ক্ষুদ্রঋণ নিয়ে একটি ছোট্ট পোস্ট

বাঁচায় ঋণ, মারে কিস্তি।

প্রাসঙ্গিক অন্যত্র: Microcredit, Poverty, and the Merchant of Venice

মাসুদ করিম

লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।

৮ comments

  1. অলকেশ - ২০ অক্টোবর ২০০৮ (৯:০২ অপরাহ্ণ)

    না দিতে পারিলে কিস্তি
    শুরু হয়ে যায় জবরদস্তি।।

  2. রায়হান রশিদ - ২১ অক্টোবর ২০০৮ (১:০৮ অপরাহ্ণ)

    থাক,
    করতে চাইনা খিস্তি।
    . . .

  3. নওরীন তামান্না - ২১ অক্টোবর ২০০৮ (১:১৫ অপরাহ্ণ)

    . . .
    কারণ, করলেই (খিস্তি)
    উঠবে “নোবেল” ইত্যাদির ফিরিস্তি।

  4. নীড় সন্ধানী - ২১ অক্টোবর ২০০৮ (৩:৫১ অপরাহ্ণ)

    ভাবতে কেমন অস্বস্তি

  5. রেজাউল করিম সুমন - ২২ অক্টোবর ২০০৮ (১:৪৭ পূর্বাহ্ণ)

    ক্ষুদ্রঋণ নিয়ে একটি ছোট্ট পোস্ট! আপনার কাছে আমাদের ঋণ বাড়ল।
    আর মন্তব্যগুলো পড়তে গিয়ে আমার হীরক রাজার দেশে-র সংলাপের কথা মনে পড়ে যাচ্ছে!

    মূল লেখার নীচে ইনসিডেন্টাল ব্লগারের যে-লেখাটার লিংক দেয়া আছে, সেটাও পড়লাম। এর বাংলা অনুবাদ মুক্তাঙ্গনে প্রকাশ করা যায় না? তারও শেষে আছে আরো একগুচ্ছ লিংক (ও কয়েকটি মন্তব্য)! ইনসিডেন্টাল ব্লগারের কাছেও ঋণী রইলাম।

    • ইনসিডেন্টাল ব্লগার - ২ নভেম্বর ২০০৮ (১২:০৪ পূর্বাহ্ণ)

      ধন্যবাদ। সময় পেলে চেষ্টা করবো বাংলায় একটা লেখা দাঁড় করানোর। তবে এটা মানতেই হচ্ছে দীর্ঘ সেই পোস্টটির মূল বক্তব্য মাসুদ করিম তাঁর এক লাইনেই অনেক বেশী সুন্দরভাবে ধরেছেন। সেজন্য তাকেও ধন্যবাদ।

      ক্ষদ্র ঋণের বিষয়টি নিয়ে এখানে সত্যিই একটু বিশদ আলোচনা করা দরকার। এবং এটাও আলোচনা করা দরকার নীতিগত ও কৌশলগত দিক থেকে কোন্ পন্থায় ক্ষুদ্রঋণ বিষয়টিকে আলোকপাত করা উচিত: ক্ষুদ্র ঋণের পুরো ধারণাটাকেই চ্যালেঞ্জ করে? নাকি এর প্রয়োগ এবং আনুষঙ্গিক দিকগুলোকে তুলে ধরে এর critical মূল্যায়ন করে? প্রশ্নটি উত্থাপন করলাম একটা কারণে। তা হল, ড. ইউনুস শুরু করলেও ক্ষুদ্রঋণের ধারণাটি কিন্তু পৃথিবীর সব জায়গায় একইভাবে প্রয়োগ হচ্ছেনা। সেখানেও নানা ধরণের innovation হয়েছে এবং প্রতিনিয়ত হচ্ছে। আর সেসবের প্রয়োগও একেক স্থানে প্রয়োগকারী সংগঠন/ব্যক্তিভেদে (লক্ষ্য, উদ্দেশ্য, দর্শন অর্থে) ভিন্ন ভিন্নভাবে হচ্ছে।
      তাই আমাদের মনে হয় সমালোচনার কৌশল নিয়েও গভীর আলোচনার সময় এসেছে, সমালোচনার গ্রহণযোগ্যতার স্বার্থেই।

  6. Pingback: ছোট্ট পোস্টে পাড়ি | মাসুদ করিম

  7. Pingback: ইউনূসমিতি ১ | প্রাত্যহিক পাঠ

Have your say

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.