ফ্রয়েড বলেছিলেন, ঘুম থেকে উঠেই স্বপ্ন লিখুন – স্বপ্নের বিস্তারটা ধরতে পারবেন আর স্বপ্ন দেখতে দেখতে যদি ঘুম ভেঙে যায় এক মুহূর্ত সময় নষ্ট না করে কাগজ কলম নিয়ে বসে পড়ুন – আকস্মিক স্বপ্নভঙ্গের পটভূমিটা ফুটে উঠবে। সোমবার ভোরে ঘুম ভেঙ্গে গিয়েছিল না স্বপ্ন ভেঙ্গে গিয়েছিল, ভাবতে ভাবতেই ফ্রয়েডের এই কথাগুলো মনে পড়ল, সেই ২৩/২৪ বছর বয়সে যা করতাম তাই করতে বসে গেলাম, স্বপ্ন লিখতে শুরু করলাম।
অজয় দেবগনের ঘরে আমি চা বানাচ্ছি, অজয় দেবগন আমাকে বলছে, আজ তোমার দেশের একজন মানুষ আমার সাথে দেখা করতে আসবে শুধু চা বানালে হবে না ভাল করে চায়ের সাথে বাঙালি ভাজাভু্জিও কিছু করো, আমার মৃত বন্ধু মাহবুব শীতকালে গরুর গায়ে দেয়া ছালা জড়িয়ে হামাগুড়ি দিয়ে দেয়ালের ভেতর দিয়ে বাহিরে চলে গেল, আমিও তার সাথে চলে গেলাম, একটা কার্পেটে একটা বিড়ালের পাশে তসলিমা নাসরিন বসে আছে, অজয় দেবগন ট্রেতে করে চা আর ভাজাভুজি নিয়ে এসে আমাকে খেতে বলল, আমি চা ও ভাজাভুজির প্রশংসা করলাম, তসলিমা নাসরিন বলল আমি বানিয়েছি ওগুলো আমার করা, অজয় দেবগন বারবার কী খুঁজছে বকছে নিজামি মুজাহিদ মন্ত্রীর গাড়িতে বাংলাদেশের পতাকা তোমাদের একেবারে মাথা কাটা যাচ্ছে, কই খালেদা জিয়া যে কতবার প্রধানমন্ত্রী হয়ে গেল তুমি তসলিমা একথা বলতে পার না, একজন প্রধানমন্ত্রীকে নিয়ে আমি বলতে পারব না তিনি যুদ্ধের সময় সেনানিবাসে কী করছিলেন, না আমার দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে তুমি এভাবে বলতে পার না অজয়, আমি তোমার দেশে আশ্রিত তাই তুমি আমার দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এভাবে বলতে পার না, তুমি তসলিমা নারীবাদী আমি জানি তোমার তো জাপানের রাজাদের সেনাবাহিনীর কথা মনে আছে, যেখানে যেত চীনে ভিয়েতনামে কোরিয়ায় এজেন্ট দিয়ে মেয়ে জোগাড় করে একঘর করে বিলাসরমণী বানিয়ে রাখত তাদের সাথে সময় কাটাত, একটা পিয়ানো মুছে দিচ্ছে কয়েকজন কয়েদি, একজন উর্দিপরা পরা লোক পিঠ দিয়ে বসে আছে আমাদের দিকে, শুধু কালো রিডগুলোতেই চাপ দিয়ে যাচ্ছে, আমি অজয় না তসলিমা কে যেন বিড়বিড় করছি মনে হচ্ছে সবাই করছি, স্ববিলাসরমণী, স্ববিলাসরমণী, স্ববিলাসরমণী, স্ববিলাসরমণী, স্ববিলাসর
সোমবার
ভোররাত
১২ ডিসেম্বর ২০১১
মাসুদ করিম
লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।
Have your say
You must be logged in to post a comment.
১৭ comments
মাসুদ করিম - ২৬ ডিসেম্বর ২০১২ (১:৩৭ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৭ জুন ২০১৩ (১:৫৫ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ২২ সেপ্টেম্বর ২০১৩ (৬:১২ অপরাহ্ণ)
সাগুফতা শারমীন তানিয়া - ২৪ মার্চ ২০১৪ (১:৫৮ অপরাহ্ণ)
খালেদা জিয়ার ‘যৌন জিহাদ’বিষয়ক প্রশ্নটি একটি অসৌজন্যপূর্ণ প্রসঙ্গ মনে হচ্ছে আমার। তাঁকে তাঁর ব্যক্তিজীবনের জীবতকালীন-অসঙ্গতির জন্যে টানাহেঁচড়া করা ঠিক হবে না, যেমন ঠিক হয় না তাঁকে ‘গুলাবি’ ইত্যাদি বলে ডাকা। পক্ষবিপক্ষ যেই হোন তার লৈঙ্গিক পরিচয়জাত সম্মান দিতে যেন আমরা পিছপা না হই।
মাসুদ করিম - ২৪ মার্চ ২০১৪ (৫:৫৫ অপরাহ্ণ)
খালেদা জিয়ার ১৯৭১ সালের সেনানিবাসের জীবন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে প্রশ্নবিদ্ধ কাজেই এটাকে আমি ব্যক্তিজীবন নিয়ে টানাটানি মনে করি না, তার মদ্যপানকে নিয়ে কথাকে ব্যক্তিজীবন নিয়ে টানাটানি মনে করি। অকারণে খালেদার বিরুদ্ধে স্ববিলাসরমণী বা যৌন জিহাদের অভিযোগ আমি তুলছি না, কাজেই এতে কীকরে ‘লৈঙ্গিক পরিচয়জাত সম্মান’ আঘাত পেল আমি বুঝতে পারলাম না।
মাসুদ করিম - ২৭ মার্চ ২০১৪ (৮:৫৭ অপরাহ্ণ)
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কাম সেরে ফেলেছে, স্ববিলাসরমণীকে মুক্তিযোদ্ধা স্মারক দিয়ে দিয়েছে।
মাসুদ করিম - ২৬ ডিসেম্বর ২০১৩ (১:২৩ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৪ মার্চ ২০১৪ (৯:৩৫ পূর্বাহ্ণ)
স্ববিলাসরমণীরা ব্যঙ্গ করেছে করছে আমাদের বীরাঙ্গনাদের।
মাসুদ করিম - ৮ এপ্রিল ২০১৪ (১১:৩১ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ২৬ এপ্রিল ২০১৪ (২:৫৪ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১৩ মে ২০১৪ (৩:০৬ অপরাহ্ণ)
লিন্ক : ‘বঙ্গবন্ধু দেশকে দুই ভাগে ভাগ করেছেন’
এখন বোঝা যাচ্ছে আমার নিচের কথাগুলো পুরনো হলেও সত্য
মাসুদ করিম - ১৪ মে ২০১৪ (১২:৫১ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১৪ ডিসেম্বর ২০১৪ (১:০৯ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১৩ জানুয়ারি ২০১৫ (২:৪৩ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৫ মার্চ ২০১৫ (১০:৩৯ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১২ আগস্ট ২০১৫ (১২:৫৯ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৪ ডিসেম্বর ২০১৫ (১০:৫৮ অপরাহ্ণ)