of the Indian Premier League.

  12. মাসুদ করিম - ২ এপ্রিল ২০১৫ (১০:৪৮ পূর্বাহ্ণ)

    মোহাম্মদ মুনিমের ফেসবুক স্ট্যাটাস থেকে।

    আইসিসি প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের জন্য অনেকেই মোস্তফা কামালকে অভিনন্দন জানাচ্ছেন। তিনি দু বছর আগে শুধুমাত্র আইসিসি সভাপতি হওয়ার জন্য পাকিস্তানে বাংলাদেশ দলের সফরে রাজি হয়ে যান। খেলোয়াড়দের নিরাপত্তার ব্যাপারটি তিনি বিবেচনাতেই আনেননি। দেশব্যাপী প্রতিবাদ উঠার পরে আদালতের হস্তক্ষেপে সেই সফর বাতিল হয়। ভারতের শ্রীনিবাসনের মত মাফিয়া চরিত্রটিকে তিনি গত দু বছর ধরেই সহ্য করেছেন। বিশ্বকাপের পদক বিতরণের মঞ্চে উঠতে না পেরে তিনি চরম অপমানিত বোধ করেন সেই অপমান বোধ থেকেই তিনি পদত্যাগ করেছেন। আইসিসিতে তাঁর আগমন এবং প্রস্থান পুরোটাই ব্যক্তিগত কারণে, এর সাথে বাংলাদেশের ক্রিকেট বা মান সম্মানের কোন যোগ আমি দেখতে পাচ্ছি না। এই জাতীয় ধান্ধাবাজরা যত দ্রুত বাংলাদেশ বা আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে বিদায় নেয় ততই মঙ্গল।

Have your say

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.